শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক স্মৃতিতর্পণ অনুষ্ঠানে বলেছিলেন অনেক দিন আগে এক জলসায় জর্জ বিশ্বাসের কণ্ঠে প্রথমবার এই গানটি শুনে তিনি চোখের জল রাখতে পারেননি। জর্জ বিশ্বাসের কণ্ঠে গানটি অনেকবার শুনেছি। তবুও এ মুহূর্তে আমার চোখে জল।
খ্যাতিমান সাহিত্যক যেমন এনার গান শুনে কেঁদে ফেলেছিলেন। আমি বলি, দেবব্রত বিশ্বাস সর্ব কালের শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত গায়ক। না ওনার মত কেউ ছিল না হবে। যারা ওনার প্রতি অবিচার করেছেন তাঁরা ক্ষমার ও অযোগ্য।
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥
আমার অনেক অনেক শ্রদ্ধা রয়েছে এই শিল্পীর প্রতি ,কী উচ্চারণ কী আবেগ কী সুর এ সবই যেন মিলেমিশে একাকার হয়ে শিল্পীকে দেবতার আসনে বসিয়েছে অনেক অনেক শ্রদ্ধা জানাই তোমায় হে মহান শিল্পী
এক অসামান্য রবীন্দ্রসঙ্গীত সরগম এর বিশাল ব্যাপ্তি নিয়ে। আর এই গান এত মধুর ও প্রাণবন্ত করে তোলা, সে শুধু দেবব্রত বিশ্বাসের পক্ষেই সম্ভব। বিনম্র প্রনাম জানাই তাঁকে।
Ei gaan amar koshter somoyer songi... Amar sukhe dukhe George Biswas er gaan otoproto bhabe joriye... Jontronaay, osukhe , dukkhe jokhon George Biswas shuni, mon halka laage. George Biswas ke soshroddho ❤💐
অন্য শিল্পীদের এভাবে ছোট করবেন না প্লিজ।আবেগ ভালো অতি আবেগ নয়।অতি আবেগের জন্য আপনি অশ্রদ্ধা করছেন বাকীদের।আপনার ঘরের কাজের ছেলেকেও যদি কন্ঠ দেন ঈশ্বর সেও এই গান তার মত করে গাইবে।তার দেবব্রত বা তার চেয়ে ভালো গাওয়ার কোন দরকার নেই।প্রতিটা শিল্পীর নিজস্বতা রয়েছে।এই একই গান অন্য শিল্পীর কন্ঠে শুনে অনেকে কেঁদেছে,আবেগে গলা তাদের ধরে এসেছে নিজে সাক্ষী আছি।দেবব্রতকে ঈশ্বর যেমন তালন্ত দিয়েছেন এরকম আরো অনেক শিল্পী তুলবেন তিনি।ওনারা সন্মানের জায়গায় নিশ্চয়ই থাকবেন কিন্তু অচেনা কেউ যদি অসাধারণ গায় তাকেও সন্মান দিতে হবে।
@@samantakdasgupta6170 দিদি উনি ওনার জায়গায় অনবদ্য।তবে পৃথিবীর আর কেউ ভালো গাইতে পারবে না এটা ভুল।এই যে মানুষজন বলে,শ্রদ্ধেয় দেবব্রত ছাড়া এই গান গাওয়ার আর কারো যোগ্যতা নেই।এসব হচ্ছে অতি আবেগে গদগদ অবস্থা।কবিগুরু গান লিখেছেন যোগ্য,অযোগ্য সবার জন্য।যে গান ভালোবাসবে সে পারুক না পারুক অবশ্যই গাইবে।
ei gaan onekei geyechen. kintu ami nije theke chalie sunini. sudhu Debabrata Biswas er tai 1000 bar suni. karon robindro songeet sonar karon tai Debabrata Biswas .
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥
Another "signature" song of Debobroto Biswas........lifts our spirit......unfortunately we do not have a "Mark Taylor" among our singers, else s/he would have publicly said that s/he would not sing this song ever as a mark of respect to the all-time best rendition of this song........
I am a singer. I always feel inadequate singing anything Mr. Biswas touched. This particular song is a favorite of mine. This rendition is so beautiful that it is unbearable.
Masterful rendition--hard to match it. Carries the distinctive Debabrata mark--where he has brought his own interpretation of pauses and emphasis in the words and the music. The song carries the eloquence of both poetry and music, and it is brought out in a way that shows us how an individual singer can carry a Tagore song to an utmost level of expressiveness. There is one false note or unnecessary embellishment in the rendition of 'pashari' both times. Jayita Chakrabarty's rendition of the same song is also very good. This song using three octaves, allows a Rabindrasangeet singer to display his/her command over tonal range.
The false note that you mentioned, makes this more romantic. Now, discovering these kind of 'unnecessary' notes made George Da unique. These very notes made viswabharati's 'uneducated' misic 'goons' mad as well.
Mr Chakraborty. It is not clear to me whether your message has been written to me. If it so I would request you kindly to clear your message as the same is not. Clear to me. Thanking you. Snehamoy Roy .
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী।। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী।। রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল…
Ei gaan prithibite khali ekti baari lekha hoyeche, aar konodin ei gaan lekha hobe na dwitio bar ...aar ekjon manush i khali eibhabe gaan ti geye gaan er kotha prokash korte perechen jara Bangla vasha janen tader kaache ..ar konodin keu ei gaan eibhabe gaite parben na
art is often a question of individual taste and temperament. what is aesthetic to one viewer/ listener/ reader, may not be to another. however, there are sometimes consensual opinions regarding a particular object of art. that is how schools of opinion develop. I have no problem accepting your position, although ' mad ' seems too strong a word:) it is a beautiful song and beautifully rendered.
🙏🙏🙏🙏🙏 This artist is long gone like Rabindranath Thakur but this song will remain in our hearts forever. This is the ultimate Rabindrasangeet, sung mesmerisingly by Debabrata Biswas.
শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক স্মৃতিতর্পণ অনুষ্ঠানে বলেছিলেন অনেক দিন আগে এক জলসায় জর্জ বিশ্বাসের কণ্ঠে প্রথমবার এই গানটি শুনে তিনি চোখের জল রাখতে পারেননি।
জর্জ বিশ্বাসের কণ্ঠে গানটি অনেকবার শুনেছি। তবুও এ মুহূর্তে আমার চোখে জল।
Hindi me comment karo naa bhai. Ye gaana bohut achchha lagta hai.
Ye Rabindra nath Tagore ka ek asadharan Geet hai. Ye to acha hoga. Bahut sukhria Apne ye gana pasand kiya.
ঠিক বলেছেন। এই লেখা আমি পড়েছি।
খ্যাতিমান সাহিত্যক যেমন এনার গান শুনে কেঁদে ফেলেছিলেন। আমি বলি, দেবব্রত বিশ্বাস সর্ব কালের শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত গায়ক।
না ওনার মত কেউ ছিল না হবে।
যারা ওনার প্রতি অবিচার করেছেন তাঁরা ক্ষমার ও অযোগ্য।
😊😊
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে--
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী॥
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি।
হে সুদূর, আমি উদাসী।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥
উন্মনাহি হবে
অপার্থিব কণ্ঠস্বর, স্বর্গীয় সঙ্গীত!
Er
আমার অনেক অনেক শ্রদ্ধা রয়েছে এই শিল্পীর প্রতি ,কী উচ্চারণ কী আবেগ কী সুর এ সবই যেন মিলেমিশে একাকার হয়ে শিল্পীকে দেবতার আসনে বসিয়েছে অনেক অনেক শ্রদ্ধা জানাই তোমায় হে মহান শিল্পী
উনি একদিকে যেমন বড়ো গায়ক অনেক বড়ো মাপের দার্শনিকও বটে।তা নাহলে অদ্ভুত এক স্বর্গীয় অনুভুতি সকলের মনে এনে দিতে পারতেন না।
জর্জ দেবব্রত বিশ্বাস ঈশ্বরের গান শুনি যাঁর কন্ঠে।
এই কথা , এই সুর , এই গায়কী বিশ্ব-ব্রম্ভান্ডের সিমানা ছাড়িয়ে সুদূর অনন্ত গামী ।
ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী--- অসাধারণ রূপায়ন।
Kaise ho Avijit da?
মনের গভীরে আপনার গান রয়েছে সুদূরের পিয়াসি হয়ে 🌸 প্রণাম 🌸
এক অসামান্য রবীন্দ্রসঙ্গীত সরগম এর বিশাল ব্যাপ্তি নিয়ে। আর এই গান এত মধুর ও প্রাণবন্ত করে তোলা, সে শুধু দেবব্রত বিশ্বাসের পক্ষেই সম্ভব। বিনম্র প্রনাম জানাই তাঁকে।
বার বার শুনি তারপরও তৃপ্তি হয় না .......অপূর্ব
Mirza Hossain একদম
Asadharan
তাহলে শুনিস না, চুদিরভাই।
@@naseremtiaz9998 ভাগ্
শতবার শুনলেও মন ভরবে না। কি অপূর্ব সুন্দর স্বর্গীয় সঙ্গীত।
দেবব্রত বিশ্বাস বাংলার হা্ওর অঞ্চলের জলাভূমিতে জন্মেছিলেন। এইগান আমি যতবার শুনি ততবার এক হা্ওড় জল নেমে আসে আমার চোখে!!!
He felt proud to be a man from this soil.
অনবদ্য গেয়েছেন দেবব্রত বিশ্বাসের রবীন্দ্র সংগীতের তুলনা তিনি নিজেই
এই গানটা ষখন শুনি তখন এই পৃথিবীর সাথে আমার কোমন সম্পর্ক থাকেনা। নশ্বর পৃথিবীকে তুচ্ছ মনে হয়।মনে চায় সুদুর চলে ষেতে।
When I listen to his songs, my heart melts, all the emotions overwhelm me, I become real me. Can not stop but tears flow in my eyes and heart.
Rabindranath dreamt and Debabrata led us into the realms of dream and heavenly surrealism.
Ei gaan amar koshter somoyer songi... Amar sukhe dukhe George Biswas er gaan otoproto bhabe joriye... Jontronaay, osukhe , dukkhe jokhon George Biswas shuni, mon halka laage. George Biswas ke soshroddho ❤💐
এই গান একজনই একবার লিখেছেন তিনি রবীন্দ্রনাথ। আর গেয়েছেনও একজন তিনি দেবব্রত বিশ্বাস।দেবব্রত ছাড়া এই গান আর কেউ গাওয়ার যোগ্যতা নাই।
অন্য শিল্পীদের এভাবে ছোট করবেন না প্লিজ।আবেগ ভালো অতি আবেগ নয়।অতি আবেগের জন্য আপনি অশ্রদ্ধা করছেন বাকীদের।আপনার ঘরের কাজের ছেলেকেও যদি কন্ঠ দেন ঈশ্বর সেও এই গান তার মত করে গাইবে।তার দেবব্রত বা তার চেয়ে ভালো গাওয়ার কোন দরকার নেই।প্রতিটা শিল্পীর নিজস্বতা রয়েছে।এই একই গান অন্য শিল্পীর কন্ঠে শুনে অনেকে কেঁদেছে,আবেগে গলা তাদের ধরে এসেছে নিজে সাক্ষী আছি।দেবব্রতকে ঈশ্বর যেমন তালন্ত দিয়েছেন এরকম আরো অনেক শিল্পী তুলবেন তিনি।ওনারা সন্মানের জায়গায় নিশ্চয়ই থাকবেন কিন্তু অচেনা কেউ যদি অসাধারণ গায় তাকেও সন্মান দিতে হবে।
@@liragilberd1898 এমন আবেগ ঢেলে কেউ গাইতে পারবেনা দিদি
@@samantakdasgupta6170 দিদি উনি ওনার জায়গায় অনবদ্য।তবে পৃথিবীর আর কেউ ভালো গাইতে পারবে না এটা ভুল।এই যে মানুষজন বলে,শ্রদ্ধেয় দেবব্রত ছাড়া এই গান গাওয়ার আর কারো যোগ্যতা নেই।এসব হচ্ছে অতি আবেগে গদগদ অবস্থা।কবিগুরু গান লিখেছেন যোগ্য,অযোগ্য সবার জন্য।যে গান ভালোবাসবে সে পারুক না পারুক অবশ্যই গাইবে।
ei gaan onekei geyechen. kintu ami nije theke chalie sunini. sudhu Debabrata Biswas er tai 1000 bar suni. karon robindro songeet sonar karon tai Debabrata Biswas .
এই গায়কীর সাথে পৃথিবীর অন্য কোন গায়কীর তুলনা চলেইনা!
অসম্ভব সুন্দর :) আমি দেবব্রত দাদা'র অ্যালবাম কিনেছিলাম আজ থেকে সম্ভবত ১৫ বছর আগের কথা। ভালো লাগে রবি ঠাকুরের গান তাঁর গলায়।
কবির গান যেন দেবব্রত বিশ্বাসের জন্য অপূর্ব মন প্রাণ ভরে যায়
To be close towards Gurudev's composition one must touch upon the heart of legendary George Biswas. From Sujayendra Das, writer, Kolkata
আমার অন্তরে চির জাগরিক আপনি ও আপনার গান 🌸 প্রণাম 🌸
রবিঠাকুরের ডাকে সুদূরে যাবার জন্য জর্জদার হাত ধরতেই হবে ।
Abhijit Ray ki asadharon apnar ei uplobhdi.
ধন্যবাদ
Abhijit Ray একদম!!!
Abhijit Ray ঠিক
আপনার উপলব্ধি আমাকে অনুপ্রাণিত করেছে ও নতুন করে ভাবিয়েছে।
এনাকে প্রনাম। অনন্য, আশ্চর্য সুন্দর গানখানি শোনাবার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ।
মহান গায়ক দেবব্রত বিশ্বাস চিরকাল অমর থাকবে।
জর্জদার জন্য রবীন্দ্র সংগীতটি চিরকাল বাঙালির হৃদয়ে গাঁথা থাকবে।
This is by far the best sung Rabindra Sangeet. Impeccable use of vocal vibrations.
He was made for Rabindra Sangeet.
Nobody can sing the equivalent to this heavenly melody.
Salute Guru
Rest in eternal peace in heaven 🙏💗
অপূর্ব মন ভরে গেল প্রণাম জর্জ বিশ্বাস কে
For Rabindra sangeet, one side there is Debabrata, rest all others on the shallower side.
He makes us speechless.
এই মানুষটার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ভক্তি ,সবসময় রয়েছে ,কবিগুরুর যোগ্য শিষ্য ,আমি বার বার শুনি এই শিল্পীর গান
আজ 24 বার শুনলাম। 😍
আহা... অমন করে আর কে গাইবে!? চোখের জল বেরিয়ে আসছে...
absolutely correct.
th-cam.com/video/AETLprTI5YU/w-d-xo.html
"বেড়িয়ে" আসছে না?
@@anandsengupta2900 😂😂😂😂
Uni bolte cheye6en বেরিয়ে আসছে
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী।
❣️❣️❣️
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে--
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী॥
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি।
হে সুদূর, আমি উদাসী।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥
আজ শিল্পীর প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধা জানাই। এই গায়কী আমি আর পাইনি কারো গানে।
Thanks to Anjan Chakraborty for such lovely recordings of beloved Debabrata Biswas.
সাধারণভাবে কি অসাধারন গাইলেণ
এমণ শিল্পী আর হবেকিণা সণ্দেহ।
Another "signature" song of Debobroto Biswas........lifts our spirit......unfortunately we do not have a "Mark Taylor" among our singers, else s/he would have publicly said that s/he would not sing this song ever as a mark of respect to the all-time best rendition of this song........
I am a singer. I always feel inadequate singing anything Mr. Biswas touched. This particular song is a favorite of mine. This rendition is so beautiful that it is unbearable.
রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ।
I have checked up with many singers and found none to meet my thirst. Debabrata, you are great.
Masterful rendition--hard to match it. Carries the distinctive Debabrata mark--where he has brought his own interpretation of pauses and emphasis in the words and the music. The song carries the eloquence of both poetry and music, and it is brought out in a way that shows us how an individual singer can carry a Tagore song to an utmost level of expressiveness. There is one false note or unnecessary embellishment in the rendition of 'pashari' both times. Jayita Chakrabarty's rendition of the same song is also very good. This song using three octaves, allows a Rabindrasangeet singer to display his/her command over tonal range.
by far the best observations in depth so far this song is concerned. regards.
th-cam.com/video/AETLprTI5YU/w-d-xo.html
will hear and get back:)
The false note that you mentioned, makes this more romantic. Now, discovering these kind of 'unnecessary' notes made George Da unique. These very notes made viswabharati's 'uneducated' misic 'goons' mad as well.
Mr Chakraborty. It is not clear to me whether your message has been written to me. If it so I would request you kindly to clear your message as the same is not. Clear to me. Thanking you. Snehamoy Roy .
দেবব্রতর গলায় এই গানটা শুনলে বুক ভেঙ্গে চোখ ভাসিয়ে জল আসে।
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী।।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-
মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী।।
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল…
অপূর্ব। এই অপার্থিব সৌন্দর্যময় কন্ঠস্বর আর হবে না।
আহা আহা...
ওগো প্রানে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী...
আমার মা তাইজন্য আমার নাম পিয়াসী রেখেছিলেন ।
বেশ করেছেন।
How fortunate you are. Regards to your maa.
🙂🙏
Great feeling
@@abol-tabol আপনার নাম রফিকুল কেন রেখেছে? আপনার পিতা কুল খেতে ভালবাসতেন নাকি?
Thank you so much for posting this! An inseparable bit of the legacy... with the live recording.
Ei gaan prithibite khali ekti baari lekha hoyeche, aar konodin ei gaan lekha hobe na dwitio bar ...aar ekjon manush i khali eibhabe gaan ti geye gaan er kotha prokash korte perechen jara Bangla vasha janen tader kaache ..ar konodin keu ei gaan eibhabe gaite parben na
Wonderfully said
অসাধারণ অনবদ্য.. 🙏🙏🙏
Heavenly song creation by debatable biswas absurd for any singer.
আহা যদি এমন যদি গাইতে পারতাম। শেষ দিন পর্যন্ত দাদু ঢাকাইয়া ভাষা বলে গেছেন
না। ঢাকা নয়। বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন।
@@anupamdey7309ময়মনসিংহ কিশোরগঞ্জ
যত বার শুনি আপ্লুত হই।
Exclusive Presentation till today. Big Salute to Great George Da. 🙏
.
অদ্ভুত ব্যাপ্তি, অপূর্ব সুন্দর।
জারা এই গানকে বা এই কন্ঠ কে বা রবীন্দ্রসংগীত কে dislike করে তারা গানের কিছু বোঝেনা
Sir you are wrong, because thise people know Rabindra Sangeet more than Mr Jorge Biswas , and also Thakur.
একটি কথাই প্রযোজ্য : এই গান উনি ছাড়া আর কেউ GAIBE NAA🎉🎉🎉
KE KOTHAY ONOBODYO.....❤
অনবদ্য........মন ভরে গেল
আমি সুদূরের পিয়াসি ❤জর্জ দা প্রণাম 🙏
অপূর্ব মনমুগ্ধকর পরিবেশন।
🙏🙏🙏🙏🙏🙏1000000000000000000times
Speechless.
George Biswas the ocean of rabindrasangeet
এই গান এইভাবে আর কে গাইতে পারবে?
MR. GORGE DA REPRESENDED US A LOT OF RABINDRA SANGEETS WHICH WILL REMAIN FOREVER
"Ogo sudur..bipulo sudur."..sei chironton sudurer amogh hatchhani..mon uru uru..chokhe jol..buke dolachal....emon bhabe gaaner daak dite paren shudhu apni..🙏🙏
মন টা যেন অন্য রকম হয়ে যায় জতবার এই গান টা শুনি।
অনবদ্য, আমি বাকরুদ্ধ
Oshadharon....
Superb.
TOMAR TULONA TUMI ,Nobody else,George da.
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি....
Georgeda is my idol for Rabindrasangeets and this song is my favorite as I cannot imagine anyone else doing justice to this song.
কে গাইবে এমন করে,সে তুমি শুধুই তুমি।
heavenly...............
this song is meant for George da .
Absolutely.....
HE made it so easy
স্বর্গীয় সুখ এতে যেন
I'm spellbound ❤️
আমার প্রাণের গান প্রাণের মানুষের কন্ঠে।
I am looking for a word to explain how I feel
আসাধারণ
এমণ দরদী ঈশ্বরীক কণ্ঠ আর হবেকিণা
জাণিণা ।
Georgeda forgive us for wrong treatment by Biswabharati.
Pronam guruji
art is often a question of individual taste and temperament. what is aesthetic to one viewer/ listener/ reader, may not be to another. however, there are sometimes consensual opinions regarding a particular object of art. that is how schools of opinion develop. I have no problem accepting your position, although ' mad ' seems too strong a word:) it is a beautiful song and beautifully rendered.
Me blessed to hear his celestial voice,,,his voice enhances the master work of Tagore
🙏🙏🙏🙏🙏
This artist is long gone like Rabindranath Thakur but this song will remain in our hearts forever.
This is the ultimate Rabindrasangeet, sung mesmerisingly by Debabrata Biswas.
Best sung
Guru
গুরু প্রণাম নিও।
🙏 অসাধারণ
Kicchu bolar nei... onobodyo
This redition is the best as far as this song is concerned.
জানিনা এরকম কণ্ঠ আর আসবে কি না
অপূর্ব।
I cry and cry.... Only...
অামি যেন ডুবে গেলাম, সুদূরে...
শান্তি ! 🖤
EMPEROR GEORGE OF THE RABINDRA SANGEET EMPIRE
Debabrata Biswas er bikolpo nei, e gaane toh kono vabei noi. Pronam shilpi ebong shrosta.
George Biswas গাইবেন বলেই যেন রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন।
"SUDURER PIYASI............." JEMON BANI TEMON BHARAT ABEGE BHARPUR KANTHYA !!
তুলনাহীন।