ঝিনাইদহের যে গ্রামে সব আছে, শুধু মানুষ নেই || কী কারণে গ্রাম ছেড়েছিলো মানুষ || Mangalpur Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম প্রায় একশো বছর ধরে জনমানবহীন। গ্রামে বসতির চিহ্ন আছে, শুধু মানুষ নেই।
    লোকমুখে জানা যায়, প্রায় শত বছর আগে মঙ্গলপুর গ্রামে মহামারি আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ মারা যান। গ্রামটির আলো-বাতাস-পানি সবকিছু নষ্ট হয়ে গেছে বলে ধারণা করেন বাসিন্দারা। এখানে থাকলে কেউ বাঁচবে না, এমন ধারণারও জন্ম নেয় তাদের মনে। এরপর মঙ্গলপুর ছাড়েন মানুষেরা।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #মঙ্গলপুর_গ্রাম # ঝিনাইদহ

ความคิดเห็น • 3.3K

  • @MdNazmul-tm2ys
    @MdNazmul-tm2ys ปีที่แล้ว +14

    সালাউদ্দীন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ,যে গ্রাম বাংলার লুকায়িত কত ইতিহাস, বেদনাদায়ক স্মৃতি,সহজ সরল জীবন ধারাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।আমার ও ইচ্ছে হয় সালাউদ্দিন ভাইয়ের সগযোগী হয়ে কাজ করি।❤❤❤

  • @mdnijamuddin688
    @mdnijamuddin688 2 ปีที่แล้ว +76

    আগের জমির কাগজ ঘাটা ঘাটি করলে মঙ্গল পুর এলাকার আসল রহস্য বেরিয়ে আসবে।জেলা ভুমি অফিসে খোঁজ নিলে হয়তো কারা ছিল জানা যাবে।সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ অজানা কে জানানোর জন্য।

  • @mdhasnat9438
    @mdhasnat9438 2 ปีที่แล้ว +27

    বাংলাদেশের সেরা ইউটুভার
    যার মাধ্যমে বাংলার অনেক ঐতিহ্য ফুটে উঠছে

  • @smtv9025
    @smtv9025 2 ปีที่แล้ว +42

    আমার বাড়ি কালীগঞ্জ, ঝিনাইদহ কিন্তু আগে কখনো এই গ্রামের নাম শুনি নাই। ভিডিও দেখে খুবই ভালো লাগলো।।

    • @abuhuraira675
      @abuhuraira675 2 ปีที่แล้ว +1

      আমার বাড়ি ও কালীগঞ্জে ।

  • @cisofus
    @cisofus 2 ปีที่แล้ว +24

    USA থেকে লিখছি। অসাধারণ প্রামাণ্যচিত্র। আবহ সঙ্গীতও মানানসই। This documentary looks like a professional documentary from an established television channel. Does not look like a youtube documentary with youtube music. Amazing work you did. Felt like I went there with you. If I ever go to Bangladesh I would like to meet you ভাই।

    • @ranabiswas5025
      @ranabiswas5025 2 ปีที่แล้ว

      IT SEEMS TO BE THAT THERE WERE MANY PEOPLE , FAMILY AND NATIONS.BUT SOME POWERFUL FAMILIES REMOVES THEM AND CAPTURE THEIR LANDS AND ANOTHER THINGS.NOW THOSE FAMILIES ARE FULLY STOPPED TO TALKING ABOUT THE MANGALPUR VILLAGE.

    • @WHITE-wl9mt
      @WHITE-wl9mt ปีที่แล้ว

      একমত।

    • @nilanjanghatak7847
      @nilanjanghatak7847 ปีที่แล้ว

      আমি ভারত থেকে বলছি। আপনার তদন্তমূলক এই প্রতিবেদনটি খুব সুন্দর। আপনার আশঙ্কার সাথে একমত। প্রভাবশালী কেউ বা একটি চক্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য এরকম একটি কাজ করে থাকতে পারে।

  • @mdrajib4495
    @mdrajib4495 2 ปีที่แล้ว +23

    চাঁদের চেয়েও সুন্দর ছিলো আমাদের
    প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

    • @shreepatro5354
      @shreepatro5354 ปีที่แล้ว +1

      Tui kun luichcha.kiser vetore ki

  • @jiyarulhaque6096
    @jiyarulhaque6096 2 ปีที่แล้ว +8

    সুমন ভাই আমি ভারত থেকে বলতেছি আমিও এই গ্রাম সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চাই আশা রাখবো যে আপনি এই গ্রাম সম্বন্ধে আরো ভিডিও বানাবেন এবং আমি সে ভিডিও অবশ্যই দেখবো খুব সুন্দর লাগে আপনাকে আমি ফলো করি এবং আপনার অনেক ভিডিও আমি দেখি আপনি যেরকম মানে ভিডিওগুলো বানান খুব সুন্দর এরকম মানে পূর্বে কেউ বানায়নি আল্লাহ আপনাকে ভাল রাখুক

  • @nazmulislam1962
    @nazmulislam1962 2 ปีที่แล้ว +18

    সুমন ভাই আপনি যে গ্রামগঞ্জে গিয়ে ইতিহাস ঐতিহ্য গুলো ভিডিওর মাধ্যমে দেখান তা খুবই ভালো লাগে। আর তাই আমার একটা অনুরদ্ধ আপনি আমাদের দিনাজপুর গিয়ে কাহারল থানার নয়বাদ গ্রামে একটি প্রাচিন মসজিদের একটি ভিডিও জদি বানাতেন

  • @earnesteffort8115
    @earnesteffort8115 6 หลายเดือนก่อน +1

    ভাই, আপনাকে ধন্যবাদ।
    এসব কোন দুষ্ট চক্রের ঘোর চক্রান্ত এবং মানুষের অজ্ঞতা ছাড়া কিছুই না। যারা এখব চাষাবাদ করছে তাদের পূর্বসূরীরাই এই চক্রান্তের সাথে জড়িত। প্রশাসনের পক্ষ থেকে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

  • @AnikaBashar679
    @AnikaBashar679 2 ปีที่แล้ว +7

    এমন নিউজ শুনেছি কিন্তু যাওয়া হয় নি কখনে।আপনি তো ভাই আমার এলাকার সব ঐতিহ্যে বের করে আনছেন। tnx and carry on.

  • @md.mahayde2039
    @md.mahayde2039 2 ปีที่แล้ว +24

    একদম ঠিক কথা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য।

  • @krishnamondal8433
    @krishnamondal8433 ปีที่แล้ว +3

    আপনার ভিডিও গুলো সত্যি অনেক সুন্দর,কিছু কিছু ভিডিও দেখলে আমার চোখে জল আসে আমি আমি অনেক মিস করি বাংলাদেশকে বাট, কিন্তু আমার ওখনের নির্যাতন শিকার হয়ে, পালিয়ে চলে আসছি ইন্ডিয়া, সুদু আমরা না অনেক মানুষ আমরা যেই গ্রাম ছিলাম,জানি আপনি আমার লেখা দেখবেন কিনা, কিন্তু কোনো দিন দ্যাখা হলে আমাদের কথা কেন আমরা বাংলাদেশ ছেড়ে চলে আসছি ইন্ডিয়া, মনে হয় আপনার একটা ভিডিও হয়ে যাবে 🙏🙏🙏

  • @s.sarkar3392
    @s.sarkar3392 2 ปีที่แล้ว +8

    অসংখ্য ধন্যবাদ। এমন খোলা মাঠের মধ্যে থেকে ইতিহাসকে খুঁড়ে উপস্থাপন করা, শেষ পর্যন্ত interesting ছিল

  • @nayemhassan2217
    @nayemhassan2217 2 ปีที่แล้ว +10

    ধন‍্যবাদ ভাই । ঝিনাইদহ শৈলকুপা থেকে অসখ‍্য ভালোবাসা 💚🖤 🇧🇩 🇧🇩

  • @mdbiplob2173
    @mdbiplob2173 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাই আপনার এটা হৃদয়বিদারক দৃশ্য বাংলাদেশ সরকারের উচিত যত রোহিঙ্গা আছে সবগুলোকে নিয়ে গবেষণা করা দরকার

  • @sojibkumar3726
    @sojibkumar3726 2 ปีที่แล้ว +46

    ভাই আশা করি মঙ্গলপুর গ্রামের আসল রহস্য উন্মোচন করবেন। এরং আমাদের জানাবেন আশায় থাকলাম।

  • @arifkhan-fv7pq
    @arifkhan-fv7pq 2 ปีที่แล้ว +21

    40 মিনিটের ভিডিওটা 40 মিনিটের মত লাগেনি। মনে হয় 4/5 মিনিট দেখেছি! ভিডিওটা মনকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল।

    • @MahadiHasan-kc5hn
      @MahadiHasan-kc5hn 2 ปีที่แล้ว +2

      সত্য বলেছেন ভাই

  • @salmansr9058
    @salmansr9058 ปีที่แล้ว +18

    এই গ্রামের ইতিহাস কেউ বলতে পারছে না অনেক পুরাতন। তাহলে বর্তমানে এত জমির মালিক কিভাবে? ভূমি অফিসের বিষয়টা খতিয়ে দেখতে হবে

    • @anonymous_444
      @anonymous_444 ปีที่แล้ว

      আগের নিয়ম অনুযায়ী কোন ভূমির যদি মালিক না থাকে তাহলে যে কেউ চাইলেই সেই ভূমি টা দখল করতে পারবে, আর যে প্রথমে দখল করবে তারই হবে সেই ভূমি।

  • @tapaskumar1666
    @tapaskumar1666 2 ปีที่แล้ว +33

    আখনি আমি ফেসবুক পেজ এ দেখছিলাম এই ভিডিও টা আর সাথে সাথে ইউটিউবে আপলোড করলেন ❤️❤️ সত্যতা স্বীকার কেও করবেন না ওরা সব জানে,

    • @hossainmasud4593
      @hossainmasud4593 2 ปีที่แล้ว

      Right

    • @abuhuraira675
      @abuhuraira675 2 ปีที่แล้ว

      কী জানে যদি একটু বলতেন

    • @RafiqulIslan-vh3xn
      @RafiqulIslan-vh3xn ปีที่แล้ว

      দুইশত বছর আগের ঘটনা ওরা কেমনে জানবে।

  • @shahebamil6106
    @shahebamil6106 2 ปีที่แล้ว +19

    ভাই আপনি ভালো করেছেন, যে আর বেশি গভীরে যান নাই, আর দিনে দিনে ফিরে এসেছেন। আর ভুমি অফিসে গিয়ে খোজ খবর নেন নাই।
    বেশি ঘাটাঘাটি করলে আপনার বিপদ হতে
    হতে পারত৷

  • @mstjesmin2507
    @mstjesmin2507 2 ปีที่แล้ว +1

    সুমন ভাইয়া কাল আপনার ভিডিও টা দেখে আমি আজই গিয়েছিলাম সেখানে। সত্যি অসাধারণ! কেমন যেন অদ্ভু্ত লাগছিল, মনে হচ্ছিল আমি পৃথিবীর বাইরে আছি। একটু ভয় ভয় লাগছিল। 🙂🙂🙂😁

  • @kitchencuisinewithmom1038
    @kitchencuisinewithmom1038 2 ปีที่แล้ว +61

    মানুষ যদি ভয় পেয়ে ঐ গ্রামে বসবাস না করে চাষাবাদ করে কি ভাবে।?

    • @mdraktimislam7108
      @mdraktimislam7108 2 ปีที่แล้ว +5

      চাষাবাদ তো করে দিনে।

    • @geographylearner7987
      @geographylearner7987 2 ปีที่แล้ว +1

      একদম

    • @nigarjahan9821
      @nigarjahan9821 2 ปีที่แล้ว +2

      জিন ভূত কিছুই নেই মানুষ নামের ডাকাত রা ই মানুষ কে খুন করে আর ভয় দেখায়

    • @kitchencuisinewithmom1038
      @kitchencuisinewithmom1038 2 ปีที่แล้ว

      @@nigarjahan9821 একদম ঠিক কথা বলেছেন।

    • @md.mominurislam9201
      @md.mominurislam9201 2 ปีที่แล้ว +1

      আমি যতদুর জেনেছি ৩০/৫০ বছর আগে ঐ এলাকায় প্রচুর চুরি ডাকাতি হত। কিছু কিছু বাড়িতে বছরে ২ এর অধিকবার চুরি বা ডাকাতি হয়েছে। কিছু মানুষ মাথা উঁচু করে দাড়াতেই পারিনি। যেই একটু দাড়ায়েছে অমনি, সিঁধেল চোর না হয় ডাকাতি হয়েছে। তাই অনেকে হয়তো মনের দুঃখে ভিটে মাটি ছেড়ে চলে গেছে। এটাও একটা কারন হতে পারে।

  • @RakeshSharma-sy7ny
    @RakeshSharma-sy7ny 2 ปีที่แล้ว +40

    বাংলাদেশে ঘুরতে গেলে এই গ্ৰামটায় অবশ্যই যাবো ভালোবাসা নেবেন জলপাইগুড়ি 🇳🇪🇳🇪

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 ปีที่แล้ว +2

      হ্যাঁ যাবেন, যেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে যাবেন নির্লজ্জের মত সেখানে বেড়াতে, বেকুবের দল

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 ปีที่แล้ว +4

      @@pabelkhan8712 তাড়িয়ে দিয়ে আবার আমন্ত্রণ জানাবেন, ভালোই

    • @mdsaeed4919
      @mdsaeed4919 2 ปีที่แล้ว +1

      well come dada

    • @RakeshSharma-sy7ny
      @RakeshSharma-sy7ny 2 ปีที่แล้ว

      @@krishnabhattacharya1653 আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না দিদি। হয়তো এর পেছনে কোনো রহস্য আছে। আমি রাকেশ শর্মা ( 19 years old) আমার ইচ্ছে আমি বাংলাদেশে ঘুরতে যাওয়ার, আর সময় হলে একদিন ঠিক বাংলাদেশে যাবো।

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 ปีที่แล้ว +4

      @@RakeshSharma-sy7ny বড় অভিমান নিয়েই কথা টা বলেছি রে ভাই, অনেক ছোট তো তুমি , হয়ত অনেক কিছু জানো না, তাই বুঝতে পারলে না, সারাজীবনের ভিটে মাটি ছেড়ে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল আবার সেখানেই ঘুরতে যাওয়া.... তাই .....

  • @mohammadnahid9977
    @mohammadnahid9977 ปีที่แล้ว +1

    আপনার প্রতিটি ভিডিও তে অনেক রহস্য লুকিয়ে থাকে,ভাবতে শরির টা ঝিনঝিন করে ওঠে, সত্যিই অসাধারণ,

  • @mdhayderislalm1089
    @mdhayderislalm1089 2 ปีที่แล้ว +16

    ঝিনাইদহ শৈলকুপা থেকে অফুরন্ত ভালোবাসা ❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👌👌👌👌👌👌

  • @abubakar.siddiquesarkar7025
    @abubakar.siddiquesarkar7025 2 ปีที่แล้ว +200

    গ্রামটিকে বসত বাড়ি হীন মানুষদের দিয়ে দেয়া হোক। ভুত পেত্নী, রাক্ষস পালিয়ে যাবে।

    • @bibek3793
      @bibek3793 2 ปีที่แล้ว +13

      সহমত….. সেনাবাহিনীর ক্যাম্প করে দিতে হবে ৫ বছরের জন্যে….

    • @morzinakhatun8543
      @morzinakhatun8543 2 ปีที่แล้ว +2

      আমি রাজি ঐ গ্রামে থাকতে

    • @ebrahimah0940
      @ebrahimah0940 2 ปีที่แล้ว +3

      @@morzinakhatun8543 জি আমি ও আছি থাকতে যদি কেউ জমি বিক্রি করে তাহলে আমি ওইখানে বাড়ি করে থাকতে চাই

    • @ebrahimah0940
      @ebrahimah0940 2 ปีที่แล้ว +3

      @@bibek3793 হুম এটা করলেই সব জিন ভুত চলে যাবে সেনাবাহিনীর মানেই আগুন ❤️❤️❤️❤️

    • @fangfang4149
      @fangfang4149 2 ปีที่แล้ว

      Tor abur jaga kamai kore rekhe chish oner jaga dokhol korte chash.

  • @vivekacharya3533
    @vivekacharya3533 2 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ আপনাকে,your real man Bhai 👍 আসল জায়গাটা আপনি অনুমান করেছেন, থাক যে যেখানে থাকি আমরা সবাই সভ্য সমাজে ভালো থাকি সবাই। আর হিংসা নয় মারামারি নয়, কাধে কাধ মিলিয়ে চলতে শিখি🙏❤️👍🇮🇳

  • @hoimonty3605
    @hoimonty3605 2 ปีที่แล้ว +11

    আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারছি।আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙂

  • @diptykalyanbiswas8130
    @diptykalyanbiswas8130 ปีที่แล้ว

    সুমন ভাই সত্য ও সুন্দর তথ্য সংগ্রহের প্রচেষ্টার জন্য আপনাকে অভিনন্দন জানাই, আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি এভাবেই আপনি বিলুপ্ত হয়ে যাওয়া ইতিহাস লোক সম্মুখে তুলে ধরার জন্য । এগিয়ে যান বিপুল জনসমর্থন আপনার সাথে আছে , থাকবে । অশেষ ধন্যবাদ ।

  • @AhsanHabib-ec3ts
    @AhsanHabib-ec3ts 2 ปีที่แล้ว +135

    বাংলাদেশ সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয় হতে যতশীঘ্র সম্ভব অবশ্যই এই গ্রামের প্রতি নজর দেয়া উচিত ।

    • @hossainmasud4593
      @hossainmasud4593 2 ปีที่แล้ว +2

      Right

    • @Frings-e6i
      @Frings-e6i 2 ปีที่แล้ว +5

      ভাই যারা এই জায়গা ভোগ করতেছে সবাই ভুমি অফিসের লোকদের মেনেজ করেই খাইতেছে

    • @MdJamal-wq4vh
      @MdJamal-wq4vh 2 ปีที่แล้ว

      P

    • @paritoshkarmakar8526
      @paritoshkarmakar8526 ปีที่แล้ว

      ভূমি প্রশাসনের লোকজন এই গ্রামের দিকে নজর দিন। সঠিক তথ্য উন্মোচনে সহযোগিতা করুন। আপনাদের কামাই রোজগারও ভালো হবে।

  • @rabiulislam7635
    @rabiulislam7635 2 ปีที่แล้ว +71

    সুদুর অতীতে কলেরা, বসন্তে বাংলাদেশের অনেক মানুষ মারা গিয়েছিল এবং আতংকিত মানুষের স্হানান্তরের ফলে কিছু এলাকা প্রায় জনশূণ্য হয়ে পড়েছিল ; হয়ত এই গ্রামটি এটার একটা নিদর্শণ হয়ে আছে।

    • @shireenrouf4731
      @shireenrouf4731 2 ปีที่แล้ว

      Tahole manush ki cheshta kore nai bari gor nirman korte ? Nishchoy cheshta korese pare nai Karon eta Allahr ovishopto Elaka

    • @wonderman8537
      @wonderman8537 2 ปีที่แล้ว +1

      @@shireenrouf4731 andaji kotha bolben na

    • @sarojmandal7255
      @sarojmandal7255 2 ปีที่แล้ว

      Sudhu hidu gramtitei mohamari hoyechilo

    • @md.mominurislam9201
      @md.mominurislam9201 2 ปีที่แล้ว +1

      @@shireenrouf4731 অভিশপ্ত হবে কেন, কায়েমী স্বার্থবাজরা তাদের স্বার্থের জন্যও তো ভিটে মাটি ছাড়া করতে পারে। সরকার চেষ্টা করে দেখুক। কিছু হলেও তো হতে পারে।

    • @mihirgharami4944
      @mihirgharami4944 2 ปีที่แล้ว

      না ভাই সহজ ভাবে নিওনা,

  • @paradiseway147
    @paradiseway147 2 ปีที่แล้ว +57

    প্রাণের জেলা, ঝিনাইদহ 💝😍

  • @ecogarmentshouse794
    @ecogarmentshouse794 2 ปีที่แล้ว +9

    হাইরে খোদা আমার বাড়ি কোটচাঁদপুর । আর আমি জানিই না যে এমন একটা গ্রাম কোটচাঁদপুরে আছে 😭😭😭😭

  • @ritamniyogi1572
    @ritamniyogi1572 ปีที่แล้ว

    Roge akranto hoye gram ujar howar kotha onek golpe shunechi, Khub curiosity chilo ei bishoye, ei prothom dekhlam! Darun laglo… Chernobyl ta jemon well documented e khetre Amader gulo shudhu kichu shahitye e shunte pai…

  • @fahimakhatun2317
    @fahimakhatun2317 2 ปีที่แล้ว +4

    কোটচাঁদপুর আমার উপজেলা। আপনি এখানে আসছেন দেখে খুশি হইলাম অনেক।তবে সেখানে আরো অনেক দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে গেলে খুশি হইতাম।

  • @sadinazad4068
    @sadinazad4068 2 ปีที่แล้ว +18

    সুমন ভাইকে অনেক ধন্যবাদ ❤️

  • @joysun9242
    @joysun9242 2 ปีที่แล้ว +16

    এরকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @rubiyakhatun236
      @rubiyakhatun236 2 ปีที่แล้ว

      মঘল সাম্রারাজের পতনের পর হয়তো এখানে মঙ্গলপাঠান নামে একজন প্রতাপশালী জমিদার বাস করতো। তিন একর জমির উপর তার জমিদার বাড়িটি ছিলো। তার মৃত‍্যুর পর এখানে তাকে কবর দেওয়া হয়।ঐ দরগা টি তার কবর হবে।পরে আবার কেউ হয়তো দরগা বানিয়ে দিয়েছে। 4-5 শো বছর আগের ইতিহাস এটি।

  • @sohorcity4804
    @sohorcity4804 2 ปีที่แล้ว +6

    জঙ্গলে মঙ্গল অমঙ্গলের কিছু নাই এখানে সবকিছুর সুবিধা থাকলে আমি নিজে গিয়ে বাড়ি করতাম এরকম গ্রাম আমার প্রিয়

  • @rekhaakter6160
    @rekhaakter6160 ปีที่แล้ว +1

    আসলে সত্যিই গ্রাম টা অপূর্ব সুন্দর।

  • @nextlevelup7681
    @nextlevelup7681 2 ปีที่แล้ว +6

    এটা কিন্তু সত্য যে আগের মানুষ গুলো 🙃 ভুত তারপর সেই ঘোড়া 😅 সত্যিই ছিলো 😅🤣 । মজার কথা কি জানেন আমাদের ঘোড়া আছে ছয়টা এবং আমার দাদা 🙃 আগে রাতে ঘোড়া নিয়ে ধানের ক্ষ্যাপ(পরিবহন) দিতো 😅 কিন্তু দিনে যখন গ্ৰামে চলাফেরা করতো তখন মানুষের মুখে একটা কথা রটে যেতো রাতে ভুত সহ ঘোড়া দেখছি 😂 ।‌ দাদা‌ এইটা প্রকাশ করতো না ।
    মূল কথা হচ্ছে যে অনেক সময় দাদা ধান গ্ৰাম থেকে অন্য শহরে নিয়ে যেতো তার জন্য রাত হয়ে যেতো 🙃 যার কারনে 🤣 দাদা‌ কাওকে বলতো না কেনো না তারে ভুত ভেবে কেও তাকে আঘাত করতে আসবে না আর অনেক রকম ডাকাত ছিলো এই ডাকাতের কাহিনী অনেক বড় ।

    • @SKzj7uz
      @SKzj7uz ปีที่แล้ว

      th-cam.com/video/r8PJpCG9Os4/w-d-xo.html

  • @sumonroy4950
    @sumonroy4950 2 ปีที่แล้ว +74

    আমার বুঝা শেষ,,, আমি সরাসরি সরকারের হস্তক্ষেপ কামনা করছি,,, মঙ্গলপুর গ্রামের যতগুলো জমির মালিক আছে সবাইকে একত্রিত করে,,, উলঙ্গ করিয়ে গ্রামছাড়া করতে হবে,,, সরকারি ব্যবস্থাপনায় ভূমিহীনদের কে বসবাসের উপযোগী করে তোলা হোক।। করা হোক মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা।। 12 জাতির বসবাস হোক আবার এই গ্রামে।। আমার যতটুকু ধারনা হচ্ছে কতিপয় জনসমষ্টি তাদের নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য, বসবাসকারীদের যুগের পর যুগ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যা করিয়া গ্রাম ছাড়া করিয়াছেন।। এবং তাদের জেনারেশনওরা এখন একই কর্ম করে বেড়াচ্ছেন।। তবে সময় এসেছে প্রতিবাদ করার সময় এসেছে অধিকার আদায়ের।। আমার বিশ্বাস আবারও ফিরে আসবে মঙ্গলপুরের মাঙ্গলিক জীবনযাপন।। অবশেষে আমি মঙ্গলপুর ঝিনাইদহের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাইদের একান্ত দূর্বার হস্তক্ষেপ কামনা করছি।। আপনারাই পারবেন সরকারকে সহযোগিতা করতে।। এবং মঙ্গলপুরের অতীত ফিরিয়ে আনতে।।

    • @abdullahibnadam9982
      @abdullahibnadam9982 ปีที่แล้ว +4

      হিন্দু‌ বলেই এমন অবাস্তব কাল্পনিক দাবি সম্ভব

    • @yousohag
      @yousohag ปีที่แล้ว

      @@abdullahibnadam9982 You are a real stupid. Mr. Sumon well said. sob kichute dhormo tene ane tarai jara buje kom. Murkho. Apni hochchen matha muta murkho.

    • @SKzj7uz
      @SKzj7uz ปีที่แล้ว

      th-cam.com/video/r8PJpCG9Os4/w-d-xo.html

    • @Captainamerica-m9q
      @Captainamerica-m9q ปีที่แล้ว

      ​@@abdullahibnadam9982 vag khankir pola

    • @ImNoOne-mo9eu
      @ImNoOne-mo9eu ปีที่แล้ว

      Ùuùùuùuuuuuùfæ❤❤p

  • @mehedihasan7482
    @mehedihasan7482 2 ปีที่แล้ว +14

    টাংগাইল থেকে অবিরাম ভালবাসা

  • @রনিভূইয়া
    @রনিভূইয়া 2 ปีที่แล้ว +12

    এটার পেছনে কিছু কারণ আছে। যেমন অসাধু চক্র, কুসংস্কার,ভয়,অত্যাচার নির্যাতন ইত্যাদি।

  • @tanim.official
    @tanim.official 2 ปีที่แล้ว +11

    এখানে অন্য রহস্য আছে অধিকাংশ মানুজন ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেনা না ?

  • @HossainKhan-pf1yu
    @HossainKhan-pf1yu 8 หลายเดือนก่อน

    আমার বাসা ঝিনাইদহে আমি আগে যদি জানতাম সুমন ভাই আপনি ঝিনাইদহে আসছেন তাহলে আপনার সাতে দেখা করার খুব ইচ্ছা ছিলো আমার, কোটচাঁদপুর থানা আমার পাশের থানা ❤❤❤

  • @md.abulkhair8244
    @md.abulkhair8244 2 ปีที่แล้ว +12

    এখানকার ইট এবং কুয়ার ভাঙা অংশ সংগ্রহ করা যেত নমুনা হিসাবে, কার্বন টেস্টের জন্য।

  • @sofiqsuvo4730
    @sofiqsuvo4730 2 ปีที่แล้ว +14

    নিজের জেলা,,তারপরও জানা ছিলো না,,ধন্যবাদ সুমন ভাই।

  • @DeshiGan
    @DeshiGan 2 ปีที่แล้ว +21

    সরকারের উচিত অত্র গ্রামের সম্পত্তি নিজেদের আওতায় এনে অব কাঠামোগত উন্নয়ন করে একটা অর্থনৈতিক জোন তৈরি করা।।

    • @mdmahin4340
      @mdmahin4340 2 ปีที่แล้ว

      Shob dokhol korle kamne kisu jayga ytaasik hisabe rakhe dite hobe

    • @SurjyaSen.tripura
      @SurjyaSen.tripura ปีที่แล้ว

      আসল কথা হলো যারা আছে ঐ সমস্ত জায়গাই তারা হলো জমি কেখো ।

  • @dilrubakhanom6840
    @dilrubakhanom6840 ปีที่แล้ว

    অসাধারণ, নতুন নতুন তথ্য পাই আপনার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ভাল রাখুন,আমিন।🧡💛❤️💚🌲🌳🍀🍁🌴🌱🌵🌹🌹🇧🇩🌺🏵️🍋🍍🥬🥦🍊🥭

  • @baidyacompetitiveexams9567
    @baidyacompetitiveexams9567 2 ปีที่แล้ว +5

    This Jhinaidah was the Jaminder area of Rabindranath Thakur.This was the Baman para in Mangalpara of Jhinaidah DISTRICT.

  • @nashiruddinfamousmedia6831
    @nashiruddinfamousmedia6831 ปีที่แล้ว

    এই মঙ্গলপুর গ্রামের পশ্চিম দিকে আমার গ্রাম। আমি নিজে ওই গ্রামে নারকেল গাছ দেখেছি অনেক। আমার বাবার কাছে শুনেছি এই গ্রামের মানুষ কলেরা আক্রান্ত হয় এবং গ্রাম ছেড়ে পালায়।

  • @Shreyasv
    @Shreyasv 2 ปีที่แล้ว +9

    আবার প্রথম কমেন্ট করতে পারলাম❤️

  • @salmansr9058
    @salmansr9058 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওগুলো বিশেষভাবে ভালো লাগার কারণ আপনি সময় নিয়ে আস্তে আস্তে অনেক বিষয় বের করার চেষ্টা করেন

  • @pradipshikdar2404
    @pradipshikdar2404 2 ปีที่แล้ว +16

    আপনার শেষের কথাটা 100% ঠিক এরা সবই জানে তাও কিন্তু কিছু বলবেনা ।

    • @ChoyonExpress
      @ChoyonExpress 2 ปีที่แล้ว

      ভাই এসব ভিডিও প্রতিদিন দেওয়া সম্ভব নয়, একেকটা ভিডিও সংগ্রহ করা এডিট করা অনেক কষ্ট।

    • @subratatripathy3565
      @subratatripathy3565 2 ปีที่แล้ว +1

      Balbe Kano gram ta hinduder chilo musolmanra jor kore tarieche jate tader jomi gulo dakhol korte pare jara Chas kore tara keu oi Jamir Malik na .chirodin er saitan era

  • @amiyapandey2533
    @amiyapandey2533 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাই সাবধান হতে অনুরোধ করছি অসাধু লোকেরা আপনার ক্ষতি করতে পারে।

  • @sujatachatterjee2085
    @sujatachatterjee2085 2 ปีที่แล้ว

    bhai sumon tomar vlogg dekhte ato bhalo lage anek anek thnx. r o akti katha aamar cousin brother thake America aami big brother bole daaki. aaj 1st july tomar bapare katha hochchilo

  • @pankajsarma9272
    @pankajsarma9272 2 ปีที่แล้ว +6

    Thanks for the unusual vedio. Thanks Suman ..... from India.

  • @md.rezaulkarim2966
    @md.rezaulkarim2966 3 หลายเดือนก่อน

    নতুন সম্পূর্ণ নতুন একটি বিষয় জানতে পারলাম।

  • @utpalghosh2900
    @utpalghosh2900 ปีที่แล้ว

    এতটা সাহসের সাথে খবর করার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @mdriponuzzaman3553
    @mdriponuzzaman3553 2 ปีที่แล้ว +5

    ঐ গ্রামের জমির মালিক যারা, তারা কি ভূগ দখলে আছে ? না থাকলে ,তারা কিভাবে ফিরে পেতে পারে সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেন ।

  • @djsjjsjd6909
    @djsjjsjd6909 2 ปีที่แล้ว +15

    সুমন ভাই আমার মনে হয় এই গ্রামটি কোন এক মহলের দখলে আছে,সরকার জরুরী ভাবে এ বিষয় টি দেখার দরকার।আর সরকারের কোন লোক এ বিষয় নিয়ে তত্ব্য নিতে ভয় ফেলে,সরকারের কাছে অনুরুদ করবো,সরকার যদি এই গ্রামের তত্ব্য নেয়ার কমতা দেয়,তবে সেই গ্রামের দ্বায়ীত্ব আমি নিতে চাই,ভালো কিছু করার জন্য মরতে আমি ভয় করি না।

    • @maksudhabib1585
      @maksudhabib1585 2 ปีที่แล้ว +2

      কুচক্রী মহল কাজ করছে তা না হলে চাষাবাদ করতে পারে বসবাস কেন করতে পারেনা

    • @ebrahimah0940
      @ebrahimah0940 2 ปีที่แล้ว

      ভাই সাথে আমাকেও নিয়েন আমি ও থাকতে চাই আপনার সাথে কি এমন কিছু আছে এখানে তা জানা টা দরকার সবার তাইলে এই জমি গুলা কাদের দখলে বা তারা জমি কি বিক্রি না করে কেন সব কিছু ফেলে রেখে চলে গেলো আর কারা এখন এই জমি গুলা ভুগ করতেছে

    • @MdJasim-yh1xp
      @MdJasim-yh1xp 2 ปีที่แล้ว

      কোন মহল যদি দখল করে রাখতো তাহলে চাষাবাদ ও হতো, যেহেতু এটা ৯০/১০০ বছর আগের কথা এখন কার মানুষ কিছুই যানে না!

    • @sitanathhalder8849
      @sitanathhalder8849 6 หลายเดือนก่อน

      বাবার মুখে শোনা, ঝিনাইদহ মেন বাসস্ট্যান্ড/চৌমাথায় একদা আমাদের দোকান ও বাসাবাড়ি ছিল যা ছেড়েফুড়ে ভারতে চলে আসতে হয় ঠাকুরদাকে সপরিবারে এক রাতের নোটিশে সেই ভাগাভাগি/মারধরের দিনে।
      কালীগঞ্জে আমাদের জমিজায়গা ও আদি বাড়ি সব পড়ে থাকে।
      এই হতভাগ্য মঙ্গলপুর গ্রামের মতই সেসব এখন কেউ-না-কেউ ভোগদখল করছে।

  • @rayanhowlader6764
    @rayanhowlader6764 2 ปีที่แล้ว +9

    বহু বছর আগের লৌকিক ধারণা বর্তমান সময়েও ধারন করে এভাবে জনমানবহীন থাকাটা সমীচীন নয়।চাষাবাদ যখন সবই হচ্ছে বসবাসও করা উচিত প্রকৃতই কোন অশুভ যেহেতু পাওয়া যায় নি

  • @klintonmondal3300
    @klintonmondal3300 2 ปีที่แล้ว

    Notun bari gulo khub sundor r poribesh Tao . Indian theke dakhlam . S.sumon vai apnar video gulo ami dakhi khub valo lage ❤️

  • @kamalxxxhossin8671
    @kamalxxxhossin8671 2 ปีที่แล้ว

    ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার আপনি একবার গেরামে দিয়েছিলেন একটা লোকের কাছে ভাত খাইছিলাম সেবিটিভি আমি লিখছি ভাত খাইছিলাম যে একটা লোকের কাছ থেকে আমার মনে আছে আপনার ভিডিও অনেক ভালো লাগছে আমি সবসময় আপনার পাশে থাকে

  • @tanim.official
    @tanim.official 2 ปีที่แล้ว +5

    শুইনেছি গীরাম ছিল বাচ্চাটির কথাটি খুব সুন্দর ছিল ?

  • @lailanur679
    @lailanur679 ปีที่แล้ว +9

    এই জীন পরী কি শুধু রাতেই আসে? আর দিনে চাষবাসের সুযোগ দেয়? ফল ফলাদী ও কিছু নষ্ট হয় না! আল্লাহ সহায় হোক।

  • @mansurkhan2199
    @mansurkhan2199 2 ปีที่แล้ว +4

    দামে সস্তা দিলে আমি মংগলপুরের কিছু জায়গা কিনতে চায়। প্রথমে আমার পরিবার দিয়েই বসবাস শুরু করব। প্রমাণ করে দেব, মানুষের কুধারণা শক্তি শালী নাকি আল্লাহর সিদ্ধান্ত শক্তি শালী।
    মনছুর উরকিরচর রাউজান চট্টগ্রাম কাতার থেকে।

  • @mdullashkhan9299
    @mdullashkhan9299 2 ปีที่แล้ว

    Vai apnar camera quality vlo korte hobe aro🍁

  • @Md.SalimAhmed-l7x
    @Md.SalimAhmed-l7x 6 หลายเดือนก่อน

    ছোটবেলায় একটা ভূতের গল্প পড়েছিলাম, তাতে এমন একটি গ্রামের কথা ছিল, যে গ্রামের সব মানুষ কলেরায় মারা যায় (এক সময় কলেরা বা ওলা ওঠা রোগে অনেক এলাকা জনশূন্য হয়ে যেতো), হয়তো সেরকমই একটা গ্রাম এটা আর কম বয়েসী বা একত্রে অনেক মানুষ যেখানে মারা যায় সে এলাকা সম্পর্কে মানুষ জনের এমন একটা ধারনা থাকতেই পারে,
    আবার অন্য যে কোন কারনেও মানুষ এখানে বসবাস করতে অস্বস্তি বোধ করতে পারে সেটা হতে পারে কোন গাছ বা সেখানকার আবহাওয়া, যেটাকে ভূতের কারসাজি মনে হয়।

  • @MehediHasan-sy1sr
    @MehediHasan-sy1sr 2 ปีที่แล้ว +13

    এই গ্রামটিতে যেহেতু কেই বসবাস করে না। এই গ্রামে কোনো মালিক নাই। তাই হলে এই গ্রামে সব সম্পদ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া হক। এখানে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট বানিয়ে থাকুক। যেহেতু জায়গায়টা সীমান্তবতী এলাকায়

    • @EntroEntertainment
      @EntroEntertainment 2 ปีที่แล้ว +2

      এখানে একটি মসজিদ, কলেজ, থানা
      তৈরি করে দিলে
      চক্রান্তদের গোমর ফাঁস হবে

  • @VubonBilash
    @VubonBilash 2 ปีที่แล้ว +13

    অসাধারণ ভিডিও ❤️
    সবার ভালোবাসা পেলে আমিও এগিয়ে যেতে পারবো❤️

  • @youtubeja6620
    @youtubeja6620 ปีที่แล้ว

    আমাদের উপজেলাতে আপনাকে স্বাগতম।

  • @kobasamsu9330
    @kobasamsu9330 ปีที่แล้ว

    চুয়াডাঙ্গা থেকে দেখছি🥰🥰🥰
    এটা নিয়ে ভিডিও টা ২-৩ বার দেখলাম সুমন ভাই🥰🥰

  • @azmiislammukti4601
    @azmiislammukti4601 2 ปีที่แล้ว +4

    ঝিনাইদহর মানুষের ভাষা তো খুবই সুন্দর, অনেকটা কলকাতার মত। ওখানে মানুষের বসবাস করার দরকার নেই। এত সুন্দর এলাকা মানুষের জন্য ধ্বংস হয়ে যাবে।

  • @therock2881
    @therock2881 2 ปีที่แล้ว +1

    Your video is very good. I like the way you aware us on our history. There are many TH-camrs . But you are exceptional. My all love and good wishes for yoy. MAY GOD ALWAYS KEEP BLESSING YOU.

  • @AlokeshBagchi
    @AlokeshBagchi ปีที่แล้ว

    Thank you Dada ! Suman Babu
    You are doing a Wonderful Job

  • @greenchili772
    @greenchili772 2 ปีที่แล้ว +6

    দাদা আপনার কাছে একটাই অনুরোধ বাংলাদেশের এই ইতিহাস গুলো সংরক্ষণ করে রাখুন। বাংলাদেশের সরকার এগুলো পারবে না।

  • @myvideohaldia6882
    @myvideohaldia6882 11 หลายเดือนก่อน

    সুমন দা আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে

  • @MdFaruk-fd1pn
    @MdFaruk-fd1pn 3 หลายเดือนก่อน

    আমি নোয়াখালী লক্ষীপুর থেকে দেখছি সুমন ভাই

  • @shakilbro1765
    @shakilbro1765 2 ปีที่แล้ว +15

    এই পোস্ট টা যে পোরছে তার বাবা মা যেন জান্নাত বাসি হয়❤️আমিন😍,❤️.

  • @sktajiul6723
    @sktajiul6723 2 ปีที่แล้ว

    Sir history amake onek onek sundor lage

  • @mansurkhan2199
    @mansurkhan2199 2 ปีที่แล้ว +5

    মংগলপুর গ্রাম টা ভুমিহীন দের দেওয়া হোক।
    মনছুর উরকিরচর চট্টগ্রাম কাতার থেকে।

  • @rawnokjahanraisa8665
    @rawnokjahanraisa8665 ปีที่แล้ว

    সুমন ভাইয়া আপনার উপস্তাপনা ওনেক সুন্দর আশা করি নেএকোনা সুসং দূর্গাপুর নিয়ে ভিডিও বানাবেন

  • @MdAbdullah-mk4nq
    @MdAbdullah-mk4nq 2 ปีที่แล้ว +8

    Congratulations for 1 million subscribers ❤️

  • @justinripon9037
    @justinripon9037 2 ปีที่แล้ว +11

    সরকারি ভাবে অনুসন্দান করলে সব বের হয়ে আসবে আসল ঘটনা।

  • @uttammahato7841
    @uttammahato7841 ปีที่แล้ว

    Dada ami west bengal purulia distitrct er basinda ajj tumar vlog video dekhe sotty ami mukdho hoye gechi

  • @shagotashithi8598
    @shagotashithi8598 2 ปีที่แล้ว +4

    খুব সুন্দর জায়গা আসলে এরকম জায়গা ও দরকার না হলে আমাদের কৃষি কাজ হবে কোথায় মানুষ তো যেখানে যায় সেখানে সব নষ্ট করে ফেলে তাই as a good sense এরকম দুই একটা জায়গা থাকা লাগে

  • @Nirumoni4336
    @Nirumoni4336 2 ปีที่แล้ว

    Ami Assam Guwahati Rajdani theke. Amar tarop theke apunake onek onek dannobad janai.amar mone hoy apunarau
    khubi dukhiti monggol purer Bisoyti Balo kare najene Vidio banaleu dekhe khubi Balo legese. tobe Asha kari agami parobe monggol purer gttona bisoyti Balo kare jene punoray Vidio baniye dekhben bole ami apekhay thakbo .

  • @kajaldas1950
    @kajaldas1950 2 ปีที่แล้ว +5

    Your experience is almost similar to your last visit to Jinjira palace.

  • @rahmatulla926
    @rahmatulla926 ปีที่แล้ว

    আমার আমার প্রিয় সাংবাদিক সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মঙ্গলপুর নিয়ে পর্যালোচনা করার জন্য ভূমি মন্ত্রণালয়ের শরণাপন্ন হলে কেমন হয় ভাই? আশা করি আপনার কষ্টের ফসল পেয়ে যাবেন

  • @sohanchowdhury6768
    @sohanchowdhury6768 2 ปีที่แล้ว +3

    সরকার পক্ষের উচিত হবে এই জমির কগজপত্রের সঠিক অনুসন্ধান করা।

  • @riazuddin5936
    @riazuddin5936 2 ปีที่แล้ว

    amar upojelay kintu ai boshoy a kicuy jantam na. oshongkkho dhonnobad apnake

  • @avijit084
    @avijit084 2 ปีที่แล้ว +8

    To the admin:
    Yes you are right on your final judgment about the history and it's denials.
    Boy you could also make a bright career as an investigative journalist.
    "Ideals are good.
    But the history is violent."
    --- Brad Pitt as wardaddy in movie Fury(2014)

  • @akashsardar871
    @akashsardar871 2 ปีที่แล้ว +6

    কিছু তো কারণ অবশ্যই ছিলো,,,বাজে মন্তব্য না করে সঠিক ভাবে জানা দরকার।।

  • @mstjesmin2507
    @mstjesmin2507 2 ปีที่แล้ว +2

    আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে বলছি, আমি এখানে অবশ্যই যাব। অসাধারণ উপস্থাপনা❤️❤️❤️.....

    • @faysalislamrana7909
      @faysalislamrana7909 ปีที่แล้ว +1

      Amar basa kaliganj but ami to kono din jante pari nai basai gale obossoi jabo oi village ta dekte

    • @mstjesmin2507
      @mstjesmin2507 ปีที่แล้ว

      @@faysalislamrana7909 Ok. amio jantam na

    • @mdshakibkhan7072
      @mdshakibkhan7072 ปีที่แล้ว

      Faltu vedio

  • @abdulhalim-dr3ko
    @abdulhalim-dr3ko 2 ปีที่แล้ว +6

    এলাকার মানুষ যত আগের কথা বলছে মনে হয় ঘটনা ততটা আগের নয়। জমিজমা সংক্রান্ত বিষয়ের কারণে ইচ্ছে করেই তারা অতীতে নিয়ে যেতে চাচ্ছে। তাদের দাবি ঠিক হলে গ্রামের রাস্তাগুলোর অস্তিত্ব থাকার কথা নয়।

  • @sompadas4887
    @sompadas4887 2 ปีที่แล้ว

    @SalahuddinSumon vaia bisoy ta historical amr mne hoy akhne onek kicu ace... Amra aro akta video dekhte caiii

  • @Hasan12113
    @Hasan12113 2 ปีที่แล้ว

    আমাদের মুর্শিদাবাদে এরকম একটা গ্রাম আছে যার নাম জিয়া নগর ওরফে জিয়ালগর। আগে মানুষ বসবাস করত এখন করে না। কি জন্য ওরা গ্রাম থেকে চলে গেছে কেউ জানে না। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার অন্তর্গত বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত গ্রামটি।

  • @sugarmia2380
    @sugarmia2380 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখার আই গ্রামে গেছিলাম 👍👍

  • @uttambarman5609
    @uttambarman5609 2 ปีที่แล้ว

    Dada aRakom video deoyar jonno Thank You