Tumi Je Aamar -Harano Sur (হারানো সুর) | Geeta Dutt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @premanshudas3268
    @premanshudas3268 4 ปีที่แล้ว +774

    যখন সারা পৃথিবী ঘুমিয়ে পরে তখন আমাদের মতো কিছু পাগল আছে যারা কানে ইয়ার ফোন গুঁজে নষ্টালজিয়ার সাগরে ডুব দিয়ে এই সব মনি মুক্তোর স্বাদ আস্বাদন করে!!!

    • @kamrulhassan9732
      @kamrulhassan9732 4 ปีที่แล้ว +52

      আমি এই যুগের হলেও পুরোনো গানই শুনি।যার কারনে অনেকের অনেক কথা শুনতে হয়

    • @shreeyapanda3153
      @shreeyapanda3153 3 ปีที่แล้ว +49

      যারা এর স্বাদ পেয়েছে তারাই জানে আসল সঙ্গীত তো এগুলো ই স্বর্ণযুগ সঙ্গীত এর যুগ🖤

    • @sunitanagdeymohury6544
      @sunitanagdeymohury6544 3 ปีที่แล้ว +7

      Apnar sthe sohomot poson krlm esb nostalgia gaaner jnno amr vison vison priyo esb purono juger ei jutir bangla gaan

    • @sunitanagdeymohury6544
      @sunitanagdeymohury6544 3 ปีที่แล้ว +7

      Apnr sthe sohomot poson krlm

    • @sunitanagdeymohury6544
      @sunitanagdeymohury6544 3 ปีที่แล้ว +6

      Sohomot poson krlm

  • @goutammaity289
    @goutammaity289 3 ปีที่แล้ว +427

    আজ থেকে প্রায় 63 বছরের আগের সিনেমা।। কিন্তু এত বছর পরেও গানটি বহু মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে।। বর্তমান প্রজন্ম এই ধরনের গান কিংবা সিনেমা মেনে নিতে রাজি নয়।। কিন্ত ব্যতিক্রম আমি।।

    • @BlackPanther-ee7ue
      @BlackPanther-ee7ue 3 ปีที่แล้ว +46

      *Goutam Maity, আপনার রুচিবোধের প্রশংসা করি। বাকিদের কথা বাদ দিন আপনি আপনার ভাললাগা ও রুচিকে সযত্নে বজায় রাখুন। এই গানগুলি আগামী হাজার বছরেও অম্লান থাকবে।*

    • @phanindranathadak2195
      @phanindranathadak2195 3 ปีที่แล้ว +2

      Dee be

    • @dishasadhukhankrishnanagar3689
      @dishasadhukhankrishnanagar3689 3 ปีที่แล้ว +3

      Akdom thik bolechen

    • @joykumardas3816
      @joykumardas3816 3 ปีที่แล้ว +3

      এক দম ঠিক কথা

    • @bholasirdar6453
      @bholasirdar6453 3 ปีที่แล้ว +5

      The comment is very pleasing and interesting to me. I am now seventy. Thank u.

  • @saharshabasak1925
    @saharshabasak1925 3 ปีที่แล้ว +97

    কাউকে ছোটো করার উদ্দেশ্য আমার নেই, তবে এই মাপের গায়ক ও অভিনেতা বাংলায় এখনো জন্মায়নি।🙏🏻🙏🏻

    • @swapnachakraborty2728
      @swapnachakraborty2728 3 ปีที่แล้ว

      Oooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @AbdurRahman-zg7un
      @AbdurRahman-zg7un 3 ปีที่แล้ว +4

      Absolutely right

    • @trisharoy430
      @trisharoy430 3 ปีที่แล้ว +6

      Akdm sottoh kotha.... Atta ammio bishash kori ami ajker generation ar meye hoyeo attai bishash kori... And it doesn't make me backdated then also... If anyone think so.. Then am thankful to that person for this unrealistic thought

    • @saharshabasak1925
      @saharshabasak1925 3 ปีที่แล้ว +5

      @@trisharoy430 same here..

    • @jayamajumder3015
      @jayamajumder3015 3 ปีที่แล้ว +1

      Thik

  • @alokekumardutta7550
    @alokekumardutta7550 3 ปีที่แล้ว +25

    আমার বয়স 66 আমাদের ছোটবেলায় পুজোর সময় এই গানগুলো শুনতাম এখন এতো বছর পরেও সেই মধুময় গান শুনে মন ভরাচছি সোনার যুগের শিল্পীরা দেখুন -উত্তম কুমার সুচিত্রা হেমন্ত গীতারায় অজয় কর ভাবা যায় 1957 সাল

    • @SharminIslamSukonna
      @SharminIslamSukonna 2 ปีที่แล้ว

      অন্তকাল ভালো লাগবেই কারন ভালো গান কখনো মরে না।

    • @user-zh7qz1jh8s
      @user-zh7qz1jh8s 2 ปีที่แล้ว

      চির সবুজ এই সব গান

  • @sahelihazra9267
    @sahelihazra9267 3 ปีที่แล้ว +23

    ❤কোনো এক জ্যোৎস্না রাতে, যখন ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইছে, ছাদে বসে, একাকী কানে হেডফোনে হালকা ভলিউমে এই গানটা শুনতে শুনতে আকাশের তারাদের দিকে তাকাবেন, ভেসে যাওয়া মেঘের দিকে তাকাবেন.....মনে হবে হ্যাঁ, এই তো বেঁচে থাকা...এই তো সার্থকতা ❤

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 3 ปีที่แล้ว +24

    যতবারই শুনি ততবারই ভালো লাগে জানিনা এ গানের মধ্যে কি যাদু আছে। ঈশ্বরই জানেন। গায়িকার তো তুলনা নেই। অভিনয়ের ও তুলনা নেই। আর এই রকম জুটি আর কখনো দেখতে পারবো কিনা সন্দেহ।

  • @MB-tx6di
    @MB-tx6di 3 ปีที่แล้ว +20

    সুচিত্রা সেন একইভাবে বসে থেকে লিপ দিয়ে গেলেন, উত্তমকুমার একটা অসাধারণ smile দিয়ে শুয়ে শুয়ে গানটা শুনছেন কোনো movement নেই 3.30! একটা অপার্থিব দৃশ্য! রোমান্টিকতার চূড়ান্ত, স্বর্গীয় অনুভূতি! সবটাই স্বপ্নের মতো! 🌹

  • @abusufian8135
    @abusufian8135 3 ปีที่แล้ว +19

    সত্যি বাঙালী বলে গর্ব হয়।এত সুন্দর মার্জিত খাটি বাংলা ভাষায় গান আর হবেনা। আগের দিন গুলো ছিল সত্যি কারের ভালো।

  • @swapnendubose1694
    @swapnendubose1694 4 ปีที่แล้ว +136

    যত‌ই নতুন আধুনিক গান বেরোক না কেন, এই গানগুলি কোনোদিন পুরোনো হবে না।

    • @prodippaul7696
      @prodippaul7696 3 ปีที่แล้ว +4

      উত্তমকুমার ওসুচিত্রা সেন ভদ্র পোষক পরতেন তাঁদের উদ্দশ্য ছিল অভিনয় কটতা
      বাস্তব হবে আর গায়ক বা গায়িকারা , সুরকার, লেখকরা যা করছেন তা মৃতুর আগে পয্যন্ত অমর হতে থাকবে বর্তমান যুগে গান বা অভিনয় চেয়ে পোষাকের দিকে নজর বেশি

    • @tapasdutta2989
      @tapasdutta2989 3 ปีที่แล้ว +4

      তখন প্রকৃত শিল্প ও শিল্পী দুইই ছিল। এখন তো নগ্নতাই সাহসের প্রতীক।

    • @prodippaul7696
      @prodippaul7696 3 ปีที่แล้ว +3

      হারান সুর ছবির গান টা গেয়েছেন গিতা দত্ত আর অভিনয়ে ছিল উত্তমকুমার ওসুচিত্রাসেন এমন দরদি কন্ঠ আর হবেনা এইরকম অভিনয় আর দেখাযাবেনাএই সিবেমা দেখেই একদিন সবাই পৃথিবি ছেরে চলেযাব

    • @muslimummah5605
      @muslimummah5605 3 ปีที่แล้ว

      @@prodippaul7696 àq

    • @mdnobin7024
      @mdnobin7024 3 ปีที่แล้ว

      @@tapasdutta2989 ্যরকথছজটছথজঠথথফ এত ঢ়ূ ও

  • @somrikmitra4379
    @somrikmitra4379 3 ปีที่แล้ว +17

    আমার সঙ্গীতের ভগবান শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত এই গানটি। সত্যি হেমন্ত বাবু একজন সুরকার হিসেবেও যে কতখানি ব্যতিক্রমী তা এই গানটি থেকেও বোঝা যায়। সত্যি কি অসাধারণ সঙ্গীত রচনা। গানের সেই স্বর্ণযুগ আর ফিরে আসবে না।

  • @sangeetasarkar8000
    @sangeetasarkar8000 ปีที่แล้ว +16

    যেই দিন আমার বাবা মাকে fainally দেখতে এসে ছিলেন সেই দিন আমার মা এই গানটা গেয়ে শুনিয়ে ছিলেন বাবাকে।আজ মায়ের বয়স 80.❤বাবার90🙏

  • @farukahammed7017
    @farukahammed7017 3 ปีที่แล้ว +18

    হঠাৎ করে গানটা মনে হলো, আর গুন গুন করে গাইতে শুরু করলাম।ভাবলাম ইউটিউব থেকে গানটা একটু শুনি, যদিও এর আগে অনেকবার শুনেছিলাম।আসলে এই গানের সাথে অন্য কোনো গানের তুলনা চলে না। তাই তো এই গানটি বার বার শুনতে মনে চাই।আমি ২৭ জুলাই ২০২১ এ গানটি শুনতেছি।❤️❤️❤️

  • @ratnaghosal4985
    @ratnaghosal4985 ปีที่แล้ว +10

    এতো রোমান্টিক গান,
    যেন ঈশ্বর কে নিবেদন,
    এ যুগে কোথায়??????
    🙏❤️

  • @minubera6495
    @minubera6495 3 ปีที่แล้ว +30

    আজকের প্রজন্ম যদি ভাষা বোঝে, কথা
    বোঝে, সুর বোঝে,, ভালোবাসা বোঝে তাহলে এই সব সৃষ্টিকে ভালো না বেসে থাকে কি করে।।।।।

    • @goutammaity289
      @goutammaity289 3 ปีที่แล้ว +1

      তোমার সাথে একমত

  • @saswatachattopadhyay1976
    @saswatachattopadhyay1976 2 ปีที่แล้ว +20

    কি সুন্দর কণ্ঠ, কি অসাধারণ সুন্দর সুর, কি মধুর ভালোবাসা! স্বর্গীয় অনুভুতি। শুনতে শুনতে স্বপ্নের জগতে চলে গিয়ে ছিলাম। ভীষন ভাল লাগল।

  • @momenmohammedabdul9915
    @momenmohammedabdul9915 3 ปีที่แล้ว +10

    আহা মন চায় আবারও সেই সাদা-কালোর সেই সোনালী যুগে ফিরে যেতে ? ঐরকম সুন্দর ছবি ও এমন মধুময় গান আর কোনদিন তৈরী হবেনা।আমি এগানটি ১৯৭২সালে প্রথম শুনি।অনেক ভালোলেগেছিলো তখন-
    এখনও তাই।সুচিএা সেনের মনকারা অভিনয় ও গীতা দওে মনভুলানো এমন সুন্দর গান কোনদিন ভুলবার নয়, মোমেন ,সৌদি আরব।

  • @ronelsinha3186
    @ronelsinha3186 2 ปีที่แล้ว +15

    অনেক ভালো লাগার একটি গান 💖 ২১ বছর বয়সে এই গান মনে যে শিহরণ জাগিয়েছিল এখন ৪৮ এ এসে ও একই অনুভূতি অনুভব করছি 💖 উওম-সুচিত্রার কথা আর কি বলব 💖 আমাদের সবার জীবনে তাদের অবস্থান হ্নদয়ের কত গভীর - তা বলার অপেক্ষা রাখে না 💖 আমরা থাকবো না কিন্তু এই গানগুলো বাচবেঁ অনন্ত কাল 💖

    • @ayubali3354
      @ayubali3354 2 ปีที่แล้ว

      ভাই আমার বয়স এখন ১৭

    • @nagmrinal4728
      @nagmrinal4728 2 ปีที่แล้ว

      Not 48 now at 68?

  • @k.m.ahmedselim5804
    @k.m.ahmedselim5804 ปีที่แล้ว +14

    আমার আজও মনে পড়ে ১৯৬৫ সালে আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। আমার মা এই গানটি গেয়ে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিতেন। আজও ভুলিনি আমার মায়ের সেই আদর মাখা হাত আর ভূবন জুড়ানো গান।

  • @dipakS491
    @dipakS491 5 หลายเดือนก่อน +24

    এই গানটি অনেকে গেয়েছে , কিন্তু গীতা দত্তের মতো আবেগে ভরিয়ে দিতে পারেনি । এই জন্যই হইতো বলে আশা কন্ঠী ও লতা কন্ঠী হওয়া যায় , কিন্তু গীতা কন্ঠী হওয়া যায় না। আর সেরা বাংলা গানের তালিকা থেকে গীতা দত্তের এই সেরা গানগুলি বাদ দেওয়া যায়না ।

  • @abunasirahmed7103
    @abunasirahmed7103 2 ปีที่แล้ว +16

    কৈশোরে শোণা গান আজও বৃদ্ধ বয়সে সমান তালে শুণে যাচ্ছি। কোন অরুচি নেই । চিরন্তন ও চির সবুজের গান !

  • @DancewithAmrita
    @DancewithAmrita 8 หลายเดือนก่อน +11

    স্বচ্ছ ভালবাসার যুগ ছিলো সেই সব দিন, এরকম আবেগপূর্ণ গান ও বই র কোনোদিনও সৃষ্টি হবেনা ।❤

  • @biswajitmitra2785
    @biswajitmitra2785 4 ปีที่แล้ว +17

    এখন ও ভাবতে পারি না যে আজ থেকে 60 বছর আগে এত সুন্দর সৃষ্টি গীতা দত্ত করে গেছেন...... সত্যিই অকল্পনীয়.....

  • @muslimlarkichodo7187
    @muslimlarkichodo7187 3 ปีที่แล้ว +13

    কেউ কি জানেন এই গানের শিল্পী বাংলাদেশের ফরিদ পুরের মেয়ে ছিলেন? ঠিক শুনেছেন তিনি বাংলা তথা ভারতের সেই সময়কার সবচেয়ে গুনি শিল্পী, তাকে ছাড়া হিন্দি গান তখন ভাবাই যেত না উনি তখন লতা মঙ্গেশকরের থেকেও অধিক জনপ্রিয় তিনি আমাদের গর্ব শ্রদ্ধেয় গীতা দত্ত আজ তার চরণে কোটি কোটি প্রনাম 🙏🙏 সেই সঙ্গে বাঙালী হিসাবে নিজেকে গর্ব অনুভব করছি বাংলাদেশের জন্য 👌👌 বাংলাদেশ কে ধন্যবাদ যে তার মাটি আমাকে এই গর্বের আনন্দ দিয়েছে 🙏🙏🙏

    • @tayebaakter7738
      @tayebaakter7738 3 ปีที่แล้ว +1

      Really?

    • @muslimlarkichodo7187
      @muslimlarkichodo7187 3 ปีที่แล้ว

      @@tayebaakter7738 একশোভাগ সত্যি

    • @shownisarkar5365
      @shownisarkar5365 3 ปีที่แล้ว +2

      Pinku molla,Uni faridpurer meye sobai jane. Du-ekjon byatikrom. Koto jontrona bhog kore je matri bhumi chharte badhyo hoyechhilen . Jomidar barir meye uni , Othocho koto kosto korte hoyechhe ekhane ese . Pakistaner dalalra, rajakarra Onader Bari dokhol kore niyechhilen. Aar bangladesher meye non Uni. Tokhon obibhokto INDIA chhilo. Uni Bharater meye . Bhitamati harano je koto koster Geeta Datta ebong aaro anekei onubhob korte perechhilen sedin.

    • @muslimlarkichodo7187
      @muslimlarkichodo7187 3 ปีที่แล้ว +2

      @@shownisarkar5365 দয়া করে বাংলায় টাইপ করুন এরকম ইচ্ছুক বাংলিশ লিখে কদর্য রুচির পরিচয় দেবেন দয়া করে, এরকম বাংলিশ নাবালক পনেরো ষোল বছরের ছেলে মেয়েরা লিখলে তবুও মানা যায় কিন্তু একজন সাবালক বাংঙ্গালী যদি এরূপ বাংলিশ টাইপ করে সেটা অরুচিকর ও কদর্য লাগে 🙏🙏

    • @shownisarkar5365
      @shownisarkar5365 3 ปีที่แล้ว

      @@muslimlarkichodo7187 Apni bodhhoy oti bangali .Ami buri hoye gechhi ,seta apni bhablen ki kore . Ajjkaal beshir bhag manush ei bhabei type kore.

  • @rakhinaskar9620
    @rakhinaskar9620 ปีที่แล้ว +31

    2023 সালে কে কে গান টা শুনছো একটা লাইক করো , নোটিফিকেশন পেয়ে আবার গান টা শুনতে আসবো

  • @Iamrashidgogol
    @Iamrashidgogol 2 ปีที่แล้ว +9

    এরকম সুর যিনি করতে পারেন, এরকম বাণী যিনি লিখতে পারেন, এরকম কণ্ঠ যিনি দিতে পারেন, এরকম অভিনয় যাঁরা করতে পারেন, তাঁদের চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। জীবনকে আরেকটু বেশি ভালোবাসা গেল!

  • @ShamimShamim-hq8gi
    @ShamimShamim-hq8gi 3 ปีที่แล้ว +10

    কোটি টাকার হাসি তুলনাহীন অসাধারণ মনোমুগ্ধকর। একেই বলে ভালোবাসা।

  • @sagarroy7232
    @sagarroy7232 2 ปีที่แล้ว +21

    আমাকে যদি অন্য কোন গ্রহ যেতে বলা হয় এবং এই পৃথিবী থেকে একটি গান নিয়ে যেতে বলা হয়, তবে এই গানটি সাথে নিয়ে যাব❤️❤️

    • @sgianforever335
      @sgianforever335 3 หลายเดือนก่อน

      I read this comment 1 year ago and I liked it very much and today suddenly I remembered this song and this comment too. After a lot of searching finally I found this comment 😌

  • @AhmmedAcademy
    @AhmmedAcademy 2 ปีที่แล้ว +13

    হারানো সুর মুভিটি আমার জীবনে দেখা অন্যতম একটি সেরা মুভি। যখন "আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে" এই গানটা শুরু হয় তখন চোখে জল এসে গেছিল। সত্যি অসাধারণ। কতটা নিপুণ ও নিখুঁত অভিনয় জানলে এরকম অভিনয় করতে পারে!

  • @radowanislam4179
    @radowanislam4179 2 ปีที่แล้ว +22

    এসব গান শুনলে ব্যাকডেটেড। সত্যি বলতে এখন ব্যাকডেটেড হয়ে নিজের রুচির প্রতি ভালো লাগা তৈরি হয়েছে।

  • @pranabchowdhury6031
    @pranabchowdhury6031 2 ปีที่แล้ว +13

    একমাত্র গান আমাদের অন্য জগতে নিয়ে যায়। আর গীতা দত্তের গানে এক আশ্চর্য মোহিনী শক্তি আছে যেটা আমাদের সপ্নের দেশে নিয়ে যায়।

  • @sourabFrozenCloud
    @sourabFrozenCloud 2 ปีที่แล้ว +19

    তুমি যে আমার,
    ওগো তুমি যে আমার (x2)
    কানে কানে শুধু একবার বল,
    তুমি যে আমার
    তুমি যে আমার,
    ওগো তুমি যে আমার।
    আমারি পরাণে আসি,
    তুমি যে বাজাবে বাঁশি (x2)
    সেই তো আমারি সাধনা,
    চাইনাতো কিছু আর
    তুমি যে আমার,
    ওগো তুমি যে আমার।
    তুমি যে আমার দিশা,
    অকুল অন্ধকারে
    দাওগো আমারে ভরে,
    নীরব অহংকারে (x2)
    জীবন মরণ মাঝে,
    এসোগো বধুর সাজে (x2)
    সেই তো আমারি জিবনে,
    তোমারি অভিসার।
    তুমি যে আমার,
    ওগো তুমি যে আমার
    কানে কানে শুধু একবার বল,
    তুমি যে আমার
    তুমি যে আমার,
    ওগো তুমি যে আমার।

  • @kkr8403
    @kkr8403 3 ปีที่แล้ว +12

    যেমন উত্তম সুচিত্রা তেমনি এই গান। ওরা মৃত্যু কে জয় করে নিয়েছে। তাই তো অমর। চিরকালের চিরদিনের যুগ যুগান্তের সাক্ষী হয়ে ওরা বেচে রবে মানুষের হৃদয়ে।

  • @kohinoorakther8661
    @kohinoorakther8661 ปีที่แล้ว +15

    এই গানটি আমার মায়ের মুখে শুনেছিলাম!
    আজ পাশে মা নেই! অনেক ভালোবাসি মা তোমাকে 🥺 💖 খুব মনে পড়ছে তোমাকে!
    তুমি কথা দিয়েছিলে " নিশ্চয় আবার আমাদের দেখা হবে " 💔 ভালো থেকো মা💙

    • @amyscreation1
      @amyscreation1 ปีที่แล้ว

      গান শুনতে শুনতে কমেন্টটা পড়ে চোখের অশ্রু ধরে রাখতে পারলাম না। 😢

    • @amyscreation1
      @amyscreation1 ปีที่แล้ว

      সত্যিই! আমাদের মায়েদের আমলটা খুব সুন্দর ছিল।

  • @rohitpanja6986
    @rohitpanja6986 ปีที่แล้ว +9

    এই সব গান এক দিকে যেমন বাংলা সঙ্গীত শিল্পের অলঙ্কার, আবার অন্যদিকে দুই বাংলার সমস্ত বাঙালির অহংকার।❤

  • @sreebashbobita8195
    @sreebashbobita8195 2 ปีที่แล้ว +12

    যিনি এই গানের কথা লিখেছেন ও সুর! দিয়েছেন তাদের চির শ্রদ্ধা জানাই।আহা!কিআচ্শর্য গান।

  • @komalsaha2830
    @komalsaha2830 4 ปีที่แล้ว +45

    আমার মনে হয় একশত বছর পর এই গান মানুষে মাঝে থেকে যাবে কখনো পুরানো হবে না।

    • @pankajgupta6678
      @pankajgupta6678 3 ปีที่แล้ว

      এ গান পুরোনো হোলে সেও যে পুরোনো হয়ে যাবে ।

    • @nurullamallick1266
      @nurullamallick1266 3 ปีที่แล้ว +1

      শত বছর না হাজার হাজার বছর ।

  • @user-um9il5tp8g
    @user-um9il5tp8g 3 หลายเดือนก่อน +11

    ৬৮বছর বয়সে গানটা শুনছি, এসব গান কখনো পু র ন হবেনা

  • @NoobGamerDipu
    @NoobGamerDipu 7 หลายเดือนก่อน +9

    আজকালকার গানগুলো শুনতে শুনতে বোরিং লাগছিলো, হঠাৎ পুরনো গানগুলো শুনতে আসলাম, যদিও ৬৭ বছর পুরনো গান তাও কি অসাধারণ এই গানটি।

    • @somnathmitra2448
      @somnathmitra2448 4 หลายเดือนก่อน +1

      হৃদয় ছুঁয়ে যাওয়া গান। সর্ব যুগের সর্ব কালের। ❤❤❤❤❤❤❤

  • @shambhubasak5544
    @shambhubasak5544 ปีที่แล้ว +10

    আগামী 2050 সালের জন্য কমেন্ট করে গেলাম।। কতজনের প্রিয় যে এই গানটি তখন দেখা যাবে। এক বার নয় বার বার শুনতে হয় ,মনের মধ্যে গেঁথে যায় এ গান,,

  • @mdmasudurrahman9527
    @mdmasudurrahman9527 4 ปีที่แล้ว +48

    দেবতা শুয়ে আছে আর এক দেবী যেনো গেয়ে চলেছে তার অমর গীতি। আহা এমন গান ফিরে আসুক বার বার বংলা সিনেমায়।

  • @cocojojo1105
    @cocojojo1105 2 ปีที่แล้ว +19

    তুমি যে আমার, ওগো তুমি যে আমার
    কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার
    তুমি যে আমার, ওগো তুমি যে আমার
    আমারি পরানে আসি, তুমি যে বাজাবে বাঁশি
    সেই তো আমারি সাধনা, চাই না তো কিছু আর
    তুমি যে আমার, ওগো তুমি যে আমার
    তুমি যে আমার দিশা অকুল অন্ধকারে
    দাও গো আমারে ভরে নীরব অহংকারে
    জীবন মরণ মাঝে, এসো গো বধুর সাজে
    সেই তো আমারই জীবনে তোমারই অভিসার
    তুমি যে আমার, ওগো তুমি যে আমার

  • @hasihaldar7235
    @hasihaldar7235 ปีที่แล้ว +12

    অসাধারন! স্বর্গীয় অনুভুতি! একাকীত্বের অবসরে এই গান কোনোদিনই পুরানো হবেনা।কতবার সিনেমাটা বাড়িতে দেখেছি --ছবি গান কখনোই একঘেয়ে লাগেনি।শিল্পী -তুমি অমর হয়ে থাকবে আমাদের মত শ্রোতাদের হৃদয়ে।

  • @dranjansarkar4774
    @dranjansarkar4774 2 ปีที่แล้ว +15

    এই সুরের মধ্যে অনেক স্মৃতি আর মধুরতা লুকিয়ে আছে।।।।
    যেটা বার বার মনে করিয়ে দেয়,,,,,,,,,

  • @RanitBanerjeeYoutube
    @RanitBanerjeeYoutube 2 ปีที่แล้ว +13

    অসাধারণ একটা গান। আমি খুব আনন্দে থাকলেও এটা শুনি, কখনো কাজের ফাঁকে হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলে, তখন আবার শুনি, আবার যখন মনটা কিছুটা ভারী থাকে, মনখারাপের ভিড়ে তখনও এই গানটাকেই শুনতে থাকি। কখনো সকালের দিকে এটা শুনলে মনটা ভালো হয়ে যায়, কখনো দুপুরে এই গানটা শুনলে মনটা অদ্ভুত একটা শান্তিতে ভরে যায় আবার কখনো ঘুম না আসা চোখে এই গান ঘুমকে এনে ধরা দেয়❤️😌

    • @dipankarpaul4522
      @dipankarpaul4522 2 ปีที่แล้ว +1

      ai gantake valobeso na.
      kajer somoi ghum paria debe

    • @RanitBanerjeeYoutube
      @RanitBanerjeeYoutube 2 ปีที่แล้ว

      @@dipankarpaul4522😂😂 jokes apart..but gaan ta khub e valo

  • @user-rf2zo9gv3p
    @user-rf2zo9gv3p 8 หลายเดือนก่อน +22

    ২০২৩ সালে কমেন্টি রেখে গেলাম কারো নোটিফিকেশন পেলো আবারো শুনবো প্রিয় গানটি 😇😌

  • @FFeditz10
    @FFeditz10 2 ปีที่แล้ว +10

    আমার আব্বা এই ছবি কতবার যে দেখেছেন তার হিসাব নাই।
    আমিও প্রচুর গান শুনি!
    আমার আব্বা গত জুন মাসের ২০ তারিখ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন।
    আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
    আমিন

  • @abumdyousuf
    @abumdyousuf ปีที่แล้ว +10

    মন্তব্য করার ভাষা নেই। শিল্পী অল্প বয়সে মারা গেছেন শুনলে কষ্ট লাগে। অসাধারণ শিল্পী। অসাধারণ তার কন্ঠ।

    • @curiousculture1310
      @curiousculture1310 ปีที่แล้ว

      লিভার সিরোসিসে এত সুন্দর কণ্ঠ থেকে শেষে রক্ত উঠে আসতো। 😢😢😢

  • @sagarikabiswas9192
    @sagarikabiswas9192 2 ปีที่แล้ว +12

    আমি প্রেমে পড়েছি বার বার বাংলা ভাষার প্রেমে বাংলা গানের প্রেমে আরো এইসব গানের প্রেমে পড়তে চাই 😍

  • @rajibpanja9549
    @rajibpanja9549 14 วันที่ผ่านมา +2

    শুধু 2024 নয়..... 2054, 2064, 2074 তেও যদি বেঁচে থাকি তখনও এমন গান শুনবো। সবাই শুনবে।
    এতো শুধু গান নয়, অমৃতসুধা৷ 🌹

  • @biswajitbiswas1019
    @biswajitbiswas1019 3 ปีที่แล้ว +11

    অতুলনীয়। অসাধারণ। সর্বকালের সুদর্শন এবং সুন্দরী নায়ক নায়িকা।

  • @ishitadas6325
    @ishitadas6325 2 ปีที่แล้ว +12

    সত্যি কি অদ্ভুত অনুভূতি ❤❤। আমার বয়স 19 কিন্তু আমি এই পুরনো স্বাদে আসক্ত।। ❤।

    • @user-wt9mj6bb8e
      @user-wt9mj6bb8e 2 ปีที่แล้ว

      কেমন আছেন মিস
      না মিসেস sorry

    • @ayubali3354
      @ayubali3354 2 ปีที่แล้ว

      আমার বয়স ১৭

  • @ST-ty8sy
    @ST-ty8sy 3 ปีที่แล้ว +16

    ২০২১ সালেও এই গানটি খুব প্রিয়
    কী গভীর, কী সুন্দর গানের কথা ❤

  • @souravmaity9396
    @souravmaity9396 3 ปีที่แล้ว +11

    এতো রোমান্টিক বাংলা গান বোধহয় খুব কমই শুনতে পেয়েছি... চোখের কোনে কখন যে খুশিতে জল এসে যায় বুঝতেই পারিনা.... খুব মিস করি এই জুটি টাকে.... এতো মিষ্টি বোঝাপড়া আর কোনোদিন তৈরি হয়নি এখন ..... যার কোনো ক্যাপশন এর দরকার হয়না 💙💙💙💙

  • @eastwestbd
    @eastwestbd 4 ปีที่แล้ว +5

    লেখক, সুরকার, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সবাই হৃদয় নিংড়ে সবটুকু ঢেলে এসব মনমাতানো গান তৈরি করেছিলেন। কোন কিছু দিয়ে এর তুলনা করা ভুল। বোকামীও। এ ভালোর কোন শেষ নেই। অনন্ত ভালোবাসায় জড়ানো এ গান শুনতে চাই আমরন। সংশ্লিষ্ট সবার জন্য অনন্তপারের জন্য শুভ কামনা।

  • @mrinma
    @mrinma 3 หลายเดือนก่อน +22

    2024 এও গানটা কে কে শুনছো?

  • @BlackPanther-ee7ue
    @BlackPanther-ee7ue 3 ปีที่แล้ว +17

    *এইসব সুর আজ কোথায় হারিয়ে গেছে, সত্যিই হারানো সুর। আমরা যে আমাদের সব গৌরবান্বিত যা আছে সব হারিয়ে ফেলছি।*

  • @taehyung_shii7389
    @taehyung_shii7389 4 ปีที่แล้ว +14

    এই আধুনিক যুগেও আমি এই গানগুলোতে বেশী আধুনিকতা খুঁজে পাই...কারন এনারা যেভাবে আধুনিকতায় প্রেম করে গেছেন,র‍্যোমান্স করে গেছেন তা এই আধুনিক সমাজকেও তাক লাগিয়ে দেয়...এরাম প্রেম কেও কোনোদিনও করতে পারবেনা..কোনদিনও না..♥

  • @mdshayabahmed1650
    @mdshayabahmed1650 2 ปีที่แล้ว +13

    স্বর্ণের চেয়েও দামী এই গান গুলো

  • @chinmaymukherjee8489
    @chinmaymukherjee8489 3 ปีที่แล้ว +13

    তুমি যে আমার দিশা
    অকূল ও অন্ধকারে।
    দাও গো আমারে ভরে
    নিরব অহঙ্কারে।❤️

  • @piyalichoudhury1852
    @piyalichoudhury1852 2 หลายเดือนก่อน +7

    এত সুন্দর গানের কথা , এত সুন্দর রোমান্টিক গান এখনকার সময় পাওয়াই মুশকিল।❤❤

  • @maheshgurung6241
    @maheshgurung6241 3 ปีที่แล้ว +17

    I hardly can understand Bengali but yes I know it's a Bengali Golden classic ...the tune & Geeta Dutt's voice perfect match ...takes you back to the bygone era...nostalgic...with love from Gorkha Boy... Darjeeling ❤️

  • @samratbiswas562
    @samratbiswas562 2 ปีที่แล้ว +13

    রাত ১২ টা পর গানটা শুনলে অনেক কিছু আবেগে মন ভরে দেয়। অনেক অচেনা অজানা সব কথা হারানো সুর এর মতো মনকে সুরে ভরিয়ে তোলে ❤️❤️❤️❤️❤️❤️

  • @ayubali3354
    @ayubali3354 2 ปีที่แล้ว +11

    আমার বয়স এখন ১৭। কিন্তু এই গানগুলো আমার রোদেলা মরণ। বার বার মরি

  • @nitaychandas8557
    @nitaychandas8557 2 ปีที่แล้ว +11

    এই গান সত্যিকারের ভালবাসার গান,যে ভালবেসেছে সেই এই গানের মর্মার্থ যে কত গভীর সেটা বুঝতে পারবে।😌😔😔

  • @avijitbhattacharia8778
    @avijitbhattacharia8778 3 ปีที่แล้ว +8

    I'm Bangladeshi...অসাধারন কালজয়ী গান 🔥🔥

  • @sand5938
    @sand5938 4 ปีที่แล้ว +17

    কোনো দিনও পুরোনো না হওয়া একটি গান।। বছরের পর বছর ধরে অম্লান রয়ে গেল। কি মাধুর্য বয়ে নিয়ে চলেছে, সে শুধু শ্রোতাই বোঝে।

  • @Heysports7745
    @Heysports7745 2 ปีที่แล้ว +11

    এখন রাত ৩টা ,সবাই ঘুমায়,আমি ছাদে বসে হাতে সিগারেট ,তাকে অনেক মনে পড়ছে কারণ সে আমার প্রথম ভালোবাসা ,আজকে ফেসবুক স্টোরি তে দেখলাম একটা ছেলের সাথে ,হইতো সে বিচ্ছেদ তার পরও কেনো জানি অনেক ভালোবাসি

  • @sumaiyafarah612
    @sumaiyafarah612 หลายเดือนก่อน +5

    এত মধুর যার কন্ঠ, তার জীবন কত কষ্টের ছিল ভাবলেই বিষন্ন হয়ে যাই।

  • @prabahapal2210
    @prabahapal2210 2 ปีที่แล้ว +21

    You are mine,
    Oh dear, you are mine.
    Whisper at least once in my ears
    You are mine.
    Coming into my heart
    You will play your flute.
    That is my sole pursuit
    Nothing else do I want.
    You are my direction
    In impenetrable darkness
    Fill me all over
    with silent arrogance.
    In between life and death
    Come dressed like a bride.
    That's your convergence in my life.

  • @amyscreation1
    @amyscreation1 ปีที่แล้ว +7

    শুয়ে আছি। গাল বেয়ে অশ্রু গড়িয়ে কান পর্যন্ত ঠেকছে। সত্যিই কিছু গান কখনও পুরাতন হয় না, হয় গানের শ্রোতা। যেমন আমার মায়েদের আমলের গান। আজ তারা বৃদ্ধা। (২০২৩ইং)

  • @radowanislam4179
    @radowanislam4179 2 ปีที่แล้ว +9

    পুরো পৃথিবী এখন ঘুমিয়ে আছে। জেগে আছি আমি 'তুমি যে আমার'।

  • @gopaldey7148
    @gopaldey7148 9 หลายเดือนก่อน +8

    ধন্যবাদ গানের লেখককে, ধন্যবাদ সুরকারকে,ধন্যবাদ গানের গায়িকা কে ।আরও ধন্যবাদ নায়ক ও নায়িকা কে ।অসাধারণ।

  • @sudiptachakraborty5465
    @sudiptachakraborty5465 2 ปีที่แล้ว +14

    তার কলার টিউনে এই গান টা ছিল , কিছতেই বলতে পারছিলাম না তোর সাথে বিয়ে টা সম্ভব না ,আমিও যে তাকে খুব ভালোবেসে ফেলেছিলাম ,খুব আফসোস হয় তোর জন্য, স্বপ্নের মানুষ কে কাছে পেলাম না 😭😭
    ২০ বছর পর যখন এই গান টা শুনবো তখন হয়তো আমাদের দূরত্ব অনেক টা হয়ে যাবে,মিলন আর হলো না আমাদের, ভগবান মালিক জানি না কি ঠিক করে রেখেছে,খুব ভালো থাকিস❤️❤️

    • @sagarbiswas3982
      @sagarbiswas3982 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shuvodipbiswas340
    @shuvodipbiswas340 8 หลายเดือนก่อน +12

    ২০২৩ সালেও এতো প্রিয়!❤

    • @maitrysikder9793
      @maitrysikder9793 8 หลายเดือนก่อน

      আমার মন মাতানো গান ছাত্রী জীবনের

  • @curiousculture1310
    @curiousculture1310 ปีที่แล้ว +8

    কত দুঃখে তুমি আমাদের ছেড়ে গেছ, কম বয়সে তোমার চলে যাওয়া। শুধু তোমার এই মায়াময় কণ্ঠটি আমাদের জন্য রেখে গেছো।

  • @sazzadbari
    @sazzadbari 2 ปีที่แล้ว +13

    কি একটা আত্মার টান এই গানে, বার বার ফিরে আসি 🌻

  • @litterateur2896
    @litterateur2896 3 ปีที่แล้ว +67

    একদিন আমি চলে যাব। কিন্তু চির যৌবনা এই গানটি রয়ে যাবে। যারা গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসবে তাঁরা একটি লাইক দিয়ে চলে যাবে। শুধু কালের সাক্ষী হয়ে থাকবে এই সুর.........

  • @debatoshghosh6769
    @debatoshghosh6769 ปีที่แล้ว +8

    Immortal songs, immortal singer, since 1965 when I was only 15 years old studying in school,this song was all time best romantic song to me.now I am 72, but still I feel spell bound to recollect my golden days when I viewed this film 20 times in a year especially for this immemorable romantic song under the lip of evergreen immortal romantic heroine Suchitra Sen with another all time best legendary romantic hero Uttam Kumar.from my school life to the shocking sudden death of Uttam Kumar,I have seen all his films especially with Suchitra Sen.

  • @arponsaha9231
    @arponsaha9231 ปีที่แล้ว +7

    রাত ৩টা, চারদিকে নিরবতা। বাসার ছাদে শুয়ে আঁকাশে চাঁদ দেখতে দেখতে গানটা শুনছি। একটা অন্য রকম স্বর্গীয় অনুভুতি।

    • @zz-ly4qd
      @zz-ly4qd ปีที่แล้ว +1

      মশা কামরায় না ?? 😒

    • @arponsaha9231
      @arponsaha9231 ปีที่แล้ว

      @@zz-ly4qd নাহ্,

  • @dwijenmistry9641
    @dwijenmistry9641 2 ปีที่แล้ว +9

    একাকি নিরালায় সুরের মূর্ছনায়,কথার অপূর্বতায় কখন যে চোখের কোণে চিকচিক করে উঠে স্মৃতিববেদনায় ।

  • @jasminakhter6665
    @jasminakhter6665 2 ปีที่แล้ว +10

    গীতা দত্তের কন্ঠের গান সত্যিই অতুলনীয়।

  • @gamessolution6751
    @gamessolution6751 4 หลายเดือนก่อน +10

    কণ্ঠের মাদকতা নেশা ধরিয়ে দেয় তার সাথে উচ্চারণ। বাঙলা ভুলতে বাঙলীর মনে যদি একটু নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগতে পারে........

  • @tulimanna399
    @tulimanna399 2 ปีที่แล้ว +12

    দিনের শেষে এই গান গুলো হয়ে ওঠে অন্যতম 🥰
    আর গভীর রাতে অন্যন্য 😘

  • @suhaschakma4571
    @suhaschakma4571 7 หลายเดือนก่อน +10

    তুমি যে আমার, তুমি যে আমার। এই জন্মে হয়তো তোমাকে পাওয়া হলো না, পরের জন্মে তুমি আমার হইয়ো। তোমাকে পেয়েও হারালাম। জীবনের শেষঅব্দি পর্যন্ত তোমাকে দূর থেকে ভালোবাসে যাবো।

  • @sayandeepsardar7144
    @sayandeepsardar7144 3 ปีที่แล้ว +11

    এখন এই গানে গলা নেই আর , এই ভালো বাসা এই যুগে মানুষের মধ্যে খুজে পাওয়া বড় কঠিন কেননা আমি একজন মহিলা এইগুলো খুব মিস করি তাই বুঝি ।

  • @aparnamahanta5342
    @aparnamahanta5342 2 ปีที่แล้ว +9

    ভালো বাসা কি অমূল্য সম্পদ তা এরা দুজন মিলে আমাদের শিখিয়েছেন

  • @user-jq6ff2cj7r
    @user-jq6ff2cj7r 5 หลายเดือนก่อน +10

    Its never been old.It will remain forever.Geeta Dutta is Geeta Dutta.She will remain forever every persons.

  • @ashimroy8467
    @ashimroy8467 4 ปีที่แล้ว +13

    ষাট বছরের অধিক সময় অতিক্রাস্ত,
    কিন্তু আমরা বিভোর হয়ে আজও শুনছি,
    তবুও তৃষ্ণা মেটেনা,
    কি ছিল গান গুলিতে?
    কিছু মেশানো ছিল কি?
    ছিল অবশ্যই ছিল,
    আমাদের সারল্য তারুণ্য
    সোজা সরল
    সহচরেরা
    সোনালী বিকেল
    উদার আকাশ ইত্যাদি ।

  • @aktarzaman2100
    @aktarzaman2100 ปีที่แล้ว +7

    ৬৫ বছর পরে শুনছি। বিশ্বাস আগামী ৬৫ বছর পরের কেউ না কেউ গানটা শুনবে।

  • @whitesky.2776
    @whitesky.2776 4 ปีที่แล้ว +21

    হৃদয় স্পর্শ করা চমৎকার এ গান বাঙালির হৃদয়ে আজীবন জেগে থাকবে।

    • @aaronxoxo
      @aaronxoxo 4 ปีที่แล้ว

      ekdom ekdom

  • @user-kv6zz7fw5v
    @user-kv6zz7fw5v ปีที่แล้ว +10

    এজাতীয় পুরোনো গান কেন এত ভালো লাগে জানিনা! তবে প্রতিদিন ঘুমাতে গেলে এ জাতীয় সুচিত্রা সেনের গান, না শুনে ঘুমাতে পারি না।

    • @sachinsarkar2758
      @sachinsarkar2758 ปีที่แล้ว +1

      সুচিত্রা সেন নয় গীতা দত্তের গান।

    • @user-kv6zz7fw5v
      @user-kv6zz7fw5v ปีที่แล้ว

      নমস্কার দাদা, এই গান সুচিত্রা সেনের ঠোটে আরও প্রাণবন্ত হয়ে উঠে। জয় হোক গীতা দত্ত, জয় হোক সুচিত্রা সেন।

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll ปีที่แล้ว

      Amio suni🎉🙏

    • @user-kv6zz7fw5v
      @user-kv6zz7fw5v ปีที่แล้ว +1

      @@Anirban-qs2ll ধন্যবাদ

    • @user-kv6zz7fw5v
      @user-kv6zz7fw5v ปีที่แล้ว +1

      @@Anirban-qs2ll তাহলে বোঝা যাচ্ছে এখনো সেই পুরোনো গান শোনার লোভ অনেকেরই আছে।

  • @jimutsarkar72
    @jimutsarkar72 2 ปีที่แล้ว +7

    একদম ঠিক ঠিক মতো গানটি পরিবেশন করেছেন এতো সুন্দর করে যারা এই কাজডা করে গেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য । অসাধারণ গানটি কথা গুলি আরো অনেক বেশি জীবন্ত হয়ে গেছে শুধু পরিবেশের জন্য । ঐ জুড়ি মেলা ভার ।👏👏👍🙏

  • @jubayeralhasan2930
    @jubayeralhasan2930 ปีที่แล้ว +4

    যতই শুনি আরো শুনতে ইচ্ছে হয়।চমৎকার কম্বিনেশন। সুর এবং দৃশ্য যেন একই সুত্রে গাথা।এভাবেই উত্তম -সুচিত্রা বাঙালির হৃদয়ে চির অমর হয়ে থাকুক।

  • @srppranto3778
    @srppranto3778 ปีที่แล้ว +9

    ২০৫০ সালে যদি বেচে 😢থাকি। গানটা সার্চ দিয়ে তখনও শুনবো🥰

  • @saburstube
    @saburstube 7 ปีที่แล้ว +413

    একবিংশ শতাব্দীতে, যখন হিন্দি, ইংলিশে মত্ত তরুন সমাজ, তখন আমি বাইশ বছরের এক যুবক পড়ে আছি এই বাংলা গানে, আমি যে আমার মাকে খুজে পাই বাংলা গানে, মায়ের মুখে প্রথম যে এই বাংলার বুলিই শুনেছিলাম।হে আমি ব্যাকডেটেড কারন আমি পুড়ানা বাংলা গানে প্রাণ খুজে পায়।

    • @sumanghoshal5088
      @sumanghoshal5088 7 ปีที่แล้ว +5

      sobur khan ekdom amaro same kahani...

    • @allinonebd7212
      @allinonebd7212 6 ปีที่แล้ว +4

      That's a true feelings bro..I'm also 23 but same to u.....""

    • @noormahammad3180
      @noormahammad3180 6 ปีที่แล้ว +2

      sobur khan

    • @user-vx4sb7jk8v
      @user-vx4sb7jk8v 6 ปีที่แล้ว +3

      sobur khan 🙏

    • @mdjahid3798
      @mdjahid3798 6 ปีที่แล้ว +9

      আপনার মতই সাদা কালোতে স্বাচ্ছন্দ্যবোধ করি,,,,

  • @durgadashajra7043
    @durgadashajra7043 4 ปีที่แล้ว +9

    গীতা দত্তের অসাধারণ রোমান্টিক কন্ঠ,প্রাণকাড়া কথা ও সুর, উত্তমকুমার সুচিত্রা সেনের অনবদ্য 'মাইম,'মিলেমিশে অসামান্য।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 ปีที่แล้ว +8

    এটি গীতা দত্তের শ্রেষ্ঠ গান ।

  • @scbaroi-ut7fk
    @scbaroi-ut7fk 2 หลายเดือนก่อน +6

    যতই শুনি ততই শুনতে মন চায়।অসাধারণ।

  • @saubhix
    @saubhix 4 ปีที่แล้ว +10

    তুমি যে আমার, ওগো তুমি যে আমার
    কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
    আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
    সেই তো আমারি সাধনা, চাইনা তো কিছু আর
    তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
    দাও গো আমারে ভরে, নীরব অহংকারে
    (মোর) জীবন মরণ মাঝে, এসো গো বঁধুর সাজে মোর
    সেই তো আমারই জীবনে তোমারই অভিসার

  • @subratachatterjee864
    @subratachatterjee864 2 ปีที่แล้ว +7

    এই গান, এই জুটি বাঙালির মনের অন্দরের সুপ্ত, ঘুমন্ত চেতনা সর্বদাই জাগ্রত করে!