অনেক দিন পর কথা হচ্ছে। কেমন আছেন দিদিমণি? আমি কেমন আছি দেখছেন তো । যাই হোক ভালই চলছে ।এখন শালবনি ব্লকে জিন্দাল কোম্পানিতে কাজ করছি। খুব বড়ো ফার্ম দেখাশোনা করছি। আপনি কেমন ও কোথায় আছেন ?
নমস্কার শ্রদ্ধেয় স্যার আমার প্রণাম নেবেন❤❤❤❤ আপনার চ্যানেল কমবেশি দেখি বা ফলো করি এবং আপনার বোঝানোর ক্ষমতা এবং উপস্থাপন দেখে খুবই ভালো লাগে আমি বর্তমানে চুইঝাল চাষে আগ্রহী হয়েছি চুইঝাল সম্পর্কে একটা যদি এ টু জেড ভিডিও বানিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম
Sir জমির কিছুভাগের ধানগাছের পাতা হলদে হয়েছে সাথে কিছু পাতার ডগার/আগার দিক শুকিয়ে গেছে,.. এর জন্য কি করণীয় শীঘ্রই জানালে উপকৃত হতাম. ধানের বয়স 40-42 দিন. Pls reply
ধানের খোলা পচা সমন্ধে খুব ভালো ভিডিও বানিয়েছে #Agriculturtipsbangla নামে একটি চ্যানেল । ওই খানে 4 টি fungicide এর নাম দিয়া আছে। কিন্তূ অনাথ স্যারও ভালো । ওই ভিডিও টা ভালো হয়েছে
আমি এই নিয়ে তো সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছি চাষীদের সঙ্গে । আমি একটা ওষুধ বলবো সেটা মারাত্মক কাজ হবে । চাষীকে আর অন্য ওষুধের খোঁজ করতে হবে না । কথা দিলাম। তোমরা সকলে ভালো থেকো । আল্লাহ তোমাদের মঙ্গল করুন , এই কামনা করবো।
sir eai videota dekhey anekkichu janlam apni sotti khub sundar bhabey present koren ar amar dhan jomitey majra pokar ki medicine debo ar sir hamla and pgr ki eksangey dewa jabey bolben please
স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন স্যার আমি বাংলাদেশ থেকে আপনার সকল ভিডিও নিয়মিত দেখি আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয় স্যার ধান গাছ শক্ত এবং মজবুত করার কোন মেডিসিন থাকলে একটু দয়াকরে বলবেন।
দাদা আমার সালাম নিবেন। ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে, কেন জানেন দাদা তার কারণ আপনার ধান গাছগুলি দেখতে খুবই অপূর্ব দেখাচ্ছিল , সব সবুজের সমারোহ প্রকৃতিকে যেন সবকিছু এক মনোরম দৃশ্য। আচ্ছা দাদা,, এই যে ধান গাছে এতগুলি পানি ওখানে কি সাপ কিংবা বিষাক্ত কিছু থাকে ? আপনাকে তো দেখলাম দিব্যি আনন্দে পানির মধ্যে নেমে ধান গাছগুলি কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে। আপনি বাংলাদেশের মানুষকেও ভালোবাসেন সেটা বোঝা যায় তার কারণ সব সময় দেখি বাংলাদেশের মানুষদের জন্য ওষুধের নাম বলতে আপনি কখনো ভুলেন না। আপনার দীর্ঘায়ু কামনা করতেছি আর আপনি সবসময় এরকমই থাকবেন।
নমস্কার কাকু, কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আপনার কথা মতো এ বছর চাষ করেছি , খুব সুন্দর ধান হয়েছে, একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হয়নি, আমন ধানের বীজ তলার আগাছা দমন কি করে করব ? এবছর আমার বীজতলায় প্রচুর আগাছা হয়ে গিয়েছিল তার জন্য খুব সমস্যা হয়েছে
এখন আগাছা মারা প্রচুর ওষুধ বেরিয়েছে আর মানুষকে দিয়ে তুলতে হয় না। যেমন সবচাইতে কম দামের টু ফোর ডি প্রতি লিটার জলে মাত্র দু'গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ,একটু নিচু করে ধান গাছের নীচে দিয়ে স্প্রে করবেন । ধান গাছ সামান্য হলুদ হবে কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। সমস্ত আগাছা মারা যাবে। আমাদের এদিকে পশ্চিম মেদিনীপুরে ঐ ওষুধ খুব ভালো চলছে।
ও দাদা...... তোমাকে এই কথা প্রতিদিন বলতে বলতে মুখস্ত হয়ে গেছে আমার(ঘুমের মধ্যে ও বলি এগুলো)....!!! ১/ তোমার গুড়ের ম্যাজিক কই ২/ভার্মি কম্পোষ্ট সার এর ম্যাজিক কোথায় কোথায় কি কি ভাবে ব্যাবহার করতে পারবো ৩/কোন সারের(রাসায়নিক) কি কি কাজ ৪/ সরিষার খৈল কি কি ভাবে কত ভাবে, কত পদ্বতিতে ব্যাবহার করতে পারা যায়?...... দাদা সবাই উপকৃত হতাম!!
সরিষার খৈল গুঁড়ো হলে সরাসরি মাটিতে ব্যবহার করবেন ।চটি খোল হলে চারদিন জলে পচিয়ে গোড়ায় দেবেন। আমার ভিডিও করা আছে। আর গুড়ের ব্যাপারটা আমি ভিডিও আনবো আসলে আমি একটা বড় কোম্পানিতে কাজ করি , সময় পাচ্ছি না । সত্যি কথা বলি যখন বাড়িতে যাই তখন ভিডিও করি।
আসলে সত্যি কথা বলি বাড়িতে গেলে তখন একটা দুটো ভিডিও করতে পারি। আমি এখন আছি পশ্চিম মেদিনীপুরে এজন্য ভিডিও করতে সত্যি অসুবিধা হয়। আপাতত আপনি আমন ধানের উপরে যে ভিডিও গুলো আমার চ্যানেলে আছে দেখুন আশা করি সব বুঝতে পারবেন।
Sir ashonkho dhonnyabad apnar ei sot usddeshe jonno…….ami 250 gram Nativo er songe 500 gram zink er sate mishie rekhechi por din sprey korar jonno…….please janaben thik korechi na vul korechi
নমস্কার জানাই। সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল। আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি কিছুটা বুঝতে পারবেন। পরে ভিডিও করতে চেষ্টা করবো।
আগাম শুভ শারদীয়া পৃতি ও শুভেচ্ছা জানাই আজকের সকালে ধান জমিতে গিয়ে আপনার কথা বল ছিলাম এখন নেটিভো ,অ্যাগরমিন, অল উইন সুপার গোলড দেওয়া যাবে 45দিন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন
Dada amar bari bangladesh...amder elakai goto dui bosor thke sukh sagor jater piajer bij hossena....dana pure jai, jhore jai...ki kora jete pare aktu jodi bolen
Assalamuyalikom sir, kmn asen...?? Sir ami bangladesh 🇧🇩 thake bolce ,sir dhan shompork ami akta vedio dheklam j dhan ropar 10_12 din por jomite sar&pani deye 1ta bash deye moi deyar jonno ,ate naki odik fosol paoya jai. Kothata thik na vul akto janaben plzzz.
গাছ কে দুর্বল করে দেওয়া হয় বা গাছকে মেরে ফেলার একটা চেষ্টা করা হয় । আবার গাছ পরে বাঁচার জন্য তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে সুস্থ হওয়ার চেষ্টা করে। এটা ভুল নয় তবে সকলে এটা করতে পারে না । তাছাড়া অনেক সময় জমিতে বোরো ধানের সময় পানি শুকনো করে ফেলা হয়। তারপর হঠাৎ পানি দেওয়া হয়। এতেও গাছ সারভাইভ করার চেষ্টা করে ভালো হয়।
স্যার, আমি বাংলাদেশ থেকে । আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি এবং এটা বাস্তব জীবনে প্রয়োগ করেও ভালো ফল পাচ্ছি , এখন আমি চাচ্ছি এটা সবাই জানুক এবং আমরা আরোও উপকৃত হই। এজন্য আমি একটা অলাভজনক চ্যানেল করেছি শুধু মাত্র কৃষকের দের সাহায্য এর জন্য। আমি কি আপনার ভিডিও গুলো সেখানে প্রচার করতে পারি? যদি আপনি অনুমোদন দেন।
Sir প্রথমেই জানাই আমার জমির পুরানো মাটি তুলে ফেলেছি প্রায় বছর দুই হল, জমিতে প্রতিবছর গোবর সার দেওয়া হয়. গোবিন্দভোগ ধানে রোয়ার সময় 33শতক বিঘা প্রতি 10 kg হিসাবে 10.26.26 দিয়েছি আজ 8-10kg খোল ও 8-10 kg ফসফেট,2kg ইউরিয়া দিলাম. *কয়েকটি গুছি উঠিয়ে দেখলাম গাছের শিকড়গুলো কম বেশি কালো,শিকরসংখ্যা মোটামুটি আছে.রোয়া থেকে প্রায় কুড়ি দিন বয়স হল, এখনো গাছের পাশকাঠি লক্ষ্যনীয় নয়, খুবই কম, খোল ফসফেট ইউরিয়া আজকে দিলাম এরপর Huminol gold ও zinc দিলেই গাছের শিকড়ের কালো ভাব ঠিক হয়ে পাশকাটির সংখ্যা বৃদ্ধি হবে না আরো কি করতে হবে আপনি যত শীঘ্র সম্ভব আপনার মতামত জানান
ফুজি ওয়ান হলো আইসোপ্রথায়োলেন এটাও ছত্রাক নাশক ওষুধ। আমরা সাধারণত ধানের ঝলসা রোগের লক্ষণ দেখে স্প্রে করতে বলি। শীত ব্লাইটের জন্য খুব ভালো কাজ পাবেন না। বাড়িতে কেনা থাকলে ব্যবহার করতে পারেন।
Sir 1.5 biga jayga, 1 katha moto jayga dhan kalo hoajachha pata mura jachha akta gach mara gecha ki korbo akkn , R eta ki puro chariea porbea. Ki hoachea eta? Plz rply korben
আমার বাড়িতে ৫-৬ টা নারকেল গাছ আছে...এগুলিতে ৬ বছর ধরে ভালো ফলন (ডাব) হচ্ছে না...আপনি যেভাবে সার দিতে বলেছিলেন, সেইভাবেই সার দিয়েছি...কিন্তু কোনো সুফল পাইনি...তাই এখন কি করলে ভালো ফল পাব তা জানালে উপকৃত হব । *ধন্যবাদ*
আপনার বাড়ি কোথায়? আমার কাছাকাছি হলে ছুটির দিনে দেখতে যেতাম। পুকুরের পাঁক ব্যবহার করেছিলেন কি? ঐ সার সহ পুকুরের পাঁক ব্যবহার করলে অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই কাজ পাওয়া যাবে ই।।
Kaku ami apnar videor apekhae chilam video paeni tae netivo mobomin ar majra pokar bish Tag EKKA teknical Thiametham 12.6%+ Lambda-Cyhalothrin 9.5%zc a gulo debajabe
স্যার আমার জমিতে খোলা পচা রোগ হয়েছে জমিতে এখন পানি নাই,,,আমি এমিস্টারটোপ আর কুইক পটাশ মিশিয়ে এসপেরে করেছি কাজ কি হবে,,,, না আবার নেটিভো প্রয়োগ করতে হবে জানাবেন দয়া করে,,,, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি
খুব ভালো লাগলো। এই সময়ে এই ভিডিও র খুব দরকার ছিল।
অনেক দিন পর কথা হচ্ছে।
কেমন আছেন দিদিমণি? আমি কেমন
আছি দেখছেন তো ।
যাই হোক ভালই চলছে ।এখন শালবনি ব্লকে জিন্দাল কোম্পানিতে কাজ করছি।
খুব বড়ো ফার্ম দেখাশোনা করছি।
আপনি কেমন ও কোথায় আছেন ?
Khub sundor sir...khub vlo laglo❤..ami agriculture nia porchi
অনেক অনেক দোয়া রইলো ভালো পরামর্শ দিয়েছেন তাই। (বাংলাদেশ থেকে)
সোনার বাংলার মানুষ কে অসংখ্য ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকুন।
ধন্যবাদ জানাই।
খুব উপকারী হলো ।প্রথম থেকে শেষ পর্যন্ত ধানের সার ও ঔষধ পরিচর্যার ভিডিও দিলে খুব উপকারী হয়।
অসীম গাঙ্গুলী ।
Sir nomoskar neben KHUB Valo laglo video Jay kisan Jay jagannath
Dhonnobad valo thakben
নমস্কার শ্রদ্ধেয় স্যার আমার প্রণাম নেবেন❤❤❤❤ আপনার চ্যানেল কমবেশি দেখি বা ফলো করি এবং আপনার বোঝানোর ক্ষমতা এবং উপস্থাপন দেখে খুবই ভালো লাগে আমি বর্তমানে চুইঝাল চাষে আগ্রহী হয়েছি চুইঝাল সম্পর্কে একটা যদি এ টু জেড ভিডিও বানিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম
Sir, ami Hooghly ir ekjon KPS. Apnar videogulo thke onek kichu sikheychi o sikhchi. Thanks again
এগিয়ে চলো ।
শুভেচ্ছা রইল।
স্যার netivo এর সাথে পোকা মারার কোনো ওষুধ দেওয়া চলবে, আমাদের এখানে ওষুধ দোকানিরা বলছে netivo এর সাথে কোনো ওষুধ দেওয়া চলবেনা, এটা কী ঠিক কথা
দেওয়া যাবে আমি নেটিভ এর সাথে কত স্প্রে করেছি
Asadharan video sir apnar
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
সার আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
Ami bordhoman jelar monteswar theke bolchi Dada khub Valo lagche
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।
Sir shiter sosha bhalo jater bij 2_3 tar naam bolben bhalo thakben
স্যার,খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার।
ধন্যবাদ জানাই।
নমস্কার স্যার । দেখলাম । খুবই ভাল পরামর্শ ।
ধন্যবাদ
স্যার মাজরা ও ধসার ঔষধ এর সাথে জিঙ্ক ও অল ইন টপ + দেওয়া যাবে?
মাজরা পোকার ওষুধ + জিঙ্ক + অল উইন স্প্রে করবেন।
আপাতত ধসার ওষুধ মেশাবেন না।
এরুকুম ভিডিও দেন বাংলাদেশ থেকে দেখছি সুন্দর ধন্যবাদ ধন্যবাদ জানাই
হ্যাঁ অবশ্যই ভিডিও আনবো।
আপনি সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 💔
Sir জমির কিছুভাগের ধানগাছের পাতা হলদে হয়েছে সাথে কিছু পাতার ডগার/আগার দিক শুকিয়ে গেছে,.. এর জন্য কি করণীয় শীঘ্রই জানালে উপকৃত হতাম. ধানের বয়স 40-42 দিন. Pls reply
মিরাকুনাল কী ধানে কখন ব্যাবো হার করবো যদি বলতেন
Sir,dhan gacher pata gulo vison sada hoye jache potikar bolben plz.
মাননীয় বিশেষজ্ঞ,
বাঁশ ঝাড় কিভাবে যত্ন করবো?
WDC নিয়ে একটি ভিডিও করেছেন, OWDC কেন্দ্র করে কিছু ভিডিও করবেন!
অনুরোধ রইল!
শুভ ধন্যবাদ!
ধানের খোলা পচা সমন্ধে খুব ভালো ভিডিও বানিয়েছে #Agriculturtipsbangla নামে একটি চ্যানেল । ওই খানে 4 টি fungicide এর নাম দিয়া আছে। কিন্তূ অনাথ স্যারও ভালো । ওই ভিডিও টা ভালো হয়েছে
আমি এই নিয়ে তো সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছি চাষীদের সঙ্গে ।
আমি একটা ওষুধ বলবো সেটা মারাত্মক কাজ হবে । চাষীকে আর অন্য ওষুধের খোঁজ করতে হবে না । কথা দিলাম।
তোমরা সকলে ভালো থেকো ।
আল্লাহ তোমাদের মঙ্গল করুন ,
এই কামনা করবো।
Thanks you
@@farmingadviseranathhalder7579 you are most idiot.you don't tell the names of medicine.
স্যার শসা গাছের ডোগ ছুটছে না lancer gold আর উলালা দিলাম এবার কি দেবো যাতে ভালো কাজ পাওয়া যায়
Taratari video ta anun.valo thakben sir
sir eai videota dekhey anekkichu janlam apni sotti khub sundar bhabey present koren ar amar dhan jomitey majra pokar ki medicine debo ar sir hamla and pgr ki eksangey dewa jabey bolben please
Atal g ta valo kaj ho66e
খুব সুন্দর স্যার
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন স্যার আমি বাংলাদেশ থেকে আপনার সকল ভিডিও নিয়মিত দেখি আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয় স্যার ধান গাছ শক্ত এবং মজবুত করার কোন মেডিসিন থাকলে একটু দয়াকরে বলবেন।
FMC কোম্পানির Legend
15 লিটার জলে এক পাতা মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
স্যার তামাক গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা করলে অনেক উপকার হবে।
আমাদের এই দিকে ওই চাষ নেই ।
একটা ভিডিও করতে গেলে সামনে সেই ফসলটা থাকা দরকার।
এজন্য অনেক সময় ভিডিও করা যায় না।
অনেক কিছু বোঝা গেলো, ভালো থাকবেন🙏
দাদা আমার সালাম নিবেন। ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে, কেন জানেন দাদা তার কারণ আপনার ধান গাছগুলি দেখতে খুবই অপূর্ব দেখাচ্ছিল , সব সবুজের সমারোহ প্রকৃতিকে যেন সবকিছু এক মনোরম দৃশ্য। আচ্ছা দাদা,, এই যে ধান গাছে এতগুলি পানি ওখানে কি সাপ কিংবা বিষাক্ত কিছু থাকে ? আপনাকে তো দেখলাম দিব্যি আনন্দে পানির মধ্যে নেমে ধান গাছগুলি কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে। আপনি বাংলাদেশের মানুষকেও ভালোবাসেন সেটা বোঝা যায় তার কারণ সব সময় দেখি বাংলাদেশের মানুষদের জন্য ওষুধের নাম বলতে আপনি কখনো ভুলেন না। আপনার দীর্ঘায়ু কামনা করতেছি আর আপনি সবসময় এরকমই থাকবেন।
ধন্যবাদ জানাই।
আপনি ও সপরিবারে ভালো থাকুন
আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 আপনি এতো ভোরে ঘুম থেকে উঠেন, খুব ভালো লাগলো।
Sir khub sundor vabe bujhiyechen. Apnar kothamoto tomato gache lancer gold r mobomin misiye kalke sprey korechi. Tomato gache sada machir jonno kichu chemical medicine janale khub valo hoy. Gacher boyos 45 din. R apni sir free hole obbosoi janaben. Apnar sathe akbar samnasamni dekha korbo. Please sir.
কুলের যত্ন নিয়ে ভিডিও দিবেন প্লিজ
Sir আপনার মঙ্গল কামনা করি ভগবানের কাছে
, ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার, সুধু ভামি কমপোস্ট দিয়ে চারা তৈরী করা যাবে,
অসংখ্য ধন্যবাদ স্যার। 🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ ভালো থাকবেন
নমস্কার স্যার। প্রশ্ন উত্তর পর্ব টা বন্ধ করে দিলেন কেনো? খুব উপকারি ছিল। 🙏
স্যার নেটিভো পরিবর্তে অ্যামিস্টার টপ দিলে হবে কি?
@@drionn আপনি স্যার কে ডাইরেক্ট কমেন্ট করে জানুন , আমার কমেন্টের রিপ্লাই তে স্যার দেখতে পাবেন না
চেষ্টা করবো। ধন্যবাদ ভালো থাকবেন
Kamon a6in sir
Nativo are price koto ???
Nativo 1Bigha ta koto ta poriman a deta hoba Sir aktu tatari jana ben .
Amar jomi ta khola pocha lag6a sir
@@farmingadviseranathhalder7579 Sai majara ke medecine dobo
Pranam naben sir , apni amader path Padarshak , apni valo thakben sir
Nativo খুব দামী অষুধ।আমরা হেক্সাকোনাজল ব্যবহার করি।
Hexaconazole এর চাইতে অনেক বেশি ভালো ওষুধ নেটিভ।
Contaf plas daban
নমস্কার কাকু, কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আপনার কথা মতো এ বছর চাষ করেছি , খুব সুন্দর ধান হয়েছে,
একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হয়নি, আমন ধানের বীজ তলার আগাছা দমন কি করে করব ? এবছর আমার বীজতলায় প্রচুর আগাছা হয়ে গিয়েছিল তার জন্য খুব সমস্যা হয়েছে
এখন আগাছা মারা প্রচুর ওষুধ বেরিয়েছে আর মানুষকে দিয়ে তুলতে হয় না। যেমন সবচাইতে কম দামের টু ফোর ডি প্রতি লিটার জলে মাত্র দু'গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ,একটু নিচু করে ধান গাছের নীচে দিয়ে স্প্রে করবেন ।
ধান গাছ সামান্য হলুদ হবে কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। সমস্ত আগাছা মারা যাবে। আমাদের এদিকে পশ্চিম মেদিনীপুরে ঐ ওষুধ খুব ভালো চলছে।
স্যার ,আমি রংপুর থেকে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
kaku chapan sar mara 8 din hoyeche jink boron dobal axcion kitnasok proyog akhan kora jabe dhan ghach 30 diner
হ্যাঁ
করতে পারেন
ও দাদা...... তোমাকে এই কথা প্রতিদিন বলতে বলতে মুখস্ত হয়ে গেছে আমার(ঘুমের মধ্যে ও বলি এগুলো)....!!! ১/ তোমার গুড়ের ম্যাজিক কই ২/ভার্মি কম্পোষ্ট সার এর ম্যাজিক কোথায় কোথায় কি কি ভাবে ব্যাবহার করতে পারবো ৩/কোন সারের(রাসায়নিক) কি কি কাজ ৪/ সরিষার খৈল কি কি ভাবে কত ভাবে, কত পদ্বতিতে ব্যাবহার করতে পারা যায়?...... দাদা সবাই উপকৃত হতাম!!
সরিষার খৈল গুঁড়ো হলে সরাসরি মাটিতে ব্যবহার করবেন ।চটি খোল হলে চারদিন জলে পচিয়ে গোড়ায় দেবেন।
আমার ভিডিও করা আছে।
আর গুড়ের ব্যাপারটা আমি ভিডিও আনবো আসলে আমি একটা বড় কোম্পানিতে কাজ করি ,
সময় পাচ্ছি না ।
সত্যি কথা বলি যখন বাড়িতে যাই তখন ভিডিও করি।
Namaskar sir.dhaner bph jonno protective hisabe ki insecticide Debo .thorer samay na pusto hobar por Debo.optional hisebe imd.70wg dite chai.dhanyabad.
পোকা দু /একটা দেখা দিলেই pexalon
দশ লিটার জলে 4 মিলি মিশিয়ে স্প্রে করবেন ধান গাছের গোড়ায়।
মাঠের জল বার করে দেবেন।
Rajanigandha chas nea akta vedio korun please.gach jhamia more jachhe,sob sikor kalo hoya gache.
ভিডিও করতে চেষ্টা করবো।
Sir ধানে Isoprothiolane 40%EC ব্যবহারে পাতা ঝলসা ছাড়াও খোলাপচা বা গোড়াপোচতেও কি কাজ করে, pls জানান
হ্যাঁ
ফুজি ১ প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
ওটা ছত্রাক নাশক ঔষধ।
কাজ পাবেন।
Netovo,kritap r asataf aksonge deowa jabe.
Bavistin এর সাথে zinc দিলে কেমন হবে জানাবেন
Respected sir ami ki nativo +contaf + use korbo
Sir প্রণাম নেবেন
ভিডিওর মাধ্যমে আমাদের সাহায্য করতে থাকুন সব সময়ে এটাই শুধু চাই...
Sir barsate amar am fate ja66e please kon osud dobo sir bolle vison upokar hoto
Thank you স্যার।
ধন্যবাদ জানাই।
Very helpful sir
ধন্যবাদ জানাই।
Sair 0 0 50 paan gachher goday spray korle kaj hobe.
প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করা যাবে।
Sir namaskar, Gobinda Bhog dhan chaser full treatment er video karun na please. Purba Medinipur.
আসলে সত্যি কথা বলি বাড়িতে গেলে তখন একটা দুটো ভিডিও করতে পারি। আমি এখন আছি পশ্চিম মেদিনীপুরে এজন্য ভিডিও করতে সত্যি অসুবিধা হয়। আপাতত আপনি আমন ধানের উপরে যে ভিডিও গুলো আমার চ্যানেলে আছে দেখুন আশা করি সব বুঝতে পারবেন।
Sir ashonkho dhonnyabad apnar ei sot usddeshe jonno…….ami 250 gram Nativo er songe 500 gram zink er sate mishie rekhechi por din sprey korar jonno…….please janaben thik korechi na vul korechi
ঠিক আছে,
আপনি স্প্রে করে দিন।
😊
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir dhan gacher patar majh khan theke holud borno hoe jache osud diechilam zincum c boron all win top plus ekhon ki korbo
এই নিয়ে ভিডিও আনছি ।
ভিডিও টা দেখবেন সব বুঝতে পারবেন।
Sir ভালো আছেন পুজোর শুভকামনা রইলো sri আমন ধানে থোরের সময় সার প্রয়োগ করা যাবে একটু বলবেন
এই নিয়ে ভিডিও হয়ে আছে, আর কয়েকদিন মধ্যে আমি ছাড়বো।
অনেক কিছু শিখে মাঠে চাষীদের জানাতে পারি।🥰
Sir,
Nativo ছাড়া অন্য কম দামের মধ্যে ভালো কাজ হবে দুইটি ঔষধের নাম বলেন অনুগ্রহ করে 🙏🙏.
স্যার নমস্কার, ভুট্যা বিষয় নিয়ে,a টু z পর্যন্ত একটা ভিডিও বানান, তাহলে খুব উপকার হয়, আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি খুব ভাল লাগে
নমস্কার জানাই।
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি কিছুটা বুঝতে পারবেন।
পরে ভিডিও করতে চেষ্টা করবো।
আগাম শুভ শারদীয়া পৃতি ও শুভেচ্ছা জানাই আজকের সকালে ধান জমিতে গিয়ে আপনার কথা বল ছিলাম এখন নেটিভো ,অ্যাগরমিন, অল উইন সুপার গোলড দেওয়া যাবে 45দিন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন
হ্যাঁ অবশ্যই অবশ্যই স্প্রে করবেন।
অন্তত একবার স্প্রে করুন ভালো কাজ পাবেন।
ভালো আছেন। দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা নিবেন। yara ar Zintra700 দিলে হবে?
এগুলো অনুখাদ্য সার।
ছত্রাক নাশক ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন।
কিন্তু রোগ লাগলে ঐ দুটো স্প্রে করলে ভালো কাজ পাবেন না।
Sir ami kaday kono sar deeta parinii sontoshi dan chas akkn 7din boyas 20 katha bigha akkn ki sar debo???
কাঠা প্রতি NPK 14 35 14এই সার
400 গ্রাম সেই সঙ্গে 300 গ্রাম NPK
28 28 0 ও ইউরিয়া সার 350 গ্রাম মিশিয়ে দুপুর বেলায় ছড়িয়ে দেবেন।
Thank you sir
Amistar Top dile ki valo hobe?
Dada amar bari bangladesh...amder elakai goto dui bosor thke sukh sagor jater piajer bij hossena....dana pure jai, jhore jai...ki kora jete pare aktu jodi bolen
আমি উত্তর দিয়েছি।
@@farmingadviseranathhalder7579 koi dada
Assalamuyalikom sir, kmn asen...??
Sir ami bangladesh 🇧🇩 thake bolce ,sir dhan shompork ami akta vedio dheklam j dhan ropar 10_12 din por jomite sar&pani deye 1ta bash deye moi deyar jonno ,ate naki odik fosol paoya jai. Kothata thik na vul akto janaben plzzz.
গাছ কে দুর্বল করে দেওয়া হয় বা গাছকে মেরে ফেলার একটা চেষ্টা করা হয় ।
আবার গাছ পরে বাঁচার জন্য তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে সুস্থ হওয়ার চেষ্টা করে।
এটা ভুল নয় তবে সকলে এটা করতে পারে না ।
তাছাড়া অনেক সময় জমিতে বোরো ধানের সময় পানি শুকনো করে ফেলা হয়। তারপর হঠাৎ পানি দেওয়া হয়। এতেও গাছ সারভাইভ করার চেষ্টা করে ভালো হয়।
Sar Amar Jami te khola pacha pochur leeches ami ki Korbo (pachim mednipur)
স্যার ধান গাছের সোসোক পোকা মারার জন্য দয়া করে কি দেবো বলুন
SIR NATIVO price onek high .NATIVO bokolpo kichu ki ache .Jodi thake to ektu bolben please
স্যার, কিচেন কম্পোষ্ট, এটার তরল জৈব সার, হিউমিক এসিড, ল্যাকটিক এসিড এগুলো তৈরি, ব্যবহার, কার্যকারিতা নিয়ে বিশদ ভিডিও করার জন্য অনুরোধ করছি।
স্যার, আমি বাংলাদেশ থেকে । আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি এবং এটা বাস্তব জীবনে প্রয়োগ করেও ভালো ফল পাচ্ছি , এখন আমি চাচ্ছি এটা সবাই জানুক এবং আমরা আরোও উপকৃত হই। এজন্য আমি একটা অলাভজনক চ্যানেল করেছি শুধু মাত্র কৃষকের দের সাহায্য এর জন্য। আমি কি আপনার ভিডিও গুলো সেখানে প্রচার করতে পারি? যদি আপনি অনুমোদন দেন।
না ভাই এটা উচিৎ না!! দাদার চ্যানেল ই ভালো!! উনার ও উপকার হবে,উৎসাহিত হবেন দাদা!!!
Dada thaifojamite dile kaj hobe?
Kholapacha majrapolar ak sathe spay kara jabe ki?
Sr booster 2 poteen mixture ki ashol asha kori aktu janaben
Booster 2 হলো ফাইটো হরমোন।
প্রতি লিটার জলে এক ফোঁটা মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Sir ami Bangladesh theke bolchi amar dan gacher pata holde kemon jeno lal hoya jasche ki bis dibo janaben plz sir,,
স্যার
কমল পুর তারকাটা শশা বীজ ব্যবস্থা করে দিন
Please🙏🙏🙏🙏
কোথায় পাবো
Sir, amister top dile ki habe.
Sir akhon kon jat lagale valo hobe sosa.
Hole mam ta bolben r pata ki kukre have site
নাফিসা কোম্পানির সুজাতা শসা বীজ
আর 10/12 দিন পর বুনবেন।
Gobinda Bhog dhan gache marjer er sange lal potas jal kore spray kara jabe ki? Doase koto please bolben sir. Purba Medinipur.
পটাশ সার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 very helpful
Sir amar dhan gach sada hoa jacche.... Etike " Albino" Rog bolche... Ki korbo sir please janan..... Amr paddy seed company theke kena chilo
স্যার. খোল পোড়া খোল পঁচা সীথ ব্লাইট এর সাথে বিএল বি ও এক স্প্রেতে দমন করার কোন ব্যবস্থা আছে ? বাংলাদেশ থেকে বলছি ৷ দয়
দয়া করে উত্তর টা দিবেন
Sir প্রথমেই জানাই আমার জমির পুরানো মাটি তুলে ফেলেছি প্রায় বছর দুই হল, জমিতে প্রতিবছর গোবর সার দেওয়া হয়.
গোবিন্দভোগ ধানে রোয়ার সময় 33শতক বিঘা প্রতি 10 kg হিসাবে 10.26.26 দিয়েছি
আজ 8-10kg খোল ও 8-10 kg ফসফেট,2kg ইউরিয়া দিলাম. *কয়েকটি গুছি উঠিয়ে দেখলাম গাছের শিকড়গুলো কম বেশি কালো,শিকরসংখ্যা মোটামুটি আছে.রোয়া থেকে প্রায় কুড়ি দিন বয়স হল, এখনো গাছের পাশকাঠি লক্ষ্যনীয় নয়, খুবই কম,
খোল ফসফেট ইউরিয়া আজকে দিলাম এরপর Huminol gold ও zinc দিলেই গাছের শিকড়ের কালো ভাব ঠিক হয়ে পাশকাটির সংখ্যা বৃদ্ধি হবে না আরো কি করতে হবে আপনি যত শীঘ্র সম্ভব আপনার মতামত জানান
হিউমিনল গোল্ড প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে জিঙ্ক 12% দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার।
🙏🙏nomoskar sir
Sir ami Paschim Medinipur thaka bol6i! Sir Fujione sprey korla ki sheath blight r kaj hoy?
ফুজি ওয়ান হলো আইসোপ্রথায়োলেন
এটাও ছত্রাক নাশক ওষুধ।
আমরা সাধারণত ধানের ঝলসা রোগের লক্ষণ দেখে স্প্রে করতে বলি।
শীত ব্লাইটের জন্য খুব ভালো কাজ পাবেন না।
বাড়িতে কেনা থাকলে ব্যবহার করতে পারেন।
Sir Fujione blast r pasapasi sheath blight r o kaj kora?
Sir ei somoy ki jater jhati pala biner chas korle valo hobe
এখন মাচার বীন পুমা জাত ভালো হবে।
Thank you sir
Sir Nativo ,zinc,fmc legends একসাথে স্প্রে করা যাবে
হ্যাঁ একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।
কোনো অসুবিধা হবে না।
mulching এ বাঁধা কফি চাষের আপডেট টা দেবেন স্যার. ভালো থাকবেন স্যার
আচ্ছা ভিডিও করে জানাবো।
নাটিভো +পটাশ স্প্রে করতে হবে?
টেবুকোনাজল ৫০% ট্রাইফ্লক্সিস্ট্রবিন ২৫% উপাদান সমৃদ্ধ ওষধ যেমনঃ নাটিভো বায়ার, ব্লাস্টিন এসিআই, স্ট্রমিন স্কয়ার দিলে ব্লাস্ট ও খোলপচা কাজ হবে??
খুব খুব খুব ভালো কাজ পাবেন।
Sir 1.5 biga jayga, 1 katha moto jayga dhan kalo hoajachha pata mura jachha akta gach mara gecha ki korbo akkn , R eta ki puro chariea porbea. Ki hoachea eta? Plz rply korben
ধন্যবাদ
ধন্যবাদ জানাই।
আমার বাড়িতে ৫-৬ টা নারকেল গাছ আছে...এগুলিতে ৬ বছর ধরে ভালো ফলন (ডাব) হচ্ছে না...আপনি যেভাবে সার দিতে বলেছিলেন, সেইভাবেই সার দিয়েছি...কিন্তু কোনো সুফল পাইনি...তাই এখন কি করলে ভালো ফল পাব তা জানালে উপকৃত হব ।
*ধন্যবাদ*
আপনার বাড়ি কোথায়? আমার কাছাকাছি হলে ছুটির দিনে দেখতে যেতাম।
পুকুরের পাঁক ব্যবহার করেছিলেন কি?
ঐ সার সহ পুকুরের পাঁক ব্যবহার করলে
অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই কাজ পাওয়া যাবে ই।।
Sir আগষ্ট মামে অভিলাষ টমেটো রোপন করেছিলাম 2/4 ফুল এসে ঝরে যাচ্ছে।
টমেটো ধরছে না।
কি করব?
আমার গাছেও ফুল ঝরে যাচ্ছে, শুধু তাপমাত্রার জন্য ।
আর কিছুদিন অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে এখন কিছু করতে হবে না।
Kaku cm dhan buna ache thor ache ki poricharja korbo taratari bolun
ভিডিও আজকের আনছি ।
দেখলে সব বুঝতে পারবে ।
Kaku ami apnar videor apekhae chilam video paeni tae netivo mobomin ar majra pokar bish Tag EKKA teknical Thiametham 12.6%+ Lambda-Cyhalothrin 9.5%zc a gulo debajabe
স্যার আমার জমিতে খোলা পচা রোগ হয়েছে জমিতে এখন পানি নাই,,,আমি এমিস্টারটোপ আর কুইক পটাশ মিশিয়ে এসপেরে করেছি কাজ কি হবে,,,, না আবার নেটিভো প্রয়োগ করতে হবে জানাবেন দয়া করে,,,, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি
না,
আর নেটিভ স্প্রে করতে হবে না ।
আশা করি কাজ হবে।
স্যার আমি খুবি খুশি হয়েছে,, আপনার থেকে জবাব পেয়ে,,, আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন
Sir rojonigondha chas neye akta vdo banan
আচ্ছা চেষ্টা করবো।
Plz sir amder khub sommosha hocche 👏👏👏
স্যার ধানের গাছের ডগ পাতা লাল হচ্ছে কি করতে হবে
নমস্কার স্যার। ভালো উচ্ছে বীজ কী হবে। যদি একটুখানি বলেন ভালো হয়। নামখানা ব্লকের গ্রামীণ এলাকা থেকে বলছি।
🙏🙏🙏🙏Please sir