দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা অনুভূতি আঁকড়ে ধরেছিল আমায়। ইতিহাসকে ভালোবেসে বাংলাদেশ থেকে ভারতে ছুটে আসা এক বাঙালির আবেগ আমায় অবাক করে দিয়েছে। খুব মিস করছি তোমার সাথে কাটানো সময় গুলো। আমি ও আমার পরিবারের তরফ থেকে আবারও আমন্ত্রণ জানাই। ভালো থেকো সুমন। তোমার অপেক্ষায় আবারো দিন গুনছি। ভালোবাসা নিও। ভালো থেকো।
বলার কোন ভাষা খুজে পাচ্ছি না শুধু দুচোখের পানি টলটল করছে আর এক বুক কষ্ট অনুভুত হচ্ছে। আল্লাহ তাআলা যেন নবাব সিরাজ উদদৌলা কে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন ভাই......নবাবের ইতিহাস গুলো আমাদের মাঝে তুলে আনার জন্য। সিরাজুদ্দৌলা আমাদের বাঙালির হৃদস্পন্দন। আমাদের আবেগের নাম।তাকে নিয়ে আপনার যে ধারাবাহিক অনুসন্ধান সেটা সত্যিই প্রসংশার।
ক’দিন আগে মানসদার ভিডিওতে দুই ইতিহাসপ্রেমীকে দেখে অনুপ্রানিত হয়েছিলাম। আজ আবারও উজ্জীবিত হলাম, সিরাজের প্রতি ভালবাসা আবারও বেড়ে গেল। হীরাঝিল উদ্ধার আন্দোলনে যারা জড়িত তাদের সকলকে প্রানঢালা ভালাবাসা ও অভিনন্দন।
ধন্যবাদ সুমন দা, মানস দা এবং লুৎফা আপাকে, ঈশ্বর আপনাদের দীর্ঘজীবী করুক এবং আপনাদের কল্যাণে আমরা এইরকম ইতিহাস-ঐতিহ্য আরো যেন বেশি বেশি করে দেখতে পারি সেই কামনা করছি।
But Nawab Siraj ud Daulah's mother tongue was Urdu, not Bengali. When you people are dead against Urdu-speaking people like the Biharis, HOW can you admire an Urdu-speaking Indian Muslim king? This is hypocrisy.
ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না সিরাজ দৌলা অনেক বড় মনের মানুষ ছিলেন। নবাবের প্রতি ভালোবাসা ও বর্তমান এ কাজের সাথে জড়িত তাদের প্রতি ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে।
নবাব সিরাজউদ্দৌলা। নামটাই একটা আবেগ 😭 তার সৈনিক হতে পারলে খুবই ভাগ্যবান হতাম ❤️ আল্লাহ প্রিয় নবাব কে তুমি জান্নাতের সুউচ্চ স্থানে জায়গা দিও ❤️ অনেক ভালোবাসি প্রিয় নবাব ❤️❤️❤️ আপনি বাঙলাকে অনেক দিয়েছেন।। আপনার ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমেই আমরা আজও বাংলায় কথা বলি ❤️❤️ আপনিই রিয়েল হিরো ❤️ যা পৃথিবীর মানচিত্রে বিরল ❤️❤️ স্যালুট বাংলার সম্রাট, শাসক ❤️❤️
নবাব সিরাজদৌলার স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রাণান্তর চেষ্টা চলছে ২৬৫ বছর আগে থেকেই। নবাব সিরাজউদ্দৌলার স্থান মানুষের অন্তরে অন্তরে । আর লিপিবদ্ধ আছে এবং থাকবে ইতিহাসের পাতায় পাতায়। বাংলাদেশ থেকে মানসদা এবং সমর্পিতাকে অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপনি এতখুব ভালো লাগলো আপনি এতদূর থেকে এসে আমাদের বাংলার সিরাজদুল্লাহ কথা বললে না আমরা ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক নতুন নতুন ভিডিও আনবেন ধন্যবাদ
আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।ইতিহাসের কথা এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ।এবং নবাব সিরাজের জন্য যে কাজ আপনারা করছেন তার জন্য কোটি কোটি সেলাম জানায় ।
কী আশ্চর্য ব্যাপার সুমন দা। আমি জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদ তথা বহরমপুরে আমার পিসির বাড়ি থেকে হাজারদুয়ারি,ইমামবারা ইতিহাসের জেলা শহরের বিখ্যাত সমাজ এবং বাবু (সুদীপ) দার সাথে ঘুরে এলাম। সময়ের অভাবে সিরাজের এখানে আসা হয় নি। আপনাকে ধন্যবাদ জানাই দেখার সুযোগ করে দেবার জন্য।
*প্রিয় সালাউদ্দিন ভাইজান, আমি অনেকদিন ধরেই বলছিলাম যে শহীদ তিতুমীর কে নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু আপনি সময়ের অভাবে বা ইন্ডিয়াতে না যাওয়ার কারণে সেটি করতে পারেন নাই, এখন আপনার কাছে আমার আকুল আবেদন আপনি যেহেতু মুর্শিদাবাদে যাচ্ছেন প্লিজ শহীদ তিতুমীর কে নিয়ে ভিডিও বানাবেন এবং উনার ইতিহাস সম্পর্কে❤ অগ্রিম ধন্যবাদ 🥰🥰*
Thank u dada,jeta apni koechen seta amader generation er jonno shotti khub khub helpful. Government must have thought to save these heritages but unfortunate us.
দুই বাঙলার দুই প্রিয় ইউটিউবার এর মর্মস্পর্শী প্রতিবেদনে হৃদয় টা আদ্র হয়ে গেল । হারিয়ে যাওয়া ঐতিহ্য কে ফিরিয়ে আনা সম্ভব না, তবে লুপ্তপ্রায় অস্তিত্ব টুকু টিকিয়ে রাখার জন্য আপনাদের আন্তরিক প্রচেষ্টা বাঙালি মনে কোমল আঘাত করবে নিসন্দেহে।
স্যার আমরা মুর্শিদাবাদ বাসিন্দা। অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে একবার দেখা করার আপনি ইতিমধ্যে মুর্শিদাবাদে এসেছেন খবর পেয়েছি । তাই যদি অনুগ্রহ করে একবার সুযোগ দিতেন আপনার সাথে কিছুক্ষণ দেখা করার তাহলে আমরা খুব খুশি হতাম।। 😊❤️
অসাধারণ ! দেখতে দেখতে গায়ে কাঁটা দিচ্ছিলো,মানস দা, সুমন দা, সমর্পিতা দি এবং উজ্জ্বল দা কে শ্রদ্ধা জানানোর কোন ভাষা নেই, অন্তর দিয়ে চাই হীরাঝিল বাঁচাও আন্দোলন সাফল্য লাভ করুক।
এ এক মায়াময় আবেগ জীবনকে প্রতিটা মূহুর্তে কিছুনা কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে হীরাঝিল। আর ভিডিওটা দেখে চরম আনন্দ পেলাম। দুই বাংলার দুই দুঁদে ইউটিউবার যারা এখন এবং আগামীতেও সেরা তাঁদের এহেন কনটেন্টকে সম্মান জানাচ্ছি এবং সাধ্যাতীত প্রচার চালিয়ে যাব এই অঙ্গীকার করছি এবং সেই সঙ্গে এই মহান দুই ইউটিউবারের সামগ্রিক সুস্থ জীবন প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
সালাউদ্দিন সুমন ভাই আপনার কাঁদো কাঁদো কন্ঠে ধারাবর্ণনাতে প্রমান হয়ে যায়, আপনি কতটা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে এবং তাঁর রেখে যাওয়া ইতিহাস ও সৃতি-স্বাক্ষরকে ভালোবাসেন, দেশ প্রেমিক আর সত্য ইতিহাস সন্ধানী মানুষগুলো আপনার এ ভিডিও দেখে কিছুটা আত্মার খোরাক পাবে আশা করছি...
এগুলা সবকিছু নবাব সিরাজউদ্দৌলার যা কিছু আছে সব কিছু সংরক্ষণ করা হউক আগামী প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ নিদর্শন জায়গা ❤️❤️❤️আমি বাংলাদেশ থেকে বলছি ❤️❤️❤️
আপনারা হীরাঝিল প্রাসাদে দাড়িয়ে ভিডিও করছেন আমাদের সামনে নানা তথ্য তুলে ধরছেন খুবই ভালো লাগছে । এপারে থাকলেও আপনাদের এমন উপস্থাপনায় এবং নবাব sirajudduala র প্রতি শ্রদ্ধারকারণে ভালোবাসার কারণে আমার মনে হচ্ছে অমিও যেনো এই হীরাঝিল এই দাড়িয়েই সবটা দেখছি, অনুভব করছি। অব্যসই আমাদের ভালোবাসায় আবার হিরঝিল জেগে উঠবে আমরা পাশে আছি🙂
অনেক কিছুই জানলাম নতুন করে। হিরাঝিল প্রাসাদ ভাগীরথী নদীর তীরে জানতাম। তবে ইতিহাসের অনেক কিছুই জানতাম না। অনেক অনেক ধন্যবাদ দুই প্রিয় ইউটিউবার 🥰। তবে ভাগীরথী নদীর ভাঙ্গনে হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ এর ধ্বংস হয়ে যাওয়াটা দেখে সত্যিই কষ্ট পেলাম। 🙂
সমর্পিতা দিদি তুমি অসাধারন …তোমাদের মত মানুষ আছে বলেই যুগে যুগে ইতিহাস সংরক্ষিত হয়েছে । আর উজ্জল দাদাও সেই মানুষ গুলির দলে যাদের সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে দিদির মত উদদোকতাদের .. সালাম সবাইকে from NY
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নায় তা আপনি প্রমান করলেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলেমিশে সারা পৃথিবীতে যেন বসবাস করতে পারি এটায় সব চেয়ে বড় কামনা......তাতে পৃথিবীটা হবে সকল মানুষের জন্য স্বর্গময়
Ami assam a thaki.. randomly apnake you tube a peyechilam.. tar por theke khub vlo laage apnar video.. history gulo onk kisu jante perechi apnar theke ja ja kokhono shuni ni.. apni west bengal a coochbehar ashun r raja nripendra narayan er palace ta dekhan.. jeta khub jotne aache.. tourist place hoiye gese
সত্যি হীরা ঝিলের দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম খুব করূনাময় দৃশ্য । ধন্যবাদ আপনাকে সুমন দা।ঐ জায়গা টা আমাদের সবাইকে দেখানোর জন্য।আর একটা অনুরোধ দিদি দের উদ্দোগে সহিদ মিনার তৈরী করার পরে আরো একবার দেখার সুযোগ করে দেবেন।
অধীর অপেক্ষায় ছিলাম আপনার এই ভিডিওর যেখানে থাকবেন সুমন ভাই আপনি, মানস দা এবং লুৎফুন্নিসা সমর্পিতা! আপনাদের হাত ধরেই আবার জেগে উঠছে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ইতিহাস। "কি যেন ছিল, কি যেন হারিয়ে ফেললাম আমরা, শুধুই এক দীর্ঘশ্বাস রয়ে গেছে এই হিরাঝিলের জায়গায়" আহ! মানস দার এই উক্তিটি শুনে মনের অজান্তেই কারো দীর্ঘশ্বাস পড়েনি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুস্কর। আর আপনার এই ভিডিও থেকে মনে হয় যেন এই ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর কে আবার নতুন করে জানলাম আর দেখলাম! দেখলাম যে ৩ নৌকার যান পারাপার ফেরি যা কিনা সত্যিই আগের কোনো ভিডিওতে খেয়াল করিনি। দেখলাম আপনার এবং মানস দার মোটরসাইকেলে চলার পথে নবাব সিরাজুদ্দৌলার সময়ে নির্মিত এক পুরোনো মসজিদ যা কিনা নবাবের অস্তিত্বের নীরব স্বাক্ষ বহন করছে এখনো। সমর্পিতা লুৎফুন্নিসা দির এক নিরলস সংগ্রাম এবং নবাব সিরাজুদ্দৌলার প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা তার এই "হীরাঝিল বাঁচাও" আন্দোলন কে আরো প্রসারিত করবে। আর পরিশেষে এ যুগে হীরাঝিল প্রাসাদে জন্ম নেয়া সেই উজ্জ্বল দা কে দেখে মনে হলো যে নিঃসন্দেহে তিনি একজন সাদা মনের মানুষ এবং নবাবের প্রতি গর্বিত শ্রদ্ধাশীল ব্যাক্তি।
নবাব সিরাজউদ্দৌলা অমর হয়ে থাকবে আমাদের মাঝে নবাব সিরাজউদ্দৌলার প্রতি ভালোবাসা থাকবে নদীর স্রোতের মতো আর আপনারা যারা ইতিহাস আমাদের মাঝে তুলে দরতেছেন আপনাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা আপনাদের মত প্রমিত মানুষ দীর্ঘকাল বেঁচে থাকুক
দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা অনুভূতি আঁকড়ে ধরেছিল আমায়। ইতিহাসকে ভালোবেসে বাংলাদেশ থেকে ভারতে ছুটে আসা এক বাঙালির আবেগ আমায় অবাক করে দিয়েছে। খুব মিস করছি তোমার সাথে কাটানো সময় গুলো। আমি ও আমার পরিবারের তরফ থেকে আবারও আমন্ত্রণ জানাই। ভালো থেকো সুমন। তোমার অপেক্ষায় আবারো দিন গুনছি। ভালোবাসা নিও। ভালো থেকো।
apnakeo khub valo lage
সত্যি অসাধারণ লাগছে দাদা
আমন্ত্রণ রইলো দাদা আপনি বাংলাদেশ এসে ঘুরে যাবেন
অাসুন অামরা ইসলামের ইতিহাসও জানি যথাযথ ব্যাখ্যা সহকারে।অামাদের অাখিরাতে কাজ অাসবে
ইতিহাস আমাকে তুমি মুগ্ধ করেছে
দু'পাড়ের দুই কিংবদন্তির এই সম্মিলিত প্রায়শ যেন সফল হয়। সেই সাথে সমর্পিতা দিদির হীরাঝিল বাচাও আন্দোলনকে সাধুবাদ জানাই 🖤❤️💚
দুই বাংলার দুই ইতিহাস প্রেমী
একই ফ্রেমে দেখে এত ভালো লাগলো
বলার মত না। ♥️♥️
ঠিক
বলার কোন ভাষা খুজে পাচ্ছি না
শুধু দুচোখের পানি টলটল করছে
আর এক বুক কষ্ট অনুভুত হচ্ছে।
আল্লাহ তাআলা যেন নবাব সিরাজ উদদৌলা কে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
ameen
❤asaaràaàaa
নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি চারণে যারা কাজ করছে তাদের সকলের জন্য ভালোবাসা রইলো ❤️❤️❤️
Jara ei kajer sagghe jarito roecchen tader janai amar antrorik saddha obhalobasha
@@tamalmitra877 U From?
Hiraghil protection committee should make by the people
এক মুহূর্তের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো আমি নিজেই সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে হারিয়ে গিয়েছি। সত্যিই অসাধারণ!
Love you samarpita didi and others
অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন ভাই......নবাবের ইতিহাস গুলো আমাদের মাঝে তুলে আনার জন্য। সিরাজুদ্দৌলা আমাদের বাঙালির হৃদস্পন্দন। আমাদের আবেগের নাম।তাকে নিয়ে আপনার যে ধারাবাহিক অনুসন্ধান সেটা সত্যিই প্রসংশার।
ভাই আমি নিজেই অবাক হয়ে তাকিয়ে রইলাম।
সিরাজ তুমি আছো তুমি থাকবে সারা বাংলার হ্রদয় জুড়ে।
আপনারা দুজনের আগ্রহ সম্মান জানানো উচিত। এবং সরকারের উচিত ইতিহাস গুলো সংরক্ষণ করা।
অনবদ্য ধারাভাষ্যের মাধ্যমে অসাধারণ উপস্থাপন.. আমাদের মুর্শিদাবাদ অথচ এতো কিছু কখনোই বুঝতে পারতাম না, এই উপস্থাপন না দেখলে..
মন ছুঁয়ে গেল..
ক’দিন আগে মানসদার ভিডিওতে দুই ইতিহাসপ্রেমীকে দেখে অনুপ্রানিত হয়েছিলাম। আজ আবারও উজ্জীবিত হলাম, সিরাজের প্রতি ভালবাসা আবারও বেড়ে গেল। হীরাঝিল উদ্ধার আন্দোলনে যারা জড়িত তাদের সকলকে প্রানঢালা ভালাবাসা ও অভিনন্দন।
ধন্যবাদ সুমন দা, মানস দা এবং লুৎফা আপাকে, ঈশ্বর আপনাদের দীর্ঘজীবী করুক এবং আপনাদের কল্যাণে আমরা এইরকম ইতিহাস-ঐতিহ্য আরো যেন বেশি বেশি করে দেখতে পারি সেই কামনা করছি।
আবার ও দুই বাংলার দুই বিখ্যাত ইতিহাসপ্রেমিক কে এক সাথে দেখতে পেয়ে খুব ভাল লাগলো।আপনাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
নবাব সিরাজৌদৌলার প্রতি সমরপিতা দিদির এত ভালোবাসা দেখে আমি অভিভুত। মন থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা।
দুই বাংলার দুই মহারথী । মানস দা সুমন দা এই দুই ইতিহাসের কান্ডারী তুলে ধরছেন হিরাঝিল প্রসঙ্গ ।
চোখে পানি চলে এলো,তাহলে নবাবের জন্য এখনও আমাদের ভালোবাসা আছে বুঝা যায়।এতো বড় প্রাসাদ, ভেঙে যাওয়ার পরও কত অংশ জুড়ে টিকে আছে।
ভাই দমদমের উপর দিয়ে মুরশিদাবাদ গেলে বড্ড কষ্ট হচ্ছিলো এক বার এসোনা ভাই গরিব দিদির বাড়ি আর আগের পর্ব র মিউজিক টা দারুন ছিল টাটা ভাই ভালো থেকো
@Arpan Das ধন্যবাদ বন্ধু ভালো থেকো
সিরাজুদ্দৌলার ইতিহাস শুনলে কলিজায় কেমন যেন রক্তক্ষরণ হয়,যা বুঝানোর ভাষা নেই।আল্লাহ তায়ালা বাংলা,বিহার উরিষ্যার নবাব সিরাজ কে জান্নাতের সুউচ্চ মাকাম দান করন।💖💖💖😭😭😭
But Nawab Siraj ud Daulah's mother tongue was Urdu, not Bengali.
When you people are dead against Urdu-speaking people like the Biharis, HOW can you admire an Urdu-speaking Indian Muslim king?
This is hypocrisy.
@@kumar7586Your language is English, even The language of our country is Hindi ,So I can call you a terrorist.
@@kumar7586 দাদা আপনি কি ইংরেজ ???
ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না সিরাজ দৌলা অনেক বড় মনের মানুষ ছিলেন। নবাবের প্রতি ভালোবাসা ও বর্তমান এ কাজের সাথে জড়িত তাদের প্রতি ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে।
দিদি,দাদা,এবং সুমন ভাই আপনাদের জানাই অনেক ধন্যবাদ। নবাব সিরাজদ্দুল্লাহ স্রতিকে ধরে রাখার জন্য আপনারা যে সংগ্রাম করে যাচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ।
বাংলার গর্ব আমাদের দুই জনক। আমার সোনার মুর্শিদাবাদ
😭😭আমাদের মতো সাধারণ মানুষ কান্না করা ছাড়া আর কিছুই করার নেই ভাই। বুকের চাপা কান্না যেন বার বার ফুসে উঠছে😭😭😭।
আহা কি সুন্দর! কি অপূর্ব! আবার একই সঙ্গে ভীষণ বেদনাদায়ক। আবার দুই বাঙলার দুই প
নবাব সিরাজউদ্দৌলা। নামটাই একটা আবেগ 😭 তার সৈনিক হতে পারলে খুবই ভাগ্যবান হতাম ❤️ আল্লাহ প্রিয় নবাব কে তুমি জান্নাতের সুউচ্চ স্থানে জায়গা দিও ❤️ অনেক ভালোবাসি প্রিয় নবাব ❤️❤️❤️ আপনি বাঙলাকে অনেক দিয়েছেন।। আপনার ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমেই আমরা আজও বাংলায় কথা বলি ❤️❤️ আপনিই রিয়েল হিরো ❤️ যা পৃথিবীর মানচিত্রে বিরল ❤️❤️ স্যালুট বাংলার সম্রাট, শাসক ❤️❤️
Real hero amar রাসূল (সাঃ)
@@mahabubg1103 🌹🌹🌹🌹🌹🌹🇧🇩
@@mahabubg1103 ❤❤❤
নবাব সিরাজদৌলার স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রাণান্তর চেষ্টা চলছে ২৬৫ বছর আগে থেকেই। নবাব সিরাজউদ্দৌলার স্থান মানুষের অন্তরে অন্তরে । আর লিপিবদ্ধ আছে এবং থাকবে ইতিহাসের পাতায় পাতায়। বাংলাদেশ থেকে মানসদা এবং সমর্পিতাকে অনেক অনেক ধন্যবাদ।
মানস দা এব্ং সালাউদ্দিন দা কে অনেক ধন্যবাদ , সুন্দর একটি ভিডিওউপহার দেওয়ার জন্য।
আপনি একজন ইতিহাস প্রেমি মানুষ 🖤🥀এবং আমাদের সকলের মাঝে তা বিলিয়ে দেন 🥀🖤 অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🖤🥀
সমর্পীতা দিদি সহ যারা নবাব সিরাজ উদ্দৌলার স্মৃতি সংরক্ষণে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইকেও।
দুই জনের জন্য রইল অনেক অনেক ভালোবাসা,,সুমন ভাই এমন একজন মানুষের সময় নিলেন,,, তার জন্য ধন্যবাদ
আপনাদের তিনজনকেই মনের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে। আপনাদের মতো মানুষ পৃথিবীতে খুবই দরকার।
হে বাংলার প্রিয় নবাব! আজো আপনাকে আমরা ভুলতে পারিনি। আল্লাহ তায়ালা নবাব পরিবারের সদস্যদের ক্ষমা করুন আমীন।
ameen
Watching from Bangladesh 🇧🇩🇧🇩
আল্লাহ নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাতুল ফেরদাউস দান করুক 🤲🤲
খুব ভালো লাগলো আপনি এতখুব ভালো লাগলো আপনি এতদূর থেকে এসে আমাদের বাংলার সিরাজদুল্লাহ কথা বললে না আমরা ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক নতুন নতুন ভিডিও আনবেন ধন্যবাদ
@@indranidattagupta6575 Bhai nawab Siraj ud-daula 2 banglar emotion selen
হৃদয় দিয়ে ভিডিওটা দেখলে ও ভাবলে আসলেই হৃদয় স্পর্শ শুধু নয় কাটা দিয়ে যাচ্ছে।।।
আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।ইতিহাসের কথা এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ।এবং নবাব সিরাজের জন্য যে কাজ আপনারা করছেন তার জন্য কোটি কোটি সেলাম জানায় ।
একজন ইতিহাসপ্রেমী হিসেবে আমিও চাই হীরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ সংরক্ষন করা হোক।ইতিহাস তার কথাতেই নয়,আকার আকৃতি আর অবয়বে টিকে থাকুক।
Akdom
দারুণ খুব সুন্দর হয়েছে ভিডিও টা।
আপনাদের পুরো টিম কে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের সবাই কে এরকম সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
বাংলাদেশের সালাউদ্দিন সুমন ভাই, ভারতের মানস দা, সমর্পিতা দি, এবং উজ্জ্বল দা সবাইকে আমার অন্তর থেকে প্রানঢালা অভিনন্দন।
কী আশ্চর্য ব্যাপার সুমন দা। আমি জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদ তথা বহরমপুরে আমার পিসির বাড়ি থেকে হাজারদুয়ারি,ইমামবারা ইতিহাসের জেলা শহরের বিখ্যাত সমাজ এবং বাবু (সুদীপ) দার সাথে ঘুরে এলাম। সময়ের অভাবে সিরাজের এখানে আসা হয় নি। আপনাকে ধন্যবাদ জানাই দেখার সুযোগ করে দেবার জন্য।
*প্রিয় সালাউদ্দিন ভাইজান, আমি অনেকদিন ধরেই বলছিলাম যে শহীদ তিতুমীর কে নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু আপনি সময়ের অভাবে বা ইন্ডিয়াতে না যাওয়ার কারণে সেটি করতে পারেন নাই, এখন আপনার কাছে আমার আকুল আবেদন আপনি যেহেতু মুর্শিদাবাদে যাচ্ছেন প্লিজ শহীদ তিতুমীর কে নিয়ে ভিডিও বানাবেন এবং উনার ইতিহাস সম্পর্কে❤ অগ্রিম ধন্যবাদ 🥰🥰*
কেউ তাকে মনে রাখুক না রাখুক, সম্মান দেক বা না দেক,স্বাধীন বাংলা বাংলাদেশ যতদিন থাকবে তার প্রতি সম্মান, আবেগ ভালোবাসা থাকবে
Thank u dada,jeta apni koechen seta amader generation er jonno shotti khub khub helpful. Government must have thought to save these heritages but unfortunate us.
অদ্ভুত এক নিদর্শন যাহা পূরাপুরী বিলিন
হয়ে গেছে,আজ আপনাদের মাধ্যমে দেখলাম।আমরা কেন এত স্বার্থপরতা হয়ে
গেলাম যে,বাংলার এই মহা মানবের সামান্যতম স্মৃতি সংরক্ষন করা হয়নি,
কাকে দুশব।বড়ই ব্যতিত হলাম,না দেখলে
ভালই হত।আপনাদের প্রচেষ্টা ও আন্তরিকতার জন্য অশেষ ধন্যবাদ।
সত্যি এ এক অন্যরকম ভালো বাসা সিরাজদ্দৌলার প্রতি,এক রাশ মুগ্ধতা নিয়ে গেলাম। ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য।
দুই বাঙলার দুই প্রিয় ইউটিউবার এর মর্মস্পর্শী প্রতিবেদনে হৃদয় টা আদ্র হয়ে গেল । হারিয়ে যাওয়া ঐতিহ্য কে ফিরিয়ে আনা সম্ভব না, তবে লুপ্তপ্রায় অস্তিত্ব টুকু টিকিয়ে রাখার জন্য আপনাদের আন্তরিক প্রচেষ্টা বাঙালি মনে কোমল আঘাত করবে নিসন্দেহে।
ভালোবাসার আরেক নাম নবাব সিরাজ-উদ্দৌলা ♥️🥀
Bangladeshi Bengali Muslims showed no love for Hindus, Chakmas or Urdu-speaking Muslim Biharis!
Bhalo kharab manus sob jaigai thake @@kumar7586
স্যার আমরা মুর্শিদাবাদ বাসিন্দা। অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে একবার দেখা করার আপনি ইতিমধ্যে মুর্শিদাবাদে এসেছেন খবর পেয়েছি । তাই যদি অনুগ্রহ করে একবার সুযোগ দিতেন আপনার সাথে কিছুক্ষণ দেখা করার তাহলে আমরা খুব খুশি হতাম।।
😊❤️
হ্যা দাদা??
Amaro khob icha apnar didi apnar sate Deka korte
আল্লাহ নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাতুল ফেরদাউস দান করুক
নিজের অজান্তে কখন যেন চোখের কোনে পানি চলে আসলো
একি অবস্থা আমারও
আমি বাংলাদেশে থাকি। আমি নবাব সিরাজউদ্দেীলাকে খুব ভালোবাসি। তাঁর ভিডিও গুলো খুব ভালো লাগে ; সুমন ভাই এর ইউটিউব চেলেন এ দেখি খুব ভালো লাগে।
আপনার অসাধারণ উপস্থাপন আর নিদর্শনগুলো সব মিলিয়ে দারুন লেগেছে,, মাঝে মাঝে শিহরিত হয়ে উঠছিল আমার মন,,ঢাকা গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
সত্যিই অসাধারণ! এখনকার জেনারেশন জানেনা ইতিহাস কি অতীতের ইন্দ্র কথা। সেই কথাগুলো সুমন ভাইয়ের মাধ্যমে সবাই জানছে বুঝছে,আপনার প্রতি অনেক শুভকামনা।
আমি মুর্শিদাবাদ এর ধূলিয়ান এর বাসিন্দা। আমি তোমাকে নবাব সিরাজউদ্দৌলা ভালোবাসি ❣️❣️❣️
আমার সামশের গঞ্জের বাসুদেবপুরে
সুমন ভাই ভিডিওটি অসাধারণ ছিল মনে হলো আমি ও যেন সেই পুরোনো দিনের যুগেই আছি।মনে হলো আমি যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেলাম ❤💝
চোখের সামনে সব ইতিহাস বাস্তব হয়ে উঠছে,,,,আমি বাস্তব টা দেখতে পারছি,
অসাধারণ ! দেখতে দেখতে গায়ে কাঁটা দিচ্ছিলো,মানস দা, সুমন দা, সমর্পিতা দি এবং উজ্জ্বল দা কে শ্রদ্ধা জানানোর কোন ভাষা নেই, অন্তর দিয়ে চাই হীরাঝিল বাঁচাও আন্দোলন সাফল্য লাভ করুক।
Ki bolbo ai adunik jug r balo lage na 😢😣😥
এ এক মায়াময় আবেগ জীবনকে প্রতিটা মূহুর্তে কিছুনা কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে হীরাঝিল। আর ভিডিওটা দেখে চরম আনন্দ পেলাম। দুই বাংলার দুই দুঁদে ইউটিউবার যারা এখন এবং আগামীতেও সেরা তাঁদের এহেন কনটেন্টকে সম্মান জানাচ্ছি এবং সাধ্যাতীত প্রচার চালিয়ে যাব এই অঙ্গীকার করছি এবং সেই সঙ্গে এই মহান দুই ইউটিউবারের সামগ্রিক সুস্থ জীবন প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
সালাউদ্দিন সুমন ভাই আপনার কাঁদো কাঁদো কন্ঠে ধারাবর্ণনাতে প্রমান হয়ে যায়, আপনি কতটা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে এবং তাঁর রেখে যাওয়া ইতিহাস ও সৃতি-স্বাক্ষরকে ভালোবাসেন,
দেশ প্রেমিক আর সত্য ইতিহাস সন্ধানী মানুষগুলো আপনার এ ভিডিও দেখে কিছুটা আত্মার খোরাক পাবে আশা করছি...
Manas da'r Vlog ta agei dekhechilem, ebar aapnar Vlog tao dekha holo.... mon bhore gelo Sumon da..!!
নবাব সিরাজুদ্দৌলার সৃতিচারণে যারা আন্দোলন করছে তাদেরকে সাধুবাদ জানাই
নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ বাংলার ঐতিহাসিক প্রাসাদ। এ প্রাসাদ ধংসাবশেষ রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
সমর্পিতা দির সিরাজের প্রতি ভালবাসা আমায় আবেগ আপ্লুত করেছে।
বাংলাদেশ থেকে আপনার জন্য আমার ভালবাসা ও দোয়া রইলো,,
এগুলা সবকিছু নবাব সিরাজউদ্দৌলার যা কিছু আছে সব কিছু সংরক্ষণ করা হউক আগামী প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ নিদর্শন জায়গা ❤️❤️❤️আমি বাংলাদেশ থেকে বলছি ❤️❤️❤️
খুবিই কষ্ট লাগতাছে, বাংলার নবাবের স্বপ্নের "হীরাঝিল" প্রাসাদের আজ কি করুন হাল।
কেউ কি দেখার নেই!! 😥😥
অপুটির এমন উদ্যেগ দেখে আমি খুবই খুশি এবং দোয়া করি এই আপুর জন্য..
আপনারা হীরাঝিল প্রাসাদে দাড়িয়ে ভিডিও করছেন আমাদের সামনে নানা তথ্য তুলে ধরছেন খুবই ভালো লাগছে । এপারে থাকলেও আপনাদের এমন উপস্থাপনায় এবং নবাব sirajudduala র প্রতি শ্রদ্ধারকারণে ভালোবাসার কারণে আমার মনে হচ্ছে অমিও যেনো এই হীরাঝিল এই দাড়িয়েই সবটা দেখছি, অনুভব করছি। অব্যসই আমাদের ভালোবাসায় আবার হিরঝিল জেগে উঠবে আমরা পাশে আছি🙂
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি বিশাল অবদান দিয়ে যাচ্ছেন❤️
ঠিক
দুই বাংলার দুই দাদাকে একসাথে কাজ করতে দেখে আমার খুবই ভালো লাগলো।আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা
অনেক কিছুই জানলাম নতুন করে। হিরাঝিল প্রাসাদ ভাগীরথী নদীর তীরে জানতাম। তবে ইতিহাসের অনেক কিছুই জানতাম না। অনেক অনেক ধন্যবাদ দুই প্রিয় ইউটিউবার 🥰। তবে ভাগীরথী নদীর ভাঙ্গনে হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ এর ধ্বংস হয়ে যাওয়াটা দেখে সত্যিই কষ্ট পেলাম। 🙂
দাদা ইট টাকে ভক্তিভরে প্রণাম ও সালাম করুন দেশপ্রেমী সিরাজের কান্না অনেক বঙ্গবাসী এখনও অনুভব করে।
প্রিয় ভাই, দেখে সত্যিই আপ্লুত হলাম। চোখের পানি ধরে রাখা কষ্ট। আহ কী ইতিহাস। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভ্রমণ করিয়ে আনার জন্য।
বাংলাদেশ থেকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সমর্পিতা দিদি তুমি অসাধারন …তোমাদের মত মানুষ আছে বলেই যুগে যুগে ইতিহাস সংরক্ষিত হয়েছে । আর উজ্জল দাদাও সেই মানুষ গুলির দলে যাদের সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে দিদির মত উদদোকতাদের .. সালাম সবাইকে from NY
দাদার মোটরসাইকেল আমার খুব ভালো লেগেছে অসাধারণ একটি বাইক।
এখানে আর কি আছে,,আমার বাংলার শেষ নবাবা সিরাজুদ্দৌলার। 😢😢😢আছে শুধু দীর্ঘশ্বাসরুদ্ধকর পরিবেশ।আপনাদের অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি প্রতিবেদন করার জন্য।
এক মুহূর্তের জন্য আবেগআপ্লুত হয়ে গেছি। 💝💝💝💝💝💝
ভাগীরথীর নাম শুনে ছোটবেলার কল্পনায় বিভোর হয়ে যেতাম আজ সেটা বাস্তবে দেখতে পেলাম ক্যামেরার মাধ্যমে। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইকে।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নায় তা আপনি প্রমান করলেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলেমিশে সারা পৃথিবীতে যেন বসবাস করতে পারি এটায় সব চেয়ে বড় কামনা......তাতে পৃথিবীটা হবে সকল মানুষের জন্য স্বর্গময়
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😢😢😢😢
Thanks you're right and you're great manoboter joy hook,
রাইট
এইসব ইতিহাস দেখি আর মনে মনে কল্পনা করি আসলে সত্যি মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
প্রাসাদের অবস্থা দেখে কান্না আসলো.....দেশ প্রেমিক সিরাজ উদ্দোলার এ অবস্থা আজ ভাবা যায় না।
দুই বাংলার বিশিষ্ট দুজন ইতিহাস প্রেমী সুমন ভাই এবং মানস দাদাকে প্রিয় নবাবের ইতিহাস নিয়ে একসাথে কাজ করতে দেখে আবারো ভালো লাগলো।
সুমন ভাই আপনার ভিডিও ও কথা শুনলে মন ভরে য়ায। সত্যি অসাধারণ একটা অনুভূতি 🥰
আপনারা দুজনেই খুব ভালো মানুষ এবং ভালো ইতিহাস বিশ্লেষণ করতে পারেন, 💞💞
চোখের পানি ধরে রাখা কষ্টকর। আমরা মানুষ জাতি কতটা খারাপ হলে । এরকম একটা মানুষের ইতিহাস চিরতরে ভোলার চেষ্টা করে।
#আপুটার_আগ্রহ_ভালো_লেগেছে।
Thanks video ti khub valo laglo
হারিয়েছি প্রিয় বাংলার রাজত্ব😭😭😭
নবাব সিরাজ মানেই আবেগ ভালোবাসা সম্মান শ্রদ্ধা।
দুইজন কে একসাথে দেখে অনেক ভালো লাগলো❤
অনেক্ষন ধরে দেখছি কিন্তু কোথায় যে হারিয়ে গেলাম.একটা অন্য রকম অনুভুতি মধ্যে.
Ami assam a thaki.. randomly apnake you tube a peyechilam.. tar por theke khub vlo laage apnar video.. history gulo onk kisu jante perechi apnar theke ja ja kokhono shuni ni.. apni west bengal a coochbehar ashun r raja nripendra narayan er palace ta dekhan.. jeta khub jotne aache.. tourist place hoiye gese
আসসালামুআলাইকুম সালাউদ্দিন ভাই ভালো আছেন আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বাংলাদেশ থেকে ফরিদ হোসেন 💜💜💜💜💚💚💚
অভূতপূর্ব পরিবেশনা, সত্যি মন ভরে গেল।
সত্যি হীরা ঝিলের দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম খুব করূনাময় দৃশ্য । ধন্যবাদ আপনাকে সুমন দা।ঐ জায়গা টা আমাদের সবাইকে দেখানোর জন্য।আর একটা অনুরোধ দিদি দের উদ্দোগে সহিদ মিনার তৈরী করার পরে আরো একবার দেখার সুযোগ করে দেবেন।
অধীর অপেক্ষায় ছিলাম আপনার এই ভিডিওর যেখানে থাকবেন সুমন ভাই আপনি, মানস দা এবং লুৎফুন্নিসা সমর্পিতা! আপনাদের হাত ধরেই আবার জেগে উঠছে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ইতিহাস।
"কি যেন ছিল, কি যেন হারিয়ে ফেললাম আমরা, শুধুই এক দীর্ঘশ্বাস রয়ে গেছে এই হিরাঝিলের জায়গায়" আহ! মানস দার এই উক্তিটি শুনে মনের অজান্তেই কারো দীর্ঘশ্বাস পড়েনি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুস্কর।
আর আপনার এই ভিডিও থেকে মনে হয় যেন এই ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর কে আবার নতুন করে জানলাম আর দেখলাম! দেখলাম যে ৩ নৌকার যান পারাপার ফেরি যা কিনা সত্যিই আগের কোনো ভিডিওতে খেয়াল করিনি। দেখলাম আপনার এবং মানস দার মোটরসাইকেলে চলার পথে নবাব সিরাজুদ্দৌলার সময়ে নির্মিত এক পুরোনো মসজিদ যা কিনা নবাবের অস্তিত্বের নীরব স্বাক্ষ বহন করছে এখনো।
সমর্পিতা লুৎফুন্নিসা দির এক নিরলস সংগ্রাম এবং নবাব সিরাজুদ্দৌলার প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা তার এই "হীরাঝিল বাঁচাও" আন্দোলন কে আরো প্রসারিত করবে। আর পরিশেষে এ যুগে হীরাঝিল প্রাসাদে জন্ম নেয়া সেই উজ্জ্বল দা কে দেখে মনে হলো যে নিঃসন্দেহে তিনি একজন সাদা মনের মানুষ এবং নবাবের প্রতি গর্বিত শ্রদ্ধাশীল ব্যাক্তি।
সালাউদ্দীন ভাই, আপনাদের তিনজন মাটির মানুষকে জানাই হাজারো সালাম। নবাব তো মানচিত্রে আবদ্ধ নয়। সত্যিই আমার চোখের জল ধরে রাখতে পারছি না। উনি তো আমাদেরও নবাব
সালাউদ্দীন ভাইয়ের উপস্থাপনা তার কথার আলপনা খুবই অসাধারণ।
- আপনার উপস্থাপনা অসাধারণ!- কথা গুছিয়ে সুন্দর করে বলতে পারেন!- মনোমুগ্ধকর লাগলো। ধন্যবাদ
সত্যি খুব কষ্ট লাগছে আমাদের বাংলার নাবাবের সব সৃতিই পায় হারিয়ে যাচ্ছে 😢😢😢
বাংলাদেশ থেকে বলছি:- আপনারা সবাই মিলে কঠিন আন্দোলন বিক্ষোভ মিছিল করুন হিরাঝিল প্রাসাদ রক্ষা করার জন্য 👍👍
সত্যি অসাধারণ
সবাইকে অনেক ধন্যবাদ
আমি যেন আর আমার মাঝে নেই। যা ভাষা প্রকাশ করা যায় না। মনের বিতর যে কি যেন অনুভূতি। আমার চোখে জল এসে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসা রইলো ♥️♥️♥️🇧🇩
❤❤❤
নবাব সিরাজউদ্দৌলা অমর হয়ে থাকবে
আমাদের মাঝে
নবাব সিরাজউদ্দৌলার প্রতি ভালোবাসা
থাকবে নদীর স্রোতের মতো
আর আপনারা
যারা ইতিহাস আমাদের মাঝে তুলে
দরতেছেন
আপনাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা
আপনাদের মত প্রমিত
মানুষ দীর্ঘকাল বেঁচে থাকুক
এই দাদা ও দিদি কে অনেক ধন্যবাদ। তাদের জন্য শুভকামনা।