বিষ্ণুর নখ || Lion's nail of Vishnu || Nrisingha Prasad Bhaduri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2022
  • #narasimha #avatar #vishnu #varaha #nrisingha_prasad_bhaduri #puran #dasavatar #mythology #prahlada #indianmythology #Indianhistory #Hiranyakashipu

ความคิดเห็น • 403

  • @gitalighosh3102
    @gitalighosh3102 ปีที่แล้ว +31

    অপূর্ব।। চোখে জল এসে গেল।।❤️
    উগ্রম্ বীরম্ মহাবিষ্ণুম্ জ্বলন্তম্ সর্বতোমুখম্।।
    নৃসিংহম্ ভীষণম্ ভদ্রম্ মৃত্যোর্মৃত্যু নমাম্যহম্।।🙏🙏

  • @SudeeptaChakraborty
    @SudeeptaChakraborty ปีที่แล้ว +3

    নৃসিংহ সত্যি অদ্ভুত, আর ভাদুরিকুলজাত নৃসিংহ অদ্ভুত কৌশলী। প্রণাম নেবেন 🙏

  • @dhananjoyghosh1191
    @dhananjoyghosh1191 ปีที่แล้ว +33

    পূজা সংখ্যা শুধু মাত্র আপনার লেখা পড়ার জন্য কিনতাম ৷ মাস খানেক আগে TH-cam আপনাকে প্রথম পেলাম ৷ এখন আপনাকে ছাড়া কোন দিন কাটে না ৷ আপনার নামের পিছনের কাহিনী জানলাম ৷ আপনার সুস্বাস্থ্য কামনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে ৷ 🙏🙏🙏

    • @arunchatterjee7142
      @arunchatterjee7142 ปีที่แล้ว +1

      অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর ব্যাখ্যা। শুনে ঋদ্ধ হলাম। প্রণাম জানাই। ভালো থাকুন।

    • @debasishjana5676
      @debasishjana5676 8 หลายเดือนก่อน

      I am always enriched to hear him.

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 ปีที่แล้ว +6

    অপূর্ব অসাধারণ অনবদ্য প্রহ্লাদ ভক্ত ও ভগবানের কৃপার "মহা ব্যাখ্যা" করলেন প্রনম্য নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয়। মন ভরে গেল। পুনশ্চ প্রনাম জানাই আপনাকে ।

  • @jayabanerjee5380
    @jayabanerjee5380 ปีที่แล้ว +22

    ঘুমানোর আগে আপনার এই ভাষ্য গুলি যেন ভরসা দেয়, আপনি আছেন বলেই এত authentic ভাবে mythology-র ঘটনা গুলি জানতে পারছি, নইলে এখন যেভাবে যে পারছে, যা খুশি গল্প লিখে পোষ্ট করে যেন এক নিরাপত্তাহীন সংস্কৃতির উপস্থাপনে মজেছে, আর মানুষ যে বই পড়ে সেগুলি যাচাই করবে, তারও সময় নেই,
    তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে audio visual aid এর মাধ্যমে আমাদের পৌরাণিক তথা প্রাচীন ভারতের সমাজের সৃষ্টি ও কৃষ্টির সাথে পরিচয় ঘটানোর জন্য 🙏 🙏

    • @vedantamindsschool6649
      @vedantamindsschool6649 ปีที่แล้ว

      মিথ বলবেন না দয়া করে,কারণ এই হল হিন্দু সনাতন ধর্মের ইতিহাস।। জয় নিতাই 🙏।।

  • @bulupaul9930
    @bulupaul9930 8 หลายเดือนก่อน +1

    বাহ্ , অসাধারন !!
    জয় শ্রী ভগবান নৃসিংহদেব 🙏🙏🙏

  • @soumyochakraborty4443
    @soumyochakraborty4443 ปีที่แล้ว +3

    হে মহাশয়! আপনার প্রতিটি আলোচনাই আমার জ্ঞান বৃদ্ধি তে অসম্ভব সহযোগিতা করে। আপনার এই প্রয়াসের জন্য আপনাকে জানাই আমার অন্তরের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @unseenjourney199
    @unseenjourney199 ปีที่แล้ว +34

    আপনার ভিডিওটা দেখার পর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। নমস্তে নরসিংহায়। 🙏🙏🙏

  • @somachakraborty8646
    @somachakraborty8646 ปีที่แล้ว +50

    প্রিয় বিষয়, প্রিয় বক্তা, অতএব নৃসিংহদেবের কাহিনি অসাধারণ লাগল। গল্প গুলো তো চির নতুন, আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ অতুলনীয়। ভালো থাকবেন স্যার 🙏

  • @1000panchu
    @1000panchu 11 หลายเดือนก่อน +1

    আমাদের সৌভাগ্য যে আমাদের জীবনকালে আপনাকে পেয়েছি। ধন্য হে নমস্য, ধন্য আমরা। এভাবেই সমৃদ্ধ হই আমরা

  • @baisaliroychowdhury2265
    @baisaliroychowdhury2265 10 หลายเดือนก่อน +1

    অপূর্ব, আমি দর্শনের ছাত্রী ও লেকচারার,আপনার এই ব্যাখ্যা আমাকে আরো সমৃদ্ধ করছে,প্রনাম স্যার

  • @sudiptachattaraj6445
    @sudiptachattaraj6445 ปีที่แล้ว +4

    অসাধারণ ব্যাখ্যা! খুব ভালো লাগলো। আপনাকে প্রণাম জানাই। সুস্থ থাকুন ভালো থাকুন।

  • @howAndwhy97
    @howAndwhy97 ปีที่แล้ว +6

    He is like 'golpo bolar thakurda' he reminds me of my late Thakurda . He used to tell this kind of stories and used to sing songs each and every day 4 am to 5 am.❤️

  • @sarmisthaghoshdastidar6793
    @sarmisthaghoshdastidar6793 ปีที่แล้ว +1

    প্রণাম নেবেন, কি যে ভালো লাগলো, এই অসাধারণ সব দামী লেখনী নিয়ে বড় হয়ে উঠেছি, অনেক ধন্যবাদ

  • @biswarupdutta9309
    @biswarupdutta9309 ปีที่แล้ว +29

    দশাবতার এর ধারাবাহিক পর্যালোচনা ভীষণ ভালো লাগছে..মা দূর্গা এবং মহিষাসুর এর প্রসঙ্গ একাধিক বার উঠলো তাই স্যারের কাছে অনুরোধ আসন্ন নবরাত্রি এবং দূর্গোৎসব উপলক্ষ্যে যদি দশ মহাবিদ্যা এবং আদ্যাশক্তি বিষয়ক একটা আলোচনা করলে খুব ভালো হয়।

    • @user-fx4zq8cb5r
      @user-fx4zq8cb5r ปีที่แล้ว +1

      Akdom

    • @tannyokrishnoprachodayat4667
      @tannyokrishnoprachodayat4667 ปีที่แล้ว

      একটা মীরা বাই এর রচিত কথা মনে পড়ছে "murakh কো তুমি রাজ দিয়ে হো pandit ফিরাত ভিখারী' এটি কলিযুগ এর জন্য একদম appropriate। অল্প বিদ্যা ভয়ঙ্করী। শুধু ভাষার পারিপাট্য দিয়েই লোককে সবাই আকর্ষণ করতে পারে। কিন্তু প্রকৃত জ্ঞান না দেওয়ার ক্ষমতা কারোর আছে আর না গ্রহণ করার ক্ষমতা আছে।

    • @tarunkumarmukhopadhyay5300
      @tarunkumarmukhopadhyay5300 ปีที่แล้ว

      আপনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন যা আমৃত্যু মনে থাকবে। আপনি সাত্বিক মানুষ এবং বৈষ্ণব ভাবধারার প্রতীক। আশা করি আপনার সান্নিধ্যে যারা আসবেন তারাও ঠিক পথে চালিত হবেন।

  • @bhaswatidebroy5395
    @bhaswatidebroy5395 ปีที่แล้ว

    চোখে জল এসে গেল।আপনাকে আমার ঠাকুরদার মত মনে হল।

  • @anjanachatterjee5121
    @anjanachatterjee5121 4 หลายเดือนก่อน

    অপূর্ব ।আপনার অদ্ভুত বাচন ভঙ্গি আমাকে মুগ্ধ করে।আপনার সান্নিধ্যে আসতে পারলামনা জ্ঞানার্জনের জন্য সেটা আমার দূর্ভাগ্য।এত সুন্দর বিষয়টা শুনে মুগ্ধ এবং উপকৃত হলাম।

  • @muktimaity7646
    @muktimaity7646 ปีที่แล้ว +17

    আনন্দের আজ সীমা নেই যে, আজকের কথকের ভুমিকায় আপনি কোথায় যেন হারিয়ে যাচ্ছেন মনে হচ্ছিল।হারিয়ে গেলাম আমিও আপনি অনুভব করালেন এমন কিছু যা মুখে বলা যাবেনা। আভূমি প্রনাম গোবিন্দ পদে।আপনি সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার ।

  • @AyantikaPal_vlogs
    @AyantikaPal_vlogs ปีที่แล้ว +6

    আমি আপনার লেখনীতে মুগ্ধ পাঠিকা।আপনি অসাধারণ বাগ্মী ।আপনার শব্দচয়ন, বাচনভঙ্গি,উচ্চারণের সুষমা, আমায় মন্ত্রমুগ্ধ করলো।জীবনে কত কিছু জানার বাকি আছে সেটা অনুধাবন করতে পারছি।আরো অনেক শুনতে চাইবো আপনার কাছ থেকে ,আগামীদিনে। 💐💐

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 ปีที่แล้ว +6

    কাহিনী জেনে থাকলেও এই প্রথম এত সুন্দর ব্যখ্যা দেখলাম।। শ্রদ্ধা রইলো 🙏।

  • @sujatabose3475
    @sujatabose3475 ปีที่แล้ว +1

    Pronam neben khub bhalo laglo👍

  • @phom3080
    @phom3080 ปีที่แล้ว +3

    আপনার লেখার গুণমুগ্ধ এই পাঠক মমতার সভামঞ্চে আপনাকে দেখে এবং তাঁর কথার সঙ্গে সুর মেলাতে দেখে যে দুঃখ পেয়েছিল তা সবই দুর হল আপনার বেশ কয়েকটি অডিও শোনার পর। আরও আরও শুনতে চাই। ভগবান আপনাদের মঙ্গল করুন!

  • @aparnadey9672
    @aparnadey9672 ปีที่แล้ว

    রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, আপনাকে প্রণাম জানাই, আজ আপনি আমার ঠাকুরদার কথা মনে করিয়ে দিলেন

  • @ranjitasaha1347
    @ranjitasaha1347 ปีที่แล้ว +3

    আপনার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। আপনি এমন আরও গল্প শোনান আর আমরা মুগ্ধ হয়ে শুনি আর সমৃদ্ধ হই🙏

  • @user-dv3we9fv1d
    @user-dv3we9fv1d ปีที่แล้ว +1

    Advut...Nrisingho Dev amar kache miracle, magic...prabhur choron a shoto koti pronam

  • @bapisaha5500
    @bapisaha5500 4 หลายเดือนก่อน

    অপুর্ব খুব সুন্দর আলোচনা।

  • @Avijit373
    @Avijit373 ปีที่แล้ว

    Kaku k onak din por dakhlam..khub bhalo laglo ..🙏

  • @rk8604
    @rk8604 ปีที่แล้ว +2

    শ্রীরাম ও শ্রীকৃষ্ণ অবতার কথা জন্য অপেক্ষা করছি

  • @shuklapaul42
    @shuklapaul42 ปีที่แล้ว +2

    দারুণ অসাধারণ তথ্য সমৃদ্ধ আলোচনা। আরও অনেক কিছু জানতে চাই।প্রণাম নেবেন।

  • @chaitalidas9105
    @chaitalidas9105 ปีที่แล้ว

    অতুলনীয় বিশ্লেষন। মোহিত হয়ে শুনলাম।আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই🙏

  • @rdd6138
    @rdd6138 ปีที่แล้ว +2

    অসাধারণ ব্যাখ্যা আর উপস্থাপনা , বহুদিনের পুরনো এক খুব প্রিয় গল্প নতুন রুপে দেখা দিল। ভালো থাকবেন স্যার।

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 ปีที่แล้ว

    অপূর্ব আস্বাদন... অকুন্ঠ ভালোলাগা।

  • @creative_pittu
    @creative_pittu ปีที่แล้ว +50

    Surprised to note such a great talent in the crowd of a specific political party....no one of the crowd is equal to a single hair of him....since childhood I have been reading his works and he is really 'pranamya'...

  • @ramaroy9399
    @ramaroy9399 ปีที่แล้ว

    Pronam sir...anekdin par apnar katha sunlam...monta vore gelo...valo thakben sir...

  • @joydeepchatterjee4303
    @joydeepchatterjee4303 11 หลายเดือนก่อน

    আপনি সত্যি নরসিংহ দেবের আর্শীর্বাদ ধন্য

  • @priyamvadakolhatkar2589
    @priyamvadakolhatkar2589 ปีที่แล้ว +2

    To listen an old story of Nrusinh Avtar, from the mouth of Sanskrut Pandit like Bhadudimoshay, was a great experience for me. Thanks.

  • @SurbhiManohar777
    @SurbhiManohar777 ปีที่แล้ว +1

    অসাধারণ🌼
    মনোমুগ্ধকর 🌸

  • @dinaroy9040
    @dinaroy9040 ปีที่แล้ว +1

    Ki oshombhov sundor...

  • @gopalhowladar5679
    @gopalhowladar5679 ปีที่แล้ว

    Khub sundor,,, khub valo thakben aapni

  • @Travel_with_us4ever
    @Travel_with_us4ever ปีที่แล้ว +5

    He is a "TANK OF KNOWLEDGE"😱😱😱😱, in many subjects..... Respect to you SIR🙏🙏🙏🙏🙏🙏

  • @swatibordoloi5647
    @swatibordoloi5647 ปีที่แล้ว

    Vishnur Nrisingha roop er bekkha opoorbo laglo . Vishnur cosmic sleep seshnag er opor --ei bishoy janbar agroho roilo .

  • @aashas_englishforall111
    @aashas_englishforall111 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 খুব ভালো লাগলো। আপনার লেখা পড়ে ছোট থেকে বড়,বড় থেকে বুড়ো হলাম । কিন্তু ' বোর' হলাম না কখনো। ততবার পড়ি, ততবার নূতন কিছু প্রকাশ হয়। আজ এই কথন‌ জ্ঞানের পরিধি আরও একটু বাড়িয়ে দিল।
    আপনাকে সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏🙏
    রদ্ধ

  • @shirleybanerjee8262
    @shirleybanerjee8262 ปีที่แล้ว

    Khub bhalo legeche , anek kichu shikhte o jante parlam thank you very much.🙏🙏👌

  • @joydevbhattacharyya5524
    @joydevbhattacharyya5524 ปีที่แล้ว

    অসাধারণ লাগল। আপনি আমার প্রণাম নেবেন।

  • @manjughosh4524
    @manjughosh4524 ปีที่แล้ว

    অদ্ভুত আনন্দ পেলাম আপনার ব্যাখ্যা শুনে।প্রণাম নরসিংহ কে।

  • @haimantidutta4898
    @haimantidutta4898 ปีที่แล้ว

    Apurbo laglo, anonde mon bhore galo

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 ปีที่แล้ว +1

    আপনি একজন প্রনাম্য ব্যক্তি আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এত জ্ঞানবহুল ধন্য হয়ে যায়। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন।

  • @iJayantaSarkar
    @iJayantaSarkar ปีที่แล้ว

    সংবাদপত্রে আপনার লেখা অনেকবার পড়েছিলাম।আজ প্রথমবার আপনার ভিডিও দেখলাম।প্রণাম নেবেন স্যার।

  • @mousumichandra1843
    @mousumichandra1843 ปีที่แล้ว

    Apurbo laglo ai video ti..asadharon byakhkhya korlen apni..Joy Nrishinhodeb..Joy gobindo Joy gopal 🙏🙏🙏

  • @mitadutta5234
    @mitadutta5234 ปีที่แล้ว +3

    অপূর্ব ব্যাখ্যা!অতীব শ্রবনমধু্র! আমার গুরুদেবের প্রবচন মনে করিয়ে দিল

  • @debasrinandi1971
    @debasrinandi1971 ปีที่แล้ว +1

    Osadharon .... OM Namaha Narayan 🙏🙏🙏🙏🙏

  • @spendcuber1199
    @spendcuber1199 ปีที่แล้ว +1

    Asadharon ! Durdanto ! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumalidaschatterjee6366
    @sumalidaschatterjee6366 ปีที่แล้ว

    অসাধারণ বিশ্লেষণ। সমৃদ্ধ হলাম।

  • @milibhattacharya361
    @milibhattacharya361 ปีที่แล้ว +6

    সত্যিই অদ্ভূত অনুধ্যানের ভাব।পরবর্তী অবতারের ব্যাখ্যার অপেক্ষায় রইলাম ।অগরতির গতি তুমি নারায়ণ।অকুলের কুল তুমি নারায়ণ ।চন্ডীরূপে তুমি নারায়ণ ।গুরুরূপে তুমি নারায়ণ ।গুরুমাতা রূপে তুমি নারায়ণ ।প্রণাম নেবেন ।

  • @BratatiChatterjee-ng2bs
    @BratatiChatterjee-ng2bs 10 หลายเดือนก่อน

    Aapnake pranam janai aapnar asadharon gyan aamader aagami projonmo ke samriddho koruk ei aasha rakhi aaro anek shunte aagrohi valo thakun, sustho thakun

  • @gautamdas2353
    @gautamdas2353 ปีที่แล้ว +1

    'অস্পন্দ প্রণয় আনন্দ' - কথাটাই যেন অস্পন্দ অবস্থায় নিয়ে যায়। 'এমন কোন অক্ষর নেই যা মন্ত্র নয়........ এমন কোন মানুষ নেই যার যোগ্যতা নেই' । এসব কথা এই প্রথম শুনলাম। আপনার সুস্থতা ও শতায়ু প্রার্থনা করি যাতে শেষ দিন পর্যন্ত এভাবে বলতে ও লিখতে পারেন।

  • @mindpreneur7762
    @mindpreneur7762 ปีที่แล้ว +1

    যেন মনে হয় আপনি বলে যান আর আমরা শুনে যাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি আর এমন অনেক অনেক কাহিনী শুনি আপনার কাছে।
    ভালো থাকুন,
    ইতি সুজয়

  • @mukulchand4359
    @mukulchand4359 ปีที่แล้ว +2

    Beautiful.. sir.. waiting for next…

  • @sumitabhattacharyya815
    @sumitabhattacharyya815 ปีที่แล้ว +6

    অপূর্ব!মহিত হয়ে শুনলাম ওনার বর্ণনা।🙏🏻

  • @rabindranathghosh9251
    @rabindranathghosh9251 ปีที่แล้ว +1

    Excellent explanation sir.I'am waiting for next time.

  • @indranilbhattacharjee9246
    @indranilbhattacharjee9246 ปีที่แล้ว

    খুব ভাল লাগল, আরও শুনতে ইচ্ছে করছিল 🙏

  • @KathayKathay107
    @KathayKathay107 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো স্যার। ভালো থাকবেন। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই রঘুবংশম্ অভিজ্ঞানম শকুন্তলম ক্লাসগুলোর কথা আমার মনে পড়ছে (২০০৪) ।

  • @souravroy1084
    @souravroy1084 ปีที่แล้ว

    Osadharon storytelling ❤️

  • @sunandasengupta8113
    @sunandasengupta8113 ปีที่แล้ว

    Wonderful experience listening to Sri Narasingha ji. Very captivating.I have subscribed.

  • @sudeshnachakraborty3676
    @sudeshnachakraborty3676 ปีที่แล้ว +1

    কি ভালো যে লাগছে, আপনার সব কটা বই আমার কাছে আছে। কিন্তু সেই যে কথকতার ঐতিহ্য, আপনি ফিরিয়ে আনলেন, এক কথায় অনবদ্য।

  • @celestemitr8449
    @celestemitr8449 ปีที่แล้ว +1

    I m so thankful to you that you are coming live with your immense knowledge and subjects. Await all your videos. Protidin er Robarer magazine a apnar lekha KATHA AMRITOSOMAN ami dharabahik vabe pai ebong pori.

  • @ahindrabiswas7116
    @ahindrabiswas7116 ปีที่แล้ว

    দীর্ঘ দিন ধরে আপনার লেখা পড়তে পড়তে অনুভব করলাম আপনি আমার দ্রোনাচার্য আর আমি আপনার একলব্য।
    আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম গুরুদেব।
    পুরাণ কোষ এবং কথা অমৃত সমান ব‌ইগুলির পরবর্তী সংখ্যার অপেক্ষায় আছি।

  • @profrahulsett9893
    @profrahulsett9893 ปีที่แล้ว

    oshesh dhonnobaad..chokhe jol eshe gelo

  • @subratanaskar96
    @subratanaskar96 ปีที่แล้ว

    Osadharon laglo sir......❤🙏

  • @mahuyaghosh6154
    @mahuyaghosh6154 10 หลายเดือนก่อน

    Since my childhood my Baba(father) given us an atmosphere of spiritual learning. In one of your vedios you have mentioned the book name "Bharoter Shadhak" ,my eyes were full of tears.
    Today again when I am hearing you feel as if my Baba is in front of me.
    You are so intellectual, I mesmerized your speech is so high. You explain so nicely.
    You explain each word individually and its so clear. My heartfelt gratitude and Pranam to you Kaku,stay blessed.
    Pray for your healthy and long life.

  • @amritersandhane7564
    @amritersandhane7564 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে।

  • @srimantabasu3166
    @srimantabasu3166 ปีที่แล้ว +3

    Honarable Sir please🙏🙏 carry on this type of cultural article koti koti pranaam to you Maa Durga bless you and your family and friends

  • @jitchakraborty8839
    @jitchakraborty8839 ปีที่แล้ว +2

    প্রণাম নেবেন স্যার।🙏 এভাবে আমাদের বর্তমান প্রজন্মকে পাঠ দেওয়ার জন্য।

  • @koelimukherjee8948
    @koelimukherjee8948 ปีที่แล้ว

    অসাধারণ, মুগ্ধ হয়ে শুনলাম। কি অপূর্ব।

  • @nandabasab
    @nandabasab ปีที่แล้ว

    অনিন্দ্য, অদ্ভুত! প্রণাম নেবেন স্যার।

  • @jayantisarkar2197
    @jayantisarkar2197 ปีที่แล้ว

    Khub sundar alochana sunlam.

  • @kakolibanerjee7063
    @kakolibanerjee7063 ปีที่แล้ว +3

    Good content… followed his articles in many Bamgla magazines…
    The avatar - I feel is story of evolution…
    After reading Devdutt Pattnaik …this one is also relating to contemporary situations.
    But no doubt … the content is informative and very interesting… Keep on bringing these episodes..🙏👌

  • @saswatiroy771
    @saswatiroy771 ปีที่แล้ว

    আহা! মুগ্ধ হয়ে শুনলাম।🙏

  • @atanuchakraborty4508
    @atanuchakraborty4508 ปีที่แล้ว +1

    অপূর্ব

  • @munmunbanerjee7044
    @munmunbanerjee7044 ปีที่แล้ว

    কি অসাধারণ । আপনাকে ইউটিউব এ পাবো ভাবিনি। শুনেছিলাম ঋতুপর্ণ ঘোষ আপনার সাহচর্য পেতেন । আজ মনে হলো আমরাও পেলাম । আপনি যে সময় করে এই channel টি করেছেন আপনার কাছে কৃতজ্ঞ আমরা

  • @simanachariye9253
    @simanachariye9253 ปีที่แล้ว

    কি অপূর্ব ব্যাখ্যা.. অভিভূত হয়ে যাচ্ছি l প্রণাম নেবেন l

  • @debatramandal8555
    @debatramandal8555 หลายเดือนก่อน

    উগ্রং বীরং মহা বিষ্ণুম্ জ্বলন্তম্ সর্বোতমুখম্ ।
    নৃসিংহম্ ভীষণম্ ভদ্রম্ মৃত্যুর্মৃত্যুং নমামিঅহম।।
    অহোবীর্য্যং অহোশৌর্য্যং অহোবাহুপরাক্রমঃ ।
    নরসিংহম্ পরমদৈবম্ অহোবিলম্ অহোবলম্ ।।
    প্রণাম নেবেন গুরুদেব 🌼💮🌸💐🌺🏵⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 ปีที่แล้ว

    আপনি সত্যি নৃসিংহ দেবের প্রসাদ। খুব ভালো লাগলো। নৃসিংহ দেব সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। ভগবান দুষ্টের দমন করেন আর ভক্ত কে অনুগ্রহ করেন।

  • @soumojitdas8632
    @soumojitdas8632 3 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো

  • @mithumistry8568
    @mithumistry8568 ปีที่แล้ว +1

    প্রতিবছর পূজো সংখ্যা বর্তমান পত্রিকা পেলে সবার আগে সূচীপত্রে দেখতাম আপনি কোন চরিত্র নিয়ে লিখেছেন, আর সবার আগে সেটীই পড়তাম। মহাভারতের চরিত্র গুলো আপনি যুগপোযোগী করে বর্ণনা করেছেন। আপনার কাছে অনুরোধ রইল চৈতন্য মহাপ্রভুর জীবনচরিত নিয়ে বিশ্লেষণমূলক শ্রুতিমধুর আলোচনার উপস্থাপনা , প্রনাম নেবেন, সুস্থ থাকবেন 🙏🙏🙏

  • @adritoghosh7422
    @adritoghosh7422 ปีที่แล้ว +4

    আপনার অমৃত বাণী শোনার জন্য প্রতি সপ্তাহে অধীর আগ্রহে থাকি
    আজ আপনার ব্যাক্তিগত কথা শুনে নতুন ভাবে আবেগ তাড়িত হলাম।
    বড় অনুরোধ যদি চণ্ডী বা দেবী পুরান অনুসারে দেবীর বিভিন্ন রূপের ব্যাপারেও বলেন খুব ভালো হয় আর এছাড়াও বাঙালির পুজো পার্বন এর ইতিহাস ও আধ্যাত্মিক চেতনা নিয়ে যদি কিছু বলেন খুবই ভালো হয়।
    প্রণাম নেবেন🙏🏻🙏🏻🙏🏻

  • @sarbarimukherjee7724
    @sarbarimukherjee7724 ปีที่แล้ว

    মুগ্ধ হয়ে শুনলাম স্যার ।

  • @sofiabasuroy7625
    @sofiabasuroy7625 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো জেঠুমনি ।আমি অনেকদিন ধরেই তোমার ভিডিও দেখি গো। জেঠুমনি বললাম বলে রাগ করোনা যেন। খুব ভালো থেকো সুস্থ থেকো। 🙏🙏🙏🙏

  • @asimthakur2748
    @asimthakur2748 ปีที่แล้ว

    Khub bhalo lagcha. Pronam .

  • @binakar6174
    @binakar6174 ปีที่แล้ว

    অসাধারণ আপনার নৃসিংহ দেবের বর্ণনা শুনে আমি মুগ্ধ
    আপনার সব রচনাই আমার অত্যন্ত প্রিয় ।

  • @manashigupta1139
    @manashigupta1139 ปีที่แล้ว

    Aapnake koti koti pronam🙏🙏jai Nrising probhur jai🙏🙏🙏

  • @aparnabhattacharyya5482
    @aparnabhattacharyya5482 ปีที่แล้ว

    আপনার এই অসাধারণ বিশ্লেষণ খুব ভাল লাগল। নমস্কার জানাই আপনাকে।

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal ปีที่แล้ว

    Ami choto bela thekei apnar lekha porte bhalobashi. Ekhon karmasutre Kolkatar baire kintu eai alochona ti shune mon bhore gelo. Je kono divine power-er sange ekhanei manusher mela sambhob jake Rabindranath bolechen karunadhara, bolechen, amay noile tribhubaneshwar, tomar prem hoto je miche. Ar eai somporke jakhon abhiman ashe, takhon shunte pai, Oh, My God, My God, why did you forsake me.

  • @amitasclasses8330
    @amitasclasses8330 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻💐💐অপূর্ব লাগলো

  • @SmitaPal
    @SmitaPal ปีที่แล้ว

    Apni amar ondhokarer aalo...sustho thakun valo thakun ..pronam neben

  • @Kumro83
    @Kumro83 ปีที่แล้ว

    Sir. Khub bhalo laglo

  • @arunkumarnag1656
    @arunkumarnag1656 ปีที่แล้ว

    excellent thank you sir for the presentation.

  • @andhakareraralay79
    @andhakareraralay79 ปีที่แล้ว

    Kokhon j chokh er kona dia jol beria poreche slok gulo sunte sunte, bujhtei parini.... Khub valo laglo 🙏🙏🙏

  • @minatibanerjee4142
    @minatibanerjee4142 4 หลายเดือนก่อน

    Probashe theke eirup bakhya shona maha vaggyer bole mone kori.Apnar apurbo bishleshan pran voriye day.Pray proti raate ghumiye porar purbe apnar kotha shona avyash kore felechi.Binito namoshkar janai.

  • @pinakbasak6931
    @pinakbasak6931 ปีที่แล้ว

    খুব সুন্দর ,অসাধারণ শব্দ চয়ন , নুতন কিছু শেখার আর একটা জানালা খুলে দিলেন ।🙏🙏