দেবব্রত বিশ্বাস এসব রবীন্দ্রসঙ্গীত এতটাই সাফল্যের সাথে গেয়েছেন যে অন্য শিল্পীদের পক্ষে এসব গান গেয়ে তাঁর সাফল্যের কাছাকছি যাওয়া অসম্ভব হয়ে গেছে। অতুলনীয় সুন্দর গান, অতুলনীয় গায়কী।
অতুলনীয় গায়ন ভঙ্গি। রবীন্দ্র গানের যে বাণী, তার নিহিত আবেগ ও আর্তি পূর্ণ স্ফূরিত হয়েছে প্রণম্য শিল্পী দেবব্রতের কণ্ঠে। তাঁর গাওয়া গান শুনেই প্রথম আবিষ্কার করেছিলাম রবীন্দ্র সংগীতের অনন্য সৌন্দর্য এবং এর অমেয় ঐশ্বর্য। বেশ কিছু শিল্পী আছেন যারা রবিঠাকুরের গান করছেন। তাঁদের ভাল শিল্পীই বলতে হবে। কিন্তু শুধু স্বরলিপি কিংবা ব্যাকরণ দিয়ে গান হয় না। গানের প্রতিটি শব্দই এক একটি অনুভূতির ধারক। সেই অনুভূতি বাঙময় হয়ে ওঠে স্বরের সূক্ষ্ম ওঠা-নামায়, কণ্ঠভঙ্গির যথার্থ ভেদে। রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে এ কাজটি নিখুঁতভাবে যিনি করতে পেরেছেন, তাঁর নাম দেবব্রত বিশ্বাস। তাঁকে আমার সহস্র প্রণাম।
Debabrata is great, there is no comparison. It seems that these songs were written and composed keeping in mind Debabrata. So many years have passed by ,but Debabrata is still unique.
গানের প্রতিটি শব্দ হৃদয়ে এক চিরন্তন সত্যকে অনুভব করিয়ে দিতে দিতে এগিয়ে যায়। দেবদত্ত কন্ঠের অধিকারী দেবব্রত চিরন্তন,চির অমলিন। তাকে প্রণাম জানাই হৃদয়ের সবটুকু মাধুর্য মিশিয়ে।
What a splendid n God gifted voice he had who brought Rabindrasangeet to common people n by doing this inspired millions n millions of fellow countrymen which will continue to inspire generations after generation. None else could do so only exception being Pankaj Kumar Mullick. We r indepted to George da for popularising Tagore's song among masses. Satokoti pronam.
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে, আছে, আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই।
Aaj 2024 e paa dieo Debabrata Biswas chara r karo konthe ei gaan ta sunte iche korlona.No one else could do this justice to the great song by Rabindranath.Lekhoni r gayoki r ki opurbo melbondhon!!
It's such an amazing song ! This phenomenal song by George Da was sung at the "Shwaron Sobha" -- a day after the Shraddha ceremony of my Maternal grandmother and grandfather and same song at the "Shwaron Sonja" of my mother last year ! It's a really poignant song for me ! Thanks for uploading !
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥ রাগ: বেহাগ তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1307 রচনাকাল (খৃষ্টাব্দ): 1901 স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
Who else could do such justice to ' Tomaro Aseemey' other than the one and only Debabrata Biswas? Manufactured at God's workshop with utmost care! Saswata Bandyopadhyay
I may kindly be excused for making second comment about the current song. Many great Singers have sung the same but they could not touch him. To me he is altime best so far this song is concerned. His outstanding presentation tems me to listen the same time and again and If the same is wrong , I am ready to commit such wrong time and again. This is purely my personal opinion.
Snehamoy Roy Like you I am also a great admirer of Debabrata Biswas. I completely agree with your comment. I shall like you to suggest a favourite song of mine. Please listen Tomra ja bolo tai bolo, which to me, is the best rendition ever by respected Debabrata Biswas.
I wanted to make a comment .:But don't know what to write . Only listen and feel sad that we have not accorded sufficient respect to this artist . There are Rabindra Sangeet singers and more Rabindra Sangeet singers ,but Debabrata Biswas is Debabrata Biswas. We can worship from far and listen in awe.
ei gann ti Debabrata BIswas aro kom kore 6/7 rakom kore geyechhen.kothao sudhu harmonium kothay khali galay.konti beshi valo bala khub mushkil, jato suni shonar ichhe berei chole
+Anjan Chakraborty Respected Mr, Chakraborty,Extremely sorry to disturb You,perhapse. we are familiar with this version only and the same is popular too. if it so. the present one may continue,your valuable opinion is invited,Regards,Snehamoy Roy.
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই ॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
দেবব্রত বিশ্বাস এসব রবীন্দ্রসঙ্গীত এতটাই সাফল্যের সাথে গেয়েছেন যে অন্য শিল্পীদের পক্ষে এসব গান গেয়ে তাঁর সাফল্যের কাছাকছি যাওয়া অসম্ভব হয়ে গেছে। অতুলনীয় সুন্দর গান, অতুলনীয় গায়কী।
অভূতপূর্ব গায়কী।
একদমই ঠিক ।
অতুলনীয় গায়ন ভঙ্গি। রবীন্দ্র গানের যে বাণী, তার নিহিত আবেগ ও আর্তি পূর্ণ
স্ফূরিত হয়েছে প্রণম্য শিল্পী দেবব্রতের কণ্ঠে। তাঁর গাওয়া গান শুনেই
প্রথম আবিষ্কার করেছিলাম রবীন্দ্র সংগীতের অনন্য সৌন্দর্য এবং এর অমেয়
ঐশ্বর্য। বেশ কিছু শিল্পী আছেন যারা রবিঠাকুরের গান করছেন। তাঁদের ভাল
শিল্পীই বলতে হবে। কিন্তু শুধু স্বরলিপি কিংবা ব্যাকরণ দিয়ে গান হয় না।
গানের প্রতিটি শব্দই এক একটি অনুভূতির ধারক। সেই অনুভূতি বাঙময় হয়ে ওঠে
স্বরের সূক্ষ্ম ওঠা-নামায়, কণ্ঠভঙ্গির যথার্থ ভেদে। রবীন্দ্র সংগীতের
ক্ষেত্রে এ কাজটি নিখুঁতভাবে যিনি করতে পেরেছেন, তাঁর নাম দেবব্রত বিশ্বাস।
তাঁকে আমার সহস্র প্রণাম।
আপনার বিশ্লেষণ যথার্থ! আপনাকে নমস্কার। 🙏
Debabrata is great, there is no comparison. It seems that these songs were written and composed keeping in mind Debabrata. So many years have passed by ,but Debabrata is still unique.
গানের প্রতিটি শব্দ হৃদয়ে এক চিরন্তন সত্যকে অনুভব করিয়ে দিতে দিতে এগিয়ে যায়। দেবদত্ত কন্ঠের অধিকারী দেবব্রত চিরন্তন,চির অমলিন। তাকে প্রণাম জানাই হৃদয়ের সবটুকু মাধুর্য মিশিয়ে।
What a splendid n God gifted voice he had who brought Rabindrasangeet to common people n by doing this inspired millions n millions of fellow countrymen which will continue to inspire generations after generation. None else could do so only exception being Pankaj Kumar Mullick. We r indepted to George da for popularising Tagore's song among masses. Satokoti pronam.
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,
কোথা বিচ্ছেদ নাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই।
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ
দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ
আপনার পানে চাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই।
হে পূর্ণ তব চরণের কাছে
যাহা কিছু সব আছে, আছে, আছে,
নাই নাই ভয়, সে শুধু আমারই,
নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার,
জীবনের মাঝে স্বরূপ তোমার
রাখিবারে যদি পাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,
কোথা বিচ্ছেদ নাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই।
I couldn't think of anyone else singing this song with this kind of appeal. I could listen to him all day without getting tired. What a voice!
এতো সুন্দর! অপূর্ব বললেও কম!মনটা শান্ত হয়ে যায়!!!
সত্যি এই গানটা জর্জদার কন্ঠে শুনলে কোথায় যেন হারিয়ে যাই❤
দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গুলি অনবদ্য
Debabrata Biswas is one of the greatest singer on RabindraSangeet
Aaj 2024 e paa dieo Debabrata Biswas chara r karo konthe ei gaan ta sunte iche korlona.No one else could do this justice to the great song by Rabindranath.Lekhoni r gayoki r ki opurbo melbondhon!!
I am so much overwhelmed. I have no word to express my gratitude to this God gifted voice.
আহা..!! অতুলনীয় ❤
সত্যিই মন ছুঁয়ে যায় এমন পরিবেশনা আর গায়নভঙ্গি।
It's such an amazing song ! This phenomenal song by George Da was sung at the "Shwaron Sobha" -- a day after the Shraddha ceremony of my Maternal grandmother and grandfather and same song at the "Shwaron Sonja" of my mother last year ! It's a really poignant song for me ! Thanks for uploading !
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে--
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
রাগ: বেহাগ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
ashadharon , amar khub priyo, Debabrata Biswas er konthe best
মৃত্যু নেই,
তাঁকে চাহিবার যে তীব্র ইচ্ছে, সেই ইচ্ছে চিরন্তন-অমর🙂🥀
🌸🥀
Who else could do such justice to ' Tomaro Aseemey' other than the one and only Debabrata Biswas? Manufactured at God's workshop with utmost care! Saswata Bandyopadhyay
very nice comment.
Rather we can say....Creation or created.
Such beautiful rendition.
Pronam janai ei boroniyo shilpi totha chirodukkhi manush ta k. Omor apnar gan...omor apni
ওনার কাছাকাছি যাওয়াও অসম্ভব।
Such a nice meaning ful song and sung greatly by singer...
No word to say . Lyrics is a great matter of thinking .
Darun,Debabratta BISWAS ke aanek respect
I may kindly be excused for making second comment about the current song. Many great Singers have sung the same but they could not touch him. To me he is altime best so far this song is concerned. His outstanding presentation tems me to listen the same time and again and If the same is wrong , I am ready to commit such wrong time and again. This is purely my personal opinion.
the best rendition of this song - ever.......
Mr. Gautam Dass .I fully agree with your views
Snehamoy Roy Like you I am also a great admirer of Debabrata Biswas. I completely agree with your comment. I shall like you to suggest a favourite song of mine. Please listen Tomra ja bolo tai bolo, which to me, is the best rendition ever by respected Debabrata Biswas.
I wanted to make a comment .:But don't know what to write . Only listen and feel sad that we have not accorded sufficient respect to this artist . There are Rabindra Sangeet singers and more Rabindra Sangeet singers ,but Debabrata Biswas is Debabrata Biswas. We can worship from far and listen in awe.
প্রণাম শিল্পী দেবব্রত বিশ্বাসকে l
নমস্য এই মহান শিল্পী।
by far the best so far this song is concerned.
ei gann ti Debabrata BIswas aro kom kore 6/7 rakom kore geyechhen.kothao sudhu harmonium kothay khali galay.konti beshi valo bala khub mushkil, jato suni shonar ichhe berei chole
+Anjan Chakraborty Many thanks for your kind.and informative reply.
+Anjan Chakraborty Respected Mr, Chakraborty,Extremely sorry to disturb You,perhapse. we are familiar with this version only and the same is popular too. if it so. the present one may continue,your valuable opinion is invited,Regards,Snehamoy Roy.
I dont know wheather anyone has uploaded the other versions
+Anjan Chakraborty Many thanks for your kind reply.
,,এ গান যত শুনি তত শোনার ইচ্ছে বেড়ে যায়।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে--
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
অসাধারণ কন্ঠ ...প্রনাম।
The only singer in Rabindra Sangeet. My personal opinion
খুব ভালো লাগলো
Nice Indian Bengali Song like it
❤ from Australia 🦘🌏🎉❤❤
Besi kichu bolbo na 😔😔😔😭😭😭gaanta eto koster
শ্রদ্ধা জানাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই ॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
#
Khub sundor
Great and everlasting song
Tomaro asime praanomon loye jato dure ami dhai Kothao dukho, kothao mritu, kothao bichched nai Mritu se dhare mritur rup, dukho hoi he dukher kup, Toma hote jabe hoiye bimukh aponar pane chai Hey purn tabo charoner kache jaha kichu sab ache ace ache Nai nai bhoy, se sudhu amare nishidin kadi tai Antanglani sansarbhar palok phelite kotha akakar Jiboner majhe swarup tomar rakhibare jodi pai
চমৎকার!
ei ganta shunle mon bhore jai
Amaro tai
অসাধারণ ।
অনবদ্য।
অসাধারণ
Amar kacheo bestest best voice..
Great effort 👌
অসাধারণ!
❤❤😌😌
🙏🙏🙏🙏
💐💐
Namoskar ki apurbo sur
This is aosm songs of debabrta biswas
👌👌👌👌👌👌👍👍👍👍👍
Rabindrasangeet er bhogoban apni
হে পূর্ণ তব চরণের কাছে
Joy gobindo
My only best one who can do jus
Justice to the meanings of great poet.
khub valo
2 dislikes to this..!!....the other day I found dislikes on Nikhil Banerjee uploads.....era kara??
no way to know
enara manosik vabe asustho.tobuo amader sabaike niye cholte hoy
'Dislike' keu kortei paren, tar bektimot k somman jananoi amader uchit kortobyo. George da kyano, robindronath er adorsho-o karur napasand hotei pare.
Kintu, sudhu ekti 'dislike' diye chhere dile boddo dayitwogyanhin kaj hoye jay. tini kyano opochhondo korlen setao jodi sathe sathe janan tahole amra somriddho hote pari.
jodio amar pokkhe ei onjoli k 'dislike' korar kkhomota, o sahosh konotai nei!
☺😆😄❤
Pronam
very nice song👍
krishna singha mannadadbengolisongs
krishna singha a
Joy ram
Tulanahin, bow down my head
Monomugdhyokor
tempts me
😂
NO ANSWERS GETOUT
অসাধারণ