আমি চাই,এইসব গান ভাইরাল না হোক। জনপ্রিয়তার তকমা না লাগুক। শুধু স্বল্প সংখ্যক শ্রোতা নিয়েও এমন গান বেঁচে থাকুক ছটফটে থাকা এক ভবঘুরে মনের কিছু শান্ত-স্থির অনুভূতিতে।❤
🚫গানটির লিরিক্সঃ -❝শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী জানো, হাত নিশপিশানো কথা লিখি না কবিতায় যেন শিউরে না উঠো কবিতা ব্যাহত, নাকি কবি আহত? যাই হোক, তুমি তো অব্যাহত শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায় ত্রাণের অপচয় মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায় ত্রাণের অপচয় সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা বাইবে না আর কখনো শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় সেই তুমিই লুডোর ঘরে শুরুর প্রথম ঘর, কেন মনে হয় এঁকেবেঁকে কিলবিলিয়ে কোনমতে মনের নানান দফা সুঠাম চিত্তে পার করে সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে জানো, হাত নিশপিশানো কথা লিখি না কবিতায় যেন শিউরে না উঠো কবিতা ব্যাহত, নাকি কবি আহত? যাই হোক, তুমি তো অব্যাহত শোনো কবি, শোনো কবি তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায় তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী ❞
শুনো কবি,শীতের বাতাসে তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো😅💔 কোনো এক নিঃসঙ্গ শীতের সকালে,বিকালে,সন্ধ্যায় অথবা গভীর রাতে কারো কোনো একটা রিয়েক্ট আমাকে আবার বারবার এই গান শুনতে বাধ্য করবে। ২৬-১০-২০২৩
মন্তব্যগুলোর সাথে গানের সুর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম!! যারা এই নিভৃতচারী গুণী শিল্পীর প্রশংসা এতো সুন্দর ভাষায় করেছেন আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা। ভালোর সাথে থাকুন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান😇
প্রায় ১২ বছর কোন গান শুনিনি গানের প্রতি কেমন যেন একটা অনিহা চোলে আসছিলো,,, আসির ভাই আপনি আমাকে আবার নিয়মিত গান শুনতে বাধ্য কোরেছেন ভালো থাকবেন ভাই আরো ভালো ভালো কিছু গান সৃষ্টি কোরবেন আপনার কিছু পাগলদের জন্য,,শুভকামনা রইলো অবিরাম❤️❤️❤️❤️
বৃদ্ধ বয়সে এসেও বারবার সার্চ দিয়ে গানগুলো শুনতে চাই জানিনা কি এক অদ্ভুত মায়া কাজ করে ভাইয়ের গানগুলোতে। কেমন যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়।আরমান ভাই কি জানে ভাইয়ের গানগুলো নিঃসঙ্গকির্ণ মনের মানুষদের মধ্যরাতে অমৃত পান করার মতো 🙂🙂
আমি জানি আমি সবার থেকে পালিয়ে এসেছি আমার জগতে, হয়তো ঠকিয়ে নয়তো না বুঝে কষ্ট দিয়ে। কিন্তু আজ এই রাতে কেন জানি তাদের জন্য বুক ফেটে রক্ত ক্ষরণ হচ্ছে। নিজেকে তাদের জায়গায় বসিয়ে ফীল করতেছি তাদের আর্তনাদ কতটা নির্মম ছিলো, আমি জানি তাদের সামনে আমার দাড়ানোর সব টুকু ক্ষমতাই শেষ হোয়ে গেছে অনেক আগে। তাদের কাছে ক্ষমা চাওয়ার একটুও শক্তি নেই আজ আমার, তবুও তাদের কষ্টটা অনুভব করে সিক্ত চোখে অনুশোচনা বাড়াচ্ছি। ইশ্বর ক্ষমা কর আমায়।
অর্নবের পর বাংলা গানে নতুন বাঁক এনেছে আসির আরমান। এইসব গান হজম করার মতো রুচি এখনো তৈরি হয়নি ইউটিউব শ্রোতাদের।ভিউ এর দিকে তাকানোর জন্য গান করেননা আশাকরি।
অর্নবের গান আসির ভাইয়ের পর্যায়ে যেতে পারেনি। আসির ভাইয়ের শুধু গানের কথা সুন্দর না বরং সুরটাও এক ধরণের মোহ সৃষ্টি করে যা অনর্বের গানে নেই। আর আসির ভাইয়ের গানের মধ্যে আমি জন ডেনবারের গাওয়া কান্ট্রি মিউজের অনুভূতি পাই।
অসাধারন লিরিক্স, অসাধারন গায়কি ভঙ্গি ব্রাদার। চোখ বন্ধ করে হারিয়ে গিয়েছিলাম শুনতে শুনতে। বাংলা গান নতুন রুপ পেল মনে হচ্ছে আপনার গানে। লাভ ইট ব্রাদার ❤️❤️
বেশ কয়েক দশক পর যখন বয়স অনেক টা বাড়বে,, নানান দায়িত্বের মধ্যে যখন ভুলে যাবো শীতের সকাল কে এভাবে উপভোগ করতে, তখন হয়তো কারো লাইকের notification পেয়ে চলে আসবো এখানে,, স্মৃতিচারণ করে হয়তো কিছুক্ষন থমকে যাবো,,, আরো একবার প্রাণভরে শ্বাস নিয়ে উপভোগ করবো শীতের সকাল....🍂
একটা মানুষ এতে দরদ দিয়ে কিভবে গাইতে পারে। গানটা যতক্ষন চলে মনে হয় একটা ঘোরের মধ্যে থাকি। আহা! কি মায়া কি দরদ, মনে হচ্ছে কোনে জনপ্রিয় উপন্যাসের মোহো বাঁধা। ❤️❤️❤️❤️
sotti jani nah ki jani akta kaj kore apnr gan golu te...buker vitore ki jani akta odvut kaj kore...ki jani maya mone hoy hazar bochor sunle buji apnr voice ta mon vorbe nah....allah sotti apnake ak osadaron voice diye sisty korce...apnr voice...apnr gan er porita line golu buker vitor ta kape uthe.... ki osadaron gan,voice, apnr hashe, apnr kotha golu☺️☺️☺️.sotti bolte apnake valobashe felci....😉😉😉 life khub icce apnake judi samne thake dekte...r apnr voice e akta gan sunte🙃🙃🙃
এখন রাত ১:২০am। গানটা শুনতেছি আর ভাবতেছি একাকীই, তুমি নেই আজ তিনবছর। তবুও তোমার স্মৃতি আমাকে আজও ঘিরে রাখে! কেন ঘিরে রাখে বা রাখতে চায়, আমার মন আর মস্তিষ্কের মাঝের এই দ্বন্দ্ব শেষ হয় নাহ! আর আমিও অন্য কাউকে ভালবাসেতে চাই না, বিশ্বাস আসে নাহ!! ভালবাসা বুঝি এমন এই হয়, তুমি না বোঝালে কখনো বুঝতাম এই নাহ! হা হা...🌹 তারপর, “ত/ওখনও সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে.. দাবানলে পোড়া বলে ছাই ঢাকা চোড়া পথে তোমার জোনাকি!!”
প্রতিবছরের মতো এই শীতের ঘ্রান আবার সেই পরিচিত মুখ আসবে, শিতে গাছের পাতা ঝড়ে নতুন পাতার আগমনের জন্য কিন্তু যে প্রানের অপচয় অক্টবর মাস থেকে শুরু হয় ' সে ক্ষত পুরন হয়না কেন!?
২৯-১১-২৪ জানো, হাত নিশপিশানো কথা লিখি না কবিতায় যেন শিউরে না উঠো কবিতা ব্যাহত, নাকি কবি আহত? যাই হোক, তুমি তো অব্যাহত শোনো কবি, শোনো কবি তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো!!
গানটা শুনছিলাম যখন তখন আমি একটা হাওরের মধ্যে ডিঙি নৌকায় অন্ধকার হালকা ঝিরিঝিরি বাতাস হাতে সিগারেট মস্তিষ্কটা যেনো এত রিলাক্স হয়ে গেছিলো যা এক কথায় বলে বুঝানোর হ্মমতা আমার নাই ভাই 😊
আমি চাই,এইসব গান ভাইরাল না হোক।
জনপ্রিয়তার তকমা না লাগুক।
শুধু স্বল্প সংখ্যক শ্রোতা নিয়েও এমন গান বেঁচে থাকুক ছটফটে থাকা এক ভবঘুরে মনের কিছু শান্ত-স্থির অনুভূতিতে।❤
হে লিসেনার...
তোমার রুচিবোধ অন্য লেভেলের। এসব গান সধারন রুচির মানুষের জন্য না। 🖤
শীতের বিষাদময় সন্ধায় হারানো প্রেমিকার পথচেয়ে স্টেশনে বসে গানটা শুনতে শুনতে কতো গুলো শীতের রাত যে পার করেছি, তা কেবল গানটা জানে, আর সৃষ্টিকর্তা জানে।
🚫গানটির লিরিক্সঃ
-❝শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী
জানো, হাত নিশপিশানো কথা
লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাই হোক, তুমি তো অব্যাহত
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবে না কখনো
শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়
ত্রাণের অপচয়
মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়
ত্রাণের অপচয়
সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা
বাইবে না আর কখনো
শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
সেই তুমিই লুডোর ঘরে শুরুর প্রথম ঘর, কেন মনে হয়
এঁকেবেঁকে কিলবিলিয়ে কোনমতে মনের নানান দফা
সুঠাম চিত্তে পার করে সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই
তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
জানো, হাত নিশপিশানো কথা
লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাই হোক, তুমি তো অব্যাহত
শোনো কবি, শোনো কবি
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবে না কখনো
শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী ❞
শুনো কবি,শীতের বাতাসে তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো😅💔
কোনো এক নিঃসঙ্গ শীতের সকালে,বিকালে,সন্ধ্যায় অথবা গভীর রাতে কারো কোনো একটা রিয়েক্ট আমাকে আবার বারবার এই গান শুনতে বাধ্য করবে।
২৬-১০-২০২৩
Asun abr shune jan gan🙁
26-10-24 unake haraysi onner hoye gese amk dhore rakhte parlo na 😐
মন্তব্যগুলোর সাথে গানের সুর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম!! যারা এই নিভৃতচারী গুণী শিল্পীর প্রশংসা এতো সুন্দর ভাষায় করেছেন আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা। ভালোর সাথে থাকুন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান😇
প্রায় ১২ বছর কোন গান শুনিনি গানের প্রতি কেমন যেন একটা অনিহা চোলে আসছিলো,,, আসির ভাই আপনি আমাকে আবার নিয়মিত গান শুনতে বাধ্য কোরেছেন ভালো থাকবেন ভাই আরো ভালো ভালো কিছু গান সৃষ্টি কোরবেন আপনার কিছু পাগলদের জন্য,,শুভকামনা রইলো অবিরাম❤️❤️❤️❤️
বৃদ্ধ বয়সে এসেও বারবার সার্চ দিয়ে গানগুলো শুনতে চাই
জানিনা কি এক অদ্ভুত মায়া কাজ করে ভাইয়ের গানগুলোতে। কেমন যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়।আরমান ভাই কি জানে ভাইয়ের গানগুলো নিঃসঙ্গকির্ণ মনের মানুষদের মধ্যরাতে অমৃত পান করার মতো 🙂🙂
আরমান ভাই নিজের মতো করে আমাদের ও ঘোরের মধ্যে রাখতে সক্ষম হয়েছেন🖤
কি গায়কী.. অসাধারণ👌
আমি জানি আমি সবার থেকে পালিয়ে এসেছি আমার জগতে, হয়তো ঠকিয়ে নয়তো না বুঝে কষ্ট দিয়ে।
কিন্তু আজ এই রাতে কেন জানি তাদের জন্য বুক ফেটে রক্ত ক্ষরণ হচ্ছে।
নিজেকে তাদের জায়গায় বসিয়ে ফীল করতেছি তাদের আর্তনাদ কতটা নির্মম ছিলো, আমি জানি তাদের সামনে আমার দাড়ানোর সব টুকু ক্ষমতাই শেষ হোয়ে গেছে অনেক আগে।
তাদের কাছে ক্ষমা চাওয়ার একটুও শক্তি নেই আজ আমার, তবুও তাদের কষ্টটা অনুভব করে সিক্ত চোখে অনুশোচনা বাড়াচ্ছি।
ইশ্বর ক্ষমা কর আমায়।
কম মানুষ ই এসব গানের মর্যাদা বুঝে।
লাইক কমেন্ট কম দেখে অবাক হয়েও হইনা।
অনেক ভালোবাসা।❤
শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবু থবু রঙা বুড়িগঙ্গায়।
তখনো সৎতা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে,
দাবানলে
গানের প্রিয় কবি অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।কবিতার জীবনানন্দ দাশের মতো গানের কবি জীবনানন্দ হয়ে থাকুক আমাদের আসির আরমান💞💞 💞
এই গান শুনে একের পর এক সিগারেট জ্বালিয়ে পুরো একটা রাত্রি পুড়িয়েছি। ভালো থেকো ভালোবাসা ❤️
কিছু গানের লিরিক্স হৃদয়ে স্পর্শ করে এই গানটাও এমনি একটা চমৎকার গান😊
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো।
😊
অর্নবের পর বাংলা গানে নতুন বাঁক এনেছে আসির আরমান। এইসব গান হজম করার মতো রুচি এখনো তৈরি হয়নি ইউটিউব শ্রোতাদের।ভিউ এর দিকে তাকানোর জন্য গান করেননা আশাকরি।
ভাই আপনাকে ধন্যবাদ আমার মনের কথাটা বলার জন্য
Right
অর্নবের গান আসির ভাইয়ের পর্যায়ে যেতে পারেনি। আসির ভাইয়ের শুধু গানের কথা সুন্দর না বরং সুরটাও এক ধরণের মোহ সৃষ্টি করে যা অনর্বের গানে নেই। আর আসির ভাইয়ের গানের মধ্যে আমি জন ডেনবারের গাওয়া কান্ট্রি মিউজের অনুভূতি পাই।
কেন ভাই আপনারা তুলনায় যান কেন শিক্ষিত মানুষ হয়ে বুঝে না। যারে তারে যার তার সাথে তুলনা করেন। এই প্রবনতা টা খারাপ
সবাই সবার জায়গায় সেরা।
অসাধারন লিরিক্স, অসাধারন গায়কি ভঙ্গি ব্রাদার। চোখ বন্ধ করে হারিয়ে গিয়েছিলাম শুনতে শুনতে। বাংলা গান নতুন রুপ পেল মনে হচ্ছে আপনার গানে। লাভ ইট ব্রাদার ❤️❤️
বেশ কয়েক দশক পর যখন বয়স অনেক টা বাড়বে,, নানান দায়িত্বের মধ্যে যখন ভুলে যাবো শীতের সকাল কে এভাবে উপভোগ করতে, তখন হয়তো কারো লাইকের notification পেয়ে চলে আসবো এখানে,, স্মৃতিচারণ করে হয়তো কিছুক্ষন থমকে যাবো,,, আরো একবার প্রাণভরে শ্বাস নিয়ে উপভোগ করবো শীতের সকাল....🍂
Ajke dekhcen shiter batash😌
একটা মানুষ এতে দরদ দিয়ে কিভবে গাইতে পারে।
গানটা যতক্ষন চলে মনে হয় একটা ঘোরের মধ্যে থাকি।
আহা! কি মায়া কি দরদ, মনে হচ্ছে কোনে জনপ্রিয় উপন্যাসের মোহো বাঁধা। ❤️❤️❤️❤️
গান টার খারাপ দিক হলো,গান টা শেষ হয়ে যায়।
bro😅
Darun bollen
Abar sunte ses hoi
Sotti
Eto sundor compliments
আহা... অসাধারণ লিরিক্স আর আবেগের মাখামাখি.... শতবার শুনলেও পুরোনো হয় না... মনে হয় প্রথম বার শুনছি... ভালবাসা, অনেক ভালবাসা রইল.. ❤❤
আহা! কন্ঠে কি মায়া। সুর আর কথা মিশে একাকার❤
৪বছর আগে শুনছিলাম আজকে আবার কনকনে শীত হালকা বাতাস, নির্জন রাস্তা আহা ❤️
যতবার শুনি চোখটা শুকনা রাখা অনেক কস্ট🖤🖤
😒
কুয়াশা জড়ানো কোন এক রাস্তায় একাকী হাঁটছি আর ভাবছি গত শীতের পরিচিত মুখ গুলো এখন কি ভীষণ অচেনা।
শীতের সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে এই গান টি কত যে শুনেছি! 🙀🫠☺️💛🧡
যখনি আসির আরমান ভাই এর
গান গুলো শুনি নিজেকে স্থির রাখতে
পারি না।
শোন কবি,তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো 🖤🖤
০৩/০১/২২
ধন্যবাদ তোমার তুমি থাকলে গান গুলো আমার মধ্যে জায়গা করে উঠতে উঠতে বড্ড ক্লান্ত হয়ে যেতো।
শোনো কবি, তোমার দুর্গত মনে এাণের নৌকা আর যাবে না কখনও। 🔥❤️
তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হয়ে উঠত না...🖤
এই গানটা না শুনে আমার জীবন পার করা অসম্ভব। 🖤
আসলে সে অব্যাহত 🖤🥀
ভাইয়ের গান + হাতে একটা সিগারেট + দুর্গম ফাকা কোনে কোনো এক জায়গায় বসে থাকা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে😢😢 ব্যাস। এইতী জীবন
অসম্ভব আবেগ মাখা লেখা+গাওয়া♥
ভালোবাসা বেঁচে থাকুক...
sotti jani nah ki jani akta kaj kore apnr gan golu te...buker vitore ki jani akta odvut kaj kore...ki jani maya mone hoy hazar bochor sunle buji apnr voice ta mon vorbe nah....allah sotti apnake ak osadaron voice diye sisty korce...apnr voice...apnr gan er porita line golu buker vitor ta kape uthe....
ki osadaron gan,voice, apnr hashe, apnr kotha golu☺️☺️☺️.sotti bolte apnake valobashe felci....😉😉😉
life khub icce apnake judi samne thake dekte...r apnr voice e akta gan sunte🙃🙃🙃
আহ্ কি সুন্দর লিখা মন খুলে গাইতে মন চাই💙
*আলাদা একটা মায়া কাজ করে প্রতিটি টানে টানে...কথা গুলা অন্তরের গহিনে ছুয়ে যায়...💖*
শোনো কবি তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো.....
আমার ভাষা নাই। একে সালাম। লাখো সালাম।
অনেক অনেক শ্রদ্ধা রইল আসির ভাই আপনার জন্য 🙏
এখন রাত ১:২০am। গানটা শুনতেছি আর ভাবতেছি একাকীই, তুমি নেই আজ তিনবছর। তবুও তোমার স্মৃতি আমাকে আজও ঘিরে রাখে! কেন ঘিরে রাখে বা রাখতে চায়, আমার মন আর মস্তিষ্কের মাঝের এই দ্বন্দ্ব শেষ হয় নাহ! আর আমিও অন্য কাউকে ভালবাসেতে চাই না, বিশ্বাস আসে নাহ!!
ভালবাসা বুঝি এমন এই হয়, তুমি না বোঝালে কখনো বুঝতাম এই নাহ! হা হা...🌹
তারপর,
“ত/ওখনও সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে..
দাবানলে পোড়া বলে ছাই ঢাকা চোড়া পথে তোমার জোনাকি!!”
Ki banalen ar ki gailen,,,mone holo,, onno jogoter vinno onuvuti,,take love❤❤ from song lover😊
এরকম গান আছে বলেই এখনও আমরা বেঁচে আছি, বেঁচে আছে আমাদের অব্যাক্ত ভালবাসা।
প্রতিবছরের মতো এই শীতের ঘ্রান আবার সেই পরিচিত মুখ আসবে,
শিতে গাছের পাতা ঝড়ে নতুন পাতার আগমনের জন্য কিন্তু যে প্রানের অপচয় অক্টবর মাস থেকে শুরু হয় ' সে ক্ষত পুরন হয়না কেন!?
কি গায়কী,, আহা💗
শোনো কবি
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবে না কখনো💔
গভীর ভাবে ভালোবাসি আপনার করা সুর গুলো।👽🖤🌹
শীতের বাতাসে তোমার পালাবার আগাম নিশানা। 🙃
তুমি পালিয়ে গেলে ঠিকি তবে আগাম নিশানা না দিয়েই ।
ঠিক এ কারনেই কষ্টটা একেবারেই মুছে ফেলা সম্ভব হয়নি।🙃🙃🙃
গত শীতে আমাদের দেখা হয়েছিলো
আর এই শীতের আগেই চলে গেলে
সেইম 🙃
ঋতু বদলায় মানুষ বদলায়।
বোঁকা মানুষদের অনুভূতি সেইই পুরোনোই থাকে 🙃💔
শোনো কবি,তোমার র দূর্গত মনে ত্রানের নৌকা আর যাবেনা কখনো।😢☘️
আসির আরমান দাদার কণ্ঠ যেন আস্ত বিরহ!
আমার সবচেয়ে favourite
True beauty lies in creation ♥️
❤
প্রিয় ভাই।
ভালোবাসা রইলো অবিরাম।।
ভাই গান গুলো শুনলে, শরীল শিরশিরে ওঠে
কবি শোনায়, কিন্তু কবিতা তো শোনে না🌧️
মধ্যরাতে ভালোবাসা সুন্দর💙
আমি যেনো শূন্যে ভাসছি...
গানগুলো শুনলেই যেন হারিয়ে যায়
Hidden Masterpiece 🗯️
Everyday shuni ei song ta ❤️
গানটাই কেমন যেন শীতের।
কবিতা ব্যাহত
নাকি কবি আহত
যাই হোক তুমি তো অব্যাহত
শোন কবি তোমার দূরগত মনে ত্রাণের নৌকা আর যাবে না.. 🖤
একটা আলাদা প্রশান্তি কাজ করে এই গানে
এই অসাধারণ গানটা কিনা দেখি নাই😅
মাঝরাতে নিজের স্থিতিশীল হারিয়ে ফেলেছি ভাই😪
ভালোবাসা নিবেন ভাই 💗
অসম্ভব লিরিক্স। ❤️❤️❤️❤️
২৯-১১-২৪
জানো, হাত নিশপিশানো কথা
লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাই হোক, তুমি তো অব্যাহত
শোনো কবি, শোনো কবি
তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো!!
Ahaaaaaaaaaaa Kobi 🥹💔
অসাধারণ!
Amr akhn r nijer kono manush dorkar nai.....😢
নিঃস্বঙ্গ রাতে সঙ্গি আসির আরমান❣️
গায়ে কাটা দিয়ে উঠার মতো গান!
257k views er akta masterpiece . challenge korlam aitaw akdin million views cross korbe🌸
1k বার শুনছি ব্রো🤎🖤
Damn,eto shundor
শীতের রাত ৯:৪২ হাতে সিগারেট
শুনছি আর ভাবছি তোমায়☹️
অসাধারণ ছিল জাস্ট অসাধরণ ❤️❤️❤️
বাংলা গানের এক অনন্য রূপ।
অসম্ভব আবেগ মাখা,,💔
ভোর ৪ টা
যাই হোক, তুমি তো অব্যাহত!
আহা! শান্তি!! 🖤🖤🖤
গানটা শুনছিলাম যখন তখন আমি একটা হাওরের মধ্যে ডিঙি নৌকায় অন্ধকার হালকা ঝিরিঝিরি বাতাস হাতে সিগারেট মস্তিষ্কটা যেনো এত রিলাক্স হয়ে গেছিলো যা এক কথায় বলে বুঝানোর হ্মমতা আমার নাই ভাই 😊
পাশে দেখি Mr. Rahman❤️
𝐆𝐫𝐞𝐚𝐭...𝐯𝐚𝐥𝐨𝐛𝐚𝐬𝐡𝐚 𝐨𝐛𝐢𝐫𝐚𝐦.
মিস ইউ রবি বন্ধু
মহাজাগতিক মানব ❤️
মানুষের রুচি এখন গাজা প্রেমিদের গান
Apnar ganer mugdhota r snigdhota amak bivorito baniye day
Magical voice ❤❤
সেরা❤
It's like I am diving in an Ocean.
মুগ্ধ
, আপনার গান গুলো অসাধরণ লাগে
Favorite song 😍
Valobasha roilo
ভাই সেরা গান
ভালোবাসি ভাই🖤🖤