আন্তরিক ধন্যবাদ সুমন!! তোমার ভিডিও সব সময় ভালো লাগে। তবে এই তিব্বত ভ্রমণ এক দুর্দান্ত রোমাঞ্চকর লাগল। এবার তোমার দেখানো পথে পথিক হব আমরাও। ভালো থেকো, স্নেহাশীষ নিও। নিলয়ের জন্যও অনেক অনেক শুভেচ্ছা আর স্নেহাশীষ। তোমাদের সঙ্গে দেখা করবার জন্য মুখিয়ে আছি আমরা।
আহ কি দেখালেন ভাই, আপনার মত বাঙালী কন্টেন্ট ক্রিয়েটর এতদিন বড্ড অভাব ছিল। আপনি টিভি চ্যানেল না ছাড়লে 😊 এতো মনোমুগ্ধকর পৃথিবীর দৃশ্য থেকে আমাদের মতো গরীব মানুষের অদেখাই থেকে যেত। আপনার জন্য ভালোবাসা অবিরাম সুমন ভাই ❤❤
জার্মানি থেকে দেখেছি প্রিয় ভাই,,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে,, এমন ব্লগ দেখিয়েছেন অন্তর জুড়িয়ে গেল ভাই,,, তবে সামারের সময় ইউরোপেও সন্ধ্যা হয় অনেক রাতে,, যেমন রাত ১০ টায় শুরু হয় সন্ধ্যা।
সুমন ভাই একজন নিরপেক্ষ মানুস।উনি সব সংস্কৃত,জাতি,ধর্ম বর্ণ সবাইকে অনেক সম্মান রেখে ভিডিও বানা।একজন ট্রাভেল ব্লগারের এমনি মন মানসিকতা হওয়া উচিত।ধন্যবাদ সুমন ভাই।এগিয়ে জান❤
তোমার বয়সী আমাদের উশৃংখল নেতারা দেশ জাতি মানবতা ধংশ করে আনন্দ উপভোগ করছে।রাজনীতি না করে রাজা হয়েছে আর তুমি কস্ট করে আমাদের মনে একটু হলেও আনন্দ দিচ্ছো ধন্যবাদ তোমাকে
আপনার ভিডিও দেখা শুরু করেছি প্রায় এক বছর বরাবরই একেকটা ভিডিও আমাকে ভীষণভাবে অভিভূত করে কিন্তু আমি একজন বৌদ্ধ ধর্মালম্বী হিসেবে তিব্বত আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় স্থান🙏 আপনার সুবাদে সেটাও দেখা হয়ে গেল সামনে আরো তিব্বতের ভিডিও দেখার অধীর আগ্রহ নিয়ে আছি ভালোবাসা নিবেন (From Bandarban)
কোনো প্রকার স্কিপ ছাড়া সম্পুর্ণ ভিডিও দেখলাম। নাটক সিনেমাও আমি স্কিপ ছাড়া দেখার লোক না। তবে আপনারটা না দেখে থাকতে পারলাম না। এক কথায় অসাধারণ উপস্থাপনা।
সত্যি সুমন বাবু, নিলয় বাবু আমি ৬৫ বছরের বৃদ্ধ আপনাদের জুটিটা বেশ ভালো।আমি কলকাতায় থাকি , নিয়মিত বেড়ানোর v d o dekhi chin sofor valo khub valo lagche erpor japanta ghurben o ঘোরাবেন। Amader ekhane shibaji babu,prithijit babur জুটিটা বেশ ভালো। আপনাদের উপস্থাপনা খুব ভালো এবং বিস্তারিত, বহরমপুর এর কৌশিক ভাই ভালই ।আমি প্রধানত এই তিনজনের v d o dekhi, asirbad roilo sorir valo sustho thakar, dhonyobad।
@@SalahuddinSumon : আসসালামু আলাইকুম ভাইজান আমি বাংলাদেশ থেকে আপনার প্রতি'টি ভিডিও দেখি আমি আপনার অনেক বড় একজন ফ্যান ভাইজান আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে কি ভাবে যোগাযোগ করা যায়, দয়া করে জানাবেন।
-এতো সুন্দর মনোরম দৃশ্য দেখে দুনিয়ার সৌন্দর্য এর প্রতি মায়া আরো বেড়ে গেলো..!! কি অপূর্ব..!! মহান আল্লাহর সৃষ্টি 😮😮😊। আল্লাহ দয়া করে আপনি আমার ইছাগুলো পূরণ করিয়েন 😢❤️❤️।😊 খুব সুন্দর ভিডিও,, লাভ ইউ সুমন ভাইয়া 😮❤️❤️👏👏 ""Just amazing 😮😮👏👏"""'
অসাধারণ দৃশ্য সুমন ভাই। আমি ভারতের আসাম স্টেট এর অধীনে ধুবরি থেকে আপনার এই ব্লগ দেখছি। খুব ভালো লাগলো দেখে। অপেক্ষায় থাকলাম আরও নতুন জায়গা দেখবো বলে।
সুমন ভাইয়ের সব ব্লগের প্রায় ৯০% দেখা শেষ। তবে তিব্বত ব্লগটা সব ব্লগকে ছাড়িয়ে গেছে। একজন বাংলাদেশী হিসেবে নিষিদ্ধ দেশ তিব্বত ভ্রমণ করতে পারাটা নিশ্চয়ই অনেক গর্বের ব্যাপার। আমিও মনে প্রাণে একজন ট্রাভেল ব্লগার হতে চাই। তাই প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আমি বগুড়ার সান্তাহারের মেয়ে।আমি ভ্রমণ পিপাসুদের একজন। চায়না আমি দুবার গিয়েছি।গত জুনেও গিয়েছিলাম অসম্ভব সুন্দর চায়না। গতবার ২০১৯ সেপ্টেম্বর এ সাওসিং,চাংযু,সাংহাই, কুনমিং এ ভ্রমণ করেছি। এবার গত জুনে বেইজিং গ্রেট ওয়াল্ড ও কিংহুয়াংডো গিয়েছিলাম গ্রেট ওয়াল্ডের শুরু যেখানে। এখন আমার খুব লোভ হচ্ছে মুসলিম প্রদেশে ও তিব্বতে যেতে। আপনার এই ভিডিও দেখে খুব ভালো লাগলো।ইনশাআল্লাহ আমিও যাব সুযোগ পেলে। ভালো থাকবেন ফি-আমানিল্লাহ।
অসাধারণ! বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথে তিব্বত যাত্রা যে এক অভূতপূর্ব অভিজ্ঞতা, তা আপনার বর্ণনায় স্পষ্ট! 🚂✨ প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার! 🌄💫
🤲✨ আপনি একদম ঠিক বলেছেন! এটি সত্যিই Sumon ভাইয়ের ভাগ্য যে তিনি বিশ্বের কোণায় কোণায় ঘুরে বেড়াতে পারছেন আর প্রকৃতির এমন অসাধারণ সৌন্দর্য নিজে দেখছেন আর আমাদের কেও দেখাচ্ছেন 🙏🌙
সুমন আংকেল,এক আশ্চর্য ট্রেন ভ্রমণ ও তার জানালার ফাঁক দিয়ে আমি সহ ৪ চোখের অপরুপ সৌন্দয্য দেখলাম। সত্যি কি ভাবা যায়,মহান সৃষ্টি কর্তার অপূর্ব নিদর্শন। পরবর্তী ভিডিও দৃশ্য দেখার অপেক্ষায় ধন্যবাদ জনাই। সুস্হ ও নিরাপদ থাকুন দোয়া ও ভালবাসা রইল।
পাহাড়ি এলাকা আমার সব সময় ভালো লাগে তিব্বতের পাহাড় গুলো দেখে ও খুব ভালো লাগলো❤ আপনার মাধ্যমে তিব্বত শহর দেখতে পারলাম❤ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও জন্য🎉
পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে ছিলাম ভাইয়া,,, অপরূপ দৃশ্য গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,,, যেতে পারবো কিনা জানিনা,,আপনার দেখা দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার
বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিব্বতের মাটিতে পা দিলাম আর যেভাবে বলতেছেন মনে হইতেছে দুইজনে মিলে পুরো পৃথিবী স্বাধীন করে ফেলছেন সব সময় শুকরিয়া আদায় করুন আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ ভিডিওটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সুন্দর
দাদা,,,আপনার কথাগুলো অনুভব করছি যে আমিও আপনাদের ট্রাভেলের একটি অংশ নিজের চোখে মনে হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছি,, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য,,,❤❤❤❤❤
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই দেখি তিব্বতের এই ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করেসবচেয়ে উঁচু রেলপথ ভ্রমণ করেছেন এজন্য আমার খুব ভালো লাগছে সামর্থ্য হলেভ্রমণের আছে। ❤❤❤❤❤❤আপনাকে অনেক শুভকামনা ভিডিও আর দিবেন অবশ্যই
পুরো ভিডিও টা দেখলাম। তিব্বতকে ভিডিও তে আমার মনে হইছে আমি সরাসরি দেখছি। অনেক সুন্দর সালাউদ্দীন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। আমি আপনার অনেক বড় ফ্যান 🥰
খুবই সুন্দর দেশ তিব্বত আর সুমনের ধারাবর্ণনায় আরো আকর্ষণীয় হয়েছে ভিডিওটি । অজস্র ধন্যবাদ সুমন এতো সুন্দর করে আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য । দোয়া করি সবসময় সুস্থ থাকো । আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন ।
আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টি কত অপরুপ সুন্দর ও রহস্যঘেরা।এই পর্ব টি দেখে মনে হচ্ছিলো পৃথিবীর বাইরে কোনো একটি গ্রহের ভিডিও দেখছি।এতো লম্বা তবুও মনে হচ্ছিলো আরও দেখি।সত্যিই তিব্বত যাত্রার এই রেল ভ্রমণটি অনেক বেশী রোমাঞ্চকর ছিলো।পরিশেষে ধন্যবাদ জানাই সুমন ভাই ও নিলয় ভাইকে।❤❤
আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই পুরো ভিডিও দেখে। জানি কোনোদিন যাইতে পারবো না তবুও দৃশ্য গুলো দেখে মন ছুয়ে গেলো। আনন্দে ভরে গেল মন। আপনাদের কে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
আস সালামুয়ালাইকুম। ভাবতেই অবাক লাগে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এ-ই পৃথিবীর সবকিছুই সকলের জন্য এতো সুন্দর ভাবে তৈরী করেছেন। সুবহানাল্লাহী ওয়াবিহামদিহী সুবহানাল্লাহীল য়াজিম! নবী ও রাসুলদের দেশ মিশর এ সফর এ-র জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।।।
ভিডিও যেমনই হোক আপনার কথাগুলোই ভিডিও দেখার প্রতি আকৃষ্ট করে। সর্বোপরি নিজের দেশকে ভালোবাসি নিজের দেশের মত সৌন্দর্য পৃথিবীর বুকে থাকলেও আমার কাছে অমূল্য
আজই প্রথম আপনার ভিডিও দেখলাম। খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি সর্বোচ্চ মানের। ধারা বর্ননাও সুন্দর এবং তথ্য সমৃদ্ধ। নিলয়ের সাথে আপনার জুটিও খুব ম্যাচ করেছে। বিদেশ ভ্রমণে সাথে একজন সমমনা স্বদেশী থাকা খুব সহায়ক এবং স্বস্তিদায়ক। আপনারা ভালো থাকবেন।
ইউটিউব এ অনেক কন্টেন্ট এ দেখেছি শুধু নিষিদ্ধ দেশ বলে, কিন্তু কেন নিষিদ্ধ তা বলতে পারেনা কেউ😂 আপনার ভিডিও দেখে আজ বুঝতে পারলাম। ইনশাআল্লাহ, একদিন আপনার মত আমিও পুরো পৃথিবী ঘুরে দেখব 🥰☺️
ছালাহ উদ্দিন ভাই আপনার ভিডিও গুলো দেখার প্রথমে মনেহয় একটু দেখে স্কিপ করে যাবো ,কিন্তু পারলামনা তুমার সুমদুর কণ্ঠ আর প্রাকৃতিক দৃশ্য,সত্যি মন কেড়ে নেয় তাই পুরো ভিডিও টি দেখা শেষ করে কমেন্ট করলাম অভিরাম ভালোবাসা ভারত বর্ষ থেকে l
আন্তরিক ধন্যবাদ সুমন!! তোমার ভিডিও সব সময় ভালো লাগে। তবে এই তিব্বত ভ্রমণ এক দুর্দান্ত রোমাঞ্চকর লাগল। এবার তোমার দেখানো পথে পথিক হব আমরাও। ভালো থেকো, স্নেহাশীষ নিও। নিলয়ের জন্যও অনেক অনেক শুভেচ্ছা আর স্নেহাশীষ।
তোমাদের সঙ্গে দেখা করবার জন্য মুখিয়ে আছি আমরা।
শিবাজী দা আমি আপনার একজন নিয়মিত দর্শক। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। বাংলাদেশে কবে আসবেন।
দাদা বাংলাদেশ থেকে আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু
❤❤❤
আহ কি দেখালেন ভাই, আপনার মত বাঙালী কন্টেন্ট ক্রিয়েটর এতদিন বড্ড অভাব ছিল। আপনি টিভি চ্যানেল না ছাড়লে 😊 এতো মনোমুগ্ধকর পৃথিবীর দৃশ্য থেকে আমাদের মতো গরীব মানুষের অদেখাই থেকে যেত। আপনার জন্য ভালোবাসা অবিরাম সুমন ভাই ❤❤
👍🏼
জার্মানি থেকে দেখেছি প্রিয় ভাই,,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে,, এমন ব্লগ দেখিয়েছেন অন্তর জুড়িয়ে গেল ভাই,,, তবে সামারের সময় ইউরোপেও সন্ধ্যা হয় অনেক রাতে,, যেমন রাত ১০ টায় শুরু হয় সন্ধ্যা।
সত্যি বলেছেন
Right
Extraordinary video ❤
সুমন ভাই একজন নিরপেক্ষ মানুস।উনি সব সংস্কৃত,জাতি,ধর্ম বর্ণ সবাইকে অনেক সম্মান রেখে ভিডিও বানা।একজন ট্রাভেল ব্লগারের এমনি মন মানসিকতা হওয়া উচিত।ধন্যবাদ সুমন ভাই।এগিয়ে জান❤
এত লম্বা পর্ব তাও মনে হলো যদি শেষ না হতো। অসম্ভব সুন্দর মনোরম।
tik
Thik via akdom amar moner kotha bolsen
ভাই তিব্বতে ঘুরেছেন যে ওই ভিডিও গুলা চাই
ঠিক বলছেন ভাই।
অসাধারণ এক কথায় অসাধারণ
দিনের পর দিন,
তুমি এতো সুন্দর থেকে সুন্দর উন্নত থেকে উন্নতর ভিডিও গুলো দিচ্ছো। তোমাকে অনেক ধন্যবাদ সুমন দা।❤
পুরো ভিডিও দেখছি ভাই।। জয় বাংলা জয় শেখ হাসিনা।।
@@SadekKhan-i1htor Hasina palaicha
@linjackson9056 তরা ও পালাবি।। কিন্তু দুঃখের বিষয় পালানোর রাস্তা পাবিনা।।কঠিন বিচার হবে
তোমার বয়সী আমাদের উশৃংখল নেতারা দেশ জাতি মানবতা ধংশ করে আনন্দ উপভোগ করছে।রাজনীতি না করে রাজা হয়েছে আর তুমি কস্ট করে আমাদের মনে একটু হলেও আনন্দ দিচ্ছো ধন্যবাদ তোমাকে
চীনে যাওয়ার জন্য স্বাগতম, আর আমি তোমাকে একটা আনন্দিত ভ্রমণ চাই
很高兴能和你们一起乘火车去西藏,欢迎你们来中国旅行,祝你们旅途愉快
আপনি কি সেই ব্যক্তি যার সাথে ভাইয়ের দেখা হল? 11:40
thank you for your kindness ❤
আমি তো ওনার চেলেনে ঢুকেছি ❤❤
你是那個人嗎?誰遇見了爺爺。
你是那個人嗎?誰遇見了爺爺。
❤❤❤❤
আপনার ভিডিও দেখা শুরু করেছি প্রায় এক বছর
বরাবরই একেকটা ভিডিও আমাকে ভীষণভাবে অভিভূত করে
কিন্তু আমি একজন বৌদ্ধ ধর্মালম্বী হিসেবে তিব্বত আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় স্থান🙏
আপনার সুবাদে সেটাও দেখা হয়ে গেল
সামনে আরো তিব্বতের ভিডিও দেখার অধীর আগ্রহ নিয়ে আছি
ভালোবাসা নিবেন (From Bandarban)
দেশের এতো অশান্তি দেখার চাইতে।সুমন ভাইয়ের ভিডিও দেখলে নিজের শান্তি বেড়ে যাই।
আমি দেশের খবর আর দেখিনা।
@Korban245 ধন্যবাদ 💝
আমিও দেশের খবর আর রাখি না। শুধু অশান্তি আর অশান্তি
শেখ হাসিনার আমলে ভোটাধিকার বাদে মোটামুটি ভালোই চলছিল। এখন প্রতিদিন অশান্তি, হট্রগোল,মূল্যবৃদ্ধি,খুন,বাকস্বাধীনতা হরণ চলছে, চলছেই।
দেশের মিডিয়া যখন যার তখন তার
আল্লাহর সৃষ্টি যদি এতো সুন্দর হয়, না জানি আল্লাহ তুমি কত সুন্দর।
❤❤❤
সেটাকে ধ্বংস করাই তো আপনাদের একমাত্র কর্তব্য
@@sujoysengupta5731ঠিক বলেছেন। এই ইতিহাস বৌদ্ধ ধর্মকে প্রকাশ করেছে। ইসলামকে নয়????
ওখানে আল্লা নাই কেন
😅😅😅
এত যে সুন্দর না দেখলে বিশ্বাস হতো না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তিব্বতের সৌন্দর্য দেখানোর জন্য।
আমি একজন দিল্লিবাসী ভারতীয়।
আপনার ভিডিওর মাধ্যমে তিব্বতের অনেক কিছু দেখলাম।
খুব ভালো লাগছে ❤
আপনার সাতে কথা বলতে চাই
কোনো প্রকার স্কিপ ছাড়া সম্পুর্ণ ভিডিও দেখলাম। নাটক সিনেমাও আমি স্কিপ ছাড়া দেখার লোক না। তবে আপনারটা না দেখে থাকতে পারলাম না। এক কথায় অসাধারণ উপস্থাপনা।
আমার অনেক ইচ্ছে ছিলো তিব্বত এর ভিডিও দেখার কোথায় ঠিক মত পাইনা আপনাকে ধন্যবাদ সুন্দর করে দেখতে পেলাম
সত্যি সুমন বাবু, নিলয় বাবু আমি ৬৫ বছরের বৃদ্ধ আপনাদের জুটিটা বেশ ভালো।আমি কলকাতায় থাকি , নিয়মিত বেড়ানোর v d o dekhi chin sofor valo khub valo lagche erpor japanta ghurben o ঘোরাবেন। Amader ekhane shibaji babu,prithijit babur জুটিটা বেশ ভালো। আপনাদের উপস্থাপনা খুব ভালো এবং বিস্তারিত, বহরমপুর এর কৌশিক ভাই ভালই ।আমি প্রধানত এই তিনজনের v d o dekhi, asirbad roilo sorir valo sustho thakar, dhonyobad।
আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনি ভালো থাকুন সব সময় এই কামনা করি। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা🙏
@@SalahuddinSumon : আসসালামু আলাইকুম ভাইজান আমি বাংলাদেশ থেকে আপনার প্রতি'টি ভিডিও দেখি আমি আপনার অনেক বড় একজন ফ্যান ভাইজান আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে কি ভাবে যোগাযোগ করা যায়, দয়া করে জানাবেন।
Shivaji babur TH-cam channel nam janaben ki
😊😊😊
@@ShibuGoala-q6fexplorer Shibajee
দারুণ দৃশ্য যা মন ছুয়ে যায় এবং তেমনি দারুণ উপস্হাপনা। আপনার এ-ই ভিডিওর সুবাদে তিব্বত সম্পর্কে অনেক কিছু জানলাম। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-এতো সুন্দর মনোরম দৃশ্য দেখে দুনিয়ার সৌন্দর্য এর প্রতি মায়া আরো বেড়ে গেলো..!! কি অপূর্ব..!! মহান আল্লাহর সৃষ্টি 😮😮😊।
আল্লাহ দয়া করে আপনি আমার ইছাগুলো পূরণ করিয়েন 😢❤️❤️।😊
খুব সুন্দর ভিডিও,, লাভ ইউ সুমন ভাইয়া 😮❤️❤️👏👏
""Just amazing 😮😮👏👏"""'
আমার চোখে দেখা সেরা ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাই
লাইফে প্রথম ইউটিউব এ এত বড় ব্লগ পুরুটা দেখলাম অনেক ভালো লাগলো
সালাউদ্দিন সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে তিব্বত দেখানো জন্য। আল্লাহপাকের জান্নাত না জানি কতো সুন্দর!
অরুণাচল থেকে দূরে দেখেছিলেন তিব্বত, এখন তিব্বত থেকে দূরে দেখবেন অরুণাচল, অসাধারণ।
সুবহান আল্লাহ এইরকম দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার❤❤
allah ke dakle bangladesh, afganisthan, iran, pakistaner moto desh paben
Amazing ❤
ভিডিও কথা বলার ধরন সাউন্ড সবকিছু মিলিয়ে যাষ্ট অসাধারণ।
অসাধারণ দৃশ্য সুমন ভাই। আমি ভারতের আসাম স্টেট এর অধীনে ধুবরি থেকে আপনার এই ব্লগ দেখছি। খুব ভালো লাগলো দেখে। অপেক্ষায় থাকলাম আরও নতুন জায়গা দেখবো বলে।
Dhubri Bangladesher Kurigram Jelar sathe..
আপনার মাধ্যমে চীন ও তিব্বতের মনোরম দৃশ্য দেখতে পেলাম, আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাই ,,
সুমন ভাইয়ের সব ব্লগের প্রায় ৯০% দেখা শেষ। তবে তিব্বত ব্লগটা সব ব্লগকে ছাড়িয়ে গেছে। একজন বাংলাদেশী হিসেবে নিষিদ্ধ দেশ তিব্বত ভ্রমণ করতে পারাটা নিশ্চয়ই অনেক গর্বের ব্যাপার। আমিও মনে প্রাণে একজন ট্রাভেল ব্লগার হতে চাই। তাই প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আমি বগুড়ার সান্তাহারের মেয়ে।আমি ভ্রমণ পিপাসুদের একজন। চায়না আমি দুবার গিয়েছি।গত জুনেও গিয়েছিলাম অসম্ভব সুন্দর চায়না। গতবার ২০১৯ সেপ্টেম্বর এ সাওসিং,চাংযু,সাংহাই, কুনমিং এ ভ্রমণ করেছি।
এবার গত জুনে বেইজিং গ্রেট ওয়াল্ড ও কিংহুয়াংডো গিয়েছিলাম গ্রেট ওয়াল্ডের শুরু যেখানে।
এখন আমার খুব লোভ হচ্ছে মুসলিম প্রদেশে ও তিব্বতে যেতে। আপনার এই ভিডিও দেখে খুব ভালো লাগলো।ইনশাআল্লাহ আমিও যাব সুযোগ পেলে। ভালো থাকবেন ফি-আমানিল্লাহ।
Go to LinXia of Gansu province, where there are more Muslims than Xinjiang.
@julioduan7130 Insha Allah i will come
আপনার সাথেই হবে আমাদের দুনিয়া দেখা ♥️
ভালবাসা অবিরাম প্রিয় ভাই 🌹
উপস্থাপনার জন্য আরো মনোমুগ্ধকর হয়েছে আপনার এই ভ্রমণ কাহিনী
পৃথিবীর সৌন্দর্যই বলে দেয় মহান আল্লাহ কতটা ক্ষমতাশালী এবং কতটা সর্বশক্তিমান। আল্লাহু আকবার ❤❤❤
পুরো ভিডিও দেখতেছি 😮 সত্যি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, আমি মুগ্ধ হয়ে গেলাম।
অসাধারণ! বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথে তিব্বত যাত্রা যে এক অভূতপূর্ব অভিজ্ঞতা, তা আপনার বর্ণনায় স্পষ্ট! 🚂✨ প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার! 🌄💫
এ আই দিয়েও কমেন্টস করতে হয় 😂?
🤲✨ আপনি একদম ঠিক বলেছেন! এটি সত্যিই Sumon ভাইয়ের ভাগ্য যে তিনি বিশ্বের কোণায় কোণায় ঘুরে বেড়াতে পারছেন আর প্রকৃতির এমন অসাধারণ সৌন্দর্য নিজে দেখছেন আর আমাদের কেও দেখাচ্ছেন 🙏🌙
নিলয়,সুমন ভাইকে ধন্যবাদ- আপনাদের ভিডিওতে তিব্বত-লাসা দেখলাম- অনেক সুন্দর,মন ছুটে যায়।
এক সেকেন্ডও না টেনে দেখিছি আমি , ধন্যবাদ এতোসুন্দর দৃশ্য আমাদেরে ভিডিও করে দেখানোর জন্য !
সুমন আংকেল,এক আশ্চর্য ট্রেন ভ্রমণ ও তার জানালার ফাঁক দিয়ে
আমি সহ ৪ চোখের অপরুপ সৌন্দয্য দেখলাম। সত্যি কি ভাবা যায়,মহান সৃষ্টি কর্তার অপূর্ব নিদর্শন। পরবর্তী ভিডিও দৃশ্য দেখার অপেক্ষায় ধন্যবাদ জনাই।
সুস্হ ও নিরাপদ থাকুন দোয়া ও
ভালবাসা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ, এরকম একটা ভ্রমণ ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য❤❤
নোটিফিকেশন দেখে আমি তাড়াতাড়ি করে দেখতে এলাম খুব সুন্দর লাগছে ❤❤❤❤❤❤❤❤
পাহাড়ি এলাকা আমার সব সময় ভালো লাগে তিব্বতের পাহাড় গুলো দেখে ও খুব ভালো লাগলো❤ আপনার মাধ্যমে তিব্বত শহর দেখতে পারলাম❤ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও জন্য🎉
আমি মুগ্ধ হয়ে গেলাম।আর পুরো ভিডিও জুড়ে ছিলাম ধন্যবাদ ভাইয়া 52:02
অনেক ধন্যবাদ💕🙏
Same as me bro❤❤just Oshadaron ❤❤❤
ধন্যবাদ ভাই
Really Awesome
ধন্যবাদ সুমন ভাই ❤
পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে ছিলাম ভাইয়া,,, অপরূপ দৃশ্য গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,,, যেতে পারবো কিনা জানিনা,,আপনার দেখা দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার
আল্লাহর কী অপরূপ সৌন্দর্য্যের নৈস্বর্গ রূপ দান করেছে তিব্বত দেশটিকে, খুব ভালো ভিউ আপনি ধারণ করতে জানেন,কথা বলার ধরণ ও ভালো সব মিলিয়ে অতুলনীয়
সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর 🤲🤩
❤❤❤❤❤
নবীর জন্মের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না নবী নিজেই অমুসলিম ছিল কুরাইশ সম্প্রদায়ের যারা মূর্তি পূজা করত।
মুগ্ধতা নিয়ে দেখলাম আমি অভিভূত,, সালাউদ্দিন ভাই বেস্ট ❤❤
বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিব্বতের মাটিতে পা দিলাম আর যেভাবে বলতেছেন মনে হইতেছে দুইজনে মিলে পুরো পৃথিবী স্বাধীন করে ফেলছেন
সব সময় শুকরিয়া আদায় করুন আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ
ভিডিওটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সুন্দর
আসলে পৃথিবী অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা❤
আল্লাহ রাব্বুল আলামীন
Allah 💗 Allah ❤️ Allah 😘
❤
দাদা,,,আপনার কথাগুলো অনুভব করছি যে আমিও আপনাদের ট্রাভেলের একটি অংশ নিজের চোখে মনে হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছি,, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য,,,❤❤❤❤❤
অনেক অসাধারণ দৃশ্য,,দেখলাম ,, আপনার মাধ্যমে,, অনেক ভালো লাগলো💐💐💐💐
আপনার চোখ দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, আরও যেন দেখতে পাই। আপনার জন্য অবিরাম ভালবাসা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলাম
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই দেখি তিব্বতের এই ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করেসবচেয়ে উঁচু রেলপথ ভ্রমণ করেছেন এজন্য আমার খুব ভালো লাগছে সামর্থ্য হলেভ্রমণের আছে। ❤❤❤❤❤❤আপনাকে অনেক শুভকামনা ভিডিও আর দিবেন অবশ্যই
মনের শান্তিই সবচেয়ে বড় ধন 🧘♂💎, চড়াই পথেই সাফল্য আছে 🏞💪। প্রকৃতিতে মানুষের শক্তি 🌿💚, বড় পর্বতের বড় দর্শন ⛰👀। ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসে 👣✨।
সুমন ভাই এর ভিডিও গুলো সত্যি খুব সুন্দর, বাঁচার আশা জাগায়।দোয়া রইল সুমন ভাই এর জন্য🤲❤
ভালো হয়েছে ভিডিওটা
একদম যথাযথ বলেছেন ।
সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ।।
কতই না সুন্দর মহান আল্লাহ পাকের সৃষ্টি মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক।।
আপনার জন্য সব সময় দোয়া ও শুভকামনা রইল সুমন ভাই।।।আমিন ❤❤❤❤
আমি মুগ্ধ হয়ে গেলাম এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলাম
পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
সব আমার আল্লাহর প্রোশংসা আল্লাহ দুনিয়া কে এতো সুন্দর করে সাজিয়ে ছেন তাহলে ভাবুন আল্লাহ জান্নাত কে কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন
মুসলিম শুধু জান্নাত যাবে বাকি সব জাহান্নামের আগুনে জ্বলবে এটা কি ঠিক?
ভাবুন আপনারা এই পৃথিবীটাকে কিভাবে নরক বানাচ্ছেন,এক মুসলি শ বিমারি
সুমন ভাই আসসালামু আলাইকুম
আমিআপনার ভিডিও গুলো নিয়মিত দেখি।খুবই ভালো লাগে।এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখে যদি আপনি বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর শুকরিয়া টা আদায় হয়প যেত, এবং আপনার ভিডিও গুলো পূর্ণতা পেত।জাজাকাল্লাহ
সুবহানাল্লাহ,
আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।
মাশাআল্লাহ ,,, আল্লাহ তায়ালার কি অপরূপ সৃষ্টি।ভালো লাগলো,,,,, ধন্যবাদ
পৃথিবী যদি এত সুন্দর হয়,তাহলে জান্নাত কত সুন্দর হবে?
জান্নাত আবার কি😃😃
@@Zozojohan-bi8je মৃত্যুর পর যেখানে সবাই যেতে চায়
Ati sorgo
জান্নাত হলো নবীর রং ভাষা... মানুষের মন গরা গল্প..... জান্নাত আছে সৌদির বালু রোদ. গরম খেতখেতে .জান্নাত বলতে কিছুই নেই 😂
Amio boli tai
তিব্বতকে এতো সুন্দর ভাবে দেখবো আপনার ভিডিও মাধ্যমে কখনও ভাবিনি ❤।। ধন্যবাদ ❤
অসাধারণ,প্রকৃতির রূপ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় সুমন ভাই
আসলেই আপনার মাধ্যমে এমন সুন্দর এত মনমুগ্ধকর দৃশ্য দেখবো তা কল্পনার বাহিরে পুরো ভিডিও জুড়ে ছিল প্রকৃতির অপারূপ ভিন্ন ভিন্ন সৌন্দর্য,, 🥰🌹
পুরো ভিডিও টা দেখলাম। তিব্বতকে ভিডিও তে আমার মনে হইছে আমি সরাসরি দেখছি। অনেক সুন্দর সালাউদ্দীন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। আমি আপনার অনেক বড় ফ্যান 🥰
কয়েকদিন যাবত ভিডিও মিস করতেছিলাম। সুদে আসলে সব হয়ে গেল আজ
খুবই মনোযোগ সহকারে আপনাদের ভ্রমণ কাহিনী উপভোগ করলাম। সুমন ভাই আপনা অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
মা শা আল্লাহ্ । সালাউদ্দিন সুমন সাহেব, আপনার ভ্রমন ভিডিও, ধারা বর্ননা অসাধারন । আল্লাহ তায়ালার সৃষ্ট এই দুনিয়া দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন । আপনার মাধ্যমে চীননও তিব্বত দেখে মুগ্ধ হলাম । আপনাকে অনেক ধন্যবাদ
খুবই সুন্দর দেশ তিব্বত আর সুমনের ধারাবর্ণনায় আরো আকর্ষণীয় হয়েছে ভিডিওটি । অজস্র ধন্যবাদ সুমন এতো সুন্দর করে আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য । দোয়া করি সবসময় সুস্থ থাকো । আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন ।
আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টি কত অপরুপ সুন্দর ও রহস্যঘেরা।এই পর্ব টি দেখে মনে হচ্ছিলো পৃথিবীর বাইরে কোনো একটি গ্রহের ভিডিও দেখছি।এতো লম্বা তবুও মনে হচ্ছিলো আরও দেখি।সত্যিই তিব্বত যাত্রার এই রেল ভ্রমণটি অনেক বেশী রোমাঞ্চকর ছিলো।পরিশেষে ধন্যবাদ জানাই সুমন ভাই ও নিলয় ভাইকে।❤❤
আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই পুরো ভিডিও দেখে। জানি কোনোদিন যাইতে পারবো না তবুও দৃশ্য গুলো দেখে মন ছুয়ে গেলো। আনন্দে ভরে গেল মন। আপনাদের কে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
অসাধারণ সুন্দর একটি ভিডিও❤❤❤
দারুণ উপভোগ করেছি। আশা করি তিব্বত ভ্রমণের প্রতিটি পর্ব উপভোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।
চমৎকার উপস্থাপনা করছেন প্রিয় ভাই,গরিব দুঃখী মানুষ কে নিয়ে ভিডিও উপস্থাপন করুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করুন ধন্যবাদ।
আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই পুরো ভিডিও দেখে, একটুও না টেনে ভিডিও টা দেখলাম,জানি কোনোদিন যাইতে পারবো না তবুও দৃশ্য গুলো দেখে মন ছুয়ে গেলো
অসাধারণ খুব ভালো লাগলো ভাই ❤
বাকি ভিডিও ফুটেজের অপেক্ষায় রইলাম ❤
খুবঐ ভালা লাইগ সে ব্লগ টা.just Awesome Sera r seeraaa hoisay.T2 🎉bhai.Agartala. Tripura. 🇮🇳
আস সালামুয়ালাইকুম।
ভাবতেই অবাক লাগে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এ-ই পৃথিবীর সবকিছুই সকলের জন্য এতো সুন্দর ভাবে তৈরী করেছেন। সুবহানাল্লাহী ওয়াবিহামদিহী সুবহানাল্লাহীল য়াজিম!
নবী ও রাসুলদের দেশ মিশর এ সফর এ-র জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।।।
অসাধারণ ভিডিও
অসাধারণ ভাই,আর কিছু বলার নাই শুধু আপনার ব্লগ দেখবো।
আপনার ভ্রমণ ভিডিওর সেরা পর্ব.... অবিস্মরণীয় ভ্রমণ।
পৃথিবী সত্যি অসাধারণ এক সৌন্দর্যে ঘেরা.......!!
আপনি সত্যিই অনেক ভাগ্যবান 🧡
ভিডিও যেমনই হোক আপনার কথাগুলোই ভিডিও দেখার প্রতি আকৃষ্ট করে। সর্বোপরি নিজের দেশকে ভালোবাসি নিজের দেশের মত সৌন্দর্য পৃথিবীর বুকে থাকলেও আমার কাছে অমূল্য
অসাধারণ সুন্দর ভ্রমণের কাহিনি নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভাই কে।
আজই প্রথম আপনার ভিডিও দেখলাম। খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি সর্বোচ্চ মানের। ধারা বর্ননাও সুন্দর এবং তথ্য সমৃদ্ধ। নিলয়ের সাথে আপনার জুটিও খুব ম্যাচ করেছে। বিদেশ ভ্রমণে সাথে একজন সমমনা স্বদেশী থাকা খুব সহায়ক এবং স্বস্তিদায়ক।
আপনারা ভালো থাকবেন।
খুব শীঘ্রই বাংলাদেশের নাম্বার ১ চ্যানেল হবে ❤❤
ভিডিও এর সাথে সাথে ভাষার যে নান্দনিকতা, যে কাউকে বুঝতে ও শুনতে মুগ্ধ করবে।
গো এহেড ব্রো❤
অনেক ভালোবাসা💕🙏
সুমন ভাই আমি কমেন্ট করতে পারছি না কেন @@SalahuddinSumon
পুরো ৫২ মিনিটে মুগ্ধতা ছড়িয়েছেন ভাই❣️💙 গতানুগতিক ধারার বাহিরে গিয়ে এরকম প্রতিবেদন দেখানো সত্যিই মনোমুগ্ধকর
ইউটিউব এ অনেক কন্টেন্ট এ দেখেছি শুধু নিষিদ্ধ দেশ বলে, কিন্তু কেন নিষিদ্ধ তা বলতে পারেনা কেউ😂
আপনার ভিডিও দেখে আজ বুঝতে পারলাম। ইনশাআল্লাহ, একদিন আপনার মত আমিও পুরো পৃথিবী ঘুরে দেখব 🥰☺️
পুরোটাই দেখলাম, খুব সুন্দর, পরের পর্ব দেখার অপেক্ষায়
আমিও ❤❤
২০ মিনিটের পার্ট ওয়ান টু থ্রি এভাবে ভিডিও দিলে ভালো হয়। এতো সময় নিয়ে দেখার ইচ্ছা হারিয়ে যায়।
Ki kon....
No problem at all for me..!
প্রথম বাংলাদেশী ক্রিয়েটর 😀😀। 😎
আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা আপনার কনটেন্টের মাধ্যমে দেখলাম। নিলয় ও আপনাকে ধন্যবাদ।
সুমন ভাই আপনি চীনের কোন অঞ্চল হতে তিব্বতের কোন অঞ্চল গিয়েছিলেন ম্যাপে দেখাইলে আরও ভালো হতো।
ছালাহ উদ্দিন ভাই আপনার ভিডিও গুলো দেখার প্রথমে মনেহয় একটু দেখে স্কিপ করে যাবো ,কিন্তু পারলামনা তুমার সুমদুর কণ্ঠ আর প্রাকৃতিক দৃশ্য,সত্যি মন কেড়ে নেয় তাই পুরো ভিডিও টি দেখা শেষ করে কমেন্ট করলাম অভিরাম ভালোবাসা ভারত বর্ষ থেকে l
আপনার কমলা খাওয়া দেখে আমার জ্বিভে পানি চলে আসছে 😂
😂😂😂😂😂
খাবারের প্রতি এতো লোভ কেন শুনি
@@Unspecifieddestination hahaa😁😍😍😍😍
@@Unspecifieddestination সালাউদ্দিন ভাইয়ের কমলা 🍊 খাওয়া স্টাইল দেখে যে কেউ রুচি না থাকলে ও জ্বিনের পানি আসবে 🤭🤭🤭🤭
@lifestory6657 চুপ,লোভী
এতো দেরি করলে বি ভাবে হবে আমরা তো তোমার ভিডিওর আসাতে বসে থাকি সব সময়,৪ দিন পরে ভিডিও
আপনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আপনার জন্যই এটা দেখা সম্ভব হলো,এগিয়ে যান,আর সাবধানে থাকবেন।
মহান রবের কি অপরুপ সৃষ্টি সুবহানাল্লাহ। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার মত কে কে পুরো ৫২ মিনিট ২ সেকেন্ড ভিডিওটা দেখছেন আমি সম্পূর্ণ ভিডিও দেখলাম খুবই সুন্দর
ভিডিওটা দেখতে চাইলাম দুইএক মিনিটের জন্য কখন যে পুরো ভিডিও দেখলাম টের পেলাম না সত্যি মহান আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর অসাধারণ অসাধারণ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর সুমহান