এমন একজন কিংবদন্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য বৈদ্যনাথ বাবুকে অনেক ধন্যবাদ... সত্যিই উনি বিবেক সম্রাট ছিলেন.... কিন্তু দুঃখের বিষয় যিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এতো বিনোদনের খোরাক যুগিয়েছেন.....তিনি অবসর জীবনে ভীষণ দারিদ্রতার মুখোমুখি হন...তবু্ও সরকারের বিবেক জাগ্রত হয়নি.... এই মহান শিল্পীর চরণে প্রণাম জানাই। 🙏
গ্রীন রুম থেকে গান শুরু, কাঠের পাটাতনে ওঠার sathe হাত নেড়ে গানের কিছুটা অংশ ,তার পর স্টেজে এ উঠে ওই গলায় বিবেকের গান,পরিশেষে জনতার তুমুল হাততালি, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য। গঙ্গে গঙে মা গোঙ্গে, গঙ্গা পুত্র ভীষ্ম। অসাধারণ।
৭০- এর দশকে সুন্দরবন এলাকায় "নটী বিনোদিনী" যাত্রাপালায় দরাজ ও উদাত্ত গলায় গাওয়া আপনার গান আর সেই চেহারা আমার স্মৃতিতে আজও অমলিন। ৭০ বছর বয়সে এসে সেই দিনগুলোর কথা ভাবলে চোখে জল আসে। কতো পুরোনো স্মৃতি বিজড়িত সেই দিনগুলো। মনটা যেন কেমন হয়ে যায়। আজ এই ভিডিওতে আপনাকে দেখে আমার মনটা স্মৃতিভারে আকুল। আপনার সাক্ষাৎকারে আমি মুগ্ধ। আপনি সুস্থ থাকুন।
আমি এনার খুব ছোট থেকে ভক্ত, খালি গলায় উনি যেরকম গান করেন, আহা 🙏🏻🙏🏻❤️❤️🔥🔥 প্রথম শুনেছিলাম নটি বিনোদিনী যাত্রা তে রাখালের চরিত্রে, আপনাকে অনেক প্রণাম স্যার 🙏🏻🙏🏻😍😍 উনার নাম আমার বাবা আমাকে বলেছিলেন, এখন তো আর বাবা আমার নেই , আমার বাবারও খুব প্রিয় শিল্পী ছিলেন।
এই ভিডিওটি দেখে আমার বিগত দিনের যাত্রা পালার দৃশ্য গুলো চোখের সামনে ভেসে উঠলো। আমার সৌভাগ্য হয়েছিল নটি বিনোদিনী যাত্রাপালা দেখার।এই যাত্রা পালায় আমি ওনার গান শুনে ছিলাম। অদ্ভুত কণ্ঠস্বর ছিল ওনার। এত সুন্দর উদাত্ত ও মধুর গানে যাত্রা অনুরাগী গণ সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে থাকতো । যখন এই যাত্রাপালাটি দেখেছিলাম তখন দুরদর্শন ছিলো না। যাত্রা , থিয়েটার , সিনেমাই একমাত্র বিনোদন ছিল।সেইসব দিন আজ ইতিহাস। খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। আপনার প্রচেষ্টাকে সমর্থন করি ও আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি ঠাকুর নগর খেলার মাঠে নোটি বিনোদিনী যাত্রা পালায় খোকন বিশ্বাস এর কণ্ঠে গান ও অভিনয় দেখেছি । কি অপূর্ব গলা ও অভিনয় , খোকন বিশ্বাস এর ভোলার নয় । ভাবলে চোখে জল আসে ।সে দিন আর পাবো না ।
একজন মানুষ যিনি সারাজীবন আমার মনে থেকে যাবেন। ছোটবেলায় বাবার সাথে যাত্রা দেখার উত্তেজনা ও সেইসব যাত্রার গান আজ এই মাঝবয়েসে মনে পড়ে যায়। ওনার গান পালার একটা বিশেষ আকর্ষণই নয়, সকল দর্শকের মনে এক গভীর ছাপ রেখে যেত। "লোভের হাতেতে হয়েছ বলি, কে তোরে বাঁচায়?" বা " কৃষ্ণ মাধব রক্ষমাম/বিপদবারণ ত্রাহিমাম" এখনও কানে লেগে আছে। মুকুটহীন এই বিবেকসম্রাটকে আমার সশ্রদ্ধ প্রনাম জানাই। আমার সৌভাগ্য যে আমি ওনার গান শুনতে পেয়েছিলাম। 🙏💐🙏
দু নয়ন সার্থক হলো।প্রনাম,যাত্রা দলের কালজয়ী বিবেক কন্ঠ। আর এমন হবেনা।শুধু শিল্পি হিসাবেই নয়।ওনার বিশ্লেষণ খুবই বাস্তব।আবারও বারং বার প্রনাম। দীর্ঘায়ু হোন।ভালো থাকবেন।
when I am 15 yrs old at 1973 , Nattya Company made the jattrapala Nati Binodini in my village. I had seen the actors very near. i had heard the song sanged by Khokan Biswas. what a excellent voice gifted us. His beautiful voice is still giving pleasure. i am the fan of khokan biswas 1st then যাদের অভিনয় আমার খুব ভাল লাগত, they are Arun dasgupta, tarun kumar, dìpen chatterjee, madam kumar and Bina Dasgupa. এখন এইসব নাএগুলো শুনলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়।
নটী বিনোদিনী যাত্রাপালায় বিথারীর ফুটবল মাঠে প্রথম দেখি। গানটি আজও শুনলাম। মানুষটির জীবনের শেষ বেলায় কয়েকবার দেখা হয়েছে। চেহারা অনেকটা টকটকে ফর্সা হয়ে গেছে। মাথার চুল সব সাদা হয়ে গেছে। উচ্চতা যেন একটু কমে গেছে। একদিন তো বলেই ফেলেছিলাম কথাট্য। জবাবে হেসেছিলেন শুধু।। গোবরডাঙ্গা বিজ্ঞান ও কৃষি মেলা সংস্কৃতির অনুষ্ঠানে আমার অনুরোধে আজকের এই শেষ রাগপ্রধান গানটি করেছিলেন। প্রণাম জানাই।❤
খোকন বিশ্বাস অভিনিত "নটী বিনোদিনী" , "গঙ্গা পুত্র ভীষ্ম" "কাগজের ফুল" দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। যথাক্রমে হাওড়া ইছাপুর ব্যায়াম সমিতি, হাওড়া ইছাপুর অবসর সম্মিলনী ও দাশ নগর আরতি কটন মিল এর উপস্থাপনায়। নটী বিনোদিনী তে রাখালের - "মন চল নিজ নিকেতনে...... " আবার ও মন ছুয়ে গেল। স্বামী বিবেকানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ দেবের সবচেয়ে প্রিয় গান ছিল এটি।
এই সব শিল্পী আর জন্মাবেনা,,,, উনি মা মাটি মানুষ যাত্রা পালায় আমার গুরুজী মানবেন্দ্র মুখোপাধ্যায় স্যারের সুরে গান শুনে অবাক হয়ে গিয়েছিলাম,,,, ঈশ্বর প্রদত্ত কন্ঠের অধিকারি,,,,
অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই বাংলা -ওই বাংলা বলে এইরকম বিভাজন করবেন না। বাংলা তো একটাই। মানুষকে এক হতে সাহায্য করুন। আমরাও ওপর থেকে আসা বাঙালি সে দুঃখ্য ভোলার নয়। কিন্তু আপনি এটা কি করছেন ? আপনার নিজের বিবেক কে প্রশ্ন করুন ? এখন ও মনে বিভাজনের বিষ পুষে রেখেছেন, তাহলে ব্রিটিশদের দশ আমাদের কেন দি
খোকন বাবু যাত্রা জগতের অমূল্য সম্পদ উনাকে আমার এক রাশ শ্রদ্ধার্ঘ। সেই সোনার দিনগুলি কোথায় হারিয়ে গিয়েছে। এখন সবই যেন কেমন লাগছে শিক্ষা ও সংস্কৃতি রসাতলে চলে যাচ্ছে। এটাই সব থেকে বেদনার!
যে কথাটা সবার জানা দরকার সেটা হলো ২৭ বছরের যাত্রা জীবনে এক দিনের জন্যও অনুপস্থিত নেই। তাহলে কি এই দীর্ঘ সময়ে তার এক দিনের জন্যও শরীর খারাপ করে নি?ব্যপার টা বোঝার আছে। ধন্যবাদ।
এমন একজন কিংবদন্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য বৈদ্যনাথ বাবুকে অনেক ধন্যবাদ... সত্যিই উনি বিবেক সম্রাট ছিলেন.... কিন্তু দুঃখের বিষয় যিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এতো বিনোদনের খোরাক যুগিয়েছেন.....তিনি অবসর জীবনে ভীষণ দারিদ্রতার মুখোমুখি হন...তবু্ও সরকারের বিবেক জাগ্রত হয়নি.... এই মহান শিল্পীর চরণে প্রণাম জানাই। 🙏
কণ্ঠ কখনও নিভে যাবেনা । কিংবদন্তি প্রবাদপ্রতিম অভিনেতা গায়ক খোকন বিশ্বাসকে আমার শ্রদ্ধা ও প্রণাম । যাত্রামঞ্চ মাতিয়ে তুলতেন । ইউটিউবকে অনেক ধন্যবাদ ।
গ্রীন রুম থেকে গান শুরু, কাঠের পাটাতনে ওঠার sathe হাত নেড়ে গানের কিছুটা অংশ ,তার পর স্টেজে এ উঠে ওই গলায় বিবেকের গান,পরিশেষে জনতার তুমুল হাততালি, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য। গঙ্গে গঙে মা গোঙ্গে, গঙ্গা পুত্র ভীষ্ম। অসাধারণ।
৭০- এর দশকে সুন্দরবন এলাকায় "নটী বিনোদিনী" যাত্রাপালায় দরাজ ও উদাত্ত গলায় গাওয়া আপনার গান আর সেই চেহারা আমার স্মৃতিতে আজও অমলিন। ৭০ বছর বয়সে এসে সেই দিনগুলোর কথা ভাবলে চোখে জল আসে। কতো পুরোনো স্মৃতি বিজড়িত সেই দিনগুলো। মনটা যেন কেমন হয়ে যায়। আজ এই ভিডিওতে আপনাকে দেখে আমার মনটা স্মৃতিভারে আকুল। আপনার সাক্ষাৎকারে আমি মুগ্ধ। আপনি সুস্থ থাকুন।
অসাধারণ পোস্ট করেছেন
মহান কন্ঠ শিল্পী এবং গুনী অভিনেতার শ্রী চরনে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই ।
আমি এনার খুব ছোট থেকে ভক্ত, খালি গলায় উনি যেরকম গান করেন, আহা 🙏🏻🙏🏻❤️❤️🔥🔥 প্রথম শুনেছিলাম নটি বিনোদিনী যাত্রা তে রাখালের চরিত্রে, আপনাকে অনেক প্রণাম স্যার 🙏🏻🙏🏻😍😍 উনার নাম আমার বাবা আমাকে বলেছিলেন, এখন তো আর বাবা আমার নেই , আমার বাবারও খুব প্রিয় শিল্পী ছিলেন।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
অপূর্ব এই সাক্ষাৎ অনুস্ঠান। ধন্যবাদ । আমি নটী বিনোদিনী, ময়লা কাগজ, মা মাটি মানুষ দেখেছি খোকন বিশ্বাস এর অসাধারন গান।
বিনম্র শ্রদ্ধা জানাই গতকাল আমি অনুরোধ করেছিলাম আজ ই গানটা শুনতে পেলাম, ধন্যবাদ।
কোটি কোটি প্রনাম জানাই এই মহান সুর সাধৃককে।
মন প্রানটা জুরিয়ে গেলো একেবারে।
খালি গলাতেই সুরের কি অদ্ভুত জাদু দেখান উনি। জয় গুরু রাঁধে শ্যাম।
এই ভিডিওটি দেখে আমার বিগত দিনের যাত্রা পালার দৃশ্য গুলো চোখের সামনে ভেসে উঠলো।
আমার সৌভাগ্য হয়েছিল নটি বিনোদিনী যাত্রাপালা দেখার।এই যাত্রা পালায় আমি ওনার গান শুনে ছিলাম। অদ্ভুত কণ্ঠস্বর ছিল ওনার। এত সুন্দর উদাত্ত ও মধুর গানে যাত্রা অনুরাগী গণ সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে থাকতো । যখন এই যাত্রাপালাটি দেখেছিলাম তখন দুরদর্শন ছিলো না। যাত্রা , থিয়েটার , সিনেমাই একমাত্র বিনোদন ছিল।সেইসব দিন আজ ইতিহাস।
খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। আপনার প্রচেষ্টাকে সমর্থন করি ও আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি ঠাকুর নগর খেলার মাঠে নোটি বিনোদিনী যাত্রা পালায় খোকন বিশ্বাস এর কণ্ঠে গান ও অভিনয় দেখেছি । কি অপূর্ব গলা ও অভিনয় , খোকন বিশ্বাস এর ভোলার নয় । ভাবলে চোখে জল আসে ।সে দিন আর পাবো না ।
এতক্ষন সুরের সুরধ্বনিতে মন্ত্রমুগ্ধ ছিলাম।
তাঁকে আমার প্রণাম।
একজন মানুষ যিনি সারাজীবন আমার মনে থেকে যাবেন। ছোটবেলায় বাবার সাথে যাত্রা দেখার উত্তেজনা ও সেইসব যাত্রার গান আজ এই মাঝবয়েসে মনে পড়ে যায়। ওনার গান পালার একটা বিশেষ আকর্ষণই নয়, সকল দর্শকের মনে এক গভীর ছাপ রেখে যেত। "লোভের হাতেতে হয়েছ বলি, কে তোরে বাঁচায়?" বা " কৃষ্ণ মাধব রক্ষমাম/বিপদবারণ ত্রাহিমাম" এখনও কানে লেগে আছে। মুকুটহীন এই বিবেকসম্রাটকে আমার সশ্রদ্ধ প্রনাম জানাই। আমার সৌভাগ্য যে আমি ওনার গান শুনতে পেয়েছিলাম। 🙏💐🙏
এই সব মানুষের দেখা ভাগ্য অনেক প্রণাম ও আপনাকে প্রণাম আরো গুণী যাত্রা শিল্প নিয়ে আসুন আসায় থাকলাম ।🙏🙏🙏🙏
আমি ওনাকে যাত্রার আসরে দেখেছি, নটীবিনোদিনী পালায় বিবেকের গান গাইতে।অপূর্ব ওনার কন্ঠের রেঞ্জ,তৈরী কন্ঠ।
অসাধারণ //প্রণাম //দীপেন বাবুর কথা জানালে ভালো হয় //আপনাকে ধন্যবাদ জানাই ll
নটী বিনোদিনীর শ্রীরামকৃষ্ণ।
অনেক শ্রদ্ধা জানাই, খুব সুন্দর গায়ক। আহা বড়ো সুন্দর লাগলো তাঁর গান গুলি।
পোস্ট করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনার কাছে কৃতজ্ঞ।
ঈশ্বর মঙ্গলকরুন আপনাদের
আমি ভাগ্যবান ওনার গান শোনার জন্য সবাই আগে বোশতাম। আমার প্রণাম নেবেন
খোকন বিশ্বাসের মাপের গায়ক যাত্রাজগতে দ্বিতীয় আর কেউ নাই। তাঁকে শ্রদ্ধা জানাই ।
দু নয়ন সার্থক হলো।প্রনাম,যাত্রা দলের কালজয়ী বিবেক কন্ঠ। আর এমন হবেনা।শুধু শিল্পি হিসাবেই নয়।ওনার বিশ্লেষণ খুবই বাস্তব।আবারও বারং বার প্রনাম। দীর্ঘায়ু হোন।ভালো থাকবেন।
অসাধারণ এই জাত শিল্পী এই বাংলা য় আর কোন দিন আসবে না ।👍👍👍
ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা পাওয়ার সুযোগ করে দিলেন ।
আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।
when I am 15 yrs old at 1973 , Nattya Company made the jattrapala Nati Binodini in my village. I had seen the actors very near.
i had heard the song sanged by Khokan Biswas. what a excellent voice gifted us. His beautiful voice is still giving pleasure.
i am the fan of khokan biswas 1st then
যাদের অভিনয় আমার খুব ভাল লাগত, they are
Arun dasgupta, tarun kumar, dìpen chatterjee, madam kumar and Bina Dasgupa.
এখন এইসব নাএগুলো শুনলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়।
নটী বিনোদিনী যাত্রাপালায় বিথারীর ফুটবল মাঠে প্রথম দেখি। গানটি আজও শুনলাম।
মানুষটির জীবনের শেষ বেলায় কয়েকবার দেখা হয়েছে। চেহারা অনেকটা টকটকে ফর্সা হয়ে গেছে। মাথার চুল সব সাদা হয়ে গেছে। উচ্চতা যেন একটু কমে গেছে। একদিন তো বলেই ফেলেছিলাম কথাট্য। জবাবে হেসেছিলেন শুধু।।
গোবরডাঙ্গা বিজ্ঞান ও কৃষি মেলা সংস্কৃতির অনুষ্ঠানে আমার অনুরোধে আজকের এই শেষ রাগপ্রধান গানটি করেছিলেন।
প্রণাম জানাই।❤
এ গানে মাটির গন্ধ আছে।আজও শুনে কোথায় হারিয়ে গেলাম।আপনার সেই অপূর্ব সৃষ্টি অমর হয়ে থাকবে।
No -1, world famous artist Imean (Vivek),in yatra pala of bengal, salute you with full of respect,and thank you this channel.
অপূর্ব সুন্দর। ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ
হাওড়া জেলার উদয়নারায়ণপুর গ্রামে নট্ট কোম্পানীর নটী বিনোদিনী যাত্রা পালায় খোকন বিশ্বাস এর গান সহ অভিনয় দেখেছিলাম । আজ ও স্মৃতিতে ভাসছে ।
নমোস্কার,
বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় এমন
গান শোনা যায় না।
ধন্যবাদ।
যাত্রা শিল্পী সুদেশ কুমার সম্পর্কে কিছু জানতে পারলে সমৃদ্ধ হতাম। উনি নট্টোকোম্পানি , চন্দ্র লোক , লোকনাট্যে সাফল্যের সাথে অভিনয় করেছিলেন।
উনার সুর ঈশ্বর প্রদত্ত আমাদের সম্প্রদায় উনাকে পেয়ে আমারা গর্ব অনুভব করি।🎉
উনার নাম আমি জানতাম না, কিউ
😊ন্তু উনার গান আমার হৃদয়ে
খোকন বিশ্বাস অভিনিত "নটী বিনোদিনী" , "গঙ্গা পুত্র ভীষ্ম" "কাগজের ফুল" দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। যথাক্রমে হাওড়া ইছাপুর ব্যায়াম সমিতি, হাওড়া ইছাপুর অবসর সম্মিলনী ও দাশ নগর আরতি কটন মিল এর উপস্থাপনায়।
নটী বিনোদিনী তে রাখালের - "মন চল নিজ নিকেতনে...... "
আবার ও মন ছুয়ে গেল।
স্বামী বিবেকানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ দেবের সবচেয়ে প্রিয় গান ছিল এটি।
দাদা নট্ট কম্পানির অভিনেতা তরুণ কুমার বেলা সরকার শেখর গাঙ্গুলী এদের কে দেখান
এই সব শিল্পী আর জন্মাবেনা,,,, উনি মা মাটি মানুষ যাত্রা পালায় আমার গুরুজী মানবেন্দ্র মুখোপাধ্যায় স্যারের সুরে গান শুনে অবাক হয়ে গিয়েছিলাম,,,, ঈশ্বর প্রদত্ত কন্ঠের অধিকারি,,,,
আসলে উর্বর মাটির দেশের মানুষ তো,এমন মানুষ এই বাংলায় কটা খুঁজে পাবেন। ধন্যবাদ প্রতিবেদনটির জন্য।
অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই বাংলা -ওই বাংলা বলে এইরকম বিভাজন করবেন না। বাংলা তো একটাই। মানুষকে এক হতে সাহায্য করুন। আমরাও ওপর থেকে আসা বাঙালি সে দুঃখ্য ভোলার নয়। কিন্তু আপনি এটা কি করছেন ? আপনার নিজের বিবেক কে প্রশ্ন করুন ? এখন ও মনে বিভাজনের বিষ পুষে রেখেছেন, তাহলে ব্রিটিশদের দশ আমাদের কেন দি
ধন্যবাদ দাদা... আমার অনেক জিজ্ঞাসার উত্তর পেলাম৷
ভালো থাকুন আমার প্রিয় খোকোন বিশ্বাস বাবু৷
খালি গলায় এখনো কত সুর। রাম সীতা গেলো বনবাসে এখনো কানে বাজে। সশ্রদ্ধ প্রণাম জানাই। এখনও কি তিনি যাত্রা করেন?
কেন এপিসোডটা শেষ হবে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।প্রণাম লহ হে সদাজাগ্রত বিবেক ।প্রণাম, লহ প্রণাম ।
What's a good video ❤you have present. Want's more video of Khocon Biswas. Thanks❤ a lot.
Hi i am swapan Biswas from kolkata
অচল পয়সার সেই গান। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে ।
খোকন বাবুর গান অসম্ভব সুন্দর।গানের গলা,যাকে বলে দরাজী। এককথায়-অন্য কোনো বিবেক ওনার সমতুল্য বিবেক আর কোনদিনো জন্ম নেবে না।
Excellent performance and voice. Hat's off.
নট্ট কোম্পানির দীপেন চক্রবর্তী, তরুণ কুমার,মদন পাত্র --- এদের নিয়ে একটা ভিডিও করুন দাদা।
Tama
Dipen Chakraborty noi Chatterjee hobe
Asadharon kantha. Atuloniyo. Jatra jagote chirokal amar hoye thakben .
আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবোনা। আমাদের মতো যাত্রা প্রেমীদের কাছে একটি বিশেষ পাওয়া।
৭ বৎসর আগের খবর। উনি কি আছেন?
আমার প্রনাম জানাবেন।
যাত্রা শিল্পের জন্য ই ওনার জন্য ।
আমার প্রনাম জানাই।
কি দারুন গলা!!!
Dada valo that Ben
খুব সুন্দর গান
ভীষণ সুন্দর লাগল৷
Khoko babu ..... program korte kto nicchen ??
খুব ভাল লাগল।এখন উনি কোথায় থাকেন জানাবেন ?
Apurbo silpi.Regards.
স্যার উনি কি এখনো বেঁচে আছেন?
মনেহয় গিরিশ ঘোষ ও মা সরস্বতী উনার গান শুনছেন 🎉
সাউন্ড সিস্টেম ভীষণ দূর্বল। অমূল্য উপস্থাপন।
অপূর্ব অপূর্ব।
Ah ki sunder .
Dhanyobad channel k.ai sob kingbododnti ra satti aj birol.
এই মহান বিবেক সম্রাটকে প্রণাম ছাড়া আর কী-ই বা দিতে পারি! নট্ট কোম্পানীর স্তম্ভ ছিলেন ইনি। আপনাদের মতো যদি একবার ওনার সামনে গিয়ে প্রণাম করতে পারতাম!
APNAKE PRANAM JANAI APNAR KANTHER KONO TULANA PAI NA . TAR GAOA PURANO GANGULI JADI DAYA KORE UPLOAD KAREN TAHOLE KHUB BHALO HAY. AMI UNAR GANER VAKTA
Aamer Pronam neben Khokan Babu. Ami aapner birat fan
@@sandipchakraborty4719 আমাদের শিল্প সংস্কৃতি জগতের পুরনো ঐতিহ্যের ধারকদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার এই প্রচেষ্টাকে স্যালুট।
অসাধারণ
Khokan Biswas Is a great singer I Love Khokan Biswas
Asadharon.pronam apna ke
Asadharon !! Choto belar katha mone pore gelo
ভোলা যাবে না কোনদিন।ভক্তিপূ্র্ন প্রনাম।🙏🙏🙏
দাদা নট্য কম্পানিতে যারা অভিনয় করতো যারা আজো বেচে আছে তাদের জদি ভিডিওর মাধ্যমে আনতেন একটা স্মৃতি হোয়ে থাকতো,,,
প্রণাম শিল্পী।
Khub valo laglo
বামপন্থীরা ক্ষমতায় এলে পুনরায় বিনোদন জগত ফিরে আসবে।
প্রনাম 🙏🙏🙏
সমৃদ্ধ হলাম। ❤
খোকন বাবু যাত্রা জগতের অমূল্য সম্পদ উনাকে আমার এক রাশ শ্রদ্ধার্ঘ। সেই সোনার দিনগুলি কোথায় হারিয়ে গিয়েছে। এখন সবই যেন কেমন লাগছে শিক্ষা ও সংস্কৃতি রসাতলে চলে যাচ্ছে। এটাই সব থেকে বেদনার!
Very nice voice.
যে কথাটা সবার জানা দরকার
সেটা হলো ২৭ বছরের যাত্রা জীবনে এক দিনের জন্যও অনুপস্থিত নেই। তাহলে কি এই দীর্ঘ সময়ে তার এক দিনের জন্যও শরীর খারাপ করে নি?ব্যপার টা বোঝার আছে। ধন্যবাদ।
🙏🙏🙏🙏🙏🙏🙏 opurbo🙏🙏🙏🙏🙏
প্রবাদপ্রতিম আর কিছু বলতে পারলাম না।সে ক্ষমতা আমার নেই।
Je kono pratishthito shilpir cheye anek bhalo kanthoswar, studio record rakha uchit chhilo.
Apurba bolechhen
লাখো সেলাম জানাই আপনাকে ।
ওনার সাথে কেউ যোগাযোগ করিয়ে দিতে পারবেন ?
একবার প্রনাম করবো ।
Amio korbo
Khub bhalo
Khan Jahan Ali (R) mazar at Bagherhat. Khulna.
আপনাকে প্রণাম জানাই আপনার আত্মার শান্তি কামনা করি ।
আমার প্রণাম রইলো
গলা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম। এটা খুবই দুর্লভ।
ইন্টারভিউয়ার খুবই অদক্ষ....বাংলা যাত্রা পালা সম্পর্কে জ্ঞান সামান্য.....ভাল কোনও যাত্রা প্রেমীর সহায়তা নিলে ভালো করতেন......
Sound.... khuboi kharap..... echara sundor uposthapona....
Pronam dada pranar manus । phone নাম্বারটি দয়া করে দেবেন।
অসাধারণ শিল্পী
অনেক কণ্ঠ শূনেছি এই রকম কণ্ঠ কখনো শূণিণা
Asadharon
I pleased of Khokan Biswas Nasir Ahmed Bhangar
I am lucky that he came to our house at sashadanga in2015
🙏🙏🙏
মহান শিল্পী। আমার প্রণাম নেবেন।
You are my most favourite bibek
ওনার কন্ঠে কিছু ভাল গান রেকর্ড করে রাখা উচিত ছিল, এমন দুর্লভ কণ্ঠ আর পাওয়া যাবে বলে মনে হয় না।
সব বললেন শেখর বাবুর নাম বললেন না।
আমি ভাগ্যবান।