অসাধারণ দাদুর আলোচনা এরকম চিন্তা ভাবনা আলোচনা বুঝিয়ে বলা, কিভাবে অন্যদের সাথে থাকতে হবে শ্রদ্ধা দিয়ে নিজের ভাবনা উন্নত করতে হয় দাদুর আলোচনার মাধ্যমে নিজের মধ্যে আত্বস্থ করা যায় । এরকম মানুষ আমাদের প্রয়োজন। ভাল থাকবেন দাদু। আমার প্রণাম নিবেন।
কি অদ্ভুত ইন্টারভিউ। প্রশ্নকর্তা সমানে চেষ্টা করে গেছেন কিভাবে ওনাকে দিয়ে বিতর্কিত কথা বলানো যায়। তবে উনি এত ই বিদগ্ধ পন্ডিত মানুষ যে সূক্ষ্মভাবে সেইসব বিতর্ক এড়িয়ে গিয়েছেন।
বিষযটা খুব স্পষ্ট, আমাদের সাংস্কৃতিক স্মৃতিতে রয়েছে ঐ স্থানে একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল, যার অবশেষ পাওয়া যায় এবং ঐ স্থানটি জন্মস্থান হিসাবে বহু শতাব্দী ধরে মান্যতা পেয়েছে।
কেউই অযোধ্যা রাম মন্দিরের বিরুদ্ধে নয় কিন্তু সবাই রামকে নিরামিষাশী বানানোর বিরুদ্ধে বাল্মীকি রামায়ণ লুকিয়ে রাখা এবং তুলসীদাসের শ্লোক অনুবাদের মিথ্যা প্রচার করছে যা রামের খাদ্যাভ্যাসের সামাজিক পরিস্থিতি নিয়ে নেওয়া হয়েছিল। 2) কে বলেছে রাম ক্লিন শেভড দাড়ি-গোঁফ ছাড়া? তাহলে সব মূর্তি মাকুন্দ রাম কেন?
@@duttaworld গুরু নানকের জীবনিতে, ফাতওয়া ই আলমগীর এ, ব্রিটিশ দের নথি তে হিন্দুদের ঐ ইমারতের কাছে রাম নবমিতে পূজো করার কথা রয়েছে, এবং বহু বহু মূর্তি ও মন্দিরের অবশেষ খোদাই করে পাওয়া গেছে এবং একটি সংস্কৃত তে শীলা পাওয়া গেছে যেখানে বলা হয়েছে ওটি একটা বিষ্ণু মন্দির ছিল
তবে , নৃসিংহ ভাদুরী মহাশয়ের বক্তব্য খুবই sense-able , rational , মানবিক এবং উচ্চমানের । এক কথায় অসাধারন । সমাজে মহাশয় জীর মতো মানুষের আরো বেশী বেশী প্রয়োজন ।
উনি একজন পণ্ডিত জ্ঞানী অতি সজ্জন ব্যক্তি। কয়জন আমরা প্রাচীন গ্রন্থ পড়েছি বা তাঁর বিশ্লেষণ শুনেছি। যেকোনো ধর্ম নিয়ে ব্যবসা রাজনীতি ভালো লাগেনা। আজও কত মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায়, বিনা চিকিৎসায় শিশু মারা যায়, প্রয়োজনীয় খাবার ওষুধের কি দাম ! অথচ কোনো রাজনীতি দল এ নিয়ে কিচ্ছু বলেন না, বা সদর্থক কিছু করেন ও না । শুধু রাজনীতি করেন। এটা তো একটা লাভদায়ক ব্যবসা। যোগ্যতার কোনো দরকার নাই, না থাকলেই সে তত বড় নেতা নেত্রী পদে অবতীর্ণ হবেন। আগামী দশ পুরুষের ভবিষ্যত গুছিয়ে নিতে পারবেন। 🙏
এমনিতে কোনো অসুবিধা নেই তো তবে এতবার কচলালে লেবু তেঁতো হয়ে যায় না!! স্বাভাবিক একটা জিনিসকে এত বড় করে তোলার দরকার কি? আর পন্ডিত ব্যক্তির থেকে শাস্ত্রে মদ-মাংস খাওয়া যায় কি যায় না জেনে বোধহয় অনেকে স্বস্তি পায়। তাদের নিজেদের মনে একটু উঁকি মেরে দেখা উচিত। তাদের কোথও কি অসুবিধা হচ্ছে??
একটা কথা ঠিক বলেছে, শক্তি আছে বলে আজকে করলাম কাল শক্তি থাকলো অন্য কারো কাছে সে অন্য কিছু করল, এই জিনিসটা ঠিক নয় l তবে একটা জিনিস করা উচিত তাকে ৪০-৫০ বছরে ভারত থেকে যেন মুসলিম ধর্ম মুছে যায় l
রাম নিয়ে ওনার অগাধ জ্ঞান আছে, অনেক কিছু শুনলাম ওনার থেকে, এবার পৃথিবীর সবথেকে রহস্যময়ী আরেক ব্যাক্তির ব্যাপারে ওনার থেকে বিশ্লেষণ শুনতে চাই যিনি হলেন " হযরত মুহাম্মদ " যদি তৃণমূলের সাথে এক স্টেজ, চেয়ার ভাগ করার কারণে এটা বাধা হয়ে দাড়ায় তাহলে আমরা দুঃখিত
@@thisissk2024 it is not his extent of knowledge but application of knowledge. What is transpired here is, he used his knowledge with an ulterior motive.
রামায়ন নিয়ে ইন্টারেষ্টিং ইন্টারভিউ পেটের দায়ে অতি কমিউনিস্ট (হাতের উল্কি প্রমান ) কে রামচন্দ্র নিয়ে ইন্টারভিউ করতে হচ্ছে, আর হেডলাইন দিতে হচ্ছে খাদ্য নিয়ে! জলবায়ু, পরিবেশ ও মানবসমাজ টিকিয়ে রাখতে হলে, নিরামিষ ছাড়া উপায় আছে কি? হিন্দু নিয়মে ধর্ম কাকে বলে, সেটা এই ইন্টেরভিউ তে জানা যাবে।
এসব বিষয়ে ইন্টারভিউ সেসব সাংবাদিকদেরই করতে পাঠানো উচিত যাদের বিষয় সম্বন্ধে ধারণা আছে, প্রাচীন ইতিহাস, সংস্কৃতি সম্বন্ধে সম্যক একটা জ্ঞান আছে। কিছুই বোঝে না, জানে না, কিছু মুখস্ত করা প্রশ্ন তৈরী করে চলে গেছে।
Ekdom Anandabazar er sangbadik ini Aage jara Anandabazar er sangbadikata korten tader koto porasona chilo sob bishoye ,koto gyani chilen Tara, hotash holam sangbadik ke dekhe
This reporter has negligible knowledge about Ram mandir and Indian culture sentiment towards this temple and Ayodhya he is just trying to make a propoganda that making Ram mandir is waste of time, money and political tactics by BJP. I feel that he has no idea that what Hindus in our country have gone through since Ghori till British but still we are surviving and our Hindu culture is surviving so one should understand that why should we always tolerate attack made on us, our culture and our religion. Sir has given very nice and correct explanation.
Bujhlam na , ekhane to bar bar e bola hoche ke ekhon mondir er songe kono birodh nei tahole ke niye birodh korchen , Ami sudhu oi valmiki ramayan er kotha gulo verify korte chai
উনি অনেক সত্য ও সুন্দর বক্তব্য রেখেছেন।তবে কিছু জায়গায় আমার মতবিরোধ রয়েছে.... ১)বাল্মীকি রামায়ণে কোথাও উল্লেখ নেই যে রামচন্দ্র,মা সীতা মদ মাংস খেতেন। ২) উনি যখন নিজে জানেন না অযোধ্যার কোথায় রাম জন্মেছেন তখন যেটুকু প্রমাণ পাওয়া গেছে সেটাকেই ওনাকে স্বীকার করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করেন নি, লীলা করেছেন তাই প্রতি কণায় তিনি রয়েছেন। একই ভাবে ভগবান রামও অযোধ্যার প্রতি কণায় রয়েছেন। কিন্তু যেখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই জায়গাকে তাঁর জন্মস্থান ধরতে কোন দ্বিধা থাকার কথা নয়। ৪)আকবর নিজের স্বার্থে মন্দিরে সাহায্য করতো। ধর্মনিরপেক্ষতাকে সম্মান জানিয়ে নয়। ইনাদের মতো কিছু পন্ডিত আকবরকে এতটাই উদার দেখিয়েছেন যে আমরা রাণাপ্রতাপকে যতটুকু জানি না আকবরকে জানি। ৫)এখন আমাদের কাছে সুযোগ আর সময় এসেছে তাই আইনের পথে গিয়ে ন্যায় এর সাথে মন্দির প্রতিষ্ঠা করছি। অতীতে এই সুযোগ আমরা পাইনি।না মুঘল কালে,না ব্রিটিশ কালে আর নাই বা কংগ্রেস কালে। আমাদের শক্তি , ক্ষমতা রয়েছে বলে এখন মন্দির প্রতিষ্ঠা করছি ,কালের নিয়মে তার পরিবর্তন হবে এমন টা নয়।রাম মন্দির প্রতিষ্ঠা কোনো রাজনৈতিক দলের নয়।এটা সমগ্র ভারতবাসীর পরিচায়ক।তাহলে নৃসিংহ ভাদুড়ি মহাশয়ের কি স্বপ্ন ছিল না যে রামের মন্দির প্রতিষ্ঠা হোক।স্কলার আর পন্ডিত হলে এগুলো করা যায় না। কারণ পন্ডিতেরা বই লিখতে আর বক্তৃতা দিতে পারে।সত্যের জন্য লড়াইও করতে পারে না আর বলতেও পারে না।🙏
@@koushikmitra6548 han.Porechi Onek jayegaye bola ache je tara mangsho shura ittadi grohon korten. Kon kon prannir mangsho kheten setao bola ache. Amar jotodur mone ache mangsho ta ranna kore kheto seta lekha ache. Tir dhonuk sudhu rakkhosh marar jonno use korto na. Ar ami bhebe paina tate dosh ta kothaye ? Manush shei shomoye ja kheto ram er family o tai kheto. Ar ram khatriya chilo. Khete to hobei. Ramayan er golpo start hocchei to dasrarth deer hunting e gechilen seta diye. Tokhon eto forest chilo, hunting was a sport and herbivores were killed for food. These were small communities almost small tribesmen Ekhon hotat kore baishnab ra niramish niramish kore lafacche bole to ar past change hoyna. Shara prithibite agriculture er age amra meat consume kortam max
আজ থেকে হাজার বছর পরে শ্রী রামকৃষ্ণ দেব যে স্থানে জন্মে ছিলেন সেটা মানুষ ভুলে যাবেন ?? শঙ্করাচার্য যে স্থানে জন্মে ছিলেন সে স্থান মানুষ ভুলে যাবেন?? চৈতন্য মহাপ্রভুর জন্ম স্থান মা গঙ্গার গর্ভস্থ হয়েছে তাই জায়গাটা খুঁজে পাওয়া যায় না.. Selectively বক্তব্য রাখলে চলে না.. শ্রী রামচন্দ্রের বৈরাগ্য ভাব উদয় হওয়ার ফলে তিনি হিমালয় ভ্রমন করতে গিয়েছিলেন। পরবর্তি ক্ষেত্রে বশিষ্ট মুনির সঙ্গে এই বিষয়ে ধর্ম চর্চা হয় যা যোগবশিষ্ঠ গ্রন্থ হিসেবে পাওয়া যায়। যে মানুষের বৈরাগ্য উদয় হয় তিনি মাংস মদ ভক্ষণ করতে পারেন? Logically এটা সম্ভব? কথিত আছে রাম জন্ম ভূমি মন্দির তাঁর ছেলে কুশ তৈরি করেছিলেন। পরবর্তি ক্ষেত্রে সেটি বহু বার নষ্ট হয় এবং তৈরি হয়, যেমন হয়েছে সোমনাথ মন্দির। ভাবুন.. ভেবে যুক্তি রাখুন। স্কন্দ পুরানে exact জন্ম স্থানের উল্লেখ আছে।
শ্রী রামকৃষ্ণের কথায়," শকুন অনেক উঁচুতে ওড়ে কিন্তু নজর থাকে ভাগাড়ে", তেমনি নৃসিংহ বাবুর জ্ঞান অনেক থাকতে পারে, নজর কিন্তু কালীঘাটের ভাগাড়ে। ইন্দিরা গান্ধীর পূজা দেখেছেন, মোদীজীর পূজো দেখতে পাচ্ছেন না? জয় শ্রী রাম ধ্বনিতে এত ভয়?
ভাই আপনি ভাদুরিমশাই এর কথায় শুধু রাজনীতিই পেলেন ওনার অগাধ পাণ্ডিত্য আপনার দৃষ্টিগোচর হলো না। আর দয়া করে যেখানে সেখানে শ্রীরামকৃষ্ণকে উদ্ধৃত করবেন না।
uni bollen jodi iswarik guun thake manush jodi kawke sei gyan e pujo kore tahole take obotar bola jai tini dekhechen Indira Gandhi k manush serkm manchen ... bortoman e modi ji k manchen ...eta ar bollen but modi ji kew abatar swarup dekha jetei pare...eto mota mathai dukhbe na ...
A great theologian and a very wise man. This is my first time listening to him and he already gained my enormous respect. It's not very common for an atheist to show high respect for a theologist. But he isn't just a theologist, he is a smart theologist. His first sentence tells it all. 0:36
@@PR-hx9ci একজন বিদগ্ধ ব্যক্তি বিভিন্ন পৌরাণিক তথ্য নিয়ে তাঁর মতামত ব্যক্ত করছেন। কিন্তু যারা দেখছে তাদের স্কুলে পড়ার যোগ্যতা নেই বলে এই ধরণের তত্ত্ব বুঝতে না পেরে ভাদুরীবাবুকে অপমান করছে।
স্যার, আপনার কাছে কৃতজ্ঞচিত্তে অনুরোধ, দয়া করে কথা অমৃতসমান লেখা সম্পন্ন করুন। এতো ভালো একটি কাজ অসম্পূর্ণ থাকলে আমাদের দুঃখের সীমা থাকবে না। বর্তমান প্রজন্ম পৃথিবীর শ্রেষ্ঠতম এই আখ্যানের রসাস্বাদন থেকে বঞ্চিত হবে। আপনি কি তাই চান? 🙏🏽
Na amader moddhei vogoban achhe, ba vogoban er pran shokti achhe, tobe tar sathe amader paap o achhe. Murti joro -bostu tate pran protishtha korte hoy, ei suddhikoron, ahoban, odhibas etc. prokriyar moddhe diye jeta amra 1000 + years dhore follow kore cholchhi.
OMG - this journalist has no idea what he is talking about. Anandabazar: next time if you want to interview a vast knowledgeable person like N.P. Bhaduri, please send a journalist who has at least some depth on this subject. The journalist, in here, ruined the whole interview.
Today, this generation doesn't know, the basic legacy of Ramayan and Mahabharat, hence you can't expect him to take interview of such prudent theological explanation.
আনন্দবাজার পত্রিকার থেকে এর চেয়ে বেশী আশা করা উচিত নয় . জেনে বুঝে একটা নেগেটিভ নেরেটিভ তৈরী করার আপ্রাণ চেষ্টা. দেয়াল লিখন পরিষ্কার " আনন্দবাজার পরলে পিছিয়ে পরতে হয় "।
একজন জ্ঞানী ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা সম্বন্ধে সঠিক ধারণা দিতে পারলেন না বর্তমানে যারা সরকারে রয়েছে তাদের সঙ্গে বেশি সংযোগ না রেখে যিনি পড়াশোনা করেন সেইসব পুঁথি নিয়ে পড়াশোনা করুন তাহলে হয়তো আমরা সঠিক উত্তর পেতাম স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে বিদ্বান ব্যক্তিকে কি রাজা কি প্রজা এমনি তাকেে সবাই ভালবাসবে, যিনি তার ইন্টারভিউ নিয়েছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ,
উনি একজন পণ্ডিত জ্ঞানী অতি সজ্জন ব্যক্তি। কয়জন আমরা প্রাচীন গ্রন্থ পড়েছি বা তাঁর বিশ্লেষণ শুনেছি। যেকোনো ধর্ম নিয়ে ব্যবসা রাজনীতি ভালো লাগেনা। আজও কত মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায়, বিনা চিকিৎসায় শিশু মারা যায়, প্রয়োজনীয় খাবার ওষুধের কি দাম ! অথচ কোনো রাজনীতি দল এ নিয়ে কিচ্ছু বলেন না, বা সদর্থক কিছু করেন ও না । শুধু রাজনীতি করেন। এটা তো একটা লাভদায়ক ব্যবসা। যোগ্যতার কোনো দরকার নাই, না থাকলেই সে তত বড় নেতা নেত্রী পদে অবতীর্ণ হবেন। আগামী দশ পুরুষের ভবিষ্যত গুছিয়ে নিতে পারবেন। 🙏
Janmosthan ayodhya...ghor tao je oi specific jaigai chhilo Ota kothao keo bolchhe na...okhane ekti mandir chhilo ... Islamic gulamir somoi sei mandir tachnoch kore masjid banano hoi...eto apoman ...ekhon jodi sei apomaner protibade sasammane abar ekti rammandir protistha hoi eto ati prosoniyo...dhanyawad
নৃশিংহ বাবু রাম জন্মভূমির ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। উনি বলছেন 'রামের জন্ম ঠিক সেই স্থানেই হয়েছে যেখানে মসজিদ ছিল সেরমটা নয়' এটা উনি না জেনে বলছেন। এই মামলায় প্রথম কেস হয় 1858 সালে, যখন কিছু নিহঙ্গ সিখ মসজিদ এ ঢুকে পূজা শুরু করে দেয়। এই বিষয়ে এক পক্ষ হলো বাবা ফকির সিং খালসা এবং আরেক পক্ষ হলো মসজিদ এ জন্মস্থান। এটা documented prove. আর জন্মস্থান বলতে কার জন্মস্থান এটা বোঝার অপেক্ষা রাখে না। বাঙালি জাতির একটু পড়াশোনা করা উচিত, অল্প জ্ঞান নিয়ে এই সব নৃশিংহ ভাদুরি রা পন্ডিত হয়ে যায়। এটা ঠিক না।
Interview ta korar agey sudhu matro ekta political angle dewar beparta prime objective na rekhe jodi bishoy tar proti genuine interest rekhe prosnogulo sajaten, bodhoy aro onek bhalo hoto interview ta ebong amra as audience o aro besi upobhog kortam.
@@soumyajitguhathakurta7878 eder lojjao nei jane mandir ta akta Child er take niye Maanso , Mod. Child deer sikhar kore roast kore khache...Kobe je adani ABP ta kinbe and eder chakri khabe tar jonyo wait kore achi..
Aisob intellectual bangalir weakness. Unar tolowar hate ram nabamir michil pochondo noi kintu jokhon other party all_ah ak_bar bole tolowar hate dorja dhakkabe tokhon eder gyan janla diye palabe ai kore ordhek bangla geche baki ta era gift dite chachhe.
@@priyamkonar4118 please educate yourself after knowing the internal and external policies of leftist.......and please try to know the real fact communism
@@IndianNRIsvillagelife every argument is based on the argument of priori and it's a form of fallacy when we situate argument into any political spectrum. Any form of fallacy without priori create a vacuous posteriori judgement that is equally condemnable. That is why it's important to understand argument after considering it's internal properties rather than endeavouring to situate it into any political spectrum.
When you go through the chronology of political events you will find the answer logically and it's the politics that structure the innate consciousness of collective sentiments of hoi polloi sections who think the transcendental reality as only truth.
যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাঁর বিষয় সম্বন্ধে জ্ঞান সীমিত বলেই মনে হয়েছে বারবার। এবং তাঁর প্রশ্নগুলি যেন বড় বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এক বিষেশ রাজনৈতিক অবস্থান থেকে তিনি যেন বারবার কিছু বাঁধা বুলির উত্তরের আশায় প্রশ্ন করছিলেন-তাই অনিবার্যভাবে প্রাণপ্রতিষ্ঠা, আর্য-অনার্য, খাদ্যাখাদ্য নিয়ে প্রশ্ন।
@@subhajitroy3644bali was not destroyed by vamana... Infact bali maharaj was one of the greatest devotee of narayana and as like all devotees wanted the holy feet of lord... that is the greatest wealth for a devotee and he got that.. he got the lotus feet of the lord..
@@subhajitroy3644 bhai tui age nije srimad bhagavatam ta ektu valo kore por... bali maharaj chilen prahlad maharaj er nati, r tini tar dadur motoi vishnu bhakta chilen.. bhagavan narayan, bali maharaj k marenni, borong tar theke tribhuvan bhikka niyechilen bamon rup dhore r tar mostoke nijer choron rekhechilen... jei choron paoar jonno, muni rishi ra koti koti bochor toposya koren, ta bali maharaj sudhu nijer bhakti te peyechilen.. sotti ajker eisob hindu bangali der obostha dekhe khub kharap lage... je bhumi te mahaprabhu esechilen, jei bhumi te thakur ramakrishna esechilen sei bhumir hindura nijer shastra e thikmoton porena... communist virus ra r ki bujhbe esob, ora sudhu bojhe leftist propaganda..
রামায়ণো সীতা কে উদ্ধার করাটা রামের যতটা কর্তব্য ছিলো... বর্তমানে রাম মন্দির টা উদ্ধার করে নবরূপে নির্মিত হওয়াটাও ততটাই সঠিক ও পালনীয় কর্তব্য বলেই আমার মনে হয়.....
প্রাচীন কথা জানার জন্য বই কিনে পড়ার সময় কম।আপনার কিছু শ্লোক সহিত ব্যাখ্যা আমাদের সমৃদ্ধ করে খুব ভালো লাগে।আমাদের বঞ্চিত করবেন না।আমরাও সপ্তম শ্রেণী থেকে সংস্কৃত পড়েছি ,প্রণাম নেবেন।🙏🙏
I would just like to give my opinion on the last question asked by the reporter that, our forefather fought for a century to free our motherland and common people of our country form in humiliating suffering done by British. We see that Indians have always shown tolerance towards other religions which other people took wrongly and tried to destory not only our country but our culture our religion sentiment and our people. When three words 'Jai Shri Ram' has the power to bring 100 crores people together then there is nothing wrong. We all have rights to save our culture our religion. We can only say our culture is safe only when our kids will tell "Suprabhat" instead of good morning and namastey instead of Hello till that time its our duty to incorporate our culture and religious believes in our next generation. Only that can save us and our country. Otherwise will lose our self identity as Indian as we are losing as Bengalis. As we are losing our identity as intellectual capital
It's not practical to adopt good morning phrase in 24 indian languages. Hence continuing in English is pragmatic. Kindly do not give more importance to hindi, as it is as important as other indian languages not the only language of india
@@atanubiswas234 why hindi? Tamil is much rich a language. Only because that language has got the state patronage doesn't mean we have to accept it when that language has no rich history of it's own.
অসাধারণ দাদুর আলোচনা এরকম চিন্তা ভাবনা আলোচনা বুঝিয়ে বলা, কিভাবে অন্যদের সাথে থাকতে হবে শ্রদ্ধা দিয়ে নিজের ভাবনা উন্নত করতে হয় দাদুর আলোচনার মাধ্যমে নিজের মধ্যে আত্বস্থ করা যায় ।
এরকম মানুষ আমাদের প্রয়োজন।
ভাল থাকবেন দাদু।
আমার প্রণাম নিবেন।
Make it known to others, too. Blessings 🎉
কি অদ্ভুত ইন্টারভিউ। প্রশ্নকর্তা সমানে চেষ্টা করে গেছেন কিভাবে ওনাকে দিয়ে বিতর্কিত কথা বলানো যায়। তবে উনি এত ই বিদগ্ধ পন্ডিত মানুষ যে সূক্ষ্মভাবে সেইসব বিতর্ক এড়িয়ে গিয়েছেন।
অসম্ভব সুন্দর আলোচনা সমৃদ্ধ হলাম
প্রশ্নকর্তা কে a big salute🙏🏻
খুব সূক্ষ্ম ভাবে তিনি একের পর এক স্পর্শকাতর প্রশ্ন করে গেছেন
বিষযটা খুব স্পষ্ট, আমাদের সাংস্কৃতিক স্মৃতিতে রয়েছে ঐ স্থানে একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল, যার অবশেষ পাওয়া যায় এবং ঐ স্থানটি জন্মস্থান হিসাবে বহু শতাব্দী ধরে মান্যতা পেয়েছে।
কেউই অযোধ্যা রাম মন্দিরের বিরুদ্ধে নয় কিন্তু সবাই রামকে নিরামিষাশী বানানোর বিরুদ্ধে বাল্মীকি রামায়ণ লুকিয়ে রাখা এবং তুলসীদাসের শ্লোক অনুবাদের মিথ্যা প্রচার করছে যা রামের খাদ্যাভ্যাসের সামাজিক পরিস্থিতি নিয়ে নেওয়া হয়েছিল। 2) কে বলেছে রাম ক্লিন শেভড দাড়ি-গোঁফ ছাড়া? তাহলে সব মূর্তি মাকুন্দ রাম কেন?
Well said.😊
কোথায় লেখা আছে বিষ্ণু মন্দির ছিল?
@@duttaworld গুরু নানকের জীবনিতে, ফাতওয়া ই আলমগীর এ, ব্রিটিশ দের নথি তে হিন্দুদের ঐ ইমারতের কাছে রাম নবমিতে পূজো করার কথা রয়েছে, এবং বহু বহু মূর্তি ও মন্দিরের অবশেষ খোদাই করে পাওয়া গেছে এবং একটি সংস্কৃত তে শীলা পাওয়া গেছে যেখানে বলা হয়েছে ওটি একটা বিষ্ণু মন্দির ছিল
P loolp
😮😮😮😮99😅😊@@duttaworld
জয়জয় সীতারাম।শ্রীরামচন্দ্রকে নিয়ে খুব সুন্দর আলোচনা আমাদের সমৃদ্ধি করেছে।
অসম্ভব সুন্দর আলোচনা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে
জয় সিয়া রাম❤❤❤❤❤🎉🎉🎉
তবে , নৃসিংহ ভাদুরী মহাশয়ের বক্তব্য খুবই sense-able , rational , মানবিক এবং উচ্চমানের । এক কথায় অসাধারন । সমাজে মহাশয় জীর মতো মানুষের আরো বেশী বেশী প্রয়োজন ।
অসাধারণ, ভক্ত এবং ভগবানের বিষয় খুবই ভালো লাগলো।
শ্রীগুরু চরণ কমলে প্রাণারাম চরণে প্রণাম
চমৎকার বিশ্লেষণ
নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহোশয় কে তার যুক্তিসঙ্গত বক্তব্যের জন্য সশ্রদ্ধ নমষ্কার জানাই।
উনি একজন পণ্ডিত জ্ঞানী অতি সজ্জন ব্যক্তি। কয়জন আমরা প্রাচীন গ্রন্থ পড়েছি বা তাঁর বিশ্লেষণ শুনেছি। যেকোনো ধর্ম নিয়ে ব্যবসা রাজনীতি ভালো লাগেনা। আজও কত মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায়, বিনা চিকিৎসায় শিশু মারা যায়, প্রয়োজনীয় খাবার ওষুধের কি দাম ! অথচ কোনো রাজনীতি দল এ নিয়ে কিচ্ছু বলেন না, বা সদর্থক কিছু করেন ও না । শুধু রাজনীতি করেন। এটা তো একটা লাভদায়ক ব্যবসা। যোগ্যতার কোনো দরকার নাই, না থাকলেই সে তত বড় নেতা নেত্রী পদে অবতীর্ণ হবেন। আগামী দশ পুরুষের ভবিষ্যত গুছিয়ে নিতে পারবেন। 🙏
@@rimjhimsensharma6039 👍🏻👍🏻👍🏻
মমতার কুকুর ।
প্রশ্নকর্তা অত্যন্ত বিরক্তি উদ্রেককারী।
ওনার লক্ষ্যই মদ মাংস খাওয়ার স্বীকৃতি পাওয়া🙂🙂
Thk e bolechen😂. Dujone discuss korche bote, kintu Ami sure oder ontoratma khub kadche.
মাংস খেতে অসুবিধে কি আছে? মাংস খেতে অসুবিধে কি আছে?
সমস্যা হলো তোমার ভাবনায় আঘাত করেছে শাস্ত্র ও যুক্তি । যার কোনো প্রামাণিক উত্তর বা যুক্তি তোমার কাছে নেই। তাই ব্যাক্তি আক্রমণ এ নেমে পড়েছো ।
এমনিতে কোনো অসুবিধা নেই তো
তবে এতবার কচলালে লেবু তেঁতো হয়ে যায় না!! স্বাভাবিক একটা জিনিসকে এত বড় করে তোলার দরকার কি?
আর পন্ডিত ব্যক্তির থেকে শাস্ত্রে মদ-মাংস খাওয়া যায় কি যায় না জেনে বোধহয় অনেকে স্বস্তি পায়। তাদের নিজেদের মনে একটু উঁকি মেরে দেখা উচিত। তাদের কোথও কি অসুবিধা হচ্ছে??
একটা কথা ঠিক বলেছে, শক্তি আছে বলে আজকে করলাম কাল শক্তি থাকলো অন্য কারো কাছে সে অন্য কিছু করল, এই জিনিসটা ঠিক নয় l তবে একটা জিনিস করা উচিত তাকে ৪০-৫০ বছরে ভারত থেকে যেন মুসলিম ধর্ম মুছে যায় l
রাম নিয়ে ওনার অগাধ জ্ঞান আছে, অনেক কিছু শুনলাম ওনার থেকে, এবার পৃথিবীর সবথেকে রহস্যময়ী আরেক ব্যাক্তির ব্যাপারে ওনার থেকে বিশ্লেষণ শুনতে চাই যিনি হলেন " হযরত মুহাম্মদ "
যদি তৃণমূলের সাথে এক স্টেজ, চেয়ার ভাগ করার কারণে এটা বাধা হয়ে দাড়ায় তাহলে আমরা দুঃখিত
darun bolechen... thank you
যথার্থ বলেছেন@@thisissk2024
@@thisissk2024
ইন্টারনেটে মুক্ত চিন্তার লোকদের চেনেল গুলোর লাইভ টকস দেখেন, শুনেন বুঝবেন। আসিফ মহিউদ্দিন, সত্যের সন্ধানী, মুক্ত বিহঙ্গ, ধর্মই অধর্ম, আমান উদ্দিন এরকম নামের চেনেলে কিতাব গুলোর ভিতরের লেখা গুলো পড়ে দেখিয়ে আলোচনা করেন। ধন্যবাদ ।
@@thisissk2024 it is not his extent of knowledge but application of knowledge. What is transpired here is, he used his knowledge with an ulterior motive.
Pedophilia
"তব মনোভূমি রামের জন্মস্থান , অযোধ্যার চেয়ে সত্য জেনো ...."
Ekdam thik katha.
Thank you, that's the real Rambhumi
বক্তব্য খুব ভালো লাগলো।
যেমন বর্তমানে বাংলার দুর্নীতিগ্রস্থ অসুর গুলো বধ করতে আমাদের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের আবির্ভাব ঘটেছে!!😍🙏
Bhaduri ji presents a socially balanced discourse. Quite practicable. Regards.
রামায়ন নিয়ে ইন্টারেষ্টিং ইন্টারভিউ
পেটের দায়ে অতি কমিউনিস্ট (হাতের উল্কি প্রমান ) কে রামচন্দ্র নিয়ে ইন্টারভিউ করতে হচ্ছে, আর হেডলাইন দিতে হচ্ছে খাদ্য নিয়ে! জলবায়ু, পরিবেশ ও মানবসমাজ টিকিয়ে রাখতে হলে, নিরামিষ ছাড়া উপায় আছে কি? হিন্দু নিয়মে ধর্ম কাকে বলে, সেটা এই ইন্টেরভিউ তে জানা যাবে।
ভাদুড়ী মশাই আপনাদের মত লোকেদের ব্যাপারেই সাবধান করেছেন।
সংকীর্ণ মনস্ক অল্পশিক্ষিত আর দাম্ভিক।
Anek bayosko purano mohilder hate ulki dekhechhi... onara ki tahole communist bolchhen 😅
ভীতি যার যার মনে শ্রীরামে সবার ভীতি হয় না।
K ram?
Only ma durga ma
@@pramit7745 dudin por etao bolis ke baba, amar to sudhu maa ache ar sathe paser barir chacha
তোর বাবা @@pramit7745
Abp is the doormat of the cm in bengal...this is how they lost their relevance and dying a slow death each day
এসব বিষয়ে ইন্টারভিউ সেসব সাংবাদিকদেরই করতে পাঠানো উচিত যাদের বিষয় সম্বন্ধে ধারণা আছে, প্রাচীন ইতিহাস, সংস্কৃতি সম্বন্ধে সম্যক একটা জ্ঞান আছে। কিছুই বোঝে না, জানে না, কিছু মুখস্ত করা প্রশ্ন তৈরী করে চলে গেছে।
Paabe kothay?
Ekdom
Anandabazar er sangbadik ini
Aage jara Anandabazar er sangbadikata korten tader koto porasona chilo sob bishoye ,koto gyani chilen Tara, hotash holam sangbadik ke dekhe
Ekdom thik kotha. @untrainednewbirds
মেধাবী লোকেরা সাংবাদিকতার পেশায় আসেনা।
Ekdom..Sothik..Hindu dhormo somporke ekbare Zero.
Really you are respectable sir. You are upright in your thinking.
This reporter has negligible knowledge about Ram mandir and Indian culture sentiment towards this temple and Ayodhya he is just trying to make a propoganda that making Ram mandir is waste of time, money and political tactics by BJP. I feel that he has no idea that what Hindus in our country have gone through since Ghori till British but still we are surviving and our Hindu culture is surviving so one should understand that why should we always tolerate attack made on us, our culture and our religion. Sir has given very nice and correct explanation.
Bujhlam na , ekhane to bar bar e bola hoche ke ekhon mondir er songe kono birodh nei tahole ke niye birodh korchen , Ami sudhu oi valmiki ramayan er kotha gulo verify korte chai
কোনো কথা হবে না জয়শ্রী রাম ভাইজান ❤❤❤❤
তোমার মত গো গু গো মুএ খোর মানুষগুলো বাংলাদেশেও দু একটি আছে।
খুব খুব ভাল আলোচনা। খুব প্রয়োজনীয়ও। যদিও জানি সবটাই অরণ্যে রোদন।
সুন্দর আলোচনা।
কুযুক্তির বন্যা বইয়ে দিয়েছেন ।
So logical,yet so accomodative.Really a pious man!!!!
উনি অনেক সত্য ও সুন্দর বক্তব্য রেখেছেন।তবে কিছু জায়গায় আমার মতবিরোধ রয়েছে.... ১)বাল্মীকি রামায়ণে কোথাও উল্লেখ নেই যে রামচন্দ্র,মা সীতা মদ মাংস খেতেন।
২) উনি যখন নিজে জানেন না অযোধ্যার কোথায় রাম জন্মেছেন তখন যেটুকু প্রমাণ পাওয়া গেছে সেটাকেই ওনাকে স্বীকার করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করেন নি, লীলা করেছেন তাই প্রতি কণায় তিনি রয়েছেন। একই ভাবে ভগবান রামও অযোধ্যার প্রতি কণায় রয়েছেন। কিন্তু যেখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই জায়গাকে তাঁর জন্মস্থান ধরতে কোন দ্বিধা থাকার কথা নয়।
৪)আকবর নিজের স্বার্থে মন্দিরে সাহায্য করতো। ধর্মনিরপেক্ষতাকে সম্মান জানিয়ে নয়। ইনাদের মতো কিছু পন্ডিত আকবরকে এতটাই উদার দেখিয়েছেন যে আমরা রাণাপ্রতাপকে যতটুকু জানি না আকবরকে জানি।
৫)এখন আমাদের কাছে সুযোগ আর সময় এসেছে তাই আইনের পথে গিয়ে ন্যায় এর সাথে মন্দির প্রতিষ্ঠা করছি। অতীতে এই সুযোগ আমরা পাইনি।না মুঘল কালে,না ব্রিটিশ কালে আর নাই বা কংগ্রেস কালে। আমাদের শক্তি , ক্ষমতা রয়েছে বলে এখন মন্দির প্রতিষ্ঠা করছি ,কালের নিয়মে তার পরিবর্তন হবে এমন টা নয়।রাম মন্দির প্রতিষ্ঠা কোনো রাজনৈতিক দলের নয়।এটা সমগ্র ভারতবাসীর পরিচায়ক।তাহলে নৃসিংহ ভাদুড়ি মহাশয়ের কি স্বপ্ন ছিল না যে রামের মন্দির প্রতিষ্ঠা হোক।স্কলার আর পন্ডিত হলে এগুলো করা যায় না। কারণ পন্ডিতেরা বই লিখতে আর বক্তৃতা দিতে পারে।সত্যের জন্য লড়াইও করতে পারে না আর বলতেও পারে না।🙏
K boleche je balmiki ramayan e ullekh nei ? Onek jayegaye ache.
if aNY GOVT WHETHER AKBAR OR BRITISH. Helped to preserve Indian heritage deserve our thanks.We learned to respect our past because of them.
নিজে পড়েছেন?@@Chatterbong-travel
@@koushikmitra6548 han.Porechi
Onek jayegaye bola ache je tara mangsho shura ittadi grohon korten. Kon kon prannir mangsho kheten setao bola ache. Amar jotodur mone ache mangsho ta ranna kore kheto seta lekha ache.
Tir dhonuk sudhu rakkhosh marar jonno use korto na.
Ar ami bhebe paina tate dosh ta kothaye ? Manush shei shomoye ja kheto ram er family o tai kheto. Ar ram khatriya chilo. Khete to hobei.
Ramayan er golpo start hocchei to dasrarth deer hunting e gechilen seta diye. Tokhon eto forest chilo, hunting was a sport and herbivores were killed for food. These were small communities almost small tribesmen
Ekhon hotat kore baishnab ra niramish niramish kore lafacche bole to ar past change hoyna. Shara prithibite agriculture er age amra meat consume kortam max
@@Chatterbong-travelreference de kothai ache
আজ থেকে হাজার বছর পরে শ্রী রামকৃষ্ণ দেব যে স্থানে জন্মে ছিলেন সেটা মানুষ ভুলে যাবেন ?? শঙ্করাচার্য যে স্থানে জন্মে ছিলেন সে স্থান মানুষ ভুলে যাবেন?? চৈতন্য মহাপ্রভুর জন্ম স্থান মা গঙ্গার গর্ভস্থ হয়েছে তাই জায়গাটা খুঁজে পাওয়া যায় না..
Selectively বক্তব্য রাখলে চলে না.. শ্রী রামচন্দ্রের বৈরাগ্য ভাব উদয় হওয়ার ফলে তিনি হিমালয় ভ্রমন করতে গিয়েছিলেন। পরবর্তি ক্ষেত্রে বশিষ্ট মুনির সঙ্গে এই বিষয়ে ধর্ম চর্চা হয় যা যোগবশিষ্ঠ গ্রন্থ হিসেবে পাওয়া যায়। যে মানুষের বৈরাগ্য উদয় হয় তিনি মাংস মদ ভক্ষণ করতে পারেন? Logically এটা সম্ভব? কথিত আছে রাম জন্ম ভূমি মন্দির তাঁর ছেলে কুশ তৈরি করেছিলেন। পরবর্তি ক্ষেত্রে সেটি বহু বার নষ্ট হয় এবং তৈরি হয়, যেমন হয়েছে সোমনাথ মন্দির। ভাবুন.. ভেবে যুক্তি রাখুন। স্কন্দ পুরানে exact জন্ম স্থানের উল্লেখ আছে।
শ্রী রামকৃষ্ণের কথায়," শকুন অনেক উঁচুতে ওড়ে কিন্তু নজর থাকে ভাগাড়ে", তেমনি নৃসিংহ বাবুর জ্ঞান অনেক থাকতে পারে, নজর কিন্তু কালীঘাটের ভাগাড়ে। ইন্দিরা গান্ধীর পূজা দেখেছেন, মোদীজীর পূজো দেখতে পাচ্ছেন না? জয় শ্রী রাম ধ্বনিতে এত ভয়?
ভাই আপনি ভাদুরিমশাই এর কথায় শুধু রাজনীতিই পেলেন ওনার অগাধ পাণ্ডিত্য আপনার দৃষ্টিগোচর হলো না। আর দয়া করে যেখানে সেখানে শ্রীরামকৃষ্ণকে উদ্ধৃত করবেন না।
একদম ঠিক বলেছেন, নমস্কার
জয় শ্রী রাম।।
uni bollen jodi iswarik guun thake manush jodi kawke sei gyan e pujo kore tahole take obotar bola jai tini dekhechen Indira Gandhi k manush serkm manchen ... bortoman e modi ji k manchen ...eta ar bollen but modi ji kew abatar swarup dekha jetei pare...eto mota mathai dukhbe na ...
উনি কি ইন্দিরা গান্ধীর প্রশংসা করলেন? এইটুকু বোঝার ক্ষমতা নাই।
@@suparnasen9263ato boro pandit je kashi mathura ke support koren na kalighat er bhoie😂😂akbar je chittorgarh e 30k hindu merechilo take secular bole
A great theologian and a very wise man. This is my first time listening to him and he already gained my enormous respect. It's not very common for an atheist to show high respect for a theologist. But he isn't just a theologist, he is a smart theologist. His first sentence tells it all. 0:36
Actually he is a researcher on scriptures
A SPECIAL TYPE OF PET OF A SCOUNDREL OF KALIGHAT.
@@PR-hx9ci একজন বিদগ্ধ ব্যক্তি বিভিন্ন পৌরাণিক তথ্য নিয়ে তাঁর মতামত ব্যক্ত করছেন। কিন্তু যারা দেখছে তাদের স্কুলে পড়ার যোগ্যতা নেই বলে এই ধরণের তত্ত্ব বুঝতে না পেরে ভাদুরীবাবুকে অপমান করছে।
হরি অনন্ত হরি কথা অনন্তা।।
কহহি সুনহি বহু বিধি সব সন্তা।।
আশাকরি এই উক্তিটির মনে উনি বুঝবেন।।
চমৎকার বর্ণনা সহজ ভাষায়।।
ওখানে বাবরি মসজিদ ছিল, এ তথ্য কোথায় পেলেন স্যার ???
বই পড়ে।
ওখানে অবশ্যই বাবরি মসজিদ ছিল। যেটা বানানো হয়েছিল একটা মন্দির ভেঙ্গে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই
জয়সীতারাম ।
জ্ঞান যখন বিতর্কের জন্ম দেয়, তখন তা সত্যিকারের কোন মানবকল্যাণে কাজে আসে না, জ্ঞান যখন সরলতা ও ভক্তির জন্ম দেয় তখন তা বিশ্বকল্যাণে ব্রতী হয়।
হ্যা, কতোগুলি অন্ধ ভক্তর সৃষ্টি করে।
Ami..apnar fan. Eto sundorvabe apnar porbe suni......unique!!!
He really has a very deep understanding of the Ramayana. Listening to him is always a delight.
😂😂😂
🤣🤣🤣
এই সাংবাদিক ছোকরা কে দেখে মনেহচ্ছে SFI এর মিটিংয়ে এসেছে। আনন্দবাজার এই সব ভুলভাল লোককে পাঠায় কেনো এই ধরনের অনুষ্ঠানে...
শুনে ভালো লাগলো ধন্যবাদ
অতীত অসাধারণ রচনা সেটিং বিরোধী?
Once i went to a conference in Delhi University. At the end of the conference everyone was chanting Jai Sree Ram.
Wonderful.🎉
স্যার, আপনার কাছে কৃতজ্ঞচিত্তে অনুরোধ, দয়া করে কথা অমৃতসমান লেখা সম্পন্ন করুন। এতো ভালো একটি কাজ অসম্পূর্ণ থাকলে আমাদের দুঃখের সীমা থাকবে না। বর্তমান প্রজন্ম পৃথিবীর শ্রেষ্ঠতম এই আখ্যানের রসাস্বাদন থেকে বঞ্চিত হবে। আপনি কি তাই চান? 🙏🏽
উনি একজন খুব অসাধারণ স্যেকুলার পন্ডিত।
Mr Bhaduri and his brother Purandar are alumni of South Point School.
আমরাই (অর্থাৎ মানুষ) মূর্তি তে প্রাণ প্রতিষ্ঠা করছি, চক্ষু দান করছি আবার আমরাই বলছি আমাদের মধ্যে ভগবান নেই মূর্তি তে আছে।
There are so many people
Variation in thinking is mandatory
Na amader moddhei vogoban achhe, ba vogoban er pran shokti achhe, tobe tar sathe amader paap o achhe. Murti joro -bostu tate pran protishtha korte hoy, ei suddhikoron, ahoban, odhibas etc. prokriyar moddhe diye jeta amra 1000 + years dhore follow kore cholchhi.
কে বলেছে আমাদের মধ্যে ভগবান নেই??
ঐখানে একটা রাম মন্দির ছিল এবং সেই মন্দির রামের জন্মস্থান হিসেবেই মানুষ মনে করে। তাই এই জায়গাটাতেই মন্দির বানানো হয়েছে ।
OMG - this journalist has no idea what he is talking about.
Anandabazar: next time if you want to interview a vast knowledgeable person like N.P. Bhaduri, please send a journalist who has at least some depth on this subject.
The journalist, in here, ruined the whole interview.
True
True
Today, this generation doesn't know, the basic legacy of Ramayan and Mahabharat, hence you can't expect him to take interview of such prudent theological explanation.
Interviewer er main agenda hocche ram ki mangsho khai 😂😂
আনন্দবাজার পত্রিকার থেকে এর চেয়ে বেশী আশা করা উচিত নয় .
জেনে বুঝে একটা নেগেটিভ নেরেটিভ তৈরী করার আপ্রাণ চেষ্টা. দেয়াল লিখন পরিষ্কার " আনন্দবাজার পরলে পিছিয়ে পরতে হয় "।
সাংবাদিককে একটা ওল্ডমঙ্ক দিয়ে বসিয়ে রাখ কেউ
এই কমেন্টটা কিন্তু বলে দেয় যে আপনিও কম নিম্ন রুচিসম্পন্ন ব্যাক্তি নন !
@@mangaldip4177 হিন্দি বেল্ট এর প্রভাব আর কিছু না 😂
Its also a light to think deeply. Very nice. Pronam Sir Ji.
A cynical reporter trying to extract points to prove his agenda
As he was ordered from upper level
the questions were relevant and unbias, perhaps the cynicism is in ur perception
Khub valo laglo sir.
সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ
Khub sundor laglo alochona ti. Opurbo sakkhatkar. Onek kichu janlam. Jini interview niven Sir er takeo abong tar prosno guli oti obossoi obhiggo senior Sir er uttar guli osadharon laglo. ❤💐🙏💐
Sir, hara krishna hara krishna krishna krishna hara hara.hara rama hara rama ramarama hara hara.
অবশ্যই ভালো আলোচনা
একজন জ্ঞানী ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা সম্বন্ধে সঠিক ধারণা দিতে পারলেন না বর্তমানে যারা সরকারে রয়েছে তাদের সঙ্গে বেশি সংযোগ না রেখে যিনি পড়াশোনা করেন সেইসব পুঁথি নিয়ে পড়াশোনা করুন তাহলে হয়তো আমরা সঠিক উত্তর পেতাম স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে বিদ্বান ব্যক্তিকে কি রাজা কি প্রজা এমনি তাকেে সবাই ভালবাসবে, যিনি তার ইন্টারভিউ নিয়েছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ,
Produced by ABP and spoken by a left leaning intellectual. I will take it with a pinch of salt.
Allaha
..kon.ta.sotik
বৈকুণ্ঠ ধাম থেকে রাম : 😮😮 আই অ্যাম তো অবাক!
আসলে যে যেমন সে ভগবানকে তার মতই ভাবে।
উনি একজন পণ্ডিত জ্ঞানী অতি সজ্জন ব্যক্তি। কয়জন আমরা প্রাচীন গ্রন্থ পড়েছি বা তাঁর বিশ্লেষণ শুনেছি। যেকোনো ধর্ম নিয়ে ব্যবসা রাজনীতি ভালো লাগেনা। আজও কত মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায়, বিনা চিকিৎসায় শিশু মারা যায়, প্রয়োজনীয় খাবার ওষুধের কি দাম ! অথচ কোনো রাজনীতি দল এ নিয়ে কিচ্ছু বলেন না, বা সদর্থক কিছু করেন ও না । শুধু রাজনীতি করেন। এটা তো একটা লাভদায়ক ব্যবসা। যোগ্যতার কোনো দরকার নাই, না থাকলেই সে তত বড় নেতা নেত্রী পদে অবতীর্ণ হবেন। আগামী দশ পুরুষের ভবিষ্যত গুছিয়ে নিতে পারবেন। 🙏
প্রণাম janai খুব সুন্দর কথন, আপনার মতামত ভালো লাগলো, তবে jai sree ram এ অসুবিধা কোথায়, ভগবানের ই তো jai গান করা হয়েছে
উনি জয় শ্রীরামে কোন আপত্তি জানান নি। উনি শুধু সীতাকে বাদ দেওয়ার প্রতিবাদ করেছেন। তুমি জয় সীতারাম শুনতে চেয়েছেন।
মমতাকে নিয়ে বক্তব্য চাই বক্তার।
Joy sree Ram।
Tahole to Bangla charte hobe 😂😂
This not retaliation. This is about 'Reparation', which the victim Hindu community definitely deserves.
Abar gadhami
What about those Buddhist and Jain temples you have decimated and assimilated? What about the Hindu temples Hindu rulers have decimated?
@@cayocan1jamati na bham ? Kon level er boraho?
@@appurock6052 Gadhami obyhoto
Hare Krishna 🙏
Vary good 🙏🙏🙏
রামচন্দ্র কি ঐতিহাসিক ব্যক্তিত্ব ? না কল্পকথার নায়ক।
রামনামসত্যহে! দূর্বাশ্বাৠশী সম্ধে যানতে ইচ্ছা করে ।
বাংলা বানানে তো বিশ্ব বিজয়ী মনে হচ্ছে!
Khub valo laglo bhadurimohashoy!!
Janmosthan ayodhya...ghor tao je oi specific jaigai chhilo Ota kothao keo bolchhe na...okhane ekti mandir chhilo ... Islamic gulamir somoi sei mandir tachnoch kore masjid banano hoi...eto apoman ...ekhon jodi sei apomaner protibade sasammane abar ekti rammandir protistha hoi eto ati prosoniyo...dhanyawad
J jotoi proshno koruk bhogoban thiki tar jaygay odhisthan nia niachen 😊😊😊🙏🙏🙏
নৃশিংহ বাবু রাম জন্মভূমির ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। উনি বলছেন 'রামের জন্ম ঠিক সেই স্থানেই হয়েছে যেখানে মসজিদ ছিল সেরমটা নয়' এটা উনি না জেনে বলছেন।
এই মামলায় প্রথম কেস হয় 1858 সালে, যখন কিছু নিহঙ্গ সিখ মসজিদ এ ঢুকে পূজা শুরু করে দেয়। এই বিষয়ে এক পক্ষ হলো বাবা ফকির সিং খালসা এবং আরেক পক্ষ হলো মসজিদ এ জন্মস্থান।
এটা documented prove. আর জন্মস্থান বলতে কার জন্মস্থান এটা বোঝার অপেক্ষা রাখে না। বাঙালি জাতির একটু পড়াশোনা করা উচিত, অল্প জ্ঞান নিয়ে এই সব নৃশিংহ ভাদুরি রা পন্ডিত হয়ে যায়। এটা ঠিক না।
আরো মন্দির তৈরি করা প্রয়োজন। সনাতন ধর্ম আনতেই হবে।এখন আপনাকে প্রশ্ন করা হয়, মুসলিমদের মসজিদেরবেলা নয় কেন?জয় সীয়ারাম 🙏
Interview ta korar agey sudhu matro ekta political angle dewar beparta prime objective na rekhe jodi bishoy tar proti genuine interest rekhe prosnogulo sajaten, bodhoy aro onek bhalo hoto interview ta ebong amra as audience o aro besi upobhog kortam.
নৃসিংহ বাবুকে অসংখ্য নমস্কার ।
Ram o valmiki e kono interest nei reporter er protek ta question politics niye...
Era sob secumaku reporter
@@soumyajitguhathakurta7878 eder lojjao nei jane mandir ta akta Child er take niye Maanso , Mod. Child deer sikhar kore roast kore khache...Kobe je adani ABP ta kinbe and eder chakri khabe tar jonyo wait kore achi..
ধর্ম বলতে আধ্যাত্মিকতায় পূর্ণ আত্মসমর্পণ যা পরম ব্রহ্ম শাশ্বত সনাতন।
So logical and wise explanation.Every word is valuable.
Learned explanation.
Highly informative
🙏
কুযুক্তির মহোৎসব!
tor manoshikata kutshit J@ nwar
Bah darun explanation, uni Archaeological survey of India ke uriye dilen, ei jonnoi too aaj WB ei porjaye eshe dariyeche....bah darun
Aisob intellectual bangalir weakness. Unar tolowar hate ram nabamir michil pochondo noi kintu jokhon other party all_ah ak_bar bole tolowar hate dorja dhakkabe tokhon eder gyan janla diye palabe ai kore ordhek bangla geche baki ta era gift dite chachhe.
Please educate yourself after knowing the internal politics of ASI and don't read the governmental documents as its face value.
@@priyamkonar4118 please educate yourself after knowing the internal and external policies of leftist.......and please try to know the real fact communism
@@IndianNRIsvillagelife every argument is based on the argument of priori and it's a form of fallacy when we situate argument into any political spectrum. Any form of fallacy without priori create a vacuous posteriori judgement that is equally condemnable. That is why it's important to understand argument after considering it's internal properties rather than endeavouring to situate it into any political spectrum.
When you go through the chronology of political events you will find the answer logically and it's the politics that structure the innate consciousness of collective sentiments of hoi polloi sections who think the transcendental reality as only truth.
Science and Supreme Court bolte pare apnar nak golanor kono dorkar nei
ঠিক বলেছেন, স্টাটিসকো!
Apni j sloke gulo Balmiki Ramayana thekay udrito korchen ,
egulo kichu manuser kanay poucholay hoy❤
যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাঁর বিষয় সম্বন্ধে জ্ঞান সীমিত বলেই মনে হয়েছে বারবার। এবং তাঁর প্রশ্নগুলি যেন বড় বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এক বিষেশ রাজনৈতিক অবস্থান থেকে তিনি যেন বারবার কিছু বাঁধা বুলির উত্তরের আশায় প্রশ্ন করছিলেন-তাই অনিবার্যভাবে প্রাণপ্রতিষ্ঠা, আর্য-অনার্য, খাদ্যাখাদ্য নিয়ে প্রশ্ন।
Sera lok❤
Jay ma durga❤
বাংলাদেশে দূর্গা প্রতিমা ভেঙ্গে দেওয়ার সময় প্রতিবাদ করিস ?
Very deep discussion.
But destroyers are condemned and actually they should respect the sentiments of millions of devotees.
Even Boli was destroyed by Vamana
@@subhajitroy3644bali was not destroyed by vamana... Infact bali maharaj was one of the greatest devotee of narayana and as like all devotees wanted the holy feet of lord... that is the greatest wealth for a devotee and he got that.. he got the lotus feet of the lord..
@@ds86496 Absolutely not. The incarnation was taken primarily to kill Boli.
@@subhajitroy3644 bhai tui age nije srimad bhagavatam ta ektu valo kore por...
bali maharaj chilen prahlad maharaj er nati, r tini tar dadur motoi vishnu bhakta chilen.. bhagavan narayan, bali maharaj k marenni, borong tar theke tribhuvan bhikka niyechilen bamon rup dhore r tar mostoke nijer choron rekhechilen...
jei choron paoar jonno, muni rishi ra koti koti bochor toposya koren, ta bali maharaj sudhu nijer bhakti te peyechilen..
sotti ajker eisob hindu bangali der obostha dekhe khub kharap lage... je bhumi te mahaprabhu esechilen, jei bhumi te thakur ramakrishna esechilen sei bhumir hindura nijer shastra e thikmoton porena...
communist virus ra r ki bujhbe esob, ora sudhu bojhe leftist propaganda..
@@ds86496 এটা শ্রীমদ্ভগবদ্গীতায় আছে? ভিক্ষা নেওয়ার অছিলায় তিনি দুটো পা রেখে তৃতীয় পা রাখার জায়গা পাননি বলেই বলি বাধ্য হয়েছিলেন মাথা পেতে দিতে।
is there any material proof of Ram's Ajodhya?
রামায়ণো সীতা কে উদ্ধার করাটা রামের যতটা কর্তব্য ছিলো... বর্তমানে রাম মন্দির টা উদ্ধার করে নবরূপে নির্মিত হওয়াটাও ততটাই সঠিক ও পালনীয় কর্তব্য বলেই আমার মনে হয়.....
আর সীতাকে অগ্নিপরীক্ষা তে পাঠানো টাও কি তার কর্তব্য ছিল??
Good 👍
খুব দুঃখ হয় যখন অর্ধ জ্ঞানী এবং ধর্মান্ধ হিন্দুরা নৃসিংহ বাবুর সম্পর্কে না জেনে গাল মন্দ করে যাচ্ছে।
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় যে উচ্চ জ্ঞানে জ্ঞানী তা আপনি জানলেন কিভাবেĺl
@@SoumitraBiswas-h4n nije giye onar TH-cam channel dekhun ebong budhhi o bibek diye onar kotha guli shunun.
আপনি যে ভাবে জেনেছেন উনি অজ্ঞ।,সেই ভাবে ই
গাল মন্দ করা মানে মূর্খদের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
@@SoumitraBiswas-h4nuni historian, indologist, puranbid. Apnar theke ontoto 100 gun gyan ache Onar indian epic and mythology niye
প্রাচীন কথা জানার জন্য বই কিনে পড়ার সময় কম।আপনার কিছু শ্লোক সহিত ব্যাখ্যা আমাদের সমৃদ্ধ করে খুব ভালো লাগে।আমাদের বঞ্চিত করবেন না।আমরাও সপ্তম শ্রেণী থেকে সংস্কৃত পড়েছি ,প্রণাম নেবেন।🙏🙏
I would just like to give my opinion on the last question asked by the reporter that, our forefather fought for a century to free our motherland and common people of our country form in humiliating suffering done by British. We see that Indians have always shown tolerance towards other religions which other people took wrongly and tried to destory not only our country but our culture our religion sentiment and our people. When three words 'Jai Shri Ram' has the power to bring 100 crores people together then there is nothing wrong. We all have rights to save our culture our religion. We can only say our culture is safe only when our kids will tell "Suprabhat" instead of good morning and namastey instead of Hello till that time its our duty to incorporate our culture and religious believes in our next generation. Only that can save us and our country. Otherwise will lose our self identity as Indian as we are losing as Bengalis. As we are losing our identity as intellectual capital
It's not practical to adopt good morning phrase in 24 indian languages. Hence continuing in English is pragmatic. Kindly do not give more importance to hindi, as it is as important as other indian languages not the only language of india
@@pinakighosh8303lol garga's choti... hindi is not indian language but english is originated at park street? I mean u think like that or u r sick?
@@atanubiswas234 why hindi? Tamil is much rich a language. Only because that language has got the state patronage doesn't mean we have to accept it when that language has no rich history of it's own.
@@atanubiswas234 bangla bhasha niye bollei garga r choti ? ar tale apni ki? hindi r dalali korchen? bihari-choti naki ? Bangali r kolokno kothakar.
কিন্ত আপনি ইংরেজি ব্যবহার করলেন। আর একটা কথা, নমস্তে বলতে যাবো কেনো? নমস্কার বলবো।
" ধর্ম এবং রাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত " -
ব্যাখ্যা কর।
সমাজ বিজ্ঞানে এই প্রশ্ন আসে। এ বিষয়ে আপনার মতামত।
A real explanation from a "real" pundit :)
Oshadharon Laglo... ❤ ki Gyan
Thanks