#GoppoMirerThek
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
- Mirvana presents
Goppo Mir er Thek Episode 36 - Sarat Chandra Chattopadhyay’s ‘Debdas'
Directed by Mir Afsar Ali
Content Consultant & Adaptation: Word Doc
Music Direction, Sound Design: Pradyut Chatterjea
Poster Design & Motion: Join The Dots
Project Mentor: Anindita Chatterjee
Strategy Consultant: Kay Ten
Digital Media Intern: Souvik Jana
Executive Producer: Saurav Bhattacharya
Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
Sound Recordist: Krishnendu Bhattacharjee
Music Label: Mirvana Entertainment Pvt Ltd
Special Thanks: Dr. Soma Bhattacharjee
Song Credits- ‘Porokale dio dekha’
Vocals - Timir Biswas
Lyrics and Composer - Pradyut Chatterjea
Sarod - Pratik Shrivastav
Sitar - Sourav ganguly
Flute - Soumyajyoti Ghosh
Recordist - Soumen Paul
Studio - Gaanbajna Musik Garage
Starring
Debdas - Somak Ghosh
Parbati - Ditipriya Roy
Chandramukhi - Ayantika Chakraborty
Manorama - Sree Basu
Narayan Mukherjee - Kimsuk Barman Gublu
Debdas’ Mother - Bisakha Mukhopadhyay
Parbati's Mother, Partbati’s Grandmother, Mohila, Khetramani, Dasi & Jasoda - Papiya Rai Chakraborty
Parbati's Father & Garowan - Kaushik Sen
Govinda Pandit, Bhuban Chowdhury & Dharmadas - Rounak Chakraborty
Mahendra - Souvik Jana
Lok - Krishnendu Bhattacharjee
Chorus - Rounak Chakraborty, Souvik Jana, Kimsuk Barman Gublu & Mir Afsar Ali
Chunilal, Dayal Mudi, Kishan Singh & Narrator - Mir Afsar Ali
কন্ঠের দ্বারা শ্রোতাকে কাঁদানো,
এইখানেই বোধহয় শিল্পীর স্বার্থকতা ❤
Chorom Sotti😢
Right bro
😊
ঠ্য
❤️❤️❤️❤️❤️❤️😭😭😭
শরৎচন্দ্রকে একহাজার বছর মনে রাখার জন্য দেবদাস উপন্যাসটাই যথেষ্ট , ধন্যবাদ মীরদাকে এতো সুন্দর ভাবে গল্পটাকে উপস্থাপন করার জন্য
ETA asadhoron
Rabindra Nath Thakurer Chokher Bali suntey chai
❤❤😅
মনে হল হিন্দি সিনেমার থেকেও , সুন্দর ও অসাধারণ দৃশ্য সাজিয়ে তোলা হয়েছে , মীর দা কেবলমাত্র বাংলাতে নয় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন বক্তা ❤❤❤
কি শোনালে মীরদা 😭 ভালোবাসা সত্যিই অপূর্ব, এমনও বিচ্ছেদ, এমনও আধপোড়া লাশ যেন আর কাউকে না হতে হয়।
শেষের পাচঁমিনিট সত্যিই আমায় কাদালে🙁
" গপ্পো মীরের ঠেকে " এর সবথেকে বড় উপহার হলো এই " দেবদাস " ।
অনেকবার অনেক ইমোশনাল গল্প পড়েছি শুনেছি ,কিন্তু আজ প্রথম " দেবদাস " শুনে না কেঁদে থাকতে পারলাম না ।
অনেক ধন্যবাদ গপ্পো মীরের ঠেক । ❤
সহমত দাদা ❤️
Ami ai 1st time golpo ti sunlam ar age porar i66a 6ilo but somoy hoye otheni ami cinema Tao dakhini 😢😢😢😢but akhon ❤❤❤❤ just kadia dile bosss..........
বাকরুদ্ধ ।। সত্যি সবচাইতে বড় উপহার পেলাম
Heart touching story but sotti chokhe jol ashe gelo😢😢😢
Sotti tai ❤
শেষের পাঁচ মিনিট আর চোখে জল ধরে রাখা গেল না। শুধু কথার মাধ্যমে এত সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলার জন্য সত্যই তোমাদের সেলাম...💐
Akdom 😭
K❤❤❤😅😅😅😅😅😅😅😅
❤😅❤😅😅😅😅❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Sottie tai ❤
উপন্যাসটি বহুবার পড়েছি আর কেঁদেছি। শরৎবাবুর কি অসাধারণ সাহিত্য প্রতিভা! লেখককে অফুরান শ্রদ্ধা। আর এতো সুন্দর উপস্থাপন করার জন্য ঠেককে রইলো ভালোবাসা❤।
Akdom tik bolchen jakhon sah rukh ke dekhachilm takhon khub mon kharap hoyachilo. Ufffff darun. Kal to sotti kande falam
অসাধারণ অভিনয়।আর অফুরন্ত আনন্দ দিল দেবদাস।
চোখের জল বাঁধ মানেনা।।
thik bolechen
Ekdom na,Baje golpo 🙄
শরৎচন্দ্রের সৃষ্টি র, মীর র কণ্ঠে শেষ দশ মিনিটে চোখ দিয়ে জল গড়িয়ে গেল। অনবদ্য ❤
বলার ভাষা নেই। চোখ দিয়ে শুধু জল ঝরে পড়ছে। এরকম পরিনতি যেনো কারো না হয়।😭😭😭😭 মীর দা, সৌমক দা,দিতিপ্রিয়া পুরো টিম❤️❤️❤️ দেবদাস 🫂 ❤️
Sotti tai 😢
খুব কষ্ট দেয় এটা😢বুকে ব্যাথ্যা দেয় এটা, মনের ব্যাথ্যা বড় ব্যাথা
যদিও গল্পটা পড়া ছিল তবুও মনটা সত্যি ভারি হয়ে উঠলো। অসাধারণ
বিশ্বকবির চোখের বালি উপন্যাসের অনুরোধ রাখলাম মীরদা
সত্যি মন ছুঁয়ে গেলো। কোনো গল্প যে এতো সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা মীর দা ছাড়া সম্ভব নয়।
সোমক দা দেবদাস চরিত্রে অনবদ্য।❤❤
O
❤এই গল্প শোনার পর চোখ দিয়ে জল ঝরেনি ।বোধহয় এমন কেউ নেই। শতকোটি প্রনাম কথাশিল্পী শরৎচন্দ্র মহাশয় কে । তিনি ছাড়া এমন গল্প অলংকার হীন ।তার প্রায় প্রতিটি গল্প চোখ দিয়ে জল ঝরতে বাধ্য করে। আর মীরদা তোমরা একেবারে কাঁপীয়ে দিয়েছো। তুমি ছাড়া এমন গল্প মানায় না। সত্যিই দারুন অসাধারণ। ভালো থেকো।আর এমন কাতর করা গল্প বানাতে ভুলনা।❤
"ইহকালে নাই বা হলো পরকালে দিও দেখা ,
দুচোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা।" awesome represented "Devdas " by galpo mirer thek❤❤❤❤❤
অসাধারণ কথা ও শুর....
হম্ 💝
Gan tar link a6a din na pls
@@pritamkar8297 না নেই খুজে পাইনি
@@hironmoyghoshvlogs5755🙃
বহু দিন পর অঝোরে চোখ ফেটে জল গড়িয়ে পড়ছিল গল্পটা
শোনার সময়। অসাধারণ উপস্থাপনা! অজস্র ধন্যবাদ মীরদাকে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য উপন্যাস গুলোকে আমাদের জন্য বেছে নেওয়ার জন্যে। এক কথায় মন্ত্রমুগ্ধ।
এই গল্পটা শোনার পর মীরদার প্রতি ভালোবাসা আর শরৎবাবুর প্রতি সন্মান আরো কয়েক গুণ বেড়ে গেলো...
পরিণীতা, চরিত্রহীন, পথের দাবি র মতো মাস্টারপিস যে কবে মিরদার গলায় শুনতে পাব সেই অপেক্ষায় রইলাম.....
প্রথম বার গল্পটা শুনে চোখে জল এসেছিল ঠিকই, কিন্তু দ্বিতীয় বার আবার গল্পটা শোনার ইচ্ছাটাকে মনের মধ্যে চেপে ধরে রাখতে পারলাম না তাই আবার শুনলাম।
আর, রেখে গেলাম এই ছোট্ট স্মৃতিটা। এই স্মৃতিতে যদি আবার কখনো "Notification" আসে তখন না হয় আবার এসে গল্পটা শুনতে শুনতে নিজের অজান্তেই চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়বে, পড়ুক না তাতে কি ?🙃
Aso aksathe suni
☺️
Shune nin arek bar golpo ta❤
@@abhirupsengupta479 hmm
" ইহকালে নাইবা হলো পরকালে দিয়ো দেখা..." গানটি অসাধারন সুন্দর লাগল, এটি officially release করতে অনুরোধ রইল...❤️❤️❤️
মিরদা সমস্ত অভিজ্ঞতা নিংড়ে দিয়েছে । পুরো গল্পটাকে সশরীরে শ্রোতা এর সামনে নিয়ে চলে এসেছে ।
জীবনে অনেক কেঁদেছি হয় তো ,,,,, আজ আরেকবার কাদতে হলো দেবদাসের জন্য ❤গপ্পো শুনে যে চোখে জল আসে এটা মীর দার গপ্পো না শুনলে হয় তো জানা যেত না ❤u Mir da ,,,, আপনি থাকছেন স্যার আপনি থাকবেন স্যার ❤
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় .....
শুধু একটা নাম না । ভারতীয়দের কাছে এটা একটা emotion......
বিশেষ করে বাংলি দের কাছে
❤❤❤🙏🏻🙏🏻
ইশ্বর প্রথমে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে সৃষ্টি করলেন তারপর মীরদা কে সৃষ্টি করলেন গল্প গুলো আমাদের মত সময় না থাকা যুবসমাজ এর কাছে পৌঁছানোর জন্য।❤❤❤
Tik bola6o vai
আহা! শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও মীর আফসার আলীর যুগলবন্দী! 🥰❤️
যারা SLB আর SRK এর জন্য Devdaas জেনেছে, তাদের জন্য এটা খুব দরকার ছিল। আর আমাদের মত শরৎচন্দ্রের অন্ধ ভক্তদের জন্য, এটা বইয়ের পাতা থেকে তুলে আনা চরিত্রদের জীবন্ত চালচিত্র ছিল। ❤
ami jhokon SRK er debdas deke6ilm thokon khub i 6oto 6ilm , ato bojhar khomota hoyni . kintu aj choker kon e jol chole elo......ato subdor ata....
Cfg
ঠিক বলেছেন
ঠিক বলেছেন
হৃদয় যে কতটা বিদীর্ন হতে পারে উপলব্ধি করলাম। এই ভাবে গল্প টা অনুভব করা যায়, কল্পনাও করিনি । আপনার প্রতি অনেক শ্রদ্ধা মীর দা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর 'দেবদাস' যুগ যুগ ধরে শ্রোতাদের চোখে জল আনবে..❤ মীর দা ও সোমক দা কে অনেক ধন্যবাদ... তোমাদের অসাধারণ কন্ঠস্বর শ্রোতাদের চোখে জল আটকে পারে না.. অতুলনীয় ❤️
মন ছুঁয়ে গেলো..এখনো পর্যন্ত সেসব গল্পঃ পরিবেশন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সেরা। বলে আমার মনে হলো..
অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে..এতো ঝকঝকে কাজ সত্যিই মুগ্ধ করলো..সকলে খুব ভালো থাকুন❤❤❤❤
বাংলা সাহিত্য যদি বাংলার শ্রেষ্ঠ বক্তার দের দ্বারা পাঠ করা হয়ে তালে তো শ্রেষ্ঠত্ব এক অন্য মাত্রা লাভ করবেই ❤ অসংখ্য ধন্যবাদ মীর স্যার। দিনের পর দিন বহু গল্প শোনার পর আজ আর কোনো গল্প শুনে ভয়ে বা কষ্ট লাগে না তবে আজ চোখের জল ধরে রাখতে পারলাম না ❤️
একদম ঠিক বলেছেন
সত্যিই তাই, বুকে ফেটে গেলো।
কী অসাধারণ "দেবদাস" উপন্যাসের উক্তি মালা । যতবার শুনি ততবারই শুনতে মন চাই । কখনো অতৃপ্তির রেশ বয়ে আসেনা । কী অনুপম মহা বাক্যের শ্রুতিমালা ! বড় আপ্লুত হলেম কষ্টের সীমারেখা পথ পেড়িয়ে দেবদাস, চন্দ্রমুখি ও পারবতীর নিগূঢ় নিপুণ অনুরাগের কথা ভেবে ।
উপন্যাস মানুষকে কাঁদায় তার বাস্তব উদাহরণ "দেবদাস" ।
এক কথায় অসাধারণ ছিল ❤
Accha ami ei golpo ta sunlei hobe na asol novel ta porbo? Konta valo hobe bolte paren?
আসাধারণ। চোখে জল এনে দেওয়ার মতো গল্প। এবং মির স্যার এর টিম সেটা কে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। সত্যি অতুলনীয়। মির স্যার জিন্দাবাদ
কৈশোরে অপরিণত বয়সে এই উপন্যাসের মর্ম উপলব্ধি করতে পারি নি, আজ এই উপস্থাপনা টা সেই অপ্রাপ্তি টা পূরণ করে দিলো। অনেক ধন্যবাদ গল্প মীরের ঠেক কে।🖤
সেই পুরোনো ক্ষত আবার তাজা হয়ে গেলো দেবদাস শুনে
অনেক অনেক ধন্যবাদ গপ্প মিরের ঠেক😢😢
বিগত তিন দিন ধরে রাতে ঘুমানোর আগে শুনতে শুনতে ঘুমায় আজ শেষ হলো। পুরো গল্পে কয় একবার মনের অজান্তেই চোখে পানি চলে এসেছিলো। এত সুন্দর গল্পের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাজার বছর আমাদের মাঝে থাকবেন।
আর এই দেবদাসকে পূর্নতা দিলো মীরদার গপ্প মীরের ঠেক।
ভালোবাসা নিও দাদা ❤️
গল্প শুনেও যখন চোখ থেকে জল বেরোয় তখন সেখানেই গল্পের সার্থকতা। অসম্ভব সুন্দর উপস্থাপনা।
গল্পের শুরু হতেই তো,, শরীর মন মোচড় দিচ্ছে.. চোখ ছলছল করছে.. 😢😢 আর "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়" এর প্রতি শ্রদ্ধায় মাথা নত হচ্ছে বারবার.. 🙏🌻🙏🌻🙏 এমন হৃদয় বিদারক কত গল্প যে তিনি রেখে গেছেন তার ইয়ত্তা নেই.. আজ গপ্পো মীর এর ঠেক, যেন সোনা মানিক খচিত গল্পের খনিতে সেজে উঠেছে.. 🎉🔥🎉 আর সবটাই মীর আফসার আলীর মনমুগ্ধকর প্রচেষ্টায়.. 🤗 😂❤😂❤ 😂🙏🌻🙏💫✌️💫
ভাগ্গিস আমি বাঙালি হয়ে জন্মেছি। অসাধারণ ❤❤❤❤ আপনাদের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যর অমূল্য সম্পদ গুলো আবার নতুন হয়ে আমাদের সামনে ফিরে আসছে। ধন্যবাদ আপনাদের। আরও এই রকম গল্প আমাদের উপহার দিন।
এখনো পুরোটা শোনা হয়নি ৫৪ মিনিট মতো বাকি কিন্তু এখন ই ৫-৬ বার চোখ জলে ভিজে গেছে... কতবার গলায় কান্না আটকে গেছে.. কিছু মুহূর্ত সত্যিই magical🙏
Sesher 15 min💔😓
Hm
চোখের জল আর আটকাতে পারলাম না,খুব মনটা ভারী হয়ে গেলো, একমাত্র তুমিই পারো মির দা,এই ভাবে গল্পকে সত্যি করে তুলতে,I salut mirda,I salut😢
মীরের কন্ঠে শরৎচন্দ্রের উপন্যাস সে যেন নাটক সিনেমার থেকে কতটা মজার তা বলে বুঝানো যাবে না 😍😍
পরিনীতা,চরিত্রহীনসহ শরৎচন্দ্রের আরও উপন্যাস চাই আপনাদের কাছে 🙏🙏
চরিত্রহীন একদম অসামান্য ❤
Akdom tik bolechen. Akhane somak da avuto purba r ditipriya
উপন্যাস টি পরিপূর্ণ রূপ পেল মীর দার কন্ঠে।
😊Vv😊😊v
Ar last er oii gan taa....
Iho kaale naai ba holo,poro kale dio dekha..
বাংলা সাহিত্য প্রাণ পাচ্ছে মীরদার হাত ধরে। যতই প্রশংসা করা যায় কম হয়। যাদের বই পড়তে তেমন আগ্রহ নেই, তারাও গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আমরা সতিই কৃতজ্ঞ তোমার কাছে। সোমক দা আর অয়ন্তিকা দিকে পেয়ে আমাদের মত গল্প লোভীদের সত্যিই পোয়া বারো হয়েছে। এই ঠেক দীর্ঘজীবী হোক❤
শেষটা শুনে অজান্তেই চোখের কোণ ভিজে উঠেছিল
নিজের কণ্ঠের দ্বারা সবাইকে কাঁদিয়ে দিলে দাদা 😊
Akdom
Akdom 😔🥺
পরিণীতা সোনার পর দেবদাস এক আলাদা অনুভতি,দুটো গল্পের উপস্থাপনা চোখে জল এনে দেবার মতো মির দা কে ধন্যবাদ সবার ভালোবাসা যেনো পরিপূর্ণতা পায়।
উপন্যাসটি অনেকবার পড়া,সিনেমা দেখা তবুও শুনতে শুনতে চোখের জল ধরে রাখতে পারলাম না....অনেক শুভেচ্ছা গপ্পো মীরের ঠেক কে আরও এমন শুনতে চাই❤❤❤
আজ থেকে যখন 5 বছর আগে প্রথম যখন দেবদাস পড়ি ; গল্পের শেষে নিজের অজান্তেই চোখ ভিজেছিল। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি।
পাঠক এবং শ্রোতা হিসেবে বলতে চাই এখানেই হয়তো লেখক এবং একজন শিল্পীর(গল্পকার) সার্থকতা❤
অসাধারণ সোমক দা, অয়ন্তিকা দি, সাথে দিতিপ্রিয়া❤
মীর দা তুমি যে সেরা সেটা তুমি বারবার প্রমাণ করেছো , করছো আর করবে❤
❤ সত্যিই নিজের অজান্তেই চোখ ভিজে গেল 😢😢😢😢
❤
I read Devdas when I was in school. I watched Devdas when I was 17 yrs old. Now I am listening this epic when I am 25 yrs old. I am feeling the same goosebumps at the end of this. The beautiful narration and magical voice of Mir, Somak, Ditipriya and Ayantika took this story to another level. Loved it. R sesh er oi gaan ta..❤
Love from Germany ❤
❤
এমন সুন্দর এবং এত realistic গল্প আমি হয়তো আমার জীবনেও শুনিনি।
অনেক ধন্যবাদ সমোক দা,দৃতিপ্রিয়া,মির দা এবং দেবদাস টিমকে 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
সারারাত ডিউটি শেষ করে এসে সকালে গল্প শুনে ঘুমানোর অভ্যাস কিন্ত আজ ঘুমাতে দিলো না গল্প টা ।। শেষে চোঁখে জল এনে দিল 😔
Same here হুবহু এক
সারারাত জেগে গল্পটা শুনলাম । এর আগেও নিজে পড়েছি , সিনেমা দেখেছি তবে পড়ে যে অনুভূতিটা হয়েছিল তার থেকেও বেশি অনুভূতি জেগে উঠলো এই গল্পের উপস্থাপনায় ❤
শেষ টা কেঁদেই ফেললাম! ❤
যেমন অসাধারণ লেখনী ততটাই অসাধারণ পরিবেশন!
❤❤❤❤❤
Somak da & Ayantika di & Ditipriya mind-blowing
And Mir da is Gem 💎❤
Me too vabchilam kano kandchi
Ak dom vai
আজ পর্যন্ত কতবার যে শুনলাম তা মনে নেই পুরুটা মুখস্থ হয়ে গেছে যতবার ই শুনি ততবার ই চোখেন কোনা ভিজে জল আসে😭😭😭 হায়রে ভালোবাসা হায়রে আবেগ
আমি দেবদাস মুভি দেখিনি , তবে আজকে সব যেনো দেখতে পেলাম এই গপ্পো মীরের ঠেকে এসে 😢😢, নিজের অজান্তেই চোখে জল যে কখন এসে গেছে , তা বুঝতেই পারলাম না , সব দেবদাসের জন্য অনেক শুভ কামনা রইল 😢❤
না দেখে ভাল করেছেন।শোনার পর দেখবেন
Ta thik bolechen pore dekhe aro moja hobe amio devdas dekhini ebar sonar por dekhbo bhabchi@@craftbd4574
পল্লীসমাজ, চরিত্রহীন,পরিণীতা এইগুলোও শুনতে চাই।🙏🙏🙏
দত্তা, শেষের কবিতা, নকশী কাঁথার মাঠ , নৌকাডুবি, পথের পাঁচালী, আরণ্যক, শকুন্তলা....😊
পল্লীসমাজ শুনতে চাইছি প্লিজ। 🙏🙏🙏
Yes chai..khub taratari chai..
দেবদাস এর হাত কোলে নিয়ে চন্দ্রমুখী যে কথাগুলো বললো,মন ছুঁয়ে গেছে😍
অয়ন্তিকা দিদির উপস্থাপনা দারুণ❤❤❤❤❤❤
Sottie ayantika r performance darun darun ❤
শেষে জানা গেলো দেবের কথা
জানা গেলো তার জীবন দিয়ে ভালোবাসার ব্যাখ্যা,
শুধু পারো-র কাহিনী শেষের পাতায়
আধা ছেঁড়া, আধা মোছা অবস্থায়।
আগলে রাখা ভালোবাসা
বুকের ভেতর জমানো ব্যাথা,
গোপন প্রেম গোপনই রইলো
শেষ বেলায় গেলো না দেখা।
লোক মুখে শুধু দেবের কথা
দেবের নামে চিঠির খাম,
প্রমাণ যদি দিতেই হয়
সাথে নিও পারোরও নাম।।
🤍❤️
🥺❤
❤❤❤
🥺🩷🥺
😥😥
মীরদা সঙ্গে আবার সোমকদা তার সঙ্গে আবার দেবদাস!!!! 🥺❤ সত্যিই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে!!! ❤❤❤
শেষটা🥺🥺😭😭😭
Just mind blowing,, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল😢😢 গপ্পো মীরের ঠেক কুর্ণিশ নিও🙏🙏🙏
আমি শারুক খানের দেবদাস দেখেছি,
খুব ভালো লেগেছে,
কিন্তু এই দেবদাসের গল্প শুনে
চোখ দিয়ে জল গুড়িয়ে পরলো।
লাভ ইউ মির দা❤❤❤❤❤
কি ভীষণ সুন্দর,গল্পের চেয়েও বেশি সুন্দর যেন।Kudos to Somak Da, উনি একাই ফাটিয়ে দিয়েছেন❤"দেবদাস"এর আগেও পড়েছি, দেখেছি আর এই প্রথম শুনলাম এবং মনে দাগ কেটে গেল। অসাধারণ বললেও কম বলা হবে🔥Mir Da'কে অনেক ধন্যবাদ🙏আমার একবার মনে হয়েছিল গল্পটা শেষ না হলেই ভালো হয়
আর কতো কাঁদাবে এই ক্ষুদ্র শ্রোতাকে😢
গল্পের শেষ মুহূর্তে আসল জীবনকে হার মানায় ।
ধন্য মির দা তুমি ছাড়া গপ্পো মির এর ঠেক শ্রোতাদের জীবন শূন্য♥️♥️♥️♥️
এইমাত্র শেষ করলাম গল্পটা। এর আগে পড়েছি, সিনেমা দেখেছি কিন্তু 'গপ্পো মীরের ঠেক' এ শোনার পর যে পরিমানে চোখ থেকে জল পড়ছে আগে কোনোবার পড়েনি ❤️ অসংখ্য ধন্যবাদ মীর দা, সোমক দা, দ্বিতিপ্রিয়া এবং পুরো 'গপ্পো মীরের ঠেক' টিমকে প্রতিটা চরিত্র এমন জীবন্ত করে তোলার জন্য ❤️❤️
মীর ভাই ।আমি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শুনছি । প্রতি টা গল্পই শুনি । "পার্বতী" হিসেবে যে ভয়েজ দিচ্ছেন তার প্রতি টা গল্পে একটি মায়ার স্পর্শ পাই । তার এই ভয়েজ এবং তার বলার ধরনের জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার এই বার্তা তার কাছে পৌঁছে দেবেন অনুগ্রহ করে ।
Speechless. চোখ ভিজিয়ে দিলেন আপনারা 🥺🥺। আজ প্রথমবার গল্পটা ডিটেইলে শুনলাম, কেন যে ওনাকে অমর কথাশিল্পী বলা হয়, আজ যেনো আরও ভালো করে অনুভব করলাম। আপনারা ম্যাজিক সৃষ্টি করলেন। ❤️❤️❤️❤️
ধন্য তোমরা। দীর্ঘ ১৫ বছর আগে পড়েছিলাম। যেন এখন শোনে আবার অনেক প্রশ্ন মনে উকি দিতে লাগলো।
অপেক্ষাতে রইলাম: গৃহদাহ, সম্পূর্ণ শ্রীকান্ত ও রাজলক্ষী।❤
আমি বাকরূদ্ধ হয়ে গেছি। Hindi Devdas দেখে কেঁদেছিলাম। আজ এতোদিন পর একই কারণে আবার কাঁদলাম। অভূতপূর্ব উপস্হাপনা 👏🏻👏🏻
অনেক বছর আগে উপন্যাসটি পড়েছিলাম 😪 সিনেমা গুলিতে আধুনিকতার ছোঁয়া থাকলেও সমস্তটাই দর্শকদের বিনোদনের জন্য 😌 ধন্যবাদ মীরদা🙏 এই প্রণয় ধর্মী উপন্যাসটি উপহার দিয়ে সকল শ্রোতাদের কাঁদিয়ে দিলেন.....
এই উপন্যাসের কথা তো অনেক শুনেছিলাম, আজ শোনা হল.......।
শেষ টা সত্যিই মন ছুঁয়ে গেল ❤
🫡🫡🫡 Mir sir & Somok da...
চোখের জল ধরে রাখতে পারলাম না মীর দা। এতো সুন্দর একটি গল্প দেবার জন্য ধন্যবাদ 🙏
Amio
যাদের জীবনে বিশেষ কোনো মানুষ নেই,যাদের একাকীত্বই নিত্য সঙ্গী তাদের জীবনে Sunday suspense, গপ্পো মীরের ঠেক অত্যন্ত বিশেষ।❤
কোন মানুষ ই একা নয়,যেমন পারো,চন্দ্রমুখী ছাড়া দেবদাস ,....
শরৎ রচনাবলী প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর। সেই মাধ্যমিক পরীক্ষার পর ছুটির সময় 3:21 পড়েছি।আর সময় হয়নি পড়ার। আপনার জন্যই এ স্বর্গ সুখ পেলাম।। ধন্যবাদ আপনাকে
অসম্ভব সুন্দর,
গল্প এমনও হয়..! যেন চোখের সামনে ভাসছে ছবির মতো।
এমন-ই বজায় থাকুক, আমাদের ঐতিহ্যের সাহিত্য আর বাঙালিয়ানা।
❤🤗
"Babuji ne kaha gaon chor do, Sab ne kaha Paro ko chor do, Paro ne kaha sharab chor do,
Ekdin ayega jab wo kahenge, Duniya hi chor do".. Jotobar Devdas er kotha ase ei line ta mone pore jay.. Sei cinema dekha, aj abar Audio sunbo ❤
Hmmm darun.... ❤❤❤❤❤
"শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের"লেখায় যে সৌন্দর্য ,যে মাধুর্য, প্রেম, সত্যি না শুনলে বা অধ্যায়ন করলে ভাবাই যায় না। ধন্যবাদ Mir Sir একটি নিষ্প্রাণ লেখা কে জীবন্ত করে তোলার জন্য।❤❤
মীর দা তো কি বলবো অসাধারন কোনো তুলনায় হয়না।কিন্তু এটা নিষ্প্রাণ কে বললো আপনাকে?
দেবদাস হোক বা শরৎচন্দ্রের যেকোনো লেখা'' নিষ্প্রাণ বলার মতো ঔদ্ধত্য কিন্তু মোটেই সহনীয় নয়।
Nishpran?😂
অধ্যয়ন টা (অধ্যায়ন না কিন্তু) যত্ন সহকারে করলে ভাই সোমনাথ শরৎচন্দ্র সাহিত্য নিষ্প্রাণ লাগতো না।
আপনি নিস্প্রান বলতে কি বোঝেন ??? শরৎ বাবু কে কি নিস্প্রান বলছেন-.....
"দেবদাস" উপন্যাসটির অসাধারণ অডিও উপস্থাপনা শুনে মুগ্ধ হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী রচনা, যা প্রেম, বেদনা ও জীবনের জটিলতা তুলে ধরে, সেটিকে এত সুন্দরভাবে শোনানোর জন্য "গপ্পো মিরের ঠেক" চ্যানেলকে ধন্যবাদ। গল্পের আবেগ এবং চরিত্রগুলোর গভীরতা অডিওতে আরও জীবন্ত হয়ে উঠেছে। এ ধরনের উপস্থাপনা বাংলা সাহিত্যের মণিমুক্তোগুলোকে নতুনভাবে সবার কাছে পৌঁছে দিচ্ছে। ভালবাসা রইল গপ্পো মিরের ঠেক এর টিমের সবার জন্য। ❤❤❤
শেষের "ইহকালে নাইবা হলো পরকালে দিয়ো দেখা" গানটা গল্পে আলাদা একটা মাত্রা এনে দিলো!!
আহা বড়োই সুন্দর!!♥️
সর্বকালের সেরা বুকফাটা কান্না জড়ানো উপন্যাস।😢
আমি বর্ধমানের হাতিপোতায় গিয়েছিলাম ওখানে দেবদাস স্মৃতি মেলায়।
❤
কখন হয় সে মেলা । জানাবেন ?
আমার বাড়ির কাছেই 💗
Ai ghotona ta ki sotti
@@UttamKumar-dm8fq January month a.
তাই? বাহ!
গল্পঃ টা অনেক টা মন খারাপ দিয়ে গেলো, দেব দাস এর মত হতভাগা কেউ যেনো না হয়। খুব সুন্দর পরিবেশনা 😊❤️
Thik e bolechan ay golpo ta joto bar suni kokan j du chok Jole veja Jay sothii khub kosto hoy
হুঁ, দেবদাসের জন্য খুব কষ্ট হয় । দেবদাস "হতভাগ্য, অসংযমী পাপিষ্ঠ" হতে পারে কিন্তু সে তার পার্বতী ভালোবেসেছে মিত্যুর আগে অবধি , দেবদাস তার কথা রেখেছে , কিন্তু শেষ দেখা আর হলো না 😢
কত সুন্দর সাবলম্বী ভাবে লিখে গেছেন । আর প্রতিটা শৈল্পিক সত্তা জীবন্ত কিংবদন্তী হয়ে ফুটে উঠেছে । সত্যি চোখে জল আসার উপক্রম। কত ক্ষুদ্র ঋণ একরাশ পিপাসায় বিলীন হয়ে গেলো সে খবর কেউ রাখেনি।
আপনাদের কারণে ২-৩ ঘণ্টার অডিয়ো বুক শুনেই আমরা নামকরা লেখকদের সাহিত্যকর্ম জানতে পারছি। গল্প পড়ার সময় ও ধৈর্য নেই, কিন্তু শুনতে বড় ভালো লাগে। ধন্যবাদ মীর ভাই। ❤
এই রাতে ট্রেনে করে বাড়ি ফিরছি, এমনিতে সত্যি বলতে সেরকম কোনো সিনেমা বা গল্প শুনে বা পড়ে আমার চোখে জল আসেনি, কিন্তু এই প্রথম এরকম এক সৃষ্টি শুনছি আর জানালার দিকে চেয়ে চোখ গড়িয়ে জল পরে যাচ্ছে, ভালো থেকো দেবদাস, ভালো থেকো পার্বতী, ভালো থেকো চন্দ্রমুখী🙂
কোন ভাষা নেই ❤ যেই মাপের গল্প ,সেই মাপের উপস্থাপনা 😊 অনবদ্য মীর দা সাথে সোমক দা ও দিতিপ্রিয়া দির গলা সেই লেভেলের ❤
শুরু থেকে শেষ অব্দি শুধু চোখের জল,ভালোবাসলে বোধহয় এমনি হয়, শুধুই যন্ত্রণা!
এখন রাত ২ টো। বারোটার কিছু পরে শোনা শুরু করেছিলাম পুরোটা শুনে উঠতে পারলাম না। সোমক স্যারের ওই কথা গুলো _আমার যে তার কথা বড় মনে পরে.... আহ কি অসাধারণ। চোখে জল এসে গেল। কি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন এই বেদনা নিজের কণ্ঠে। প্রকৃত শিল্পী বুঝি এমনই হয় ❤ কুর্নিশ
দুর্দান্ত উপস্থাপনা ❤
শেষের আধ ঘণ্টা বলার ভাষা নেই,
মন ভরে গেলো ❤️❤️
অসংখ্য ধন্যবাদ মীর দা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস টি কে এইভাবে ফুটিয়ে তোলার জন্যে 🙏🏼❤️
যখন গল্পের শুরুতেই তার presentation এর সৌন্দর্য্য প্রকাশ পায়, তখন গল্প শোনার আগ্রহ ১০ গুণ বেড়ে যায় ❤️❤️✨💫
রাত 2.10 পুরোটা শুনলাম টানা একভাবে । শেষটা চোখের জল আটকাতে পারলাম না । অসাধারণ উপস্থাপনা।
খুব সুন্দর ❤♥
দেবদাস ❤❤সিনেমার দৃশ্য যা দেখে ছিলাম,,,
সেইটাও হার মানায়,,,,
সত্যি বলতে অনবদ্য সৃষ্টি এই গল্প চোখের জলে শেষ হলো,,
Mir da ও somak da 🙏🙏
এমন গপ্পো আরও শুনতে চাই ❤❤
অনেকবার পড়েছি তবুও চুপটি করে বসে এক মনে শুনলাম, অনুভব করলাম, উপন্যাস গুলোই তো বেঁচে থাকার রসদ জোগাড় দেয় 🥰
সর্বকালের সেরা presentation, marvelous, background music, song everything is perfect. Ei dhoroner presentation apnar pokkhei somvob. Salute to you Mir Da
কাল দেবদাস release এর সংবৎসর পূর্ণ হবে।
Happy to see one of the all-time best bengali classics to have completed 1.6 million views in a year❤
সত্যি দেবদাস বাংলা এবং হিন্দি মুভি দুটোই দেখেছি কিন্তু তার থেকে এই গল্পটা অনেক অনেক সুন্দর লাগলো মন ছুঁয়ে গেল এতটাই মনে লেগেছে যে গল্পের শেষে চোখের জল ধরে রাখতে পারিনি । অনেক অনেক ধন্যবাদ মির দাদা এবং আপনাদের সকল গপ্পো মিরের ঠেকের পরিরবারকে❤❤❤
"ইহলোকে নাই বা হলো পরকালে দিও দেখা ❤ দুচোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা " ধন্যবাদ গল্পঃ মিরের ঠেক ❤ ধন্যবাদ মির দা one of the best ❤
সত্যিই অনবদ্য একটি গল্প ❤️❤️ মন ছুয়ে যাওয়ার মত। এই পৃথিবীতে প্রত্যেকটি দেবদাস যেন তার শেষ মুহূর্তে তার কাছের মানুষটির থেকে একটু ভালোবাসা পেয়ে যেতে পারে ❤️
এতদিন ধরে শুধু সিনেমা দেখে চোখে জল আসতো কিন্তু আজ এই প্রথমবার কোন কাহিনী শুনে চোখের জল আটকাতে পারলাম
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কাহিনী শোনানোর
Love forever ❤
অতুলনীয়, হৃদয়গ্রাহি, মর্মস্পর্শী, কালজয়ী এই উপস্থাপনা. মীর, সোমক.....immense gratitude to both of you & all other of the team.
আসাধারন হয়েছে ....every voice ❤specially চন্দ্রমুখীর voice ta and tar thinking ability darun and tar maturied personallity osahadharon দেবদাস চন্দ্রমুখীর matured conversation❤❤❤1:54:38-2:04:25
শেষে নিজের অজান্তেই চোখের কোন থেকে 2 ফোঁটা জল ঝরে পড়ল। অনেক ধন্যবাদ জানাই সকলকে।
প্রথমবার কেঁদে ছিলাম পথের পাঁচালি সোনার সময় ,আর আজকে এই দেবদাস।।
ধন্যবাদ এটি পরিবেশন করার জন্য 🙏🙏
"সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। "
- "কী বললি,তুই কী বললি? "
এই সময়টাতে এতো জোরে কেঁদে উঠলাম। আমার এখনও খুব কান্না পাচ্ছে। গল্পটা অনেকবার পড়েছি, কিন্তু গল্প মীরের ঠেকে গল্পটি পুনরায় শুনে আবার ভারাক্রান্ত হয়ে পড়লাম 🥺🥺🥺🥺🥺🥺
3din holo shunlam..movie dekhe Kanna Pai ni.audio golpo shune buk ta venge jacche. Akta ghor er moddhe achi..bgm ta bar bar shunchi..r last er 10ta minutes..akta audio golpo ato keno shundor hobe..kadte kadte buk vashalam
কিছু না লিখে পারলাম না, সত্যি ই অসাধারণ হয়েছে।"ইহকালে নাই বা হলো পরকালে দিয়ো দেখা, চোখে তে আবছা স্মৃতি আগলে ধরে রাখা" গান টা ভোলা যায় না । অনেক দিন আগে "দেবদাস" কিছু টা পড়েছিলাম হয়তো ঠিক মনে নেই, কিন্তু গল্পটা শোনার পর চোখ এর জল বাঁধ মানলো না। মনে একটা ছাপ থেকে যাবে। খুব ভালো হয়েছে। মীর দা , সৌমক ও দিতিপ্রিয়া এবং পুরো টিম অসাধারণ।
Somok's voice is undoubtedly the best for the character ❤
মীর দা চোখেরবালি উপন্যাস টা তোমার গলায় শোনার সৌভাগ্য কি আমার হবে কোনোদিনও ? তোমার চ্যানেলে পরিণীতা শুনে আমি রিতিমত কেঁদেছি ; কিন্তু যদি তোমার গলায় একবার এই গল্পটাও শুনতে পেতাম তো আমার সত্যি খুব ভালো লাগতো .. ধন্যবাদ দাদাভাই।🙏
This is the best representation of GMT till the date according to me...we all know Somak da has a gifted voice and this story and the very character is the best place to showcase that.. Dwitipriya has done the best she could..Ayantika di has already proved herself but still being the character of "Chandramukhi" was a big challenge indeed... above all the narration delivered by Captain was remarkable as usual... again I want to say JustSomak has just outdone himself..the Background score "ihokale nai ba holo porokale dio dekha'' had its own charm and it made me emotional ❤