টিল্ট ছত্রাকনাশক। প্রোপিকোনাজল ২৫০ইসি। সাশ্রয়ী সিস্টেমিক গুণসম্পন্ন ছত্রাকনাশক। Tilt Fungicide.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 63

  • @HasanMahmud-vw5mb
    @HasanMahmud-vw5mb ปีที่แล้ว +3

    ভাই বরইতে টিল্ট এর সাথে কুইক পটাশ ও বরণ একসাথে মিশিয়ে স্প্রে করা যায়?

  • @dhananjaybarman3552
    @dhananjaybarman3552 7 หลายเดือนก่อน

    আপনার ভিডিও খুব ভালো লাগলো ভালো থাকবেন। প্রপিকোনাজল ও টেবুকোনাজল কি একই ফর্মুলার ওষুধ?

  • @mdnasiruddin735
    @mdnasiruddin735 9 หลายเดือนก่อน

    আম গাছের পাতায় শুটি মোল্ড ছত্রাক এর জন্য কি ব্যবহার করব। জানালে অনেক উপকার হয়

  • @MdAbzal-p9d
    @MdAbzal-p9d 10 หลายเดือนก่อน

    মরিচ গাছের এ্যানথ্রাকনোজ রোগের জন্য কত মিলি লিটারে দিতে দিতে হয়

  • @kingsportstv1899
    @kingsportstv1899 2 ปีที่แล้ว +1

    ভাইয়া পেয়ারা গাছের ডগা কুশি কালো হলে ব্যবহার করা যাবে 🙏🏾🙏🏾প্লিজ জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার উত্তরের🙏🏾

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      সালফার-৮০%(২ গ্রাম) বা মেনকোজেব-৮০%(২ গ্রাম) বা প্রপিকোনাজল-২৫%(০.৫মিলিগ্রাম) গ্রুপের ছত্রাকনাশক...প্রতি লিটার পানি হারে ব্যবহার করতে পারেন। যে কোন একটি। ৫-৭ পর দ্বিতীয় প্রয়োগ।

  • @mdsamrulchowdhury3303
    @mdsamrulchowdhury3303 2 ปีที่แล้ว +3

    ভাই ঝাল গাছের গোড়া পচা কি ভালো হবে

  • @agrofarmbdvlogs4642
    @agrofarmbdvlogs4642 ปีที่แล้ว +1

    টিল্ট জমিতে বছরে ৩ বারের বেশী ব্যবহার করা যাবে না বললেন। তাহলে বারে বারে রোগ হলে তখন কি অন্য গ্রুপের ছত্রাক নাশক দিতে হবে। বলেন

    • @sumontec
      @sumontec  ปีที่แล้ว

      স্কোর, ম্যানসান, ক্যাবরিও টপ, এমিস্টার টপ, নাটিভো...এগুলো ব্যবহার করতে পারেন।

  • @abdullahalmamun8785
    @abdullahalmamun8785 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই

  • @mdbadshaalomgir2565
    @mdbadshaalomgir2565 4 หลายเดือนก่อน

    ভাই আদার জমিতে অল্প করে পচানি লাগছে। কোন ছত্রাক নাশক স্প্রে করতে পারি🙏🙏🙏

  • @MdSumon-bc5zb
    @MdSumon-bc5zb ปีที่แล้ว +1

    ভাই ধানের তোর অবস্থায় এমিসটার টপ, স্কোর,নাটিভো, কোনটি বেশি কাজ করে? প্লিজ জানাবেন।

    • @sumontec
      @sumontec  ปีที่แล้ว

      নাটিভো।

  • @mohobbot-dy2oj
    @mohobbot-dy2oj 2 หลายเดือนก่อน +2

    টিল ব্যবহার করলে কি ধানের বৃদ্ধি কমে যায়

    • @sumontec
      @sumontec  2 หลายเดือนก่อน

      চারা অবস্থায়, যেকোনো গাছে করলে বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে কমে যায় না। চেষ্টা করবেন ০.৫ মিলিগ্রাম হারে ব্যবহার করতে।

    • @nandadulalbhatta6977
      @nandadulalbhatta6977 หลายเดือนก่อน

      কাইচ থোড়ে দেওয়া যায়?

  • @MdShahin-wi2uv
    @MdShahin-wi2uv ปีที่แล้ว +2

    ভাইয়া এমিস্টার টপ এবং স্কোর আর নাটিভো এর মধ্যে পাথক্য কি

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ ปีที่แล้ว +1

    সাইট্রাস জাতীয় ফলের গুটি ও ফল জরা রোধে প্রপিকোনাজল কেমন কাজ করে?
    আমি ১ সপ্তাহ আগে প্রপিকন মাল্টা ও কমলার গুটিতে স্প্রে করি।কিন্তু গুটি গুলো কুব বেশি ঝরছে! কী করবো?

    • @sumontec
      @sumontec  ปีที่แล้ว

      ছত্রাকনাশক জন্য হচ্ছে নাকি, অনুখাদ্য ঘাটতি সেটা না জেনে বলা যাচ্ছে না। আপনি আগে বাম্পার ভিটামিক্স+সলুবোরন+ফ্লোরা/লিটোসেন ব্যবহার করেন আশাকরি ঠিক হয়ে যাবে।

    • @সোনারবাংলা-ঝ৪ঙ
      @সোনারবাংলা-ঝ৪ঙ ปีที่แล้ว

      @@sumontec ভাই, ১০ দিন আগে বোরণ ও জিংক স্প্রে করেছি। তার আগে মাকড়নাশক, ছত্রাক নাশক হিসেবে এন্ট্রাকল দিয়েছিলাম।
      আর গাছের গোড়ায় সার দেওয়ার সময় জৈব রাসায়নিক সার এর সাথে বোরণ সহ সবকিছু দিলাম।অণুখাদ্যের ঘাটতি হওয়ার প্রশ্নই আসেনা।
      তাই সব শেষে প্রপিকোনাজল দিলাম।
      বাম্পার ও আছে।দেইনি।
      আর ফ্লোরা নাকি বড় গুটি বা ফলে দিলে ফল ঝরে যায়!

  • @user-mu6gl6hs8o
    @user-mu6gl6hs8o 11 หลายเดือนก่อน

    টমেটো গাছে গোড়ায় (পটেট) প্রতি লিটার পানিতে কত মিলি দিতে হবে

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 2 ปีที่แล้ว +1

    ভালো হয়েছে ভিডিও টি তবে ব্যকগ্রাউন্ড সাউন্ড আরো কম হলে ভাল হতো

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। আমি চেষ্টা করব আগামী ভিডিও সবকিছু ফিক্স করতে।

  • @aktarhosain6014
    @aktarhosain6014 4 วันที่ผ่านมา

    বেগুনে দেওয়া যাবে কি

  • @ashrafali-ly7ll
    @ashrafali-ly7ll ปีที่แล้ว

    আম গাছের পাতার আগা থেকে পুড়ে আস্তে আস্তে কান্ডে চলে আসে। একপর্যায় সমস্ত গাছ পুড়ে গিয়ে আস্ত গাছটাই মরে যায়।আমি বলচি টব বা ড্রামে লাগানো গছের ক্ষেএে।

  • @antuu6930
    @antuu6930 2 ปีที่แล้ว +2

    ভাই ধানের শীষ চোষা গান্ধী ও ফড়িং পোকা দমনে কারজকারি কীটনাশক সম্পর্কে কিছু বলেন??

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      ঠিক আছে ভাই। আগামী কয়েক দিনের ভিতর চলে আসবে।

  • @sujonsaha9755
    @sujonsaha9755 2 ปีที่แล้ว +1

    ধানে কখন ব্যবহার করাবো?

  • @hrfislamicmedia6483
    @hrfislamicmedia6483 9 หลายเดือนก่อน

    ভাই এটা আর এমিস্টার টপ কি এক সাথে পেয়াজে দেওয়া যাবে???

  • @sikderalkas4269
    @sikderalkas4269 ปีที่แล้ว +2

    এটাকি মটরদানা সাইজ আমে ব্যবহার করতে পারব

    • @sumontec
      @sumontec  ปีที่แล้ว

      যাবে কিন্তু অনেক কম মাত্রায় ১৫ লিটার পানিতে ৫ মিলিগ্রাম। বেশি মাত্রায় এখন ব্যবহার করলে ক্ষতি হতে পারে।

  • @user-mu6gl6hs8o
    @user-mu6gl6hs8o ปีที่แล้ว

    টমেটো গাছে ঢলে পরে যাচ্ছে দেওয়া যাবে কি

  • @md.aminurrahman7502
    @md.aminurrahman7502 2 ปีที่แล้ว

    ভাই এখন আমন ধানের মৌসুম এসেছে। বন্যা র সময় দুই থেকে তিন ফুট পানি জমে থাকে সেই জমিতে কি ধান চাষ করা যায় তা নিয়ে একটাভিডিও তৈরী করেন।

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই, আমারও ইচ্ছে আছে এই বিষয়ে ভিডিও করতে।

  • @ReyadulIslam-lc6gn
    @ReyadulIslam-lc6gn 11 หลายเดือนก่อน

    ভাই আমার বেগুন গাছের মাঝ বরাবর শুকিয়ে গাছ ডাল মারা যাচ্ছে,

  • @md.shamim467
    @md.shamim467 ปีที่แล้ว +1

    টিল্ট আর কার্বন্ডাজিম, আর মেনকোজেব এক সাথে ব্যাবহার করতে পারব

    • @sumontec
      @sumontec  ปีที่แล้ว

      একসাথে তিনটি ছত্রাকনাশক করতে নেই।
      রোগ চিহ্নিত করে সঠিক ছত্রাকনাশক ব্যবহার করেন।

  • @Rumanmallick
    @Rumanmallick ปีที่แล้ว +1

    লঙ্কা তে কত ml use korbo

  • @mdshahriyar794
    @mdshahriyar794 2 ปีที่แล้ว +1

    Vai.... tebuconajol r propiconajol er kono partokko ase naki

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว +2

      হ্যাঁ খুব সামান্য। আগামীতে দুইটার তুলনামূলক পার্থক্য ভিডিও নিয়ে আসব।

    • @mdshahriyar794
      @mdshahriyar794 2 ปีที่แล้ว

      Tebuconajol naki propiconajol. Konta besi sokti sali

  • @mdshahriyar794
    @mdshahriyar794 22 วันที่ผ่านมา +1

    Vai eta ki piyaz a deoya jay?

    • @sumontec
      @sumontec  22 วันที่ผ่านมา

      না, দিলে পেঁয়াজ শক্ত হয়ে যাবে?

    • @mdshahriyar794
      @mdshahriyar794 22 วันที่ผ่านมา

      @@sumontec vai ডাইফেকনাজল এবং টেবুকোনাজল এই ২ টা একসাথে দেওয়া যাবে?

  • @hafijurrahamansaikh
    @hafijurrahamansaikh ปีที่แล้ว

    দাদা Tilt+Tata asataf এক সঙ্গে দেওয়া যাবে

  • @abusayed3128
    @abusayed3128 2 ปีที่แล้ว +1

    মাল্টা গাছে কি দেওয়া যাবে?

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      মাল্টা গাছের কি সমস্যা?

    • @abusayed3128
      @abusayed3128 2 ปีที่แล้ว

      @@sumontec পাতায় ছএাক

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      @@abusayed3128, হ্যাঁ দেওয়া যাবে।

    • @abusayed3128
      @abusayed3128 2 ปีที่แล้ว +1

      @@sumontec লিটারে কত মিলি দিবো আর সাথে কি কোন কীটনাশক দেওয়া যাবে?

  • @mizandinajpur8540
    @mizandinajpur8540 2 ปีที่แล้ว +2

    Vai apner number ta pabo

    • @sumontec
      @sumontec  2 ปีที่แล้ว

      01911828646

  • @ashrafali-ly7ll
    @ashrafali-ly7ll ปีที่แล้ว

    ভাত খেয়ে এসে কথা বলেন , গলার জোড় কমে গেছে।

  • @gofurmondol1836
    @gofurmondol1836 2 ปีที่แล้ว +1

    আমি স্কয়ারের প্রটেনট ব্যবহার করি ধানে।

  • @mdmofijulislam1603
    @mdmofijulislam1603 10 หลายเดือนก่อน +1

    ভাইয়া আপনার বাড়ি কি বাংলাদেশে নাকি আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি

    • @sumontec
      @sumontec  10 หลายเดือนก่อน

      হ্যাঁ ভাই বাংলাদেশে। খুলনা জেলাতে।

    • @mdmofijulislam1603
      @mdmofijulislam1603 10 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব থাকি আচ্ছা propiconzole 25 % (w/v) এটা যেমন টমেটো বেগুন বেন্ডি মরিচ , সুস্থ গাছে ব্যবহার করা যাবে 1 লিটার পানিতে 1 মিলি গ্রাম করে দেওয়া যাবে জানাবেন ❤

  • @মুল্লামফফিজুলআলকাছেমীতুলআলমাদ

    কিরে বেডা ভাত খাইছস

    • @sumontec
      @sumontec  4 หลายเดือนก่อน

      🙄

  • @user-mu6gl6hs8o
    @user-mu6gl6hs8o ปีที่แล้ว

    টমেটো গাছে ঢলে পরে যাচ্ছে দেওয়া যাবে কি