আমি কখনো দেশপ্রেমিক যোদ্ধা দেখেনি কিন্তু আজ কনক সারোয়ারের সৌজন্যে দেখলাম আমাদের সামরিক বাহিনীর মহীয়সী নারী ক্যাপ্টেন শাহনাজ কে। স্যালুট আপনাকে ক্যাপ্টেন শাহনাজ।
বি ডি আর হত্যার আগে ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি এবং লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জি বাংলাদেশ সফরে এসে ছিলেন। আমি বি ডি আর হত্যার সাথে এদের সফরের যোগ সূত্র খুঁজে পাই।
ক্যাপ্টেন শাহানাজ আপুকে রাষ্ট্রের সর্বোচ্চ সন্মানের সাথে চাকরি তে যোগদান করানোর জন্য দেশের তত্ত্ববধ সরকারের কাছে বিনীত অনুরোধ করছি ক্যাপ্টেন শাহানাজ আপু প্রকৃত দেশ প্রেমিক ওনাকে মায়ের স্তন থেকে হাজার সালাম
আমি কখনো দেশপ্রেমিক যোদ্ধা দেখেনি কিন্তু আজ কনক সারোয়ারের সৌজন্যে দেখলাম আমাদের সামরিক বাহিনীর মহীয়সী নারী ক্যাপ্টেন শাহনাজ কে। ক্যাপ্টেন শাহনাজ তোমার দৃঢ়তায় মুগ্ধ হয়েছি।স্যালুট ক্যাপ্টেন শাহনাজকে......
শাহনাজ স্যার আপনার কথা শুনে চোখের পানি ঊরে রাখতে পারলামনা আমিও সেনাবাহিনীনীতে চাকুরী করে আসছি ২৪ বছর আমি হেফাজতের হত্যার সময় আমি ঢাকায় ছিলাম কিন্তু জিনিসটা আমি মেনে নিতে পারিনি তার জন্য প্রমোশন নিতে ইচ্ছা ছিলো না কারন মিত্যা যেখানে ডুকেছে সেই রকম একটা সংস্থায় আর চাকরি করা সম্ভব না তার জন্য চলে আসছি।আল্লাহ পাক সকল বাংগালী জাতি কে হেফাজত করুক। আপনিনাকে অনেক ধন্যবাদ স্যার।ভালো থাকবেন সব সময়।
আমি ধৈর্য ধরে শুধু হলিউড ও বলিউড মুভি দেখি,কিন্তু সুমন স্যার ও শাহনাজ ম্যডামের লম্বা লম্বা এই দুইটা পর্ব খুব ধৈর্য ধরে দেখলাম,,খুনি রক্তপিপাসু সৈরাচারী সাইকো হাসিনার বিচার এমন হওয়া দরকার যেমন বলতে চাই যতদিন বেচে থাকবে ততদিন যেনো জেলের পালিশমেন্ট সেলে থাকে,,,
ক্যাপ্টেন শাহানাজ আপুকে স্যালুট 💪💪 । ৫৭ জন চরম দেশপ্রেমিক যদি বেঁচে থাকতো দেশে ভারতদাসির জন্ম হতো না । 😪😪😪😪😪 দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
শাহনাজ ম্যাম, আপনার কথা শুনে আমি বুজলাম, jr, officer দের অনেক মেধা থাকা সত্ত্বেও বলার বা করার মতো কোন স্কোপ নাই। অনেক দুঃখজনক। আপনি যেমনি বুজে শুনে and রাগের মাথায় চাকরি ছেড়েছেন সেটা পুরোটাই একজন সৎ ও স্বাধীন চেথার মানুষ ছাড়া কেও করতে পারে না,দোয়া রইলো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমীন। 🤲
ক্যাপ্টেন শাহনাজ আপনি অনেক ধৈর্যশীল একজন নারী 🥀🥀 কষ্ট পেয়ে প্রথমে চাকরি ছেড়ে দিলেন তারপর হাজবেন্ড মারা গেল তারপর বাবা মারা গেছে তারপর অনেক ফ্রেন্ড মারা গেছে,,,, 😪😪 এত বিপদের পরেও আপনি নিজেকে সেইফ রেখেছেন এটা অবশ্যই আল্লাহর রহমত ছিল আপনার উপর। আল্লাহ তায়ালা সবাইকে জান্নাত দান করুন। বাচ্চা নিয়ে সুখী থাকুন। এবং পুনরায় সেনাবাহিনীতে জয়েন করার অনুরোধ করছি।
ক্যাপ্টেন শাহনাজ ম্যাম কে আমাদের সেনাবাহিনীতে আবার যোগদান করার সুযোগ করা হোক উনাকে যথার্থ সম্মান দেওয়া হোক কারণ তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু হারিয়েছেন
আমি একজন সাবেক সেনা সদস্য, আমার এই অফিসার কে কি দিয়ে ধন্যবাদ জনাব সে ভাষা হারিয়ে ফেলেছি।উনার কথা গুলো শুনে আমার বুক ফেটে কান্না আসছে। উনার মতো এই রকমই দেশ প্রেমিক সৈনিক হওয়া উচিত।
সালাম ও স্যালুট বোন আপনাকে, গর্বিত সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনাকে আবারো সেলুট, দেশের ক্লান্তি লগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় এগিয়ে থাকে দেশ রক্ষায়।
সহমত ভাই । ৫৭ জন চরম দেশপ্রেমিক যদি বেঁচে থাকতো দেশে ভারতদাসির জন্ম হতো না । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
আপু আপনার জন্য অনেক ভালোবাসা❤❤❤ এই কথাগুলি আমাদের জানার দরকার ছিল I সেনাবাহিনীর কর্মকর্তাদের এই কিলিং এর ঘটনা মনে হলে আমরা খুব কষ্ট পাই I বিবেকবান দেশপ্রেমিক সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় I আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছি পুরোটাই আর কেঁদেছি I আপনি একজন বিবেকবান মানুষ ,সাহসী মানুষ I আমাদের বাচ্চারা তাদের বুকের রক্ত ঢেলে কথা বলার স্বাধীনতা দিয়ে গেছে I ওদের জন্য গর্বে বুক ভরে ওঠে I
ক্যাপ্টেন শাহানাজ আপুকে অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। মনে আছে, বিডিআর ম্যাসাকারের পর পরই তিনি কি একটা বিষয়ে (আর্মস সিলিং) সন্দেহ করেছিলেন যে এটা আমাদের দেশের কোন বাহিনীর কাছে নেই। সেই বক্তব্যের পর আর উনাকে দেখা যায়নি। অনেক দিন পর উনাকে দেখে ভালো লাগলো।
এই বোনকে সন্মানের সাথে চাকরি তে যোগদান করানোর জন্য দেশের সরকারের কাছে বিনীত অনুরোধ করছি ,আপু আপনাকে হাজার সালাম আপনার মতো মানুষ আছে বলেই সেনাবাহিনী মানুষের শেষ অস্থা.আপু সত্যি বলার জন্য আপনাকে স্যলুট
কনক সরোয়ার সাহেব আপনার একা একটা টকশো দেখতে চাই। আপনার কাছে অনেক কথা আছে। আমরা আপনার কথা শুনতে চাই। ক্যাপ্টেন শাহনাজ কে অসংখ্য ধন্যবাদ। এই রকম একজন সৎ অফিসারের সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এই অফিসার কে আবার দেখতে চাই।
এক কথায় অসাধারণ একজন নারী ❤! অন্তর থেকে ভালোবেসে ফেলেছি আপনাকে আপু। আপনার প্রতিটি কথা আমার শরীরে গেঁথে থাকবে আজীবন। এতো সৎ এবং সাহসী নারী থাকতে পারে আমার জানা ছিলো না। আপনার জন্য আবারও আমার ভালোবাসা রইলো ❤❤❤❤
আসল দেশপ্রেমিক একজনকে দেখলাম আজকে। সেলুট ক্যাপ্টেন। আপনারা এর জন্য অবশ্যই প্রতিদান পাবেন। এই দুনিয়ায় এবং ও আঁখিরাতে। আপনাদের মতো দেশপ্রেমিকদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও সম্মান।
I belong to a Fauji family. However, I’ve never seen any courageous army officers like Capt. Shanaz. Thank you for your dedicated service to our nation and its citizens. So proud of you sister….🙏🙏
মেজর মকবুল স্যারের সাথে আমি আইভরি কোস্টে মিশনে ছিলাম ওনি খুবই ভালো মানুষ ছিলেন।ওনার জন্য আমরা খুবই চিন্তািত ছিলাম হঠাৎ ওনাকে কেন বিডিআর এ নিয়ে মারা হলো।এখন বুজছি সব কিছু সরকারের নাটক ছিলো।স্যারকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের পমেহমা হিসাবে কবুল করুক সেই দোয়া করি।
একজন সৎ এবং সাহসী সেনা অফিসার আপনি ক্যাপ্টেন শাহানাজ। পুরো ভিডিওটা দেখেছি আমি। যে সময় পিলখানা হত্যাকান্ড হয় তখন আমি দশম শ্রেণীর ছাত্র।বাবা সরকারি চাকরি করার সুবাদে কক্সবাজার ছিলাম পুরো পরিবার।কক্সবাজারেও সামান্য সমস্যা হয়েছিল।আপনি আর কনক সরওয়ার স্যারের মাধ্যমে আজ অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের দুজনকেই।
Salute salute salute a lakhs of salute captain shahanaj. আপনার মতো দেশ প্রেমিক সেনাবাহিনীর জন্য সত্যি সত্যি সত্যিই বুকটা গর্বে বুক টা ভরে যায়। আপনার জন্য শুভকামনা রইলো ও লক্ষ কোটি সালাম রইলো।
আমি নিজে স্বাক্ষী, ওই দিন আমি আমার অফিসের কম্পিউটার এ বিডিআর বিদ্রোহের খবর দেখার চেস্টা করি কিন্তু বাংলাদেশের নিউজপেপারে তখনও অনলাইনে এই বিদ্রোহ নিয়ে বেশি খবর আপডেট দেয়নি কিন্তু যখন ভারতের এনডি টিভির ওয়েবসাইট এ বেলা ১১ টার দিকেই দেখেছিলাম জেনারেল শাকিল নিহত হয়েছে কিন্তু তখন ও পরবর্তি ১ দিনেও বাংলাদেশের মিডিয়া এই খবর দিতে পারেনি।
অনেক অনেক কৃতজ্ঞতা কনক ভাই।আপনার এই ধারাবাহিক গবেষণার জন্য। মেজর সুমন এবং শাহনাজ আপার বর্ননায়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে হেফাজতে রাখুন। এ হত্যাকান্ডের বিচার এবার হবে ইনশাআল্লাহ।
সাংবাদিক ডঃ কনক সারোয়ার, আপনি একজন দেশপ্রেমিক মানুষ।শেখ হাসিনার পদত্যাগের জন্য আপনি সহ, আরও অনেক পেশাজীবী মানুষ অনেক ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করেছেন প্রমাণ যোগাড় করেছেন। আপনাদের অবদান আমরা দেশবাসী কোনদিন ভুলবো না, আমরা কৃতজ্ঞ 🎉
বাংলাদেশে আপনার মত অফিসার আছে বলেই সেনাবাহিনী ❤জায়গায় আছে। আমরা সবাই চাই শাহনাজ আপুর যে কষ্ট তা পুরো বাংলাদেশের জন্য ছিলো আপু আপনার কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়লো 😢
প্রিয় ক্যাপ্টেন শাহানাজ এর সাহসী ভূমিকার মূল্য হিসেবে উনার জীবনে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলির সম্মুখীন হয়েছিলেন তার ক্ষতিপূরণ এই দুনিয়ায় সম্ভব নয় দোয়া করি মহান আল্লাহতালা পরকালে উনাকে সম্মানিত করবেন পুরস্কৃত করবেন অনেক অনেক শ্রদ্ধা আপনার জন্য প্রিয় বোন
আপনাদেরকে অনেক অনেকেই ধন্যবাদ, দেশপ্রেমিক সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এবং দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের নাগরিক কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, দেশকে ভালো বাসার জন্য।
জাজাকালল্লাহু খায়রান, শাহনাজ আপা।আল্লাহ আপনাকে সবর দান করুক। দুনিয়া ও আখিরাতে কল্যাণ করুক। ন্যায় বিচার দেখার তাওফিক যেন হয়। ইসলামের আপনি বেসিক রুলস সম্পর্কে বেশ অবগত। আল্লাহ যেন আপনাকে ফরজসমুহ মেনে জান্নাতে যাবার পথ সুগম করার সুযোগ দেন এবং সেখানে স্বামীর সাথে মিলিত করেন।
মহীয়সী নারী শব্দের উৎকৃষ্ট উদাহরণ হলেন ক্যাপ্টেন সাহানাজ ❤️🇧🇩❤️ আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন।আমিন
misa kotha ex girlfriend of Benjir
Amen
আমিন
ক্যাপ্টেন শাহনাজ আপনার আবেগ আমাদের সবাইকে ছুয়ে গেছে। আপনাকে দেশের সেবায় চাই। We love you sister.
অনেকদিন থেকে দেশপ্রেমিক এর সাক্ষাৎ চাচ্ছিলাম। আল্লাহ স্বপ্ন পুরণ করল। স্যালুট ক্যাপ্টেন শাহনাজ🏴🏴
স্লোলি কথা বললে আরো ভালো লগতো। ধন্যবাদ।
Amen
Same to
চোখের পানি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল কতটা তা প্রকাশ পায়। আল্লাহ তাকে জান্নাতের সু উচ্চ মোকাম দান করুন। আমিন।
আমি কখনো দেশপ্রেমিক যোদ্ধা দেখেনি কিন্তু আজ কনক সারোয়ারের সৌজন্যে দেখলাম আমাদের সামরিক বাহিনীর মহীয়সী নারী ক্যাপ্টেন শাহনাজ কে।
স্যালুট আপনাকে ক্যাপ্টেন শাহনাজ।
আজ আমি নিজেই কান্না করে দিলাম
সেলুট স্যার
ক্যাপ্টেন শাহনাজ তোমার দৃঢ়তায় মুগ্ধ হয়েছি। তোমাদের জন্যই মনে হয় এই বিজয় আমরা পেয়েছি। আল্লাহাফেজ
Right
বি ডি আর হত্যার আগে ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি এবং লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জি বাংলাদেশ সফরে এসে ছিলেন। আমি বি ডি আর হত্যার সাথে এদের সফরের যোগ সূত্র খুঁজে পাই।
উনি ভিডিও করে রাখল না কেন?
উনি ভিডিও করে রাখল না কেন?
@@abubakr-j8p ঐ সময় সম্ভবত touch phone আসে নাই। দ্বিতীয়ত উনার সে scope ছিল কিনা।
ক্যাপ্টেন শাহানাজ আপুকে
রাষ্ট্রের সর্বোচ্চ সন্মানের সাথে চাকরি তে যোগদান করানোর জন্য
দেশের তত্ত্ববধ সরকারের কাছে বিনীত অনুরোধ করছি ক্যাপ্টেন শাহানাজ আপু প্রকৃত দেশ প্রেমিক
ওনাকে মায়ের স্তন থেকে হাজার সালাম
@@mdsohid8982 আপনার মহানুভবতার কদর করছি এবং সম্মান করছি ব্রো। বাট এটা সম্ভব না।
❤❤❤❤😢👍💪
ক্যাপ্টেন শাহানাজ আপু আপনাকে হাজার সালাম আপনার মতো মানুষ আছে বলেই সেনাবাহিনী মানুষের শেষ অস্থা
Right
@@vbu344কিভাবে???
শাহনাজ আপনাকে আপনার চাকরি ফেরৎ দিতেই হবে
ধন্যবাদ কনক সারোয়ার ভাই ও শাহনাজ আপু
সাক্ষাত্কার থেকে অনেক কিছু জানতে পারলাম । এ হত্যার বিচার কোন দিন হবে না ।
আমি কখনো দেশপ্রেমিক যোদ্ধা দেখেনি কিন্তু আজ কনক সারোয়ারের সৌজন্যে দেখলাম আমাদের সামরিক বাহিনীর মহীয়সী নারী ক্যাপ্টেন শাহনাজ কে।
ক্যাপ্টেন শাহনাজ তোমার দৃঢ়তায় মুগ্ধ হয়েছি।স্যালুট ক্যাপ্টেন শাহনাজকে......
শাহনাজ স্যার আপনার কথা শুনে চোখের পানি ঊরে রাখতে পারলামনা আমিও সেনাবাহিনীনীতে চাকুরী করে আসছি ২৪ বছর আমি হেফাজতের হত্যার সময় আমি ঢাকায় ছিলাম কিন্তু জিনিসটা আমি মেনে নিতে পারিনি তার জন্য প্রমোশন নিতে ইচ্ছা ছিলো না কারন মিত্যা যেখানে ডুকেছে সেই রকম একটা সংস্থায় আর চাকরি করা সম্ভব না তার জন্য চলে আসছি।আল্লাহ পাক সকল বাংগালী জাতি কে হেফাজত করুক। আপনিনাকে অনেক ধন্যবাদ স্যার।ভালো থাকবেন সব সময়।
@@MdNurulAlam-z6d ওই রাতের অপারেশনে যদি থেকে থাকেন তাহলে কনক ভাইয়ের সাথে কথা বলতে পারেন।
আমি ধৈর্য ধরে শুধু হলিউড ও বলিউড মুভি দেখি,কিন্তু সুমন স্যার ও শাহনাজ ম্যডামের লম্বা লম্বা এই দুইটা পর্ব খুব ধৈর্য ধরে দেখলাম,,খুনি রক্তপিপাসু সৈরাচারী সাইকো হাসিনার বিচার এমন হওয়া দরকার যেমন বলতে চাই যতদিন বেচে থাকবে ততদিন যেনো জেলের পালিশমেন্ট সেলে থাকে,,,
😮uu@@vbu344
দুঃখ জনক। বিডিআর হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করা এবং তাদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
@@vbu344Right.
ক্যাপ্টেন শাহানাজ আপু আপনাকে হাজার সালাম
ক্যাপ্টেন শাহানাজ আপুকে স্যালুট 💪💪 । ৫৭ জন চরম দেশপ্রেমিক যদি বেঁচে থাকতো দেশে ভারতদাসির জন্ম হতো না । 😪😪😪😪😪 দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
কোন সমস্যা নেই।আপনি ১০ঘন্টা বললেও আমরা শুনবো।
এটা নিয়ে এত বছর ধরে কেঁদেছি।এখন আপনার কান্না দেখে আবারও কাঁদছি।
পুরোটা শুনে দুচোখে পানি চলে এলো,,,,,১৫ টা বছর কি ভুলে ছিল দেশবাসী,,,,,,
মা, তোমার কথা শুনেছি, আর কেঁদেছি। তোমার ও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
শাহনাজ ম্যাম, আপনার কথা শুনে আমি বুজলাম, jr, officer দের অনেক মেধা থাকা সত্ত্বেও বলার বা করার মতো কোন স্কোপ নাই। অনেক দুঃখজনক। আপনি যেমনি বুজে শুনে and রাগের মাথায় চাকরি ছেড়েছেন সেটা পুরোটাই একজন সৎ ও স্বাধীন চেথার মানুষ ছাড়া কেও করতে পারে না,দোয়া রইলো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমীন। 🤲
চাকরি না ছাড়লে ওনাকে মেরে ফেলা হতো।পুরো অনুষ্ঠানে বিভিন্ন মৃত্যুর ঘটনা সেটাই প্রমাণ করে।
ক্যাপ্টেন শাহনাজ
আপনি অনেক ধৈর্যশীল একজন নারী 🥀🥀
কষ্ট পেয়ে প্রথমে চাকরি ছেড়ে দিলেন তারপর হাজবেন্ড মারা গেল তারপর বাবা মারা গেছে তারপর অনেক ফ্রেন্ড মারা গেছে,,,, 😪😪
এত বিপদের পরেও আপনি নিজেকে সেইফ রেখেছেন এটা অবশ্যই আল্লাহর রহমত ছিল আপনার উপর।
আল্লাহ তায়ালা সবাইকে জান্নাত দান করুন।
বাচ্চা নিয়ে সুখী থাকুন। এবং পুনরায় সেনাবাহিনীতে জয়েন করার অনুরোধ করছি।
Very sad story of her life 😢
উনার স্বামী মারা যায়নি মারা হয়েছে
আমি তো আমার কান্না ধরে রাখতে পারছি না বোন।আমার হৃদয়ের রক্ত খরণ হচ্ছে।আল্লাহ সেনাবাহিনীকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাও
ক্যাপ্টেন সাহানাজ বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব।ওনাদের জন্য সেনাবাহিনী টিকে থাকবে যুগের পর যুগ। শুভকামনা।
লোমহর্ষক এবং বেদনাদায়ক, আবেগ ধরে রাখতে পারলাম না,আবেগ কান্নায় পরিণত হলো।
ক্যাপ্টেন শাহনাজ ম্যাম কে আমাদের সেনাবাহিনীতে আবার যোগদান করার সুযোগ করা হোক উনাকে যথার্থ সম্মান দেওয়া হোক কারণ তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু হারিয়েছেন
আমি একজন সাবেক সেনা সদস্য, আমার এই অফিসার কে কি দিয়ে ধন্যবাদ জনাব সে ভাষা হারিয়ে ফেলেছি।উনার কথা গুলো শুনে আমার বুক ফেটে কান্না আসছে। উনার মতো এই রকমই দেশ প্রেমিক সৈনিক হওয়া উচিত।
ধ্যনবাদ ক্যাপটেন শাহানাজ আপাকে আপনার জন্য দুয়া ও ভালোবাসা রইল
শাহনাজ স্যার যে বললেন, কম্পিউটার অপারেটর এর কথা, এটা কিছুদিন আগেই সিটিসেল এর একজন তৎকালীন অপারেটিং ইঞ্জিনিয়ারও একই পোস্ট দিয়েছিলেন।
she was exgirlfriend of Benjir. Boat club er secretary
@@shekhmujib3672
দুষ্কৃতকারী।
এখন কি ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময়?
এক বাংলাদেশের স্বার্থে কথা বলো।
Captain Shahnaj Madam k again joint korar onurod janacchi...insaallah..
May allah livelong Madam,
Go ahead
@@shekhmujib3672 why spreading lies like your wife is from street
@@shekhmujib3672Ke Benjir er ex gf chilen?
জনাব ডঃ: কনক সরোয়ার আপনি সেরাদের সেরা।Go ahead, may Allah Suvanu Wataala always be with you and your family.
সালাম ও স্যালুট বোন আপনাকে, গর্বিত সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনাকে আবারো সেলুট, দেশের ক্লান্তি লগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় এগিয়ে থাকে দেশ রক্ষায়।
ক্যাপ্টেন শাহনাজ সত্য প্রকাশের জন্য আপনাকে লক্ষ কোটি স্যালুট। আপনার আবেগের উত্তারিধীকার বর্তমান সেনাবাহিনীর অফিসাররা যেন ধারন করেন।
হাজার সালাম ক্যাপ্টিন সাহানাজ ম্যাডাম আপনার মতো মানুষ আমাদের সেনাবাহিনীর সদস্য,,
আমার ছোট বোন তোমার কথা শুনে মনে হলো তুমি একজন প্রকৃত দেশপ্রেমিক। তোমার সব কথা সত্য মনে হয়েছে। তোমাকে স্যালুট জানাই।
শাহনাজ আপুকে চাকরীতে যোগ দানের জন্য অন্তর বর্তি সরকার কে অনুরোধ করছি এবং ডঃ ইউনুস স্যার এর জন্য সহকারী বিশ্বাসী কর্মকর্তা নিয়োগ করা উচিৎ
ক্যাপ্টেন শাহনাজ, আপনি সত্যিই চাম্পিয়ন। স্যালুট আপনাকে। Hat's off
সহমত ভাই । ৫৭ জন চরম দেশপ্রেমিক যদি বেঁচে থাকতো দেশে ভারতদাসির জন্ম হতো না । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
ধন্যবাদ কনক সারোয়ার ভাই ধন্যবাদ ক্যাপ্টেন শাহনাজ আপু , খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।❤
বোনের কথাগুলো শুনে,,, অঝর ধারায় কাদলাম,,,,আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন আশাকরি,,,
কি শুনছি এসব!! মনে হচ্ছিল যেন বুকের ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছে, সবকিছুর যেন সুষ্ট বিচার হয়, ধন্যবাদ কনক সরওয়ার ভাই এবং ক্যাপ্টেন আপুকে আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক
আপনার সততা, ইমোশন,ফিলিংস এবং সর্বপরি নিরেট সত্য কথা গুলো বলার জন্য অশেষ ধন্যবাদ।
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন শাহনাজকে। সত্যিই আপনি একজন দেশপ্রেমিক সৈনিক।
মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ,বিচার চাই,বিচার চাই।
আপু আপনার জন্য অনেক ভালোবাসা❤❤❤ এই কথাগুলি আমাদের জানার দরকার ছিল I সেনাবাহিনীর কর্মকর্তাদের এই কিলিং এর ঘটনা মনে হলে আমরা খুব কষ্ট পাই I বিবেকবান দেশপ্রেমিক সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় I আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছি পুরোটাই আর কেঁদেছি I আপনি একজন বিবেকবান মানুষ ,সাহসী মানুষ I আমাদের বাচ্চারা তাদের বুকের রক্ত ঢেলে কথা বলার স্বাধীনতা দিয়ে গেছে I ওদের জন্য গর্বে বুক ভরে ওঠে I
ক্যাপটিন শাহনাজকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ ।
ক্যাপ্টেন শাহানাজ আপুকে অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। মনে আছে, বিডিআর ম্যাসাকারের পর পরই তিনি কি একটা বিষয়ে (আর্মস সিলিং) সন্দেহ করেছিলেন যে এটা আমাদের দেশের কোন বাহিনীর কাছে নেই। সেই বক্তব্যের পর আর উনাকে দেখা যায়নি। অনেক দিন পর উনাকে দেখে ভালো লাগলো।
শাহাজান ম্যামআপনাকে অনেক ধন্যবাদ ।আপনার মত ভবিষ্যৎ প্রজন্মের খুব দরকার । আপুকে আবারো সেলুট।
ধন্যবাদ কনক সরোয়ার এবং কেপ্টেন শাহনাজ
ক্যাপ্টেন শাহানাজ আপু সত্যি আপনি চ্যাম্পিয়ন আই স্যালুট ইউ আপু
এই বোনকে সন্মানের সাথে চাকরি তে যোগদান করানোর জন্য দেশের সরকারের কাছে বিনীত অনুরোধ করছি ,আপু আপনাকে হাজার সালাম আপনার মতো মানুষ আছে বলেই সেনাবাহিনী মানুষের শেষ অস্থা.আপু সত্যি বলার জন্য আপনাকে স্যলুট
@@rahamanaminur3348 Yes right please help to join job...
কনক সরোয়ার সাহেব আপনার একা একটা টকশো দেখতে চাই। আপনার কাছে অনেক কথা আছে। আমরা আপনার কথা শুনতে চাই। ক্যাপ্টেন শাহনাজ কে অসংখ্য ধন্যবাদ। এই রকম একজন সৎ অফিসারের সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এই অফিসার কে আবার দেখতে চাই।
এক কথায় অসাধারণ একজন নারী ❤! অন্তর থেকে ভালোবেসে ফেলেছি আপনাকে আপু। আপনার প্রতিটি কথা আমার শরীরে গেঁথে থাকবে আজীবন। এতো সৎ এবং সাহসী নারী থাকতে পারে আমার জানা ছিলো না।
আপনার জন্য আবারও আমার ভালোবাসা রইলো ❤❤❤❤
ম্যাডাম আপনাকে ধন্যবাদ সঠিকভাবে দায়িত্ব পালন এবং সঠিক কথা বলেছেন
অসংখ্য ধন্যবাদ কনক সারওয়ার ভাই ও শাহনাজ আপা। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের কল্যাণ দান করুন।
সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ যারা এর সাথে জড়িত তাদের কে আইনের আওতায় আনা হোক ক্যাপ্টেন সাহানাজ স্যার কে ধন্যবাদ আল্লাহ আপনার নেক হায়াত দান করুক আমিন
আপু আপনাকে শান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এই বাংলায় খুনিদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহর রহমতে ভাল থাকবেন ইনশাআল্লাহ।
জাতির শ্রেষ্ঠ সন্তান ও গৌরব ক্যাপ্টেন শাহনাজ আপনাকে সশ্রদ্ধ স্যালুট। মহান আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখুন
অসাধারণ ইন্টারভিউ❤️❤️❤️ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন শাহনাজ স্যার এবং কনকসারোয়ার স্যার কে ❤️❤️❤️❤️❤️
চোখের পানি থামাতে পারলাম না 😭 ক্যাপ্টেন সেলুট আপনাকে
ধন্যবাদ জানাই একজন সাহসী সেনা অফিসারকে, ধর্ম গ্রন্থ স্পর্শ করে একমাত্র সেনাবাহিনী দেশের মাটি মানুষের জন্য জীবন উৎসর্গ করে.।।
আসল দেশপ্রেমিক একজনকে দেখলাম আজকে। সেলুট ক্যাপ্টেন। আপনারা এর জন্য অবশ্যই প্রতিদান পাবেন। এই দুনিয়ায় এবং ও আঁখিরাতে। আপনাদের মতো দেশপ্রেমিকদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও সম্মান।
এমন একজন সাহসী মহিলা দেখে ভীষন আশান্বিত হলাম
আল্লা বিজয় দিতেছেন। মহান রব আমাদের বিজয় সম্পূর্ন করবেন। আমীন।
আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো
এরাই বাংলার বীরাঙ্গনা...
মন্ত্রমুগ্ধের মত শুনলাম আমার কাঁদলাম..
ধন্যবাদ কনক সরোয়ার ভাই ..
আপনি একজন সত্য বাদী, সৎ মানুষ, স্ট্রেইট ফরওয়ার্ড,
I belong to a Fauji family. However, I’ve never seen any courageous army officers like Capt. Shanaz. Thank you for your dedicated service to our nation and its citizens. So proud of you sister….🙏🙏
ক্যাপ্টেন শাহনাজ, আপনাকে স্যালুট, আল্লাহ আপনার মঙ্গল করুন।
কনক ভাই আপনার জন্য অনেক শুভকামনা
আপনাদের এই অনুষ্ঠান আমি সম্পূর্ণ শুনলাম। মনের অজান্তে কান্না চলে এসেছিল।
অনেক অনুপ্রেরণা ও সাহস পেলাম।
আমার আপন খালাতো ভাই সেদিন শহিদ হয়েছেন,মেজর মকবুল, মানিকগঞ্জ জেলার অধিবাসী, আর কিছুদিন পরে অবসরে যাওয়ার কথা ছিল।
মেজর মকবুল স্যারের সাথে আমি আইভরি কোস্টে মিশনে ছিলাম ওনি খুবই ভালো মানুষ ছিলেন।ওনার জন্য আমরা খুবই চিন্তািত ছিলাম হঠাৎ ওনাকে কেন বিডিআর এ নিয়ে মারা হলো।এখন বুজছি সব কিছু সরকারের নাটক ছিলো।স্যারকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের পমেহমা হিসাবে কবুল করুক সেই দোয়া করি।
May Allah give him jannah
@@MdNurulAlam-z6d অফিসাররা ভালো এবং সৎ মানুষ ছিলেন বলেই তো উনাদের আগে মেরেছেন। দেশপ্রেমিকদের বাঁচতে দিলে কি আর এতো দীর্ঘ শাসনকাল হতো!!
মহান আল্লাহ উনাকে বিচার দিবসে উচ্চ সম্মানের সাথে জান্নাত দান করুন। আমীন।❤
@@vbu344caretaker government e newa hok
একজন সৎ এবং সাহসী সেনা অফিসার আপনি ক্যাপ্টেন শাহানাজ।
পুরো ভিডিওটা দেখেছি আমি। যে সময় পিলখানা হত্যাকান্ড হয় তখন আমি দশম শ্রেণীর ছাত্র।বাবা সরকারি চাকরি করার সুবাদে কক্সবাজার ছিলাম পুরো পরিবার।কক্সবাজারেও সামান্য সমস্যা হয়েছিল।আপনি আর কনক সরওয়ার স্যারের মাধ্যমে আজ অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের দুজনকেই।
মেজর সুমনের পর আর একজন দেশ প্রেমিক - ক্যাপ্টেন শাহনাজকে দেখার ও তার দুঃসাহসিক কথা শোনার সুযোগ করে দেয়ার জন্য কনক সরোয়ার ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
ক্যাপ্টেন শাহনাজ কে ধন্যবাদ।
এই অফিসার দের জন্য এখনো আমি কাঁদি। আমরা এর বিচার চাই
Salute salute salute a lakhs of salute captain shahanaj. আপনার মতো দেশ প্রেমিক সেনাবাহিনীর জন্য সত্যি সত্যি সত্যিই বুকটা গর্বে বুক টা ভরে যায়। আপনার জন্য শুভকামনা রইলো ও লক্ষ কোটি সালাম রইলো।
আমি নিজেও নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে 24 ফেব্রুয়ারী 2009 কেঁদেছি, এবং অনুভূতিগুলি প্রাক্তন সেনা কর্মকর্তাদের বক্তব্যের সাথে মিলে যায়।
এই বোন কে সম্মানের সহিত সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হওক।
আমি নিজে স্বাক্ষী, ওই দিন আমি আমার অফিসের কম্পিউটার এ বিডিআর বিদ্রোহের খবর দেখার চেস্টা করি কিন্তু বাংলাদেশের নিউজপেপারে তখনও অনলাইনে এই বিদ্রোহ নিয়ে বেশি খবর আপডেট দেয়নি কিন্তু যখন ভারতের এনডি টিভির ওয়েবসাইট এ বেলা ১১ টার দিকেই দেখেছিলাম জেনারেল শাকিল নিহত হয়েছে কিন্তু তখন ও পরবর্তি ১ দিনেও বাংলাদেশের মিডিয়া এই খবর দিতে পারেনি।
সেল্যুট টু ক্যাপ্টেন শাহনাজ।দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
ধন্যবাদ আপা আপনাকে আপনার প্রতিটি কথায় আমি শুনেছি খুব মনোযোগ সহকারে।
অনেক অনেক কৃতজ্ঞতা কনক ভাই।আপনার এই ধারাবাহিক গবেষণার জন্য। মেজর সুমন এবং শাহনাজ আপার বর্ননায়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে হেফাজতে রাখুন। এ হত্যাকান্ডের বিচার এবার হবে ইনশাআল্লাহ।
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী দেশপ্রেমিক ক্যাপ্টেন শাহনাজকে স্যালুট। জরুরি ভিত্তিতে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষ বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রদান করা হোক।
আমার জীবনের সেরা সাক্ষাৎকার দেখলাম,, ম্যাডামের কথাগুলো শুনে অঝোরে কাঁদলাম 😢😢😢
স্যালুট বোন, আপনার মত দেশপ্রেমিক সত্যিই অভাব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
দেশপ্রেমিকেরা সবাই কেন এতো সুন্দর মানুষ হয়? দোয়া করি, আল্লাহ বাংলাদেশের জন্য জীবন দেওয়া সকল শহীদকে পূণরায় জান্নাতে একত্রিত ও পুরষ্কৃত করবেন।🎉
আপনাকে স্যালুট জানাই, আপনি একজন খুব ভালো ব্যক্তি।
শানাজ আপা আপনি বাংলাদেশ এর গর্বিত সন্তান। আপনাকে হাজার সালাম।
আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানাই। আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু সাহসবও সততা হারাননি। আল্লাহ আপনার ভালো করুন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সু ন্দ র
আলোচনা করার জন্য।
আপনার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না,Hats-Of আপু
ক্যাপ্টেন শাহনাজ ধন্যবাদ সত্য তোলে ধরার জন্য।
সাংবাদিক ডঃ কনক সারোয়ার, আপনি একজন দেশপ্রেমিক মানুষ।শেখ হাসিনার পদত্যাগের জন্য আপনি সহ, আরও অনেক পেশাজীবী মানুষ অনেক ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করেছেন প্রমাণ যোগাড় করেছেন। আপনাদের অবদান আমরা দেশবাসী কোনদিন ভুলবো না, আমরা কৃতজ্ঞ 🎉
বাংলাদেশে আপনার মত অফিসার আছে বলেই সেনাবাহিনী ❤জায়গায় আছে। আমরা সবাই চাই শাহনাজ আপুর যে কষ্ট তা পুরো বাংলাদেশের জন্য ছিলো আপু আপনার কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়লো 😢
😭😭😭খুবই কষ্ট পেলাম,অজান্তেই চোখের কোনে পানি চলে এসেছিলো। আপুটার জন্য দোয়া রইলো। স্যালুট আপু।
প্রিয় ক্যাপ্টেন শাহানাজ এর সাহসী ভূমিকার মূল্য হিসেবে উনার জীবনে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলির সম্মুখীন হয়েছিলেন তার ক্ষতিপূরণ এই দুনিয়ায় সম্ভব নয় দোয়া করি মহান আল্লাহতালা পরকালে উনাকে সম্মানিত করবেন পুরস্কৃত করবেন অনেক অনেক শ্রদ্ধা আপনার জন্য প্রিয় বোন
সাহানাজ আপনাকে কোটি বার সেল্যুট
ধন্যবাদ মেম
অনেক ধন্যবাদ কনক চার কে।
একজন মেয়ে অফিসার হয়ে যা করলেন তার জন্য আপনাকে স্যালুট.... আপনার থেকে বর্তমান অফিসারদের শেখা উচিত।
আপনাদেরকে অনেক অনেকেই ধন্যবাদ, দেশপ্রেমিক সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এবং দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের নাগরিক কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, দেশকে ভালো বাসার জন্য।
ধন্যবাদ ক্যাপ্টেন শাহনাজ, অনেক কিছু জানলাম।সব কিছুর বিচার হতে হবে
ইনশা'আল্লাহ,সেনাবাহিনী তার ঐতিহ্য ফিরে পাবেই।
ক্যাপ্টেন শাহনাজ ম্যাডাম আপনারাই হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশপ্রেমিক
আপনার মতো শাহনাজ বাংলার ঘরে ঘরে জন্ম নিক,আপনার দীর্ঘায়ু কামনা করি।
উনার কথাগুলো শুনে চোখের পানি এমনিতেই ঝরে পড়ল
উনি সত্যি একজন দেশ প্রেমিক অফিসার
জাজাকালল্লাহু খায়রান, শাহনাজ আপা।আল্লাহ আপনাকে সবর দান করুক। দুনিয়া ও আখিরাতে কল্যাণ করুক। ন্যায় বিচার দেখার তাওফিক যেন হয়। ইসলামের আপনি বেসিক রুলস সম্পর্কে বেশ অবগত। আল্লাহ যেন আপনাকে ফরজসমুহ মেনে জান্নাতে যাবার পথ সুগম করার সুযোগ দেন এবং সেখানে স্বামীর সাথে মিলিত করেন।
ক্যাপন্টেন, শাহনাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো দেশ প্রেমিক অফিসার দেশের সম্পদ। স্যালুট আপনাকে ❤️❤️❤️❤️❤️❤️❤️