Best Of Debabrata Biswas Vol-1 | Rabindra Sangeet | Debabrata Biswas Rabindra Sangeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 692

  • @ashisbhattacharya3331
    @ashisbhattacharya3331 2 ปีที่แล้ว +45

    অনেক বড় বড় রবীন্দ্রসংগীত শিল্পী এসেছেন, তাঁদের গান আমাদের মুগ্ধ করে। কিন্তু দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনলে বাকি সব কেমন যেন ঝাপসা হয়ে যায়, মনটা যেন অন্য কোন জগতে চলে যায়। অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম রইল এই সুমহান শিল্পীর জন্য।

  • @kaberibasu218
    @kaberibasu218 11 หลายเดือนก่อน +6

    অনেক ছোটবেলায় মায়ের হাতধরে চুঁচুড়া দুর্গাগতি হলে এই জীবন্ত কিংবদন্তির দেখা পাওয়া ও গান শোনার সৌভাগ্য হয়েছিল। তখন হয়ত বোঝার বয়স হয়নি, কিন্তু অদ্ভুত আবেশে মুগ্ধ হয়েছিলাম। আজ জীবনের প্রায় শেষপ্রান্তে পৌঁছে বুঝি এভাবে আত্মাকে নাড়িয়ে দেবার ক্ষমতা এই একটি মানুষ ছাড়া আর কারো নেই। রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথের গান প্রবেশ করিয়া দেবার জন্য আপনাকে আভূমি প্রণাম।

  • @prabirkrishnadeb1985
    @prabirkrishnadeb1985 3 ปีที่แล้ว +8

    রবীন্দ্র সংগীত ভালো লাগা। এনার গান শুনে। রবীন্দ্র সংগীত গানের মানে বুঝতে পারলাম এনার গান শুনে।
    আমার অনেক গানের রেকর্ড ছিল এনার গানের রেকর্ড কিনতাম। আর কারো গান শুনতাম না। এখনো এই মানুষটি ভালো বাসি।

  • @mitadas1601
    @mitadas1601 2 ปีที่แล้ว +23

    জর্জদার গাওয়া এইসব গানগুলো সেই কবে থেকে শুনে আসছি...... যতই শুনি পুরানো হওয়াতো দূরের কথা, আরও যেন নূতন নূতন অনুভূতি তৈরী করে ।
    রবীন্দ্র সংগীত ও জর্জ দা যেন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে । নমস্কার ।

    • @nabanitasengupta1182
      @nabanitasengupta1182 2 ปีที่แล้ว +4

      Jedin theke kane shunte petam tokhon thekei enar gaan shunechi. Thokhon na bujhei bhalo lagto r ekhon jotobar shuni toto bhalo lage.

    • @arunmisra941
      @arunmisra941 2 ปีที่แล้ว

      শ্রী দেবব্রত বিশ্বাসকে ছোট করতে গিয়ে এক সময় মনে হয়েছিলো বিশ্বাভারতী
      কবিগুরুকেই ছোটো কোরে ফেলেছিলো ।
      যাঁর মাথা থেকে এই টা বেরিয়ে ছিলো তিনি জর্জেদাকে শাস্তি দিতে গিয়ে আরও পপুলার কোরে ফেলে ছিলেন ।
      ওনার নামটা জানতে ইচ্ছে
      করে ।

    • @jayantodevgupta8804
      @jayantodevgupta8804 ปีที่แล้ว +4

      George দার মতন শিল্পীর পায়ে প্রনাম জানাই। হৃদয় থেকে তাকে শ্রদ্ধা জানাই। তিনি আজ নেই কিন্তু তাঁর গান আজও আমাকে মুগ্ধ করে

  • @atishchakraborty1061
    @atishchakraborty1061 3 ปีที่แล้ว +44

    দেবব্রত বিশ্বাস, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যার গা শুনলে মন ভরে যায়, এক অনির্বচনীয় আবেগ সৃষ্টি হয়।

  • @suchetaraha8514
    @suchetaraha8514 2 ปีที่แล้ว +29

    দেবব্রত বিশ্বাস-এর কণ্ঠ উদাত্ত , একাত্ম নিষ্ঠার এক অসামান্যতায় পূর্ণ।অতুলনীয় এসম্পদ মনকে প্রশান্তি জগতে নিয়ে যায়।

    • @sanjibsarkar9998
      @sanjibsarkar9998 29 วันที่ผ่านมา

      Download song Rabindra Sangeet collection😂❤

  • @swapankumardatta5471
    @swapankumardatta5471 3 ปีที่แล้ว +29

    এইগুলো হল আমাদের উত্তর অধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। এগুলোকে তুলে ধরার জন্য Hindustan মিউজিক কে ধন্যবাদ।

    • @anupkumar-co2yk
      @anupkumar-co2yk 2 ปีที่แล้ว

      ক্ষমতা হাতে থাকলে তার নির্লজ্জ প্রকাশ আগেও দেখেছি, এখনও দেখছি, এই গানগুলি আমাকে মনে প্রাণে শুদ্ধ করে,

  • @goutammukherjee297
    @goutammukherjee297 9 ปีที่แล้ว +66

    দেবব্রত বিশ্বাসের এই অসাধারণ গানগুলি অনবদ্য। হিন্দুস্থান রেকর্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটি যুগ উপহার দেওয়ার জন্য, যার নাম রবীন্দ্রসংগীতে দেবব্রত যুগ ! দেবব্রত এই সময়ে তাঁর গলার স্বর্ণচুড়ায়। হিন্দুস্থান রেকর্ডে তাঁর সকল গানগুলিতেই যেমন তাঁর গলা, তেমনি prelude এবং interlude গুলিও।

    • @jayatimam
      @jayatimam 3 ปีที่แล้ว +1

      তুলনাহীন

    • @debashisghosh2228
      @debashisghosh2228 3 ปีที่แล้ว +2

      He is excellent and best among other rabindra sangeet singers.

    • @piyalighosh6998
      @piyalighosh6998 3 ปีที่แล้ว +1

      6

    • @arijitroychowdhury1591
      @arijitroychowdhury1591 3 ปีที่แล้ว +2

      চির নুতন এই শিল্পী। অতুলনীয়।

    • @tapankumarganguly1819
      @tapankumarganguly1819 2 ปีที่แล้ว +1

      Extraordinary and mesmerising voice, so heart touching, appropriate, my most favourite singer in Rabindra sangeet.

  • @Kamrul-222
    @Kamrul-222 ปีที่แล้ว +5

    হৃদয় শান্তির পরশ ও প্রলেপ এনে দেয় এমন গাওয়া, এমন উৎকৃষ্ট গায়কী, স্পষ্ট উচ্চারণে কবির বাণী যথার্থ বাঙময় হয়ে ওঠে। প্রণাম হে মহান শিল্পী দেবব্রত বিশ্বাস /জর্জদা🤲💚🙏🙏

  • @md.hamidurrahmanpana2211
    @md.hamidurrahmanpana2211 2 ปีที่แล้ว +36

    দেবব্রত বিশ্বাস আর রবীন্দ্র সংগীত কে আলাদা করা সম্ভব নয়।কণ্ঠের মাদকতা আমাকে সৌন্দর্যের অফুরন্ত ভূবনে নিয়ে যায়।

    • @manjaryganguly4772
      @manjaryganguly4772 2 ปีที่แล้ว

      দেবব্রত বিশ্বাসের রবীন্দ্র সঙ্গীত আমাকে ভীষন মুগ্ধ করে । প্রতিদিন সকালে আমি ওনার গান না শুনলে আমার ভালোই লাগে না

    • @biplabdey1975
      @biplabdey1975 2 ปีที่แล้ว +1

      only listening unable to comment unable to express the feeling only enjoying the moments

    • @-ey8vb
      @-ey8vb 10 หลายเดือนก่อน

      মাদকতা ×××× স্পষ্ট উচ্চারণ, দৃঢ় কণ্ঠে গাওয়া গানগুলির সঠিক অনুভব প্রকাশ
      করেছে👏🙏👌

  • @shyamapadapatra2421
    @shyamapadapatra2421 2 ปีที่แล้ว +20

    অন্তরের শ্রদ্ধা ও প্রণাম এই মহান শিল্পী কে, যিনি নিজের জীবনটাকেই উৎসর্গ করে ছিলেন রবীন্দ্রসঙ্গীতে র জন্য । যতবার শুনি ততবারই নতুন করে ভালোলাগা তৈরি হয় , এ এক অবর্ণনীয় অনুভূতি ।

  • @sunandasinha6375
    @sunandasinha6375 2 ปีที่แล้ว +6

    অসাধারণ গান , অসাধারণ কন্ঠে শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। প্রণাম উভয়জনকেই।

  • @Siraj-t5j
    @Siraj-t5j หลายเดือนก่อน

    অপুর্ব রবি কথা আর অতুলনীয় কন্ঠস্বর দেবব্রত বিশ্বাস। এ জেন শান্তি জগতের একটা অপুর্ব অনুভূতি।এই কিংবদন্তি শিল্পী গুলা চির অমর হয়ে থাক এই রবীন্দ্রনাথ সংগীতের মাঝে।

  • @pradipkumarpradhan1621
    @pradipkumarpradhan1621 2 ปีที่แล้ว +18

    মনে হয় যেন রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য ই তাঁর জন্ম হয়েছিল। স্বর্গীয় অনুভূতি হয় তাঁর গান শুনে।

  • @amitavaadhikari9975
    @amitavaadhikari9975 2 ปีที่แล้ว +3

    অসাধারণ! খুউব উপভোগ্য।
    আমার অন্যতম প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

  • @tapandowari9045
    @tapandowari9045 ปีที่แล้ว +1

    শিল্পীর গায়কী একেবারেই আলাদা, আমার ভীষন ভালো লাগে।

  • @sikhasengupta8039
    @sikhasengupta8039 2 ปีที่แล้ว +1

    Akhono eder gan shune mon bhore jae... Asadharan..........

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 3 ปีที่แล้ว +4

    Debabrata বিশ্বাস তার স্পষ্ট উচ্চারণ ও উদাত্ত স্বরে যে রবীন্দ্রসংগীত গুলি গেয়ে গেছেন ত অতুলনীয়। আকাশ ভরা সূর্য তারা, ক্লান্তি আমার ক্ষমা করো আর কারো গলায় সেভাবে প্রাণ পায়না।

  • @sujitkumarghosh7450
    @sujitkumarghosh7450 ปีที่แล้ว +2

    অসাধারন শিল্পির অনন্যসাধারন কণ্ঠ । রবীন্দ্র সঙ্গীতের জগতে দ্বিতীয় নেই। হবেও না। শুধু প্রণাম জানাতে পারি।

  • @mayuribanerjee3137
    @mayuribanerjee3137 2 หลายเดือนก่อน

    প্রকৃত রবীন্দ্রসংগীত শিল্পী । মা এর কাছে প্রথম ওঁনার গান শুনেছিলাম। এরপর শুধু ওঁনারই গাওয়া গান শুনি। সশ্রদ্ধ প্রণাম 🙏

  • @দেবব্রতমিত্র
    @দেবব্রতমিত্র 2 ปีที่แล้ว +2

    তোমার কন্ঠে ছিলো যাদুর বাঁশী। হে মহান শিল্পী আজও তুমি সমানভাবে প্রিয়। তোমার কন্ঠের ঔদার্যে আমরা মুগ্ধ। প্রণাম তোমায়।

  • @somnathde317
    @somnathde317 5 ปีที่แล้ว +5

    দেবব্রত আমাদের কলেজে ফাংশনে গাইতে এসেছিলেন।গানের পর গান শুনতে শুনতে আমরা মুগ্ধ।এমন ব‍্যারিটোন,বলিষ্ঠ গলা আমরা কখনো শুনিনি।সে মুগ্ধতা পঞ্চাশ বছর বাদেও এক রয়ে গেল‌ ।এ কন্ঠস্বর কালজয়ী,অপ্রতিদ্বন্দ্বী।

  • @chwdurirebeka9066
    @chwdurirebeka9066 2 ปีที่แล้ว +4

    দেবব্রত বিশ্বাস। এখনো মগ্ন হয়ে আছি তাঁর মন্দ্রগম্ভীর কন্ঠঃ স্বরে।

  • @amanibhamukherjeevlogs5262
    @amanibhamukherjeevlogs5262 2 ปีที่แล้ว +3

    রবীন্দ্র পুত্র, রবীন্দ্র সংগীত যার ছিল আত্মার ধন। প্রণাম শিল্পী।

  • @BimalOdisha
    @BimalOdisha 2 ปีที่แล้ว +20

    The best tone among Rabindra Sangeet male singers. I love Debabrat Biswas

  • @somabhattacherjee9878
    @somabhattacherjee9878 3 ปีที่แล้ว +2

    আমার কেনো জানিনা ওনার গলায় রবীন্দ্র সংগীত শুনতে বেশি ভালো লাগে। এমন উদার কন্ঠ আর কারো মধ্যে যে পাই না।🙏

  • @YousufAli-li5gq
    @YousufAli-li5gq 2 ปีที่แล้ว +3

    রবীন্দ্র সঙ্গীতের অনন্য শিল্পী জর্জ বিশ্বাস ভালো থাকুন ওপারে।

  • @samirsaha3733
    @samirsaha3733 3 ปีที่แล้ว +14

    জর্জদা (দেবব্রত বিশ্বাস) আপনার গান আমি জন্মের পর থেকেই শুনে আসছি। এখন আমার বয়স ১৬ বছর। এখনও সমানভাবে হৃদয় স্পর্শ করে যায়।

  • @oniketsoore7772
    @oniketsoore7772 5 ปีที่แล้ว +12

    অতুলনীয় গায়ন ভঙ্গি। রবীন্দ্র গানের যে বাণী, তার নিহিত আবেগ ও আর্তি পূর্ণ স্ফূরিত হয়েছে প্রণম্য শিল্পী দেবব্রতের কণ্ঠে। তাঁর গাওয়া গান শুনেই প্রথম আবিষ্কার করেছিলাম রবীন্দ্র সংগীতের অনন্য সৌন্দর্য এবং এর অমেয় ঐশ্বর্য। বেশ কিছু শিল্পী আছেন যারা রবিঠাকুরের গান করছেন। তাঁদের ভাল শিল্পীই বলতে হবে। কিন্তু শুধু স্বরলিপি কিংবা ব্যাকরণ দিয়ে গান হয় না। গানের প্রতিটি শব্দই এক একটি অনুভূতির ধারক। সেই অনুভূতি বাঙময় হয়ে ওঠে স্বরের সূক্ষ্ম ওঠা-নামায়, কণ্ঠভঙ্গির যথার্থ ভেদে। রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে এ কাজটি নিখুঁতভাবে যিনি করতে পেরেছেন, তাঁর নাম দেবব্রত বিশ্বাস। তাঁকে আমার সহস্র প্রণাম।

  • @haiderkhan8028
    @haiderkhan8028 2 ปีที่แล้ว +17

    George-da was not only a supreme artist, he was also a great human being who fought for the oppressed all his life! I am fortunate that I knew this great soul since my boyhood.

    • @titiray7917
      @titiray7917 ปีที่แล้ว

      কিছু বলুন সে সম্বন্ধে!

    • @deepfocusss
      @deepfocusss ปีที่แล้ว

      Bratyojoner ruddho songeey boita porun

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 ปีที่แล้ว

      খুব সুন্দর করে লিখেছেন

  • @SuperBanglaking
    @SuperBanglaking 9 ปีที่แล้ว +42

    I don't have the audacity to make any comment on this greatest singer of Rabindra Sangeet. He is simply matchless -
    "the Alpha of the Plough" !

    • @amitkumarghosh1877
      @amitkumarghosh1877 4 ปีที่แล้ว +1

      Mbl
      K

    • @sanjibsamanta1320
      @sanjibsamanta1320 2 ปีที่แล้ว +1

      দেবব্রত বিশ্বাস রবীন্দ্র সংগীতের জগতে এক অমরনাম তাকে জানাই শতকোটী প্রনাম।

  • @profabulkashem1259
    @profabulkashem1259 10 ปีที่แล้ว +8

    তাঁর কন্ঠের রবীন্দ্র সঙ্গীত। কানে কানে পশিলে মনে মনে অন্তরে অন্তরে

    • @sharmilaghosh7076
      @sharmilaghosh7076 6 ปีที่แล้ว

      He is one of the best rabindrasangeet singer -He will be in our heart for ever

    • @pralaykumarroy1637
      @pralaykumarroy1637 6 ปีที่แล้ว

      Excellent songs..... These songs are best tonic to live in this world ...

  • @sunandasinha6375
    @sunandasinha6375 2 ปีที่แล้ว +6

    গান শুনে মনে হয় , এখন ও আমাদের মধ্যে আছেন। একজন অভিভাবক।

  • @keyamukherjee8963
    @keyamukherjee8963 4 ปีที่แล้ว +6

    চিরকালীন গান... সকল আবেগ মিশ্রিত
    শিল্পী তো প্রন্যম্
    সব সময়ের ভালো লাগা

  • @SammohanDas
    @SammohanDas 2 หลายเดือนก่อน

    আমরা অনেক গুণী শিল্পী দেরকে পেয়েছি, যাঁদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনলে মনে প্রশান্তি নিয়ে আসে হৃদয় জুড়িয়ে যায়, দেবব্রত বিশ্বাস তাঁদের মধ্যে একজন।এ প্রজন্মের ছেলেমেয়েরা কতটা এখন রবীন্দ্র সঙ্গীত এমন সব শিল্পীদের কণ্ঠে শোনে?

  • @lalitmohan9911
    @lalitmohan9911 3 ปีที่แล้ว +7

    রবীন্দ্র সংগীতের জগতে পথপ্রদর্শক পঙ্কজ মল্লিক এর পর যার নাম নিত্য স্মরণীয় তিনি হলেন ভাবুক Debabrata Biswas আর রোমান্টিক চিন্ময় চ্যাটার্জি।

  • @কাব্যকথা-ফ৬ঠ
    @কাব্যকথা-ফ৬ঠ 2 ปีที่แล้ว +4

    Hearing Debobroto Biswas, again I want to live. Again I want to love myself. Again I want to enjoy my journey of life.

  • @kankanadhara6039
    @kankanadhara6039 ปีที่แล้ว +3

    জর্জ দার গান আমার বাপি সশ্রদ্ধ ভাবে শুনতেন গাইতেনও l আমরা তিন ভাইবোন ওনার গানে অভ্যস্থ ছিলাম l ছোট বেলায় বিশ্বভারতীর পলিটিক্স বুঝিনি, কিন্তু শুনেছি। বাপিকে দুঃখও পেতে দেখেছি

  • @shrabanighosh7792
    @shrabanighosh7792 2 ปีที่แล้ว +2

    আমার সবচেয়ে প্রিয় শিল্পী। ওনাকে প্রণাম জানাই।

  • @nirnitanabanitamusic41
    @nirnitanabanitamusic41 5 ปีที่แล้ว +27

    এ গান, এ গায়কী! কথা দিয়ে কী ব্যক্ত করা যায়? আবেগবিহ্বল, আবেশাবৃত হয়ে যাই। প্রতিদিন শুনি, প্রতিদিন ভাবি। এ শোনার, শেষ নেই।

  • @sudiptahore59
    @sudiptahore59 3 ปีที่แล้ว +7

    The best expression of Tagore's thought. Such presentation can only be given by a great yogi. Pranam.

  • @bhaswatighoshhajra8894
    @bhaswatighoshhajra8894 3 ปีที่แล้ว +8

    The words of Great Tagore get their real meaning when come from you , Jorge Da. Pronam .

  • @goutamchatterjee6811
    @goutamchatterjee6811 3 ปีที่แล้ว +25

    God gifted golden voice .

  • @sarbanighosh6365
    @sarbanighosh6365 2 ปีที่แล้ว +1

    প্রণাম ! আপনার সুরের জাদুতে মুগ্ধ!!!

  • @niladrinarayandawn4053
    @niladrinarayandawn4053 9 ปีที่แล้ว +53

    I do not have any audacity to comment. Only I can say we are blessed to have a singer like him who takes us to seventh heaven ,to another world to make our life blissful. He will be in our heart for ever.

  • @asimbanerjee3479
    @asimbanerjee3479 4 ปีที่แล้ว +2

    One of the best Singer's of the world's ( Robindra Sangeet).Every movement fantastic composed and melody's perfectly matching.We're proud for him,Bengali culture about Robindra Sangeet no doubt reaching world's.
    Extraordinary specialist Robindra Sangeet,oh How much melody's presentation for people's.

  • @rupomanjarisanatchatterjee3351
    @rupomanjarisanatchatterjee3351 ปีที่แล้ว +2

    Undoubtedly the best Rabindrasangeet singers of all time.

  • @jaychakraborti3806
    @jaychakraborti3806 7 ปีที่แล้ว +18

    The Best Of All Singer he Is. No one can ever beat him. His real majic is that, he sings all the songs by his full heart without thinking of the surrounding. I love him the most.

  • @moyezurrahman8014
    @moyezurrahman8014 4 ปีที่แล้ว +6

    Salam dada. Songs of rabi guru get life in your unparallel voice.

  • @surjendrabandyopadhyay9040
    @surjendrabandyopadhyay9040 3 ปีที่แล้ว +15

    রবীন্দ্রসঙ্গীত আর দেবব্রত বিশ্বাস,এ এক অদ্ভুত, অনির্বচনীয় সুরের মূর্ছনা,এক স্বর্গীয় অনুভুতি।এর কোনো তুলনা সম্ভব ই নয়।

  • @biswajitpal8376
    @biswajitpal8376 ปีที่แล้ว

    আত্মা, মন, শরীর এক হয়ে গেছে এই জাদুকণ্ঠময় শিল্পীর সঙ্গীতে । জীবন কানায় কানায় পূর্ণ হয়েগেলো । প্রণাম শিল্পীকে.....

  • @dwarakanathmallick9361
    @dwarakanathmallick9361 3 ปีที่แล้ว +1

    অপূর্ব্ব, অসাধারণ, যতবার-ই শুনি, আর-ও ভালো লাগে.....

  • @narayanraovelumuri4406
    @narayanraovelumuri4406 5 ปีที่แล้ว +19

    I am very fond of George Da for more than about 40 years. His "Godhuli Gogoney" will live for 1000 years !

    • @daliakarmakar5123
      @daliakarmakar5123 2 ปีที่แล้ว

      "Sunio sagare", " Akash bhara surjotara"....

    • @bimolsaha7403
      @bimolsaha7403 ปีที่แล้ว

      অসাধারণ, যত বার শুনি ততই মুগ্ধ
      হই, স্বর্গীয় শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো।।।।।

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 2 ปีที่แล้ว +1

    The songs sung by debabrata biswas on his highest-paid on eternal voice.shraddhanjali.

  • @shajedurrahman7509
    @shajedurrahman7509 3 ปีที่แล้ว +23

    Nobody is equivalent to Debbroto & Konica in respect of Ravindra songs singers .- - - from Bangladesh .

    • @s.c.mandal6044
      @s.c.mandal6044 3 ปีที่แล้ว +1

      Without demeaning anyone I can only say that his dreamy voice as if coming from some distant cloud with deep imotion takes me to a mesmerizing world.

    • @asimkumarmaiti4103
      @asimkumarmaiti4103 ปีที่แล้ว +1

      Exciting!!

  • @paritoshchakravarty4146
    @paritoshchakravarty4146 4 ปีที่แล้ว +4

    অপূর্ব, অসাধারণ কন্ঠস্বর।

  • @anilbiswas6185
    @anilbiswas6185 3 ปีที่แล้ว +1

    অসাধারণ এনার গান শুনলে পুরো নো দিন খুঁজে পাই।

  • @samareshsasmal3026
    @samareshsasmal3026 3 ปีที่แล้ว +1

    Amar priya silpi thanks for uploding.

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 4 ปีที่แล้ว +6

    দরাজ আর স্পষ্ট কথায় গান বার বার শুনেও আশ মেটে না।।
    অজস্র ধন্যবাদ। মন ভরে যায়।

  • @dibamoulik6297
    @dibamoulik6297 2 ปีที่แล้ว +2

    এই গানের তুলনা নেই।শ্রদ্ধা জানাই

  • @udaychatterjee9504
    @udaychatterjee9504 2 ปีที่แล้ว +4

    Debabrata put life to Rabindranath's songs. Some of those have remained as his signature songs. 'A thing of beauty is a joy forever'.

  • @user-fx6fq5fb5q
    @user-fx6fq5fb5q 3 ปีที่แล้ว +3

    আমরা স্বর্গে পৌছে যাই জর্জ বাবুর কন্ঠে পরিবেশন করা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সংগীত সুনে……আর হবে না এমন মায়াবি সংগীত সৃষ্টি প্রনাম জানাই দেবব্রত বিশ্বাস বাবুকে …

  • @madhumitamukerje4406
    @madhumitamukerje4406 7 ปีที่แล้ว +5

    সুরে সুরে মোর হৃদয় দিলে ভরে । তোমাকে প্রনাম ।
    সুরসরগে অমর রবে তোমার গান ।

  • @sanjaymandal5786
    @sanjaymandal5786 2 ปีที่แล้ว +2

    Evergreen song, sang by Jorje Saheb

  • @debasisdas1361
    @debasisdas1361 3 ปีที่แล้ว +5

    Debabrata Biswas and Hemanta Mukhopadhay are two voices which will never get repeated. Such voices are produced only once.

  • @subikaskar5406
    @subikaskar5406 4 ปีที่แล้ว +4

    যত বার শুনি তত বেশি ভালো লাগে ।

  • @sajalmalakar2432
    @sajalmalakar2432 3 ปีที่แล้ว +15

    উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অমূল্য সম্পদ আমাদের অনেক যত্ন ও ভালোবাসায় আগলে রাখতে হবে।ছড়িয়ে দিতে হবে পরবর্তি প্রজন্মের মধ্যে,তবেই বিশ্ব কবি ও এই মহান গায়ককে যথাযথ সম্মান জানানো হবে।

    • @swadeshghosh4105
      @swadeshghosh4105 3 ปีที่แล้ว +1

      Party🎈

    • @mitadas1601
      @mitadas1601 2 ปีที่แล้ว

      আপনার সঙ্গে একশত ভাগ সহমত। যাঁরা রবীন্দ্র সংগীত করেন অথবা শুনতে ভালোবাসেন তাঁদেরকে এই দায়িত্ব নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে । নমস্কার.........

    • @ranjubanerjee350
      @ranjubanerjee350 2 ปีที่แล้ว

      1

    • @ranjubanerjee350
      @ranjubanerjee350 2 ปีที่แล้ว

      Q

  • @rathinnath5691
    @rathinnath5691 2 ปีที่แล้ว +3

    Style voice and appeal of singing by Debabrata made Rabindra Sangeet attractive to the common men.

  • @nimaichadmajumdar1807
    @nimaichadmajumdar1807 3 ปีที่แล้ว +3

    Heavenly voice .I can not coment any word about his gayaki .

  • @drakb7
    @drakb7 10 ปีที่แล้ว +2

    To Goutam Chaudhury.......একদম মনের কথা । না জানা,না শোনা, আরও আরও চাই George-da -কে ।

  • @sadhanbasu6505
    @sadhanbasu6505 2 ปีที่แล้ว +4

    রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর জর্জ দা-র গলায় তা শোনা - এক দুর্লভ সৌভাগ্য।

  • @satyajitsen9622
    @satyajitsen9622 3 ปีที่แล้ว +5

    যতদিন রবীন্দ্র সংগীত থাকবে ততদিন জর্জ দা দেবব্রত বিশ্বাসের কন্ঠস্বর ভেসে থাকবে এই পৃথিবীর বূকে।

  • @nikhileshchakraborty9672
    @nikhileshchakraborty9672 2 ปีที่แล้ว +2

    অসাধারণ। আজ ও আমাদের মধ্যে আছেন 🙏

  • @gautamganguli1221
    @gautamganguli1221 7 ปีที่แล้ว +45

    Thanks for uploading, and preserving the memory and work of a man who is arguably the best exponent of Rabindra Sangeet ever. It is not his technical virtuosity that stands out; it is the raw emotion in his voice communicating with the audience , commensurate with the song that can never be replicated.An immortal singer.

    • @dhrubajyotighoshdastidar5708
      @dhrubajyotighoshdastidar5708 4 ปีที่แล้ว +6

      Why arguably? He is the greatest.

    • @manjuliakabasu9840
      @manjuliakabasu9840 4 ปีที่แล้ว

      এ অমর প্রতিভা লুপ্ত হবার মেয়ে আর জরিয়ে পর্বে।
      একপ্রজন্মথেকে আর এক প্রজন্মে

    • @santanudasmahapatra5017
      @santanudasmahapatra5017 3 ปีที่แล้ว +3

      Dear Dhruba, it is 'arguably' because he is "the best" which is also added and expressed by Gautam clearly. The more we talk of him, the more 'immortal' (in Gautam's word) he is.

    • @dibyendughosh9251
      @dibyendughosh9251 2 ปีที่แล้ว

      Pranam

    • @debashismukherjee3994
      @debashismukherjee3994 2 ปีที่แล้ว +1

      Debabrata is the pinnacle, Swagatalakshmi is only singer after him who conveys similar intense emotional depth, they are the greatest ....both transport us to a magical realm of musical bliss

  • @sindhu85able
    @sindhu85able 3 ปีที่แล้ว +12

    আর কিছু প্রয়োজন নেই, গান থাক জীবন জুড়ে !

  • @snijdharudro480
    @snijdharudro480 3 ปีที่แล้ว +2

    দেবব্রত বিশ্বাস তুলনাহীন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমি তো মুগ্ধ হয়ে তাঁর গান শুনি।

  • @uttampal3658
    @uttampal3658 4 ปีที่แล้ว +4

    এই অসাধারন গান বারবার শুনতে ইচ্ছে করে ।

  • @atanumukhopadhyay5544
    @atanumukhopadhyay5544 6 ปีที่แล้ว +10

    বাঙালির কাছে জর্জ বিশ্বাস তাঁর গানের মধ্যে দিয়েই অমর থাকবেন। অমর শিল্পী তিনি। অমর তাঁর সৃষ্টি।

  • @healthiswealth9033
    @healthiswealth9033 2 ปีที่แล้ว +4

    Excellent rendition of George Biswas..

  • @babamaabhai1985
    @babamaabhai1985 3 ปีที่แล้ว +10

    এনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে যে স্বর্গীয় উপলব্ধি পাই তা আর কারও গানে পাই না।

    • @sajal3953
      @sajal3953 2 ปีที่แล้ว

      যে

    • @asiskumarchakrabarti4515
      @asiskumarchakrabarti4515 2 ปีที่แล้ว +1

      Tanumoybhai,ak dom thik bolechen.
      Ami 72,1ta chok gache,1ta kano,sarirer aro samsaya sathe nia onar gan suni sob jwala jantrana bhule jai.akta sargio bhalolga.
      Banglata thik likte pari na apnar motor sunder kore likhte.
      Bhalo thakben bhai.

  • @janakchakraborty4839
    @janakchakraborty4839 8 ปีที่แล้ว +15

    Nobody can forget him in next 100 years.

    • @sukanyabanerjee1883
      @sukanyabanerjee1883 8 ปีที่แล้ว +4

      I believe that his voice will be heard by people & he will be remembered by people even after 1000 years

    • @lenaray2832
      @lenaray2832 7 ปีที่แล้ว +2

      Veryhesrttouching

  • @rajasreemitra780
    @rajasreemitra780 ปีที่แล้ว +1

    Asadharan,,,Madhur

  • @Sona-hl5yb
    @Sona-hl5yb 3 ปีที่แล้ว +11

    Nostalgic...recalling the days I used to go to him at Triangular Park...a golden era of my life🙏🙏

    • @RahulGupta-nq5zn
      @RahulGupta-nq5zn 3 ปีที่แล้ว +1

      You are so fortunate!

    • @bhaswatighoshhajra8894
      @bhaswatighoshhajra8894 3 ปีที่แล้ว +2

      Mam, you are so lucky!

    • @madhuramitra6688
      @madhuramitra6688 3 ปีที่แล้ว +1

      my mother used to learn from him for couple of years. you are so lucky madam

    • @tapaspal5513
      @tapaspal5513 2 ปีที่แล้ว +1

      অসাধারন শিল্পী এনার সাথে অন্য কারো র তুলনা হয় না

  • @mistitalukdar
    @mistitalukdar ปีที่แล้ว +1

    Ki asadharon artist.

  • @iladas4161
    @iladas4161 ปีที่แล้ว +1

    শত কোটি প্রণাম জানাই 🙏🏻🙏🏻

  • @rajkumarsunil1461
    @rajkumarsunil1461 ปีที่แล้ว +2

    So sweet,
    I salute Debabrata Biswas🙏
    Your vocal is so sweet🙏

  • @nirmalyade9043
    @nirmalyade9043 3 ปีที่แล้ว +13

    The great legend in the era of Rabindra Sangeet honourable Debabrata Biswas like Kishore Ji having magnetic voice & heart touching sensation that mesmerized us

  • @agniswarbanerjee5387
    @agniswarbanerjee5387 4 ปีที่แล้ว +18

    শৈশব থেকে গানগুলি শুনছি, পুরানো তো লাগেই না বরং নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে ।

  • @keyabhattacharjee5720
    @keyabhattacharjee5720 2 ปีที่แล้ว +1

    Apurbo laglo

  • @mirasarkar7190
    @mirasarkar7190 ปีที่แล้ว +1

    আমার প্রিয় শিল্পী কে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @pranmoybrahmachary9732
    @pranmoybrahmachary9732 4 ปีที่แล้ว +11

    যতদিন রবীন্দ্রসংগীত থাকবে,ততদিন জর্জ বিশ্বাসের দরাজ গলার কালজয়ী উপস্থাপনা অমর হয়ে থাকবে।

  • @mohi794
    @mohi794 9 ปีที่แล้ว +110

    He was the greatest and he is and he will remain so for all times.. He liberated tagore songs from the clutches of Vishabharati The listeners accepted his style of singing with tremendous zeal and interest . Now a days tagore songs are immensely popular among all kinds of listeners. Tagore songs are no more slumberous. All credit goes goes to Georgeda.

    • @Crop682
      @Crop682 8 ปีที่แล้ว +1

      Right you are.

    • @zalinaramroop6251
      @zalinaramroop6251 8 ปีที่แล้ว +1

      makmohi uddin

    • @rabinchanda6899
      @rabinchanda6899 7 ปีที่แล้ว +2

      Obviously, Ritwik Ghatak extended his feelings! I do feel so. Please comment. With Cordial Approach!

    • @georgebush1131
      @georgebush1131 7 ปีที่แล้ว +8

      i feel bad for ritwik da and debararta da, both did not get the recognition they deserved whilst they were alive compared to satyajit ray and other rabindra sangit singers like hemanta

    • @asimbanik5354
      @asimbanik5354 7 ปีที่แล้ว

      makmohi uddin NBC
      ..
      .

  • @anjanachaudhurisur153
    @anjanachaudhurisur153 3 ปีที่แล้ว +3

    বারবার শুনেও মনে হয় আরও আরও শুনি।

  • @JoydebChatterjee-oi9ke
    @JoydebChatterjee-oi9ke หลายเดือนก่อน

    Most enchanted voice of legendary singer late Debobroto Bishwash, I am great fan of the singer

  • @debroopbhattacharyya4267
    @debroopbhattacharyya4267 2 ปีที่แล้ว +1

    Ek apurbo madokata......🙏🙏

  • @sipramukherjee6467
    @sipramukherjee6467 6 หลายเดือนก่อน

    দেবব্রত বিশ্বাসের গান শোনার অর্থ হলো... শুধু মুগ্ধতা নয়, মন পৌঁছে যায় এক বিশেষ চৈতন্যের দ্বারে।
    তাঁর কণ্ঠের মাহাত্ম্যকে বর্ণনা করতে হয় বিশ্বকবির ভাষাতেই...
    আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব......বিশ্বকবি এবং এই মহান শিল্পীর জন্য র‌ইল চির আনত প্রণাম।

  • @kalyanchakravarty9794
    @kalyanchakravarty9794 2 ปีที่แล้ว +5

    Soothing comforting & a mood changer for any occasion.salute U Sir,fortunate to share ur lovely melody.Almighty will always bless u for UR excellent share.Regards & 🙌 🤲

  • @subhrajyotichakraborty2712
    @subhrajyotichakraborty2712 5 ปีที่แล้ว +3

    Sotti ei sob gaane magic ache. Ekbar noi bar bar sunte icha kore. " Really these songs are the precious assets of the world".

  • @manishadas9467
    @manishadas9467 9 ปีที่แล้ว +9

    Legend of Rabindra Sangeet. Each song touches our soul.

  • @sujitmitra9299
    @sujitmitra9299 4 ปีที่แล้ว +5

    A great source of inspiration to proceed in every odds and even in life, my best singer of Rabi pronam. My all regards to him.