পঞ্চাশের দশকের একেবারে শেষের দিকে আমি সোনাই দিঘি যাত্রা পালা দেখে ছিলাম। এক ক্থায় অপূর্ব,অনবদ্য,মনো মুগ্ধকর যাত্রা পালা । আজও সেই সব দিনের স্মৃতি গুলো চোখের সামনে জ্বল জ্বল করছে। কোনো ভাবেই ভুলতে পারি না।কোথায় গেলো সেই সব সোনালী দিনগুলি?"Those days are gone." খুব ভালো লাগলো এই প্রতিবেদনটি দেখে।অসংখ্য ধন্যবাদ।
গলায় এই গানটি শোনার পরে ছোটবেলার সেই রোমান্টিক জুটি গুরুদাস ধারা জ্যোৎস্না দত্ত কতগুলো যাত্রাপালা যে আমরা শুনেছি বিকেল চারটের সময় আমরা সামান্য কিছু টিফিন নিয়ে বেরিয়ে পড়তাম পায়ে হেঁটে আত্ন কিলোমিটার রাস্তায় গিয়ে প্যান্ডেলের সামনে বসার জন্য এই যে পাঁচ টাকা দশ টাকা টিকিট সেই পয়সাটা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার ছিল। এতদিন পর ইউটিউব এ আপনার সাক্ষাৎকার পি নিজের জীবন ধন্য মনে করলাম প্রণাম জানাই দিদি ভাল থাকবেন সুস্থ থাকবেন
আমি ওনার সোনায় দীঘি অভিনয় দেখেছি। দারুন অভিনয়। মোট চার বার দেখার সুযোগ হয়েছিল। সোনাইয়ের চরিত্রে অসাধারণ। ভাবনা কাজীর সাথে প্রথম দৃশ্যে ই আসর মাতিয়ে দিতেন।
আজ থেকে অনেক বছর আগের কথা, আমাদের গ্রামে ,মঞ্চস্থ হয়েছিলো বিবি আনন্দময়ী যাত্রা পালা,তখন আমি খুব ছোট্টো ছেলে,আজও মনে আছে কি অপূর্ব কন্ঠ ছিলো জোৎসনা দত্তের,তেমনি ছিলো রূপের মাধুর্যে ভরপুর,কারণ তখন এনারা সাধনা করে মন প্রাণ ঢেলে উজাড় করে ,মানুষকে অনেক দিয়ে গেছেন,দিদি আপনা কে অসংখ্য ধন্যবাদ, আর এখন অসভ্য নোংরা,যত গয়ার পাপ অভিনয় জগতে ঢুকে সমাজ টা কে আবর্জনায় ভরিয়ে দিয়েছে
এক অনন্য অভিনেত্রী,যেমন গানের গলা,তেমন অভিনয়,বারুইপুর রাস মাঠে ওনাকে "সোনাই দিঘী" যাত্রায় প্রথম দেখি,সঙ্গে সব রথী মহারথী,স্বপন কুমার,পান্না চক্রবর্তী,সুজিত পাঠক,দিলীপ চাটুজ্যে,মাখন সমাদ্দার,ও আরো বিশিষ্ট শিল্পীবৃন্দ।। প্রথম দিন ভাঙচুর,কারণ স্বপন কুমার আসেননি,পর দিন তপন কুমারকে নিয়ে আবার ঐ টিকিটেই যাত্রা আরম্ভ হয়।। মন,প্রাণ জুড়িয়ে যায়,এখনো চোখে লেগে আছে।।।
১৯৫১ সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রবীন্দ্রভবনের যাত্রা মঞ্চে জ্যোতস্না দত্তের অভিনয় প্রথম দেখি। আমি তখন দ্বিতীয় শ্রেনীর ছাত্র। আমার বয়স এখন ৭৮ বছর। সেই জ্যোতস্না দত্তকে পরবর্তীতে আরো অনেকবার যাত্রা মঞ্চে দেখতে পেয়েছি। উনি যাত্রা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র । ওর মত অভিনেত্রী যাত্রা জগতে বিরল।
শ্রদ্ধেয়া দত্ত দিদির যাত্রা আমি দেখেছি। অনেকগুলো যাত্রাই দেখেছি, ফালাকাটা শীতলা মন্দির প্রাঙ্গনে ।সেই যে দেখা আজও আমার চোখে ভাসে। দিদি আমার সশ্রদ্ধ প্রণাম।
ঐ সময়টির সংগে চিৎপুরে জড়িয়ে ছিলাম একজন নাট্যকার ও নির্দেশক হিসাবে। ওঁকে চিনতাম। গায়ক গুরুদাস ধাড়ার সংগে ওঁর বহু সংগীতবহুল পালা পাগলের মত দেখেছি। কণ্ঠের সুর,আর অভিনয়ে উনি নিজেই প্রকৃত অর্থে ছিলেন "যাত্রা- সম্রাজ্ঞী" । আপনি এই ইতিহাস ধরে রেখে আর এক ইতিহাস রেখে যাচ্ছেন। আপনি অনন্য এক নাট্যবিজ্ঞানী। আপনাকে অকৃত্রিম ভালবাসা।
তখন যাত্রার পোস্টারে দেখেছি। বুঝতে পারছি এই সেই নায়িকা। কোনদিন যাত্রায় দেখায় সৌভাগ্য হয়নি তখন। আজ দেখে সত্যিই খুব ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ থাকুন।
Please give more videos of this artist. Many many thanks🌹❤ to you for valuable interviewing with Jostna davi.What's a nice voice of her still now on such ages. Thanks❤ a lot from my heart to Jostna Dani.
কোথায় হারিয়ে গেল যাত্রার সেই স্বর্ণযুগ! কোথায় গেলেন এই শিল্পের মণিমুক্ত সব শিল্পী আর পালাকাররা! শুধু বিনোদন নয় , লোকশিক্ষা, লোকহিত এবং সামাজিক সংহতি রক্ষায় এর চেয়ে ভাল মাধ্যম কিছু হয় না।
জ্যোৎস্না দত্ত ছিলেন প্রতিভা মই অভিনেত্রী ঈশ্বর প্রদত্ত তার গানের কণ্ঠ সাবলীল অভিনয় আমি বহুযাত্রা জ্যোৎস্না দিকে দেখেছি সর্বপ্রথম দেখি গুরুদাস ধারার সঙ্গে অভিনয় করতে বৈজু বাওড়া সে এক বিরল দৃশ্য আজকালের নিয়মে এই ধরনের অভিনেতা অভিনেত্রী কে বাবা বিরল
আপনাকে আমার প্রনাম জানাই। আমি বৌ হয়েছে রঙের বিবি দেখে যাএার প্রতি আগ্রহ বাড়ে। তারপর আজব গাঁয়ের আজব লেড়কি যাএাপালা আমি করেয়ি শুরু করি। মানিক জোড় এ শেষ করেছি। এখনো সাথে আছি যাএা মানে আমার লোকালে হলে আমার দল হাজির থাকি।।
স্বর্ণযুগের যাত্রা শিল্পীদের পালাকার দের গভীর শ্রদ্ধা। আমিও আমরা চাই স্বর্ণযুগের যাত্রার যে আদল সেই আদলেই যাত্রা পরিবেশিত হোক। তাতে লোকসংস্কৃতি বাঁচবে। প্রকৃত যাত্রা শিল্পের উন্নয়ন ঘটবে। এবং সর্বস্তর মানুষ আবারো গ্রহণ করে নেবে। এখন যেসব যাত্রাপালা গুলি পরিবেশিত হয়। অধিকাংশই শোনা ও দেখা অস্বস্তিকর। গান-বাজনার প্রয়োগের তো মাথামুণ্ডু নেই। উদ্ভট হিন্দি গান ও চতুর নাচ প্রকৃত যাত্রা কে বিঘ্নিত করছে। যাত্রা ফিরে আসুক গ্রাম গঞ্জে শহরে নগরে তার ঐতিহ্যকে বহন করে। এ বিষয়ে এই সময়ের সমস্ত শিল্পী ও সংগঠকদের ধ্যান ও জ্ঞান থাকা উচিত। লক্ষ্য রাখা উচিত। সরকার ও প্রশাসনের যাদের সাহায্য ও সহযোগিতায় যাত্রার পুরনো সংস্কৃতিকে বজায় রাখা যায়,,,,
জ্যোৎস্না দিদির অভিনয় দেখার সৌভাগ্য হয়েছে । পঞ্চাশের দশকে তাঁর বিখ্যাত যাত্রাপালা সোনাই দিধি দেখেছি কযেকবার । তাঁর গান , অভিনয় মনে লেগে আছে । যাত্রা গগনে তিনিই মহিলা চরিত্রে প্রথম মহিলা । তাঁর সঙ্গে ভিলেন ভাবনা কাজী চরিত্রে দিলীপ চট্টোপাধ্যায়ের হার হিম করা দুর্ধর্ষ অভিনয় । তাঁর তিনবার 'আমি ভাবনা কাজী ' উচ্চারণ করার ধরন দর্শকদের কাঁপিয়ে দিত । তার সঙ্গে জ্যোৎস্না দির পুকুরপাড়ে হাঁসকে ডাকার গান -- তই তই , তই তই ' দর্শকদের মুখে মুখে ঘুরত ।
পঞ্চাশের দশকের একেবারে শেষের দিকে আমি সোনাই দিঘি যাত্রা পালা দেখে ছিলাম। এক ক্থায় অপূর্ব,অনবদ্য,মনো মুগ্ধকর যাত্রা পালা । আজও সেই সব দিনের স্মৃতি গুলো চোখের সামনে জ্বল জ্বল করছে। কোনো ভাবেই ভুলতে পারি না।কোথায় গেলো সেই সব সোনালী দিনগুলি?"Those days are gone."
খুব ভালো লাগলো এই প্রতিবেদনটি দেখে।অসংখ্য ধন্যবাদ।
গলায় এই গানটি শোনার পরে ছোটবেলার সেই রোমান্টিক জুটি গুরুদাস ধারা জ্যোৎস্না দত্ত কতগুলো যাত্রাপালা যে আমরা শুনেছি বিকেল চারটের সময় আমরা সামান্য কিছু টিফিন নিয়ে বেরিয়ে পড়তাম পায়ে হেঁটে আত্ন কিলোমিটার রাস্তায় গিয়ে প্যান্ডেলের সামনে বসার জন্য এই যে পাঁচ টাকা দশ টাকা টিকিট সেই পয়সাটা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার ছিল। এতদিন পর ইউটিউব এ আপনার সাক্ষাৎকার পি নিজের জীবন ধন্য মনে করলাম প্রণাম জানাই দিদি ভাল থাকবেন সুস্থ থাকবেন
অসাধারণ অভিনয় তাঁর নানান চরিত্রে । শ্রদ্ধা জানাই এই গুণী শিল্পীকে ।
জোৎস্না দত্তের এমন কোন যাত্রা নেই যা দেখিনি।উনি আমার প্রিয় শিল্পী।আপনাকে অনেক ধন্যবাদ।
জ্যোৎস্না দত্ত জানান অনেক অনেক ধন্যবাদ ওনার সেই সোনাই দিঘি এখন আমরা শুনি
অসাধারণ লাগলো 👏
নতুন প্রজন্মদের সংস্কৃতিবোধ, চেতনার জাগ্রত হোক এই প্রে করি।
ওনার দীর্ঘ ও সুস্থ সবল , নীরোগ শরীর কামনা করি।আমার প্রণাম জানাই।
আমাদের ছোট বয়সে রেডিও বা রেকর্ডে যাত্রায় যাদের অভিনয় শোনার সৌভাগ্য হয়েছে জ্যোৎস্না দত্ত তাঁদের মধ্যে অন্যতম।🙏🙏
আমি ওনার সোনায় দীঘি অভিনয় দেখেছি। দারুন অভিনয়। মোট চার বার দেখার সুযোগ হয়েছিল। সোনাইয়ের চরিত্রে অসাধারণ। ভাবনা কাজীর সাথে প্রথম দৃশ্যে ই আসর মাতিয়ে দিতেন।
অসাধারণ অভিনেত্রী ছিলেন। বাদী লালবাঈ দেখেছিলাম আজ ও ভুলতে পারিনি
আজ থেকে অনেক বছর আগের কথা,
আমাদের গ্রামে ,মঞ্চস্থ হয়েছিলো বিবি আনন্দময়ী যাত্রা পালা,তখন আমি খুব ছোট্টো ছেলে,আজও মনে আছে কি অপূর্ব কন্ঠ ছিলো জোৎসনা দত্তের,তেমনি ছিলো রূপের মাধুর্যে ভরপুর,কারণ তখন এনারা সাধনা করে মন প্রাণ ঢেলে উজাড় করে ,মানুষকে অনেক দিয়ে গেছেন,দিদি আপনা কে অসংখ্য ধন্যবাদ,
আর এখন অসভ্য নোংরা,যত গয়ার পাপ অভিনয় জগতে ঢুকে সমাজ টা কে আবর্জনায় ভরিয়ে দিয়েছে
আমার সৌভাগ্য যে আমি ওনার যাত্রা দেখেছি। খুব ভালো লাগলো।
এক অনন্য অভিনেত্রী,যেমন গানের গলা,তেমন অভিনয়,বারুইপুর রাস মাঠে ওনাকে "সোনাই দিঘী" যাত্রায় প্রথম দেখি,সঙ্গে সব রথী মহারথী,স্বপন কুমার,পান্না চক্রবর্তী,সুজিত পাঠক,দিলীপ চাটুজ্যে,মাখন সমাদ্দার,ও আরো বিশিষ্ট শিল্পীবৃন্দ।।
প্রথম দিন ভাঙচুর,কারণ স্বপন কুমার আসেননি,পর দিন তপন কুমারকে নিয়ে আবার ঐ টিকিটেই যাত্রা আরম্ভ হয়।। মন,প্রাণ জুড়িয়ে যায়,এখনো চোখে লেগে আছে।।।
Top class zatra artist.akhon a artist khije paoa Jabe na.birat prathiva Chara sambhab noi.
১৯৫১ সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রবীন্দ্রভবনের যাত্রা মঞ্চে জ্যোতস্না দত্তের অভিনয় প্রথম দেখি। আমি তখন দ্বিতীয় শ্রেনীর ছাত্র। আমার বয়স এখন ৭৮ বছর। সেই জ্যোতস্না দত্তকে পরবর্তীতে আরো অনেকবার যাত্রা মঞ্চে দেখতে পেয়েছি। উনি যাত্রা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র । ওর মত অভিনেত্রী যাত্রা জগতে বিরল।
সেই যুগ আর কৈ, কি অনবদ্য অভিনয় ও গানের গলা, ভালো থাকবেন দিদি, যাত্রা যুগের অন্তিম লগ্ন, আজ শুধু আমরা সৌখিন রা ধরে রেখেছি, জানিনা কতদিন থাকবে.....
কোথায় হারিয়ে গেছে সেই সব দিন গুলো ।বহু গুনী শিল্পী সম ন্ন্য য়ে যে যাত্রা পালা গুলো দেখে ছিলাম ।আজ ও ভুলতে পারি না ।
শ্রদ্ধেয়া দত্ত দিদির যাত্রা আমি দেখেছি। অনেকগুলো যাত্রাই দেখেছি, ফালাকাটা শীতলা মন্দির প্রাঙ্গনে ।সেই যে দেখা আজও আমার চোখে ভাসে। দিদি আমার সশ্রদ্ধ প্রণাম।
উনি আমার মায়ের আপন মামাতো বোন। অসাধারণ একজন মানুষ তার জন্য আমরা গর্বিত ❤❤
ছোট বেলায় ওনার বৈজু বাওড়া দেখে ছিলাম। আর কন্ঠ আজো ভুলতে পারি নি।
jemon apurba onar avinoy temoni classical based kantha
onar Bahu jatrapala ami dekhe dnonyo hoyechi bisesh kore Gurudas Dhara er sange onar juti
onake sasradhya pronam
নব প্রজন্মের কাছে এই অমূল্য সম্পদের কিছুটা তুলে ধরার জন্য ধন্যবাদ।
ঐ সময়টির সংগে চিৎপুরে জড়িয়ে ছিলাম একজন নাট্যকার ও নির্দেশক হিসাবে। ওঁকে চিনতাম। গায়ক গুরুদাস ধাড়ার সংগে ওঁর বহু সংগীতবহুল পালা পাগলের মত দেখেছি। কণ্ঠের সুর,আর অভিনয়ে উনি নিজেই প্রকৃত অর্থে ছিলেন "যাত্রা- সম্রাজ্ঞী" ।
আপনি এই ইতিহাস ধরে রেখে আর এক ইতিহাস রেখে যাচ্ছেন। আপনি অনন্য এক নাট্যবিজ্ঞানী।
আপনাকে অকৃত্রিম ভালবাসা।
ছোট বেলায় "পৃথিবী আমারে চায়" দেখেছিলাম।
অপূর্ব কণ্ঠ, দারুন অভিনয়।
গুরুত্বপূর্ণ কাজ এই সাক্ষাৎকার গ্রহণ।
Amar khub favourite. Dhanbad a ini jeten yatra te. Osadharon lagto monche onar uposthiti, kontho, acting excellent ...
Well Come YOU My Love
Osadharon ovingota... Ajana bisay er sange porichito hochi
অসাধারণ অসাধারণ অপূর্ব।
Khub e Sundar laglo. Thanks 🌹 ♥️
অসাধারণ অভিনেত্রী ছিলেন।
অসাধারণ, আরও অনেক শুনতে ইঢছা করছে।
"সোনাইদীঘি"তে ভাবনা কাজির ভুমিকায় দিলীপ কুমার জীবিত রয়েছেন? অসাধারণ অভিনেতা।
অসাধারণ শিল্পী।
অসাধারণ অপূর্ব ।🙏🙏🙏
বাঙলার মনের মণিকোঠায় সাম্রাজ্ঞীর অধিষ্ঠান। শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা। আপনাকে সহস্র প্রণাম।
তখন যাত্রার পোস্টারে দেখেছি। বুঝতে পারছি এই সেই নায়িকা। কোনদিন যাত্রায় দেখায় সৌভাগ্য হয়নি তখন। আজ দেখে সত্যিই খুব ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ থাকুন।
আগে মানুষ যাতরা শুনতে যেত জঞান লাভের আশায় আর এখন যায় সময় কাটাবার জন্য তাই নয়কি।।
প্রিয় যাত্রা শিল্পের অনেক কিছু জানলাম, আরও জানতে চাই।
Thanks to you & I like jatra pala all time.
এনারা সারাজীবন বেঁচে থাকুক
যেখানেই থাকুন দিদি প্রণাম জানাই ।
ইনার অভিনয় দেখেছি, যেমনি অভিনয়, তেমনি চেহারা, তেমনি কন্ঠ স্বর
জোৎস্না দিদি , হরিরামপুর এর শিক্ষক শীতল চক্রবর্তী কে মনে আছে? ঘাটালে এসে ওনাকে ২০০ টাকা দিয়ে প্রনাম করেছিলেন। সৈ দৃশ্য নিজের চোখে দেখেছি।
Excellent...❤️❤️❤️❤️
Please give more videos of this artist. Many many thanks🌹❤ to you for valuable interviewing with Jostna davi.What's a nice voice of her still now on such ages. Thanks❤ a lot from my heart to Jostna Dani.
একদমই সত্য কথা। মিস করি সেই দিন গুলো।
আজ ও আপনার এই টুকু অভিনয় গায়ে কাটা দিয়ে দিল।
Dedevi ka kono din vola jabana excellent
দিদি ভাই কে আমার শ্রদ্ধা জানাই ।
Oshadharan ovinetri
Nostalgic. "কড়ি দিয়ে কিনলাম দেখেছিলাম" শ্রদ্ধাঞ্জলি!
শিল্পীতীর্থে কবি যাত্রাপালায় বসন্তের চরিত্রে ওনার অভিনয় দেখেছিলাম । এক কথায় অনবদ্য ।
আমি খুব ছোটবেলায় ওনার দুটো যাত্রা দেখেছিলাম। একটা কবিয়াল আরেকটা মনে নেই।
Osadharon
অপূর্ব
Asadharan emon interview aro chai
We can't forget her 'Sonai Dighi'.
Thanks to Debesh Chattopadhyaya for presenting us such gems of yesteryears.
What a meaningful song:- "Michhe kano bhedbhed Hindu musalman..."
প্রণাম
You are a right didi I Respected same to you
কোথায় হারিয়ে গেল যাত্রার সেই স্বর্ণযুগ! কোথায় গেলেন এই শিল্পের মণিমুক্ত সব শিল্পী আর পালাকাররা! শুধু বিনোদন নয় , লোকশিক্ষা, লোকহিত এবং সামাজিক সংহতি রক্ষায় এর চেয়ে ভাল মাধ্যম কিছু হয় না।
Asadharon.
All Right MY Dear Lover Mitali
Wowww
Darun অসাধারণ
Jatsna Datta k amar pranam
Pronam 🙏❤️
Asadharan
Apurbo .....
আরো আপলোড কোরুন প্লিজ
She was a very powerful actress.
Thanks my dear sister.
জ্যোৎস্না দত্ত ছিলেন প্রতিভা মই অভিনেত্রী ঈশ্বর প্রদত্ত তার গানের কণ্ঠ সাবলীল অভিনয় আমি বহুযাত্রা জ্যোৎস্না দিকে দেখেছি সর্বপ্রথম দেখি গুরুদাস ধারার সঙ্গে অভিনয় করতে বৈজু বাওড়া সে এক বিরল দৃশ্য আজকালের নিয়মে এই ধরনের অভিনেতা অভিনেত্রী কে বাবা বিরল
আপনাকে আমার প্রনাম জানাই। আমি বৌ হয়েছে রঙের বিবি দেখে যাএার প্রতি আগ্রহ বাড়ে। তারপর আজব গাঁয়ের আজব লেড়কি যাএাপালা আমি করেয়ি শুরু করি। মানিক জোড় এ শেষ করেছি। এখনো সাথে আছি যাএা মানে আমার লোকালে হলে আমার দল হাজির থাকি।।
You are very much correct.
প্রনাম জানাই
OSADHARON.
Good good
Pronam didi
Daini aschhe apurba
স্বর্ণযুগের আরও যাত্রা শিল্পী দের সাক্ষাতকার আপলোড করুন
সত্যিই যাত্রা সম্রাজ্ঞী
❤
স্বর্ণযুগের যাত্রা শিল্পীদের পালাকার দের গভীর শ্রদ্ধা। আমিও আমরা চাই স্বর্ণযুগের যাত্রার যে আদল সেই আদলেই যাত্রা পরিবেশিত হোক। তাতে লোকসংস্কৃতি বাঁচবে। প্রকৃত যাত্রা শিল্পের উন্নয়ন ঘটবে। এবং সর্বস্তর মানুষ আবারো গ্রহণ করে নেবে। এখন যেসব যাত্রাপালা গুলি পরিবেশিত হয়। অধিকাংশই শোনা ও দেখা অস্বস্তিকর। গান-বাজনার প্রয়োগের তো মাথামুণ্ডু নেই। উদ্ভট হিন্দি গান ও চতুর নাচ প্রকৃত যাত্রা কে বিঘ্নিত করছে। যাত্রা ফিরে আসুক গ্রাম গঞ্জে শহরে নগরে তার ঐতিহ্যকে বহন করে। এ বিষয়ে এই সময়ের সমস্ত শিল্পী ও সংগঠকদের ধ্যান ও জ্ঞান থাকা উচিত। লক্ষ্য রাখা উচিত। সরকার ও প্রশাসনের যাদের সাহায্য ও সহযোগিতায় যাত্রার পুরনো সংস্কৃতিকে বজায় রাখা যায়,,,,
Excellent kantha jatrate avinay khub kasta sei amaleto aro kastakar chhilo maik chhilona electric light chhilona
AMAKE KHUB BHALO LAGLO
জ্যোৎস্না দিদির অভিনয় দেখার সৌভাগ্য হয়েছে । পঞ্চাশের দশকে তাঁর বিখ্যাত যাত্রাপালা সোনাই দিধি দেখেছি কযেকবার । তাঁর গান , অভিনয় মনে লেগে আছে । যাত্রা গগনে তিনিই মহিলা চরিত্রে প্রথম মহিলা । তাঁর সঙ্গে ভিলেন ভাবনা কাজী চরিত্রে দিলীপ চট্টোপাধ্যায়ের হার হিম করা দুর্ধর্ষ অভিনয় । তাঁর তিনবার 'আমি ভাবনা কাজী ' উচ্চারণ করার ধরন দর্শকদের কাঁপিয়ে দিত । তার সঙ্গে জ্যোৎস্না দির পুকুরপাড়ে হাঁসকে ডাকার গান -- তই তই , তই তই ' দর্শকদের মুখে মুখে ঘুরত ।
sob ki hoichoi tei sesh hoy jabe??? aigulo ki r kono din dekhte pabo na..
আসলে অনেকরকম কলকাঠি কাজ করে তো আড়ালে, তাই প্রতিভার সঠিক মূল্যায়নগুলো হয় না! আর এসবের মর্ম এখন কেউ বোঝে না। সবাই ওই বাদাম কাকুর গানে মুগ্ধ।
@@MunshiyanaSM1988 ekdom thik bolechen
Very good
Ramsagare Apnar Jatra paLa " Kori dea kinLam Dekhechhilam. With Gurudas Dhara. Bimal Mitrer Kahini Abolambane Lekha.
জ্যোৎসনা দত্তের ঠিকানা টা প্লিজ দিন। খুবই দরকার।
একটা অনুরধ দিদির কণ্ঠের গানগুলো যদি রেকর্ড করে রাখা হয় তা হলে অমূল্য সম্পদ হয়ে থাকবে প্রজন্মে পর প্রজন্ম, ধন্যবাদ
Akhono ki uni achen kindly janaben
ponam
আহা। আহা। আহা
কথা নেই কেন
ওনার সোনাই আর হবে না।
Uni amr apon Dida....😊😊😊😊
😂😂😂
vabte parchi na.. ki critical composition ki onyase gailen..
খুব খাঁটি কথা বলছেন।
Vuline mother india bibi anandamoyee uni amar kobi dance drama dekhechilen pronam
ASADHARAN
Bibi Anandamoyee abong Kodi diye Kinlam er Gan duti bola uchit Chilo Nasir Ahmed Bhangar south 24 parganas
ওনার যাত্রা ব্যাজুবাওরা পাওয়া যায়