Pushpanjali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2022
  • Can mantra be Chanted in Bengali? Here goes the answer. Eminent Scholar Nrisingha Prasad Bhaduri explains the significance and evolution of Mantra.
    This Durga Puja, Bengalis living across the globe will offer Anjali to Goddess Durga chanting the mantra in Bangla on the day of Ashtami | Pushpanjali #ChantBangla
    বাঙালির দুর্গাপুজো এখন বিশ্বজনীন। বাংলার সেরা উৎসব পেয়েছে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি। বাঙালির প্রাণের এই উৎসবে বাংলা ভাষা যদিও চিরকাল ব্রাত্যই থেকে গিয়েছে। এবার পুজোয় তাই 'সংবাদ প্রতিদিন ডিজিটালের উদ্যোগ 'পুষ্পাঞ্জলি #ChantBangla' । বাংলার শ্রেষ্ঠ উৎসবে সগৌরবে জায়গা পাক বাঙালির মাতৃভাষা। অর্থ না বুঝে ভুল উচ্চারণে সংস্কৃত মন্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার বদলে বাঙালি অঞ্জলি দিক বাংলা ভাষাতেই।
    পুষ্পাঞ্জলির সংস্কৃত মন্ত্রের বঙ্গানুবাদ করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পবিত্র সরকার এবং কালীপ্রসন্ন ভট্টাচার্য। বাংলা ভাষায় উচ্চারিত পুষ্পাঞ্জলি মন্ত্রেই সার্থক হয়ে উঠুক বাঙালির মাতৃ-আরাধনা।
    এবার থেকে নাহয় মায়ের ভাষাতেই হোক মায়ের পুজো!
    For More Information :
    Visit our Website: www.sangbadpratidin.in/
    Like us on Facebook: / sangbadpratidin.in
    Follow us on Twitter: / sangbadpratidin
    Follow us Instagram: / sangbadpratidin

ความคิดเห็น • 236

  • @tivo3720
    @tivo3720 ปีที่แล้ว +37

    আমার মতে সংস্কৃত ভাষাকে রক্ষা করা অত্যন্তই উচিত এটা আমাদের সমস্ত ভাষার মাতৃভাষা। পুজো পার্বণে সংস্কৃত মন্ত্র এবং সঙ্গে তার বাংলা অনুবাদ হলে সবথেকে ভালো হয়

  • @debabratapathak2325
    @debabratapathak2325 ปีที่แล้ว +11

    দীর্ঘদিন ধরে এই ভাবনাই ভেবে আসছি। কিন্তু কোন সমর্থন খুঁজে পাচ্ছিলাম না। আজ আমার ভাবনার সমর্থন খুঁজে পেলাম আপনার আলোচনায়। ঋদ্ধ হলাম। আপনি আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন।🙏🙏🙏

  • @haridasrajbanshi3873
    @haridasrajbanshi3873 ปีที่แล้ว +15

    ঈশ্বর প্রার্থনার জন্য চাই ভালো মন। যে ভাষায় আমরা সাবলীল, মনের কথা মন দিয়ে বলতে পারি তাই যথেষ্ঠ।

  • @sumitmishra4747
    @sumitmishra4747 ปีที่แล้ว +3

    আপনি অসাধারণ পন্ডিত মানুষ। আপনাকে জানাই আমার শতকোটি প্রনাম।আমি যতদুর জানি ঠাকুর রামকৃষ্ণদেব তার বড়দাদার মতো তেমন মন্ত্র তন্ত্র জানতেন না। সহজসরল ভাষায় মাকে ডাকতেন। তিনি কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন।তাই আপনারা কথায় অনেক বড় যুক্তি আছে।

  • @shibupal6401
    @shibupal6401 11 หลายเดือนก่อน +2

    আমি বন্ধু বান্ধবদের মধ্যে বহুদিন ধরে বলে আসছি যে ভুল সংস্কৃত বলে মন্ত্র বলার থেকে, অঞ্জলি দেয়ার থেকে বাংলায় বলা অনেক ভালো। অন্ততঃ ভক্ত জানতে পারবে কি বলছে - সে বিয়েতেই হোক বা দুর্গাপুজোতেই হোক। নৃসিংহবাবুকে অনেক ধন্যবাদ - আপনার মতো পন্ডিত লোক আপনার মত platform থেকে বলেছেন বলে। আশা করি অন্যান্য প্রভাবশালী পন্ডিতরা এতে যোগ দেবেন। (অবশ্য এই ব্যাপারটা অন্যান্য ধর্মেও আছে মুসলিমরা আরবি ভাষায় প্রার্থনা করে না বুঝেই, খৃষ্টানরা পুরোহিতরা করে ল্যাটিন ভাষায় - যদিও বেশির বাক গির্জায় নিজেদের ভাষাতেই সমবেত গান করে, প্রার্থনা করে রবিবারে।

  • @raptichatterjee8004
    @raptichatterjee8004 ปีที่แล้ว +4

    আপনাকে কোটি প্রণাম 🙏
    গত কয়েকদিন ধরে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি খুব ভালো লাগছে
    আমার বহুদিনের প্রশ্ন ছিল যে কি বলছি মাকে?
    আমরা সামান্য লোক, অত কিছু বুঝি না
    ছোটবেলা থেকে হাতে ফুল নিয়ে অঞ্জলি দিয়ে এসেছি
    অনেক সময় বইয়েতে পড়া মন্ত্র পুরোহিত মসাই কে ভুল ও পড়তে শুনেছি .. সরস্বতী পুজোয় বা সূর্য মন্ত্র
    অনেক সময় শুনেছি ভুল মন্ত্র উচ্চারণ করে পুজো দিলে অমঙ্গল হয়
    ভিড়ের মধ্যে গুতাগুতি করে অষ্টমী অঞ্জলির মন্ত্র কখন যে কি হয়ে যায় নিজেও বুঝতে পারি না
    শেষে মায়ের কাছে ক্ষমা চেয়ে নি
    নিজের ভাষায়
    আপনার ব্যাখ্যা শুনে আপ্লুত হলাম
    শান্তি পেলাম

  • @rootnroute9872
    @rootnroute9872 ปีที่แล้ว +6

    মাননীয় ভাদুরী স্যার পৌরাণিক যুগের পরে যবে থেকে আমরা বছরের হিসাব রাখতে শিখলাম সেই সময় থেকে মুসলমান শাসন শুরুর আগে পর্যন্ত ভারতীয়দের জ্ঞান চর্চার পর্যায় ক্রম কেমন ছিল যদি এরকম সহজ সরল ভাষায় ব্যাখা করেন সেটা একটা জাতীয় সম্পদ হবে ।

    • @wonji5385
      @wonji5385 ปีที่แล้ว

      পৌরাণিক গ্রন্থ , হিন্দুদের জ্ঞানের অধঃপতনের অন্যতম কারণ। পুরান এসে , সমস্ত হিন্দু দর্শনকে একেবারে শেষ করে দিয়েছে। শৈবদর্শন শৈবসিদ্ধান্ত আর ত্রিক দর্শনকে ভুলে আমরা শিবপুরানের পেছনে পরে আছি। অনেকে ত্রিকদর্শনের নামই জানে না । শিবসূত্র ,স্পন্দকারিকা, ঈশ্বরপ্রত্যাভিজ্ঞা কারীকা, বিজ্ঞান ভৈরব তন্ত্র এসমস্ত উচ্চমানের দর্শন ছেড়ে সব পুরানের পেছনে দৌড়াচ্ছে। সাংখ্য, অদ্বৈত , ন্যায়, বৈশেশিক, যোগ, শিব সিদ্ধান্ত, ত্রিক , লোকায়ত, ছেড়ে সব পুরানের পেছনে পড়েছে।

    • @DG-df8tk
      @DG-df8tk ปีที่แล้ว +1

      তার চাইতে মমতা ব্যানার্জী কেন সীতাসম সেই নিয়ে একটা ক্লাস করান

  • @revolutionist2468
    @revolutionist2468 ปีที่แล้ว +4

    ভারতবর্ষ হলো বৈচিত্র‍্যময় রাষ্ট্র। একতাবদ্ধ রাখতে সংস্কৃত ভাষার চর্চা ও গবেষণা অব্যহত থাকিলে উত্তম হইতো। নতুনত্ব ব্যাপার টা খারাপ না কিন্তু অপ্রয়োজনীয়তার তো কোন প্রয়োজন নেই। বরং সংস্কৃত ভাষার চর্চা যথার্থভাবে বোধগম্য ভাবে করিলে মন্দ হয় না।

  • @anandakumarray4391
    @anandakumarray4391 2 หลายเดือนก่อน +1

    সংস্কৃত শিক্ষা স্কুলে ঠিক ভাবে পড়া শোনা হলেই সকলেই সংস্কৃত ভাষার মাধুর্য উপলব্ধি করতে পারবে। 🙏

  • @user-rw6qk3ye5c
    @user-rw6qk3ye5c ปีที่แล้ว +5

    যারা নিজেদের ছেলে মেয়ে দের ইংরেজি মাধ্যম স্কুল এ পড়িয়ে বাংলা মাধ্যম এ না পড়িয়ে ,পূজা মন্ত্র বাংলার জ্ঞান দেয়😁😁😁😁😂😂😂😂😂একই বলে বাংলার বুদ্ধি জিবি 😂😂😂😂😂😂

    • @indiansamon3390
      @indiansamon3390 ปีที่แล้ว

      Trinamool er sobhate giye nijeke Buddhijibi baniyechen.

  • @shubhangibanerjee5389
    @shubhangibanerjee5389 3 หลายเดือนก่อน

    এই অপ্রমেয় পান্ডিত্যকে আমার সশ্রদ্ধ প্রণাম। মা সরস্বতী আপনাকে সুস্থ রাখুন এবং দীর্ঘজীবি করুন।
    🙏🙏🙏

  • @apukarmokar6788
    @apukarmokar6788 ปีที่แล้ว +23

    আমরা সংস্কৃতি তে সাচ্ছন্দ্য করি স্যার।আমাদের সংস্কৃত শেখানোর জন্য নানা উদ্যোগ নিন, শুদ্ধতা কাজ করবে।
    আমাদের মূলে ফিরে যেতে হবে।
    সংস্কৃত শ্লোক এ আলাদা মাধুর্য আছে স্যার। আপনার মত বিদগ্ধ পন্ডিত যারা আছে নানা কর্মশালা চালু করতে পারেন, আমাদের কে শেখান ঋদ্ধ করুণ জ্ঞানে🙏🙏🙏

    • @chittaranjansarkar4081
      @chittaranjansarkar4081 ปีที่แล้ว +3

      He is not correct. Without Sanskrit worship in vain

    • @roktokorobi3998
      @roktokorobi3998 ปีที่แล้ว

      @@chittaranjansarkar4081 keno bhai, ishwar ki sanskrito chhara onyo bhasha bojhen na? Jini amader bhasha diyechhen, tini amader bhasha bujhben na? shudhu sanskrito bujhben? tao abar ekhonkar purohitder bhulbhal uchharone bhora sanskrito montro?!

    • @chittaranjansarkar4081
      @chittaranjansarkar4081 ปีที่แล้ว +1

      @@roktokorobi3998 Thank you for your text. It is true that nowadays A class of priests do not no actual Sanskrit acent, despite the matter of Sanskrit chant is need in case of worship.
      India was based on Sanskrit. The British East India Company did not avoid learning of Sanskrit. Sir william Jones founder of Calcutta Asiatic Society learnt Sanskrit from a native Bengali priest ie purahit. Every day the priest would come at the home of sir jhones home.
      A rich university of Germany has a strong department of Sanskrit.
      It is extra word. But I am saying.... Mantra chanting of vedic formule to over come the spiritual thing then it is an administration that chanting the mantra in Sanskrit. It must be essential.
      I am not agree without sanskrit the worship will be done. It may be done. It is optional text.
      Hindu religion is standing on Sanskrit.

    • @chittaranjansarkar4081
      @chittaranjansarkar4081 ปีที่แล้ว +1

      @@roktokorobi3998 It has marked me that you addressed me "Keno Bhai" What kind of addressing? You should know how should be addressed to an unknown person? You should know civil appearance in society.

    • @roktokorobi3998
      @roktokorobi3998 ปีที่แล้ว +1

      @@chittaranjansarkar4081 Really, that's what marked you! But I am just inspired by Swami Vivekananda, who in his historic speech used "brother" to address the strangers! His Opening Addess at Chicago, Sept 11, 1893 starts with "Sisters and Brothers of America..."! Are you suggesting he was not enough civil?

  • @user-wm2kp6tn6f
    @user-wm2kp6tn6f ปีที่แล้ว +2

    বর্তমান সময়ে আমরা যেমন বাংলা, হিন্দি ইত্যাদি ভাষার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করি, দেবদেবীর স্তুতি করি একইভাবে বৈদিক সময় হতে তদানীন্তন মানুষ সংস্কৃত ভাষার মাধ্যমে এই সকল কাজ গুলি করতেন। এইরূপ স্তুতির বহু নিদর্শন তৎকালীন সংস্কৃত নাটক, গীতিকাব্য প্রভৃতিতে স্বচ্ছ। যেমন শংকরাচার্যের গঙ্গাস্তোত্রম এ "দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে.." ইত্যাদি।

  • @kotasurhighschool4469
    @kotasurhighschool4469 ปีที่แล้ว +6

    আপনাকে অনেক অনেক প্রণাম। আপনার কথা যতই শুনছি ততই সম্বৃদ্ধ হচ্ছি।🙏🙏

  • @debajyoti5
    @debajyoti5 ปีที่แล้ว +2

    Chokhe anonde jol ese gelo ei bekhya sune.
    Konodin sevabe pujoy ongso nite parini, office thake to protita din.
    Kintu khub ichhe kore.
    Iswor "vabgrahi" apnar moto ponditer mukhe ei bekya sune khub anondo pelam.
    Valo thakben pronam neben

  • @biswajitchakraborty9852
    @biswajitchakraborty9852 หลายเดือนก่อน

    খুব সুন্দর আলোচনা ।

  • @supriyadas9069
    @supriyadas9069 5 หลายเดือนก่อน

    Ki osadharon pandit manus ini. Nomosso. 🌸🙏🏻🌸

  • @achintyamukherjee4330
    @achintyamukherjee4330 ปีที่แล้ว +7

    কতকাল খুঁজে বেড়িয়েছি মনের এই জিজ্ঞাসাগুলো, আজ ঋদ্ধ হলাম - স্বস্তি পেলাম।
    অভিবাদন জানাই আপনাকে 🙏🏼

    • @wonji5385
      @wonji5385 ปีที่แล้ว

      ইনি সব কিছুকে ঘেঁটে ঘ করেছেন। ট্রান্সলেশন এ মানে বোঝা যাবে এটা সত্য, কিন্তু ছন্দ নষ্ট হবে। যেমন - শিবাতাণ্ডভ স্তোত্রম এর একটা আলাদা ছন্দ আছে।

  • @curiousculture1310
    @curiousculture1310 ปีที่แล้ว +4

    " মূর্খো বদতি বিষ্ণায় জ্ঞানী বদতি বিষ্ণবে।
    দ্বয়োরেব সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দনঃ "।।

  • @kumareshmallik1475
    @kumareshmallik1475 ปีที่แล้ว

    আপনার কথা গুলো খুব সুন্দর আরো এপিশোড করুন।এই চ‍্যানেলের মাধ‍্যমে আমরা অজানা কিছু জানতে পারবো। আশা করি এই চ‍্যনেল এগিয়ে যাবে।

  • @sikhastutorial5813
    @sikhastutorial5813 ปีที่แล้ว +3

    যথার্থ বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে প্রণাম জানাই

  • @umamallick1248
    @umamallick1248 ปีที่แล้ว

    🙏🙏🙏 onek sroddha roilo ei sob kotha janbar jonne khub akul chhilam. apnake onek dhonnobad eto sundor kore sob janabar jonne. ar coment e kichhu paglami bhora kotha dekhlam..........ora nischoi mohamurkha , manosik rugi ebong hoeto eder kothao swarthe aghat legechhe... .......................... esob pagoler kothe jeno kornopat kore amader kotha bhule jaben na. amader kachhe ei program amrito somo......

  • @user-gp3gy9le1q
    @user-gp3gy9le1q 4 หลายเดือนก่อน

    ভাদুড়ী বাবুকে ধন্যবাদ সত্য বলার জন্য।

  • @rahulslearningpoint7550
    @rahulslearningpoint7550 8 หลายเดือนก่อน

    অনবদ্য! মন ছুঁয়ে গেল।

  • @maliabanerjee2306
    @maliabanerjee2306 ปีที่แล้ว +1

    এত সুন্দর আলোচনা
    খুব ভালো লাগে

  • @giridhariroyroy6430
    @giridhariroyroy6430 ปีที่แล้ว +1

    অসাধারণ। প্রণাম নেবেন 🙏🙏

  • @chittaranjansarkar4081
    @chittaranjansarkar4081 ปีที่แล้ว +3

    Without Sanskrit "Offerings" are incomplete towards God and Goddess. It is true, it is true it is true.

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 ปีที่แล้ว +6

    A great scholar . I salute you sir. As I listen to you so I have been developed my knowledge.

  • @troy3945
    @troy3945 ปีที่แล้ว

    Apurba sundor apnar kotha gulo.

  • @manoranjandey7935
    @manoranjandey7935 ปีที่แล้ว

    Asadharon bolechhen

  • @sonalidey6529
    @sonalidey6529 ปีที่แล้ว

    সত্যিই মন্ত্রমুগ্ধ হলেম🙏♥️

  • @sumitadey2985
    @sumitadey2985 ปีที่แล้ว

    Amar pronam neben. ami apnar kotha montromugdho hoyei shuni. Khub valo laglo.

  • @sangitachatterjee1739
    @sangitachatterjee1739 ปีที่แล้ว +8

    অসাধারণ বিশ্লেষণ করলেন স্যার । সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে 🙏🙏🙏

  • @SoumD85
    @SoumD85 ปีที่แล้ว

    Asadharon 🙏🙏🙏

  • @p.cmusical9485
    @p.cmusical9485 ปีที่แล้ว

    অসাধারণ ব্যাখ্যা।

  • @ajoypandit9669
    @ajoypandit9669 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ।

  • @official_424
    @official_424 หลายเดือนก่อน

    Very nice thanks ❤❤❤❤❤

  • @subashmajumder3013
    @subashmajumder3013 7 ชั่วโมงที่ผ่านมา

    জ্ঞান কে বহুভাবে ভাগ করা যায়। যেমন আত্মজ্ঞান, দিব্যজ্ঞান

  • @KUDGHAT1
    @KUDGHAT1 10 หลายเดือนก่อน

    Kaka jishur jonnmer aagger kono shonshkrito rock edicts kimba lipi aache ki ??? Osstaad ektu janao to joyabhaduru mp k

  • @chandroy9741
    @chandroy9741 ปีที่แล้ว +5

    ভগবান সব ভাষার উর্দ্ধে

    • @tapask.bhattacharyya6323
      @tapask.bhattacharyya6323 ปีที่แล้ว +1

      কিন্তু আল্লাপাকও কি তাই? সব ভাষার ঊর্দ্ধে?

    • @user-wz7kh7sg7w
      @user-wz7kh7sg7w ปีที่แล้ว +2

      @@tapask.bhattacharyya6323 যাকে মুশলমানেরা আল্লা বলে তাকেই খ্রিস্টানরা সদাপ্রভু বলে তাকেই আবার ইহুদিরা ইয়াহোবা বলে একেই আবার হিন্দুরা ভগবান/ঈশ্বর ডাকে।
      তার অনন্তকোটি নাম। তিনি সবকিছুর উদ্ধের

    • @Souravsp09
      @Souravsp09 ปีที่แล้ว

      @@user-wz7kh7sg7w 😂😂 উল্টোটা হবে

  • @user-sh6mt5yu8i
    @user-sh6mt5yu8i 5 หลายเดือนก่อน

    Beautiful

  • @bhaskarsaha9661
    @bhaskarsaha9661 ปีที่แล้ว +1

    অপূর্ব ব্যাখ্যা অপূর্ব বাচন ভঙ্গি সাক্ষাৎ মা ও কৃষ্ণ হৃদয় ই দর্শন হচ্ছে ।।

  • @rachatt6227
    @rachatt6227 หลายเดือนก่อน

    Bangla Montro kothai Paola jabe, apnar ki kono boi ache?

  • @sanatanmovement108
    @sanatanmovement108 ปีที่แล้ว

    শ্রীমদ্ভাগবত গীতা এবং গায়ত্রী সম্পর্কে আপনার কাছে বর্তমান কাল এবং সমাজের পরিপ্রেক্ষিতে একটি আলোচনা প্রত্যাশা করি।

    • @DG-df8tk
      @DG-df8tk ปีที่แล้ว

      পারবেনা । বিচি বন্ধক রাখা আছে

  • @annapurnananda5966
    @annapurnananda5966 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dipankargupta550
    @dipankargupta550 ปีที่แล้ว +3

    নৃসিংহ স্যার একটি প্রশ্ন করছি --আপনি বা আপনাদের মত পন্ডিত ব্যক্তিগণের সমাজে ভীষণ প্রয়োজন, কেন আপনারা রাজনৈতিক দলের নেতা-নেত্রীর পদতলে বসার চেষ্টা করেন ?
    আমাদের ভালো লাগেনা, সমস্ত সংস্কৃত মন্ত্র যদি বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করেন খুব ভালো লাগবে, দয়া করে রাজনীতি আঙিনায় প্রবেশ করবেন না , সবশেষে এই অনুরোধ করি।

  • @sujithalder6196
    @sujithalder6196 ปีที่แล้ว

    Bivinno je chondo, jemon..anustup chondo...ei rokom chondoguli jodi janen,
    Tahole , bistaritovabe janaben. Nomoskar.

  • @debasishsanyal654
    @debasishsanyal654 ปีที่แล้ว

    Sir please clear the concept of MAHASNANER MATI during durgapuja .

  • @paroj9564
    @paroj9564 ปีที่แล้ว

    CLASSIC ON CLASSIC
    PRONAM.....

  • @madhumitamitra1141
    @madhumitamitra1141 ปีที่แล้ว +1

    খুব খাটি কথা আপনি বলেছেন।
    মনের ভাব টাই আসল।
    জয় মা, জয় মা, জয় মা।

  • @kpbiswas3238
    @kpbiswas3238 ปีที่แล้ว +1

    প্রনাম জানাই আপনাকে খুবই ভালো লাগল

  • @kingshukchakraborty9370
    @kingshukchakraborty9370 4 หลายเดือนก่อน

    স্যার কৃষ্ণন মানে কি?
    বুঝিয়ে দেবেন।

  • @sumitaghosh9287
    @sumitaghosh9287 3 หลายเดือนก่อน

    Bangla bhasate bhalo Anuradha kothay pabo

  • @user-wm2kp6tn6f
    @user-wm2kp6tn6f ปีที่แล้ว +1

    সুতরাং এই সকল নিদর্শন থেকে স্পষ্ট যে অর্থবোধ এর জন্য মন্ত্রকে অনুবাদ করা যেতে পারে তবে অনুবাদ করে পাঠ করে পূজা করলে অসম্পূর্ণতা ও জটিলতা থেকে যায়। ঠিক যেমন প্রকৃত আমের স্বাদ কভু মাজা-ম্যাঙ্গোতে মেটে❓❓

  • @chandrachurgangulybktps
    @chandrachurgangulybktps 9 หลายเดือนก่อน

    গুরুদেব

  • @rinkieghosh3782
    @rinkieghosh3782 ปีที่แล้ว

    কি অপূর্ব লাগলো ।চোখে জল আসে।

  • @jayantamukherjee606
    @jayantamukherjee606 หลายเดือนก่อน

    স্যার আপনি অনেক অনেক পন্ডিত মানুষ, আমি আপনার কাছে তৃণ সম এক তুচ্ছ মানুষ। তবুও বলছি সংস্কৃত ভাষা হিন্দু ধর্মের দেব ভাষা, হাজার হাজার না কোটি কোটি বছর আগে এই ভাষা সৃষ্টি কাউই সঠিক ভাবে বলতে পারে নি। তাই এই দেব ভাষার বিকল্প করে হিন্দু ধর্মের আচার, বিধি হতে পারেনা।
    আপনার যুক্তি আমি মানতে পারলাম না।

  • @rupachatterjee7367
    @rupachatterjee7367 ปีที่แล้ว

    Ekdom thik

  • @debaryakarak8116
    @debaryakarak8116 ปีที่แล้ว +2

    অসাধারণ 🙏🙏🙏

  • @rikichakraborty3592
    @rikichakraborty3592 ปีที่แล้ว

    আপনি sthitaprajna বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও করলে উপকৃত হবো।

  • @arunmukherjee5505
    @arunmukherjee5505 ปีที่แล้ว

    K boleche puspanjali dite?

  • @ramabhattacharyya7126
    @ramabhattacharyya7126 10 หลายเดือนก่อน

    স্যার আপনাকে প্রণাম জানাই আজ আপনআর দেওয়া অর্থ আ আমার

  • @chandrapal2376
    @chandrapal2376 ปีที่แล้ว

    চৈতণ্যদেবের ঐ ঘটনাটিSauthএর প্রদেশে কোথাও !

  • @bharatabhagyavidhata2534
    @bharatabhagyavidhata2534 5 หลายเดือนก่อน

    ইসলাম ধর্ম হয় তাদের প্রাচীন ভাষা পুরাণ আরবী তে তাহলে আমরা আমাদের ও প্রাচীন সংস্কৃতি ও প্রাচীন জাতির ভাষা সংস্কৃত বজায় রাখব সব ক্ষেত্রে ,সাধারণ গান বাজনা ও আমাদের সংস্কৃত ভাষায় তৈরি করা উচিত। সেখানে ধর্মীয় মন্ত্র ও করা যেতে পারে সংস্কৃত বা বৈদিক ভাষায়।
    সংস্কৃত ভাষায় নতুন চলচ্চিত্র তৈরি করা উচিত।

  • @kumareshmallik1475
    @kumareshmallik1475 ปีที่แล้ว

    আপনার কথা গুলোর সাথে আমি একমত।যুক্তি টা খুব ভালো।

  • @manikbanerjee3033
    @manikbanerjee3033 ปีที่แล้ว

    2014 te Didi Banga bhi bhusan diyechhen

  • @BiplabChakraborty-jt6xd
    @BiplabChakraborty-jt6xd ปีที่แล้ว

    এখন মহিলা পুরোহিত বিষয়ে একটি ভিডিও করুন স্যার

  • @biswanathghosh7082
    @biswanathghosh7082 25 วันที่ผ่านมา

    Panditji, ham man gaya ap bahut gyani hai. Kintu eyha hamara, garibo ka kam ka nahi. Kripya marg darshan karate ham kya kare.

  • @ramabhattacharyya7126
    @ramabhattacharyya7126 10 หลายเดือนก่อน

    আ জ য tharth ঐ আ মি মনে শ আ নতি পেলা ম স্যার ।আ মার প্রণাম নেবেন।

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 ปีที่แล้ว

    Ami apnar kathai mantro mugdho kushal janai

  • @mitachakraborty9255
    @mitachakraborty9255 ปีที่แล้ว

    Sir amader barite once time chotuspati nd Sanskrit pandit anagona hoto sei hisabe subject na holeo Sanskrit r j throw sikhechi suskong kasthog tristhoti ogre niroso torubara purato vati

  • @ultimate6243
    @ultimate6243 ปีที่แล้ว +2

    একবার সংস্কৃত মন্ত্র পাঠ করে তারপর বাংলা মনে বললেই হবে। সংস্কৃত কে সরিয়ে দিল মন্ত্রের কোনো তাৎপর্য থাকবেনা।

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 9 หลายเดือนก่อน

      Thik tai sanskrito sudhu bhasa noy eti devbhasa ebong bigyan sommoto bhasa ebong somosto bhasar matri ruupa take bhule gele cholbe ?? Kokhonoi noy Amara sakstito theke utponno bangla jodi etoh support kori tahole jar theke sae bhasa utponno holo sae sanskrit bhasa kae keno support korbona ??? R sanskrito.hochr sobcheye prachin bhasa ja amader dhore rakha uchit

  • @rikichakraborty3592
    @rikichakraborty3592 ปีที่แล้ว

    অপূর্ব ব্যাখ্যা 🙏

  • @rubisaha3633
    @rubisaha3633 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে,
    অনেক বার মনের মধ্যে এসেছে বাংলা বলতে পারবো কি?
    আপনার কথা গুলো শুনে মনটা স্থির হলো

  • @MrDKGHOSH
    @MrDKGHOSH ปีที่แล้ว +1

    Where were you during education scam . Pl let us know your opinion

  • @mrinalkantiacharyya8884
    @mrinalkantiacharyya8884 ปีที่แล้ว

    সংস্কৃত মন্ত্র বাংলায় অনুবাদ করার দায়িত্ব আপনাদের মত পন্ডিতবর্গ কেই নিতে হবে । তবেই আমরা বাংলায় অঞ্জলী দিতে পারব ।প্রণাম নেবেন ।

  • @pachudada7895
    @pachudada7895 ปีที่แล้ว

    VARANASI, UJJAIN, RISHIKESH, PRAYAGRAJ e khubi bhalo mantra jana Su pandit akho no anek ache.

  • @kalyanisadhukhan
    @kalyanisadhukhan ปีที่แล้ว

    সশ্রদ্ধ প্রণাম,স্যার। ধন্য আপনার পান্ডিত্য। প্রচলিত পুষ্পাঞ্জলির মন্ত্রগুলির বঙ্গানুবাদ পেলে বিশেষ উপকার হয়। এটা কি পাওয়া সম্ভব?

  • @breor328
    @breor328 10 หลายเดือนก่อน +1

    ভুল বকছেন, তবে কি কেউ শিখবেন না, কিভাবে শেখা যায়, শুদ্ধতা আনা যায়, সেই বিষয়ে কিছু ই বললেন না...
    বিদেশে সংস্কৃত শিখে শুদ্ধ উচ্চারণ করছেন, সে বিষয়ে কিছু গবেষণা করার চেষ্টা করুন...

  • @bulubanerjee1818
    @bulubanerjee1818 9 หลายเดือนก่อน

    আমি পুরোপুরি সমর্থন করি,

  • @arunmukherjee5505
    @arunmukherjee5505 ปีที่แล้ว

    Sudhu atri janan mayer kache?

  • @kunalmookerjee8701
    @kunalmookerjee8701 ปีที่แล้ว +44

    বাংলা ভাষায় আজান বা কোরান পাঠ করলে কেমন হয় স্যার? আপনি জ্ঞানী মানুষ।। আমার মত এই মহা মূর্খের এই প্রশ্নের জবাব টা দেবেন স্যার দয়া করে?

    • @biswajitgoswami5498
      @biswajitgoswami5498 ปีที่แล้ว +7

      ভালোই তো হয়! খারাপ কী!

    • @user-wz7kh7sg7w
      @user-wz7kh7sg7w ปีที่แล้ว +3

      @@biswajitgoswami5498 বাংলায় তো কোরান পাঠ+ এর ব্যাখ্যা মসজিদে ও মুসলিম ঘরে ঘরে হয়ই। শুধু নামাজ ছাড়া। আর আজান সেটা আরবী ছাড়া হবে না কিন্তু তার বাংলা অর্থ প্রত্যেক মুসলিম জানে।তাতে কি লাভ হবে? অপর ধর্মের বরং অপব্যাখ্যা ছাড়া?

    • @user-wz7kh7sg7w
      @user-wz7kh7sg7w ปีที่แล้ว +2

      বাংলায় তো কোরান পাঠ+ এর ব্যাখ্যা মসজিদে ও মুসলিম ঘরে হয়ই। শুধু নামাজ ছাড়া। আর আজান সেটা আরবী ছাড়া হবে না কিন্তু তার বাংলা অর্থ প্রত্যেক মুসলিম জানে। তাতে কি লাভ হবে? অপর ধর্মের বরং অপব্যাখ্যা ছাড়া?

    • @nirmalyaneogi8174
      @nirmalyaneogi8174 ปีที่แล้ว +1

      Valoi hoy ! Amar nijer kachei royeche bangla koran r Bible, Sanskrit sob somoy important noy , sekhetre nijer moner vab tao to Sanskrit e bolte hoy ! Ki boka boka apnar concept

    • @adidevnarayandas338
      @adidevnarayandas338 ปีที่แล้ว

      @@user-wz7kh7sg7w Karon Koran tar Maane jodi keu jene jai either se exmuslim hoye jaabe nahole shey terrorist….

  • @debdasgangopadhyay5968
    @debdasgangopadhyay5968 ปีที่แล้ว

    অপলাপ

  • @subratamukherjee750
    @subratamukherjee750 ปีที่แล้ว +2

    পন্ডিত মশাই, অনেক অনেক দিন ধরে আপনার জ্ঞানগর্ভ আলোচনা শুনে আসছি। এক্ষেত্রে আমার একটি বিনীত অনুরোধ, সম্প্রতি রাখি মিত্র মহাশয়া আপনার প্রতি তার যে প্রশ্ন, যে জিজ্ঞাস্য তার উত্তরটা কি দিতে পারবেন?

  • @sanjibkumargupta3234
    @sanjibkumargupta3234 ปีที่แล้ว

    Ami avivuta.

  • @user-wm2kp6tn6f
    @user-wm2kp6tn6f ปีที่แล้ว

    এই মন্ত্রে থাকা প্রতিটি অক্ষর ও শব্দের উচ্চারণ ইহার যথার্থ অর্থ নিরূপণ করে। সঠিক উচ্চারণে যেমন ইস্ট প্রাপ্তির সম্ভব তেমনি ভুল উচ্চারণে অনিষ্ট ও অসম্ভব নয়! এ প্রসঙ্গে বেদে উক্ত একটি গদ্যের উদাহরণ দেওয়া যেতে পারে, ইন্দ্রকে বধ করার আশায় এক অসুর যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের মন্ত্রে তিনি ইন্দ্র কে বধ করার উল্লেখ করতে গিয়ে উচ্চারণের ভুলবশত ইন্দ্র তাকে বধ করবে এই রূপ অর্থ করে ফেলেন যার ফলে সেই অসুরকে ইন্দ্রের হাতেই বধ হতে হয়।

  • @santanusaha71
    @santanusaha71 ปีที่แล้ว +2

    নিপাট ন্যাকামো ও অসম্ভব আঁতলামো, মন্ত্রের বিষয়ে বাংলা বলতে হবে, অথচ অন্য সময় ইংরাজি বুলি, তখন নাকি বাংলাটা ঠিকমত আসেনা। সংস্কৃত শিখে নিয়ে মন্ত্র উচ্চারন করতে অসুবিধা কি?

    • @apaul8321
      @apaul8321 ปีที่แล้ว

      বাঙলাটাই যেখানে ভাল করে বলতে পারছেনা সেখানে সংস্কৃত শিখে মন্ত্রোচ্চারণ করার মতো ক্ষমতা কজনের আছে? সংস্কৃত ভাষা কি এতই সস্তা যে ২ দিন পড়েই শিখে যাবে? আর তার জন্য পরিকাঠামোর প্রয়োজন। ঘরে কি নিজেরা সঙস্কৃত চর্চা করেন? যেকোনো ভাষা শুধু শিখলেই হয়না। নিয়মিত চর্চা করতে হয়। সেই উপযুক্ত পরিবেশ, সময় ও মানসিকতা কয়জনের আছে?

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 ปีที่แล้ว

      Sae jinishta bojhar khomota bortoman bangali projonmo onek agar sesh kore diache

  • @aryadarpan9289
    @aryadarpan9289 ปีที่แล้ว

    এমন শিক্ষা‌বিদ আ‌ছে ব‌লেই প‌শ্চিম ব‌ঙ্গে সংস্কৃ‌তের এই অবস্থা ।

  • @apurbasankarbhattacharya5184
    @apurbasankarbhattacharya5184 ปีที่แล้ว +1

    আপনার সুস্থ, নীরোগ দীর্ঘ জীবন কামনা করি।

  • @kidszone7169
    @kidszone7169 ปีที่แล้ว +3

    Bangla bhasae montro ekta murkhami.
    Sanskrit dev bhasa.

  • @malaydebnath592
    @malaydebnath592 ปีที่แล้ว +2

    দেব ভাষা ছাড়া দেবতাদের অঞ্জলি হয় না। আপনি এতই যখন উদার আজান দেওয়ার জন্য উর্দু ছাড়া বাংলায় আজান দেওয়ার জন্য বলুন না।

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 ปีที่แล้ว

      Tahole toh Sar tan sae juda sar tan sae juda sar tan juda 🤣🤣

    • @chittaranjansarkar4081
      @chittaranjansarkar4081 ปีที่แล้ว

      Very good answer, god bless you.
      At present a class of Bengali is very high they have forgot what is India and what is vedas

  • @kidszone7169
    @kidszone7169 ปีที่แล้ว +2

    Bangali Hindu purno rupe binasher pothe.

  • @user474u
    @user474u ปีที่แล้ว +9

    বিষ্ণুমাতার পুজো সংস্কৃত ছাড়াও হয়

    • @SoumD85
      @SoumD85 ปีที่แล้ว

      Nighty Cell theke comments korar jonnyo taka pan naki!

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 ปีที่แล้ว

      @@SoumD85 500 /- bikhajibi naki apni

    • @user474u
      @user474u ปีที่แล้ว

      @@SoumD85
      আমদের মত বামেরা সময়মত বোঝেনি, ট্রোল করেছিলো। তখন অন্যভাবে হতো। আপনারাও এখন বুঝছেন না, সেল মেম্বার ভাবছেন। যখন বুঝবেন আমরা কোনো মেম্বার নই, জনগন তখন সব পাল্টে না যায়।

  • @bikashkumarsarkar5598
    @bikashkumarsarkar5598 ปีที่แล้ว +1

    না হয় না

  • @manikbanerjee3033
    @manikbanerjee3033 ปีที่แล้ว +1

    Vulval comment bandho korun...sanskrit ke chhoto korar chesta bandho hoke..Ota deb vasha..nizedar baro pandit mone korben na

  • @subashmajumder3013
    @subashmajumder3013 7 ชั่วโมงที่ผ่านมา

    ঞ্জান কে

  • @user-wm2kp6tn6f
    @user-wm2kp6tn6f ปีที่แล้ว

    বিনা পরিশ্রমে ও শর্টকাটে মহৎ কিছু হয়না জেনে রাখুন!

  • @jayantamukherjee606
    @jayantamukherjee606 5 หลายเดือนก่อน

    Nandi gram Singur, nie mom bati michil korechilen, ebar sandesh khali nie kichu bolun? na ki chup chap thak ben ?

  • @goutamsaha3528
    @goutamsaha3528 ปีที่แล้ว

    Aachha ei j Apni bollen Sothik Sanskrit uchharon na kore amra Debota der namiye niye aste toh parchi na!!! Besh... toh mahalayar sokale pitri purush der udeshshe je amra torpon kori tateo toh amader pitripurushera neme asen na... hoyto amader Sanskrit uchharone bhul thake... tobe ki apnar kotha onujayi pitripurushera jokhon namchen na tokhon r Sanskrit bole kaj nei... Bangla ba Urdu ba Hindi kichu ekta mishiye onader dakhlei cholbe !!!!????

  • @partha2673
    @partha2673 ปีที่แล้ว +1

    সংস্স্কৃৃত শুনতে ভাল লাগে। কিন্তু বুঝি না। ঐ ঐ করে চালাতে হয়। সমৃৃদ্ধ হলুম। অর্থ বুঝে পুজো করতে পারবো। প্রণাম।