দ্রৌপদী জন্ম | Draupadi jonmo | Mollika Sengupta | Medha Bandopadhyay Bangla Kobita

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 607

  • @SadekulKarimOfficial
    @SadekulKarimOfficial 4 หลายเดือนก่อน +6

    একরাশ মুগ্ধতা...অভিনন্দন প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত। অভিনন্দন প্রিয় কণ্ঠ মেধা বন্দ্যোপাধ্যায় ❤❤

  • @subalbiswas6091
    @subalbiswas6091 10 หลายเดือนก่อน +5

    কবি মল্লিকা সেনগুপ্তকে আমার প্রণাম। আর বিশিষ্ট বাচিক শিল্পী মেধা বন্দোপাধ্যায়কে অভিনন্দন। এমন অসাধারণ কবিতা ও আবৃত্তি ক্ষীনকায় মানুষের দেহে প্রাণ ফিরে আসবেই। উভয়ের জন্য শুভ কামনা রইলো। 10:27

  • @nikhilchandramalakar5754
    @nikhilchandramalakar5754 8 หลายเดือนก่อน +2

    অসাধারণ বাচনভঙ্গি, অতীত যেন এই কন্ঠে আবার জেগে উঠলো, এই ভাবে আরও মেধার বিকাশ হোক,,,,,, ধন্যবাদ তোমাকে,,।❤❤❤

  • @manikbhattacharya6374
    @manikbhattacharya6374 2 ปีที่แล้ว +11

    সত্যিই আমি বাকরুদ্ধ। আমি জানতাম না এই কবিতাটা জানতাম না।
    যখন মেধার কন্ঠে এই কবিতাটির আবৃত্তি শুনলাম , আমি কি বলবো, অনেকক্ষণ অমি কোথায় যেন হারিয়ে গেছিলাম।
    অপুর্ব কবিতা, তার থেকেও বড় মেধার PRESENTATION.........
    আরও আরও শুনতে চাই তোমার কন্ঠে আবৃত্তি।
    কি করে কর মা এত সুন্দর কবিতা পাঠ........
    আনেক অনেক উন্নতি কামনা করি........

  • @jaharlalpore9975
    @jaharlalpore9975 ปีที่แล้ว +4

    মেধার এমন আবৃত্তি মন পাগল করে দেয়, এমন সুন্দর আত্মনিবেদন, ভাবাই যায় না, অনেক অনেক শুভেচ্ছা রইল,

    • @jaharlalpore9975
      @jaharlalpore9975 ปีที่แล้ว

      বাচীক শিল্পী হিসেবে মেধাকে জানাই শতশত কুরনীশ, অপূর্ব

  • @mitra5527
    @mitra5527 8 หลายเดือนก่อน +3

    হাজার হাজার বার শুনেছি তাও যেন এই কবিতাটি যতবার শুনি, স্তম্ভিত হয়ে যাই। মল্লিকা সেনগুপ্তকে প্রণাম জানাই আমার 🙏🙏💐💐.. আর মেধার যতোই প্রশংসা করি, কম পড়ে যায় ❤🙏💐

  • @manishankarmridha5207
    @manishankarmridha5207 4 ปีที่แล้ว +8

    মেধার তুলনা মেধা ই । অসাধারণ বাচনভঙ্গি । আমরা সবাই মুগ্ধ । তোমাকে জানাই হৃদয়ের গভীর ভালোবাসা। আর মল্লিকা সেনগুপ্ত আমাদের সবার প্রিয়। তাঁর জন্য আমরা গর্বিত।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

  • @manoranjanghosh1445
    @manoranjanghosh1445 ปีที่แล้ว +3

    অসাধারণ পরিবেশন। মুগ্ধ হয়ে শুনলাম। যিনি লিখেছিলেন সেই মল্লিকা সেনগুপ্ত কে স্মরণ করি। চোখের জল বাঁধ মানছে না।

  • @nanditapal7563
    @nanditapal7563 4 หลายเดือนก่อน +3

    শুনি শুনি কেবল শুনি। অমন দীপ্ত মায়াময় গলা আর দীপ্তিময় কলম কবি মল্লিকা সেনগুপ্তর। বড় তৃপ্তি। বড় শান্তি। বড় পাওয়া। বড় আপন ছায়া। 🍁🌻

  • @debibanerjee5243
    @debibanerjee5243 5 หลายเดือนก่อน +3

    শুধুই একটু আনন্দ অশ্রুপাত করার জন্য এই কবিতাটি বারবার শুনি। প্রণাম মল্লিকাদি । প্রণাম মেধা বন্দ্যোপাধ্যায়।🙏🙏

  • @mohidulislam6954
    @mohidulislam6954 2 ปีที่แล้ว +15

    মেধার
    মেধাবী কিছু পাওয়া
    স্বাভাবিক!
    কিন্তু
    অবাক করার অনুমতি মেধাকে
    দেওয়া হয়নি !
    কবি কে চিনতাম না
    তবে পড়েছিলাম
    সুন্দর!
    বাংলাদেশ নামক একটা দেশ আছে
    সেখানে অনেক অনুরাগী আছে
    সুন্দর হোক পথ!

  • @niranjanmandal2395
    @niranjanmandal2395 2 ปีที่แล้ว +12

    শব্দোচ্চরনে জীবন্ত হল বিষয় ।বহুবার শুনেও ইচ্ছে পূরন হয়না।দীর্ঘজীবী হোক
    মেধার মেধা ।

  • @pujaslifestyle8671
    @pujaslifestyle8671 6 ปีที่แล้ว +12

    অসাধারণ হৃদয়স্পর্শী আবৃত্তি এবং কবিতা। আপনি নতুন করে জানাতে পারলেন ভারতবর্ষে আধুনিকতা এবং নারীচেতনার ছোঁয়া লেগেছে। অসাধারণ!

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

    • @anupamajana3909
      @anupamajana3909 2 ปีที่แล้ว

      @@mrinalini9656 Hii

  • @sushantasaha6067
    @sushantasaha6067 18 วันที่ผ่านมา

    এই কবিতার কোন তুলনা নেই।কোন প্রশংসাই যথেষ্ট নয়।অসাধারণ।

  • @samaptiroy4193
    @samaptiroy4193 3 ปีที่แล้ว +55

    বোন, তোমার আবৃত্তিতে আমার বান্ধবীর লেখা প্রাণপেলো। আমার মতে তুমি শ্রেষ্ঠা ও সুন্দর তোমার জয় হোক।এই দিদির কথা মনে রেখো ভালো থেকো।❤️❤️❤️❤️❤️

    • @baidyanathsaham2292
      @baidyanathsaham2292 2 ปีที่แล้ว

      86mmnb7

    • @mihirchandradebnath169
      @mihirchandradebnath169 2 ปีที่แล้ว +5

      যত শুনি ততই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

    • @ganeshsamaddar2479
      @ganeshsamaddar2479 2 ปีที่แล้ว +2

      অভূতপূর্ব কথন ও অতুলনীয় পরিবেশনা ।

    • @manas9974
      @manas9974 2 ปีที่แล้ว

    • @moumitarudra1882
      @moumitarudra1882 ปีที่แล้ว

      অসাধারণ!...

  • @mrinalsikder2236
    @mrinalsikder2236 ปีที่แล้ว +2

    অসাধারণ আপনার আবৃত্তি মুগ্ধ করেছে বাংলা ভাষা ও বাঙালির প্রাণ।

  • @dr.hiranmaypurkayastha2655
    @dr.hiranmaypurkayastha2655 3 ปีที่แล้ว +8

    সত্যি মেধা দি, আপনার আবৃত্তির যতই প্রশংসা করা যায়, শুধু মনে হয় কিছুই যেন প্রকাশ করে বলে উঠতে পারলাম না।
    আপনি চরিত্রের এতো বেশী গভীরে ডুবে যান.. সেজন্যই চরিত্রটা জীবন্ত হয়ে উঠে। অসাধারণ লাগলো আপনার এই আবৃত্তি। আরো অনেকের মত আমিও আপনার আবৃত্তির একজন গুণগ্রাহী ভক্ত।

    • @anupamajana3909
      @anupamajana3909 2 ปีที่แล้ว

      Hii

    • @ajitkumarpal-writer9898
      @ajitkumarpal-writer9898 2 ปีที่แล้ว

      মেধার কন্ঠ আপ্লুত করে হৃদয়ের তটভূমি । ভাসিয়ে নিয়ে যায় আবেগের খরস্রোতা কুলে । কবিতা জীবন্ত হয়ে হাত ধরে । শ্দ্ধা কবি ও কাব্যপাঠিকা'কে ।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 ปีที่แล้ว +2

    অপূর্ব লাগল। যে রকম লেখা সে রকম আবৃত্তি। মন ভরে গেল। মেধা, তুমি আরো ভালো ভালো কবিতা recite করে শোনাও।

  • @selimfazlurrahman3690
    @selimfazlurrahman3690 ปีที่แล้ว +3

    অসাধারণ! যেমন কবিতা, তেমনি তার আবৃত্তি! অশেষ ধন্যবাদ, মেধা বন্দ্যোপাধ্যায়।

  • @minumandi9818
    @minumandi9818 2 ปีที่แล้ว +6

    কতবার শুনেছি।তবু আরো শুনতে ইচ্ছে করে।তুমি অসাধারণ মেধা।ভালোবাসা তোমাকে।

  • @sandipabhattacharya6998
    @sandipabhattacharya6998 2 ปีที่แล้ว +14

    মেধার কবিতা শুনলে এতটাই গভীরে ঢুকে যাই যে মন কে বাস্তবে ফিরিয়ে আনতে সময় লাগে....আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী....❤️🙏🏼❤️

  • @gitabhattacharya478
    @gitabhattacharya478 2 ปีที่แล้ว +3

    অপূর্ব অসাধারণ লেখনী ও সুন্দর আবেগময় কণ্ঠস্বরে দূর্দান্ত আবৃত্তি।
    ভীষণ ভাল লাগল মুগ্ধ হলাম শুনে। ❣️❣️

  • @monikadan1051
    @monikadan1051 2 ปีที่แล้ว +3

    অসাধারণ,চোখে জল ,কণ্ঠ যেনো আগুন ছড়ালো,বলার মত ভাষা পাচ্ছিনা

  • @DeshPatrika
    @DeshPatrika 2 ปีที่แล้ว +45

    মেধা বন্দ্যোপাধ্যায়ের শুধু একটি নাম নয়, আমাদের অহংকারও বটে!

  • @-kanthokakali3674
    @-kanthokakali3674 3 ปีที่แล้ว +25

    আমি স্তম্ভিত...... এই মুহূর্তে আর কিছু লেখার ক্ষমতা নেই..... কবি মল্লিকা সেনগুপ্তকে প্রণাম.... আর আপনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা...... আমি আপ্লুত

    • @pritydas7204
      @pritydas7204 2 ปีที่แล้ว

      অসাধারণ লেখা এবং আবৃত্তি। আমি মুগ্ধ,আমি স্তম্ভিত।

    • @debibanerjee5243
      @debibanerjee5243 2 ปีที่แล้ว

      অসাধারণ। কিছু বলার ভাষা হারিয়ে গেছে।

  • @khadizamonimeherpur9027
    @khadizamonimeherpur9027 ปีที่แล้ว +2

    এ আবৃত্তি তুলনাহীন। কী চমৎকার ভাব ভংগী।

  • @diptikumarbhattacharjea6375
    @diptikumarbhattacharjea6375 2 ปีที่แล้ว +5

    মল্লিকার বাসে আমরা সবাই কমবেশি আসক্ত কিন্তু তাইতে যদি ' মেধা ' যুক্ত হয় তখন আসক্তি থেকে আকণ্ঠ নিমজ্জিত হয়ে চোখ বন্ধ করে মহাভারত কালে পৌঁছে দ্রৌপদীর কঠিন প্রশ্নের শানিত জবাব পাওয়ার চেষ্টা করি। এক কথায় 'মেধা' তুমি লা-জবাব। তুমি যখন দ্রৌপদীর কথায় সোচ্চার হচ্ছিলে মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হচ্ছিল। যেমন মল্লিকার কলম তেমনই তোমার কণ্ঠের চলন; দুয়ে মিলে মিশে একাকার। অনেক ভালবাসা নিয়ো। ধন্যবাদ।

  • @SHYAMALBANDYOPADHYAY
    @SHYAMALBANDYOPADHYAY 3 ปีที่แล้ว +6

    আপনার পরিবেশন করা কবিতা আবৃত্তি এক অদ্ভুত শিহরণ জাগায় মনে। যত ভালো কবিতা, তত ভালো আপনার বাচন ভঙ্গি ও কন্ঠের জাদুকরি ওঠা নামা। আশ্চর্য হয়ে যাই আপনার স্মৃতি শক্তি দেখে, এত বড় একটা কবিতা কি অনায়াসে আবৃত্তি করে গেলেন। দারুন, অনবদ্য।👌👌🙏🙏

  • @tandrammukherjee3612
    @tandrammukherjee3612 2 ปีที่แล้ว +8

    কবির লেখনীকে মূর্ত করার, অসাধারণ ক্ষমতা: ঈশ্বর নিজে তোমায় দান করেছেন। শাশ্বত হোক তোমার এই পরম সম্পদ। সুস্থ থেকো প্রতিদিন দেহে ও মনে: জীবনের দীর্ঘ চলার পথে।

  • @manirulzaman7346
    @manirulzaman7346 ปีที่แล้ว +2

    বাহ!চমৎকার আবৃত্তি! মনটা জুড়িয়ে গেল।

  • @aratimaity6266
    @aratimaity6266 5 หลายเดือนก่อน +2

    কবিতা টির যথার্থ পাঠ মনে গেঁথে গেল।

  • @Phire_Dekha
    @Phire_Dekha ปีที่แล้ว +1

    বাকরুদ্ধ আমি...
    অসাধারণ, অপূর্ব, অনবদ্য. ❤❤❤

  • @zahidulislam-qz9in
    @zahidulislam-qz9in 2 ปีที่แล้ว +5

    কোন প্রশংসায় যথেষ্ট নয়। যেমন কবিতা তেমনি আবৃত্তি। অসাধারণ দিদি।

  • @limonpaul8736
    @limonpaul8736 2 ปีที่แล้ว +11

    আহা ঘরে কৃষ্ণ এসে দাড়ালো
    শুনেই গা শিউরে ওঠে ❤️🙏

  • @lilymajumder7920
    @lilymajumder7920 4 หลายเดือนก่อน

    কতবার যে শুনেছি, যে কোনো কবিতার অন্তর্নিহিত অর্থ ছবির মতো ফুটিয়ে তুলতে পারেন একমাত্র আপনিই 🙏🏼🙏🏼🙏🏼

  • @dantesengupta6219
    @dantesengupta6219 4 ปีที่แล้ว +12

    মল্লিকা সেনগুপ্তের কলমনিঃসৃত " দ্রৌপদীর কাতর আর্তির প্রকাশ " -- তোমার অনির্বচনীয় বাচনিক কন্ঠস্বরে ও ভঙ্গিতে lucidly তার আবৃত্তি --- এককথায় অনবদ্য ।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

  • @pradipbiswas2448
    @pradipbiswas2448 3 ปีที่แล้ว +9

    অপূর্ব।অপূর্ব।বেঁচে থাকুন অসহায় মা'দের জন‍্য।কবিতা পাগলদের জন‍্য।নারী-পুরুষ বৈষম‍্য দূর করার জন‍্য। পুরুষ তোমাকে দেখে বলুক, মা আমার,জননী আমার বলে ডাকুক।---------------

  • @jabasarkar372
    @jabasarkar372 ปีที่แล้ว +1

    Apurbo......aroo sundor sabolil houk tomar Bachiki silpokola....aro o jwale uthuk tomar golai...protibaadi Lekhoker Kabita guli....👍💖💖.

  • @evamondal2133
    @evamondal2133 ปีที่แล้ว +1

    অপূর্ব! মাঝেমাঝেই শিহরিত হচ্ছিলাম! আহারে দ্রৌপদী!

  • @mistubanerjee5893
    @mistubanerjee5893 4 ปีที่แล้ว +5

    চোখে জল ধরে রাখা গেল না। অপূর্ব। আপনার কবিতা বার বার শুনতে ইচ্ছে করে। আমার প্রিয় শিল্পী আপনি।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/PHil6kES5C8/w-d-xo.html

    • @depalibiswas3845
      @depalibiswas3845 2 ปีที่แล้ว

      Didi apnar fh.nambar deben

  • @tanushreechakraborty2120
    @tanushreechakraborty2120 6 ปีที่แล้ว +15

    কবিতা টা অসাধারণ, আর আপনার আবৃত্তি খুব খুব সুন্দর..

  • @arpitarjagot
    @arpitarjagot ปีที่แล้ว +2

    মুদ্ধ হয়ে শুনতে শুনতে শিউড়ে উঠছিলাম। অতুলনীয় পরিবেশন।🙏🏻❤️

  • @manojchakraborty7816
    @manojchakraborty7816 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ।শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম।

  • @tanusrisarkar8297
    @tanusrisarkar8297 ปีที่แล้ว +1

    যতবার ভগবানের লীলার কথা শুনি,ততবার চোখ অশ্রুসিক্ত হয়।

  • @alavu263
    @alavu263 ปีที่แล้ว +2

    মনে হচ্ছে তোমার আবৃত্তির জন্যই এই কবিতা লেখা হয়েছে। খুবই ভালো উপভোগ করলাম। ধন্যবাদ দিদি আমি সৌদি আরব থেকে আলাউদ্দিন শেখ

  • @mukulpal6888
    @mukulpal6888 2 ปีที่แล้ว +2

    অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশনা,শুধুই মুগ্ধতা ❤❤❤❤

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 2 ปีที่แล้ว +1

    অসাধারণ! যেমন লেখনি তেমন পাঠ। মুগ্ধ হয়ে গেলাম।👌👌👌

  • @debibanerjee5243
    @debibanerjee5243 ปีที่แล้ว +2

    এই আবৃত্তি কতবার আপনার কণ্ঠে শুনেছি বলতে পারব না। এমন অনুভূতি প্রবণ নিবেদন দুর্লভ। প্রণাম জানাই।

  • @somenmaitra4098
    @somenmaitra4098 7 ปีที่แล้ว +7

    অসাধারণ এ কবিতা। অসাধারণ এ আবৃতি আধুনিক সমাজের পটভূমিতে।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

  • @bharatigupta9261
    @bharatigupta9261 3 ปีที่แล้ว +3

    এমন অসাধারন কন্ঠস্বর ই এই কবিতার উপযুক্ত।অনাবশ্যক আবহ নির্মাণে প্ৰকৃত আবৃত্তির রস উপলব্ধ হয় না।অবশ্য এটা আমার মত।যদি আপনি রবীন্দ্রনাথ এর "পথের বাঁধন" কবিতাটি আবৃত্তি করে শোনাতেন বড় আনন্দ পেতাম।

  • @papiyapaul4783
    @papiyapaul4783 4 ปีที่แล้ว +11

    দ্রৌপদীর যন্ত্রণা সীমাহীন।কবিতাটা শুনে জলে ভরে উঠল দুচোখ...

  • @aryanalif.8288
    @aryanalif.8288 4 ปีที่แล้ว +2

    অসাধারণ কবিতা অসাধারণ আবৃত্তি.. আমি অভিভূত মেধা দি..
    লং লিভ🌷🌷🌷।

  • @sarmisthamajumder2488
    @sarmisthamajumder2488 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ Apurbo.......asadharon ❤❤❤❤❤❤

  • @Alokpat
    @Alokpat 7 ปีที่แล้ว +30

    অসাধারন দিদি, খুব ভালো লাগলো, আরো আপলোড করুন...

  • @mantupadadas706
    @mantupadadas706 4 ปีที่แล้ว +2

    অসাধারণ আবৃত্তি ও অসাধারণ কবিতা। চ্যানেলকে ধন্যবাদ এটি উপহার দেওয়ার জন্য।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

  • @debibanerjee5243
    @debibanerjee5243 2 หลายเดือนก่อน

    যতবার শুনি ততবারই ভাল লাগে। প্রণাম ❤❤

  • @abantikadas3689
    @abantikadas3689 6 หลายเดือนก่อน +1

    অপূর্ব অসাধারণ🙏🙏

  • @tapassengupta8361
    @tapassengupta8361 3 ปีที่แล้ว +4

    একজন পুরুষ হয়েও হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ❤️❤️❤️❤️

  • @BabulKhan123-hc2wk
    @BabulKhan123-hc2wk ปีที่แล้ว +1

    আমি একজন বাংলাদেশী।আমার একমাত্র সন্তান মেয়ে।যখন আমার মেয়ে কথা বলা শুরু করেছিল তখন থেকেই আবৃত্তির হাতেখড়ি। দীর্ঘ ২৫/২৬ বছর আবৃত্তির সাথে জড়িত। এজন্য আমি ও ওর মা অনেক আবৃত্তি শুনেছি। সত্যি আপনার আবৃত্তি আমাদের খুব ভালো লাগে।আর আপনার কবিতা নির্বাচন আরো বেশি ভালো। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন ও আরো ভালো আবৃত্তি আশাকরি।

  • @nirmalenduchakraborty7857
    @nirmalenduchakraborty7857 3 ปีที่แล้ว +2

    আমার বয়স পঁচাশী। ইউ টিউবের আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোই আমার সঙ্গী। আপনার আবৃত্তিগুলো একাধিক বার শুনি।ভালো লাগে। কয়েকটি তো খুবই ভালো লাগে। আর তাছাড়া আপনার আবৃত্তির সমালোচনা করার সাহস বা যোগ‍্যতা আমার নেই। শুধু জানতে ইচ্ছে করে আবৃত্তি আর অভিনয়ে তফাৎ কোথায়! দুটোতেই তো আবেগ আছ, কন্ঠস্বরের অভিব‍্যক্তি আছে- আছে আবহ-সংগীতের মুর্ছনা।

    • @IndrajitSajib
      @IndrajitSajib  3 ปีที่แล้ว +2

      নমস্কার, ভালো থাকবেন

  • @kajalroy9610
    @kajalroy9610 5 หลายเดือนก่อน +1

    পুরুষতন্ত্রের স্তম্ভে শক্ত করাঘাত ❤✊

  • @shrabastimahanta6374
    @shrabastimahanta6374 6 ปีที่แล้ว +5

    এত বার শুনেছি কবিতাটা তবুও প্রতিবার একই রকম অনুভুতি হয় .........

  • @ferdousylucky2383
    @ferdousylucky2383 ปีที่แล้ว +1

    কি করে পারেন এভাবে সংলাপগুলো বলে যেতে? আমি অনেক বার চেস্টা করেছি, না কেঁদে কবিতাটা আবৃত্তি করতে - পারি নি। তাই বারবার আপনার কন্ঠে শুনি আর আমার বুক ভেঙে চোখে ঢল নামে। ভালো থাকবেন, প্রিয় বাচিক শিল্পী। ❤❤❤

  • @ritamondal2686
    @ritamondal2686 3 ปีที่แล้ว +2

    Kijy sundor kore apni bolyn ❤️❤️ R dekhty ki oporupa apni ❤️❤️❤️

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 4 ปีที่แล้ว +17

    কবি ও আবৃত্তিকার কে শতকোটি প্রণাম🙏🙏

  • @AnirudhyaMazumdar
    @AnirudhyaMazumdar 3 ปีที่แล้ว +6

    বহুদিন পরে আবার শুনলাম, ... সত্যিই একটা অদ্ভুত অনুভূতি হয়...

  • @indranideb395
    @indranideb395 ปีที่แล้ว +7

    আমি বাকরুদ্ধ এতো সুন্দর আবৃত্তি এতো সুন্দর কবিতার শব্দ গুলো কি অপূর্ব 👌🙏🌹

  • @md.rajuahmed3670
    @md.rajuahmed3670 2 ปีที่แล้ว +2

    আপনার কন্ঠে কবিতা জীবন্ত হয়ে উঠেছে।

  • @sahanatroop7924
    @sahanatroop7924 2 ปีที่แล้ว

    বরাবরের মতো অপূর্ব অপূর্ব.. মল্লিকাদির কথা মানবী অভিনয় করার ও করাবার সৌভাগ্য লাভ করেছিলাম। 🙏

  • @tusharray7399
    @tusharray7399 2 ปีที่แล้ว +1

    চোখে জল, আর বুকের ভিতর এক কাঁপুনি নিয়ে শোনা শেষ করলাম।

  • @sucharitagupta4355
    @sucharitagupta4355 3 ปีที่แล้ว +2

    যেমন কবিতা তেমন আবৃত্তি।অসাধারণ। ভাষাহীন।

  • @Jagodishmistry-c3f
    @Jagodishmistry-c3f ปีที่แล้ว

    আমি মুগ্ধ হয়ে গেছি দিদি। শুভকামনা রইলো দিদি

  • @protimaroy1286
    @protimaroy1286 3 ปีที่แล้ว +2

    আপনার আবৃত্তি শুনতে শুনতে যেনো আমিও এক অন্য জগতে চলে গেছিলাম।অসম্ভব শ্রুতিমধুর হয়েছে আপনার কণ্ঠে লেখিকার কবিতা

  • @ShibaniLodh-t5k
    @ShibaniLodh-t5k ปีที่แล้ว +1

    Ami mantro mugdher mato hoye sudhui Ber Ber sune jachi.....asadharon ....samostotai

  • @meghashritachakrabarty1320
    @meghashritachakrabarty1320 3 หลายเดือนก่อน +1

    কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার কবিতা শুনি, কিন্তু সব সময় মন্তব্য করতে পারি না। কারণ যা ই বলি, কম বলা হবে। আপনি সুস্থ থাকবেন। 🙏

  • @sankarbhunia1165
    @sankarbhunia1165 7 ปีที่แล้ว +11

    truely speaking
    your recitations are heart touching
    wishing more from you
    thank you di

  • @jagabandhumukherjee2986
    @jagabandhumukherjee2986 ปีที่แล้ว +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @pundarikakshahazra2971
    @pundarikakshahazra2971 5 ปีที่แล้ว +5

    কণ্ঠ ভালো।বিষয়বস্তু চমৎকার।ধন্যবাদ।

  • @KalyaniBej
    @KalyaniBej 9 หลายเดือนก่อน +1

    অসাধারণ তোমার কবিতা পাঠ ধন্যবাদ

  • @rameschandramandal4990
    @rameschandramandal4990 2 ปีที่แล้ว

    অসাধারণ। মনে হলো,চাক্ষুষ করছি সেই অভিশপ্ত মুহূর্তকে।

  • @pranabkumarbandyopadhyay795
    @pranabkumarbandyopadhyay795 ปีที่แล้ว

    ভীষন ভালো লাগলো আপনার পরিবেশন। আন্তরিক অভিনন্দন আপনাকে দিদিভাই।

  • @tapankumarghosh6675
    @tapankumarghosh6675 หลายเดือนก่อน

    Apurba upasthapana! 💕🙏💕

  • @md.anayetkhan1037
    @md.anayetkhan1037 3 ปีที่แล้ว

    দিদি এই সুন্দর সকালে তোমার কন্ঠে ঘুম থেকে জেগে উঠলো কিছু জীবন্ত লাশ। আবার হয়তো কোনো এক সন্ধায় দেখা হবে তোমার ভালো বাসায়। তোমাকে কোন ভাষায় ধন্যবাদ জানাবো। দিদি সব কিছু মিলিয়ে অপূর্ব।

  • @frenzyfoodiesbypoppy2091
    @frenzyfoodiesbypoppy2091 2 ปีที่แล้ว

    Apurbo lekhon aar apurbo recitation.ami hariye giyechilam kobiter mpdhye.apurbo

  • @asifamibangladesh
    @asifamibangladesh 7 ปีที่แล้ว +4

    অসাধারণ অসাধারণ । যেমন কবিতা তেমন তার আবৃত্তি ।

  • @DigiLodge2.0
    @DigiLodge2.0 3 หลายเดือนก่อน

    শুনি এবং বারবার শুনি...শুনতে ক্লান্তি নেই❤

  • @arunchanda9590
    @arunchanda9590 8 หลายเดือนก่อน

    🎉 খুব সুন্দর ভালো লাগলো
    আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ সন্ধ্যা

  • @sarbanidey4769
    @sarbanidey4769 ปีที่แล้ว

    মুগ্ধ হলাম ! অনেক শুভেচ্ছা রইলো !

  • @shibaprasaddutta2550
    @shibaprasaddutta2550 2 ปีที่แล้ว

    Many MANY Thanks to Medha Madam and Pronam to Mallika Sengupta.

  • @leenarkobita
    @leenarkobita 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো। শুভেচ্ছা💐

  • @manoramasadhu8839
    @manoramasadhu8839 3 ปีที่แล้ว +1

    এই কবিতার বিষয় এবং উপস্থাপনা দুটোই বেশ লাগলো।

  • @taposhmitra5849
    @taposhmitra5849 2 ปีที่แล้ว

    আবৃত্তি শিল্পীকে ধন্যবাদ । শ্রদ্ধার্ঘ রইল কবির জন্য ।

  • @biswanathkar4287
    @biswanathkar4287 ปีที่แล้ว

    অসাধারণ. বার বার শুনতে ইচ্ছা করে।

  • @alipmitra3477
    @alipmitra3477 ปีที่แล้ว

    ভীষণ ভীষণ ভীষণ সুন্দর, ভালো থাকবেন বোন

  • @madhabibanerjee8691
    @madhabibanerjee8691 2 ปีที่แล้ว +1

    অপূর্ব, মুগ্ধ ❤❤

  • @shakibislam8055
    @shakibislam8055 7 ปีที่แล้ว +5

    অসাধারণ কবিতা আবৃত্তি মেধা দিদি। আপনার প্রতিটি কবিতা আবৃত্তির আমি ভক্ত।

  • @meindia3996
    @meindia3996 11 หลายเดือนก่อน

    mon chuye gelo.darun!

  • @laxmidebnath9961
    @laxmidebnath9961 2 ปีที่แล้ว

    Darun, darun,choke jal asegalo

  • @ratnachakraborty3191
    @ratnachakraborty3191 ปีที่แล้ว

    Darun laglo jug jug jio

  • @CreationJahnnabi369
    @CreationJahnnabi369 4 ปีที่แล้ว

    ওঃ...অসাধারণ অসাধারণ।ভেতর অব্দি ছুঁয়ে গেল