Chhoto Pakhi By Shohojia
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Album : Ghora
Band : Shohojia
Line up :
Vocal and lyric : Raju Shohojia
Guitar : Shajib Hayder , Shajedul Islam Shimul
Bass : Zafriye Abedin
Drums : Sharfuddin Rabbi
Mixing And Mastering : Shafiq
Studio : Noizemine
ছোট পাখি ছোট পাখি
সর্বনাশ হয়ে গ্যাছে
পৃথিবীর প’রে আর
তোমার আমার
ভালোবাসার কেউ নেই কিছু নেই
ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই
ও পাখি ও পাখি
গানটা হেরে গ্যাছে
নদীটা ফিরে গ্যাছে
পাহাড়টা সরে গ্যাছে
সাগরটা মরে গ্যাছে
আদিবাসী শামুকের কোনো ঘর নেই
নেই নেই কিছু নেই
রাস্তার বাম নেই
শ্রমিকের ঘাম নেই
টাকাদের দাম নেই
চিঠিটার খাম নেই
আমাদের কারো কোনো নাম নেই
ছোট পাখি বৃদ্ধ হয়ে গেছে
সর্বনাশের রেশ কাটেনি।
শিশুটি বড় হয়ে আদিবাসী শামুকের শেষাংশ দেখছে।
সোস্যাল সাইটে অনুভূতি প্রকাশের যুগে
চিঠির খাম নেই।
ছোটো পাখি, পৃথিবী এখনো জীবিত।
মৌসুমি ভৌমিক এর মত কিংবদন্তির গলায় যখন আমাদের তরুন দের গান কাভার করতে শোনা যায় তখন গর্বে বুক টা ভরে ঊঠে,আমাদের মাফ করে দিও সহজিয়া।তোমাদের মতো রত্নদের আমরা মূল্য দিতে জানি না,আমরা বস্তা পচা ভাইরালের মতো পিছে ছূটতে ছূটতে তোমাদের হারিয়ে ফেলছি।
অনেক অনেক বুকের গভীর থেকে ভালোবাসা নিও।
এই গানটা এতো সুন্দর কেন? সেই কবে থেকে শুনছি, কত কাল শুনছি। সেই একই
আপুর ছেলেটার বয়স এবার চার এ পড়লো। যে ক'টা দিন সঙ্গে ছিলো, এ গানটা খুব শুনেছিলাম কিনা, ও খেয়াল করেছিলো কিনা মনে নেই। তবে ওকে ছোট পাখি বলে ডাকতাম বেশ খেয়াল আছে। এই ডাকটা আমার খুব কাছের। শুনলে কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, সে যে আনন্দে তাতে সন্দেহ নেই। বললেও তাই।
তখন ফেব্রুয়ারি, শীত কেটে সবে গরম পড়তে শুরু করেছে। ঘুম ভেঙে একটু আহ্লাদ মেখে ডাকলাম - "ছোট পাখি"। আমার দরজার ফাঁকে একটা ছোট্ট মুখ, মেঝে টায় এক জোড়া ছোট্ট পা, বাচ্চাটা বলে উঠলো - "কী খাম্মি? "সব্বনাশ হয়ে গেছে?
ওরাও চলে গেলো, আর আমিও হলে উঠে গেলাম। বাচ্চা টার সাথে বহুদিন কথা হয়না। এই গান টা শুনলেই খেয়াল হয়, ফের কথা হলে ওকে বলতে হবে "হুম খুব বড় একটা সর্বনাশ হয়ে গেছে। খাম্মি এখন ঘুম ভেঙেই আর তোমাকে আর দেখতে পায় না"
অত্যন্ত শক্তিশালী লিরিক। :)
যা এই সময়ের কথা বলে, আমাদের কথা বলে.. এই শহরের কথা বলে...
এই গানটা যদি সবাইকে শোনাতে পারতাম!
অনেক ধন্যবাদ আপনাকে।
কি অসাধারণ সময়োপযোগী লেখা, অপূর্ব সুর চয়ন ।।।।।কি প্রশংসা করবো ভাষা নেই।।👍👌💐
ai gaan sunate geya ami pagol, bolod , tar chira onk kotha sunte hoice .....
সবাই বোঝে না
আমাদের তথাকথিত নগর সভ্যতার অনলে পুড়ে প্রাণ প্রকৃতির বড্ড সর্বনাশ হয়ে গেছে। সহজিয়ার ছোট পাখি শুধু গান নয় প্রকৃতির আক্ষেপ।
আজ ২১/১০/২০২৩
ফিলিস্তিনের জনগণের এবং বাচ্চাদের আত্মজীবনী এই গানে ফুটে উঠলো।
আশাবাদী একদিন ফিলিস্তিন স্বাধীন হবে। ইনশাআল্লাহ ❤️
ছোটপাখি দের এখন খাঁচায় না বেঁধে রাখলে তারা নিরাপদ না।কিছু হায়নাদের কাছে এরা ভোগের জিনিস হয়ে উঠেছে।
ছোট পাখিরা বড় হোক এই কাম্য🖤
সহজিয়া❤
আমি জানি না সহজিয়া কবে থেকে আমার এতোটা প্রিয় হলো? মানে এতোটা কাছের!!
ওদের গান এ আছে এমন কিছু যা আমাকে হাসতে, আকতে, গাইতে, লিখতে মুলত সব কিছুতে অনুপ্রাণিত করে।
খুব ভালোবাসা রইলো, যদি কখনো সম্ভব হয় তাহলে হয়তো একসাথে গান গাইব আমরা, আমার অনেক দিন এর স্বপ্ন।
কি দুর্দান্ত গানের কথাগুলো।পৃথিবীর বর্তমান সময় যেন পুরো ফুটে উঠেছে।পৃথিবীতে শান্তি ফিরে আসুক।
আহা...
মুগ্ধতা রেখে গেলাম সহজিয়া 💗🌼।
একদিন অনেক বড় হবে এই ছোট পাখির দল !
ভাংচুর হয়ে যাবে তখন এসব গানে 🍁
এই গানটার গভীরতার প্রকৃত অনুভূতিটা কতটুকু তা শুধু আপনার জীবনের শেষ সময়ে এসেই খুঁজে পাবেন।
এই গান শুধু নীরব রাতের। শুধু আমরা যারা গুমরে মরেছি কাঁদতে পারিনি তাদের। চোখের জল শুকোতে দেবেনা এমন একটা গান। তাকে বুকে জড়িয়ে নিয়ে যদি এই গান শুনে রাত কাটাতে পারতাম।
কে কে শুনছেন 2020।
গ্রীস টাইম রাত 3:00 টা।
নিশাচর পাখির মতো জেগে জেগে গান শুনছি।
.
৷
💛
Dupur 3 pm
পোল্যান্ড ;রাত এখন 12:28 !
আহা...৪ মিনিট ৫৮ সেকেন্ডের জন্য মনে হলো আমি এই গানের সাথে হাজার বছর ধরে পরিচিত।🖤
জহজিয়া ❤ আপনাদের গান এবং গানের কথায় স্বতন্ত্র স্বকীয়তা বিদ্যমান।
আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এমন একটা গানের সন্ধান পাওয়ার জন্য। জীবনে কতবার শুনবো, সেটা কল্পনাও করতে পারছিনা।
কতবার হলো?
যতবারই গানটা শুনি,লিরিক্সটা দেখি ততবারই হতভম্ব হয়ে যাই,শরীরের লোম গুলা দাঁড়িয়ে যায়। কি শক্তিশালী লিরিক্স!!
টেক লাভ সহজিয়া 💟
vai apnara ashole legend ♥️ 50/100 bochor ei desh er manush dirgho shaash chere bolbe... amader chilo 'SHOHOJIA'...
লিরিক্স
ছোট পাখি, ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে।
পৃথিবীর পরে আর তোমার আমার
ভালোবাসার কেউ নেই,
কিছু নেই।
ছোট পাখি, ছোট পাখি, ভাংচুর হয়ে গেছে।
শিশুদের খেলনা, আমাদের দোলনা,
ডাকবাক্সের ঢাকনা।
রাস্তায় ল্যাম্পপোস্টে আলো নেই।
ও পাখি, ও পাখি, গানটা হেরে গেছে।
নদীটা ফিরে গেছে,
পাহাড়টা সরে গেছে, সাগরটা মরে গেছে
আদিবাসী শামুকের কোন ঘর নেই।
ও পাখি, ও পাখি, গানটা হেরে গেছে।
নদীটা ফিরে গেছে,
পাহাড়টা সরে গেছে, সাগরটা মরে গেছে
আদিবাসী শামুকের কোন ঘর নেই।
নেই নেই, কিছু নেই।
শ্রমিকের ঘাম নেই, টাকাদের দাম নেই,
চিঠিটার খাম নেই,
আমাদের কারো কোন নাম নেই।
ও ছোট পাখি, ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে।
পৃথিবীর পরে আর তোমার আমার
ভালোবাসার কেউ নেই,
কিছু নেই।
ছোট পাখি, ছোট পাখি, ভাংচুর হয়ে গেছে।
শিশুদের খেলনা, আমাদের দোলনা,
ডাকবাক্সের ঢাকনা।
রাস্তায় ল্যাম্পপোস্টে আলো নেই।
"চিঠিটার 'খাম' নেই " হবে।
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
'রাস্তার বাম নেই' কথাটা বাদ পড়ে গেছে।
এতো চমৎকার লিরিক্স আর কম্পোজিশন যে প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি।
সহজিয়া❤️
সাধারণত এই হয় জে একটা গান শুনি তারপর মনেহয় জে কথাগুলো সুন্দর বা বাজে, শুর তা অপূর্ব বা অত্যন্ত সাধারণ। কিন্তূ এই গান টা শুনে আমার মন স্তব্ধ। কোনো ছিনতাই নয় আর আমার মাথায়। জয় হতাশ দৃশ্য কে এই গান টা এতো অপূর্ব ভাবে প্রদর্শিত করেছে সেটা দেখে আমি চুপ। আমার আর কোনো কথাই নাই।
I had a question you know. I am a student of physics. But I feel far too attracted to Bengal , it's music and it's culture and it's attitude towards life. And for me Mousumi bhoumik in West Bengal represents the epitome of this. But I don't know how to sing or compose. But I know that Mousumi bhoumik is working on archiving our shared treasures. So I wonder if I approach her would it be possible for her to use whatever skills I have. I am asking you because I know you were in touch. In fact I got to know your band because is was once singing this song somewhere and I saw the recording on TH-cam.
one of the greatest songs of bangla band music history ❤️
Pure Masterpiece.
আদিবাসী শামুকের কোনো ঘর নেই❤️
আহা লিরিক্স
রিদয় টা ছুঁয়ে গেলো 🥰
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম শুনেছিলাম। এখনও প্রিয়। শুভ কামনা নিরন্তর, সহজিয়া। আপনাদের মঙ্গল হোক।
I'm running student of University of Chittagong.
Vai apni ekn ki koren?
@@CURSE-yx8mg চাকরি করি।
@@bloodyfoodie kise job koren?
Kon subject theke porsen?
@@CURSE-yx8mg সংবাদপত্রে। দৈনিক বাংলা পত্রিকা।
পাখি!
আসলেই সর্বনাশ হয়ে গ্যাছে!
মৌসুমী ভৌমিকের গলায় এই গানটি শুনে শুনতে এসে মনে হলো এতদিন কোথায় ছিল এই অদ্ভুত সুন্দর গান টি।
এগুলো এক সময় বিখ্যাত হয়ে যাবে🥰🖤
আমাদের মাফ করে দিও সহজিয়া, এই সস্তা ভাইরালের যুগে আমরা তোমাদের মূল্যায়ন দিতে পারিনি 🙏🙏
এতো সুন্দর একটা গান, কি করে হতে পারে?
কি যেন হয়ে গেল..
কোথায় যেন হারিয়ে গেলাম...
মন জুড়িয়াছে...........................
সর্বনাশ হয়ে গেসে আমাদের পাখি
অসাধারণ জীবনমুখী গান। সহোজীয়ার ভক্ত হয়ে গেলাম!
ও পাখি ও পাখি গানটা হেরে গেছে.নদী টা ফিরে গিছে😍😍
হয়তো তাই। ধন্যবাদ।
আহা সহজিয়া এরকম অসাধারণ সৃস্টির মাধ্যমে বেচে থাকুক আমাদের মধ্যে। ❤
অসাধারণ কথা , অপূর্ব লাগলো👌👍
সহজ সুন্দর!🌸
ভালোবাসা সহজিয়া💚
আজও অসাধারণ।
খুব পছন্দের একটা গান... :)
ছোট পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে তোমার আমার ভালবাসার কেউ নেই কিছু নেই 🌺🍂
আহহহ সহজিয়া! 🖤
সর্বনাশ হয়ে গেছে🥀
Hits the difference way❤️
❤️❤️❤️ আমার অনেক অনেক পছন্দের একটা গান ❤️❤️❤️
দাবানলে বনপোড়া পাখি মনে হয় নিজেকে,যতবার গানটা শুনি।
অদ্ভুত সুন্দর ❤❤
গানটার সুন্দর্য এখানে কয়েক ব্যাকে প্রকাশ করা অসম্ভব। ❤️
অসাধারণ সহজিয়া! ♥️
ছোট পাখি, ছোট পাখি, ভাংচুর হয়ে গেছে😥❤
কি় দারুণ,,,আহা
Somaj boujaa bro.. Je gntar mane boujlo... Tar joboner cobcea bro paowa... Love.. You..
কি সুন্দর বিষন্নতা মাখানো সুন্দর লিরিক্স!!
কাঁদলাম কেনো???...........❤️
আহ কী দারুণ
সহজিয়া, আমার ইমোশনাল ❤
আমার কতশত বার কান্নার সাক্ষী ও সঙ্গী এই গান।
ভালোবাসাযুক্ত থাকবে সারাজীবন সহজিয়া নামটার সাথে।
বাংলাদেশে যে এত সুন্দর একটা ব্যান্ড আছে তা জানতাম না। এইতো দুই তিন দিন আগে Ashes ব্যান্ডের একটা কমিউনিটি পোষ্টের মাধ্যমে জেনেছি।
কিভাবে সম্ভব??
এত সুন্দর সুর এত সুন্দর কথা কিভাবে দেয়??
Ashes ব্যান্ড আমার পছন্দের একটি ব্যান্ড।।
আর সেই ব্যান্ডের কমিউনিটি পোস্ট দেখে এই ব্র্যান্ডে চলে আসলাম।।
কোন গান না শুনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করি।।
পরেরদিন রংমিস্ত্রি অ্যালবামের একটি গান শুনি।
আর জানিনা তারপরে এই ব্যান্ডের গান কয়বার শুনেছি।।
যেন কোন গান আর বেরুচি হয় না।
আসলে সহজিয়াকে ধন্যবাদ বলবো না।
Just 💓💓💓💓
দারুণ❤
আদিবাসী শামুকের কোন ঘর নেই... কি সত্যি, কি সুন্দর!
Tanvir Hossain Jony এই লাইনের মানে কি ভাই?
@@notafunnyreview3671 😂
@@notafunnyreview3671 এই লাইনে খুব সম্ভবত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর বাঙালি জাতীয়তাবাদী, সামরিক আগ্রাসনের কথা বলা হয়েছে।
ভালোবাসা নিবেন ভাই ❤️
ঢাকা ভার্সিটির কনসার্টে শুনেছিলাম গান টা তারপর ইউটিউবে শুনে গেলাম। আর একটা কমেন্ট রেখে গেলাম।
ধন্যবাদ অনেক ভালো লাগলো গানটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে আপনাদের এই গান শুনলাম।
Amio
যারা এই গানটা শুনছেন তারা আসলেই প্রকৃত ট্যালেন্ট ❤
কিছু কিছু গান আছে সুনলে মন দুর্বল হয়ে যাই , 😢
যত বার শুনেছি ততবারই ভালো লেগেছে........বার বার মনে হয় নতুন করে শুনছি....
Love you vaiya ..
16.09.22 Jahangir no-gor university te apnar consart e silam ami ..
Just WOW 😲
Love you
ভীষণ শক্তিশালী ! এই গান হারেনি ..
I think u guys deserve more❤❤
Master class 🤘🏻
& artwork also
বন্যায় ভেসে যাওয়া শিশুরা ভালো থাকুক
চিঠিটার খাম নেই,
সর্বনাশ হয়ে গ্যাছে।🖤
ভিতরটা ছুয়ে যায় সব সময় 😍
অসাধারণ !!
❤️পৃথিবীর পরে আর,
তোমার,আমার
ভালোবাসার কেউ নেই,কিছু নেই।❤️
Such immense sadness. Melancholic.
Yeah! Melancholic...
তোমরা সেরা সহজিয়া 🍁❤️
This song : Exists
Existential crisis : stonks↗
ভালোবাসা নিবেন ❤ আর আমাদের কথা চিন্তা করে গান বানানোটা বন্ধ করবেন না প্লিজ।
oshomvob prio ..
ছোট পাখি,
ছোট পাখি,
সর্বনাশ হয়ে গেছে!
অসাধারন সহজিয়া ❤
একেকটি যুদ্ধ
মুগ্ধতা রেখে সহজিয়া 🌸
টেক ❤️
গত ২-৩ দিন সময় কাটানোর পর, মনে হচ্ছে "সহজিয়া" ব্যান্ডের "ছোট পাখি" গানটা বর্তমান সময়ে আমার জন্যে সর্বশ্রেয়!
ছোট বেলায় বাড়িতে মেলা হলে, কত সুন্দর দিন কাটাইতাম, বড়দের হাত ধরে মেলায় যেতাম,খেলনা কিনতাম,মজা খাওয়ার জন্যে বায়না করতাম, আর কত কি আবদান..
'' ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই"
আর এখন সময়ের বিবর্তনে কত কিছুই পালটে গেছে,এখন নিজেকে নিয়ে যেতে হয় ছোটদের হাত ধরে,তাদের বায়না পূরন করতে হয় নিজেদের!
আহ কি সময় ছিলো সেইদিন গুলির,ফিরে যেতে চাই হারানো সেই শৈশবে , আবারো যেতে সেই ছোট পাখির মতো..
Outstanding
অসাধারণ। এটা সহজিয়ার বেস্ট সং।
Thanks a lot.
আগে কেনো খুঁজে পাইনি কষ্ট হয় 😞
অসাধারণ ❤
আহ্ 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
eto sundor gaan hoi !. moushumi bhoumik er cover gaan shune ashlam .
খুব ভালোবাসার একটা গান
ভালোবাসা সহজিয়া প্রত্যেকের জন্য
ইতিহাস থাকবে 🤘
Valobasar arek nam Shohojia ❤️
সহজিয়া ❤
শুনছি শুধু শুনেই যাচ্ছি, আহাঃ
সর্বনাশ হয়ে গেছে 🙂
ভাল থাকুক ছোট পাখিরা, ওপারে.
ভালো থাকুক..
Oshadaron
what a song! amazing 😍