তুলি, অনেক অনেক ধন্যবাদ তোমকে। যুদ্ধ করে করে জীবন যুদ্ধে জয় লাভ করার জন্য। অনেকের জন্য কাজ করেই যাচ্ছ। নিজের বাবা/ মা কে ফেলে দিওনা কেমন। মহান আল্লাহ তোমার সাথে ছিলেন বলেই তুমি ভয়ংকর বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছো। আল্লাহ তোমার মঙ্গল করুন।
গল্পটা যতোই শুনছি ততোই শোনার আগ্রহ আরো বাড়ছে।মানুষের জীবন যে এতো বৈচিত্রময় তা হয়তো কখনোই জানতামনা যদি আপনার অনুষ্ঠানগুলো না দেখতাম।জাযাকাল্লাহু খাইরান কিবরিয়া ভাই।
এই ভিডিও টি লাইফ শুনে " শাহানা " ( তুলি) তার গল্প টা এতই কষ্টের জীবন কাহিনী। যখন বাড়ি আশার সময় সিএনজি ড্রাইভার ও যাত্রী বেশে ছিনতাইকারীর হাতে পড়েছে সেখান থেকে সয়ন আল্লাহ তালা নিজেই রক্ষা করেছেন। এ বোন টি কে আল্লাহ যেনো ভালো রাখেন বিপদ থেকে রক্ষাকরেন। আমিন
আজ আমার প্রচন্ড মাথায় পেইন হচ্ছিলো,, তবুও এই ভিডিও টা পুরোটাই শুনলাম মনোযোগ দিয়ে,, কানে ইয়ারফোন লাগিয়ে,, সারাটাক্ষন তুলি আপুর নিষ্পাপ চেহারা টা দেখে তার কথাগুলো বোঝার চেষ্টা করলাম,, এবং তার ভিতরে আমার আমিকে দেখতে পেলাম,, আমারও জীবন কাহিনি এর থেকেও কষ্ট এবং দুঃখের ছিলো,, বিবাহিত জীবনে সুখটা হলোনা,, ২টা বাচ্চা নিয়ে আমিও "জয়িতা",, আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোআ রইলো তুলি আপুর জন্য। ❤️❤️❤️❤️
চোখে পানি চলে আসলো এই বোন টির জীবন গল্প শুনে চোখে পানি চলে আসলো আল্লাহ তায়ালা যেন বোন কে নেক হায়াত দান করেন আমিন সুম্মা আমিন। আমি চাকুরির সুবাদে সিলেটে ৩বছর ৫মাস ছিলাম আলহামদুলিল্লাহ
এই video টার জন্য অনেক দিন অপেক্ষা করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তাড়াতাড়ি একটা নতুন episode পাই. কারণ Branding Bangladesh মানেই হলো নতুন ভাবে চিন্তা করা জীবন নিয়ে. Love you Boss. Go ahead.
গল্প টা শুনে পুরাই হতবাক! জীবনে আমরা কোনো কষ্ট ই করলাম না! আর তাদের জীবনে কতই না কষ্ট করছে! তারপর ও আমরা আফসোস হা হা করি! আর তারা তারপর ও কতো খুশি! আর জে কিবরিয়া ভাইয়ের একটা কথা বস সময়ই বলে থাকে জীবন নাটকের চেয়ে ও নাটকীয়!🌹🌹🌹❤️👌
আসসালামু আলাইকুম আন্টি। আমি সিলেট থেকে বলছি। আমার নাম আবিদ আহমদ।৷ আমার বয়স ১২ বছর। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো। সেই সাথে কিবরিয়া আংকেল কে জানাই অসংখ্য ধন্যবাদ। 🤲❤️
অনেক দিন পর এক টানা সিলেটি ভাষা শুনে খুব ভালো লাগলো। শত প্রতিবন্ধকতা থাকলে ও মনোবল যদি অটুট থাকে এবং অদম্য ইচ্ছা থাকে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। দোয়া করি বোন টির জন্য তার সন্তানের জন্য
মেয়েদের শিক্ষা একটি বড় মূল ভিত্তি। এটা থাকলে তার কাছে সামনের জীবন অনেকটাই স্বাভাবিক হতে পারে। দুঃসহ কোন জটিল জীবন থেকে সে ওভার কাম করতে পারবে চেষ্টা করলে। ইনশাআল্লাহ।
অসাধারণ একটি জীবন কাহিনী | সালাম জানাই বোন তোমাকে | সমাজে তোমার মতো আরো অনেক বোন আছে, যারা তোমার মতোই অনেক দুঃখ কষ্ট সহ্য করে জীবনে সফল হয়েছে | আমার জীবনের গল্পটাও অনেকটা তোমার মতোই | তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা |
অপেক্ষায ছিলাম কখন নটিফিকেশন আসবে, অবশেষে অপেক্ষার অবসান হলো। ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানটি অনেক প্রিয় তাই কিছু মোটিফেশনাল বিষয় জানতে দেখা শুরু পুরো বিডিও দেখব ইনশাআল্লাহ।
I don’t know what to say but I will pray for her a long and happy life! If I say it is the best story I have ever heard that could not be right; rather, it is a blessing from Allah (SA) that he guides whoever he likes.
অসাধারণ 👍আমরা করবো জয়...... ইনশাআল্লাহ!One of the hardworking এস্টাব্লিশত and dedicated people are lives in Banladesh সাবাস জয়তু বোন!বাংলার ঘরে ঘরে এখন এরকম সাহসী নারী সৈনিক জন্ম নিক এবং সকল অর্থলোবি মনুষত্বহীন লোকগুলোকে উপযুক্ত শাস্তি দিক পরম করুণাময় মহান আল্লাহ (SWT)কাছে এই প্রার্থনা করি। 🤲🙏
Amazing story ato kosto korar por o akjon manus kotota sofol hotea pare ta ai bon k dekhe amra sikhea nite pari. proud of you sister khub khub valo thaken bon apni.
অামি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি,চোখের পানি ধরে রাখতে পারলাম না বোন😭😭😭😭।অামার ও অনেক অাশা একদিন ভাইয়ার স্টুডিওতে যাবো।মনের গহীনে না বলা কথা গুলো বলার জন্য। দরিদ্র কি ভয়ংকর জিনিস যে বা যারা অতিক্রম করেছে তারা জানে, জীবন কি কঠিন😭😭😭😭।ইনশাআল্লাহ একদিন অামি ও অাসবো ভাইয়া সিলেট বিয়ানীবাজার থেকে।
মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি এক জন মৌলবি বাজারে মেয়ে আমি আজ আচি সৌদি আরব পবাসি নিজে কিছু করা অনেক পছন্দ করি ইনশা আল্লাহ করব আপনার গল্প অনেক শুনচি আর শুনি
Mr. RJ KEBRIA....Branding Bangladesh .......THANKS. My appeal to the Govt. to award Mr. Kebria and Mrs. TULI for highlighting the effort of 'Digitai Bangladesh ' .The Information Minister should take personal steps to fulfill the Hon'ble P.M.Sk.HASHINA dream.
এই বোনটির মত আমার ও লেখা পড়া করার ইচ্ছা ছিল, আমিও পরিক্কা দিবার সময় কাগজ পাইনি। আমার বাবা যুক্ত রাজ্জ প্রবাসী জাহাজে করে এসেছিলেন । কিন্ত অসুস্থ হয়ে ফিরে যাওয়ায় আমাদের করুন অবস্থাতে দিন কাটাতে হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আগেই বাবার সুবাদে এদেশে আসতে পেরেছিলাম তাই আল্লাহর রহমতে ভাল আছি। যদিও প্রায় তিরিশ বছর আগেকার কথা তবুও ভুলতে পারিনা সেই ছোটবেলার কস্টের দিন গুলি । আল্লাহ সবার জিবনে কিছু পরীক্কা দিয়ে থাকেন।(Uk)
তুমি সৎ এবং সতী ছিলে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাকের সাহায্য চেয়েছে। আল্লাহকে ভয় করেছো তাই আল্লাহ পাক তোমার সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ । এত ঝড় ঝাপটার পরেও নিজের চরিত্রকে কলুষিত করনি তোমার কথাই বুঝলাম তোমার মত মেয়ে সম্মানের যোগ্য তোমাকে দেখে আরো মেয়েরা শিক্ষা গ্রহণ করুক । বর্তমানে মেয়েরা প্রেম আর নোংরামির পিছনে না ছুটে নিজেকে প্রতিষ্ঠিত কর। বাকিটা আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন ।সৎ নিয়ত যার আল্লাহ সহায় তার।
আমার মেয়ের বয়সী তুলি,,তোমার জীবন কাহিনি শোনলাম,সত্যি কারী একজন সত মানুষ, আল্লাহ তাআলা তোমাকে উভয় জাহানের কামিয়াবি দান করুন।
আমিন সুম্মা আমিন
@@bulbulshak633 l
সিলেটে থাকি তাই,তাই সিলেটি ভাষাকে রেসপেক্ট করি।
সিলেটি এই ভাষার অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে, বোনটির অসাধারণ সুন্দর জীবন কাহিনি শুনে আমি সত্যি ই মুগ্ধ।
বোনটি জন্মের পর থেকে ই কত কষ্ট করে যাচ্ছো।
শুভ কামনা রইল নিরন্তর পথচলা।
স্যালুট বোন তোমাকে।
❤❤❤
❤😅
তুলি,
অনেক অনেক ধন্যবাদ তোমকে। যুদ্ধ করে করে জীবন যুদ্ধে জয় লাভ করার জন্য। অনেকের জন্য কাজ করেই যাচ্ছ। নিজের বাবা/ মা কে ফেলে দিওনা কেমন। মহান আল্লাহ তোমার সাথে ছিলেন বলেই তুমি ভয়ংকর বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছো। আল্লাহ তোমার মঙ্গল করুন।
গল্পটা যতোই শুনছি ততোই শোনার আগ্রহ আরো বাড়ছে।মানুষের জীবন যে এতো বৈচিত্রময় তা হয়তো কখনোই জানতামনা যদি আপনার অনুষ্ঠানগুলো না দেখতাম।জাযাকাল্লাহু খাইরান কিবরিয়া ভাই।
Hea
Sister ekdin sylhet visit korio dekle idea paibai sylhet somonde koiek area gorib o ase mone hoy
@@wordmafia7748my
0
ধন্যবাদ ব্র্যান্ডিং বাংলাদেশ ও কিবরিয়া ভাইকে।আমারও এত কিছু জানা ছিলনা।স্যালুট জানাই এই সাহসী নারী কে।
😂😂😂
তুলি আমাদের সমাজের একটা অন্ধকার দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এগিয়ে যা-ও তুলি আলো আসবেই।
অসাধারন কিব্রিয়া ভাই!! নারী দিবসে এটা আমার দেখা সবচেয়ে ভাল আয়োজন। সরকারকে ধন্যবাদ এরকম প্রোগ্রাম চালু করার জন্য।
ল
ল্লল
))
ল
ল
ল
ভাষা হারিয়ে ফেললাম দোয়া রইল জীবন যুদ্ধের সৈনিক ।ইনশাআল্লাহ বোন আল্লাহ জান্নাত কামিয়াব করুক ❤️❤️❤️
Mani ser jino emon e kothin
আমি হবাক হয়ে বিস্ময়ে চেয়ে থাকি হে বোন হে জননী তুমি সত্যিই নিষ্ঠুর জীবনকে করেছ জয়ী।
Thik
অসাধারণ সবটাই দমবন্ধ করে শুনেছি। ভাষা হারিয়ে ফলেছি।ভালো থেকো বোন।
উপজেলা র নাম ও ইউপির ঠিকানা জানতে চায়।
এই ভিডিও টি লাইফ শুনে " শাহানা "
( তুলি) তার গল্প টা এতই কষ্টের
জীবন কাহিনী। যখন বাড়ি আশার
সময় সিএনজি ড্রাইভার ও যাত্রী বেশে
ছিনতাইকারীর হাতে পড়েছে সেখান থেকে সয়ন আল্লাহ তালা নিজেই
রক্ষা করেছেন। এ বোন টি কে
আল্লাহ যেনো ভালো রাখেন বিপদ
থেকে রক্ষাকরেন। আমিন
আমিন
আল্লাহু আকবার❤️❤️❤️❤️❤️❤️ আমাদের সিলেটের গর্ব তুলি আপা❤️ আল্লাহ আপনাকে বাকি জীবন সুখে শান্তিতে রাখুন,শ্রদ্ধেয় প্রিয় কিবরিয়া ভাইয়ের সুস্ব্যাস্থ্য ও নেক হায়াত কামনা আমীন❤️
✌❤💃
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কী চমৎকার একটি জীবন কাহিনী। প্রত্যক মানব জাতি ঐসব শুনা জরুরী এবং অনেকে এমন করে ভাগ্য পরিবর্তন করতে পারবেন। ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ। তুলি বোনটির জন্য অনেক অনেক শুভকামনা রইলো। মহান আল্লাহ রাব্বুল আলামীন জেনো তার সকল নেক আশা পূরণ করে দেন।
আলহামদুল্লিলাহ ।আপু আপনার জন্য হাজারো দোয়া রইল। ধৈর্য্য এবং সততাই আল্লাহ আপনাকে এতটুকুতে নিয়ে এসেছে। দুই জাহাজনের মঙ্গল দান করুক, আল্লাহ আপনাকে। অসাধারণ। ধন্যবাদ।
অসাধারণ একটা গল্প দোয়া করি আপনি ভবিষ্যতে আরো এগিয়ে যান সেই কামনাই করি আপনার জন্য আপনার সন্তানের জন্য
আজ আমার প্রচন্ড মাথায় পেইন হচ্ছিলো,, তবুও এই ভিডিও টা পুরোটাই শুনলাম মনোযোগ দিয়ে,, কানে ইয়ারফোন লাগিয়ে,, সারাটাক্ষন তুলি আপুর নিষ্পাপ চেহারা টা দেখে তার কথাগুলো বোঝার চেষ্টা করলাম,, এবং তার ভিতরে আমার আমিকে দেখতে পেলাম,, আমারও জীবন কাহিনি এর থেকেও কষ্ট এবং দুঃখের ছিলো,, বিবাহিত জীবনে সুখটা হলোনা,, ২টা বাচ্চা নিয়ে আমিও "জয়িতা",, আলহামদুলিল্লাহ।
অনেক অনেক দোআ রইলো তুলি আপুর জন্য।
❤️❤️❤️❤️
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বোন,তোমার গল্পটা হৃদয়ে এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করলো। তোমাকে হাজারো সালাম। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন, এই দোয়া করি।
স্যালুট বোন তোমাকে "আমাদের সিলেটের গর্ব, দোয়া ও ভালোবাসা রইল তোমার জন্য।
অসাধারণ ভাই অসাধারণ যার কেউ নাই তার আল্লাহ আছে দোয়া করি আপনার জন্য আপু বাকিটা জীবন আরো সুন্দরভাবে বেঁচে থাকেন না পাওয়ার বেদনা কে ভুলে.
আসসালামু আলাইকুম বোন আলহামদুলিল্লাহ গোবরে পদ্যফুল দোয়া করি তুমি আরও বড় হও একটা কথা বোন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যেওনা
এই এফিসোড দেখে প্রথমে অনেক কান্না করচি পরে আবার মনে সান্তি পেয়েচি দোয়া করি বোন তোমার জন্য
আমার বলার কোনো ভাষাই নেই হাজার হাজার স্যালুট এই বোনটিকে।
Wright
জীবন টা খুব ছোট তবুও স্বপ্ন গুলো থাকে অসীম বাস্তবতা এমন একটা জিনিস যা মানিয়ে নিতে বা মেনে নিতে খুব কষ্ট হয় তবুও তা মেনে নিতে হয় এরি নাম জীবন 👍
সংগ্রামী জীবন সফলতা কোথায় পৌছে??? কিবৱিয়াকে ধন্যবাদ এমন গল্প তুলে আনাৱ জন্য ৷
চোখে পানি চলে আসলো এই বোন টির জীবন গল্প শুনে চোখে পানি চলে আসলো আল্লাহ তায়ালা যেন বোন কে নেক হায়াত দান করেন আমিন সুম্মা আমিন।
আমি চাকুরির সুবাদে সিলেটে ৩বছর ৫মাস ছিলাম আলহামদুলিল্লাহ
এই video টার জন্য অনেক দিন অপেক্ষা করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তাড়াতাড়ি একটা নতুন episode পাই. কারণ Branding Bangladesh মানেই হলো নতুন ভাবে চিন্তা করা জীবন নিয়ে. Love you Boss. Go ahead.
প্রকৃতি এই আপুকে এত শক্ত করে গড়েছে...আল্লাহ আল্লাহ!
কি বলবো ভাষা নাই,,,দোয়া করি আপনি সব সময় ভালো থাকেন
তুলি আপুর ঘটনাটি শুনে আমার ঘা শিউরে উটেছিল । মনে হচ্ছিল যেন আমি নিজ চোখে ঘটনাটি প্রত্যক্ষ করছি।
গল্প টা শুনে পুরাই হতবাক! জীবনে আমরা কোনো কষ্ট ই করলাম না! আর তাদের জীবনে কতই না কষ্ট করছে! তারপর ও আমরা আফসোস হা হা করি! আর তারা তারপর ও কতো খুশি! আর জে কিবরিয়া ভাইয়ের একটা কথা বস সময়ই বলে থাকে জীবন নাটকের চেয়ে ও নাটকীয়!🌹🌹🌹❤️👌
তুলি কে অনেক অনেক ধন্যবাদ জীবন যুদ্ধ করে এতো আসার জন্য দোয়া রইল ধন্যবাদ
ইচ্ছা ও ধৈর্য থাকলে স্বাপল্লের চুরান্তে পৌছানো যায় । এই শিক্ষাটি অনেকের অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি ।
আমি সিলেটি ছেলে
দুংখ পেলাম এমন ঘটনার শুনে
খুশি হলাম একজন প্রত্যয়ী নারিকে দেখে
শুভ কামনা উনার জন্য
মাশয়াল্লাহ খুব ভাল লাগলো।।। বোন তোমাকে আল্লাহ ভাল রাখুক।।। আমিন।।❤️❤️🥰🥰
আমাদের সিলেটের বোন ❤️❤️
এ জীবন এতো সহজে,
হার মানার জন্য তো নয়।
যত দিন রবে নিঃশ্বাস,
লড়াই করে টিকে থাকব,
এটাই হোক বিশ্বাস।।
আসসালামু আলাইকুম, কিবরিয়া ভাইকে মোবারক বাদ জানাই অনেক দিন পরে সিলেটের একজন কে শুনছি। আমি আশরাফ খান লিবিয়া থেকে বলছি আমার দেশের বাড়ি সিলেট সদর উপজেলা।
এই বাবা অনেক কষ্টে মেয়ের বই নদীতে ফেলে দিয়েছেন,কেননা -ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য ময়,
পূর্ণিমার চাঁদ যেন
ঝলসানো রুটি।
আল্লাহ এই তুলি আপুর পথ আরো সুন্দর, স্মুথ করুন। বাচ্চাটা ভালো মানুষ হউক। দোয়া করি।
ছোট বেলা থেকে ধারনা করতাম সিলেটবাসী মানেই ধনী. ব্যতিক্রম আছে ,ভুল ভাংলো. কখনো সিলেট যাওয়া হয় নাই ,তার পর ও সিলেটবাসীদের অন্তর থেকে ভালোবসি. সালাম .
আসলে সব সমান নয়
Shagar mia
Tnx u'r 9c Comment
সিলেটিদের নিয়ে
My home District also Sylhet.
W/C ➡️U⬅️
Any time in Sylhet
If U want.
কেডা গ আন্নে
@@rakibulaminruhit3580
কা'র সম্পর্কে জানতে চান ?!
@@mashudamhad8193 I’m TV
ইয়া আল্লাহ,, অসাধাৰণ জীৱন কাহিনী।
আসসালামু আলাইকুম আন্টি। আমি সিলেট থেকে বলছি। আমার নাম আবিদ আহমদ।৷ আমার বয়স ১২ বছর। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো। সেই সাথে কিবরিয়া আংকেল কে জানাই অসংখ্য ধন্যবাদ। 🤲❤️
অনেক দিন পর এক টানা সিলেটি ভাষা শুনে খুব ভালো লাগলো। শত প্রতিবন্ধকতা থাকলে ও মনোবল যদি অটুট থাকে এবং অদম্য ইচ্ছা থাকে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। দোয়া করি বোন টির জন্য তার সন্তানের জন্য
*বোন তোমাকে সালাম। এগিয়ে যাও, সফল হও দোয়া করি। তোমার ছেলে অনেক বড় হোক।*
জ্বি, ডেসটিনি সকল চাড়ালের গলায় টাই তুলে দিয়েছিলো।
ঘটনা সত্য সাক্ষী দূর্বল।
আপু একজন সফল উদ্যোগতা۔ এমন একটা বাস্তব ঘটনা প্রচার করার জন্য কিবরিয়া ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি۔
ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান সাহেব।
I am from Moulvibazar living in the UK. Really nice and inspirational story....May Allah help the sister and everyone of us. Jazak Allah.
মৌলভীবাজার এর মানুষ এত খারাপ।
@@trees_agroTv ekjoner jonno to shobai kharap hoy na..eta apnar nijer dristi vongi..asha kori ta poriborton korben
@@muminasfoodiechannel3030 সবাই নয় তবে আমার দেখা একাধিক ব্যাক্তি সবই খারাপ।
My dear sister I love ❤️ you
Yor stori so sad
মেয়েদের শিক্ষা একটি বড় মূল ভিত্তি। এটা থাকলে তার কাছে সামনের জীবন অনেকটাই স্বাভাবিক হতে পারে। দুঃসহ কোন জটিল জীবন থেকে সে ওভার কাম করতে পারবে চেষ্টা করলে। ইনশাআল্লাহ।
Best Branding Bangladesh episode so far... Representing real Bangladesh
Strange, সত্যি অসাধারন, ভীষণ ভালো লাগলো আমার
বোন কিভাবে পারলে
আমি পারতাম না এতকিছু সহ্য করতে
কান্না ধরে রাখতে পারিনি
আল্লাহ্ এতো ধৈর্যশক্তি দিলো এই বোনকে
অসাধারণ একটি জীবন কাহিনী | সালাম জানাই বোন তোমাকে | সমাজে তোমার মতো আরো অনেক বোন আছে, যারা তোমার মতোই অনেক দুঃখ কষ্ট সহ্য করে জীবনে সফল হয়েছে | আমার জীবনের গল্পটাও অনেকটা তোমার মতোই | তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা |
শুভ কামনা রইলো তুলির জন্য। যেনো সে সফলতার শিখরে আরোহন করতে পারে।
জনাব কিবরিয়া সাহেব কে অনেক অনেক শুভেচ্ছা।ভালো ভিডিও প্রচারের জন্য।
Welcome
বোন, তুমি কেবল সিলেট নয়, বাংলাদেশের গর্ব! তোমাকে স্যালুট জানাই ।
Ok
Ok
নিস্তব্ধ হয়ে শুনছি শুধু কিছু বলার নাই সেলুট মা তোমাকে
I’m from Moulvibazer
I’m just feeling proud of you my loving sister
আল্লাহু আকবার। আমাদের সিলেটের গর্ব তুমি তুলি।তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি গল্প
পুরো মাস জুড়ে অপেক্ষা থাকে কখন ব্রান্ডিং বাংলাদেশ এর একটা এপিসোড আসবে
অপেক্ষায ছিলাম কখন নটিফিকেশন আসবে, অবশেষে অপেক্ষার অবসান হলো। ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানটি অনেক প্রিয় তাই কিছু মোটিফেশনাল বিষয় জানতে দেখা শুরু পুরো বিডিও দেখব ইনশাআল্লাহ।
I don’t know what to say but I will pray for her a long and happy life!
If I say it is the best story I have ever heard that could not be right; rather, it is a blessing from Allah (SA) that he guides whoever he likes.
সেলুট তোমাকে তুলি। তুমিই বাংলাদেশ। এগিয়ে যাও। তোমার আরও সফলতা কামনা করি।
অসাধারণ একটি হৃদয় স্পর্শ করা এপিসোড
সত্যি তুমি ধন্যিমেয়ে,,,,একদিকে ধনীমানুষের,বিলাসিতা, অপচয়,,,
অন্যদিকে, হতদরিদ্র মানুষের, জীবন সংগ্রাম
অবাক পৃথিবী,,
আপনার এই অনুষ্ঠান না থাকলে আমার অর্ধেক জ্ঞান অপূর্ণ থাকতো। আমারো আশা একদিন আপনার অনুষ্ঠানে গিয়ে নিজের গল্প বলবো ইনশাআল্লাহ।
জীবন কারুর জন্য থেমে থাকে না অসাধারণ হিস্টরি স্যালুট জানাই আপু কে ওয়ান্ডারফুল।
অনেক দোয়া রইলো এই বোনের জন্য এগিয়ে জাও
As a Sylheti huge respect from bottom of my heart❤️ proud of you sister
Lots of love from Paris France 🇫🇷
Verey nice golpo 🇧🇩💯
Alhumdulillah.....onek valo laghlo....onek kisu shikty paylam
অসাধারণ 👍আমরা করবো জয়...... ইনশাআল্লাহ!One of the hardworking এস্টাব্লিশত and dedicated people are lives in Banladesh
সাবাস জয়তু বোন!বাংলার ঘরে ঘরে এখন এরকম সাহসী নারী সৈনিক জন্ম নিক এবং সকল অর্থলোবি মনুষত্বহীন লোকগুলোকে উপযুক্ত শাস্তি দিক পরম করুণাময় মহান আল্লাহ (SWT)কাছে এই প্রার্থনা করি। 🤲🙏
Amazing story ato kosto korar por o akjon manus kotota sofol hotea pare ta ai bon k dekhe amra sikhea nite pari. proud of you sister khub khub valo thaken bon apni.
অামি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি,চোখের পানি ধরে রাখতে পারলাম না বোন😭😭😭😭।অামার ও অনেক অাশা একদিন ভাইয়ার স্টুডিওতে যাবো।মনের গহীনে না বলা কথা গুলো বলার জন্য। দরিদ্র কি ভয়ংকর জিনিস যে বা যারা অতিক্রম করেছে তারা জানে, জীবন কি কঠিন😭😭😭😭।ইনশাআল্লাহ একদিন অামি ও অাসবো ভাইয়া সিলেট বিয়ানীবাজার থেকে।
ভাবা যায়,চোট্ট বোনটা সারাদিন সংসারের কাজ করে, সারারাত পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দিতো।বেচারা না পারতো খেতে,না পারতো ঘুমাতে,কি কস্ট,আল্লাহু আকবার,আল্লাহু আকবার।
মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি এক জন মৌলবি বাজারে মেয়ে আমি আজ আচি সৌদি আরব পবাসি নিজে কিছু করা অনেক পছন্দ করি ইনশা আল্লাহ করব আপনার গল্প অনেক শুনচি আর শুনি
Alhamdulillah, alhamdulillah, alhamdulillah, apnar junno onek onek Doya o sub kamna roilo, apu.?
আমরা নারী কিন্তু আমরা ইচ্ছে করলে সব করতে পারি তুমি এগিয়ে যাওয় বোন তুমি আমাদের সিলেটের গৌরব
💗💗💗
স্যালুট বোন আপনাকে আল্লাহ আপনার সহায় হোক🤲🤲🤲🤲
বোন তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তোমার থেকে অনেক কিছু শিখার আছে, সামনের দিকে এগিয়ে যাও ভাল থেক।
Mr. RJ KEBRIA....Branding Bangladesh .......THANKS. My appeal to the Govt. to award Mr. Kebria and Mrs. TULI for highlighting the effort of 'Digitai Bangladesh ' .The Information Minister should take personal steps to fulfill the Hon'ble P.M.Sk.HASHINA dream.
তুলি বোনের জন্য অনেক অনেক দোয়া রইলো।।
What a great story? May Allah bless you and give long life to do good job according to Quran and sunnah.
সটুডিও অফের।ধন্যবাদ জানাই জীবন যুদ্ধের ঘটনা জোগার করার জন্য ।
তুলি তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল ।
এই বোনটির মত আমার ও লেখা পড়া করার ইচ্ছা ছিল, আমিও পরিক্কা দিবার সময় কাগজ পাইনি। আমার বাবা যুক্ত রাজ্জ প্রবাসী জাহাজে করে এসেছিলেন । কিন্ত অসুস্থ হয়ে ফিরে যাওয়ায় আমাদের করুন অবস্থাতে দিন কাটাতে হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আগেই বাবার সুবাদে এদেশে আসতে পেরেছিলাম তাই আল্লাহর রহমতে ভাল আছি। যদিও প্রায় তিরিশ বছর আগেকার কথা তবুও ভুলতে পারিনা সেই ছোটবেলার কস্টের দিন গুলি । আল্লাহ সবার জিবনে কিছু পরীক্কা দিয়ে থাকেন।(Uk)
রাইট আমি আমার জিবনে এমনই কিছু পেয়ে ছি
আপার জামাই মনে হয ডেসটিনি তে চাকরি করতো😁
এই মেয়েটার প্রতি মহান আল্লাহ তায়ালার রহমত বরকত আছে।
অপেক্ষায় ছিলাম কখন ভিডিও আসবে ধন্যবাদ কিবরিয়া ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে
আমাদের ভালোবাসা হোক আল্লাহর জন্য
SubhanAllah it's really emazing . How beautiful the young girl was?
She was so talented mashallah
অসাধারণ আল্লাহ ওকে আরো এগিয়ে নিয়ে যাক
অসাধারণ, অসাধারণ💕
অসাধারণ গল্প শুনে আমার খোব খারাপ লাখছে ভাই
অসাধারন বোন,স্যালুট আপনাকে।
তুমি সৎ এবং সতী ছিলে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাকের সাহায্য চেয়েছে।
আল্লাহকে ভয় করেছো তাই আল্লাহ পাক তোমার সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ । এত ঝড় ঝাপটার পরেও নিজের চরিত্রকে কলুষিত করনি তোমার কথাই বুঝলাম তোমার মত মেয়ে সম্মানের যোগ্য তোমাকে দেখে আরো মেয়েরা শিক্ষা গ্রহণ করুক । বর্তমানে মেয়েরা প্রেম আর নোংরামির পিছনে না ছুটে নিজেকে প্রতিষ্ঠিত কর। বাকিটা আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন ।সৎ নিয়ত যার আল্লাহ সহায় তার।
I am from moulvibazar to I am in uk love you sister for being so strong woman I am lost hearing this story high respect for you Allah 100% with you 🥰
Onk Valo legece chokhe Pani Ashe porche😥❤️
অসাধারণ বোন তোমার জন্য দোয়া রইলো
এগিয়ে জাও বোন দোয়া ও শুভকামনা রইল আপনার পতি