গপ্পো মীরের ঠেক এ ২০ মিনিট শুনে আর থাকতে পারলাম না...তবে গল্প থেকে এখানে সব প্রাণবন্ত মনে হচ্ছে... কি অসাধারণ অভিনয়... এত অপমান করার পর ও পদ্ম কে 'didi' বলাটা তখন যুগ বলেই সম্ভব ছিল.... প্রণাম হাজারী ঠাকুর 🙏
গপ্পো মীর এর ঠেক থেকে এই গল্পটি শুনে সত্যি আপ্লুত হলাম। তাই সিনেমা টির খোঁজ করে দেখতে চলে এলাম। এবং অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করি "শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়"-কে আমাদের এই সুন্দর গল্পটি উপহার দেওয়ার জন্যে। ও সুন্দর ভাবে গল্পটি উপস্থাপন করার জন্য "গপ্পো মীরের ঠেক"-কে অসংখ্য ধন্যবাদ।
এখনকারের কোনো ডিরেক্টর হলে। এতো ভালো গল্প টার ই গার মেরে দিত। বেশ মন দিয়ে দেখলাম। শুধু 2024 নয় 2124 এ গিয়ে ও তৎকালীন প্রজন্ম এই উপন্যাস মন দিয়ে আগ্রহের সহিত দেখবে। ❤❤❤❤❤❤❤❤❤
সব থেকে ভালো ব্যাপার হল গল্প কে পরিবর্তন করা হয় নি । এখন কার যুগ হলে পরিবর্তন করে দিত । মনোজ মিত্র এর কথা যত বলা যায় কম হবে , উনার অভিনয় এত সাবলীল , হাজারী ঠাকুর চরিত্রের জন্য অসাধারণ কাস্টিং উনি ।
আরেকটা মেয়ে ছিল যে বাসায় কথা ছিল ১০০ টাকা দিবে ওই মেয়েটার কাছে থেকে যে ১০০ টাকা আনে ওই ক্যারেক্টারটা এখানে নাই। গল্পে দুইবার ওই মেয়েটার কথা বলা আছে কিন্তু এখানে একবারও নাই। হাজারী ঠাকুর কিন্তু তিন মেয়ের কথা বলেছিল গল্পের বইতে পড়া
প্রায় পৌনে 5 ঘন্টা যাবৎ মুভিটি দেখে তিনটা জিনিস শিখলাম ১, যারা উপকার করে তাদেরকে কখনো ভোলা উচিত নয়। ২, যত বড়ই হও কখনো অহংকারী হওয়া উচিত নয়। ৩, অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল থাকলে সৎ পথে একদিন নিজের লক্ষ্য কেউ ছাড়িয়ে যাওয়া সম্ভব।
একদম আমরা একটা আর্টিফিশিয়াল জীবনের মধ্যে বাস করছি যেখানে খালি রিলস মানুষ মানুষের হিংসা কেউ কারো সুখ দেখতে পারে না এই সময়টা যদি ফিরে যেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর উপন্যাস টা যখন পড়েছিলাম,, তখন সত্যিই খুব চমৎকার লেগেছিল,, আর এই ধারাবাহিক নাটক রুপে দেখেও মুগ্ধ হয়েছি,,, সত্যিই এমন মনোমুগ্ধকর অমর সৃষ্টি আর কখনো হবে না ❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই গোটা পর্ব গুলো একসাথে আপলোড করার জন্য🙏, এ জিনিস অমূল্য, কালজয়ী কাহিনী 🙏🙏🙏🙏, কালজয়ী ধারাবাহিক 🙏🙏🙏🙏🙏🙏আমাদের কিশোর বয়েসের নস্টালজিয়া ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
কখন যে কার উত্থান, কখন যে কার পতন, সত্যিই উপরওয়ালা হাতে। তাই অহংকার করতে নেই, মহান কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসে আরো একবার উপলব্ধি করিয়ে গেল 🙏
এই সিরিয়াল টি বহু বছর আগে টিভি তে বাবা মায়ের সঙ্গে দেখেছি আরও একটি সিরিয়াল দেখেছি এক সুমদ্র অনেক ঢেউ এখন আর দেখতে পাই না অপূর্ব অভিনয় কোনো কথা হবে না। এতো গুনী শিল্পী মোনোজ মিঞের শেষ জীবনে র করুন অবস্থা দেখে মর্মাহত হলাম।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি ❤🥰 এবং মনোজ মিত্র ও সাবিত্রী চ্যাটার্জী আরও অন্যান্য কালজয়ী অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের কোনো তুলনা হয় না 🙏❤🥰
খুব খুব, খুবই সুন্দর কিন্তু হাজারী ঠাকুর কে মানালো না, উনি অনেক বড় মাপের অভিনেতা কিন্তু নেগেটিভ রোল এ দেখতে দেখতে হাজারী ঠাকুর এর রূপে মানাতে কষ্ট হলো ❤️, কিন্তু সত্যি খুব সুন্দর যা শুনে চোখের সামনে ছবির মতো দেখছিলাম, তা এখন দেখছি, সত্যি অসাধারণ ❤️
বইয়ের পাতায় চরিত্র গুলি হাজার বার এঁকেছি, আজ সেলুলারের পর্দায় দেখলাম। কত স্মৃতি, কত ভাললাগা, কত ভালবাসা এই উপন্যাস জুড়ে, ভুলতে পারিনা। সময় পেলেই পড়া হয় বার বার❤️❤️
সোনালী দিনগুলো কোথায় হারিয়ে গেল আমাদের সহজ-সরল জীবনটা কতই না ভালো ছিল এক কথা বলতে গেলে তখনকার মানুষের হিংসা রেষারেষি কম ছিল সেই স্বপ্নের দিনগুলো যদি আবার ফিরে পেতাম 😢
গল্পটিতে একটি বৃহৎ খুঁত থেকে গেছে । শেষ দৃশ্যে পদ্ম দিদি হাজারী ঠাকুরকে প্রণাম করেছিল সেটি নেই। ওটাই হাজারী ঠাকুরের জীবনে সবচেয়ে বড় পাওয়া ঠাকুর বলেছিলেন।
সত্যি অসাধারণ লাগলো, গপ্পো মীরের ঠিক থেকে আমার আসা। 😊 তোমাদেরও কি একি অবস্থা ?😊 আমার মতো আর কতোজন এসেছো?😊 যারা যারা আমার এই কমেন্ট পড়েছো তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমার মা এবং বাবার সুস্থতা কামনা করি ভগবানের কাছে 🙏🏻 সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। 😊
সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক দর্শক রয়েছে আমার মত, যারা গপ্পো মীরের ঠেক থেকে এসেছে ❤। বিভিন্ন কারণে এখন আমরা বাংলাদেশের বাঙালিরা কলকাতা যেতে পারছিনা, আমি যখন প্রথম কলকাতায় গিয়েছিলাম তখন শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল "সত্যজিৎ রায়ের শহর" ❤ শুধু সত্যজিৎ রায়ের কথা বললে ভুল হবে আরো কত গুণী ব্যক্তিরা এই কলকাতা রাস্তায় হেঁটেছেন।❤
গপ্পো মিরের ঠেক থেকে কারা এলেন?
Ami🖐️
Ami
😂amie
Amii
Ami❤
গপ্পো মীরের ঠেক এ ২০ মিনিট শুনে আর থাকতে পারলাম না...তবে গল্প থেকে এখানে সব প্রাণবন্ত মনে হচ্ছে...
কি অসাধারণ অভিনয়...
এত অপমান করার পর ও পদ্ম কে 'didi' বলাটা তখন যুগ বলেই সম্ভব ছিল.... প্রণাম হাজারী ঠাকুর 🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
যখন DD 7 এ দেখিয়েছিল তখন দেখে ছিলাম। তবে শুধু অডিওর মাধ্যমে আদর্শ হিন্দু হোটেল ফোটান খুব শক্ত কাজ, সেই কাজ গল্প মীরের ঠেক খুব ভাল ভাবে সম্পন্ন করেছে।
Exactly...@@minadas2917
গপ্পো মীর এর ঠেক থেকে এই গল্পটি শুনে সত্যি আপ্লুত হলাম। তাই সিনেমা টির খোঁজ করে দেখতে চলে এলাম। এবং অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করি "শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়"-কে আমাদের এই সুন্দর গল্পটি উপহার দেওয়ার জন্যে। ও সুন্দর ভাবে গল্পটি উপস্থাপন করার জন্য "গপ্পো মীরের ঠেক"-কে অসংখ্য ধন্যবাদ।
এখনকারের কোনো ডিরেক্টর হলে। এতো ভালো গল্প টার ই গার মেরে দিত।
বেশ মন দিয়ে দেখলাম।
শুধু 2024 নয় 2124 এ গিয়ে ও তৎকালীন প্রজন্ম এই উপন্যাস মন দিয়ে আগ্রহের সহিত দেখবে।
❤❤❤❤❤❤❤❤❤
Ekta item song, kichu kacha khisti add karto😃🤣😂😂😂
Seriously, porinita dekhlam hoichoi te...onek palteche, jara novel ta poreni tader bhaloi lagbe but novel tay onek details ache jegulo akdom palte diyeche
কতবার ইউটিউবে খুঁজেছি পাইনি। আজকে হঠাৎ নিজেই চলে এসেছে। কী যে ভালো লাগছে।
sotyi eta peye khub bhalo laglo
Sotti
এসবই গপ্পো মিরের ঠেকের জন্য ভিডিওটি ট্রেন্ড হয়েছে।
Thik nije nije e elo
Ami to download kore felechi...nahole TH-cam theke delete kore dite pare
সব থেকে ভালো ব্যাপার হল গল্প কে পরিবর্তন করা হয় নি । এখন কার যুগ হলে পরিবর্তন করে দিত । মনোজ মিত্র এর কথা যত বলা যায় কম হবে , উনার অভিনয় এত সাবলীল , হাজারী ঠাকুর চরিত্রের জন্য অসাধারণ কাস্টিং উনি ।
কিছুটা বাদ দেওয়া হয়েছে।। বাকীসব একই আছে।
Advertised gulo DD - 7 ea takhun add kore chilo
Baki sab aache tabe editing kore Doordarshan bad diyeche karan Commercial Break 2 bar majhe chilo.
Ekdom thik bolechen
আরেকটা মেয়ে ছিল যে বাসায় কথা ছিল ১০০ টাকা দিবে ওই মেয়েটার কাছে থেকে যে ১০০ টাকা আনে ওই ক্যারেক্টারটা এখানে নাই। গল্পে দুইবার ওই মেয়েটার কথা বলা আছে কিন্তু এখানে একবারও নাই। হাজারী ঠাকুর কিন্তু তিন মেয়ের কথা বলেছিল গল্পের বইতে পড়া
ঐ কারনে আজকালকার সাহিত্য নিয়ে তৈরি সিরিয়াল বা সিনেমা দেখতে ইচ্ছে হয় না । তারা সব কিছুই পরিবর্তন করে দেয়।
আমি বাংলাদেশ থেকে দেখছি, আগের নাটক গুলি কি সুন্দর কাহিনি, অভিনয় তো দেখা'র মতন, আমার খুব ভালো লাগে, তাই 👍 দিয়ে রাখলাম, এমনই পুরানো নাটক গুলি দেবেন, 🙏
উপন্যাস যেখানে সুন্দর
সেখানে নাটক তো সুন্দর হবেই
অনেক ভালোবাসা নেবেন ভারত থেকে বলছি। আমি রানাঘাট অনেকবার গিয়েছি। তবে আদর্শ হিন্দু হোটেলে যাওয়া হয়নি, খুব শীঘ্রই যাবো। সরকার মশাই 😊
Goppo mirer thek শোনার আমন্ত্রণ রইলো, ইউটিউব থেকে।
গপ্পো মিরের ঠেক শোনার আমন্ত্রণ রইলো, ইউটিউব থেকে।
বিভূতি-ভূষণ বঙ্গোপধ্যায় গল্পের তুলনা হয় না। অভিনয় শিল্পিদের অভিনয়ও এক কথায় অতুলনীয় ছিলো🙏
প্রায় পৌনে 5 ঘন্টা যাবৎ মুভিটি দেখে তিনটা জিনিস শিখলাম
১, যারা উপকার করে তাদেরকে কখনো ভোলা উচিত নয়।
২, যত বড়ই হও কখনো অহংকারী হওয়া উচিত নয়।
৩, অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল থাকলে সৎ পথে একদিন নিজের লক্ষ্য কেউ ছাড়িয়ে যাওয়া সম্ভব।
😊😊😊😊😊😊
গপ্পো মির এর ঠেক দেখে কে কে এসেছো আমার মতো 😂
Aami asci ❤
Ami
আমি
Ami asinine kintu hothat kore chole eseche
Ami
এই মহান অভিনেতা (মনোজ মিত্র)আজ
পরলোকে গমন করলেন।😢
ভালো থাকবেন হাজারী ঠাকুর ❤😢
প্রবাদ আছে মধু যত পুরনো হয় ততই তার স্বাদ বাড়ে ।কম বয়সে দুরদরশন এ দেখে ছিলাম।আজ আবার দেখলাম।অমর সৃষ্টি।
1995 July mas theke telecast start hoyechilo 6.30 PM
DD - 1 & 7 Combined telecast hoyechilo
Jothajoto bolechen
Mone hoy 1992-1993 te hoyechilo
2024.....ভাবছি এই সময়টাতে কেন জন্ম নিলাম না। এ পাপের সময় কেন জন্ম নিয়েছি।সিনেমাটা দেখে এত আফসোস লাগছে।
Aami o satai vabi❤
Jibon jano avisap😢
একদম আমরা একটা আর্টিফিশিয়াল জীবনের মধ্যে বাস করছি যেখানে খালি রিলস মানুষ মানুষের হিংসা কেউ কারো সুখ দেখতে পারে না এই সময়টা যদি ফিরে যেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম
Sobkichu niye e amader banch te hobe...tobe purano sonskriti vul le cholbe na❤
আপনি সেই যুগেও জন্মেছিলেন, হয়ত ভুলে গেছেন। আপনিই তো পদ্দ দিদি ছিলেন। 😅😅
আপনাকে অনেক প্রণাম স্যার, এই সুন্দর অনুভূতি টাকে youtube এ উপস্থাপনা করার জন্য।
Thank you 🙂
@@suku03দাদা,আমি বাংলাদেশ থেকে, জন্মভূমি নাটকটা যদি আপলোড করতেন? কৃতজ্ঞ রই
আমার ছোটোবেলায় প্রথম সিরিয়াল।কি সুন্দর উপস্হাপনা।ছোটবেলার সব স্মৃতি মনে পরে যাচ্ছে। ধন্যবাদ।
oi din guli vlo chilo
Mone hoy 1992-1993 te hoyechilo
ঠিকই বলেছেন।
মা কে দেখাতে মায়ের চোখেও যেনো শৈশব ফিরতে দেখলাম।
মা ও বললো,এটা নাকি সেই সময় সিরিয়াল হতো।
অনবদ্য অভিনয়।সহজ ,সরল সাবলীল জীবন মনকে পরিতৃপ্ত করে তোলে।
শুধু একটা কথাই বলব। আমার চোখে জল চলে এল, এত ভালো লাগলো।।।।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর উপন্যাস টা যখন পড়েছিলাম,, তখন সত্যিই খুব চমৎকার লেগেছিল,, আর এই ধারাবাহিক নাটক রুপে দেখেও মুগ্ধ হয়েছি,,, সত্যিই এমন মনোমুগ্ধকর অমর সৃষ্টি আর কখনো হবে না ❤
বাংলা নাটকে মনোজ মিত্রর অবদান আমরা চিরদিন মনে রাখব। ওঁর আত্মার শান্তি কামনা করি
কী সুন্দর চরিত্রগুলো জীবন্ত হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। অসাধারণ ❤❤❤❤❤।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই গোটা পর্ব গুলো একসাথে আপলোড করার জন্য🙏, এ জিনিস অমূল্য, কালজয়ী কাহিনী 🙏🙏🙏🙏, কালজয়ী ধারাবাহিক 🙏🙏🙏🙏🙏🙏আমাদের কিশোর বয়েসের নস্টালজিয়া ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍💖🥰👍
জনাব শুকুমার পাত্র আপনাকে শত সহস্র কোটি সালাম।আমি গত ৪ বছর যাবৎ তীর্থের কাকের মত খুঁজছিলাম এটি চিত্রায়নে।আজ চোখ জুড়লো। ভালো থাকবেন সবসময়।
এই লেখা ও গল্প আমাদের বাংলার অমূল্য সম্পদ, আর এই ধারাবাহিকে সকলের অভিনয় শৈলী অভাবনীয় অপূর্ব, পুরো বাস্তব কে ফুটিয়ে তুলেছে
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের লেখনীর কোনো তুলনা হয়না।
Mohan bangali 🎉
Chander pahar best one ❤️❤️
কি যে ভালো লাগছে এই প্রিয় serial টা দেখতে পেয়ে❤ একেবারে মূল গল্প কে অনুসরণ করে তৈরি করা। অসামান্য অভিনয়।
অসাধারণ। খুব সুন্দর, খুব ভালো লাগলো। গপ্পো মিরের ঠেক থেকে এলাম❤
খুব সুন্দর মন ভোরে যায়। অতীত স্মৃতি রোমন্থন করার স্বাদ ই আলাদা। অনেক সিরিয়াল আজও দেখতে ইচ্ছা করে। তার মধ্যে এই সিরিয়াল টা অন্যতম
কখন যে কার উত্থান, কখন যে কার পতন, সত্যিই উপরওয়ালা হাতে। তাই অহংকার করতে নেই, মহান কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসে আরো একবার উপলব্ধি করিয়ে গেল 🙏
কবি?
কবি আর লেখক আলাদা মশাই😂😂
পড়েও যেমন আনন্দ পেয়েছি, দেখেও তেমনি আনন্দ পেলাম।
শেষ দৃশ্যে শুধু পদ্মদিদির প্রণামটা বাকি ছিল, কিন্তু তাতেও অসম্পূর্ণ মনে হয়নি।
আমার প্রিয় লেখক শ্রী বিভূতিভূষন বন্দোপাধ্যায়। খুব সুন্দর একটা গল্প। গপ্পো মীরের ঠেকে শুনে দেখার ইচ্ছেটা আরও বেড়ে গেল।
অসংখ্য ধন্যবাদ। ঘ্যান ঘ্যান ধারাবাহিক জগতে যেন দক্ষিণা বাতাস। গুপির গুপ্ত খাতা চাই।
হম্ম ধন্যবাদ, গল্প মীরের ঠেক.... ।
কি সুন্দর অভিনয় আর কি সুন্দর পরিবেশ কোনো অতিরঞ্জকতা নেই। ।
এত ন্যাচারাল বাংলা ছবি আর কোনোদিন হবে না ।
এই সিরিয়াল টি বহু বছর আগে টিভি তে বাবা মায়ের সঙ্গে দেখেছি আরও একটি সিরিয়াল দেখেছি এক সুমদ্র অনেক ঢেউ এখন আর দেখতে পাই না অপূর্ব অভিনয় কোনো কথা হবে না। এতো গুনী শিল্পী মোনোজ মিঞের শেষ জীবনে র করুন অবস্থা দেখে মর্মাহত হলাম।
Tini aj amader chere chole gelen ae parthib jogot theke
হঠাৎ করে চলে আসলো... জানতাম ই না সিনেমাটা আছে. এত বড় দৈর্ঘ্যের সিনেমা আগে কখনও দেখি নি .... মীরদার আড্ডা থেকে শুনেছি আগি।
মনোজ মিত্র বাবু আপনার নাটক গুলি পড়ে যেমন আপনাকে নতুন ভাবে আবিষ্কার করে ছি ঠিক অভিনয় গুলি যত বার দেখছি তত বার মুগ্ধ হয়েছিলেন।
আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ❤❤
উপন্যাস পড়েছিলুম ❤️❤ এখন দেখছি অমর সৃষ্টি ❤❤
4 din dhore dekhchilam movie ti,aaj complete holo ...mon ta puro juriye gelo ....❤❤🙏🙏🥰🥰
আসলে যে শিক্ষা পেলাম এটা বিদ্যা দিয়ে অর্জন হয় না।অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আপলোড করার জন্য।
বাংলাদেশ থেকে দেখছি ❤❤❤
Golpo mirer thek e puro golpo ta sune akhane Elam...
Poddo jhir acting darun
অসাধারণ মনোজ মিত্র🙏
গল্পো মিরের ঠেক থেকে কে কে এলেন ❤
আমি 🥰🥰😍😍
Ami achhi bhai 😊😊❤❤
Ami.. 😅
Puro copy goppo mirar thak
আমি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি ❤🥰
এবং মনোজ মিত্র ও সাবিত্রী চ্যাটার্জী আরও অন্যান্য কালজয়ী অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের কোনো তুলনা হয় না 🙏❤🥰
বইটা পড়েছিলাম, আজকে পুরো ছবিটা দেখলাম। বিভূতিভূষণ মানেই ❤❤
এই উপন্যাসটা আমার চেয়ে বেশিবার সম্ভবত কেউ পড়েনি। আর ছবিটাও সম্ভবত কেউ বেশি দেখেনি। কি সুন্দর, সাদামাটা সব🤍
2024 এ কারা দেখছেন।
Me , seeing plus reading novel
Ami
Ami achi❤
আমিও।
Upload e hoyeche 24 a gandu
খুব খুব, খুবই সুন্দর কিন্তু হাজারী ঠাকুর কে মানালো না, উনি অনেক বড় মাপের অভিনেতা কিন্তু নেগেটিভ রোল এ দেখতে দেখতে হাজারী ঠাকুর এর রূপে মানাতে কষ্ট হলো ❤️, কিন্তু সত্যি খুব সুন্দর যা শুনে চোখের সামনে ছবির মতো দেখছিলাম, তা এখন দেখছি, সত্যি অসাধারণ ❤️
❤অনেক দিনের প্রত্যাশা.... ❤অনেক ধন্যবাদ।
আজ হাজারী ঠাকুর তাঁর আদর্শ হিন্দু হোটেল ছেড়ে চলে গেলেন😢😢😢
বইয়ের পাতায় চরিত্র গুলি হাজার বার এঁকেছি, আজ সেলুলারের পর্দায় দেখলাম। কত স্মৃতি, কত ভাললাগা, কত ভালবাসা এই উপন্যাস জুড়ে, ভুলতে পারিনা। সময় পেলেই পড়া হয় বার বার❤️❤️
মনটা ভরে গেলো। অনেক বড় বড় মোটিভেশনাল মুভি হার মানবে ।
কোথায় গেলো আমাদের সেই বাংলা সিনেমা !!😢
গপ্পো মীরের ঠেক থেকে এসেছে ❤
Hello
😊
Akdom amio sunechi golpota 💖
Hmm.
Ami😂😂😂😂
সোনালী দিনগুলো কোথায় হারিয়ে গেল আমাদের সহজ-সরল জীবনটা কতই না ভালো ছিল এক কথা বলতে গেলে তখনকার মানুষের হিংসা রেষারেষি কম ছিল সেই স্বপ্নের দিনগুলো যদি আবার ফিরে পেতাম 😢
Osadharon jhobi ❤❤😊
Miss you old nature 😢😢😢😊
ভালো থাকবেন হাজারী ঠাকুর তারাদের দেশে 🙏🙏🙏
উনার আত্মার শান্তি কামনা করি🙏🙏🙏🙏🙏🙏
গল্পটিতে একটি বৃহৎ খুঁত থেকে গেছে । শেষ দৃশ্যে
পদ্ম দিদি হাজারী ঠাকুরকে প্রণাম করেছিল সেটি নেই।
ওটাই হাজারী ঠাকুরের জীবনে সবচেয়ে বড় পাওয়া ঠাকুর বলেছিলেন।
দুর্দান্ত লাগলো খুব ছোট বেলায় দেখেছিলাম অল্প অল্প মনে পরে তখনও খুব হিট হয়েছিল
গপ্পো মিরের ঠেক থেকে এলাম,,
না এসে থাকতে পারলাম না ❤❤
প্রথমে বইটি পড়েছি তারপর ভিডিও আকারে দেখলাম। তবে বই পড়েই বেশি মজা পেয়েছি। ভিডিও খুব ভালো
গল্প টা আমি ৩ - ৪ বার পড়েছি অসাধারণ ভালো
লেখকের গভীর চিন্তাভাবনার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে এই ছবির শিল্পীদের অপূর্ব অভিনয়ে।😊
Mir dar Half sune r next week wait korte parlm na..chole aslm akhne🙂
Sam to sam🎉🎉
অসাধারণ এত দিনে খুঁজে পেলাম
Excellent bengali movie like all , thanks. সকলের মত চমৎকার বাংলা সিনেমা, ধন্যবাদ।
Subscribe korlam..onek onek suvechha roilo bondhu
এত্ত ভালো অভিনয়, ঠিক যেন উপন্যাস এর সাথে মিল রেখেছে।
২২.১০.২০২৪
সবথেকে প্রিয় উপন্যাস।
সত্যি অসাধারণ লাগলো, গপ্পো মীরের ঠিক থেকে আমার আসা। 😊
তোমাদেরও কি একি অবস্থা ?😊 আমার মতো আর কতোজন এসেছো?😊
যারা যারা আমার এই কমেন্ট পড়েছো তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমার মা এবং বাবার সুস্থতা কামনা করি ভগবানের কাছে 🙏🏻
সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। 😊
কাহিনী যেন এক মায়া,, যা মানুষ কে উপরে উঠতে সাহায্য করবে।
অনবদ্য,এ এক অমর সৃষ্টি।
’মনোজদের অদ্ভুত বাড়ি’ সিরিয়ালটি কি কেও আপলোড করতে পারবেন, অনুরোধ রইল 🙏
অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা,,,, বহুদিন ধরে খুঁজছিলাম
thank you for the compilation. Can you give another Doordarshan short film Kak Pundit?
সেই অতসী দি, সেই কুসুম, সেই পদ্ম দি সেই টেপি আহা গাঁয়ে কাটা দিয়ে ওঠে হাজারির গল্প শনে❤✨
Khuv valo laglo sir apnake pronam purano sriti firiye dewor jonno
সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক দর্শক রয়েছে আমার মত, যারা গপ্পো মীরের ঠেক থেকে এসেছে ❤।
বিভিন্ন কারণে এখন আমরা বাংলাদেশের বাঙালিরা কলকাতা যেতে পারছিনা, আমি যখন প্রথম কলকাতায় গিয়েছিলাম তখন শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল "সত্যজিৎ রায়ের শহর" ❤ শুধু সত্যজিৎ রায়ের কথা বললে ভুল হবে আরো কত গুণী ব্যক্তিরা এই কলকাতা রাস্তায় হেঁটেছেন।❤
Sir ami ai galpo ta age doordarshan e dekhe chilam ai rakam aro natak ache se gulo dekhan asha kori sabar bhalo lagbe
Manoj mitro Rock khub valo laglo.Khub choto belay dekhechilam ,Akhon aro beshi valo laglo
Comment করে রাখি যখনই আবার কেউ এই movie টা দেখবে আমার কাছে notification আসবে ♥️
Goppomir er theke purono golpo sune sei purono movie hotat chole asar je beper taa 😅😊
গুগল আমাদের সব সময় নজরে রাখে
এটা বুঝতে পারছ তো
গপ্পো মিরের ঠেক থেকে গল্প সোনার পরেই
অটোমেটিক চলে এসেছে
Golpo ta sunaci khubi sundar...aj movi ta daklim kucu bolar ni.... nice upload movie...
নৃসিংহ রহস্য serial এর সব episode গুলো দিলে খুবই ভালো হয় .
কাল মনোজ মিত্র স্যার চলে গেলেন কাল থেকে দেখছি এই ধারাবাহিক টা অসাধারণ অভিনয়।❤ স্যার ভালো থাকবেন তারাদের দেশে।❤12/11/2024 আপনি চলে গেলেন ।
অসাধারণ ❤❤❤❤
Eyi Kichu Dine agei Dekha holo Episode gulo.. Kete chete diye chilo.. Raja sen official a.. Jai hok Dhonno Novel By Praner lekhok
কি যে খুশি লাগছে ছোট বেলা কার ডিডি ১ সিরিয়াল ওহ 🌹🌹🌹🌹
অনেক দিন ধরে খোঁজাখুঁজির পর আজ হঠাত চোখে পড়লো এই ছবি টি অনেক ভালো লাগলো ধন্যবাদ দাদা আপনাকে।
অসাধারণ
TH-cam suggestion ta sera দিল.... GMT শ্রোতা।।
Kara kara goppo mir ar thake a ai golpo tar audio form suna ar thakta na para amar mato audio and video dakar jonno asecho hand's up koro dekhi😂😂😂😂😂
এইতো এলাম কাজ শেষে বসলাম
Ami
অসাধারণ , গল্পও তার অভিনয় প্রত্যেক শিল্পীর।সর্বদা নতুন যে দেখবে তারি ভালো লাগবে ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাংলা সিনেমা "ভালোবাসার অনেক নাম" পরিচালক তরুণ মজুমদার।
যদি দেখার সুযোগ করে দিতেন খুবই খুশি হবো।
সত্যি বলছি এত সুন্দর ছবি হয় না, হতে পারে না। ❤❤
Thanks you sir
আহা গো অসাধারণ সৃস্টি।। চোখ ভরে গেলো
Mir dar Galpp0 sune k k Ese6en ❤
Darun, amar sobtheke priyo golpo
🙏 স্যর , যদি "কোনোও এক গাঁয়ের বধু " ধারাবাহিকটি আবার দেখা যেতো.......🙏
গল্পের দুটো অধ্যায় শুনে দেখার ইচ্ছা হাজার গুণ বেড়ে গেল
অজস্র ধন্যবাদ