তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
সে তো নিশ্চয়ই! তবে কি জানেন, আমার অভিজ্ঞতা বলে - গান শেখার জন্য সবার আগে দরকার কান তৈরি করা। হারমোনিয়াম এর ফিঙ্গারিং দেখে খুব একটা লাভ হয় না। আর সেই ধরনের চ্যানেল ইউ টিউবে প্রচুর আছে। আর রবি ঠাকুরের গানের সব স্বরলিপি এখন ইন্টারনেটে পাওয়া যায়, ভিডিওর ডেসক্রিপশন এ লিংক দেওয়া আছে। আসলে, রবিস্কোপে আমরা শিখতে চাইছি, কানে শুনে স্বর কিভাবে চেনা যায়। এ বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু দেখতে অনুরোধ জানাই।
অসাধারণ কন্ঠে পরিবেশিত অনেক দরদ দিয়ে গাওয়া এবং বুঝানো হলো! মন ছুঁয়ে গেল! 🙏🙏🙏
Thanks 👍
Khub bhalo lagche.
Most Welcome 🤗😊
Excellent presentation. Recite again from A to Z. Tq.
🙏🏻🙏🏻
অসাধারণ উদ্যোগ ! খুব খুব ভাললাগার একটি গান। মন ছুয়ে গেল।
খুব ভালো শিক্ষক
Exvellent
এতোদিনে একটা মনের মতো সংগীত চ্যানেল পেলাম, খুবই সুবিধা হবে শিখতে, ধন্যবাদ
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
Asadharon dada.🙏🙏ekta request dada, ami tomaro songe bendhechi gaan ta alochona korben pls
দারুন লাগছে
ধন্যবাদ।
E song e anek khudta jinis jante parlam Sar
Thank
Thank u so much sir ebong Robiscope.
Welcome, dear...
@@robiscope Arekta question.. 'Hey purno tobo'..ekhane je space ta achey..seta ki gawar somoy o ekirokom rakhte hobe???
Thank u sir
Sir natho he ai ganta jodi sekhan khub valo hay..
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
Tal nie aro vidio haley valo hay
হ্যাঁ আসবে তো নিশ্চয়ই।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে--
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
Sir ai gaan ta jodi kono gaan er audition a gai tobe ki thik hobe?
হ্যাঁ নিশ্চয়ই গাইতে পারেন। তবে এটা কিন্তু মৃত্যু বিষয়ক গান, কারুর স্মরণ অনুষ্ঠানে গাইলে সেটা অনেক বেশি রুচিসম্মত হবে।
সুন্দর উপস্থাপনা কিন্তু অর্ধসমাপ্ত থেকে গেল
th-cam.com/video/HO05i8UB8lc/w-d-xo.html
দ্বিতীয় পর্ব।
Tobe mone rakhte pari na.
মনে রাখার দরকার নেই, ভালো বাসলেই হবে।
Apni to clear kore swarolipi ta diye paren....haat aaral kore sikhiye lav ki?
সে তো নিশ্চয়ই! তবে কি জানেন, আমার অভিজ্ঞতা বলে - গান শেখার জন্য সবার আগে দরকার কান তৈরি করা। হারমোনিয়াম এর ফিঙ্গারিং দেখে খুব একটা লাভ হয় না। আর সেই ধরনের চ্যানেল ইউ টিউবে প্রচুর আছে। আর রবি ঠাকুরের গানের সব স্বরলিপি এখন ইন্টারনেটে পাওয়া যায়, ভিডিওর ডেসক্রিপশন এ লিংক দেওয়া আছে। আসলে, রবিস্কোপে আমরা শিখতে চাইছি, কানে শুনে স্বর কিভাবে চেনা যায়। এ বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু দেখতে অনুরোধ জানাই।
Sarolipiti dile bujte pari
tagoreweb.in/Songs/pooja-233/tomar-asima-pranaman-laye-4982
এই লিংক থেকে স্বরলিপি পাবেন, ডেসক্রিপশন এ দেওয়া আছে।