HATHAT DEKHA | RABINDRANATH THAKUR| SOUMITRA CHATTERJEE| PRAKTAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @koustavmanna9816
    @koustavmanna9816 ปีที่แล้ว +133

    যতবার কবিগুরুর এই কবিতাটি শুনি , ততবারই অশান্ত মন টা শান্ত হয়ে যায়, । এটা শুনতে শুনতেই মনটা চলে যায় ফেলে আসা সেই ক্লাস ১০ , বায়োলজি পড়া , ABTA এর টেস্ট exam , কালীপুজো এর দিন গুলোতে। এসব অবশ্যই ১ জনের জন্য। আজ ৫ বছর হয়ে গেল তার সথে যোগাযোগ নেই, কিন্তু আজও তাকে ভুলতে পারিনি । জানিনা সে কেমন আছে , আজ বসন্তের শেষে বৃষ্টি ভরা সন্ধেতে বলতে চাই ভগবান,তুমি আমাদের পরিচয় করিয়াছ কিন্তু পরিণয় হোক এটা হয়তো চাওনি , (আমারই হয়তো কোনো ত্রুটি ছিল )কিন্তু প্রার্থনা করি বসন্তের শেষে কোনো একদিনে ট্রেন এর একই কামরায় দেখা করিয়ে দিও, সেই দিন আমি জিজ্ঞেস করবো ...আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে ,কিছুই কি নেই বাকি??? "

  • @porashunadotcom412
    @porashunadotcom412 4 ปีที่แล้ว +271

    *কলমে রবীন্দ্রনাথ ঠাকুর আর কন্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায় এক কথায় অসাধারণ*

  • @realsubrata
    @realsubrata 5 ปีที่แล้ว +808

    গুরদেব কতটা আধুনিক ছিলেন!!ভাবা যায়??আজ থেকে একশ বছর আগে প্রাক্তন প্রেম নিয়ে লিখে গেছেন।জীবনের সমস্ত ক্ষেত্রে গুরুদেবের লেখা আমাদের ভাবায়।

    • @sujanansary2194
      @sujanansary2194 4 ปีที่แล้ว +9

      Aksobar

    • @erad8491
      @erad8491 4 ปีที่แล้ว +7

      ekdom

    • @soulofshadow6404
      @soulofshadow6404 4 ปีที่แล้ว +4

      True ❤️❤️👍🏼👍🏼

    • @sayanchakraborty6356
      @sayanchakraborty6356 4 ปีที่แล้ว +5

      একদম ঠিক কথা বলেছেন। ঠিক এই কারণেই উনি গুরুদেব❤

    • @saptarshiroy3912
      @saptarshiroy3912 4 ปีที่แล้ว +11

      ভাবানর ই কথা ...
      তিনি তো দার্শনিক...
      তাঁর কবিতায়, গানে জীবন দর্শণ ই তো প্রতিফলিত হয়েছে।।

  • @maple281
    @maple281 ปีที่แล้ว +23

    " দেখা হবে না কোনো দিনই" - এই কথাটা শুনলে হৃদয়টা কেমন মোচড় দিয়ে ওঠে 😔

  • @arghyakundu359
    @arghyakundu359 3 ปีที่แล้ว +127

    "রাতের সব তারাই আছে
    দিনের আলোর গভীরে"-
    সত্যি তো দীর্ঘ বিচ্ছেদের পর ক্ষীণ মিলনতাই আর সেই উন্মুক্ত ভালোবাসা থাকে না থাকে শুধু নিস্তব্ধ প্রেম আর হৃদয়ান্ত্রিক গোপনীয় উৎফুল্লতা

  • @ananyasarkar8963
    @ananyasarkar8963 4 ปีที่แล้ว +386

    Can't imagine he is not with us anymore. You will be missed from the core of our heart. Miss you feluda

    • @sandipansarkar7475
      @sandipansarkar7475 4 ปีที่แล้ว +10

      He will always be in us.

    • @ayanbhaduri7331
      @ayanbhaduri7331 4 ปีที่แล้ว +2

      😢😢😢

    • @rakiranjansahu1807
      @rakiranjansahu1807 4 ปีที่แล้ว +3

      😢😭😭

    • @CultureHeritage-SS
      @CultureHeritage-SS 4 ปีที่แล้ว +4

      As long us bengali exist, as long as cinema exist, he will be there😘😘

    • @withmhasan
      @withmhasan 3 ปีที่แล้ว +1

      😢😢😢😢 We miss you, miss you lot.

  • @avijitmaity586
    @avijitmaity586 6 ปีที่แล้ว +708

    প্রাক্তন হলো অতীত আর বর্তমানের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস। না যায় বর্তমানকে ছাড়া না যায় অতীতকে ভোলা। জীবন চলে একটা অদ্ভূত দোটানায়। এক এক সময় মনে হয় সব বুঝি শেষ, কিন্তু চোখ বুজে পুরোনো কথা ভাবলে মনে হয় আজও সে আছে, আমার পাশে, আমার কাছে। এক এক সময় মনে হয় বোধয় চোখ বুজে কোনো রাতের স্বপ্ন। ঘুম ভাঙলেই তো আবার তাকেই পাবো। কিন্তু ঘুম যখন ভাঙে তখন একরাশ নিস্তব্ধতা আর সামনে কঠিন বাস্তব

  • @shovarahman4845
    @shovarahman4845 3 ปีที่แล้ว +8

    এ শহরে অসংখ্য মানুষের জীবনেই এরকম মুহুর্ত আসে। তখন হয়তো প্রাক্তন মানুষ দুটোর মনের ভেতরটা তোড়পাড় হয়ে যায়। মনে পড়ে যায় একসঙ্গে কাটানো কত অবেগঘন মুহুর্ত। হাতে হাত রেখে কথা দেওয়া সেই কথা "আমরা কোনোদিন কেউ কাউরে ছেড়ে যাবো না " কিন্তু জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত কেউ কথা রাখতে পারে না। 💔
    আমাকে নামতে হবে পরের স্টেশনে, দেখা হবে না আর কোনোদিন।
    অসাধারণ, বাস্তব জীবনের পেক্ষীতে রচিত কবিতা। Heart touching ❤️

  • @AnindyaPal
    @AnindyaPal 7 ปีที่แล้ว +469

    "থমকে গেল আমার সমস্ত মনটা :
    চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।।"
    সৌমিত্র চট্টোপাধ্যায় এর কণ্ঠে যেকোনো কিছুই এক অন্য মাত্রা পায়... আর সেটা যদি রবীন্দ্রনাথের কথা বা কবিতা হয়... তখন সেটা 'শুধু ভালো' হয়না... হয়ে ওঠে অনবদ্য... অসংখ্য ধন্যবাদ 'প্রাক্তন' ছায়াছবিটির পরিচালকদ্বয়-কে এইরকম একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য...

  • @aradhanapratihar1514
    @aradhanapratihar1514 4 ปีที่แล้ว +46

    "বেলাশেষে" "অপুর সংসার" এর "সমাপ্তি" ঘটলো।।তুমি আজ "প্রাক্তন"।"তিন ভুবনের পারে" তুমি ভালো থেকো ফেলুদা।।তোমার আলোর শেষ "সাঁঝবাতি" টাও নিভে গেল।😭😭

  • @kasturisamanta2710
    @kasturisamanta2710 4 ปีที่แล้ว +106

    Who is here after he gone... The legend Soumitra chattopadhyay ♥️

    • @enakshiguha320
      @enakshiguha320 4 ปีที่แล้ว +3

      Me. Listened and cried all day today.

    • @CultureHeritage-SS
      @CultureHeritage-SS 4 ปีที่แล้ว +1

      He is not gone. We good for nothing person will come n go. But Soumitra Sir will be there as long as Bengali exist, as long as cinema exist in this universe.

  • @Shahriarnoman
    @Shahriarnoman 2 ปีที่แล้ว +10

    প্রাক্তন মানেই ভালোবাসা আর অভিমানের সংমিশ্রণে অদ্ভুত মায়া ভরা একটা মানুষ❤️❤️❤️।

  • @soumyadeepbanerjee5253
    @soumyadeepbanerjee5253 4 ปีที่แล้ว +22

    তোমার এই কণ্ঠ ধ্বনি আমাকে প্রতিবার শিহরিত করে, তোমার বলা প্রতিটি কথায় এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করতাম। আজ এটা ভাবতেও অবাক লাগে তুমি আমাদের মধ্যে আর নেই। কিন্তু মহামানবের কোনোদিন মৃত্যু হয়না তারা আমাদের স্মৃতিতে চিরকাল অমর হয়ে থাকে

  • @shaswatakundu3935
    @shaswatakundu3935 6 ปีที่แล้ว +17

    যতবার শুনি ততবারই প্রথমবারের মতোই চোখের কোনাটা ভিজে ওঠে, প্রতিবারই যেন হৃদয়ে নাড়া দিয়ে ওঠে কথাগুলো।এটাই রবিঠাকুরের অনন্য সৃষ্টি যা চিরসবুজ ও চিরপ্রাসঙ্গিক।

  • @asmita_mondal
    @asmita_mondal 7 ปีที่แล้ว +171

    "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে" - অসাধারণ !!

    • @Goodvibesonly3473
      @Goodvibesonly3473 5 ปีที่แล้ว

      th-cam.com/video/4xXj6F4b2PY/w-d-xo.html
      ক্ষুদ্র প্রয়াস

  • @sumantokanjilal1329
    @sumantokanjilal1329 3 ปีที่แล้ว +3

    সিনেমা টা যখন দেখি, তখন কি বুঝতে পেরেছি ? এমন একটা সময় আসবে সিনেমাটা বিশেষ করে কবিতা আবৃত্তি টি এতটা প্রাসঙ্গিক হয়ে যাবে আমার জীবনে। শুধু শেষ দুটি নিয়েই হয়তো বাকি জীবনটা বাঁচিয়ে রাখবো, ভালো থেকো।।।

  • @sayanchakraborty6356
    @sayanchakraborty6356 4 ปีที่แล้ว +9

    আজকে এই কবিতাটা শুনতে কেমন যেন লাগছে। সৌমিত্র বাবু যে নেই , তা যেন প্রতিটা শব্দে ধরা পড়ছে।

  • @iamabhisek.11
    @iamabhisek.11 5 ปีที่แล้ว +40

    প্রাক্তন হয়েই বেঁচে থাকবো সারাটা জীবন। তোমাকে ভালোবাসার পরে আর কাউকেই ভালোবাসতে পারবো না, তুমি নেই তবে কি হলো,আছে তো তোমার ভালোবাসা।

  • @gangavi3
    @gangavi3 4 ปีที่แล้ว +21

    ভেবে খুব দুঃখ লাগছে যে এরম আবৃত্তি আর পাবনা।
    আজ বাংলা চলচ্চিত্রের আরেক মহান তারকা চলে গেলেন 🙏😔

  • @srrumon8498
    @srrumon8498 3 ปีที่แล้ว +8

    জীবনের প্রথমবার শুনলাম সেদিন তার কথায়।শুনতে সেই আমাকে বলেছিলো।অনুভব করলাম আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু মূহুর্ত,যেখানে মিলে খুঁজে পাই দু'জনেই।কিন্তু আজকে সে নেই ঠিকই রয়ে গেল আবেগ,অনুভূতি,ভালোবাসা আর একাকীত্ব।

    • @susantabaskey002
      @susantabaskey002 ปีที่แล้ว

      আজ, ২৯ আগস্ট ২০২৩, ভাদ্রের একলা দুপুরে দুজনেই একে অপরের থেকে দূরে, সেও আমাকে বলেছে , "ye sun k batana humko" ...

  • @arindammukherjee9046
    @arindammukherjee9046 4 ปีที่แล้ว +7

    শেষের বেলায় অপুর বিদায়,
    ব্যাকুল হৃদয় শুধুই কাদায়।😥😥😥
    ভালো থেকো তুমি,যেখানে ই থাকো খুব শান্তি তে থেকো।

  • @pramanikranjit5614
    @pramanikranjit5614 10 หลายเดือนก่อน +1

    এক জীবনে বহু জন্ম জন্মান্তর ঘটানোর নামেই রবীন্দ্রনাথ ঠাকুর।❤

  • @asifamibangladesh
    @asifamibangladesh 8 ปีที่แล้ว +87

    রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি কোথায় নাই, সেই টাই এখন গবেষণার বিষয় ; বাংলার হয়ে উনি একা লড়লে , আর কোনো ভাষারই , সবাই মিলে পেরে উঠাটা কষ্ট হবে ; অনেক অনেক শোকর যে, উনাকে আমাদের মাঝে , আমাদের বাংলা ভাষার জন্য পাঠানো হয়েছে । আমরা কৃতজ্ঞ

    • @sayantikasanyaldipa5021
      @sayantikasanyaldipa5021 7 ปีที่แล้ว +4

      Asifami Bangladesh banglar kichu nei sahityo chara r bangla sahityo kichu na take chara

    • @tapomoychatterjee
      @tapomoychatterjee 5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathibanerjee7273
    @sathibanerjee7273 4 ปีที่แล้ว +25

    Soumitra Chatterjee, you will be missed! You are the reason for me to love Bengali cinema as a whole. You will be alive in our heart forever! ❤️

  • @221BBakerStreetIND
    @221BBakerStreetIND 7 ปีที่แล้ว +73

    শুনেই যাচ্ছি অনেক্ষন ধরে, বারবার। জানিনা আরও কতবার শুনব। প্রাক্তন - অনেকটা জায়গা জুড়ে, আজও।

  • @najmulalam4585
    @najmulalam4585 6 ปีที่แล้ว +5

    অবাক হই এদের কল্পনা শক্তি দেখে! কখনো তো এমন পরিস্থিতিতে পড়েনি তারপরও কতো চমৎকার ভাবে একটা সময় উপস্থাপন করেছেন৷ সত্যি অসাধারণ.!

  • @shikhasinha7884
    @shikhasinha7884 4 ปีที่แล้ว +17

    Ar kichui baki nai...
    Pardon if I spelled it wrong, i understand very little Bangali(not bong), but a great admirer of languages and culture. Have watched praktan number of times. And i dont have words to describe how much I feel this poem. This just break the ice and I cry like a baby. I live this poem Everytime I listen.

  • @eternalmriganka
    @eternalmriganka 2 ปีที่แล้ว +2

    "Amake naamte hobe porer Station e, door e jabe tumi,
    Dekha hobe na r kono din ee" .... Kabi Guru n Aabritti Guru.....one of the most deadliest combinations.......❤❤❤❤❤

  • @iamabhisek.11
    @iamabhisek.11 4 ปีที่แล้ว +8

    সকল বাঙালি জাতির কাছে তুমি অমর হয়ে থাকবেন প্রিয় ফেলুদা। যতবার শুনি চোখে জল চলে আসে- "আমাদের গেছে যে দিন সে কি একবারেই গেছে?",😔😔

  • @snehangshudan7009
    @snehangshudan7009 4 ปีที่แล้ว +1

    100 bar sunle o mon vore na..abar o suni..onoboddho..pronam Rabi Thakur ke r Soumitra Chatterjee ke..Apnara 🙏

  • @nabanitasengupta4346
    @nabanitasengupta4346 5 ปีที่แล้ว +39

    আমার আঙুলের ফাঁকে তোর আঙুলের ছোয়া লেগে,
    ছুসনি আমায় তবু, ছুঁয়েছিস মনে প্রাণে।
    ইচ্ছে করে খুব,তোর বুকে মাথা গুঁজে রই,
    বাদ তো তোকে দিলাম,কিন্তু তুই বাদ গেলি কই।।

  • @shayansec
    @shayansec 4 ปีที่แล้ว +142

    আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
    দূরে যাবে তুমি,
    দেখা হবে না আর কোনোদিনই।💔

    • @subrotanbu
      @subrotanbu หลายเดือนก่อน

  • @moin263
    @moin263 5 ปีที่แล้ว +14

    ইশ এত অস্থির লাগে কেন এইটা শুনলে?? তবু বারবার শুনি।।

    • @putulghosh916
      @putulghosh916 4 ปีที่แล้ว +1

      একদম 👍 যেন মনের মধ্যে গেঁথে আছে এই কবিতাটা ❤️😌

  • @taslimhasan2321
    @taslimhasan2321 7 ปีที่แล้ว +199

    "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে "

  • @Tubelight8969
    @Tubelight8969 5 ปีที่แล้ว +3

    খুব পছন্দের একটা কবিতা,,
    দুটি মন হঠাৎ মিলে আবার যেনো হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায়।
    "আমাদের গেছে যে দিন,
    একেবারেই কি গেছে?"

  • @sandipansarkar7475
    @sandipansarkar7475 4 ปีที่แล้ว +5

    I am mourning here on his demise. When I got this heartbreaking incident that he is no more with us, it felt me shocked 🙂🙂.On the rule of history everybody passes away over times so we have to accept it. God may keep his soul in rest of peace 🙏🙏...Many old days memories evoked me once.
    GOD BLESS YOU SIR

  • @tipu7133
    @tipu7133 4 ปีที่แล้ว +10

    আপনি বেঁচে থাকবেন আমাদের মনে,,আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে মনে রাখবো,,স্যার🍂

  • @debabratasumitbiswas9427
    @debabratasumitbiswas9427 5 ปีที่แล้ว +33

    যাঁরা প্রাক্তন এখনও দেখেননি, তারা এই সাড়ে তিন মিনিটের ভিডিওটি দেখে নিলেও ছবিটির সারবত্তা বুঝে নিতে পারবেন অনায়াসেই।

  • @sanjibmahatha8060
    @sanjibmahatha8060 5 ปีที่แล้ว +96

    Feeling sworgo..bcoz ri8 now I'm in train with ear-phones & enjoying the window sit ..😍😍😍😍

    • @jayisfitglam4049
      @jayisfitglam4049 4 ปีที่แล้ว +2

      sotti sorgo

    • @arpandey139
      @arpandey139 4 ปีที่แล้ว +2

      @@jayisfitglam4049 ami bombay te gale ait train ta te jai r ai class r reservation kri aitar feel nebar jnno..

    • @unauthorisedmind
      @unauthorisedmind 4 ปีที่แล้ว +1

      Yeah that happens everytime. ♻

  • @humayajahanpreema2637
    @humayajahanpreema2637 3 ปีที่แล้ว +6

    "আমাদের গেছে যে দিন,একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি,??"❤️🌸

  • @shahidhasannayan8212
    @shahidhasannayan8212 4 ปีที่แล้ว +6

    "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।" ভালো থাকবেন সৌমিত্র স্যার।

  • @nazmulpolash3388
    @nazmulpolash3388 5 ปีที่แล้ว

    জীবনের পিছুটান আর অনাগত নিকট,মানিয়ে নেয়া বর্তমান...অদ্ভুত এক ব্যঞ্জনা এই প্রাক্তন।শুন্যতা আর অসীমের পার্থক্য বুঝার কি বৃথা চেষ্টা আমরা চালিয়ে যাই শুধু সমাজের দিকে তাকিয়ে,হয়তো কখনো বুঝাই হয় না,জানাই হয় না নিজেকে।

  • @mdabuyousufsajib990
    @mdabuyousufsajib990 4 ปีที่แล้ว +1

    জানিনা হঠাৎ কখন তার দেখা পাবো কিনা, দুজন আলাদা হয়ে গেছি অনেক আগেই তবে আজও অপেক্ষা করি হয়তো কোন রেলগাড়ীর কামড়া, অথবা বাসের পাশের সিটে হয়ে যাবে দেখা। যদিও স-শরীরে তাকে দেখার সৌভাগ্য কখনো হয়নি। কিন্তু পৃথিবীটা তো গোল হয়তো কখনো না কখনো হঠাৎ দেখা হয়ে যেতে পারে সেই অপেক্ষা নিয়েই তো বেঁচে আছি। ভালো থাকুক প্রাপ্তন।

  • @shubhammukherjee4830
    @shubhammukherjee4830 7 ปีที่แล้ว +12

    হয়তো রাতের তারা দিনের আলোয় ঢেকে থাকাটা একটা অদ্ভুত মধুময় কিন্তু তিক্ত অনুভূতি, সেটাই হয়তো আমাদের বোঝায় যে আমরা মানুষ, সব স্মৃতি ফেলে দিতে পারি না

  • @sharmaluna9794
    @sharmaluna9794 ปีที่แล้ว

    আমি শুধু ট্রেইলার/কবিতাটা শোনার জন্যই মাঝে মাঝে আসি। কিভাবে একটা কবিতা একটা ট্রেইলার হয়ে গেল! কী অসাধারণ ইন্টিগ্রেশন! সিনেমাটারা মেকিং, কাহিনীও দারুণ। এইরকম বাংলা সিনেমা অমর।

  • @potterhead9487
    @potterhead9487 4 ปีที่แล้ว +13

    বাংলা সিনেমার একযুগের অবসান ঘটল। আর ফিরে পাব না দিনগুলো। যেখানেই থাকবেন ভালো থাকবেন, ফেলুদা।

  • @rikaakterrojony5084
    @rikaakterrojony5084 3 ปีที่แล้ว +1

    When a Legend recite another Legend's poem... It itself become legendary..
    Love and respect to Soumitra sir always...🙏❤️You will always remain in our heart ❤️you are missed..🙂
    And Who am i to say anything about the great Rabindranath Tagore.. 🙏🙏

  • @neelarahman2087
    @neelarahman2087 5 ปีที่แล้ว +3

    আমার অভিজ্ঞতা,আমার লেখা-
    রাস্তার মোড়ে হঠাত্ দেখা...
    ভাবিনি সম্ভব হবে কখনো,
    আগে ওকে প্রতিদিন দেখেছি স্কুল থেকে বাড়ি ফেরার সময়।
    আজ দেখলাম রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে,
    চোখে চোখ পড়েছে।
    দুজনেরই চোখে-মুখে আনমনা একটা ভাব...
    মনে হলো কালো একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে,
    যে দূরত্ব আকাশপানের শেষ সীমানায় কালো মেঘের আহ্বানে।
    থমকে গেল আমার সমস্ত মনটা,
    চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে।
    রাস্তা পার হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম,
    সামনে যেতেই কেটে গেল মন থেকে দ্বিধাদ্বন্দ্ব।
    আলাপ করলাম শুরু- "কেমন আছিস, কেমন চলছে তোর সংসার" ইত্যাদি...
    সে রইল আকাশপানে চেয়ে,
    যেন মনে হল তাকে কোনো দূরের মানুষ জিজ্ঞেস করেছে অনাকাঙিক্ষত কিছু প্রশ্ন।
    সে দিল অত্যন্ত ছোট-খাটো একটা জবাব,
    কোনোটা বা দিলোই না।
    বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়-
    কেন এসব কথা?
    এর থেকে ভালো চুপ করে থাকা।
    আমি ছিলাম ল্যাম্প-পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে,
    এক সময় আঙুল নেড়ে জানালাম তাকে তার কাছে যাওয়ার জন্য,
    হয়তো মনে মনে ভাবল কম সাহস তো নয় আমার বটে!!
    ওর কিছু বলার আগেই গেলুম একটুখানি সরে তার পাশে।
    কিন্তু হঠাত্ই গাড়ির আওয়াজের আড়ালে সে বলে উঠল,
    কিছু মনে করিস না, সময় কোথায় সময় নষ্ট করবার- বলল, "আমাকে যেতে হবে, হয়তো হবেনা আর কখনো দেখা।"
    শুনে মনে হল এক ফোটা জল গড়ালো চোখের কোণে থেকে, আগের দিনগুলোর কথা মনের মাঝে তোলপাড় করছিল!
    কিছুক্ষণ থেমে আমি বললাম, তাহলে যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোর মুখে আজ, সত্যি করে বলবি কি আমায়?
    সে বলল, "বলব"
    তার চোখের দিকে তাকিয়েই শুধলাম, " আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি বাকি নেই? দুজনের পথ চলাটা একসাথে হলেও হতে পারত না কি?"
    এবারও কিছু বলল না,
    কিছুক্ষণ থেমে হঠাত্ বলে উঠলে, "ভালো থাক, আমায় যেতে হবে বহুদূর তোর থেকে।"
    কিছু বললাম না আর, আর না দিলাম বাঁধা, কেননা ততক্ষণে পেয়ে গেছি জবাব যা না বলা কথার মাঝে লুকানো ছিল!
    চলে গেল সামনে হেঁটে, তাকিয়ে রইলাম তার দিকে দুচোখ পানে, মন বলছিল ফিরে হয়তো তাকাবে, কিন্তু ভুল ছিলাম আবারও..
    মুখ ঘুরিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বললাম, "রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে"
    আর চললেম একা, আবারো একা...🖤
    .
    Inspired by Hotat dekha kobita💘

    • @radhakrishna1034
      @radhakrishna1034 4 ปีที่แล้ว

      Halo hoeche vai khub sundar valo likhte paro tumi go on from west Bengal

  • @arindambanerjee6223
    @arindambanerjee6223 4 ปีที่แล้ว +1

    Dehradun to Howrah..2 days before Durga puja....🚂🚋🚃🚋🚃🚋🚃 window sit.. Headphone.. This poem.. Nostalgia..2020

  • @bangladeshandworldcricketu2482
    @bangladeshandworldcricketu2482 4 ปีที่แล้ว +3

    আপনাকে মিস্ করবে বাংলা চলচ্চিত্র, মিস্ করবে বাংলার দর্শক

  • @antaraghosh7542
    @antaraghosh7542 4 ปีที่แล้ว +1

    I will miss this voice...a voice which doesn't require any kind of modification, it's spontaneity has the magic of capturing the listener's attention...love you sir

  • @tanushreegandhi3519
    @tanushreegandhi3519 5 ปีที่แล้ว +6

    "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে "💥💌💖

  • @RoyAyan1
    @RoyAyan1 ปีที่แล้ว

    আকাশে শরৎ এর মেঘের আনাগোনা শুরু হলেই এই আবৃত্তি টা বারবার শুনতে চাই,,,,মন খারাপ হয় না ভালো হয় বুঝতে পারি না,,,,

  • @kingshukgoswami9988
    @kingshukgoswami9988 4 ปีที่แล้ว +9

    I can feel each and everyline, Ufff just darun.❤️❤️❤️❤️❤️
    Will miss you sir. RIP.

  • @yourdairy3119
    @yourdairy3119 3 ปีที่แล้ว +2

    আমি জানি, যেদিন আমি থাকবো না, যদি না থাকি তুই এই কবিতা শুনবি ...তুই এই কমেন্টটা পড়িস, যদি ছেড়ে যেতে হয়, ভালো না বেসে যাচ্ছি এটা ভাবিস না রে কোনদিনও... জীবনে যতদিন এ কবিতাটা শুনবো তুই থাক বা না থাক এটা তোকেই ডেডিকেড করব....আজও চোখে জল আসে, সেদিনও আসবে🙂... আর এই জলটা তোর জন্যই থাকবে কেবল.....
    Sunit

  • @moumitachakraborty7269
    @moumitachakraborty7269 8 ปีที่แล้ว +35

    jst kichu bolar nei chup kre feel kora chara...thank u for this poem...

  • @shimulchakraborty1168
    @shimulchakraborty1168 ปีที่แล้ว +1

    আমি যে কতবার এটা শুনেছি🎧
    কবিগুরু❤️
    বস সৌমিত্র দাদা❤️

  • @SumanRay-pq8uw
    @SumanRay-pq8uw 4 ปีที่แล้ว +11

    রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।। Rest in peace sir. We always miss you.

  • @sumandey7785
    @sumandey7785 5 ปีที่แล้ว +2

    আমার জীবনের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে এই কবিতা। আমার সাথে ই ঠিক এমন টাই ঘটেছে। পাঁচ বছর আগে ওকে ভুলে যাচ্ছিলাম আসতে আসতে তবু ভোলা সম্ভব না। তাও বুকে পাথর চাপা দিয়ে ভোলার চেষ্টা কোরছিলাম। এই প্রাক্তন ছবি টা দেখা মাএ আবার ওর কথা মনে পরে খুব কাঁদলাম। আপনারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা কোরবেন যাতে ওকে আমি ভুলে যেতে পারি।

    • @khalidhasan1793
      @khalidhasan1793 4 ปีที่แล้ว

      নিষ্ঠুর বাস্তবতা যখন ভালোবাসার মানুষকে ভুলে যাওয়াই হয় ans 😢😢😢

    • @sumandey7785
      @sumandey7785 4 ปีที่แล้ว

      @@khalidhasan1793 ও আমাকে ভুলে গেছে গো ভাই। ওই তো শুখে আছে সংসার করছে মেয়ে আছে কত যায়গাতে বেড়াতে যায় ফেসবুকে ছবি দেখি ও অবশ্য আমার ফেসবুকে নেই তাও ওর প্রোফাইল ঘাঁটি দেখি কাঁদি আবার পাগলের মতো হসি। আমি আজ ও একা ভাই ওর তো সবাই আছে। আমার মা বাবা ছাড়া আর ভালো বাসার মানুষ নেই গো। তাই ওকে ভুলে যেতে চাই ওর কথা ভাবলেই ভেঙে পরি। কিন্তু ভেঙে পড়লে হবে না আমাকে তো বাঁচতে হবে। মা বাবা আছে ওদের কি হবে। তাই ওকে ভোলা হয়তো সম্ভব না তাও ভুলে যেতে চাই। শুধু একটু ভালো বাসা চেয়েছিলাম আর বলেছিলাম আমার হাতাটা সারা জীবন ধরে রেখো। ও চাইলো না গো আর আমাকে কি ভাবে ভুলে গেলো আজ ও বুঝতে পারলাম না আমার অপরাধ টা কি। এখন বিশেষ দিন গুলো তে ওর কথা ভাবি জানো আমরা ঘুরতাম খেতাম হাসি ঠাট্টা সব মনে পরে। তবুও ভুলে যেতে চাই । আর একটা কথাই বলবো তোমার সুখেই আমার সুখ।❤এই অভগা তোমার জন্য এখন আজ ও প্রার্থনা করে।🙏

    • @khalidhasan1793
      @khalidhasan1793 4 ปีที่แล้ว

      @@sumandey7785 ভাই নিজকে নিষ্ঠুর করতে শিখুন আর ইমোশন sure ফেলে দিন.! জানি এটা impossible তাও করুন..!

    • @sumandey7785
      @sumandey7785 4 ปีที่แล้ว

      @@khalidhasan1793 তুমি আমার এই দুঃখের কথা শুনলে ভাই । জানো ভাই আমার এই দুঃখের কথা শোনার ও কেউ নেই । তোমাকে বলে অনেক টা হাল্কা হলাম। আমার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ ভাই। তোমার খুব ভালো হবে ভাই। আল্লার কাছে দোয়া করি তুমি দশজনের একজন হবে।

    • @sumandey7785
      @sumandey7785 4 ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @AEM71
    @AEM71 8 ปีที่แล้ว +227

    আমাদের গেছে যে দিন
    একেবারেই কি গেছে-
    কিছুই কি নেই বাকি?’

  • @being_sakuraa
    @being_sakuraa ปีที่แล้ว +1

    তোমাকে দেখেছি কবে,সেই কবে কোন বৃহস্পতিবার,
    আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না!✨

  • @OmPrakashSingh-ti3zn
    @OmPrakashSingh-ti3zn 7 ปีที่แล้ว +21

    I dont know why i watch this video again n again although I know that its gonna make me cry..

  • @internetconnection.0657
    @internetconnection.0657 3 ปีที่แล้ว +1

    A unique combination. Couldn't be any better. Each Bengali's pride and honor. They will be always be with us. Such strong emotions can't be forgotten, will be with us, in our hearts.

  • @pradiptamandal6170
    @pradiptamandal6170 4 ปีที่แล้ว +5

    নক্ষত্র পতন হলো আজ। এই ক্ষতি অপূরণীয়।💔

  • @mahipriya2834
    @mahipriya2834 3 ปีที่แล้ว

    "আমাদের গেছে যে দিন"🖤🖤 একেবারেই কি গেছে "কিছুই কি নেই বাকি "❤️❤️-just speech less ,যাকে বলে অনবদ্দ

  • @BongNavigator
    @BongNavigator 6 ปีที่แล้ว +5

    Goosebumps on my skin..!! Sotti sotti mon chuye jay joto suni

  • @sudipadhikari3592
    @sudipadhikari3592 6 ปีที่แล้ว +1

    " চেনা লোককে দেখলেম অচেনা গাম্ভীর্যে .... ❤❤ ।। অসাধারণ একটি কবিতা ।। Totally emotional ❤

  • @rp2939
    @rp2939 4 ปีที่แล้ว +4

    It is hard to believe that boss is no more with us... ❤❤

  • @anupamsahakolkata
    @anupamsahakolkata 2 ปีที่แล้ว

    আজ সৌমিত্র বাবুর জন্মদিনে আবার ও শুনলাম।
    আরো একবার মুগ্ধ হলাম।

  • @tiyasabera662
    @tiyasabera662 7 ปีที่แล้ว +13

    sotti ekh ekhta line hridoy sporsho kore galo😊💘❤

    • @fiilmyee
      @fiilmyee 7 ปีที่แล้ว

      Tiyasa Bera koey

  • @shibabrataray8610
    @shibabrataray8610 ปีที่แล้ว +2

    ❤ Seeing today's so called violent movies, realised How great These type of movies..Soumitra ❤❤ felu da

  • @SohamArtistry
    @SohamArtistry 4 ปีที่แล้ว +9

    RIP SOUMITRA CHATTERJEE SIR 🙏🥀....U WILL ALWAYS BE IN OUR HEARTS

  • @nabamitaghosh4774
    @nabamitaghosh4774 6 ปีที่แล้ว +1

    অন্তরের শব্দ গুলো বেরিয়ে আসে অজানা র মাঝে,,
    প্রাক্তন সে আজও প্রাক্তন, মনে পড়ে অভিমানের ভিড়ে।।।
    দিয়েছিলে সর্বস্ব ঢেলে, যা ছিলো তোমার,,
    তুমি আছো আজও আমার হৃদয় জুড়ে,, হয়ে শুধু আমার।।।

  • @soumodeepbhattacharya2106
    @soumodeepbhattacharya2106 7 ปีที่แล้ว +36

    আপনি অসাধারণ সৌমিত্র জেঠু ....

  • @silpimondal788
    @silpimondal788 5 ปีที่แล้ว

    আমাকে নামতে হবে পরের স্টেশনে
    দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোন দিনো...😢 This line is epic 👌❤️

  • @eduponia4u
    @eduponia4u 4 ปีที่แล้ว +4

    We miss you sir..Amra onek boro kichu haralam ....😔😔.
    May u be rest in peace .....

  • @MdJihad-rw2bo
    @MdJihad-rw2bo 3 ปีที่แล้ว +1

    কবিতার সাথে বাজনার মিল নেই আর তার কন্ঠে কস্টের কন ভাব নেই।একদম বাযে হয়েছে।

  • @40_parnikadatta16
    @40_parnikadatta16 3 ปีที่แล้ว +4

    "আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি?"..........

  • @mixmatch1106
    @mixmatch1106 4 ปีที่แล้ว +2

    Lengends never die. We are proud that we have a tallented person. We give a big salute to you sir. Its a big lose for bangla movies.

  • @amusicaljourney4581
    @amusicaljourney4581 4 ปีที่แล้ว +15

    বর্তমান থাক সুখে
    প্রাক্তন থাক বুকে।

  • @sumeetjohnson2104
    @sumeetjohnson2104 4 ปีที่แล้ว +2

    AJ AI VOICE TA K KHUBBB MISS KRCHI
    APNI AJ CHOLE GELEN ONEKKK DURE
    R.I.P SIR
    U R A LEGEND THEN, NOW & FREVER
    ...+

  • @pramangshujash7955
    @pramangshujash7955 7 ปีที่แล้ว +8

    আজও আছো তুমি, আছি আমি, বদলে গেছে আমাদের চলার পথ....

  • @tataimukherjee7783
    @tataimukherjee7783 3 ปีที่แล้ว

    এই কন্ঠটা যতবারই শুনি, মনেই হয় না মানুষটা পৃথিবীতে নেই। আসলে উনি আছেন, চলে গিয়েও আছেন, আমাদের প্রত্যেকের সাথে আছেন, বাংলা সিনেমার পথপ্রদর্শক হয়ে আছেন...!

  • @SudipSun
    @SudipSun 8 ปีที่แล้ว +41

    Awsm rendition of the poem..but should have kept the same subtle sitar music which have used in the film version.. that allows the deep voice of legendary Soumitra Chatterjee to penetrate through our hearts..

    • @shirshoghosh7760
      @shirshoghosh7760 7 ปีที่แล้ว

      The Solar Guy Exactly

    • @Goodvibesonly3473
      @Goodvibesonly3473 5 ปีที่แล้ว

      [29/12, 10:03] DREAMER SUJATA: th-cam.com/video/4xXj6F4b2PY/w-d-xo.html
      [29/12, 10:03] DREAMER SUJATA: ক্ষুদ্র প্রয়াস

  • @sontu4981
    @sontu4981 3 ปีที่แล้ว

    SHunlei gaye kanta deye 2016 sale o shuntam, ekhono sunchhi , eto bhalo lage.. eto golper shonge manashoyee....Rabi THakur ke namaskar ebong Late Soumitra sir ke soto koti pranam eto sundor bhabe path korar jonyo...

  • @ArindamPodder92
    @ArindamPodder92 4 ปีที่แล้ว +5

    Valo theko Udayan Pandit.. fire eso abar ❤️❤️❤️

  • @prasunnaskar559
    @prasunnaskar559 4 ปีที่แล้ว +1

    পরের জন্মে আবার দেখা হবে আমাদের, College Street এর কোনো এক ফাঁকা ট্রামে, অন্য কোনো এক নামে অন‍্য কোনো এক রূপে।।।

    • @avisarika
      @avisarika 4 ปีที่แล้ว +1

      আপনি একদম সঠিক কথা বলেচেন।

  • @zainmozumder
    @zainmozumder 7 ปีที่แล้ว +5

    "থমকে গেল আমার সমস্ত মনটা :
    চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।।"

  • @masumhasan5547
    @masumhasan5547 7 ปีที่แล้ว +1

    just awsome.... nothing to say. specially that line ' amader gacha j din akabarei ki gacha? kichui ki nei baki '

  • @sumitmitraphotography
    @sumitmitraphotography 8 ปีที่แล้ว +7

    Thank you thank you so much for this upload.... epic... this is an epic creation!

  • @tazinhabib7968
    @tazinhabib7968 4 ปีที่แล้ว

    Sir shiggir shustho hoye uthun mon theke dua.Apnar j aro baki amader eirokm oshadharon aro kaj upohar dewar😥😥😥

  • @imrangazilaw
    @imrangazilaw 8 ปีที่แล้ว +45

    আমাদের গেছে যে দিন
    একেবারেই কি গেছে-
    কিছুই কি নেই বাকি?

    • @janardanmondal6415
      @janardanmondal6415 5 ปีที่แล้ว +1

      রাতের সব তারাই আছে
      দিনের আলোর গভীরে...

  • @pbeditz3104
    @pbeditz3104 ปีที่แล้ว

    অনেক প্রিয় ❤️ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী আর সৌমিত্র চ্যাটার্জীর কণ্ঠ.... 🤍🌻🤍

  • @zainmozumder
    @zainmozumder 7 ปีที่แล้ว +36

    জীবনে এমনটা ঘটবে কল্পনাতেও আসেনি কখনো, অথচ তাই ঘটল !!

  • @3anubhabchakraborty313
    @3anubhabchakraborty313 3 ปีที่แล้ว +1

    Praktan movie is a pure example that how long train journeys can make short time friends!!!❤️❤️

  • @yousufmidya969
    @yousufmidya969 4 ปีที่แล้ว +5

    Rip legend , Soumitra Chatterjee 😢😔😔💔🙂

  • @antornautiyal2846
    @antornautiyal2846 ปีที่แล้ว +1

    BTS/টিকটক / লাইকির যুগে যারা এসব কবিতা শুনে তাদের রুচির প্রশংসা করি। 🥰🖤🌺

  • @AshiqurRahman
    @AshiqurRahman 8 ปีที่แล้ว +56

    any link of the background music??

    • @balasai7975
      @balasai7975 7 ปีที่แล้ว +3

      even, i am searching for it for a long time. Did you get it?

    • @keyarcare888
      @keyarcare888 7 ปีที่แล้ว +4

      I too want that background music..

    • @knowledgehunter_
      @knowledgehunter_ 7 ปีที่แล้ว +4

      Same here. Aarekta background music aachhe ei movie te ektu gombheer situation a. Just awesome. Pelam e na kothao

    • @samim4807
      @samim4807 7 ปีที่แล้ว +2

      Sotti music ta awsm bt pawa jacche na

    • @aritrabanerjee4644
      @aritrabanerjee4644 6 ปีที่แล้ว +2

      Ami search korchhi pele diye debo

  • @amitgoraivlogs3372
    @amitgoraivlogs3372 2 ปีที่แล้ว +1

    "আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি?
    একটুকু রইলে চুপ করে,তারপর বললেম
    রাতের সব তারাই আছে,দিনের আলোর গভীরে।
    খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি।
    ও বললে থাক্, এখন যাও ওদিকে।
    সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। "

  • @arunavasarkar6467
    @arunavasarkar6467 7 ปีที่แล้ว +3

    Many emotions and memories of mine is attached with this film and specially with this poem....onek kichu mone preglo.....