প্রিয় রাফিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত honesty নিয়ে আপনার পুরো গল্পঃ share করেছেন, আমি জানি, এ ধরনের story গুলা share করতে,open up হইতে ঠিক কি পরিমান সাহস লাগে। আপনি ভীষন সাহসী একজন মানুষ। আমার বয়স এখন 23। আপনাকে আমি এটুকু বলতে পারি, আপনার এই অভিজ্ঞতা আমাদের generation এর কম বেশি সবার। একটু উনিশ বিশ হইতে পারে। কিন্তু প্রায় সবাই আমরা বেশ কয়েকবার এই phase এর মধ্য দিয়ে গিয়েছি। আপনাকে উপদেশ বা suggestion দেয়ার মত যোগ্যতা নেই আমার। তবে আপনাকে আমি এটুকু বলতে চাই, যেগুলা personally আমাকে অনেক হেল্প করছে। আপনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। আপনি সবার আগে নিজেকে ভালোবাসতে চেষ্টা করুন। যখন আপনি আপনাকে ভালোবাসার দায়িত্ব টা যখন ই অন্যের উপর ছেড়ে দিবেন, বেশিরভাগ সময় ই দেখবেন, তারা হয় সেটায় অবহেলা করছে অথবা মাত্রাতিরিক্ত করছে। তাই অন্যের উপর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার টি ছেড়ে না দিয়ে , নিজের হাতে তুলে নিন। নিজেকে ভালোবাসুন। আপনি অনেক শক্ত একজন মানুষ। আপনি নিজের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন। সাবলম্বী হন। আপনি চাইলেই টা পারবেন। হয়তো একটু সময় লাগবে। কিন্তু আপনি ঠিক ই এক না এক সময় পারবেন। অবশ্যই পারবেন। আমি দুআ করি, আপনার জীবনে সামনের দিনে আপনার মতোই একজন অত্যন্ত ভালো মানুষ আসুক। এসে আপনার সকল আঘাত ক্ষত যন্ত্রণা দূর করে দিয়ে আপনাকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুক। till then stay strong ...
Oh really মানে আপনার এটা মনে হচ্ছে যে এই মেয়েটা অনেক সততার সাথে তার গল্পটা বলতেছি আপনারা হয়তো অনেকেই খেয়াল করেন নাই বা ভালো কইরা শুনলে মনোযোগ দিয়ে শুনলে হয়তো খেয়াল করতেন মেয়েটা অনেক জায়গায় মিথ্যা বলেছেন তার একটা জায়গা আমি আপনাদের ধরিয়ে দিই যখন তার ভাই ঢাকা থেকে আসছে এসে যখন তাকে বলছে যে তোমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরও তুমি আবার এগুলোর মধ্যে জড়াতেছো তুমি কি চাচ্ছো ,তার ভাই যদি নাই জানতো তার ঢাকার ছেলের সাথে রিলেশন বা সম্পর্কের কথা তাহলে এই কথা কিভাবে বলল
এক কথায় যা বুঝলাম বাবা মায়ের দায়িত্বশীলতা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিলো। উনি এই বয়সে যা করেছেন এটা উনার বয়সের দিক থেকে ইমোশনাল হয়ে করা স্বাভাবিক ( হ্যা এটা সত্যি যে উনার এক্সট্রা সাহস ছিল প্রচুর) কিন্তু বাবা মা যদি এসময় উনার proper কেয়ার করতেন তাহলে হয়তো উনার লাইফে এমন একটা past create হতো না। আমাদের দেশের বাবা মায়েদের উচিত সন্তানদের সাথে একটা strong bonding create করা যাতে তারা তাদের inner thought গুলি শেয়ার করতে বাইরের পার্সন খুজতে না হয়। একাকিত্ব কিংবা মনের লুকানো সব কথা শেয়ার করতে যখনই আমরা অন্য মানুষ খুজি বেশিরভাগ সময় তখনই এমন একটা করে গল্প তৈরী হয়ে যায়, যেটা আমরা ঐ জীবনে বুঝতেও পারিনা, কিন্তু সময় পার হয়ে গেলে জীবন থেকে নেয়া কিছু শিক্ষা থেকে যায়.....
ভাই , আমার লাইফ অনেক টা এমন। বয়স কম থাকায় বুঝিনি , কি করছি। আর যখন বুঝতে পারছি , এখন আমার আমি ছাড়া কেউ নাই । মা- বাবা ছোট্ট বেলা থেকে নাই। সমাজ ও দুনিয়া আজ এমন একাকিত্ব বোধ করায়। আজ মরতে গিয়ে মরতে পারি না।
@@Mim-lb5otআল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে উনার ইবাদত বন্দেগি করা। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করি কতজন বলেন দেখি? আল্লাহর হুকুমের বাইরে গিয়ে প্রেম ভালোবাসা করলে তো মনে শান্তি থাকবেই নাহ সাথে আরো দুনিয়ার সব ঝামেলা কাঁধে এসে ভর করবে স্বাভাবিক। আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, বেশি বেশি দুয়া করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
গল্পটা শুনলাম, কিছু কিছু জায়গায় চোখের পানি ফেললাম, ছোট বোন তোমার জন্য পরামর্শ হচ্ছে, ১.মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক এর আন্ডারে চিকিৎসা গ্রহণ করুন। ২.ব্যক্তিগত বিষয় পাবলিকলি বলা ঠিক না। ৩.সকল অবস্থায় মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। ৪. নিজের নাক কেটে অন্যের যাত্রা শুভ করার দরকার নেই। ৫. আমাদের কনজারভেটিভ সমাজে অধিক সাহসী হওয়ার প্রয়োজন নেই। ৬.নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো। ৭.আবেগের চেয়ে বিবেককে কাজে লাগানোর চেষ্টা করো। ৮. নিজের ব্যর্থতা সফলতাকে মূল্যায়ন করে চূড়ান্ত লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে চলো। সকলের জন্য শুভকামনা।
ওনার গল্পটা যদি সিনেমায় হতো তবে সত্যি খুব ভালো লাগতো,কারন পুরো গল্প শোনার পর কেমন যেনো মন গড়া কাল্পনিক মনে হচ্ছে,,,কারন আপুটা নিজের যে বয়সের কাহিনি বললো সেই বয়সের ১টা মেয়েকে কিভাবে তার বাবা-মা কেয়ারলেসভাবে ছেড়ে দিতে পারে।এই গল্পের সারমর্ম ছিলো যে তুমি কারো ভালোবাসা অবহেলা করলে তোমার ভালোবাসাও একদিন অবহেলিত হবে,,,।।কিন্তু ওনার কাহিনিটা কেমন যেনো,,,একটা ১৮-১৯ বছরের মেয়ে মানে ওনার কথা মতে টিনেইজার ১টা মেয়ের বিয়ে হলো,ডিভোর্স হলো,প্রেমের টানে ১৫ ঘন্টার জার্নি করে ভোলায় গেলো,নোয়াখালি গেলো,রাত-বেরাতে হুটহাট ঢাকায় আসছে যাচ্ছে সাথে থাকছে তার বয়সেরই ১টা ছেলে যে তার বেস্ট frnd, ওই বয়সের ছেলেমেয়েদের হাতে এতো টাকা আসে কিভাবে🤔তারপর থানা থেকে বের করার সময়ও তার পরিবার যায় না এক ডাকে বাইক নিয়ে বন্ধু চলে যায় আর এসব কিছু ঘটে কিন্তু আপুটার বড়ো ভাই নাকি কিছুই জানে না,আর কিছু না জেনেই বোনের উপর রাগ করে কথা বলেনা,বোন তার শহরে থাকে তবুও খোজ নেয় না,আবার লাস্টে গিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইলো মানে পুরো গল্পটাই অদ্ভুত লাগলো কিছুই ক্লিয়ার বুঝলাম না🙁
কেউ কাওকে এত ভালোবাসতে পারে এটি আজ প্রমাণিত।আমরা যা নাটক বা সিনেমায় দেখতাম তা আজ বাস্তবে দেখলাম।ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা অসম্ভব।সময় খারাপ না আসলে হয়তো আপনি যানতেনি না আপনার রিয়েল আপন মানুষ গুলি।আপনার জন্য দোয়া ও শুভ কামনা। আর বিশেষ করে আর জে কিবিরিয়া ভাই,ভাইয়া আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট চায়না।আপনার জন্যও দোয়া ও শুভ কামনা।
@@arefulislammamun5593 এইরকম ভালোবাসার মানুষ এর অভাব নাই,, আমার নিজের চোখে দেখা প্রতি বছর একেকটা ছেলের জন্য এমন পাগলামি করে ভালোবাসতে,,, এখন বিয়ের পর বলে আগের কোনো প্রেমিকের কথাই মনে পড়ে না,,অথচ আগের সব গুলো প্রেমিক এর জন্য পাগল ছিলো
পুরো ঘটনাটা (ভিডিওটা) মনোযোগ দিয়ে শুনলাম.. দেখলাম! ভালো লেগেছে, একটু খারাপ লেগেছে মেয়েটার জন্য। তবে পুরো গল্পের মাঝে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলি আসলেই অদ্ভুত লেগেছে। বাস্তবে এরকমভাব আসলেই কি ঘটে..?! গল্পের মাঝে মেয়েটি অনেক কিছুই আসলে on air এ বলে নাই বা এড়িয়ে গেছে অথবা গোপন করেছে। যার প্রতিটা পয়েন্টেই কিবরিয়া সাহেব নোটিস করেছেন। তিনি (কিবরিয়া সাহেব) এভাবে on air এ এরকম কিছু বলতে পারেন না বা কনফিডেনসিয়াল কিছু ব্যাপার থাকে যেহেতু গল্পটা একটা মেয়ের তাই সরাসরি মেয়েটিকে জিগ্গেস করেন নাই কিন্তু পয়েন্টগুলি ধরেছেন ঠিকই।গল্পটা পুরোপুরি শেষ হয়েও হলো না। বেশ কিছু ব্যাপার এখানে গোপন রেখেছে মেয়েটি। পুরো গল্পটা শুনলে বোঝা যায়। যাই হোক, শুভ কামনা রইলো মেয়েটার জন্য! জিবনে ভালো থাকুক। ধন্যবাদ জনাব কিবরিয়া সাহেবকে সুন্দর ভিডিওর জন্য। 😊
Pray for you little girl. Life has been very kind to you so that it allows you to gain a very bitter and wonderful lesson. Wishing your last bitter experience would be a blessing pillar for your forcible future success. Blessings you again my little angel.
আপনার কথাগুলো শুনে খুব আঘাত পাইলাম।জীবনে এমন হয় না, যে আমাকে চাইল আমি তার হইতে পারলাম না।আর আমি যাকে চাইলাম সে আমার হইল না। বিধির নিয়ম কেউ বুঝে কেউ তো বুঝেনা।তবে ধৈর্য হারাবেন না একদিন না একদিন সুখ আসবেই ইনশাআল্লাহ, ভালোবাসার লোক আসবেই।
কিছু শিখি আর না শিখি Nurture of revenge এটা শিখলাম। যাক দোয়া করি ভালো থাকুন।মনে রাখবেন জীবন আল্লাহর জন্যে। আল্লাহর পথে ফিরে আসুন জীবন সুন্দর হবে। ফিআমানিল্লাহ 🥰
আপুর কথা শুনে past এর কিছু মুহূর্ত মনে পড়ে গেলো ,, আল্লাহ আপনার সমস্যা গুলো সমাধান করবার তৌফিক দান করুন । আর আমাদের উচিত উঠতি বয়সী ভাইবোন বা বাচ্চাদের প্রতি নজর রাখা , তাদের বোঝানো যাতে তাদের জীবনে এমন কালো দিন নাহ আসে ! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন
নিজের ভুল টা স্বীকার করা সব চাইতে বড় সাহসের ব্যাপার .... হ্যাটস অফ ডিয়ার,দোয়া করি তুমি অনেক অনেক অনেক ভালো একটা জীবন ও অনেক ভালো একটা জীবন সঙ্গী পাও ❤️❤️💞💞
আমার বয়স মাত্র ১৭। এইচএসসি ২৪ এর শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, এই ভিডিও টি আমার জন্য অনেক বেশি শিক্ষণীয়। এবং এটা আমি বারবার দেখবো ইনশাআল্লাহ, কমেন্টে লাইক পাওয়ার পর। আমি শিখতে পেরেছি, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ২০/২১ দিন পর রাফিয়া আপু ওনার ভুল বুঝে rj kebria show তে এসেছেন। আমি এই ভিডিও টি দেখে এক দিনেই আমার ভুল বুঝেছি। জাযাকাল্লাহু খাইরান আপু, আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনী শেয়ার করার জন্য। সেই সাথে ভাইয়াকে ধন্যবাদ জানাই, এটা প্রচারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।
এভাবেই ইজ্জত সম্মান এবং জীবন ও চলে যায়।তারপর ছাফারিংস টা যে কতদূর গড়ায় তা নিশ্চয়ই কারো অজানা নয়। আল্লাহ আমাদের সকলের মনে বিবেক বুদ্ধি ও বোধহয় সৃষ্টির তৌফিক দান করুন।
কিছু মনে করো না। তোমরা এই প্রজন্মের ছেলে মেয়েরা চাওয়ার আগেই সবটুকু পেয়ে যাও বলে তোমাদের ধ্যান ধারণায় একটা শূন্যতার সৃষ্টি হয়ে পড়ে। আমি এটাকে ক্ষত বলবো না। এখনো সময় আছে নিজরাই উদ্যোগ নিয়ে শান্তির পথে ফিরে এসো। দোয়া ও শুভকামনা রইলো।
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্বামী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা ভিডিও। আসলেই জীবন অনেক নান্দনিক.! কখন কী ঘটে যায়.! আপুর জন্য শুভকামনা, সে তার গন্তব্যে এগিয়ে যাক। ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য ❣️
জীবনে দুটি জিনিস কখনোই সেক্রিফাইস করা উচিত নয়! ১/এডুকেশন ২/ক্যারিয়ার অসাধারণ ছিল! এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামীন অনেক কিছু শেখার তাওফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আজ থেকে আমিও নিজেকে গুছাবো। কারণ আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আল্লাহ তায়ালা সকলকে সঠিকটা বোঝার তাওফিক দান করুক।( আমিন) আর একটা জিনিস বুঝলাম এই ভিডিওর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের পরে দুনিয়ায় যদি কেউ আপন থেকে থাকে তা হলো মা-বাবা! (নিঃসন্দেহে) অনেক অনেক শুভকামনা রইলো কিবরিয়া স্যার এবং আপুটির জন্য।
ধর্মিয় শিক্ষা না থাকলে, এরকম হতেই পারে। এখানে অনেক দিক থেকেই মা-বাবার ভুমিকা ছিল। দায়িত্ব ছিল। আমাদের সবাইকে আমাদের নিজের দায়িত্বের প্রতি আরও সচেতন হতে হবে।
সম্পূর্ন স্টোরিটা শুনলাম, একটা বিষয় উপলব্ধি করতে পারছি, এত মায়া, এত টান কাছে পাওয়ার আকাঙ্খা একমাত্র অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসার জন্য এই টান ভালোবাসা জন্য, এত পাগলামি সব কিছুই সম্ভব হয়েছে ভালোবাসা জায়গা থেকে। তবে আজ কালের এই মর্ডান যুগে এমন সত্যিকারের ভালোবাসা দুষ্প্রাপ্য। বোন যে গল্প বলেছেন, উনার SSC HSC সবই আমার সাথে মিলে আমি ও সেইম সময়ের একই ক্লাসে পড়তাম। আমার বয়সে একটি মেয়ে এত কিছু করতে পারে তা সত্যি অবাক করে দিয়েছে। প্রিয় বোন, আপনি সুস্থ থাকেন জীবন সঠিক ভাবে উপভোগ আল্লাহ ওয়ালা হোন জীবন সুন্দর হয়ে যাবে।
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্বামী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
আবারও কমেন্টে আসলাম গত কা ল সারা রাত ঘুমোতে পারিনি ,,,,রাফিয়া বছর পাঁচেক পর তোমাকে আবার দেখতে চাই একদম প্রতিষ্ঠিত এবং অন্যদের আইডল ,,,,ভালোবাসা অনেক অনেক ,,,,❤❤
বোন তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আমন্ত্রণ। সবকিছু ভুলে যাবে মাথাটা তোমার সৃষ্টি কর্তার জন্য একটু নত করো অসম্ভব রকমের শান্তি পাবে। এমন একজন কে খুঁজে বের করো।যে তোমাকে দুনিয়াতেও জান্নাত আর আখেরাতেও জান্নাত পাওয়ার কারণ হতে পারে।।🥀🥀 তোমার জন্য শুভ কামনা রইল।। আল্লাহ তোমাকে দীনের পথে ফিরিয়ে আনুন।।🥀🥀 তোমার জন্য অসংখ্য অসংখ্য দোয়া।। এবং মন থেকে দোয়া করি তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো।। ইং শা আল্লাহ 🥀
আমি আপুর থেকে ছোট কিন্তু আমার পুরা কাহিনিটা শুনার পর মনে হলো আপুর আসলে বুঝা উচিত নিজের সম্মান আর বাবা-মা থেকে বড় কিছু হয় না।আপু যদি বুঝে থাকে তাহলে এখন আপর উচিত নিজেকে সম্মান করা আর নিজের বাবা-মা র ভালোবাসা, বিশ্বাস নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলা। দোয়া আর ভালোবাসা রইল আপু।
প্রথমটায় রাগ লাগছিলো, কারন আমিও এক মেয়ের মা, আমার মেয়েও প্রায় একই বয়সী। পুরোটুকু দেখার পর মেয়েটির জন্য মায়া হচ্ছে। দোয়া করি সুস্থ হয়ে যাক, সুস্থ জীবনে ফিরে আসুক। তবে, রাগটা এখন মেয়ের মা'য়ের উপর হচ্ছে। রেগে যখন প্রথম সেন্সলেস হয়ে যায় মেয়েটি তখনই মেয়েটিকে শিশু মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার ছিল। উনি একজন টিচার হয়েও কেন বিষয়টি আমলে নিলেন না বুঝলাম না। তাছাড়া মাত্রাতিরিক্ত মায়ের আদরও মেয়েটি বখে যাবার একটা বিশেষ কারন। মেয়েটির বেপরোয়া আচরণ তিনি প্রশ্রয় দিয়েছেন উপরন্ত স্বামী এবং ছেলের কাছ থেকে সেটা গোপনও করেছেন। অথচ বাবা এবং ভাইই পারত মেয়েটিকে সামলে নিতে। ছেলেমেয়েকে শাসনের প্রয়োজন আছে, অনেক অভিভাবকই সেটা বোঝেন না।
...I have to say a lots of words but still now I am totally shoked and speechless...! Actually she is suffering from self dignity, self entity and self identification...! She is the egoist...! Professionally I am involved with teaching and my subject is "EDUCATIONAL PSYCHOLOGY " ...রাফিয়া, ছোট্ট বোন-টি আমার, অনেকেই হয়তো এই ভিডিওটি দেখে অনেক বাজে ভাষায় তোমাকে আক্রমণ করবেন কিন্তু তুমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে। আর আমি বলবো তোমার এই এতো অল্প বয়সে তুমি কোন ভুল করোনি...! এরকম ভুল সবাই কমবেশি করে থাকে, পার্থক্য এটাই যে তারা প্রকাশ করে না কিন্তু তুমি প্রকাশ করেছো। তোমার বয়সী অনেক ছাত্র ছাত্রী-কে আমি পড়িয়েছি এবং পড়াচ্ছি...তারাও অনেক বড়ো বড়ো ভুল না বুঝেই করেছিল কিন্তু আজ সেই অতীত আত্ম-উপলব্ধি করতে পেরে আত্ম-বিশ্বাস ফিরে পেয়েছে। আজ তারা জীবনে প্রতিষ্ঠিত। সুতরাং তোমার এই "SELF-REALISATION" তোমার মধ্যে "SELF-CONFIDENCE" জাগিয়ে তুলবেই তুলবেই...! And I fully believe one day you must reach the top position of success in your life...! আর দিনের শেষে বাবা, মা, দাদা একবার নয়, বারবার তাঁরা তোমাকে ভাবেন, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন... সুতরাং তাঁদের -কে অবশ্যই ভালোবাসবে, শ্রদ্ধা করবে। দুদিনের সম্পর্ক মরুমায়া, মরুশিখা, মরুভূমির মরীচিকা মাত্র...! Past is past... সুতরাং পিছনে ফিরে তাকাতে নেই... কারন-টা না হয় কবির ভাষায় বলি..."...রইলো যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে/আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে...!" আর অবশেষে তোমার চোখের জল আর emotion অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তাই কিবরিয়া ভাই -এর আশঙ্কা -কে মিথ্যা ( "...মাত্র কুড়ি দিনে আপনি কিছুই শেখেন নাই...!") প্রমান করে দিতে পারবেই পারবে...! At last I just say...”... good decisions comes from experience. But experience comes from bad decisions. This is life. So don't worry for mistakes. Go ahead and learn from them...!" কিবরিয়া ভাই, any kind of mistake pardon me please 🙏🙏🙏 ... love you Bangladesh from KOLKATA, WEST-BENGAL, INDIA ❤️❤️❤️...
গল্পটা আমাকে অনেক কিছু শিখালো। আমি এই ভুলগুলো করতেই যাচ্ছিলাম। এখন হয়তো আমি আমার জীবন গড়তে পারবো ইনশাআল্লাহ্। অনে অনেক ধন্যবাদ...। সত্যি টিনেজ লাইফে অনেক ঝুকি থাকে। আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ্ আমি অনেক বড় ঝুকি থেকে বেঁচে গেলাম গল্প টা শুনে। ধন্যবাদ...
vai apni duita word bolechen, ak holo shukhi , bibahito , a duita jinis ak sathe somvob ki , bolen meye ta jokhon jibon somporke bujbe, atto unnoti korbe tokhon jeno take daka hoy,
আমি সাধারণত এই ধরণের এই প্রোগ্রাম এড়িয়ে চলি। কারণ নিজের ছোট্ট জীবনে অন্যের জীবনের গল্প শোনার এত সময় আসলে কই? কীভাবে যেন আজকে শুনতে শুনতে পুরোটাই শুনে ফেললাম! আমার কাছে মেয়েটার বাবা-মায়ের ভুল প্যারেন্টিং-টাকে বেশি দায়ী মনে হয়েছে। বাবা-মা যতই শিক্ষিত হোক, তাদেরকে প্রপার প্যারেন্টিং জানতে হবে। সন্তানের জন্য সঠিক ডিশিসান নিতে হবে। মেয়েটিকে অপরিণত বয়সে বিয়ে দেয়া, মেয়েটির রাগ-জেদে অসুস্থ হয়ে যাওয়ার রোগের আবেগে সেটিকে প্রশ্রয় দিয়ে তার অন্যায় আবদার মেনে নেয়া, তাকে বড় ভাইয়ের তত্বাবধানে না রেখে অন্য এক বাসায় সাবলেটে থাকতে দেয়া ইত্যাদি ভুলগুলো তারা করেছেন। যার পরিণতি হলো এই অবস্থাগুলো। আশা করি, তারা তাদের ভুল বুঝেছেন। মেয়েটিও তার ভুলগুলো বুঝেছে। সবার জন্য শুভ কামনা।
ছেলেটার কোন দোষ নেই, সম্পুর্ণ দোষ তোমার, তুমি পাগলের মতো ভালো বেসে গেছ কিন্তু সে তোমাকে ভালো বাসেনি, এটা তোমার বুকামি ছাড়া আর কিছু না।অনেক শিক্ষা পেয়েছ এখন থেকে সঠিক পথে চলার চেষ্টা কর
কিবরিয়া ভাই .. আপনি বলেছিলেন ভিডিওর শেষ পর্যন্ত না দেখে কমেন্ট না করতে। আমি শেষ পর্যন্ত দেখেই কমেন্ট করছি। প্রথমে বলি আল্লাহ তায়ালা যেন এই ধরনের মেয়ে কাউকে না দেন । এই মেয়ে যার জীবনে যাবে তার জীবন হারাম করে দিবে। কি ভয়ংকর মেয়ে .. ইচ্ছা হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে .. ইচ্ছা হচ্ছে রাতে একা বেরিয়ে পরেছে ঠিকানা বিহীন বয় ফ্রেন্ডের উদ্দেশ্য। আমি বলবো ছেলেটা প্রথমেই বুঝতে পেরেছিল এই মেয়ের মাথায় ছিট আছে তাই সে সম্পর্ক রাখতে চায়নি। আল্লাহ ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়েছে। এই ধরনের মেয়ে দের প্রতি কোনো sympathy কাজ করে না। আর ছেলেদের বলবো এই ধরনের মেয়ে দের থেকে দূরে থাক। এরা নিজে মরবে সাথে যারা দোষ করে নাই তাদের কেউ সাথে নিয়ে মরবে।
Meye tar shob cheye boro problem hocche she prochondo nirllojjo ebong bektittohin ekta meye! Self respect bole jar kichui nai. Ami amar jibone eirokom behaya meye dekhini! Ekta inter a pora cheler jonno je eirokom beheyapona kore take konovabei sympathy dekhano jayna! Tao cheleta aagei clear koreche je she valobashena! Tarpor o??? Are meye manush keno cheleder piche ghurbe? Chelera ghurbe meyeder piche. Chi….eita meye name kolonko!
আমি আমার জায়গা থেকে আপুটার কথা গুলো শুনে আমি আমার কতা বলার ভাষা হারিয়ে ফেলেছি একটা কতাই বলবো আপু টা যে তাহার মনের মধ্যে যে commitment রাখছেন আল্লাহ যেন কবুল করেন এবং তাহার আব্বু, আম্মু ভাইয়া সবাই যেন উনাকে কমা করে দিয়ে আগের মত ভালোবাসেন বাট একটি মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে আবার আগের মতো preparation নিয়ে থাকা বড়ো কথা 🙏
মেয়েটি যথেষ্ট স্মার্ট ও তার মানসিকতা ভালো।.... ভুল মানুষের জীবনে হতেই পারে এবং যথেষ্ট সাফারও করেছে। এবার থেকে ক্যারিয়ারের ব্যাপারে ক্রেজি হও... এই ক্রেজিনেস স্বভাব দ্বারাই ফিউচার ডেভেলপ করো। দোয়া ও ভালোবাসা তোমার জন্য।
মনে রেখ, এই পৃথিবীর মানুষকে পাগলের মতো ভালোবাসলে সে তোমায় অনেক কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে। কিন্তু এমন এক সত্তা আছে যাকে অল্প একটু ভালোবাসলে তিনি আমাদের এতো পরিমান ভালোবাসবে যা লিখে প্রকাশ করার মতো না।। তোমরা মানুষেরা কেনো বুঝনা।। এই দুই দিনের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।। কেনো বুঝনা নিজেদের ভালো? যেই প্রভুকে ভালোবাসলে ইহকাল ও পরকাল উভয়ই কল্যান নিহিত আছে।। দয়া করে নিজেদের আর ক্ষতির দিকে ঠেলে দিওনা।। ফিরে আস! ফিরে আস! তোমাদের রব আল্লাহর কাছে।।
কথা আছে না থাকতে মূল্য দিতে হয় 🥰এই আপুটার প্রথম হাসব্যান্ড ঠিক ছিলো যে ও বেশি বন্ধু বান্ধব সাথে ঘুরা ফিরা পছন্দ করতো না,,,, ওনাকে অনেক ভালোবাসে বিদায় ওনার হাসব্যান্ড এর ভয় হয়তো,,,, ভালোবাসার মানুষ যদি সঠিক হয় তাহলে জীবন সুন্দর,,, অনেজ ক্যায়ারিং ছিল আগের হাসব্যান্ড,,,, কিন্তু উল্টো দিকে উনি টার জন্য কান্না করতাছে যে কখনোতাকে ভালোই এ ভাসেনি,,,, একটু ভালোবাসা একটু কেয়ার জন্য কতো দূর না গেছিলো,,,, কিন্তু আগের হাসব্যান্ড ওনাকে অনেক ভালোবাসতো,,,, আহারে জীবন 😢
গল্পের প্রথম থেকে ভালো লাগল,মাঝখানে মনে ছাইছে ইচ্ছে মতো মারি।শেষের দিকে নিজের অজান্তে চোখের পানি চলে আসছে। ছোট বোন তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসলে কারো জন্য কারো জীবন থেমে থাকেনা।
সমস্ত স্টোরি শুনে কোন Emotional Feel হয়নি আমার,,,Just Last 2 second আমার চোখে পানি নিয়ে আসছে,,আপনি যতটা ভাইয়া কে ভালোবাসেন,,তার থেকে হাজার গুণ বেশি আপনার ভাইয়া আপনাকে ভালোবাসে! কিছু বলতে পারে না,,শাসন করতে পারে না,,আবেগ বুঝাইতে পারে না,,তার জন্য অভিমান করে আছে,,পৃথীবির সবথেকে মিষ্টি সম্পর্ক ভাই- বোনের। আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনার ভাইয়া কে আপনার পাশে পাবেন সারাজীবন,, ভালো থাকবেন🌷
কাক, চোদনা আর মাতাড়ীর দেশে এখন চলছে চীজ বার্গার বাংলিশ জেনারেশনের দাম্ভিক বোকাচোদার নির্লজ্জ বেহায়াপনা। জানিনা এই মহিলার কাছ থেকে আকালের এই দেশ সমাজের কি শেখার আছে।
আপনার জন্য দোয়া রইল আপু যেন নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারেন। ভালো ভাবে পড়াশোনা করেন। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করেন ইনশাআল্লাহ জীবনে প্রশান্তি আসবে।
Onk kichu sikhte parlam video ti theke.. asolei career ghorar boyose preme pora asolei baron! Ar prem jinis ta jeno sothik somoye sothik manusher sathei hoy..vol somoye vol manuser sathe prem asolei baron❤
জীবন এবং বাস্তবতা সম্পর্কে তার ধ্যান ধারনা একেবারেই অপরিপক্ক। প্রেমটাও তাই অসম। জীবন থেকে শিক্ষা নিয়ে বাবা মা'র পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমার জন্য অনেক শুভকামনা রইল।
Onk tai mil ache or r amr mddhe..Allah😮 R kibriya vai er ei kotha ta xoss chilo"prem jibone bohu ashbe bohu jabe bt premer jnno jdi jibon chole jy tahole bipod "
As a student of medicine, I would request the girl to take up good counselling from psychologists, and I would also like to request the parents and her brother to be her constant support as breaking contacts would lead to her going astray much easily. Best wishes on her journey to reality.
asche sob pondit- ai counseling ta dibe ke doctor der ja obostha- thak doctor der niye kono comments korbo na, ai meye abar prem korbe amar crazy hobe abar amon kono onusthane atto upolobdhimulok kotha bolbe, r uposthapok sada kalo dari rekhe gomvir vabe bolben--- r u crazy, r amrao moja nibo comments korbo , avabe e bohoman juge juge jonmo nibe amader sister ra,
@@mdalaminshuvo3529 counselling kore psychologist, era doctor na..psychiatrist ar psychologist ek na..kichu lekhar age she bishoye nunnotomo gyan rakha minimum vodrotar moddhe pore.
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্ত্রী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
গল্পটা শুনে একটা কমেন্ট করতেই হচ্ছে।আচ্ছা জীবন কি এতো সহজ!? যাকে দেখলাম ভাল্লাগছে, পার্টনার হিসেবে চুজ করে ফেললাম। একটা হচ্ছে চোখে দেখলাম ভাল্লাগলো। কথা বলেও ভাল্লাগলো। কিন্তু তাই বলে এতো তাড়াতাড়ি আমার পার্টনার হিসেবে মেনে নিলাম।আপু শুনেন,মেয়েদের না ছেলেদের ভাল্লাগেই।এমন কোনো মেয়ে নাই যাকে একটা ছেলে হলেও পছন্দ করেনাই।কিন্তু মাথায় রাখতে হয়, আমি আরও ভালো ডিজার্ভ করি,আর কিছুদিন অপেক্ষা করি,আমার ও একটা স্থিতিশীল পর্যায় আসুক।দেখি,শুনি। আর মানুষ প্রথম প্রথম ভালোই থাকে।সে কক্ষনও আপনাকে তার খারাপ অংশ টা দেখাবে না।আর রিলেশনশিপ এ ১ বছর পর একটা পরিবর্তন আসে।আপনি যাকেই আস্ক করবেন সবাই ই বলবে, এভারেজ ১ বছর দেখতে হয় যে আসলে সে কেমন।আর নিজের ও একটা দায়িত্ব থাকে ওপাশের মানুষ টার প্রতি। আপনি নিজের দায়িত্বে অবহেলা করে তার থেকে ১০০% আশা করলে কোনো সম্পর্কই ভালো থাকবে না।এটা আপনার বাবা মায়ের সাথে ও আপনার সম্পর্কে খাটে। আর আমার যেটুকু মনে হয়েছে, আপনার মেন্টাল ম্যাচিউরিটি এখনো পুরো আসে নাই।নিজের জীবন টাকে সময় দিন।
এই ঘটনা টা আমি এই নিয়ে ৩ বার শুনলাম 🙂 বাস্তবতা সত্যি অদ্ভুত 🙂 এখানে কাওকে দোষ দেওয়ার কিছু নেই। যে যার যায়গা দিয়ে বুঝ ব্যাবস্থা দিয়ে চলতে চেয়েছে 🙂 আর এই আপু অবুঝদের বুঝাতে চেয়েছে ভালোবাসা 🙂 পৃথিবীতে ভালোবাসা শব্দটাই অর্থহীন 😊 যা আছে সব টা প্রয়োজন। সেটা আমার বেলায় বা অন্যের বেলায় 🙂 ★★প্রয়োজনের উপরে আমরা কেও না ★★
আপু তোমাকে ছোট করার জন্য কথাটা বলছি না। তুমি তোমার জীবনের প্রথম মানুষটাকে কষ্ট দিয়েছো তাই তোমার জীবনে এমনটা হলো। যাহোক তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর বাদ দাও প্রেম ভালোবাসা হারাম সম্পর্কে সুখ নাই।
ভেবেছিলাম কোন মন্তব্য ই করবো না আজ। তবুও লিখছি। এটা উপদেশ হয় কিনা জানিনা। আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী আর ব্যক্তিত্বশীল ভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। সুন্দর এক জীবন পড়ে সামনে।
can relate your life..... একজনকে ভালোবাসলে যে কতটা পাগল হওয়া যায় তা আমার চেয়ে বেশি হয়তো আর কেও জানে না।।। সময়টা ২০১৫, আমি সবেমাত্র জেএসসি কম্পলিট করলাম।।।আমার যে সবচেয়ে প্রিয় টিচার ছিলেন উনি অন্য স্কুলে শিফট হওয়ায় আমিও অই স্কুলে চলে গেলাম।। ওখানে গিয়েই সর্বপ্রথম আমার যার সাথে কথা হয় সে ছিল আমাদের ক্লআস টপার।। আমার জিবনের গল্পটা মূলত তাকে নিয়েই।। আমরা দুজনেই জেএসসিতে প্লাস পেয়েছিলাম।। তাই স্টাডি বিষয়ে কোনো প্রবলেম হলে একজন আরেকজনের হেল্প করার জন্য ছুটে আসতাম।। কিন্তু তখন আমাদের ব্রেইন এ অন্য রকম কোনো চিন্তা ছিল না।।।আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম তখন।।।।ও তখন ক্লাসের অন্য একটা মেয়েকে পছন্দ করতো।। তখন বলতে ক্লাস সেভেন থেকেই নাকি অই মেয়ের পিছনে ঘুরতেছে।। কিন্তু মেয়ে পাত্তা দেয় না।।।।।পাত্তা না পাওয়ার আস্তে আস্তে ও অই মেয়ের পিছনে যাওয়া ছেড়ে দিল।।।।আমার সংগ পাচ্ছিল তাই হয়তো ওরে ভুলে যাওয়াটা সহজ ছিল।।।আর এদিকে আমরা জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম।।। ও ওর নানু বাড়ির দিকের সুমাইয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেলো।।। ও ওর লাভ স্টোরি, কখন কি হয়ছে সব আমাকে বলতো।।।আস্তে আস্তে আমার কেনো জএনো অই মেয়ের প্রতি হিংসা হতে লাগলো, মানে জেলাস।।।বাট আমি ওরে বুঝতে দেয়নি।।।
এই বয়সে অনেকটা এমনই হয়। যারা জীবনে একটা ছেলে/একটা মেয়েকে নিয়ে সেইসাথে ভালোবাসাকে নিয়ে বেশি বেশি চিন্তা করে তাদের মাথা থেকে সেই মুহুর্তে এর চেয়ে ভালো রেজাল্ট আসা করা যায় না। আমার জীবনেও ঘটে গেছে এমন একটি ঘটনা যে ঘটনাটি আমাকে মনে মনে এখনও অনেক কষ্ট দেয়। এখনও মনে মনে অনেক সময় ভাবী একটা দিন না হোক একটা মুহুর্তের জন্য হলেও তো সে আমাকে ভালোবাসছে। তাই আমি তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তার এবং তার পরিবারকে মহান প্রভু মঙ্গল করুন। আমার ব্যক্তিগত জীবনের ঘটনাটি যদি দর্শকদের বলা যেতো তাহলে তারা অনেক উপকৃত হত। আমার ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। আমাকে একজন বলেছিল যে আমি যদি অনুমতি দেয় তাহলে সে একটা উপন্যাস লেখবে?
এই ধরনের গল্প কখনো পুরোপুরি শুনি নাই তবে কেন জানি এই গল্পটা খুব মনোযোগ সহকারে পুরোটা শুনেছি ওনার সব কথা শোনার পর একটা কথাই মনে হচ্ছে সত্যিকার অর্থেই উনি মারাত্মকভাবে সাইকোলজি সমস্যায় ভুগতেছে তবে হাঁ উনি আবারও তৃতীয়বারের মতো এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাবে গ্যারান্টি।
এরপর অবশ্যই এটার আপডেট আমাদের দরকার। কিবরিয়া সাহেব আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই তাকে আবার এখানে আনবেন, কারণ মেয়েটাকে যেভাবেই হোক বাঁচানো দরকার। একজন পিতা হিসেবে আমি খুবই মর্মাহত।
@@nadianahar2776 এই দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে একদিকে ভালো হলে অন্যদিকে খারাপই হয় আমি বিদেশে আছি বউকে অনেক সুখে রাখতে চাই ও পারতেছিনা সে শুধু ঝগড়া ঝগড়া করে থাকে সে আমার জীবনে অনেক ক্ষতি করেছে তার পরেও আমি তাকে ছেড়ে দেই নি অনেক সময় ভাবি অন্য একটি বিয়ে করবো কিন্তু তাকে কষ্ট দিতে মন চায় না সে বুঝতে চায় না বাকিটা জীবন কেমনে খাঁটি সেই চিন্তায় দিন কাটছে
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়ি নেই কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা দীনদার এবং সুন্দরী ও উত্তম চরিত্রের সঙ্গী বেচে নিব 🤲🤍🖤🥰
I've realised through the story that the girl should forget the boy & try her best to succeed in her life, show something special to the society & recover the lost honour herself & her family. I wish her brilliant future. May God be with her.
আমার জীবনের সঙ্গে ক্ষানিকটা সদৃশ আছে কিন্তু একটি মেয়েও যে এতো আত্মত্যাগ করতে পারে তা একেবারেই অনবদ্য। আশা ও বিশ্বাস অনেক ভাগ্যবতী হবে তুমি। অনেক শুভকামনা রইল। Be blessed and be safe. Stay strong for the rest of your life. Yesss ! You can do it 💪. Kebria Bhai I wish to share my thoughts and own experience. Unfortunately I'm not in Bangladesh.
She’s really pretty girl May Allah give her subr and lots patience, hopefully she understands now & overcome that he never loved her he was a player. & Allah give that guy hidayath. Nowadays it’s happening a lot especially most In BD🇧🇩 May Allah protect everyone. Also from this she got her lesson and hopefully soon she’ll show to worldwide she will succeed something very special.
মেয়েটা আমার পাশের গ্রামের আর একটা সময় আমার বন্ধুর wife ছিল। একদিন আমার বন্ধুটা ওদের ছাড়াছাড়ির পর রাতের বেলা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে অনেক কথা শেয়ার করছে আমার সাথে। আজ এই পোস্টে এসে দেখলাম মেয়েটা কান্না করতেছে আর এক ছেলের জন্যে! 👌👌👌 কাউকে কাদিয়ে কেউ ভালো থাকতে পারে না আবারও প্রমাণিত।।।।
বেশি আধুনিক মেয়েতো তাই স্বামীর আনুগত্য করত না। আর একটা ছেলের জন্য এত দূরে যাওয়া কখনোই ভাল কোন কাজ না। রাস্তায় কোন অঘটন ঘটলে কে দায়ী হত? আসল কথা হল বেশি পাকনামীর ফল ভাল হয় না।
ভিডিওটা ১.৫ বছর পর দেখলাম,ভিডিওটা টানা দেখলাম মনটা ছুয়ে গেলো।রাফিয়া আপু জেদি হলেও নিত্যান্ত সরল মনের মানুষ যা পরিষ্কার। অবশ্যই সরল মনের মানুষরাই বার বার ঠকে।আপনার জন্য অসংখ্য শুভকামনা ও দোয়া রইলো রাফিয়া আপু।আপনাকে সফল হওয়ার পরে কিবরিয়া ভাইয়ের শো তে দেখতে চাই❤️
সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো,আপু।মানুষ হিসেবে সবারই ভুল হয়।তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়টা হলো ভুল থেকে শিক্ষা গ্রহন করা। আপু,আপনি যখন সাকসেস হবেন, তখন যেন আবার এই স্টুডিওতে দেখতে পাই। সর্বশেষ কথা হলো ধৈর্য্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ওর বড় ভাইয়ের কথা শুনে চোখে পানি চলে আসলো, আসলে বড় ভাই একটা ছায়ার মতো, যার আছে সেই বুঝে। ওর এমন কর্মকাণ্ডে হয়তো ওর ভাইও অনেক কষ্ট পাইছে, সেও হয়তো বোনকে এভাবে miss করে।
Dear Rafia, May Allah Bless you. Just wanted to say, people make mistakes not domestic animals. But, the most important part for us is when we realise those mistakes. So, sometimes it's okay to make mistakes to learn new lessons of life. Make yourself "Mentally & Emotionally" enough strong. And, i believe In-Sha-Allah, very soon you'll.
পুরো গল্পটা শুনলাম। মাত্র ছোট একটা মেসেজ পাইলাম। উনার লাইফস্টাইল শুনে যা মনে হয় তা হচ্ছে মাত্র ২০ দিনে উনি যা বলছে তা কতটুকু চেঞ্জ হবে তা নিয়ে অনেকটাই সন্দেহ থেকে যায়। উনার কথা থেকেই বুঝা যাচ্ছে যে উনি কিছু লুকিয়েছেন। আপনার লাইফ গল্পের সাথে এই গল্পটা খুব একটা যায় না।
@@akmhelp3967 Noted. But I don’t know what are you trying to find out the difference between on it? Are you trying to mean I had made a great mistake by mentioning (তুমি)? Your focus is only (আপনি), Right? Come on dear! Don’t judge like this. I don’t know what’s your actual intension on it!!!
একটা সম্পর্ক এক তরফা ভালোবাসায় কখনোই টিকেনা।আর জোড় করে তো ভালোবাসা হয়'ইনা।মেয়েটার জীবনের শুরুটাই ছিলো মারাত্মক আকারের ভুল।এর জন্য তার মা বাবাও অনেকটা দায়ী।তবে মেয়েটার জীবন গল্পের শুরুটা আদৌ কতটুকু সত্য বলেছে,তার উপর নির্ভর করবে বাবা মায়ের দায়ী হওয়া না হওয়া।একটা বাচ্চা মেয়ে একা ঢাকা-ভোলা-বরিশাল-নোয়াখালী আসা যাওয়া করবে,বিনা প্রয়েজনে এইটা আশ্চর্য হলাম শুনে।সন্তান তো আমাদেরও আছে,আমরাও কারো সন্তান ছিলাম।প্রত্যেক পরিবারেরই একটা বিধিনিষেধের গন্ডি থাকে।এই মেয়ের পরিবারের বেলায় এমন কোনো আভাস পেলামনা!আর মনে হলো মেয়েটার মা বাবা দুজনি চাকুরীজীবি হওয়ায়,এই পরিবারে শাসনের লেশমাত্র ও ছিলোনা।অনেকটা আদরে বাঁদর হওয়ার মতোন।আমি মনে করি,সন্তান লালনপালনে মা অথবা বাবাকে নিজ ক্যারিয়ার বিসর্জন দিতে হয়।নিজ ক্যারিয়ার গড়তে গিয়ে,সন্তানের জীবন ঝুঁকিতে ফেলে দেয়া হয়।আমি এমন বহু মা বাবাকে দেখেছি,নিজ ক্যারিয়ার আকাশছোঁয়া করতে গিয়ে-সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে।তবে গোবরে ২/১টা পদ্ম যে ফোটেনা,তা কিন্তু নয়-তবে দুষ্কর। আর মেয়েটার ভাষ্য মতে বুঝলাম,ও ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলো।ওকে তখন থেকেই সাইকিয়াট্রিস্টের কাছে নেয়ার প্রয়োজন কেন বোধ করেনি তার মা বাপ?নাকি সমাজ সমাজে লোকে তাদের সন্তানকে পাগল বলার ভয়ে,দিনকে দিন মেয়েটাকে আরো বিপদে ঠেলে দিয়েছে?পরের ছেলেটা শুরু থেকেই মেয়েটাকে সম্পর্ক নিয়ে ক্লিয়ার করেছে।তারপরও মেয়েটা পাগলামি করে, বা জোর করে ছেলেটাকে কাছে টানার আপ্রাণ চেষ্টা করে গেছে।এসব জেনেও মেয়ের মা বাবা কি করে পারলেন নিরব থাকতে?!একজন মা যখন জানবেন,তার মেয়ে অজানা উদ্দেশ্যে নোয়াখালী গিয়ে থানা পুলিশের মুখোমুখি হলো,সেই মা পারলো কি করে-নিরবে ঘরে বসে অপেক্ষা করতে? মেয়ে বেশ ক'বার বন্ধু বা আত্মীয় নিয়ে ঢাকা ভোলায় আসা যাওয়া করছে।তার মানে বুঝা গেলো,মেয়ের পরিবারের কন্ট্রোল কখনোই ছিলোনা মেয়ের উপর।আর এই কারণেই এই মেয়ে এমন উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে।মেয়েটার কথা শুনে আমার কেন জানি বার বার মনে হচ্ছিলো,মেয়েটা এই অনুষ্ঠানের মাঝে ছেলেটা অব্দি যোগাযোগের বা পৌঁছানোর আরেকটা উপায় খুঁজে নিয়েছে।তাই অতি শিজ্ঞির তার পরিবার বর্গের উচিত,মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করিয়ে মেয়েটাকে সুস্থ করে তুলুন।
অনেকদিন পর কিবরিয়া ভাইয়ের জীবনের গল্প শুনলাম। অনেক জরুরি কাজ বাদ দিয়ে শুনতে হলো। মেয়েটির জন্য দুয়া করি সে যেন জীবনটাকে নতুনভাবে গুছিয়ে নিতে পারে। আবেগের বশবতি হয়ে আবার ভুল না করে বসে। তার বাবা-মার প্রতি অনেক শ্রদ্ধা এতো কিছুর পরও তারা মেয়েটিকে আগলে রেখেছে। বাস্তবতার কারণেই হয়তো তারা কঠোর হতে পারেনি। তার ভাইটির প্রতি অনুরোধ- ক্ষমা করে দিয়ে সে যেন তার বোনটিকে আপন করে নেয়।
প্রিয় রাফিয়া আপু,
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত honesty নিয়ে আপনার পুরো গল্পঃ share করেছেন, আমি জানি, এ ধরনের story গুলা share করতে,open up হইতে ঠিক কি পরিমান সাহস লাগে।
আপনি ভীষন সাহসী একজন মানুষ।
আমার বয়স এখন 23। আপনাকে আমি এটুকু বলতে পারি, আপনার এই অভিজ্ঞতা আমাদের generation এর কম বেশি সবার। একটু উনিশ বিশ হইতে পারে। কিন্তু প্রায় সবাই আমরা বেশ কয়েকবার এই phase এর মধ্য দিয়ে গিয়েছি।
আপনাকে উপদেশ বা suggestion দেয়ার মত যোগ্যতা নেই আমার। তবে আপনাকে আমি এটুকু বলতে চাই, যেগুলা personally আমাকে অনেক হেল্প করছে।
আপনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। আপনি সবার আগে নিজেকে ভালোবাসতে চেষ্টা করুন। যখন আপনি আপনাকে ভালোবাসার দায়িত্ব টা যখন ই অন্যের উপর ছেড়ে দিবেন, বেশিরভাগ সময় ই দেখবেন, তারা হয় সেটায় অবহেলা করছে অথবা মাত্রাতিরিক্ত করছে। তাই অন্যের উপর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার টি ছেড়ে না দিয়ে , নিজের হাতে তুলে নিন। নিজেকে ভালোবাসুন।
আপনি অনেক শক্ত একজন মানুষ। আপনি নিজের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন। সাবলম্বী হন। আপনি চাইলেই টা পারবেন। হয়তো একটু সময় লাগবে। কিন্তু আপনি ঠিক ই এক না এক সময় পারবেন। অবশ্যই পারবেন।
আমি দুআ করি, আপনার জীবনে সামনের দিনে আপনার মতোই একজন অত্যন্ত ভালো মানুষ আসুক। এসে আপনার সকল আঘাত ক্ষত যন্ত্রণা দূর করে দিয়ে আপনাকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুক।
till then stay strong ...
Oh really মানে আপনার এটা মনে হচ্ছে যে এই মেয়েটা অনেক সততার সাথে তার গল্পটা বলতেছি আপনারা হয়তো অনেকেই খেয়াল করেন নাই বা ভালো কইরা শুনলে মনোযোগ দিয়ে শুনলে হয়তো খেয়াল করতেন মেয়েটা অনেক জায়গায় মিথ্যা বলেছেন তার একটা জায়গা আমি আপনাদের ধরিয়ে দিই যখন তার ভাই ঢাকা থেকে আসছে এসে যখন তাকে বলছে যে তোমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরও তুমি আবার এগুলোর মধ্যে জড়াতেছো তুমি কি চাচ্ছো ,তার ভাই যদি নাই জানতো তার ঢাকার ছেলের সাথে রিলেশন বা সম্পর্কের কথা তাহলে এই কথা কিভাবে বলল
এক কথায় যা বুঝলাম বাবা মায়ের দায়িত্বশীলতা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিলো। উনি এই বয়সে যা করেছেন এটা উনার বয়সের দিক থেকে ইমোশনাল হয়ে করা স্বাভাবিক ( হ্যা এটা সত্যি যে উনার এক্সট্রা সাহস ছিল প্রচুর) কিন্তু বাবা মা যদি এসময় উনার proper কেয়ার করতেন তাহলে হয়তো উনার লাইফে এমন একটা past create হতো না। আমাদের দেশের বাবা মায়েদের উচিত সন্তানদের সাথে একটা strong bonding create করা যাতে তারা তাদের inner thought গুলি শেয়ার করতে বাইরের পার্সন খুজতে না হয়। একাকিত্ব কিংবা মনের লুকানো সব কথা শেয়ার করতে যখনই আমরা অন্য মানুষ খুজি বেশিরভাগ সময় তখনই এমন একটা করে গল্প তৈরী হয়ে যায়, যেটা আমরা ঐ জীবনে বুঝতেও পারিনা, কিন্তু সময় পার হয়ে গেলে জীবন থেকে নেয়া কিছু শিক্ষা থেকে যায়.....
ভাই , আমার লাইফ অনেক টা এমন। বয়স কম থাকায় বুঝিনি , কি করছি। আর যখন বুঝতে পারছি , এখন আমার আমি ছাড়া কেউ নাই । মা- বাবা ছোট্ট বেলা থেকে নাই। সমাজ ও দুনিয়া আজ এমন একাকিত্ব বোধ করায়। আজ মরতে গিয়ে মরতে পারি না।
@@Mim-lb5otআল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে উনার ইবাদত বন্দেগি করা। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করি কতজন বলেন দেখি? আল্লাহর হুকুমের বাইরে গিয়ে প্রেম ভালোবাসা করলে তো মনে শান্তি থাকবেই নাহ সাথে আরো দুনিয়ার সব ঝামেলা কাঁধে এসে ভর করবে স্বাভাবিক। আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, বেশি বেশি দুয়া করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
গল্পটা শুনলাম, কিছু কিছু জায়গায় চোখের পানি ফেললাম, ছোট বোন তোমার জন্য পরামর্শ হচ্ছে, ১.মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক এর আন্ডারে চিকিৎসা গ্রহণ করুন। ২.ব্যক্তিগত বিষয় পাবলিকলি বলা ঠিক না।
৩.সকল অবস্থায় মধ্যমপন্থা অবলম্বন করা উচিত।
৪. নিজের নাক কেটে অন্যের যাত্রা শুভ করার দরকার নেই।
৫. আমাদের কনজারভেটিভ সমাজে অধিক সাহসী হওয়ার প্রয়োজন নেই।
৬.নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো।
৭.আবেগের চেয়ে বিবেককে কাজে লাগানোর চেষ্টা করো।
৮. নিজের ব্যর্থতা সফলতাকে মূল্যায়ন করে চূড়ান্ত লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে চলো। সকলের জন্য শুভকামনা।
পরামর্শ টিকআছে ধর্মিয় আমল যোগকরলে আরুভালহত
কেউ যদি কোন বিষয় শেয়ার করে নিজেকে হালকা করতে পারে তাহলে দোষের কী ?
হোকবা সেটা ব্যক্তিগত ।
I agree with you
Sweet meye gula amnii buka hoy « keep Smile » 😃
@@salamatullah3250 ঠিকই বলেছেন।
ওনার গল্পটা যদি সিনেমায় হতো তবে সত্যি খুব ভালো লাগতো,কারন পুরো গল্প শোনার পর কেমন যেনো মন গড়া কাল্পনিক মনে হচ্ছে,,,কারন আপুটা নিজের যে বয়সের কাহিনি বললো সেই বয়সের ১টা মেয়েকে কিভাবে তার বাবা-মা কেয়ারলেসভাবে ছেড়ে দিতে পারে।এই গল্পের সারমর্ম ছিলো যে তুমি কারো ভালোবাসা অবহেলা করলে তোমার ভালোবাসাও একদিন অবহেলিত হবে,,,।।কিন্তু ওনার কাহিনিটা কেমন যেনো,,,একটা ১৮-১৯ বছরের মেয়ে মানে ওনার কথা মতে টিনেইজার ১টা মেয়ের বিয়ে হলো,ডিভোর্স হলো,প্রেমের টানে ১৫ ঘন্টার জার্নি করে ভোলায় গেলো,নোয়াখালি গেলো,রাত-বেরাতে হুটহাট ঢাকায় আসছে যাচ্ছে সাথে থাকছে তার বয়সেরই ১টা ছেলে যে তার বেস্ট frnd, ওই বয়সের ছেলেমেয়েদের হাতে এতো টাকা আসে কিভাবে🤔তারপর থানা থেকে বের করার সময়ও তার পরিবার যায় না এক ডাকে বাইক নিয়ে বন্ধু চলে যায় আর এসব কিছু ঘটে কিন্তু আপুটার বড়ো ভাই নাকি কিছুই জানে না,আর কিছু না জেনেই বোনের উপর রাগ করে কথা বলেনা,বোন তার শহরে থাকে তবুও খোজ নেয় না,আবার লাস্টে গিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইলো মানে পুরো গল্পটাই অদ্ভুত লাগলো কিছুই ক্লিয়ার বুঝলাম না🙁
আপুটা ওই ভালো না
ফাস্ট এ ওই তো একজন রে ঠকিয়েছে এক প্রকার প্রতারক
এই ফাল্তু জিনিস নিয়ে কিবরিয়াও দিন দিন ফাল্তু হয়ে যাচ্ছে
কিবরিয়া ভাইয়ার উপস্থাপনায় আমি মুগ্ধ। এত সুন্দর বিচক্ষণতা ও সুকৌশলী আলাপনের প্রতিভা খুব কম মানুষেরই থাকে।❤️❤️🙏
আসলে,,, হচ্ছে জীবন, সং গী বলতে,
সেই,যেই,,, হোক না কেন,,, স্বামী স্ত্রীর মধ্যে,,,এক,,জন,,অন্য,,জন,কে, মূল্য বোধ অবশ্য, ই,, দেওয়া,, উচিত,,না, হয়,, ভালবাসা, টিকে, থাকে না,,যে,,,
ভালবাসায়,, অনেক,, বেশি,,বিশ্বাস, থাকে ,,,সে,, ভালবাসা,, কখনোই,,,,,
ভেঙ্গে, যায় না
সহমত
কেউ কাওকে এত ভালোবাসতে পারে এটি আজ প্রমাণিত।আমরা যা নাটক বা সিনেমায় দেখতাম তা আজ বাস্তবে দেখলাম।ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা অসম্ভব।সময় খারাপ না আসলে হয়তো আপনি যানতেনি না আপনার রিয়েল আপন মানুষ গুলি।আপনার জন্য দোয়া ও শুভ কামনা।
আর বিশেষ করে আর জে কিবিরিয়া ভাই,ভাইয়া আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট চায়না।আপনার জন্যও দোয়া ও শুভ কামনা।
সব বানানো গল্প
@@arefulislammamun5593 এইরকম ভালোবাসার মানুষ এর অভাব নাই,, আমার নিজের চোখে দেখা প্রতি বছর একেকটা ছেলের জন্য এমন পাগলামি করে ভালোবাসতে,,, এখন বিয়ের পর বলে আগের কোনো প্রেমিকের কথাই মনে পড়ে না,,অথচ আগের সব গুলো প্রেমিক এর জন্য পাগল ছিলো
একা বেঁচে থাকতে শেখো, নিজের অবস্থানটা দৃঢ় করো। জীবনে এমন গল্প থাকবেই, ভুল পথে আর না আর না, যা গিয়েছে চলে ভুলে গেছি আমিও তা।।
পুরো ঘটনাটা (ভিডিওটা) মনোযোগ দিয়ে শুনলাম.. দেখলাম!
ভালো লেগেছে, একটু খারাপ লেগেছে মেয়েটার জন্য। তবে পুরো গল্পের মাঝে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলি আসলেই অদ্ভুত লেগেছে। বাস্তবে এরকমভাব আসলেই কি ঘটে..?! গল্পের মাঝে মেয়েটি অনেক কিছুই আসলে on air এ বলে নাই বা এড়িয়ে গেছে অথবা গোপন করেছে। যার প্রতিটা পয়েন্টেই কিবরিয়া সাহেব নোটিস করেছেন। তিনি (কিবরিয়া সাহেব) এভাবে on air এ এরকম কিছু বলতে পারেন না বা কনফিডেনসিয়াল কিছু ব্যাপার থাকে যেহেতু গল্পটা একটা মেয়ের তাই সরাসরি মেয়েটিকে জিগ্গেস করেন নাই কিন্তু পয়েন্টগুলি ধরেছেন ঠিকই।গল্পটা পুরোপুরি শেষ হয়েও হলো না। বেশ কিছু ব্যাপার এখানে গোপন রেখেছে মেয়েটি। পুরো গল্পটা শুনলে বোঝা যায়। যাই হোক, শুভ কামনা রইলো মেয়েটার জন্য! জিবনে ভালো থাকুক।
ধন্যবাদ জনাব কিবরিয়া সাহেবকে সুন্দর ভিডিওর জন্য। 😊
Pray for you little girl. Life has been very kind to you so that it allows you to gain a very bitter and wonderful lesson. Wishing your last bitter experience would be a blessing pillar for your forcible future success.
Blessings you again my little angel.
আপনার কথাগুলো শুনে খুব আঘাত পাইলাম।জীবনে এমন হয় না, যে আমাকে চাইল আমি তার হইতে পারলাম না।আর আমি যাকে চাইলাম সে আমার হইল না। বিধির নিয়ম কেউ বুঝে কেউ তো বুঝেনা।তবে ধৈর্য হারাবেন না একদিন না একদিন সুখ আসবেই ইনশাআল্লাহ, ভালোবাসার লোক আসবেই।
কেবরিয়া স্যার, আপনার পরামর্শগুলো ঠিক বাবা মায়ের বা নিজের মানুষের মতো। ভালো থাকবেন। Respect from India ❤️
কিছু শিখি আর না শিখি Nurture of revenge এটা শিখলাম। যাক দোয়া করি ভালো থাকুন।মনে রাখবেন জীবন আল্লাহর জন্যে। আল্লাহর পথে ফিরে আসুন জীবন সুন্দর হবে। ফিআমানিল্লাহ 🥰
আপুর কথা শুনে past এর কিছু মুহূর্ত মনে পড়ে গেলো ,, আল্লাহ আপনার সমস্যা গুলো সমাধান করবার তৌফিক দান করুন । আর আমাদের উচিত উঠতি বয়সী ভাইবোন বা বাচ্চাদের প্রতি নজর রাখা , তাদের বোঝানো যাতে তাদের জীবনে এমন কালো দিন নাহ আসে ! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন
Nice 😊
জীবনে দুটি জিনিস সেক্রিফাইস করা চরম ভুল :
1 . ক্যারিয়ার
2 . শিক্ষা
But kicu kicu somoye korte hoi
@@aroshiraj6451 sorry to say secrified manay jibonar boro vul jata ami suffering korsi
@@mybeautylifeandblog9357 hmm
Tobu o korte hoi family er jonno
@@aroshiraj6451 sob somay ja familly sotik nirdasona day sata noy so agulo ami mani na
but meyeder k sob kichui meye nite hoi baddho hoye😰😰😰
নিজের ভুল টা স্বীকার করা সব চাইতে বড় সাহসের ব্যাপার ....
হ্যাটস অফ ডিয়ার,দোয়া করি তুমি অনেক অনেক অনেক ভালো একটা জীবন ও অনেক ভালো একটা জীবন সঙ্গী পাও ❤️❤️💞💞
রাফিয়া তুমি তোমার ভূল স্বীকার করেছো এটাই তোমার ভালো দিক। মানুষ মাত্রই ভূল করে।শুভ কামনা রইলো তোমার জন্য।
Rafiya shuv ksmona tumar jony.
আমার বয়স মাত্র ১৭। এইচএসসি ২৪ এর শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, এই ভিডিও টি আমার জন্য অনেক বেশি শিক্ষণীয়। এবং এটা আমি বারবার দেখবো ইনশাআল্লাহ, কমেন্টে লাইক পাওয়ার পর।
আমি শিখতে পেরেছি, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ২০/২১ দিন পর রাফিয়া আপু ওনার ভুল বুঝে rj kebria show তে এসেছেন। আমি এই ভিডিও টি দেখে এক দিনেই আমার ভুল বুঝেছি।
জাযাকাল্লাহু খাইরান আপু, আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনী শেয়ার করার জন্য। সেই সাথে ভাইয়াকে ধন্যবাদ জানাই, এটা প্রচারের জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।
এভাবেই ইজ্জত সম্মান এবং জীবন ও চলে যায়।তারপর ছাফারিংস টা যে কতদূর গড়ায় তা নিশ্চয়ই কারো অজানা নয়। আল্লাহ আমাদের সকলের মনে বিবেক বুদ্ধি ও বোধহয় সৃষ্টির তৌফিক দান করুন।
কিছু মনে করো না। তোমরা এই প্রজন্মের ছেলে মেয়েরা চাওয়ার আগেই সবটুকু পেয়ে যাও বলে তোমাদের ধ্যান ধারণায় একটা শূন্যতার সৃষ্টি হয়ে পড়ে। আমি এটাকে ক্ষত বলবো না। এখনো সময় আছে নিজরাই উদ্যোগ নিয়ে শান্তির পথে ফিরে এসো। দোয়া ও শুভকামনা রইলো।
😊
দোয়া ও শুভ কামনা রইল
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্বামী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
আমি পুরু গল্প সুন লাম ভালবাসার শুধু কষ্ট।লাফিয়া ভালো হইয়া যাও।সময় আছে।
@@moziburrahmanfahim428 9
আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা ভিডিও। আসলেই জীবন অনেক নান্দনিক.! কখন কী ঘটে যায়.! আপুর জন্য শুভকামনা, সে তার গন্তব্যে এগিয়ে যাক।
ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য ❣️
Alhamdulillah.. Allah tawbakarike onek valobasen.... insha'Allah se akdin sofol hbe...tar Moto kore...
জীবনে দুটি জিনিস কখনোই সেক্রিফাইস করা উচিত নয়! ১/এডুকেশন ২/ক্যারিয়ার
অসাধারণ ছিল! এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামীন অনেক কিছু শেখার তাওফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আজ থেকে আমিও নিজেকে গুছাবো। কারণ আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আল্লাহ তায়ালা সকলকে সঠিকটা বোঝার তাওফিক দান করুক।( আমিন) আর একটা জিনিস বুঝলাম এই ভিডিওর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের পরে দুনিয়ায় যদি কেউ আপন থেকে থাকে তা হলো মা-বাবা! (নিঃসন্দেহে) অনেক অনেক শুভকামনা রইলো কিবরিয়া স্যার এবং আপুটির জন্য।
"Revange of nature"কথাটা আমিও বিশ্বাস করি....আপুর জন্য শুভ কামনা....নিজেকে তৈরি করো...
জীবনে কিছু ঝড় এলোমেলো করে দিতে আসে না,হয়তো সফলতার পথ মসৃণ করে দিতে আসে।অনেক অনেক দোয়া সবসময়, রাফিয়া।❤️💙❤️
ader obostha airokom hobei
Amar akta me tik or moton 18+ ami o akzon teacher tarpor o mer agula mene nite hybe karon or rag basi
O kinto caleder preme poreni sudu dami ginis kinbe E U girbe karon or jonmo uk
এগুলো প্রচার করা এবং এসব মেয়েদের জীবনকাহিনী জনগনের সামনে তুলে ধরা আল্লাহ পাক কি পছন্দ করেন? কখনও জানার চেষ্টা করেছেন?
RJ কিবরিয়ার লাভ স্টোরি+বিয়ের গল্প শোনা এখন সময়ের দাবি, নেটিজেনদের মনের দাবি। নেটিজেনদের পক্ষ থেকে আমি এই দাবি তুলে ধরলাম।
ধর্মিয় শিক্ষা না থাকলে, এরকম হতেই পারে।
এখানে অনেক দিক থেকেই মা-বাবার ভুমিকা ছিল। দায়িত্ব ছিল।
আমাদের সবাইকে আমাদের নিজের দায়িত্বের প্রতি আরও সচেতন হতে হবে।
Right ▶️
@@TrueSeeker vai kon dhorer shikhkha nite hobe bollen nato
@@akmhelp3967 you nastik er moton kotha bollen 😒
Right
@@akmhelp3967জানেন না..? আপনি আবু ত্বোহা আদনান এর বক্তব্য শুনেন
লাস্ট কথা গুলোই আমি নিজেই কেঁদে ফেলছি।ফি -আমানিল্লাহ। রাফিয়ার জন্য সুস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।
তুমি ভালো থাক বোন দোয়া করি তোমার জন্য
সম্পূর্ন স্টোরিটা শুনলাম, একটা বিষয় উপলব্ধি করতে পারছি, এত মায়া, এত টান কাছে পাওয়ার আকাঙ্খা একমাত্র অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসার জন্য এই টান ভালোবাসা জন্য, এত পাগলামি সব কিছুই সম্ভব হয়েছে ভালোবাসা জায়গা থেকে। তবে আজ কালের এই মর্ডান যুগে এমন সত্যিকারের ভালোবাসা দুষ্প্রাপ্য। বোন যে গল্প বলেছেন, উনার SSC HSC সবই আমার সাথে মিলে আমি ও সেইম সময়ের একই ক্লাসে পড়তাম। আমার বয়সে একটি মেয়ে এত কিছু করতে পারে তা সত্যি অবাক করে দিয়েছে।
প্রিয় বোন, আপনি সুস্থ থাকেন জীবন সঠিক ভাবে উপভোগ আল্লাহ ওয়ালা হোন জীবন সুন্দর হয়ে যাবে।
emotions!
আমার জীবনের ঠিক এমন হয়ছে। দোয়া করি তোমার জন্য এগিয়ে যাও।
শিক্ষণীয় একটি বাস্তব গল্প।নিজেকে সংশোধনের জন্য এই গল্প থেকে অনেক কিছু শিক্ষার আছে।
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্বামী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
আবারও কমেন্টে আসলাম গত কা ল সারা রাত ঘুমোতে পারিনি ,,,,রাফিয়া বছর পাঁচেক পর তোমাকে আবার দেখতে চাই একদম প্রতিষ্ঠিত এবং অন্যদের আইডল ,,,,ভালোবাসা অনেক অনেক ,,,,❤❤
বোন তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আমন্ত্রণ। সবকিছু ভুলে যাবে মাথাটা তোমার সৃষ্টি কর্তার জন্য একটু নত করো অসম্ভব রকমের শান্তি পাবে। এমন একজন কে খুঁজে বের করো।যে তোমাকে দুনিয়াতেও জান্নাত আর আখেরাতেও জান্নাত পাওয়ার কারণ হতে পারে।।🥀🥀
তোমার জন্য শুভ কামনা রইল।। আল্লাহ তোমাকে দীনের পথে ফিরিয়ে আনুন।।🥀🥀 তোমার জন্য অসংখ্য অসংখ্য দোয়া।। এবং মন থেকে দোয়া করি তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো।। ইং শা আল্লাহ 🥀
Best motivational programme... Kunu ak somoy regular shuntam..onk kichu shikhchi ai programme teky😊
শেষ মুহূর্তে চোখ দিয়ে পানি চলে আসছে,, 😢
আল্লাহর কাছে দোয়া করি,,, উনি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত টা সুন্দর করতে পারে,, 😍
Accha vaiya rj kibreya show ta ki bar suru hoy aktu bolle help hoto 🙂🙂??
Kibriy bhai ahita apnar sob chiya baja akta programe.pagol neya ahi rikom program kiriyan nha pls. O akta Dangrer maya
ক্যারিয়ার
আর শিক্ষা কাউকে সেক্রিফাইস করা উচিত না, 🙏🙏🙏
তবে সেটা বাবা মায়ের জন্য হলে অন্য ব্যাপার।
ভালো লাগছে এই কথা টা 🖤💯
আমি আপুর থেকে ছোট কিন্তু আমার পুরা কাহিনিটা শুনার পর মনে হলো আপুর আসলে বুঝা উচিত নিজের সম্মান আর বাবা-মা থেকে বড় কিছু হয় না।আপু যদি বুঝে থাকে তাহলে এখন আপর উচিত নিজেকে সম্মান করা আর নিজের বাবা-মা র ভালোবাসা, বিশ্বাস নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলা।
দোয়া আর ভালোবাসা রইল আপু।
প্রথমটায় রাগ লাগছিলো, কারন আমিও এক মেয়ের মা, আমার মেয়েও প্রায় একই বয়সী। পুরোটুকু দেখার পর মেয়েটির জন্য মায়া হচ্ছে। দোয়া করি সুস্থ হয়ে যাক, সুস্থ জীবনে ফিরে আসুক।
তবে, রাগটা এখন মেয়ের মা'য়ের উপর হচ্ছে। রেগে যখন প্রথম সেন্সলেস হয়ে যায় মেয়েটি তখনই মেয়েটিকে শিশু মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার ছিল। উনি একজন টিচার হয়েও কেন বিষয়টি আমলে নিলেন না বুঝলাম না। তাছাড়া মাত্রাতিরিক্ত মায়ের আদরও মেয়েটি বখে যাবার একটা বিশেষ কারন। মেয়েটির বেপরোয়া আচরণ তিনি প্রশ্রয় দিয়েছেন উপরন্ত স্বামী এবং ছেলের কাছ থেকে সেটা গোপনও করেছেন। অথচ বাবা এবং ভাইই পারত মেয়েটিকে সামলে নিতে। ছেলেমেয়েকে শাসনের প্রয়োজন আছে, অনেক অভিভাবকই সেটা বোঝেন না।
...I have to say a lots of words but still now I am totally shoked and speechless...! Actually she is suffering from self dignity, self entity and self identification...! She is the egoist...! Professionally I am involved with teaching and my subject is "EDUCATIONAL PSYCHOLOGY "
...রাফিয়া, ছোট্ট বোন-টি আমার, অনেকেই হয়তো এই ভিডিওটি দেখে অনেক বাজে ভাষায় তোমাকে আক্রমণ করবেন কিন্তু তুমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে। আর আমি বলবো তোমার এই এতো অল্প বয়সে তুমি কোন ভুল করোনি...! এরকম ভুল সবাই কমবেশি করে থাকে, পার্থক্য এটাই যে তারা প্রকাশ করে না কিন্তু তুমি প্রকাশ করেছো। তোমার বয়সী অনেক ছাত্র ছাত্রী-কে আমি পড়িয়েছি এবং পড়াচ্ছি...তারাও অনেক বড়ো বড়ো ভুল না বুঝেই করেছিল কিন্তু আজ সেই অতীত আত্ম-উপলব্ধি করতে পেরে আত্ম-বিশ্বাস ফিরে পেয়েছে। আজ তারা জীবনে প্রতিষ্ঠিত। সুতরাং তোমার এই "SELF-REALISATION" তোমার মধ্যে "SELF-CONFIDENCE" জাগিয়ে তুলবেই তুলবেই...! And I fully believe one day you must reach the top position of success in your life...! আর দিনের শেষে বাবা, মা, দাদা একবার নয়, বারবার তাঁরা তোমাকে ভাবেন, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন... সুতরাং তাঁদের -কে অবশ্যই ভালোবাসবে, শ্রদ্ধা করবে। দুদিনের সম্পর্ক মরুমায়া, মরুশিখা, মরুভূমির মরীচিকা মাত্র...! Past is past... সুতরাং পিছনে ফিরে তাকাতে নেই... কারন-টা না হয় কবির ভাষায় বলি..."...রইলো যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে/আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে...!" আর অবশেষে তোমার চোখের জল আর emotion অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তাই কিবরিয়া ভাই -এর আশঙ্কা -কে মিথ্যা ( "...মাত্র কুড়ি দিনে আপনি কিছুই শেখেন নাই...!") প্রমান করে দিতে পারবেই পারবে...! At last I just say...”... good decisions comes from experience. But experience comes from bad decisions. This is life. So don't worry for mistakes. Go ahead and learn from them...!" কিবরিয়া ভাই, any kind of mistake pardon me please 🙏🙏🙏
... love you Bangladesh from KOLKATA, WEST-BENGAL, INDIA ❤️❤️❤️...
গল্পটা আমাকে অনেক কিছু শিখালো। আমি এই ভুলগুলো করতেই যাচ্ছিলাম। এখন হয়তো আমি আমার জীবন গড়তে পারবো ইনশাআল্লাহ্। অনে অনেক ধন্যবাদ...। সত্যি টিনেজ লাইফে অনেক ঝুকি থাকে। আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ্ আমি অনেক বড় ঝুকি থেকে বেঁচে গেলাম গল্প টা শুনে। ধন্যবাদ...
এই সুন্দর মেয়ে টি যখন একটি সুখী বিবাহিত জীবন পাবে তখন যেনো তাকে আর একবার স্টুডিওতে ডাকা হয়, এই অনুরোধ আপনাকে স্যার 👍
vai apni duita word bolechen, ak holo shukhi , bibahito , a duita jinis ak sathe somvob ki , bolen meye ta jokhon jibon somporke bujbe, atto unnoti korbe tokhon jeno take daka hoy,
আমি আপনার সাথে একমত
একমত
Amio ekmot❤️
Sohomot
আমি সাধারণত এই ধরণের এই প্রোগ্রাম এড়িয়ে চলি। কারণ নিজের ছোট্ট জীবনে অন্যের জীবনের গল্প শোনার এত সময় আসলে কই? কীভাবে যেন আজকে শুনতে শুনতে পুরোটাই শুনে ফেললাম! আমার কাছে মেয়েটার বাবা-মায়ের ভুল প্যারেন্টিং-টাকে বেশি দায়ী মনে হয়েছে। বাবা-মা যতই শিক্ষিত হোক, তাদেরকে প্রপার প্যারেন্টিং জানতে হবে। সন্তানের জন্য সঠিক ডিশিসান নিতে হবে। মেয়েটিকে অপরিণত বয়সে বিয়ে দেয়া, মেয়েটির রাগ-জেদে অসুস্থ হয়ে যাওয়ার রোগের আবেগে সেটিকে প্রশ্রয় দিয়ে তার অন্যায় আবদার মেনে নেয়া, তাকে বড় ভাইয়ের তত্বাবধানে না রেখে অন্য এক বাসায় সাবলেটে থাকতে দেয়া ইত্যাদি ভুলগুলো তারা করেছেন। যার পরিণতি হলো এই অবস্থাগুলো। আশা করি, তারা তাদের ভুল বুঝেছেন। মেয়েটিও তার ভুলগুলো বুঝেছে। সবার জন্য শুভ কামনা।
celer ki kono bhul nai?!? celer bhul gulo?
@@shadowwolf5793 মেয়েটির অভিভাবকরা এবং মেয়েটি ভুল না করলে ছেলেটির কোনকিছুই করার সুযোগ ছিল না।
ছেলেটার কোন দোষ নেই, সম্পুর্ণ দোষ তোমার, তুমি পাগলের মতো ভালো বেসে গেছ কিন্তু সে তোমাকে ভালো বাসেনি, এটা তোমার বুকামি ছাড়া আর কিছু না।অনেক শিক্ষা পেয়েছ এখন থেকে সঠিক পথে চলার চেষ্টা কর
@@MdMonir-m9u dosh cheletar o ase meye tar o ase celetar o ase
এখানে মায়ের দোষ অমার্জনীয়। মেয়েদের জন্য মাি হল ভাল মন্দ।
প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে "আমি যাকে ভালোবাসি, সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিলো।"
মাঝেমাঝে আমারও তাই মনে হয়!
Amio ek somoy tomer moto kaj korselam.Alhamdulilla akhon ami onek valo ase.
Ring
Right vai
কিবরিয়া ভাই .. আপনি বলেছিলেন ভিডিওর শেষ পর্যন্ত না দেখে কমেন্ট না করতে। আমি শেষ পর্যন্ত দেখেই কমেন্ট করছি। প্রথমে বলি আল্লাহ তায়ালা যেন এই ধরনের মেয়ে কাউকে না দেন । এই মেয়ে যার জীবনে যাবে তার জীবন হারাম করে দিবে। কি ভয়ংকর মেয়ে .. ইচ্ছা হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে .. ইচ্ছা হচ্ছে রাতে একা বেরিয়ে পরেছে ঠিকানা বিহীন বয় ফ্রেন্ডের উদ্দেশ্য। আমি বলবো ছেলেটা প্রথমেই বুঝতে পেরেছিল এই মেয়ের মাথায় ছিট আছে তাই সে সম্পর্ক রাখতে চায়নি। আল্লাহ ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়েছে। এই ধরনের মেয়ে দের প্রতি কোনো sympathy কাজ করে না। আর ছেলেদের বলবো এই ধরনের মেয়ে দের থেকে দূরে থাক। এরা নিজে মরবে সাথে যারা দোষ করে নাই তাদের কেউ সাথে নিয়ে মরবে।
আমার মনের কথাটা বলছেন ধন্যবাদ আপনাকে
ঐ বাবা মার দুর ভাগ্য যাদের এই রকম একটা মেয়ে আছে।কতো বড়ো বেহায়া কোটি কোটি মানুষের সাথে নিজের বেহায়াপনা জানায়েছে।ভাইয়া ঠিকই করেছে আমি হলেও তাই করতাম।
Meye tar shob cheye boro problem hocche she prochondo nirllojjo ebong bektittohin ekta meye! Self respect bole jar kichui nai. Ami amar jibone eirokom behaya meye dekhini! Ekta inter a pora cheler jonno je eirokom beheyapona kore take konovabei sympathy dekhano jayna! Tao cheleta aagei clear koreche je she valobashena! Tarpor o??? Are meye manush keno cheleder piche ghurbe? Chelera ghurbe meyeder piche. Chi….eita meye name kolonko!
দোষারোপ করা বন্ধ করুন কারণ প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিছু শেখার আছে। আশা করি বুঝতে পেরেছেন।
ভাই অাপনার কথা আমার ভাল লেগেছে
এই গল্প হাজারো মানুষের।
ধন্যবাদ রাফিয়া,দুয়া রইলো সামনের দিনে আবেগকে না, বিবেক কে কাজে লাগিয়ে দুনিয়ায় চলাফেরা করবেন।
💗💗💗
প্রথমে,,, আবেগ,,,তো,থাকবেই,,,
তবে,, আবেগ,কে,,মুট,আপ করে
বিভেগ,,,কে, সামনে রেখে,, জীবন এ
র,, দূরত্ব পথ শেষ করতে হবে
আমি আমার জায়গা থেকে আপুটার কথা গুলো শুনে আমি আমার কতা বলার ভাষা হারিয়ে ফেলেছি একটা কতাই বলবো আপু টা যে তাহার মনের মধ্যে যে commitment রাখছেন আল্লাহ যেন কবুল করেন এবং তাহার আব্বু, আম্মু ভাইয়া সবাই যেন উনাকে কমা করে দিয়ে আগের মত ভালোবাসেন বাট একটি মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে আবার আগের মতো preparation নিয়ে থাকা বড়ো কথা 🙏
মেয়েটি যথেষ্ট স্মার্ট ও তার মানসিকতা ভালো।.... ভুল মানুষের জীবনে হতেই পারে এবং যথেষ্ট সাফারও করেছে। এবার থেকে ক্যারিয়ারের ব্যাপারে ক্রেজি হও... এই ক্রেজিনেস স্বভাব দ্বারাই ফিউচার ডেভেলপ করো। দোয়া ও ভালোবাসা তোমার জন্য।
Story দেখে আমার প্রচুর কান্না পাচ্ছে😭😭আমিও ঠিক এরকম একটা মানুষের জন্য পাগলামি করে নিজেই আজ শেষ হয়ে গেছি😔এতো আবেগ এতো রাগ আমাদের মেয়েদের মানায় না
Akdom
ঠিক হয়েছে
ভালোবাসার,,, জন্য,,যদি,,, কখনো
রাগ,,, হয়,সেই,,রাগ,কে,,বর্জন,করতে হয়,,,এর,,,ই,,,, নাম,, ভালবাসা
😢
মনে রেখ, এই পৃথিবীর মানুষকে পাগলের মতো ভালোবাসলে সে তোমায় অনেক কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে। কিন্তু এমন এক সত্তা আছে যাকে অল্প একটু ভালোবাসলে তিনি আমাদের এতো পরিমান ভালোবাসবে যা লিখে প্রকাশ করার মতো না।। তোমরা মানুষেরা কেনো বুঝনা।। এই দুই দিনের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।। কেনো বুঝনা নিজেদের ভালো? যেই প্রভুকে ভালোবাসলে ইহকাল ও পরকাল উভয়ই কল্যান নিহিত আছে।। দয়া করে নিজেদের আর ক্ষতির দিকে ঠেলে দিওনা।। ফিরে আস! ফিরে আস! তোমাদের রব আল্লাহর কাছে।।
কথা আছে না থাকতে মূল্য দিতে হয় 🥰এই আপুটার প্রথম হাসব্যান্ড ঠিক ছিলো যে ও বেশি বন্ধু বান্ধব সাথে ঘুরা ফিরা পছন্দ করতো না,,,, ওনাকে অনেক ভালোবাসে বিদায় ওনার হাসব্যান্ড এর ভয় হয়তো,,,, ভালোবাসার মানুষ যদি সঠিক হয় তাহলে জীবন সুন্দর,,, অনেজ ক্যায়ারিং ছিল আগের হাসব্যান্ড,,,, কিন্তু উল্টো দিকে উনি টার জন্য কান্না করতাছে যে কখনোতাকে ভালোই এ ভাসেনি,,,, একটু ভালোবাসা একটু কেয়ার জন্য কতো দূর না গেছিলো,,,, কিন্তু আগের হাসব্যান্ড ওনাকে অনেক ভালোবাসতো,,,, আহারে জীবন 😢
গল্পের প্রথম থেকে ভালো লাগল,মাঝখানে মনে ছাইছে ইচ্ছে মতো মারি।শেষের দিকে নিজের অজান্তে চোখের পানি চলে আসছে। ছোট বোন তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসলে কারো জন্য কারো জীবন থেমে থাকেনা।
কেউ কারো জন্য থেমে থাকেনা এটাই বাস্তব বাট মনে হয় আমরা থেমেই থাকবো কিন্তু দিনশেষে দেখা যায় আমরা থেমে থাকতে চাইলেও আমাদের জীবন কারো জন্য থেমে থাকেনা
সমস্ত স্টোরি শুনে কোন Emotional Feel হয়নি আমার,,,Just Last 2 second আমার চোখে পানি নিয়ে আসছে,,আপনি যতটা ভাইয়া কে ভালোবাসেন,,তার থেকে হাজার গুণ বেশি আপনার ভাইয়া আপনাকে ভালোবাসে!
কিছু বলতে পারে না,,শাসন করতে পারে না,,আবেগ বুঝাইতে পারে না,,তার জন্য অভিমান করে আছে,,পৃথীবির সবথেকে মিষ্টি সম্পর্ক ভাই- বোনের।
আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনার ভাইয়া কে আপনার পাশে পাবেন সারাজীবন,, ভালো থাকবেন🌷
Thik bolsen
আপনার কথাটাই হলো খাঁটি কথা👍👍👍👍
কাক, চোদনা আর মাতাড়ীর দেশে এখন চলছে চীজ বার্গার বাংলিশ জেনারেশনের দাম্ভিক বোকাচোদার নির্লজ্জ বেহায়াপনা।
জানিনা এই মহিলার কাছ থেকে আকালের এই দেশ সমাজের কি শেখার আছে।
আপনার জন্য দোয়া রইল আপু যেন নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারেন। ভালো ভাবে পড়াশোনা করেন। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করেন ইনশাআল্লাহ জীবনে প্রশান্তি আসবে।
Onk kichu sikhte parlam video ti theke.. asolei career ghorar boyose preme pora asolei baron! Ar prem jinis ta jeno sothik somoye sothik manusher sathei hoy..vol somoye vol manuser sathe prem asolei baron❤
আমার মনে হয় এই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী জীবনের জন্য আত্মপ্রত্যয়ী হয়ে নিজের জীবনে সুসংগঠিত হওয়ার জন্য অনুরোধ করছি।দোয়া রইল।
আসসালামুআলাইকুম
আমার জীবনের 2 বার করে ভয়ংকর ভাবে প্রতারিত হওয়া প্রবাসের গল্প শেয়ার করতে চাই।
জীবন টা কষ্টে কষ্টে শেষ হয়ে গেলো।
A
তুমি কত চমৎকার একটা মেয়ে সেটা তুমি জানলে না!! শুভকামনা রইলো ❤️❤️❤️
জীবন এবং বাস্তবতা সম্পর্কে তার ধ্যান ধারনা একেবারেই অপরিপক্ক। প্রেমটাও তাই অসম। জীবন থেকে শিক্ষা নিয়ে বাবা মা'র পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমার জন্য অনেক শুভকামনা রইল।
Onk tai mil ache or r amr mddhe..Allah😮
R kibriya vai er ei kotha ta xoss chilo"prem jibone bohu ashbe bohu jabe bt premer jnno jdi jibon chole jy tahole bipod "
As a student of medicine, I would request the girl to take up good counselling from psychologists, and I would also like to request the parents and her brother to be her constant support as breaking contacts would lead to her going astray much easily. Best wishes on her journey to reality.
Agree
Agree with you
asche sob pondit- ai counseling ta dibe ke doctor der ja obostha- thak doctor der niye kono comments korbo na, ai meye abar prem korbe amar crazy hobe abar amon kono onusthane atto upolobdhimulok kotha bolbe, r uposthapok sada kalo dari rekhe gomvir vabe bolben--- r u crazy, r amrao moja nibo comments korbo , avabe e bohoman juge juge jonmo nibe amader sister ra,
@@mdalaminshuvo3529 counselling kore psychologist, era doctor na..psychiatrist ar psychologist ek na..kichu lekhar age she bishoye nunnotomo gyan rakha minimum vodrotar moddhe pore.
Agree with you
শিক্ষার্থীদের জন্য গল্পটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। গল্পটিতে ভালোবাসা হেরে গেছে বন্ধুত্ব জিতে গেছে। দিন শেষে ওয়ান সাইডেড কিছুই ভালো না।
Absolutely right
100% right
সারসংক্ষেপ বলতে পারবেন? এতো বড় ভিডিও 😐
@@auroramahbuba কেন পারব না। এই ভিডিও আমি মনে হয় বিশ বার দেখেছি 😊
@@auroramahbuba সারসংক্ষেপ হলো ভালোবাসা বা বন্ধুত্ব ওয়ান সাইডেড কোনো কিছু ভালো না।আর জীবনে এমন কিছু করা যাবে না যার কারণে পড়াশোনার ক্ষতি হয়ে যায়।
আমাদের সাধারন মানুষকে এমন একটা গল্প উপহার দিয়ে সচেতন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💝 আসাকরি আপু আপনে সমনে ভালো একটা লাইফ কাটাবেন 💝 দোয়া রইলো ❤️❤️
She is so young ! She can turn around her life 🤲🏻
এই মেয়ের ভুলগুলো শুধু ভুলই না, অনেক বেশি ঝুঁকিপূর্ন ছিল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Failure is the pillar of success. এই মেয়ে হয়তো কখনো চরম পর্যায়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় একজন ধৈর্য্যশীল স্ত্রী এবং একজন ধৈর্য্যশীল মা হলেও হতে পারে।
এটা মূর্খ এবং বেয়াদব মেয়ে
গল্পটা শুনে একটা কমেন্ট করতেই হচ্ছে।আচ্ছা জীবন কি এতো সহজ!? যাকে দেখলাম ভাল্লাগছে, পার্টনার হিসেবে চুজ করে ফেললাম। একটা হচ্ছে চোখে দেখলাম ভাল্লাগলো। কথা বলেও ভাল্লাগলো। কিন্তু তাই বলে এতো তাড়াতাড়ি আমার পার্টনার হিসেবে মেনে নিলাম।আপু শুনেন,মেয়েদের না ছেলেদের ভাল্লাগেই।এমন কোনো মেয়ে নাই যাকে একটা ছেলে হলেও পছন্দ করেনাই।কিন্তু মাথায় রাখতে হয়, আমি আরও ভালো ডিজার্ভ করি,আর কিছুদিন অপেক্ষা করি,আমার ও একটা স্থিতিশীল পর্যায় আসুক।দেখি,শুনি। আর মানুষ প্রথম প্রথম ভালোই থাকে।সে কক্ষনও আপনাকে তার খারাপ অংশ টা দেখাবে না।আর রিলেশনশিপ এ ১ বছর পর একটা পরিবর্তন আসে।আপনি যাকেই আস্ক করবেন সবাই ই বলবে, এভারেজ ১ বছর দেখতে হয় যে আসলে সে কেমন।আর নিজের ও একটা দায়িত্ব থাকে ওপাশের মানুষ টার প্রতি। আপনি নিজের দায়িত্বে অবহেলা করে তার থেকে ১০০% আশা করলে কোনো সম্পর্কই ভালো থাকবে না।এটা আপনার বাবা মায়ের সাথে ও আপনার সম্পর্কে খাটে। আর আমার যেটুকু মনে হয়েছে, আপনার মেন্টাল ম্যাচিউরিটি এখনো পুরো আসে নাই।নিজের জীবন টাকে সময় দিন।
20 বছরে যা বুঝলে সেটা নিয়ে 16 বছর বয়সেই সতর্ক হয়ে সত্যতা বুঝে গিয়েছিলাম 🙂🤝🏻
😓
এই ঘটনা টা আমি এই নিয়ে ৩ বার শুনলাম 🙂
বাস্তবতা সত্যি অদ্ভুত 🙂
এখানে কাওকে দোষ দেওয়ার কিছু নেই। যে যার যায়গা দিয়ে বুঝ ব্যাবস্থা দিয়ে চলতে চেয়েছে 🙂
আর এই আপু অবুঝদের বুঝাতে চেয়েছে ভালোবাসা 🙂
পৃথিবীতে ভালোবাসা শব্দটাই অর্থহীন 😊
যা আছে সব টা প্রয়োজন। সেটা আমার বেলায় বা অন্যের বেলায় 🙂
★★প্রয়োজনের উপরে আমরা কেও না ★★
জীবনে প্রেম বহু আসবে
বহু যাবে🖤🤍
কিন্তু প্রেমের জন্যে জীবন চলে গেলে বিপদ✨
এই লাইনটা সত্যি অসাধারন
জীবনে প্রেম বহু আসবে
বহু যাবে❤️🖤
কিন্তু প্রেমের জন্য জীবন চলে গেলে বিপদ
জীবনে দুটি জিনিস সেক্রিফাইস করা চরম ভুলঃ
1.ক্যারিয়ার
২.শিক্ষা
Right
হহহ
43:30 43:31 43:31 43:31
Right
আপু তোমাকে ছোট করার জন্য কথাটা বলছি না। তুমি তোমার জীবনের প্রথম মানুষটাকে কষ্ট দিয়েছো তাই তোমার জীবনে এমনটা হলো। যাহোক তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর বাদ দাও প্রেম ভালোবাসা হারাম সম্পর্কে সুখ নাই।
আমার ও ঠিক তাই মনে হইছে
Nijer ego r jonne 1st husband ke dibosh take sohoje ke biye korbe r maar hath diye akhono bhath khilay se airokhomy hoin
ভেবেছিলাম কোন মন্তব্য ই করবো না আজ। তবুও লিখছি। এটা উপদেশ হয় কিনা জানিনা। আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী আর ব্যক্তিত্বশীল ভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। সুন্দর এক জীবন পড়ে সামনে।
can relate your life.....
একজনকে ভালোবাসলে যে কতটা পাগল হওয়া যায় তা আমার চেয়ে বেশি হয়তো আর কেও জানে না।।।
সময়টা ২০১৫, আমি সবেমাত্র জেএসসি কম্পলিট করলাম।।।আমার যে সবচেয়ে প্রিয় টিচার ছিলেন উনি অন্য স্কুলে শিফট হওয়ায় আমিও অই স্কুলে চলে গেলাম।।
ওখানে গিয়েই সর্বপ্রথম আমার যার সাথে কথা হয় সে ছিল আমাদের ক্লআস টপার।।
আমার জিবনের গল্পটা মূলত তাকে নিয়েই।।
আমরা দুজনেই জেএসসিতে প্লাস পেয়েছিলাম।। তাই স্টাডি বিষয়ে কোনো প্রবলেম হলে একজন আরেকজনের হেল্প করার জন্য ছুটে আসতাম।। কিন্তু তখন আমাদের ব্রেইন এ অন্য রকম কোনো চিন্তা ছিল না।।।আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম তখন।।।।ও তখন ক্লাসের অন্য একটা মেয়েকে পছন্দ করতো।। তখন বলতে ক্লাস সেভেন থেকেই নাকি অই মেয়ের পিছনে ঘুরতেছে।। কিন্তু মেয়ে পাত্তা দেয় না।।।।।পাত্তা না পাওয়ার আস্তে আস্তে ও অই মেয়ের পিছনে যাওয়া ছেড়ে দিল।।।।আমার সংগ পাচ্ছিল তাই হয়তো ওরে ভুলে যাওয়াটা সহজ ছিল।।।আর এদিকে আমরা জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম।।।
ও ওর নানু বাড়ির দিকের সুমাইয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেলো।।। ও ওর লাভ স্টোরি, কখন কি হয়ছে সব আমাকে বলতো।।।আস্তে আস্তে আমার কেনো জএনো অই মেয়ের প্রতি হিংসা হতে লাগলো, মানে জেলাস।।।বাট আমি ওরে বুঝতে দেয়নি।।।
এই বয়সে অনেকটা এমনই হয়। যারা জীবনে একটা ছেলে/একটা মেয়েকে নিয়ে সেইসাথে ভালোবাসাকে নিয়ে বেশি বেশি চিন্তা করে তাদের মাথা থেকে সেই মুহুর্তে এর চেয়ে ভালো রেজাল্ট আসা করা যায় না। আমার জীবনেও ঘটে গেছে এমন একটি ঘটনা যে ঘটনাটি আমাকে মনে মনে এখনও অনেক কষ্ট দেয়। এখনও মনে মনে অনেক সময় ভাবী একটা দিন না হোক একটা মুহুর্তের জন্য হলেও তো সে আমাকে ভালোবাসছে। তাই আমি তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তার এবং তার পরিবারকে মহান প্রভু মঙ্গল করুন। আমার ব্যক্তিগত জীবনের ঘটনাটি যদি দর্শকদের বলা যেতো তাহলে তারা অনেক উপকৃত হত। আমার ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। আমাকে একজন বলেছিল যে আমি যদি অনুমতি দেয় তাহলে সে একটা উপন্যাস লেখবে?
এই ধরনের গল্প কখনো পুরোপুরি শুনি নাই
তবে কেন জানি এই গল্পটা খুব মনোযোগ সহকারে পুরোটা শুনেছি
ওনার সব কথা শোনার পর একটা কথাই মনে হচ্ছে
সত্যিকার অর্থেই উনি মারাত্মকভাবে সাইকোলজি সমস্যায় ভুগতেছে
তবে হাঁ উনি আবারও তৃতীয়বারের মতো এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাবে গ্যারান্টি।
খুুভ ভালো লাগছ আমিও প্রেম করে বিয়ে করেছি এ রকম পাগলামি করে
তুমি আবারও কাদবে দোয়া কবুল হওয়ার আনন্দে আলহামদুলিল্লাহ 🥰🥰🥰🥰🥰🥰
এরপর অবশ্যই এটার আপডেট আমাদের দরকার। কিবরিয়া সাহেব আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই তাকে আবার এখানে আনবেন, কারণ মেয়েটাকে যেভাবেই হোক বাঁচানো দরকার। একজন পিতা হিসেবে আমি খুবই মর্মাহত।
@@nadianahar2776 বিয়ের 12 বছর হয়ে গেছে কাদাতে কাদতে দিনজার -কাদার শেষ নেই
@@nadianahar2776 এই দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে একদিকে ভালো হলে অন্যদিকে খারাপই হয় আমি বিদেশে আছি বউকে অনেক সুখে রাখতে চাই ও পারতেছিনা সে শুধু ঝগড়া ঝগড়া করে থাকে সে আমার জীবনে অনেক ক্ষতি করেছে তার পরেও আমি তাকে ছেড়ে দেই নি অনেক সময় ভাবি অন্য একটি বিয়ে করবো কিন্তু তাকে কষ্ট দিতে মন চায় না সে বুঝতে চায় না বাকিটা জীবন কেমনে খাঁটি সেই চিন্তায় দিন কাটছে
আবেগ নিয়ন্ত্রণে রাখতে পাড়া অনেক বড় একটা আর্ট।
abed or bed duitae niyontron thaka uchit, abeg niontron korte na parle chok vije jae, r beg niontron korte na parle pant vije jae
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই সুন্দর হয়েছে লাইফে এরকম একটা ঘটনা আছে, লাভ ইজ ফেলো
13:33 = হাসি 😊
1:23:42 = কান্না 😪
প্রতিটি মানুষের জীবনে পর্যায়ক্রমিক এই দুইটা আসে আর যায় 🍁
22+ বয়স এখন পর্যন্ত সিঙ্গেল আছি।এখনও কোনো মেয়ের সাথে কথা বলা বা রিলেশনে যাই নাই।
আলহামদুলিল্লাহ ।
শুকরিয়া মহান আল্লাহ তায়ালার 💝
Careful thaiken vai ar 2 ta bochor par koren
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়ি নেই কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা দীনদার এবং সুন্দরী ও উত্তম চরিত্রের সঙ্গী বেচে নিব 🤲🤍🖤🥰
Alhamdulillah
Alhadulillah
@@taherahmed442 ❤️❤️
I've realised through the story that the girl should forget the boy & try her best to succeed in her life, show something special to the society & recover the lost honour herself & her family. I wish her brilliant future. May God be with her.
আমার জীবনের সঙ্গে ক্ষানিকটা সদৃশ আছে কিন্তু একটি মেয়েও যে এতো আত্মত্যাগ করতে পারে তা একেবারেই অনবদ্য।
আশা ও বিশ্বাস অনেক ভাগ্যবতী হবে তুমি।
অনেক শুভকামনা রইল।
Be blessed and be safe.
Stay strong for the rest of your life.
Yesss ! You can do it 💪.
Kebria Bhai I wish to share my thoughts and own experience.
Unfortunately I'm not in Bangladesh.
লাষ্ট মূহুর্তে নিজের চোখের পানি দরে রাখতে পারি নাই,,,,আশা করি ,,, আপু আপনার জীবন পরিবর্তন আসুক,, দোয়া ও শুভ কামনা রইলো
vai akhane kannar ki holo , meye ta life somporke bujte shikche, so take bahaba den, arekjon kanna kati suru koreche,
Hmm
@@lipesaha9550 hi
শেষে এসে দুই চোখে জল ধরে রাখতে পারলাম না।একা ভালবাসা মানে এইটা।
She’s really pretty girl May Allah give her subr and lots patience, hopefully she understands now & overcome that he never loved her he was a player. & Allah give that guy hidayath. Nowadays it’s happening a lot especially most In BD🇧🇩 May Allah protect everyone. Also from this she got her lesson and hopefully soon she’ll show to worldwide she will succeed something very special.
Baggo balo,olpo boyose bulta bujte perece,Thanks
এই গল্পটা শুনার পর হয়তো অনেক টিনএজ ছেলেমেয়ের ক্ষনস্থায়ী এবং আবেগ মিশ্রিত হাতছানি গুলো দূর হয়ে যাবে। সত্যিই একটা বিরাট শিক্ষা থেকে গেল বিডিওটায়।
মেয়েটা সাইকো এবং পারিবারিক শিক্ষার অভাব।
মেয়েরা যতই সুন্দরী হওক তাদের জীবন একবার ধ্বংস হয়ে গেলে দ্বিতীয়বার কাওকে পাওয়ার যোগ্যতা হারিয়ে যায় ।
মেয়েটা আমার পাশের গ্রামের আর একটা সময় আমার বন্ধুর wife ছিল।
একদিন আমার বন্ধুটা ওদের ছাড়াছাড়ির পর রাতের বেলা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে অনেক কথা শেয়ার করছে আমার সাথে। আজ এই পোস্টে এসে দেখলাম মেয়েটা কান্না করতেছে আর এক ছেলের জন্যে! 👌👌👌
কাউকে কাদিয়ে কেউ ভালো থাকতে পারে না আবারও প্রমাণিত।।।।
রাইট
রাইট
হাজবেন্ডকে ধোকা দেওয়ার রেজাল্ট।
নিজেই বলেছে-রিভেঞ্জ অফ ন্যাচার।
@@tasnim655 he is studying now jn Dinajpur Haji Dansesh Science and Technology University and enjoying his life with happiness 😊
বেশি আধুনিক মেয়েতো তাই স্বামীর আনুগত্য করত না। আর একটা ছেলের জন্য এত দূরে যাওয়া কখনোই ভাল কোন কাজ না। রাস্তায় কোন অঘটন ঘটলে কে দায়ী হত? আসল কথা হল বেশি পাকনামীর ফল ভাল হয় না।
দারুন,,,vaiar advice ta darun cilo
Story tau
রুম বন্ধ করে পুরোটাই শুনলাম, অন্যরকম একটা জীবন গল্প ধন্যবাদ কিবরিয়া ভাইকে।
মেয়েটি তার ভুল থেকে শিক্ষা নিয়ে সুন্দর জীবন গড়ে, সেই সুন্দর জীবনের আর একটা সাক্ষাৎকার দেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা মেয়েটির জন্য।
Shub kamona
১ সেকেন্ডও টেনে দেখি নাই...🙂 আসলেই গল্প টা অসাধারণ 🌼আর এমনই মানুষের প্রতি আপনি আসক্ত হবেন..কিন্তু সে আপনাকে বিরক্তিকর ভেবে ছেড়ে চলে যাবে😓
Amio
ভিডিওটা ১.৫ বছর পর দেখলাম,ভিডিওটা টানা দেখলাম মনটা ছুয়ে গেলো।রাফিয়া আপু জেদি হলেও নিত্যান্ত সরল মনের মানুষ যা পরিষ্কার। অবশ্যই সরল মনের মানুষরাই বার বার ঠকে।আপনার জন্য অসংখ্য শুভকামনা ও দোয়া রইলো রাফিয়া আপু।আপনাকে সফল হওয়ার পরে কিবরিয়া ভাইয়ের শো তে দেখতে চাই❤️
সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো,আপু।মানুষ হিসেবে সবারই ভুল হয়।তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়টা হলো ভুল থেকে শিক্ষা গ্রহন করা।
আপু,আপনি যখন সাকসেস হবেন, তখন যেন আবার এই স্টুডিওতে দেখতে পাই। সর্বশেষ কথা হলো ধৈর্য্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ওর বড় ভাইয়ের কথা শুনে চোখে পানি চলে আসলো, আসলে বড় ভাই একটা ছায়ার মতো, যার আছে সেই বুঝে। ওর এমন কর্মকাণ্ডে হয়তো ওর ভাইও অনেক কষ্ট পাইছে, সেও হয়তো বোনকে এভাবে miss করে।
কিবরিয়া ভাইয়া, মেয়েটা ওর গল্প টা বলে শান্তি পাইছে। কিন্তু ওর মতো আরো অনেক মেয়েই এমন পেইনের মধ্য আছে। তারা বলতে পারেনা কাওকে। 🙂
জীবন নাটকের চেয়েও নাটকীয় শুরুটা আমার সাথেই মিলিয়ো নিলাম 😢
ভুল মানুষ ই করে যাক আলহামদুলিল্লাহ এখন নিজেকে সুধরে নেওয়ার ই পালা🖤
Home
দূর থেকে পৃথিবীটা যতটা স্বচ্ছ দেখা যায়, আসলে ততটা স্বচ্ছ না। ইতিহাসের পাতা কাউকে ক্ষমা করে না।
শেষ কয়েক সেকেন্ডে নিজের অজান্তেই চোখের কোনায় পানি এসে গেলো যে তার ভাইয়া তার সাথে কথা বলে না দীর্ঘ ৬ বছর ধরে😥,,
সত্যি কষ্ট হচ্ছে কথা টা শুনো উনার ভাইয়ের কাছে রিকুয়েষ্ট রইলো থাকে ক্ষমা করে দেওয়ার
Dear Rafia,
May Allah Bless you. Just wanted to say, people make mistakes not domestic animals. But, the most important part for us is when we realise those mistakes. So, sometimes it's okay to make mistakes to learn new lessons of life.
Make yourself "Mentally & Emotionally" enough strong. And, i believe In-Sha-Allah, very soon you'll.
কথায় আছে তুমি যদি কাওকে ঠকাও. তো তোমাকে ও অন্য কেও ঠকাবে... আর এটায় রাইট...আল্লাহ পাক বলেছে তুমি যার সাথে যেটা করবা ঠিক তোমার সাথে সেটায় হবে
পুরো গল্পটা শুনলাম। মাত্র ছোট একটা মেসেজ পাইলাম। উনার লাইফস্টাইল শুনে যা মনে হয় তা হচ্ছে মাত্র ২০ দিনে উনি যা বলছে তা কতটুকু চেঞ্জ হবে তা নিয়ে অনেকটাই সন্দেহ থেকে যায়। উনার কথা থেকেই বুঝা যাচ্ছে যে উনি কিছু লুকিয়েছেন।
আপনার লাইফ গল্পের সাথে এই গল্পটা খুব একটা যায় না।
ধন্যবাদ। ভাই আমারব সন্দে হচ্চে যে কিছু একটা লুকাচ্চে মেয়েটা বলতে হয় ডাল মে কুচ কালাহে।
অসাধারন গল্প। তোমার জন্য শুভ কামনা। এগিয়ে যাও সামনে, পিছনের সবকিছু দুস্বপ্ন ভুলে। All the best always!
ahmed hossain vai proman korlen tini akjon purus, vai doya kore kore amra narike apni bolar chesta kori
@@akmhelp3967 Noted. But I don’t know what are you trying to find out the difference between on it? Are you trying to mean I had made a great mistake by mentioning (তুমি)? Your focus is only (আপনি), Right? Come on dear! Don’t judge like this. I don’t know what’s your actual intension on it!!!
একটা সম্পর্ক এক তরফা ভালোবাসায় কখনোই টিকেনা।আর জোড় করে তো ভালোবাসা হয়'ইনা।মেয়েটার জীবনের শুরুটাই ছিলো মারাত্মক আকারের ভুল।এর জন্য তার মা বাবাও অনেকটা দায়ী।তবে মেয়েটার জীবন গল্পের শুরুটা আদৌ কতটুকু সত্য বলেছে,তার উপর নির্ভর করবে বাবা মায়ের দায়ী হওয়া না হওয়া।একটা বাচ্চা মেয়ে একা ঢাকা-ভোলা-বরিশাল-নোয়াখালী আসা যাওয়া করবে,বিনা প্রয়েজনে এইটা আশ্চর্য হলাম শুনে।সন্তান তো আমাদেরও আছে,আমরাও কারো সন্তান ছিলাম।প্রত্যেক পরিবারেরই একটা বিধিনিষেধের গন্ডি থাকে।এই মেয়ের পরিবারের বেলায় এমন কোনো আভাস পেলামনা!আর মনে হলো মেয়েটার মা বাবা দুজনি চাকুরীজীবি হওয়ায়,এই পরিবারে শাসনের লেশমাত্র ও ছিলোনা।অনেকটা আদরে বাঁদর হওয়ার মতোন।আমি মনে করি,সন্তান লালনপালনে মা অথবা বাবাকে নিজ ক্যারিয়ার বিসর্জন দিতে হয়।নিজ ক্যারিয়ার গড়তে গিয়ে,সন্তানের জীবন ঝুঁকিতে ফেলে দেয়া হয়।আমি এমন বহু মা বাবাকে দেখেছি,নিজ ক্যারিয়ার আকাশছোঁয়া করতে গিয়ে-সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে।তবে গোবরে ২/১টা পদ্ম যে ফোটেনা,তা কিন্তু নয়-তবে দুষ্কর।
আর মেয়েটার ভাষ্য মতে বুঝলাম,ও ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলো।ওকে তখন থেকেই সাইকিয়াট্রিস্টের কাছে নেয়ার প্রয়োজন কেন বোধ করেনি তার মা বাপ?নাকি সমাজ সমাজে লোকে তাদের সন্তানকে পাগল বলার ভয়ে,দিনকে দিন মেয়েটাকে আরো বিপদে ঠেলে দিয়েছে?পরের ছেলেটা শুরু থেকেই মেয়েটাকে সম্পর্ক নিয়ে ক্লিয়ার করেছে।তারপরও মেয়েটা পাগলামি করে, বা জোর করে ছেলেটাকে কাছে টানার আপ্রাণ চেষ্টা করে গেছে।এসব জেনেও মেয়ের মা বাবা কি করে পারলেন নিরব থাকতে?!একজন মা যখন জানবেন,তার মেয়ে অজানা উদ্দেশ্যে নোয়াখালী গিয়ে থানা পুলিশের মুখোমুখি হলো,সেই মা পারলো কি করে-নিরবে ঘরে বসে অপেক্ষা করতে? মেয়ে বেশ ক'বার বন্ধু বা আত্মীয় নিয়ে ঢাকা ভোলায় আসা যাওয়া করছে।তার মানে বুঝা গেলো,মেয়ের পরিবারের কন্ট্রোল কখনোই ছিলোনা মেয়ের উপর।আর এই কারণেই এই মেয়ে এমন উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে।মেয়েটার কথা শুনে আমার কেন জানি বার বার মনে হচ্ছিলো,মেয়েটা এই অনুষ্ঠানের মাঝে ছেলেটা অব্দি যোগাযোগের বা পৌঁছানোর আরেকটা উপায় খুঁজে নিয়েছে।তাই অতি শিজ্ঞির তার পরিবার বর্গের উচিত,মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করিয়ে মেয়েটাকে সুস্থ করে তুলুন।
100% right
এই রকম হাজারো ঘটনা আছে
এই রকম পরিস্থিতিতে মানুষ বেশিদিন বাঁচে না
তবু ও এই মেয়েটি এতদিন বেঁচে আছেন
এটাই শুকরিয়া
অনেকদিন পর কিবরিয়া ভাইয়ের জীবনের গল্প শুনলাম। অনেক জরুরি কাজ বাদ দিয়ে শুনতে হলো।
মেয়েটির জন্য দুয়া করি সে যেন জীবনটাকে নতুনভাবে গুছিয়ে নিতে পারে। আবেগের বশবতি হয়ে আবার ভুল না করে বসে।
তার বাবা-মার প্রতি অনেক শ্রদ্ধা এতো কিছুর পরও তারা মেয়েটিকে আগলে রেখেছে। বাস্তবতার কারণেই হয়তো তারা কঠোর হতে পারেনি।
তার ভাইটির প্রতি অনুরোধ- ক্ষমা করে দিয়ে সে যেন তার বোনটিকে আপন করে নেয়।