Sunil Saagore | Bratati Bandopadhyay | Srikanto Acharya | Sunil Ganguly's Short Story & Poetry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Album: Sunil Saagore
    Artists: Bratati Bandopadhyay and a special portion by Srikanto Achharya
    ► Subscribe to Asha Audio: / ashaaudi. .
    Short story and Poems of Sunil Ganguly
    Enjoy & stay connected with us!
    ►Visit Us Here: ashaaudio.net/
    ► Like us on Facebook: / ashaaud. .
    ► Follow us on Twitter: / ashaaudio
    ►Listen to our Tracks on Saavn: www.saavn.com/l....

ความคิดเห็น • 247

  • @Channel-cl8kx
    @Channel-cl8kx 3 ปีที่แล้ว +5

    একটি ভালবাসার গল্প
    ।। সানোয়ার পারভেজ।।
    মেয়েটি তার ছেলে বন্ধুটির দিকে তাকিয়ে
    জিজ্ঞেস করলো-
    অমন হাঁ করে কি দেখছো?
    ছেলেটি বললো, তোমার চোখ ;
    সামনে সমুদ্রের মতো ঢেউখেলানো
    কুল ছাপিয়ে যাওয়া দুটো চোখ।
    মেয়েটি মুচকি হাসলো,
    তারপর জিজ্ঞেস করলো-
    আচ্ছা, তুমি কি আমায় অনেক ভালবাসো?
    ছেলেটি কিছুক্ষণ নিরবে তাকিয়ে রইলো,
    তারপর, শান্ত আবেগ স্বরে বললো-
    সামনে যে উত্তাল বিশাল সমুদ্রটা দেখছো,
    তোমাকে আমি ঠিক অতটাই ভালবাসি।
    মেয়েটি নির্বাক হয়ে গেল কয়েক মূহুর্ত!
    দুজনে পাশাপাশি বসেছিল সাগর সৈকতে ;
    তাদের পায়ের ওপর আছড়ে পড়ছিল
    সাগরের ভাঙা ভাঙা ঢেউ।
    একটা নিঃশ্বাস ছেড়ে
    মেয়েটি অতৃপ্ত স্বরে
    খুব আস্তে করে বললো,
    এতটুকু ভালবাসা?
    মাত্র এতটুকু?
    ছেলেটি অবাক চোখে চাইলো
    মেয়েটির চোখের দিকে।
    তাদের দুজনের সামনে উন্মত্ত অথচ
    শান্ত সুন্দর সমুদ্র, যেন নেচে নেচে
    এলিয়ে পড়ছে ওদের ওপর।
    সমুদ্রের হুহু বাতাসের ঝাপটা কেবলই
    নিঃসঙ্গতার প্রতীক বলে মনে হলো
    মেয়েটির কাছে!
    ছেলেটির কানের কাছে ঠোঁট ছুঁইয়ে
    মেয়েটি বললো-
    সাগরের সীমানা আছে,
    সে কিছুতেই অসীম নয় ;
    আমি তোমার অসীম ভালবাসা চাই, আকাশের মতো সীমাহীন।
    ছেলেটি উচ্ছল চাউনিতে শক্ত করে
    আঁকড়ে ধরলো মেয়েটির হাত,
    বললো- হ্যাঁ, আমি তোমাকে
    আকাশের মতো সীমাহীন
    সুনিল ভালবাসা দেবো,
    এবং তা চিরদিনের জন্যে।
    কিছুক্ষণ পাশাপাশি নিরবে
    বসে থাকার পর পরস্পরের হাত আঁকড়ে
    দুজনে হেঁটে গেল, জীবনের পথ ধরে।
    ১৭/০৬/২০২১

  • @Niladri.20052
    @Niladri.20052 ปีที่แล้ว +7

    কবিতা ও কন্ঠ দুটোকেই কোন বিশেষণে বিশেষিত করার মতন শব্দ আমাদের মত ক্ষুদ্র ব্যক্তির নেই। অনবদ্য ❤

  • @afiyaananna1709
    @afiyaananna1709 5 ปีที่แล้ว +24

    ব্রততী আপনার কণ্ঠে কবিতা, আমার কাছে ঈশ্বরের বরদান! আপনাকে ভীষণ পছন্দ করি আমি। '''আপনার একটা কবিতা ছিলো মেয়ে হলে কি নাম রাখতে''' এই ধরনের বাক্য ছিলো বেশ কয়েকটা কবিতার সাথে ছিলো ওটা। আপনি কি আমাকে ওই কবিতাটার লিংক দিতে পারবেন একটু? হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছিই না।
    'মেয়ে হলে কি নাম রাখতে' কবিতাটার নাম আর লেখকের নাম হলেও চলবে।
    প্লিজ আমাকে যদি এই তথ্যটুকু জানানো হয়, আনন্দিত হবো।
    ভালো থাকবেন ব্রততী! আপনাকে ভালোবাসি কবিতার মত ♥

    • @Shunteshunte
      @Shunteshunte 5 ปีที่แล้ว +2

      কবিতাটির নাম ময়ূরপঙ্খী । search করলে পেয়ে যাবেন ।

    • @SiromeTube
      @SiromeTube 4 ปีที่แล้ว

      হু উনার অই আবৃতি গুলো আমার খুব প্রিয়।।।।। আর হুমায়ুন আহমেদের হিমু বই গুলো

    • @শব্দমালা-ট৫ল
      @শব্দমালা-ট৫ল 3 ปีที่แล้ว

      সুবোধ সরকার, ময়ূরপঙ্খী

  • @Koyel1000
    @Koyel1000 2 ปีที่แล้ว +6

    Frankfurt-এর 'Kaiserstraße',
    আমার বাড়ির পাশের রাস্তাটার নাম এমন করে আপনার মুখে শুনে বড্ড ভালো লাগলো.. ছোট্ট থেকে আপনার recitation-এ মুগ্ধ হই বারবার ❤

  • @shubhayanmukherjee2410
    @shubhayanmukherjee2410 3 ปีที่แล้ว +2

    অমরত্বের অন্য নাম হয়, সেটা কি নীললোহিত? ❤️

  • @mrigankomondal531
    @mrigankomondal531 4 ปีที่แล้ว +3

    কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার পুস্পাঞ্জলী আর ব্রততী দেবীকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম৷

  • @shreyashibhattacharjee6746
    @shreyashibhattacharjee6746 7 หลายเดือนก่อน

    আমি আসামের বরাক উপত্যকা থেকে বলছি। এখানে একুশে ফেব্রুয়ারি ছাড়াও উনিশে মে ভাষা শহীদ দিবস পালিত হয় যেটার কথা অনেকেই জানেনা। আমার অনুরোধ রইলো আপনি 19 May শহীদ দিবস নিয়ে একটা ভিডিও করুন। এটাও তো মাতৃভাষার জন্য বাঙালির আত্মবলিদানের গল্প।

  • @PaulChandan
    @PaulChandan 4 ปีที่แล้ว +6

    সুনীল বাবু ❤️‍❤️‍❤️‍
    প্রণাম গুরুদেব 🙏🙏🙏🌸🌸🌸🌸

  • @tanhatazim9608
    @tanhatazim9608 3 ปีที่แล้ว +1

    এখানে নীরার অসুখ অংশটুকু কোথা থেকে নেয়া?

  • @surabhipaik786
    @surabhipaik786 ปีที่แล้ว

    আরো উজ্জল ওশুভ্র নির্মলহোকতোমার অভয়বাণী

  • @surabhipaik786
    @surabhipaik786 ปีที่แล้ว

    তুমি কোথায় আছো কেমন আছো বোলনাসোনাআমার ভালোথেকো সবসময় আমার বুকের উপর মাথারেখেঘুমাবো সোনাআমার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না সোনা বাবু ❤❤❤❤❤

  • @sajibpal2334
    @sajibpal2334 5 ปีที่แล้ว +4

    সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বাম পাশের হৃদয়ে গিয়ে লাগে।তাঁর কবিতার অনুভূতি অতুলনীয় ।সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার হাত ধরেই আমার কবিতার জগতে প্রবেশ ।তুমি সুখে থেকো স্বর্গপুরে,

  • @abdulmumen4669
    @abdulmumen4669 3 ปีที่แล้ว +2

    আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একজন ভক্ত। তার কবিতা ব্রততীর কন্ঠে আরো সুন্দর হয়ে উঠেছে।

  • @ekras_shorts
    @ekras_shorts 6 ปีที่แล้ว +8

    আমি খুবি ছোট একজন শ্রোতা।
    তবে যতটুকু শুনেছি আর বোঝার চেষ্টা করেছি তা হয়তো আপনার কাছে খুব ই নগন্য। আমার কবি তা খুব ই ভালো লাগে।মোট কথা হয়তো তার প্রেমেই পরে গিয়েছি।তবে আপনার কাছে একটা প্রশ্ন নিজের সাথে কথা বলাটা কি সত্যি পাগলের কার্যকলাপ???
    আশা বাদি হয়তো উওর আসবে।আমি এবার মাধ্যমিক দিবো।

  • @mostofa2274
    @mostofa2274 3 ปีที่แล้ว +4

    কবিতা বলতে বলতে হে ঈশ্বর আমার যেন
    মৃত্যু হয়!

  • @dwaipayankabir
    @dwaipayankabir 6 ปีที่แล้ว +74

    সুনীল হারিয়ে যাবেন না। যাবে না। রাতের আকাশে মেঘ থাকলেও সুনীল থাকবেন। মেঘ না থাকলেও সুনীল আমাদের ডাকবেন। সুনীলদা আজও নীল লোহিত হয়ে আমাদের মধ্যে আছেন। গদ্য আর পদ্যের কথকতায়।

  • @Trimrngel
    @Trimrngel 5 ปีที่แล้ว +4

    সবাইকে ব্রততী আপুর (প্রেম) কবিতাটি
    শোনার অনুরোধ রইল?

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 ปีที่แล้ว +2

    সাবলীল উপস্থাপনা, চমৎকার আবৃত্তি। অফুরন্ত শুভকামনা

  • @surabhipaik786
    @surabhipaik786 ปีที่แล้ว

    তুমি হাঁসি মুখে তাকিয়ে বলেন এবার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না সোনা বাবু আমার

  • @dr.neyamatubhuiyan147
    @dr.neyamatubhuiyan147 4 ปีที่แล้ว +2

    ড.নেয়ামত উল্যা ভূঁইয়া‘র কবিতা || লীলা’কে ||
    সে দিনের কথা মনে আছে লীলাবতি?
    আমাদের অলৌকিক অভিসারে
    নির্দোষ লীলার বিহারে
    শাখায় শাখায় আশিস বিলিয়ে ওষুধি-বনস্পতি,
    আমাদের প্রমত্ত প্রেমে দেখালো কী-সব তেলেসমতি!
    যে দিন শ্রাবণমুখর সন্ধ্যায়
    সা-রে-গা-মা-পা-ধা-নি-সা’য়
    পত্র পল্লবের বোঁটায় বোঁটায়
    টাপুর টুপুর বৃষ্টির ফোঁটায়
    মোহন সুরের মূর্চ্ছনা ছড়িয়ে দিলো
    আলো-ছায়ার আবেশ যোজনায়।
    সে দিনই তোমার সঙ্গে আমার প্রথম দেখা
    অবশ্য এর আগেও হয়েছে চোখে চোখ রাখা;
    সে সব চোখাচোখি কোনক্রমেই দেখা নয়,
    বলতে পারো গ্রন্হের প্রচ্ছদ পরিচয়;
    তিন শ’তেত্রিশ পৃষ্ঠার পুরো বইটাই বাঁকি;
    না পড়ে কেবল উদাস মনে চোখ বুলিয়ে রাখি।
    সে অর্থে নীপছায়ায় দুজনের হাতে হাত;
    বলতে পারো, দেখার মতো দেখা’র সেদিনই সূত্রপাত।
    চকোরিয়ার চারুঘাটে কেতকি কদমতলে
    পায়ে পায়ে জলকেলি দিঘির কাজলা জলে;
    কে আকুল করেছে বেশি- কদম না কেয়া?
    আমরা জানিনি, জেনেছে নজরের খেয়া।
    সে খেয়ায় পারাপার হলো কী-না মন,
    সে খবর রাখাটা কি খুউব প্রয়োজন?
    পারের কড়িই গেছে রসাতলে যার,
    তার আবার কোন খেয়া, কোন পারাবার?
    মমতার জলস্নাত কদম-কেয়ার
    কী মৌমিতা সুবাস!
    তুমি আর আমি ছাড়া, জানো লীলা!
    সুবাসের গভীর দীর্ঘশ্বাস।
    ফুলের সুবাস আর আমাদের শ্বাস,
    একাকার না হলেতো অকালেই
    প্রেমের বিনাশ।
    আকুল ভাবনায় কে ছড়ালো গনগনে আগুন
    সে কি নীপতরুর পেলব প্রসূন!
    নাকি, আমাকে তোমাতে ভোলানো
    যমুনার জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া কূল!
    নাকি, তনুর তরঙ্গে দোল-দোলানো
    ‘বাদল দিনের প্রথম কদমফুল’!
    ঠিক কে পেয়েছিল আমার অবুঝ ভালোবাসা, বল তো?
    ঠিক কে চেয়েছিল আমার অবুঝ ভালোবাসা, বল তো?
    জানি, বরাবরের মতই গদ্য রীতিমতে স্পষ্ট করে
    জবাব দেবে না তুমি।
    গদ্যের বিপরীতে পদ্য হলেও হয়তো-বা বোঝা যেত কিছু;
    কিন্তু না ;
    গদ্যে নয়, পদ্যে নয়,
    তোমার জবাব কবিতায়;
    আর কবিতার ভাবে জবাবের জবা কালেভদ্রে
    কলি ফোটালেও
    আঁধফোটা ফুলও ফোটায়নি যুগ-যুগান্তে,
    কাল-কালান্তে, কিংবা সত্তর বসন্তে।
    তবুও প্রাপ্তি ছিল সেই অর্থহীনতায়;
    সব অর্থ কি পাওয়া যায় অর্থবোধকতায়!
    বলতো লীলা !
    অর্থ খুঁজলে কোন প্রেম অর্থবাচক হয়?
    আমাদের যেমনটা বিশ্বাস;
    প্রেমের অর্থ ভাষায় থাকেনা
    থাকে মর্মবোধের ভিন্ন মাত্রায়,
    কিংবা, সেই মুলুকে অন্তহীন অভিযাত্রায়।
    কিন্তু দেখো, কী কদর্য বাস্তবতা!
    প্রেমেও আজকাল পদ্যের পেলবতা চায় না মায়ামন বিহারি,
    কবিতার সরসতা চায় না প্রেমের বেরসিক বেপারি,
    নিহিতার্থকে গিলে খায় বহিঃরঙ্গের কুহেলি বাহার ,
    এভাবেই সভ্যতা হয় অভব্যের অকিঞ্চন আহার ।
    গদ্যের গদার ঘায়ে ঘাড় ভাঙলেও
    ঘায়েল হয় না নন্দদুলাল,
    কারণ জলবৎ তরলং; কালটা যে ঘোর কলিকাল।
    বাঁশে এখন হয়না সুরের ডাকাতিয়া বাঁশি
    বরং ডাকাতির কাজে সদর্প লাঠি হয়
    দস্যুর পেশিবহুল হাতে,
    মেতে উঠে অসহায় গৃহকর্তার সাথে
    তাকে নিঃস্ব করবার পৈশাচিক সংঘাতে।
    অথচ দেখো, কী আশ্চর্য লীলাবতী; ললিতা আমার!
    আমরা দুজন ভুবনে ভুবনে কত প্রেম করেছি শুমার।
    প্রেমের অবারিত প্রান্তর তবুও বিরান ধু-ধু বালুচর ,
    কাব্যের নকশি কাঁথার মাঠে শ্বাপদ সরীসৃপ বাঁধিয়াছে ঘর।
    কাব্যের জলসা এখন পেঁচা আর বাদুরের বাড়ি,
    কবিতার চুলোয় আর চড়েনা তো হাড়ি।
    উনুনে আরামে ঘুমায় বিশ্বাসি বিড়াল,
    জানিনা ভাসাবে কারে স্রোতে মহাকাল?
    কবিতার ভিটায় খোশখেয়ালে ঘুঘু চরে
    কোলা ব্যাঙ পড়ে থাকে চিৎ হয়ে মরে।
    চিকা-চামচিকে খেলে গোল্লাছুট মাঠে
    পরিত্যক্ত কুঞ্জের শেওলার চৌকাঠে।
    কিন্তু হায় !
    কবিতার কোমল জমিন বাদে
    কোথায় আর প্রেম উপ্ত হবে লীলা?
    বীজের জন্যে চাই পলিমাটি
    কতটুকু কাজে আসে পাললিক শিলা?
    ব্যূহভেদ করে কেমন করে মন যাবে বাইরে গোলকের?
    কদম-কেয়া’রা কেমন করে অংশি হবে প্রেমের পুলকের?
    কী আর বলবো লীলা!
    দিন-দিনান্তে কত আর সহ্য হয় এতো মাজা-ঘষা ,
    গোলেমালে দিন যায় কিছুতেই পাই না ভরসা।
    প্রেমের ভবিতব্যে দেখি অনিবার ঘোর দুর্দশা!
    -০:০-

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 ปีที่แล้ว

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 ปีที่แล้ว

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

  • @pallavisplanet
    @pallavisplanet 9 หลายเดือนก่อน +1

    প্রিয় কবির প্রিয় কবিতা প্রিয় শিল্পীর কণ্ঠে।🥰

  • @dipankarkundu5693
    @dipankarkundu5693 2 ปีที่แล้ว +3

    কলম এবং কন্ঠ একে অপরের পরিপূরক।

  • @sushilchandragope1726
    @sushilchandragope1726 4 ปีที่แล้ว +2

    অসাধারণ একখানি কবিতা ও আবৃত্তি শুনতে পেলাম । শ্রবণে মুগ্ধ হলাম । অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

  • @sabirulofficial4244
    @sabirulofficial4244 2 ปีที่แล้ว +1

    আপনার কবিতা আবৃত্তি শুনলে মন ভরে যায়, আমিও দুই এক লাইন লেখার চেষ্টা করি, কবিতা লেখা আজ কাল নেশা হয়ে উঠেছে, জানিনা অন্যের দৃষ্টিতে সেগুলো কবিতা কি না।

  • @86bidyut
    @86bidyut 5 ปีที่แล้ว +12

    আমি গর্বিত এই অসাধারণ কবির জন্ম হয়েছিলো আমার এলাকায়

    • @subhagatachowdhuru3442
      @subhagatachowdhuru3442 5 ปีที่แล้ว

      Kothay janab??

    • @bikashchandrasarkar4991
      @bikashchandrasarkar4991 4 ปีที่แล้ว +1

      আমাদের সেই বিখ্যাত ফরিদপুর এ।

    • @sayanpandit4664
      @sayanpandit4664 2 ปีที่แล้ว

      @@subhagatachowdhuru3442 বাংলাদেশের ফরিদপুরে

  • @rupokdas6821
    @rupokdas6821 3 ปีที่แล้ว

    Nomoskar before and present broth are kobita yes you create knowledgeable lol are weekness of respond society behind unknowing ideology fanatics it is still against humanity on freedom on discipline on value the are never regonice udaut knowing udaut any region by foolishness of life peace on value on choice against violence against man and woman socially women are safar ing mentely because of family mettar unconseunes of knowledge thought truth today is defarent darecsion of women on value journey of life yes should be women right iqual man and woman broth are recpet iqual same right value on discipline on freedom that so my darection actions reality of women power discipline on value and unity power of women mast stands women right it rule of law justice sistam sanatani Drama direction wisdom of light new generation azucation sistam self conseuiness of knowledge who to on recpet on freedom on discipline on value journey of life it daily loving Staley who to mentening on self discipline belence of limit it not human life living game it peace full soul love harmony freedom beauti of smiles colour language art of glory of women beauti and power of women delegates power full soul can do everything is truth of light constitution discipline of light radhey radhey

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 2 ปีที่แล้ว

    sunil Babu challe gelen upahar nira amader jonno rekhe galen

  • @mahmudulhakimtanvir3693
    @mahmudulhakimtanvir3693 7 ปีที่แล้ว +10

    আমি শ্রীকান্তে মজেছি। বাহ!!

  • @sayansarkar1273
    @sayansarkar1273 4 ปีที่แล้ว +2

    Suniler nira,jibonanander bonolata sen r srijator ranjini keo har manai

  • @surabhipaik786
    @surabhipaik786 ปีที่แล้ว

    নির্মল তুমি কোথায় সোনা বাবু আমার

  • @banglasolution2949
    @banglasolution2949 6 ปีที่แล้ว +6

    অসাধারণ ভিডিও, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে

  • @isratjahanantora8306
    @isratjahanantora8306 6 ปีที่แล้ว +89

    কবিতা থেকে অসাধারণ কিছু এই পৃথিবীতে নেই।😍😍😍

    • @Trimrngel
      @Trimrngel 5 ปีที่แล้ว +1

      হে ঠিকই বলছেন

    • @princesatya7313
      @princesatya7313 4 ปีที่แล้ว +1

      🧡🧡🧡

    • @sngoswami6053
      @sngoswami6053 4 ปีที่แล้ว +1

      Kisui হয় নি

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 ปีที่แล้ว +1

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

    • @sasilgaming9323
      @sasilgaming9323 3 ปีที่แล้ว

      @@princesatya7313 L0

  • @gourhariojha9991
    @gourhariojha9991 6 หลายเดือนก่อน

    আজকের রবীঠাকুর , সুনীল ।
    প্রনাম !

  • @rumpabanerjee3017
    @rumpabanerjee3017 7 ปีที่แล้ว +8

    apna k bhalo basi....apnar bola ...apnar gola.... apnar dhoron... r apnar saj... joto dekhi joto suni aroo arooo bhalo lage...

    • @UDAN-o4y
      @UDAN-o4y 6 ปีที่แล้ว

      Rumpa Banerjee

    • @swapankumarganguly553
      @swapankumarganguly553 5 ปีที่แล้ว

      অসাধারণ ভিডিও মন ভরে গেল।

  • @prosenjitmondal8394
    @prosenjitmondal8394 4 ปีที่แล้ว +3

    Asadharan

  • @NaharAndSon
    @NaharAndSon 3 ปีที่แล้ว

    Nice.subscribe korece

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 ปีที่แล้ว

    Bratati madam apni. Ananya

  • @debasishsarkar7540
    @debasishsarkar7540 4 ปีที่แล้ว

    "Mea Dugga" Kobe tomar delta pabo?amar mobile no dilam 9332322806
    Jodi sujog hoy tahole ph koro.

  • @hasemali2201
    @hasemali2201 3 ปีที่แล้ว

    Aapar seherata Khub Sundar...,
    Aar golata darun....
    Sundarata, golata, aabriti...
    Eaisab miliye aapnake eak rakam asanmaniyo mohila sajiye diyeshye
    Eak bichitra bhadra mahila...
    Jen pase dariye thakteparile kisu Jen ajana, atripti, anubhuti......

  • @farjanaakter759
    @farjanaakter759 3 ปีที่แล้ว +1

    প্রতিদিনের সকাল আপনার আবৃত্তি শুনে শুনে কাটানো হয়।

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 ปีที่แล้ว

    Konodin purano haina

  • @শব্দমালা-ট৫ল
    @শব্দমালা-ট৫ল 3 ปีที่แล้ว +3

    অপূর্ব দিদি,মন ভরে গেল 🙏

  • @abhijittalapatra8205
    @abhijittalapatra8205 4 ปีที่แล้ว +1

    পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু আমাদের সুনীল থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।

  • @surabhipaik786
    @surabhipaik786 ปีที่แล้ว

    চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

  • @sayanpandit4664
    @sayanpandit4664 ปีที่แล้ว

    সুনীল মানে প্রেম, বিষাদ ও প্রতিবাদের নতুন প্রতিচ্ছবি। সুনীল মানে ভালবাসা, জীবন উপভোগ করার প্রেরণা

  • @SHneel
    @SHneel 2 ปีที่แล้ว +1

    অসাধারণ.. হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল।

  • @PwAiims
    @PwAiims 2 ปีที่แล้ว

    কোনো দিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি।খুব ইচ্ছে ছিল গুরু বানাবো।সেটা তো সম্ভব হলো না,তাই শুনে শুনে ই মুগ্ধ হই।আর নিজেকে শিষ্য বলে মনে করি।কিছু টা একলব্য এর মত🖤🖤🖤

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 ปีที่แล้ว +1

    অপূর্ব অপূর্ব আপনার কণ্ঠের কারুকাজ!

  • @ShakeraNasrin
    @ShakeraNasrin 2 หลายเดือนก่อน

    সাবলীল উচ্চারণ, উপস্থাপন
    অনেক ভালোলাগা, অনেক ভালোবাসা।

  • @nusratkamal9884
    @nusratkamal9884 7 หลายเดือนก่อน

    অনবদ্য !!!

  • @shyamalsom9194
    @shyamalsom9194 ปีที่แล้ว +1

    You dear excellent
    Poet Sunil long live
    Thanks to Vratoti

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 ปีที่แล้ว

    Nice subha sakal

  • @জীবনেরজলছবি
    @জীবনেরজলছবি 7 ปีที่แล้ว +6

    আমিও নির্বাসন যেতে চাই,,,,,,,, সুনীল আকাশ

  • @sujitrkobitasono4021
    @sujitrkobitasono4021 2 ปีที่แล้ว

    Sunil babur kobita ,apnar konthe khub valo lage

  • @maqu21
    @maqu21 2 ปีที่แล้ว

    " Kobita' you are my kobita.. 🌹.... Opurbo.. thanks.

  • @bijayakoner6100
    @bijayakoner6100 8 หลายเดือนก่อน

    অপূর্ব

  • @artsudeshnaganguly2104
    @artsudeshnaganguly2104 5 ปีที่แล้ว +1

    Oshadharon....khunje berachhilam kobita gulo....

  • @koushikbasak622
    @koushikbasak622 8 ปีที่แล้ว +7

    u r great didi, we all love and respect u......god bless u....

  • @bidishabanerjee724
    @bidishabanerjee724 7 หลายเดือนก่อน

    Apurbo apurbo Gaye kanta diye uthchhilo goose bumps ashadharon bhalo lage..thanks

  • @ponktiaddrita6274
    @ponktiaddrita6274 7 ปีที่แล้ว +8

    Valobasha!!!! ❤❤❤❤❤❤❤❤❤

  • @akashmajumder8072
    @akashmajumder8072 6 ปีที่แล้ว +4

    অসাধারণ

  • @ahfveinff8416
    @ahfveinff8416 4 ปีที่แล้ว +1

    দারুণ দারুণ দারুণ. Marvelous.

  • @snehaguha6396
    @snehaguha6396 5 ปีที่แล้ว +5

    5:49...Neerar Aushukh.... My fvrt 🖤🖤

    • @satyalalmondal4448
      @satyalalmondal4448 3 ปีที่แล้ว

      কবিতা জীবনের দর্শন ।এই দর্শন বেচে থাকার রসদ । আমাদের বলে দেয় আমাদের বাস্তবকে ।

  • @jhumkigoswamy
    @jhumkigoswamy 3 ปีที่แล้ว

    আহা, এ শুধু ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব।

  • @nihalranjanmondal8393
    @nihalranjanmondal8393 3 ปีที่แล้ว

    ডুব দিতে মুক্ত নিলাম সাগর থেকে। নান্দনিক 🙏🙏🙏 ভালোবাসা নিরন্তর 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
    ভালো থাকবেন সবসময় এই শুভ কামনা রইল আগামীর জন্য ❤️🔴🔴🔴🔴🔴

  • @SelimSk-gv5ko
    @SelimSk-gv5ko 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর একটি

  • @ipsitadhara2403
    @ipsitadhara2403 6 ปีที่แล้ว +2

    Osadharon laga6a👌👌👌

  • @samarsarkar1142
    @samarsarkar1142 4 ปีที่แล้ว +3

    বেশি করে কি আর বলবো,,,, শুধু এত টুকু বলতে পারি এই মুহুর্তে মনটাকে খুশিতে আনন্দে ভরিয়ে দিয়েছে এই কন্ঠ শিল্পী তুমি প্রণাম নিও,,, 🙏🙏🙏

  • @supriyokundu6390
    @supriyokundu6390 6 ปีที่แล้ว +1

    jongola ak unmadine .... ai kobita ta pa66e na plz ota sunta chy

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 ปีที่แล้ว

    Sunil sagare dubdilam bratati madam ke dhonnobad

  • @sanghatihaldar3043
    @sanghatihaldar3043 3 ปีที่แล้ว

    তোমাকে আমার তোমার বয়সের সবকিছু দিতে ইচ্ছে হয় নবীন কিশোর ! অসাধারণ ।

  • @shyamalsom9194
    @shyamalsom9194 ปีที่แล้ว +1

    My salutation to the writer and respect to the Poet.and all.

  • @TitliTitu-r6o
    @TitliTitu-r6o 4 หลายเดือนก่อน

    "Ao prempotro" kobita ta jotobar e suni totobar e chokhe jol chole asa😢

  • @Trimrngel
    @Trimrngel 5 ปีที่แล้ว +2

    দিন দিন ব্রততী আপুর আবৃত্তির প্রেমে
    পারে যাচ্ছি

  • @shabnamrahman4113
    @shabnamrahman4113 3 ปีที่แล้ว

    Kobeta amader na bolaa, jomee thakaa kostoo, anondoo, oviman, seraa tan puraa taa kolpona tyy bejee uthaa surr

  • @chandandutta5888
    @chandandutta5888 ปีที่แล้ว

    অসাধারণ মনের মধ্যে দাগ কেটে গেলো ধন্যবাদ।

  • @achatterjee104
    @achatterjee104 5 ปีที่แล้ว +3

    Duto kobitar modhhe ektu gap thaka darkar..r kobitagulo ektu vab onujayi sajano vison darkar

  • @surabhisen890
    @surabhisen890 3 ปีที่แล้ว +2

    মন ভরে গেলো❤️

  • @ranabhaivlogs2103
    @ranabhaivlogs2103 7 ปีที่แล้ว +15

    অসাধরন কিছু সময় কাটল.

  • @santanudutta3804
    @santanudutta3804 7 ปีที่แล้ว +13

    Poet Sunil Gangopadhyay is unparallel.

  • @sanjibkumardas5559
    @sanjibkumardas5559 8 ปีที่แล้ว +4

    Awesome

  • @SumiyaIslam-ml3pp
    @SumiyaIslam-ml3pp 7 ปีที่แล้ว +4

    sundor

  • @jollydatta6410
    @jollydatta6410 ปีที่แล้ว

    Jnv c VM
    M

  • @bikramjitroy7961
    @bikramjitroy7961 4 ปีที่แล้ว +4

    আহা ❤💚

  • @anitakhanra2916
    @anitakhanra2916 2 ปีที่แล้ว

    আমি আপনার বড়ো ভক্ত

  • @missshalini83
    @missshalini83 4 ปีที่แล้ว +1

    Ashadharon anubhuti ....

  • @royking814
    @royking814 5 ปีที่แล้ว +1

    Nice.....khubsundor

  • @shahidulalam8466
    @shahidulalam8466 6 ปีที่แล้ว +3

    kobeeta !! Aha !!!

  • @paramitasanyal2625
    @paramitasanyal2625 4 ปีที่แล้ว +1

    Ami sompurno tripto!

  • @sharmila_banerjee
    @sharmila_banerjee 5 ปีที่แล้ว +2

    অসাধারণ 👌👌♥️♥️

  • @rumaroy7228
    @rumaroy7228 5 ปีที่แล้ว +1

    Asombhob sundor

  • @কবিতারমায়াজাল-ন৫ঝ

    এতো সুন্দর হয় কেন বলেন তো?

  • @daisyghoshagarwala304
    @daisyghoshagarwala304 4 ปีที่แล้ว

    Tumaka khub valo laga karon tumi j amar kache akto bachi mag balika

  • @farjanaakter759
    @farjanaakter759 3 ปีที่แล้ว

    তুমি অসম্ভব সুন্দর আবৃত্তি করো। ভালোবাসি❤️

  • @সায়নদাস-ফ৩ম
    @সায়নদাস-ফ৩ম 3 ปีที่แล้ว +1

    কবিতার কাছে আরেক কবিতা,
    আশ্রয়।

  • @saimunrup0m127
    @saimunrup0m127 4 ปีที่แล้ว

    আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না,,🌼,কেননা আমি অন্য রকম ভালোবাসার হিরের গয়না ,,🌼, শরীরে নিয়ে জন্মেছিলাম ,,
    🌼,🖤,🌼

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 ปีที่แล้ว

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

  • @bdchannel6040
    @bdchannel6040 4 ปีที่แล้ว +1

    Khub sundor

  • @susantadas1089
    @susantadas1089 9 หลายเดือนก่อน

  • @sanjidaamy.
    @sanjidaamy. 4 ปีที่แล้ว

    নীরার অসুখ কবিতাটা গুগলে সার্চ করলে আবৃত্তির পুরো কবিতাটা কেন আসেনা? 🙁 অন্য একটা কবিতা আসে৷

  • @beautysaha4402
    @beautysaha4402 3 ปีที่แล้ว

    Ki osomvab mohima Tomar voice e...