পরের প্রজন্ম গুলোর জন্য কমেন্ট টা রেখে গেলাম। হয়তো অপটিমাইজেশন এর অভাবে গানটা অনেক নিচে চলে যাবে। তাও কোনো একজন যদি ঘুরতে ঘুরতে পেয়ে যায় সে যেনো বুঝতে পারে তাদের আগের প্রজন্ম ডিস্কো লিরিক এর থেকে এই মিষ্টভাষি হৃদয়স্পর্শি বাংলা গান গুলোকে বেশিই ভালোবাসতো। ১৬ মার্চ ২৩❤️
সত্যই অসাধারণ, কিছু গান হৃদয় ছুঁয়ে যায়। ❤যা বাসায় প্রকাশ করার মত নয় বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলার এই গানগুলো হয়তো আবার দেখা হবে।প্রিয় তোমার সাথে
মানুষ কত সহজে বদলে যায়। নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যায়। এতটা ভালোবাসার পরেও মানুষ কত সহজে সবকিছু ভুলে আরেকজনের সাথে চলে যায়। সত্যি কারে ভালোবাসা মূল্যহীন।।।।
গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,
গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,,,, 😞❤️
যেমন শব্দ,তেমনি সুরছন্দ গভীর আবেগ অনুভূতি। সবকিছুর মিশেল এক গভীর সংবেদনশীল গান।... যার হৃদয়ে আসন পেতেছেন মননে প্রেমের সৌরভ ছড়িয়েছেন তাদের জন্য বিশেষ করে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা একটা গান শোনা হতোনা। গানটা এতটা সুন্দর হয়ে সাজতো না। প্রিয় তোমারে আমার কাছ থেকে নিয়ে গেলেও তোমার স্মৃতি তো আমার থেকে কেউ নিতে পারবেনা।।তোমারে স্মৃতিতে ভালোবেসে যাবো প্রিয়। ভালোবাসার মানুষের প্রতি কোন অভীযোগ নেই।জিবনের শেষ দিন অবদি তুমি ভালো থাকো আমার সপ্নের প্রিন্সেস।🙂 ২৫-১১-২০২২ যুগ যুগ ধরে যতো মানুষ এসে কমেন্ট টা দেখে লাইক দিবে তাদের একটা নোটিফিকেশন তোমাকে স্বরন করিয়ে দিবে প্রিয়।তখনই গানটা শুনবো আর সপ্নেই খুজবো তোমায়। শুদু মাএ এই গান শুনতে আসা মানুষগুলো বুঝতে পারে তাদের ব্যাথা গুলো। সবচেয়ে খারাপ অনুভূতি হলো কাউকে নিজের অনুভূতি গুলো না বুঝাতে পারানো।
সত্যি বলতে আমার বয়সে এতো এতো ভালো গান শুনি নাই,,,, গান টার বিষয়ে কিছুই বলার নেই এক কথাই অসাধারণ,,, সব শেষে এটাই বলবো যে ভালোবাসা অনেক কষ্ট দেয়,,, বাকি টা ইতিহাস
ভেবেছিলাম এই পৃথিবীতে হয়তো আমি আর থাকবো না অনেক অভিমান নিয়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু এই গানটি আমাকে আবার বাঁচতে শেখালেন আমার বেচে থাকার অনুপ্রেরণা এই গানের শিল্পী
Ohh...fantastic... This is most beautiful song.. I love it.. I share a lot this song.. Ami majhe majhe ei gaan ta shuni... Khub sundor গেয়েছো.. Very sweet..
গানটির ভাষা খুবই সমৃদ্ধ। লয় ফাঁক দিয়ে দিয়ে সুরের ব্যঞ্জনাটুকু ভীষণ ভীষণ হৃদয়গ্রাহী।মডেলিং করা মেয়েটিও দেখতে খুব সুন্দরী। সামগ্রিকভাবে দারুণ ভাল লেগেছে ভিডিও মিউজিকটি!
গানটির কন্ঠ ও সুর এতোটাই প্রভাবিত করে মনকে সেটা ভাষায় প্রকাশ করার নয়, তবে এমন গান মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে মনিকোঠায় স্হান করে রাখবে এটা আশাকরি।
গানের কথা গুলো কোটি কোটি মানুষের অন্তরের না বলা হৃদয়ের অনুভূতি। গান তো এমনই হওয়া উচিত যা মানুষের অন্তরের অভিব্যক্তির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আর মানুষের অন্তর কল্পনার জগতে ভেসে বেড়ায় ও পরম আনন্দ অনুভব করে। গানটি শুনে প্রতিটি লাইনের মর্মার্থ মনকে আনন্দ দোলায় দুলিয়ে দেয় তাইতো বারবার শুনি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ এক কথায় অসাধারণ 👍🙏🙏
প্রিয় একটা গান জীবনের কিছু কথা।আমার বাস্তবতা ও চাওয়া পাওয়ার সাথে যথার্থ কিছু মমার্থ।কম্পলিমেন্ট করলাম।যদি কেউ গানটা শুনতে এসে কমেন্ট পড়েন একটা লাইক দিবেন।নোটিফিকেশন পেয়ে আবার যাতে গানটা শুনি যুগ যুগ ধরে।
A beautiful masterpiece sung by a beautiful soul. I can relate to this song in every fabric of my being far away from my great grand father's homeland as I have live life as foreigner floating in the West. My soul yearn's for the flavour of the soil and gentle fragrance of the East. I wish I could be there. Love from London.
এই গানটি অনেক আগে থেকে শুনে আসতেছি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে যতটা অনুভব করতে পারতেছি এই গানের কথা গুলো, আগে কখনো সেভাবে অনুভব করতে পারিনি। আমি এইচএসসি ২০২২ ব্যাচ। এখন আমি এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। মনে আত্নবিশ্বাসের অনেক অভাব। আমার মনে হয় আমি কোনো পাপ্লিক ভার্সিটিতে চান্স পাবো না। হয়তো ন্যাশনালে ভর্তি হয়ে ধুকে ধুকে মরতে হবে। আর অপরদিকে আমার বন্ধুরা বড় বড় পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, ট্যুর দিবে, কত প্রোগ্রাম করবে, কত কিছু ইঞ্জয় করবে। আর এইদিকে আমি ফেসবুকে তাদের এগুলো দেখবো আর এই গানটা শুনবো। আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ক্লাস ওয়ান থেকে একসাথে আছি, সে তার ভার্সিটির বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকবে, আমার দিকে ফিরে তাকানোর আর সময় হবেনা তার। তখন আমার খুব করে ইচ্ছা করবে তার সাথে একসাথে জীবনটা উপভোগ করতে, কিন্তু সে আর নিবেনা আমাকে, ডাকবেনা তার ভার্সিটির কোনো প্রোগ্রামে, হয়তো সেই সুযোগি আর হবে না। এই গানের কথা গুলো শুনলে আমি সেই সময়ের পরিস্থিতি অনুভব করতে পারি। জীবনে চাইলেই সব কিছু পাওয়া যায় না।
তুমি তোমার পিপারেশন চালিয়ে যাও এবং নিজেকে কয়েকটি মাস এই নেটের জগত থেকে বিচ্ছেদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ। দিন ফুরালে সন্ধ্যা হবে রাত্রি হবে,পরের দিনের ঊষার আলো নিবে যাবে তুমি কি সেটা বলতে পারো। পাগল পড়াশোনা চালিয়ে যাও।
সেদিন কিন্তু আমি তোমাকে বেনারশীতে দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল তোমায়❤️❤️❤️❤️ কিন্তু তোমার পাশে থাকা সত্তেও তাকাওনি তুমি,😢😢😢 আজ আমি ঠিকই আছি কিন্তু নেই সেই পুরনো তুমিটা।
যুগ যুগ ধরে এই গানটি
সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
ধন্যবাদ সবাইকে।
যুগ যুগ ধরে এই গানটি
সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
পরের প্রজন্ম গুলোর জন্য কমেন্ট টা রেখে গেলাম। হয়তো অপটিমাইজেশন এর অভাবে গানটা অনেক নিচে চলে যাবে। তাও কোনো একজন যদি ঘুরতে ঘুরতে পেয়ে যায় সে যেনো বুঝতে পারে তাদের আগের প্রজন্ম ডিস্কো লিরিক এর থেকে এই মিষ্টভাষি হৃদয়স্পর্শি বাংলা গান গুলোকে বেশিই ভালোবাসতো। ১৬ মার্চ ২৩❤️
পূর্বের প্রজন্ম কোন গান বেশি ভালোবাসতো এটা কোন বাক্য দ্বারা বোঝা গেলো 😂😂😂😂😂 ভোটাভুটি কি শ্যাস অ্অ্অ্অ্অ্অ্
Bangladeshi
Khub sundorrrr bolechen Bhai... gaanta amar onek onek onek priyo... oshmanyo udaharon diyechen...
ধন্যবাদ
Ami 2023 asa ai gan serch d a sunci😢
সত্যই অসাধারণ, কিছু গান হৃদয় ছুঁয়ে যায়। ❤যা বাসায় প্রকাশ করার মত নয় বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলার এই গানগুলো হয়তো আবার দেখা হবে।প্রিয় তোমার সাথে
মানুষ কত সহজে বদলে যায়। নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যায়। এতটা ভালোবাসার পরেও মানুষ কত সহজে সবকিছু ভুলে আরেকজনের সাথে চলে যায়। সত্যি কারে ভালোবাসা মূল্যহীন।।।।
আহা কি সুন্দর, হাজার বছর পরেও শুনলেও মনে হবে নতুন একটা গান🥰 প্রাণ জুড়িয়ে যায় যত শুনি ততোই🙂
Hmm
💕
hum
গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,
কে কে 2024 এ এসে এই গানটা শুনছেন,,
একটা লাইক দিয়ে যাবেন
❤❤ ganta sundor
2023 সালে এসে যারা যারা গানটা শুনছেন একটা লাইক দিয়ে যান,,,,হইতো একযুগ পরে নোটিফিকেশন পেয়ে আবার রিদয় ছোয়া গানটা আবার শুনে যাবো❤️
❤
আমি তো শুনি এই সব গান ভাই আমার খুব ভালো লাগে
Nice song
@@SpLove-xd5rm b
এখনও
আহা কি চমৎকার গান, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে চমৎকার গানের কথা টা লেগেছে।সব হারিয়ে গেছে এখন আর সপ্ন দেখিনা।আর দুহাত পাতি না কোথাও।
গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,,,, 😞❤️
আমারও ভাল লাগা গান।
ওনেক সুন্দর গান♥️♥️
@@sasaeed9825 বাহ্,অসাধারণ অনুভূতি
@@KAMRULISLAM-bs1nv 😢😢😢
গানের কথাগুলোর মাঝে কি অদ্ভুত ভালো লাগা রয়েছে, যেন শুনলে আরো শুনতে ইচ্ছা করে।এই গানগুলো ১০০ বছর পরও থেকে যাবে।
ভালো লাগার একটি গান।। এই গানটি শুনলে বুকের জমানো কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে পড়ে।।
চিরসবুজ গান টি অনেক দিন পর শুনলাম । দারুণ ভালো লাগল । লেখক , গায়িকা ও সংশ্লিষ্ট সকলকে জানাই কৃতজ্ঞতা ।
এরকম সুন্দর একটা বিকালে, গানটি মন ছুয়ে গেল, বৃস্টি বেজা বিকাল, হাতে এক কাপ চা৷ সত্যি অসাধারণ ❤
এই ধরনের লোক সাধারণ মানুষ শোনে না,, কারণ সবাই এই ধরনের গান অনুভব করার ক্ষমতা নাই।।।।(2023))
তাহলে আমিও সাধারণ না
Tahole osadarun gane amer mon soyese ..o darun
Asole ganer kotha golo amer moner sate misese..darun valo lagse ❤u ganer potty .
দারুন সুরের মুগ্ধতা কন্ঠে... সুর আর কন্ঠ গানের ছোঁয়ায়... একেবারেই হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল 🌹🌹🌹🌹🌹💖🌹🌹🌹🌹🌹🌹👍👍👍
যেমন শব্দ,তেমনি সুরছন্দ গভীর আবেগ অনুভূতি। সবকিছুর মিশেল এক গভীর সংবেদনশীল গান।...
যার হৃদয়ে আসন পেতেছেন মননে প্রেমের সৌরভ ছড়িয়েছেন তাদের জন্য বিশেষ করে।
২০২3 সালে এসেও কে কে এই গানটা শুনছো তারা লাইক দিয়ে সারা দিন ধন্যবাদ?? ❤
ভালো লাগার মত একটা গান। অন্ত রে শুধু বাজে।
অসম্ভব অসম্ভব প্রিয় একটি গান। মৌসুমী দি প্রাণ ঢেলে গেয়েছিলেন। আর তুমি সেই গান তা কি অদ্ভুত সুন্দর গেয়েছ। Full Justice to the song. ❤❤
Thank you so much 🙏🥰
এই গানগুলো যারা শুনে তারা এক বিশেষ শ্রেণির মানুষ।💗💗💗💗💗💗💗
Amar khub valo lage 🙂
কোন শ্রেণির?
এই গানগুলো অমর গান সবার মন ছুয়ে যায়, কার কেমন তা জানিনা তবে আমার অনেক ভালো লাগে
সত্যবচন! জয় বাঙালিয়ানা! 💞
classic
হৃদয়স্পর্শকারী প্রতিটি কথা!প্রতিটি কথার মহানুভবতা বিশাল!আমি শিহরীত আমি মুগ্ধ!
ভীষন ভাবে মন ছুঁয়ে যাওয়া গান। অনেক না বলা কথা গুলো গানের কথা তে ফুটে উঠল। ধন্যবাদ শিল্পী বন্ধু কে ❤️❤️❤️❤️
আহ কি মায়াবী,,,
অপুরুও কন্ঠে গান গেয়ে সুনালো।।।
এতো ভালো লাগে তাই বার বার শুনি।সুর ও স্ংলাপ এতো সাবলীল ভাবা যায় না।
হৃদয় ছুয়ে যায় গানটি, অসংখ্যবার শুনেছি গানটি
আমার প্রিয় মানুষের কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম,সেদিন থেকে গানটা যেন হৃদয়ে দাগ কেটে আছে।
অসম্ভব ভালো দিদি ।।।।মনটা ছুঁয়ে গেলো।।। কত বার শুনেছি নিজেও জানি না।।।
যদি প্রেমে পড়ে থাকি তাহলে এই গানটার প্রেমে পরেছিলাম এক মুহুর্তের জন্য। 💝💝
সত্যি'ই অসাধারণ গান, এই সব গানের কোনো তুলনা হয় না। ❤
চমৎকার একটা কথা,কন্ঠ আর সুর মিলে একটা সুখ স্মৃতিতে নিয়ে যায় গানটি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা একটা গান শোনা হতোনা। গানটা এতটা সুন্দর হয়ে সাজতো না।
প্রিয় তোমারে আমার কাছ থেকে নিয়ে গেলেও তোমার স্মৃতি তো আমার থেকে কেউ নিতে পারবেনা।।তোমারে স্মৃতিতে ভালোবেসে যাবো প্রিয়।
ভালোবাসার মানুষের প্রতি কোন অভীযোগ নেই।জিবনের শেষ দিন অবদি তুমি ভালো থাকো আমার সপ্নের প্রিন্সেস।🙂
২৫-১১-২০২২
যুগ যুগ ধরে যতো মানুষ এসে কমেন্ট টা দেখে লাইক দিবে তাদের একটা নোটিফিকেশন তোমাকে স্বরন করিয়ে দিবে প্রিয়।তখনই গানটা শুনবো আর সপ্নেই খুজবো তোমায়।
শুদু মাএ এই গান শুনতে আসা মানুষগুলো বুঝতে পারে তাদের ব্যাথা গুলো।
সবচেয়ে খারাপ অনুভূতি হলো কাউকে নিজের অনুভূতি গুলো না বুঝাতে পারানো।
🥲🥲😥😥
💔💔🥺🥺
😭😭😭😭
সত্যি মায়া খুবই ভয়ংকর 😭😭😭 সত্যি ভালোবাসার মানুষকে না পাওয়া খুবই যন্ত্রণা 😭😭
Dom bondho hoye ase 😭😭
সত্যি বলতে আমার বয়সে এতো এতো ভালো গান শুনি নাই,,,, গান টার বিষয়ে কিছুই বলার নেই এক কথাই অসাধারণ,,,
সব শেষে এটাই বলবো যে ভালোবাসা অনেক কষ্ট দেয়,,, বাকি টা ইতিহাস
ভেবেছিলাম এই পৃথিবীতে হয়তো আমি আর থাকবো না অনেক অভিমান নিয়ে চলে যেতে চেয়েছিলাম
কিন্তু এই গানটি আমাকে আবার বাঁচতে শেখালেন
আমার বেচে থাকার অনুপ্রেরণা এই গানের শিল্পী
Amar valobasar manusta majhe majhe aii ganta sunaiii........ ❤❤❤ Suk.......
যুগ যুগ ধরে এই গানটি চলতে থাকবে, জেনারেশন টু জেনারেশন।
গানটা সত্যি বলতে অতীত গুলো স্বপ্নের মতো দেখিয়ে যায়, প্রতিটা হৃদয়ের লুকানো ব্যাথা জাগ্রত করে।
মন ছুঁয়ে গেল। অসাধারণ। অদ্ভুত এক অনুভূতি অনুভব করলাম। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো।।।।
Thank u so much🙏💛
Amar valo lageni karon meyeta posondo hoyni
দিদি বারে বারে এই গান টা আমাকে টানে। তাই আজও
শুনলাম। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন দিদি।
ধন্যবাদ।
🙏
Ohh...fantastic... This is most beautiful song.. I love it.. I share a lot this song.. Ami majhe majhe ei gaan ta shuni... Khub sundor গেয়েছো.. Very sweet..
🙏🥰🥰
গানটির ভাষা খুবই সমৃদ্ধ। লয় ফাঁক দিয়ে দিয়ে সুরের ব্যঞ্জনাটুকু ভীষণ ভীষণ হৃদয়গ্রাহী।মডেলিং করা মেয়েটিও দেখতে খুব সুন্দরী। সামগ্রিকভাবে দারুণ ভাল লেগেছে ভিডিও মিউজিকটি!
২০২২ সালে এসেও কে কে এই গানটা শুনছো তারা লাইক দিয়ে সারা দিন ধন্যবাদ?? ❤️
27 সেপ্টম্বর
13 oct
15 dec'22
2023 still my favorite
2023
একটা সময় গানটি আমি প্রায় শুনতাম কিন্তু আজ অনেকদিন পরে আবার শুনলাম।
একজন সত্যিকারের মেধাবী শিল্পীর গান। আপনার গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়।
গানটির কন্ঠ ও সুর এতোটাই প্রভাবিত করে মনকে সেটা ভাষায় প্রকাশ করার নয়,
তবে এমন গান মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে মনিকোঠায় স্হান করে রাখবে এটা আশাকরি।
সঠিক সময়ে বাস্তব ভাবনায় অপুর্ব কন্ঠে মুগ্ধকর পরিবেশন খুব ভালো লাগলো গানটি 🎙️🎶🎵❤️
2024এসে কে কে গান শুনছো
Asi😊
আমি এতো টা মূগ্ধ, বলে শেষ হবে না, এই গান টা অনেক শুনেছি ❤
সত্যহ অসাধারন, কিছু গান হৃদয় ছুঁয়ে যায় ❤যা বাসায় প্রকাশ করার মত নয় বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলার এই গানগুলো হয়তো আবার দেখা হবে। প্রিয় তোমার সাথে
গানটা আমার এক শুভাকাঙ্ক্ষীর খুব পছন্দের 😊
২০২৪ সালে এসেও সার্চ দিয়ে গান টা শুনতেছেন এমন কে কে আছেন?
Ami
আমি
খুব ভালো হয়েছে। ঈশ্বর আপনাকে ভালো রাখুক। আপনি ভালো থাকুন দিদি। ধন্যবাদ।
দিদি গানটা এতোমোন টানে।আজও শুন লাম।
আপনি ভালো থাকুন দিদি।
ধন্যবাদ।
Khub sundar akta gan.mon suye jay...❤❤❤❤
গানটা সত্যিই অনেক সুন্দর। বারবার শোনার পরেও মনে হয় যেন আরও একবার শুনি।
Wow...mon chuye jai jotobar suni🥺❤️
কিছু গান শুনলে মনে হয় এত তারাতাড়ি শেষ হয়ে গেল কেন। ভালো লাগার মতো একটি গান।
Excellent performance..khub sundor geyechhen
গানের মাঝে বাস্তবতা তুলে ধরা হয়েছে , গানটি শুনে অতীতের কথা মনে পড়ে। ভালো থাকুক ভালোবাসা🥰
Aykhono..Ager motoi Vhalobasai Tomay..♥️
যুগ যুগ ধরে এই গানটি
সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
ধন্যবাদ সবাইকে।
গানের কথা গুলো কোটি কোটি মানুষের অন্তরের না বলা হৃদয়ের অনুভূতি। গান তো এমনই হওয়া উচিত যা মানুষের অন্তরের অভিব্যক্তির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আর মানুষের অন্তর কল্পনার জগতে ভেসে বেড়ায় ও পরম আনন্দ অনুভব করে। গানটি শুনে প্রতিটি লাইনের মর্মার্থ মনকে আনন্দ দোলায় দুলিয়ে দেয় তাইতো বারবার শুনি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ এক কথায় অসাধারণ 👍🙏🙏
গানটির লেখক কে
@@subaisarkar7550 মৌসুমি ভৌমিক
ধন্যবাদ ৷
এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু তোমাকে
বাহ্ অনেক সুন্দর গানটা শুনে অনেক ভালো লাগ্লো।
অসাধারণ। খুব ভালো লেগেছে। যতবার শুনি ততই শুনতে ইচ্ছে করে।
যুগ যুগ ধরে এই গানটি
সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
ভাবনার অতল গহ্বর হতে ওঠে আসা বেদনাসিক্ত একটি অপূর্ব রচনা ও অসাধারণ কম্পোজিশন যা মনকে ক্ষণিকের জন্য ভাবুক করে তোলে ❤️❤️❤️❤️
How nice and extraordinary this new voice! This voice is heart wrenching every moment. This voice bring back all my past memories very smoothly.
আহা অন্তর ভিজেগেলো 😌❤
অসাধারণ অতুলনীয় মনে হচ্ছে বার বার শুনতেই থাকি শুনতেই থাকি
না শুনলে বুঝতেই পারতাম না একটা গান কতটা হৃদয় স্পর্শি হতে পারে
আমার ৬৮ বয়স। এত সুন্দর একটা গান এই পড়ন্ত বেলায় আমাকে মুগ্ধ করেছে। এবং সোহিনী সাহা খুব ভালো গেয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Keep blessing🙏
@@SohiniSohaMusic nice song
হয়তো আজ থেকে অনেকগুলো বছর পরে এসে আবার শুনবো গানটা মনে পরে যাবে পুরোনো দিনের কিছু কথা 😅💔
SINGER-Mousumi Bhowmik & MODEL-Sohini Soha ! What a combination !
What a combination
অসম্ভব ভালো একটা অনুভুতি হচ্ছে। কন্ঠ স্বর শুনে মন জুড়িয়ে গেল।
Very beautiful full song. Each and every word I m nt able to understand but really mind blowing. How many times I hear this I dnt know. Fantastic
🙏🥰
আমার কাছে মনে হয়েছে গানটা আপনার কন্ঠ মানিয়েছে, আশীর্বাদ রইল দিদি আপনার প্রতি...
যেমন গানের কথাগুলো তেমনি আপু তোমার কন্ঠটা সব মিলে খুব সুন্দর হয়েছে গানটা।
গানটি শুনলে অনেক ভালো লাগে আর বারবার শুনলেও গানটি শোনার ইচ্ছা টা কখনো মরে না..... অনেক সুন্দর একটি গান..... আমার জীবনের সাথে মিল আছে...
Heart touching video......mind blowing......excellent.
Wow nice tomar gan tomar awaz khub sundor tomar awaz beautiful tomar gan sune Khub valo lege che
বার বার শুনতে ইচ্ছে করে এই গানটি কেমন যানি স্মৃতি মনে করিয়ে দেয়
অসাধারণ একটি গান।
প্রিয় একটা গান জীবনের কিছু কথা।আমার বাস্তবতা ও চাওয়া পাওয়ার সাথে যথার্থ কিছু মমার্থ।কম্পলিমেন্ট করলাম।যদি কেউ গানটা শুনতে এসে কমেন্ট পড়েন একটা লাইক দিবেন।নোটিফিকেশন পেয়ে আবার যাতে গানটা শুনি যুগ যুগ ধরে।
Gan ter songa apnar acting onek valo Cilo...just natural & awesome...you are the beauty of Queen...long live apu
Voice melted heart and you are the great God bless you
এই গানটা যতবার শুনি ততবার চোখে নোনা জল এসে ঢেকে ফেলে মুখ🙂💔
এটা আমার বসের বাসায় গেলেই শুনা হয়।।তার পছন্দের গান।❣️❣️
A beautiful masterpiece sung by a beautiful soul. I can relate to this song in every fabric of my being far away from my great grand father's homeland as I have live life as foreigner floating in the West. My soul yearn's for the flavour of the soil and gentle fragrance of the East. I wish I could be there. Love from London.
onk onk vlo laglo jei sunuk vlolagbe jodi kokhono real love kre thake priyo manustar jonno❤️
এই গানটি অনেক আগে থেকে শুনে আসতেছি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে যতটা অনুভব করতে পারতেছি এই গানের কথা গুলো, আগে কখনো সেভাবে অনুভব করতে পারিনি। আমি এইচএসসি ২০২২ ব্যাচ। এখন আমি এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। মনে আত্নবিশ্বাসের অনেক অভাব। আমার মনে হয় আমি কোনো পাপ্লিক ভার্সিটিতে চান্স পাবো না। হয়তো ন্যাশনালে ভর্তি হয়ে ধুকে ধুকে মরতে হবে। আর অপরদিকে আমার বন্ধুরা বড় বড় পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, ট্যুর দিবে, কত প্রোগ্রাম করবে, কত কিছু ইঞ্জয় করবে। আর এইদিকে আমি ফেসবুকে তাদের এগুলো দেখবো আর এই গানটা শুনবো। আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ক্লাস ওয়ান থেকে একসাথে আছি, সে তার ভার্সিটির বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকবে, আমার দিকে ফিরে তাকানোর আর সময় হবেনা তার। তখন আমার খুব করে ইচ্ছা করবে তার সাথে একসাথে জীবনটা উপভোগ করতে, কিন্তু সে আর নিবেনা আমাকে, ডাকবেনা তার ভার্সিটির কোনো প্রোগ্রামে, হয়তো সেই সুযোগি আর হবে না। এই গানের কথা গুলো শুনলে আমি সেই সময়ের পরিস্থিতি অনুভব করতে পারি। জীবনে চাইলেই সব কিছু পাওয়া যায় না।
তুমি তোমার পিপারেশন চালিয়ে যাও এবং নিজেকে কয়েকটি মাস এই নেটের জগত থেকে বিচ্ছেদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ। দিন ফুরালে সন্ধ্যা হবে রাত্রি হবে,পরের দিনের ঊষার আলো নিবে যাবে তুমি কি সেটা বলতে পারো। পাগল পড়াশোনা চালিয়ে যাও।
এই গানটি সেই ছোট বেলা একবার এক বড় ভাইয়ের মুখে শুনেছিলাম প্রায় ২০০৫ সালে আর এই প্রথম ২০২১ সালে গানটিকে পেলাম মনে পরে গেলে সেই দিনের কথা
সেদিন কিন্তু আমি তোমাকে বেনারশীতে দেখেছিলাম,
খুব সুন্দর লাগছিল তোমায়❤️❤️❤️❤️
কিন্তু তোমার পাশে থাকা সত্তেও তাকাওনি তুমি,😢😢😢
আজ আমি ঠিকই আছি কিন্তু নেই সেই পুরনো তুমিটা।
যখন নিরবতা অনুভব হয় তখন এই গানগুলো হ্রদয়ের খুরাক জোগায়। পরবর্তী প্রজন্ম বুজবে আমাদের এই প্রজন্ম কতটা ভালবাসত এই গানগুলো।
অষ্টম শ্রেণিতে থাকা কালিন এফএম এ প্রথম শুনছিলাম । এখনো পছন্দ গানের তালিকায় প্রথম দিকে আছে💖💖💖
কিচ্ছু বলার নাই..!
অসাধারণ কন্ঠস্বর।❣️
আসলে খুব সুন্দর একটা গান
❤❤❤সত্যি গানটি খুবই নিখুঁত অসাধারণ
শুধুই মুগ্ধতা, হৃদয় ছোঁয়া কথায় মনোমুগ্ধকর পরিবেশনা।
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। খুব খুব মিস করি এখনো ভালবাসি তাকে। 😢😢
২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম।
যদি বেচে থাকি, আবার কোন এক বিকেলে আসবো শুনতে আর এই কমেন্ট দেখে মনে পড়ে যাবে এই একাকী বিকেলের কথা😊
খালি গলাই অসাধারন একটি গান,সত্যিই মন ছুয়ে গেলো🥰🥰
🙏🥰