যতবার 'মন্দ মেয়ে' শুনি ততবারই হৃদয়টা কেঁদে ওঠে। সামলানো যায় না। হাজার বছরে ও তোমার এই সব কবিতা মানুষকে কাঁদাবে, ভাসাবে। মেয়েদের মনের কথা হৃদয় দিয়ে লিখেছো, কালী দিয়ে নয়। এত সত্যি আর হয় না। তার উপর ব্রততী ও তোমার কবিতাপাঠ তুলনাহীন, ছবির মত মনের মণিকোঠায় ফুটে ওঠে। এত সুন্দর স্মৃতি তোমাদের অবর্তমানে ও চিরজাগ্রত হয়ে থাকবে। শতায়ু হও দুজনেই। ভাল থেকো।
অসাধারণ তো বটে,তার থেকে আরও কিছু আছে !!! শানিত অস্ত্র লাগেনা একটা কলম আর মূল্যবোধ নারী নারীকে মুল্য বোধ বলে দেয়।ধন্য ব্রততী ও তসলিমা,আমরা সকলে তোমাদের জন্য গর্বিত।খুব ভালো লাগলো,ভালো বাসি তোমাদের।তোমাদের মঙ্গল হোক,জয় হোক,তোমাদের দীর্ঘজীবন কামনা করি। ❤️❤️❤️
তসলিমা নাসরিনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর আমার প্রিয়র প্রিয় ব্রততী ম্যামকে কুর্ণিশ অহর্নিশ। বারবার শুনি শুনতেই থাকি,,,, দুই মহিয়সী নারীর জন্য শুভকামনা রইলো। দীর্ঘায়ু কামনা করি 🙏
ঠিক কতোটা ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না। তাছাড়া দু'জনেই বড় পছন্দের মানুষ। অনেক অনেক ধন্যবাদ আমাদের কষ্ট গুলো এভাবু তুলে ধরার জন্য 💜❤️💙🧡🤎❤️ তবে এতো বেশি এড😭😭😭😭
শিরোনাম : আমার স্থান আমার এক বন্ধু সুধায় মোর নিকটে ____ আমার কবিতা কি শুধুই বঙ্গদেশের সঙ্গে যুক্ত! ভারতের মাটিতে নেই তার কোনো ঠাঁই? আমি নাকি সব ভুল কথা লিখে যাই! ওসব আবোলতাবোল লেখা ছাড়ো, এবার সংসারের হালটা ধরো। ওহে মিত্র, তোমার বলা কি হয়েছে শেষ? এবার আমার কথা করি পেশ! তুমি মন দিয়ে শোনো বেশ! তবে বলি শোনো তব নিকটে ___ তুমি কেনো জন্মিলে মনুষ্য রূপে? কেনো এলে এই পৃথিবীতে! স্থান হলো না কেনো তোমার মঙ্গল গ্রহতে! বলতে কি পারো তুমি আমার নিকট? আর ভুলের কথাই যদি বলো __ তবে আমি বলি তুমি শোনো, ভুল করে সমগ্র জীবকুল। ভুল থেকেই শিক্ষা নিতে হয়, সবাই তো তোমার মতো বীজ্ঞ পণ্ডিত নয়! আমার লেখা যদি আবোলতাবোল হয়, তবে হোক। তোমার মতো দেখবে কিছু পণ্ডিত লোক! ঠিক করে দেবে আমার ভুল - ভ্রান্তি, এটাই বীজ্ঞদের কাছে আমার মিনতি। আর রইলো বাকি সংসার! তুমি ভুল করছো, আমি ছাড়িনি তার হাল। মন দিয়েই করছি সংসার, বলার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি জনাব ।।
শিরোনাম : পিঠে -পুলি কলমে রূপালী সাহা তারিখ : 8.12.2020 পায়ে ফেলিয়া ঘাম চাষি কাটিয়ে আনে ধান এদৃশ্য দেখা যায় যেকোনো গ্রামে গেলে। নতুন ধান ভাঙে মায়েরা আগে হতো ঢেঁকিতে এখন হয় মেশিনে তা। নতুন চালের ভাত আর হয় পায়েস বাড়ির সবাই সেদিন করে খুব আয়েস। নবান্নে চাল গুড়ি আর থাকে চিঁড়া - মুড়ি বোঁদে জিলাপি আরও থাকে কত কি । ভাঁজাভুঁজি থাকে অনেক গোনা সব যায় না। এমন কিছু থাকে যা অন্যদিন কেউ খায় না।। কলাইয়ের ডাল আর তার বড়া আর থাকে পুকুরের মাছভাজা কড়া। উঠোনে সবাই বসে নব অন্ন খায়। মহিলারা উঠোন ময় আলপনা দেয়।। সে সব আজ অতীত ভুলে গিয়েছি মোরা।
অসাধারণ লেখনী,,সহজ, সরল, ও প্রাঞ্জল, ভাষায় অপূর্ব পাঠ ও আবৃত্তি। বার বার একটি কথাই মনে বাজতে থাকে,,,, "নারী কে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার ,,, হে বিধাতা,,, ""
অসাধারণ দিদি তুমি... আর কবি দিদি তুমি তো আমার প্রিয় একটা দিদি.. দুই প্রিয় দিদির মিলিত প্রয়াস কে আমার অভিনন্দন... প্রতিটা লাইন যেন এক বারুদ এর স্তূপ... অপূর্ব...
কি অসাধারণ লেখা তোমার সুমধুর কণ্ঠ শুনতে শুনতে চোখ ঝাঁপসা হয়ে এলো ইচ্ছে করছে শুনতেই থাকি l কি অসম্বভ শক্তি তোমার কলমে মেয়ে দের নিয়ে এতো সুন্দর লেখা তোমায় স্যালুট
তসলিমা নাসরিনের এই যে মূল্যবোধ , তাঁর কলমে সদা-বিদ্যমান । নারীর সম্মান ও অধিকার নিয়ে প্রশ্ন তুলে তাঁর উপর সরকারি ফতোয়া জারী হয়ে যায় । আশ্রিত হতে হয় ভারতের মাটিতে । মহিলাদের , এই সমাজে পুরুষ শাসিত সমাজের শাণিত রক্তচক্ষুর বিরুদ্ধে গর্জে ওঠার নাম -- তসলিমা নাসরিন ।
এক অসাধারন আবৃতী কী লিখবো ভেবে পাচ্ছি না, মেয়ে নিয়ে যতটা ভাবা যায় সমস্ত কিছুই ফুটিয়ে তুলেছেন। ভাবনা এবং লেখা এক অন্যন্য প্রতিভার পরিচয় দিয়েছেন। সত্যিই আমি একবারও মনে করিনি যে এখানে পুরুষের বদনাম করা হয়েছে যেটা সত্যি সেটাই বলেছেন।
একদম বাস্তব কবিতা। সেই জন্য অনেক পূরুষের আপত্তি। তবে কি ছু মেয়ে নিজেদের পরিবর্তন করতে পেরেছে। মানে পরিস্থিতি পেয়েছে। উত্তম বাবুকে ধন্যবাদ এইরকম অনুষ্ঠান টি প্রচার করা র জন্য।
নমস্কার, আমি দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। কবিতা করতে ও কবিতা লিখতে খুব ভালোবাসি । কিন্তু নিজের লেখা কোনো কবিতা এর আগে FACEBOOK বা TH-cam এ পাঠাইনি।কাল পাঠালাম । আমার ক্ষুদ্র প্রচেষ্টা 🙏 ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏🙏যদিও আমি নবম শ্রেণীতে পড়ি…… তাই সবরকম ভুল -ত্রুটি মার্জনীয় 🙏🙏🙏 Facebook link-facebook.com/100209891933755/posts/216320256989384/ TH-cam link - th-cam.com/video/6z1dmfIi4wI/w-d-xo.html 🙏🙏🙏🙏🙏🙏
KHUBE SUNDR..SATHEE AKTA KATHEYa purusara akadhick biar porao pronam kori abr ithihasar patIo pora thaki tala purus nari saman boli tala narir kno dos dhori ? Sathee samaj akhono purustantro.... akhan samaj bolacheya nari purus samana saman bodlacheao akhan sabr man te sab kaja akhan nri purus sarbotroo saman saman...nce vdo......NCE VOICE ....NCE VDO....THNX DIDI...............
মেয়েদের জীবনের কোন একটা সময়ের নিঃসগতার -- সত্যি feelings গুলো এখানে প্রকাশ করা হয়েছে -- খুবই সুনদর ভাবে। ফটো গ্রাফি + মেয়েদের জীবনের -- কোন একটা সময়ের মনের ভেতরের না বলা কথা গুলো র -- অভিব্যক্তি টা ও appropriate হয়েছে। তাই দেখতে ভাল লাগল -- যাকে বলে মন ছুঁড়ে গেল। আপনাদের ধন্যবাদ --- video করে দেখানোর জন্য।
সেই কবে ছোট থেকে আমি এই শিল্পীর ভক্ত... অসাধারণ শুনি. অসাধারণ লাগল, বিশ্লেষণ ও অপূর্ব, আমি দুজনের ই অন্ধ ভক্ত। লেখা বলা সবটাই অনবদ্য। আমি নিজেও প্রতিবাদী, মিশে গেলাম
Asadharon apurbo , ami bhasha pachchi na, katota valo laglo seta bornona karar, narir pokhkhei somvob ae asadhdho sadhon kara, akjon nari e pare a vabe tar dukhho kasto sadinota o tar asomman niye avabe sochchar hoye protibad korte,
Ami choto balate khobor ar papers onek ber toslimar sommondhe portam ar onar proti shroddha jagto mone kintu onar kono kichu sei vabe pora hoye othe ni,kintu ajj onar kontho shunlam khub valo laglo❤️❤️❤️❤️❤️❤️tobe kobita ti atto sundor thik jeno moner moto❤️❤️❤️🧡🧡
U r great mm, I'm speechless... आप सच में, स्त्रियों द्वारा भोगी गयी हर सत्य की साक्षी हैं। मेरा कोटि-कोटि प्रणाम स्वीकार करें हे! प्रकृति स्वरूप। 🙏🙏🙏🙏🙏🙏
যতবার 'মন্দ মেয়ে' শুনি ততবারই হৃদয়টা কেঁদে ওঠে। সামলানো যায় না। হাজার বছরে ও তোমার এই সব কবিতা মানুষকে কাঁদাবে, ভাসাবে। মেয়েদের মনের কথা হৃদয় দিয়ে লিখেছো, কালী দিয়ে নয়। এত সত্যি আর হয় না। তার উপর ব্রততী ও তোমার কবিতাপাঠ তুলনাহীন, ছবির মত মনের মণিকোঠায় ফুটে ওঠে। এত সুন্দর স্মৃতি তোমাদের অবর্তমানে ও চিরজাগ্রত হয়ে থাকবে। শতায়ু হও দুজনেই। ভাল থেকো।
কোন ভাষা নেই............অপূর্ব অসাধারণ 🙏🙏🌹🌹👍👍❤️
অসাধারণ। নারী বলে ই হয়তো সমস্ত নারী জাতির দুঃখ কষ্ট বেদনা কে এত সুন্দর করে ফূটিয়ে তুলতে পেরেছেন। আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই।
অসাধারণ সুন্দর হয়েছে
@@tapotidas2960 anabadya.
😊
অপূর্ব অপূর্ব বড়ই দুঃখের কষ্টের নারীর অবহেলিত জীবন কাহিনী।
বড়ই সুন্দর ভাবে ফুটে তোলা হয়েছে। ❤
অসাধারণ তো বটে,তার থেকে আরও কিছু আছে !!! শানিত অস্ত্র লাগেনা একটা কলম আর মূল্যবোধ নারী নারীকে মুল্য বোধ বলে দেয়।ধন্য ব্রততী ও তসলিমা,আমরা সকলে তোমাদের জন্য গর্বিত।খুব ভালো লাগলো,ভালো বাসি তোমাদের।তোমাদের মঙ্গল হোক,জয় হোক,তোমাদের দীর্ঘজীবন কামনা করি। ❤️❤️❤️
অতুলনীয় কবিতা ও পাঠ মুগ্ধ করলো....
দুই দিদিকেই আমার সশ্রদ্ধ প্রণাম ও হার্দিক ভালোবাসা 🙏🙏❤❤🌹🌹
তসলিমা নাসরিনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর আমার প্রিয়র প্রিয় ব্রততী ম্যামকে কুর্ণিশ অহর্নিশ। বারবার শুনি শুনতেই থাকি,,,, দুই মহিয়সী নারীর জন্য শুভকামনা রইলো। দীর্ঘায়ু কামনা করি 🙏
Kbita sunte sunte booke baro batha laglo , sattikatha amon soja duji sona badda dhakka dilo booke. Thanks. Amon aro sunte chai❤❤❤
Darun. Ai gulo sune kobe nari nijer odikar fira pabe jni na kintu apna der salut narir maddya agun ke jaliye dbr jnnto salut apna der just osm
এক কথায় অসাধারণ❤️❤️❤️
দুজনেই পছন্দের ও ভালোবাসার মানুষ তাদের অসাধারণ গুণের জন্য❤️❤️❤️
অপূর্ব,অসাধারণ,অনবদ্য প্রতিটি শব্দ ও তার উচ্চারণ।শুধুই মুগ্ধতা।🙏🙏😍😍
Ascdhar mam
ঠিক কতোটা ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না।
তাছাড়া দু'জনেই বড় পছন্দের মানুষ।
অনেক অনেক ধন্যবাদ আমাদের কষ্ট গুলো এভাবু তুলে ধরার জন্য 💜❤️💙🧡🤎❤️
তবে এতো বেশি এড😭😭😭😭
Apnader koshto..🤣🤣🤣🤣🤣
@@biswanathsaha6882 mylovetaslima
দুই দিদির পায়ে আমার শতকোটি প্রনাম। কি অপুর্ব নিবেদন দিদিদের কন্ঠে শুনে মন প্রান ভরে গেল। মননে স্মৃতি হয়ে থাকলো।
বারবার বারবার শুনতে চাই বুঝতে চাই নিজেকে চিনতে চাই উঠে দাঁড়াতে চাই
Taslima ami apnar gunomugdha
@@gitasreechowdhury2267
A
অপূর্ব!!!!!!!!!আপনারা দুই জনে ই আমার খুব খুব প্রিয়। ❤💚🧡😊😊😊
pl
শিরোনাম : আমার স্থান
আমার এক বন্ধু সুধায় মোর নিকটে ____
আমার কবিতা কি শুধুই
বঙ্গদেশের সঙ্গে যুক্ত!
ভারতের মাটিতে নেই তার কোনো ঠাঁই?
আমি নাকি সব ভুল কথা লিখে যাই!
ওসব আবোলতাবোল লেখা ছাড়ো,
এবার সংসারের হালটা ধরো।
ওহে মিত্র,
তোমার বলা কি হয়েছে শেষ?
এবার আমার কথা করি পেশ!
তুমি মন দিয়ে শোনো বেশ!
তবে বলি শোনো তব নিকটে ___
তুমি কেনো জন্মিলে মনুষ্য রূপে?
কেনো এলে এই পৃথিবীতে!
স্থান হলো না কেনো তোমার মঙ্গল গ্রহতে!
বলতে কি পারো তুমি আমার নিকট?
আর ভুলের কথাই যদি বলো __
তবে আমি বলি তুমি শোনো,
ভুল করে সমগ্র জীবকুল।
ভুল থেকেই শিক্ষা নিতে হয়,
সবাই তো তোমার মতো বীজ্ঞ পণ্ডিত নয়!
আমার লেখা যদি আবোলতাবোল হয়,
তবে হোক।
তোমার মতো দেখবে কিছু পণ্ডিত লোক!
ঠিক করে দেবে আমার ভুল - ভ্রান্তি,
এটাই বীজ্ঞদের কাছে আমার মিনতি।
আর রইলো বাকি সংসার!
তুমি ভুল করছো,
আমি ছাড়িনি তার হাল।
মন দিয়েই করছি সংসার,
বলার জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন আপনি জনাব ।।
শিরোনাম : পিঠে -পুলি
কলমে রূপালী সাহা
তারিখ : 8.12.2020
পায়ে ফেলিয়া ঘাম চাষি কাটিয়ে আনে ধান
এদৃশ্য দেখা যায় যেকোনো গ্রামে গেলে।
নতুন ধান ভাঙে মায়েরা
আগে হতো ঢেঁকিতে এখন হয় মেশিনে তা।
নতুন চালের ভাত আর হয় পায়েস
বাড়ির সবাই সেদিন করে খুব আয়েস।
নবান্নে চাল গুড়ি আর থাকে চিঁড়া - মুড়ি
বোঁদে জিলাপি আরও থাকে কত কি ।
ভাঁজাভুঁজি থাকে অনেক গোনা সব যায় না।
এমন কিছু থাকে যা অন্যদিন কেউ খায় না।।
কলাইয়ের ডাল আর তার বড়া
আর থাকে পুকুরের মাছভাজা কড়া।
উঠোনে সবাই বসে নব অন্ন খায়।
মহিলারা উঠোন ময় আলপনা দেয়।।
সে সব আজ অতীত
ভুলে গিয়েছি মোরা।
অসাধারণ লেখনী,,সহজ, সরল, ও প্রাঞ্জল, ভাষায় অপূর্ব পাঠ ও আবৃত্তি। বার বার একটি কথাই মনে বাজতে থাকে,,,, "নারী কে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার ,,, হে বিধাতা,,, ""
Kobitati ki taslima mam er lekha?
কবিতা টা শুনতে শুনতে বুকের মধ্যে একটা ব্যাথা অনুভব করছিলাম । সত্যি হয়তো আমরা মেয়েরা মৃত্যু ছাড়া শান্তি পাব না । 😢😢😢😢😢😢
অসাধারণ দিদি তুমি... আর কবি দিদি তুমি তো আমার প্রিয় একটা দিদি.. দুই প্রিয় দিদির মিলিত প্রয়াস কে আমার অভিনন্দন... প্রতিটা লাইন যেন এক বারুদ এর স্তূপ... অপূর্ব...
কি অসাধারণ লেখা তোমার সুমধুর কণ্ঠ শুনতে শুনতে চোখ ঝাঁপসা হয়ে এলো ইচ্ছে করছে শুনতেই থাকি l কি অসম্বভ শক্তি তোমার কলমে মেয়ে দের নিয়ে এতো সুন্দর লেখা তোমায় স্যালুট
th-cam.com/video/RooqntDR20I/w-d-xo.html
Ami sakti pay majboot hote
তসলিমা নাসরিনের এই যে মূল্যবোধ , তাঁর কলমে সদা-বিদ্যমান ।
নারীর সম্মান ও অধিকার নিয়ে প্রশ্ন তুলে তাঁর উপর সরকারি ফতোয়া জারী হয়ে যায় । আশ্রিত হতে হয় ভারতের মাটিতে ।
মহিলাদের , এই সমাজে পুরুষ শাসিত সমাজের শাণিত রক্তচক্ষুর বিরুদ্ধে গর্জে ওঠার নাম -- তসলিমা নাসরিন ।
অসাধারণ পাঠ ও কবিতা আবৃত্তি ।তুলনা হয়না।
অদ্ভুত সুন্দর আবৃত্তি পরিবেশন করেছেন ।মেয়েদের বর্তমান অবস্থা খুব ভালো করেই বোঝানো হয়েছে।
I m spellbund
অতুলনীয় সবটুকুই
Osadharan, didibhai, tomer kachey beshidin sikhini, tobuo ja pari tomer inspiration, tumi o Toslima di key anake pranam, tomrai protibader mukh meye der. 🙏🙏❤️🌹
th-cam.com/video/rrcb60XBq_M/w-d-xo.html
সব মেয়েদের এই কবিতা টি শুনে মেয়েদের অস্তিত্বের প্রমাণ পাবেন। অসাধারণ
th-cam.com/video/rrcb60XBq_M/w-d-xo.html
কী অদ্ভুত বিশ্লেষণ ও কবিতা! চরম উপলব্ধির প্রকাশ এই ভিডিওটি। শ্রদ্ধা ও অভিনন্দন দু'জনকে। ❤🙏
দুজনেই আমার বড়ো প্রিয় মানুষ।দুজন কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।🌹🌹🌹
th-cam.com/video/rrcb60XBq_M/w-d-xo.html
❤👌
এক অসাধারন আবৃতী কী লিখবো ভেবে পাচ্ছি না, মেয়ে নিয়ে যতটা ভাবা যায় সমস্ত কিছুই ফুটিয়ে তুলেছেন। ভাবনা এবং লেখা এক অন্যন্য প্রতিভার পরিচয় দিয়েছেন। সত্যিই আমি একবারও মনে করিনি যে এখানে পুরুষের বদনাম করা হয়েছে যেটা সত্যি সেটাই বলেছেন।
Taslima madam ke koti koti pronam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
একদম বাস্তব কবিতা। সেই জন্য অনেক পূরুষের আপত্তি। তবে কি ছু মেয়ে নিজেদের পরিবর্তন করতে পেরেছে। মানে পরিস্থিতি পেয়েছে। উত্তম বাবুকে ধন্যবাদ এইরকম অনুষ্ঠান টি প্রচার করা র জন্য।
আমার শ্রদ্ধা ও ভলোবাসা,ভালোলাগার মানুষ তসলিমা নাসরিন।
th-cam.com/channels/mOq4dQxBZaSdSIixm4CAwg.html
Asadharon kobita path ,apnara dujone I amar bhison priyo r sraddhar , pronam🙏🙏
প্রতিটি কথাতেই যেন বারবার নিজেকেই ফিরে পাই,কখন যে দুই চোখে জল গড়িয়ে পড়ছে আমি বুঝতে ই পারিনি
ভাষা হারিযে ফেলেছি। মুগ্ধতা অবিরাম🌼🌼
মন্দ মেয়ে, কবিতা খুবই ভালো লাগলো। ভিডিও টি ডাউনলোড করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ব্রততী ম্যাডাম এবংতসলিমা নাসরিন 🎉 খু
্যাডাম আমার খুবই দুজনকেই ভাল লাগে।
অপূর্ব সুন্দর,,,মোহিত হলাম,,,দিদিদের জন্য অনেক ধন্যবাদ ও প্রণাম ,,,
Excellent recitation and expression of reality.
th-cam.com/video/rrcb60XBq_M/w-d-xo.html
Khub valo apnar kobita abriti
আপনার কবিতা গুলো খুব ভালোলাগে খুব সুন্দর হয়েছে আপনার কবিতা টা শুনতে খুব ভালোলাগে আমার
নমস্কার, আমি দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। কবিতা করতে ও কবিতা লিখতে খুব ভালোবাসি । কিন্তু নিজের লেখা কোনো কবিতা এর আগে FACEBOOK বা TH-cam এ পাঠাইনি।কাল পাঠালাম । আমার ক্ষুদ্র প্রচেষ্টা 🙏 ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏🙏যদিও আমি নবম শ্রেণীতে পড়ি…… তাই সবরকম ভুল -ত্রুটি মার্জনীয় 🙏🙏🙏
Facebook link-facebook.com/100209891933755/posts/216320256989384/
TH-cam link - th-cam.com/video/6z1dmfIi4wI/w-d-xo.html
🙏🙏🙏🙏🙏🙏
Khub sundor mon vore gelo ,, ❤️❤️sob ktha gulo vison mile gelo 😭😭😭😭 amon tai hoy ,, meye hoye jonmanota vision koster 😭😭😭
Bhaa darun laglo meyeder ai kastogulo k tule dharar jonno
Kaner Santi,moner Santi..aha..
Now-a-days chapris are popular...but this valuable video is underrated ...this is our society
অসাধারণ অসাধারণ🌼🌼🇮🇳🇮🇳👍👍🌅🌅🌻🌻🌈
KHUBE SUNDR..SATHEE AKTA KATHEYa purusara akadhick biar porao pronam kori abr ithihasar patIo pora thaki tala purus nari saman boli tala narir kno dos dhori ? Sathee samaj akhono purustantro.... akhan samaj bolacheya nari purus samana saman bodlacheao akhan sabr man te sab kaja akhan nri purus sarbotroo saman saman...nce vdo......NCE VOICE ....NCE VDO....THNX DIDI...............
মেয়েদের জীবনের কোন একটা সময়ের নিঃসগতার -- সত্যি feelings গুলো এখানে প্রকাশ করা হয়েছে -- খুবই সুনদর ভাবে। ফটো গ্রাফি + মেয়েদের জীবনের -- কোন একটা সময়ের মনের ভেতরের না বলা কথা গুলো র -- অভিব্যক্তি টা ও appropriate হয়েছে। তাই দেখতে ভাল লাগল -- যাকে বলে মন ছুঁড়ে গেল। আপনাদের ধন্যবাদ --- video করে দেখানোর জন্য।
Asadaran ......
Ami chai kabita duniyar sakol vasay procharito hok.
Taslima Nasrin wounuful realistic wonderful story wring excellent thanks
Khub Sundar laglo didi Katha akabara satti Katha 💓💓
Narijatir kathakahiner abirteer itibirta.beshvalo.thanks.
Onek din por akta osadharon kobita sunlam ..❤️
সেই কবে ছোট থেকে আমি এই শিল্পীর ভক্ত... অসাধারণ শুনি. অসাধারণ লাগল, বিশ্লেষণ ও অপূর্ব, আমি দুজনের ই অন্ধ ভক্ত। লেখা বলা সবটাই অনবদ্য। আমি নিজেও প্রতিবাদী, মিশে গেলাম
Khub bhalo laglo
Ki osadharan ...!!! Jontrona besidin sojjho hoiina ...Din bodlachhhe ,bodle jabeiiii
খুব ভালো লাগে আপনার কবিতা আবৃওি
Prothom protisrut khub bhalo lgache.Suborno lota sunte chai.onurodh roilo.
th-cam.com/video/RooqntDR20I/w-d-xo.html
Taslima and Bratati dujanei anabadya.xcellent concept
th-cam.com/channels/mOq4dQxBZaSdSIixm4CAwg.html
Asadharon mon chhuye galo.❤️
Excellent pratibadi meye ke ai society bhalo chokhe dekhe na kintu education thakle nari pratibadi hote badhya kintu take support korbe ke?
এই যে কথাটি বলেছেন, education থাকলে নারী প্রতিবাদী হতে বাধ্য,এই কথাটা১০০%ঠিক। তবে real education হতে হবে অবশ্যই।
তসলীমার মতো বিদ্রোহীনিকে আমার আন্তরিক ভালোবাসা।বন্ধুর পথে চলতে গিয়ে রক্তাক্ত হয়েছো বার বার. …কিন্তু থামোনি,,,,, নিরবিচ্ছিন্ন গৃহকোনের পরিবর্তে , বেছে নিয়েছো নির্বাসন........তোমার জন্য চোখের জল ফেলবো নাাআআআআআআআআ।তোমার জন্যই তো চোখের জল মুছতে শিখেছি। বেঁচে থাকো এমনি করেই শিরদাঁড়া সোজা করে....চিরকাল আমাদের মনে।🙏🙏🙏
th-cam.com/channels/mOq4dQxBZaSdSIixm4CAwg.html
Ashadharon ai kobitata khub valo
কোনো ভাষা নেই.......... অসাধারণ.......
th-cam.com/channels/mOq4dQxBZaSdSIixm4CAwg.html
সুপ্ত আগ্নেয়গিরি, উত্তপ্ত অঙ্গার। সমাজের তিরিশূল।
Asadharon, apurbo ❤❤❤❤
Asadharon apurbo , ami bhasha pachchi na, katota valo laglo seta bornona karar, narir pokhkhei somvob ae asadhdho sadhon kara, akjon nari e pare a vabe tar dukhho kasto sadinota o tar asomman niye avabe sochchar hoye protibad korte,
অসাধারণ 🙏🙏
th-cam.com/video/rrcb60XBq_M/w-d-xo.html
আমি গর্বিত যে আমি নারী ।
th-cam.com/video/RooqntDR20I/w-d-xo.html
❤️🌹
AK kathay Anondo 🎉🎉🎉🎉🎉🎉
অপূর্ব আমার প্রিয়া লেখাটার বর্ণনা শুনলাম মন্ত্রমুগ্ধ হয়ে 🙏🙏🙏🙏🙏
Ami choto balate khobor ar papers onek ber toslimar sommondhe portam ar onar proti shroddha jagto mone kintu onar kono kichu sei vabe pora hoye othe ni,kintu ajj onar kontho shunlam khub valo laglo❤️❤️❤️❤️❤️❤️tobe kobita ti atto sundor thik jeno moner moto❤️❤️❤️🧡🧡
th-cam.com/video/RooqntDR20I/w-d-xo.html
খুব সুন্দর।মন ছুয়ে গেলো দিদিভাই
কবিতা ও আবৃত্তির অসাধারণ মেলবন্ধন 💞💞💞
অসাধারণ আবৃত্তি এবং সময়োপযোগী
অসাধারন, এতো ভালো লাগছে ভাষা দিয়ে বুঝানোর শব্দ আমার কাছে নেই
Beautiful words and sentences lam complete speechless
দুজনেই অতি প্রিয় ,অপূর্ব
th-cam.com/channels/mOq4dQxBZaSdSIixm4CAwg.html
বাহ, ধন্যবাদ তাসলিমা,ব্রততী দিদিভাই।।কিন্তু ঈশ্বরকে গালি দিও না প্লিজ।ভালো থেকো
I like this story
It was a great player
অসাধারণ আবৃত্তি করেছেন দুজনে। তসলিমা দিদি আপনার সৃষ্টির তুলনা হয়না।
অনন্য, অসাধারণ। নারী র বছর
অনণ্য, অসাধারণ। ধন্যবাদ।
Any words are less to gratitude for the theme and writtings. Amazing!
🙏🙏🙏
অসাধারন
Chokh e jol ase poem gulo khub e vlo heart attach ❤️
অতুলনীয় অসাধারন ভাষায় প্রকাশ করতে পারছিনা।
U r great mm, I'm speechless... आप सच में, स्त्रियों द्वारा भोगी गयी हर सत्य की साक्षी हैं। मेरा कोटि-कोटि प्रणाम स्वीकार करें हे! प्रकृति स्वरूप। 🙏🙏🙏🙏🙏🙏
Ato sundor lekha, khub valo laglo ❤
অসাধারণ
Ashadharan
Excellent,🙏🙏❤️❤️❤️
Di❤❤❤❤❤❤
অসাধারন
ব্যাস্তবচিত্র🥀🥀🥀🥀
Asadharon.👍🙏
আংশিক হলেও নিজেকে যেন আবিষ্কার করলাম ...অসাধারন লেখনী ...
অসাধারন অসাধারন
No doubt writer great
Ashadharan 🙏🙏🙏
অপূর্ব। খুব ভালো
অনবদ্য।
কবিতা সেজে যখন কোন এক মনের কথা অন্য এক মনে যায় তখন সেই মনের আবার জীবন্ত হতে ইচ্ছে হয়...গদ্য হয়ে জীবন আবার বাঁচার সাহস পায়।
ততথুঢ়্যৎৎৎৎউ
Very nice and meaningful Truth ।
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
আপনার কবিতা আবৃত্তি আমার খুব ভালো।