আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
ভাইয়া আমি বিমহীত।আপনার কয়েকটা ভিডিও দেখে কোন পরসে বা কোন যাদুতে আমার দুচোখে পানি এসে গেলো।আপনার এ অনবদ্য অসাধারণ বর্ননা আর পদচারণ এর ভিডিও দেখে মনে হয় এটাই সত্যিকারের স্বর্গ।
আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
কাঁটা তাঁর দিয়ে একটি কৃত্রিম দেওয়াল শুধু দুটি দেশ তৈরি করল। কিন্তু বাঙালির আবেগ, বাঙালির মমত্ববোধ, জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির প্রতি বাঙালির টান আজীবন টিকে থাকবে । বেঁচে থাকুক বাঙালির অনুভূতিগুলি। Love you সুমন ভাই।
এটি কোন প্রতিবেদন না......... এটি একটি সংগ্রামের গল্প, এটি একটি জীবনের গল্প। ১৯ টি মিনিট সেই সুদূর আসামের মরিগাও এর গ্রামে হারিয়ে গিয়েছিলাম। ভালো থাকবেন মাটির মানুষ পরিমল বিশ্বাস। আবারও ধন্যবাদ সুমন ভাইকে।
আসামের প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা সত্যিই ঈর্ষণীয়। এদের কাছে ঢাকা, দিল্লি, কোলকাতা বা মুম্বাইয়ের আধুনিকতার ছোঁয়া পৌঁছেনি বলে এদের ভালোবাসা এতো নির্মল আর খাঁটি।
সুমন ভাই সমীর বিশ্বাস খুবই আন্তরিক মনের একজন মানুষ। জীবনের এই শেষবেলায় এসেও মুখে কি নির্মল হাসি, দেখলেই প্রাণ টা জুড়ায় যায়। একদম মনে হলো আমার পাশের এলাকার একজন চাচা। ♥️
সালাউদ্দীন সুমন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বিভিন্ন অঞ্চলের মানুষের কথা আঞ্চলিক পরিবেশ পরিপ্রেক্ষিত তুলে ধরার জন্য। আশা করি আগামী দিন গুলিতে আপনার এই কর্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাবেন।
মায়ার একটা সংসার। একজন মালিক আছে তার কাছে সবার ফিরে যেতে হবে এই চিন্তাটা সবার করা দরকার ❤️ মুরুব্বির এই কথাটা খুব ভালো লাগছে ❤️ সালাউদ্দিন সুমন ভাই আমি আপনার একজন নিয়মিত দর্শক। ❤️
সত্যি বাংলাদেশ - ভারত দুই বাংলার মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ হলাম,আসামের গ্রামটা সত্যিই খুবই সুন্দর ❣️,তেমনি মানুষগুলোর ভালোবাসা সুন্দর 🥰,সুমন ভাইয়ের উপস্থাপনা দারুণ❣️❣️
সবার উপরে মানুষ সত্য..."" আমরা একই অঞ্চলের বাঙালি.. শুধু দেশ টাই আলাদা... আন্তরিকতা দেখে চোখে পানি চলে আসলো... টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় ... কিন্তু আবার কিছু সম্মান আন্তরিকতা টাকা দিয়েও কেনা যায়.... ভালোবাসা রইল অবিরাম...❤ Love from Bangladesh 🇧🇩
ঠিক আমাদের টাংগাইলের আঞ্চলিক ভালোবাসা আর সংস্কৃতির সাথে অনেক মিল আছে তাদের। মনে হয় টাংগাইল জেলার সাথে ওখানকার মানুষের একটা সম্পর্ক রয়েছে। আমরা ঠিক একই ভাবে কথা বলি। ভালো লাগলো সুমন ভাই, আপনার এই উপস্থাপনা টি।
সুমন ভাইয়ের এক একটা ভ্রমন কাহিনী যেন বিভিন্ন মানুষের জীবনের এক একটা অধ্যায়। কতখানি মায়াবী হলে আন্তরিক হলে যে সাধারণ মানুষকে আপন করে নেওয়া যায় সুমন ভাই তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এইভাবেই উনি যেন মানুষের মধ্যেই আল্লাহ বা ঈশ্বরের সন্ধান করেন। উনি দীর্ঘজীবি হন।
কি অসাধারণ আপ্পায়ন বাঙালি সমীর বাবুর এ যেন অসম্প্রদায়িক বাংলার প্রতিচ্ছবি জয় বাংলা বাংলার জয় অদ্ভুত নিয়মের বেড়াজাল কাঁটাতারের দেশভাগ হলেও হৃদয় কখনো ভাগ করা যায় না
এক সময় বাংলাদেশের মানুষের মন মানসিকতাও এমন ছিল।কিন্ত আফসোস বর্তমানে বাংলাদেশের মানুষের মন মানসিকতা অনেক নিচু,সবাই হিংস্র,কে কার ক্ষতি করবে সেই প্রতিযোগিতা। বাংলাদেশের মানুষদের উচিত ভারতের বাঙালিদের অনুসরন করা। অবাক হলাম এতো সুন্দর বড় মন মানসিকতার মানুষ দেখে।❤
ভাই একটা দেশের সমস্ত মানুষ খারাপ হয়না। বাংলাদেশে এখনও পরস্পর সম্প্রীতি বজায় আছে। সবদেশেই কমবেশি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আর গণমাধ্যম এসব নেতিবাচক বিষয় বেশি প্রচার করে। কিন্তুু এসব ঘটনা বিচ্ছিন্ন এবং শুধুই সাময়িক। একবার ঘুরে যান বাংলাদেশ, আপনার ধারণা পাল্টাবেই। ভারতের হোক কিংবা বাংলাদেশের, বাঙালি জাতিটাই সহজ সরল, আন্তরিক,। ধন্যবাদ।
এটি টাঙ্গাইলের ভাষা। আমি ও আসামের বাসিন্দা। আমাদের পূর্ব পুরুষ বাংলাদেশ থেকে এসেছে। আমাদেরকে এইখানে টাংগাইলা বোলে। আসামে অনেক মৈমনসিংহা, বগুইরা, জামালপুইরা, টাংগাইলা অনেক লোক আছে। আমরা ঘরে টাংগাইলের ভাষা বলি। অনেক ইচ্ছা আছে বাংলাদেশের টাঙ্গাইলে ঘুরতে যাওয়া।
আসামের রাজ্যটি দেখতে একেবারে বাংলাদেশের মতো খুব সুন্দর গ্রাম গুলো অসাধারণ আর এই গ্রামের মানুষ অতি আপ্যায়ন প্রীয় এবং সহজ সরল ভিডিও টি দেখার পড়ে অনেক ভালো লাগল 🌹🌹🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মানবিকতার প্রকাষ্ঠ উদাহরণ।🙏 চোখের কোনে জল চলে আসলো। ❤️🙏 খুব সুন্দর উপস্থাপনা। কলকাতা শহরে বাস করে এত সুন্দর মনোরম পরিবেশের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হলাম।❤️🤗😍 অশেষ ধন্যবাদ আপনাকে।
জান্নাত কেমন হবে জানিনা,তবে সেই জান্নাতের একপাশে যেন বাংলাদেশটা থাকে। খুব ভালোবাসি আমার দেশ ও তার প্রকৃতিকে। আসামের মানুষগুলোর আতিথিয়েতা আমাদের বাঙ্গালিদের মতোই।
কোনো রাজনৈতিক দিক থেকে নয়।হৃদয় থেকে বলছি,সব বাংলা ভাষাভাষীরা যদি এক হয়ে এক সীমানায় থাকতো তবে কতোই না ভালো হতো।দেখেই বোঝা যায়,একে অপরের প্রতি কতো টান আমাদের❤️
@@soulin8520 কারণ মুসলিমদের জন্মহার বেশি,,হিন্দুদের জন্মহার কম...হিন্দুদের সংখ্যা যেখানে ১০ থেকে ৫০ হয়েছে,মুসলিমের ঐ সংখ্যা ১০ থেকে ১০০ হয়েছে, তাই শতাংশে হিন্দু কমে এসেছে।কিন্তু প্রকৃতক্ষেত্রে হিন্দু জনসংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে।❤
@@durbin6574 পশ্চিম বঙ্গে ৩০ লক্ষ মতুয়ারা চলে এসেছে কারন যোগেন্দ্র নাথ মন্ডলের উপর এরা ভরসা করে বাংলাদেশে থেকে গিয়েছিল । এর পর তখন অত্যাচার চরমে পৌঁছালো তখন সব ভারতে চলে আসতে বাধ্য হলো । এ বিষয়ে আইনমন্ত্রী যোগেন্দ্র নাথ মন্ডলের পদত্যাগ পত্র টা ইউটিউবে পাওয়া যায় ।
@@durbin6574 amra sobi jani ai sob galpo anno kothao sonas manush ato sahaje nijer basat bari chere jete chai na tora kanglu molla ra j kato bhalo seta r keo januk na januk WB er Hindu ra bhaloi jane
আল্লাহ এই বাচ্চা শিশু কে সুস্থ তা দান করো এবং আমাদের সবাইকে হেদায়েত ও সুস্থতা দান করুন আমিন আলহামদুলিল্লাহ ভালো আছি সকল মুসলমানকে হেদায়েত ও সুস্থতা দান করো আমিন আলহামদুলিল্লাহ ভালো আছি
অনেক অনেক শুভকামনা ভাই আপনার প্রতি, আমাদের আসল পরিচয় আমরা মানুষ, যদিও অনেকেই আমরা ভুলে যাই, অনেক ভালো লেগেছে, নিরীহ সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমি থাকবো তার পাশে, এটাই আমার ব্রত, এগিয়ে যান ভাই।
মানুষের জীবন যে কতটা ভালো-মন্দ ঘটনার বৈচিত্র্যময় সম্মিলন, তা চোখ দিয়ে দেখছি ভাই, আশা করছি আপনার মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারব, সালাউদ্দিন সুমন ভাই আপনি বিশ্বাস করেন আমি আপনার অভিব্যক্তি ওবর্ণনার এত পরিমান ফ্যান যা বলে বোঝাতে প পারবো না ❤️ আর ভালোবাসা ভারতের সকল সাধারণ অসাধারণ মানুষদের জন্য.🇧🇩🇮🇳❤️
ছোটবেলায় বড়দের কাছ থেকে আসাম নিয়ে অনেক ধরনের গল্প শুনেছি তবে কখনো যাওয়া হয়নি ভারতে এত এত জায়গায় উন্নয়ন হয় অথচ বাংলায় উন্নয়ন নেই আসামের জন্য এক বুক ভালোবাসা ❤❤
আসাম, ত্রিপুরা বাংলাদেশের ছিলো। যতোদিন আসাম,ত্রিপুরা বাংলাদেশের মানচিত্রে যোগ না হবে ততোদিন বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবেনা। ___মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
@@mdimranhossain8717 বাংলা, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান,নেপাল, ভুটান ভারতের অংশ ছিলো । যতদিন এই জায়গা গুলোকে ভারতের মানচিত্রে যোগ না হবে ততদিন ভারতের মানচিত্র পূর্ণতা পাবে না।
এইটা তো বোঝেনা মোদি জানোয়ার বাংলা ভাষার সবাই আমরা ভাই ভাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান ব্রিটিশ জানোয়ার এরকম করছে এখন মোদি জানোয়ার এরকম করতেছে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇲🇾
সাধারণ মানুষের অসাধারণ আতিথেয়তা। এই অটিষ্টিক বাচ্চাটা যেন সুন্দর এক বাগানে সুগন্ধহীন ফুল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই বাচ্চাটিকে ভাল করে তুলুন।সুন্দর বাগানখানি আনন্দ সুখে ভরে উঠুক।
আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
মাটি, মানুষ, ও প্রকৃতি - সাথে আন্তরিক উপস্থাপনায় মিলে মিশ একাকার। অসাধারণ, অনবদ্য, ভালোলাগা ও ভালোবাসার এক মহাকাব্যীয় প্রামাণ্য চিত্র। অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই সুমনকে।♥️♥️
সুখ কাকে বলে বুঝে নাও কোটি টাকা দিয়েও এই সুখের একটি অংশও কেনা যাবে না সরল মানুষ কাকে বলে দেখ আর মানবতা শিখ এই পরিবারের কাছ থেকে আবারও প্রমানিত হলো টাকাই সব কিছু নয়।
সত্যিই আজ খুব ভালো লাগলো ভিডিওটি দেখে না লিখে পারলাম না ধন্যবাদ সুমন দা 🙏🙏🙏 ভিডিও টি করার জন্য আর আপনাকে অনেক অনেক Welcome জানাই আমাদের ভারতে। শহরে এত আধুনিকতা, কিন্তু গ্রামের মতো এত আন্তরিকতা নেই, আমার জন্ম শহরে কিন্তু সুযোগ পেলেই গ্রামে গ্রামে ঘুড়ে বেড়াই , গ্রাম আমার খুব প্রিয় নদীর তীরে বসে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়, গ্রামে গেলেই প্রকৃতির সঙ্গে আমাদের সুন্দর একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায়। যেটা শহরের কোলাহলে পাওয়া যাবে না, শহরের মানুষের মধ্যে শুধুই হিংসা, লোভ, ঈর্ষা দেখতে পাবেন । অচেনা মানুষকে বাড়ি ডেকে আতিথিয়তা করা ওসব পাঠ এখন ওঠেই গেছে, উল্টে আত্মীয় স্বজন বাড়ি এলে কখন তাড়িয়ে দেওয়া যায় সেটাই চিন্তা করে। এই হলো গ্রাম শহরের তফাৎ শহরে মানুষ থাকে আর গ্রামে মনুষ্যত্ব
বাঙালী মানুষদের আন্তরিকতা অপরিসীম। এখন ও অনেক ভালো মনের মানুষ পৃথিবীতে বেঁচে আছে।ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই এতো সুন্দর মনের মানুষদের সবার মাঝে তুলে ধরার জন্য।
ভাই সত্যই এই ভিডিওটি খুব ভালো লেগেছে, পরিবারের সদস্যরা গরিব হলেও, তাঁদের মন কিন্তু অনেক বড়, যেকোনো মানুষের প্রতি তাঁদের ভালোবাসা রয়েছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা সুন্দর মানবিক পরিবারের সদস্যদেরকে দেখানোর জন্য।
আসামের মানুষের মুখের ভাষার সাথে বাংলাদেশের মানুষের মুখের ভাষার কত মিল।।গ্রাম গুলোও বাংলাদেশের গ্রামের মতোই।
দুইটা দেশ কিন্তু সবদিক দিয়ে কত মিল
ভাই আজ যদি টাঙ্গাইলকে বাংলাদেশ থেকে আলাদা করে,, কালও কি আপনি এই রকম কমেন্ট করবেন, যে দুই দেশ,, তখন লিখতেন টাঙ্গাইল আমাদের বাংলাদেশের ছিলো। আসামও তাই
আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
Assam ও এক সময় বাংলাদেশ ছিলো ভাগা ভাগি হয়েছে
ভগবান এই মানুষ গুলো কে ভালো রাখুক।। এটাই পার্থনা।। God bless them🙏
আপনিও এক অসাধারণ মানুষ এই কারনে আপনার সাথে পরিচয় হয় অসাধারণ মানুষের সাথে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
আপনি আমার মতে এই উপমহাদেশের সেরা ইউটিউবার। কি অসাধারণ উপস্হাপনা! একদম কবিতার মতো। এমন আবেগ, বাংলার মাটির গন্ধ ভরপুর।
You are awesome describer any matter. Kindly visit Bhutan. Sponsor this comment.
এটা শুধু ট্র্যাভেল ব্লগ নয়, জীবনের অনুসন্ধান। ধন্যবাদ। শহরের ১০/১২ ফুট বড় উদার মন পাওয়া সম্ভব নয়, গ্রামের মুক্ত পরিবেশেই পাওয়া সম্ভব।
একদম ঠিক ।
Assamer Kotha sunei choke jol ase ..assam.amader..kintu India.amader theke kaida.kore niease
ভাইয়া আমি বিমহীত।আপনার কয়েকটা ভিডিও দেখে কোন পরসে বা কোন যাদুতে আমার দুচোখে পানি এসে গেলো।আপনার এ অনবদ্য অসাধারণ বর্ননা আর পদচারণ এর ভিডিও দেখে মনে হয় এটাই সত্যিকারের স্বর্গ।
From Assam..... আমাদের রাজ্যকে বিশ্ব বাসির কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ
দাদা আমার বাড়ি বাংলাদেশে।
৫০ বছর আগে আমার আত্নীয় স্বজন রেখে আসছি। তাদের সাথে দেখা+ কথা বলার ক্ষেত্রে সাহায্য করতে পারবেন
@@mahaburhasan3900
ওখান থেকে আসলেন কেন ? এখন তো বাংলাদেশের অবস্থা বেশ ভালো ।
@@mahaburhasan3900 ki vabe sahajjo korta pari bolun...apnar attio kutay taken
@@mahaburhasan3900আপনার আত্মীয় স্বজনের ঠিকানা কোথায়?
আমার আত্মীয় স্বজন থাকেন আসামের গুহাটি তে।
আচ্ছা দাদা আসামের সব জায়গায় কি বাংলা ভাষা নাকি?
সুমন ভাই পুরো ভিডিওটা দেখলাম.... আথেতিয়তায় মুগ্ধ...৷ বাঙালীরা সবসময় সেরা....
সুমন দা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আসামের বাঙালি পরিবারকে দেখানোর জন্য আমি আসামের বাসিন্দা।
দাদা আপনার বাসা আসাম কুন জাগায় আপনি কি রুপোই স্টেশন চেনেন
@@somordeb2810রুপই না রূপহী রেলস্টেশন এটা আসাম এ
❤
🇧🇩❤️🇮🇳
সত্যি হৃদয় ছুয়ে গেল ভিডিওটা,
নিজের অজান্তেই যেন চোখের কোনায় অশ্রু চলে আসল,ভালো থাকুক পৃথিবীর সব মানুষ
সালাউদ্দিন ভাই চোখের জল ধরে রাখতে পারলাম না,,,সত্যি এই মানুষ গুলো মাটির মানুষ,,আপনার প্রতিবেদন দেখে মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে 🇮🇳❤️🇧🇩
জি ভাই,, 😢😢
সত্যিই কি উদার আন্তরিকতা
ভাল থাকুন।
কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের কোনো গ্রাম। আহা দুই দেশ কিন্তু কত মিল। বাংলাদেশের মানুষের মতো আন্তরিকতা☺
আসাম তো বাংলাদেশের,, অন্যায়ভাবে ইন্ডিয়া নিয়ে নিছে,, দেশ ভাগের সময় অন্যায়ভাবে ভাগ হয়েছে
@@MohammedAliAzam-z8j আসামকে আরো আগেই আলাদা করা হয়েছে। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পরই আসামকে পূর্ববঙ্গ থেকে আলাদা করা হয়েছিল।
আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
অর্থের অভাব আছে কিন্তু আন্তরিকতার অভাব নেই। ❤️
ভালোবাসা রইলো সবার জন্য।
কতো সহজ সরল মানুষগুলো আল্লাহ তুমি সহায় হও । সুমন ভাইয়ের মাধ্যমে এদের কে চিনতে পারলাম ধন্যবাদ সাংবাদিক সুমন ভাইয়কে।
একটা গ্রামীণ সাধারণ জীবন কেও যে কতটা অসাধারন ভাবে ফুটিয়ে তোলা যায় তা আপনার ভিডিও না দেখলে বোঝা অসম্ভব 🙏
আপনার কমেন্ট ও অসাধারণ ❤️❤️❤️❤️
কাঁটা তাঁর দিয়ে একটি কৃত্রিম দেওয়াল শুধু দুটি দেশ তৈরি করল। কিন্তু বাঙালির আবেগ, বাঙালির মমত্ববোধ, জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির প্রতি বাঙালির টান আজীবন টিকে থাকবে । বেঁচে থাকুক বাঙালির অনুভূতিগুলি। Love you সুমন ভাই।
এটি কোন প্রতিবেদন না.........
এটি একটি সংগ্রামের গল্প,
এটি একটি জীবনের গল্প।
১৯ টি মিনিট সেই সুদূর আসামের মরিগাও এর গ্রামে হারিয়ে গিয়েছিলাম।
ভালো থাকবেন মাটির মানুষ পরিমল বিশ্বাস।
আবারও ধন্যবাদ সুমন ভাইকে।
আসামের প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা সত্যিই ঈর্ষণীয়। এদের কাছে ঢাকা, দিল্লি, কোলকাতা বা মুম্বাইয়ের আধুনিকতার ছোঁয়া পৌঁছেনি বলে এদের ভালোবাসা এতো নির্মল আর খাঁটি।
এক সময় বাবা কাকাদের মুখে আসামের অনেক গল্প শুনেছি।
কি সুন্দর পরিপাটি গ্রামের বাড়ি।
সুমন ভাই সমীর বিশ্বাস খুবই আন্তরিক মনের একজন মানুষ। জীবনের এই শেষবেলায় এসেও মুখে কি নির্মল হাসি, দেখলেই প্রাণ টা জুড়ায় যায়। একদম মনে হলো আমার পাশের এলাকার একজন চাচা। ♥️
আসামের এক কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে যে আন্তরিকতা দেখালেন সেটা বলার ভাষা নেই । আপনি ভালো থাকুন শুভকামনা ।
Remote area aasam that u could find the distress family .thanks salauddin sb.
আমি আসাম শিলচর থেকে দেখছি সত্যি মন টা ভরে গেল ❤️❤️❤️
খুবই মর্মস্পর্শী। হৃদয় ছুঁয়ে যাওয়া episode। ভগবান আপনাকে শক্তি দিন। ভালো থাকুন
হঠাৎ হঠাৎ কান্না চলে আসে সুমন ভাই। আপনার ব্রমণ প্রতিবেদনগুলো অন্তরে গেথে যায়।
বাচ্চাটির সুস্থতার জন্য আমরাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা সহযোগিতা করি,,
সালাউদ্দীন সুমন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বিভিন্ন অঞ্চলের মানুষের কথা আঞ্চলিক পরিবেশ পরিপ্রেক্ষিত তুলে ধরার জন্য। আশা করি আগামী দিন গুলিতে আপনার এই কর্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাবেন।
অনেক বড় মনের মানুষ আপনি,এর আগে ও দেখেছি
আপনি গরীব মানুষকে আপনার
সাধ্যেও মত সাহায্য করেন।
ঈশ্বর আপনার মঙ্গল করুন।
বিভিন্ন পরিবেশ ও বিভিন্ন জায়গা ভিডিওর মাধ্যমে পরিচয় করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া, গরিব কে আল্লাহ একটা অনেক বড় মন দিয়েছে, এটাই তাদের বড় সম্পদ।
আল্লাহ কাল্পনিক
মায়াৰ সংসাৰ এই কথাটো শুনি বহুত ভাল লাগিল।
মায়ার একটা সংসার।
একজন মালিক আছে তার কাছে সবার ফিরে যেতে হবে এই চিন্তাটা সবার করা দরকার ❤️
মুরুব্বির এই কথাটা খুব ভালো লাগছে ❤️
সালাউদ্দিন সুমন ভাই আমি আপনার একজন নিয়মিত দর্শক।
❤️
গ্রামীণ জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে থাকা। তার সঙ্গে আপনার ধারা বিবরণ এক কথায় অসাধারণ।
সত্যি বাংলাদেশ - ভারত দুই বাংলার মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ হলাম,আসামের গ্রামটা সত্যিই খুবই সুন্দর ❣️,তেমনি মানুষগুলোর ভালোবাসা সুন্দর 🥰,সুমন ভাইয়ের উপস্থাপনা দারুণ❣️❣️
বাহ, সবসময় কোলকাতার মানুষ দেখেছি... এই প্রথম আসামের মানুষের সাধাসিধে আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো... ❤️
সবার উপরে মানুষ সত্য...""
আমরা একই অঞ্চলের বাঙালি.. শুধু দেশ টাই আলাদা... আন্তরিকতা দেখে চোখে পানি চলে আসলো... টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় ... কিন্তু আবার কিছু সম্মান আন্তরিকতা টাকা দিয়েও কেনা যায়....
ভালোবাসা রইল অবিরাম...❤
Love from Bangladesh 🇧🇩
অবিরত অবিরত ভালোবাসা 🇮🇳🇧🇩🇮🇳❤🙏
Love from Assam, India
ধন্যবাদ দাদা আসাম থেকে।
❤️🩹❤️🩹❤️🩹
গ্রামের প্রাকৃতিক পরিবেশ, পাখিদের কলরব, মুরগির ডাক,গ্রামের
মানুষগুলোর সহজ সরল জীবন...
আপনার ভিডিওগুলোতে দেখে মন প্রাণ
জুড়িয়ে যায়।
এই ভিডিও দেখে ভারতের মানুষের প্রতি ভালোবাসা বেড়ে গেছে 🇧🇩❤️🇮🇳
ভালোবাসা অবিরত 😊❤🇮🇳🇧🇩🙏
Ablcoda muslim tra to abr india k sojjo krta pris nh
Love from India
Love from Assam ❤️
Assam was a part of Bengal
খুবই আন্তরিক প্রতিবেদন।মন ছুঁয়ে যায়।মন ভালো খারাপ দুটোই হল।
ঠিক আমাদের টাংগাইলের আঞ্চলিক ভালোবাসা আর সংস্কৃতির সাথে অনেক মিল আছে তাদের। মনে হয় টাংগাইল জেলার সাথে ওখানকার মানুষের একটা সম্পর্ক রয়েছে। আমরা ঠিক একই ভাবে কথা বলি।
ভালো লাগলো সুমন ভাই, আপনার এই উপস্থাপনা টি।
They came Assam during partition during 1947.
Tik bolcen❤🇧🇩
একদম ঠিক কেমন জানি আমাদের টাঙ্গাইলের সাথে মিলে যাচ্ছে
এরা টাংগাইলের লোক দেশভাগের ফলে এরা অনেক আগে আসাম চলে গিয়েছে।
@@tapasmajumdar6644
টাঙ্গাইল না, ময়মনসিংহ জেলার হবে।
হুবহু একই টান কথায়।
একই দেশ অথচ পশ্চিম বাংলা আর আসামের মাঝে কত তফাৎ। আর আসামের ভাষাটা অনেকটা আমাদের টাংগাইলের মত ❤
একদম। টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ঐদিকের আঞ্চলিক ভাষার মতো
আমাদের ময়মনসিংহের কিছু কিছু জায়গার সেইম ভাষা।আমি ত অবাক একই রকমের কথা বলার ধরন। আমাদের এলাকার মানুষ এভাবেই কথা বলে।
আমার মনের কথা বলছেন, হুবহু টাংগাইলের ভাষা
Assam er basha apnara bujben na TH-cam a "Assamese song "" type kore dekhen ,,,
Right 💗💗💗🥰🥰
কাকীমাদের চায়ের কাপ গুলো দেখতে অসাধারণ 😀
আমার তো তাদের বাসায় যেতে ইচ্ছে করতেছে।আসাম বাসীর জন্য ভালোবাসা❤️❤️
সুমন ভাইয়ের এক একটা ভ্রমন কাহিনী যেন বিভিন্ন মানুষের জীবনের এক একটা অধ্যায়। কতখানি মায়াবী হলে আন্তরিক হলে যে সাধারণ মানুষকে আপন করে নেওয়া যায় সুমন ভাই তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এইভাবেই উনি যেন মানুষের মধ্যেই আল্লাহ বা ঈশ্বরের সন্ধান করেন। উনি দীর্ঘজীবি হন।
কি অসাধারণ আপ্পায়ন বাঙালি সমীর বাবুর এ যেন অসম্প্রদায়িক বাংলার প্রতিচ্ছবি জয় বাংলা বাংলার জয় অদ্ভুত নিয়মের বেড়াজাল কাঁটাতারের দেশভাগ হলেও হৃদয় কখনো ভাগ করা যায় না
এক সময় বাংলাদেশের মানুষের মন মানসিকতাও এমন ছিল।কিন্ত আফসোস বর্তমানে বাংলাদেশের মানুষের মন মানসিকতা অনেক নিচু,সবাই হিংস্র,কে কার ক্ষতি করবে সেই প্রতিযোগিতা।
বাংলাদেশের মানুষদের উচিত ভারতের বাঙালিদের অনুসরন করা।
অবাক হলাম এতো সুন্দর বড় মন মানসিকতার মানুষ দেখে।❤
বাংলাদেশ আর মানুষের দেশ নেই , মূর্তিভাঙা , কাদীয়ানি দের প্রতি অত্যাচার ।
মোল্লাতন্র চলছে ।
ভাই একটা দেশের সমস্ত মানুষ খারাপ হয়না। বাংলাদেশে এখনও পরস্পর সম্প্রীতি বজায় আছে। সবদেশেই কমবেশি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আর গণমাধ্যম এসব নেতিবাচক বিষয় বেশি প্রচার করে। কিন্তুু এসব ঘটনা বিচ্ছিন্ন এবং শুধুই সাময়িক। একবার ঘুরে যান বাংলাদেশ, আপনার ধারণা পাল্টাবেই। ভারতের হোক কিংবা বাংলাদেশের, বাঙালি জাতিটাই সহজ সরল, আন্তরিক,। ধন্যবাদ।
ভাই এ ব্যাপারে আমি আপনার সাথে একমত নই।আমাদের দেশের অধিকাংশ মানুষই এমন সাধাসিধা খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থান্বেষী ও হিংসুক।
একজন মালিক আছে... মালিকের কাছে যেতে হবে একদিন কথা টা একদম সত্যিই।
সত্যি প্রাণটা জুড়িয়ে গেলো।চাচা-চাচীর কথাগুলো শুনে মনে হলো যে উনারা মনে হয় আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বংশধর। ভাষা পুরোটাই শেরপুর-ময়মনসিংহের মতো
এটি টাঙ্গাইলের ভাষা। আমি ও আসামের বাসিন্দা। আমাদের পূর্ব পুরুষ বাংলাদেশ থেকে এসেছে। আমাদেরকে এইখানে টাংগাইলা বোলে। আসামে অনেক মৈমনসিংহা, বগুইরা, জামালপুইরা, টাংগাইলা অনেক লোক আছে। আমরা ঘরে টাংগাইলের ভাষা বলি। অনেক ইচ্ছা আছে বাংলাদেশের টাঙ্গাইলে ঘুরতে যাওয়া।
আমি টাঙ্গাইলের মানুষ। আসামের মানুষ বাংলাদেশের টাঙ্গাইলা টানে কথা বলে। আসামবাসীকে টাঙ্গাইল আমন্ত্রণ জানাচ্ছি
@@shahil_ahmed i am from Bangladesh but I live in tangail 💗💗🥰🥰
আসামের রাজ্যটি দেখতে একেবারে বাংলাদেশের মতো খুব সুন্দর গ্রাম গুলো অসাধারণ আর এই গ্রামের মানুষ অতি আপ্যায়ন প্রীয় এবং সহজ সরল ভিডিও টি দেখার পড়ে অনেক ভালো লাগল
🌹🌹🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
একসময় সময় আসাম বাংলাদেশের এক অংশ ছিল বলে মনে হয়।
যে মানুষ গুলোর বৃত্ত বৈভব নেই তাদের অমূল্য মন রয়েছে, অসাধারণ।
আল্লাহতালা যেন অবুঝ শিশুটাকে সুস্থ করে দেয় এবং ওনাদের অভাব দূর করে যেন স্বচ্ছল করে দেয়। 🇧🇩❤️🇮🇳
M a Matir sargho thanks Suman.
আমিন
Amin
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
Amra. duratya dur kore dyi
চোখ দিয়া অটো পানি বাড়ায় গেলো। অসাধারণ 🙂🙂
বাচ্চাটাকে দেখে মায়া লাগছে 😢💔
কি মিষ্টি মুখখানা ♥️
ধন্যবাদ সুমন দা 🙏
যদি পারেন সাহাজয করেন।
Allah sobai k valo rakhuk
"আমরা কস্ট করে খাই,কস্ট দেখে ডরাইনা"- কথাটার মূল্য অনির্ণেয়।আল্লাহ উনাদের সুস্থ রাখুন।আকাশচুম্বী মন মানসিকতা ❤️
মানবিকতার প্রকাষ্ঠ উদাহরণ।🙏 চোখের কোনে জল চলে আসলো। ❤️🙏 খুব সুন্দর উপস্থাপনা। কলকাতা শহরে বাস করে এত সুন্দর মনোরম পরিবেশের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হলাম।❤️🤗😍 অশেষ ধন্যবাদ আপনাকে।
আমি জামাল পুরের সরিষা বাড়ি থেকে বলছি। আসামে আমার দাদীর বোন আছে। কিন্ত পরিচয় নাই। তাদের জমি আছে বাংলাদেশে ।এই আইড়িতে যোগাযোগ করবেন।
ঐ ছেলেটার ব্যাপার নিয়া একটু চিন্তা করেন।অসহায় পরিবার সাহাজ্য করতে পারলে ভাল হবে।
এইরকম প্রকৃতির সৌন্দর্য আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চিএ ভিডিও তে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো
জান্নাত কেমন হবে জানিনা,তবে সেই জান্নাতের একপাশে যেন বাংলাদেশটা থাকে। খুব ভালোবাসি আমার দেশ ও তার প্রকৃতিকে। আসামের মানুষগুলোর আতিথিয়েতা আমাদের বাঙ্গালিদের মতোই।
ওনারা বাঙ্গালী ই
মন ভরে গেল। এই পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা।
সত্যি আসামের কাকার মনমানসিকতা খুবই ভালো,,, ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ,,, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💝💐
এইজন্য হিন্দু দের মারধর দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন
ভিডিও টা দেখে মোন ভরে গেল,কাকু তো মাটির মানুষ, অনেক বড় মনের মানুষ, Love you kaku ❤❤❤❤
গ্রামের মানুষ আসলেই অসাধারণ । শহরের মানুষের মতো কঠিন না
শ্বাশত বাংলার রূপ আসামের গ্রামীণ জনপদে দেখা গেল সালাউদ্দিন সাহেবের ভ্রমণ ভারতীয় ব্লগে। ধন্যবাদ। আসামের এই গ্রামীণ মানুষের সরলতা সত্যিই অসাধারণ।
কোনো রাজনৈতিক দিক থেকে নয়।হৃদয় থেকে বলছি,সব বাংলা ভাষাভাষীরা যদি এক হয়ে এক সীমানায় থাকতো তবে কতোই না ভালো হতো।দেখেই বোঝা যায়,একে অপরের প্রতি কতো টান আমাদের❤️
না সেটা সম্ভব নয় । বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ৩০ থেকে ৬ শতাংশ হলো কেন ?
@@soulin8520 কারণ মুসলিমদের জন্মহার বেশি,,হিন্দুদের জন্মহার কম...হিন্দুদের সংখ্যা যেখানে ১০ থেকে ৫০ হয়েছে,মুসলিমের ঐ সংখ্যা ১০ থেকে ১০০ হয়েছে, তাই শতাংশে হিন্দু কমে এসেছে।কিন্তু প্রকৃতক্ষেত্রে হিন্দু জনসংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে।❤
৭১ সালে দেশ সাধীনের পর উন্নত জীবনের জন্য অনেক হিন্দুকে জায়গা জমি বিক্রি করে ভারতে চলে যেতে দেখেছি।
@@durbin6574
পশ্চিম বঙ্গে ৩০ লক্ষ মতুয়ারা চলে এসেছে
কারন যোগেন্দ্র নাথ মন্ডলের উপর এরা ভরসা করে বাংলাদেশে থেকে গিয়েছিল ।
এর পর তখন অত্যাচার চরমে পৌঁছালো তখন সব ভারতে চলে আসতে বাধ্য হলো ।
এ বিষয়ে আইনমন্ত্রী যোগেন্দ্র নাথ মন্ডলের পদত্যাগ পত্র টা ইউটিউবে পাওয়া যায় ।
@@durbin6574 amra sobi jani ai sob galpo anno kothao sonas manush ato sahaje nijer basat bari chere jete chai na tora kanglu molla ra j kato bhalo seta r keo januk na januk WB er Hindu ra bhaloi jane
মানুষগুলো আসলেই অসাধারণ।
একদম খাটি মানুষ, সমির বিশ্বাস🙏
সুমন দাদার জীবনটার অনেক আনন্দ আছে সাথে নিলয় ও এর
'অতিথি দেব ভব' । সত্যিই অসাধারণ। তোমার উপস্থাপনায় আমি অভিভূত।
আল্লাহ এই বাচ্চা শিশু কে সুস্থ তা দান করো এবং আমাদের সবাইকে হেদায়েত ও সুস্থতা দান করুন আমিন আলহামদুলিল্লাহ ভালো আছি সকল মুসলমানকে হেদায়েত ও সুস্থতা দান করো আমিন আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনার প্রায় সবগুলো ভিডিও সত্যিই আন্তরিকতায় ও প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ মিলন মেলা। আমার অনুরোধ এই ধরনের আরও আরও উপহার দিয়ে যান। ধন্যবাদ
আসলেই সাধারণ বিষয়ে যে অসাধারণ হতে পারে ,, না দেখলাম জানতামই না এত সুন্দর একটি মন্দির, যা আমার হৃদয় ছুয়ে গেছে ❤❤
আপনার প্রতিটা ভিডিও দেখে খুব ভালো লাগে।আপনি একজন বহুত বড় মনের মানুষ।হিন্দু মুসলিমের ব্যবধান ভুলে বেচেঁ থাকুক দুই বাংলার মানুষ।
অনেক সুন্দর একটা পরিবেশ দেখে মনটা বরে গেল
অনেক অনেক শুভকামনা ভাই আপনার প্রতি, আমাদের আসল পরিচয় আমরা মানুষ, যদিও অনেকেই আমরা ভুলে যাই, অনেক ভালো লেগেছে, নিরীহ সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমি থাকবো তার পাশে, এটাই আমার ব্রত, এগিয়ে যান ভাই।
মানুষের জীবন যে কতটা ভালো-মন্দ ঘটনার বৈচিত্র্যময় সম্মিলন, তা চোখ দিয়ে দেখছি ভাই, আশা করছি আপনার মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারব, সালাউদ্দিন সুমন ভাই আপনি বিশ্বাস করেন আমি আপনার অভিব্যক্তি ওবর্ণনার এত পরিমান ফ্যান যা বলে বোঝাতে প পারবো না ❤️
আর ভালোবাসা ভারতের সকল সাধারণ অসাধারণ মানুষদের জন্য.🇧🇩🇮🇳❤️
অসাধারন অনুভূতি। শিশুটার সুস্থতা কামনা করি।
আপনার ভিডিও আমরা যারা যারা দেকি!
সবাই সাদা মনের মানুষ !
সাদা মাটা গ্রামীণ পরিবেশ প্রেমি 😍😍
সত্যি পরিবারটির আথিতেয়তা দেখে মুগ্ধ হলাম। ভারত বাংলাদেশ বন্ধুতা চিরজীবী হোক। জয়বাংলা জয় বংগ বন্ধু। বাংলাদেশ থেকে।
পৃথিবীতে বাঙালির মত ভাল মানুষ খুব কমই আছে। হোক সে এপার বাংলার বা ওপার বাংলার
চোখে পানি চলে আসলো 😔উনার প্রতিটা কথা কত দামী... ভালো থাকবেন দাদা.. বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন ❤️❤️
ছোটবেলায় বড়দের কাছ থেকে আসাম নিয়ে অনেক ধরনের গল্প শুনেছি তবে কখনো যাওয়া হয়নি ভারতে এত এত জায়গায় উন্নয়ন হয় অথচ বাংলায় উন্নয়ন নেই আসামের জন্য এক বুক ভালোবাসা ❤❤
ঠিক বাংলাদেশের মতো । সারা দেশে এত এত উন্নয়ন হয় অথচ পাব্যত চট্টগ্রামে কোন উন্নয়ন ই হয় না
@@123jons ke bollo Chittagong e unnoyon hoina?
@@adibkamal45 তোমাকে কে বললো আসামে উন্নয়ন হয়নি ?
আসাম, ত্রিপুরা বাংলাদেশের ছিলো। যতোদিন আসাম,ত্রিপুরা বাংলাদেশের মানচিত্রে যোগ না হবে ততোদিন বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবেনা।
___মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
@@mdimranhossain8717 বাংলা, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান,নেপাল, ভুটান ভারতের অংশ ছিলো । যতদিন এই জায়গা গুলোকে ভারতের মানচিত্রে যোগ না হবে ততদিন ভারতের মানচিত্র পূর্ণতা পাবে না।
একেবারে বাংলাদেশের মানুষের স্বভাব কথা বলা,আতিথেয়তা। মুগ্ধ হলাম।
কে হিন্দু কে মুসলিম সেটা বড় নয় সবচেয়ে বড়ো হলো আমরা সবাই মানুষ, সবাই উপর মানুষ সত্য তাহার উপর কেহ নাই 💗💗
এইটা তো বোঝেনা মোদি জানোয়ার বাংলা ভাষার সবাই আমরা ভাই ভাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান ব্রিটিশ জানোয়ার এরকম করছে এখন মোদি জানোয়ার এরকম করতেছে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇲🇾
@@AliAkbar-si5qx toder moulana, imam , mufti gulo janowar er bachcha tader aage bojha tarpor dekhbi sob thik hoe gache
@@AliAkbar-si5qx আপনার ধারণা ভুল ভাই
@@AliAkbar-si5qx bah modi janwar hole apni ki bhai. Ei sikhhata peye to boro hoyechen tai na. Bharat er pm ke janwar bolchen.
Up te muslim ra modiji r vokto. Koi tara to modijike gali deyna. Tara ko khub khusi
লোকটা অত্যান্ত ভালো মানুষ।
আল্লাহ ওনারে সাহায্য করুক।
সাধারণ মানুষের অসাধারণ আতিথেয়তা। এই অটিষ্টিক বাচ্চাটা যেন সুন্দর এক বাগানে সুগন্ধহীন ফুল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই বাচ্চাটিকে ভাল করে তুলুন।সুন্দর বাগানখানি আনন্দ সুখে ভরে উঠুক।
এরকম সহজ সরল মানুষ গুলো দেখলে চখে পানি চলে আসে ভালো থাকুক সুস্থ থাকুক।
কেমন জানি আসামের মানুষের ভাষা আমাদের টাঙ্গাইলের মানুষের সাথে পুরোটাই মিল।
Hmm ami inda Assam thike bolsi
আমরা আসামএর মানুষ বিশেষ কইরা আমরার বরাক উপত্যকার (কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর) মানুষ সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর ভাষায় কথা বলে ❤
এই দাদুর কথা শুনলে চোখে পানি এসে যায় কারন সে নিজেকে আল্লাহ বয়ে কতো ছোটো করে রাখে
আল্লাহ তাকে সুস্থ রাখুক ভাল রাখুক
ও আল্লাহ বাচ্চাটা কতো সুন্দর ,কিন্তু বেচারা অচল।আল্লাহ্ তাকে সুস্থতা দান করুন।
সত্যিই আসাম সুন্দর একটা অরিজিন। ইনশাআল্লাহ একদিন সামর্থ্য হলে যাব তাদের সুখ দুঃখের গল্প শুনবো শোনাবো। তাদের সরলতা আমাকে মুগ্ধ করছে।
সুমন ভাই, এমন গ্রামের আরও ভিডিও চাই,ইন্ডিয়ার মানুষের ভালোবাসা দেখে মনটা ভালো হয়ে গেল🇧🇩❤️🇮🇳
ভালোবাসা নেবেন ❤❤❤❤
কত সুন্দর কথা, অনেক ইচ্ছে হয়, দুনিয়ায় সব বাংলার মানুষ এক হয়ে থাকা, দুনিয়ায় সব বাংলা ভাষা মানুষ কে মন থেকে দোয়া ❤❤
আল্লাহ তায়ালা শিশু টি কে সুস্থ করুন আমিন।
কী যে ভালো লাগলো!অনবদ্য, অসাধারণ। চমৎকার উপস্থাপন। যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি।
অনেক ভালোবাসা ও শুভকামনা।
মাটি, মানুষ, ও প্রকৃতি - সাথে আন্তরিক উপস্থাপনায় মিলে মিশ একাকার। অসাধারণ, অনবদ্য, ভালোলাগা ও ভালোবাসার এক মহাকাব্যীয় প্রামাণ্য চিত্র। অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই সুমনকে।♥️♥️
ভগবান এর কাছে পর্থনা করি যাতে বাচ্চাটি সুস্থ হয়ে যায়
❤❤
সুখ কাকে বলে বুঝে নাও কোটি টাকা দিয়েও এই সুখের একটি অংশও কেনা যাবে না সরল মানুষ কাকে বলে দেখ আর মানবতা শিখ এই পরিবারের কাছ থেকে আবারও প্রমানিত হলো টাকাই সব কিছু নয়।
সত্যিই আজ খুব ভালো লাগলো ভিডিওটি দেখে
না লিখে পারলাম না
ধন্যবাদ সুমন দা 🙏🙏🙏 ভিডিও টি করার জন্য
আর আপনাকে অনেক অনেক Welcome জানাই আমাদের ভারতে।
শহরে এত আধুনিকতা,
কিন্তু গ্রামের মতো এত আন্তরিকতা নেই,
আমার জন্ম শহরে কিন্তু সুযোগ পেলেই গ্রামে গ্রামে ঘুড়ে বেড়াই ,
গ্রাম আমার খুব প্রিয়
নদীর তীরে বসে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়,
গ্রামে গেলেই প্রকৃতির সঙ্গে আমাদের সুন্দর একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায়।
যেটা শহরের কোলাহলে পাওয়া যাবে না,
শহরের মানুষের মধ্যে শুধুই হিংসা, লোভ, ঈর্ষা দেখতে পাবেন । অচেনা মানুষকে বাড়ি ডেকে আতিথিয়তা করা ওসব পাঠ এখন ওঠেই গেছে,
উল্টে আত্মীয় স্বজন বাড়ি এলে কখন তাড়িয়ে দেওয়া যায় সেটাই চিন্তা করে।
এই হলো গ্রাম শহরের তফাৎ
শহরে মানুষ থাকে আর গ্রামে মনুষ্যত্ব
একদম সেম টাঙ্গাইলের মত ভাষা 🇧🇩❤️🇮🇳 উনার অতিথিপরায়ন দেখে বুকের ভেতরটা কেপে উঠেছে, সত্যি ই সমীর বিশ্বাস দাদা উদার মনের মানুষ। মনেহলো বাংলাদেশী ❤️❤️❤️🇧🇩🇧🇩
রাইট। টাংাইলে ল এর জায়গায় ন উচ্চারণ করে।আমার বাড়িতে এইভাবেই বলে
@@habibmondol3137 ভাইয়ের বাড়ি টাঙ্গাইলের কোথায়??
Right ameder Tangail basa moto
ভাই আপনার কমেন্ট পড়ে আমি থমকে গেছি,একদম টাংগাইলের ভাষা।আমি আগের ভিডিও তে এই কথাই বলছি।এটা কিভাবে সম্ভব, শুধু ভাষা নয়,বলার টনও একই রকম।
@@habibmondol3137 ভাই ১০০% মিল আছে আমাদের টাংগাইলের সাথে।
বাঙালী মানুষদের আন্তরিকতা অপরিসীম। এখন ও অনেক ভালো মনের মানুষ পৃথিবীতে বেঁচে আছে।ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই এতো সুন্দর মনের মানুষদের সবার মাঝে তুলে ধরার জন্য।
ভাই সত্যই এই ভিডিওটি খুব ভালো লেগেছে, পরিবারের সদস্যরা গরিব হলেও, তাঁদের মন কিন্তু অনেক বড়, যেকোনো মানুষের প্রতি তাঁদের ভালোবাসা রয়েছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা সুন্দর মানবিক পরিবারের সদস্যদেরকে দেখানোর জন্য।
আহ,,আমার কাছে ভালো লাগে হিন্দু ভায়েদেরকে,,আমার এলাকায় হিন্দু আছে,, আমি তাদের কে অনেক ভালোবাসি,,বাঙালি মানেই পৃথিবীর এক ইতিহাস,,,
মানুষ গুলো এতো সহজসরল খুব ভালো লাগলো 🥰🥰
love from Bangladesh 🇧🇩
পোরা ভিডিও দেখলাম। কয়েকবার চোখে জল এসে গেল। কত সহজ সরল গামের মানুষ। অসাধারণ ভিডিও। ধন্যবাদ।।