এ গানটার মুগ্ধতায় আমি ডুবে গেছি শুধু প্রানজয়ী সুরের জন্য নয়, এর লিরিকে যে সময়োপযোগী বক্তব্য আছে তা আমার মননকে স্পর্শ করে আপ্লূত করেছে ! ধন্যবাদ মা অদিতি !
আমি তোমার গানের একজন খুব বড় শ্রোতা । আমি তোমার সব গানই শুনি। এই গানটি আমার মননকে ছুঁয়ে গেছে । গানের কথা গুলো খুবই সময়োপযোগী।খুব ভালো লাগল । এই ভাবেই এগিয়ে যাও তুমি । আরও আরও নতুন নতুন গান শুনতে চাই তোমার কোকিল কন্ঠে। মা সরস্বতী তোমার কণ্ঠে অধিষ্ঠান করুন । এই প্রার্থনা করছি ।
আদিতি দী, বিধাতা তোমায় এত সুন্দর সুর দিয়েছেন! তুমি কি জানো প্রতি রাতে পৃথিবী কোলাহল মুক্ত হলে তোমার গান শুনে শুনে নিদ্রা দেবীর কোলে ঘুমাতে যাই। অসংখ্য ধন্যবাদ তোমায় আমাদের সুরের মূর্ছনায় আবেশিত করে রাখার জন্য।
এই অশান্ত সময়ে এরকমই একটি সময়পোযগী গান পরিবেশন করে আপনি বুঝিয়ে দিলেন আপনি সত্যিকারের একজন দায়িত্বশীল শিল্পী। আপনার সাফল্য কামনা করি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
চারিদিকে যখন শুধুই ফাঁকিবাজি, তখন তুমি হলে সেই খাঁটি সোনা। যেমন তালিম, তেমন সাধনা, সুর, কন্ঠ, গায়কী। অনেক দিন ধরেই তোমার গাওয়া old melodies শুনি। খুব ভালো লাগে। আজ প্রথম comment না করে পারলাম না। অসম্ভব balance তোমার সুরেলা গলায়।
আসাধারণ একটা গান শুনলাম । কিছু কিছু গান থাকে যেগুলো শুধুমাত্র বিনোদন এর জন্যে নয় তার থেকেও অনেক বড়ো কিছুর জন্য তৈরী হয়। এই গানটিও সেই গানগুলোর মধ্যে একটি। সবার মননে ছড়িয়ে পড়ুক এই গান এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ।
মানুষের রুচি কোথায় নেমে গেছে এইসমস্ত শিল্পী দের ছেড়ে কাঁচা বাদাম শুনতে ব্যস্ত আজব এই পৃথিবী। সত্যিই খুবই সুরেলা কন্ঠ আপনার কণ্ঠে এই ধরনের গান ও পুরোনো দিনের গান নতুন করে শুনতে চাই।
কি যে কথা আর কি যে অসাধারণ মর্মস্পর্শী এ গানের সুমধুর সুর, জানি এ গান প্রতিটি অবহেলিত জনগোষ্ঠীর মনকে নতুন শপথে উদ্বেলিত / উজ্জীবিত করবে। এ গানের সুরেই নিষ্পেষিত মানুষ নতুন চলার পথের সন্ধান পাক। মানবতার জয় হোক। আর সময়োপযোগী এ সংগীত পরিবেশনায় মুগ্ধ হলাম -^🌹🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
Sronarthay sokoler milone vocthi parthona surdhha pushpanjali arpit desh ki mohan sangeet sadhey Lata Mangeshkar ji amar batha jo her dil me jougmugiya.
Perception that you have any files attached a copy so very important to you successful as well but it so better than usual to respond so much like that greatest compliment the same as well a new message satisfying mac all posts you so very much like the only one latest flash.
কথা, সুর ও গায়কী এই তিনের সমন্বয়ে গানটি এক কথায় অনন্য রূপ পেয়েছে। তোমার বাংলা গানকে অনেক কিছু দেবার আছে। আজ সূর্য্য পুব আকাশে বর্নময় আলোর ছটায় আমাদের মুগ্ধ করছে। আমি সেই দিনের কথা ভাবছি, যখন আমি হয়তো থাকব না, কিন্তু তোমার গান মধ্য গগনে তোমাকে বাংলা গানের সম্রাজ্ঞীর আসনে বসাবে। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
Aditi di gaan ta sunte sunte chokhe jol chole aschilo, jokhon last paratai prithibi noi akar part ta aslo. Sob jeno ohom bhenge gelo amr bhitorer ❤️❤️❤️
শুনেছি প্রার্থনায় যদি সুর থাকে তবে সে প্রার্থনা খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যায়....বিশ্বাস করি এই কাতর বার্তা টুকুও ঠিক পৌঁছে যাবে।খুব ভালো থেকো অদিতি.. অনেক অনেক শুভেচ্ছা।
Sotti asadharan tomar surela aar shanto poribeshona. Shuntei thakte ichche hoi. Gaan r lyrics oti prasongik aar full of positive vibe. Tomar dewa sur tao khub sundor. Anek anek dur egiye cholo. God bless you!
যেমন সুন্দর গানের কথা,তেমনি গায়িকার কোকিল কন্ঠ, অসাধারণ উপস্থাপন,👌👌👌 আরো আপনার এই মহৎ সুরেলা কণ্ঠে অনেক গান শোনার অপেক্ষায় রইলাম 👌👌👌👍, এগিয়ে চলুন,👍 ভালো ও সুস্থ থাকুন👍
আপনার প্রতিটা গান ই অসাধারণ লাগে।আমি আপনার খুব বড়ো ফ্যান। আমি ব্যাক্তিগতভাবে গান না জানলেও আমার গান শোনার প্রতি আগ্রহ ছোট বেলা থেকে বিশেষত ক্লাসিক্যাল মিউজিক কারণ আমাদের বাড়িতে গানের চল আছে ।প্রতিদিন যত কাজ ই থাক রাত 12 টার পর আপনার কম করে একটা গান না শুনে ঘুমায় না। আমার কাছে আপনি একজন পূর্ণাঙ্গ সিঙ্গার আমি মনে করি আপনি শুধু আমাদের বাংলা নয় সারা ভারতের সম্পদ। CONGRATULATIONS IN ADVANCE FOR 300K FB FOLLOWERS🙏
Ai prothom comment korchi.ato sundor Misti akta gan.jetar proti line sune ovivuto ,hoye gelam.bondhu Tumi to Onek din por Abar notun gan upohar dile,arokom sundor sundor ganer apekhay Amora thaki.bondu valo theko sustho theko.god bless you.
তুমি কিন্তু সত্যিই ঈশ্বরের আশীর্বাদ। আমি গর্বিত যে আমি ও বাঙালি। কি যে লাগে তোমার গান শুনলে বলে বোঝাতে পারব না। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার সর্বাঙ্গীন কল্যান হোক। খুব ভালো থেকো তুমি বোন। আগামীর পথ ফুলে ফুলে চেয়ে থাকে যেন । তুমি যা চাও ঈশ্বর তোমায় দিন। কখনো যদি দেখা করতে পারি তো নিজেকে ধন্য মনে করবো।এগিয়ে যাও অদিতি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মন থেকে ভালোবেসে ফেলেছি তোমায়। ভালো থেকো বোন।❤️❤️❤️
সঠিক সময়ে সঠিক গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দিদিভাই, কোন মন্তব্যই যথেষ্ঠ নয়। যেমন গানের কথা তেমনি সুরেলা কণ্ঠ। মন ভরে গেল। আরও গান শোনার অপেক্ষায় রইলাম। ভালো থেকো সুস্থ থেকো।
গানের প্রতিটি লাইনের শব্দ বাস্তব কঠিন। এই বাস্তব কঠিন সত্যকে খুব সন্দরভাবে সুরেলা কন্ঠের মাধ্যমে পরিবেশন করলে। আপনার গান যতই শুনি আরো বেশি করে মুগ্ধ হই। আপনার মধ্যে এক অফুরন্ত তেজস্বী প্রতিভা আছে সেটাকে কখনই মরচে পড়তে দেবেন না। ঈশ্বরের আশীর্বাদে আপনি নিশ্চয় একদিন সুউচ্চ পর্বতমালা জয় করবেন এই কামনা করি এবং এ আমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র লক্ষ্য স্থির রাখতে হবে। ।। শুভরাত্রি ।।
"আসুক নতুন এক জন্মদিন" ,,,,,,,,,অসাধারণ সুর, গায়কী, লেখা। মানতেই হবে তুই একটু হলেও আলাদা, তুই অনন্যা, তুই অদ্বিতীয়া। আরো এগিয়ে চল। জীবন পরিপূর্ণ হোক তোর।
আমার চোখে বর্তমান প্রজম্নের শিল্পিদের মধ্যে সেরাদের একজন হলো অদিতি চক্রবর্তী । শুভ কামনা তার জন্য।
এ গানটার মুগ্ধতায় আমি ডুবে গেছি শুধু প্রানজয়ী সুরের জন্য নয়, এর লিরিকে যে সময়োপযোগী বক্তব্য আছে তা আমার মননকে স্পর্শ করে আপ্লূত করেছে ! ধন্যবাদ মা অদিতি !
Aditi Tumi Amar boner bashay cholay Asho - Dhakay !! House No. 19, Road 9-A, Dhaka-19
2:31
আমি তোমার গানের একজন খুব বড় শ্রোতা । আমি তোমার সব গানই শুনি। এই গানটি আমার মননকে ছুঁয়ে গেছে । গানের কথা গুলো খুবই সময়োপযোগী।খুব ভালো লাগল । এই ভাবেই এগিয়ে যাও তুমি । আরও আরও নতুন নতুন গান শুনতে চাই তোমার কোকিল কন্ঠে। মা সরস্বতী তোমার কণ্ঠে অধিষ্ঠান করুন । এই প্রার্থনা করছি ।
এক কথায় অসাধারণ।
যেমন কথা তেমন সুর
তেমন কম্পোজ।
মুগ্ধ আমি।
অদিতি- কি বলবো you are awesome
Keep up the good job
আদিতি দী, বিধাতা তোমায় এত সুন্দর সুর দিয়েছেন! তুমি কি জানো প্রতি রাতে পৃথিবী কোলাহল মুক্ত হলে তোমার গান শুনে শুনে নিদ্রা দেবীর কোলে ঘুমাতে যাই। অসংখ্য ধন্যবাদ তোমায় আমাদের সুরের মূর্ছনায় আবেশিত করে রাখার জন্য।
Amader onnotamo Priya shilpi
আহা কি অসাধারণ গানটা । শুনে মন ভরে গেল । Thanks দিদি এত সুন্দর গান এত সুন্দর করে present করার জন্য ❤️❤️❤️😌😌😌😌
অদিতি,
বুকটা চেপে ধরে লিরিক্সটা অনুভব করলাম। অসাধারণ সব মিলিয়ে। আপনার গানের ভক্ত হয়ে গেলাম।
অদিতি, তোমাদের মতো নব প্রজন্মের শিল্পীদেরকে আমি অনেক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই ।(আসাম থেকে 😮😮😮
সত্যি অসাধারণ.... ভীষন কঠিন সত্যি গুলোকে আপনি যেভাবে মধুর সুরে উপস্থাপন করলেন , তা অনবদ্য,,, 👍👍
এই অশান্ত সময়ে এরকমই একটি সময়পোযগী গান পরিবেশন করে আপনি বুঝিয়ে দিলেন আপনি সত্যিকারের একজন দায়িত্বশীল শিল্পী। আপনার সাফল্য কামনা করি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
চারিদিকে যখন শুধুই ফাঁকিবাজি, তখন তুমি হলে সেই খাঁটি সোনা। যেমন তালিম, তেমন সাধনা, সুর, কন্ঠ, গায়কী। অনেক দিন ধরেই তোমার গাওয়া old melodies শুনি। খুব ভালো লাগে। আজ প্রথম comment না করে পারলাম না। অসম্ভব balance তোমার সুরেলা গলায়।
একজন প্রকৃত সঙ্গীত শিল্পীর সব গুন তোর মধ্যে রয়েছে মা।এখন সর্বভারতীয় স্তরে তোর আত্মপ্রকাশ ঘটুক এই কামনা করি ।সেই দিনটার অপেক্ষায় রইলাম ।
আপনার মতো আমিও এমন অপেক্ষায় !
সন্মানীয় দিদিভাই, অনবদ্য উপস্থাপন, আমার উজ্জ্বল নক্ষত্র, ভাষা নেই আপনাকে বলার। বলার জন্য মাপ করবেন।
অসাধারণ অসাধারণ ভালো লাগলো ।
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই👌💕😗
এই গানের কথা ও শুর এক অনন্য সৃষ্টি, প্রতিটি কথার ভাবার্থ এক এক সাগর সম মিনিংটা যে অনেক গভীর বেচে থাকুক সবার সুখের সংসার।
আসাধারণ একটা গান শুনলাম । কিছু কিছু গান থাকে যেগুলো শুধুমাত্র বিনোদন এর জন্যে নয় তার থেকেও অনেক বড়ো কিছুর জন্য তৈরী হয়। এই গানটিও সেই গানগুলোর মধ্যে একটি। সবার মননে ছড়িয়ে পড়ুক এই গান এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ।
বাহ্, কথা এবং সুরের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন ঘটেছে.. গায়কী তো বরাবরের মতোই অনবদ্য... 👌👌 নিয়মিত শ্রোতা.. 😊
Dibhai khub sundur gaan joy guru 🙏
মানুষের রুচি কোথায় নেমে গেছে এইসমস্ত শিল্পী দের ছেড়ে কাঁচা বাদাম শুনতে ব্যস্ত আজব এই পৃথিবী। সত্যিই খুবই সুরেলা কন্ঠ আপনার কণ্ঠে এই ধরনের গান ও পুরোনো দিনের গান নতুন করে শুনতে চাই।
অপূর্ব। আজ সারাদিন তোমার গানেই কাটল।যত শুনি তত তোমার প্রতি ভাললাগাটা বেড়ে যায়।খুব ভাল থেকো। ❤
অনেক অনেক শুভেচ্ছা রইল।দাদুভাই তুমি এগিয়ে যাও। 👍👍👌👌
অসাধারন এই ধরনের গান গুলো আমার ভিশন ভালো লাগে।ধন্যবাদ অদিতি
কি যে কথা আর কি যে অসাধারণ মর্মস্পর্শী এ গানের সুমধুর সুর, জানি এ গান প্রতিটি অবহেলিত জনগোষ্ঠীর মনকে নতুন শপথে উদ্বেলিত / উজ্জীবিত করবে। এ গানের সুরেই নিষ্পেষিত মানুষ নতুন চলার পথের সন্ধান পাক। মানবতার জয় হোক। আর সময়োপযোগী এ সংগীত পরিবেশনায় মুগ্ধ হলাম -^🌹🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
গানের প্রত্যেকটা লাইন...প্রত্যেকটা কথা ছিল অসাধারণ..... ❤️❤️❤️
Asadharon kotha o sure...mon vore gelo👍👍👍👍👍👍👍👍
th-cam.com/video/gxfVeINFBjY/w-d-xo.html
You did great with lyrics and tune, best wishes Aditi
Sronarthay sokoler milone vocthi parthona surdhha pushpanjali arpit desh ki mohan sangeet sadhey Lata Mangeshkar ji amar batha jo her dil me jougmugiya.
Perception that you have any files attached a copy so very important to you successful as well but it so better than usual to respond so much like that greatest compliment the same as well a new message satisfying mac all posts you so very much like the only one latest flash.
Kono kotha hobe na ....khub valo laglo....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Asadharan Aditi, kichhu bolle anek kom hoye jabe 👍👍🌹💘🌹🙏
যেমন সুন্দর লিরিক, তেমনি সুন্দর সুর। খুব ভাল লাগল।
Khub shundor composition aar oshadharon music kotechho. 👌👌. Tomar gaan gaoa niye bolar kichhu nei notun kore👌👌❤😘
অপূর্ব। যেমন কথা তেমন সুর। আমি তোমার খুব বড় ফ্যান অদিতি। অনেক আশীর্বাদ তোমাকে
আমি মুগ্ধ হয়ে শুধু শুঞ্চহিলাম, কখন গানটি শেষ হয়ে গেল!! অপূর্ব!! আশীর্বাদ।
th-cam.com/video/gxfVeINFBjY/w-d-xo.html
কথা, সুর ও গায়কী এই তিনের সমন্বয়ে গানটি এক কথায় অনন্য রূপ পেয়েছে। তোমার বাংলা গানকে অনেক কিছু দেবার আছে। আজ সূর্য্য পুব আকাশে বর্নময় আলোর ছটায় আমাদের মুগ্ধ করছে। আমি সেই দিনের কথা ভাবছি, যখন আমি হয়তো থাকব না, কিন্তু তোমার গান মধ্য গগনে তোমাকে বাংলা গানের সম্রাজ্ঞীর আসনে বসাবে। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
সত্যি এই আশায় আছি আমরা সবাই.....''একদিন ঝড় থেমে যাবে ".......just awesome......
সুচিন্তিত লেখনী। দারুন সামাজিক ও ইতিবাচক বার্তা । অনবদ্য সুর। অভিনন্দন 🙏
Khub sundor composition, 👍 sei sathe asamanyo kontho..... 👍👍
Asadharon superb fantastic gayechho didi. Amar khub e bhalo legechhe didi. Jemon gayechho didi temon e lekha o sur Asadharon superb byapok.
Asadharon gaan tar sathe gala r toh kono kathai hobe na ❤🎉
excellent
kotobar je gaan ta suni ami❤
Aditi di gaan ta sunte sunte chokhe jol chole aschilo, jokhon last paratai prithibi noi akar part ta aslo. Sob jeno ohom bhenge gelo amr bhitorer ❤️❤️❤️
কি গলা!! আহা! দারুণ এক কম্পোজিশন শুনলাম।
এমন গান আরও চাই।খুব ভালো লাগলো।
যেমন লিরিক,তেমন সুর,তেমন গায়কী।
তুমি আমাদের গর্ব।
শুনেছি প্রার্থনায় যদি সুর থাকে তবে সে প্রার্থনা খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যায়....বিশ্বাস করি এই কাতর বার্তা টুকুও ঠিক পৌঁছে যাবে।খুব ভালো থেকো অদিতি.. অনেক অনেক শুভেচ্ছা।
অসাধারণ সুন্দর কন্ঠ এবং গায়কী
অনেক ভালো লাগলো
অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।
khub valo composition, sweet melodious voice 😍 👌 ♥️
গানের কথা ও উপস্থাপনা খুবই সুন্দর আর ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
অসাধারণ সুন্দর। যেমন গানের কথা, তেমনই অসম্ভব মিষ্টি সুর আর তেমনই অসম্ভব সুন্দর গায়কী। ঈশ্বরপ্রদত্ত প্রতিভা তোমার দিদি।❤️
অসম্ভব ভালো ❤️প্রিয় গানের মধ্যে এটাও যোগ করলাম দিদিভাই😊গানটার মধ্যে আন্তরিকতা ভরপুর 😌
খুব সুন্দর গেয়েছ। এক কথায় অসাধারণ।
অসাধারণ।যত দিন যাচ্ছে ততই নিজেকে অনেক উঁচু তে নিয়ে যাচ্ছেন।
এক কথায় অনবদ্য । কথা সুর তোমার গাইকি সব খুব খুব খুব সুন্দর । নতুন করে হোক শুরু আবার ।
What a melody & composition !! সত্যি অদ্বিতীয় । শিল্পীকে অনেক শুভকামনা ।
th-cam.com/video/gxfVeINFBjY/w-d-xo.html
Didi tomar gaan sunlei moner sob dukhho kosto gulo bule jai....mone hoi gaaner sorgey achi....onek pronam janai ato valo valo gaaner jonno🙏🙏
গীতিকার সুরকার জানি না কে
অনবদ্য এমন গানের স্রষ্টা'কে প্রণাম জানাই।
আপনার অসাধারণ কণ্ঠে গান শুনে গানের মধ্যে ডুবে গিয়েছিলাম
অনেক ধন্যবাদ 🙏🙏🙏🙏 এই গানটা আমার ই লেখা । গানটা আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য অনেক ।
অসাধারণ দি😊😊😊❤❤❤❤ অনেক অনেক অনেক ভালোবাসা দি 😊😊😊❤❤❤
মুগ্ধ হলাম, লেখায় সুরে মিষ্টি কণ্ঠে,,,
প্রতিটা কথায় সৃষ্টির সৌন্দর্য্য, অপূর্ব, 😊❤️
Sottii khub osadharon ❤️❤️❤️😘
Asadharn .Aditi God bless u.
Madam you are a " daughter of a God " with beautiful voice & tune ,thank you & thanks to pichoner deyal team for ever .
Khub sundor kotha ebong sur
Darun geyecho.Mishti
ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার লেখা গান খানি। গানের কথা, ়সুর এবং গায়কীশৈলী সত্যিই প্রশংসনীয়। সর্বাঙ্গীন সাফল্য সহ শুভ কামনা রইলো ।
মন ছুয়ে গেলো দিদি।কি দারুন শান্তি তোমার প্রতিটি গানের মধ্যে 🥰
Ganer kotha are tomar surela kontho ...asadharon Aditi ❤
Asadharon kotha , sur r gaan . Mon bhore gelo. ❤️
সত্যি দিদি খুব সুন্দর ❤️💙 শুনতে শুনতে গানের মধ্যে হারিয়ে গেছিলাম মনে হয় । মন ভরে গেলো ❤️❤️
Sotti asadharan tomar surela aar shanto poribeshona. Shuntei thakte ichche hoi. Gaan r lyrics oti prasongik aar full of positive vibe. Tomar dewa sur tao khub sundor. Anek anek dur egiye cholo. God bless you!
Fantastic lyrics fantastic composition. God bless you my dear
দুর্দান্ত.......... তোমার কন্ঠস্বর শুনলে মন ভালো হয়ে যায়......👍👍👌👌❤️❤️
যেমন সুন্দর গানের কথা,তেমনি গায়িকার কোকিল কন্ঠ, অসাধারণ উপস্থাপন,👌👌👌 আরো আপনার এই মহৎ সুরেলা কণ্ঠে অনেক গান শোনার অপেক্ষায় রইলাম 👌👌👌👍, এগিয়ে চলুন,👍 ভালো ও সুস্থ থাকুন👍
গানটা আমার fb তে share করলাম। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। 💕🌹
তোমার গানে মন সত্যি শান্ত হয়ে যায়,শুধু গান নয়,তোমাতেও আমি সত্যি অনেক মুগ্ধ,এক কথায় তুমি অপুর্ব
কি সুন্দর গান। যেমন কথা যেমন সুর তেমনি গায়কী।
আপনার প্রতিটা গান ই অসাধারণ লাগে।আমি আপনার খুব বড়ো ফ্যান। আমি ব্যাক্তিগতভাবে গান না জানলেও আমার গান শোনার প্রতি আগ্রহ ছোট বেলা থেকে বিশেষত ক্লাসিক্যাল মিউজিক কারণ আমাদের বাড়িতে গানের চল আছে ।প্রতিদিন যত কাজ ই থাক রাত 12 টার পর আপনার কম করে একটা গান না শুনে ঘুমায় না। আমার কাছে আপনি একজন পূর্ণাঙ্গ সিঙ্গার আমি মনে করি আপনি শুধু আমাদের বাংলা নয় সারা ভারতের সম্পদ। CONGRATULATIONS IN ADVANCE FOR 300K FB FOLLOWERS🙏
Opurbo composition! Khub bhalo laaglo👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
Excellent presentation মনটা অসাধারণ এক ভালোলাগায় ভরে গেলো।তোমার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।
খুবই প্রাসঙ্গিক। সুরে প্রকাশ। ধন্যবাদ।
Ki bolbo 10 minute bheveo pelam na
Tomar golar voice proti addicted hoye gechi..kothaguloi mon chuye gelo
অসাধারণ গায়কী। অনেক ভালো লাগলো।শুভ কামনা রইলো।
খুব ভালো কম্পোজিশন। খুব সুন্দর গেয়েছেন। আমার পছন্দের তালিকায় এটিও যোগ হল।
অসাধারণ। মন্ত্রমুগ্ধের মতো গানটা শুনলাম। কথা ও সুর অপূর্ব।
Ai prothom comment korchi.ato sundor Misti akta gan.jetar proti line sune ovivuto ,hoye gelam.bondhu Tumi to Onek din por Abar notun gan upohar dile,arokom sundor sundor ganer apekhay Amora thaki.bondu valo theko sustho theko.god bless you.
তুমি কিন্তু সত্যিই ঈশ্বরের আশীর্বাদ। আমি গর্বিত যে আমি ও বাঙালি। কি যে লাগে তোমার গান শুনলে বলে বোঝাতে পারব না। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার সর্বাঙ্গীন কল্যান হোক। খুব ভালো থেকো তুমি বোন। আগামীর পথ ফুলে ফুলে চেয়ে থাকে যেন । তুমি যা চাও ঈশ্বর তোমায় দিন। কখনো যদি দেখা করতে পারি তো নিজেকে ধন্য মনে করবো।এগিয়ে যাও অদিতি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মন থেকে ভালোবেসে ফেলেছি তোমায়। ভালো থেকো বোন।❤️❤️❤️
সঠিক সময়ে সঠিক গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
দিদিভাই, কোন মন্তব্যই যথেষ্ঠ নয়। যেমন গানের কথা তেমনি সুরেলা কণ্ঠ। মন ভরে গেল। আরও গান শোনার অপেক্ষায় রইলাম।
ভালো থেকো সুস্থ থেকো।
আপনার স্বর সব সময় শ্রুতি মধুর , এই গানটিও এক কথায় অসাধারণ ।
খুবই ভাল লাগল। গানের সুর, শিল্পীর কণ্ঠ এবং গানের ভাষার বক্তব্য অতি সুন্দর। ঠাকুরের কাছে প্রার্থনা করি গানের বক্তব্য যেন দ্রুত বাস্তবে পরিণত হয়।
গানটির প্রত্যেকটি শব্দ হৃদয় ছুঁয়ে গেছে। ।।😍😍খুব সুন্দর ❤❤অসাধারণ 🙂
Apurbo konthoswor. Galer line gulo o khub sundor.
অসাধারণ মৌলিক এই গান হৃদয় স্পর্শ করে গেলো । তোমার কণ্ঠ এবং গায়কীর কোনো জবাব নেই । অনেক শুভেচ্ছা....
very nice! Bhalo theko. Khub bhalo laglo.
Sottie......bolar vasa nei....apni ei vabei geye jaan......God Bless You.....
Excellent, good composition too..👍👌
গানের কথা ও সুর খুব ভালো।আর অদিতির গান তো আমার খুবই ভালো লাগে।
Very nice .....মন ছুঁয়ে গেলো গো ۔۔۔۔۔۔আজ থেকে তোমার ভক্ত হয়ে গেলাম۔۔
অপূর্ব কথা, হৃদয়স্পর্শী,,- দেবী সরস্বতী চির দিন আপনার কন্ঠে অধিষ্ঠিত হোন~~
Akhon kar somoy ar sathe gaan ta match kore gache gaan ar proti line khub sundor Tumi o khub khub gayecho ❤️❤️❤️
এই গানটি তোমার কণ্ঠে শুনে মুগ্ধতা আমার সসীম সময়ে অসীম হয়ে হৃদয় জুড়ে ব্যাপ্ত হলো পরম শান্তির সঞ্চিতি রূপে। ❤❤
গানের প্রতিটি লাইনের শব্দ বাস্তব কঠিন। এই বাস্তব কঠিন সত্যকে খুব সন্দরভাবে সুরেলা কন্ঠের মাধ্যমে পরিবেশন করলে। আপনার গান যতই শুনি আরো বেশি করে মুগ্ধ হই। আপনার মধ্যে এক অফুরন্ত তেজস্বী প্রতিভা আছে সেটাকে কখনই মরচে পড়তে দেবেন না। ঈশ্বরের আশীর্বাদে আপনি নিশ্চয় একদিন সুউচ্চ পর্বতমালা জয় করবেন এই কামনা করি এবং এ আমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র লক্ষ্য স্থির রাখতে হবে।
।। শুভরাত্রি ।।
Khub shundor ! Ebawng khub topical....
গানের অন্তর্নিহিত অর্থের সাথে নিজ শরীরী অভিব্যক্তি অতীতের অনেক খ্যাতনামা কন্ঠ শিল্পীর মাঝেও মেলা ভার।
Heart touching ❤️
Osadharon 😊
"আসুক নতুন এক জন্মদিন" ,,,,,,,,,অসাধারণ সুর, গায়কী, লেখা। মানতেই হবে তুই একটু হলেও আলাদা, তুই অনন্যা, তুই অদ্বিতীয়া। আরো এগিয়ে চল। জীবন পরিপূর্ণ হোক তোর।
Apni uthti gayeeka...
Amar mone hoy 15-25 bayosh k target kore apnar gan gaoya uchit....
Tahole aaro valo responce paben..
Darun laglo.. Gan er sur r katha fantastic
Nice .good very good more and more excellent god bless you and your family and your teacher thank