He Nutan ( হে নুতন ) | Tagore Song | Aditi Chakraborty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 619

  • @sintusenapati8927
    @sintusenapati8927 3 ปีที่แล้ว +12

    আপাতত যে 43 জন ডিজলাইক বাটন ক্লিক করেছে তারা মনে হয় গানের সম্পর্কে যৎসামান্য জ্ঞান নেই।।।।
    গানটার মধ্যে অসাধারণ এক অনুভূতি লুকিয়ে আছে ...❤️❤️❤️
    তোমার কণ্ঠস্বর অপূর্ব। গানটা অন্য একটা জগতে চলে গেছে!!!❤️❤️

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  3 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ sir 🙏🙏🙏

  • @khawazakhan
    @khawazakhan ปีที่แล้ว +4

    বাহ্! কী কন্ঠ রে বাবা। একদম হৃদয় কাঁড়া সুরে চমৎকার প্রক্ষেপণ। শিল্পী, হে প্রিয়জন বেঁচে থাকো আরও শতবছর। শুভাশিস সতত।

  • @provatkar7448
    @provatkar7448 3 ปีที่แล้ว +5

    আহঃ কি অপূর্ব মুগ্ধকর কন্ঠশৈলী! অদিতির গান যতই শুনি কোথায় যেনো মন হারিয়ে যায়, সত্যি কবি গুরুর এই সংগীত হ্রীদয়ে দুলা দিয়ে গেলো। অনেক অনেক শুভ কামনা তোমাকে।🎤🎵🎶🎧🎹

  • @shajahanyounusshajahanmahm2282
    @shajahanyounusshajahanmahm2282 2 ปีที่แล้ว +4

    অসাধারণ এবং অনবদ্য সুরের মূর্ছনায় অমৃত ধারা মনকে ছুঁয়ে গেছে। আমি মুগ্ধ
    কবি গুরু রবীন্দ্রনাথের অসাধারণ সৃষ্টি। এবং যথার্থ সার্ৎক ভাবে গাইছেন শিল্পী অদিতি চক্রবর্তী।

  • @rayhan6437
    @rayhan6437 3 ปีที่แล้ว +4

    হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও একটু বিনোদনের সময় বের করেই অদিতির গান শুনি,,,,,, খুব বেশি ভালো লাগে,,,,যেমন কন্ঠে তেমন তার দুটি চোখ,,,,,আমি যতক্ষন তার গান শুনি ততক্ষন তার মনোমগ্ধকর দুটি আঁখির দিকে তাকিয়ে থাকি,,, হারিয়ে যায় অন্য একটা পৃথীবিতে

  • @sohinim90
    @sohinim90 3 ปีที่แล้ว +5

    School এ গাইতাম মনে পরে গেল সত্যিই কি আমরা আবার করে বাঁচতে পারবো এই বিশ্বে ,covid এ আক্রান্ত কবী গুরু রবিঠাকুরের siswyo , পুরো পরিবার টাই আক্রান্ত মানুষের। জীবন টা খুব ছোটো সকলে ভালো থাকো ঠাকুর সবার মঙ্গল করুন 🙏🙏🙏🙏🙏

  • @subimalh
    @subimalh 2 ปีที่แล้ว +4

    আমার মনে হচ্ছ, এই গানটা (হে নূতন,
    দেখা দিক আর-বার) এত সুন্দর আর এত দরদ দিয়ে আগে কোন শিল্পীই গাইতে পারেন নি। সবাইকে ছাপিয়ে গেছ তুমি। ভগবান তোমার মঙ্গল করুন।

  • @ujanichakrabarty4172
    @ujanichakrabarty4172 3 ปีที่แล้ว +6

    ৩০/০৫/২০২১ থেকে শুনছি । যত শুনছি ততই মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে আগে কেন দেখতে পাইনি ।

  • @shajahanyounusshajahanmahm2282
    @shajahanyounusshajahanmahm2282 2 ปีที่แล้ว +4

    অসাধারণ এবং অভূতপূর্ব আমি মুগ্ধ হয়ে শুনি।

  • @অব্যক্তকথা-চ১ম
    @অব্যক্তকথা-চ১ম 3 ปีที่แล้ว +2

    ধন্য আমরা শ্রোতারা আপনার মতো এমন সুরের অধিষ্ঠাত্রী দেবী কে পেয়েছি এমন অত্যাধুনিক যুগে।।
    আপনার সুরের মোহোয় মায়া ছন্ন আমিও।।

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 3 ปีที่แล้ว +2

    ⚘কোটি কোটি প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । তোমার কন্ঠে গানটি শুনে আমি মুগ্ধ ⚘

  • @nishitroy1717
    @nishitroy1717 3 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো মা, অপূর্ব তোমার কন্ঠ ❤️। ঈশ্বরের করুণার সহস্রধারা অবিরত বর্ষিত হোক তোমার শিরে 🙏!

  • @ashitdas5812
    @ashitdas5812 3 ปีที่แล้ว +3

    অপূর্ব সুন্দর অসাধারণ কন্ঠস্বর দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছো। কমেন্টে এর উত্তর দিও। শুভকামনা রইলো অদিতি।❤️❤️👌👌 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩

  • @bimankarmakar7158
    @bimankarmakar7158 3 ปีที่แล้ว +1

    সুর আর গলা দুটোই হৃদয়ের গহনে অলঙ্কার হিসেবে প্রবেশ করে মনটাকে তরতাজা করে চলেছে।

  • @abhijitbhunia587
    @abhijitbhunia587 3 ปีที่แล้ว +1

    দিদিভাই আমি দক্ষিনেশ্বর থেকে বলছি। সত্যিই তোমার কন্ঠের সুর খুব সুন্দর।
    তোমার কন্ঠে আগমনি সুরের গান গুলো খুব ভালো লাগে।

  • @prasanjitmondal9788
    @prasanjitmondal9788 3 ปีที่แล้ว +3

    সত‍্যই অপূর্ব কন্ঠ তোমার। এই ধরনের কঠিন ও শক্ত রবীন্দ্রসঙ্গীত এত সুন্দরভাবে, সুরেলাকন্ঠে খুব কম কন্ঠেই শুনেছি তাছাড়াও গানটি খুব স্পষ্ট উচ্চারণের সহিত শ্বাসপ্রশ্বাসকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে পরিবেশন করেছো। তুমি সত‍্যিই সরস্বতীর মানষ কন‍্যা। তোমার প্রতিটি গানই অপূর্ব, অতুলনীয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সম্মুখগামী চলার পথ যেন আরো সুগম ও মসৃণ হয়। ভালো থাকবে এই ভয়ংকর মারণব‍্যধি ভাইরাসের মধ‍্যে।

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  3 ปีที่แล้ว

      কি বলে আপনাকে ধন্যবাদ দেবো জানিনা...আপনিও ভালো থাকবেন 🙏🙏🙏🙏

    • @prasanjitmondal9788
      @prasanjitmondal9788 3 ปีที่แล้ว

      Need not any thank. Its ok. You have to be carried on your song on the mountain-top. God bless you.

  • @debjyotipolley2004
    @debjyotipolley2004 3 ปีที่แล้ว +3

    অনবদ্য উপস্হাপনা। রাবীন্দ্রিক ভাব খুব সুস্পষ্ট। অভিনন্দন জানাই।🙂🙂🙂

  • @shajahanyounusshajahanmahm2282
    @shajahanyounusshajahanmahm2282 2 ปีที่แล้ว +1

    অভূতপূর্ব অনুভূতি এবং সুরের ইন্দ্রজাল ছাপিয়ে মন কে ছুঁয়ে গেলো এই শিল্পীর কন্ঠের সুরের অমৃত ধারা।
    আমি মুগ্ধ এবং অভিভূত।

  • @SouravBanik
    @SouravBanik 3 ปีที่แล้ว +1

    Kobi-guru birochito "Anushthanik" porjay er songeet.
    So clear, so prompt and so distinct pronunciation. God gifted voice.
    Waiting for more song from Kobi-Guru.
    Kobi-Pronam janai 🙏🙏🙏

  • @diptadas2234
    @diptadas2234 3 ปีที่แล้ว +2

    তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি। বার বার শুনি

  • @i.d432
    @i.d432 หลายเดือนก่อน

    Khub bhalo laglo ... Rabindrik-accurate yet modern, and poignant

  • @jayantinandi654
    @jayantinandi654 3 ปีที่แล้ว +2

    অপুর্ব গলা। তোমার গান শুনে খুব শান্তি পাই।

  • @bishalsingha4193
    @bishalsingha4193 3 ปีที่แล้ว +1

    এক টা গান শুনেই সাবস্ক্রাইব করেছিলাম , সেটা আমার স্বার্থক হয়েছে । অসাধারণ

  • @khargp960
    @khargp960 3 ปีที่แล้ว +142

    উচচারন একদম পরিষ্কার, শ্বাসপ্রশ্বাস শব্দ ও অনেক কম খুব ভালো, অপেক্ষায় থাকি কখন নতুন নতুন কালজয়ী গান আসবে

  • @sisirkantibanerjee1954
    @sisirkantibanerjee1954 3 ปีที่แล้ว +1

    অদিতির গলায় সুর সাজানো আছে।
    গানটাই ওর মন, প্রাণ। কোনও ড্রামাবাজি নেই।

  • @rajusamantarajusamanta185
    @rajusamantarajusamanta185 3 ปีที่แล้ว

    আবারও একটা গান শুনলাম সত্যি খুব ভালো লাগলো অদিতি দি।আরো অনেক গান শুনতে চাই তোমার থেকে।

  • @masudurrahmanofficial8345
    @masudurrahmanofficial8345 3 ปีที่แล้ว +2

    হে নুতন
    তুমি চির নুতন
    তোমার কণ্ঠস্বরে
    প্রতিবারে!

  • @trishnamam3846
    @trishnamam3846 3 ปีที่แล้ว +1

    Heavenly voice u hv... God gifted.. All rabindrasangeet we want to hear ❤❤❤

  • @latifbepary8738
    @latifbepary8738 3 ปีที่แล้ว +1

    তোমার কন্ঠ সব সময়েই আমাকে মুগ্ধ করে । নতুন কিছু শুনার অপেক্ষায় জার্মানী থেকে

  • @ChutysGoldenEye
    @ChutysGoldenEye 2 ปีที่แล้ว +1

    গভীর রাতে অন্ধকার ঘরে বসে আকাশ দেখতে দেখতে এই গানটা হৃদয়ঙ্গম করার মত সুখ আর হতে পারেনা। ভালোবাসা রইলো

  • @anjankumarsinha2288
    @anjankumarsinha2288 3 ปีที่แล้ว

    ভাষাই প্রকাশ করার মত কথা নেই , গানের সুরে মন হারিয়ে যাই অজানাতে । শুভ কামনা রইল আগামীতে আগত সকল গানের জন্য ।

  • @ankhi32
    @ankhi32 ปีที่แล้ว +3

    কী ভীষণ স্নিগ্ধতা শুভ্রতা,,,, হৃদয় শান্তকারি❤❤❤❤

  • @malaymandal5716
    @malaymandal5716 3 ปีที่แล้ว +1

    অনির্বচনীয়। কত সহজে গাইলেন আপনি। মন ছুঁয়ে গেল। অনেক ভালোবাসা।

  • @indranilrakshit2594
    @indranilrakshit2594 3 ปีที่แล้ว +1

    অসাধারণ 🙏🌹👌🙏🙏🌹🌹👌

  • @JayantaMondal
    @JayantaMondal 3 ปีที่แล้ว +1

    এখন অনেকে গান গাই তাদের যেনো গলা থেকে আওয়াজ বেরোই না আর তোমার গলা সত্যি অপূর্ব, অসাধারণ❤️

  • @jayantachaudhuri8562
    @jayantachaudhuri8562 3 ปีที่แล้ว +2

    আমার যাবতীয় আশীর্বাদ রইল।অনেএএএক গান কর।আমরা ভেসে যাই তোমার সুরের মূর্ছনায়।

  • @ayandas9634
    @ayandas9634 3 ปีที่แล้ว +1

    আমি আপনার সব গান গুলি শুনেছি.....অসধারন আপনার গানের গলা.... যেমন সুন্দর গানের গলা আপনার তেমন সুন্দর দেখতে আপনাকে.......মা সরস্বতীর আশির্বাদে আপনি আরো এগিয়ে যান, এই কামনাই করি....
    একটা গান এর Request রইলো....."ও শ্যাম যখন তখন, খেলো না খেলা এমন".........Please do it....

  • @mahabbatalimondal576
    @mahabbatalimondal576 2 ปีที่แล้ว +1

    অতুলনীয়🙏💕 কন্ঠস্বর। spellbound

  • @s.chandram9883
    @s.chandram9883 3 ปีที่แล้ว

    Amar priyo gaan aj apnar kanthe aro priyo hoe gelo..apnar modhye apurbo ak snigdho satyer subas ache, eta chirokal evabe nourish Korben asa rakhi...aro boro hon..nutan er gaan er sathe apnake o swagatam! Dhonyobad Aditi..khub Valo thakun

  • @noyandas5513
    @noyandas5513 3 ปีที่แล้ว

    আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয়।আপনার কন্ঠে এই গানটি হবে কি দিদিভাই।আপনার গানের কন্ঠ সত্যিই অসাধারণ।
    বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @ahad-uz-zaman7466
    @ahad-uz-zaman7466 ปีที่แล้ว +8

    সুর তো নয় যেন স্বর্গের চিলে কোঠা দিয়ে নিঃসৃত প্রাণ হরনি লহরী। দীর্ঘ দিন বেঁচে থাকুন, সবার জন্য……………………!

  • @mrinalkantighosh6635
    @mrinalkantighosh6635 3 ปีที่แล้ว +1

    Aha ki darun gala mon vore jai.god bless you.

  • @amarganerdaali
    @amarganerdaali 3 ปีที่แล้ว

    Tomar gaan ta ashadharon hoyechhe. Khub bhalo lagloo Aditi. Iswar tomake onek ashirbaad korun.

  • @shipralahiri196
    @shipralahiri196 8 หลายเดือนก่อน +1

    তুমি তো এমনিতে খুব ভাল গাও।আজকের রবীন্দ্র সংগীত গেয়ে মন প্রাণ ভরে দিয়েছ।❤❤

  • @mithunmandal8311
    @mithunmandal8311 3 ปีที่แล้ว

    দিদিভাই, এতো এতো মায়া জড়ানো কণ্ঠে গাইলে যে আপনার গানের মায়াজালে জড়িয়ে গেলাম। ভালো থাকুন, গাইতে থাকুন।🇧🇩

  • @muhammedjashimuddinkhan2392
    @muhammedjashimuddinkhan2392 3 ปีที่แล้ว +1

    বাহ চমৎকার! মন প্রাণ ভরে গেলো।

  • @biswajitjana7580
    @biswajitjana7580 3 ปีที่แล้ว +2

    No comments only osadharon. ❤👌👍

  • @md.mamunquader5515
    @md.mamunquader5515 3 ปีที่แล้ว

    Excellent rendition by Aditi Chakrabarty
    Mind Blowing
    Commendable
    Very best Wishes.

  • @mousweet9756
    @mousweet9756 2 ปีที่แล้ว +1

    গানের প্রতিটি শব্দ মনকে স্পর্শ করে তোলে। আর তোমার গলায় এই গান শুনতে আরো ভালো লাগলো।

  • @swapandhar2627
    @swapandhar2627 3 ปีที่แล้ว

    এই গানটি স্বাগতালক্ষ্মীর গলায় অসাধারণ। আজ তোমার কন্ঠে শুনলাম নিরাস করলে না।

  • @GmhasanSarwar
    @GmhasanSarwar 7 หลายเดือนก่อน +1

    সত্যিই বিস্ময়কর পরিবেশনা।দারুণ হয়েছে।শুভ কামনা তোমার জন্য।

  • @arnabbiswas3736
    @arnabbiswas3736 3 ปีที่แล้ว +2

    Asamanyo sundar kantho,Rabindra Sangeet apner golai anobadyo.Aro kichu Rabindra Sangeet Sonar apekkhay roilam

  • @sumanakarmakar9137
    @sumanakarmakar9137 3 ปีที่แล้ว +1

    Darunnnn Didi ❤️❤️❤️ my favourite song... only Rabindra Sangeet ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @arnabmondal2846
    @arnabmondal2846 3 ปีที่แล้ว +1

    Osadharon.... Koto ber j gaan ta sunlam.... Tar kono tik nie....

  • @biswajitkhatua8392
    @biswajitkhatua8392 3 ปีที่แล้ว +2

    মা স্বরসতীর অসীম কৃপা তোমার উপরে ❤️

  • @bidhandas315
    @bidhandas315 3 ปีที่แล้ว

    তুমি তো আমার প্রিয় শিল্পীদের একজন-সুতরাং গান নিয়ে কিছু বলার থাকতেই পারে না। শুধু একরাশ শুভেচ্ছা রইলো...আর পরবর্তী গানের অপেক্ষায় রইলাম...

  • @susmitaojha794
    @susmitaojha794 ปีที่แล้ว +2

    My favourite rabindra Sangeet.

  • @tarapadakarmakar1724
    @tarapadakarmakar1724 3 ปีที่แล้ว +5

    দিদি "ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে"গানটি শুনতে চাই।।।🙏🙏🙏

  • @pradiproy9669
    @pradiproy9669 3 ปีที่แล้ว +1

    তোমার কণ্ঠ খুব মধুর। গায়কি ভঙ্গী ও খুব ভালো।শুভেচ্ছা রইল।

  • @arpitaghosh7404
    @arpitaghosh7404 3 ปีที่แล้ว +2

    Tomar gan sunle man valo hoe jai. ei pandemic situation e tomar gan oxigen jogai.💕💕💕💕💕

  • @pankajpaul500
    @pankajpaul500 3 ปีที่แล้ว

    মন ভরিয়ে দিলে অপূর্ব তোমার গলা
    ভগবান তোমার মঙ্গল করুন।

  • @dibyenduhaldar8282
    @dibyenduhaldar8282 2 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো বোন। আশা করি ভবিষ্যতেও এই রকম গান শুনবো।

  • @siddharthabandyopadhyay1696
    @siddharthabandyopadhyay1696 3 ปีที่แล้ว

    ভীষণ ভীষণ সুন্দর ও নিখুঁত❤! তোমার অনেক ভালো হোক অদিতি!

  • @suchetaroy4123
    @suchetaroy4123 3 ปีที่แล้ว

    খুব সুন্দর হয়েছে। শুভ রবীন্দ্র জয়ন্তী। ❤💖❤

  • @samaranirban3504
    @samaranirban3504 ปีที่แล้ว +1

    হে নুতন . . . . . . . খুব মন ছুঁয়ে গেলো

  • @SwapnoSandhani
    @SwapnoSandhani 3 ปีที่แล้ว +1

    এই কন্ঠে অসাধারণ উপলব্ধি পেলাম।।

  • @sukanyamaity6148
    @sukanyamaity6148 3 ปีที่แล้ว

    তোমার কন্ঠে সরস্বতী আছে। তোমার এমন গান শুনলে সব কষ্ট যেন শেষ হয়ে যায়। ❤❤❤👌👌👌

  • @samaranirban3504
    @samaranirban3504 5 หลายเดือนก่อน +1

    আহা.... মন ছুঁয়ে রইল
    ❤️
    অনেক শুভেচ্ছা 🌿

  • @musicwithaditi1982
    @musicwithaditi1982 2 ปีที่แล้ว

    অপূর্ব অপূর্ব বোন। অনেক বড়ো হয়ে ওঠো তুমি এই আশীর্বাদ করি

  • @soumyajit3931
    @soumyajit3931 3 ปีที่แล้ว +4

    আমি সারাদিন তোমার গানের অপেক্ষায় ছিলাম, এতক্ষণে অপেক্ষা সার্থক হোল 😊
    বহুত ওয়েট করালে 😄

  • @kakonlocalculture2149
    @kakonlocalculture2149 3 ปีที่แล้ว

    অসাধারণ সুন্দর হয়ছে দিদি গানটি অনেক ভালোবাসা রইল ❤💙💖💙❤💚💞💙❤💚💖💙

  • @imrantalukder4401
    @imrantalukder4401 2 ปีที่แล้ว +3

    দিদি তুমি যেমন টা দেখতে মিস্টি তোমন তোমার কন্ঠ টাও বিশন মিস্টি Lov you 💗💗💗

  • @firedekha4375
    @firedekha4375 3 ปีที่แล้ว +1

    অপূর্ব কন্ঠ ...মন ভরে গেলো..

  • @ALOKEDASGUPTA-ev2et
    @ALOKEDASGUPTA-ev2et ปีที่แล้ว +1

    মন ভরে গেল তোমার মিষ্টি সুরেলা কন্ঠের গান শুনে।

  • @tapanjyotibhattacharya432
    @tapanjyotibhattacharya432 7 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ জানায় তোমায়। খুব ভালো লাগলো তোমার পরিবেশনা।

  • @kalpanamajumder4739
    @kalpanamajumder4739 3 ปีที่แล้ว

    Wow! Absolutely fantastic! 👌👌....very heart touching.💕....Sweet voice...God bless.

  • @nibirbiswas7086
    @nibirbiswas7086 3 ปีที่แล้ว +1

    গানটা শুনলে এক অন্য জগতে হারিয়ে যায়।😊😇

  • @alpanatalukdar7163
    @alpanatalukdar7163 3 ปีที่แล้ว

    opekhay thaki tmr gaan..sob gaanber mto etao asadharon

  • @universalideal8022
    @universalideal8022 3 ปีที่แล้ว

    অসাধারণ । নতুন ভাবে ছুঁয়ে গেল ধন্যবাদ

  • @brajendradas7388
    @brajendradas7388 2 ปีที่แล้ว

    আহা রে খুব সুন্দর পরিষ্কার স্বর, রবি ঠাকুরের গান

  • @munnidas3359
    @munnidas3359 8 หลายเดือนก่อน +1

    Khub sundor gaan ta mam shubho kamona kori

  • @indranilrakshit2594
    @indranilrakshit2594 3 ปีที่แล้ว

    খুব সুন্দর
    শ্রুতি মধুর কন্ঠ 🙏🌹🌹👌

  • @swadeshkundu5432
    @swadeshkundu5432 3 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর
    আরো গান শোনাবে
    গান আমার সব থেকে প্রিয়
    তোমার গান খুব সুন্দর হচ্ছে ।

  • @samareshbiswas3925
    @samareshbiswas3925 3 ปีที่แล้ว

    তোমাকে অসংখ্য ধন্যবাদ।। তোমার জন্য অশেষ শুভকামনা।। তোমার গানগুলো না শুনলে আমার দিন কাটে না। ।।।।বিশেষ করে,,, তোমার মনে পড়ে,, গানটা দিনে কম করে 20 বার শুনি,,,, তোমার গানের স্বরের প্রতি আমি আসক্ত 😍😍

  • @belasuru8448
    @belasuru8448 3 ปีที่แล้ว +4

    Tomar voice , tar sate guesture , make up sobe milie eka onno onuvitui . Bengali culture k agie niye jabar jonno dhonnobad .

  • @LoveCreation99
    @LoveCreation99 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগে তোমার গানগুলো.... খুব খুব বড় ফ্যান তোমার আমি 😊

  • @abhisekdey6428
    @abhisekdey6428 3 ปีที่แล้ว +2

    উচ্চারণ এত পরিষ্কার, আর এত মিষ্টি গেয়েছ দিদি তুমি বাঙালির গর্ব।

  • @palashmaity6772
    @palashmaity6772 3 ปีที่แล้ว

    Just fatafati voice....apurba...❤️❤️❤️

  • @mamatakhakhasingh5783
    @mamatakhakhasingh5783 3 ปีที่แล้ว +1

    Lot's of Love from Coochbehar ❤️

  • @surajithalder7066
    @surajithalder7066 3 ปีที่แล้ว

    Didivai khub sundor hoye6e..... Khub sundor

  • @babulal-gx9bq
    @babulal-gx9bq 3 ปีที่แล้ว

    Bar bar শুনতে echay hoy
    😘😘😘😍😍😍

  • @rajnitibangla9630
    @rajnitibangla9630 3 ปีที่แล้ว +2

    Aditi you are mind blowing.keep up....👍🙏🙏

  • @jaharlaldas2349
    @jaharlaldas2349 3 ปีที่แล้ว

    খুব শুদ্ধ উচ্চারণে গানটি গাওয়া হয়েছে, অনবদ্য পরিবেশনা।
    আমার প্রতিক্ষার অবসান হলো গানটি শুনে, আরও নতুন নতুন গানের অপেক্ষায় রইলাম।

  • @sudiptasardar342
    @sudiptasardar342 3 ปีที่แล้ว +1

    Melodious voice..superb.

  • @jyotirmoybanerji
    @jyotirmoybanerji 3 ปีที่แล้ว

    চমৎকার গায়ন। অনেক ধন্যবাদ।

  • @arpanbiswas4105
    @arpanbiswas4105 3 ปีที่แล้ว +1

    অপূর্ব সুন্দর ।

  • @rinkumukherjee865
    @rinkumukherjee865 2 ปีที่แล้ว +1

    Excellent. Keep it up. Vanda Mataram
    JAI HIND

  • @ujjalmondal146
    @ujjalmondal146 3 ปีที่แล้ว +1

    অপূর্ব.... ❤️আগামীর পথ চলার অনেক শুভেচ্ছা রইলো.... 💐💐💐

    • @banalatachaki4539
      @banalatachaki4539 3 ปีที่แล้ว +1

      অসাধারণ গায়কী ভঙ্গিমা ও মিষ্টি কন্ঠস্বর । রবীন্দ্র সঙ্গীত ও পুরনো দিনের আরো অনেক গান শোনার অপেক্ষায় রইলাম ।

  • @jodukhapa
    @jodukhapa ปีที่แล้ว +1

    Osadharon.... Mon ta vore gelo

  • @sarathighosh8033
    @sarathighosh8033 3 ปีที่แล้ว

    Khub laglo ma. Bhogoban tomar mangal koruk.