প্রিয় অনিমেষ |বাইশ বছর পর| এলিট দাশ গুপ্তা(এ্যানি)|নন্দিনী

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @elitedasgupta
    @elitedasgupta 4 ปีที่แล้ว +912

    দিদি, আমার লেখাটা স্বার্থক!
    এতো সাবলীল করে আবৃত্তি করেছেন, আমার সাধারণ লেখাটাও খুব অসাধারণ হয়ে গেছে ❤❤❤

  • @purkayasthalipika
    @purkayasthalipika 4 ปีที่แล้ว +67

    বাক্-রুদ্ধ আমি.. বড়ো কাছের এই কবিতা।বেঁচে না থাকলেও একবার ছুঁয়ে দিয়ে যেও..

  • @AsmaKhatun-j8e
    @AsmaKhatun-j8e 2 หลายเดือนก่อน +2

    আল্লাহ এমন বিচ্ছেদ পৃথিবী থেকে তুলে নেও,,যে বিচ্ছেদ মৃত্যুর আগপর্যন্ত কাঁদাবে

  • @sumaiyasultana8873
    @sumaiyasultana8873 ปีที่แล้ว +10

    কেমন জানি থমকে গেছিলাম,
    প্রতিটা শব্দই হৃদয় স্পর্শ করে গেছে
    বেশ কষ্ট পেয়েছি আর নিজেকে বুঝিয়েছি সময় বহমান নিজেকে শক্ত হতে হবে

  • @maddinascuriousworld6338
    @maddinascuriousworld6338 4 ปีที่แล้ว +393

    কাঁদলাম আজ... অনেকদিন পর! ধন্যবাদ! এই কান্নাটার আমার দরকার ছিলো।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 3 ปีที่แล้ว +7

      ভালবাসা ধোয়াশা বড্ড,তাই নয় কি?

    • @maddinascuriousworld6338
      @maddinascuriousworld6338 3 ปีที่แล้ว +8

      @@shohaghossen6749 হুম। Bangla Five ব্যান্ডের "Confusion" গানটা শুনেছেন? আমার অবস্থাও এখন তাই।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 3 ปีที่แล้ว +4

      হুম শুনেছি। তবে আমার মনে হয় কি। এখান থেকে বেরিয়ে আসায় ভালো। বিয়ের পরেই না হয় বাকিটা,,,,,,,,,,

    • @maddinascuriousworld6338
      @maddinascuriousworld6338 3 ปีที่แล้ว +2

      @@shohaghossen6749 হুম।

    • @shohaghossen6749
      @shohaghossen6749 3 ปีที่แล้ว +2

      জীবন সুখময় হোক। সাতরাঙা আলো উকি দিয়ে উঠুক ঘোর মিছে দূর্বিষহ মাতালের প্রলাপ শেষে। শুভ কামনা রইল

  • @shakilahamed9846
    @shakilahamed9846 5 ปีที่แล้ว +249

    বয়স টা আমার ১৯ কি ২০, আমি এই ৭ মিনিটের কথায় ৫০ বছরের বুড়ো হয়ে গিয়েছিলাম,অসাধারণ দিদি😍ভালবাসি😍

    • @mdsohag8734
      @mdsohag8734 5 ปีที่แล้ว

      দাদা তখন কি মোবাইল ছিলো দিদি বললো যে ফোনের অপেক্ষায় ছিলো

    • @rajarshibhattacharyya987
      @rajarshibhattacharyya987 4 ปีที่แล้ว

      Md sohag ...besi chudio na.

    • @brototichatterjee4844
      @brototichatterjee4844 4 ปีที่แล้ว +1

      Sotti tai...

    • @abutaherchowdhury638
      @abutaherchowdhury638 4 ปีที่แล้ว +1

      @@mdsohag8734 হয়তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল। আর কবিতা তো হলো কল্পনায় আবেগ অনুভূতির খেলা।

    • @স্বপ্নলিপি
      @স্বপ্নলিপি 4 ปีที่แล้ว

      @@abutaherchowdhury638 th-cam.com/video/TPsKSvTO4t8/w-d-xo.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

  • @debasreeroy621
    @debasreeroy621 ปีที่แล้ว +35

    বাইশ বছরের বিচ্ছেদ শেষে আজও ভুলতে পারিনি। আজও সেই অবুঝ বয়সের অনুভূতি গুলো বড়ো কাঁদায় 😢😢 এই কবিতাটা অনেক কিছু মনে করিয়ে দিলো 😢😢 ভালো থাকুক সে।

    • @BanglaChrisiChannel
      @BanglaChrisiChannel 9 หลายเดือนก่อน +1

      আসলে ভালো বাসা এমনি!!!

    • @goodboysajeeb-wj3tr
      @goodboysajeeb-wj3tr 7 หลายเดือนก่อน

      same to

    • @RiktaDutta-rf9wv
      @RiktaDutta-rf9wv 5 หลายเดือนก่อน +1

      চোখের জল ধরে রাখতে পারলাম না।বিচ্ছেদেরর যন্ত্রনা আমৃত্যু মনে হয় থাকে

    • @goodboysajeeb-wj3tr
      @goodboysajeeb-wj3tr 5 หลายเดือนก่อน +1

      @@RiktaDutta-rf9wv right

    • @sharabanimaiti4707
      @sharabanimaiti4707 4 หลายเดือนก่อน

      আঘাত সহ্য করার ক্ষমতা ভগবান দিয়ে পাঠিয়েছে

  • @mdtonu3981
    @mdtonu3981 3 ปีที่แล้ว +138

    কবিতা, গান তখনই বেশি ভালোলাগে যখন নিজের জীবনের সাথে মিলে যায়।

  • @shaondey3846
    @shaondey3846 10 หลายเดือนก่อน +8

    প্রিয় প্রিয়া দাশ,
    হয়তো এভাবেই একদিন একে অপরের মুখোমুখি হবো কিন্তু তখন আর কোনো অধিকার থাকবে না কথা বলার। হয়তো আমাদের শেষ দেখাটাও হয়ে গিয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়।
    💔

  • @gaytrhyranysuttrodhar8212
    @gaytrhyranysuttrodhar8212 4 ปีที่แล้ว +121

    কেমন জানি ,,থমকে গেলাম ।।।ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার মতো কষ্ট আর দ্বিতীয়টি নেই .....ভালো থাকুক ভালোবাসা 💚

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว +5

      ভালো থাকুক পৃথিবীর সব মানুষ।

  • @polydas4221
    @polydas4221 4 ปีที่แล้ว +198

    দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!
    জটিল ছিল শুধু তোমার শূন্যতা টা
    একেবারে মুছে ফেলা,,,, 😭

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 4 ปีที่แล้ว +25

    মনে পড়ে গেলো সেই ১৯৯৯ সালের প্রথম প্রেমের প্রেমিকা'কে হারিয়ে ফেলা’র মুহুর্তগুলো।
    ২৯/১২/২০২০

    • @fiya8850
      @fiya8850 3 ปีที่แล้ว

      বলবেন কি ওনার কোন খোজ আছে কিনা

  • @nazmulhasanfaruk8672
    @nazmulhasanfaruk8672 3 ปีที่แล้ว +7

    খুব সুন্দর কবিতা এবং আবৃত্তি ,দুটোই মনোমুগ্ধকর । আজকে আমার জন্মদিন, আমার ছেলেবেলার বান্ধুবির সাথে অনেকদিন পর আজ দেখা করব । তাকে কল্পনা করে টুকটাক লেখালেখি করতাম । কিন্তু আজ তার জন্যে কিছু লিখিনি বলে খারাপ লাগছিল । আপনার আবৃত্তি মন কেড়ে নিল, আপনার সম্মুখীন যদি হতে পারতাম তবে শিষ্যত্ব গ্রহণ করতাম । ভাল থাকবেন দিদি 🤍

  • @rupshaacharjee5304
    @rupshaacharjee5304 3 ปีที่แล้ว +35

    কবিতাটা " রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার " লাইনটির সাথে মিলে গেল !!!!

  • @Ashikur98
    @Ashikur98 2 ปีที่แล้ว +14

    কেন জানিনা কবিতাটি শোনার সময় বুকের মধ্যে কেঁপে কেঁপে ওঠে!!! পুরা কবিতা সাথে এত চমৎকার আবৃত্তি সত্যি অবাক করার মত। ❤️

  • @msnierjhorshak8638
    @msnierjhorshak8638 4 ปีที่แล้ว +31

    সত্যি ,ভসলোবাসা হয়তো কখনো ভোলা যাই না, আমি আবার তার কথাই কল্পনা করলাম.. হয়তো আমার জীবনেও একদিন হঠাৎ মাঝপথে তার দেখা পাব.. কিন্তু তখন হয়তো.... দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরার অধিকারটা থাকবে না আর... ভালো থেকো প্রিয়😢💔

    • @BanglaChrisiChannel
      @BanglaChrisiChannel 9 หลายเดือนก่อน

      সত্যি বলেছেন।

  • @sunandasen5119
    @sunandasen5119 5 ปีที่แล้ว +249

    আপনার বাচিক মেধায় আপ্লুত হলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। জীবনের সাথে কবির ভাবনা মনকে এমনভাবে ভাসিয়ে নিয়ে যায় সে তো ধন্যবাদের উর্দ্ধে। চোখের জলে বাঁধ দিতে পারলাম না।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  5 ปีที่แล้ว +14

      অনেকটা সাহস দিলেন। আপনাদের এই উৎসাহই আমার পাথেয়। ভালো থাকবেন। 😇😇😇

    • @neelnirjon4084
      @neelnirjon4084 4 ปีที่แล้ว +3

      কিভাবে এতটা মোহাবিষ্ট আবৃতি করা যায় আমি জানিনা.... কিযে করতে ইচ্ছা হচ্ছে, কিযে দিতে ইচ্ছা হচ্ছে আপনাকে বিনিময়ে, কোনভাবেই বোধে আসছে না........!!!

    • @neelnirjon4084
      @neelnirjon4084 4 ปีที่แล้ว +1

      আপাতত সাবস্ক্রাইব করলাম পাশে থাকবার বাসনায়

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +4

      Please... Etukuiiii amar porom prapti.. Please please pashe thakben.. 🙏🙏🙏

    • @neelnirjon4084
      @neelnirjon4084 4 ปีที่แล้ว +4

      @@nandinibhar8152 আমার ভাঙ্গা চুড়া চ্যানেলটা একটু ছুঁয়ে আসলে কৃতজ্ঞ থাকব আর পাশে থাকলে তো কোন কথাই নেই.....!!

  • @tanishatasrin7444
    @tanishatasrin7444 4 ปีที่แล้ว +46

    "দুরত্ব বাড়ানো সহজ!বিচ্চেদ সহজ!"
    জটিল শুধু তোমার শূন্যতা ভুলে যাওয়া।

    • @স্বপ্নলিপি
      @স্বপ্নলিপি 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TPsKSvTO4t8/w-d-xo.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

  • @simpamaity8476
    @simpamaity8476 5 ปีที่แล้ว +9

    যেমন লেখা , ঠিক তেমন ই উপস্থাপনা । সত্যি ফিরে গেলাম ঠিক 15 বছর আগে

  • @shiladityasaha6435
    @shiladityasaha6435 3 ปีที่แล้ว +7

    ... কান্না অনিমেষের ও পায়.. শুধু তার বলার কোনো কথা থাকে না, তার জন্যে অপেক্ষা করে অপ্রকাশিত কবিতা..

  • @manashimishra5967
    @manashimishra5967 5 ปีที่แล้ว +56

    নির্বাক করে দিল এই কয়েক মিনিটের কবিতাটা, হৃদয় স্পর্শ করে গেল

    • @pen-7706
      @pen-7706 4 ปีที่แล้ว

      আমি একটা তুই চাই
      কন্ঠ : এরেনা
      th-cam.com/video/68nWAtEtb6Q/w-d-xo.html

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว

      সত্যিই হৃদয়স্পর্শি।

    • @soumidey693
      @soumidey693 4 ปีที่แล้ว

      একদম ঠিক।

  • @bulbulhasan9787
    @bulbulhasan9787 4 ปีที่แล้ว +33

    এই কবিতাটা আবৃত্তি শুনতে শুনতে আমার দম বন্ধ হয়ে আসছিলো । খুব কষ্ট পাচ্ছিলাম মনে হয় এই মুহূর্তে শেষ নিঃশ্বাস বের হয়ে যায়। তোমাকে হারানোর ভয় পাচ্ছিলাম।

    • @sahinssb9750
      @sahinssb9750 2 ปีที่แล้ว

      Aj ache bhai se ☺️

  • @mahmodasultanaorni2652
    @mahmodasultanaorni2652 3 ปีที่แล้ว +8

    কবিতার প্রতিটা লাইন,প্রতিটা শব্দ হৃদপিণ্ডে ছুয়ে গেল...
    "আমি হাজারবার টের পেয়েছি
    " দূরত্ব বাড়ানো সহজ,বিচ্ছেদ সহজ!
    জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা
    একেবারে মুছে ফেলা...
    এই কথাটা যে কতটা সত্য,,তা আমি খুব ভালো করে জানি...
    সত্যি বলতে ভালোবাসা মানুষটাকে চিরতরে মুছে ফেলা কখনো যায় না...এতটা শক্তি বিধাতা আমাদের দেয়নি...

  • @Shilpi_906
    @Shilpi_906 4 ปีที่แล้ว +4

    অজান্তেই চোখের কোনটা ভিজে গেল, বাক্যহারা হয়ে গেলাম, সত্যিই সময় মানুষকে একেঅপরের থেকে কতো দূরে সরিয়ে দেয়, তবে এই পৃথিবীটা গোল, তাই না চাই তেও অতীত কে সে সামনে তুলে ধরে।।।

  • @sayantanibanerjee8447
    @sayantanibanerjee8447 4 ปีที่แล้ว +7

    অসাধারণ, যদিও এই শব্দটি যথেষ্ট নয় এটা শোনার পরের অনুভূতি বোঝানোর জন্য।
    সবার জীবনেরই কোনো না কোনো বাঁকে কোনো "অনি" থেকে যায় আর সাথে সম্পর্কের এমন কিছু অনুভূতি যা মনের গভীরে স্মৃতির পাতায় খোদাই হয়ে থাকে আমৃত্যু।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +1

      খুব সুন্দর করে বললেন ম্যাডাম। ভালো থাকবেন

  • @evanaislamdisha4782
    @evanaislamdisha4782 3 ปีที่แล้ว +9

    প্রচন্ড মন খারাপ হয় যখন তখন এই কবিতাটা শুনি।
    প্রচন্ড করে কাঁদি তখন।
    আসলে অনিমেষরা ভালই থাকে সবসময়।

    • @yeashinshaik6181
      @yeashinshaik6181 ปีที่แล้ว

      সব সময় অনিমেষ রা ভালো থাকে না।

    • @akhiaklima2570
      @akhiaklima2570 4 หลายเดือนก่อน

      Thik

    • @BIMOIK
      @BIMOIK 3 หลายเดือนก่อน

      কতজন তো অনিমেষ হতেই পারেনা!

  • @kobitabaz6395
    @kobitabaz6395 ปีที่แล้ว +5

    একরাশ মুগ্ধতা রেখে গেলাম কবি ও আবৃত্তি শিল্পী উভয়ের জন্যই রইল নিঃসীম শুভকামনা।

  • @sampadebnath5333
    @sampadebnath5333 4 ปีที่แล้ว +2

    কোথাও না কোথাও অদৃশ্য শিশিরের মতো অনিমেষদের স্পর্শটা লেগেই থাকে...ভাবনারা যখন ছুঁয়ে দেয়,আবেগের সমুদ্রে কাফন দেবার শক্তি থাকেনা কেবল...

  • @dinislam6657
    @dinislam6657 5 ปีที่แล้ว +17

    ২১ এ থেকে ৫০ এর ওপার গিয়ে ২১ এর স্বাদ টা সত্যিই অমাইক ছিলো..
    যাস্ট অসাধারণ
    মনে হচ্ছে দূরে যেতে দিনে নেই প্রিয় মানুষ নামের সেই অন্য একটা পৃথিবীকে

  • @akr7600
    @akr7600 4 ปีที่แล้ว +15

    ভাবছি প্রেম এর দিকে এগোবই না । কত কষ্ট অনুভব । এখন এটাই ভাবছি সে কি এখনো আসবে আমার জীবনে ।সেই1 মাস এর মেলামেশা আর ভোলা যায়না।,,,😔

  • @UllahMohd
    @UllahMohd 4 ปีที่แล้ว +37

    দেখা হবে বলে ভেবো না, কথাও হবে!
    অপরিচিত যখন হয়েই গেছি,
    অপরিচিত থেকেই যাব!
    - অনিমেষের জবাব!
    মজা করলাম। তবে এ কন্ঠের প্রেমে না পড়ার মতো ক্ষমতা অামার নেই! অসাধারণ!

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +1

      সুন্দর জবাব। আন্তরিক ধন্যবাদ স্যার।

    • @স্বপ্নলিপি
      @স্বপ্নলিপি 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TPsKSvTO4t8/w-d-xo.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว

      একেবারেই সঠিক বলেছেন।

  • @diptamodak7393
    @diptamodak7393 ปีที่แล้ว +1

    প্রচন্ড মন খারাপ নিয়ে যখন কবিতাটা শুনছিলাম বুকের ভেতরটায় যেন কেমন একটা করে ওঠলো! এই খরখরে রোদের শহরে বৃষ্টি নামলো চোখের কোনায়।কখনো কখনো কান্নাতেও সুখ আসে।আপনার কন্ঠে কবিতাটা বড্ড নাড়া দিলো ভেতরটায়।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ স্যার। মন খারাপ ভালো হয়ে যাক, এই কামনাই রইল আমার তরফ থেকে।

  • @nazninakternazia3165
    @nazninakternazia3165 4 ปีที่แล้ว +6

    কবিতা শুনতে শুনতে কখন যে চোখের জল ঝরতে শুরু করেছে বুঝতেই পারিনি।
    হৃদয় ছুয়ে গিয়েছে আপু।

  • @kobitabriti6492
    @kobitabriti6492 3 ปีที่แล้ว +2

    Excellent 👍..ki likhbo bujhte parlam na.. just অসাধারণ..mon chhuye gelo 👌👌

  • @D.Bidita
    @D.Bidita 3 ปีที่แล้ว +8

    যার জীবনে প্রেম এসে চলে গেছে সেই এই কবিতার মর্ম বুঝবে তার দুই চোখ ভিজবে

  • @iffatjahan3347
    @iffatjahan3347 2 ปีที่แล้ว +6

    এমন কেউ নেই,হয়ে ওঠেনি এখনো।
    তবে কবিতা খুব পছন্দ বরাবরের মতোই এই কবিতা টাও বুকের বা'পাশে গিয়ে বিঁধল।
    ১৭ বছর বয়সী আমি😊

    • @nazimahmed3299
      @nazimahmed3299 11 หลายเดือนก่อน +1

      এই কবিতার মতো না হওয়াই ভালো।
      সুন্দর হোক সমস্ত কিছু

    • @nandinibhar8152
      @nandinibhar8152  11 หลายเดือนก่อน

      Ekdom... Sob tuku sundor hok

  • @Mintu-629
    @Mintu-629 11 หลายเดือนก่อน +3

    হঠাৎ চোখে জল এলো.......😥
    অসাধারণ আব্বৃতি ❤ ও লেখাটাও Just অসাধারণ ❤

    • @nandinibhar8152
      @nandinibhar8152  11 หลายเดือนก่อน +1

      অসংখ্য ধন্যবাদ। 🙏

  • @Meandmikustory
    @Meandmikustory 19 ชั่วโมงที่ผ่านมา

    আমার জীবনের সাথে কবিতা টা মিলে গেল কিভাবে😢😢😢যখন শুনছিলাম আমার পুরো শরীর কাপছিল আহা জীবন,,,,,,,,

  • @sarnalimk4546
    @sarnalimk4546 3 ปีที่แล้ว +33

    অনিমেষ ও হয়তো সেদিন একবার পিছনে তাকিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশতঃ মুহূর্তটা মিলে যায়নি। একইভাবে সেও হয়তো একই কথাগুলি ভেবেছিল যা মৃন্ময়ী ভেবেছে। কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। এই না পারার কারন ব্যাখ্যায় না হয় নাই গেলাম। তবে কি জানেন তো, কারণ গুলো দূরে সরিয়ে রেখে, যদি কোনো একজন এটা পারতো...তাহলে হয়তো এই চিরন্তন দূরত্বটা আর আসতো না।🙂
    জীবনে যদি সিনেমার মতো দুই তরফের মনের অবস্থাই পর্দায় ফুটিয়ে তোলা যেত, আর দেখা যেতো তাহলে এতো ভুল বোঝাবুঝি হতো না।😂
    মাঝেমধ্যে চরম নির্লজ্জ হতে ইচ্ছে করে। কিন্তু অনেক অনেক কারণ সামনে বাঁধা হয়ে দাঁড়ায়। সেই কারণ ব্যাখ্যায় না হয় নাই গেলাম 🙃।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  3 ปีที่แล้ว +2

      একদম ঠিক বলেছেন। কিন্তু সব জানা সত্ত্বেও আমরা সেই অদৃশ্য বাধার পাঁচিল ডিঙিয়ে যেতে পারি না। তাতে ক্ষতি নিজেদেরই।
      সব যেন উপরওলার খেলা।
      খুব খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে। ভালোবাসা নেবেন❤️

    • @sarnalimk4546
      @sarnalimk4546 3 ปีที่แล้ว

      @@nandinibhar8152 ধন্যবাদ দিদি।🥰

    • @swastikadey2399
      @swastikadey2399 3 ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন।

  • @swastikadey2399
    @swastikadey2399 3 ปีที่แล้ว

    জানি না কেনো তবে নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এতো মোহময় কন্ঠ! মনে হচ্ছিল চোখের সামনে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। অসাধারণ বললেও কম বলা হবে। আর আপনার বাচিক প্রতিভা নিয়ে কিছু বলার ঔদ্ধত্য আমার নেই সত্যিই নেই। ভালো থাকবেন আপনি। সুস্থ থাকবেন। আর কন্ঠকে যত্নে রাখবেন।

    • @supriyosinha6399
      @supriyosinha6399 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OdCdhVvb-Ww/w-d-xo.html

  • @aminurroshid9542
    @aminurroshid9542 4 ปีที่แล้ว +11

    দিদি,, আমি বাংলাদেশ থেকে বলছি
    আপনার আবৃত্তি আমাকে কেমন জানি স্তম্বিত করে দিল,,,,
    খুব ভালো হয়েছে দিদি

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +1

      অনেক ভালোবাসা

  • @papiaislam776
    @papiaislam776 3 ปีที่แล้ว +4

    অসাধারণ এক লেখার মধ্যে মুগ্ধ হয়ে গেলাম,,,ভালো লাগলো!

  • @tamaldas3765
    @tamaldas3765 5 ปีที่แล้ว +34

    দারুন, দারুন ।
    আপনার গলা অনেকের হৃদয় কে কাঁপিয়ে দেবে দিদি ।
    অসাধারণ হয়েছে ।

  • @anweshatiwari9342
    @anweshatiwari9342 4 ปีที่แล้ว +3

    বুকের ভেতর টা কেমন জানি চিন চিন করে উঠল তোমার এই কন্ঠস্বর শুনে, অনবদ্য ।।

  • @25jannatul
    @25jannatul 5 ปีที่แล้ว +38

    কি অদ্ভুত তাইনা কবিতা জীবনের সাথে মিলে যায় 😥😥

    • @স্বপ্নলিপি
      @স্বপ্নলিপি 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TPsKSvTO4t8/w-d-xo.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว +1

      হুমমম।

  • @skmojammelhossain2509
    @skmojammelhossain2509 3 ปีที่แล้ว +1

    বাকরুদ্ধ,,,,,,কোনো ভাষা নেই । এক মুহূর্তের জন্য হারিয়ে গেলাম ফেলে আসা সেই পুরোনো দিনে । যদি একবার,,,,,,

  • @showmitrabiswas9699
    @showmitrabiswas9699 3 ปีที่แล้ว +3

    খুবই সুন্দর আবৃত্তি করেছেন, এক কথায়, অসাধারণ। চমৎকার কণ্ঠের মাধুর্য আপনার।

  • @sumondas293
    @sumondas293 3 ปีที่แล้ว +2

    বুকের ভিতরটা কেঁপে উঠলো, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করতেই বাইশটা বছর পরের সেই মূহুর্তটা চোখের সামনে ভেসে উঠলো,,,,

  • @ayeshaafrin9456
    @ayeshaafrin9456 5 ปีที่แล้ว +6

    কথা এবং সুর অসাধারন!
    মনের অবচেতনে কোথায় যেন স্পর্স করে যায়! ছুয়ে যায় হৃদয়!

  • @uttombormon7562
    @uttombormon7562 ปีที่แล้ว

    কখন জানি চোখটা ঝাপসা হয়ে গেল,তা মনের অজান্তেই।আজ বড্ড বেশি মনে পড়েছিল, সেই অচেনা মানুষের কথা। অনেক অনেক ধন্যবাদ।

  • @tarekchowdhury8669
    @tarekchowdhury8669 5 ปีที่แล้ว +5

    লেখা এবং আবৃত্তি , এতটাই সুন্দর যে, কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গেছিলাম।

  • @arpitade2917
    @arpitade2917 3 หลายเดือนก่อน

    সব অনুভূতি শব্দবন্ধ কিংবা ভাষায় প্রকাশ করা যায় না, তবে নন্দিনীর স্বর মাধুর্য বরাবরের মতোই প্রাণসঞ্চার করে গেল এই কবিতায় 👏

  • @কিংকর্তব্যবিমূঢ়-ব৭দ

    হৃদয় ছুঁয়ে গেলো আমার - শুভ কামনা জানাচ্ছি কবি এবং আবৃত্তিকার দু'জনকে...

  • @gobindaruidas5466
    @gobindaruidas5466 4 ปีที่แล้ว

    সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল।।।। অপূর্ব বাক ভঙ্গিমা।। অপূর্ব কণ্ঠ।। অপূর্ব অপূর্ব।।
    আমি খুব। কম কমেন্ট করি কিন্তু না করে পারলাম না।।।
    আমি আপনার ভক্ত হয়ে গেলাম।।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว

      এই এতটা লিখলেন.. আমার জন্য কতটা মূল্যবান, সেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেক অনেক শ্রদ্ধা রইল।

    • @gobindaruidas5466
      @gobindaruidas5466 4 ปีที่แล้ว

      @@nandinibhar8152 বিপরীতে আপনাকে ধন্যবাদ এত সুন্দর উপহার দেয়ার জন্য।।

  • @thinking2041
    @thinking2041 3 ปีที่แล้ว +21

    যারা কাউকে মন থেকে ভালোবেসেছে কিন্তু ভালোবাসার মানুষটি কে পাইনি তারা এই গল্প টা শুনলে সবাই কাঁদবে 😭😭😭😭

  • @azadulkarim6979
    @azadulkarim6979 ปีที่แล้ว

    শুধু একটা বার প্রিয় নামে ডাকবে কিগো, দিবে কিগো একটুকু ছুঁয়ে। চমৎকার পরিবেশনায় মুগ্ধ।

  • @ashrafmasum6917
    @ashrafmasum6917 3 ปีที่แล้ว +4

    দারুণ আবৃত্তি আর যিনি লিখেছেন তাকে অসংখ্য শ্রদ্ধা ও ধন্যবাদ।

  • @Jinkhu.jinkhu
    @Jinkhu.jinkhu ปีที่แล้ว

    আমার ব্রেকআপ হয়নি।আমি কবিতা শুনতে এবং লিখতে ভালোবাসি।তাই শুনছিলাম।কিন্তু শেষে যে কখন চোখে জল চলে এলো বুঝতেও পারলাম না।screen এর উপর টপ করে একফোঁটা জল পরে গেলো।
    সত্যি অসাধারণ লাগলো।

  • @faridmia3621
    @faridmia3621 3 ปีที่แล้ว +4

    মানুষ যখন প্রেমে পড়ে,,তখন মানুষ সাহিত্য পড়তে শুরু করে,,,, আর যখন প্রেমের বিচ্ছেদ হয়,,তখন মানুষ সাহিত্য বুঝতে শুরু করে ❤️❤️😪😪

  • @DarlingDiary
    @DarlingDiary 4 ปีที่แล้ว +1

    Ki ashadharon apnar konthoswor...kobitati apnar choyai pran peyeche... Mugdho holam sune...abar asbo...apni aroo sonan amader...bondhu holam...sathe achi..valo thakben..❤❤❤❤❤❤🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  • @talukderrajoshree7806
    @talukderrajoshree7806 ปีที่แล้ว +4

    আমার অনির পুরনো ঠিকানার মৃন্ময়ী আমি। বসন্তের মতো সেও এসেছিল আমার জীবনে! জীবনের শেষটায় একসাথে নিশ্বাস ত্যাগের ব্রতে অনি শত মান-অভিমান,,রাগারাগি স্বত্বে ও কখনো ছেড়ে যায়নি আমায়🌺 শেষজীবনটায় রাস্তায় হঠাৎ এমন করুণ দেখা আমাদের হবে না ভাবলে বুকের ভেতর একটা অদ্ভুত আনন্দ হয়🖤

    • @prantodash1741
      @prantodash1741 ปีที่แล้ว +2

      তুমি তো কবিতা, আর আমি তোমার কবিতার চরিত্র প্রিয়❤️ শেষ মূহুর্তে তুমি আমি পাশাপাশি বসে এই কমেন্ট টা খুঁজে বের করব🌸

    • @nandinibhar8152
      @nandinibhar8152  ปีที่แล้ว +1

      নিদারুণ প্রেম.. তবু অভিমান..তবু বিচ্ছেদ..

  • @prithwimitadas9600
    @prithwimitadas9600 4 ปีที่แล้ว

    দুর্দান্ত ম্যাম,
    মুগ্ধ হলাম শুনে ।
    আমি আপনার পায়ের নখের যোগ্য নই,
    শুধুমাত্র চেষ্টা করি ।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +1

      এ মা, ছি ছি, এতো লজ্জা দেবেন না। আপনি আপনার মতো সুন্দর। চেষ্টাটাই তো আসল। আমিও ওই চেষ্টা টুকুই করি।

    • @prithwimitadas9600
      @prithwimitadas9600 4 ปีที่แล้ว

      @@nandinibhar8152 ম্যাম, আমি বেসিকালি ছাত্রী, আর কয়েক বছর ধরে লেখালিখি করি কিছু পত্রিকায় । আবৃত্তি এই কবিতারই অনুপ্রেরণা তে । মাথায় আপনার হাত রাখবেন, তাতেই আমি খুশী । তাতেই হবে।
      আর সাবধানে থাকবেন । খুব খারাপ অবস্থা আজকাল ।

  • @mousumipariksha6948
    @mousumipariksha6948 5 ปีที่แล้ว +10

    কখন চোখ দুটো কান্নায় ভিজে গেল বুঝতেই পারলাম না...😭😭
    অসাধারণ পরিবেশনা..

    • @masudmasud8917
      @masudmasud8917 5 ปีที่แล้ว +1

      পরিবেশ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। জীবনকে করে তুলে এক দূঃভিসহ এক যনএনার আবেশ্্

    • @ManimalaRudra
      @ManimalaRudra 5 ปีที่แล้ว

      আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ।
      *th-cam.com/video/ehJEKGCAgXU/w-d-xo.html*

    • @masudmasud8917
      @masudmasud8917 5 ปีที่แล้ว +1

      ভালো লাগলো কবিতাটি। জীবন বসন্তোকে শীতের হীমেল হাওয়া আর কুয়াশার আধারেই ঢেকে রয়েছে যে!হারিয়ে গেছে জীবন থেকে চবিবশটি বসন্তো। ঝরে গেছে অনেক অজানা অশ্রুর অফোটা কলি।তাই হতাশায় এখন জীবন চলার পথের সঙী্্্্

    • @ছন্দলিপি-হ৩গ
      @ছন্দলিপি-হ৩গ 4 ปีที่แล้ว +1

      তুই কি আমার দুঃখ হবি?
      একবার আমার কবিতাটি শুনবেন।
      আশা করি আপনাদের ভাল লাগবে
      th-cam.com/video/o-NqApXL5EI/w-d-xo.html

  • @banikumarichowdhury9454
    @banikumarichowdhury9454 ปีที่แล้ว

    নন্দিনী, কি অসাধারণ আবৃত্তি করলে। মনে হল আমি পিছিয়ে গেছি হাজার বছর, হৃদয়ের মৃত্তিকা খনন করে তুলে আনলে প্রত্ন - ভালোবাসা।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  ปีที่แล้ว

      থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ ভগবান, আপনি শুনলেন সময় করে। প্রণাম নেবেন দিদি। আপনার আশীর্বাদ কামনা করি।🙏🙏🙏

  • @sudipmaji3599
    @sudipmaji3599 5 ปีที่แล้ว +9

    সত্যিই আপনার ভীষণ সংবেদনশীল কন্ঠ শোনার পরে বুকের ভেতরে হু হু করে ওঠে ❤❤

  • @kalyanichakraborty1798
    @kalyanichakraborty1798 3 หลายเดือนก่อน

    নিঠুর কাব্যিক বেদনা ধারা..... লেখা ও পরিবেশন হৃদয়গ্রাহী। ধন্যবাদ।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  3 หลายเดือนก่อน

      @@kalyanichakraborty1798 অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

  • @mdalamgirhossain901
    @mdalamgirhossain901 3 ปีที่แล้ว +3

    ভালোবাসাটা হলো কুড়ানো মানিক।কেউ পাবে আর কেউ দেখবে এটাই কি স্বাভাবিক নয়।যারা দেখে তারা মহান আর যারা পায় তারা ভাগ্যবান।ভালো আছে শুনতেই তো ভালো লাগে।সে খারাপ থাকলে হয়তো আমার ও ভালো নাও লাগতে পারে।তাই আমার স্বার্থের জন্য বলছি কেউ ভালো থাক।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  3 ปีที่แล้ว

      খুব সুন্দর করে বললেন। 🙏

  • @souravbiswas2027
    @souravbiswas2027 3 ปีที่แล้ว +1

    আমার কন্ঠ থামকে গেলো শুনে আর এমনি এমনি চোখে জল এসে গেলো। ।। কত সুন্দর ভেবে বলা সব যেনো চোখের সামনে ভেসে উঠল। ।। খুবই সুন্দর আবৃত্তি টা। ।। মন ছুঁয়ে গেলো। ।। 😪😪😪😪😑😑😑😑😑

  • @maniksarkar412
    @maniksarkar412 5 ปีที่แล้ว +6

    অনবদ্য সুন্দর ভাবের ছন্দ।
    এত টুকু সময়ে খুলে গেল যা ছিল বন্ধ।।

  • @somabiswas1275
    @somabiswas1275 3 ปีที่แล้ว +1

    অঝোরে কাঁদলাম। সত্যি মনে হলো চোখের সামনে আমার ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি ভেসে উঠলো। 😊

  • @IcchemotoOfficial
    @IcchemotoOfficial 5 ปีที่แล้ว +20

    অনবদ্য। কিছুক্ষণের জন্য সময়টা থমকে গেছিল মনে হয়। যেমন লেখা তেমন পরিবেশনা।

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว +2

      একেবারে সঠিক বলেছেন।

    • @soumidey693
      @soumidey693 4 ปีที่แล้ว +2

      একদম তাই, খুব সুন্দর।

  • @ArmanKhan-xv7hj
    @ArmanKhan-xv7hj ปีที่แล้ว

    অনেকবার শুনেছি কবিতাটা। একা থাকলেই শুনি।
    রাতে যখন ঘুম আসে না, জানালা দিয়ে চাঁদ দেখি আর এই কবিতা শুনি। শুনতে শুনতে ভিতরে কেমন একটা আঘাত লাগে। বুকের ভিতর শূন্যতা অনেক বেশি যায়গা নিয়ে নেয়। আসলেই পুরাতনে ফিরতে ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয় কিন্তু সেটা আর যে সম্ভব নয়। শুধু এখন সেই স্মৃতি গুলোই আছে।
    বেচে থাকুক ভালোবাসা।
    ভালো থাকুক ভালোবাসা।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  ปีที่แล้ว +1

      Onk din por dekhchi comment gulo.. Antorik dhonyobad

  • @m.rakibulislam1276
    @m.rakibulislam1276 ปีที่แล้ว +5

    এই আবৃত্তি আমার খুব ভালো লাগে। প্রায় মধ্যরাত হলো শুনি এই কবিতা।
    কিন্তু এই কবিতার সাথে আমার জীবনের মিল নেই কারণ আজ থেকে ঠিক দুই বছর আগে তাকে আমি আমার করে নিয়েছি।
    বাইশ বছর না হাজার বাইশ বছর থাকতে চাই তার সাথে, হোক সেটা এপারে বা ওপারে।
    দোয়া করি যারা না পাওয়ার বেদনায় কাতর তাদের সবার জীবনে একটা দুর্দান্ত প্রেম আসুক।

    • @pijushsarkar2592
      @pijushsarkar2592 5 หลายเดือนก่อน

      ভালো লাগলো শুনে। ভালো থাকবেন।

  • @fakirchandhalder5884
    @fakirchandhalder5884 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো কিন্তু মনের মধ্যে একটা পূরানো স্মৃতি জেগে উঠেছে ।
    ধন্যবাদ।

  • @sangitasadhukhan7641
    @sangitasadhukhan7641 5 ปีที่แล้ว +6

    সময়টা ফুঁটে উঠলো যেন চোখের সামনে... অসাধারণ!! ❤

  • @sruti597
    @sruti597 ปีที่แล้ว

    কিছু বলার মতো ভাষা নাই.....ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে 🩷অনেক সুন্দর হয়েছে কবিতা টা

    • @nandinibhar8152
      @nandinibhar8152  ปีที่แล้ว +1

      থ্যাঙ্কিউ সো মাচ গো

  • @animeshnandy7378
    @animeshnandy7378 5 ปีที่แล้ว +17

    আমিও এক কালে একজনের অনি ছিলাম । কিছুটা এমন ভাবেই আমরা একে অপরের থকে দূরে সরে যাই।এটা শোনার পর পুরোনো স্মৃতি টা কিছু ক্ষণের জন্য সব থামিয়া দিয়েছিল। জানি এখন র পুরোনো দিন গুলোতে ফিরে যাবার সুযোগ নেই কিন্তু তাও .........যদি আরো একবার সুযোগ পেতাম.......

    • @ManimalaRudra
      @ManimalaRudra 5 ปีที่แล้ว

      তাইতো, কিন্তু তা আর হয় না বন্ধু ।
      আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ।
      *th-cam.com/video/ehJEKGCAgXU/w-d-xo.html*

    • @MOUMITADAS-dj7eh
      @MOUMITADAS-dj7eh 5 ปีที่แล้ว

      Please Jodi r ekbar chesta Kore dekhte,may be oke fire Pete....

  • @priankachakraborty9798
    @priankachakraborty9798 3 ปีที่แล้ว

    Darun,just speechless.jemon sundor kobitar kotha,temon darun abritti.

  • @sampasampan4519
    @sampasampan4519 5 ปีที่แล้ว +125

    কারো যেন অতীত না থাকে। সে যত বিচ্ছিরি অতীত হোক না কেন

    • @sampadebnath5333
      @sampadebnath5333 4 ปีที่แล้ว +1

      একদম ঠিক ...

    • @স্বপ্নলিপি
      @স্বপ্নলিপি 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TPsKSvTO4t8/w-d-xo.html আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊

    • @rubaiyasrecitation8272
      @rubaiyasrecitation8272 4 ปีที่แล้ว +1

      সহমত পোষণ করছি।

    • @aleyahassan6817
      @aleyahassan6817 4 ปีที่แล้ว +2

      অতীত ছারা বর্তমান বা ভবিষ্যৎ এর কোন অর্থ থাকে না। অতীত থাকবেই।।

    • @soniajebin3342
      @soniajebin3342 4 ปีที่แล้ว

      কস্টের অতীত না থাকুক

  • @BIMOIK
    @BIMOIK 3 หลายเดือนก่อน

    কি অসাধারণ কন্ঠ গো! কবিতাটা জীবন পেয়েছে তোমার কন্ঠে!!

  • @dipankarsaha6121
    @dipankarsaha6121 4 ปีที่แล้ว +3

    ভাষা নেই আমার। 💗💗💗
    কুর্নিশ জানালাম। ❤❤❤

  • @donachakraborty8029
    @donachakraborty8029 2 ปีที่แล้ว +1

    এত relate করি নিজের সাথে বলে বোঝানো যাবে না। হয়তো ২২বছর না কিন্তু মনে গেঁথে আছে সবটা। দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিলো শুধু তোমার শুন্যতাটা একেবারে মুছে ফেলা, কি অপূর্ব প্রতিটা লাইন😌🍁........অপূর্ব হয়েছে দিদিভাই❤😊☻

  • @GhoshBabuAnimesH
    @GhoshBabuAnimesH 5 ปีที่แล้ว +4

    অসাধারণ, না চাইতেও চোখের কোণ টা বিন্দু বিন্দু জলকনায় ভিজে গেল 😊

  • @cathrineanet8174
    @cathrineanet8174 ปีที่แล้ว

    চোখে জল চলে আসার মতো খুব সুন্দর চমৎকার এভাবেই এগিয়ে যাও আর আরো সুন্দর সুন্দর কাব্য আবেগঘন কথা উপহার দাও প্রাণ ছুঁয়ে গেলো গো

  • @SalmaAkter-zf5jw
    @SalmaAkter-zf5jw 3 ปีที่แล้ว +31

    "বিকেলে ঘুম ভাঙলে অস্থির লাগে।কেন লাগে কে জানে!তখন খুব একজন প্রিয়জনের সাথে কথা বলতে ইচ্ছে হয়।"
    -

    • @smtanveerahmeed2218
      @smtanveerahmeed2218 3 ปีที่แล้ว +1

      হুম এটা পুরোনো ইচ্ছা

    • @musafir5490
      @musafir5490 3 ปีที่แล้ว +1

      tai bujhi!!

    • @SalmaAkter-zf5jw
      @SalmaAkter-zf5jw 3 ปีที่แล้ว +1

      @@musafir5490 জী

    • @musafir5490
      @musafir5490 3 ปีที่แล้ว +1

      @@SalmaAkter-zf5jw bikel hoyeche ekhon??

    • @SalmaAkter-zf5jw
      @SalmaAkter-zf5jw 3 ปีที่แล้ว +1

      @@musafir5490 বিকেল পার রাত শুরু

  • @Nandinichowdhury-v4m
    @Nandinichowdhury-v4m 11 หลายเดือนก่อน

    বুকের মধ্যে অদ্ভুত কষ্ট হলো,,কে জানি আমার জীবনটাও এমন হবে কিনা.. না চাইতেই যেন চোখ থেকে অঝোরে জল পড়ছে,,অসাধারণ আবৃত্তি

    • @nandinibhar8152
      @nandinibhar8152  11 หลายเดือนก่อน

      Thank you thank you thank you so much comment kore nijer moner ktha ta share korar jonno... Khub bhalo theko

    • @Nandinichowdhury-v4m
      @Nandinichowdhury-v4m 8 หลายเดือนก่อน

      ❤​@@nandinibhar8152

  • @Bengalipoetrystation
    @Bengalipoetrystation 4 ปีที่แล้ว +5

    লেখাটাও যেমন অসাধারণ, তেমন ভাবেই আপনি লেখাটিকে জীবন্ত করে তুলেছেন আপনার কন্ঠে 🙏
    আমিতো আপনার কন্ঠের প্রেমে পরে গেলাম❤

  • @lamimlamim8802
    @lamimlamim8802 3 ปีที่แล้ว +2

    এক ধ্যানে মগ্ন হয়ে যখন কবিতাটা শুনছিলাম ,কখন যে কেদেই ফেলেছি বুঝতেই পারিনি। তখন 5মি 15 সে চলছে। গরম পানির ফোটা হাতে পড়তেই আমার হুশ এলো। নিজের মনকে প্রশ্ন করলাম আমি কি করেছি????? কে যেন উত্তর দিল, "হে, কাদছো তুমি"। কে যেন আবার প্রশ্ন করলো কেন কাদছো??? আমি নিশ্চুপ। উত্তর গুলো দলা পাকিয়ে আসছে। কে যেন আমার কণ্ঠস্বর কে টেনে ধরে বলছে, "একতরফা ভালোবাসা গুলো পূর্ণতা পায় না, কেউ কষ্টের ভাগ নিবে না, বোকার মতো এসব বলতে যাও কেন???

  • @rumansabrinatumpa320
    @rumansabrinatumpa320 3 ปีที่แล้ว +3

    প্রিয় অনিমেষ,
    কেমন আছো? ভাবছো, এতোগুলো বছর পর আমি কোথা থেকে! সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবী, হাতে বাজারের ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা! বেশ সংসারি লাগছিল তোমায়!
    তবু চিনতে এতোটুকু সময় লাগল না! শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো। কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোটের পাশে ছোট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে! কেবল চুলে পাক ধরেছে খানিকটা!
    অনি, তোমার মনে পড়ে? তুমি যখন বলতে - চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে?
    আমি শুধু ভাবি, জীবনের এই ২২টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে!
    সবতো ঠিক-ই ছিলো, হঠাত...
    শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা! রাস্তাটা মরিচবাতি দিয়ে সাজানো ছিল! দুজনে মুখোমুখি দাড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম, ''আর একসাথে নয়!''
    কতোটা সহজে সেদিন এতোটা কঠিন হয়ে সারাজীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা?
    অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম, তুমি আমায় একটাবার আটকাও! কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম- তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো! ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে!
    আকাশ ভেংগে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে! আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম! এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটারাত! তারপর একদিন বুঝে নিলাম,বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি....
    অনি, আমি হাজারবার টের পেয়েছি- "দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!" জটিল ছিল শুধু তোমার শূণ্যতাটা একেবারে মুছে ফেলা!
    অনিমেষ,খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়! সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম,মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলটপালট হয়ে গেল! সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি! ২২টা বছর আমাদের এতোটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ??
    মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয়, পুরাতনে ফিরে যাই! আবার গোধূলীর সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি!
    তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্থ হই!
    আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে "বুদ্ধদেব গুহ" আর আমি "সমরেশ মজুমদার"!?
    সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার! তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে!
    আমার এখন বয়স বেড়েছে অনি! মুখে কুচকোনো চামড়া,চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল,শরীরে রোগের বাসা প্রতিমুহূর্তে মনে করিয়ে দেয়- আমি কতোটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায়! সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন বলে- আমি আর বেশিদিন নেই! অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো? এখন একএকটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার!
    বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি!
    অনি, আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতোটা ভীষন দূরে তাইনা? কতোটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো, তাও জানা নেই!
    অনি,তুমি ভালো থেকো! যদি কোনদিন পারো, এসে একবার ছুঁয়ে দিও! হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই...! 🙂
    কতোগুলো বছর তোমার মুখে "মৃন্ময়ী" ডাকটা শুনিনা অনিমেষ! সখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা !
    অনি...আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে? চোখ বুজার আগে কেবল একটাবার.....???
    এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায়, তোমার সেই পুরোনো ঠিকানায় ফিরে আবার একটাবার... ??
    -ইতি তোমার 'মৃন্ময়ী'!

  • @jeonruhie2788
    @jeonruhie2788 4 ปีที่แล้ว +1

    আমিও আবৃতি করি আবার শুনি তবে আপনার করা আবৃতি হ্রদয় ছুয়ে গেছে ।এতটা সাবলীল ।

    • @nandinibhar8152
      @nandinibhar8152  4 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ 😇😇

  • @urmijui2349
    @urmijui2349 4 ปีที่แล้ว +3

    Excellent voice. Cokhe pani ante perece☺

  • @bijoyishangskritikshongho7967
    @bijoyishangskritikshongho7967 ปีที่แล้ว +1

    চমৎকার কন্ঠ। যত্ন করে ধারন করা সাজানো কন্ঠে, আপ্লূত হলাম।

  • @synthiadas7274
    @synthiadas7274 4 ปีที่แล้ว +4

    Awesome...👌👌💓
    Kadiye dile..💓🥺🥺
    👍💓👍

  • @sahebdutta6824
    @sahebdutta6824 3 ปีที่แล้ว

    লেখাটি অসাধারণ ,অনেক বছর পর কিছু স্মৃতি হটাৎ মনে পড়লো,
    নানারকমের ব্যস্ততাই কবে যে ফেলে আসা অতীত টি মনের ভিতরে একেবারে লুকিয়ে গিয়েছিলো জানিনা কিন্তু আজ আবার সেগুলি ফুটে উঠলো ,
    তবে আজ একটা কথায় বার বার মনে হচ্ছে
    ........দেহের ভিতর অন্তরালে
    মনের মাঝে কারোর বাস,
    মৃত্যু টা তো ছোটো গল্প
    বেঁচে থাকাটাই উপন্যাস,

    • @nandinibhar8152
      @nandinibhar8152  3 ปีที่แล้ว

      অসাধারণ বললেন 🙏

  • @Foryou-r8p
    @Foryou-r8p 3 ปีที่แล้ว +3

    দিনে অন্তত দশ বার এর বেশি শুনতে হয় না হলে ভালো লাগেনা,❤️

  • @amjadabid2699
    @amjadabid2699 10 หลายเดือนก่อน

    কেন জানি না হঠাৎ করে এই কবিতা টা সামনে এসে গেল। কখন ভাবি নি কবিতার প্রতি টা কথা আমার জীবনের সাথে মিলে যাবে পুরোটা কবিতা শুনার পর বুকের চিন চিন ব্যাথাটা অনেকদিন পর অনুভব করলাম।আদর করে আমায় সে পাগলা বলে ডাক দিত,, তার জন্য আজ পর্যন্ত বিয়ে করা হয় নি শুধু মাত্র তার স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি। ভাল থেক জান্নাত। অনেক অনেক সুখে থেক।

  • @LilyLaksh
    @LilyLaksh 3 ปีที่แล้ว +3

    কেমন জানি থমকে গেলাম কিছুক্ষণ এর জন্যে!!!সত্যিই চোখের কোনে জল চলে এলো❤️ভালো থাকুক তারা!🙂❤️

  • @rabeyajenny4642
    @rabeyajenny4642 3 ปีที่แล้ว

    কি অদ্ভুত কিছু কিছু সময় কিছু কবিতা,কিছু গল্প,কিছু কাহিনি জীবনের সাথে মিলে যায়।

  • @abdurrashid5867
    @abdurrashid5867 5 ปีที่แล้ว +9

    কঠিন বাস্তবতা...
    এই কঠিন চোঁখে কখনো পানি আসে না আমার
    তবুও আজ অনুভব করলাম চোঁখের কোনো বিন্দু বিন্দু জ্বল কনা গড়িয়েছে😥

  • @anushreepal6389
    @anushreepal6389 6 หลายเดือนก่อน

    সেদিন ছিলো শেষ যেদিন তুমি আমি ছিলাম বাস এর শিট এ একে অপরের বিপরীতে।।
    যদিও,প্রথম দিন ছিলাম পাশাপাশি।
    কবিতার লাইন গুলি হৃদয়ে তরঙ্গ বয়ে দিলো। ❤❤❤❤