বাংলাদেশ থেকে চেন্নাই এসে তামিলদের আচরণ,কাজের প্রতি আন্তরিকতা ও শৃঙ্খলা দেখে মুগ্ধ হচ্ছি।অনেক কিছুই শিক্ষনীয় আছে ওদের কাছে। ওরা নিজের দেশ ও ভাষার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল।
তামিল সিনেমা দেখলেও বাস্তবে তামিল গ্রাম আগে দেখা হয় নি। গ্রামটি দেখে মনে হলো তামিল নাড়ুর গ্রামীণ জীবন বেশ সচ্ছল। পরিবেশ সচেতন। বাড়ি ঘর, রাস্তা ঘাট বেশ পরিস্কার পরিচ্ছন্ন।
ধন্যবাদ সুমন ভাই আমি এক ভারতীয় সেই সাপেক্ষে প্রতি নিয়ত আপনার ভিডিও দেখি। কিন্তু আপনার সাহায্য নিজের দেশের নানা বৈচিত্র্য দেখা এটাও একটি আলাদা অনুভূতি । ধন্যবাদ 👏👏
Tamil Nadu অনেক সুন্দর।আমার জীবনে চিকিৎসার উদ্দেশ্যে কয়েকবার গেছি। আমার জীবনে সব মিলিয়ে প্রাই ৫/৬ মাস Tamil এ থাকার সুযোগ হয়েছে,অনেক ভালো লেগেছে।আমার অনেক ইচ্ছা Rameswaram,kanyakumari,oty তে যাবার।দ্রাবিড় জনগোষ্ঠীর আদি নিবাস তামিলে,এজন্যে আমাদের সাথে ওদের চেহারা, বর্ণের অনেক মিল আছে।
Bharote asle bangla bromon korben na karon banglar manush Bangladesh er manusher motoi gorib ar shoytan ami ni jei banglay thaki bharoter banglar manush jodi deke keu egiye jachhe take kivabe niche anbe seta babe abong Bangladesh o same
বাহ। তামিনাড়ুর মানুষরা দেখি আমাদের বাংলাদেশের মানুষের মতই অতিথিপরয়ণ। আগে থেকেই তামিল মানুষের আন্তরিকতার কথা শুনেছি কিন্তু আজকে দেখলাম কি সুন্দর করে ওই কৃষক ভাইটি তরকারি নিয়ে এলো সুমন ভাইয়ের টেস্ট করার জন্য। অসাধারণ একটা অনুভূতি 🇧🇩❤️
@@hasanurrahman5908 so why they don't know English? If any foreigners come our village there are lots of people in our village who can understand their language... But Suumon Vai didn't get a single person who knows English
@@Shiblutheprince ওরা ইচ্ছে করে শিখতে চায় না. ওদের নিজের ভাষা r প্রতি এত টা প্রেম.। বা জানলেও বলবে আমি জানি না। যে সব বাঙালি ra tamil এ থাকে তাদের থেকে শুনেছি। জানলেও বলবে না
তামিল (তামিলনাড়ু র অধিবাসী ) রা সাধারণত খুবই সৎ, পরিশ্রমী, ও মেধাবী, এরা সাধারণত ডাক্তার, প্রফেসর ও ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তবে কৃষিকাজ ও আধুনিক পশুপালন এ ও দক্ষ.
এখন আমি তামিলনাড়ু তে আছি, আট্টু পাট্টু তে কাজ করছি, এদের আন্তরিকতা অনেক ভালো, সুমন ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, আমি রাজশাহী গোদাগাড়ির বাসিন্দা, এদের প্রধান খাদ্য হচ্চে ইডলি ধোসা চ্যাটনি, আমি তামিল ভাসা জানি, ধন্যবাদ সুমন ভাই!
বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার মহান ভারতবর্ষ আমি ভারতের tripura থেকে দেখছি নিজের দেশের বিভিন্ন রাজ্যে যেতে পারিনি তবে দাদা আপনার ভিডিও মাধ্যমে দেখতে পারলাম অদেখা জায়গায় খুব ভালো লাগলো ধন্যবাদ
বাঃ! আজকের ব্লগ টা খুব ভালো লাগলো। আপনার ভিডিও দেখে বাংলাদেশ এর গ্রাম, দেখে মুগ্ধ হয়েছি। আর এবার সাউথ ইন্ডিয়া র গ্রাম ও আপনি সমান দরদ দিয়ে দেখালেন। ঐ যে আগাছা গাছ , সেটি ভারতের রুক্ষ অঞ্চলে দেখা যায়। এখানে নারী পুরুষ সমান ভাবে কাজ করে। বাঙ্গালী নারীদের মত ওরা নয়, খুব খাটতে পারে। এরা সহজ, সরল, ধার্মিক। আন্তরিক ও। আগে আর ও সুন্দর ছিল। যেমন রাত তিনটার মধ্যে ওদের চান করে, পূজো করা হয়ে যেতো। খুব সুন্দর ফুলের মালা মাথায় দিতো। বাড়ীর সামনে রোজ মুগগু (আলপনা) দিতো। সারা পাড়া খুব সুগন্ধে ভরে থাকতো। নারকেল আর তেতুঁল ছাড়া তাদের কোনো খাবার তৈরী হয় না 😄। আর সবজির দোকানে যে টা দেখলেন ওটা সবজি। নাম স্কোয়াশ, পেঁপে জাতীয়। আমাদের, জলপাইগুড়ি অঞ্চলে খুব ফলন হয়। ধন্যবাদ ভাই 🙏🤗
@@SalahuddinSumon vai Tamil Nadu jokon gachen,...kanyakumari r Vivekananda memorial rock jaben...khub sundor jayga,.....r parle Rameswaram o kintu jaben,....
@@rockbaban6453 হ্যা, তেমন বাঙালিদের খাবার খেলে ওদের ও বমি চলে আসে। রান্না ভালো মন্দ সব দেশেই আছে। পয়সা খরচ করলে ভালো মানের খাবার পাওয়া যায়, সেটা খেলে আর বাঙ্গালী রান্না মুখে দেওয়া যাবে না। ওদের আবহাওয়া যেমন টক খাওয়া খুব জরুরী। ওরা একটু বেশী কাজ করে তো, শুয়ে বসে আরাম করতে পারে না।
আমি বাংলায় মুভি এক্সপ্লেন করি। @chalocinemadekhi এই চ্যানেলটিতে। যদি আপনি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে ঘুরে আসতে পারেন চ্যানেলটিতে।salahuddin ভাই আপনার ভিডিওগুলো সত্যি অসাধারণ লাগে।
সুমন ভাই, ভাষা না জানায় আপনার এই অকৃত্রিম রূপবৈচিত্র ধারণ করা ভিডিওটি এক অনন্য সৌন্দর্যে উদ্ভাসিত। মুগ্ধ হলাম গ্রামীণ তামিলনাড়ুর সৌন্দর্যে। মনের মাঝে দু:খের অনুভূতিও জেগে উঠলো। আমাদের গ্রামগুলিও একসময় এমন সুন্দর ছিল। লন্ডন থেকে অভিবাদন
Brainwashed into accepting hindi rule. How the hell can you have unity in diversity? That's a contradictory statement- an oxymoron. The South Lands Dravidian, most refuse to speak hindi. They want thier own land independent from the imperial hindi rulers. Only homogenous countries survive, and Empires collapse. Current Indian states are historic kingdoms all with her own language, script culture, language. India is an empire, and history tells that all Empires collapse because the people are far too diverse, and eventually the ethnic groups call for their own destiny and self determination in the form of thier own country and flag.
" বিবিধের মাঝে দেখো মিলন মহান ! " এই আমার মাতৃভূমি , নানা রকম বৈশিষ্ট্য আর বিচিত্রতায় ভরা , নানা জাতি , নানা ভাষা ভাষি , নানা রকম ধর্ম , নানা বেশভূষা , নানা রকম খাবার খাদ্য , তবুও আমরা এক আত্মা, এক প্রাণ , কেবলমাত্র একটিই পরিচয় যে আমরা একই মায়ের সন্তান মোরা ভারতের , আমরা ভারতীয়🇮🇳 । অসংখ্য ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের জ্ঞান পিপাসু বন্ধু 🙏
আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম ❤❤দক্ষিণ ভারত ঘোরার আমারো একটা আলাদাই ইচ্ছে ❤,ওখানকার পরিবেশ সংস্কৃতি অসাধারণ লাগে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে তামিলনাড়ুর গ্রামের বর্ণনা তুলে ধরার জন্য ,এক কথায় অনবদ্য 💥
Dear Salauddin Bhai,TAMILNAROO OR TAMILNADOO is completely exception province of India, they are hard worker as well as friendly and very simple, I was many times in Chennai, thank you, from Dhaka, Bangladesh
সুমন ভাই আপনার ভিডিও গুলো দেখে খুবই ভালো লাগে। ভারতের নানা প্রান্তের মাটির কথা প্রানের কথা আপনার মাধ্যমে বাংলা ভাষায় জানতে পারছি। কেন যে কাঁটা তার আমাদের আলাদা করে দিল তাই ভাবছি।
খুব সুন্দর হয়েছে l ভাই তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরল অর্থাৎ দক্ষিণ ভারত এ শহরের মানুষরা 80%মানুষ নিজেদের মাতৃভাষায় কথা বলে এবং গ্রামের 98%মানুষও মাতৃভাষায় কথা বলে l তোমাদের একান্তই দোভাষী রাখতে হত l আমিও গিয়েছিলাম 2016-2017 সালে তামিলনাড়ুর ভেলোর জেলায় শহর এবং গ্রামের পরিবেশটা জানি l সবচেয়ে বড়ো সমস্যা ভাষা l যদিও আমার ভারতের পশ্চিমবাংলায় কিন্তু আমার ভাষা বাংলা তাই আমারও সমস্যা হয়েছিল l
Ata mante parchi na .karon tamilnadu giyechilam oikhane amra Tamil janina r Ora Hindi janena tabe motamuti bujhte pare r kichu kichu manus bolte pare motamuti cholar moto r Ora boleo
@@hassymiia6267 we have 36 states and uts, have more than 1000 languages..... But we are one .... Not like other country... This is india... We have Himalayan, have desert, varities beaches with flora and fauna... Incredible india
সুমন দা আপনি যে সবুজ ফল টা হাতে নিলেন,,,, আমরা সেই ফল টা কে কোয়াস বলি,,,,,, এই ফল টা শীত প্রধান জেলায় উৎপাদন হয়,,,,, যেমন দার্জিলিং,,, জলপাইগুড়ি,,, শিলিগুড়ি ইত্যাদি,,, ফল টা ভাজা ও তরকারী তে খাওয়া হয়,,, খেতে মিষ্টি মিষ্টি লাগে,,,,
সালাহউদ্দীন ভাই? আপনি একজন মহা ভাগ্য বান সম্মানিত দামী মানুষ, সেজন্য পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসে।পৃথিবীর সব মানুষের ভালোবাসা পাওয়া হলো আল্লাহর দান। সবাই মানুষ ভালোবাসে না পছন্দ করে না। আপনি আমার একজন অন্যতম ভালো লাগার মানুষ। আপনার ব্লগ এর মাধ্যমে পৃথিবীর অপরুপ সৌন্দর্য দেখতে পাই।আল্লাহ আপনাকে ১০০ বছর হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩✈️
আমি তামিল নাড়ুর কাঞ্চিপুরম গ্রামে ছিলাম সেখানের মানুষ জন ও খুব ভালো আমরাও কথা বলেছিলাম ....মনে আমাদের সঙ্গে একটা ছেলে ছিলো সে তামিল ভাষা জানতো ...খুব ভালো মানুষ আর পরিশ্রমী ও ...70 বছরের বুড়ো উনি মাঠে থেকে ফিরছিলেন দেখলাম আর ওই আগাছা গুলোর দলে কাঁটা কাঁটা মতো আছে লজ্জাবতী গাছের মত অনেক টা
আপনি যে সবজিটার কথা বললেন "পেয়ারার মতো" সেটিকে বলে "স্কোয়াশ"। মূলত এটি পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়,যেমন আমাদের উত্তরবঙ্গে এটি পাবেন সারাবছর কিন্তু দক্ষিণবঙ্গে পাবেননা। আবার দক্ষিণভারতের তামিলনাড়ু,কর্ণাটক এসব রাজ্যেও এই সবজিটি পাওয়া যায়। এবং ওই গাছটিও উত্তরবঙ্গে দেখা যায়।
অনেক শুকরিয়া সুমন ভাই। আপনার মাধ্যমে তামিলনাড়ু সম্পর্কে জানলাম। আমি দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনে কাজের সুযোগে আফ্রিকার কয়েকটি দেশ ঘুরে দেখেছি। তামিলনাড়ু আর উগান্ডা কেনিয়া প্রায় একই রকম।
সত্যি ভাই তোমার মতো ভাই আছে বলে ঘরে বসে দুনিয়া দেখতে পাচ্ছি মিনাক্ষী দেবির মন্দির যা দেখিয়েছো অন্তরে গেথে গেছে হয়তো জীবনে যা দেখতে পেতাম না তুমি তা দেখাও সময়ের দরকার অর্থের দরকার দুটোই সব সময় পাওয়া যায়না ভালো থেকো টাটা ।
সুমন বাবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এবং তথ্য সমৃদ্ধ ভিডিও উপহার দেবার জন্য । আপনি পেয়ারার মত যে ফল বলছেন সেটা প্রকৃতপক্ষে একটা সব্জি । নাম স্কোয়াশ । এটা ত্রিপুরাতে খুব ভালো ফলে এবং বেশ দামি । কৃষকরা চাইলে বাংলাদেশেও চাষ করতে পারবেন ।🤩
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আছেন বলে আমরা বেডরুমে শুয়ে শুয়ে দেখতে পারতেছি বিভিন্ন দেশের মানুষের বৈচিত্র্য জীবন এবং প্রাকৃতিক দৃশ্য। আল্লাহতালা আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক
আসসালামুয়ালাইকুম। আমি প্রথমবার আপনার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো। তামিলনাড়ু ,অন্ধ্রপ্রদেশ, সহ দক্ষিণ ভারতের অনেক রাজ্যে আমি ঘুরেছি। সত্যিই ওখানে ভাষা বোঝা খুব কঠিন। বৈচিত্রে ভরা আমার দেশ।
আপনার এই ভিডিও দেখে আমার খুব মজা লাগল। তামিল না জেনে দক্ষিণ তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের ভিতর ঘুরছেন। আমি আপনাদের একটু কাজে লাগতে পারি। দোকানে যে সবজি হাতে নিযে সহযোগী নিলয চিনতে পারলেন না, তার নাম চৌ চৌ। কাঁচা পেপের মতন খেতে লাগে। যে ভদ্রলোক বললেন, automatic হয এটি আসলে জংলী গাছ আগাছা প্রকৃতির বৈজ্ঞানিক নাম জুলিফ্লোরা juliflora, one type invasive plant. 'পরমাকুডি' র যেখানে আপনারা গেছেন, এখানে বৃষ্টিপাত কম হয, তুলো চাষের উপযুক্ত। তেতুল ছাডা কোন তামিল রান্না সম্পুর্ন হয না। তামিল জনগোষ্ঠীর লোকেরা খুব ভদ্র হয। জুলিফ্লোরা গাছ কোন কাজে লাগে না, গাছের ডাল কেটে জ্বালানির কাজে ব্যবহৃত হয়। কোলম্বু মানে রান্না করা ভাল। তেতুল গাছ রাস্তার ধারে দুপাশেই দেখতে পাওয়া যায়। তামিলরা খুব ধর্মপ্রাণ হয। প্রত্যেক হিন্দু গ্রামে একাধিক মন্দির দেখতে পাওয়া যায।
Suman, Tomk e ank Dhanyawad. South Indian katha sunechi...Tomar Presentation thek ro valo janchi r dekchi.. Feel korchi...Iswar Kalyan koruk.. Tomader 2 jonk...❤❤
ভারত বাংলাদেশ পাকিস্থান এই south asian দেশ গুলির মধ্যে অনেক গরিব মানুষ আছে এটা ঠিক কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই।। অনেক friendly মানুষজন আছে।। মিলেমিষে একাকার।।
চমৎকার ভিডিও। তামিলনাড়ুর গ্রাম দেখালেন সুন্দরভাবে। তাদের কৃষিকাজে কারাকুয়া নামক জংগল বৃক্ষ যেনো তাদের দু:খস্বরূপ! দেখলাম তুলো গাছ, তুলো বের করা। দেখলাম অগনিত তেতুল গাছ, তাল গাছ। প্রত্যন্ত গ্রাম এলাকা। অনেক ধন্যবাদ। -Golam Kabir London.
ভাই আসসালামুয়ালাইকুম,,, কেমন আছেন ভাই,, আপনার যত ভিডিও দেখেছি তার মধ্যে অনেক অনেক কষ্ট করতে হয়েছে এই ভিডিও তে,,আপনি ভাই অনেক পরিশ্রম করেছেন তাদের ভাষা বুঝাতে এবং বুঝতে,,
ভাষার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তামিলনাড়ুর গ্রামীন জীবন জীবিকা বাংলা ভাষায় তুলে ধরার জন্য সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাষার দূরত্ব, ভৌগলিক দূরত্ব সত্ত্বেও আপনি যে ভাবে অতি সাধারণ বিষয়কে অসাধারণভাবে উপস্থাপন করেছেন, তার জন্য ধন্যবাদ।
Suman bhai your presentation is very good. I like your efforts. God bless you.
বাংলাদেশ থেকে চেন্নাই এসে তামিলদের আচরণ,কাজের প্রতি আন্তরিকতা ও শৃঙ্খলা দেখে মুগ্ধ হচ্ছি।অনেক কিছুই শিক্ষনীয় আছে ওদের কাছে। ওরা নিজের দেশ ও ভাষার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল।
Come Sri Lanka
তামিল সিনেমা দেখলেও বাস্তবে তামিল গ্রাম আগে দেখা হয় নি। গ্রামটি দেখে মনে হলো তামিল নাড়ুর গ্রামীণ জীবন বেশ সচ্ছল। পরিবেশ সচেতন। বাড়ি ঘর, রাস্তা ঘাট বেশ পরিস্কার পরিচ্ছন্ন।
ধন্যবাদ সুমন ভাই আমি এক ভারতীয় সেই সাপেক্ষে প্রতি নিয়ত আপনার ভিডিও দেখি। কিন্তু আপনার সাহায্য নিজের দেশের নানা বৈচিত্র্য দেখা এটাও একটি আলাদা অনুভূতি । ধন্যবাদ 👏👏
@@Two_wheels7373 আসলে sir আমি এক জন college students আমার কাছে এত অর্থ যে বর্তমান দেশ তথা বিশ্ব ভ্রমন করবো। ধন্যবাদ 🙏🙏🙏
th-cam.com/video/PFulO4t6Ja4/w-d-xo.html
ভাই তামিলরা আসলেই অনেক আন্তরিক,সিংগাপুরে তাদের সঙ্গে একসাথে কাজ করি তারা অনেক আন্তরিক, ভালো মনের মানুষ
আর মালয়েশিয়াতে শতকরা 5 জন মানুষের কাছে টাকা পয়সা নিয়ে যায় অনেক বাঙ্গালীকে মেরে ও ফেলেছে এত খারাপ
Right sir
Tamil Nadu অনেক সুন্দর।আমার জীবনে চিকিৎসার উদ্দেশ্যে কয়েকবার গেছি। আমার জীবনে সব মিলিয়ে প্রাই ৫/৬ মাস Tamil এ থাকার সুযোগ হয়েছে,অনেক ভালো লেগেছে।আমার অনেক ইচ্ছা Rameswaram,kanyakumari,oty তে যাবার।দ্রাবিড় জনগোষ্ঠীর আদি নিবাস তামিলে,এজন্যে আমাদের সাথে ওদের চেহারা, বর্ণের অনেক মিল আছে।
ভারতের গ্রাম ভ্রমণের খুব ইচ্ছা জানি না কোনো সময় যেতে পারবো কি না। খুব ভালো লাগলো
বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩
Nischoi asben bhai
Bharote asle bangla bromon korben na karon banglar manush Bangladesh er manusher motoi gorib ar shoytan ami ni jei banglay thaki bharoter banglar manush jodi deke keu egiye jachhe take kivabe niche anbe seta babe abong Bangladesh o same
বাহ। তামিনাড়ুর মানুষরা দেখি আমাদের বাংলাদেশের মানুষের মতই অতিথিপরয়ণ। আগে থেকেই তামিল মানুষের আন্তরিকতার কথা শুনেছি কিন্তু আজকে দেখলাম কি সুন্দর করে ওই কৃষক ভাইটি তরকারি নিয়ে এলো সুমন ভাইয়ের টেস্ট করার জন্য। অসাধারণ একটা অনুভূতি 🇧🇩❤️
They are very gentle... Educated community
@@hasanurrahman5908 so why they don't know English? If any foreigners come our village there are lots of people in our village who can understand their language... But Suumon Vai didn't get a single person who knows English
@@Shiblutheprince ওরা ইচ্ছে করে শিখতে চায় না. ওদের নিজের ভাষা r প্রতি এত টা প্রেম.। বা জানলেও বলবে আমি জানি না। যে সব বাঙালি ra tamil এ থাকে তাদের থেকে শুনেছি। জানলেও বলবে না
@@souvikmishra9600 চেন্নাই এ সবাই ইংলিশ পারে। চেন্নাই এর বাইরে অন্যান্য জায়গায় তেমন ইংরেজি জানে না।
@@taskinkhan5197 না চেন্নাইয়ের বাইরে বিভিন্ন মহুকুমা ও ছোট পাড়া এলাকার লোক ইংলিশ ভালোই জানে হ্যাঁ হয়তো সবাই পারে না তারা ইচ্ছা করে শেখেনি
পৃথিবীর এক বৈচিত্র্যময় দেশ। আমার মহান ভারতবর্ষ🇮🇳🇮🇳
আর আপনার ভিডিও অসাধারণ👌🏻ভালো থাকবেন।আর নিলয়কে ভালো লাগে, ও সবেতেই অবাক হয় দেখে🤣🤣
তুই তো বাংলা দেশি
Ooo indian 🇮🇳 bengali
@@bmia5790 কথা বলার স্টাইল এরকম মূর্খদের মতো কেনো? তুই কি জিনিস? আপনি ওনাকে চেনেন?
@@akash5372 তুই ও নিশ্চই বাংলাদেশী গাদ্দার নেমখ হারাম
@@bmia5790 মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেন ভাই 🥰
তামিল (তামিলনাড়ু র অধিবাসী ) রা সাধারণত খুবই সৎ, পরিশ্রমী, ও মেধাবী, এরা সাধারণত ডাক্তার, প্রফেসর ও ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তবে কৃষিকাজ ও আধুনিক পশুপালন এ ও দক্ষ.
চিকিৎসার জন্য চেন্নাই আসা যাওয়া হয়, ওখানকার গ্রামীণ জনপদে যাওয়ার ইচ্চে থাকা সত্ত্বেও সময় হয়ে উঠেনা। আজকের ভিডিও টা দেখে মন ভরে গেছে।
ধন্যবাদ ভাই।
Apni ki Bangladesh er
তারা কতটা ভাষা প্রেমিক এটাই তার প্রমাণ।
তামিল ভাষার মধ্যে হিন্দিকে তারা মোটেই ঢুকতে দেই নি।
All of welcome to Tamil Nadu. Im tamilan. Work in North East India.
এরপরে যদি ভারতে ঘুরতে আসেন তবে রাজস্থানে অবশ্যই আসবেন, আমি বাঙ্গালী হিসেবে আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
ভাল লেগেছে
আপনার সাথে কথা বলতে চাই আমি রাজস্থানে যাব ।
আপনি এখানে কি করেন
@@Reallifeok107 আমি IIT Jodhpur এ গবেষক ছাত্র।
@@MrityunjoyIITJ বাহ অনেক ভালো
Good luck bro
দাদা আপনি ভারতের একটি সুন্দর ও শিক্ষিত রাজ্য দেখালেন এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ
শিক্ষিত বলেই English টোটালি জানে না সাথে হিন্দি ও only তামিল হিন্দি ইংলিশ ইললে😀😀😀
@@banglarking2217 Educated maane ki English-speaking lokjon 😄?
@Jahed Islam Educated maane ki English-speaking lokjon 😄?
@Jahed Islam Uttor ki ?
@@banglarking2217 ভাই ইংলিশ জানা ব্যক্তি কি শিক্ষিত? তাহলে তো ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ইত্যাদি দেশ ছাড়া ইউরোপের সবাই অশিক্ষিত 🤡🤡
এখন আমি তামিলনাড়ু তে আছি, আট্টু পাট্টু তে কাজ করছি, এদের আন্তরিকতা অনেক ভালো, সুমন ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, আমি রাজশাহী গোদাগাড়ির বাসিন্দা, এদের প্রধান খাদ্য হচ্চে ইডলি ধোসা চ্যাটনি, আমি তামিল ভাসা জানি, ধন্যবাদ সুমন ভাই!
বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার মহান ভারতবর্ষ আমি ভারতের tripura থেকে দেখছি নিজের দেশের বিভিন্ন রাজ্যে যেতে পারিনি তবে দাদা আপনার ভিডিও মাধ্যমে দেখতে পারলাম অদেখা জায়গায় খুব ভালো লাগলো ধন্যবাদ
সুমন ভাই আপনি অনেক সুন্দর মনের একটা মানুষ,,,,আমি দিল্লী থাকি,,অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য,,,দিল্লী আসার আমন্ত্রণ রইল
দিল্লী বা ভেলোর ডাক্তার দেখাতে যাবো বাংলাদেশ থেকে... কিন্তু কোথাও কেউ হেল্প করবে এমন কোনো লোক নেই
ভাই তামিল নাড়ুর প্রকৃতি ও সরল মানুষের জীবনধারণ খুবই সুন্দর।
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ❤ வாழ்க தமிழ் 🚩 வளர்க பாரதம் 🇮🇳
বাঃ! আজকের ব্লগ টা খুব ভালো লাগলো। আপনার ভিডিও দেখে বাংলাদেশ এর গ্রাম, দেখে মুগ্ধ হয়েছি। আর এবার সাউথ ইন্ডিয়া র গ্রাম ও আপনি সমান দরদ দিয়ে দেখালেন। ঐ যে আগাছা গাছ , সেটি ভারতের রুক্ষ অঞ্চলে দেখা যায়। এখানে নারী পুরুষ সমান ভাবে কাজ করে। বাঙ্গালী নারীদের মত ওরা নয়, খুব খাটতে পারে। এরা সহজ, সরল, ধার্মিক। আন্তরিক ও। আগে আর ও সুন্দর ছিল। যেমন রাত তিনটার মধ্যে ওদের চান করে, পূজো করা হয়ে যেতো। খুব সুন্দর ফুলের মালা মাথায় দিতো। বাড়ীর সামনে রোজ মুগগু (আলপনা) দিতো। সারা পাড়া খুব সুগন্ধে ভরে থাকতো। নারকেল আর তেতুঁল ছাড়া তাদের কোনো খাবার তৈরী হয় না 😄। আর সবজির দোকানে যে টা দেখলেন ওটা সবজি। নাম স্কোয়াশ, পেঁপে জাতীয়। আমাদের, জলপাইগুড়ি অঞ্চলে খুব ফলন হয়। ধন্যবাদ ভাই 🙏🤗
বাহ্, আপনার সুন্দর বর্ণনা পড়ে সমৃদ্ধ হলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
@@SalahuddinSumon ধন্যবাদ ভাই, আপনি ও ভালো থাকবেন এই দোয়া করি 🙏🤗
@@SalahuddinSumon vai Tamil Nadu jokon gachen,...kanyakumari r Vivekananda memorial rock jaben...khub sundor jayga,.....r parle Rameswaram o kintu jaben,....
সব খাবারে টক কী যে জ্বালা অদ্ভুত টেস্ট বমি উঠে আসে খেলে
@@rockbaban6453 হ্যা, তেমন বাঙালিদের খাবার খেলে ওদের ও বমি চলে আসে। রান্না ভালো মন্দ সব দেশেই আছে। পয়সা খরচ করলে ভালো মানের খাবার পাওয়া যায়, সেটা খেলে আর বাঙ্গালী রান্না মুখে দেওয়া যাবে না। ওদের আবহাওয়া যেমন টক খাওয়া খুব জরুরী। ওরা একটু বেশী কাজ করে তো, শুয়ে বসে আরাম করতে পারে না।
আপনার প্রতি ভালোবাসা অবিরাম !আপনি যতদিন বেঁচে থাকেন এভাবে মানুষের পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
I 'm from punjab.This village is so beautiful. I want to visit south India. south indian peoples are very polite and welcoming nature.
A very good narrative person Suman. All are very perfect descriptions of the Tamil village. Thanks Suman.
অসাধারণ তামিল নাড়ুর গ্রামীণ জনপদ অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে আপনার ভিডিও তে অনেক কিছু দেখলাম।
সফর সঙ্গী হিসেবে নিলয় খুবই ভাল আপনার ব্লগ দেখে তাই মনে হলো। ভ্রমণ সহজ ও আনন্দময় হোক।
ধন্যবাদ শুভকামনা রইল
எங்கள் தமிழ்நாடு எப்போதும் அழகுதான்
😂😂
@@minadboss6987 y avaru correct ta thana sonnaru
क्या
জয় বাংলা। Velga tamil❤️
@@minadboss6987😡😠why are you laughing
এবার ভিডিও টা ঠিক আছে । গ্রামের ছেলে হয়ে গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে। ধন্যবাদ সুমন এইরকম একটা ভিডিও দেয়ার জন্য 🙏
আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া পৃথিবী আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছেন অনেক রকম মানুষ ভাষা অনেক রকম জাতি 🇧🇩🇧🇩
Kintu Hinduder malaun boley tarie deoa hoiche.
Ami jani .. Tamil.. kichu kichu
অসাধারণ গ্রাম ভাই. অনেক ধন্যবাদ ভাই আপনাকে
সব যদি আল্লাহ করে তোদের খতনা করে পাঠায় নি কেনো রে তোরা বন্দুক আর তরোয়াল দিয়ে জোর করে লবঙ্গ করিস ,তোদের বাড়াটা ঠিক লবঙ্গ মতো
আমি বাংলায় মুভি এক্সপ্লেন করি। @chalocinemadekhi এই চ্যানেলটিতে।
যদি আপনি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে ঘুরে আসতে পারেন চ্যানেলটিতে।salahuddin ভাই আপনার ভিডিওগুলো সত্যি অসাধারণ লাগে।
সুমন ভাই, ভাষা না জানায় আপনার এই অকৃত্রিম রূপবৈচিত্র ধারণ করা ভিডিওটি এক অনন্য সৌন্দর্যে উদ্ভাসিত।
মুগ্ধ হলাম গ্রামীণ তামিলনাড়ুর সৌন্দর্যে। মনের মাঝে দু:খের অনুভূতিও জেগে উঠলো। আমাদের গ্রামগুলিও একসময় এমন সুন্দর ছিল। লন্ডন থেকে অভিবাদন
আপনার ভিডিও টি দেখে একটি বাণী মনে পড়ে গেল "শিক্ষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি বিশ্ব পরিবর্তন করতে পারবে।"
Unity in diversity.This is our real proud society.From India west bengal.🇮🇳🇧🇩
Brainwashed into accepting hindi rule. How the hell can you have unity in diversity? That's a contradictory statement- an oxymoron.
The South Lands Dravidian, most refuse to speak hindi. They want thier own land independent from the imperial hindi rulers.
Only homogenous countries survive, and Empires collapse.
Current Indian states are historic kingdoms all with her own language, script culture, language.
India is an empire, and history tells that all Empires collapse because the people are far too diverse, and eventually the ethnic groups call for their own destiny and self determination in the form of thier own country and flag.
Aitai sabai chay
Unity my food Kolkata literally destroyed after Partition because of financial discrimination policy of india..it's not called unity it's foolishness.
@@RB-xd6ys this for political leader not about foolish. Do not mislead people
Osadharon
" বিবিধের মাঝে দেখো মিলন মহান ! "
এই আমার মাতৃভূমি , নানা রকম বৈশিষ্ট্য আর বিচিত্রতায় ভরা , নানা জাতি , নানা ভাষা ভাষি , নানা রকম ধর্ম , নানা বেশভূষা , নানা রকম খাবার খাদ্য , তবুও আমরা এক আত্মা, এক প্রাণ , কেবলমাত্র একটিই পরিচয় যে আমরা একই মায়ের সন্তান মোরা ভারতের , আমরা ভারতীয়🇮🇳 ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের জ্ঞান পিপাসু বন্ধু 🙏
"বৈচিত্র্যের মধ্যে ঐক্য" এটাই ভারতীয় সংস্কৃতি
ভাষা প্রতিবন্ধকতা হলেও, অনুধাবন অভিব্যক্তি।
সুমন ভাই, আপনার প্রচেষ্টা অতুলনীয়
আমরা সদাই হই তৃপ্ত, আপনি বড়ো আদরণীয়। ধন্যবাদ
অনেক ধন্যবাদ❤️
@@SalahuddinSumon আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কি বর্তমানে এখন ইন্ডিয়াতে
Bangladeshe
@@SalahuddinSumon আন্নে মানে ভাই
এলারকিয়া মানে ভালো আছো
খুব সুন্দর গ্রামীণ পরিবেশ...ধন্যবাদ সুমন ভাই এত কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য।।
আপনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গার আমাদের কাছে বাস্তব বর্ণনা রাখার জন্য অশেষ ধন্যবাদ জানাই।
অনেক সুন্দর গ্রাম কষ্ট করে আমাদের উপহার দিলেন ধন্যবাদ 🥰❣️😍
Thank you
এটা এক ধরোনের বাবলা হাছ
আপনার ভিডিও গুলো যতবার দেখি বার বারই মুগ্ধ হই । আপনি উওরবঙ্গের গর্ব, বাংলাদেশের অমূল্য সম্পদ।
অনেক ভালো লাগছে, তামিলনাডু
সহজ সরল জীবনযাপন মানুষের!
একদম সিনামায় যে রকম দেখতাম সে রকমই
আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম ❤❤দক্ষিণ ভারত ঘোরার আমারো একটা আলাদাই ইচ্ছে ❤,ওখানকার পরিবেশ সংস্কৃতি অসাধারণ লাগে ।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে তামিলনাড়ুর গ্রামের বর্ণনা তুলে ধরার জন্য ,এক কথায় অনবদ্য 💥
আমি আগেই বলেছি,আপনার চোখে ভারত আমি দেখতে চাই,সেই ইচ্ছে পূরণ করলেন। ধন্যবাদ দাদা। আমি ভারত থেকে।
সুমন ভাই আপনার তেতুল খাওয়া দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে
আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে দেখছি দুবাই থেকে
গ্রামের দৃশ্য গুলো দেখলে মনটা জুড়াইয়া যায়। খুব সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছেন ভাই। ধন্যবাদ।
Tamil people looks very welcoming and friendly. God bless
Dear Salauddin Bhai,TAMILNAROO OR TAMILNADOO is completely exception province of India, they are hard worker as well as friendly and very simple, I was many times in Chennai, thank you, from Dhaka, Bangladesh
what do you mena by exception we tamils are always proud indians and our north indian brothers work much harder than us
We are proud tamils and definitely we proud Indians not exception.
তেঁতুল গাছ নিয়ে দারুণ কথা বললেন। সত্যি যেন টাইম মেশিন, ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। আর এটা আবার ব্রেনের জন্য চমৎকার টনিক!
সুমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে, তামিল নাড়ুর সুন্দর একটা গ্রাম দেখানোর জন্য।
আপনার চ্যানেলের মত তথ্যবহুল ও বৈচিত্র্যময় চ্যানেল আমার সন্ধানে বাংলাতে আর নেই। অনেক দোয়া এবং শুভ কামনা আপনার জন্য।
It's our village.. Name ariyanendhal.. Near rameshwaram..
Very nice your village. I would like go to your area
Brother you may share your whatsapp number.
সুমন ভাই আপনার ভিডিও গুলো দেখে খুবই ভালো লাগে। ভারতের নানা প্রান্তের মাটির কথা প্রানের কথা আপনার মাধ্যমে বাংলা ভাষায় জানতে পারছি। কেন যে কাঁটা তার আমাদের আলাদা করে দিল তাই ভাবছি।
সুমন ভাই আমার আজকের ভিডিও সবচেয়ে বেশি ভাল লাগছে যখন আপনি তামিলদের সাথে কথোপকথন করছেন,তখন নিজে নিজে হেসেছি।
@@Two_wheels7373 আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার এই কমেন্ট টা করা কি ঠিক হইছে। কমেন্ট বলে দেয় আপনি কোন বংশের লোক।
@@Two_wheels7373 ব্যবহার বংশের পরিচয়, কমেন্টেই বলে দেয় আপনি কতটা নিচু বংশের লোক 🐕🐕
অনেক অনেক ধন্যবাদ স্যার
আপনার মাধ্যমে এই তামিল নাড়ু সম্পর্কে জানতে পারলাম।
তামিল নাড়ুর মানুষ খুব টক খায়, আমি ইন্ডিয়া থেকে বলছি
Kivabe
Tamil narur lok khub barosuda
তামিল নাড়ু ও ইন্ডিয়া র মধ্যে পড়ে
সুমন আপনার প্রচেষ্টা to explore other country সত্যি খুব ভালো। আমি suggest করবো whenever you exploring other country, you must take a guide.
Thank you
ধন্যবাদ শুভকামনা রইল
মা- ছেলে মিলে দেখছি ভাইয়া,, ১০ টা থেকে সুরু করেছি এটা দিয়ে ৪ টা পর্ব হলো আজ দেখা, তবে কমেন্ট করতে মনে থাকেনা এতো সুন্দর ভিডিও বানান আপনি❤❤❤
খুব সুন্দর হয়েছে l ভাই তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরল অর্থাৎ দক্ষিণ ভারত এ শহরের মানুষরা 80%মানুষ নিজেদের মাতৃভাষায় কথা বলে এবং গ্রামের 98%মানুষও মাতৃভাষায় কথা বলে l তোমাদের একান্তই দোভাষী রাখতে হত l আমিও গিয়েছিলাম 2016-2017 সালে তামিলনাড়ুর ভেলোর জেলায় শহর এবং গ্রামের পরিবেশটা জানি l সবচেয়ে বড়ো সমস্যা ভাষা l যদিও আমার ভারতের পশ্চিমবাংলায় কিন্তু আমার ভাষা বাংলা তাই আমারও সমস্যা হয়েছিল l
৭৬ কিমি রাস্তা ৫০ টাকা ভাড়া, শুনেই মনটা ভরে গেল।
যদি আমাদের বাংলাদেশে এই রকম হতো।
বাংলাদেশে ৬০ টাকা ছিলো এখন ৯০ টাকা বাসে।
প্রায় ৮০ কিঃমি রাস্তা।
যে দেশে ১ লিটার পানির দাম 20 টাকা ওই দেশে ওই দেশে আবার ভাড়া ৬০ টাকা হবে ৭৬ কিলোমিটার রাস্তার শুনতে হাস্যকর লাগে 😂😂
বাংলাদেশ এক লিটার পানির দাম ২০ টাকা শালারা কি পরিমান ডাকাত 🤣🤣
@@shakilking2040 তামিল নাড়ু রং গ্রাম অঞ্চল দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ করেছেন তামিলনাড়ু পর্বটি। মজার বিষয় হল কথা না বুঝেও কিভাবে বোঝা যায় সেটাই সেরা হইছে।
ভালোই লাগছে তারাও বুঝেনা আমিও বুঝিনা...কথাটা আমায় দারুণ হাসালো 🤣
আপনার প্রত্যেকটা ভিডিও আমার হৃদয় ছুয়ে যায় 🥰🥰🥰
সেম আমিও 😂😂😂😂
হিন্দি জানে,প্রকাশ করে না।তাঁরা তাদের ভাষা কে খুব সম্মান দেয়।
They dont know Hindi! They are tamils and their mother tongue is tamil. Hindi is useless for them
தவறான புரிதல் இல்லை hindi தெரியாது ஒன்று உண்மை தமிழை நேசிக்கிறோம் உயிரின் மேலாக.
Ata mante parchi na .karon tamilnadu giyechilam oikhane amra Tamil janina r Ora Hindi janena tabe motamuti bujhte pare r kichu kichu manus bolte pare motamuti cholar moto r Ora boleo
99.99999% இந்தி தெரியாது போடா only😂😂😂😂
Hindi our foot😂😂
-ভাই বাস্তব জিবনে না ঘুরতে পারলেও..!🥺
-আপনার দ্বারা অনেক জায়গা ঘুরে নিয়েছি..!🥹😌
আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিওতে এত সুন্দর সুন্দর গ্রাম দেখানোর জন্য । ভালোবাসা রইলো আপনাকে অনেক অনেক বগুড়া থেকে
Call him vaia
হবে না তো কারন আমার বয়স ১৭ তার আমি ভাগ্নির বয়সের হব আর আমার আম্মুর বয়সের সাথে আঙ্কেলের একদম মিল এ জন্যই আমি আঙ্কেল বলছি ঠিক আছে
Atiya onu Love from India
Thanks 🙏
@@editsmania7635 thanks ❤️
প্রকৃতি তার এই ভূমন্ডলকে এক এক জায়গায় আলাদা আলাদা করে সৃষ্টি করেছে, প্রকৃতির এই বৈচিত্র্য মানব জাতিকে অনেক শিক্ষা দিয়েছে, সুন্দর ধন্যবাদ।
Puli colmbu Mane tok tarkari
সুবহানাল্লাহ ভিডিওটি দেখে যাইতে মন চাইতেছে | সত্যিই সুমন ভাইয়ের ভিডিও অসাধারণ |
সালাউদ্দিন সুমন ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো,,,,আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দেখছি......
বহু ভাষাভাষীর দেশ এক ভারতবর্ষ। ❤️❤️🥰 Love from Kolkata ♥️
Fantastic
But you can’t communicate with this community. There’s no common national lingo.
Many languages don’t benefit much if you can’t understand one another.
@@hassymiia6267 we have 36 states and uts, have more than 1000 languages..... But we are one .... Not like other country... This is india... We have Himalayan, have desert, varities beaches with flora and fauna... Incredible india
@@hassymiia6267somehow we managed over centuries
Relegion may be. One factor.
ভাইয়া আসলেই অনেক সুন্দর লাগছে তামিলনাডু মনোরম পরিবেশ।
সুমন দা আপনি যে সবুজ ফল টা হাতে নিলেন,,,, আমরা সেই ফল টা কে কোয়াস বলি,,,,,, এই ফল টা শীত প্রধান জেলায় উৎপাদন হয়,,,,, যেমন দার্জিলিং,,, জলপাইগুড়ি,,, শিলিগুড়ি ইত্যাদি,,, ফল টা ভাজা ও তরকারী তে খাওয়া হয়,,, খেতে মিষ্টি মিষ্টি লাগে,,,,
ভারত হলো বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক দেশ।
সালাহউদ্দীন ভাই? আপনি একজন মহা ভাগ্য বান সম্মানিত দামী মানুষ, সেজন্য পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসে।পৃথিবীর সব মানুষের ভালোবাসা পাওয়া হলো আল্লাহর দান। সবাই মানুষ ভালোবাসে না পছন্দ করে না। আপনি আমার একজন অন্যতম ভালো লাগার মানুষ। আপনার ব্লগ এর মাধ্যমে পৃথিবীর অপরুপ সৌন্দর্য দেখতে পাই।আল্লাহ আপনাকে ১০০ বছর হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩✈️
তামিলনাড়ুর গ্রামের আরও একটা ভিডিও চাই, ৩৬ মিনিট এর ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছে, যদি ভিডিও টা আর একটু দীর্ঘ হত।
দাদা ভীষণ ভীষণ সুন্দর।
পশ্চিমবঙ্গ, ভারত।
আমি তামিল নাড়ুর কাঞ্চিপুরম গ্রামে ছিলাম সেখানের মানুষ জন ও খুব ভালো আমরাও কথা বলেছিলাম ....মনে আমাদের সঙ্গে একটা ছেলে ছিলো সে তামিল ভাষা জানতো ...খুব ভালো মানুষ আর পরিশ্রমী ও ...70 বছরের বুড়ো উনি মাঠে থেকে ফিরছিলেন দেখলাম আর ওই আগাছা গুলোর দলে কাঁটা কাঁটা মতো আছে লজ্জাবতী গাছের মত অনেক টা
আপনি যে সবজিটার কথা বললেন "পেয়ারার মতো" সেটিকে বলে "স্কোয়াশ"। মূলত এটি পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়,যেমন আমাদের উত্তরবঙ্গে এটি পাবেন সারাবছর কিন্তু দক্ষিণবঙ্গে পাবেননা। আবার দক্ষিণভারতের তামিলনাড়ু,কর্ণাটক এসব রাজ্যেও এই সবজিটি পাওয়া যায়। এবং ওই গাছটিও উত্তরবঙ্গে দেখা যায়।
সুমন আপনাকে অনেক ধন্যবাদ ভারতবর্ষ ভ্রমণ করার জন্য।শহর থেকে একজন দোভাষী আনলে ভাষা সমস্যা বোধহয় থাকত না।
অনেক শুকরিয়া সুমন ভাই। আপনার মাধ্যমে তামিলনাড়ু সম্পর্কে জানলাম। আমি দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনে কাজের সুযোগে আফ্রিকার কয়েকটি দেশ ঘুরে দেখেছি। তামিলনাড়ু আর উগান্ডা কেনিয়া প্রায় একই রকম।
সত্যি ভাই তোমার মতো ভাই আছে বলে ঘরে বসে দুনিয়া দেখতে পাচ্ছি মিনাক্ষী দেবির মন্দির যা দেখিয়েছো অন্তরে গেথে গেছে হয়তো জীবনে যা দেখতে পেতাম না তুমি তা দেখাও সময়ের দরকার অর্থের দরকার দুটোই সব সময় পাওয়া যায়না ভালো থেকো টাটা ।
আমি প্রায় তিন বছর তামিলনাড়ু ছিলাম ওখানে লোকজনের ব্যবহার অত্যন্ত খুব ভালো
আপনাদের প্রতিবেদন খুব ভালো লাগলো, এগিয়ে যাবেন বহুদূর।
ভাষা বোঝার মতো কষ্ট এই দুনিয়াতে আর কিছু নেই ,,,,,,আমরা যারা প্রথম বিদেশে আসি তারা জানি
ভিডিও তে সুমন ভাই কে তেঁতুল খেতে দেখে অজান্তেই জিভে পানি চলে আসল , আলাদাই অনুভূতি 😂😂
ভাই আপনার সবগুলি ভিডিও আমি দেখি। কিন্তু এই ভিডিওটা দেখে আমি অনেক মজা পাইলাম। বিশেষ করে তারাও কিছু বুঝে না আমাদের ভাষা আমরাও বুঝিনা তাদের ভাষা।😊😊
😅🤣😂
সুমন বাবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এবং তথ্য সমৃদ্ধ ভিডিও উপহার দেবার জন্য । আপনি পেয়ারার মত যে ফল বলছেন সেটা প্রকৃতপক্ষে একটা সব্জি । নাম স্কোয়াশ । এটা ত্রিপুরাতে খুব ভালো ফলে এবং বেশ দামি । কৃষকরা চাইলে বাংলাদেশেও চাষ করতে পারবেন ।🤩
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আছেন বলে আমরা বেডরুমে শুয়ে শুয়ে দেখতে পারতেছি বিভিন্ন দেশের মানুষের বৈচিত্র্য জীবন এবং প্রাকৃতিক দৃশ্য। আল্লাহতালা আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক
Welcome in india🇮🇳🤗🇧🇩
Sabaee bhalo thako ..
Take Love from India(Uttar Pradesh)🤗
❤❤❤❤
দক্ষিণ ভারতীয় মানুষদের এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। ওরা নিজের ভাষা কে ভালোবাসে। তাই হিন্দি জানলেও এরা হিন্দি বলবে না।
Eder k paglachoda bole. Hindi na janle alada kotha jene thakle na bolar kone karon nei.
நாங்கள் ஏன் மற்ற மொழியை பேச வேண்டும். தமிழே உலகின் முதல் மொழி அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி.அதுவே எங்களின் உயிர் மூச்சு...
@@User-848-p4sআপনার কথায় আমি মুগ্ধ আপনাকে সালাম বাংলাদেশ থেকে
@@chakanyosuf6424 ❤️
আসসালামুয়ালাইকুম। আমি প্রথমবার আপনার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো। তামিলনাড়ু ,অন্ধ্রপ্রদেশ, সহ দক্ষিণ ভারতের অনেক রাজ্যে আমি ঘুরেছি। সত্যিই ওখানে ভাষা বোঝা খুব কঠিন। বৈচিত্রে ভরা আমার দেশ।
I appreciate your Tamilnadu village program!!
Very cool and nice village!!
আপনার এই ভিডিও দেখে আমার খুব মজা লাগল। তামিল না জেনে দক্ষিণ তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের ভিতর ঘুরছেন। আমি আপনাদের একটু কাজে লাগতে পারি। দোকানে যে সবজি হাতে নিযে সহযোগী নিলয চিনতে পারলেন না, তার নাম চৌ চৌ। কাঁচা পেপের মতন খেতে লাগে। যে ভদ্রলোক বললেন, automatic হয এটি আসলে জংলী গাছ আগাছা প্রকৃতির বৈজ্ঞানিক নাম জুলিফ্লোরা juliflora, one type invasive plant. 'পরমাকুডি' র যেখানে আপনারা গেছেন, এখানে বৃষ্টিপাত কম হয, তুলো চাষের উপযুক্ত। তেতুল ছাডা কোন তামিল রান্না সম্পুর্ন হয না। তামিল জনগোষ্ঠীর লোকেরা খুব ভদ্র হয। জুলিফ্লোরা গাছ কোন কাজে লাগে না, গাছের ডাল কেটে জ্বালানির কাজে ব্যবহৃত হয়। কোলম্বু মানে রান্না করা ভাল। তেতুল গাছ রাস্তার ধারে দুপাশেই দেখতে পাওয়া যায়। তামিলরা খুব ধর্মপ্রাণ হয। প্রত্যেক হিন্দু গ্রামে একাধিক মন্দির দেখতে পাওয়া যায।
হিন্দিতে বিলাতী বাবুল । এক ধরণের বাবলা গাছ ।
আপনার ভিডিও এই প্রথম দেখলাম।এতো ভালো লাগলো।আপনার প্রেজেন্টেশন এতো সুন্দর আর গুছানো।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে ভিডিও বানানোর জন্য।
Love from Tamil nadu ❤
Your presentation is really good. I am from India. You represent India and it's culture very well. Thank you .
Suman, Tomk e ank Dhanyawad. South Indian katha sunechi...Tomar Presentation thek ro valo janchi r dekchi.. Feel korchi...Iswar Kalyan koruk.. Tomader 2 jonk...❤❤
আমি তো হাসতে হাসতে শেষ। ভাষা না জানলে কত মজা
🇧🇩 আমার মতো আর কার কার এমন এডভেঞ্চার ভিডিও গুলো ভালো লাগে!
Who likes adventure videos like me?
সুমন ভাই, তামিল নাড়ু যাওয়ার আগে নুন্যতম বেসিক কিছু ভাষা আপনি শিখে তারপর সেখানে যাওয়া উচিত ছিল বলে মনে করি।আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি শিবাগঙ্গা ঘুরতে পারেন এরিয়া খুব সুন্দর, আমার বন্ধুর বাড়ি আমি এক সপ্তাহ ছিলাম, মাধুরাই থেকে এক ঘন্টা বিশ মিনিট লাগবে
ভারত বাংলাদেশ পাকিস্থান এই south asian দেশ গুলির মধ্যে অনেক গরিব মানুষ আছে এটা ঠিক কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই।।
অনেক friendly মানুষজন আছে।।
মিলেমিষে একাকার।।
চমৎকার ভিডিও। তামিলনাড়ুর গ্রাম দেখালেন সুন্দরভাবে। তাদের কৃষিকাজে কারাকুয়া নামক জংগল বৃক্ষ যেনো তাদের দু:খস্বরূপ! দেখলাম তুলো গাছ, তুলো বের করা। দেখলাম অগনিত তেতুল গাছ, তাল গাছ। প্রত্যন্ত গ্রাম এলাকা। অনেক ধন্যবাদ।
-Golam Kabir
London.
আমি পশ্চিমবঙ্গের ছেলে আর তামিলনাড়ু তে আমি পাঁচ বছর ছিলাম।আমি তামিল ভাষা জানি।
ভালো
nice
আপনার বাসা কোথায় ভাই
Bangla mishti boli.
ভাই আসসালামুয়ালাইকুম,,, কেমন আছেন ভাই,, আপনার যত ভিডিও দেখেছি তার মধ্যে অনেক অনেক কষ্ট করতে হয়েছে এই ভিডিও তে,,আপনি ভাই অনেক পরিশ্রম করেছেন তাদের ভাষা বুঝাতে এবং বুঝতে,,