শিকাগো বক্তৃতার নেপথ্যের কাহিনী / Story of Chicago Speech : Swami Vivekananda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2022
  • This video is about the story of Chicago Speech of Swami Vivekananda ( স্বামী বিবেকানন্দ : শিকাগো বক্তৃতার নেপথ্যের কাহিনী ).
    শিকাগো বক্তৃতার নেপথ্যের কাহিনী এক কথায় অবিশ্বাস্য, অভূতপূর্ব ও অনন্যসাধারণ। স্বামীজি ১৮৯৩ সালের ৩১শে মে এস এস পেনিনসুলার নামে একটি জাহাজে চেপে বোম্বে থেকে আমেরিকা যাত্রা শুরু করেছিলেন। প্রায় দুমাস জাহাজ যাত্রার পর ৩০ শে জুলাই রবিবার রাত ১১ টার সময় শিকাগো শহরে উপস্থিত হলেন স্বামীজি।
    সেখানে অকল্পনীয় প্রতিকূল অবস্থার সম্মুখীন হন স্বামীজি। তিনি মর্মান্তিক যে সংবাদটি প্রথমেই পেলেন সেটি হল এই যে, শিকাগো ধর্ম মহাসভায় নাম অন্তর্ভুক্ত করার সময় পেরিয়ে গেছে। তাছাড়া, ধর্ম মহাসভার কর্তাব্যক্তিরা তাঁকে জানালেন যে, কোন স্বীকৃত সংগঠন বা কোন বিশিষ্ট ব্যক্তির রেকমন্ডেশন লেটার বা সুপারিশ পত্র ছাড়া কাউকে ধর্ম মহাসভার ডেলিগেট বা প্রতিনিধি করা হবে না। বলাবাহুল্য, স্বামীজীর কাছে তেমন কোন চিঠিপত্র ছিল না।
    এরপর প্রায় কপর্দকশূন্য অবস্থায় স্বামীজি মিস কেট স্যানবর্ণ নামে একজন ভদ্রমহিলার আশ্রয় গ্রহণ করেন। সেখানেই ঘটেছিল নাটকীয় চমক। স্যানবর্ণের সৌজন্যে স্বামীজির সাথে পরিচয় হল হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সুপ্রসিদ্ধ জ্ঞানী পুরুষ অধ্যাপক জন হেনরি রাইট সাহেবের সাথে।
    পরবর্তী সময়ে বহু অবিশ্বাস্য ঘটনার ঘনঘাটার পর অধ্যাপক রাইট সাহেবের সেই চিঠির সুবাদেই শিকাগো ধর্ম মহাসভায় একজন প্রতিনিধি হিসেবে স্বামীজির নাম অন্তর্ভুক্ত হয়।
    তারপর? তারপর ইতিহাস! শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজীর অনন্যসাধারণ বক্তব্যের মাধ্যমে ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে।
    তা, শিকাগো বক্তৃতার নেপথ্যের ঘটনা জানার জন্য আপনাকে এই ভিডিও দেখতেই হবে। আশা করি, ভিডিওর শেষে আপনাদের সুচিন্তিত মতামত দেখতে পাবো।
    ভিডিওটি তৈরি করার জন্য আমি যে তথ্যসূত্র ব্যবহার করেছি, তার তালিকা এইরকম:
    তথ্যঋণ:
    1. স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা মালা এবং পূর্বের ও পরের ঘটনাবলী By স্কুল শিক্ষাদপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
    2. বিবেকানন্দ চরিত By শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার
    3. অদ্বিতীয় বিবেকানন্দ By পৃথ্বীরাজ সেন
    4. স্বামী বিবেকানন্দের জীবন ও কথামৃত By উজ্জ্বল কুমার দাস
    5. আনন্দবাজার পত্রিকা
    6. এবেলা পত্রিকা
    সকলকে ধন্যবাদ।
    বিনীত---
    The Galposalpo
    #chicago #chicagospeech #শিকাগোবক্তৃতা #বিবেকানন্দ
    .
    If you like this humble presentation, please hit the like button. It will be a great encouragement to me. Please , subscribe my channel that is dedicated for you.
    SUBSCRIBE✔ ….LIKE✔…..COMMENT✔…. SHARE✔
    DECLARATION:
    In most places of this video, the photos are used only for education purposes. They are not exactly related to the actual incidents as described in this video. I am grateful to all the image creators. It is here noteworthy that almost all the images are used here by clicking and editing some non-commercial Google images. If anybody or any institution find anything wrong in the use of photos, please do not give copyright strike to this channel. Just inform me at everythingabcd13@gmail.com .. I must edit or cut off the objectionable part or parts. Cooperation is solicited. Thank you.
    .
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. I think that all images used in this video are in favour of fair use.

ความคิดเห็น • 391

  • @bijankumar2922
    @bijankumar2922 ปีที่แล้ว +23

    অনুপ্রেরণার আর এক নাম স্বামী বিবেকানন্দ ।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 ปีที่แล้ว +20

    জয় জয় স্বামী বিবেকানন্দ। জয় জয় সনাতন ধর্ম। জয় শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে রাম। পৃথিবীর সকল মানুষের কল্যাণ হোক।

  • @rupalichakrabarty2217
    @rupalichakrabarty2217 ปีที่แล้ว +68

    🙏স্বামীজী মানেই অসীম সত্তাধিকারী এক ব্যক্তিত্ব ...

    • @yousufali1230
      @yousufali1230 ปีที่แล้ว

      😮😮

    • @yousufali1230
      @yousufali1230 ปีที่แล้ว

      ,;;::
      .9Quite Quite Quite as lmknbbvc
      POK BHO28YG

  • @gitasreesarkar3301
    @gitasreesarkar3301 ปีที่แล้ว +11

    নমস্কার।আপনার এই প্রতিবেদন পাঠ অপুর্ব। আর মহান মানুষটির সম্বন্ধে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই

    • @mahuaganguly6775
      @mahuaganguly6775 ปีที่แล้ว

      Apnar comment valo laglo.
      Thik ek e vabe swamijio jiggasito hoye bolechilen , " pache tar sammondhe kichu bolte giye tar vab ke choto kore feli, tai take niye kichu boli na"....
      Swamiji ke jiggasa kora hoyechilo apni biswo dharmosovay, ba onnotro, keno thakur ke niye kichu bolen na...!!! thakur

  • @apurbamukherjee.2032
    @apurbamukherjee.2032 ปีที่แล้ว +9

    অত্যন্ত ভালো লাগলো রামকৃষ্ণ মিশনের ছাত্র হওয়ার সুবাদে অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু যতবারই শুনি ততবারই যেন এ ঘটনাকে নতুন বলে মনে হয় এবং নতুন উদ্যমতায় স্নাত হই। উপস্থাপকের জন্য রইল শুভেচ্ছা, ভালো লাগবে যদি এই বিশ্বজয়ের সংবাদ যখন বাংলায় এসে পৌঁছল তখন মানুষের মনে কি আবেগ সঞ্চারিত হয়েছিল এবং সে সময়কার দৈনিক সংবাদ পত্রগুলো কিভাবে এই ঘটনা মানুষকে জানিয়েছিল সে ব্যাপারে ভিডিও আনলে, এটি আজও বহু মানুষের অজানা ।

    • @mahuaganguly6775
      @mahuaganguly6775 ปีที่แล้ว

      Etao jani. Porechi. Kintu chai eni e bolun, comments nischoi korbo.

  • @dedadratasen898
    @dedadratasen898 ปีที่แล้ว +1

    ভগবানের অমৃত কথা শোনালেন। স্বামীজির কথা বলতে পারিনা। চোখে জল আসে। গলা আটকে যায়। ঋষী পুত্রের কথা চোখ বন্ধ করে শুধু শুনি। খুব ভাল লাগে। তাই তো অমৃত কথা। শতকোটি প্রনাম এই ঋষী পুত্রের শ্রীচরনে। আপনি এত সুন্দর ভাবে ঘটনা গুলো উপস্তাপনা করেন যেন ছবি। ধন্যবাদ আপনাকে।

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 ปีที่แล้ว +9

    স্বামীজীকে ভূমিষ্ঠ প্রণাম সেই সঙ্গে সুন্দর উপস্থাপনা করেছেন প্রণাম/নমস্কার জানাই ।

  • @subhaschowdhury7644
    @subhaschowdhury7644 ปีที่แล้ว +18

    অত্যন্ত মূল্যবান ও তথ্যসমৃদ্ধ আপনার উপস্হাপনা। ভালো থাকবেন ❤️🌹।

  • @dibyenduuthyasani1300
    @dibyenduuthyasani1300 ปีที่แล้ว +18

    Thank you Dada for your marvellous presentation of the great truth.

  • @sabinayasmin3491
    @sabinayasmin3491 ปีที่แล้ว +5

    আপনি যখনি কোন বিষয় নিয়ে আলোচনা করেন তা মন ছুঁয়ে যায়। আমি দারুন সমৃদ্ধ হ‌ই।
    আপনি ভাল থাকবেন, ঈশ্বর আপনার ম‌‌ঙ্গল করুক।

  • @kajalsahu7792
    @kajalsahu7792 ปีที่แล้ว +10

    সমৃদ্ধ হলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 ปีที่แล้ว +5

    অসাধারণ অভিজ্ঞতা নিয়ে যে প্রতিবেদন আপনি তুলে ধরলেন স্যার, কোনো প্রশংসা ই যথেষ্ট নয়। এইসব তথ্য বর্তমান যুগের খুব কম মানুষই জানে। অর্থের চেষ্টায় ছুটছে বেশির ভাগ মানুষ। তাই ইতিহাস জানবার আগ্রহ তাদের নেই। স্বল্প সময়ের মধ্যে আপনি যা দিয়ে গেলেন, তাতে স্বামীজির সংগ্রাম সম্বন্ধে অনেকেই কিছুটা আঁচ নিতে পারবেন। অভিনন্দন জানাই আপনার কর্ম কান্ডকে। সুস্থ থাকুন, দীর্ঘ জীবি হউন।।

  • @supurnasengupta1502
    @supurnasengupta1502 ปีที่แล้ว +6

    এক অসামান্য ব্যক্তিত্ব স্বামীজী।যত তাঁর কথা শুনি যেন জানার আগ্ৰহ বেড়েই চলে। আপনাকে অনেক ধন্যবাদ 🙏🏻

  • @dilipchatterjee9372
    @dilipchatterjee9372 ปีที่แล้ว +9

    অপূর্ব লাগলো । এই ধরনের knowledgeable ভিডিও আমরা সব সময় আশা করি। স্বামী বিবেকানন্দকে আমি শতকোটি প্রণাম জানাই।

  • @baneshwermaity6604
    @baneshwermaity6604 ปีที่แล้ว +2

    হরেকৃষ্ণ নমস্কার খুব খুব সুন্দর ভাবে বলেছেন স্বামীজির শিকাগো শহরে ধর্ম সভায় যোগ দান ভারতের সনাতন ধর্ম কে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ঘোষণা করেছেন।আপনি স্বীকার করেছেন এবং পশ্চিম বাংলার মানুষ কে শুনিয়ে জাগরিত করছেন। ধন্যবাদ। নমস্কার

  • @srmazumder888
    @srmazumder888 ปีที่แล้ว +6

    *হরে কৃষ্ণ*
    সাধু সাধু সাধু!!!জয় সুমহান পরিব্রাজক স্বামী বিবেকানন্দজী!!!জয় সুমহান ভারতবর্ষ!!!
    চোখে জল এসে গেলো!কতো কষ্ট আর ত্যাগ স্বীকার করে স্বামীজি এমন সুমহান কার্য সম্পন্ন করেছেন!!!
    ধন্যবাদ উপস্থাপক মহোদয়'কে।খুব ভালো থাকবেন।হরে কৃষ্ণ!!

  • @kalyanchatterjee1617
    @kalyanchatterjee1617 6 หลายเดือนก่อน

    এমন চমৎকার একটি বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরু শিষ্যকে বিপদে সর্বদা রক্ষা করেন, এই কথা যে ধ্রুব সত্য তা স্বামীজির এই প্রসঙ্গ পদে পদে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মা সারদার অনুমতি দিয়ে সুরু। বাকিটা যেন সপ্নের ঘোর।যেমন গুরু তার তেমনি চেলা। শিকাগো থেকে শুরু। সারা বিশ্বের বিস্ময় হে জগৎগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তুমি , মা ও স্বামীজি কৃপা করে আমাদের প্রনাম নিও।

  • @nimaighosh6639
    @nimaighosh6639 ปีที่แล้ว +4

    Thank you Dada very good analysis Bebakananda amader gorbo . Ai .mahan manab are world a asbena

  • @sumanagasti927
    @sumanagasti927 ปีที่แล้ว +20

    মহা মানবের চরণে আমার শতকোটি প্রণাম...
    প্রণিপাত!

    • @bidyutkantihazra2038
      @bidyutkantihazra2038 ปีที่แล้ว

      স্বামী বিবেকানন্দ কে কোটি কোটি প্রণাম জানাই ।আমি আপনার কথা মুগ্ধ হয়ে শুনি। খুব ভালো লাগে। আমি অনেক বার আপনার শুভ নাম জানতে চেয়েছি। দয়া করে জানিয়ে বাধিত করবেন।

  • @mohuasaha8387
    @mohuasaha8387 ปีที่แล้ว +6

    স্বামিজী মানেই আজকেও প্রত্যেকটা মানব জীবনে শুভ চেতনার দ্বার উন্মুক্ত করার চাবিকাঠি।

  • @kakalipaul1314
    @kakalipaul1314 ปีที่แล้ว +8

    এক কথায় অপূর্ব। আপনার পাণ্ডিত্য ও বাচন ভঙ্গিতে আমরা মুগ্ধ।

  • @pankajroychowdhury3750
    @pankajroychowdhury3750 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো আপনার মুখ থেকে
    স্বামী👨 বিবেকানন্দের শিকাগো
    ধর্ম সন্মেলনের। কিছু আলোচনা।
    আপনাকে ধন্যবাদ জানাই

  • @basude4330
    @basude4330 ปีที่แล้ว +8

    অত্যন্ত সময়োপযোগী মুল্যবান একটি পর্ব। আপনাকে ধন্যবাদ।

  • @malaymal3956
    @malaymal3956 ปีที่แล้ว +8

    অনবদ্য আপনার উপস্থাপনা, আপনার কণ্ঠ। মহামানব স্বামীজী সম্পর্কে কিছু বলার জন্য যে পরিমাণ অধ্যাবসায় আপনি করেছেন, তাকে প্রণাম জানাই আন্তরিক ভাবে। সর্বোপরি খুবই শিক্ষণীয় tropic।
    ধন্যবাদ।

  • @michaelnaskar2221
    @michaelnaskar2221 ปีที่แล้ว +3

    অসাধারণ!!! শুধু নির্ভেজাল নিরঙ্কুশ অসাধারণ! আমি বাক‍্য হারা। সমৃদ্ধ হলাম। প্রণাম আমার দেবতাকে ( স্বামীজী )। অসংখ্য ধন‍্যবাদ আপনাকে।🙏

  • @successjourneymotivation2587
    @successjourneymotivation2587 ปีที่แล้ว +3

    ধন্যবাদ sir স্বামী বিবেকনন্দের 11September1893শিকাগো বক্তৃতার কাহিনী এতসুন্দর ভাবে বলার জন্য 👍👍👍🙏🙏🙏

  • @bibekranjanmahata2327
    @bibekranjanmahata2327 ปีที่แล้ว +40

    তিনি একজন অনতম্য মহান ব্যক্তি ক্ত এই জগতের মধ্যে। যার প্রভাব কোনোদিনই কমে যাবে না। তিনি এক মহান শিক্ষক। তিনি যুব সমাজের মূল আদর্শ।

  • @dedadratasen898
    @dedadratasen898 ปีที่แล้ว +1

    অমৃত কথা। আপনার বর্নণা সত‍্যই সুন্দর। নমস্কার।

  • @mahadevdutta9637
    @mahadevdutta9637 ปีที่แล้ว +1

    জয় রামকৃষ্ণ।
    এই ঘটনা জানা তবুও বারবার শুনতে ইচ্ছা করে।সত্যি খুবই ভালো চ্যানেল।

  • @harisatya5282
    @harisatya5282 ปีที่แล้ว +11

    স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তব্য দেয়ার সময় সর্বক্ষন মাথার উপর মা কালীর স্নেহের হাত অনুভব করছিলেন । নমস্কার ।
    হরিসত্য রায়,বাংলাদেশ

    • @abulaktar8369
      @abulaktar8369 ปีที่แล้ว

      সব মিথ্যা কথা

  • @ratankumarroy9087
    @ratankumarroy9087 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো এই মনোজ্ঞ আলোচনাটি । এই সম্পর্কে পূর্বে অনেক তথ্য জানা থাকলেও আলোচনাটি হয়েছে খুবই আকর্ষণীয় এবং সেই সাথে কিছু দুর্লভ ছবি যা আগে দেখা হয়নি ।

  • @pchowdhury4047
    @pchowdhury4047 ปีที่แล้ว +3

    প্রথমবার সফল নাহলেও ২য় বার অরথাৎ গত বৎসর বহুকঙ্খিত সেই মন্চ দেখে প্রণাম করে এসেছি ।
    আপনার সুন্দর উপস্হাপনা অভিনন্দন যোগ্য ।

  • @subratakathuria3692
    @subratakathuria3692 ปีที่แล้ว +7

    অসাধারণ ।অনেক ধন্যবাদ

  • @amalhalder3846
    @amalhalder3846 ปีที่แล้ว +12

    দাদা,,ভিডিয়োটি দেখার পর মতামত গুলো পড়লাম।অনেকে মুল্যবান মতামত দিয়েছেন। আপনার কথা শুনছিলাম আর সামীজীর সংগে ঘুরে বেড়াচ্ছিলাম কলপোনার জগতে। মহত্তম মানুষদের সহজোগিতার কথা ভাবছিলাম। ওরা মানুষ আর আমাদের নরাধম বলে মনে হল।দেশে ফেরার পরের ঘটনা জা জেনেছি,তা শুনে।

  • @sadipchowdhury4948
    @sadipchowdhury4948 ปีที่แล้ว +4

    আপনি প্রকৃতই একজন মানব, যিনি ক্ষণ কাল্পনিক মরকত বা পদ্মরাগের মতো রত্ন নিয়ে আলোচনা না করে প্রকৃত রত্ন নিয়ে আলোচনা করেন। আপনাকে আমার শত প্রণাম।

    • @mohammedburhanuddin9296
      @mohammedburhanuddin9296 ปีที่แล้ว

      Talk about Dr.Zakir Naik. He is the most talented Scholar in comparative Religions in the World. Duri ng the Time of a few centuries Mr. Naik undoubtedly is the Top learned Scholar. You will Not find any One who can make a debate with him in religious matters. Regards To DrZakir Naik and swami bibakanada.

    • @antudas8471
      @antudas8471 ปีที่แล้ว

      @@mohammedburhanuddin9296 🤣🤣🤣🤣🤣🤣

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 ปีที่แล้ว +45

    বিশ্বের বিশ্বয় অনন্ত ভালোবাসার প্রতীক যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রী চরণে শত সহস্র কোটি মুহুর্মুহ প্রনাম করি *

    • @srmazumder888
      @srmazumder888 ปีที่แล้ว +1

      বিস্ময়!

    • @pulakdatta1736
      @pulakdatta1736 ปีที่แล้ว +1

      প্রণাম স্বামীজী, ও নিরন্তর ভালোবাসা, বিনব্র শ্রদ্ধা,,,।

  • @kanaklatahembram8205
    @kanaklatahembram8205 6 หลายเดือนก่อน +1

    Swamiji samporke beslesan korar janya dhanyabad .

  • @tusharmondal5822
    @tusharmondal5822 ปีที่แล้ว +9

    বিশ্বজয়ী বিবেকানন্দ 😘😘❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏।

  • @asitbarannandi4440
    @asitbarannandi4440 ปีที่แล้ว +2

    প্রচার করার জন্য ধন্যবাদ।

  • @bikashmahato9971
    @bikashmahato9971 ปีที่แล้ว +1

    গ্রেট স্যালুট স্বামী বিবেকানন্দ 🙏🏻🙏🏻🙏🏻

  • @ammhrahman3930
    @ammhrahman3930 ปีที่แล้ว +19

    All roads unite to just one road of humanity . All religions end to one road to ride toward god of humanity. Long live swami jee.

  • @harendrosarkar3707
    @harendrosarkar3707 ปีที่แล้ว

    অনন্য সাধারণ স্বামীজির মত আপনি ও অসাধারণ, চমৎকার আপনার উপস্থাপনা ও বাচনভঙ্গি।

  • @KamalMandal-et5pk
    @KamalMandal-et5pk 10 หลายเดือนก่อน

    হরে কৃষ্ণ। দাদা আপনি এতো সুন্দর করে মিস্টি মিস্টি করে কথা বলেন আমার খুব ভালো লাগে। আমি আপনার ভক্ত হয়ে গেলাম। আমি আপনার শ্রী চরনে নমস্কার জানাই।জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।

  • @Om-pn4nf
    @Om-pn4nf ปีที่แล้ว

    অপূর্ব লাগলো আপনার কথা বার বার শুনতে চাই স্বামীজী মহারাজের কথা। স্বামীজীর শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি।🙏🙏

  • @samirbhattacharjee4685
    @samirbhattacharjee4685 ปีที่แล้ว +1

    অতি মনোগ্রাহী ।।উৎসাহব্যঞ্জক।। ভারতের জয় হউক।

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 ปีที่แล้ว +10

    মুসলিম ধর্মের অনুসারী হয়েও নিজেকে গত ১০-১৫ বছর যাবত স্বামীজির একনিষ্ঠ অনুসারী বলেই নিজেকে মনে করি! তার আদর্শ, সরলতা, নীতি ও ধর্মজ্ঞান আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে! তিনি ছিলেন শুদ্ধতম মহাপুরুষ! তিনি ছিলেন ধর্ম পন্ডিত কিন্তু সাম্প্রদায়িকতা তাকে কখনোই স্পর্শ করেনি। যদিও স্বামীজির ওপর প্রচুর বই পড়া আছে তবুও আপনার মনোমুগ্ধকর উপস্থাপনা আমাকে বরাবরই আকর্ষণ করে দাদা! বাংলাদেশ থেকে ভালোবাসা নেবেন!❤❤

  • @rhythmmusicsujitsarkar6389
    @rhythmmusicsujitsarkar6389 ปีที่แล้ว +3

    অসাধারন, খুবই ভালো লাগলো এক মনে শুনলে চোখে জল চলে আসে।🙏🙏🙏

  • @pradipkumarnag6295
    @pradipkumarnag6295 ปีที่แล้ว

    অপূর্ব আপনার বাচন, অসাধারণ সংগ্রহ। ঠাকু এবং মা সারদার মানস পুত্র নরেন্দ্র নাথের এই বিশ্ব বিজয় নিয়ে কত বিতর্ক। কিনতু আমাদের সেই গৌরব গাথার যথার্থ উত্তর সূরী হতে পারিনি আমরা। তাই হয়তো এক শতাব্দীর অবকাশে আর কোনো মহামানব আমাদের মধ্যে এলেন না। আধার ভালো না হলে অরূপরতন আসে কী করে?নমস্কার।

  • @anupde7780
    @anupde7780 ปีที่แล้ว +3

    খুব মনোজ্ঞ আলোচনা।সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন।

  • @amarsobujchadbagan3862
    @amarsobujchadbagan3862 ปีที่แล้ว +40

    নমস্কার , আর ও একবার আপনার শ্রী মুখে বিশ্বজয়ী বিবেকানন্দের বিশ্বখ্যাত বক্তৃতার কাহিনী শুনে মনটা ভরে গেল। বিবেকানন্দ স্বামীর চরণে কোটি কোটি প্রনাম।

    • @chandrapatibiswas4217
      @chandrapatibiswas4217 ปีที่แล้ว +1

      আগ্নেয়গিরি একদিন উদগীরণ হবেই । সত‌্য একদিন প্রকাশ পাবেই ।

    • @abhoykumar3833
      @abhoykumar3833 ปีที่แล้ว +1

      ধর্ম মহাসভা ছিলো , কলম- বাসের আমেরিকা আবিষ্কারের
      পাঁচশত বর্ষ পূর্তিতে যে অনুষ্ঠান হয়েছিল তারই
      একটি অংশ ছিলো "ধর্মমহাসভা"।

    • @nitaichandrapaul7212
      @nitaichandrapaul7212 ปีที่แล้ว

      @@abhoykumar3833 n99o9o999o9999999999999o9

    • @kajigolam6419
      @kajigolam6419 ปีที่แล้ว

      Iu

  • @narugopalbar2215
    @narugopalbar2215 ปีที่แล้ว +1

    ধন্যবাদ, দি গল্পসল্প। এইরকম একটি স্বর্ণময় ইতিহাস জনসমক্ষে তুলে ধরার জন্য।

  • @alokasarker9876
    @alokasarker9876 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে স্বামীজির প্রথম আমেরিকায় আসার কাহিনী বর্ণনা করার জন্য। অনেক তথ্য জানা ছিলনা, জানলাম।

  • @amitabhachatterjee2636
    @amitabhachatterjee2636 ปีที่แล้ว +8

    I convey my heartfelt regards to swamiji on this auspicious day.Thank you brother for presenting the video at this appropriate point of time.

  • @gurupadachakraborty2356
    @gurupadachakraborty2356 ปีที่แล้ว

    আপনার তথ্যপূর্ণ সাবলীল নেপথ্য কাহিনী খুবই ভালো লাগলো। আমার প্রণাম নেবেন। পরম শ্রদ্ধেয় স্বামীজিকে প্রণাম নিবেদন করি। 🙏🙏🙏

  • @prabirkayal8091
    @prabirkayal8091 ปีที่แล้ว +3

    অসাধারণ দাদা, শুধু অসাধারণ বললে ভুল বলা হবে,, যার কারণে আজ হিন্দু ধর্ম তথা ভারতবর্ষ পৃথিবীতে এত উচ্চ স্থানে আছে তা তো একমাত্র স্বামীজীর জন্য। দুঃখের বিষয় শিকাগো জয় করে যখন দেশে ফিরলেন তখন তাঁকে নিয়ে দেশবাসীর কোন উন্মাদনা ছিল না! নোংরা রাজনীতি তাঁকে সামান্য সম্মান পর্যন্ত প্রদান করে নি!! এমন সন্ন্যাসী মানুষকেই নিয়ে দু চার কথা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনুরোধ রইল স্বামীজীকে নিয়ে তৈরী অনেক অনেক ভিডিও সিরিজের। হয়তো ইউটিউব ঘাটলে অনেক ভিডিও পাওয়া যাবে,, কিন্তু এই স্বতস্ফূর্তা কোথাও পাওয়া যাবে না। তাই দাদা অপেক্ষায় রইলাম।

  • @gautamroy7255
    @gautamroy7255 ปีที่แล้ว +1

    জয় বিবেকানন্দ, আপনার চরণে জানাই অন্তর থেকে প্রণাম...

  • @ABHIJITDAS-sm9fq
    @ABHIJITDAS-sm9fq ปีที่แล้ว +1

    নমস্কার দাদা এমন সুন্দর ভাবে স্বামীজীর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @biswanathbhattacharya6741
    @biswanathbhattacharya6741 ปีที่แล้ว +2

    Sahashra koti koti pranam to Swamiji Maharaj Vivekananda

  • @luckykundu4197
    @luckykundu4197 ปีที่แล้ว +1

    অসাধারণ আলোচনা। স্বামীজীর ব্যাপারে অজানা আরও কিছু কথা জানতে চাই।
    স্বামীজীর চরণে আমার প্রণাম।

  • @skbiswas
    @skbiswas ปีที่แล้ว +1

    জানি আপনি অনেক বাহবা পেয়ে থাকেন আপনার video-গুলোর জন্য | আজ আমি আমার সশ্রদ্ধ প্রীতির সাথে বলছি - please continue with research-oriented glorious history of Bengalis and Indians, আর সেগুলো আপনারই সুভাষায় আমাদের সামনে তুলে ধরুন |

  • @asitbarandas2819
    @asitbarandas2819 ปีที่แล้ว

    Aapurba.. aasadharon.. khuby Sundar vabe sabkichu tule dharar
    Jonno ..Aanek Mahapurus der
    Kache ..aamar Baba ..thik aamony
    Sunechilen..pare aamio sab sunechi.
    Aakdam 👍 thik bolechen .,100/.Sab y satty ..Sudhu ..thanday .. Swamiji 🙏🙏🙏Kapchilen..oy Mohila
    Onake ..tar bhybostha kore diyechilen .. Swamiji 🙏 r Chokhe
    Aamon Dipti dekha jeto ..ja dekhe
    Aanekey .. Srodha korte baddhya
    Hoten ..r Tay hoyechilo.. dhannobad 🙏

  • @androidoppo7394
    @androidoppo7394 ปีที่แล้ว +26

    অসাধারণ ! বিশ্ববরেণ্য দার্শনিক ভারতরত্ন ড: মহানামব্রত ব্রহ্মচারীজির জীবন দর্শন এবং বিশ্বধর্ম সভার যোগদান ও বক্তৃতা সম্পর্কে জানতে চাই।

    • @muslehahmedchoudhury3364
      @muslehahmedchoudhury3364 ปีที่แล้ว

      প্রায় তিন ঘন্টা ভাষন দিয়েছিলেন কিন্তু মাত্র ৪০/৪৫মিনিট ই শুনলে কি বা
      বুঝতে পারবে জনগন আসলে তিনি। কী বলেছিলেন তাঁর ভাষনের প্রায় তিন ভাগের দুই ভাগ ই ছিল হযরত মোহাম্মদের ( দ্:) জীবনি ?

  • @kamalchakraborty3249
    @kamalchakraborty3249 ปีที่แล้ว +1

    Beautiful explanation & beautiful information . Thanks

  • @nmalakarbengal
    @nmalakarbengal ปีที่แล้ว +1

    দাদা, অসাধারণ উপস্হাপন।

  • @saktidas5004
    @saktidas5004 ปีที่แล้ว +6

    " হে ভারত ভূলিও না " আমার জীবনাদর্শ , আমার চেতনা ও আমার সর্বক্ষণ ও সর্বকালের অনূভূতি পরমারাধ্য শ্রীমদ্ স্বামী বিবেকানন্দ
    আমার শতসহস্র প্রণাম গ্রহণ করো প্রভো ।।।।

  • @gargibasu6970
    @gargibasu6970 ปีที่แล้ว +1

    খুব সুন্দর ভাবে বললেন 🙏🏼

  • @bishnupadadas1635
    @bishnupadadas1635 ปีที่แล้ว +1

    যুগান্তকারী ঘটনা ও তার অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ।

  • @bidyutbhattacharyya1078
    @bidyutbhattacharyya1078 ปีที่แล้ว +6

    God Bless you man. You speak so well , hard to comprehend. All words are in Bengali. You have to be a Bengali Honours student in the past. God bless you. Love you. Bidyut Bhattacharyya

    • @anantasarker7106
      @anantasarker7106 ปีที่แล้ว +1

      Bidyut, 😍😍😍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @jahardas3411
    @jahardas3411 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে। এ সব জানতাম না। আপনার উপস্থপনায় জানতে পারলাম‌। আবারও নমস্কার সহ ধন্যবাদ।

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.5537 ปีที่แล้ว

    Khub valo laglo onek kichu jantea parlam. Onek Dhonnobad apnake. 🙏🏻❤

  • @sagorbiswas9442
    @sagorbiswas9442 ปีที่แล้ว +1

    জয় জয় স্বামী বিবেকানন্দ।

  • @prafullamondal6508
    @prafullamondal6508 ปีที่แล้ว +2

    বিবেকানন্দ, আমাদের, অন্তরের, শিক্ষক, চরনে,প্রণাম, জানাই

  • @truth2181
    @truth2181 ปีที่แล้ว +3

    Joy swamiji. Swamiji amader asol hero...

  • @kpbiswas3238
    @kpbiswas3238 ปีที่แล้ว +2

    প্রনাম জানাই স্বামীজী কে।

  • @ajeetdas3081
    @ajeetdas3081 ปีที่แล้ว +2

    Mein koti koti naman karta hu swami jee ka shree charono mein.

  • @bipulchanda6372
    @bipulchanda6372 2 หลายเดือนก่อน

    জয়গুরু🙏❤🙏 জয়গুরু🙏❤🙏 জয়গুরু🙏❤🙏 জয় মা 🙏🏻❤🙏🏻❤জয় মা 🙏🏻❤🙏🏻❤জয় মা🙏🏻❤🙏🏻❤🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @manishamandal7960
    @manishamandal7960 ปีที่แล้ว

    Khub bhalo laglo apnar mukhe swamijir katha sunte....bhalo thakun apni...

  • @Dr.Farhad
    @Dr.Farhad ปีที่แล้ว +1

    জয় স্বামী বিবেকানন্দ! My great master forever!

  • @tanmoypal2242
    @tanmoypal2242 ปีที่แล้ว +2

    Congratulations...Splendid way of representation...Lord bless you

  • @dibyayanroy9574
    @dibyayanroy9574 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগল।

  • @likebanglatv4266
    @likebanglatv4266 ปีที่แล้ว

    বিবেকানন্দের চরনে অনন্ত কোটি প্রনাম

  • @purbashanaskar9673
    @purbashanaskar9673 ปีที่แล้ว

    Khub sundar laglo dada aro pathaben joy hind bharat mata ki joy joy hidu dharma joy joy sonatan dharmer joy

  • @niranjanbarman796
    @niranjanbarman796 ปีที่แล้ว +3

    Excellent. I am totally influenced by speed delivered by you about Swami Vivekananda.

  • @tapaskumarmitra7697
    @tapaskumarmitra7697 ปีที่แล้ว +1

    Thank you very much for your valuable points on 1 st INTERNATIONAL RELIGIOUS PARLIAMENT AT CHICAGO . Remembering our GREAT SWAMI VIVEKANANDA .

  • @alokeshbera3967
    @alokeshbera3967 ปีที่แล้ว +1

    Darun lagche

  • @suklamajumder132
    @suklamajumder132 ปีที่แล้ว +3

    প্রণাম স্বামীজি 🙏

  • @das.sohini
    @das.sohini ปีที่แล้ว +4

    দারুন ❤️🇮🇳❤️

  • @shyamalsarkar8291
    @shyamalsarkar8291 ปีที่แล้ว +5

    excellent. Many many thanks.

  • @mukulray1485
    @mukulray1485 ปีที่แล้ว +2

    হরে কৃষ্ণ, জয় সনাতন, মানবতার ধর্ম সনাতন।

  • @tapanmaity9325
    @tapanmaity9325 ปีที่แล้ว

    স্যার মন ভরিয়ে দিলেন আপনাকে অজস্র ধন্যবাদ অজানা তথ্য দেওয়ার জন্য ।

  • @biswajitssha5197
    @biswajitssha5197 ปีที่แล้ว +1

    স্বামীজি কে আমার শত কোটি প্রণাম

  • @santanu8795
    @santanu8795 ปีที่แล้ว +2

    আপনার প্রয়াস কে সাধুবাদ জানাই

  • @debashishbhattacharjee9264
    @debashishbhattacharjee9264 ปีที่แล้ว +3

    Excellent presentation.I convey my regards.

  • @sunilchatterjee9997
    @sunilchatterjee9997 ปีที่แล้ว

    ..যদিও জানা তবু ভালো লাগলো আপনার মুখে নতুন করে শুনতে। এই প্রতিবেদনটির জন্য ধন্যবাদ।

  • @shishirsarker5561
    @shishirsarker5561 ปีที่แล้ว +2

    অসাধারন সুন্দর আলোচনা। ❤️

  • @baruntripathi1910
    @baruntripathi1910 ปีที่แล้ว +1

    কি অপূর্ব বিশ্লেষণ করেছেন?ধন্যবাদ

  • @samardas4975
    @samardas4975 ปีที่แล้ว

    Darun laglo sir.
    Joy Swami Vivekanand,,🙏🙏🙏🙏🙏

  • @ranjanadutta796
    @ranjanadutta796 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।কিছুটা জানা ছিলো,

  • @debashisde7508
    @debashisde7508 ปีที่แล้ว

    Apnar bachanbhanggi apurba, atib sundar baktabya.🙏🙏🙏

  • @rupalidasgupta2951
    @rupalidasgupta2951 ปีที่แล้ว +2

    Darun🙏🙏🙏🙏