উঃ কি উদ্দাত কন্ঠের অধিকারী ছিলেন খোকন বিশ্বাস । আমার "নটী বিনোদিনী" দেখার সৌভাগ্য হয়নি কারণ তখন আমি ছোট ছিলাম তাই । কিন্তু মাইকে এবং টেপরেকর্ডারে যে কত শুনেছি তার ইয়াত্তা নেই । তবুও ওনার ঐ কন্ঠ শোনার পিয়াস মেটেনি । যাই হোক আমি ওনাকে সেই "ক্ষুধিত হারেম" পালা থেকে দেখা শুরু করি ওনার সর্বশেষ অভিনয় পর্যন্ত । এই কীর্তন গানটি আধুনিক যন্ত্র সহযোগে আধুনিকভাবে গাওয়া হলেও যাত্রার মতো অতটা জমাটি মনে হলোনা । হয়তো সেটা বয়স জনিত কারণে বা বৈঠকী কারণে । তবুও যা গেয়েছেন এবং পেয়েছি তাই যথেষ্ট । "নটী বিনোদিনী" পালা চাক্ষুষ না করতে পাওয়ার দুঃখ কিছুটা হলেও দূর হলো ।
একদম ঠিক বলেছেন, কি অসাধারন গলা ছিলো তেনার, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, বয়স কম থাকার জন্যে নটি বিনোদিনী চাক্ষুষ দেখার সুযোগ হয়নি, কিন্তু বাবার মুখে যত টুকু শুনেছি আর এই গান গুলো শুনতে বুঝতে পারি যাত্রা কে তিনি এক অন্য জায়গায় নিয়ে গেছিলেন।
গায়ের লোম খাড়া হয়ে ওঠে ❤
অসাধারণ গলা।খোকন বিশ্বাস বিবেক সম্রাট, আপনার অবর্তমানে যাত্রা শিল্পের অফুরনীয় ক্ষতি হয়েছে। যেখানে আছেন ভালো থাকবেন। নমস্কার।
উঃ কি উদ্দাত কন্ঠের অধিকারী ছিলেন খোকন বিশ্বাস । আমার "নটী বিনোদিনী" দেখার সৌভাগ্য হয়নি কারণ তখন আমি ছোট ছিলাম তাই । কিন্তু মাইকে এবং টেপরেকর্ডারে যে কত শুনেছি তার ইয়াত্তা নেই । তবুও ওনার ঐ কন্ঠ শোনার পিয়াস মেটেনি । যাই হোক আমি ওনাকে সেই "ক্ষুধিত হারেম" পালা থেকে দেখা শুরু করি ওনার সর্বশেষ অভিনয় পর্যন্ত । এই কীর্তন গানটি আধুনিক যন্ত্র সহযোগে আধুনিকভাবে গাওয়া হলেও যাত্রার মতো অতটা জমাটি মনে হলোনা । হয়তো সেটা বয়স জনিত কারণে বা বৈঠকী কারণে । তবুও যা গেয়েছেন এবং পেয়েছি তাই যথেষ্ট । "নটী বিনোদিনী" পালা চাক্ষুষ না করতে পাওয়ার দুঃখ কিছুটা হলেও দূর হলো ।
একদম ঠিক বলেছেন, কি অসাধারন গলা ছিলো তেনার, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, বয়স কম থাকার জন্যে নটি বিনোদিনী চাক্ষুষ দেখার সুযোগ হয়নি, কিন্তু বাবার মুখে যত টুকু শুনেছি আর এই গান গুলো শুনতে বুঝতে পারি যাত্রা কে তিনি এক অন্য জায়গায় নিয়ে গেছিলেন।
মনটা ভরে গেল ।অসাধারণ পোস্ট
ঈশ্বর আপনার মঙ্গল করুন ।আমার আন্তরিক শ্রদ্ধা জানাই
উদাত্ত কণ্ঠ ❤
আহ কি অমৃত সুর,সত্যি কতোটা অভাগা আমরা এতো সুন্দর সুর সরাসরি উপভোগ করার সৌভাগ্য হয়নি আমাদের।প্রণাম হে মহাপ্রাণ 🙏🙏🙏
Mon vora galo
দারুন, অসাধারণ, অনবদ্য, আপনার প্রয়াস, অসংখ্য ধন্যবাদ, অন্যান্য যাত্রা পালার গান গুলি সংগ্রহে থাকলে পরিবেশন করুন 🙏🙏🙏🙏💐🙏🙏
Immortal pranam
🌺🌺🙏🙏🌺🌺
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে
love song
Manobendra mukherjee r tairi silpi.
"দেবী সুলতানা " পালার গান গুলি সংরক্ষিত থাকলে অবশ্যই ছাড়ুন
এমন গান কি আর শোনা যাবে