Chhoto Pakhi | ছোট পাখি | by Shohojia | Official Music Video |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 367

  • @ullashbhaiya26
    @ullashbhaiya26 2 ปีที่แล้ว +215

    এর চেয়ে রুচিসম্মত লিরিক্স হয়তো লেখা সম্ভব নয়!আজকের জাবিতে আপনার পারফর্মেন্স ছিল চোখের শান্তি!
    অনেক কম মানুষই আছে যারা আপনাদের এই ভালো গান গুলোর মানে বুঝবে তবে যত দেরিতে বুঝবে তত বেশি আফসোস করবে!
    গর্ব হয় আমাদের জেনারেশনটা আপনাদের মতো কিছু ক্লাস ব্যান্ড পেয়েছিলাম❤️

    • @shohojiaofficial
      @shohojiaofficial  2 ปีที่แล้ว +17

      ধন্যবাদ আমাদের অনুপ্রাণিত করবার জন্য

    • @hdbsuhhdhsus6091
      @hdbsuhhdhsus6091 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @nafinkhan17
      @nafinkhan17 ปีที่แล้ว

    • @kimsukray
      @kimsukray ปีที่แล้ว

      দারুন লেখা, এবং মিউজিক

    • @m.rahomatullahalhelal457
      @m.rahomatullahalhelal457 ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @hamimhasnat3950
    @hamimhasnat3950 2 ปีที่แล้ว +8

    কতটা পাখির মৃত্যুর এমন গানের সৃষ্টি।
    কতটা আবেগের মৃত্যুর পর এমন ভালবাসার বিলুপ্তি ঘটে।
    আহারে মানুষ ,আহারে শৈশব।

  • @towfiqueahmed5792
    @towfiqueahmed5792 6 หลายเดือนก่อน +7

    ছোট পাখি বৃদ্ধ হয়ে গেছে
    সর্বনাশের রেশ কাটেনি।
    রাস্তার ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়ে জায়গা করে নিয়েছে সাদা আলো
    শিশুটি বড় হয়ে আদিবাসী শামুকের শেষাংশ দেখছে।
    সোস্যাল সাইটে অনুভূতি প্রকাশের যুগে
    চিঠির খাম ধুকছে।
    ছোটো পাখি ; পৃথিবী এখনো জীবিত।

  • @tanimahmeddipto7775
    @tanimahmeddipto7775 2 ปีที่แล้ว +60

    Lyrics:
    ছোট পাখি ছোট পাখি
    সর্বনাশ হয়ে গ্যাছে
    পৃথিবীর প’রে আর
    তোমার আমার
    ভালোবাসার কেউ নেই কিছু নেই
    ছোট পাখি ছোট পাখি
    ভাঙচুর হয়ে গ্যাছে
    শিশুদের খেলনা
    আমাদের দোলনা
    ডাকবাক্সের ঢাকনা
    রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই
    ও পাখি ও পাখি
    গানটা হেরে গ্যাছে
    নদীটা ফিরে গ্যাছে
    পাহাড়টা সরে গ্যাছে
    সাগরটা মরে গ্যাছে
    আদিবাসী শামুকের কোনো ঘর নেই
    নেই নেই কিছু নেই
    রাস্তার বাম নেই
    শ্রমিকের ঘাম নেই
    টাকাদের দাম নেই
    চিঠিটার খাম নেই
    আমাদের কারো কোনো নাম নেই

  • @minhaztabassum2016
    @minhaztabassum2016 2 ปีที่แล้ว +155

    মন খারাপের দিনগুলোতে সহজভাবে হাহাকার সমগ্র ভাসে সুরে, সহজিয়ার সুরে, সর্বনাশের গানে 💔

    • @cap_maruf
      @cap_maruf 2 ปีที่แล้ว +2

      ♥♥♥ নিও

    • @reefatmaroof
      @reefatmaroof 2 ปีที่แล้ว +2

      হাহাকার সমগ্র 🤔

    • @mdyashinarafat9162
      @mdyashinarafat9162 2 ปีที่แล้ว +2

      🥰🥰

    • @NazrulIslam-dy2kk
      @NazrulIslam-dy2kk 2 ปีที่แล้ว +1

      ঠিক আপু

    • @rakibkhanhmm2584
      @rakibkhanhmm2584 ปีที่แล้ว +3

      হৃদয় নিঙরানো সুখ বইতে বইতে ক্লান্ত হয়েছিলাম। সহজিয়ার সর্বনাশের সুরে মনকে বোঝ দিয়েছে কেউ নেই,কিছু নেই😊

  • @sadia_zinia
    @sadia_zinia 2 ปีที่แล้ว +9

    গান টা শুনে মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি! মন ভারি হয়ে উঠছে! চোখের কোনায় অজান্তেই জল চলে আসলো!.. এতো মায়া এই গান টায়!

  • @salamkhandaker2028
    @salamkhandaker2028 2 ปีที่แล้ว +12

    আমাদেট ছোট পাখিগুলো উড়ে যায় মরে যায়!
    শুধু থেকে যায় সহজিয়া সুর!
    ভালোবাসায় বেঁচে থাক সহজিয়া

  • @joybanik8010
    @joybanik8010 ปีที่แล้ว +6

    আহা কি মর্মস্পর্শি কথা
    এযেনো বর্তমান বাস্তবতার'ই প্রতিচ্ছবি!
    ধন্যবাদ সহজিয়া।

  • @mshrayon6170
    @mshrayon6170 2 ปีที่แล้ว +65

    Yesterday I was playing this song in my speaker... Then my mom suddenly came to my room and asked who was the artist.
    So I told my mom about you guys and played few other numbers of Shohojia. She was stunned and regretted why didn't she listen to you guys before.
    And when she heard that even Moushumi Bhowmik sung this song live she said, "Its obvious" :)
    Kudos to you all...

    • @iffatzerin2928
      @iffatzerin2928 11 หลายเดือนก่อน

      Such a sweet moment it was I bet. Good wishes for you and your Maa. ❤

  • @badshaahmed9755
    @badshaahmed9755 ปีที่แล้ว +2

    - এই ছোট পাখি গানটা যখন শুনেছিলাম তখন ই বুজে গিয়েছিলাম যে সহজিয়া একটা মাস্টারপিস গান তৈরি করেছে! আসলেই এই গান টা মাস্টারপিস শুধু মানুষের বুঝতে সময় লাগবে আর তখন আফসোস বাড়তে থাকবে ; ধন্যবাদ এত সুন্দর গান উপহার এর জন্য ! সহজিয়া! ❤️

  • @marufsikder8490
    @marufsikder8490 2 ปีที่แล้ว +23

    এই গানটি বুকে আঘাত করতে কখনো কার্পন্য করে নি, কোনদিন করবেও না।
    সেই কয়েক বছর আগে প্রথম যেদিন শুনেছিলাম তখন যেমন আঘাত করেছিলো, আজকেও তাই।
    ভালোবাসা আর মায়ার সহজিয়া ❤️❤️❤️

  • @ParthaWelder
    @ParthaWelder 2 ปีที่แล้ว +7

    সর্বনাশেন গান এত সহজ হয়, আর এত সরল ভাষা দিয়ে এত গভীরে যাওয়া যায় তা আপনাদের এই গানটা না শুনলে হয়তো অজানাই থেকে যেতো। জানিনা আপনাদের কাছে পর্যন্ত পৌছবে কিনা তাও বলছি অনেক অনেক শুভ কামনা আর আর্শিবাদ আপনাদের জন্য ❤️

  • @faizafaiza4207
    @faizafaiza4207 2 ปีที่แล้ว +7

    ছোট পাখি ছোট পাখি
    সর্বনাশ হয়ে গ্যাছে 🖤

  • @jewelroy3570
    @jewelroy3570 2 ปีที่แล้ว +23

    গানটির গীতিকার সুরকার এবং সকল শিল্পীদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা হৃদয় নিংড়ানো ডাকবাক্স পাঠানোর জন্য

  • @fahmidaomarmim3830
    @fahmidaomarmim3830 ปีที่แล้ว +4

    কি অদ্ভুত একটা গান,,কি সুন্দর সম্বোধন।।
    ছোট পাখি,ছোট পাখি🖤

  • @taijulislam4344
    @taijulislam4344 2 ปีที่แล้ว +6

    প্রতিটা কথা যেন নতুন করে শুনছি.....
    কি সুন্দর গানের কথা।
    ধন্যবাদ সহজিয়া ব্যান্ডদল 🖤
    এমন সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @omarfaruk-is4zj
    @omarfaruk-is4zj 11 หลายเดือนก่อน +2

    লিরিক্স এবং ভয়েস দুটোই যেনো একে অপরের জন্য বানানো হয়েছে। অসম্ভব সুন্দর 🖤

  • @abdullahsadat2283
    @abdullahsadat2283 ปีที่แล้ว +2

    যেদিন জবি তে এসে এই গান টা গেয়েছিলেন তার পর থেকে এই গান টা শুনতাম.. এখন কিছু দিন হলো গান টার মর্ম বুঝতে পারছি..!!
    আদিবাসী শামুকের একটা ঘর হোক এই কামনা করি...💜💜💜

  • @mdrakib1173
    @mdrakib1173 หลายเดือนก่อน

    পৃথিবীর যে অনেক আগেই সর্বনাশ হয়ে গেছে, এটার দলিল হচ্ছে সহজিয়ার ছোট পাখি। ❤

  • @HappyClam-tj8ew
    @HappyClam-tj8ew หลายเดือนก่อน +1

    লিরিক গুলা শুনলে আবার হারিয়ে যাই ছোট্ট বেলায় 😭
    ভালোবাসা সহজিয়া

  • @tanvirpiyas
    @tanvirpiyas 2 ปีที่แล้ว +8

    অনবদ্য..
    ভালোবাসা প্রিয় সহজিয়া। ✌️

  • @mdnajmolislam16478
    @mdnajmolislam16478 2 ปีที่แล้ว +6

    গানের লিরিক, গানের সুর আর গায়কি এক কথায় অনবদ্য ❤️
    ভালোবাসি 'সহজিয়া' ❤️

  • @itzrayhanbro
    @itzrayhanbro 11 หลายเดือนก่อน +3

    Happy new year এর আতসবাজিতে যখন পাখি গুলো দিশেহারা হয়ে ছুটছিলো তখন গানটার কথা মনে পরে।❤

  • @almamun6713
    @almamun6713 ปีที่แล้ว +6

    হৃদয় নিংড়ে গাইলে যেমন হয়, তাই হয়েছে৷
    কতবার যে কেঁদে ফেলেছি গানের লাইনে লাইনে৷
    বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু হয় না 🖤🖤

  • @istiaksakib8411
    @istiaksakib8411 2 ปีที่แล้ว +4

    কেউ কোথাও অন্তনীল নেই! মানুষের জন্মই ছেড়ে যাওয়ার জন্য

  • @ahoshanhabibrajon9299
    @ahoshanhabibrajon9299 2 ปีที่แล้ว +1

    সহজিয়ার প্রতিটা গান এতো এতো দরদ দিয়ে গাওয়া আমি যতবারই শুনি বারংবার হারিয়ে যাই এক সুপ্ত মোহ তে।

  • @ahamedtushar5416
    @ahamedtushar5416 2 ปีที่แล้ว +5

    সহজিয়া মানেই অন্য জগৎ 🖤🌸

  • @shubhadeepmakal6444
    @shubhadeepmakal6444 ปีที่แล้ว

    কার জীবনে কোন গান কখন কিভাবে আসে, একটা গানের সাথে কি কি স্মৃতি জড়িয়ে থাকতে পারে সেগুলো নিয়েই আস্ত উপন্যাস লেখা যায়।
    এই গানটা বিশেষ একটা জায়গা করে নিয়েছে আমার জীবনে ❤️

  • @golamrabbani2676
    @golamrabbani2676 2 ปีที่แล้ว +2

    এত সুন্দর টিউন এন্ড লিরিক্স আগে কেন শুনি নাই গান টি।কমেন্টে চিন্হ রেখে গেলাম বুড়ো বয়সে শুনলে মনে হয়।তখন স্মৃতি চারণ হবে

  • @_SayedaFarhanaAbsar
    @_SayedaFarhanaAbsar 2 ปีที่แล้ว +4

    কেন যেনো গানটা শুনলেই মাকে মনে পড়ে, ভেতরে ক্ষতগুলোয় দাগ কেটে যায়..
    আমার একটা ছোটোপাখি আছে আমার ছোট্ট বোন! মনেহয় ওকেই গেয়ে শোনাচ্ছি..
    সর্বনাশ হয়ে গেছে..
    পৃথিবীর পরে আর তোমার আমার ভালোবাসার কেউনেই কিছুনেই..

  • @mehedi7202
    @mehedi7202 2 ปีที่แล้ว

    জীবনের একটা থিতিয়ে যাওয়া সময়ে এসে সহজিয়ার এই গান জীবনের দুঃখ গুলোকে খুব সহজ করেই সামনে এনে দিচ্ছে!
    দুঃখের রঙ চিনিয়ে দিচ্ছে,বলে যাচ্ছে দুঃখের রঙ বরাবর ই ফ্যাকাশে!🙂

  • @shushantashushil7079
    @shushantashushil7079 2 ปีที่แล้ว +3

    সহজ সুন্দর সহজিয়া ❤️
    বেশ কয়েক বছর আগেই গানটি শুনেছিলাম আজ আবার শুনে মনে হল সেই প্রথম শোনার মুহূর্তগুলো এখনও সমান ❤️

  • @yeashirarafath6535
    @yeashirarafath6535 2 ปีที่แล้ว

    বুকের ভিতর জমে থাকা হাহাকার কে স্পর্শ করে যায় সহজিয়া । আরেক হাহাকার আসে যখন দেখি এতো সুন্দর একটা গানে এইটুকু ভিউ । আহা বাঙ্গালীর রুচি।

  • @KMFarzadulIslam
    @KMFarzadulIslam 7 หลายเดือนก่อน

    আমার শুনা গানের অন্যতম সেরা কথা। গীতিকার, সুরকার, গায়ক সহ পুরা টিমকে ভালোবাসা। 🥰❤
    অনেক শক্তিশালী গান।

  • @MdRabbi-id7jy
    @MdRabbi-id7jy 2 ปีที่แล้ว +3

    আমরা সবাই কোনো না কোনো জায়গায় গিয়ে একসময় হেরে যাই আর তখন জিতে যায় এধরণের গান গুলো ❤️

  • @qayyumshuvo5599
    @qayyumshuvo5599 6 หลายเดือนก่อน

    ২০১৮ সালের দিকে প্রথম শুনি।লাগাতার এতবার কোনো গান কখনোশুনিনি।এটার মোহমুক্তির জন্য বারবার শুনতেছিলাম যেনো বিরক্ত লাগে।কিন্তু বিরক্ত লাগেনি ২০২৪ এ এসেও।স্যালুট সহজিয়া।

  • @mdsamat2181
    @mdsamat2181 ปีที่แล้ว +4

    আর কত বার শুনলে গানটার প্রতি বিরক্তি আসবে জানি না,,,❤❤❤

  • @hasinakhatun8395
    @hasinakhatun8395 2 ปีที่แล้ว +2

    সহজিয়ার একেকটি গান যেন যুগের সেরা এক বিপ্লব 🌼
    সহজ সুন্দর সহজিয়া।

  • @mahfuzalam5345
    @mahfuzalam5345 ปีที่แล้ว

    আবার সর্বনাশ হতে যাচ্ছে কাল এ যেন মৃত্যুর আগেই মৃত্যু সংবাদ

  • @raduanhussainmonir3709
    @raduanhussainmonir3709 3 หลายเดือนก่อน

    🇬🇧 ছোট পাখির মতো জীবন হয়ে গেছে , তুমার আমার ভালবাসার কেউ নেই ,মন খারাপের দিনগুলোতে 🎶 শুধু শুনা হয় 🥰

  • @suvodipsom5499
    @suvodipsom5499 ปีที่แล้ว +3

    I got acquainted with this sing via my tinder match, I belong to west bengal, india, and she belonged to bangladesh. she sent me this song in her voice.. and i felt intoxicated at that very moment, by the lyrics, the melody.. it has been many months now, everything including her is now a past.. but i thank her from the bottom of my heart, for this very gift. love from epaar bangla...

  • @mohammadzahidhassansufi8311
    @mohammadzahidhassansufi8311 11 หลายเดือนก่อน

    গারটা অসাধারণ, অদ্ভুত, আপন, কোমল একটা গান
    ভিডিওটায় হারিয়েগেছি গান তা শুনতে শুনতে ... ভীষণ ভাল একটা ভিডিও ।

  • @nusatjahanrupa
    @nusatjahanrupa ปีที่แล้ว

    গতকাল ০২.০৭.২০২৩ আমার বন্ধু রিফাতের মৃত্যু সংবাদ টা আমার সমস্ত জীবন টা পাল্টে গেছে মনে হচ্ছে.... আমি কখনো ভাবিনি মৃত্যু এত নির্মম আর এভাবে আমাদের সব শেষ হয়ে যাবে।
    এখন 2.30am এই মাঝ রাতে যেন সত্যি মনে হচ্ছে,
    পৃথিবীর পরে আর তোমার আমার ভালোবাসার কেউ নেই কিছু নেই!
    রিফাত তুই যেখানেই থাক ভালো থাকিস ভাই আর তুই সব সময় আমাদের মনে বেঁচে থাকবি।
    ধন্যবাদ সহজিয়া ❤️❤️

  • @ahaduzzamantamim2333
    @ahaduzzamantamim2333 2 ปีที่แล้ว +13

    পৃথিবীর প'রে আর তোমার আমার ভালোবাসার কেউ নেই, কিছু নেই😢
    আম্মু তোমাকে অনেক ভালোবাসি🖤
    কেন জানিনা গানটা শুনলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে মনে চায়।

  • @BishwaroopGHOSH
    @BishwaroopGHOSH 2 ปีที่แล้ว +10

    Brilliant work !!!! Great composition. Excellent blending of the woodwinds makes the magic! Lots of love ❤

  • @akramlappi2788
    @akramlappi2788 ปีที่แล้ว

    Dangerous creation... Thnk u bai.

  • @fazleyazimbabu8921
    @fazleyazimbabu8921 2 ปีที่แล้ว

    আহা,
    মনটা জুড়িয়ে গেল।

  • @mashfiqurrahman978
    @mashfiqurrahman978 2 ปีที่แล้ว +13

    আমাদের সর্বনাশ টা মনে হয় অনেক আগেই হয়ে গেছে 🙂

  • @voiceofhistory6130
    @voiceofhistory6130 ปีที่แล้ว +1

    আফসোস এইগানের মানে মানুষ যতপড়ে বুঝবে ততক্ষণে হয়তো সর্বনাশ হয়ে যাবে।

  • @afiaaotthoi7728
    @afiaaotthoi7728 ปีที่แล้ว

    আহ ,,কি অন্তরে ধাক্কা লাগা গানটা👌।

  • @RakibHasan-es1er
    @RakibHasan-es1er 2 ปีที่แล้ว +2

    এক অতিতপ্ত ভালোবাসা ❤️

  • @foysalkabirrashed3056
    @foysalkabirrashed3056 2 ปีที่แล้ว

    আমাদের বড্ড সর্বনাশের দিনের চিত্র সহজিয়া এঁকেছে মিউজিকের তুলিতে। ছোট পাখি আমাদের যে সত্যিই সর্বনাশ হয়ে গেছে।

  • @whoiam_6
    @whoiam_6 ปีที่แล้ว +4

    ছোট পাখি, আমাদের সময় কি ফিরবে না? পৃথীবির পরে কি আর কিছুই থাকবে না? ছোট পাখি, রাস্তার ল্যাম্প পোষ্টে কবে আলো আসবে আমরা আবার হাটবো কবে? সাগর টা কি আর জীবীত হবে না? আমারা কি সাগরে ডুব দিবো না? পাহাড়ে বিচরন কি হবে না, ছোট পাখি?
    আমি সর্বনাশ চাই নি ছোট পাখি

    • @Anik_Evan
      @Anik_Evan ปีที่แล้ว

      সুন্দর হয়েছে!😅

  • @sifatmolla2184
    @sifatmolla2184 2 ปีที่แล้ว +2

    আহা কি সুর কি কথা
    অবিরাম ভালোবাসা রইলো শহরতলি
    শুনি অনেক দিন তবে আজকে কমেন্ট করতে ইচ্ছে হলো

    • @iftefaanamnabil776
      @iftefaanamnabil776 2 ปีที่แล้ว

      এইটা সহজিয়া। শহরতলী না।

  • @shukpakhi2425AD
    @shukpakhi2425AD 2 ปีที่แล้ว

    গতকাল রাতে বেরাদার আমাকে এই গানটি সম্পর্কে বলল। তখন খানিকটা হিংসা হচ্ছিলো আমার, কারণ ও আমার আগে গানটি শুনেছে। অথচ আমি এই ব্যান্ড, এই গানটি সম্পর্কে কিছুই জানতাম না। আজ সকালেই প্রথম শুনলাম। বেশ কয়েকবার শুনলাম। শুনতে শুনতে চোখ দুটি একা একাই বুজে আসছিল। সামলাতে পারছিলাম না নিজেকে। সত্যিই সর্বনাশ হয়ে গেছে। 🖤🌼

  • @ssddas7043
    @ssddas7043 11 หลายเดือนก่อน

    Khuboi pochander gan 🥳💕

  • @asrafkhanasrafkhan1206
    @asrafkhanasrafkhan1206 ปีที่แล้ว +2

    আমার প্রিয় সহজিয়া ভালোবাসা রইলো ❣️

  • @md.habiburrahman4720
    @md.habiburrahman4720 ปีที่แล้ว +1

    আমার এক বন্ধু এই গানের ব্যাপারে খুব সুন্দর একটা মন্তব্য করেছিলো-
    "আমার তাদের জন্য আফসোস হয় যারা এই গান রিলিজ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে কারণ তারা এ গানটা শুনে যেতে পারেনি।"

  • @shanto_ahmed69
    @shanto_ahmed69 ปีที่แล้ว

    ছোট পাখি ছোট পাখি সর্বোনাশ হয়ে গেছে this lyrics 🔥🔥

  • @shahrianazim7581
    @shahrianazim7581 2 ปีที่แล้ว

    ভালো লাগার মতো একটা ব্যান্ড❤️❤️

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 ปีที่แล้ว

    chhoto pakhi, a nice presentation sir

  • @fardin_izaz
    @fardin_izaz ปีที่แล้ว +1

    সর্বনাশ হয়ে গেছে! 🥺💔

  • @shihabhasan6155
    @shihabhasan6155 2 ปีที่แล้ว +1

    এক কথায় অনবদ্য✨🖤

  • @ahsanshuvo5026
    @ahsanshuvo5026 ปีที่แล้ว

    এই গান দেশের সর্বত্র বাজুক,মুক্ত হোক মানুষ, মুক্ত হোক এই শিকলে বাধা সমাজ।

  • @Famous663
    @Famous663 2 ปีที่แล้ว

    অনেক মন খারাফ হঠাৎ স্ক্রল করতে গানটা আটকাইয়া গেলাম পুরা আহ❤️

  • @zahidpavel3695
    @zahidpavel3695 8 หลายเดือนก่อน +1

    এর চেয়ে সুন্দর লিরিক আর কি হতে পারে!!! 😥😥😥
    পরবর্তী প্রজন্ম কি কখনো জানতে পারবে, আমাদের যুগটা কাদের সাথে গিয়েছিল ⁉️⁉️

  • @afridihasan9182
    @afridihasan9182 2 ปีที่แล้ว +1

    মাস্টার ক্লাস 🔥💞🤟

  • @nabirhossain6364
    @nabirhossain6364 10 หลายเดือนก่อน +1

    গানটিতে পড়শি বলতে সেই মহান স্রষ্টাকে কল্পনা করা হয়েছে! গভীর অনুধাবন না করলে গানটির আসল অর্থ বোঝা অসম্ভব।

  • @yasinahmedrony929
    @yasinahmedrony929 ปีที่แล้ว

    ৫-১২-২০২২ রাত প্রায় ২ টা বেজে গেছে
    প্রচন্ড মন খারাপ হঠাৎ এই গান টা সামনে আসলো
    বাজালাম শুনলাম গানের প্রেমে পড়ে গেলাম
    কয়েক যুগ পর যারা শুনবে তাদের রুচির প্রতি সম্মান রইলো ❤

  • @JohirulIslam-oj3zq
    @JohirulIslam-oj3zq ปีที่แล้ว +1

    বেঁচে থাকার চেয়ে সুন্দর হয়তো আর কিছু হয় না😊

  • @hrhasib2373
    @hrhasib2373 ปีที่แล้ว

    সর্বনাশ হয়ে গেছে 😊

  • @ararman4233
    @ararman4233 2 ปีที่แล้ว +1

    আহ কি দারুণ লিরিক
    মন ছুয়ে যাই,,, আরো আগে কেন সহজিয়ার সাথে পরিচয় হয়নি আফসোস

  • @shakibreza6414
    @shakibreza6414 2 ปีที่แล้ว +4

    I travel through the absurdity of life while listening this masterpiece ❤️

  • @AkborAkash-ed3jc
    @AkborAkash-ed3jc ปีที่แล้ว

    আহা রিলাক্স ❤

  • @gamingtonic-ff
    @gamingtonic-ff 11 หลายเดือนก่อน

    ভাইরে হৃদয়ে ভাংচুর হচ্ছে🥺

  • @dewansabrinasharmin2529
    @dewansabrinasharmin2529 2 ปีที่แล้ว +4

    When your words go in vain,
    And there is none to hear you complain,
    Sit yourself by the tree,
    Let yourself go free
    To the little bird...
    পাখির কাছে বিচার দেয়া, ব্যাপারটা সুন্দর

  • @mehedimilu7833
    @mehedimilu7833 2 ปีที่แล้ว

    সর্বনাশ হয়ে গেছে!

  • @ahmmedevan4766
    @ahmmedevan4766 ปีที่แล้ว +1

    দিনশেষে নিজেকে একা আবিষ্কার করেছি বহুবার!
    সঙ্গ নামের অস্বস্তি নিয়ে এসেছে অনেকেই।দিনশেষে করে গেছে ভীষণ রকম একা!
    আমার এ পথ,আমি একা হাঁটি।
    পথের সঙ্গী হতে চেয়েছে অনেকেই,পথ ফুরাবার আগেই ক্লান্ত হয়ে ফিরে গেছে আপন নীড়ে।
    আমিও ক্লান্ত হই,ভীষণ রকম ক্লান্ত!
    একা একা কতদূর,কত পথ আর চলা যায়?
    মাঝে মাঝে থেমে যাই,ভেঙ্গে পড়ি বারবার!আবার পথ চলতে থাকি একা।
    দিনশেষে নিজেকে নিঃস্ব ভেবেছি বহুবার!
    আসলে আমার কেউ নেই!
    নিজের বলতে আছে শুধু দীর্ঘশ্বাস আর এসিডিটির মতো বুকে চাপানো কিছু গোপন ব্যথা! মাঝে মাঝে ব্যথা জেগে ওঠে,আমি থেমে যাই জীবন চলার পথে,দুমড়েমুচড়ে যাই নিমিষেই!
    দিনশেষে কেউ থাকে না!
    প্রত্যেকটা মানুষই আমরা যে যার অবস্থানে ভীষণ রকম একা!অথচ মানুষ একাকিত্ব দূর করতেই কাউকে না কাউকে পাশে চায়।
    আমরা কেউ জানি না,আমরা মানুষগুলো আজন্ম একা!মানুষ তার প্রয়োজনে কাছে আসে,প্রয়োজন ফুরালেই উধাও হয়!নিজের সঙ্গী বলতে কেবল দুঃখ আর হতাশা ছাড়া আসলে মানুষের কেউ নেই-কেউ ছিল না কখনোই!

    • @Anik_Evan
      @Anik_Evan ปีที่แล้ว

      দিনশেষে কেউ থাকে না কেউ না! 😅💙

  • @adnanpollab9983
    @adnanpollab9983 ปีที่แล้ว

    আমার একটাই পাখি আছে… ছোট্ট… বেশ ছোট্ট… পাখিটা কৃষ্ণচুড়া বড্ড পছন্দ করে…! গ্রীস্মের এক দুপুরে আমার ঢালে এসেছিল ক্ষণিকের জন্য…! আজ তিন গ্রীস্ম হতে যাচ্ছে… আজও আসে… কিন্ত… দিন যতো যাচ্ছে,,, এই ছোট্ট পাখিকে হারিয়ে ফেলার তীব্র যন্ত্রনা অনুভব হচ্ছে…!
    কিভাবে বোঝাবো আমি..?? ছোট্ট পাখি.. আমি সর্বনাশ চাই নাহ…!❤️‍🩹

  • @tonoydas2855
    @tonoydas2855 24 วันที่ผ่านมา

    আহ্...🖤

  • @MdKorban-n4v
    @MdKorban-n4v 10 หลายเดือนก่อน

    সর্বনাশের সুরে
    আমায় তুমি বার বার
    কেন ডেকে নাও🖤

  • @mahmudulhasankanchon2131
    @mahmudulhasankanchon2131 ปีที่แล้ว +1

    সহজিয়া অনেক মূহুর্তে কষ্ট গুলো মেনে নিতে সহজ করে দেয় তাদের গান দিয়ে।

  • @mdmarufalamsajal
    @mdmarufalamsajal ปีที่แล้ว

    ahare a kemon gan haraya gelam kisu khoner jonno.sohojia is tha best band.

  • @NayebAli7276
    @NayebAli7276 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ ♬

  • @afifabintamostofa9815
    @afifabintamostofa9815 2 ปีที่แล้ว +15

    টিএসসিতে দুইবছর আগে শুনেছিলাম।তখন থেকে এখন অব্দি নদীটা ফিরে গেছে,পাহাড়টা সরে গেছে,
    সাগরটা মরে গেছে কিন্তু গানটা হেরে যায়নি।

    • @cap_maruf
      @cap_maruf 2 ปีที่แล้ว

      ♥♥πΠ

    • @ishakahmed1761
      @ishakahmed1761 ปีที่แล้ว

      ভাঙচুর হয়ে গেছে
      ছোটদের খেলনা❤

  • @samiulvlog9660
    @samiulvlog9660 2 ปีที่แล้ว +1

    সহজিয়া মানেই ভালোবাসা। ভালোবাসা আমায় ঘিরে সহজিয়ার বসবাস ❤️

  • @sagorahmed8786
    @sagorahmed8786 2 ปีที่แล้ว +1

    নিস্তব্ধ একরাশ আধারে যখন এমন সুর বেজে উঠে তখন মনে হয়, সত্যিই পৃথিবীর পরে আমাদের ভালোবাসা কেউ নেই কিছুই নেই 🙃❤️❤️

  • @md.kabiruzzamankabir3106
    @md.kabiruzzamankabir3106 2 ปีที่แล้ว

    আহা...!!❤️❤️

  • @robiul182
    @robiul182 ปีที่แล้ว

    অসাধারণ সহজিয়া ❤❤❤❤❤

  • @band-music1lover3
    @band-music1lover3 7 หลายเดือนก่อน

    মনের অজান্তেই কান্না চলে আসে

  • @arianshuvo4762
    @arianshuvo4762 ปีที่แล้ว

    সেই একটা গান, কি সুন্দর অর্থ গানটার মধ্যে 🥺😊

  • @blanksabbir5697
    @blanksabbir5697 2 ปีที่แล้ว +1

    -আর একটি ভালোবাসা 🥰
    ভাই ভালোবাসা রইলো ❤️🤘

  • @mdmamodmdmamod1133
    @mdmamodmdmamod1133 2 ปีที่แล้ว +3

    মাথার পোকারা যখন কিলবিল কিলবিল করে তখন এ-ই গানটা শুনি.. 🥰

  • @traveltune
    @traveltune ปีที่แล้ว

    অফুরান ভালোবাসা।

  • @rimpyislam8737
    @rimpyislam8737 หลายเดือนก่อน

    আত্নার গান আমার এটা❤

  • @jhrafi7540
    @jhrafi7540 2 ปีที่แล้ว

    ভালোবাসার সহজিয়া... 😍

  • @tanmaykantimoitra4681
    @tanmaykantimoitra4681 ปีที่แล้ว

    ভারী সুন্দর!

  • @মোসাগরহাসান-ঢ৮ঢ
    @মোসাগরহাসান-ঢ৮ঢ ปีที่แล้ว

    ছোট পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গ্যাছে

  • @mmchoton
    @mmchoton 2 ปีที่แล้ว +27

    উঁচু মাপের শিল্প।সবাই সুস্থ থাকবেন

  • @roastdaddy2023
    @roastdaddy2023 2 ปีที่แล้ว

    আজ ১ জানুয়ারি ২০২২। দিনের প্রথম বছরে যে কত হাজারো ছোট পাখির সর্বনাশ হয়েছে, তা জানা নেই। তবে তাদের জন্য আজ আমরা লজ্জিত।
    সৃষ্টির নিকৃষ্টতম জীব মানুষ!