এই কাজটিও খুবই সুন্দর। তবে প্রথমের সেই "যে সন্ধ্যায় তুমি চলে যাও" মনে এক আলাদাই স্থান করে নিয়েছে যেটা এই কাজ বা পরের কাজ কতোটা করতে পারবে আমার জানা নেই, কারণ যে সন্ধ্যায় তুমি চলে যাও এর প্রথম অংশের উপস্থাপন অনেক স্বতস্ফুর্ত ছিল। আগামী কাজগুলোর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এপার বাংলা থেকে অনেক ভালোবাসা ভাই ❤️
হুদা ভাই তুমি সব সময় স্পেশাল কিছু করো , তোমার সব কন্টেন্ট অনেক সুন্দর , কিন্তু মানুষ চায় ফিউচার আরো সুন্দর হুক তোমার এই কাজ টাও অনেক সুন্দর কিন্তু এইটা আগে আসার দরকার ছিলো , যে সন্ধ্যায় তুমি চলে যাও ১ পরে আসলে হয়তো এইটা আমরা অনেক অনেক দিন মনে রাখতে পারতাম , বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট প্রজেক্ট হুপ ওয়ে উইল ফাইন্ড এনাদার মাস্টারপিস সুন
আমার কাছে স্পেশাল বলতে কিছুই নাই । আমি আসলে মুড বুইঝা নিজের মতো আওড়াই । কখনো একা আবার কখনো সবাইকে নিয়ে । তবে আয়োজন করে কিছুই করিনা । সময় আপনাকে এনে দিবে যা প্রয়োজন তাই কিছুর অধিক আশা বা মাস্টার পিছ টাইপ কিছু আশা মানে আপনি হতাশ হয়ে যেতে পারেন । ভালোবাসা জানবেন 💙
খুব একটা ভালো লাগে নি। না লাগার কারন আবৃত্তি চলাকালীন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ze sondai tumi chole jaw এ কিন্তু এরকম আজাইরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো না। একটা ন্যাচারাল ভাব ছিলো। আজকেরটা নতুন করে আবৃত্তি করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দিয়ে।
যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে (২) তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা (২) আমিওও ছুটে যাই সে গভীরে আমিও ঢেলে যাই কি নিবিরে, তুমি কি মরীচিকা না শুধু তারা(২) তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা মেঘেরা অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায় বিকেল অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায়। একজন ট্রাফিক পুলিশের কথা বলতে পারো যে বাড়ি ফিরে ঘুমের ভেতর হুইসেল বাজিয়ে ওঠে রোজ! তখন হয়তো, তখন বোধ হয় তার ঘুমের ভেতর ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কেউ। তুমি চলে গেলে, তুমি চলে গেলে নিজেকে সেই ট্রাফিক পুলিশ মনে হয় ! তখন এমনি হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে মন চোখের ভেতর নানা দৃশ্য একে হেঁটে যায় ফুটপাত। আমার কাধ ছুয়ে দ্রুত চলে যায় পথচারী। মহামারীর এই সময়ে কেউ আর সামাজিক দূরত্ব মানছে না(২) তোমার আমার কত দূরত্ব। একটা মিষ্টির দোকানে চোখ পড়তেই দেখি হরেক রকমের মিষ্টি দিয়ে সাজানো থাল। কেউ প্রিয়জনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন আবার কারোর ঘরে হয়তো নতুন কোন মেহমান এসেছেন তার জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন। এখানে আমি হলে পিপড়া এবং মাছিদের জন্য দুই একটা মিষ্টি রেখে যেতাম, মূলত মূলত ঐক্য এবং শৃঙ্খলা বলতে যা কিছু আমি বুঝি তা আসলে তাদের থেকেই শিখেছিলাম। আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে এই মুহূর্তে তোমাকে মনে পড়ছে ভীষণ(২)
এতো এতো মানুষের ভিরে আমিও আপনার একজন ভক্ত, আপনার আবৃত্তি করা এতো সুন্দর কিছু বলার নেই।
প্রণাম নিবেন আমার🙏
কত বার শুনেছি এই গান, এ-ই আবেগ কখনও বোঝাবার নয়...
তোমায় ছুতে চাওয়ার মূহুর্তরা....❤❤
দারুণ!!
কবিতার শব্দগুলো বারংবার বলছে জীবন অনেক সুন্দর সৃষ্টিশীল ভাবনায়🌸
অদ্ভুত সুন্দর 🖤
গান টা সারাদিন বুকের মাঝে গুনগুন করে। আর কবিতার ব্যাপারে কি বলবো অনবদ্য বরাব্র এর মতো❤️
নেশা কাটছে না আপনার কবিতা গুলোর!🖤
You guys are the best.
Just don't stop, keep going.
অসাধারণ ভাই❤
এভাবে একেকটা অলস সময় পার করার সঙ্গী সৃষ্টির জন্য প্রহরীকে ভালোবাসা জানাই❤️
আপনাকেও ভালোবাসা 💙
❤❤❤❤
masterworks! Astounding!!
Just imagine, these r ur friends nd ur hanging out with them after a stressfull long day...
I still cant figure out while it is still not getting popular
In my perspective
Its a masterpiece
Best combo🖤
তিহলৌকিক। ❤️
হায় হায় 💙
হাজার বার শোনা পরে কমেন্টস কারন শুধু একটাই স্মৃতি💙
@@Life.Iss.Colourful ঠিক
বরাবরই হুদা ভাইয়ের গলায় আমি মুগ্ধ, মন স্থির করে শুনতে শুনতে পুরো ডুবে যায় অতীতে যা ফেলে এসেছি :)
অনেক ভালোবাসা ভাইয়া, খুউব ভালো থাকবেন 💙
এই কাজটিও খুবই সুন্দর। তবে প্রথমের সেই "যে সন্ধ্যায় তুমি চলে যাও" মনে এক আলাদাই স্থান করে নিয়েছে যেটা এই কাজ বা পরের কাজ কতোটা করতে পারবে আমার জানা নেই, কারণ যে সন্ধ্যায় তুমি চলে যাও এর প্রথম অংশের উপস্থাপন অনেক স্বতস্ফুর্ত ছিল। আগামী কাজগুলোর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
এপার বাংলা থেকে অনেক ভালোবাসা ভাই ❤️
❤️💙
অনন্যসুন্দর
💙
আজকে সারাদিন আপনার কবিতা গুলা শুনলাম খুবেই ভালে লাগলো
ভাই এইরকম আরো বানান।
খুবই ভালো লাগে ভাই।
Osadharon,Mon chuye gelo, comment na kore parlam na. Kobitar combination ta khub valo legeche.🖤
valobasha niben vaia 🥰🥰
awwww Shanti
soothing ❤
হুদা ভাই❤
হুদা ভাই ভালোবাসা নিবেন❤
আপনাকেও ভালোবাসা 💙
কখনো যদি বাস্তবে শুনতে পেতাম, ভালো লাগতো খুব
চলে আসুন একদিন সময় হলে...
@@PROHORI কোথায় খুঁজে পাবো, জানাবেন
@@nabilakhan1031 নেক্সট কিছু প্রজেক্ট আছে । বিভিন্ন শহরে । চ্যানেলের এবাউটে যোগাযোগ এর লিংক আছে সেখানে মেসেজ করলে জানতে পারবেন ।
😯😯😯😯
Vai ❤️❤️❤️🥀
💙
❤️❤️🔥
💙
প্রহরগুলো সুন্দর কাটছে নাহ
হুদা-ভাই -(প্রহরী..!
মুহুর্ত বাঁচতে পারা সব সময় নিদারুণ সুন্দর 💙
🌻
💙
🌼🌼🌼
অসাধারণ ভাই! যতবারই শুনি ততোবারই মুগ্ধ হই!!' যে সন্ধ্যায় তুমি চলে যাও' কবিতার টেক্সট ভারসন টি আছে?
😍😍😍
💙
❤️
💙
❤️🥺
🖤✨
💙
সাধু ভাই সাধু!
💙
Bhaiya apnader cover gulo (abritti/gaan) Spotify te anar try koren.💗💗💗
এই কাজটা এত সুন্দর কেন🥹
সুন্দর ভাবলেন তাই সুন্দর হয়ে এলো 💙
আপনি একটা রত্ন ❤️
আপনার প্রতিভাকে প্রণাম জানাই 🙏
আপনাকে আর আপনার সৃষ্টিকে ভালোবাসি।
বই মেলার আপনার দেয়া বই টা পেলাম না স্টল বন্ধ ছিলো খুবই হতাসা নিয়া ফিরে আসলাম।
1000000* times
ভালোবাসা নিবেন!🖤
আপনিও 💙
Bhaiya ami tomar moto kobita lekhte chai... Ektu bolio kivabbe ato valo kobita lekhte paro
কবিতার প্রতি প্রেম আরো দিগুণ বেড়ে যায় আপনার সৃষ্টিগুলো শুনলে।। 😔❤️
Jimi Handrix....
Vai apnar lehka kobita gula jodi descrition e lyrics koira leika dile valo hoito
♥! ♥
Kobita gulor naam?
কবিতাটা দেয়া যাবে?
হুদা ভাই, প্লিজ সম্পূর্ণ কবিতা'টা লিখে দিয়েন !!
@Fardeen Rafe তা তো জানি না, কিন্তুু লেখালেখি করেন এতোটুক জানি!
সাউন্ড সিস্টেম আরও ভালো করার দরকার, সাউন্ডে অনেক সমস্যা
সেটাপ আসলে কিছুই না । যদিও এটা রেকর্ড লাইভ ভার্সন তাই এমনিতেই নেয়া । ধন্যবাদ ।
Huda vai kobita ti alada kore record koren plz. background music and sound quality jonno clearly shuna jai ni
but best chilo plz rerecord brother
হুদা ভাই তুমি সব সময় স্পেশাল কিছু করো , তোমার সব কন্টেন্ট অনেক সুন্দর , কিন্তু মানুষ চায় ফিউচার আরো সুন্দর হুক তোমার এই কাজ টাও অনেক সুন্দর কিন্তু এইটা আগে আসার দরকার ছিলো , যে সন্ধ্যায় তুমি চলে যাও ১ পরে আসলে হয়তো এইটা আমরা অনেক অনেক দিন মনে রাখতে পারতাম , বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট প্রজেক্ট হুপ ওয়ে উইল ফাইন্ড এনাদার মাস্টারপিস সুন
আমার কাছে স্পেশাল বলতে কিছুই নাই । আমি আসলে মুড বুইঝা নিজের মতো আওড়াই । কখনো একা আবার কখনো সবাইকে নিয়ে । তবে আয়োজন করে কিছুই করিনা । সময় আপনাকে এনে দিবে যা প্রয়োজন তাই কিছুর অধিক আশা বা মাস্টার পিছ টাইপ কিছু আশা মানে আপনি হতাশ হয়ে যেতে পারেন ।
ভালোবাসা জানবেন 💙
ভাই
আমার কিছু লিখা আছে
আপনার পর্যন্ত পৌছানো যা কী উপায়ে...??
একটু রিভিউ দিতেন আর কি
lyrics ta den🐸
আবৃত্তি অসাধারণ, কিন্তু গিটার একদমই যায় নাই। কবিতা টা শুধু আবৃত্তি করুন একবার খালি গলায়।অথবা মানানসই ব্যকগ্রাউন্ড মিউজিক দিয়ে❤️
'মিষ্টি' উচ্চারণটা বাজে লাগলো
অনেক শুকরিয়া । বাজে বলতে গালি ছাড়া বোধহয় কিছু নাই । তবে হ্যাঁ হুটকরে আড্ডার ফাঁকে করা ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আপনাকে ধন্যবাদ 💙
Haa, Valo thakben,,,
(Misti/MishHti) pronounciation ta amar o valo laglo na,,,ar sob e valo chilo,,,
Thanks
An Ordinary Listener
Maaf Korben Please
খুব একটা ভালো লাগে নি। না লাগার কারন আবৃত্তি চলাকালীন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ze sondai tumi chole jaw এ কিন্তু এরকম আজাইরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো না। একটা ন্যাচারাল ভাব ছিলো। আজকেরটা নতুন করে আবৃত্তি করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দিয়ে।
Thik bolechen.......ei kobita ta alada kore record kora hok
Bhai unader band ta i hocche gaan ar kobita miliye
@@nayeemchowdhury9845apni tahole notun, prohori'r yt page e ei abritti kora ache khuje dekhen. Na jene comment kora bondho koren
যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে (২)
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা (২)
আমিওও ছুটে যাই সে গভীরে আমিও ঢেলে যাই কি নিবিরে,
তুমি কি মরীচিকা না শুধু তারা(২)
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
মেঘেরা অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায়
বিকেল অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায়।
একজন ট্রাফিক পুলিশের কথা বলতে পারো যে বাড়ি ফিরে ঘুমের ভেতর হুইসেল বাজিয়ে ওঠে রোজ!
তখন হয়তো,
তখন বোধ হয় তার ঘুমের ভেতর ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কেউ।
তুমি চলে গেলে, তুমি চলে গেলে নিজেকে সেই ট্রাফিক পুলিশ মনে হয় !
তখন এমনি হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে মন
চোখের ভেতর নানা দৃশ্য একে হেঁটে যায় ফুটপাত।
আমার কাধ ছুয়ে দ্রুত চলে যায় পথচারী।
মহামারীর এই সময়ে কেউ আর সামাজিক দূরত্ব মানছে না(২)
তোমার আমার কত দূরত্ব।
একটা মিষ্টির দোকানে চোখ পড়তেই দেখি হরেক রকমের মিষ্টি দিয়ে সাজানো থাল।
কেউ প্রিয়জনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন আবার কারোর ঘরে হয়তো নতুন কোন মেহমান এসেছেন তার জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন।
এখানে আমি হলে পিপড়া এবং মাছিদের জন্য দুই একটা মিষ্টি রেখে যেতাম, মূলত মূলত ঐক্য এবং শৃঙ্খলা বলতে যা কিছু আমি বুঝি তা আসলে তাদের থেকেই শিখেছিলাম।
আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না
আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে এই মুহূর্তে তোমাকে মনে পড়ছে ভীষণ(২)
এই কবিতার নাম কি আমি কবিতাটা মুখস্থ করতে চাই