Ami eto je tomay bhalobesechi by Srikanta Achyrya || Modern song || Photomix-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; প্রচলিত এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
    আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্‌মুদ) নিজেও গান লিখছি, সুর করছি; তবে আমি কোনো কণ্ঠশিল্পী নই, শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। আমার এসব লিরিক ও সুরগুলো মেলোডিয়াস, মৌলিক, বৈচিত্রময় ও আকর্ষণীয় কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
    আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ মেইল করুন। মান ভালো হলে মিউজিক কম্পোজ করে আমার নিজস্ব চ্যানেলে আপলোড করা হবে। বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন।
    আমার লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
    ১। আমি এই শহরের পথে পথে হাঁটি (ফটোমিক্স)। • Ami ei shohorer pothe ...
    ২। শহরের অলিগলি, যত রাজপথ (ফটোমিক্স)। • Shohorer oligoli joto ...
    ৩। রাজকুমারী - ও আমার সহেলিয়া (ফটোমিক্স-১)। • O amar Sohelia, tomake...
    ৪। সেই তুমি চলে গেছো (ফটোমিক্স-১)। • Shei tumi chole gecho ...
    ৫। যত চাই ভুলে যেতে চাই (লিরিক্যাল)। • Joto chai bhule jete |...
    ৬। তুমি চলে গেছো (লিরিক্যাল)। • Tumi chole gecho || Ly...
    ৭। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর (ফটোমিক্স)। • Ei je nodi eke beke ge...
    ৮। এই মাটির দেহ মাটিই হইব (ভার্সন-১। ফটোমিক্স)। • Ei matir deho mati e h...
    ৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি (ফটোমিক্স)। • Ei poth dhore ami hete...
    ১০। তোমার কথা তোমার জন্য, আমার জন্য কিচ্ছু নয় (লিরিক্যাল)। • Tomar kotha tomar jonn...
    ১১। এই তো আমি এসেছি কাছে (লিরিক্যাল)। • Ei to ami eshechi kach...
    ১২। তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো (ফটোমিক্স)। • Tumi jodi bhalobeshe b...
    ১৩। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে (ফটোমিক্স)। • Ei dishehara megh koth...
    ১৪। ঘরে আমার মন বসে না (ফটোমিক্স)। • Ghore amar mon boshe n...
    ১৫। তুমি বুঝতে পারো নি কোনোদিনও (লিরিক্যাল)। • Tumi bujhte paro ni ko...
    ১৬। তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে (ফটোমিক্স)। • Tumi chole jete jete h...
    ১৭। আমি তোমার মনের মতোন হইতাম যদি গো (লিরিক্যাল)। • Ami tomar moner moton ...
    ১৮। আমার মন দিলাম, প্রাণ দিলাম (ফটোমিক্স)। • Amar mon dilam, pran d...
    ১৯। মন তার আকাশের বলাকা (ফটোমিক্স)। • Mon tar akasher bolaka...
    ২০। আমায় বন্ধু যাও গো বলে যাও (ফটোমিক্স)। • Amay bondhu jao go bol...
    ২১। আমার গ্রাম, ডাইয়ারকুম তার নাম (ফটোমিক্স)। • Amar gram - Diarkum ta...
    ২২। ওরে তুই নিঠুর কালা (ফটোমিক্স)। • Ore tui nithur kala ||...
    ২৩। পাষাণ বন্ধু রে (লিরিক্যাল)। • Pashan bondhu re, nith...
    ২৪। তুমি চলে গেছো বন্ধু (ফটোমিক্স)। • Tumi chole gecho bondh...
    ২৫। ও সুজানা, দেখে যা না (লিরিক্যাল)। • O Sujana, dekhe ja na ...
    ২৬। মনে আমার আগুন জ্বলে রে (লিরিক্যাল)। • Mone amar agun jole re...
    ২৭। যে-বেদনা দিয়েছিলে (লিরিক্যাল)। • Je bedona diyechile ko...
    ২৮। যেই প্রেমে হয় যন্ত্রণা (লিরিক্যাল)। • Jei preme hoy jontrona...
    ২৯। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি (ফটোমিক্স)। • Ami to obosheshe || আম...
    ৩০। আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই পাব না, জানি (লিরিক্যাল)। • Ajibon bhalobeshe || আ...
    কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। মান ভালো হলে সুর করার চেষ্টা করবো।
    --
    সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
    সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
    এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
    বিনত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।

ความคิดเห็น • 546

  • @SujoyDatta-nw3li
    @SujoyDatta-nw3li หลายเดือนก่อน +6

    চিরদিন এই গানগুলোর মনের ভেতর গাঁথা থাকবে , পরবর্তী জেনারেশনের জন্য রেখে গেলাম এই কমেন্টটা, হয়তো বা তাদের একটা লাইক আবারো কল্পনায় নিয়ে যাবে সেই 60 দশকের ওইদিকে😢

  • @mdawlad7687
    @mdawlad7687 ปีที่แล้ว +42

    আমি এই আধুনিক যুগেই জন্ম নিয়েছি,কিন্তু ঐ রুপালি দিনের গানগুলো আমার অন্তরে নিয়মিত স্বারা দেয়!!

  • @ranajitdeb7657
    @ranajitdeb7657 ปีที่แล้ว +78

    আজকাল আর এমন গান লেখা হয় না, এমন সুরকারও আর নেই। কিংবদন্তীদের গাওয়া সেইসব গানগুলো অনেকেই গাইছেন তবে শ্রীযুক্ত শ্রীকান্ত বাবুর গাওয়া সেইসব গান যখন আমি শুনি, সত্যি বলতে কি আমি সেই গানের স্বর্ণযুগে চলেযাই, নিজেকে হারিয়ে ফেলি। উনাকে আমার অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      খুব সুন্দর বলেছেন। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

    • @susmitasamaddar7714
      @susmitasamaddar7714 ปีที่แล้ว

      Qqq

    • @sisir_dhali5858
      @sisir_dhali5858 ปีที่แล้ว +1

      হৃদয়ে কারো প্রতি যদি এমন গভীর ভালোবাসা উৎপন্ন হয়, বিরহের সৃষ্টি হয়, তবেই এমন কথা ও সুর কেউ রচনা করতে পারে। আগামি দিনে যদি কারো হৃদয়ে এমন ভাব তরঙ্গ উৎপন্ন হয় সে ই এমন ভাবের গীতিকার ও সুরকার হতে পারবে।

    • @pbengg7226
      @pbengg7226 ปีที่แล้ว +1

      😢😢😢😢😅😊

    • @MrRdx-hq1yt
      @MrRdx-hq1yt ปีที่แล้ว +1

      It'

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 ปีที่แล้ว +50

    মানবদার সব গানে মধ‍্যে এই গানটি শুনলে 76 বছর বয়সেও কৈশোরে র কথা মনে প ড়ে যায়। মনটা কত হারানো জিনিস মনে করে দেয়। শ্রী কান্ত আচারয‍্য ভালো ই গেয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว +3

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

    • @EkhanePremerGolpoHoy
      @EkhanePremerGolpoHoy ปีที่แล้ว +1

      আহা ❤️ আমিও আমার 76বয়সে এমনটা অনুভব করার চেষ্টা করবো ,,

    • @rajada033
      @rajada033 ปีที่แล้ว +1

      Akdom thik kotha

    • @pinakikolkata
      @pinakikolkata ปีที่แล้ว +1

      👍👍

    • @nisankasekharsahoo3471
      @nisankasekharsahoo3471 ปีที่แล้ว +1

      একদম ঠিক।

  • @lakshmikantaguin87
    @lakshmikantaguin87 ปีที่แล้ว +18

    অসাধারণ! এসব গান চিরস্থায়ী। যতবারই শুনব কখনো পুরোনো হবে না ।

  • @sanjaychakraborty440
    @sanjaychakraborty440 ปีที่แล้ว +45

    এই দুই অমর শিল্পীকে সুন্দর ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই অসাধারণ গানের মাধ্যমে।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +2

      আপনাকে ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা।

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll 11 หลายเดือนก่อน +1

      ❤🎉🙏

    • @Anirban-qs2ll
      @Anirban-qs2ll 8 หลายเดือนก่อน +1

      🙏

  • @lizaakter4033
    @lizaakter4033 5 หลายเดือนก่อน +8

    যতই শুনি ততই ভালো লাগে। এত বার শোনার পরেও কখন বিরক্তি আসেনি।

  • @Hasibkhansvlog
    @Hasibkhansvlog ปีที่แล้ว +225

    আমি রিতীমত সাউন্ড বক্সে উচ্চ সাউন্ডে গানগুলি শুনি। আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এইসব গান লাইক করেনা। কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পরিনা। নস্টালজিক হয়ে যাই। যেন ফিরে যাই ৬০ এর দশকে। শুধু আফসোস করি, কেন আমার জন্ম হলোনা সেই স্বর্ণালী যুগে??

    • @tridipmandal7288
      @tridipmandal7288 ปีที่แล้ว +3

      Ki hoto jonmale oi juge?

    • @ashimkundu9829
      @ashimkundu9829 ปีที่แล้ว +5

      আপনার সাথে আমি একমত। আমার 55 চলছে।

    • @anikatapos6429
      @anikatapos6429 ปีที่แล้ว +11

      রুপালী যুগের সময়টাই প্রকৃত সময়
      এখন ডিজিটাল সময়টা শুধু স্বার্থ আর নষ্টামির সময়।
      খুব ভালবাসি এ সব গুরু মহাগুরু শিল্পীগোষ্টিকে। (৩২)

    • @rudreshmukherjee807
      @rudreshmukherjee807 ปีที่แล้ว +4

      I feel this too. I'm too much obsessed with old songs.

    • @rahulsantra2041
      @rahulsantra2041 ปีที่แล้ว +3

      Amar bayos 19

  • @user-wn6hb7dt8i
    @user-wn6hb7dt8i ปีที่แล้ว +19

    বর্তমান শিল্পীদের মধ্যে কেবল এই একজনই আছে, যার গানের মাঝে আগের শিল্পিদের সেই অনুভুতি ও সেই ভাব বিদ্যমান ।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @sisirkumarpal8234
      @sisirkumarpal8234 ปีที่แล้ว

      0p0000p

  • @nahidmahmud8727
    @nahidmahmud8727 ปีที่แล้ว +4

    বর্তমান প্রজন্মের হয়েও আমি এই কালজয়ী গান খুজে বেরাই সত্যি গানগুলো অসাধারণ

  • @user-sd9my1fg4i
    @user-sd9my1fg4i หลายเดือนก่อน +1

    তপস্যার ফল অনিবার্য। এটা চিরকাল সত্য। খুবই শ্রুতিমধুর বলে অন্তর শীতল হয়ে গেছে। এক কথায় অসাধারণ দীর্ঘ কাল বেঁচে থাকুন গানের জন্য।

  • @joyahowlader8071
    @joyahowlader8071 หลายเดือนก่อน +3

    আমার জন্ম বর্তমান যুগে হলেও আমি প্রতিদিন এই গান গুলি শুনি এবং এর মায়ায় পড়ে যাই🥺 💖

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 ปีที่แล้ว +11

    এতো কঠিন ও আবেগের গান মানবদা ছাড়া কেউ যে গাইতে পারবেন, তা ভাবি নি। শ্রী কান্ত আচার্য‍্য ভালো ইগেয়েছেন আবেগ দিয়ে। ধন্যবাদ তাকে। তবে মানবদা আলাদা।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আমার মনের কথাই বলেছেন। ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @farzanahaqueila5404
    @farzanahaqueila5404 ปีที่แล้ว +12

    কি একটা ব্যাথায় বুকটা ডুকরে উঠে
    হারিয়ে যাওয়া সেই কিশোরী বয়সের ভালোবাসার কথা যেনো গান টি মনে করিয়ে দিল

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      গানটি শোনার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, ভিডিও শেয়ার করুন। শুভেচ্ছা।

  • @jibansen3087
    @jibansen3087 ปีที่แล้ว +9

    শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মানবেন্দ্র অনেক অনেক যোজন এগিয়ে। শ্রদ্ধা নিবেদন করছি দু'জনকেই।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @tapankr.biswas9769
    @tapankr.biswas9769 2 ปีที่แล้ว +55

    এই গানটার কাছাকাছি কেউ যেতে পারবে ভাবিনি।শ্রীকান্ত আচার্য্য পেরেছেন আবেগটা অনুভব এবং প্রকাশ করতে।দৃশ্যায়নও সুন্দর।শ্রীকান্ত আচার্য্যর জন্ম হওয়ার দরকার ছিল ওই সময়ে।তাহলে তৃপ্ত হতেন গান গেয়ে।একটা সুরহীন কথাহীন আবেগহীন উদ্ভট সময়ে জন্মে বৃথা গেল ওনার সম্পদ।

    • @sharmisthasarkar5429
      @sharmisthasarkar5429 2 ปีที่แล้ว +2

      Srikanta Acharya

    • @tapankr.biswas9769
      @tapankr.biswas9769 2 ปีที่แล้ว +3

      @@sharmisthasarkar5429 ধন্যবাদ।ভাল লেগেছে না গাওয়াটা?

    • @dhrubalohkor2159
      @dhrubalohkor2159 ปีที่แล้ว +3

      With due apology to Manabendra da! I Find Srikanta babu's artistic side better than the original.

    • @dhrubalohkor2159
      @dhrubalohkor2159 ปีที่แล้ว +1

      Aami aapnar songay sompoorno ekmoth!

    • @ashisrak
      @ashisrak ปีที่แล้ว +1

      আপনি ঠিক বলেছেন। সহমত।

  • @titosultan8149
    @titosultan8149 ปีที่แล้ว +10

    অসাধারণ এর আগে এইভাবে এই গানগুলো কেউ গিয়ে শোনাতে পারেননি ধন্যবাদ আশ্চর্যদাকে মনে হয় আরো কিছুদিন হেমন্তের অসাধারণ গানগুলো বেঁচে থাকবে বর্তমানে আমরা যারা এই গানগুলোকে অনুভব করি তারা আসন বেশি বেশি গভীরের গানগুলোকে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এমনকি তথ্যপ্রযুক্তির সকল যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আসলেই গান একটি জাতির সংস্কৃতি ধারণ করেন এ কারণে নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সকলের মাঝে গহীনের গান বেশি বেশি প্রচার করা দরকার ধন্যবাদ

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও অসাধারণ এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @akmredwan9228
    @akmredwan9228 ปีที่แล้ว +17

    অসাধারণ গেয়েছেন দাদা, কালজয়ী এ গান কোন দিন ভূলবার নয়।

  • @jibanroy5716
    @jibanroy5716 2 ปีที่แล้ว +11

    এটি মানবেন্দ্র বাবুর মতো আর কেউ গাইতে পারেনি। মানবেন্দ্র ইস the best।।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @himangshubanerjee6298
    @himangshubanerjee6298 2 ปีที่แล้ว +8

    এই ধরণের গান আমাদের অমূল্য সম্পদ।অসাধারণ গেয়েছেন শ্রীকান্ত আচার্য।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @subhradey379
    @subhradey379 2 ปีที่แล้ว +9

    এই গান শুনলেই সেই তোমার চোখের হাসি মনে পড়ে। তুমি যেখানেই থাকো ভালো থেকো। অপেক্ষা করবে। তুমি যে এত ভালো বেসেছিলে তাহলে কিসের এত তাড়া ছিলো যাবার।

    • @tejendramohenbaisya8529
      @tejendramohenbaisya8529 ปีที่แล้ว +2

      আমারও তাই মনে হয়, একজনের কথা মনে পড়ে। জানিনা আজ সে কোথায়।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @user-nc4cr8jc3d
      @user-nc4cr8jc3d 9 หลายเดือนก่อน

      Dur thake valobasher manush valo thakuk.
      .

  • @saradahaldar7657
    @saradahaldar7657 ปีที่แล้ว +6

    কি অসাধারণ গান ❤️😌🍁 কি অসাধারণ lyrics ❤️🍁
    চিরকালীন রোমান্টিক গান। এর ওপরে আর কোনো গান হতেই পারে না।😌🌻❤️

  • @user-wx3zf3bu1b
    @user-wx3zf3bu1b 4 หลายเดือนก่อน +1

    কি সুন্দর গান শুনে মনটা ভরে যায় টেনসন দূর করে দেয় গান আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ❤

  • @astromanju5568
    @astromanju5568 2 ปีที่แล้ว +10

    অসাধারণ অনুভূতির প্রকাশ, দারুন।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @golaknathdawn4943
    @golaknathdawn4943 ปีที่แล้ว +4

    আমাদের কৈশোর এবং প্রাক যৌবন কালের গান এটি, যার জন্য আমরা পাগল ছিলাম। এখন পরিণত বয়সে (৭৭/৭৮) এসে আবেগ তাড়িত না হয়েও বলতে পারি যে শ্রীকান্ত আচার্য গানটির প্রতি সম্পূর্ণ সুবিচার করেছেন, এমনকি কিছু কিছু অংশে মূল কেও ছাপিয়ে গেছেন তাঁর প্রতি ভার দৌলতে। আমি মুগ্ধ। ধন্যবাদ🙏💕

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @KhitishchandraDas-cz3dj
    @KhitishchandraDas-cz3dj 4 หลายเดือนก่อน

    সতিনাথ দাদার গান সত্যি ই মনে দাগ কাটে। দরদী শিল্পির কন্ঠ মনে আবেগ সৃষ্টি হয়। বাংলা গানের সপ্তরথী এক অবিস্মরণীয় শিল্পি। কন্ঠ শুনলেই গা শিহরে ওঠে।
    ক্ষীতিশ চন্দ্র দাস ❤❤❤❤❤❤❤❤
    বি-বাড়িয়া

  • @souravmandol2929
    @souravmandol2929 ปีที่แล้ว +6

    এ গানে কি মায়া যেনো হাজারো মনের আবেগ স্মৃতিময় মুহূর্ত দিশেহারা 🌸🖤

  • @sunilbanerjee6073
    @sunilbanerjee6073 ปีที่แล้ว +3

    অসাধারণ একটি গান আরও অসাধারণ দৃশ্য উপস্থাপন যেন একটা দারুণ সঙমিশরন,অপূর্ব

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 2 ปีที่แล้ว +16

    কতবার যে শুনেছি....👌💝👌💞👌

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ।

  • @NasrinSultana-dd8no
    @NasrinSultana-dd8no 3 หลายเดือนก่อน +1

    আমি এত যে তোমায় ভালোবেসেছি;
    আমি এত যে তোমায় ভালোবেসেছি;
    তবু মনে হয় - এ যেন গো কিছু নয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।
    তোমার কাজল চোখে যে গভীর
    ছায়া কেঁপে ওঠে ওই,
    তোমার অধরে ওগো যে হাসির
    মধু-মায়া ফোটে ওই;
    তারা এই অভিমান বোঝে না আমার,
    বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
    শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।
    তুমিতো জানোনা ওগো তোমার
    প্রাণের ওই সুরের কাছে
    আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে।
    তবুও এ মাধবী রাতে আমায়
    যে মালা তুমি পড়ালে,
    যে মাধুরী দিয়ে মোর
    শূন্য জীবন তুমি ভরালে;
    তারা এ দীনতাটুকু দেখে না আমার,
    বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
    শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
    আমি এত যে তোমায় ভালোবেসেছি।

  • @khairulahsan9862
    @khairulahsan9862 2 ปีที่แล้ว +3

    মুগ্ধ হয়ে শুনলাম ও দেখলাম। খুব ভালো লাগল। আমার কৈশোর জীবনের (আজ থেকে অর্ধ শতাব্দী আগে) বহু শ্রুত এবং গীত একটি গান!

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @khairulahsan9862
      @khairulahsan9862 ปีที่แล้ว +1

      @@Sonabeej মিউজিক ভিডিওটি নির্মাণে আপনি অসামান্য মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      @@khairulahsan9862 আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক অনুপ্রেরণা পাই আপনার কমেন্টে।

  • @mdamirhossainshaheen5182
    @mdamirhossainshaheen5182 ปีที่แล้ว +5

    পুরোনো গান যে একেবারে accurate করা যায় তা এই শিল্পী'ই তার উৎকৃষ্ট উদাহরণ!!!

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @jashimjibon887
    @jashimjibon887 2 ปีที่แล้ว +7

    আহ্ কি মধুর গান!
    সহস্র বার শুনিলেও মন্ ভরিবে না 💝

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +3

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @shyamalbasu3017
    @shyamalbasu3017 6 หลายเดือนก่อน +1

    Osadharon Srikanta babu apnake pranam janai...khub bhalo laglo .1997 e Apnar ei gan pratham sunechi remake cassete...2024..e abar sunlam.

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 2 ปีที่แล้ว +9

    Osadaronn lagllooo kono Deenn ai gaan puranoo hoby na excellent Artest thanks bangaladesh wonderful voice sree kantooo acherzoo ❤️🌹❤️👍

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

    • @tapasroy3700
      @tapasroy3700 2 ปีที่แล้ว

      @@Sonabeej I

    • @dibyendudas6495
      @dibyendudas6495 2 ปีที่แล้ว

      Oooh

  • @pobitrodey7063
    @pobitrodey7063 18 วันที่ผ่านมา

    Atp sundhor song age kohono suni ni... Khub valo

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 ปีที่แล้ว +7

    এই গান এখনো নতুন মনে হয়। আমি 50 বছর ধরে এইগান শুনে আসছি কম বেশি। হয়তো আরও আগে থেকেই। মানবদা আমার প্রিয় শিল্পী ছিলেন কৈশোর থেকে। আমি এখন 76 বছরের বৃদ্ধ।

    • @pranabdey3176
      @pranabdey3176 2 ปีที่แล้ว +1

      আমার অক্টোবরে ৭৬ পার হবে
      একই অভিগ্গতা,আরও একটা
      "বনে নয়, মনে মোর পাখী আজ
      গান গায়"। তবে আমি বৃদ্ধ হইনি।

    • @chakansarker2079
      @chakansarker2079 ปีที่แล้ว +1

      বয়স ৭৬ তাতে কি মনটাত সেই ১৬ বছরে আছে

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাদের সবাইক অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর আলোচনার জন্য। শুভেচ্ছা রইল।

  • @pranabghosh3372
    @pranabghosh3372 2 ปีที่แล้ว +7

    Koto bar sunechi,tar mukhtai bhese othe ❤️

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @chanchalghosh8141
    @chanchalghosh8141 ปีที่แล้ว +9

    Nostalgia of old Bengali. Difficult song to sing other than Late Manabendra. But Srikantada has fulfil our desire.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 ปีที่แล้ว

    Shrikant Achyrya ji ki outstanding excellent fabulous song 🙏❤

  • @scssumon7339
    @scssumon7339 ปีที่แล้ว +1

    কি সুন্দর মুগ্ধতা দিয়েছে গানগুলো! এর চেয়ে বেশি ভালোবাসি না কেউকে।

  • @tuhinhousewife4062
    @tuhinhousewife4062 2 ปีที่แล้ว +6

    Dream and reality , any one can realize it. It also funny combination yet viewers are enjoying, Thanks.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @rubiroy6609
    @rubiroy6609 2 ปีที่แล้ว +8

    হারিয়ে যাই, কোথায় যেন। ভাষা নেই।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @abdulkarim8318
    @abdulkarim8318 ปีที่แล้ว +1

    অসাধারণ গান পেছনের দিকে চলে যেতে ইচ্ছে হয়।।

  • @nilufaryasmin610
    @nilufaryasmin610 ปีที่แล้ว +6

    এখন জীবনের পরন্তবেলায় এসেও মনে একই আবেদনের সৃষ্টি হয়।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

    • @zakirhossain9300
      @zakirhossain9300 ปีที่แล้ว +1

      একদম সত্য অনুভূতি......

  • @sukantamazumdar7199
    @sukantamazumdar7199 ปีที่แล้ว +3

    Hats off Srikanta Acharya for this song

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

  • @rajada033
    @rajada033 ปีที่แล้ว +1

    Evergreen song ❤❤❤
    Mon kharap hole ganta sono
    Sob kosto dur hobe ❤❤❤

  • @doosra95
    @doosra95 ปีที่แล้ว +6

    Such a melody , a voice so sweet.
    Thank you .

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @sharagomes9891
    @sharagomes9891 6 หลายเดือนก่อน +1

    Beautiful song 😊

    • @sharagomes9891
      @sharagomes9891 6 หลายเดือนก่อน

      অসম্ভব সুনন্দ গান তার কথা গুলো আর সুনন্দর❤❤❤

  • @anangamohanbhattacharyya3260
    @anangamohanbhattacharyya3260 6 หลายเดือนก่อน

    এই কথা, এই সুর, এই শিল্পী আর জন্মাবে না। এই শুনলে জীবনের সব দুঃখ ভুলে যাওয়া যায়।

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 2 ปีที่แล้ว +4

    অসাধারণ মন ছুঁয়ে গেলো

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much. ❤❤❤❤💜💜💜💜💙💙💙💙🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💞💞💕💕💕❣❣❣♥♥🥀🥀🥀🌹🌹🌷🌷🌲🌺🌺🌺🌼🌿🌿🌾🌾🪴🍎🍎

  • @visionworld2525
    @visionworld2525 ปีที่แล้ว +5

    সর্ব কালের সর্বশ্রেষ্ঠ জুটি।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

  • @mahuachowdhury3911
    @mahuachowdhury3911 2 ปีที่แล้ว +4

    Ki sundor kontho...darun laglo sune...

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।

  • @shambhubasak5544
    @shambhubasak5544 ปีที่แล้ว

    আমি এতো যে ভালোবেসেছি, এ সুর, এ কণ্ঠ ও এ সঙ্গীত ভুবন ভোলানো,,

  • @chandidassarkar4799
    @chandidassarkar4799 2 ปีที่แล้ว +1

    Manoniyo Shrikanta Acharya gan ti khub sundar geyechhen. Shilpike dhanyabad janai.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।

  • @mahfuzniloy9674
    @mahfuzniloy9674 2 ปีที่แล้ว +1

    আহ! এতো সুন্দর গান। শুনলে মন ভরে যায়।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @barunbanerjee2479
    @barunbanerjee2479 2 ปีที่แล้ว +4

    excellent picturesque presentation of the song

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @eyakubali6483
    @eyakubali6483 7 หลายเดือนก่อน

    ✍☘😌☘গভির রাত😌কানে হেডফোন ☘কাউকে হারানোর বেদনা ☘ইসস অন্য রকম একটা অনুভূতি💔🥀😌☘☘

  • @Sonabeej
    @Sonabeej  ปีที่แล้ว

    সোনাবীজ/Sonabeej (খলিল মাহ্‌মুদ)-এর লেখা, সুর করা ও মিউজিক কম্পোজ করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ পাঠান। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হবে।
    সোনাবীজ/Sonabeej (খলিল মাহ্‌মুদ)-এর লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
    ১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। th-cam.com/video/OnDogzM_Znc/w-d-xo.html
    ২। আমি এই শহরের পথে পথে হাঁটি। th-cam.com/video/BYD5QchIw9o/w-d-xo.html
    ৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। th-cam.com/video/d8wAoatVmhU/w-d-xo.html
    ৪। শহরের অলিগলি, যত রাজপথ। th-cam.com/video/bPpht-GfjEU/w-d-xo.html
    ৫। তুমি কোথায় আছো, কেমন আছো? th-cam.com/video/QUqOUgkJf8E/w-d-xo.html
    ৬। তোমার কথা তোমার জন্য। th-cam.com/video/mBeYCjtjfXE/w-d-xo.html
    ৭। তুমি সখী সোনাপাখি। th-cam.com/video/Bhd1uwY46l0/w-d-xo.html
    ৮। মনে আমার আগুন জ্বলে রে। th-cam.com/video/oh6_pE83KrU/w-d-xo.html
    ৯। ওরে তুই নিঠুর কালা। th-cam.com/video/3BTggNRwvl4/w-d-xo.html
    ১০। কিচ্ছু কেন বলছো না। th-cam.com/video/5M7sfM66kfA/w-d-xo.html
    ১১। যে বেদনা দিয়েছিলে। th-cam.com/video/xD-w8yyYkpE/w-d-xo.html
    ১২। আজ দিনভর তাকিয়ে থাকবো। th-cam.com/video/jXNqzj7ntU0/w-d-xo.html
    ১৩। যত চাই ভুলে যেতে - শিল্পী : প্রকাশ। th-cam.com/video/Ph7m1qyuwtY/w-d-xo.html
    ১৪। সেই তুমি চলে গেছো - শিল্পী : মেহেদী। th-cam.com/video/DjIczo-r0PY/w-d-xo.html
    ১৫। যত চাই ভুলে যেতে। th-cam.com/video/AwcbACjq5YY/w-d-xo.html
    ১৬। এই মাটির দেহ, মাটিই হইব- ভার্সন-১। th-cam.com/video/G6WYhQUWoAI/w-d-xo.html
    ১৭। হার মানো নি। th-cam.com/video/VzPg9fDuoho/w-d-xo.html
    ১৮। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। th-cam.com/video/4QdBZyIWzd0/w-d-xo.html
    ১৯। মনে পড়ে, যখন বৃষ্টি পড়ে নিঝুম দুপুরে। th-cam.com/video/0H5HquynaH8/w-d-xo.html
    ২০। সেই তুমি চলে গেছো। th-cam.com/video/kH2OJ9qk-rg/w-d-xo.html
    ২১। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। th-cam.com/video/mrnmpnHOndY/w-d-xo.html
    ২২। পাষাণ বন্ধু রে। th-cam.com/video/nRSDVoSa1a8/w-d-xo.html
    ২৩। তুমি চলে যেতে যেতে। th-cam.com/video/7qjpFqwN0S8/w-d-xo.html
    ২৪। ও সুজানা, তুই আমারে নিয়ে যা। th-cam.com/video/6BmalyHj0eU/w-d-xo.html
    ২৫। তুই যখন চলে গেলি। th-cam.com/video/iKJyvVZCpJw/w-d-xo.html
    ২৬। যেতে যেতে আজ। th-cam.com/video/pQjtpz4Hqns/w-d-xo.html
    ২৭। যেই প্রেমে হয় যন্ত্রণা। th-cam.com/video/JtVHFBolNeE/w-d-xo.html
    ২৮। বহুদিন পর কোনোদিন যদি।th-cam.com/video/D_jHeYjzHVs/w-d-xo.html
    ২৯। কাল তুমি এসেছিলে। th-cam.com/video/kbU07dwDUHw/w-d-xo.html
    ৩০। মন তার আকাশের বলাকা/ th-cam.com/video/LCTkg8yTPRk/w-d-xo.html
    ৩১। তোমার কথা তোমার জন্য। th-cam.com/video/CNbl6Gk2Xio/w-d-xo.html
    ৩২। ঘরের মানুষ। th-cam.com/video/A3iKNBpV390/w-d-xo.html
    ৩৩। তুমি আসবে কি আজ? th-cam.com/video/IIqOp0BlYP4/w-d-xo.html
    ৩৪। আয় রে ফিরে আয় পাখি, আয় রে ফিরে আয়। th-cam.com/video/Nif30ppAo38/w-d-xo.html
    ৩৫। আমার মন দিলাম, প্রাণ দিলাম। th-cam.com/video/2i_nYlNSkt0/w-d-xo.html
    ৩৬। আমি তোমার মনের মতোন হইতাম যদি। th-cam.com/video/8TuFN7rWP9o/w-d-xo.html
    ৩৭। এই তো আমি এসেছি কাছে। th-cam.com/video/ogaT61jl8m8/w-d-xo.html
    ৩৮। আবার এলেই কাছে (লিরিক - স্প্যাঙ্কড)। th-cam.com/video/kyfOzIsPWnI/w-d-xo.html
    ৩৯। আমি তো ফিরে ফিরে আসবো (লিরিক - মিরোরডডল)। th-cam.com/video/Hw6Ny4GK8AQ/w-d-xo.html
    ৪০। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। th-cam.com/video/zahWJJgk-E4/w-d-xo.html
    ৪১। এই নিরালায় বসো প্রিয়তমা। th-cam.com/video/9J1WyKmAevE/w-d-xo.html
    ৪২। আমরা সবাই অতিথি ভাই। th-cam.com/video/7RFO3GpX6gs/w-d-xo.html
    ৪৩। ঘরে আমার মন বসে না। th-cam.com/video/e-7Ejbotilw/w-d-xo.html
    ৪৪। তোমার বাড়ি যাব সখী। th-cam.com/video/7OpcZ3RgWMM/w-d-xo.html
    ৪৫। আমি একফোঁটা জল তোমার জন্য রেখে গেলাম। th-cam.com/video/NLH6iSgpf4g/w-d-xo.html
    ৪৬। বড়াই কইরো না রে মানুষ। th-cam.com/video/Z5piDe-d4QQ/w-d-xo.html
    ৪৭। আমি যে তোমার প্রেমে পড়েছি। th-cam.com/video/naDn0u_5JFQ/w-d-xo.html
    ৪৮। ও আমার বাংলাদেশ (লিরিক - জটিল ভাই)। th-cam.com/video/pezTOIMKP0o/w-d-xo.html
    ৪৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি। th-cam.com/video/uTQxqav9SlU/w-d-xo.html
    ৫০। আমার সঙ্গে চলো। th-cam.com/video/Lyd0EFZ8Rfc/w-d-xo.html
    ৫১। হার মানো নি। th-cam.com/video/CvgDO3CQqpM/w-d-xo.html
    ৫২। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। th-cam.com/video/WIsb16efpUc/w-d-xo.html
    ৫৩। বান্দা তোমার নজর খোলো। th-cam.com/video/vbhhro5DE40/w-d-xo.html
    ৫৪। আমাদের এই ভালোবাসা। th-cam.com/video/HUzcGjhiIUo/w-d-xo.html
    ৫৫। তোমার কোনো দোষ ছিল না। th-cam.com/video/OCXYWLHt6eM/w-d-xo.html
    ৫৬। আমায় যদি যাও গো ফেলে। th-cam.com/video/JWCtOKc54f8/w-d-xo.html
    ৫৭। তোমার কথা মনে পড়লে। th-cam.com/video/MtDIKB4LkfM/w-d-xo.html
    ৫৮। তুমি চলে গেছো বন্ধু। th-cam.com/video/kHKfjHXtvWY/w-d-xo.html
    ৫৯। গরুরে চরাও, গরুরে খাওয়াও। th-cam.com/video/6gPfEPb9wiE/w-d-xo.html
    ৬০। তোমার কথা মনে পড়লে। th-cam.com/video/64qWjzPN3zo/w-d-xo.html
    ৬১। সাধের কদু বানাইলো মোরে তরকারি। th-cam.com/video/GzFPdAq0MT8/w-d-xo.html
    ৬২। ঘরের মানুষ। th-cam.com/video/Do8Qh-LDjcA/w-d-xo.html
    ৬৩। মাটির দেহ মাটিই হইব (ভার্সন-২)। th-cam.com/video/sHRzWoDyx3Y/w-d-xo.html
    ৬৪। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। th-cam.com/video/KQbD7F1qYH4/w-d-xo.html
    ৬৫। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি। th-cam.com/video/KQbD7F1qYH4/w-d-xo.html
    ৬৬। তুমি তো তোমার কথা বলে দিয়েছ। th-cam.com/video/je0jIpgmRik/w-d-xo.html
    ৬৭। ডাকছে আমায় হাতছানিতে। th-cam.com/video/gSWDAK1SOIs/w-d-xo.html
    ৬৮। বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে (লিরিক - শোয়েব মজুমদার)। th-cam.com/video/mYaNPgY7ji8/w-d-xo.html
    ৬৯। কতদিন পরে দেখা হলো আজ। th-cam.com/video/8Xmz82OFTXI/w-d-xo.html

  • @SAM-ib5td
    @SAM-ib5td ปีที่แล้ว +3

    চিরকাল থাকবে মোহ এ গানের।💙🇧🇩

    • @rjgaming4436
      @rjgaming4436 ปีที่แล้ว +1

      Thik bolechen 💜

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @thisissafran7757
    @thisissafran7757 หลายเดือนก่อน

    আহা ❤ গানের দু চার লাইন মুখস্থ করে প্রিয় জন কে শুনাও দেখবে কি হয় ❤

  • @pralayghosh
    @pralayghosh ปีที่แล้ว +2

    Respected শিল্পী যে legacy তৈরি করে চলেছেন in every aspect of বাংলা গান, may be,আজ হতে অনেক অনেক দিন পর ------------- .

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 4 หลายเดือนก่อน

    👌 বলার কিছু নেই ! গুণীকে শ্রদ্ধা ❤

  • @protulmallick8899
    @protulmallick8899 9 หลายเดือนก่อน

    গানের কথার কি আবেগ, সুরে কত-না আবেদন, কি সুমধুর কন্ঠ চিরকাল মনে থাকবে।

  • @snbasu4227
    @snbasu4227 2 ปีที่แล้ว +13

    Unique duo of golden age bengali film who took romance to an unattainable height. Will they come again to their countless admirers who are obsessed with their performance. Of course, with Hemanta Mukherjee and Sandhya Mukherjee otherwise the circle will be only half.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @MdAnsarul_haqua
      @MdAnsarul_haqua 10 หลายเดือนก่อน

      আজ ৭৭ বয়সে এসেও এই গানগুলোই কানে হেডফোন লাগিয়ে শুনি,কোথা দিয়ে দিন কেটে যায় বুঝতেই পারেনা
      শুধু মনে হয় যেন আবার শেষ 60 এর দশকে ফিরে গিয়েছি

  • @rekharahman4340
    @rekharahman4340 8 หลายเดือนก่อน

    এ গান গুলি আমার কাছে কোনও দিন পুরাতন হবে না।যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছা করে।

  • @babulhossen9354
    @babulhossen9354 10 หลายเดือนก่อน +1

    এই গানগুলো অসাধারণ। যেমন ভালো লাগে, তেমন কষ্ট লাগে। কারণ ওকে বেশি ভালো বাসতাম, ও বলে ছিল চট্টগ্রাম গিয়ে আমাকে ফোন করবে। আমি আজও তার ফোনের অপেক্ষায় আছি। শুধু জানতে ইচ্ছে করে ও কোথায় কেমন আছে।

  • @shahinurafroz6800
    @shahinurafroz6800 11 หลายเดือนก่อน

    অসাধারণ অসাধারণ অসাধারণ............

  • @saradamaa
    @saradamaa ปีที่แล้ว +4

    এই সব গান পৃথিবী যত দিন থাকবে ততদিন পর্যন্ত বেঁচে থাকবে।

    • @salauddin8428
      @salauddin8428 ปีที่แล้ว +1

      Vasha my hardest }aleache kontho shuthdo

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

    • @saradamaa
      @saradamaa ปีที่แล้ว

      @@Sonabeej 🙏

  • @chaitidutta2975
    @chaitidutta2975 หลายเดือนก่อน

    অসাধারণ গেয়েছেন দাদা 👍👌

  • @holawhereshouldiputmyshied
    @holawhereshouldiputmyshied ปีที่แล้ว +1

    এতো সুনদর ডেরেচ আপ ছিল তখন।তখন ও পেরেম বিনিময় ছিল.।

  • @MohammadAmirhossen
    @MohammadAmirhossen 2 หลายเดือนก่อน

    আমার প্রিয়তমা লক্ষী তন্দ্রা মনি,
    জানি কোন দিন তোমায় পাবোনা।
    সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারাজীবন একজনকে ভালোবেসে থাকতে হয় 🖤🥀
    আমি তোমার জন্য আমার সারা জীবন উৎসর্গ করতে পারি।
    'তুমি যে আমার শান্তি ❤️

  • @yashikaafsana3977
    @yashikaafsana3977 ปีที่แล้ว +4

    এটা কোন সিনেমার গান জানতে ইচ্ছে করছে। এত প্রিয় একটা গান, যখনই শুনি মুগ্ধ হয়ে৷ শুনি।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      এটা কোনো সিনেমার গান নয়। মূল শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। নতুন করে গেয়েছেন শ্রীকান্ত আচার্য। 'ইন্দ্রাণী' ছায়াছবির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @sayedsultanahmmed2794
    @sayedsultanahmmed2794 2 ปีที่แล้ว +8

    সারাজীবন শুনলেও শুনার আকাঙ্খা শেষ হবে না ।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @incrediblebuddha4243
    @incrediblebuddha4243 2 ปีที่แล้ว +4

    অপূর্ব অসাধারণ

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @samarpathak8999
    @samarpathak8999 ปีที่แล้ว

    আমাদের আবেগ জড়িয়ে আছে এই গান টার সাথে শিল্পী শ্রী কান্ত আচার্য কে শুভেচ্ছা জানাই

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @ronoroy6235
    @ronoroy6235 ปีที่แล้ว +1

    অসাধারণ গানটি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sumitbiswas8846
    @sumitbiswas8846 9 หลายเดือนก่อน

    খুব শূনি গানটা ❤

  • @Withsamanta2023
    @Withsamanta2023 ปีที่แล้ว +1

    Asadharan, monta bhore galo

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @arifbhooiyanuk
    @arifbhooiyanuk 2 ปีที่แล้ว +5

    Lovely old romantic pictures & unbelievable beautiful voice!
    11/07/2022

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @astromanju5568
    @astromanju5568 2 ปีที่แล้ว +4

    Really that's awesome

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @asokemakal5526
    @asokemakal5526 ปีที่แล้ว +1

    Mon vore gaylo,ganti srikantor galai sine.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @masudulhaquetushar5134
    @masudulhaquetushar5134 3 วันที่ผ่านมา

    Osadharon osadharon....

  • @debojyotigoswami7084
    @debojyotigoswami7084 ปีที่แล้ว +7

    It's perfectly matching the song with Chaya-chabi, no doubt. Very many thanks to you for presentation.////👍

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল। আপনার কমেন্টে অনেক আশ্বস্ত বোধ করছি ও নিজেকে সার্থক মনে হচ্ছে।

  • @udaychandramajumder5852
    @udaychandramajumder5852 หลายเดือนก่อน

    What a Romantic scene of Uttam Kumar Suchitra Sen.❤❤❤❤❤❤❤❤❤❤❤💜💗🧡💚🤎💛🌹♥️💙❣️💜💗🧡💚🤎💛🌹💙♥️👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mdraselmal4248
    @mdraselmal4248 ปีที่แล้ว +2

    এই গান শুনলে চোখে পানি চলে আসে কেন জানি যা।

  • @noorrawshon5578
    @noorrawshon5578 ปีที่แล้ว +3

    Endless listening with love ❤️💚💛💙💜.

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @farjanaakterlifestyle
    @farjanaakterlifestyle 7 หลายเดือนก่อน +2

    আমি বর্তমান যুগে এসেও আগের গান গুলোকে ভালোবাসি আর এখন কার গান আর ছবির কথা কি বলব আমার ত ভালো ই লাগে না

  • @khondokerzohurulalam7877
    @khondokerzohurulalam7877 4 หลายเดือนก่อน

    আমি এত যে তোমায় ভালোবেসেছি;
    তবু মনে হয় - এ যেন গো কিছু নয়,
    কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।

  • @konamahmuda4399
    @konamahmuda4399 ปีที่แล้ว +1

    যায় দিন ভালো আসে দিন খারাপ ❤

  • @mohammadnurulhudatalukder9650
    @mohammadnurulhudatalukder9650 ปีที่แล้ว +1

    The song is really good.Think you.❤️

  • @bkmusicofficial51
    @bkmusicofficial51 25 วันที่ผ่านมา

    ২০২৪ সালে এই যুগে এসেইও এসব গান ভালো লাগে আহা কি মধুর সুর কি মধুর কন্ঠ ❤❤

  • @debjanimitra6702
    @debjanimitra6702 2 ปีที่แล้ว +5

    Bah.apurbo. Gan.evergreen Romantic pair Mohanayok Mohanayika

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য।

  • @ganeshshaw76
    @ganeshshaw76 ปีที่แล้ว

    এই সব গানগুলো অমর হয়ে থাকে জীবনে দাগ কেটে যায় গানের মাধুরী

  • @uttamranjan7407
    @uttamranjan7407 ปีที่แล้ว +1

    One of my favourite songs. ❤❤❤❤❤❤🎆🎆🎆🎆🎆

  • @ushabanerjee5499
    @ushabanerjee5499 ปีที่แล้ว

    Apurba

  • @sourovahmed1613
    @sourovahmed1613 ปีที่แล้ว +8

    Nostalgia!❤️‍🔥
    Those who watching this at 2022!
    You guys have the good choice of Good Songs!🤞

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @abusaifa8115
    @abusaifa8115 ปีที่แล้ว +3

    মানবেন্দ্রকে কেউ অতিক্রম করতে পারবে বলে মনে হয় না।
    তারপরও ভালোই গেয়েছেন।

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว +1

      আপনাকে ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা।

    • @Tuhinmutu
      @Tuhinmutu ปีที่แล้ว +1

      R8

  • @imranimrankha3192
    @imranimrankha3192 25 วันที่ผ่านมา

    যার চোখে আমি আমার জন্য তীব্র ভালোবাসা মা'য়ার টান দেখতে পেয়েছিলাম , সময়ের বিবর্তনে তার চোখে আমি তীব্র রাগ অ'বহেলা আর বি'রক্তির ছাপ দেখতে পাই!😢😢😢

  • @souravkumarmondal3793
    @souravkumarmondal3793 2 ปีที่แล้ว +6

    Good 💫💫

    • @Sonabeej
      @Sonabeej  ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।