অসাধারণ গল্প, তার সঙ্গে আকর্ষণীয় গলায় গল্প পাঠ। সত্যজিৎ রায়ের লেখার ভক্ত আমি ছোটবেলা থেকেই। আজ নতুন করে সেই আনন্দের ছেলেবেলায় ফিরে গেলাম, মুগ্ধ হলাম আবার ও 🙏🙏🙏
পুরো একমাস ধরে শুনছি সত্যজিৎ... শুধু তাই নয়, সানডে সাসপেন্সের পুরোনো অ্যালবাম থেকে খুঁজে বের করে আবারও শুনে ফেললাম তাঁর অনবদ্য সৃষ্টিগুলো। ফিরে গেলাম সেই ছোটবেলার। তোমরা যা করলে তার চাইতে বড় শ্রদ্ধার্ঘ্য আর কিছু হতে পারে না। থ্যাঙ্কু... টীম রেডিও মিরচি সানডে সাসপেন্স 🙏🏼🙂
ধন্যবাদ মিরচি টিম কে।। সত্যজিৎ রয়ের জন্মদিনে এত ভালো একটি গল্প বাঙালি পাঠক দের উপহার দেওয়ার জন্য।। কিন্তু একটা খারাপ লাগা এর মধ্যে থেকেই যায়।। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল ৩০ সে মার্চ।। সেদিনের উপলক্ষে ভেবেছিলাম আপনারা একটা ওনার গল্প পাঠ করবেন।।খুব হতাশ হয়েছিলম। । সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যে অনস্বীকার্য , তা তো আপনারা স্বীকার করবেন।। একটা আক্ষেপ থেকেই যায়।। ধন্যবাদ।
@@akmgod402 emon ki mirchi mir, somak, Agni eder karor Facebook page e sharadindu bandopadhyay er jonmodin upolokkhe ekta post o koreni.....kintu actors, actress, singer Der jonmodin e onara wish kore post korechilen....jothesto hotash holam....AJ satyajit Roy er por saradindu bandopadhyay er golpo sob theke besi ache Sunday suspense e...onar obodan kintu Kom noy
Aj k satyajit Roy ar golpo daoyar jnno stti e valo lag6e...khub vlo lagbe golpo tah... Kara kara satyajit Roy ar golpo sunte chai6ilen like korun 😀👇👇👇👇👇👇👇👇
আমরা দিব্যি প্রতি রবিবার গল্প শুনছি, কিন্তু আজ আমি ধন্যবাদ ও কুর্নিশ জানাবে রেডিও মর্চির সকল সদস্যকে। আপনারা এই দুর্বিষহ দিনেও যোগান দিয়ে চলেছেন আমাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠানের।। অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালো থাকবেন আর এভাবেই বাকিটা জীবন আমাদের গল্পপাঠ উপহার দিয়ে যাবেন এই আশা করি।।
গত সপ্তাহে সত্যজিত রায়ের গল্প শোনানোর request করে ছিলাম ..... জন্মদিন উপলক্ষে ...ধন্যবাদ সত্যজিত রায়ের গল্প শোনানোর জন্য এবং এই মাসটাতে শোনানোর জন্য আরো ধন্যবাদ........🙏🙏🙏🙏🙏
শুভ জন্মদিন রেডিও মির্চি ❤️❤️❤️ সান্ডে সাসপেন্সের একনিষ্ঠ ভক্ত আমি সেই প্রথম দিন থেকেই, এতো ভালো করে গল্প পড়া আর কোনো অনুষ্ঠানে কোনোদিনও শুনিনি । মীরদা, দীপদা তো অসাধারণ, সারা মির্চি টিমই এক অবিশ্বাস্য রকমের পোক্ত ❤️ আর রিচার্ড-দার সাউন্ড এফেক্টের কোনো তুলনাই হয় না ... একটা স্টুডিও বা ঘরে বসে কিকরে রাস্তা - ঘাট, বাস - ট্রেন, স্টেশন, চা-ওয়ালা, জন্তুর আওয়াজ ইত্যাদি ছাড়াও নানা background music গুলো just যাকে বলে ‘ খাপে খাপ ' 👌। এইভাবেই সারাজীবন পাশে চাই টিম মির্চিকে ❤️❤️❤️, অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা রইল ❤️💙💚💛💜🧡...
Thanks TEAM MIRCHI !!!!!!! for making our lives more interesting. I have been listening to Sunday Suspense stories for the past many years. Not a single day has gone without listening to Sunday Suspense stories. I am so addicted now .......LOVE U TEAM MIRCHI !!!!!!!! just awesome team work..........Keep up the GREAT WORK !!!!! GOD BLESS THE ENTIRE TEAM !!!!!!!
আমি সত্যজিত রায়ের die hard fan |🎂🍰 📻📻🎧 আমি অনেক দিন ধরেই এমন একটা গল্পোর জন্য অপেক্ষায় ছিলাম । কিন্তু একটা কথা বুঝতে পারছিনা কোন আবাল গুলো গল্প না শুনেই dislike মেরে বসে আছে | 🤔🤔 তারা কি সাহিত্যক না তারা গল্পটা পুরো টাই জানে 🤔🤔🤔🤔?
সেকি এমন সরকার বাহাদুর আমাদের অমন লাম কাহন, সীতা হরণ, কেষ্টকথন শোনালেন আর আপনার বেকার লাগল, এই জন্যই বাঙালীর ভক্তিভাবের অভাব, খালি সবেতে সাসপেন্স খোঁজা😂😏😬 সরকার মোটেও ভালো চোখে দেখবে না, ঘরে আটকে অষ্টপ্রহর রাম নামের পরেও এই অবস্থা?😂
লকডাউনের চোটে দিন-বার কিচ্ছুর হিসেব না থাকলেও মির্চি কিন্তু ঠিক মনে করিয়ে দেয় 'আজ রবিবার'। ---- আর তার মানেই ------- ".....আমাদের এই বিশেষ অনুষ্ঠান, সানডে সাস্পেন্স ❤।"
শুভ জন্মদিন সত্যজিৎ রায়... ওনার মতো একজন পৃথিবী বিখ্যাত সেরা পরিচালককে পেয়ে আমরা গর্বিত.. .ছবি পরিচালনা ছাড়াও... ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তারিণী খুঁড়ো ওনার সৃষ্ট অমর সব চরিত্র.... প্রথম দিকের কয়েকটি ছবি বাদ দিলে তার পরিচালিত বেশির ভাগ ছবির সঙ্গীত তিনি নিজেই তৈরি করতেন....১০০ বছরের জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম....
Many thanks to the Mirchi team for such wonderful renditions of these stories. I often listen to them (even though I would have done that many time earlier for the same story) whenever I am stressed or unhappy, or maybe just plane bored and every time these wonderful stories and the way they are narrated cheer me up. Satyajit Ray was nothing short of a genius and could transform everyday incidences into writings that can be consumed with so much contentment and joy; however, what the Mirchi team has done to these by lending their voice and effects has turned each of these into delectable pieces of delight, which transport me to the magical world that the stories portray.
গোটা মে মাসে সত্যজিৎ রায়! ধন্যবাদ মিরচি বাংলা ও সানডে সাসপেন্স টীম। আনন্দের বিষয় হচ্ছে, এবার মে মাসে টোটাল ৫টি রবিবার!! এই লকডাউনের সময়ে এরচেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না।
As an author satyajit ray was great and so were his stories..thank u Mirchi bangla sunday suspense.for keeping us happy and entertained during lockdown period😊
There are so many audio stories channels now on TH-cam but still nobody is near in quality to Sunday Suspense. I will suggest to read stories from the book Jibanto Upobit by Himadri Kishore Das Gupta as the stories are very good. Also I would suggest to give stories of new authors like Sukanta Gangopadhyay, Saikat Mukhopadhyay,Ananya Das,Kaberi Roy Chowdhury,Joydip Chakraborty, Tapan Bandopadhyay etc.
Team mirchi I have a request for u. Pls try to report commentators like Avik. Pls. He has been using abusive words and is harrassing women. A request. Pls try to understand. U will find the comment in the live chat. Pls look for it
সত্যজিৎ রায়ের গল্পঃ শুনবো কথা টা শুনে আনন্দ লাগছে...... পরের সপ্তায় তারানাথ তান্ত্রিক এর.....মধুসুন্ধরী দেবীর আবির্ভাব..... গল্পঃ টা শোনানোর জন্য অনুরোধ করছি team mirchi bangla ke.......যারা যারা এক মত তারা লাইক করুন......thank'you team Sunday suspense....👍👍👍👍👍👍👍👍
একটা অন্য স্বাদ.. গল্পটা শুনে “The Artist” আর “King’s Speech” মনে পড়ে গেল। আগামী রবিবারে কি শোনাবেন? একটু lesser known লেখা হলে ভালো হয়। সন্দেশ থেকে কিছু ? 🙏🏻
ফেলুদা বা ব্যোমকেশ এর ভক্ত তো বটেই । কিন্তু ধন্যবাদ তাদের কেউ যারা আমাদের সামনে এই গল্প গুলো এত সুন্দর ভাবে তুলে ধরেন। ধন্যবাদ আপনাদের। mirchi bangla 💞💞💞
Simply awesome. I am a Big Big fan of Satyajit Ray. আপনাদের চেয়ে আর কেউ কখনও এত ভালো করে গল্প উপস্থাপন করতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ সানডে সাসপেন্স এর সকলকে। আপনারা আমাদের অনেকটাই বেঁচে থাকার অনুপ্রেরণা।
এই গল্পেও 118 তা ডিসলাইক. কি জানি ওরা নিশ্চই অবাঙালি বা সত্যজিৎ রায় এর ভক্ত না. তারা অন্য লেখকের ভক্ত. আমার মনে হয়. যদি সহমত হন তাহলে কমেন্ট ও লাইক করুন.
অনেকে বলেন যে ছোট গল্প না দিয়ে বড় গল্প দিন। কিন্ত সত্যি কথা বলতে ছোট গল্প আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায় যা আমাদের জীবনে অনেক সাহায্য করে। যেমন - বাদল এসেছে, সত্যজিত রায় এর নানা গল্প, এবং বিদ্যালয়ে পড়া ছোট গল্পগুলি।
আমাদের ছেলেবেলাকে আরো সুমধুর,রঙিন ও আকর্ষনীয় করে তুলেছিল যা কিছু তাদের মধ্যে অন্যতম সত্যজিতের ছোটগল্প।গল্প ১০১ পড়তে পড়তে কত নির্জন দুপুরবেলাই যে অনায়াসে ফুরিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।ভক্ত আমার সবচেয়ে প্রিয় গল্পগুলোর একটা।না,এটা হয়তো বাংলা ভাষার শ্রেষ্ঠ গল্পগুলির তালিকায় স্থান পাবে না,তবে..এমন কিছু জিনিসও তো থাকে যা কেবল মনের ভীষণ কাছের...এটি ঠিক তাই।গল্পটির বিষয় নিয়েও কিছু লিখতাম...তবে আর কিছু মুহূর্ত পরেই তো শুরু হবে..যারা গল্পটি আগে পড়েননি কৌতুহল,উদ্দীপনা থাকুক না হয়...আর যারা পড়েছেন চলুন একসাথে আবার শৈশবকে ঝালিয়ে নেওয়া যাক...
Onek dhonyobad Puro may month e amra Satyajit Ray sunbo Seriously ei khabor ta peye eto valo lagche j ki bolbo Seriously onek dhonyobad Srota der mon bujhte parar jonno
অসাধারণ গল্প, তার সঙ্গে আকর্ষণীয় গলায় গল্প পাঠ। সত্যজিৎ রায়ের লেখার ভক্ত আমি ছোটবেলা থেকেই। আজ নতুন করে সেই আনন্দের ছেলেবেলায় ফিরে গেলাম, মুগ্ধ হলাম আবার ও 🙏🙏🙏
আগেকার সেই রোমাঞ্চকর সূচনা মিউজিক টাকে ফিরিয়ে আনলে সকলের আরও ভালো লাগতো।💕
এতো সুন্দর একটা গল্পের জন্য ধন্যবাদ 🙏
Ekdom thik. Sob jinis er change mene neoa jay na.
Akdom thik
Old is gold
akdom... ager music ta valo 6ilo...
Sotti i tai...ager intro ta chai amra...ota ekta aladai emotion
পুরো MAY মাসে সত্যজিৎ এর গল্প আসবে বলে❤️❤️❤️
কে কে খুশি হয়েছো??
আমি
অনেক অনেক ধন্যবাদ টিম Sunday suspense।🙏🏻
Uff last line টা সেরা। তার জিভ তোতলালেও কলম তোতলায় না 🙏🔥🔥🔥
b 😀😀l damm good comment
@@graminbaghajatin7771 00⁰000p⁰
পুরো একমাস ধরে শুনছি সত্যজিৎ... শুধু তাই নয়, সানডে সাসপেন্সের পুরোনো অ্যালবাম থেকে খুঁজে বের করে আবারও শুনে ফেললাম তাঁর অনবদ্য সৃষ্টিগুলো। ফিরে গেলাম সেই ছোটবেলার। তোমরা যা করলে তার চাইতে বড় শ্রদ্ধার্ঘ্য আর কিছু হতে পারে না।
থ্যাঙ্কু... টীম রেডিও মিরচি সানডে সাসপেন্স 🙏🏼🙂
খুব ভালো লাগলো লক ডাউন এর সময় ও সত্যজিৎ স্যার এর এই গল্পটা উপহার দিলেন
যারা যারা সত্যজিৎ রায় এর ভক্ত 👍 দিন
দীপদার গলাটা একটু ভারি লাগছে, ঠান্ডা লেগেছে নাকি?🤨
সত্যজিৎ রায়ের গল্প দিয়েই শুরু হয়েছিল সানডে সাসপেন্স এর যাত্রা।।। আজকের বিশেষ দিনে আবার তাকে স্মরণ করার জন্য ধন্যবাদ।।।।।
সহজ সরল গল্পে অকল্পনীয় এবং বিস্ময়য়কর মোচড় (ক্লাইম্যাক্স) আনার ক্ষেত্রে লেখক সত্যজিৎ রায়ের জুড়ি মেলা ভার।
ভীষণ ভীষণ ভালো লাগলো 👌👌
"May মাস Ray মাস", What an idea... 🙏🙏
এবছর আর হয়ে উঠলো না!
এই মে মাসে রেডিও মির্চিতে সত্যজিৎ রায় মহাশয়ের গল্প পাঠ করে শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেনে রোমাঞ্চিত হলাম। জন্মশতবর্ষে উনাকে উপযুক্ত শ্রদ্ধার্ঘ। ধন্যবাদ রেডিও মির্চি।
আমরাও ভক্ত ::
হয় সানডে সাসপেন্স এর
অথবা সত্যজিৎ রায়ের
বা ফেলুদার
নয়তো ব্যোমকেশ বা শার্লকের
অধুনা প্রিয়নাথের ভক্ত হয়েছি
Ekdom tai....
Sotti etai
Ake dom tick .ake mot
Sunday suspense e nijer lekha story ki vabe pathabo??
@@dattaadway2211
মেল করতে হবে মনে হয়।
ধন্যবাদ মিরচি টিম কে।। সত্যজিৎ রয়ের জন্মদিনে এত ভালো একটি গল্প বাঙালি পাঠক দের উপহার দেওয়ার জন্য।।
কিন্তু একটা খারাপ লাগা এর মধ্যে থেকেই যায়।। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল ৩০ সে মার্চ।। সেদিনের উপলক্ষে ভেবেছিলাম আপনারা একটা ওনার গল্প পাঠ করবেন।।খুব হতাশ হয়েছিলম। ।
সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যে অনস্বীকার্য , তা তো আপনারা স্বীকার করবেন।। একটা আক্ষেপ থেকেই যায়।।
ধন্যবাদ।
😓, sotti amio asa krechilam.😓
Ha 30 march amar o jonmodin.tobe shajarur kata to holo.
@@rupammukherjee6891 sajarur kanta to 12th April holo..2weeks por Oder nojor porechilo onar upor...bepar ta to fike fike hoye gchilo tokhon......
@@akmgod402 emon ki mirchi mir, somak, Agni eder karor Facebook page e sharadindu bandopadhyay er jonmodin upolokkhe ekta post o koreni.....kintu actors, actress, singer Der jonmodin e onara wish kore post korechilen....jothesto hotash holam....AJ satyajit Roy er por saradindu bandopadhyay er golpo sob theke besi ache Sunday suspense e...onar obodan kintu Kom noy
@@pinkiojha2022 akdom i, sorodindu babu r obodan bengali sahitye kichu matro kom noy, ki r bolbo eder. 😓. Khub i asahoto hyechilam amio.😓
Happy 17th birthday Radio Mirchi... 🎂🎂🎂🎂🎂.... Wishing you neverending successful years....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Wow 😍
Last year to ora 10 years complete korechilo bole jantam 👀
@@utpalbhattacharya4745 a0ppp0
🎉🎉🎉Is it?? I don't know.. So ,happy birthday to Radio Mirchi.
SATYAJIT RAY amer sob theke priyo writer..... onar sob story amer vison valo lage..
আজকের গল্পটা শোনার জন্য কে কে wait করছিলে?? । সত্যজিৎ এর গল্প শুনবো ভাবলেই যেন বুকের ভেতরটা থম থম করে ।😋
জটায়ুকে সঙ্গে নিয়ে সত্যজিৎ চলে গেলেও আমাদের মনে উনি সবসময় আছেন,থাকবেন।।।।।LEGENDS NEVER DIE.....
একদম..
Aj k satyajit Roy ar golpo daoyar jnno stti e valo lag6e...khub vlo lagbe golpo tah...
Kara kara satyajit Roy ar golpo sunte chai6ilen like korun 😀👇👇👇👇👇👇👇👇
আমরা দিব্যি প্রতি রবিবার গল্প শুনছি, কিন্তু আজ আমি ধন্যবাদ ও কুর্নিশ জানাবে রেডিও মর্চির সকল সদস্যকে। আপনারা এই দুর্বিষহ দিনেও যোগান দিয়ে চলেছেন আমাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠানের।। অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালো থাকবেন আর এভাবেই বাকিটা জীবন আমাদের গল্পপাঠ উপহার দিয়ে যাবেন এই আশা করি।।
গত সপ্তাহে সত্যজিত রায়ের গল্প শোনানোর request করে ছিলাম ..... জন্মদিন উপলক্ষে ...ধন্যবাদ সত্যজিত রায়ের গল্প শোনানোর জন্য এবং এই মাসটাতে শোনানোর জন্য আরো ধন্যবাদ........🙏🙏🙏🙏🙏
Satyajit Ray is a true gem of entire bengali literature..
We expect more ray on Sunday suspense..
শুভ জন্মদিন রেডিও মির্চি ❤️❤️❤️ সান্ডে সাসপেন্সের একনিষ্ঠ ভক্ত আমি সেই প্রথম দিন থেকেই, এতো ভালো করে গল্প পড়া আর কোনো অনুষ্ঠানে কোনোদিনও শুনিনি । মীরদা, দীপদা তো অসাধারণ, সারা মির্চি টিমই এক অবিশ্বাস্য রকমের পোক্ত ❤️ আর রিচার্ড-দার সাউন্ড এফেক্টের কোনো তুলনাই হয় না ... একটা স্টুডিও বা ঘরে বসে কিকরে রাস্তা - ঘাট, বাস - ট্রেন, স্টেশন, চা-ওয়ালা, জন্তুর আওয়াজ ইত্যাদি ছাড়াও নানা background music গুলো just যাকে বলে ‘ খাপে খাপ ' 👌। এইভাবেই সারাজীবন পাশে চাই টিম মির্চিকে ❤️❤️❤️, অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা রইল ❤️💙💚💛💜🧡...
It's a humble request to Sunday Suspense team to bring back the old background music. It was an identity which makes SS unique.
Chup
@@arindammandal530 tui chup
@@hasantomal6821 chup.
Absolutely...that background sound and introduction at the beginning is nostalgia...sunday sunpense need to bring that back...
@@arindammandal530 chup shala
লক ডাউন হোক বা না হোক, sunday সাসপেন্স এর জন্যে সেই একই ভাবে অপেক্ষা করে থাকি
Amio dada
Thanks vai
পুরানো মিউজিক টাই "সানডে সাসপেন্স "কে একটা আলাদা পরিচয় দিত.সেটাকে ফিরিয়ে আনলে খুব ভালো হয়.
আপনার সাথে সহমত❤️
@@prakashpaul7261 apnar 7a sohomat amio
Ekdom thhik kotha. I agree
Oi music tar ekta alada anuvuti achey...SS er moto e...
Stti
শুরুতেই সন্দেহ টি হয়াছিল ।মন টি দুদিন ধরে কেমন যেনো সত্যজিৎ এই পড়ে আছে।
Thanks TEAM MIRCHI !!!!!!! for making our lives more interesting. I have been listening to Sunday Suspense stories for the past many years. Not a single day has gone without listening to Sunday Suspense stories. I am so addicted now .......LOVE U TEAM MIRCHI !!!!!!!! just awesome team work..........Keep up the GREAT WORK !!!!! GOD BLESS THE ENTIRE TEAM !!!!!!!
Sei prothom bar mone ache, Dada suniachilo tokhon class 2, ar sei theke aj 12th ses , still its a part of my life😍😍
uff, akdom praner kotha bolle, puro nijer experience ta mone porlo🤗🤗🤗
Pran chue gelo, sotti amader jibon er ongo hoe geche😍
Apnara nijer experience share korun🎆
Amar to 12 sesh o holo na😢😢😢
@@mithusaha123 😂😂😂....চিন্তা করবেন না .....পরীক্ষা হবেই ....
গোটা মে মাস সত্যজিৎ রায়😍
আনন্দম! আনন্দম!
Ekdom thik
আমি সত্যজিত রায়ের die hard fan |🎂🍰 📻📻🎧 আমি অনেক দিন ধরেই এমন একটা গল্পোর জন্য অপেক্ষায় ছিলাম । কিন্তু একটা কথা বুঝতে পারছিনা কোন আবাল গুলো গল্প না শুনেই dislike মেরে বসে আছে | 🤔🤔 তারা কি সাহিত্যক না তারা গল্পটা পুরো টাই জানে 🤔🤔🤔🤔?
Tarao boro vokto golpo na sonar.....😜
@@moubhowmick7983 তাই তো দেখছি 🤣😂😁
@@moubhowmick7983 🤣🤣🤣🤣
I'm also a big 'VOKTO' of Satyajit Ray n also of Mirchi Bangla💖❤🙏👏
Amio
লকডাউন এর মধ্যে শুধু কেবল এই সানডে সাস্পেনসই একটা ভালো জিনিস হচ্ছে। তা ছাড়া সবই বেকার লাগছে।
সেকি এমন সরকার বাহাদুর আমাদের অমন লাম কাহন, সীতা হরণ, কেষ্টকথন শোনালেন আর আপনার বেকার লাগল, এই জন্যই বাঙালীর ভক্তিভাবের অভাব, খালি সবেতে সাসপেন্স খোঁজা😂😏😬 সরকার মোটেও ভালো চোখে দেখবে না, ঘরে আটকে অষ্টপ্রহর রাম নামের পরেও এই অবস্থা?😂
@@IELTSPrepPRO-OfficialChannel 😂😂😂
Apnar dp tao to bakar bal
Ami ei golper bhokto ❤koto bar j suni ❤❤❤
I love সত্যজিৎ রায়ের গল্প মনে হচ্ছে নতুন নাত্ত excited very much
Happy Birthday Mirchi...❤❤❤❤❤
Ar gota may mas dhore Satyajit Ray er story sonano hobe sune mone holo the best birthday return gift we got ever!❤
Let's have fun together
হ্যাঁ সত্যি তাই!
এটার জন্য তো অপেক্ষা চলছিল কয়দিন ধরে, মনে মনে ভাবছিলাম আজ পূরণ হয়ে গেল।
Bah khub valo ebar ghore akta party dao baba
আমাদের জীবনের অনেক স্বাদ পূবণ করার জন্য মিরচি টিমকে অসংখ্য ধন্যবাদ
লকডাউনের চোটে দিন-বার কিচ্ছুর হিসেব না থাকলেও মির্চি কিন্তু ঠিক মনে করিয়ে দেয় 'আজ রবিবার'। ---- আর তার মানেই ------- ".....আমাদের এই বিশেষ অনুষ্ঠান, সানডে সাস্পেন্স ❤।"
পুরো মে মাস জুড়ে সত্যজিৎ ❤
দারুণ আনন্দ হচ্ছে.... 💃
Exactly 😊
শুভ জন্মদিন সত্যজিৎ রায়...
ওনার মতো একজন পৃথিবী বিখ্যাত সেরা পরিচালককে পেয়ে আমরা গর্বিত.. .ছবি পরিচালনা ছাড়াও... ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তারিণী খুঁড়ো ওনার সৃষ্ট অমর সব চরিত্র.... প্রথম দিকের কয়েকটি ছবি বাদ দিলে তার পরিচালিত বেশির ভাগ ছবির সঙ্গীত তিনি নিজেই তৈরি করতেন....১০০ বছরের জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম....
কে কে তারানাথ তান্ত্রিক কে miss করেন like ঠুকুন 👍
Many thanks to the Mirchi team for such wonderful renditions of these stories. I often listen to them (even though I would have done that many time earlier for the same story) whenever I am stressed or unhappy, or maybe just plane bored and every time these wonderful stories and the way they are narrated cheer me up.
Satyajit Ray was nothing short of a genius and could transform everyday incidences into writings that can be consumed with so much contentment and joy; however, what the Mirchi team has done to these by lending their voice and effects has turned each of these into delectable pieces of delight, which transport me to the magical world that the stories portray.
গোটা মে মাসে সত্যজিৎ রায়! ধন্যবাদ মিরচি বাংলা ও সানডে সাসপেন্স টীম।
আনন্দের বিষয় হচ্ছে, এবার মে মাসে টোটাল ৫টি রবিবার!! এই লকডাউনের সময়ে এরচেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না।
Where r u from??
As an author satyajit ray was great and so were his stories..thank u Mirchi bangla sunday suspense.for keeping us happy and entertained during lockdown period😊
এই গল্প টা , IGNOU থেকে গ্র্যাজুয়েশন এর সময় আমার বাঙলা chapter এ ছিল,
২০১২ তে পড়েছিলাম 😀,
এবার শুনে খুব ভালো লাগলো 🙏।
There are so many audio stories channels now on TH-cam but still nobody is near in quality to Sunday Suspense. I will suggest to read stories from the book Jibanto Upobit by Himadri Kishore Das Gupta as the stories are very good. Also I would suggest to give stories of new authors like Sukanta Gangopadhyay, Saikat Mukhopadhyay,Ananya Das,Kaberi Roy Chowdhury,Joydip Chakraborty, Tapan Bandopadhyay etc.
I strongly agree with u
There are lots of channels, but no one is able to keep the quality...
@@suneladey ha
Team mirchi I have a request for u. Pls try to report commentators like Avik. Pls. He has been using abusive words and is harrassing women. A request. Pls try to understand. U will find the comment in the live chat. Pls look for it
Yes.😠😡
Chudbo k hai tumi
Are apni k?? Ke hoyche apnar sathe??
In what context?? please tell about the whole story
Ki hoyechilo?
সত্যজিৎ রায়ের গল্পঃ শুনবো কথা টা শুনে আনন্দ লাগছে...... পরের সপ্তায় তারানাথ তান্ত্রিক এর.....মধুসুন্ধরী দেবীর আবির্ভাব..... গল্পঃ টা শোনানোর জন্য অনুরোধ করছি team mirchi bangla ke.......যারা যারা এক মত তারা লাইক করুন......thank'you team Sunday suspense....👍👍👍👍👍👍👍👍
মাধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্প টি দেওয়া আছে। আর রেডিও মির্চি র ঈ আপলোড করা আছে। একটু খুঁজে নিন।
তারানাথ তান্ত্রিকের গল্পের অপেক্ষায় আছি। তারানাথ তান্ত্রিকের গল্প চাই। 😞
Amio chai Taranath Tantrik er golpo... 🖐
Q1qaa
Q1qaa
গল্প উপস্থাপনা বরাবরের মতোই অসাধারণ। কিন্তু ওই মুখে পান ঠেসে "ক্যাও?"টি অনবদ্য! 😁 অনেক শুভেচ্ছা Sunday suspense team কে। ভালো থাকুন, সুস্থ থাকুন।।
Happy Birthday Mirchi....Thanks for being in our life for years...and hope this journey will continue forever...😊
Mon ta kichu din theke satyajit satyajit korchilo..
Purnota pelo..
Tnks...ss
Bristir dine mirchi sunte darun lage
Sothik 😊
একটা অন্য স্বাদ.. গল্পটা শুনে “The Artist” আর “King’s Speech” মনে পড়ে গেল। আগামী রবিবারে কি শোনাবেন? একটু lesser known লেখা হলে ভালো হয়। সন্দেশ থেকে কিছু ? 🙏🏻
এই পুরো মাসে যখন শ্রী সত্যজিত রায়ের লেখা গল্প পাঠ করা হবে, তখন আমার একান্ত অনুরোধ, যদি সম্ভব হয় তবে একটি পর্বে ফেলুদার গল্প আনার চেষ্টা করুন।
আজ শুধু মীর আর দীপ....May মাসে সত্যজিৎ রায় গল্প...শুরু তেই ভালো খবর ...😊
আর যে কত প্রতিভা ছিল স্যার রায় এর, এসব গল্প আমি জানতামি না। অসাধারন প্রাপ্তি, ধন্যবাদ মির্চি বাংলা 😊💐
অপেক্ষায় আছি...🙂🙂🙂 রবিবার সানডে সাসপেন্স ছাড়া দিনটাই অসম্পূর্ণ...
I have given a Tribute to Satyajit Ray. watch portrait video in my channel.
Ekdom thik kotha
ফেলুদা বা ব্যোমকেশ এর ভক্ত তো বটেই । কিন্তু ধন্যবাদ তাদের কেউ যারা আমাদের সামনে এই গল্প গুলো এত সুন্দর ভাবে তুলে ধরেন। ধন্যবাদ আপনাদের। mirchi bangla 💞💞💞
কাল Instagram e ওনার জন্মদিন উপলক্ষে একটা পোস্ট করার পর একজন হঠাৎ বলে বসল "এটা যেন কে??"!। Sunday suspense এর এই channel eshe দুঃখ টা ভুলতে পারলাম।
Nu
Jara jiggesh kore erokom kotha tader upor rag hoy na Maya hoe....
Satyajit ray er post /pic dekhe jodi keu bolen (k???) Tobe tar sathe r shahittyer alochona na koratai sreyo.
@@bipasasarkar936 ekdom thik...
আমিও সুন্দর গল্প দেই
Only Ray who can weave such magic out of the simplest of tales :-D :-D Loved it soooo much !!!
Ttttttttttttttttttttttzttttttttttlß
adfgj
ফেলুদার "জয় বাবা ফেলুনাথ" গল্পটি একদিন পরিবেশন করুন । তাহলে খুব উপকৃত হই
আমিও অপেক্ষায় আছি
Apnar kachey ar kono option achey ki?
@@abhijitbairagi8759 ooo
সোনার কেল্লা শোনার খুব ইচ্ছে 🤗
Darjeeling jomjomat as6e
সত্যজিৎ রায় এর গল্প মানেই আনন্দের সাগর। 🙏☺
লক্ ডাউন হোক বা আর যাই হোক রবি বার দুপুর 1.00 টা মানে এটা শুধুই 98.3 FM এর সময়
I have given a Tribute to Satyajit Ray. watch portrait video in my channel.
দেশে সবাইকে আধপেটা খাওয়ালে আর ঘরে আটকালে কেউ মানবে না একমাত্র সানডে সাসপেন্সের ভক্তরা সব সহ্য করবে রবিবারের কথা ভেবে😌
Ki sundor amr legend er golpo sara may maas jure thanks Mirchi team 🥰😁😃🌹🙏🙏🙏
Satyajit Ray stories are excellent and this story has lots of humour..............ami Satyajit Ray er bhokto chilum ar ekhuno Thakbo
.পুরো may মাসই সত্যজিৎ !!!
অভাবনীয় !!
Thanks to the Mirchi team 💖💖
Satyajit Ray is emotion ❤️❤️😌
Simply awesome. I am a Big Big fan of Satyajit Ray. আপনাদের চেয়ে আর কেউ কখনও এত ভালো করে গল্প উপস্থাপন করতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ সানডে সাসপেন্স এর সকলকে। আপনারা আমাদের অনেকটাই বেঁচে থাকার অনুপ্রেরণা।
এই গল্পেও 118 তা ডিসলাইক. কি জানি ওরা নিশ্চই অবাঙালি বা সত্যজিৎ রায় এর ভক্ত না. তারা অন্য লেখকের ভক্ত. আমার মনে হয়. যদি সহমত হন তাহলে কমেন্ট ও লাইক করুন.
যারা এই রকম একটা এতো সুন্দর একটা গল্প কে dislike করে। তাদের মতো মূর্খ আর হয় না।
Na na ara radio mirchir sotru pokhho jara dislike kore..
আপনি যখন লিখেছেন তখন ছিল মাত্র 118টা এখন হয়েছে 1k 😶
দীপ দা এবং মীর দা উফ্ কি অসাধারণ গলা ❤❤
I am very happy i love satajit ray adio stories thanks mirchi for this gift thanks thanks .....😀😀😀😀😀
অনেকে বলেন যে ছোট গল্প না দিয়ে বড় গল্প দিন। কিন্ত সত্যি কথা বলতে ছোট গল্প আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায় যা আমাদের জীবনে অনেক সাহায্য করে। যেমন - বাদল এসেছে, সত্যজিত রায় এর নানা গল্প, এবং বিদ্যালয়ে পড়া ছোট গল্পগুলি।
Waiting...🤗🤗❤❤❤❤😘😘😘 Maharaja Tomare selam...
আমি সত্যজিৎ রায়ের ফেলুদা আর প্রফেসর শঙ্কু ছাড়া আর কিছু পড়িনি। এই গল্পটা বেশ সুন্দর ছিল। খুব ভালো লাগলো। এইরকম আরো বেশ কিছু গল্পের অনুরোধ রইলো।
ফেলুদার জন্য অপেক্ষায় রইলাম...❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much....🙏 Sunday suspense...moha rajar golpo sonanor jona....🙏🙏🙏
ওয়াও!! পুরো মে মাস জুড়ে সত্যজিৎ রায়!! বাহহহহ!!😁😁😁
I have given a Tribute to Satyajit Ray. watch portrait video in my channel.
এটা আমার মতো কার কার প্রিয় গল্পঃ❤
Stty onoboddo ... Love of mirchi 's all members ❣️❣️❣️❤️❤️
*"জিভ তোতলালেও কলম তোতলাবে না" অসাধারণ। প্রনাম সত্যজিৎ*
"লন্ডনে ফেলুদা" গল্পটা পরে রবিবার হলে ভাল হয় ।
আমিও চাই😀😀
amio chai.
আমিও চাই
Me too 🙈
Eita uploaded ase onno channel a
এত ভালো একটা গল্প আপনাদের উপহার দেওয়ার জন্য স্রধেও সত্যজিৎ রায়কে সতো কোটি প্রণাম এবং রেডিও মির্চি কে ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভাত ঘুমের সাথে জমবে ভালো 😍😍
বুকে আমার টগবগে রক্ত
শুনছি সত্যজিৎ এর ভক্ত
দারুন কমেন্ট
আমাদের ছেলেবেলাকে আরো সুমধুর,রঙিন ও আকর্ষনীয় করে তুলেছিল যা কিছু তাদের মধ্যে অন্যতম সত্যজিতের ছোটগল্প।গল্প ১০১ পড়তে পড়তে কত নির্জন দুপুরবেলাই যে অনায়াসে ফুরিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।ভক্ত আমার সবচেয়ে প্রিয় গল্পগুলোর একটা।না,এটা হয়তো বাংলা ভাষার শ্রেষ্ঠ গল্পগুলির তালিকায় স্থান পাবে না,তবে..এমন কিছু জিনিসও তো থাকে যা কেবল মনের ভীষণ কাছের...এটি ঠিক তাই।গল্পটির বিষয় নিয়েও কিছু লিখতাম...তবে আর কিছু মুহূর্ত পরেই তো শুরু হবে..যারা গল্পটি আগে পড়েননি কৌতুহল,উদ্দীপনা থাকুক না হয়...আর যারা পড়েছেন চলুন একসাথে আবার শৈশবকে ঝালিয়ে নেওয়া যাক...
Onek dhonyobad
Puro may month e amra Satyajit Ray sunbo
Seriously ei khabor ta peye eto valo lagche j ki bolbo
Seriously onek dhonyobad
Srota der mon bujhte parar jonno
And the background music was very good... It was glorifying the story😌
Name of the background song?
This is the power of Satyajit Ray !!
There is an uniqueness in the simplicity !!!
Happy Birthday Radio Mirchi!!🎉🎊
এই গল্প আর এই ‘ মে মাস রে মাস’ আ্যনাউন্সমেন্ট শুনে মনে হল নিজেদের জন্মদিনে আমাদেরই এক অসাধারণ উপহার দিলেন।😔😉
ভুল
Sunday manei radio mirchi,r radio mirchi Manei suspense😊😊
Purite "Sagarika" hotel ache. Amra chilam.. 😊
Amio chilam aj theke besh onek bachar age. Baba ar mayer haat dhore khub ananda korechilam. Baba amake chere chole gechen kintu smritituku moner monikothore roye geche. Sagarika hoteler naamta shey smriti gulo firiye anlo. Ar ekta kotha, amra sea view hotelo ek raat katiye chilam sebar.
Amrao chilam
Because Ray was used to believe in realistic
Amrao chilam
Ota amr school frnd er hotel
পুরো মাসটাই "Ray" মাস এ তো মেঘ না চাইতেই জল .. ধন্যবাদ Radio Mirchi...🙏🙏
আমার মতো কারা গল্প শুনতে শুনতে হারিয়ে যাও লাইক 👍👍 দাও 😃😃
আমিও হারিয়ে যাই.
Darun....apekkha kore thaki Satyajit Roy ro ro golper jonno....thank you very much....💖
It's freaking cool to hear Satyajit Ray's stories in his voice....this whole month is gonna be an excellent one....
Bhai golpo ta kintu puro bangla ami kintu gorvito I ami bangli tai puro bangla
Thanks ami bangali boly ei golpo gulo swad eto bhalobasi
Radio mirchi ke anek thank you.tomra khub bhalo theko ei somay
any time every time Satyajit Ray all the time.
Roy er galpo to chobir Moto poriskar....r Sunday suspense team 🌶️ o samotullo..... daruuuun...💖💖
I wonder not only to hear the legend Satyajit Ray's story but also for Radio Mirchi team for their arrangements in these days.
Sagorika ! Koto golper songe jorito koto bhalo laglo golpo ta shune... Tar shonge hatyapuri golpo Tao mone koriye dilo!😍🥰