Bangla Full Movie | DEVDAS | Bulbul Ahmed, Kabori | Bengali Romantic Hits | Eagle Movies (OFFICIAL)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 494

  • @silversmile1877
    @silversmile1877 11 หลายเดือนก่อน +20

    মরণে ক্ষতি নাই,কিন্তু সেসময় যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুনাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে তাহার মৃত্যু হয় 😓😓

    • @MizanurRahman-j4i
      @MizanurRahman-j4i 3 หลายเดือนก่อน

      😢

    • @Rone_shake
      @Rone_shake 2 หลายเดือนก่อน

      শেষটা ভুবই কষ্টের বই পরে তারপর মুভিটা দেখলাম সাদা কালই খুব ভালো।😅😅😅

    • @Rone_shake
      @Rone_shake 2 หลายเดือนก่อน

      একদম বইয়ের সব কয়টা সিনের সাথে মিল আছে।😅😅😅

  • @bluesky5453
    @bluesky5453 5 ปีที่แล้ว +44

    সত্যি দারুণ। কিসের হিন্দি ছবির দেবদাস। বাংলাদেশ প্রথম।

    • @jidansarkar7226
      @jidansarkar7226 4 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন।

    • @fahadKhan-zz4ly
      @fahadKhan-zz4ly 4 ปีที่แล้ว

      না

    • @samirdigar5431
      @samirdigar5431 9 หลายเดือนก่อน

      সৌমিত্র চট্টোপাধ্যায় সেরা​@@jidansarkar7226

  • @ezazmahmud4784
    @ezazmahmud4784 4 ปีที่แล้ว +138

    অসাধারন। তুলনা হয়না, তবে কলকাতার চাইতে বাংলাদেশেরটাই ভাল হয়েছে। হায়রে বাংলা চলচিত্র, এখন কি অবস্থা, ভাবলে আফসোস লাগে।

    • @moumitaadhikary3977
      @moumitaadhikary3977 4 ปีที่แล้ว

      [[
      txt a

    • @JOYDAS-ef9fl
      @JOYDAS-ef9fl 3 ปีที่แล้ว +9

      অসাধারণ
      ৪টা দেবদাস দেখলাম এটাই সেরা।
      হার রে তখন আর এখন কার বাংলা মুভি তফাৎ যোজন যোজন।

    • @loverda_soumen
      @loverda_soumen 2 ปีที่แล้ว +2

      সৌমিত্র চ্যাটার্জীর দেবদাস সব থেকে সেরা

    • @AbulKalam-qj4mr
      @AbulKalam-qj4mr ปีที่แล้ว +3

      This is the best, and conforms with novel and factual

    • @mdismailhosen2705
      @mdismailhosen2705 ปีที่แล้ว

      অনেক ভালো

  • @mdsadikul3790
    @mdsadikul3790 ปีที่แล้ว +26

    কে কে এই ২০২৩ সালে মুভিটি দেখেছেন তার একটা সৃতি চিন্হ রেখেযান

  • @smfariduddin5134
    @smfariduddin5134 3 ปีที่แล้ว +64

    ভারতের হিন্দি ও বাংলা দেবদাস ছবি দেখেছি। বাংলাদেশের বুলবুল আহমেদ ও কবরী অভিনীত দেবদাস ছবি আমি দেখেছি। উপন্যাসের সাথে পুরো মিল রেখে বাংলাদেশের পরিচালক চাষী নজরুল ইসলাম নির্মিত দেবদাস আমার ভালো লেগেছে।

  • @afefaislamhappy4790
    @afefaislamhappy4790 11 หลายเดือนก่อน +31

    আমার মতো কে কে ২০২৪ সালে দেখছেন???

    • @১৯৯৫
      @১৯৯৫ 10 หลายเดือนก่อน

      এখন 224 সাল

    • @MdArifSorkar-p1d
      @MdArifSorkar-p1d หลายเดือนก่อน

      আমি

    • @prantoshdas7810
      @prantoshdas7810 หลายเดือนก่อน

      ১৬-১২-২০২৪

  • @jewelrana8417
    @jewelrana8417 ปีที่แล้ว +23

    ২০২৩ সালেও মুভিটা যারা দেখছেন তারা হাজিরা দিয়ে যান❤

  • @RafiqulIslam-cz6dr
    @RafiqulIslam-cz6dr ปีที่แล้ว +21

    2024 e ase kara ai osadharon movie ta dekhesen tara like diye janan

  • @golammoula6785
    @golammoula6785 6 ปีที่แล้ว +109

    বুলবুল আহমেদ স্যার বাংলার দেবদাস,মহানায়ক ও শ্রীকান্ত। সত্যি একজন প্রাণবন্তকর অভিনেতা।যারা হিন্দি দেবদাস নিয়ে মাথা ঘামান তাদেরকে দেখার বিশেষ অনুরোধ রইল। আমি প্রায় সবগুলো দেখছি এবং এটিই বেস্ট মনে হইছে 💚

    • @mdmamunhossan9207
      @mdmamunhossan9207 4 ปีที่แล้ว +4

      দেবদাস দেখে দেবদাস হয়ে যাচ্ছি।।ভাই

    • @zahangirhasan2907
      @zahangirhasan2907 4 ปีที่แล้ว +4

      Ami o Vai shob gulo dekhesi apnar sathe ekmot... Ei debdash Best bulbul Sir atolonio..

    • @golammoula6785
      @golammoula6785 4 ปีที่แล้ว +1

      @@zahangirhasan2907 ধন্যবাদ ভাই 💙

    • @samihaislamoyshi5361
      @samihaislamoyshi5361 3 ปีที่แล้ว +3

      দিলীপ কুমার সুচিত্রা সেনের দেবদাস বেস্ট।তার কাছে এটা কিছুই নয়।আর যারা তা নিয়ে তর্ক করে তারা মূর্খ।

    • @golammoula6785
      @golammoula6785 3 ปีที่แล้ว +5

      @@samihaislamoyshi5361 দিলিপ কুমার নিজে বাংলাদেশের টা সেরা বলেছিলেন, আমি চাষী নজরুল ইসলামের সাক্ষাৎকারে শুনছিলাম। মূর্খ শব্দ টা চয়ন করা কেমন হয়ে গেলো না?

  • @tasfia2201
    @tasfia2201 2 ปีที่แล้ว +12

    অনেকের দেবদাস অভিনয় দেখেছি তার মধ্যে বুলবুল আহমেদ বেষ্ট

  • @MdBasedMolla.
    @MdBasedMolla. ปีที่แล้ว +10

    আমার কাছে হিন্দি শাহরুখ খান ঐশ্বরিয়ার চেয়ে এই ছবিটি বেশি ভালো লেগেছে❤ অসাধারণ ❤ শ্রদ্ধাঞ্জলি মরহুম বুলবুল আহমেদ এবং মরহুমমা কবরী ম্যাডাম❤❤

  • @shafiqsirsprimaryeducation4824
    @shafiqsirsprimaryeducation4824 4 ปีที่แล้ว +55

    দেবদাস চরিত্রে বুলবুল আহমেদ সেরা

    • @ratnakazi4362
      @ratnakazi4362 4 ปีที่แล้ว +1

      কবরীর এর জায়গায় শাবানা হলে ভালো হতো

    • @sknayon6010
      @sknayon6010 3 ปีที่แล้ว +1

      @l

    • @kanizfatema5440
      @kanizfatema5440 2 หลายเดือนก่อน

      yes

  • @arupmondal6689
    @arupmondal6689 4 ปีที่แล้ว +49

    শরতচন্দ্রে চট্টোপাধ্যায় তুমি ভারত তথা বাংলার গর্ব,
    আপামর বাঙালির প্রান।
    love from Kolkata

    • @Mohammad38-p4w
      @Mohammad38-p4w ปีที่แล้ว +1

      তিনি আসলে ভারতের নাকি বাংলাদেশের

    • @arupmondal6689
      @arupmondal6689 ปีที่แล้ว

      পশ্চিমবঙ্গের, ভারতের।
      বাংলাদেশে শব্দটা আসছে কেন?

    • @bidyutdebnath5673
      @bidyutdebnath5673 9 หลายเดือนก่อน

      Assam ,Bihar,jharkand o onek Bangali ache

  • @mohsindewanworld2658
    @mohsindewanworld2658 4 ปีที่แล้ว +52

    যখন উপন্যাসটা পড়েছিলাম 2003 সালে তখনো কেঁদেছি, ছবি দেখেও কাঁদলাম. নিজেকে কেন জানি কন্ট্রোল করতে পারিনা, চরিত্রের সাথে মিশে গিয়ে নিজেকে খুঁজে পাই😰😰😰

    • @mdrofiqulislam2309
      @mdrofiqulislam2309 ปีที่แล้ว

      আমিও কাঁদলাম আজও

    • @biplobmiah1459
      @biplobmiah1459 ปีที่แล้ว

      আমিও কোনো এক সময় উপন্যাস টি কেঁদেছিলুম।

    • @mdsofiqulislam3819
      @mdsofiqulislam3819 7 หลายเดือนก่อน

      আসলে অনেকটা কষ্টের ছবি

    • @abdulnaiem9057
      @abdulnaiem9057 3 หลายเดือนก่อน +1

      শরৎচন্দ্রের স্বার্থকতা

    • @tareq_hasan
      @tareq_hasan 27 วันที่ผ่านมา

      বাস্তবতা:
      দেবদাস ভাবিয়াছিল তাহার কিছু হইয়া গেলে পারো বাঁচিবে না মরিয়াই যাইবে। কিন্তু পরবর্তিতে পারো'র জ্বরটি পর্যন্ত আসে নাই।
      বরং চন্দ্রমুখীরাই সেরা:
      জীবনে ভালবাসার ব্যাবসা করেছি ঢের, কিন্তু ভালবাসিয়াছি শুধুমাত্র একবারই একজনকেই।

  • @md.ruhulaminmunshi4303
    @md.ruhulaminmunshi4303 ปีที่แล้ว +14

    উপমহাদেশে দেবদাস নিয়ে অনেক সিনেমা হয়েছে সম্ভবত: চাষী নজরুল ইসলামই সবচেয়ে ভালো কিছু বানালেন।

    • @bidyutdebnath5673
      @bidyutdebnath5673 9 หลายเดือนก่อน

      Sarat chandra chatarjee re pagal

  • @beautymukherjee5389
    @beautymukherjee5389 4 ปีที่แล้ว +61

    সবথেকে ভালো লাগলো এই দেবদাস।খুব ভালো অভিনয় অসাধারণ বারবার দেখতে মন চায় ।উপন্যাসের সাথে পুরো মিল

  • @sajalbiswaslifestyle
    @sajalbiswaslifestyle ปีที่แล้ว +11

    দারুন ছিলো অভিনয়,, আমি ভারতের দুটি ভাষায় দেবদাস দেখেছি দারুন ছিলো অভিনয় আর সিনেমাটার অভিনয় ও দারুন দেখে মনে হচ্ছে কবির প্রত্যেকটা লেখার সাথে এই ছবিটা তৈরী হয়েছিল কি দারুন অভিনয়,, দেখে বোঝার উপায় নেই যে এটা অভিনয় হচ্ছে নাকি সত্যি ,,,কলকাতা থেকে সজল

  • @cakeapu
    @cakeapu 4 ปีที่แล้ว +52

    উপন্যাসের সাথে পুরো মিল রয়েছে..অন্যান্য মুভি ও দেখেছি এরকম নিখুঁত নয় ওগুলো

    • @tarikmahmood4159
      @tarikmahmood4159 3 ปีที่แล้ว +2

      হুম। সহমত। অন্যান্য অনেক গুলাই এক্সটেন্ডেড।

    • @Rone_shake
      @Rone_shake 2 หลายเดือนก่อน

      হুম প্রতিটা সিন মিল আছে খুবই হৃদয় স্পর্শক। 😅😅

    • @Rone_shake
      @Rone_shake 2 หลายเดือนก่อน

      প্রতিটা কথাও আহহহ😅😅😅 আর যেমন আমি বই পরে কল্পনা করেছি ঠিক তেমন সব মিলে গেলো সারাজিবন এই মুভিটা গেঁথে থাকবে হৃদয়ে।😅😅

  • @mdjahangiralam100
    @mdjahangiralam100 4 ปีที่แล้ว +23

    আমি দশ বছর বয়সে দেবদাস দেখেছিলাম. কিন্তু আজ ৩০ বছর যাবত এই ছবিটা অনেক খোজা খোজি করেছি. কিন্তু পাইনি.আপনাকে অনেকে ধন্যবাদ

  • @md.rafiqulislam5941
    @md.rafiqulislam5941 10 หลายเดือนก่อน +3

    বুলবুল আহমেদ, কবরী ও আনোয়ারা অভিনীত বাংলাদেশের ' দেবদাস ' ছবিটি সেরা।

  • @cricketfanksa7759
    @cricketfanksa7759 ปีที่แล้ว +6

    ভারতের দিলীপ কুমার আর বাংলাদেশের বুলবুল আহমেদ অসাধারণ পারফরম্যান্স তাদের

  • @Its_Akash25
    @Its_Akash25 ปีที่แล้ว +11

    "আজ ২২/০৩/২০২৩ আবহাওয়া বড় উদাসীন,
    অস্থির মন,
    ক্লান্ত আবেগ, এরকম সময়ে মুভিটা দেখছি নিজেকে যেন হারিয়ে ফেলছি, কমেন্ট করলাম কোন একদিন হয়ত আবার এসে স্মৃতি মনে করে যাব" 🥀🦋

    • @rezaulkarim3716
      @rezaulkarim3716 ปีที่แล้ว

      03-01-2024
      ছবিটা দেখে মুগ্ধ হয়েছি
      যারা 2024এসে দেখবেন লাইক দিয়েন
      সত্যি অসাধারণ দু ফোঁটা চোখের জল ঝরবেই 😢যদি মন দিয়ে দ্যাখেন।

  • @HasnahenaAnny
    @HasnahenaAnny ปีที่แล้ว +3

    সাহিত্য যে কত চমৎকার। বাংলা উপন্যাস না পড়লে সেটা বুঝা যায় না।গভীর শ্রদ্ধায় স্বরণ করছি ঔপন্যসিক কে।💕💕💕🙏😊

  • @valoachivalotheko7309
    @valoachivalotheko7309 7 ปีที่แล้ว +50

    আমার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস "দেবদাস"

    • @mdferdous6545
      @mdferdous6545 ปีที่แล้ว

      আমারো।

    • @CricketKCL
      @CricketKCL 4 หลายเดือนก่อน

      দেবী চৌধুরানী আরও ভালো লাগবে

  • @Md.RezaulKarim-pg6hy
    @Md.RezaulKarim-pg6hy 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ বললে কম হবে, ভালোবাসার এক নিদারুণ এবং নির্মম পরিহাস।

  • @amritareya6356
    @amritareya6356 3 ปีที่แล้ว +8

    মানুষের জীবনে কত পর্যায় আসে!!
    একসময় পারু
    একসময় চন্দ্রমুখী কত প্রিয়।
    একসময় মনে হত পারু জীবনের সব সুখ দিতে পারবে
    আবার মৃত্যুর পর পারু নয় চন্দ্রমুখী কে চায়।।
    কি কঠিন জীবন 💔

  • @RafiqulIslam-nv1gv
    @RafiqulIslam-nv1gv ปีที่แล้ว +5

    আনোয়ারা সব চরিত্রের মধ্যে মিশে যান লিজেন্ডারি অভিনেত্রী

  • @mdzaman9443
    @mdzaman9443 2 ปีที่แล้ว +6

    শারুখের ,প্রসেনজিতের, সাকিব খানের ও বুলবুল আহমেমদর দেবদাসের ভূমিকায় অভিনয় দেখলাম কিন্তু বুলবুল আহমেদের ধারে কাছেও কেউ নেই।শেষে গাড়োয়ানের গানটাও ছিল অসাধারন।শেষ মুহূর্তে গাড়ির ভিতর বুলবুলের যে চাহুনি মনে হচ্ছে যেন ,চোখ ফেটে কষ্ট বেরিয়ে আসচ্ছে।এমন অভিনয় সরাজীবন মনে থাকবে।দা গ্রেট বুলবুল আহমেদ।

    • @KawsarHasan-oo7vj
      @KawsarHasan-oo7vj 4 หลายเดือนก่อน +1

      সবচেয়ে খারাপ হয়েছে শাকিব খানেরটা

  • @rajuhasnat6574
    @rajuhasnat6574 4 ปีที่แล้ว +21

    চোখ দিয়ে অঝরে পানি পড়লো 💔
    সবার অভিনয় প্রানবন্ত

  • @mahadevkrishnahalder1963
    @mahadevkrishnahalder1963 3 ปีที่แล้ว +10

    অমর প্রেম কাহিনী দেবদাস। শরৎচন্দ্রের অমর সৃষ্টি। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেক অভিনেতা অভিনেত্রী বৃন্দ। ধন্যবাদ সকল কলাকুশলীকে।এমন অনাবিল ভালোবাসা, এমন পবিত্র প্রেম মরতে পারেনা। চোখে শুধু অশ্রু।

  • @dr.mainuddin8413
    @dr.mainuddin8413 4 ปีที่แล้ว +15

    পরিচালক কে অনেক ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য

  • @sushilchandrasarkar9735
    @sushilchandrasarkar9735 3 ปีที่แล้ว +9

    আমার মন ছুয়ে গেছে সকলের অভিনয়।
    বুলবুল আহমেদ সবার উপরে।

  • @mdjahangiralam100
    @mdjahangiralam100 4 ปีที่แล้ว +51

    সত্যি আমার প্রিয় নায়ক বুলবুল আহমেদ পৃথিবীতে নেই. কিন্তু তাকে আজ ও আমি শ্রদ্ধা ভরে সরন করি.

  • @learnn2livee
    @learnn2livee 4 ปีที่แล้ว +10

    Osadharon.....puro mil.....hindir version er theke ai Bangladesh er charecter besi, sobcheye vlo hoyeche.

  • @mediasign1667
    @mediasign1667 5 ปีที่แล้ว +43

    অজেয় সৃস্টি ! স্মরণ করছি এর স্রষ্টা বিশ্বসাহিত্যিক শ্রী শরৎ চন্দ্র চট্টপাধ্যায় কে।

  • @nasirulislamkhan5854
    @nasirulislamkhan5854 2 ปีที่แล้ว +5

    চাষী নজরুল ইসলাম একজন অসাধারণ পরিচালক। তিনি দেবদাস সিনেমা অসাধারণ ভাবে তৈরী করেছে।

  • @amritareya6356
    @amritareya6356 3 ปีที่แล้ว +13

    শরৎ বাবু তুমি তো কৃপণ নও বিধাতার মত!!
    তবে কেন এদের বিচ্ছেদ ঘটালে শরৎবাবু!!??
    কি অসাধারন অভিনয়!!
    বুলবুল আহমেদ, কবরী, আনোয়ার হোসেন, আনোয়ারা, প্রবীর মিত্র সহ সকল কলাকুশলী দূর্দান্ত অভিনয় করেছেন !!
    "আমার বড় কষ্ট দেবদা!!
    তা কি আমি জানিনে..!"
    আহা!!

    • @nazifabashir5735
      @nazifabashir5735 3 ปีที่แล้ว

      Bidhata kokhonoi kripon non. Shorot chondro Jodi emn ekti hridoy-bidarok sesh na likhten, tahole hoyto uponnash'ti atota pran chuye jetona ...

    • @smawadud1174
      @smawadud1174 3 ปีที่แล้ว +1

      চুনিলাল চরিত্রে চির সবুজ রহমান ।

    • @amritareya6356
      @amritareya6356 3 ปีที่แล้ว

      @@nazifabashir5735 "শরৎবাবু তুমি তো কৃপণ নও বিধাতার মত"এটা রবীন্দ্রনাথের "সাধারণ মেয়ে"কবিতার লাইন!আমার কথা নয়!
      ধন্যবাদ

  • @mostafizurrahman2317
    @mostafizurrahman2317 ปีที่แล้ว +4

    শুধু অনুভবে,,,,,বলার ভাষা নেই ----

  • @riponmahmud8555
    @riponmahmud8555 ปีที่แล้ว +3

    দেবদাস ছবিটি আমার জীবনের অংশ

  • @mhrashid6020
    @mhrashid6020 4 ปีที่แล้ว +16

    বারবার কমপক্ষে বিশবার দেখেছি ছবিটা,তারপরও নতুন লাগে ছবিটা।

  • @SmhanifVai
    @SmhanifVai ปีที่แล้ว +1

    আসলেই আমার সাথে দেবদাসের খুব মিল মুভিটা না দেখলে বুঝতে পারতাম না আমার আগের কারো সাথে এমন হয়েছিল😢😢😢😢
    Mp vai 30/10/2023

  • @shafiqulsirsprimarypathsal5838
    @shafiqulsirsprimarypathsal5838 3 ปีที่แล้ว +9

    বুলবুল আহমেদ এর অভিনয় অসাধারন।
    সকল দেবদাস এর সেরা মনে হয়েছে এই সিনেমা।
    কবরী,আনোয়ারা ও আনোয়ার হোসেন খুব সুন্দর অভিনয় করেছেন।
    সবশেষে মহানায়ক বুলবুল আহমেদ এর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

  • @farhanaaktertithi9480
    @farhanaaktertithi9480 3 ปีที่แล้ว +10

    11--07--2021
    নিজের জিনিস নিজে নিয়ে যাবো, তাতে আবার লজ্জা কিসের, কঠিন লাগলো কথা টা, ভালোবাসা তো ভালোবাসা,

  • @mahmudsoikat9529
    @mahmudsoikat9529 4 ปีที่แล้ว +13

    সাহিত্য যে কত সুন্দর হয় বাংলা উপন্যাস না পড়লে বোঝা যাবে নাহ। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি কবিকে।

  • @Joyalal-c7z
    @Joyalal-c7z 7 หลายเดือนก่อน +1

    আমাদের দেশের দেবদাস সিনেমা সেরা ❤❤❤❤❤❤

  • @dilipgupte5368
    @dilipgupte5368 5 ปีที่แล้ว +35

    I have watched almost all the films Devdas, right from the first Hindi version of 1935 by New Theaters . I liked Bimal Roy's Devdas most. This Banagla version is too good. It is honest adaption of the immortal novel. Though I know very little Bangla, I appreciate the director for keeping the spirit of the novel.

  • @rajshahi2717
    @rajshahi2717 3 ปีที่แล้ว +7

    বুলবুল-কবরীর দেবদাস-ই সেরা।

  • @sumitrasarker551
    @sumitrasarker551 3 ปีที่แล้ว +7

    পার্বতী চরিত্রে কবরী সেরার সেরা

  • @alamgiralamgir861
    @alamgiralamgir861 4 ปีที่แล้ว +7

    আমার দেখা সেরা দেবদাস এই মুভি

  • @AMINULISLAM-bf3wz
    @AMINULISLAM-bf3wz ปีที่แล้ว +2

    দেব’দা গো আমার যে বড় কষ্ট😥😥😥

  • @kabitakakon16
    @kabitakakon16 3 ปีที่แล้ว +5

    অসম্ভব সুন্দর এই দেবদাস, একদম জিবন্ত দেবদাস, একদম পরোপরি উপন্যাস

  • @mdrofiqulislam2309
    @mdrofiqulislam2309 ปีที่แล้ว +2

    আমি কতবার পড়েছি দেবদাস কতবার কেঁদেছি এই মুভি দেখে কিন্তু কখনো ভাবিনি এইভাবে দেবদাসের মত করে তোমারো মৃত্যু হবে। তুমি এখন শুধুই স্মৃতি

    • @anwarhosain.6006
      @anwarhosain.6006 10 หลายเดือนก่อน

      কার মৃত্যু হয়েছে...?

  • @abdulnaiem9057
    @abdulnaiem9057 3 หลายเดือนก่อน +1

    জীবনের শেষ বয়সে এসেও কেন জানে দেবদাস, শ্রীকান্ত রাজলক্ষী ছায়াছবিগুলি দেখতে ইচ্ছা করে।

  • @MSheik-wt7mx
    @MSheik-wt7mx ปีที่แล้ว +3

    Better than any other Devdas , It is best.

  • @wildlifeconservationcommit1051
    @wildlifeconservationcommit1051 4 ปีที่แล้ว +28

    প্রিয় লেখক শরৎ চন্দ্র চট্রপাধ্যায়, সকল অভিনেতা, কলাকুশলী, পরিচালক চাষী নজরুল ইসলাম সহ সবাইকে ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।

    • @JOYDAS-ef9fl
      @JOYDAS-ef9fl 3 ปีที่แล้ว

      এটার পরিচালক চাষী নজরুল ইসলাম না।

    • @manojkumargharami5818
      @manojkumargharami5818 3 ปีที่แล้ว +1

      @@JOYDAS-ef9fl হাঁ, দেবদাস ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম।

  • @kabirhossain621
    @kabirhossain621 3 ปีที่แล้ว +4

    সবচেয়ে সেরা দেবদাশ বাংলা

  • @dr.mainuddin8413
    @dr.mainuddin8413 4 ปีที่แล้ว +9

    বাংলা ও হিন্দি সাদাকাল ও রঙিন সব ফরমেটের বুলবুল আহম্মদ সেরা

  • @mizanurrahmanbhuiyan9977
    @mizanurrahmanbhuiyan9977 ปีที่แล้ว +1

    দেবদাস 😢😢😢

  • @mdmotiurrahman9338
    @mdmotiurrahman9338 ปีที่แล้ว +1

    চমৎকার

  • @Rone_shake
    @Rone_shake 2 หลายเดือนก่อน +1

    আজ শেষ করলাম শরৎচন্দ্রের দেবদাস। ২৮/১০/১০২৪ লাইব্রেরীতে ফাস্ট বইটি দেখেছিলাম। এসএসসিতে শরৎচন্দ্র অনেক গল্প পড়েছি ভালো লাগে তাই এটাও পড়লাম।তারপরে ফোনে বাংলাটা সিনেমা টাও দেখলাম ডিজিটাল যুগে এসে ও সাদা কালো এই মুভিটা আর, প্রত্যেকটা লাইন অভিনয় সত্যিই অসাধারণ স্মৃতি রেখে গেলাম কেউ এসে লাইক দিলে আবার এসে দেখব।😅😅

  • @THTaniasCreation.
    @THTaniasCreation. 10 หลายเดือนก่อน +3

    আমার মতো কে কে এই মুভিটা ২০২৪ সালে দেখতেছেন?

  • @alamgirsiddique6556
    @alamgirsiddique6556 ปีที่แล้ว +1

    আমি যত দেবদাস মুভি দেখেছি। তার মধ্যে এটাই সেরা

  • @nayon6958
    @nayon6958 10 หลายเดือนก่อน +2

    কমেন্ট করে গেলাম আগামী প্রজন্ম আমার কমেন্টে পড়বে একদিন 2024

  • @Prity-k7t
    @Prity-k7t ปีที่แล้ว +1

    ❤❤অসাধারন মুভি❤❤

  • @আশারআলো-ড৬ম
    @আশারআলো-ড৬ম ปีที่แล้ว +2

    এই যুগের ছেলে হয়েও এই মুভিটা 2023 সালে এসে দেখে গেলাম ছবিটা যারা দেখবে তারাই বলতে পারবে।

  • @mohiburrahmanafi3553
    @mohiburrahmanafi3553 2 ปีที่แล้ว +3

    আহা কি শব্দচয়ন 🌼
    মন ভরে যায়🌸!!!!!

  • @khorshedalamkhorshedalam1596
    @khorshedalamkhorshedalam1596 4 ปีที่แล้ว +7

    আনোয়ারা পারফেক্ট যেকোনো চরিত্রে৷....

  • @zishanzulfiker9995
    @zishanzulfiker9995 ปีที่แล้ว +1

    দারুণ অভিনয়।
    সব মিলিয়ে এই চলচ্চিত্র অনবদ্য।
    চোখে এমনি জল চলে আসে।
    মনটা হুহু করে উঠে।

  • @mdaminulislamjovan8912
    @mdaminulislamjovan8912 ปีที่แล้ว +1

    বাংলা হিন্দি রঙ্গিন এবং সাদা কালো সব মিলিয়ে ৪ টা দেবদাস দেখেছি। তবে কেনো জানি কবরী এবং বুলবুল-এর টাই বেস্ট মনে হলো।

  • @sisirkaiyom6293
    @sisirkaiyom6293 6 ปีที่แล้ว +12

    প্রেমের এক অপূর্ব রূপকথা।দেবদাস

    • @razond3701
      @razond3701 5 ปีที่แล้ว

      সত্য ঘটনা ''''''''রূপকথা নয়

  • @jahurulali3180
    @jahurulali3180 3 ปีที่แล้ว +6

    Really this film is outstanding .I'm so astonished to see it.

  • @ranasaha5348
    @ranasaha5348 4 ปีที่แล้ว +5

    Mishti maye kobori, asadharon nice movie

  • @shahnurahmed-n4u
    @shahnurahmed-n4u 2 หลายเดือนก่อน

    পুরানো ছবি গুলো আসলো মান ভালো
    আহা দেবদাস ❤️💕💕💕

  • @sktele5779
    @sktele5779 ปีที่แล้ว +1

    Ja valobasa hariyea ci konodin vulbona

  • @RAJUDDINRAJ-c5u
    @RAJUDDINRAJ-c5u ปีที่แล้ว

    কিশোর বয়সে দেখেছিলাম
    আজকে আবার দেখলাম
    ❤❤❤❤❤❤❤❤
    অনেক ভালো লাগলো
    ভুলতে পারবো না এই সিনেমা
    ❤❤❤❤❤❤

  • @sarowarvlogs814
    @sarowarvlogs814 ปีที่แล้ว +2

    আমাদের একজন বুলবুল আহমেদ ছিলেন

  • @asrafabujafor8917
    @asrafabujafor8917 3 ปีที่แล้ว +5

    লিজেন্ডারি অভিনয়। এরাই ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী।

  • @shamadas6730
    @shamadas6730 ปีที่แล้ว +2

    after the hindi Devdas ....i love this old Devdas....everyones acting is so good.

  • @foysalkhannijhum5168
    @foysalkhannijhum5168 ปีที่แล้ว +1

    একদম পুরোপুরি উপন্যাসের সাথে মিল আছে। দিলিপ সাহেবের টায় চদ্রমুখির অনেক অংশ নেই। আর শাহরুখ এর অনেকটাই বই থেকে আলাদা

  • @forhan.uddin23
    @forhan.uddin23 3 ปีที่แล้ว +7

    উপমহাদেশের দেবদাস হিসেবে বুলবুল আহমেদ ই সেরা, একেবারে নিখুঁত ও বাস্তব চরিত্র মনে হয়।

    • @sadikuddin3197
      @sadikuddin3197 3 ปีที่แล้ว

      শাহরুখ?

    • @chameleonshapeshifter24
      @chameleonshapeshifter24 ปีที่แล้ว

      ​@@sadikuddin3197শাহরুখেরটা তো ভারতীয়দের কাছেই ফালতু লাগছে। উপন্যাস অনুযায়ী দেবদাস ওরকম ছিলো না।

  • @mohammadgolamrabbani5930
    @mohammadgolamrabbani5930 3 ปีที่แล้ว +6

    This is the best version of Devdas.

  • @dbhhattac
    @dbhhattac 5 ปีที่แล้ว +20

    Very nicely made. One of the better versions of Devdas that I have seen so far.

  • @niilmojammel
    @niilmojammel 3 หลายเดือนก่อน

    স্বপ্ন সুন্দর,
    তবে স্বপ্ন ভাঙার ব্যথা বড় নিদারুণ🥀💔

  • @rinabhattacharyya8418
    @rinabhattacharyya8418 4 ปีที่แล้ว +5

    ভালো লাগছে দেবদাস

  • @কাঁচামরিচ-প৫ছ
    @কাঁচামরিচ-প৫ছ 2 ปีที่แล้ว +4

    আনোয়ারার অভিনয় কত সুন্দর ♥️♥️♥️

  • @RuhulAmin-uj4cr
    @RuhulAmin-uj4cr 11 หลายเดือนก่อน +1

    কতো সুন্দর ই ছিলো আমার বাংলাদেশের ছবি।
    অথচ এখন কি অবস্থা দেশের ছবির

  • @RobiulHasan9cp
    @RobiulHasan9cp 10 หลายเดือนก่อน +11

    2024 সালে আমি দেখতেছি।
    অসাধারণ।
    আমরা গর্বিত যে আমাদের একজন বুলবুল আহমেদ ছিল।
    মহা নায়ক।
    আহ কি দারুন অভিনয়।
    কথার জাদুকর কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে আমার ভালবাসার শ্রদ্ধা নিবেদন করি।
    ভারতের সারুক খান দেবদাস করেছেন কিন্তু তার টা বয়ের সাথে অনেক মিল নেই।
    আর বুলবুল আহমেদ তার দেবদাস বয়ের সাথে পুরো মিল।
    তার মতো করে সারুক সাকিব আরো অন্যরা পারেনী।
    বুলবুল আহমেদ সেরা 🌹❤️
    আহ!কি কথা,
    সাগরে কত জল
    ওত জলেও কি আমার কলঙ্ক চাপা পরবেনা।
    বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা
    আমি মরিয়া হইবো শী নদ্ননের নন্দ নো তোমারে বানাবো আধা।
    আহ যতই দেখি ততই ভালো লাগে।

  • @tusharakhter9374
    @tusharakhter9374 ปีที่แล้ว

    এতো সুন্দর একটি মুভি আমি দেখলাম 23 সালে ❤❤❤

  • @dr.zahirali4055
    @dr.zahirali4055 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশের বুলবুল আহাম্মদ আর কবরিকেই বেশি মানিয়েছে এই ছবিতে

  • @MohanBarman
    @MohanBarman 6 ปีที่แล้ว +12

    বাঙ্গালির শ্রেষ্ট সম্পদ

  • @MahabubIslam-ry2jm
    @MahabubIslam-ry2jm 20 วันที่ผ่านมา

    আমি আগে দেব দাস ছবির কথায় শুনিছি ছবি দেখিনি, তবে ২০২৪ সালে ছবি দেখলাম কি বলবো আমার চৌখের পানি এসেছে, আমার জীবনের সাথে মিলে গেছে, আমার শুধু দেখতে ইচ্ছে করে, বুল বুল আহম্মেদ আর কবরী সেরা ,

  • @AbdullahKhan-q6k3d
    @AbdullahKhan-q6k3d 9 หลายเดือนก่อน

    একি এক অমর সৃষ্টি রেখে গেছো হে শরৎচন্দ্র।
    কতযে যন্ত্রণা জরিয়ে লিখিতো এ অমর লিখনী।
    কতযে মানুষের জীবনী জরিয়ে আছে আছে তুমারি এই লিখনীতে।
    😢😢😢😢😢😢😢😢

  • @naturebeauty5396
    @naturebeauty5396 6 ปีที่แล้ว +12

    Khub shundor movie!!!

  • @prantoshdas7810
    @prantoshdas7810 หลายเดือนก่อน

    হে প্রিয়তমা,,তুমি হয়ত স্বামীর পাশে এই মৃদু শীতে আরাম করে ঘুমাচ্ছো,,কিন্তু আমার চোখে ঘুম নেই প্রিয়।কি নিষ্ঠুর এই রাত।😢😢

  • @subolbarmon15
    @subolbarmon15 6 ปีที่แล้ว +8

    ♥♥♥অপূর্ব সিনেমা♥♥♥

  • @kabitakakon16
    @kabitakakon16 3 ปีที่แล้ว +8

    আমার জানা মতে, এই সিনেমার মুল অভীনেতা অভিনেত্রী দের মধ্যে আনোয়ারা বাদে সবাই মৃত, সবার আত্মার মাগফিরাত কামনা করছি।

    • @rubelhossain7620
      @rubelhossain7620 2 ปีที่แล้ว

      প্রবীর মিত্রও বেঁচে আছে

  • @AbdullahKhan-q6k3d
    @AbdullahKhan-q6k3d 9 หลายเดือนก่อน +1

    প্রথমে দেখলাম দিলিপ কুমারের দেবদাস
    পরে দেখলাম শাহরুখ খানের দেবদাস।
    তারপর দেখলাম সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাস।
    আজ দেখলাম বুলবুল আহম্মেদের দেবদাস।
    সব চেয়ে ভালো লাগলো দিলিপ কুমারের ও বুলবুল আহম্মেদের দেবদাস।
    শাকিবেরটা একটু দেখেই দেখা বাদ দিয়ে দিছি দেখে ভালো লাগেনাই৷
    প্রতিমাসেই মুবিগুলো দেখি৷
    অনেক কষ্ট লাগে 😢😢😢😢

  • @alijobaer5266
    @alijobaer5266 4 ปีที่แล้ว +5

    Ager ovinoy silpi movi kichuy ney.vison miss korchi

  • @SankarBaidya-m3q
    @SankarBaidya-m3q 4 หลายเดือนก่อน

    Darun avinoy ❤❤❤❤❤❤

  • @-Monirul
    @-Monirul ปีที่แล้ว

    ❤❤ খুব সুন্দর একটা মুভি। 2023 সালে
    কে কে মুভিটা দেখেছেন