এই গানটির কাভার অনেক মানুষের মুখে অনেক ভাবে শুনেছি, তাদের মধ্যে অনেক বিখ্যাত মিউজিসিয়ানরাও ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............
Kisu manus kothar moddhe bahat na dilai santi pai na. Sonjib Da Sonjib Da e. Bappa Da Bappa da e. Dujon du journeyed er atrist. Jai hok. @Faiyad vai er sathe ekmot... :)
He was so much into the music. He pronounced every words of the entire lyric with feeling. Unbelievable. Amazing. Just don't know how?? Knows the colour of tears, knows the shadow of moonlight..
গতকাল ১৯শে নভেম্বর এই মহান লোকটির মৃত্যুবার্ষীকী ছিলো। তিনি আর হেটে যাননা বিরান পথে, ভুলে বলা গল্পের দরজায় আর উনি কড়া নাড়েননা। ভালোবাসা রইলো সঞ্জীব চৌধুরীর প্রতি🖤
একটি গান অনেক গুলো কথা অনেক গুলো আবেগ.... দাদা আপনি নেই তবুও আজ আপনার ১৬তম মৃতযুবার্ষিকী তে এসে আপনার গানটি শুনছি আর নিজের মনের আবেগ গুলোর সাথে কথা বলতে পারছি.... যেখানেই আছেন ভালো থাকবেন দাদা 🙏
ভারতে তো হিন্দির প্রভাব সর্বত্র তাই বলে কী সেখানে বাংলা গান রচনা বন্ধ হয়ে গেছে? সবকিছুতে ৫২,৭১ এসব ঢুকানো বন্ধ করেন।এসবের কারণেই বাঙালি জাতি আজো সামনে এগুতে পারছে না।কিছু একটা হলেই ৫০০ বছর আগের ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে আসে।।
সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............
আগামী একশো বছর যদি আমি বেঁচে থাকি,,যদি আমাকে কেউ জিগ্যাসা করে তোমার ফেভারিট একটা গানের নাম বলো,র্নিদ্বিধায় সঞ্জীব দাদার এই গান বলবো,,, যে গান কখনো পুরোনো হয় না!!😍
কিছুকিছু গান পৃথিবীতে সৃষ্টিই হয় শুধুমাত্র তাঁর জন্য,যেটা একমাত্র তাঁকে ছাড়া পৃথিবীর বিখ্যাত বা শ্রেষ্ঠ শিল্পী গাইলেও তাঁর মত হবে না কোনদিন! প্রিয় সঞ্জীব স্যার, গানটা আপনি এমন করে কেন গাইলেন? আবেগ,ভালবাসা,না পাওয়ার ব্যথা,তীব্র আকুলতা,তৃষ্ণার্ত মন,অমলিন প্রেম,নীরব যাতনা,হাহাকার কি নেই এই গানের রন্ধ্রে রন্ধ্রে!!! বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কোনদিন আপনার মত এই গানটা গাইতে পারবে না। কত ভালবাসি বলবো না,শুধু বলবো আপনি ছিলেন,থাকবেন কোটি গানপ্রেমীর হৃদয়ে!!💜💜💜💜💜💜
প্রিয় সঞ্জীব'দা... 🙂 বিরান পথে হেঁটে গিয়ে কোথায় কোন অজানায় হারিয়ে গেলে? তোমার কন্ঠের দরদ আজো যে চোখ জলে ভরিয়ে তোলে... 😔 আর লিখতে পারছি না। দীর্ঘশ্বাস হচ্ছে খুব....
মনের মাঝে যখন চিড় ধরে, এই অনবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে। বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবাহমান ধারায় 🤍
এই গানগুলো যারা শুনে তারা আসলেই স্পেশাল,,, তাদের মনটা অনেক সুন্দর,,, ভাবনাগুলো কবিতার মতো,,, কোথায় যেনো হারিয়ে যাই শুনতে শুনতে,,,, বুড়ী হওয়া পরযন্ত বাঁচবো কিনা জানিনা তবে বেঁচে থাকলে নাতি নাতনিকে শুনাবো গানগুলো 💖💖 আর যদি মরে যায় তাহলে স্মৃতি হয়ে থাকবে এই কমেন্ট।।।
আকাশের বুকে অনেক তাঁরা থাকে কিন্তু সব তাঁরা মিটি মিটি জলেও না হাসেও না, আর সেই তাঁরাদের মাঝে একটি তারা প্রয়াত সঞ্জীব দাদা 💙 যেখানেই থাকুন ভালো থাকুন ঈশ্বরের স্বর্গ পাড়ায় 🤲
Na rong bodhlacha,ekhon ekjonka valobashle jebone lathi,dhoka,opoman,r ekjoner chakor hotha hoy,now fuck everything,u must remember u r light,u give light everybody,which those need u,not go theirs without love,then u feel u r the king for the new era.
মনের মাঝে যখন চিড় ধরে,, এই অন্যবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে।বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবহমান ধারায়💗
মনের কথা গুলো লিখা আছে এই গানের কথায়। কতোটা আবেগ থাকলে যে কারো একাকী মূহুর্তের সঙ্গী হতে পারে এই গানগুলো। আজো হঠাৎই মনে হলে খুব কষ্ট হয় এমন গানগুলো আর শুনতে পারবো না কখনো হয়তো । আবার কখনো সঞ্জিব চৌধুরী এলে ওনাকে বলে দেব কতোটা একাকী রাত দিনগুলো আমি কাটিয়েছি । কাউকে বলতে পারিনি সেনাম। কাউকে বলতে পারব না জীবনে। শুধু কষ্ট গুলো একা বয়ে বেড়াতে হবে সারাজীবন । অজানা থাক পৃথিবীর লোকদের না বলা থাক আমার সব একান্ত ব্যক্তিগত কথা। ভাল থাক পৃথিবী আলো থাক সেসব মানুষজন। ভালবাসা অবিরাম❤
গানটা শুনলেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে.. ভালো থাকুন সঞ্জীব দাদা! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা!!!!! যুগ যুগ ধরে এই গানটির প্রেমে পড়বে মানুষ। ❤
এই পৃথিবীর অল্প কিছু ভাগ্যবান দের মাঝে আপনারা দুজন অবশ্যই আছেন। আপনারা যেনো বাকি জীবন হাসিখুশি সুন্দর ভাবে অতিবাহিত করতে পারেন, এই দোয়া করে গেলাম আপনাদের দুজনের জন্য। ভালো থাকবেন। ❤
আমি প্রথম শান্তনুর মুখে গানটা শুনেছিলাম। ওর মুখে শুনেই চোখে জল গরিয়েছে। শান্তনু আর আমার বিচ্ছেদ হলো সে ও অনেক দিন। গানটি রয়ে গেছে।🤍 আমাদের বিচ্ছেদ কিংবা শান্তনুর প্রতি আমার ভালোবাসার মতোনই গানটা সুন্দর ❤️
I am from India. Sanjeeb Chowdhury k 2004 a first suni.. ar 2007 a uni chole jaan. Onek kom somoy pechi unake bhalo bashar. Akhon purono gaan gulo diyei kete jae kintu khub taratari chole gelen uni.
হয়ত তোমাকে পাওয়া হয়নি🫠। তবে "ভালোবাসা অমর" এটা অনুভব করতে এই গানটার কাছে বারবার ফিরে আসি আর বার বার হেরে যাই🙂🙂। ভালো থেকো আমার প্রিয়তমা🤗।এতো গভীরতা এই গানের মধ্যে😭😭!! এই গানটি এক অতি প্রাকৃত, অসম্ভব আবিষ্কার ♥️।
ইউনিভার্সিটি জীবনের ৪ বছর ডরমেটরির বিছানায় শুয়ে এই গান যে কত হাজার বার শুনেছি মনে নেই। এই গান মানেই আমার কাছে ওই ৪ বছরের হাজারো স্মৃতিতে ফিরে যাওয়া। যতদিন বেঁচে থাকবো, সঞ্জীব দা তার এই গানের মধ্যে দিয়ে আমার সাথেই থাকবে
প্রায় প্রতি সপ্তাহে একবার করে গানটা শুনি আর তার কথা ভাবি কড়া নেড়ে গেছি ভুল দরজায় জীবনের অনেকে গুলো দিন পারকরেছি তার কথা ভেবে হয়তো আর কতদিন তার কথা ভেবে পারকরবো নিজও জানি না, এই গানের কথাগুলোর মাঝে কি এক অদ্ভুত , অজানা কষ্ট লুকিয়ে আছে ''দাদা তুমি গান হয়েই আমাদের মাঝে বেঁচে থাকো''
আজ আমার প্রিয়তমা বিশেষ মানুষ টাহ্ র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অচেনা মানুষের সাথে অথচ কথা ছিলো একসাথে পাশে থাকার জীবন কাটানোর প্রতিশ্রুতি ছিলো। সত্যি সঞ্জীব চৌধুরীর প্রতিটি লাইন যেনো আমার জন্যই সৃষ্টি ❤
আহ্ কি যে মায়া আছে এই গানে! যত বার শুনি মনটা থমকে যাই। রেখে গেলাম আমার ক্ষুদ্র একটি কমেন্ট। যতবার লাইক পাব, ততবার শুনব আর তত বার এক মুহূর্তের জন্য থমকে যাবো❤
আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only- কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night - আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path - আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only - সেই ভুলেভরা গল্প The narratives of blunders - কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells - ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears- ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades - আমি কাউকে বলিনি সে নাম I didn’t tell anyone the name কেউ জানেনা, না জানে আড়াল (২ Nobody knows- not even the shadows - জানে কান্নার রঙ But they know the color of my tears জানে জোছনার ছায়া (২) And they know the moonlit shades তবে এই হোক Let it then be like it - তীরে জাগুক প্লাবন The banks be flooded in the shore দিনে হোক লাবণ্য And the days be glowing in glory হৃদয়ে শ্রাবণ। (২) And the heart be sprouted in spring- তুমি কান্নার রঙ, As you are the colors of my tears, তুমি জোছনার ছায়া। You are the moonlit shades তুমি কান্নার রঙ, As you are the shades of my tears তুমি জোছনার ছায়া। You are the moonlit shades আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only - সেই ভুলেভরা গল্প The narratives of blunders - কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells - ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears- ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades -
Many artists, both local and international, have made their own versions of this song. But none of them even comes closer to original one sung by Sanjeeb da. No matter how many times I listen to it, it still feels special. Specially the lyric, it is really relatable!!
Dada, in 1988 I had that opportunity to be introduced with you. At that time I just completed my first year honours in Dhaka University. I couldn't realise your talent, your capability. Your modesty, your simplicity misguided us. I couldn't sing well, still I can't. Just liked gather with the people of Sangskritee Sangsad. After finishing my masters I left campus I got a job, started a different part of my life, but once I saw poster of Dolchhut. Once I saw your TV programme. I felt very happy that once this Sanjib da called me didi. I am the only person who was addressed by you tui.
একজন প্রিয় মানুষের মুখ থেকে প্রথম গানটি শুনি। আশ্চর্য্যরকম ভাবে তখনই চোখ থেকে পানি পড়ে যায়। এরপর এসে ইউটিউবে সার্চ করি। শুনতে থাকি। কিন্তু তবুও সেই প্রিয় মানুষটির কন্ঠে শুনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। ফোন করলে প্রথমেই শুনতে চাইতাম। আস্তে আস্তে দিনগুলো অতীত হয়ে গেলো। আজ সেই প্রিয় মানুষটিও নেই। নেই বলতে আগের মতো মতো নেই আর এ গানও আর খুব একটা শুনা হয় না। সে-ই যে প্রিয় মানুষ! তার সাথে কথা হচ্ছে এখন। এইদিকে চোখ ফুলে গেছে, মাথা ভার হয়ে আছে। সাথে গানটাও প্লে করলাম। জীবনটা কেনো এমন? সমাজ! সংসার... শব্দগুলো যদি না থাকতো তবে আমরা ভালো থাকতাম। তারা কেউ আমাদের ভালো থাকতে দিলো নাহ্🙂
ঘুমাতে গেছিলাম, কি জন্য জানি মনে হলো গান টা শুনতে, আক্ষেপ জেগে গেলো, এতো ভালো গাইতে নেই সঞ্জীব দাদা 💛 ২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
যে ব্যক্তি ঘুমানোর সময় গান বাজনা শুনে গুমাই,তার ৭০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাই,,এখন আপনার যদি ৭০ বছর না হই৷ তাহলে ধরে নিবেন আপনার আমল নামাই কোন সাওয়াব নাই
Listened in 1999 for the 1st time...may b soon after release. It's been 22 yrs!!! And still exactly the same appeal!! This is how legends live........come back Sonjib da along with my teenage......
একটা সব হারাদের গান নিয়ে, একটা বিষন্ন আকাশ জুড়ে এলো বিশাল ডিসেম্বর। কিছু অজানা বাতাস ঘিরে সুর, ছুটি হ্যালির ধুমকেতুর পিছু, আছে মুক্তির প্রয়াস। চাঁদ পালানো রাত আর দিন হারিয়ে সূর্যে, ছন্দহারা কবিতার ক্যানভাসের অর্ধসমাপ্ত রঙিন ছবির হৃদপিণ্ডটা'র এপাশ ওপাশ একাকার সাদা-কালোর আঁচড়ে। বসন্তের কাশফুলে কিংবা হেমন্তের গাঙচিলেদের ঝাঁকে, মেঘের বাঁকে দেখি বৃষ্টির হাহাকার। দিন হারালে সূর্যের অপেক্ষার প্রহর গুনে নীল সমুদ্রের স্বচ্ছ নোলাজল, আলোর এই শরীর ঘিরে, ইস্পাতের সাতকাহন । এমন বিশাল ডিসেম্বর যেনো প্রেয়সির দেওয়া ছুরির আঘাত, গোলাপের শরীর জুড়ে দেখি তাই ছোপ ছোপ রক্তের দাগ।। যত দূরেই থাকো প্রেয়সি, মনের গহীনে লুকিয়ে থাকা সব একাকীত্বের বিরান পথ জুড়ে তুমি শুধুই আমার । আমি কাউকেই বলিনি তোমার নাম, কেউ জানে না, না'জানে এ আড়াল, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া ।।
কিছু কিছু গান সুইএর মতো করে হার্টে এসে বসে,কেমন যেন একটা অনুভূতি সেটা প্রকাশ করা যায় না আর মধ্যে রাতে একা একা হেডফোন দিয়ে শুনলে তো চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে আসে। এই গানটি ওইসব গানগুলোর মধ্যে একটি❤️💝
যদি ছেড়ে বহু দূরে যেতে হয় সেদিন হয়তো এই গান শুনবো আর দুচোখ ভিজাবো 💔 মনে পড়বে হাজারো স্মৃতি! 🖤 আর যদি হাজারো বাঁধা পেরিয়ে এক হয় সেদিন দুজনে বসে শুনবো আর বলবো এই দিনটার জন্য কত অপেক্ষায় ছিলাম আমরা। আজ সেইদিন🌺 সেইদিনটার জন্য হলেও কমেন্টটা রেখে গেলাম।
প্রতিটি মানুষ একেক স্বত্রন্ত বৈশিষ্ট্যের। সেই মানুষগুলো অনেক জনের মধ্যে থাকায় তাদের চেনা যায় না কিন্তু তাদের অনেকের মধ্যে থেকে আলাদা করলে তবেই বোঝা হয়ে উঠে তারাও কত সুন্দর মনের। গানটা শুনে আমার এমনই ভালো লেগেছে।
এই গানটির কাভার অনেক মানুষের মুখে অনেক ভাবে শুনেছি, তাদের মধ্যে অনেক বিখ্যাত মিউজিসিয়ানরাও ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............
Faiyad H Rishal (y)
@ashick akonjee আমি তো বলিনি টিউন সঞ্জীবদা'র।
Kisu manus kothar moddhe bahat na dilai santi pai na. Sonjib Da Sonjib Da e. Bappa Da Bappa da e. Dujon du journeyed er atrist. Jai hok. @Faiyad vai er sathe ekmot... :)
Faiyad H Rishal vai
I feel this same way.
He was so much into the music. He pronounced every words of the entire lyric with feeling. Unbelievable. Amazing. Just don't know how?? Knows the colour of tears, knows the shadow of moonlight..
গতকাল ১৯শে নভেম্বর এই মহান লোকটির মৃত্যুবার্ষীকী ছিলো। তিনি আর হেটে যাননা বিরান পথে, ভুলে বলা গল্পের দরজায় আর উনি কড়া নাড়েননা। ভালোবাসা রইলো সঞ্জীব চৌধুরীর প্রতি🖤
19 Novembar, 2021 🙏🏾 May he rest in peace forever
আজও ১৯ নভেম্বর
yesterday!
Olll
Poop lollop lollop pll
When did he pass away???
রুচির দুর্ভিক্ষ চলাকালীন সময়েও এইসব গানের শিল্পী এবং শ্রোতাদের রুচির প্রতি সম্মান জানাই
আমার প্রিয় ও একটি গান
ভালোবাসা নিবেন ❤
Tomakeu somman janai vai
amr khub pochonder gan eta
❤
লিজেন্ড রা কখনো মরে না,সন্জিব দা তাদেরই একজন,
কতটা বিরহ লেগে আছে গানের কথা গুলোতে
প্রিয় সঞ্জীব দা...
এভাবে গাইতে নেই।
এতো সুন্দরের মর্যাদা দেয়ার ক্ষমতা নেই আমাদের। আমরা ভুলে যাই আপনাদের বারবার।
যথার্থই বলেছেন।
🇧🇩
একটি গান অনেক গুলো কথা অনেক গুলো আবেগ.... দাদা আপনি নেই তবুও আজ আপনার ১৬তম মৃতযুবার্ষিকী তে এসে আপনার গানটি শুনছি আর নিজের মনের আবেগ গুলোর সাথে কথা বলতে পারছি.... যেখানেই আছেন ভালো থাকবেন দাদা 🙏
৫২'র ভাষা আন্দোলন উপলব্ধি করতে পারতামনা কখনো যদি না এতো সুন্দর লিরিক শুনতাম।
কি অদ্ভুত গায়কী, কি অপরূপ ছন্দ!!!
বাংলা তোমায় ভালোবাসি!
r8
aww sooooooooooooo sweet!
ভালোবাসা অবিরাম ❣️
ভারতে তো হিন্দির প্রভাব সর্বত্র তাই বলে কী সেখানে বাংলা গান রচনা বন্ধ হয়ে গেছে? সবকিছুতে ৫২,৭১ এসব ঢুকানো বন্ধ করেন।এসবের কারণেই বাঙালি জাতি আজো সামনে এগুতে পারছে না।কিছু একটা হলেই ৫০০ বছর আগের ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে আসে।।
বর্তমানের হাজার হাজার গানের ভিতর এই গান শুনতে আসা মানুষ গুলো বিশেষ শ্রেনীর মানুষ! এদের রুচি প্রশংসার যোগ্য ✨✨
প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤
True
তাহলে কখন গাইতে শিখে
যথার্থ বলেছেন দাদা।
অসাধারণ লিখেছেন ।
Sotti
থার্ড ক্লাস গান/শিল্পীরা হারিয়ে যাবে মহাকালের অতল গহ্বরে। থেকে যাবে এই গান, থেকে যাবে সঞ্জীব চৌধুরীরা।
@@hashemali6429 কি বলতে চেয়েছেন উনি সেটা আগে ভাল ভাবে পড়ুন। আর তার আগে ম্যান্টেল কে সঠিক ভাবে মেন্টাল লিখতে শিখুন
Uni ja bolse ta apni bujhen nI....uni bolsen j 3rd class শিল্পীরা & 3rd class গান gulo মহাকাশ এর অতল গহ্বরে হারিয়ে যাবে@@sayemdewan5030
❤love
কি অদ্ভুত ইমেজারি! অসাধারণ লেখা, সুর এবং গায়েকি...সঞ্জীব বাবুকে অমর করে দিয়েছে ❤ এপার বাংলাতেও সমান পপুলার।
অতল শ্রদ্ধা
সঞ্জীব স্যার
বাংলা গানে এতো অসামান্য অবদান রাখার জন্য 🖤
সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............
samrat
Totally agree with you..
আমিও নিতে পারিনা দাদার গান অন্য কারো গলায়, কি দরদ কি বিষাদ কি মায়া
একদম
ঠিকই বলছেন ভাই। গানবাংলায় বাপ্পা মজুমদারের কণ্ঠে শুনতে ভালো লাগলো না। আমার মনে জয় এই গানটি শুধুমাত্র সঞ্জীব দার কণ্ঠেই মানায়।
কতরাত কাটিয়েছি এই গান শুনে,আহ্ গান,সঞ্জীবদা খুব মিস করি আপনাকে বড় অবেলায় চলে গেছেন!আমরা বলতে পারবো আমাদের একজন সঞ্জীব চৌধুরী ছিলেন! 0:33
আগামী একশো বছর যদি আমি বেঁচে থাকি,,যদি আমাকে কেউ জিগ্যাসা করে তোমার ফেভারিট একটা গানের নাম বলো,র্নিদ্বিধায় সঞ্জীব দাদার এই গান বলবো,,,
যে গান কখনো পুরোনো হয় না!!😍
কি অসাধারণ।যুগ যুগ ধরে রাজত্ব করবে এই সব সৃষ্টি ❤
প্রিয় সঞ্জিব দা, ওপার থেকে এতো ভক্তের এতো এতো ভালোবাসার স্তুতি কি আপনি শুনতে পান? 😓
পৃথিবীর যেকোনো গান যেকেউ গাইতে পারেন, আপত্তি লাগে না।
কিন্তু এইগানটি সঞ্জীবদা ছাড়া অন্যকেউ গাইলে পুরো গানটা শোনা সম্ভব হয়ে ওঠেনা ।
আমার ও তেমন হল, শোনার চেষ্টা করেও পারিনি
thik vai. ❤️
ঠিক বলেছেন স্যার
Amiow wind of change er gan ta shuntay parlam na
@@satadalbiswas1887 of
কিছুকিছু গান পৃথিবীতে সৃষ্টিই হয় শুধুমাত্র তাঁর জন্য,যেটা একমাত্র তাঁকে ছাড়া পৃথিবীর বিখ্যাত বা শ্রেষ্ঠ শিল্পী গাইলেও তাঁর মত হবে না কোনদিন!
প্রিয় সঞ্জীব স্যার, গানটা আপনি এমন করে কেন গাইলেন? আবেগ,ভালবাসা,না পাওয়ার ব্যথা,তীব্র আকুলতা,তৃষ্ণার্ত মন,অমলিন প্রেম,নীরব যাতনা,হাহাকার কি নেই এই গানের রন্ধ্রে রন্ধ্রে!!!
বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কোনদিন আপনার মত এই গানটা গাইতে পারবে না।
কত ভালবাসি বলবো না,শুধু বলবো আপনি ছিলেন,থাকবেন কোটি গানপ্রেমীর হৃদয়ে!!💜💜💜💜💜💜
Right..
perfect comment
Right🙂
এত সুন্দর করে কিভাবে বলেন,,,
বিখ্যাত হওয়ার জন্য এই গানটি যথেষ্ট। সঞ্জীব দাদা শুধু একজনই।
Im grateful I discovered this masterpiece of a song. বেছে থাকুক বাংলা গান অনন্তকাল ধরে. ❤
তিনি শুধু গান গেয়ে মানুষের হৃদয়ে থাকেননি !!! মৃত্যুর পরে তার শরীরটা ও উৎসর্গ করে গেছেন মেডিকেল কলেজ এর জন্য
প্রিয় সঞ্জীব'দা... 🙂
বিরান পথে হেঁটে গিয়ে কোথায় কোন অজানায় হারিয়ে গেলে?
তোমার কন্ঠের দরদ আজো যে চোখ জলে ভরিয়ে তোলে... 😔
আর লিখতে পারছি না। দীর্ঘশ্বাস হচ্ছে খুব....
প্রিয় সঞ্জীব দাদা তুমি কোন বিরান পথে হরিয়ে গেলে অজানা কোন পথে যেখানেই থাক ভালো থেকো
মনের মাঝে যখন চিড় ধরে, এই অনবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে। বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবাহমান ধারায় 🤍
এই গানগুলো যারা শুনে তারা আসলেই স্পেশাল,,, তাদের মনটা অনেক সুন্দর,,, ভাবনাগুলো কবিতার মতো,,, কোথায় যেনো হারিয়ে যাই শুনতে শুনতে,,,, বুড়ী হওয়া পরযন্ত বাঁচবো কিনা জানিনা তবে বেঁচে থাকলে নাতি নাতনিকে শুনাবো গানগুলো 💖💖 আর যদি মরে যায় তাহলে স্মৃতি হয়ে থাকবে এই কমেন্ট।।।
একমত
আপনার কমেন্টটা পড়ে আমি আবেগাপ্লুত হয়ে গেলাম। এই গান সত্যি জীবন্ত একটি সত্ত্বা।।
vai.. bece aceeen????????????????????????????????????????????????????????????????????????
দারুণ
আকাশের বুকে অনেক তাঁরা থাকে কিন্তু সব তাঁরা মিটি মিটি জলেও না হাসেও না, আর সেই তাঁরাদের মাঝে একটি তারা প্রয়াত সঞ্জীব দাদা 💙 যেখানেই থাকুন ভালো থাকুন ঈশ্বরের স্বর্গ পাড়ায় 🤲
সত্যিকারের ভালবাসা তো সেটাই,,!
যাকে একবার ভালবাসার পর,,
অন্য কাউকে ভালবাসার, -
ইচ্ছে টাই মরে যায়,,,!!
সত্যিই তাই।
ekdom... 2bochor hoye geleo r iche kre na
Right 😢😢
অসাধারণ উক্তি
Na rong bodhlacha,ekhon ekjonka valobashle jebone lathi,dhoka,opoman,r ekjoner chakor hotha hoy,now fuck everything,u must remember u r light,u give light everybody,which those need u,not go theirs without love,then u feel u r the king for the new era.
মনের মাঝে যখন চিড় ধরে,, এই অন্যবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে।বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবহমান ধারায়💗
ছুঁয়ে কান্নার রঙ,ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
এই সৌন্দর্যের ব্যাখ্যা দেওয়া অসম্ভব।
সঞ্জীব দা,,💖
হৃদয়ে রয়ে গেছেন কোটি মানুষের।
লাস্ট ২ দিনে নাহলেও ১০০ বার শুনেছি
এত মায়া দিয়ে গানটা গেয়েছেন সত্যি এই গানগুলোই আপনাকে চির অমর করে রাখবে
প্রিয় সঞ্জীব চৌধুরী ভালো থাকবেন ওপারে
ভাইয়ের কি কোন কারনে মন খারাপ
দাদা আপনি হয়তবা আমাদের মাঝে নেই। কিন্তু আপনার এই গানে অসংখ্য মানুষ এর জীবন বেচে আছে। তার মাঝে আমি একজন। আপনার প্রতি বিনধ্র শ্রদ্ধা ❤
মনের কথা গুলো লিখা আছে এই গানের কথায়। কতোটা আবেগ থাকলে যে কারো একাকী মূহুর্তের সঙ্গী হতে পারে এই গানগুলো। আজো হঠাৎই মনে হলে খুব কষ্ট হয় এমন গানগুলো আর শুনতে পারবো না কখনো হয়তো ।
আবার কখনো সঞ্জিব চৌধুরী এলে ওনাকে বলে দেব কতোটা একাকী রাত দিনগুলো আমি কাটিয়েছি । কাউকে বলতে পারিনি সেনাম। কাউকে বলতে পারব না জীবনে।
শুধু কষ্ট গুলো একা বয়ে বেড়াতে হবে সারাজীবন । অজানা থাক পৃথিবীর লোকদের না বলা থাক আমার সব একান্ত ব্যক্তিগত কথা।
ভাল থাক পৃথিবী আলো থাক সেসব মানুষজন।
ভালবাসা অবিরাম❤
গানটা শুনলেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে.. ভালো থাকুন সঞ্জীব দাদা! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা!!!!! যুগ যুগ ধরে এই গানটির প্রেমে পড়বে মানুষ। ❤
❤ অসাধারন❤
হাজারবার শোনা এই গান,তবুও মন ভরেনা।সব সময়ই মনে হয় নতুন।বেঁচে থাকুক সঞ্জিব চৌধুরী এই গানের মাঝে।
মুক্তি দিয়েছি তোমায়।
তুমি বাস্তববাদী আর আমি আবেগী😊। ভালো থেকো সব সময়💜💜
আলহামদুলিল্লাহ, আমি সঠিক দরজায়ই কড়া নেড়েছিলাম🥰।
এখন দীর্ঘ রাত দুটো মন এক সাথে পার করে দেই✌️
Lucky
এই পৃথিবীর অল্প কিছু ভাগ্যবান দের মাঝে আপনারা দুজন অবশ্যই আছেন। আপনারা যেনো বাকি জীবন হাসিখুশি সুন্দর ভাবে অতিবাহিত করতে পারেন, এই দোয়া করে গেলাম আপনাদের দুজনের জন্য। ভালো থাকবেন। ❤
Purnota pak Sokol valobasa
ওহে পড়শী জীবন টা তেজপাতা করে দিলি..............
2:19
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানে না,না জানে আড়ালে 😊
অনুশোচনা আমার, আপনাকে কখনোই জানাতে পারবো না আপনার প্রতি ভালোবাসা,ভক্তি কতটা গভীর।
সঞ্জীব চৌধুরী 🖤
আমি প্রথম শান্তনুর মুখে গানটা শুনেছিলাম। ওর মুখে শুনেই চোখে জল গরিয়েছে। শান্তনু আর আমার বিচ্ছেদ হলো সে ও অনেক দিন। গানটি রয়ে গেছে।🤍
আমাদের বিচ্ছেদ কিংবা শান্তনুর প্রতি আমার ভালোবাসার মতোনই গানটা সুন্দর ❤️
😢
Same here
রাত ১২ টা একা হাঁটছি রাস্তা দিয়ে! হালকা বৃষ্টির ফোঁটা পরছে গায়ে! অসাধারণ অনুভূতি🖤
Oaw
একটা চিরস্থায়ী গান💞💞 যে গানের কখনো মৃত্যু হবেনা! জাস্ট অসাধারণ!🥰
I am from India. Sanjeeb Chowdhury k 2004 a first suni.. ar 2007 a uni chole jaan. Onek kom somoy pechi unake bhalo bashar. Akhon purono gaan gulo diyei kete jae kintu khub taratari chole gelen uni.
When Sanjeeb sir said "কেউ জানেনা, না জানে আড়াল" me and my soul cried.
এতো সুন্দর গান অথচ, এই গান টা আগে শুনি নাই।।। এ রকম গান বাংলা ভাষায় ২-১ টাই আছে।। Beautyyy.....😍😍😍😍😍
Asolei!!
Carlos Tevez jigsu
Titu Das snbdhdhd
একমত
হয়ত তোমাকে পাওয়া হয়নি🫠। তবে "ভালোবাসা অমর" এটা অনুভব করতে এই গানটার কাছে বারবার ফিরে আসি আর বার বার হেরে যাই🙂🙂। ভালো থেকো আমার প্রিয়তমা🤗।এতো গভীরতা এই গানের মধ্যে😭😭!! এই গানটি এক অতি প্রাকৃত, অসম্ভব আবিষ্কার ♥️।
না পাওয়াতেও এত আবেগ!! নিজেকে আজ খুব পরিশ্রান্ত মনে হয়..কাউকে বলিনি সে নেই..
সে ভালো থাকুক❣️
অসাধারণ লোকগুলো কেন এতো তাড়াতাড়ি চলে যায়! হঠাৎ KK এর কথাও মনে পড়ে গেলো।😢
শ্রদ্ধা দাদা আপনাকে, আপনার সৃষ্টিকে, আপনার সুরকে। আজীবন বেঁচে থাকবেন শ্রদ্ধা ভরা স্মৃতিতে।
রেখে গেলাম স্মৃতি,,,, যদি কখনো কেউ লাইক দেয় তবে নোটিফিকেশন পেয়ে এসে আবার শুনা যাবে এই গানটা।
Vai shunen areakbar
আবার সুনে জান
❤
ভাই, আসেন আবার শুনি গান টা
আসেন শুনি আরেকবার
সঞ্জীব দাদা অমর হয়ে থাকবে নিদ্রাহীন একাকী রাত কাটানো তরুন যুবকদের মাঝে।❤️
ইউনিভার্সিটি জীবনের ৪ বছর ডরমেটরির বিছানায় শুয়ে এই গান যে কত হাজার বার শুনেছি মনে নেই। এই গান মানেই আমার কাছে ওই ৪ বছরের হাজারো স্মৃতিতে ফিরে যাওয়া। যতদিন বেঁচে থাকবো, সঞ্জীব দা তার এই গানের মধ্যে দিয়ে আমার সাথেই থাকবে
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!©
Love you brother Allah bless you
ronggar.
:')
Right
💔💔
স্মৃতি রেখে গেলাম ২০২৩ এ এসেও এই গানটির জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। যুগ যুগ ধরে এই গানটির প্রেমে মানুষ পড়বে। ❤️
এই গানের কথাগুলোর মাঝে কি এক অদ্ভুত , অজানা কষ্ট লুকিয়ে আছে, চোখের জল সামলানো দায়!
Lalana Tanchangya হা ভাই
gan tar frist singer k
Lalana Tanchangya সত্যিই কি অসাধারণ
সত্যিই অসাধারণ একটি গান মনে পড়ে গেল অনেক ফেলে আসা সেই দিনগুলো
Lalana Tanchangya !!
মুগ্ধ হয়ে যাই।
আপনার এই অসাধারণ সৃষ্টির মাঝেই
বেঁচে থাকবেন চিরকাল আমাদের মাঝে
আহা! কি দরদ মাখা কথাগুলো।
আহা! কি সুন্দর কন্ঠের কারুকাজ।
এইগান সবসময় প্রিয় এর তালিকায় থাকবে। সময় চলে যাচ্ছে কত শত, স্মৃতিগুলো তবুও কত অমলিন।
তোমাকে না পাওয়ার শূন্যতা ভালো ভাবেই এই গানের অর্থ বুঝিয়ে দিয়েছে।
খুব প্রিয় একটা গান....! সবসময় শুনি..! বারবার শুনি..! আজ হঠাৎ কমেন্ট করেই ফেললাম..! ❤
Koi?
Love you...
Dosdgdgxjx
Oo
গানটা শুনলেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে.. ভালো থাকুন সঞ্জীব দাদা!
প্রায় প্রতি সপ্তাহে একবার করে গানটা শুনি আর তার কথা ভাবি কড়া নেড়ে গেছি ভুল দরজায়
জীবনের অনেকে গুলো দিন পারকরেছি তার কথা ভেবে হয়তো আর কতদিন তার কথা ভেবে পারকরবো নিজও জানি না, এই গানের কথাগুলোর মাঝে কি এক অদ্ভুত , অজানা কষ্ট লুকিয়ে আছে ''দাদা তুমি গান হয়েই আমাদের মাঝে বেঁচে থাকো''
আহা লিরিক্স আহা সেই গলা জুড়ে গান । ❤ কিছু গানের সাথে গলা মিলে গেলে সেটাই হয় মাস্টাপিস ❤❤ এমনি এই গান টা।
এত সুন্দর!সব অপ্রাপ্তি গুলো হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠলো যেন!
এটাই সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গান!!!
Certainly!! Best song, best lyrics, best melody, best rhythm, everything....
Incomparable.... 😍😍😍
yes
Exactly
"আমি তোমাকেই বলে দেবো..."
তোমার থেকে পাওয়া কষ্টের নালিশ আমি তোমার কাছেই করবো, কারণ শত কিছুর পড়েও আমার এক তুমিই আছো। এই ক্ষতের গভীরত্ব তোমাকেই জানাবো।
কোনদিন যদি এই গান শোনো তবে বুঝতে পারবে তোমাকে ছাড়া রাতগুলো কত দীর্ঘ ছিল। ভালো থেকো মিজান অন্যকারোর ভালবাসায়।
আজ আমার প্রিয়তমা বিশেষ মানুষ টাহ্ র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অচেনা মানুষের সাথে অথচ কথা ছিলো একসাথে পাশে থাকার জীবন কাটানোর প্রতিশ্রুতি ছিলো।
সত্যি সঞ্জীব চৌধুরীর প্রতিটি লাইন যেনো আমার জন্যই সৃষ্টি ❤
গানটা মিলেছে শুধু....
Hello young generation don’t let this master piece fade away with time. Please love and listen...
Loving this and listening this regularly. I wish it was a song of our generation.
প্রথমদিকে বুঝতাম না গানটা।
এখন বুঝি এখন শুনলে আর বন্ধ করতে পারি না।
এতোই মায়া এতোই আবেগ।
জাস্ট অসাধারণ 👌
@Samya Wriddha r8 sis
Ki bujlen bhai..ami tho bjui na...
@Creative Ideas hmm
আহ্ কি যে মায়া আছে এই গানে! যত বার শুনি মনটা থমকে যাই। রেখে গেলাম আমার ক্ষুদ্র একটি কমেন্ট। যতবার লাইক পাব, ততবার শুনব আর তত বার এক মুহূর্তের জন্য থমকে যাবো❤
7 bar sunlam
মানুষ হারিয়ে যায়, সবাই হারাবে ১ দিন, অদ্ভুদ নিয়ম!
এই রকম ভুল দরজা যুগ যুগ ধরে সামনে আসছে মানুষের!
তবে দুঃখের বিষয় সঠিক দরজা খুজে পাওয়া জগতের কষ্টসাধ্য কাজগুলোর শীর্ষে!
ধন্যবাদ সঞ্জীব দা! 🖤
ভালোবাসা ঠিক ততোদিন বাচে যতোদিন না মানুষের মৃত্যু হয়। আর যতো দিন এই ভালোবাসা আছে ততোদিন এই গান চলবে।
গানটার মাঝে কেমন একটা মোহ,নেশা,মনের মাঝে হূহূ করে উঠে।
Md Rayhan
vaiya re pagol kore dey..
দাদা আপনাকে মিস করি , এই টা গান প্রেমীদের মানতেই হবে ......
আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only-
কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night -
আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path -
আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only -
সেই ভুলেভরা গল্প The narratives of blunders -
কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells -
ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears-
ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades -
আমি কাউকে বলিনি সে নাম I didn’t tell anyone the name
কেউ জানেনা, না জানে আড়াল (২ Nobody knows- not even the shadows -
জানে কান্নার রঙ But they know the color of my tears
জানে জোছনার ছায়া (২) And they know the moonlit shades
তবে এই হোক Let it then be like it -
তীরে জাগুক প্লাবন The banks be flooded in the shore
দিনে হোক লাবণ্য And the days be glowing in glory
হৃদয়ে শ্রাবণ। (২) And the heart be sprouted in spring-
তুমি কান্নার রঙ, As you are the colors of my tears,
তুমি জোছনার ছায়া। You are the moonlit shades
তুমি কান্নার রঙ, As you are the shades of my tears
তুমি জোছনার ছায়া। You are the moonlit shades
আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only
কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night
আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path
আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only -
সেই ভুলেভরা গল্প The narratives of blunders -
কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells -
ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears-
ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades -
Thanks
Thanks
"The narratives of blunders" - no one can better that! Thanks!
সত্যি কারে কোন বন্ধু নেই
তাকে এসব বলবার আগ্রহ নিয়ে কেউ শুনবে তবে কেন এসব খোঁজ এর নাটক 😑
Sundor
Many artists, both local and international, have made their own versions of this song. But none of them even comes closer to original one sung by Sanjeeb da. No matter how many times I listen to it, it still feels special. Specially the lyric, it is really relatable!!
দারুন এই মাষ্টারপিস টা ২০২১ এ কেউ শুনছো কি ? ❤️
আমি শুনতেছি ভাই
শুনি ভাই এখনো শুনি
Hm
আমি ১৯৯২ -২০২১
Amar age jokhon 12 tokhon theke sunsi bhai ekhon ami 21🙃
I still loved this song😍
আমার ভার্সিটি লাইফে রাত জেগে শোনা গান।
ভাই??
Dada, in 1988 I had that opportunity to be introduced with you. At that time I just completed my first year honours in Dhaka University. I couldn't realise your talent, your capability. Your modesty, your simplicity misguided us.
I couldn't sing well, still I can't. Just liked gather with the people of Sangskritee Sangsad. After finishing my masters I left campus I got a job, started a different part of my life, but once I saw poster of Dolchhut. Once I saw your TV programme. I felt very happy that once this Sanjib da called me didi. I am the only person who was addressed by you tui.
আধুনিক গানের ভিড়েও প্রতিনিয়ত এসব গান খুঁজে বেড়াই-❤
এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ ❤️❤️
একজন প্রিয় মানুষের মুখ থেকে প্রথম গানটি শুনি। আশ্চর্য্যরকম ভাবে তখনই চোখ থেকে পানি পড়ে যায়। এরপর এসে ইউটিউবে সার্চ করি। শুনতে থাকি। কিন্তু তবুও সেই প্রিয় মানুষটির কন্ঠে শুনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। ফোন করলে প্রথমেই শুনতে চাইতাম। আস্তে আস্তে দিনগুলো অতীত হয়ে গেলো। আজ সেই প্রিয় মানুষটিও নেই। নেই বলতে আগের মতো মতো নেই আর এ গানও আর খুব একটা শুনা হয় না। সে-ই যে প্রিয় মানুষ! তার সাথে কথা হচ্ছে এখন। এইদিকে চোখ ফুলে গেছে, মাথা ভার হয়ে আছে। সাথে গানটাও প্লে করলাম। জীবনটা কেনো এমন? সমাজ! সংসার... শব্দগুলো যদি না থাকতো তবে আমরা ভালো থাকতাম। তারা কেউ আমাদের ভালো থাকতে দিলো নাহ্🙂
Gantar modde kichu ekta ache,,❤
Onkeii try korse gan tah,,,but feeling gula shudu sanjeeb vaii er konthe e paisi💕
hmm
বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব সবাই সবার প্রতি মায়ার এক বাধন। আর মরে গেলে সব বাঁধন ছিন্ন হয়ে কেউ কারো নয়..
কি এমন এক মানব জীবন...!!
একমাত্র আপনার কণ্ঠে গানটা শুনলে পিপাসা মিটে। ভাল থাকুন অইপারে।
ঘুমাতে গেছিলাম, কি জন্য জানি মনে হলো গান টা শুনতে, আক্ষেপ জেগে গেলো, এতো ভালো গাইতে নেই সঞ্জীব দাদা 💛
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
যে ব্যক্তি ঘুমানোর সময় গান বাজনা শুনে গুমাই,তার ৭০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাই,,এখন আপনার যদি ৭০ বছর না হই৷ তাহলে ধরে নিবেন আপনার আমল নামাই কোন সাওয়াব নাই
@@wisheranishosen4931 Thanks a huge💖
হোক লাবন্য, হৃদয়ে শ্রাবন।
এক কথায় অসাধারণ।
কি স্মুথলি সুর দিয়ে গান গাইলেন আহ!
হৃদয় স্পর্শ করেছে আমার গানের সুর এবং গাওয়ার ধরণটা ❤
Listened in 1999 for the 1st time...may b soon after release. It's been 22 yrs!!! And still exactly the same appeal!! This is how legends live........come back Sonjib da along with my teenage......
I was born in 1999 and listening this.Some songs are meant to exist over the generations I believe.❤️
@@sreyasheeroy9096 ❤
@@sreyasheeroy9096 খুব সত্যি কথা!
কত হাজার বার শুনেছি এই গান হিসেব নেই তবুও প্রথবারের ভালোলাগাটাই প্রতিবার অনুভব হয়। কখনোই পুরনো হবেনা এই গান এই সুর। কি একটা নেশা, আলাদা অনুভূতি
সেরা ❤
Hi?
Indeed
একটা সব হারাদের গান নিয়ে,
একটা বিষন্ন আকাশ জুড়ে এলো বিশাল ডিসেম্বর।
কিছু অজানা বাতাস ঘিরে সুর,
ছুটি হ্যালির ধুমকেতুর পিছু,
আছে মুক্তির প্রয়াস।
চাঁদ পালানো রাত আর দিন হারিয়ে সূর্যে,
ছন্দহারা কবিতার ক্যানভাসের অর্ধসমাপ্ত
রঙিন ছবির হৃদপিণ্ডটা'র এপাশ ওপাশ একাকার সাদা-কালোর আঁচড়ে।
বসন্তের কাশফুলে কিংবা হেমন্তের গাঙচিলেদের ঝাঁকে, মেঘের বাঁকে দেখি বৃষ্টির হাহাকার।
দিন হারালে সূর্যের অপেক্ষার প্রহর গুনে নীল সমুদ্রের স্বচ্ছ নোলাজল,
আলোর এই শরীর ঘিরে, ইস্পাতের সাতকাহন ।
এমন বিশাল ডিসেম্বর যেনো প্রেয়সির দেওয়া ছুরির আঘাত,
গোলাপের শরীর জুড়ে দেখি তাই ছোপ ছোপ রক্তের দাগ।।
যত দূরেই থাকো প্রেয়সি,
মনের গহীনে লুকিয়ে থাকা সব একাকীত্বের বিরান পথ জুড়ে তুমি শুধুই আমার ।
আমি কাউকেই বলিনি তোমার নাম,
কেউ জানে না, না'জানে এ আড়াল,
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া ।।
বয়স যতই বেড়ে চলেছে,এসব গানের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে,হয়তো পরের প্রজন্ম এসব গান শুনবে না,শুনলে বুঝতে পারবে ভালোবাসা কি,গানের প্রতি,💖
কিছু কিছু গান সুইএর মতো করে হার্টে এসে বসে,কেমন যেন একটা অনুভূতি সেটা প্রকাশ করা যায় না আর মধ্যে রাতে একা একা হেডফোন দিয়ে শুনলে তো চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে আসে। এই গানটি ওইসব গানগুলোর মধ্যে একটি❤️💝
যদি ছেড়ে বহু দূরে যেতে হয় সেদিন হয়তো এই গান শুনবো আর দুচোখ ভিজাবো 💔
মনে পড়বে হাজারো স্মৃতি! 🖤
আর যদি হাজারো বাঁধা পেরিয়ে এক হয় সেদিন দুজনে বসে শুনবো আর বলবো এই দিনটার জন্য কত অপেক্ষায় ছিলাম আমরা।
আজ সেইদিন🌺
সেইদিনটার জন্য হলেও কমেন্টটা রেখে গেলাম।
দুই বছর হয়ে গেল কমেন্টটি করার, তো তারপর কি হলো আপনার জীবনে জানতে ইচ্ছে করছে..
স্বর্গ থেকে চলে আসুন দাদা, অন্তত বাংলাদেশের মিউজিক কে আবার পুনরুদ্ধার করতে। নতুন প্রজন্মকে জানিয়ে দেন আপনি কে❤️
প্রতিটি মানুষ একেক স্বত্রন্ত বৈশিষ্ট্যের। সেই মানুষগুলো অনেক জনের মধ্যে থাকায় তাদের চেনা যায় না কিন্তু তাদের অনেকের মধ্যে থেকে আলাদা করলে তবেই বোঝা হয়ে উঠে তারাও কত সুন্দর মনের। গানটা শুনে আমার এমনই ভালো লেগেছে।
১৯ নভেম্বর আজ।
১৪ বছর আগেও সঞ্জীব চৌধুরী আমাদের মাঝে ছিলেন!!
Leave a message here that we thousand of people heard this song. For our coming generation who will listen next. Love for Sanjeeb da.
9
LllllLllllllllll)ll)llllll)ll)llllllllllllllllll)lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
অনেক সুন্দর একটি গান
মন ছুয়ে গেল,,,,,
হৃদয়ের গহীনে কারো প্রতিচ্ছবি বেশে উঠল,,,,
অনেক শুভকামনা আপনাকে
Nostalgic.
Great bappa vi sanjib dada❤ ভালো থাকুক প্রিয় মানুষটি ❤
আমাদের সিলেটের গর্ব সন্জিব দাদা
আমার সবচেয়ে পছন্দের একটা গান।
গানটা একাকী শুনলে কাঁদতে বাধ্য হবেন।