আপনার ফসলি জমিতে ছত্রাক তাহলে এই কীটনাশক ব্যবহার করুন ।কৃষি ও কথাচিএ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • টিল্ট যেভাবে কাজ করে
    টিল্ট স্পে করার পর দ্রুত পাতা ও কান্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে।
    ছত্রাকের কোষ বিভাজনে প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ছত্রাক মারা যায়।
    এসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস ও ডিওটারোমাইসিটিস গোত্রের ছত্রাক সমূহ বেশী সংবেদনশীল।
    প্রতিরোধক ও প্রতিষোধক উভয়ভাবেই সমান কার্যকারী। টিল্ট ২৫০ ইসি
    ধানের খোল পচা রোগ দমনে টিল্ট
    মুল উপাদান : প্রপিকোনাজোল (প্রতি লিটার টিল্ট-এ ২৫০ গ্রাম প্রপিকোনাজোল আছে)
    ফরমুলেশন: ইমালসিফাইয়াবল কনসেন্ট্রেট (ইসি)
    টিল্ট যেভাবে কাজ করে
    টিল্ট স্পে করার পর দ্রুত পাতা ও কান্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে।
    ছত্রাকের কোষ বিভাজনে প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ছত্রাক মারা যায়।
    এসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস ও ডিওটারোমাইসিটিস গোত্রের ছত্রাক সমূহ বেশী সংবেদনশীল।
    প্রতিরোধক ও প্রতিষোধক উভয়ভাবেই সমান কার্যকারী।
    উপকারিতা
    ধানের শীথ ব্লাইট সহ অন্যান্ন রোগের জন্য কার্যকরী ছত্রাকনাশক।
    টিল্ট পাতা ও কান্ডের মা্যেমে গাছের সব অংশে যায়, এবং প্রাথমিক অবস্থায় ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয়।
    প্রবহমান গুনের কারনে স্প্রে করার পর বৃষ্টির পানিতে ধুয়ে যায় না।
    এমনকি নতুন গজানো পাতাও রোগমুক্ত থাকে।
    প্রতিরোধ, প্রতিষেধক ও ধংসকারী যে কোন পর্যায় সমস্ত গাছকে রক্ষা করে।
    ব্যবহারবিধি
    ধানের শীথ ব্লাইট, বাদামী দাগ, স্কাব, ডার্টি প্যানিকেল, শীথ রট রোগের জন্য ১০ লিটার পানিতে ২০ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
    কলার সিগাটোকা রোগের জন্য ১০ লিটার পানিতে ২০ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
    আম গাছের পাতার দাগ ও ‍মিলডিউ রোগের জন্য ১০ লিটার পানিতে ২০ এমএল টিল্ট মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
    পেয়ারা গাছের পাতার দাগ রোগের জন্য ১০ লিটার পানিতে ২০ এমএল টিল্ট মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
    টিল্ট
    পণ্যের উৎপাদন দেশ : ফ্রান্স
    সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

ความคิดเห็น • 4

  • @mehediislamjuwelmolla8946
    @mehediislamjuwelmolla8946 6 หลายเดือนก่อน

    ভাই ২০ শতাংশ জমির জন্য কত টুকু দিব

  • @oii147Anisha
    @oii147Anisha หลายเดือนก่อน

    কি কি ফসলে দেওয়া যায় ভাই 😊

    • @krishiokothachitro
      @krishiokothachitro  หลายเดือนก่อน

      আপনি কোন ফসলে দিতে ইচ্ছুক ?