ভাই হয়তো তোদের band এর টি-শার্ট কেউ পরে না কিন্তু আমদের মত রাত জাগা ছেলেদের জন্য তোদের প্রতিটা গান অক্সিজেনের মত যেগুলো না শুনলে বা গিটারে না বাজালে মনে হয় আমিটা আমি নয়। salute to-ENCORE,POPEYE,CONCLUSION, AUSHRUTO
আমাদের সম্পর্কের শুরুর দিকে এই গানটা শুনতাম দুজন। 😊 তার কাছ থেকেই গানের নামটা পেয়েছিলাম। সে আমাকে বোকা বলে ডাকতো, আমি তাকে ঘুম বলে ডাকতাম। রাগ অভিমান ভালোবাসায় ৩ বছর পার হয়ে গেলো। চাকরি পেলাম। স্বপ্ন সাজালাম। কিন্তু হঠাৎ করেই সাজানো সবকিছু এলোমেলো হয়ে গেলো তার বিচ্ছেদে। ধরে রাখার চেষ্টা করেছি ভিষণ। শেষে ভাগ্যের পরিণতি মেনে নিলাম। ঠিক ৭ দিন আগে তার বিয়ে হয়ে গেছে এমন শুক্রবারে। বিয়ের আগের মুহূর্তে মসজিদে প্রচুর কান্না আসছিলো, দোয়া করছিলাম সে যেন আমার থাকে। আজ ৭ দিন পরে সেই একই মসজিদে বসে দোয়া করলাম সে যেন নতুন মানুষ নিয়ে অনেক ভালো থাকে। সময় তার নিজের গতিতে চলে, ৭ দিনের বিচ্ছেদ ধীরে ধীরে অনেক বছর হয়ে যাবে। হয়তো আমি বেঁচে থাকবো না। তবে যদি সে এই গানটা শুনে, তখন হাজারও কমেন্টের ভিড়ে আমার কথাটা পড়ে তখন হয়তো বুঝবে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম। লোকে বলে সময়ের সাথে সব ভুলে যায় মানুষ । আসলে যে বিচ্ছেদের মুহুর্ত একা পার করে সে জানে কতটা যন্ত্রণা ভুলে থাকা। তার মত আমাকে হয়তো আর কেউ ভালোবাসতে পারবে না, আমিও পারবো না কখনো ভুলতে। শুধু মানুষের সামনে ভালো আছি বলে অভিনয় করে বাঁচতে হবে যতদিন বেঁচে আছি। 😔 আমার ঘুম, তোমার জন্য গানের এই লাইন... আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান... ❤️💔🥀
Allah apnar jonno best kaoke rakhchen hoyto☺️ dekhben apni emon kaoke paben je apnk deserve kore.. Hoyto ektu time lagbe tao dekhben shesh ta sundor hobe Inshaa allah
আমাদের ৬ বছরের রিলেশনে আমি যখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম। তখন ৬ বছর আগের সেই কাছের মানুষটা অন্যের ক্যারিয়ার দেখে আমাকে ছেড়ে চলে যায়। আমি বোকার মতো সব সহ্য করেছি।কঠোর পরিশ্রম করেছি।আজ আমি তার সেই ক্যারিয়ার হওয়া স্বামীর বস।আর শুনেছি তার নাকি দুই মেয়ে তার স্বামী আরও একটা বিয়ে করেছে। অনিশ্চিত ক্যারিয়ার হওয়া ছেলেটার হাত যেই মেয়েটি ধরেছে সেই ছেলেটা সফলতা পেয়েছে। আজ আমি তাকে পাইনি তবে তার থেকে ভালো কাওকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আজ তুমি যা পাওনি আমি তোমার জন্য তার থেকে উত্তম কিছু তোমার জন্য রেখেছি,আল্লাহ তায়া’লার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।
2:36 মিনিটের পর থেকে ব্যাকগ্রাউন্ড এ আরেকজন এর ভয়েস শোনা যায়...যে দিছে তার ভয়েস টা গানের প্রতি মায়া আরো বাড়িয়ে দিয়েছে..।❤❤ বিশেষ করে যখন লাল গোলাপ টা বলে সেই সময়..💥
What do you find so familiar in the Shravan style? Which I don't have a point in, In my straight line thinking, Why cut the stain with a saw Or the tears in my eyes At the thirsty heart I'm just like a mirage. But if so, don't be afraid I know dark night will be near Sunrise I thought you are the red rose that constantly guards a cutting garden. I have not seen the sky touch the top of the mountain After the crash, the wave hit my chest, At great speed Or the tears in my eyes I'm just like a mirage in a thirsty heart! But if so, I am afraid of the nose I know the sunrise will be closer to Aadhaar night I thought you were the red rose that constantly guards a cutting garden. Google translated bro, not accurate
এই গানের প্রতিটি শব্দ আমাকে তার কথা মনে করায়। জীবণের সব সুখ হয়তো পূর্ণতা পায় না, সব সম্পর্ক হয়তো পরিণতি পায় না। তাকে নাহয় নাই বা পেলাম। সে ভাল থাকুক। আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান।
সবাই হয়তো প্রাক্তন এর কথা মনে পড়ে গানটা শুনলে, কিন্তু আমার কিছু প্রিয় বন্ধুদের কথা মনে পড়ে, এইতো ৩-৪ বছরের আগের কথা, আমি কি সুন্দর হাসিখুশি থাকতাম, বন্ধুরাই সব, এরপর আস্তে আস্তে সবাই চলে গেলো, কেউ চিনলো ও না আমাকে, আমি হয়ে গেলাম এক্সট্রোভার্ট থেকে এক বোরিং ইন্ট্রোভার্ট। জীবন বদলায়, মানুষ বদলায় সবাই ভুলে যায় সেই বন্ধুত্ব ☺️ সবাই খুশি থাকুক
গত ৮-৯ মাস ধরে একটা মেয়েকে ভালবাসতাম। তাকে সময় দেওয়ার জন্য অনেক বন্ধুকে পর করে ফেলেছি। আজ সে আমাকে ছেড়ে চলে গিয়েছে😭। কথা গুলা শেয়ার করার জন্যই কোন বন্ধু নেই এখন। একা করে দিল আমায়😭।
This song, this 4 minute long song, these 4 minutes carrying 4 hundred trillion emotions. No special video featured for this, just lyrics on the screen, still it managed to draw 2.5 million people’s attention and no wonder how many times people reviewed this, I'm pretty sure no one left without tears. This little wicked song, these ridiculously relatable lyrics. This song is 1/3 part of my life for last 2 years, this song is a gift, it’s a source of strength. This isn’t a song, it's a lifestory.
বাংলাদেশি গান আগে আমার শোনা হতোনা।বাংলা সিনেমার কিছু ক্রিঞ্জি গান শুনে বিরক্ত হয়ে শুনতাম ই না।ব্যান্ড সম্পর্কে জানতাম না খুব একটা। কিন্তু বাংলাদেশি কিছু ব্যান্ডের গান শোনার পর বাংলা গানের ফ্যান হয়ে গেলাম।যদিও,দেড়িতে চোখে পড়েছে গানটা,তবুও ধন্যবাদ এতো সুন্দর একটা গানের জন্য❣️
গানটা শুনে চোখে পানি চলে আসে বার বার..! আমার কৈশোরের আবেগ রেখে গেলাম যখন পরের প্রজন্ম গানটি শুনবে তখন ওরা বুঝবে আমরা কোন লেভের গান শুনতাম,কেমন ছিলো আমাদের রুচি...!
১৫ জুলাই ২০২১, প্রিয় মানুষকে হারিয়ে যত কষ্ট পেয়েছি এই গান শুনে সব কষ্ট গুলো উধাও হয়ে গেলেও তার স্মৃতি গুলো কখনো উধাও হবে না আর হতেও দিব না। ২ বছর ৭ মাস এর সম্পর্কে আমাদের এতো গুলো স্মৃতি ভুলার মত নয়, কখনো পকেট এ টাকা না থাকলে ৬ কি.মি পথ হেটে শুধু তার হাসি টা দেখার জন্য যেতাম, রাত ৩ টায় হুট করে তার বাসার নিচে এসে বলতাম "বারান্দায় আসবে? দেখবো তোমায়।" অনেক কষ্টের পর ও তাকে আমি পাইনি, হয়তো সে আমার ভাগ্যে লিখা ছিলো না। সে এখন অন্য কারো সাথে খুশি আছে, খুশি থাকুক ভালোবাসার মানুষটি তার ভালোবাসার সাথে। . . এই কমেন্ট রেখে গেলাম হয়তো কারো লাইক এর নোটিফিকেশন এ দেখতে পাবো আমার এই লিখে যাওয়া কথা গুলো আর মনে পরে যাবে তার সেই অভিমানী বিদায়।
তোমার প্রাক্তন আছে - জানা সত্বেও তোমায় ভালোবেসেছি। ভালোবেসেছি বললে ভুল হবে, এখনও ভীষণ রকম ভালোবাসি তোমায়! কিন্তু যেদিন তোমায় প্রথম তোমার প্রাক্তনের হাত ধরা অবস্থায় দেখেছিলাম সেদিন থেকেই চূর্ণ হয়ে গেছি😊 বলা বাহুল্য! তবে দুজনকে একসাথে মানিয়েছিল বেশ!😌 অতঃপর সব জেনে-শুনে, সহ্য করেও যখন উজাড় হয়ে তোমায় ভালোবেসে গেলাম তখনও তোমার রয়ে গেলো তোমার প্রাক্তনের প্রতি দূর্বলতা! ছেড়ে যাই নি তোমায়, ভালোবাসি এখনো প্রিয় ঠিক সেই প্রথম যেভাবে ভালোবাসতাম তেমন করেই। তুমি আমার সঙ্গ ত্যাগ করলেও "স্রোতশিনী" ছেড়ে যায় নি আমায় 🙂🖤 আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান🥀😌
৩-৪ বছর হয়েছে এই গান টা শুনি,, রিসেন্ট এই গানটা অনেকেই কভার করছে,লফি বের হয়েছে কিন্তু আমার কাছে এই সুরটা কেউ জায়গা করে নিতে পারেনি।🖤🖤 অবিরাম ভালোবাসা রইল এনকর এর জন্যে 🖤
প্রিয়তমা তোমাকে না পেয়েও আমি অনেক ভাগ্যবান জানো কি তুমি ? তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না, প্রিয়তমা । 😊🥀 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে ।💔🥀 লাইক দিলে notification পেয়ে আমি আবারও গানটা শুনতে আসবো....! 🖤✌️ দিন শেষে একটা কথাই বলার ছিলো, তোমাকে অনেক ভালোবাসি but এইটা বলার আগেই হারিয়ে গেলে .. 🙂💔🥀
Ami ajke Arifin Shuvo bair natok revenge gan 10secoun shunsilam Lo-Fi Music thik moto ganer word gulo buji nai search dite onak kosto hoysa.. Karon Lo-Fi chilo to Music beahi chilo tai bujte kosto hoysa
আমি ও আর হাজারটা স্বপ্ন ভাঙ্গা নিষঙ্গ মানুষের মতোই একটা আধার রাত শেষে নতুন একটা ভোড়ের অপেক্ষায়। ভালো থাখুক সেই মানুষ গুলো বেচে থাকুক ভেঙ্গে জাওয়া স্বপ্ন গুলো হারিয়ে জেন না জায় জীবনের পথটা সবার জন্য শুভ কামনা রইলো Thanks ENCOR❤️❤️❤️❤️❤️
যখন ২ লাখ ভিউ ছিলো তখন থেকে শুনতাম. প্রথম গানটা শুনছিলাম বিশ্ব সাহিত কেন্দ্রের ৮ তলায়. Encore আসছিলো৷ তারপর ইউটিউবে খুজে পাই. তখন থেকে এখনো শুনছি. প্রতিদিনই শুনি. তখন সবে কলেজে উঠেছিলাম. আর এখন বিশ্ববিদ্যালয়ে. ভার্সিটির বাসে যাওয়ার সময় গানটা শুনি আর কত বড় হয়ে গেলাম! Thank You Encore.Thank you for this and Na pawar Golpo. 💛
এই নিরব শহরে কেউ কারো জন্য অপেক্ষা করেনা। স্মতি মাখা কষ্টের রাতগুলো অপরিপূর্ণই থেকে যায়। নিজেই নিজের পথ ধরে ধরে চলতে হয়। হয়তো এভাবেই হারিয়ে যাবে অনেক অপূর্ণ ভালোবাসা
Accidentally she came, she loved and she left... This song also came accidentally into my playlist and now it became a part in my life. Sometimes I thought this track represent myself who badly deceived.... Nothing left..... 🙂🙂
রুদ্র,অনেক ভালোবাসি ।গানটা শুনছি আর তোমার কথা মনে পড়ছে । বিচ্ছেদটা না হলেই বাস্তবতাটাও কল্পনার মত সুন্দর হতো ।আমার দোষটা কি ?বেশি ভালোবাসা কি আসলেই অপরাধ ?তাহলে তো আমার কয়েকশো বছরের কারাগারে কাটাতে হতো ।অবশ্য কয়েকশো বছর কারাগারে থেকেও যদি এই স্মৃতি গুলো মুছে ফেলতে পারতাম আমি তাই বেছে নিতাম ।হয়তো সেই কয়েকশো বছর পরও আমি মনে পড়ে যেত আমার জীবনের এই ভালোবাসার অধ্যায়ের।
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা হয়ে। তুমিও তাই, তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না মানুষ চিনতে পারতাম না। প্রতিদিন একটু একটু করে মরতে মরতেও যে বাঁচা যায় তোমাকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না। তোমাকে ভালো না বাসলে আমার মতো নরম মনের একজন মানুষ কখনোই এতটা স্ট্রং হতে পারতো না। তাই হয়তো আমার জীবনে তোমার আসা টা প্রয়োজন ছিল। আমার এই শিক্ষা টা পাওয়া খুব প্রয়োজন ছিলো।
আমিও ঠিক এমন টাই। সে আমার লাইফে না আসলে হয়তো আমি কখনোই এই জিনিস টা উপলব্ধি করতে সক্ষম হতাম না।সে আমার অভ্যাস ছিলো না।সে ছিল আমার এক অভিজ্ঞতা। সে আমার জিবনে এসে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেসে। যাই হোক শক্ত মনবল নিয়ে কোন রকম রুমের এক কোনে বাসার চেস্টা অনুপ্রাণিত রয়েছি।
It's been around 6 years since years since it was released.. and almost 3 years since I'm listening to it I used to sing this song for her.. now she's actually " সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান "
Am From Sri Lanka 🇱🇰 i don’t understand the lyrics and your language but am in love with this song only for one special person in my life from Your country please pray For us ! Thanks love u (J)
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হতো না প্রিয় 🥀❣️সৃতি রেখে গেলাম....যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় গান টা..! ❤️🩹😊
আমি ২০২১ সালেও শুনছি.. আমার মতো আর কে শুনছো..? চলে গিয়ে ভালোই করেছো আজও গানটা শুনতে পাচ্ছি 😊 ভালো থেকো সবসময়... 💔💔আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ 🌹🥀যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান..😊
Actually iam listening to bangladeshi band music since 2009... I almost listen to every rock,metal band of bangladesh... But 'srotoshini' i heard it first time... i was never fond of guitar but after listening srotoshini from encore... I bought a guitar and covered srotoshini song in just 1 month... Now ENCORE is like a drug... I loved 2 songs of encore... "Srotoshini" and "Na pawar golpo" হৃদয়ে 🇧🇩
Lost my best friend, he used to sing this track and ask me to play the guitar. I wasn't a big fan of this track and used to roast him for listening to it, he used to tell me how empowering the lyrics are! Its been 2 years or so, he isn't with us, but this track is here. Thank you Encore, for this marvelous track.
" তবে তাই যদি হয় , করি নাকো ভয় জানি আঁধার রাত ঘনিয়ে হবে সুর্যোদয় ! আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান " Heart Touching 🙂💔❤️🔥
তোমারে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটাই শোনা হতো না😌🥀💫
❤️🖤
❤️❤️
❤️
Vaire gan taw eto lage nai buker moddhe.. joto ta laglo ei line ta !! 😣😣😣
@@debabrotos 🖤💫
ভাই হয়তো তোদের band এর টি-শার্ট কেউ পরে না কিন্তু আমদের মত রাত জাগা ছেলেদের জন্য তোদের প্রতিটা গান অক্সিজেনের মত যেগুলো না শুনলে বা গিটারে না বাজালে মনে হয় আমিটা আমি নয়।
salute to-ENCORE,POPEYE,CONCLUSION,
AUSHRUTO
একদম মনের কথা বলছেন ভাই❤
ami conclusion er gula shuni
Right bro 💯
Yes bro
But ora shobai khub underrated
আমাদের সম্পর্কের শুরুর দিকে এই গানটা শুনতাম দুজন। 😊 তার কাছ থেকেই গানের নামটা পেয়েছিলাম। সে আমাকে বোকা বলে ডাকতো, আমি তাকে ঘুম বলে ডাকতাম। রাগ অভিমান ভালোবাসায় ৩ বছর পার হয়ে গেলো। চাকরি পেলাম। স্বপ্ন সাজালাম। কিন্তু হঠাৎ করেই সাজানো সবকিছু এলোমেলো হয়ে গেলো তার বিচ্ছেদে। ধরে রাখার চেষ্টা করেছি ভিষণ। শেষে ভাগ্যের পরিণতি মেনে নিলাম। ঠিক ৭ দিন আগে তার বিয়ে হয়ে গেছে এমন শুক্রবারে। বিয়ের আগের মুহূর্তে মসজিদে প্রচুর কান্না আসছিলো, দোয়া করছিলাম সে যেন আমার থাকে। আজ ৭ দিন পরে সেই একই মসজিদে বসে দোয়া করলাম সে যেন নতুন মানুষ নিয়ে অনেক ভালো থাকে। সময় তার নিজের গতিতে চলে, ৭ দিনের বিচ্ছেদ ধীরে ধীরে অনেক বছর হয়ে যাবে। হয়তো আমি বেঁচে থাকবো না। তবে যদি সে এই গানটা শুনে, তখন হাজারও কমেন্টের ভিড়ে আমার কথাটা পড়ে তখন হয়তো বুঝবে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম। লোকে বলে সময়ের সাথে সব ভুলে যায় মানুষ । আসলে যে বিচ্ছেদের মুহুর্ত একা পার করে সে জানে কতটা যন্ত্রণা ভুলে থাকা। তার মত আমাকে হয়তো আর কেউ ভালোবাসতে পারবে না, আমিও পারবো না কখনো ভুলতে। শুধু মানুষের সামনে ভালো আছি বলে অভিনয় করে বাঁচতে হবে যতদিন বেঁচে আছি। 😔
আমার ঘুম, তোমার জন্য গানের এই লাইন...
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান... ❤️💔🥀
🙂
@@bokaghum1466 🐸apni sei ovagini je ek buk valobasha haraisen?
😢😢😢
Allah apnar jonno best kaoke rakhchen hoyto☺️ dekhben apni emon kaoke paben je apnk deserve kore.. Hoyto ektu time lagbe tao dekhben shesh ta sundor hobe Inshaa allah
underrated comment
শ্রদ্ধা জানাই সেই নারীকে যার জন্য এই গান রোজ শুনি 🙂💔
😢😢😢😢😢😅😅😅😢😢😢😢😢😢
😢😢😢
😢😢😢😢😢😢
😞😅😅😅
এংকোর আগামী ২০ বছর গান বের না করলেও স্রোতস্বিনী শুনে শুনে জীবন পার করে দেয়া যাবে।
The song never gets old. ♥
Correct
@@morshidurrahman1140 jaan miya bhagen
Asolei
Gantate onek kicho ache mone korar deoar mtn
Yap❤️
Ekdm❤️
আমাদের ৬ বছরের রিলেশনে আমি যখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম। তখন ৬ বছর আগের সেই কাছের মানুষটা অন্যের ক্যারিয়ার দেখে আমাকে ছেড়ে চলে যায়। আমি বোকার মতো সব সহ্য করেছি।কঠোর পরিশ্রম করেছি।আজ আমি তার সেই ক্যারিয়ার হওয়া স্বামীর বস।আর শুনেছি তার নাকি দুই মেয়ে তার স্বামী আরও একটা বিয়ে করেছে। অনিশ্চিত ক্যারিয়ার হওয়া ছেলেটার হাত যেই মেয়েটি ধরেছে সেই ছেলেটা সফলতা পেয়েছে। আজ আমি তাকে পাইনি তবে তার থেকে ভালো কাওকে পেয়েছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলেছেন আজ তুমি যা পাওনি আমি তোমার জন্য তার থেকে উত্তম কিছু তোমার জন্য রেখেছি,আল্লাহ তায়া’লার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।
Apnar kahini sune inspired holam vai ❤
Sottie allah vagge ki dey bola muskil 😊
মনে একটা আশার আলো দিলেন ভাই
আরে এগিয়ে যাও ভাই ❤🎉
❤❤❤
😮
ক্লাসরুমের এক কোণা,মেঘলা আকাশ,স্যার না আসা আর স্রোতস্বিনী ❤️
I can feel😁
I can fell too❤️
that exactly i feel today
Brishti porle taile full feel
🖤🥀
2:36 মিনিটের পর থেকে ব্যাকগ্রাউন্ড এ আরেকজন এর ভয়েস শোনা যায়...যে দিছে তার ভয়েস টা গানের প্রতি মায়া আরো বাড়িয়ে দিয়েছে..।❤❤
বিশেষ করে যখন লাল গোলাপ টা বলে সেই সময়..💥
Pini*k Power😂
"আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান"❤️-- this line 👌hits a lot
❤️
হয়তো "বাবু খাইসো?" গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিলিয়নস ভিউ পায়, এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকেনা, কিন্তু অনেকের হৃদয়ে থাকে❤️❤️❤️
💜💜
Happiness thakuk sobar mone .aigaan tay onk pain
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️V
th-cam.com/video/fF0O7lOfJU4/w-d-xo.html
Yeap💔
কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর! চেষ্টা করো, ধের্য্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে!❤️🔥✌️
th-cam.com/video/fF0O7lOfJU4/w-d-xo.html
ইনশাআল্লাহ 😊
কি আবাল মার্কা কমেন্টরে ভাই
@@greenroot5663 এখানে আবালের কি হলো?
@@polock11 এই গানের সাথে এই কমেন্টের সম্পর্ক কি???🙄🙄
শ্রদ্ধা জানাই সেই রুচিশীল মানুষদের 🙏যারা ২০২৫ সালেও গানটি ভুলতে পারেনি 🎉
❤
ভালো থাকার সিক্রেট হচ্ছে ; মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ থাকা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা!❤️
ভাল লাগলো কথাটা। 🙂🙂🙂
Hmm thik bolsen
এই কথা টা ভাই চিরন্তন সত্য🙂🥀💕
Thanks man!
smoking kora jabe😁😁
শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই,
প্রতিটা বৃষ্টিকণায় লেখা থাকুক...
শেষ অবধি শুধু তোমাকেই চায় 🤍🦋
এ যেন এক জীবন্ত লাশের শহর।
যেখানে সবাই হাসিমুখে নিজের মৃত মানুষটাকে লুকাতে ব্যাস্ত।
you are right (saiful islam )
Hmm bro..😅
Best❤
জীবনে কোনদিন প্রেম বা ছেকা কিছুই খাইনি । তবুও বিষণ ভালো লাগে গানটা
"তবে তাই যদি হয়, করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সুর্যোদয়!
আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান"-This line🖤
Best line
Nc
❤️❤️
Best🖤🖤🎶
@@raisa7102 জ্বি☺️
প্রিয় গানগুলো 🖤
১. আমার দেহখান (odd signature)
২. মোহ (Aftermath)
৩. ঘোরগাড়ি (Highway)
৪. Onidrita (Golpo)
5. উৎসর্গ ( Tasnif)
৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
৭. নেশার বোঝা (popeye)
৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
৯. স্রোতস্বিনী (Encore)
১০. নিকষ কালো (paper rhyme)
১১. খোলা জানালা (swat)
১২. অবস্থান (either)
১৩. পূর্ণতা (warfaze)
Amar o posondor gaan gula🖤✨
Oboshthan ❤️❤️🥰
Same ☺️
Sera vai😍
Best❤️
I'm from USA, I don’t understand the lyrics, but the tune is making me mesmerized.
Sang from heart.
💜 Sad Romantic song
❤️❤️
What do you find so familiar in the Shravan style?
Which I don't have a point in,
In my straight line thinking,
Why cut the stain with a saw
Or the tears in my eyes
At the thirsty heart I'm just like a mirage.
But if so, don't be afraid
I know dark night will be near Sunrise I thought you are the red rose that constantly guards a cutting garden.
I have not seen the sky touch the top of the mountain
After the crash, the wave hit my chest,
At great speed
Or the tears in my eyes
I'm just like a mirage in a thirsty heart!
But if so, I am afraid of the nose
I know the sunrise will be closer to Aadhaar night
I thought you were the red rose that constantly guards a cutting garden.
Google translated bro, not accurate
@@shadmanmishkat8571 ofcourse not
ঘুমানো নিষেধ,, তবে জেগে থাকা অপরাধ.....!! 🙃
অনুমতি আছে মৃত্যুর,, তবে আত্নহত্যা মহাপাপ.....!!😅🙂🥀
Ami bhai
💔☺️
😂😂😂😂😂😂😂😂
😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
What a magic.. ৫ বছর আগের গান হলেও গানের হাইপ বেরে গিয়েছে ২০২১ এ এসে
Hoo vai
Magic er bota bro!!
Hmmm😄😄😄
গানটা ২১ সালের সাথে যায়,
১৬ সাল ব্যকডেটেড ছিলো তখন এই গানের মর্ম কেউ বুজে নি।।
Thanks to the lofi remix
এই গানের প্রতিটি শব্দ আমাকে তার কথা মনে করায়। জীবণের সব সুখ হয়তো পূর্ণতা পায় না, সব সম্পর্ক হয়তো পরিণতি পায় না। তাকে নাহয় নাই বা পেলাম। সে ভাল থাকুক।
আমি ভেবেই নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
সবাই হয়তো প্রাক্তন এর কথা মনে পড়ে গানটা শুনলে, কিন্তু আমার কিছু প্রিয় বন্ধুদের কথা মনে পড়ে, এইতো ৩-৪ বছরের আগের কথা, আমি কি সুন্দর হাসিখুশি থাকতাম, বন্ধুরাই সব, এরপর আস্তে আস্তে সবাই চলে গেলো, কেউ চিনলো ও না আমাকে, আমি হয়ে গেলাম এক্সট্রোভার্ট থেকে এক বোরিং ইন্ট্রোভার্ট।
জীবন বদলায়, মানুষ বদলায়
সবাই ভুলে যায় সেই বন্ধুত্ব ☺️
সবাই খুশি থাকুক
গত ৮-৯ মাস ধরে একটা মেয়েকে ভালবাসতাম।
তাকে সময় দেওয়ার জন্য অনেক বন্ধুকে পর করে ফেলেছি।
আজ সে আমাকে ছেড়ে চলে গিয়েছে😭।
কথা গুলা শেয়ার করার জন্যই কোন বন্ধু নেই এখন।
একা করে দিল আমায়😭।
@@nakibulaminnakib6951 কখনো বন্ধু আর প্রেমিকাকে এক করতে নেই। যার থাকার সে সবকিছু নিয়েই মেনে নিবে
@@ayeshasiddika8962 হুম,ঠিক বলছেন।
কিন্তু খুশির বিষয় হচ্ছে,সে ৪ দিন পর ফিরে এসেছে🥰
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান
যতবার শুনি ততবার It Hits Me A Lot😌🥀🥀
"আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহাড়া দেয় এক কাঁটার বাগান"
This line hits different 🙂🥀🥀🥀
💔
😌❤️
😭😭😭😭😭😭
🥰🥰🥰
আহা।😇
"আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান" ❤️
তোমাকে না পাওয়ার আক্ষেপ, হতাশা যন্ত্রনা দিবে মৃত্যু পর্যন্ত। ভালো থেকো স্রোতস্বিনী ❤️
যারা এখনো গানটি শুনছেন তাদের রুচির প্রতি সম্মান রইলো❤️
Bhai😌🤎
Vhai ❤️🤍
🤟🥰
Mee too
Ws62il
আরো ১০ বছর পরে যারা এ গানটা সার্চ করে শুনবে! তাদের রুচির প্রতি সন্মান জানিয়ে রাখলাম🖤🙂
Hoo vai thik ✊
Thanks bro 🙂❤
Hmm vai thik bolcen
yeah
ধন্যবাদ
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবে নিলাম তুমি সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান.
just mind blown
best part
This song, this 4 minute long song, these 4 minutes carrying 4 hundred trillion emotions. No special video featured for this, just lyrics on the screen, still it managed to draw 2.5 million people’s attention and no wonder how many times people reviewed this, I'm pretty sure no one left without tears. This little wicked song, these ridiculously relatable lyrics. This song is 1/3 part of my life for last 2 years, this song is a gift, it’s a source of strength. This isn’t a song, it's a lifestory.
Whatever it is brother just hang in there in shaa Allah everything will be fine
এই মিথ্যা হাসির শহরে সবাই জীবন্মৃত।
একদিনের আত্মহত্যা মহাপাপ বলে আমরা তা ধীরে ধীরে করি..😢
একতরফা ভালোবাসা অনুভূতি গানটিতে ফুটে উঠেছে
ভালো থাকো তুমি srotoshinni 🙂🖤
😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🤫😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
th-cam.com/video/fF0O7lOfJU4/w-d-xo.html
🙂🙂🙂
🥀
বাংলাদেশি গান আগে আমার শোনা হতোনা।বাংলা সিনেমার কিছু ক্রিঞ্জি গান শুনে বিরক্ত হয়ে শুনতাম ই না।ব্যান্ড সম্পর্কে জানতাম না খুব একটা।
কিন্তু বাংলাদেশি কিছু ব্যান্ডের গান শোনার পর বাংলা গানের ফ্যান হয়ে গেলাম।যদিও,দেড়িতে চোখে পড়েছে গানটা,তবুও ধন্যবাদ এতো সুন্দর একটা গানের জন্য❣️
রাত 3.06 মিনিট 🥺
গানটা প্রায় ১০০ বারেরও বেশি বার শুনেছি একবারও গানের প্রতি বিরক্তি আসে নাই❤️
তাকে হারানোর পর এই গান আমাকে নতুন করে বাচতে শিখিয়েছে🖤
hmm bhai amio
@Shining Gamer BD keo janena :(
3:07 am😊
@@romanaafaj7539 americay ekhon 5:09
@Shining Gamer BD bro chords gula - Cadd9, Dm, Gm and e7
প্রতিটা ভালোবাসার মানুষ ই লাল গোলাপ। যাকে ঘিরে অজস্র কাটা থাকে। যাকে ছুতে গেলে রক্তাক্ত হতে হয়। ভালোবাসা সুন্দর। ❤️🥀
গানটা শুনে চোখে পানি চলে আসে বার বার..!
আমার কৈশোরের আবেগ রেখে গেলাম
যখন পরের প্রজন্ম গানটি শুনবে তখন ওরা বুঝবে আমরা কোন লেভের গান শুনতাম,কেমন ছিলো আমাদের রুচি...!
এই গান মন খারাপ করে, আবার ভালোও করে,পুরোনো কথা মনে করে, আবার সুন্দর মূহুর্তের কথা মনে করে, অদ্ভুত সুন্দর অনুভূতি। 😇
১৫ জুলাই ২০২১, প্রিয় মানুষকে হারিয়ে যত কষ্ট পেয়েছি এই গান শুনে সব কষ্ট গুলো উধাও হয়ে গেলেও তার স্মৃতি গুলো কখনো উধাও হবে না আর হতেও দিব না। ২ বছর ৭ মাস এর সম্পর্কে আমাদের এতো গুলো স্মৃতি ভুলার মত নয়, কখনো পকেট এ টাকা না থাকলে ৬ কি.মি পথ হেটে শুধু তার হাসি টা দেখার জন্য যেতাম, রাত ৩ টায় হুট করে তার বাসার নিচে এসে বলতাম "বারান্দায় আসবে? দেখবো তোমায়।" অনেক কষ্টের পর ও তাকে আমি পাইনি, হয়তো সে আমার ভাগ্যে লিখা ছিলো না। সে এখন অন্য কারো সাথে খুশি আছে, খুশি থাকুক ভালোবাসার মানুষটি তার ভালোবাসার সাথে।
.
.
এই কমেন্ট রেখে গেলাম হয়তো কারো লাইক এর নোটিফিকেশন এ দেখতে পাবো আমার এই লিখে যাওয়া কথা গুলো আর মনে পরে যাবে তার সেই অভিমানী বিদায়।
💔💔💔
কমেন্টটা আমি করতে চাইছিলাম🥺🖤
@@zubayerislam4391 You're related to me then😊
@@sideways31st apnar ei comment diye fb te content banaichi bhai
@@zubayerislam4391 pera nai bhai, link diyen amio dekhe ashbo! ☺️❤️
তৃষ্ণার্ত হৃদয়ে শুধু
আমি মরীচিকার মতো
আজও অন্য রকম লাগে😢
Encore প্লিজ হতাশ করো না...... গানের মাঝে ফিরে আসো
😊
@@humairarahman2881 🤭
www.inraaz.com/
Rony Khan vai...2 years por abar ekbar gaanta shune jan
@@humairarahman2881 humaira 💔🥀
তোমার প্রাক্তন আছে - জানা সত্বেও তোমায় ভালোবেসেছি। ভালোবেসেছি বললে ভুল হবে, এখনও ভীষণ রকম ভালোবাসি তোমায়!
কিন্তু যেদিন তোমায় প্রথম তোমার প্রাক্তনের হাত ধরা অবস্থায় দেখেছিলাম সেদিন থেকেই চূর্ণ হয়ে গেছি😊
বলা বাহুল্য! তবে দুজনকে একসাথে মানিয়েছিল বেশ!😌
অতঃপর সব জেনে-শুনে, সহ্য করেও যখন উজাড় হয়ে তোমায় ভালোবেসে গেলাম তখনও তোমার রয়ে গেলো তোমার প্রাক্তনের প্রতি দূর্বলতা!
ছেড়ে যাই নি তোমায়, ভালোবাসি এখনো প্রিয় ঠিক সেই প্রথম যেভাবে ভালোবাসতাম তেমন করেই।
তুমি আমার সঙ্গ ত্যাগ করলেও "স্রোতশিনী" ছেড়ে যায় নি আমায় 🙂🖤
আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান🥀😌
দারুন
খুবই কষ্টকর 😣
Ufss!! Voyonkor Sundor Cmnt ta..🥀🥀
আহা
যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্কে বিচ্ছিন্ন হতে পারে!
তবুও ভালোবাসাটা থেকে যায়..🙂
হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়।😊🌸
ভাই সত্যি বলছি তোমার এই কথাটা শুনে আমার হৃদয় আচমকা কেপে উঠছে 😅
Same 😢😢
@butterfly3782 অপেক্ষা আমার বৃথা যায় নি ,তাকে পূর্ণতায় রুপান্তর করতে পেরেছি!😩❤️
বিজ্ঞান তুমি এখনো ব্যর্থ কারণ😌🖤...
তুমি তৈরি করতে পারোনি স্মৃতি ভোলার যন্ত্র🙃❤️🩹🥀...!!
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান 🖤
Tnx
Fri,23 July. 2021...
৪মিনিট ১সেকেন্ডের গান আমাদের পুষাই না ভাই,গান টা ৪ ঘণ্টা ১মিনিট দেওয়া দরকার ছিল,,
মিস ইউ 💔
#মক
-উপসংহারে যদি বিচ্ছেদই থাকবে 💔
-তাহলে সূচনা এত রঙিন কেনো...?🙂🥀
🙂💔
Hmm bai❣️
Sotti bhai 🙂
Kotha ta sotto dustu loker misti kotha
Aitai Bastobota Bhai💔🥀
Shuru Ta Alywx E Shundor 😊
তুমি ছেড়ে না গেলে হয়ত এতো সুন্দর গান শোনা হতো নাহ 🥺
ধন্যবাদ তোমাকে
কৃতজ্ঞতা জানাই তোমাকে 🥺
৩-৪ বছর হয়েছে এই গান টা শুনি,, রিসেন্ট এই গানটা অনেকেই কভার করছে,লফি বের হয়েছে কিন্তু আমার কাছে এই সুরটা কেউ জায়গা করে নিতে পারেনি।🖤🖤
অবিরাম ভালোবাসা রইল এনকর এর জন্যে 🖤
ভাবতাম আমি একা কিন্তু এখন🙃 দেখি আমার মতো হাজার কোটি জীবন্ত লাশ ঘুরে বেড়ায় এ শহরে 🙂
Thanks Encore
...from Shidhartho ☺️
🥀😔💔
🙂💖
🙂🙂🙂🙂💔
ভালোবাসা অবিরাম Encore ..🥰🥰
Nh... tomi aka nh....🙃tomar moto anak jibonto las ase akono
প্রিয়তমা তোমাকে না পেয়েও আমি অনেক ভাগ্যবান জানো কি তুমি ? তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না, প্রিয়তমা । 😊🥀 স্মৃতি রেখে গেলাম
যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে ।💔🥀 লাইক দিলে notification পেয়ে আমি আবারও গানটা শুনতে আসবো....! 🖤✌️ দিন শেষে একটা কথাই বলার ছিলো, তোমাকে অনেক ভালোবাসি but এইটা বলার আগেই হারিয়ে গেলে .. 🙂💔🥀
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়🥀
This line hits a lott!!
যারা সার্চ দিয়ে গানটি শুনছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই💖🌸🥀
Eai masterpiece গুলো কখনও reccomendation এ আসে না 😅
Ami shunci vhai shobshomoy
😂😂😂
🤗🤗🤗🤗
Ami ajke Arifin Shuvo bair natok revenge gan 10secoun shunsilam Lo-Fi Music thik moto ganer word gulo buji nai search dite onak kosto hoysa.. Karon Lo-Fi chilo to Music beahi chilo tai bujte kosto hoysa
Listening from Pakistan🇵🇰, loved it❤
Do you understand bengali songs?
do you know bengali?
@@sultanabegum8874 ji jani apni kothay thaken?
@@ababdulla9592 .....ami bangladesh e thaki....rangpur e amar basa..
@@sultanabegum8874 amio rangpur e thaki ,begum rokeya college er kase
রাত গভীর হলে মনের মধ্যে কতগুলো গান এমনিতেই ঢেউ খেলে, এর মধ্যে স্রোতস্বিনী একটা🙂🖤
O vaiya ami apnar comment ta copy korlam
𝑱𝒊 𝒗𝒂𝒊
I’m a spanish muslim and I like to hear bangla musics
Welcome bro.❤❤
This line ...🍁
- আমি ভেবেই নিলাম
তুমি সেই লাল গোলাপ যার নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান!💔🥀
আমি ও আর হাজারটা স্বপ্ন ভাঙ্গা নিষঙ্গ মানুষের মতোই একটা আধার রাত শেষে নতুন একটা ভোড়ের অপেক্ষায়। ভালো থাখুক সেই মানুষ গুলো বেচে থাকুক ভেঙ্গে জাওয়া স্বপ্ন গুলো হারিয়ে জেন না জায় জীবনের পথটা সবার জন্য শুভ কামনা রইলো Thanks ENCOR❤️❤️❤️❤️❤️
তোমায় পেয়ে গেলে হয়তো গানটার মুল্য বুজতাম না। 🥀,,,, ভালো থাকুক পৃথিবীর সব ঠোকে যাওয়া মানুষ গুলো,,,,,,,🥀😊
হ্যাঁ-একদম ঠিক বলেছেন 😊
Yeah tik bolsen
Humm😇
anjum....
হ্যাঁ-😊
সবাই বলে তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান শুনতে পেতাম না। কিন্তু আমাকে তুমিই এই গান শুনিয়েছ । আমি শ্রাবণ হয়েও তোমার শ্রাবণ হলাম না স্রোতস্বিনী।
যখন ২ লাখ ভিউ ছিলো তখন থেকে শুনতাম. প্রথম গানটা শুনছিলাম বিশ্ব সাহিত কেন্দ্রের ৮ তলায়. Encore আসছিলো৷ তারপর ইউটিউবে খুজে পাই. তখন থেকে এখনো শুনছি. প্রতিদিনই শুনি. তখন সবে কলেজে উঠেছিলাম. আর এখন বিশ্ববিদ্যালয়ে. ভার্সিটির বাসে যাওয়ার সময় গানটা শুনি আর কত বড় হয়ে গেলাম! Thank You Encore.Thank you for this and Na pawar Golpo. 💛
❤❤
Hey broh how are you now
"আমি ভেবেনিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান" এই লাইনটা বেস্ট।
কে কে এখনো শুনছেন এই গান। খুব খারাপ লাগে যখন এত দারুন এক গানে এত কম ভিউ দেখি। আর গাঞ্জাখোর অপরাধী গানে মিলিয়ন ভিউজ দেখি
Hmmm ami ei gan ta 2 year agay thika shuni majhe majhe mon kharap thaklay ei gan ta shuni
right
Thank you for all the love brothers♥️
True
Oporadhi 200million pai but ei gan 1 million o paena dukher bishoy onek
নিয়মিত শুনি,কেন জানি নিজের জীবনের সাথে মিলে যায় গানের লাইন গুলো। 0:46 এখান থেকে তো আরো বেশি ভাল্লাগে। ধন্যবাদ এনকর কে❤️🩹
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবে নিলাম তুমি সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান_____জাস্ট ওয়াও
পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর
This line huts 💔
💔🥀...,🙂
এই গানটা কল্পনার এক দুনিয়াতে নিয়ে যায় । যদি কল্পনার দুনিয়াটা বাস্তবে থাকতো। 💔🥀
এই নিরব শহরে
কেউ কারো জন্য অপেক্ষা করেনা।
স্মতি মাখা কষ্টের রাতগুলো
অপরিপূর্ণই থেকে যায়।
নিজেই নিজের পথ ধরে
ধরে চলতে হয়।
হয়তো এভাবেই হারিয়ে যাবে
অনেক অপূর্ণ ভালোবাসা
তোমাকে পেয়েও হারিয়েছি বলেই হয়ত আজ গানটা আমার প্লে-লিষ্টে জায়গা করে নিয়েছে❤️🙂
etai bastob bro jeh valo bashe seh kokhono vule jete pareyyy nah ar ki korar seh silo ase thakbe
Accidentally she came, she loved and she left... This song also came accidentally into my playlist and now it became a part in my life. Sometimes I thought this track represent myself who badly deceived.... Nothing left..... 🙂🙂
Same brother Soo similar😌
Copy korlam vai, valo lagse cmnt ta❤
Not only you
Me also 🥰 This is my first comment in TH-cam
I feel it brother.
সবার ব্যর্থতার পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে💔 যারা গানটি শুনছে এক রাশ বুক ভরা কষ্ট নিয়ে হয়তো একটু শান্তি পাবার আশায়। 😊
২০২৪ এ এসে গানটা শুনে গেলাম। হয়ত নতুন কোনো প্রজন্ম এসে গানটা ভালোবাসতে শুরু করবে। তখন হয়ত তারা দেখতে পারবে কোনো এক প্রজন্মপর ভালোলাগা 💗💗
গানটা ১০০ মিনিটের হলেও বোধহয় বিরক্ত লাগতো না এই রকম গান শেষ হয় কেন!!! এগুলো অসীম থাকতো🌻🙂 ৪ জুলাই ২০২১
4th July*
th-cam.com/video/fF0O7lOfJU4/w-d-xo.html
@Shining Gamer BD xx
@Shining Gamer BD fxxgxgc
Wfxghz
রুদ্র,অনেক ভালোবাসি ।গানটা শুনছি আর তোমার কথা মনে পড়ছে । বিচ্ছেদটা না হলেই বাস্তবতাটাও কল্পনার মত সুন্দর হতো ।আমার দোষটা কি ?বেশি ভালোবাসা কি আসলেই অপরাধ ?তাহলে তো আমার কয়েকশো বছরের কারাগারে কাটাতে হতো ।অবশ্য কয়েকশো বছর কারাগারে থেকেও যদি এই স্মৃতি গুলো মুছে ফেলতে পারতাম আমি তাই বেছে নিতাম ।হয়তো সেই কয়েকশো বছর পরও আমি মনে পড়ে যেত আমার জীবনের এই ভালোবাসার অধ্যায়ের।
তাবাসসুম 🖤
Rudro motorcycle accident korse goto kal
@@alviahmed5907 good for environment
যত বার শুনি ততবার কোন জগৎ যেন চলে যায় এবং শরীর টা ছেড়ে দেয়।
I don't know why this song is so underrated. It should be viewed million times.
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান।
কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা হয়ে। তুমিও তাই, তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না মানুষ চিনতে পারতাম না। প্রতিদিন একটু একটু করে মরতে মরতেও যে বাঁচা যায় তোমাকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না। তোমাকে ভালো না
বাসলে আমার মতো নরম মনের একজন মানুষ কখনোই এতটা স্ট্রং হতে পারতো না।
তাই হয়তো আমার জীবনে তোমার আসা টা প্রয়োজন ছিল। আমার এই শিক্ষা টা পাওয়া খুব প্রয়োজন ছিলো।
আমিও ঠিক এমন টাই।
সে আমার লাইফে না আসলে হয়তো আমি কখনোই এই জিনিস টা উপলব্ধি করতে সক্ষম হতাম না।সে আমার অভ্যাস ছিলো না।সে ছিল আমার এক অভিজ্ঞতা। সে আমার জিবনে এসে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেসে।
যাই হোক শক্ত মনবল নিয়ে কোন রকম রুমের এক কোনে বাসার চেস্টা অনুপ্রাণিত রয়েছি।
জীবন কারো জন্য থেমে থাকে না।
@@nusratjahanisha7233 হ্যাঁ ঠিক।
কারো জন্য ই কারো জীবন থেমে থাকে না
চাতক চোখের দৃষ্টিকোন বেয়ে
অঝোরে অশ্রু ঝরে -
তুমিও কি কাঁদো?
বুনো কপোতীর মত নিঝুম রাতে!
😅😅😅
আমার সরলরেখার চিন্তাধারাগুলো কেমন বিষাক্ত বানিয়ে চলে গেলে!!❤
মানুষ কখনো একা বাঁচতে পারেনা; কল্পনাতে হলেও একজন লাগে!🌸
💔💔
@@letssee3618 🖤💔
ক্লান্ত চোখ নিদ্রাহীন কত রাত!
বন্ধ চোখ,খোলা মস্তিষ্কে তার স্মৃতির উৎপাত! 😊🌸
Most fav line "আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান" ❤️🥀
Me too
❤❤❤
বছর যাবে বছর আসবে
মানুষ যাবে মানুষ আসবে কিন্তু
গানটা কখনো পুরতন হবে না
হৃদয়ে গেধে আছে এই লাল গোলাপ 🥀
It's been around 6 years since years since it was released.. and almost 3 years since I'm listening to it
I used to sing this song for her..
now she's actually " সে লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান "
💜
বেস্ট লাইন৷ "
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ 😍যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান""😍
"How much emotion do you want to put in this music?"
ENCORE: "Yes"
Can you please suggest me some good music like this one?
@@ahmedrobi6507 th-cam.com/video/GG_kugTJLCI/w-d-xo.html enjoy mate!
real bro. got high listening to this song and cried. this keeps my mind clam yet all those memories start to run in my mind making me restless...
@@ahmedrobi6507 60's love - level five
purnota - warzone
upo - hatir pool seasons you can give this a try!! i really love listening to these.
নিজের মৃত্যুতে যেহেতু দুঃখ পাওয়ার সুযোগ নাই,
তাই অন্যের মৃত্যুকে নিজের মৃত্যু ভেবে দুঃখ পাই
যেদিন Live concert এ Encore এর সাথে এই গানের গলা মিলাতে পারবো সেদিন জীবনের সার্থকতা খুঁজে পাবো😍
Am From Sri Lanka 🇱🇰 i don’t understand the lyrics and your language but am in love with this song only for one special person in my life from Your country please pray For us ! Thanks love u (J)
Take love brother❤️
Love from Bangladesh💙
@@lifeisapain1983 thanks man 🙌🏼 am in love with a girl in you r country 😢 but we cant predict our future what will happen to us
@@anikatasnimbinteshajidhuss250 sure man🇧🇩
@@lifeisapain1983 thanks brother ❤️
best wishes for both of you❤️
প্রিয় গানগুলো 🖤
১. আমার দেহখান (odd signature)
২. ১৭ পৃষ্ঠা (ashes)
৩. ঘোরগাড়ি (Highway)
৪. অনুভূতি (Charpok)
5. উৎসর্গ ( Tasnif)
৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
৭. নেশার বুঝা (popeye)
৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
৯. স্রোতস্বিনী (Encore)
১০. নিকষ কালো (paper rhyme)
১১. খোলা জানালা (swat)
১২. অবস্থান (either)
60s Love Bad Gese
1,5,9,10🖤
দুঃখ বিলাস
ভাই,, অনিকেত প্রান্তর,,, বাদ গেছে
@@istiakimam3712 ভাই এইগুলা ভাই লিজেন্ড লেভেলের গান তাই রাখি নাই☺️
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হতো না প্রিয় 🥀❣️সৃতি রেখে গেলাম....যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় গান টা..! ❤️🩹😊
😊❤ আর একবার মনে করে জন সেই পুরোনো অতীত গুলো
আমার হেডফোন জানে আমি গানটা কে কত ভালোবাসি🖤🥀। আজ চার বছর ধরে শুনি💗
Tnx Encore🤍
আমি ২০২১ সালেও শুনছি.. আমার মতো আর কে শুনছো..? চলে গিয়ে ভালোই করেছো আজও গানটা শুনতে পাচ্ছি 😊 ভালো থেকো সবসময়... 💔💔আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ 🌹🥀যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান..😊
🥀
@@ArinRahman14 🙂🙂💔😶
আমার ভালবাসা বুঝার ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা তোমাকে দেইনি তাই তুমি আজও অজানা রয়ে আছো।
জীবনের প্রথম ভালোবাসা পূর্ণতা না পেলেও তা জীবনের শেষ পর্যন্ত হৃদয়ের কোনো এক কোনায় ঠিকই রয়ে যায় 🖤✨
Actually iam listening to bangladeshi band music since 2009... I almost listen to every rock,metal band of bangladesh... But 'srotoshini' i heard it first time... i was never fond of guitar but after listening srotoshini from encore... I bought a guitar and covered srotoshini song in just 1 month... Now ENCORE is like a drug... I loved 2 songs of encore... "Srotoshini" and "Na pawar golpo"
হৃদয়ে 🇧🇩
Hahahahah koto cringe chilam🥺
Lost my best friend, he used to sing this track and ask me to play the guitar. I wasn't a big fan of this track and used to roast him for listening to it, he used to tell me how empowering the lyrics are! Its been 2 years or so, he isn't with us, but this track is here. Thank you Encore, for this marvelous track.
Koshto lage emon friend haraile
@@sumayasaofa546 I'm sorry if you lost a friend too!
@@mr.fin420 I can feel your pain 🙂
Apnar Friend er ki hoise?
@@fahim4654 He didn't believe in the dilemma we live in!
আমার ছেলেও হয়তো কখনো প্রেমে পরবে,কষ্ট পেলে এই গান শুনতে আসবে তখন হয়ত জানতে পারবে তার বাবাও একদিন এই গানে চোখ ভিজিয়েছিল🥀🥀
(8 জুলাই 2021)
❣️
আপনার ছেলের এখন কত বছর
Abal xoda🖕🖕🖕🖕🥵
Bai sap eya koch jada nai ho gaya🤣🤣
তাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না..!! স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবারো শুনতে আসবো 😅
রাত ২ টা,অন্ধকার রুম,কানে হেডফোন,, আহা জীবন, অসুন্দর হয়েও যেনো অনেক সুন্দর😌
" তবে তাই যদি হয় , করি নাকো ভয় জানি আঁধার রাত ঘনিয়ে হবে সুর্যোদয় ! আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান "
Heart Touching 🙂💔❤️🔥