ভারতের চেন্নাইয়ে গিয়ে কিভাবে চিকিৎসা করাবেন, কোথায় থাকবেন, কী খাবেন || Treatment in Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2022
  • চেন্নাই। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর। একইসাথে এটি দেশটির চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটান সিটি। ৩৬৮ বছরের পুরনো এই শহরের আগের নাম মাদ্রাজ। দীর্ঘকাল ধরে মাদ্রাজ তথা চেন্নাই চিকিৎসা শাস্ত্রে বেশ এগিয়ে রয়েছে।
    এ কারণে প্রতিদিন এশিয়া মহাদেশ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য এখানে ছুটে আসে মানুষ।
    ভালো ডাক্তার দেখানো, রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসার পাশাপাশি আরোগ্য লাভের হার বিবেচনায় ব্যয় বহুল হলেও বাংলাদেশ থেকে প্রতিদিনই বহু রোগী আসেন চেন্নাইয়ে।
    চেন্নাই চিকিৎসা নিতে এসে যাতে আর সামান্যতম সমস্যায় পড়তে না হয়, সেজন্যই তৈরি করছি আজকের ভিডিও।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #treatment #chennai #india

ความคิดเห็น • 2.8K

  • @mithunroy6403
    @mithunroy6403 ปีที่แล้ว +180

    গুরুত্বপূর্ণ ভিডিও, চিকিৎসার জন্য যাওয়া মানুষের নানা প্রশ্নের উত্তর মিলবে। সহজ চিকিৎসার জন্য সঠিক তথ্য।
    ধন্যবাদ সুমন ভাই ❤️

  • @bondhubaribd
    @bondhubaribd ปีที่แล้ว +363

    এই চাচার পায়ের অপারেশন করা ডাক্তারের নাম সম্ভবত "ডা. আর গোপাল কৃষ্ণান"। উনি খুব ভালো বাংলা জানেন। ১৭ টা ভাষায় কথা বলতে পারেন। চমৎকার মানুষ। 👍❤️

    • @theoasis3078
      @theoasis3078 ปีที่แล้ว +11

      ভগবান বাচিয়েছেন আপনাকে।

    • @AladdinSmiah
      @AladdinSmiah ปีที่แล้ว +11

      ১৭টা ভাষায় কথা বলে মানে? আপনি জানেন কিভাবে উনি যে এতো ভাষা জানে? শুধু কি ইন্ডিয়ার ভিতরের ভাষা? নাকি অন্য দেশের? আমি ৮ বছর ধরে ভাষা শিখতেছি এখনো ৮টা সম্পুর্ণ করতে পারি নি

    • @sjsj-uz5bu
      @sjsj-uz5bu ปีที่แล้ว +46

      @@AladdinSmiah মাদ্রাসায় পড়া সাইন্টিস্ট রা নবী নিয়ে গবেষণা করতে পারে, মহাকাশ নিয়ে কিভাবে করবে

    • @hasansumon8469
      @hasansumon8469 ปีที่แล้ว

      @@AladdinSmiah আপনি একটা ছাগল তাই এখনো তার সম্পর্কে জানেন না

    • @thegreatestofalltime777
      @thegreatestofalltime777 ปีที่แล้ว +4

      @@sjsj-uz5bu 😄😄👍

  • @shantorobidas4193
    @shantorobidas4193 ปีที่แล้ว +17

    এই চেন্নাইয়ের চিকিৎসা নিয়ে যে ভিডিওটা আপনি করেছেন এটা খুব মানুষের জন্য একটা হেল্পফুল বিষয় হয়ে দাঁড়িয়েছে এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @samirkumarbose7507
    @samirkumarbose7507 ปีที่แล้ว +166

    আমি ভারতীয়। তবে সবার প্রথমে মানুষ। ভাইজান চিকিৎসাক্ষেত্রে মনোমালিন্য ভাল না। আপনারা এখানে সঠিক চিকিৎসা পেয়ে ভাল হয়ে বাড়ি ফিরুন। এটাই আমার প্রার্থনা।

    • @chakrabortyMrinango
      @chakrabortyMrinango ปีที่แล้ว +7

      Bhai kintu Bangladeshi Hindu Deer hate kore. Raat din amader bhogoban somporke racist comment kore

    • @md.khalidhasan26
      @md.khalidhasan26 ปีที่แล้ว +2

      ধন্যবাদ ভাই।সবার প্রথমে মানুষ

    • @md.yousufali2766
      @md.yousufali2766 ปีที่แล้ว +2

      Love u from BD

    • @AbdurRahman-tu6yt
      @AbdurRahman-tu6yt 8 หลายเดือนก่อน

      miot hospital ta kemon

    • @Ramisha-ec5xc
      @Ramisha-ec5xc 6 หลายเดือนก่อน

      ​@@chakrabortyMrinangoBaiya bangalira jodi apnader ninde korto,tahole bangladese hindu somprodaer manus bosobas korte partona.apnarao valo,jar karone amader banglarira apnader dese jete partese.sobai sobar jonno.

  • @sanjoyguha4355
    @sanjoyguha4355 ปีที่แล้ว +63

    সুমন ভাই - আপনি খালি বাঙ্গলাদেশী দের জন্য নয়, অপামর বাঙ্গালী দের জন্য খুব ভাল একটা ভিডিও বানালেন। আমরা যারা কলকাতা র মানুষ, তারাও উপকৃত হব, এই ভিডিও র মাধ্যমে। আর এত বাংলালেখা, এত বাঙ্গালী রেস্তোরা, আমার জানা ছিল না। অসাধারন ভিডিও - অনেক ধন্যবাদ ভাই। 💞🙏

    • @tapabratabhanja2791
      @tapabratabhanja2791 ปีที่แล้ว

      চেন্নাই তে কি আছে যা কোলকাতায় নেই । এ গুলো আপনাদের মিথ । যদি টাকা থাকে বালি গরুর তবে ভাইপোর মত আমেরিকায় চিকিৎসা করিয়ে আসতে পারতেন

    • @surajitmondal823
      @surajitmondal823 ปีที่แล้ว

      @@tapabratabhanja2791 সত্যি বাস্তব বলেছেন

    • @AnnapurnaMallik-oh1lk
      @AnnapurnaMallik-oh1lk 11 หลายเดือนก่อน

      ​@@tapabratabhanja2791in 2:3III III.. Mk mk m. Km in inbb hbb hai hb😮😮Yu na na . No inb in my in❤❤😮😮😮 😢

  • @shohelahmed6217
    @shohelahmed6217 ปีที่แล้ว +268

    ভারতীয় ডাক্তাররা অসাধারণ। আমার মনে হয় শুধু ডাক্তারগনই না সংশ্লিষ্ট সবাই অসাধারণ। বাংলাদেশ থেকে ভালবাসা অবিরাম।

    • @mmallick3224
      @mmallick3224 ปีที่แล้ว +19

      ভারতে চিকিৎসার জন্য সর্বোত্তম দক্ষিণ ভারত। ভেলোর, মাদ্রাস (চেন্নাই), বেঙ্গলৌর ইত্যাদি স্থানে উৎকৃষ্ট চিকিৎসা হয়।

    • @jamiulislam5089
      @jamiulislam5089 ปีที่แล้ว +5

      একদম রাইট ভাই।

    • @RahulDas-wu6nc
      @RahulDas-wu6nc ปีที่แล้ว +11

      Sudhu amader PM gele apnader deshe oshanti hoy..se jai hok welcome apnader.amar Bharot mohan..Bharotiyo hisebe gorbo hoy

    • @tapabratabhanja2791
      @tapabratabhanja2791 ปีที่แล้ว

      নিজের দেশের চিকিৎসা ব্যাবস্থা ঠিক কর । তোমার নেতা মন্ত্রীরা কথায় কথায় সিঙ্গাপুর যায় ।

    • @shahariarnadim7557
      @shahariarnadim7557 ปีที่แล้ว

      @@RahulDas-wu6nc আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে বিএনপি এরাই মূলত অশান্তি তৈরি করে

  • @pradipkumardutta7841
    @pradipkumardutta7841 ปีที่แล้ว +32

    ভারতের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক দেশ থেকে উন্নত, সেই সঙ্গে ভারতীয় হিসেবে গর্বিত।

  • @emdadulislamsagor3527
    @emdadulislamsagor3527 ปีที่แล้ว +20

    যে যত যাই কিছু বলুক ভারতীয়রা আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে,, নিজের দেশের চিকিৎসা ভালো নেই অথচ ভারতের চিকিৎসার মান কত উন্নত আর কতো চমৎকার আচার-আচরণ

  • @mainuddin7514
    @mainuddin7514 ปีที่แล้ว +16

    গুরুত্বপূর্ণ একটি ভিডিও,
    ডাক্তার চয়েস না করতে পারলেও তারা যে ডাক্তার প্রয়োজন তাদের কাছে পাঠিয়ে দিবে
    এ তথ্য টা অনেক উপকার হলো,, ধন্যবাদ

  • @jamiulislam5089
    @jamiulislam5089 ปีที่แล้ว +284

    চেন্নাই ভেলর এ দীর্ঘ ২০ দিন চিকিৎসা নিয়েছি। খুবই আন্তরিকভাবে চিকিৎসা পাওয়া যায়। যা বাংলাদেশে অকল্পনীয়।
    আল্লাহ সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ।

    • @Yoshi99ff
      @Yoshi99ff ปีที่แล้ว +6

      Plez reply diben amar maa cancer. Kothai treatment vlo bbe

    • @tapaskumardebnath1082
      @tapaskumardebnath1082 ปีที่แล้ว +1

      এর পরেও তো তোময়া ইন্ডিয়ান দের কাফের, মালুর বাচ্চা বলে ভালবাসা প্রকাশ করে থাক অহরহ!!!!!

    • @jamiulislam5089
      @jamiulislam5089 ปีที่แล้ว +15

      @@Yoshi99ff এপোলো হসপিটাল চেন্নাই। এছাড়াও চেন্নাই এর ভেলর শহরে আরও কিছু বিশ্ব মানের হসপিটাল আছে। ওগুলোও ভালো। তবে, সময় বেশি লাগে। তবে, চিকিৎসা খরচ অনেক কম।

    • @jamiulislam5089
      @jamiulislam5089 ปีที่แล้ว

      @@Yoshi99ff th-cam.com/video/EQZS57hqMsw/w-d-xo.html

    • @prosenjitpoddar1576
      @prosenjitpoddar1576 ปีที่แล้ว +1

      বাড়ি ফিরে গিয়ে আবার ভারতের দুর্নাম করো গিয়ে ভারতকে গালি দাও তোমরা

  • @bellalhossainteacher6520
    @bellalhossainteacher6520 9 หลายเดือนก่อน +7

    প্রিয় ভাই আপনি আপনার উপস্থাপনায় চেন্নাই এ্যাপেলো হাসপাতালের সমষ্টি গতভাবে চিকিৎসা ব্যবস্থা যত সহজ বল্লেন বাস্তবে তার চেয়ে আরো অনেক অনেক গুন বেশি সহজন আমি তার বাস্তব উদাহরন।

  • @playzone7868
    @playzone7868 7 หลายเดือนก่อน +37

    আসলে ইন্ডিয়া একটি বৈচিত্র্যময় দেশ যত দেখি তত অবাক হই।ভালোবাসা বাংলাদেশ থেকে💞

    • @salimmalik9572
      @salimmalik9572 29 วันที่ผ่านมา

      আমার বাড়ি কোলকাতা আপনি ঠিকবলে ছেন

  • @ShahadatHossain-ir9zs
    @ShahadatHossain-ir9zs ปีที่แล้ว +14

    ইনশাআল্লাহ সামনের মাসেই চেন্নাই যাবো আমি আমার ছোট শেলক আর আমার শাশুড়ী, ভিডিওটায় আসায় উপকার হইলো খুব, ধন্যবাদ আপনাকে

    • @ranajoy78
      @ranajoy78 ปีที่แล้ว

      Vellore or Bangalore saibaba hospital jete paren। অনলাইন consult করে যাবেন

    • @acmrinmoy9969
      @acmrinmoy9969 ปีที่แล้ว

      Help laglay Amar satha contract kortay paran

    • @mdshahinrana707
      @mdshahinrana707 ปีที่แล้ว

      ভাই মেডিকেল ভিসায় ডক্টর এপোয়নমেন্ট লাগবে

  • @kawsaralamnirob7983
    @kawsaralamnirob7983 ปีที่แล้ว +62

    আমাদের খুবই উপকার হবে খহবই উপকারে আসবে তথ্য গুলো, আল্লাহ আপনাকে জন সেবা করার তৌফিক দান করুক।

  • @marmabikrom8754
    @marmabikrom8754 ปีที่แล้ว +31

    সুমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে 🌹👋 আর ভারতের সকল ডাঃদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 👋❤️👋🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @kajalpandit548
      @kajalpandit548 ปีที่แล้ว

      Eai bangladehora bharot ke gala gal daye

  • @user-gv9gr8it5n
    @user-gv9gr8it5n 19 วันที่ผ่านมา +3

    অ্যাপোলো হাসপাতাল চেন্নাই তে না গিয়ে কলকাতার এপোলো হাসপাতাল চিকিৎসা নিলে ভালো হয়। আমরা বাংলাদেশীদের জন্য কলকাতা কাছে তাছাড়া ভাষাগত সমস্যা নেই এখানে। খাওয়া-দাওয়া অনেকটা একই রকমের। কলকাতা এবং বাংলাদেশের কালচার এ অনেকটা মিল পাওয়া যায়। আমি নিজে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছি সবকিছু আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারদের ব্যবহার অমায়িক।

    • @krishnamazumder4576
      @krishnamazumder4576 14 วันที่ผ่านมา

      gota varote dr der qualifaication jodi bolen tahole Kolkatar dr best but digonosis jodi bolen tahole South valo.

  • @tarekrahman4360
    @tarekrahman4360 ปีที่แล้ว +122

    আসলে ভারত এমন একটা দেশ যেখানে সব আছে

    • @noyonahmed7631
      @noyonahmed7631 ปีที่แล้ว

      হাহা

    • @rifasvlog
      @rifasvlog ปีที่แล้ว +10

      @@noyonahmed7631 khub hashi pacche ? 🙄🙄

    • @animeshbabai
      @animeshbabai ปีที่แล้ว +10

      হা হা না করে একটু বলো ইন্ডিয়া কোন দিকে পিছিয়ে আছে ?

    • @Muslim_Piggy
      @Muslim_Piggy ปีที่แล้ว +6

      @@noyonahmed7631 joy kanglu joy madrasachap

    • @lakshmidutta1236
      @lakshmidutta1236 ปีที่แล้ว +1

      @@farhanalmamun তুমি টু এইভাবে বলছো যেমন বেঙ্গল কুনু দিনেই ব্রিটিশ ইন্ডিয়া আর পার্ট ছিল না । বেঙ্গল সবসময় একটা স্বতন্ত্র দেশ ছিল প্রথম থেকে😂

  • @mdasifrahman576
    @mdasifrahman576 ปีที่แล้ว +41

    আহ চেন্নাই সেই দিনের কথা গুলো মনে পড়ে গেল
    রাস্তা ঘাট গুলো দেখে সেই দৃশ্য গুলো আবার স্মরণ হয়ে গেল
    অনেক মায়া জড়ানো শহর চেন্নাই

  • @maknmjgfghvhgfd8842
    @maknmjgfghvhgfd8842 ปีที่แล้ว +5

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য

  • @joyprokashroy2018
    @joyprokashroy2018 ปีที่แล้ว +8

    সুমন ভাই আমি আপনার চ্যানেলে নতুন। জানতাম না আপনার ভ্রমণ ভিডিও গুলো এতো ভালো। জানা যায় সকল তথ্য বিস্তারিত ভাবে। আমার বিশ্বাস ভিডিও গুলো যারা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @zihadahamed8734
    @zihadahamed8734 ปีที่แล้ว +48

    এটাই মানুষের পরিচয়, আপনি অসাধারন একটা কাজ করেছেন, আল্লাহ আপনাকে আরো ভালো কাজ করাতে সুযোগ করে দেক..❤️🇧🇩💯

    • @abulkalamazad7444
      @abulkalamazad7444 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ জানিয়ে. এটা কাজকরে মানুষের জন্য মহিমান্বিতহল

  • @MdRubel-tr1ev
    @MdRubel-tr1ev ปีที่แล้ว +55

    আল্লাহ সবাইকে রোগ বাদি মুক্তি করো।

    • @swapandey4426
      @swapandey4426 ปีที่แล้ว +3

      উপর অলার চিকিৎসা শ্ৰেষ্ঠ । আর কি চিন্তা। 👍👍👍👍

    • @proudsm735
      @proudsm735 ปีที่แล้ว +1

      তাহলে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে কেন জান? অসুস্থ হলে আল্লার নাম নিয়ে বাড়ি বসে থাকলেই তো চলে।

  • @yasinhasan7983
    @yasinhasan7983 หลายเดือนก่อน

    গুরুত্বপূর্ণ ভিডিও, চিকিৎসার জন্য যাওয়া মানুষের নানা প্রশ্নের উত্তর মিলবে। সহজ চিকিৎসার জন্য সঠিক তথ্য।
    ধন্যবাদ সুমন ভাই ধন্যবাদ

  • @vijayakumar2967
    @vijayakumar2967 6 หลายเดือนก่อน +8

    Guys please come to tamilnadu (Chennai) for your medical Tourism which can provide cheap but High quality, that's why it's health capital of India.
    Love from TN, India

  • @AbdurRazzak-ih5lu
    @AbdurRazzak-ih5lu ปีที่แล้ว +25

    খুবই উপকারী ভিডিও।
    সবার কাজে আসবে।তবে ইতিহাসের ছাত্র হিসেবে চেন্নাই তথা মাদ্রাজের ঐতিহাসিক একটা ভিডিও চাই!!

    • @payelroy4898
      @payelroy4898 ปีที่แล้ว

      Tui shune ki korbi sala kanglu

  • @Kabir34356
    @Kabir34356 ปีที่แล้ว +292

    ভারতীয় ডাক্তারদের ব্যবহার, চিকিৎসা এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধাবোধ এবং মানুষকে মানুষ হিসেবে মুল্যায়নের কারণেই আমাদের বাংলাদেশের অনেক রোগী (যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল) ভারতে চিকিৎসার জন্য গমন করেন। আমি গেল বছর ডিসেম্বরে ভারতের, কলকাতায় চিকিৎসার জন্য গমন করেছিলাম। ডাক্তারদের আন্তরিকতা ও ব্যবহারেই রোগী অর্ধেক সুস্থ্য হয়ে যায়। আর তাদের চিকিৎসা পদ্ধতিও অনেক উন্নত।

    • @gmvn19
      @gmvn19 ปีที่แล้ว +21

      সাহসের সঙ্গে সত্য কথা বলার জন্য ধন্যবাদ ।

    • @timirdasgupta9427
      @timirdasgupta9427 ปีที่แล้ว +5

      Suman I like you pl make avideo about Gaila Barisal

    • @mrinmoydeb1891
      @mrinmoydeb1891 ปีที่แล้ว

      Kichu mone korben na , Kintu bangla deser lok to India theke upokar niey, Pakistan ke baro Bhai , boss, nijer mone kore, India ke gali dey, hindu attachar e samil hochche, hindu akhon 7% er o niche , ami nije bangladesh ghur te giye ei bapar ta dekhechi....

    • @tanmaypramanick9281
      @tanmaypramanick9281 ปีที่แล้ว

      Keno re gudmaranir beta gulo ebar bharate aste habe keno toder Bangladesh e Allah valo daktar toiri karte pareni Allah er naki eto khamata ?

    • @Kabir34356
      @Kabir34356 ปีที่แล้ว

      @@tanmaypramanick9281 ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার দ্বারা বুঝিয়ে দিলি তুই কতটুকু নিম্ন মন মানসিকতা সম্পন্ন। আর মুখের ভাষা শুনে মনে হয় রাস্তার ছেলে, ডাস্টবিনের কিট, নর্দমা। Garbage.

  • @Bookwormeducare
    @Bookwormeducare 8 หลายเดือนก่อน +10

    বাংলাদেশ থেকে বলছি,,,
    ভালোবাসার আরেক নাম ইন্ডিয়া,,, ❤

    • @parthasarkar5292
      @parthasarkar5292 3 หลายเดือนก่อน +1

      আবার তো ভারতীয় পণ্য বয়কট করে বাংলাদেশীরা আবার কলা গাছকে সাপোর্ট করে কোনটা সত্যি কোনটা মিথ্যা 😮

  • @prabirkayal8091
    @prabirkayal8091 ปีที่แล้ว +28

    প্রথমেই একজন বাঙালী হিসেবে গর্বিত বোধ করছি,, একজন বাঙালি অসুস্থ মানুষদের নির্ভিক হবার সাহস দিচ্ছেন চেন্নাই থেকে,, যাদের সহযোগিতা করার কেউ নেই তাদের মনে এক অসম্ভব সাহস এনে দেবে এই ভিডিও। বাঙালি হয়ে আরও একবার গর্বিত অনুভব করছি সুমন ভাইয়ের জন্য। কলকাতা থেকে,, ধন্যবাদ ভাই আপনাকে।

  • @ujjaldey3141
    @ujjaldey3141 ปีที่แล้ว +53

    বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ সুমন ভাই👌👍🙏

    • @noyonahmed7631
      @noyonahmed7631 ปีที่แล้ว

      কোনো গুরুত্বপূর্ণ আমি দেখছি না

    • @ujjaldey3141
      @ujjaldey3141 ปีที่แล้ว +4

      @@noyonahmed7631 আপনার দেখার দরকার নেই

    • @esgtiowkja896
      @esgtiowkja896 ปีที่แล้ว +1

      @@noyonahmed7631 bolda

    • @ankandas1554
      @ankandas1554 ปีที่แล้ว

      @@noyonahmed7631 bd te ki tui eka bas koris bokachoda

    • @Arindam.84
      @Arindam.84 ปีที่แล้ว

      @@noyonahmed7631 বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের ওপর শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বিভিন্ন রকম অত্যাচার করে। শুধু তাই নয় তারা কথায় কথায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ও আমার মাতৃভূমি ভারতকে নিয়ে বাজে কথা বলে। ভারতকে বয়কটের কথাও শুনি 😆। এবার বাংলাদেশ থেকে ভারতে এলে যদি আমরা মারা শুরু করি...
      কে বাঁচাবে???🤔
      তাই বলছি ভারতের বিরুদ্ধে আজেবাজে কথা বলা বা কোন ষড়যন্ত্র করা ও সাথে বাংলাদেশের হিন্দুদের মরার আগে 101বার ভাববেন।
      আমরা কিন্তু বাধ্য হইবো এরপরে বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মানুষের উপর ডাইরেক্ট একশন নেওয়ার।
      কে ভালো কে মন্দ দেখব না.....
      বাংলাদেশী মুসলমান মানেই ভারতের মাটিতে পা দিলে মার খাবে।
      তাই বলছি আমার কথাটা কেউ ফাঁকা আওয়াজ' না ভেবে সিরিয়াস নেবেন।

  • @MdBabul-sr9rs
    @MdBabul-sr9rs 18 วันที่ผ่านมา +1

    Salauddin sumon Bhai desh bi desh onek Kichu dekano apnake onek donno bad Valo thakun susto thakun Dowa roilo

  • @Baktiaruddin800
    @Baktiaruddin800 2 หลายเดือนก่อน

    গুরুত্বপূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @kakonbd6806
    @kakonbd6806 ปีที่แล้ว +45

    সুমন ভাই,আপনি সত্যিই অনন্য কারনটা আপনার কনটেন্ট।এরকম একটা ভিডিওর খুব দরকার ছিল।আমাদের দেশের অনেক মানুষ প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যায়।এই ভিডিওটা তাদের খুব উপকারে আসবে।

    • @ranajoy78
      @ranajoy78 ปีที่แล้ว +4

      Better ভেলরে আরেকটু সস্তা পাবেন । এছাড়া ব্যাঙ্গালোরে সাইবাবা হসপিটাল যেতে পারেন

    • @Yoshi99ff
      @Yoshi99ff ปีที่แล้ว

      @@ranajoy78 আঙ্কেল ক্যান্সারের জন্য কোন হসপিটাল ভালো হবে 😭😭😭😭আমার মার ক্যান্সার

    • @ranajoy78
      @ranajoy78 ปีที่แล้ว

      @@Yoshi99ff TATA hospital kolkata te ache ar Mumbai te ache

    • @ranajoy78
      @ranajoy78 ปีที่แล้ว

      @@Yoshi99ff কিসের ক্যান্সার আর কোন স্টেজ।এই রোগে মনের জোর টা main। সব ঠিক হয়ে যাবে, আপনি অনলাইনে consult kore কলকাতা তে দেখিয়ে নিন তাড়াতাড়ি

    • @bdbikerrakib7216
      @bdbikerrakib7216 ปีที่แล้ว

      Chennai te ki Bangla Taka exchange kora jai money exchange theke?

  • @engr.amitchakraborty499
    @engr.amitchakraborty499 ปีที่แล้ว +6

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি ভিডিও বানানোর জন্য।
    বাংলাদেশের অনেক মানুষ যারা চেন্নাই প্রথমবার যান তাদের জন্য খুব উপকার হলো।

  • @MarufKhan-zp6vh
    @MarufKhan-zp6vh ปีที่แล้ว +3

    দীর্ঘ ৩৮ দিন ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা হয়। ডাক্তার সহ সবাই খুব বন্ধুসুলভ আচরণ করেন। আপনার ভিডিওতে দেখা সব কিছুই খুব পরিচিত মনে হল আপনি যেই হোটেলে বসে খাচ্ছিলেন ঠিক ওইখানেই বসে খেয়েছিলাম কয়েকবার ২য় তলা ছিল মনে হয়।

    • @Fatiha803
      @Fatiha803 ปีที่แล้ว

      Cost kmn...r

    • @user-to7zv6fu4n
      @user-to7zv6fu4n 5 หลายเดือนก่อน

      Vhai Chennai Apollo te treatment khoroch kmn? R treatment er facility kmn? Apni tw thakchen ektu bolben ki eikhane olpo time e valo treatment koraite parbo? Cz CMC te nki onk time lage..

  • @TravelBhaskar
    @TravelBhaskar ปีที่แล้ว +8

    মানুষ মানুষ এর জন্য আমরা ভারতীয়রা মনে করি।🇮🇳🇮🇳

  • @rajuchowdhury9388
    @rajuchowdhury9388 ปีที่แล้ว +15

    দক্ষিণ ভারতীয়দের বাঙালির মত কাঠি করার অভ্যাস নাই। ওরা সত প্রকৃতির মানুষ।

  • @Anonymous-xz6mk
    @Anonymous-xz6mk ปีที่แล้ว +7

    সালাহউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ দেব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনাকে দেখেছি আবার ভারতের বিভিন্ন ধরনের বিষয়ে বলতে শুনেছি। অনেক কিছু জেনেছি। আপনি বিশেষ পুরস্কার
    পাবার যোগ্য। আমরা অধির, আগ্রহের সঙ্গে অপেক্ষা করি

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 ปีที่แล้ว

    ভাল লাগলো।অনেক তথ্যবহুল ভিডিও।

  • @mdmurad9859
    @mdmurad9859 ปีที่แล้ว +4

    আপনাকে অসংখ্য ধন্যবাদ 💝

  • @ahmedrumey3983
    @ahmedrumey3983 ปีที่แล้ว +6

    অনেকেই ইন্ডিয়া টুর নিয়ে প্রচুর ভিডিও বানান।
    এই প্রথম দরকারি একটা ভিডিও বানান এর জন্য ধন্যবাদ

  • @misterchowdhury8336
    @misterchowdhury8336 ปีที่แล้ว +6

    অত্যন্ত গূরুত্বপূন্য ভিডিও বাংলাদেশি মানুষের জন্য 🌺🖤

  • @mousumikhan2227
    @mousumikhan2227 ปีที่แล้ว +26

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

    • @dropin409
      @dropin409 ปีที่แล้ว

      Mousumi tumi kamon aso

  • @shibsrashthabiswas1014
    @shibsrashthabiswas1014 ปีที่แล้ว

    Osadharon .. salauddin Sumon Vai... Very helpful post.

  • @myobservation587
    @myobservation587 ปีที่แล้ว +25

    দারুন একটা প্রতিবেদন দেখলাম দাদা, মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশে কতো টাকা জলে দিয়েছি কোন কাজে আসেনি। শুধু সাহস করে চেন্নাই যেতে পারিনি মাকে নিয়ে। আজ আপনার প্রতিবেদন দেখে সবকিছু খুব সহজ মনে হলো। ধন্যবাদ প্রিয় সুমন দাদা।💝💝

    • @acmrinmoy9969
      @acmrinmoy9969 ปีที่แล้ว +1

      Chennai aslay Amar satha contract kortay paran

    • @sahinurchodury5476
      @sahinurchodury5476 ปีที่แล้ว +1

      @@acmrinmoy9969 amar husbend k akjon libar doktor dekhate cai khoroc kmn hobe unar libar sirosis

    • @acmrinmoy9969
      @acmrinmoy9969 ปีที่แล้ว +1

      @@sahinurchodury5476 aita Amar social media nam request patan

    • @acmrinmoy9969
      @acmrinmoy9969 ปีที่แล้ว

      @@sahinurchodury5476 sob bolay dibo

    • @mehedihasan-tw2kp
      @mehedihasan-tw2kp 20 วันที่ผ่านมา

      ​@@acmrinmoy9969Help korben dada

  • @sufisujon
    @sufisujon ปีที่แล้ว +4

    অজানা অনেক তথ্য জানতে পারলাম
    আমি আনন্দিত খুবই কেননা
    আপনার মতো একজন ইউটেবার আমাদের বাংলাদেশের।
    আসলের অনেক বিস্তারিত সকল বিষয় গুলো আপনি তুলে ধরেন।
    আপনার বাচনভঙ্গি সবকিছু মিলেয়ে অসম্ভব চমকপ্রদ।
    ভালোবাসা অবিরাম রইলো প্রিয় সুমন ভাই ❤️❤️❤️❤️❤️🙏

  • @mafingamingyt
    @mafingamingyt ปีที่แล้ว +3

    অনেক ভালো একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ

  • @mosharrefhossain7111
    @mosharrefhossain7111 4 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ ভাই, কিছু বিষয়ের উপর জানতে পারলাম ভালো লাগলো

  • @LifeInvisible
    @LifeInvisible ปีที่แล้ว +21

    ভেলোরের সি.এম. সি (C. M. C) বা ক্রিশ্চান মেডিক্যাল কলেজ হসপিটালের চিকিৎসা ভিডিও চাই।❤️❤️❤️

  • @priyotcg8119
    @priyotcg8119 ปีที่แล้ว +8

    খুবই দরকারি তথ্যবহুল ভিডিও... ধন্যবাদ সুমন দাদা।

  • @mdsalemjahed9584
    @mdsalemjahed9584 9 หลายเดือนก่อน

    Khub sundor video baniaysen apnar proti kitogota janai

  • @bongotraveller
    @bongotraveller ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ সুমন ভাই

  • @bongguysourav1077
    @bongguysourav1077 ปีที่แล้ว +44

    ভগবান যেনো সবাইকে এইটুকু সাধ্য সামর্থ করে দেন যাতে তারা তাদের প্রিয় মানুষদের ভালো চিকিৎসা করাতে সক্ষম হন, টাকার অভাবে যেনো তারা ভালো চিকিৎসা থেকে বঞ্চিত না হন। সবাইকে এইটুকু অর্থ দিও ঠাকুর। 🙏❤️

    • @Yoshi99ff
      @Yoshi99ff ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️😭😭😭

    • @Bong856
      @Bong856 ปีที่แล้ว

      🥺🥺🥺🥺🥺🥺😭

    • @mitranisaha2937
      @mitranisaha2937 11 หลายเดือนก่อน

      Ekhane thyroid r psychiatrist treatment er byabostha achhe? Janaben plz.

  • @mujahidulislamsayem4294
    @mujahidulislamsayem4294 ปีที่แล้ว +3

    Very informative and helpful video. Thank you Sumon Bhai 🖤

  • @moeahsan7751
    @moeahsan7751 8 หลายเดือนก่อน

    Thank you brother. It will be helpful for many people

  • @techlive3606
    @techlive3606 ปีที่แล้ว

    অনেক উপকৃত হলাম।

  • @najmuddinnuman5254
    @najmuddinnuman5254 ปีที่แล้ว +20

    আমি ২০২০ সালে মুম্বাই টাটাতে গিয়েছিলাম এটেন্ড হয়ে, চিকিৎসা সেবায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া ৫০বছর এগিয়ে আছে।

    • @FOODMASALA22
      @FOODMASALA22 ปีที่แล้ว

      India always with Bangladesh 🇮🇳

    • @armanbasar257
      @armanbasar257 ปีที่แล้ว

      পাসপোর্ট, ভিসা,চিকিৎসা মিলে কেমন খরচ হয়েছে? বলবেন প্লিজ

  • @billahtigers1712
    @billahtigers1712 ปีที่แล้ว +3

    খুব জরুরি একটা বিষয় নিয়ে ভিডিও করেছেন।ধন্যবাদ।এই ভিডিওটা আশা করছি সবার উপকারে আসবে।

  • @digitalhealthtips6353
    @digitalhealthtips6353 10 หลายเดือนก่อน +2

    এত সুন্দর উপস্থাপনা,সত্যিই মনোমুগ্ধকর। ❤️❤️❤️

  • @SurprisedApron-mj3ch
    @SurprisedApron-mj3ch หลายเดือนก่อน +1

    Thanks for nice video

  • @foodvillageplus6895
    @foodvillageplus6895 ปีที่แล้ว +20

    অনেক বেশি তথ্যবহুল ছিল আজকের ভিডীওটি। আমাদের দেশ থেকে যে বা যারা ওখানে যায় ডাক্তার দেখাতে তাদের জন্যে অনেক সুবিধা হবে।

  • @sk506q
    @sk506q ปีที่แล้ว +12

    I love watching your videos🥰I don't understand Bengali🥲I live in Chennai🏠I respect and love the people of Bangladesh very much🙏🇮🇳♥️🇧🇩

    • @RAKESH-oi7rl
      @RAKESH-oi7rl ปีที่แล้ว

      You are tamil. Bro

    • @monjurrahman5053
      @monjurrahman5053 ปีที่แล้ว

      Brother Mr. Sumon is a Bangladeshi journalist. And in this video he admires the Chennai city and your good medical system. You people are so hospitable and friendly to the foreigners.

  • @ferdousakon9774
    @ferdousakon9774 2 หลายเดือนก่อน

    সুন্দর তথ্যবহুল প্রতিবেদন 🎉

  • @nezamuddin1702
    @nezamuddin1702 ปีที่แล้ว

    খুবই উপকৃত হলাম

  • @nabjeebanbiswas1162
    @nabjeebanbiswas1162 ปีที่แล้ว +20

    Suman Da, Many thanks for your Chennai tour clips. I am from India and living in London for many years. I regularly watch your videos. Your speaking skill is very lovely and clear. Last June I went to Vishakapatnam Apollo Hospital for my treatment and today I watched your video about the Hospital in Chennai is the same method. But when I registered at the reception it was only Rs.500 but I didn't pay anything for doctor fees. I pay only for the MRI n Vitamin D tests( that was even 50% discount) I was very surprised after their hospitality. South Indian most Hospitals and doctors are helpful. Thanks for your nice clips. Have a nice trip to India.

    • @rakibislam5849
      @rakibislam5849 11 หลายเดือนก่อน

      আপনার যেকোন ভিডিও প্রেজেন্টেশন খুবই সুন্দর ❤

  • @azimh7113
    @azimh7113 ปีที่แล้ว +6

    Love from India Assam 🇮🇳 Dhubri

  • @zahirulislam3905
    @zahirulislam3905 ปีที่แล้ว

    ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @koliferdousi4835
    @koliferdousi4835 11 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই

  • @mdhashu6756
    @mdhashu6756 ปีที่แล้ว +31

    পার্শ্ববর্তী দেশ ভারত কে নিয়ে চিকিৎসা দিক আমি গর্ব করি

  • @milansen3503
    @milansen3503 ปีที่แล้ว +3

    এই ভিডিওটি দেখলে মানুষ চেন্নাই গিয়ে চিকিৎসা নিতে সাহস পাবে। ধন্যবাদ জানাই সুমন সাহেবকে।

  • @ayandutta6184
    @ayandutta6184 ปีที่แล้ว

    Kub sundar ekta protibedon

  • @MonirHossain-kw8zx
    @MonirHossain-kw8zx ปีที่แล้ว

    খুবই উপকারী ভিডিও বানাইছেন ভাই। অনেক ধন্যবাদ।

  • @souravmanna750
    @souravmanna750 ปีที่แล้ว +16

    Proud to be an Indian🇮🇳🇮🇳 💪💪... Mera Bhart mahan❤❤

  • @vikramvikram4572
    @vikramvikram4572 9 หลายเดือนก่อน +5

    Thamizhnadu is the Medical Capital of Indian Union....Proud to be a Tamilan ❤

  • @hyderali5346
    @hyderali5346 ปีที่แล้ว

    অনেক ভালো হয়েছে আপনাকে ধন্যবাদ

  • @arifuzzaman9240
    @arifuzzaman9240 ปีที่แล้ว

    Thanks a lot Bhai. Etar khub dorker chilo.

  • @borno-4002
    @borno-4002 ปีที่แล้ว +6

    নারায়ানা হাসপাতাল, বেঙ্গালুরুর
    এমন একটা ভিডিও চাই। আশা করি অতি তাড়াতাড়ি দিবেন। অগ্রিম ধন্যবাদ 😍

  • @simlaakhtaralisa2371
    @simlaakhtaralisa2371 ปีที่แล้ว +6

    respect all Indian doctors n peoples

  • @zakirzakirzakir4180
    @zakirzakirzakir4180 ปีที่แล้ว

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @swapnomoygaming705
    @swapnomoygaming705 ปีที่แล้ว +1

    Thanks your nice information and well vedio for treatment in India. Best luck for you.

  • @ArifulIslam-rk3lz
    @ArifulIslam-rk3lz ปีที่แล้ว +10

    সালাউদ্দিন সুমন ভাই আমাদের বাংলার গর্ব....ভালোবাসা অভিরাম.....

    • @rakeitullah3361
      @rakeitullah3361 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন।। মাদ্রাসি ভাষা। সজহ আপনি বুঝে নিতে হবে।। যেমন দরেন।। কেমন আছেন। তারা বলবে নাললাইরিকা কেমন আছেন।। আপনি উত্তরে বলবেন নালাইরিকা।। বা রুমবু নাললাইরিকা।। আমি ভালো আছি।। তারপর।। চাপিডিয়া। ভাত খাইছেন।। ইননা কলোমবু। তারমানে কি তরকারি।। কলি কলমবু। মুরগী।।। মুটটা।। ডিম।। সামবার।। ইত্যাদি ইত্যাদি

  • @adibarahman835
    @adibarahman835 ปีที่แล้ว +3

    বাহ ভারত সম্পর্কে ধারণা পাল্টে গেলো😍অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ আপনাকে ভাইয়া☺️🤍💚💙💜❤️🧡💛

    • @adibarahman835
      @adibarahman835 ปีที่แล้ว

      @sandip জ্বী যাবো সময় সুযোগ করে 🥰

    • @somabanik9521
      @somabanik9521 ปีที่แล้ว

      হামিদ ভাই যে হোটেলটায় উঠছে সেটার কি নাম ??

    • @khairulalombashar1394
      @khairulalombashar1394 3 หลายเดือนก่อน

      কয়েকদিনের মাঝে আমার মনের মানুষটাও চেন্নাই যাবে , ওর ক্যান্সার ধরা পরেছে সবার কাছে দোয়া চাই আল্লাহু যেনো সুস্ত করে দেন

  • @sadiaarabi6671
    @sadiaarabi6671 ปีที่แล้ว

    খুবই ইনফরমেটিভ ভিডিও ভাইয়া!!! থ্যাংকিউ সো মাচ!

  • @sundormonsundormon3131
    @sundormonsundormon3131 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনেরি ভিডিও দেখে খুব ভালো লাগছে

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +9

    VERY IMPORTANT V D O FOR ALL PEOPLE WHO wantsTO HAVE TREATMENT 🌹 সুমন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটি প্রকাশ করার জন্য👍👌🙏

  • @gopalroy7603
    @gopalroy7603 ปีที่แล้ว +46

    বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমন হওয়া উচিত

    • @niharbasu6004
      @niharbasu6004 ปีที่แล้ว

      শুধু বাঙ্গলাদেশ কেন ;পশ্চিম বঙ্গের চিকিৎসা ব্যবস্থাও এই রকম হওয়া উচিৎ। পশ্চিম বঙ্গের চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে খারাপ। ডাক্তাররাও মানুষ ন্য। ওরা কষাই এর চেয়েও অধম। রুগী মরুক বা বাচুক তাতে তাদের আসে যায় না। রুগীর থেকে টাকা অসত ভাবে আদায় করে। অসত সরকার ও এ বিষয়ে উদাসীন।দূর্ভাগ্য পশ্চিম বঙ্গের মানুষের।

    • @anuskabd
      @anuskabd ปีที่แล้ว +12

      সেটা কোন দিন সম্ভব না, আর হবেও না

    • @imranhossan6831
      @imranhossan6831 ปีที่แล้ว

      যারা এই ব‍্যাবস্থা করবে তারাইতো চোর,

    • @pra760
      @pra760 ปีที่แล้ว +2

      @@anuskabd Bangladesh is most developed country in Medical science in the world.

    • @nasimaktar4998
      @nasimaktar4998 ปีที่แล้ว +6

      ​@@pra760 🤣🤣🤣🤣

  • @krishnosree1282
    @krishnosree1282 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই।

  • @md.sohelsarker8037
    @md.sohelsarker8037 9 หลายเดือนก่อน

    খুব ভালো ভিডিও এইটা, ধন্যবাদ ভাইয়া আপনাকে এরকম ভিডিও করবেন

  • @sankarart9101
    @sankarart9101 ปีที่แล้ว +3

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @HMRayan
    @HMRayan ปีที่แล้ว +3

    খুবই উপকারী ভিডিও।

  • @Dhrubo2011
    @Dhrubo2011 ปีที่แล้ว

    Help full video, thanks a lot.

  • @nantunaisingofficial
    @nantunaisingofficial 8 หลายเดือนก่อน

    very informative video. Thank u so much.

  • @hifivebandhura7361
    @hifivebandhura7361 ปีที่แล้ว +7

    আমি কলকাতা থেকে , Chennai তে খুব ভালো চিকিৎসা হয়, কিন্তু Appollo Hospital খুব খরচা বেশি হয়, আপনারা বাংলাদেশ থেকে আসুন বা কলকাতা থেকে আসুন না কেন অন্য হসপিটালে দেখা উচিত, Appollo Hospital চিকিৎসা খুব ভালো , খরচা একটু বেশি হলেও খুব ভালো , ট্রেনের বাসের ফ্লাইটে কলকাতা হয়ে চেন্নাইতে আসতে পারেন বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো সালাউদ্দিন ভাই 🙏💯💖🇮🇳💯💖🇧🇩👍

    • @samiranbanglagaming6337
      @samiranbanglagaming6337 ปีที่แล้ว +1

      Anno hospital er 5diner kaj ei hospital a 1dine hoyejabe ..sudhu taka thaklei

    • @mohammadrasel7386
      @mohammadrasel7386 ปีที่แล้ว +1

      বাংলাদেশ থেকে গেলে টোটাল খরচ টা কেমন হবে যদি বলতেন। আমার আব্বাকে পায়ের treatment করাতে নিব।

    • @saswatachakraborty
      @saswatachakraborty ปีที่แล้ว

      CMC is the best

    • @hifivebandhura7361
      @hifivebandhura7361 ปีที่แล้ว

      @@mohammadrasel7386 এই আপনার বাংলাদেশের টাকায় প্রায় 2 লক্ষ্য, Visa, ট্রেন ভাড়া বা বাস ভাড়া, Treatment Permission for Bangladesh 🇧🇩, Hotel খরচা, খাওয়া দাওয়া, সবকিছু নিয়ে ওই প্রায় 2 লক্ষ্য থেকে 2.5 লক্ষ টাকা ভারতীয় 🇮🇳 মুদ্রা, ভালো করেছেন প্রশ্ন করে 🙏

    • @subhankarhalder9881
      @subhankarhalder9881 ปีที่แล้ว

      ​@@mohammadrasel7386 vai 1 লক্ষ টাকা দিয়েই হয়ে যাবে আপনার,,,, সেরকম হসপিটাল আমার জানা আছে😊

  • @ashrafzzaman8611
    @ashrafzzaman8611 ปีที่แล้ว +3

    সুমন ভাই ভিডিও টা দেখে খুব উপকার হল, আমার আম্মাকে নিয়ে যাব এই হাসপাতালে খুব তারাতাড়ি অনেক অনেক দোয়া রইল আপনার প্রতি ভাল থাকবেন।

  • @roholamin4780
    @roholamin4780 ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @halimalrazi9732
    @halimalrazi9732 ปีที่แล้ว

    আসাধারন ভিডিও ভাই...!

  • @riponvai3123
    @riponvai3123 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাই খুব খুব উপকারী একটা বিষয় তুলে ধরার জন্য

  • @rabbitloverasraf2950
    @rabbitloverasraf2950 ปีที่แล้ว +28

    আমি একজন ভারতীয় হিসেবে
    গর্বিত..!🇮🇳

  • @sharminsultana1674
    @sharminsultana1674 ปีที่แล้ว +1

    Indian doctor der behavior khub valo.

  • @mirmosharof9011
    @mirmosharof9011 ปีที่แล้ว

    ধন্যবাদ সুমন ভাই, আপনার অনেক ভিডিও দেখি যা ভালো লাগে।

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 ปีที่แล้ว +3

    সুমন ভাইয়া, এইরকম একটা চিকিৎসা সম্বলিত তথ্য দেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আরো তথ্য পাবো বলে আশা করি।