Bolo Ki Ache Go Tomari Ankhi Te | বল কি আছে গো তোমারই আঁখিতে । Aditi Chakraborty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024
  • কিছুদিন আগেই ( 27th June) শ্রদ্ধেয় R.D.Barman Sir এর জন্মদিন ছিল। সেই উপলক্ষেই আমার আজকের শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏🙏
    তবলায়, আমার স্যার শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ।
    গান টি একটু বৈঠকি মেজাজের মত সামান্য ভিন্ন ভাবে উপস্থাপন করেছি । যদি কোনও ভুল করে থাকি তবে আশা করব আপনারা নিজ গুনে আমাদের ক্ষমা করে দেবেন। 🙏🙏🙏🙏
    গান ঃ বল কি আছে গো
    সুরকার ও গায়ক ঃ রাহুল দেব বর্মণ
    গীতিকার ঃ স্বপন চক্রবর্তী
    ও বলো কী আছে গো
    তোমারি আঁখিতে
    আমি পারিনা মন
    বাঁধিয়া রাখিতে।।
    ও বলো কী আছে গো
    তোমারি আঁখিতে
    চকিত চাহনি যেন
    দেখেও না দেখা
    না দেখা,না দেখা
    চকিত চাহনি যেন
    দেখেও না দেখা
    ও কালো মেঘে
    বিজলীরও রেখা
    বলে গেল
    কী যে কথা,বলিতে
    আমি পারিনা মন
    বাঁধিয়া রাখিতে;
    ও বলো কী আছে গো
    তোমারি আঁখিতে।
    কাজল নয়ন বুঝি
    স্বপন ও আনে,
    দেয়না যেতে দূরে,
    কাছে টানে।।
    চরন আমার;
    পারেনা যে চলিতে
    আমি পারিনা মন
    বাঁধিয়া রাখিতে;
    ও বলো কী আছে গো
    তোমারি আঁখিতে
    আমি পারিনা মন
    বাঁধিয়া রাখিতে
    ও বলো কী আছে গো
    তোমারি আঁখিতে।
    ....................................................................................
    (O balo ki ache go
    Tomari ankhite
    Ami pari na mon
    Bandhiya rakhite haan)-2
    O balo ki ache go
    Tomari ankhite.
    Chokhito chahuni jeno
    Dekheo na dekha
    Na dekha naaa dekha
    Chokito chahuni jeno
    dekheo na dekha
    O kalo meghe
    Bijolir o rekha
    Bole gelo
    Kije kotha bolite
    Ami parina mon
    Badhiya rakhite haan
    O bolo ki ache go
    Tomari ankhite.
    (Kajolo nayano bujhi
    swapano aane
    Dei na jete dure
    kachhe taane)-2
    Choron amar
    Parena je cholite
    Ami parina mon
    Badhiya rakhite haan
    Balo ki ache go
    Tomari ankhite.

ความคิดเห็น • 1.7K

  • @mukherjeemukherjee510
    @mukherjeemukherjee510 3 ปีที่แล้ว +680

    গুন থাকলে কোনো so called মঞ্চে গিয়ে গান গাওয়ার দরকার হয়না। অসাধারণ প্রতিভা। ক্লাসিকালের ওপর জ্ঞান থাকলে জি বাংলা দরকার হয়না। ভবিষ্যত এমনিতেই উজ্জ্বল হবে।

    • @gouriranidas3634
      @gouriranidas3634 3 ปีที่แล้ว +14

      Darun bollen

    • @anitadatta1303
      @anitadatta1303 3 ปีที่แล้ว +44

      প্রকৃত প্রতিভা থাকলে মানুষ সফল হবেই। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়না। গুণী মেয়ে অদিতি চক্রবর্তীকে ভগবান সাহায্য করবে , মানুষও তাকে আরো সমর্থন করবে। জয় হোক সত্য ও সুন্দরের !!

    • @arunimahore9570
      @arunimahore9570 3 ปีที่แล้ว +25

      ফুল ফুটলে ঠিক তার সুবাস ছড়িয়ে পড়ে। পড়তে বাধ্য। তোমার সাঙ্গীতিক জীবন আরও আরও পুর্ণ হোক ❤❤❤❤❤❤❤

    • @arijitmandal7750
      @arijitmandal7750 3 ปีที่แล้ว +3

      Akdom Thik💓💓💓💓💕💖💗

    • @mithudas9696
      @mithudas9696 3 ปีที่แล้ว +5

      সত্যি বলেছেন,,, 🙏🙏🙏🙏

  • @pksajjan624
    @pksajjan624 3 ปีที่แล้ว +73

    সিদ্ধার্থ স্যার, খুব মিষ্টি তবলা বাজিয়েছেন... ভীষন শ্রুতিমধুর... অদিতি তো অতুলনীয়া!!!!

    • @borhanuddin4703
      @borhanuddin4703 ปีที่แล้ว

      অদিতি দিদির সাথে সাক্ষাৎ চাই, একটু চর্চার জন্য,, সহযোগিতা চাই দাদা,, বাংলাদেশ থেকে।।।।।

    • @souravmaity8984
      @souravmaity8984 ปีที่แล้ว +1

      একদম

    • @gourimallick5197
      @gourimallick5197 7 หลายเดือนก่อน

    • @gourimallick5197
      @gourimallick5197 7 หลายเดือนก่อน

      ​❤@@borhanuddin4703

  • @parthosir9429
    @parthosir9429 3 ปีที่แล้ว +38

    অদিতি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা,তুমি অনেক বড় হও বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল কর,আর যিনি তোমাকে এইভাবে সঙ্গীত শিক্ষা দিয়েছেন তোমার সেই শিক্ষক আমার প্রনাম জানাই।

    • @ForkanUddin-ul7gl
      @ForkanUddin-ul7gl 7 หลายเดือนก่อน

      আমি কিছু দিন পরে রবিন্দ সঃগিতের উপর একটা সিদ্ধান্ত নেওয়ার খেয়াল আছে। ভারতের পক্ষে তুমি ও সুরাইয়ার সাথে থাকবে।এই দুই জনের বাহিরে আর নেব না ভারত থেকে। বাংলাদেশ থেকে দুই জন। ভারতের হয়তো একজন বাড়তে পারে।আসাম ও সাথে আছে বলে।।। ভালো থাক দোয়া রহিল।

  • @subhrendunayak4401
    @subhrendunayak4401 3 ปีที่แล้ว +1

    100Bar sunlam tobu aber sunty ichay korchy👌👌👌👌

  • @zulfikerali88
    @zulfikerali88 3 ปีที่แล้ว +8

    এতো সার্প গলা! সত্যিই অসাধারণ।ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় সিদ্ধার্থ ভট্টাচার্য কেও

  • @debashisdas9322
    @debashisdas9322 3 ปีที่แล้ว +3

    জাস্ট অনবদ্য।

  • @FUNNYVIDEO-qj3xu
    @FUNNYVIDEO-qj3xu 3 ปีที่แล้ว +46

    অসাধারণ। তবলা যিনি বাজাচ্ছেন উনিও অসাধারণ বাজাচ্ছেন। salute both of you. Outstanding

  • @GuptaSiddhartha
    @GuptaSiddhartha ปีที่แล้ว

    রাহুলদেব বর্মন এর গাওয়া এই অনবদ্য গানটির অদিতির গলায় অসাধারণ পুনর্নির্মাণ ও সিদ্ধার্থ বাবুর চমৎকার তবলা বাদন মনে দাগ কেটে গেল। সাধু সাধু। আসা

  • @chiranjitgoswami6798
    @chiranjitgoswami6798 3 ปีที่แล้ว +116

    আহা! মন জুড়িয়ে গেল ❤️❤️
    Sir এর তবলা এবং আপনার গান দুটো ই যেনো মনের মধ্যে লেগে গেল।।।।

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uf6MYqdmPs8/w-d-xo.html

    • @DilipKumar-ve1xz
      @DilipKumar-ve1xz 2 ปีที่แล้ว

      !! ♧♧♧♧{ je nijo name pitri- matri debir nam ujjwal kare ak setur majhe sakti dharo jatna bina til theke Tailo poua jai ta moder apon Aditi chakraborty ar apon maner prachesatou Aditikeou niyea jabe anek ucche !!♧♧♧♧> { 27-09-2022}[ thanks for your nice family & teacher].

    • @aritragayen3630
      @aritragayen3630 ปีที่แล้ว

      মন ভরে গেলো, আহা,দারুন

  • @shyambhandari2942
    @shyambhandari2942 หลายเดือนก่อน +1

    অদিতিজি আপনি এবং আপনার তবলাবাদক, দুজনেই দারুণ 🙏🌹🌹

  • @tuberaudio4282
    @tuberaudio4282 3 ปีที่แล้ว +15

    আবারও আবারও একখান শিল্পী পেলাম এই প্রজন্মের ....সত্যিই ক্লাসিকস হারিয়ে যাইনি কি অসামান্য প্রতিভা...আপনার দীর্ঘায়ু কামনা করে বলি, বাঁচিয়ে রাখুন ক্লাসিকস এবং ক্লাসিক্যাল শিল্পী দের🙏🙏🙏

  • @kajalctg6576
    @kajalctg6576 ปีที่แล้ว

    ❤❤❤প্রিয় কবি নজরুলের গান গেয়েছেন প্রিয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। ❤❤❤ অপূর্ব সৃষ্টি যতই শুনি বার বার শুনি তৃষা মেটেনা। ❤❤❤

  • @suman52000
    @suman52000 3 ปีที่แล้ว +60

    যেমন গাছ,তেমন তার ফল (গুরু শিষ্য)🙏❤️

  • @mybanglavloglifewithsimpli1041
    @mybanglavloglifewithsimpli1041 3 ปีที่แล้ว +30

    প্রান মন ভরে গেল গানটি শুনে। গুরু ও শিষ্যের একটি অনবদ্য পরিবেশনা। মন থেকে তোমাকে আশির্বাদ করছি। তোমার সুমিষ্ট কন্ঠের গান পৃথিবী সর্বত্র ছড়িয়ে পড়ুক।💕

  • @soumyadiparkabanerjee1755
    @soumyadiparkabanerjee1755 3 ปีที่แล้ว

    অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম। সত্যি এই গান গুলোর প্রেমে পড়তে যে কেউ বাধ্য। তবলা যেন কথা বলছে। খুব সুন্দর।

  • @mohammedzohurulhaque
    @mohammedzohurulhaque 3 ปีที่แล้ว +10

    যেমন গুরু তেমনি শিষ্য। অপূর্ব বাজালেন, অপূর্ব গাইলেন!

    • @shyamalpalma6869
      @shyamalpalma6869 3 ปีที่แล้ว

      বুঝা গেল আপনি গান বুঝেন,ধন্যবাদ আপনাকে

    • @AdhunikFanBongOZE
      @AdhunikFanBongOZE 2 ปีที่แล้ว

      Unparalled singing skills ... God bless you ... Guru is super-excellent too.

  • @braveheart2530
    @braveheart2530 3 ปีที่แล้ว +2

    অপূর্ব...... মুগ্ধতার রেশ কাটছে না..... একটা অনুরোধ রইল..... মান্না দের "অভিমানে চলে যেওনা"...... 🙏

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  3 ปีที่แล้ว

      নিশ্চই চেষ্টা করব 🙏🙏🙏

  • @ninakabir7299
    @ninakabir7299 3 ปีที่แล้ว +10

    চমৎকার অপূর্ব সুন্দর হয়েছে। সুমধুর কন্ঠে মিষ্টি একটি গান শুনে খুব ভালো লাগলো। তোমার জন্য দোয়া ও শুভ কামনা করি। 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 ปีที่แล้ว +1

    সুরের আকাশে সুখতারা হয়ে বিরাজ করে। গানের সঙ্গে তবলার অপূর্ব মিশ্রণ গানটিতে যেন প্রাণ সঞ্চার করেছে।

  • @bidhandas315
    @bidhandas315 3 ปีที่แล้ว +31

    ওঃ!! অপূর্ব! যেমন তোমার গান- তেমন স্যারের বাজনা, খুব সুন্দর যুগলবন্দী। একটু দেরীতে হলেও মন ভরে গেল। 🙏

  • @sanjaychakraborty440
    @sanjaychakraborty440 2 ปีที่แล้ว

    খুব সুন্দর গান হয়েছে । এই সব গানে তবলার যে কি অনস্বীকার্য অবদান , সেটা আর বলতে হবে না। অসাধারণ।

  • @krishnadaspramanik7556
    @krishnadaspramanik7556 3 ปีที่แล้ว +34

    আমার অত্যন্ত প্রিয় এই গানটি তোমার স্বর্ণালী কণ্ঠে আরো প্রাণবন্ত হয়ে উঠলো❤️❤️,,,,মনের মণিকোঠায় ছুঁয়ে গেলো সরাসরি❤️❤️,,ধন্যবাদ

  • @skjawharlal8233
    @skjawharlal8233 3 หลายเดือนก่อน

    কোন কিছু জিনিস দেখার পর মনের মধ্যে যে একটা শান্তি অনুভব সেটা হলো তুমি আর তোমার ওই গান আমাকে মনেপ্রাণে মুগ্ধ করে তুলেছে

  • @anindabhowmik5688
    @anindabhowmik5688 3 ปีที่แล้ว +8

    অপূর্ব গায়কী...প্রাণবন্ত...অসাধারণ মেলবন্ধন তবলা ও গানের...আপনার স্যারকে প্রণাম...

  • @antiquebangla7296
    @antiquebangla7296 2 ปีที่แล้ว +1

    অদিতি আসলে অতুলনীয়া। এত সুন্দর ব্যকরন এই শিল্পীর গলায়! প্রশংসা করতেই হয়। খুব মিষ্টি গলার সাথে তাল এবং লয়ের অপুর্ব মেলবন্ধন। বিমোহিত এক কথায়

  • @rajibkrsaha4523
    @rajibkrsaha4523 3 ปีที่แล้ว +22

    এত মিষ্টি কি করে হয় , আমি যতবার শুনি ততবার সেটাই ভবি !!!!!!!!!

    • @debandraray3328
      @debandraray3328 3 ปีที่แล้ว

      @@ashitdas5812 chhagol tui

    • @ashitdas5812
      @ashitdas5812 3 ปีที่แล้ว

      @@debandraray3328 এই হোলের বাল।শালা বোকাচোদা।

  • @sajalbiswas4709
    @sajalbiswas4709 ปีที่แล้ว

    যিনি তবলা বাজালেন উফ্ আহ মন তা জুড়িয়ে গেলো,,,,,, আমি আপনার থেকে অনেক ছোট তাই প্রণাম ,,,,,,,,,,🙏🙏 আর তুমি যা গাইলে আমার কোনো ভাষা নেই তুমি অসাধারণ করে গাইলে তুমি ক্লাসিকিক্যাল এ ফাস্ট 😱😱

  • @sintusenapati8927
    @sintusenapati8927 3 ปีที่แล้ว +9

    নতুন করে প্রকাশ করার কোনো ভাষ্য আমার নেই।তোমার উদ্ভাবনী শক্তির কোনো তুলনা হয় না।।তোমার চমকপ্রদ শিল্পীসত্তা এবং কণ্ঠস্বর সর্বদাই সঙ্গীত শ্রোতাদের বিমোহিত করে রাখে এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে রসবোধ উৎসারিত করে❤️❤️❤️❤️.

  • @radhaballabhsaha3391
    @radhaballabhsaha3391 2 หลายเดือนก่อน

    মা সরস্বতী যখন ভর করে কোনো গায়িকার উপর তখন ই একমাত্র এতো টাই অসাধারণ গলার আওয়াজ শোনা সম্ভব। গানের মাঝখানে একটু কায়দা করে যে বিশেষ গলার কাজ শোনালেন, সেটা ছিল অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটি বিষয়।

  • @kalayanchowdhury9476
    @kalayanchowdhury9476 3 ปีที่แล้ว

    তোমাকে তো বলার মতো কিছু নেয়।
    তোমার sir কে অনেক ভালো মনে হচ্ছে।
    এক কথাই অসাধারণ 🥰🥰🥰🥰❤❤❤

  • @sanatanghosh6406
    @sanatanghosh6406 3 ปีที่แล้ว +20

    তোমার কন্ঠের যাদু,কোন কোন সময় অমৃতলোকে পৌছে দেয়।
    আমি মন্তমুগ্ধে শুনতে থাকি।

  • @Soumajit_Roy
    @Soumajit_Roy 2 ปีที่แล้ว

    অসাধারণ গেয়েছো দিদি একদম ঠিক অন্যরকমভাবে এবং এই গানটির মাধ্যম থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং আমার প্রণাম নেবে দিদি আর তবলার স্যার কেও আমার প্রণাম 🙏🙏🙏

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 ปีที่แล้ว +3

    উচ্চাঙ্গসঙ্গীতের মিশ্রণে এই গানটি আপনার কন্ঠে এক সুরমাধুরীর ঝঙ্কারে মনের মধ্যে এক অদ্ভুদ ভালো লাগার অনুভূতি প্রকাশ পাচ্ছে ৷ এই সুব. সাধনা চালিযে যান ভবিষ্যতে অনেক উন্নতি করবেন। ঈশ্বর আপনাকে শরীর ও মনে সুস্থ রাখুক ৷

  • @umasankarbarua9739
    @umasankarbarua9739 2 ปีที่แล้ว

    অপুর্ব সুন্দর গলা, গায়কী। গুরুজীকে প্রনাম। RD ও রিসার্চ পছন্দ করতেন বলেই সব গান আলাদা আলাদা মাত্রা এনে দেয়।

  • @nrityertaletale83
    @nrityertaletale83 3 ปีที่แล้ว +12

    অদিতি মা রে এক কথায় অনবদ্য, অসাধারণ, কোনো কথা হবে না।💗💗💗💗💗💗💗💗

    • @sanjoydeb6332
      @sanjoydeb6332 3 ปีที่แล้ว +2

      aditi সত্যি তোমার গান শুনতে এত ভালো লাগে যে বলার কোনো ভাষা নেই l তুমি খুব মিষ্টি দেখতে l তোমার attitude আমার খুব খুব ভালো লাগে

  • @indraniacharjee6451
    @indraniacharjee6451 3 ปีที่แล้ว

    Tumi r tmr sir onoboddo 🙏🙏🙏🙏 pronam neben sir 🙏🙏🙏🙏.. ki opurbo awaz tmr aha.. joto suni mon bhorena amr ❤️❤️❤️❤️

  • @pmondal1987
    @pmondal1987 3 ปีที่แล้ว +22

    "কাগজের ফুল বলে আজও ঝরেনি.... সত্যি সে ফুল হলে ঝরে যেতো"
    এই গানের রিকোয়েস্ট রইল।।
    অসম্ভব সুন্দর গায়কী.....❤️👍🙏

  • @apurbamitra6884
    @apurbamitra6884 3 ปีที่แล้ว +8

    গানটাকে আপনি একটা অন্য মাত্রায় নিয়ে গেলেন ম্যাডাম, যেটা অসাধারণ লাগলো। আর আপনার শিক্ষক মহাশয় তবলায় অসাধারণ সঙ্গত করলেন

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uf6MYqdmPs8/w-d-xo.html

  • @ashfaqadnan327
    @ashfaqadnan327 3 ปีที่แล้ว +5

    আহা!
    অসাধারণ!!
    আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।
    🇧🇩 থেকে নিরন্তর শুভাশিস রইলো প্রিয় শিল্পী অদিতি চক্রবর্তীর জন্যে।
    কল্যাণ হোক।👌👌👌🤍

  • @bijoydey6099
    @bijoydey6099 2 ปีที่แล้ว

    অসাধারণ প্রতিভা, অপূর্ব কন্ঠ স্বর, অপরূপ তবলার মুর্ছনা । নতুন প্রজন্মের সম্পদ উঠে আসছে।

  • @nilanjandas4863
    @nilanjandas4863 3 ปีที่แล้ว +8

    অসাধারণ 🌹🌹🌹❤️❤️❤️
    এমন ই একটা টকবকে তরতাজা প্রেমের গান শুনতে চাইছিলো আমার মন!
    আর সেটাই শুনিয়ে দিলে আজ,
    তাই তোমার মাথায় পরিয়ে দিলাম রাজ মূকুটের তাজ!

  • @tapasdey4491
    @tapasdey4491 3 ปีที่แล้ว

    অসাধারণ গায়কি। সুরের মূর্ছনায় মুগ্ধ। তবলার বোল আর গান দুটোই কী অসাধারণ লাগলো।

  • @mrinalkantichakraborty2771
    @mrinalkantichakraborty2771 3 ปีที่แล้ว +5

    যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি..শুধু বলতে পারি
    ভবিষ্যত উজ্জ্বল...

  • @amitdas1800
    @amitdas1800 3 ปีที่แล้ว

    Aditi er gaan shune cholechi... shanti peye cholechi... Ar sir toh aj alada matra ene dilo...

  • @ganeshmaji344
    @ganeshmaji344 3 ปีที่แล้ว +3

    সত্যি তবলা টা অসাধারন
    আর গানের তো কোনো কথা হবে না ।
    Fantastic both of are.....🙌🙌🙌🙌

  • @MirzaAbuJafarMirzaAbuJafar
    @MirzaAbuJafarMirzaAbuJafar 11 หลายเดือนก่อน

    তোমার সর্বত্রই এহেন অবাধ এবং সাবলীল বিচরণ বাস্তবিকই বিমুগ্ধ করে।সবচেয়ে বড় কথা, তোমার স্যারের তবলায় অসাধারণ পারদর্শিতা দারুণভাবে মোহিত করেছে!

  • @shakond
    @shakond 3 ปีที่แล้ว +7

    আহা! তাল আর সুরের এক অপূর্ব সমন্নয়, বারে বারে শুনছি।

  • @amanulhaque9594
    @amanulhaque9594 9 หลายเดือนก่อน

    অদিতির গান,গলা সমন্ধে কিছু বলার সাহস নেই
    অসাধারণ
    সাথে তবলার সংগত অসাধারণ

  • @sojibkg6459
    @sojibkg6459 3 ปีที่แล้ว +4

    অপূর্ব
    ফেসবুকে দেখেও মন ভরেনি,
    তাই এখানেও দেখলাম, ও শুনলাম

  • @arabindadas9994
    @arabindadas9994 5 หลายเดือนก่อน +2

    বাঃ- সুর ও তালের অদ্ভুত সমন্বয়ে দারুণ সঙ্গীত পরিবেশনা।

  • @barnalibiswas9729
    @barnalibiswas9729 3 ปีที่แล้ว +6

    দিদি তোমার এত মিষ্টি কন্ঠস্বর,,, তোমার গলায় গান শোনার জন্য অপেক্ষায় থাকি,,, দারুন 👌

  • @farzanaahmed4870
    @farzanaahmed4870 2 ปีที่แล้ว

    এতো সহজ ভাবে গান পরিবেশন ।মনটা জুড়ে যায় । দোয়া থাকলো ।

  • @sunitasamanta2965
    @sunitasamanta2965 3 ปีที่แล้ว +6

    অসাধারণ তবলাবাদক অসামান্য 🙂🙂❤️❤️

  • @KHANDAKERMDABROBB
    @KHANDAKERMDABROBB 2 หลายเดือนก่อน

    অন্য রকম কণ্ঠ। মধুকণ্ঠে প্রিয় গান।ভালো থাকবেন সপরিবারে। 🎉❤

  • @santanudasgupta9452
    @santanudasgupta9452 3 ปีที่แล้ว +16

    Talent can't be hidden for both. Together sounds brilliant.

  • @arpita_797
    @arpita_797 2 ปีที่แล้ว

    অসাধারণ কন্ঠ। গড গিফ্টটেড। শুধুমাত্র অনুশীলন করে এতদূর অবধি পৌঁছা সম্ভব নয়।

  • @rudraprosadmukherjee6657
    @rudraprosadmukherjee6657 3 ปีที่แล้ว +3

    অসাধারণ আপনার গান! আপনার স্যার কে জানায় আন্তরিক শ্রদ্ধা, এরকম তবলা অনেক দিন পর শুনলাম l

    • @sguhastudio5631
      @sguhastudio5631 3 ปีที่แล้ว

      th-cam.com/video/9H-oom_rHoo/w-d-xo.html

  • @kamalchakraborty9888
    @kamalchakraborty9888 ปีที่แล้ว

    অসাধারন কন্ঠ অদিতির আমার খুব প্রিয় একটা গান অদিতির কন্ঠে শুনলাম। ধন্যবাদ তোমাকে 🙏👍❤️

  • @aminurhussain9190
    @aminurhussain9190 3 ปีที่แล้ว +10

    After listening her voice ...I just want to meet her for once in lifetime...fall in love with her voice ❤️❤️ God bless You

  • @abdulmajedtalukder184
    @abdulmajedtalukder184 2 ปีที่แล้ว

    দিদি তোমার কন্ঠে যাদু আছে। অনেকের গান শুনি, কিন্তু তোমার মত না।❤️❤️❤️❤️❤️

  • @swarnadebnath2695
    @swarnadebnath2695 3 ปีที่แล้ว +8

    বলো কি আছে গো তোমারই সুরেতে আমি পারিনা মন বাঁধিয়া রাখি তে ❤️

  • @সেরাকবিতারসম্ভার

    অদিতি তোমার গান শুনে আমার মন প্রাণ হৃদয় সবকিছুই ভরে গেলো ।সঙ্গে তবলার সঙ্গতও অসাধারন অনবদ্য অসামান্য লাগল ।

  • @parimalde4839
    @parimalde4839 3 ปีที่แล้ว +4

    You are super talented versatile singer. It seems that Goddess Saraswati has bestowed blessings on your voice. Stay blessed with smile.

  • @sukantabiswas2485
    @sukantabiswas2485 ปีที่แล้ว

    এককথায় অসাধারণ, পারফেক্ট! শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা জানাই!

  • @munmunjahura3675
    @munmunjahura3675 3 ปีที่แล้ว +4

    যতই শুনি ততই ভালো লাগে আপনার গান। 💖💖

  • @pritompaul2113
    @pritompaul2113 3 ปีที่แล้ว

    দারুণ দারুণ পরিবেশনা। তবলায় ও অনবদ্য স‍্যার🙏🙏

  • @snehansugupta8409
    @snehansugupta8409 3 ปีที่แล้ว +6

    Both you and your sir , please take my heartiest regards.Both of you are excellent.Your selection of this song ,is one of my best preferable songs.Please try to keep your excellence level , more than I expect from you.God bless you , Aditi

  • @rupakdhar5203
    @rupakdhar5203 3 ปีที่แล้ว

    Magic of PANCHAM DA!
    Aditi tumio khub valo geyocho!
    Vhalo Theko! Best of luck!

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 3 ปีที่แล้ว +10

    🌿You are completely blessed by Maa Saraswati Devi 🌿

  • @siboprasadde6145
    @siboprasadde6145 3 ปีที่แล้ว

    অদিতি তোমার ভোকাল কর্ড অসাধারন। আর তোমার সুর মাত্রা ঞ্জান অপূর্ব। একেবারে নিখুঁত। কোকিলকন্ঠী বলা যায় তোমাকে। খুব ভাল লাগে তোমার গান শুনতে। আরও ভাল গান করো। শুভেচ্ছা রইল তোমার জন‌্যে।

  • @nishantpunetha3313
    @nishantpunetha3313 3 ปีที่แล้ว +12

    Already sweet Bangla turns into Honey through your voice...another masterpiece from your golden vocal chords..

  • @Fearoftheholyone
    @Fearoftheholyone ปีที่แล้ว +1

    আপনাদের এই প্রতিভা দেখে আমি আবার নতুন করে সুরও সংগীতের প্রেমে পড়ে গেলাম।❤ খুব সুন্দর

  • @sanjibsartworld7799
    @sanjibsartworld7799 3 ปีที่แล้ว +5

    ভীষণ সুন্দর গেয়েছো, as usual 👌👌💖💖

    • @BristyySarkhel
      @BristyySarkhel 3 ปีที่แล้ว

      th-cam.com/video/nrvLoPnCaIA/w-d-xo.html

  • @krishnendubiswas1655
    @krishnendubiswas1655 3 ปีที่แล้ว

    আমিতো জানিনা কিন্তু তুমি বলো
    বল কি আছে গো তোমার-ই ওই কন্ঠে তে?
    খুব সুন্দর খুব ভালো লাগলো
    ঈশ্বরের কাছে কামনা করি তুমি যুগ যুগ বেঁচে থাকো আর আমাদের এমন এমন সুন্দর গান শুনিয়ে মনে ভরিয়ে রাখো

  • @rajaG56
    @rajaG56 2 ปีที่แล้ว +5

    Excellent!! Love the improvisation. Siddhartha on Tabla is fantastic.

  • @vivekanda666
    @vivekanda666 3 ปีที่แล้ว

    অপুর্ব, অসাধারণ, অনন্য আপনাদের এই যুগলবন্দী গানের অন্য মাত্রা এনে দিয়েছে , তবলায় খুব ভালো সঙ্গত হয়েছে, অনেক শুভেচ্ছা রইল, বাশি শুনে কি ঘরে থাকা যায়,কে যেন আবীর ছড়িয়ে দিলো, গানের অনুরোধ করছি , শুনতে চাই,

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 3 ปีที่แล้ว +10

    What a beautiful rendition! Love ittttttt 💙❤️💚
    My very best wishes to You both dear!
    Absolutely beautiful singing, absolutely beautiful playing!!!!

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uf6MYqdmPs8/w-d-xo.html

    • @AdventureTube21
      @AdventureTube21 3 ปีที่แล้ว +2

      @ Nasima She is a very talented singer. Just amazing!!

    • @nasimashimulkhan1931
      @nasimashimulkhan1931 3 ปีที่แล้ว +1

      @@AdventureTube21 Yea, I completely agree with you dear Farook bhai! She is absolutely great ! I listen to her very often !
      Soooo good to have you here dear Farook bhai ! What a pleasant surprise!We truly are TH-cam family! Take care !

    • @AdventureTube21
      @AdventureTube21 3 ปีที่แล้ว +1

      @@nasimashimulkhan1931 yes we are dear. Thank you 💕🥰

    • @nasimashimulkhan1931
      @nasimashimulkhan1931 3 ปีที่แล้ว

      @@AdventureTube21
      Thanks so much dear Farook bhai! Take care !

  • @sukumarpaul4395
    @sukumarpaul4395 3 หลายเดือนก่อน

    অদিতি অসাধারন গেয়েছ। তোমার মত করে করে যেভাবে গেয়েছ অসাধারন হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।

  • @shyambhandari2942
    @shyambhandari2942 หลายเดือนก่อน +1

    वाह!! Both of you superb 👌👌🌹🌹🌹🌹

  • @amanulhaque9594
    @amanulhaque9594 2 ปีที่แล้ว

    দারুন, অপূর্ব অসাধারণ যত শুনি ততই শুনতে চাই
    সংগে অসাধারণ তবলা সংগত
    Just কোন কথা হবে না

  • @pronoysarkar7089
    @pronoysarkar7089 3 ปีที่แล้ว +6

    It is very beautiful, there is a similarity of voice with appearance

    • @sguhastudio5631
      @sguhastudio5631 3 ปีที่แล้ว

      th-cam.com/video/9H-oom_rHoo/w-d-xo.html

  • @aparnamathuri9397
    @aparnamathuri9397 ปีที่แล้ว

    অপূর্ব ❗️❗️❗️❗️যুগলবন্দি excellent ❗️👍👍

  • @ssipurnia
    @ssipurnia 3 ปีที่แล้ว +6

    I loved it. Excellent singing. Keep it up.❤️

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uf6MYqdmPs8/w-d-xo.html

  • @debasishghosh8847
    @debasishghosh8847 3 หลายเดือนก่อน

    অসাধারণ প্রচেষ্টা, বেশ কিছু জায়গায় কাজের অভাব বোধ করলাম। তবলা সঙ্গত অসাধারণ।

  • @haradhansaha1234
    @haradhansaha1234 2 ปีที่แล้ว

    অসাধারণ ।দারুন.পরিবেশনা,ধন্যবাদ শিল্পী ও তবলিয়া উভয়কেই॥

  • @ekjibon
    @ekjibon 3 ปีที่แล้ว +5

    Aha! What a sweet voice! I was overwhelmed to hear your voice Didi. God bless you 🙏❤

    • @babudas571
      @babudas571 3 ปีที่แล้ว

      Aha!what a wonderful singing, creativity across the limit. Salute you.Just speechless. Carry-on . May God bless you.All the best.

  • @papiyachowdhury5630
    @papiyachowdhury5630 2 หลายเดือนก่อน

    নিজের মতো করে খুব ভালো গেয়েছো। তোমার গান আমার খুব ভালো লাগে।❤❤❤❤

  • @bayezidhossain7082
    @bayezidhossain7082 3 ปีที่แล้ว +18

    যে সমস্ত সংগীত গুরু বা ওস্তাদ গন ডিজলাইক মারছেন তাদের উদ্দেশ্যে বলছি দয়াকরে কারণটা কমেন্টে জানাবেন কোন জায়গায় সমস্যা হয়েছে যার কারণে ডিজলাইক দিলেন । মূলকথা হলো নিজেরা তো কখনো কিছু করতে পারবেন না অন্য কেউ কিছু করতে চাইলে তাকেও করতে দিবেন না ।

    • @LACHIT-w9t
      @LACHIT-w9t 7 หลายเดือนก่อน

      সংগীত নুবুজা বা উপলব্ধি কৰিব নোৱাৰা বোৰে এনে কৰে ৷ কি সুন্দৰ এই সংগীত ৷

  • @shambhuchandranath1674
    @shambhuchandranath1674 5 หลายเดือนก่อน +1

    সুরের সমুদ্রে অবগাহন করলাম। তাইতো বারবার শুনি। আরো নতুন গান শোনার ইচ্ছে রইলো। ধন্যবাদ।

  • @bikashchakraborty6041
    @bikashchakraborty6041 3 ปีที่แล้ว +11

    Fantadtic improvisation by Aditi, and amazing tabla by your Guru. I think even Rahul Deb Barman would have praised you more if he would have listened this wonderful rendition.
    You have lifted the song to a new height. Thank both of you.

  • @sutapadebnath5107
    @sutapadebnath5107 6 หลายเดือนก่อน

    আমি প্রতিদিন তোমার গান শুনি, অদিতি। কী অপূর্ব। বাহ!!

  • @shreyaghosh1335
    @shreyaghosh1335 3 ปีที่แล้ว +4

    Awesome voice just awesome ... may GOD sharpen your voice day by days ... Your voice is just awesome just like your sweet smile .

  • @asimkumardas778
    @asimkumardas778 ปีที่แล้ว

    বাঃ , অপূর্ব । একদম নিঁখুত পরিবেশনা । দুজনকেই অসংখ্য ধন্যবাদ ।

  • @ashimdas8899
    @ashimdas8899 3 ปีที่แล้ว +7

    তুমি বরাবর ই প্রতিটি গান নিজের মত করে পরিবেশন কর । তাই তোমার এই প্রচেষ্টায় আমরা সেই পরিচিত গান কানে নতুন ছন্দে বাজে

  • @ajitmandal7456
    @ajitmandal7456 2 ปีที่แล้ว

    খুবই সুন্দর 👌👌👌,চমৎকার, মন ভরে গেল 👌👌👌👌👍

  • @MusicalChatterjee
    @MusicalChatterjee 3 ปีที่แล้ว

    Asadharon asadharon... Ki sunlam... Aha... Mon bhore gelo. God bless you 👏👏👏👏👏👏👏🍫🍫

  • @debopriyadasmondal2547
    @debopriyadasmondal2547 2 ปีที่แล้ว

    just excellent আমি just প্রেমে পরে গেলাম and আমি তোমার স্বর দিয়ে করা কাজটা শুনে বলতে গেলে অবাক হয়ে গেছি

  • @sree_uke
    @sree_uke 3 ปีที่แล้ว +1

    Aditi di tomar gan khub valo laga

  • @shiulipal1654
    @shiulipal1654 ปีที่แล้ว

    Gan sune ki6ui likhte par6i na....❤ onek sneho railo.......siddhartha sir k pranam janai....🙏

  • @KabitaSaha-ve4vg
    @KabitaSaha-ve4vg ปีที่แล้ว

    অসাধারণ লাগলো শুধু তবলা তানপুরা আর মন্দিরা সঙ্গে গানটা।🙏