নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার / Netaji Subhas Chandra Bose and Hitler

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Topic: Historical meeting between Netaji Subhash Chandra Bose and Hitler (নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলার), including a mind-blowing story of Netaji( নেতাজির গল্প).
    সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা। জার্মানির প্রবল আক্রমণে ব্রিটিশরা তখন সন্ত্রস্ত। সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার লক্ষ্যে এই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া করতে চাইলেন না।
    ১৯৪১ সালের ১৬ই জানুয়ারি তিনি ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দেশত্যাগ করলেন। সেই ঐতিহাসিক মহানিষ্ক্রমণের পর সবার অলক্ষ্যে তিনি পৌছে গেলেন কাবুল। সেখানে প্রথমেই তিনি, আপনারা জানেন, রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আপ্রান চেষ্টা করেছিলেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, তিনি যদি সেসময় রাশিয়ার সর্বাধিনায়ক স্তালিনের সাথে যোগাযোগ করতে সক্ষম হতেন, তাহলে পরবর্তী ইতিহাস, এমন কি, ভারতের স্বাধীনোত্তর ইতিহাস সম্পূর্ণ অন্যরকমভাবেই লেখা হতো।
    সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি ছদ্মবেশে, ছদ্মনামে কাবুল থেকে মস্কো হয়ে ইতালি, ইতালি থেকে পৌঁছে গেলেন জার্মানির বার্লিন শহরে। যত সহজে বিষয়টি বলা হল, তত সহজে কিন্তু ঘটনাগুলি ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটার সময়, জার্মানির রাশিয়া হামলার প্রস্তুতির সময়, এই দীর্ঘ যাত্রাপথ ছিল ভয়ানক বিপদসংকুল। বলা যেতে পারে, অসম্ভব এক যাত্রাপথ। সুভাষচন্দ্র বসু বলেই এই যাত্রাপথেই তিনি শেষ পর্যন্ত জার্মানির বার্লিন শহরে উপস্থিত হতে পেরেছিলেন।
    যাইহোক, তার উদ্দেশ্য ছিল একটাই, জার্মানির একচ্ছত্র অধিপতি হিটলারের সাহায্য নিয়ে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করে দেশকে সম্পূর্ণ স্বাধীন করা।
    অনেক নাটকীয় ঘটনার পর এলো সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ। জার্মানির সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের সাথে সাক্ষাৎ হল নেতাজি সুভাষচন্দ্র বসুর।
    বলাবাহুল্য সেই ঐতিহাসিক সাক্ষাৎকার নিয়েই আজকের এই ভিডিও।
    Now please watch this video and express your views in the comment section below.
    For making this video I am grateful to:
    তথ্যঋণ:
    1. দেশনায়ক সুভাষচন্দ্র By নিমাইসাধন বসু
    2. আমি সুভাষ বলছি By শৈলেশ দে
    3. সুভাষস্মৃতি Edited By বিশ্বনাথ দে
    4. প্রহর ডট ইন
    yours faithfully
    The Galposalpo
    #netaji
    #netajisubhaschandrabose
    Background Music:
    Amazing Grace 2011 - Classical Whimsical by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 210

  • @mdhasanatkhan9459
    @mdhasanatkhan9459 3 หลายเดือนก่อน +8

    সত্যিই ভাই নেতাজির কথা যত শুনি আমার কান্না আসে 😪😪😪, সে আমাদের রিদয়ে আছে। তার সংগ্রাম আমাদের কখনো ভুলতে পারবোনা,,, সে একজন বাংলার মহাবীর সন্তান, আমরা তাকে সারাজীবন রিদয়ে রাখবো

  • @szzamantipu3169
    @szzamantipu3169 3 หลายเดือนก่อน +8

    আমার নেতাজি খুব কান্না হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার নেতাজি যদি বেঁচে থাকতো। শুধু এই পাক ভারত নয় সারা বিশ্ব শান্তিময় হতো আমার দৃঢ় বিশ্বাস আর আমার এই বিশ্বাস শুধু বিশ্বাস নয় বাস্তব। কারণতখন বিশ্বের বহু নেতা ছিলেন যারা মানবতার প্রতি একত্রিত হয়ে এই বিশ্বটাকে একটা বাসযোগ্য করে ফেলতেন।

  • @goutamchatterjee6763
    @goutamchatterjee6763 5 หลายเดือนก่อน +7

    নেতাজীকে ' father of our Nation ' হিসেবে মেনে নিলে আমাদের ৠন কিছুটা হলেও কম হবে । যদি সম্ভব হয় Netajiর ideologies স্বাধীন ভারতে অনুসরণ করে আমাদের ৠন শোধ করতে হবে । তিনি ছিলেন ' leader of the leaders "

  • @dhimanibose1851
    @dhimanibose1851 ปีที่แล้ว +38

    নেতাজি অবিভক্ত ভারতের প্রথম প্রধান মন্ত্রী , এই কথাটা আমরা কেন বলতে পারিনা ? (11 টা দেশ তখন শিকৃতি দিয়ে ছিলো )

    • @budhhadebroy8708
      @budhhadebroy8708 ปีที่แล้ว

      বর্তমান এন ডি এ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী গত 23 শে জানুয়ারি নেতাজি জয়ন্তীতে অকপটে স্বীকার করেছেন, স্বাধীনভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি,দেবেনা কেনো নেতাজীকে যোগ্য সম্মান,মর্যাদা,ও শ্রদ্ধা জানিয়েছেন এই সরকার।

    • @budhhadebroy8708
      @budhhadebroy8708 ปีที่แล้ว +3

      কতো তেজস্বী পুরুষ হলে হিটলারকে মুখের উপর জবাবটা দিয়েছিলেন, কেনইবা দেবেননা, স্বামীবিবেকানন্দ যার আদর্শ সে তো কাউকে ভয় পাবেনা।

  • @dilipkumarbhowmik8863
    @dilipkumarbhowmik8863 ปีที่แล้ว +16

    নেতাজি সত্যই মহান নেতা...তার তুলনা হয় না ৷৷ তাকে আমার শ্রদ্ধেয় প্রনাম ৷৷ ওঁমশান্তি...

  • @saibalini1656
    @saibalini1656 10 หลายเดือนก่อน +9

    ওনার কথা মনে পড়লে চোখে জল চলে আসে।

  • @akantadas118
    @akantadas118 ปีที่แล้ว +61

    আজ পুরো ভারতবর্ষ যে প্রাসাদে বাস করে তা সুভাষ বসুর গড়া 🤍🤍
    নিবেদিত প্রণাম নেতাজি🙏🙏

    • @cricketwithbipin1228
      @cricketwithbipin1228 ปีที่แล้ว +7

      একদম সত্য কথা 🇮🇳❤️।

    • @spendcuber1199
      @spendcuber1199 ปีที่แล้ว +1

      Hajar hajar manush ekhono khete pai na, ei kothatao satyi!

    • @cricketwithbipin1228
      @cricketwithbipin1228 ปีที่แล้ว +2

      @@spendcuber1199 সেই টা অন্য প্রসঙ্গ ঠিক আছে ,, খেতে না পাওয়ার মূল কারণ চিহ্নিত করলে হলে তোমাকে একদম সমস্যা টার মুলে যেতে হবে । আর না খেতে পাওয়ার মূল কারণ এক ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থান আর দেশ চালানো নেতা এবং এলাকাই ছড়ি ঘোরানো নেতা দের জন্য । আজ যদি নেতাজি থাকতেন তিনি কখনোই এরকম হতে দিতেন না । তার প্রমাণ হলো ১৯৩৮ খ্রিস্টাব্দে তিনি যখন জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন এ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছিলেন জমিদারি প্রথার অবসান ঘটাতে হবে ।
      এই কথাটা শুনে ভারতের তৎকালীন তাবড় তাবড় নেতাদের সমস্যা হয়ে গেছিলো তাই তারা কায়দা করে আমাদের দেশনায়ক কে প্রথমে কোনো সাহায্য করবেন না বলে ঠিক করলেন । আর পাশাপাশি তাঁকে প্রাণে মেরে দেওয়ার ও চেষ্টা করেছিলেন ।
      জয় হিন্দ 🇮🇳 ,, ভারত মাতার বীরসন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় 🙏❤️🇮🇳 ।

    • @spendcuber1199
      @spendcuber1199 ปีที่แล้ว +2

      @@cricketwithbipin1228 Ekdom satyi kotha. Kintu lekhoker ''aaj puro Varotvarsho'' kothatar pariprekshite eta likhechhi. Puro Varot je ekhono sampadsali hoye otheni,ar tar janyo kara dayi seta tomar kotha te pariskar.

    • @cricketwithbipin1228
      @cricketwithbipin1228 ปีที่แล้ว +2

      @@spendcuber1199 হ্যাঁ একদম।

  • @MdShohag-cp1uv
    @MdShohag-cp1uv ปีที่แล้ว +23

    বাংলা দেশ থেকে জয় নেতা জী জয় মদী জী

    • @TheShadow-td8fz
      @TheShadow-td8fz 4 หลายเดือนก่อน

      গুজরাটের কষাই মোদির কেন জয় হবে?

  • @shobhanannandaroychoudhury121
    @shobhanannandaroychoudhury121 ปีที่แล้ว +34

    নেতাজী ছিলেন আগুনের ফুলকি। ঝড়ে আগাম বাতা। আমার কাছে তিনি ছিলেন জীবন্ত দেবতা। তিনি কোনদিন আপস চাননি। লড়াই তার মত ও পথ। আমি সত্যিই অভিভূত হলাম আপনার সুন্দর বাখ্যা শুনে। আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আরও বিভিন্ন ধরণের বাখ্যা চাই। এত বড় বীরের সম্মান দেওয়া হয়নি তাকে ভারতে। এর থেকে কষ্ট আর কি আছে আমাদের কাছে।

  • @pratimaganguli5119
    @pratimaganguli5119 ปีที่แล้ว +58

    বিশ্বে নেতাজী সুভাষচন্দ্র এক অদ্বিতীয় বক্তি , ওনার সমকক্ষ আর কেউ নেই ।🙏🙏🙏

    • @mdhasanatkhan9459
      @mdhasanatkhan9459 3 หลายเดือนก่อน +2

      সত্যিই খুবই কষ্ট হয় আমাদের ভারতে, মোদী কোনোদিন তাকে সম্মান করেনা, কিন্তূ এই বাংলার বিরসন্তান জাতির রিদয়ে আছে 🇮🇳

  • @indranideb395
    @indranideb395 ปีที่แล้ว +6

    শ্রদ্ধেয় সুভাষ চন্দ্র বসু উনি তো শুধু মাত্র মানুষ নয় উনি মহামানব 🙏🌹🙏❤️

  • @ritapal4831
    @ritapal4831 ปีที่แล้ว +17

    His guru was Swami Vivekananda. His writings activities were also spiritual. সবাইকে নেতাজির লেখা 'তরুণের স্বপ্ন' বই টি পড়তে অনুরোধ করছি। Let us know Netaji actually without spereading any emotions.

    • @swapandutta3050
      @swapandutta3050 ปีที่แล้ว

      নেতাজী সুভাষ ছিলেন একমাত্র এবং প্রকৃত দেশপ্রেমিক, বাকিসব ছদ্মনেতা,তারা এখন স্বাধীনতার ফসল লুটেপুটে খাচ্ছে।

    • @sambhupurkayastha9749
      @sambhupurkayastha9749 ปีที่แล้ว

      No one can compare with subash Chandra Bose as he is the real freedom fighter of our country.

  • @shubhajitray8454
    @shubhajitray8454 ปีที่แล้ว +14

    সুন্দর উপস্থাপনা 🙏🙏🙏

  • @realdietsystem8100
    @realdietsystem8100 ปีที่แล้ว +6

    আপনার অসাধারণ balber ভঙ্গি সত্যি আমাদের মন প্রাণ ভরে দেয় I কখন যে সময় চলে যায় বুঝতে পারি না I

  • @szzamantipu3169
    @szzamantipu3169 3 หลายเดือนก่อน +1

    আমি বাংলাদেশ থেকে বলছি শামসুজ্জামান টিপু আমার বাবা ওয়ালীউল্লাহ আমাকে বলতেন।তুমি কি বাবু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছো। তখন আমার বয়স ১১।। আমি বললাম না আব্বাজী শুনিনি তো। তখন আমার আমার আম্মাজি কে বলল তুমি কি নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে কিছু বলনি।। আমার আম্মাজী উত্তর দিল সরি। নেতাজী সুভাষচন্দ্র বসু গ্রেট গ্রেট গ্রেট লাল সালাম লাল সালাম লাল সালাম। নেতাজি অমর হোক সারা বিশ্বের মানুষের নেতাজি সুভাষচন্দ্র বসু। বাংলাদেশ থেকে শামসুজ্জামান টিপু

  • @nirmalgomes4227
    @nirmalgomes4227 ปีที่แล้ว +78

    ওঁনি যে কতো বড় মাপের নেতা ও মানুষ ছিলেন পৃথিবীতে দ্বিতীয় জম্ন হবেনা!!!!!!!

    • @ashekmr.7061
      @ashekmr.7061 ปีที่แล้ว

      উনি বাটপার, ফ্যাসিস্ট। না হলে হিটলারের সাথে হাত মেলায়।

    • @bivashadhikary4449
      @bivashadhikary4449 ปีที่แล้ว +4

      Excellent post Absolutely Right your pogroms so happy

    • @sreejitsarkar5908
      @sreejitsarkar5908 ปีที่แล้ว +1

      @@bivashadhikary4449 ki???

    • @krishnaconsciousness382
      @krishnaconsciousness382 ปีที่แล้ว

      সম্পুর্ন সত্য না

    • @vege858
      @vege858 ปีที่แล้ว

      @@krishnaconsciousness382 konta vai?

  • @kajaldutta9096
    @kajaldutta9096 ปีที่แล้ว +10

    আপনি আজকে এক ভারতীয় মহানায়কের বিশ্বজয়ের কথা তুলে ধরলেন। এই ভারতীয় বিশ্বনায়কের জার্মান ,জাপান অভিযানের কথা জানতে পারলাম। উপস্থাপনা অসাধারণ হয়েছে।

  • @rupmukherjee7997
    @rupmukherjee7997 ปีที่แล้ว +6

    মহাত্মা গান্ধীর জন্য যদি জাতীয় ছুটি থাকে তাহলে নেতাজীর জন্য জাতীয় ছুটি হবে না কেন ?

    • @maniklaldaschoudhury6610
      @maniklaldaschoudhury6610 ปีที่แล้ว

      Gandhi r matan characterless jar sab samaya dui hath meyecheler kadheo thakto take mahatya bole ullekh kore nijeder choto kenokorchen r oi haramjadar matan papishthya k importance dichchen

  • @AlokKumar-rs1xy
    @AlokKumar-rs1xy ปีที่แล้ว +1

    দেখুন সব ঠিক আছে কিন্তু হাওয়াই চটি আবার না বলেবসে নেতাজী সুভাস চন্দ্র বসু কে রাজনীতি তে আমি শিখিয়েছি

  • @kalyanchatterjee1617
    @kalyanchatterjee1617 ปีที่แล้ว +2

    সুভাষ চন্দ্র বসু সম্পর্কে জ্যোতি বসুর এই বক্তব্য কি তাঁর নিজের মত? না কি তাঁর দলের পলিটব্যুরোর সমগ্র মত ? যদি দয়া করে জানান তবে বাধিত হবো।

  • @rajeshmidya2142
    @rajeshmidya2142 ปีที่แล้ว +4

    Jay hind নেতাজি সুভাষচন্দ্র বসু কি joy real Hero

  • @debashishbose9805
    @debashishbose9805 ปีที่แล้ว +4

    একজন বাংলা সিংহ। Salute to this great great man .

  • @debahutichakraborty7861
    @debahutichakraborty7861 ปีที่แล้ว +8

    সুন্দর উপস্থাপন

  • @Paritoshsutar156
    @Paritoshsutar156 3 หลายเดือนก่อน +1

    খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি ❤। খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤😊😊😊

  • @debrajmallick701
    @debrajmallick701 ปีที่แล้ว +7

    নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন
    এক এবং অদ্বিতীয়
    তিনি কেবল নেতা নন তিনি আমাদের আবেগ , তাকে জানাই সস্রোধ প্রণাম 🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasengupta5632
    @jayasengupta5632 ปีที่แล้ว +1

    সুভাষচন্দ্র জার্মান যাওয়ার পরে,
    আশ্চর্য লাগে তৎকালীন ভারতীয় কমিউনিস্ট পার্টি , পাঞ্জাবের কীর্তি কিষান পার্টি সুভাষ চন্দ্রের পাশ থেকে সরে এসে ছিলেন, তারা মনে করেছিলেন, জার্মানির রাশিয়া আক্রমণ হচ্ছে ভারতের জনযুদ্ধ, তাই পরাধীন ভারতে ইংরেজদের পাশে থেকে তাদের শাসক ইংরেজদেরই সাহায্য করা উচিত।
    তখনকার সময়ে যে বিখ্যাত বিপ্লবীরা ছিলেন তাদের একটাই প্রশ্ন ছিল সাম্রাজ্যবাদী হচ্ছে জার্মান অথচ সেই মুহূর্তে ঠিক দুদিন আগে পরাধীন ভারতের সাম্রাজ্যবাদী ইংরেজরা ছিল ভারতের সবচাইতে ঘৃণ্য শত্রু সেই শত্রুরা রাতারাতি মিত্র হয়ে গেল!!! সুভাষ চন্দ্রের পাশ থেকে এই পার্টিগুলো সরে আসার ফলে তখন বিখ্যাত বিপ্লবীরা সব ধরা পড়ে যায়। এগিয়ে যাওয়া লড়াই মাঝপথে থেমে যাওয়ার মত অবস্থা হয়ে গেল।
    কি অদ্ভুত ইমম্যাচিউর বালখিল্য চিন্তাভাবনার ধারক বাহক ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি ও অন্যান্য পার্টিরা। কিন্তু পরবর্তীতে জ্যোতি বসু পূর্বের কমিউনিস্ট পার্টির এই ভুল সিদ্ধান্ত নিয়ে স্বীকার করেছিলেন যে এই সিদ্ধান্ত ঠিক ছিল না।

  • @goutamchatterjee6763
    @goutamchatterjee6763 ปีที่แล้ว +2

    Netaji should be declared 1st prime minister of free India when then at least 11 countries recognized his government. If we admit this, it would be ouo greatest gratitude to our beloved patriot .

  • @aryanhaque3013
    @aryanhaque3013 ปีที่แล้ว +8

    ত্রিশ কোটি বাংগালীর মহান নেতা -নেতাজী সুভাষ বসু-লাল সালাম।

    • @hkdsikdar8902
      @hkdsikdar8902 ปีที่แล้ว +2

      Netaji was not a leader of 30 crore Bengalees only. He was an all India leader of all the Indians.

  • @sajalghosh2505
    @sajalghosh2505 ปีที่แล้ว +2

    Gandhi family nipat jak, jay netajee, joy Azad hind jay Bharat Mata,

  • @GitaranjandasDas
    @GitaranjandasDas ปีที่แล้ว +1

    ঐ। মহান পুরুষোত্তম। কে। জানাই আমার শত। কোটি প্রণাম। আমাদের দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু না হলে কোন দিন ভারত মাতা শৃংখল। মুক্ত।হত। না জয় নেতা জী সুভাষচন্দ্র এই জন্য আমাদের দেশের একশো 40 কোটি মানুষের হৃদয়ের। স্থান করে নিয়েছে। জয় হিন্দ ভারত মাতা কি জয়

  • @dmaity7266
    @dmaity7266 7 หลายเดือนก่อน

    বাকি দলগুলো বিরোধীতা করলেও কমিউনিস্টদের মতো অশ্লীল ভাষায় গালিগালাজ করেনি।

  • @chandanachowdhury6152
    @chandanachowdhury6152 ปีที่แล้ว +3

    Netaji Subhas Bose was, is and always will be a giant among leaders of India - maybe the world. A true Patriot! Unbelievable commitment & determination to the cause of India! But tragic! We have not done him justice! Maybe, & hopefully coming generations will give him his due honor!!

  • @sanatanpal6941
    @sanatanpal6941 2 หลายเดือนก่อน

    গৌতম বাবু, নেতাজী কে Father of Nation হিসেবে দেখতে চান, আমি চাই। তবে আরও তিনটি স্টেপ ক্রম বর্ধমান করুন, কোনো সমস্যায় দেখতে পারে না।
    নেতাজি -- স্বামী বিবেকানন্দ -- ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব --তোতাপুরী।
    তোতাপুরী, যেখানে আমাদের ভারতমাতার দেশ সাধু সন্যাসীদের দেশ।

  • @shyamalghosh4344
    @shyamalghosh4344 ปีที่แล้ว +2

    India would never have became independent by spinning the wheel, so in my opinion Netaji is the father of the Nation, Congress Party and Gandhi Familie have ruined India since independence.

  • @ShekharRoychowdhury-et9lk
    @ShekharRoychowdhury-et9lk 6 หลายเดือนก่อน

    অসম্পূর্ণ রিসার্চ। INA ও রাসবিহারী বোস সম্পর্কে কিছুই বলা হলো না।/নারায়ণ সান্যালের *আমি রাসবিহারকে দেখেছি* বইতে প্রয়োজনীয় তথ্য পাবেন।নেতাজি মাদাগাস্কার পর্যন্ত জার্মান তারপর জাপানের ডুবজাহাজ ব্যাবহার করেন।

  • @tapasdas5568
    @tapasdas5568 ปีที่แล้ว +5

    Jai Hind, Bande Mataram.

  • @neel_on
    @neel_on ปีที่แล้ว +5

    অসাধারণ ইতিহাস

  • @gayatrinandi8508
    @gayatrinandi8508 4 หลายเดือนก่อน

    আপনার প্রচারিত ভিডিও টি দেখে শুনে খুব খুশি হলাম । নমস্কার জানবেন ।❤

  • @chandanabhattacharjee1784
    @chandanabhattacharjee1784 ปีที่แล้ว +2

    True information. Thank you for spreading this information. Netaji's move was politically incorrect and this is how his personal history had been shaped.

  • @digambardas6203
    @digambardas6203 ปีที่แล้ว +3

    Jai bharatvarsh 🙏❤🌺🇮🇳
    Jai Netaji🙏❤

  • @parthasarkar5292
    @parthasarkar5292 ปีที่แล้ว +3

    এই মানুষটিকে আজ আমরা হারিয়েছি ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বসু আপনাকে শতকোটি প্রনাম Jai Hind 😢

  • @gautamroy7255
    @gautamroy7255 ปีที่แล้ว +1

    দারুন দারুন দারুন স্যার খুব সুন্দর বললেন, মহান নেতাজী সুভাষ চন্দ্র বসুর সম্বন্ধে, নেতাজি এই বিষয়ে এতটা জানা ছিল না ধন্যবাদ স্যার..

  • @chattargikumar4090
    @chattargikumar4090 ปีที่แล้ว +4

    his memory always remain in every brave and patriot indian

  • @mohuasaha8387
    @mohuasaha8387 ปีที่แล้ว +3

    এখন থেকে আমরা সবাই বলবো ভারতের প্রথম প্রধান মন্ত্রী আমাদের প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসু।

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 ปีที่แล้ว +1

    Abdul Hafiz Mohamed Barkatullah was the first PM of the Provisional Government of India established in Kabul on 1st December 1915 with Raja Mahendra Pratap(son of Raja of Hathras) as it's President. With the aim of seeking support for freedom of India, Maulana travelled to several countries and met several contemporary leaders including Kaiser Wilhelm II, Lenin and Hitler. Maulana was a founder member of the Ghadar Party in San Francisco alongwith Lala Har Dayal and Raja Mahendra Pratap. So, Netaji is not the first PM of the Provisional Government. Many doesn't know this fact!

  • @debojyotidas1069
    @debojyotidas1069 3 หลายเดือนก่อน

    নেতাজি subhas chandra bose akjon e hoi!

  • @bibekghatak5860
    @bibekghatak5860 ปีที่แล้ว +2

    Jai Hind Jai Netaji Subash Chandra Bose. Pranaam to Netaji .

  • @saumajumder9279
    @saumajumder9279 ปีที่แล้ว +2

    Sir hilter r sei symbol ta moteo sastik na, plz seta k sastik symbol bole opoman korben na,

    • @rahulbanerjee6618
      @rahulbanerjee6618 ปีที่แล้ว +1

      He is basically a leftist minded people, there is no wrong, so he is trying justifying that time mistake done by the left party.

  • @gobindasingha1054
    @gobindasingha1054 ปีที่แล้ว +1

    Air crus koi

  • @anjudas5743
    @anjudas5743 ปีที่แล้ว

    আপনার কাছে একাধিকবার আদি শঙ্করাচার্য সম্বন্ধে জানতে চেয়ে অনুরোধ করেছি, কিন্তু আজও পাইনি। আশাকরি অবশ্যই পাব।

  • @asitbarandas2819
    @asitbarandas2819 ปีที่แล้ว

    NETAJI🙏🙏🙏 Chilen NETAJI🙏🙏🙏 Onar Mato Saccha Des neta ..
    R aay Bharatbarse habe ..
    Beyman biswaskhatok mirjafar Gaddar Neheru r Gandhiji..R Jannoy
    Aamra aaj o ..onake pelam na..
    Tabe Desbasi .. Aakdin aar Uttar thik
    Debe ..Jay Hind..

  • @NIRMALGHOSH-ub4qb
    @NIRMALGHOSH-ub4qb 2 หลายเดือนก่อน

    Swadhinottor Bharater anyarama Nayak Netaji.

  • @anisurrahaman1106
    @anisurrahaman1106 ปีที่แล้ว

    Aponer gan aache but suci(c) er khatha bolchen na keno?

  • @sahadebsamanta5660
    @sahadebsamanta5660 ปีที่แล้ว +1

    খুব সুন্দর নেতাজী সুভাষ সমন্ধে বলার জন্য ধন্যবাদ।

  • @sahadebsamanta29
    @sahadebsamanta29 ปีที่แล้ว

    আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতজী সুভাষ চন্দ্র বসু এটা কি ঠিক?

  • @anisurrahaman1106
    @anisurrahaman1106 ปีที่แล้ว

    Apner moto repoter ra Netaji birodhi chilo

  • @ratiranjandebbarma5613
    @ratiranjandebbarma5613 7 หลายเดือนก่อน

    This is very sorry,we Indian are not so lower.what was the rank of Subhas then and who sent him to German.

  • @nazmulislam5846
    @nazmulislam5846 6 หลายเดือนก่อน

    আপনার উপস্থাপনা দারুণ এবং ইতিহাস মহামূল্যবান। ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে।।

  • @buddhadebdas7343
    @buddhadebdas7343 ปีที่แล้ว +2

    রচনা ও ভাষ্য ভাল, শিক্ষণীয়

  • @EducationalUpdate-rc8lp
    @EducationalUpdate-rc8lp ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ShohelAhamed-qo2ou
    @ShohelAhamed-qo2ou 3 หลายเดือนก่อน

    Kivaba aivaba tatka mittha kotha bolan.
    Ekjon manusk upora tulta geya tar name aivaba mittha bola thikna.

    • @thegalposalpo
      @thegalposalpo  3 หลายเดือนก่อน

      Evabe comment kore lav ki? Konta mithye --- seta bollen na keno?

  • @jagadishroy7516
    @jagadishroy7516 ปีที่แล้ว +1

    Sir with due respect I think your have prensent history in a romantic way!

  • @mithudas4359
    @mithudas4359 ปีที่แล้ว +1

    Wow sir, আপনার বলার স্টাইল টা দারুন.

  • @yogendranathdutta7251
    @yogendranathdutta7251 ปีที่แล้ว +2

    Very good collection, thanks

  • @sudiproy9620
    @sudiproy9620 3 หลายเดือนก่อน

    Sir apnake ashonkho Dhannabad janai

  • @gopinathmondal5939
    @gopinathmondal5939 ปีที่แล้ว

    কোন প্রামান্য নথি আছে কি হিটলারের সাথে মিটিং এর? জানালে উপকৃত হবো

  • @oliedjubaer402
    @oliedjubaer402 10 หลายเดือนก่อน

    Sir, is it true that hitler gives the title netaji to shubash chandro bosu

  • @absangram
    @absangram ปีที่แล้ว

    Ami akta gan baniyechhi please sakole shunben. You tube chanel ab sangram. Asha kori apnader valo lagbe

  • @santanubose3228
    @santanubose3228 ปีที่แล้ว

    Bjp Rss ar katodin Natok korbe? Tader spasto abosthan ki ? Tara ki Netaji k niey sudhumatro Rajnity e korben ?

  • @sujoydas908
    @sujoydas908 ปีที่แล้ว +4

    জয়তু নেতাজী 🧡🤍💚🇮🇳

  • @crazy_anyone_parbaj
    @crazy_anyone_parbaj ปีที่แล้ว +1

    First PM Nataji

  • @rawnissan3275
    @rawnissan3275 ปีที่แล้ว

    স্বাক্ষাতের প্রেক্ষাপট একটু বাড়িয়ে বলা হলো আরকি।

  • @happymind8526
    @happymind8526 ปีที่แล้ว +1

    Only a lion dares to face another lion not lambs like Gandhi or Nehru.

  • @ShantoDebnath-eq6ji
    @ShantoDebnath-eq6ji 2 หลายเดือนก่อน

    এই ভারতবর্ষকে বাঁচাও সনাতন ধর্মকে বাঁচাও যাকে ধর্মকে বাঁচাও সর্বশ্রেষ্ঠ ধর্ম কে বাঁচাও চার যুগের ইতিহাস কে বাঁচাও সনাতন ধর্মের উপরে দ্বিতীয় কোন ধর্ম নাই ভারতবর্ষে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ অধিকার যারা বৈদেশিক জাতি ভারতবর্ষে এসে গোলমাল করে যারা মীরজাফর জাতি যাদের কোন ভারতবর্ষের স্থান নেই তারাই জোরে জোরে অত্যাচার করে কেন প্রত্যেক সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার নিজে বাঁচো নিজের ধর্মতত্ত্ব বাঁচাও নিজে অধিকার নিজের রাখুন

  • @sujitsaha2708
    @sujitsaha2708 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dipankardas7661
    @dipankardas7661 ปีที่แล้ว +2

    Jay Hind. Jay Bharat

  • @PradipSaha-gp6tc
    @PradipSaha-gp6tc 4 หลายเดือนก่อน

    Valolagchesunte

  • @anisurrahaman1106
    @anisurrahaman1106 ปีที่แล้ว

    Akhon ki kora darker?

  • @chandandutta6463
    @chandandutta6463 ปีที่แล้ว +1

    very interesting topic ! Every word relating to Netaji Subhas Chandra is very precious to us all and always it will be !

  • @soumyamukherjee8352
    @soumyamukherjee8352 ปีที่แล้ว

    Onar somotullya keu ache bole mone korina.....Jai Hind

  • @tapanpal.bilasi5339
    @tapanpal.bilasi5339 3 หลายเดือนก่อน

    এখানে তবলা কেন

  • @BalaramSil-f6v
    @BalaramSil-f6v 7 หลายเดือนก่อน

    Netaji is nothing,but a great soul that can only save us from present betrayal attitude of ruling.

  • @AnitaMajumder-s6s
    @AnitaMajumder-s6s 6 หลายเดือนก่อน

    সত্যই

  • @sksampadchrist23.1.91
    @sksampadchrist23.1.91 ปีที่แล้ว +1

    Thank you for this story....

  • @soumitrakundu2613
    @soumitrakundu2613 ปีที่แล้ว +1

    The great one and only leader

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 ปีที่แล้ว +3

    অসাধারণ বিশ্লেষন
    ভারতমাতার মহান আপোষহীন স্বাধীনতা সংগ্রামীর প্রতি রইল আমার অন্তরের অনেক অনেক শ্রদ্ধার সাথে সশ্রদ্ধ প্রণাম *
    আন্তরিক অভিনন্দন জানালাম *

  • @mohankumarbasu6910
    @mohankumarbasu6910 ปีที่แล้ว

    It is really shameful, that till now no leader has guts to accept there blunder decision. Practically all political leaders are so corrupt, no one is ready to face hardship instead comfort. All are running after fame and money, no political leader is worried about there motherland, motherland is not at all greater than there personal fame or comfort or shame to say money, that is the reason so-called big leaders they did not understand 'Netaji' and will never be able to understand Netaji. It was very correct then India's freedom was only needed, if it was not possible then, never India would have got freedom.

  • @jhulanmallik2068
    @jhulanmallik2068 2 หลายเดือนก่อน

    Jai hind jai netaji

  • @diptendranathghoshhazra3311
    @diptendranathghoshhazra3311 ปีที่แล้ว

    প্রতিবেদনটি অসাধারণ লাগলো। যতটুকু জানতাম তার অনেক বেশী কিছু পেলাম। সত্যি নেতাজী সুভাষচন্দ্র বসু এক অনন্য মানুষ, তুলনাহীন। আপনাকে জানাই অসংখ্য অভিনন্দন। ❤

  • @rajatshubhrosengupta284
    @rajatshubhrosengupta284 ปีที่แล้ว

    There is lot of myth created around Netaji's
    alliance with Hitler and his Nazi Germany.
    Fact remains that Hitler was not very enthusiastic about our Netaji and his struggle for independence of India.
    Hitler had unending ambition, and that included colonizing India by replacing the British Raj.
    Hitler was a racist and considered Indians of being an inferior race.
    If Hitler had fulfilled his ambition of conquering India, his first target for annihilation would have been Subhash Chandra Bose , followed by other influential leaders.
    In fact even Imperial Japan had their eyes on British India.
    Japan also would have treated Netaji and the other leaders in the same manner.

  • @archanasur830
    @archanasur830 ปีที่แล้ว

    "Azad Hind Fouj "gathan korechhilen Rash Behari Basu.

    • @thegalposalpo
      @thegalposalpo  ปีที่แล้ว

      Right.Netaji leadership diyechhilen bolle thik hoto.

  • @nareshdas392
    @nareshdas392 ปีที่แล้ว +1

    জয় হিন্দ

  • @MONGUMONGU-f8f
    @MONGUMONGU-f8f 5 หลายเดือนก่อน

  • @LalchandMullick-bq2bz
    @LalchandMullick-bq2bz 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ram1244
    @ram1244 ปีที่แล้ว +1

    জনক ভারত

  • @sanjoysamanta8476
    @sanjoysamanta8476 ปีที่แล้ว +1

    Sir ,apni great man.

  • @subhasdutta2238
    @subhasdutta2238 3 หลายเดือนก่อน

    Excellent

  • @tapanroyroy2164
    @tapanroyroy2164 ปีที่แล้ว +1

    JOY HIND JOY NETAJE

  • @JayantiDutt-r9r
    @JayantiDutt-r9r 6 หลายเดือนก่อน

    What a beautiful presentation . Thank you very much .

  • @Bhagaban22
    @Bhagaban22 3 หลายเดือนก่อน

    Bravo!