আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
প্রণাম নেবেন স্যার। আপনি আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ রেখে চলেছেন। স্যার আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন স্বাভাবিক ভাবেই তার দর্শক /শ্রোতা কম হবে ।সেটা আপনার মত গুণী নিশ্চয়ই জানেন। কিন্ত আপনার এই জ্ঞান (ভিডিও) অমর ।
স্যার প্রণাম নেবেন স্যার সৌভাগ্য আপনার নয় সৌভাগ্য আমাদের মতন লোকেদের আমি তো আপনার ভিডিও প্রতিদিন দেখি এই যে দেখছি আপনার মতন গুনি ব্যক্তির একটা ভিডিও এটা তো মনে করি আমাদের এই সৌভাগ্য আর খুব ভালো লাগে আপনি আমাদের মতন অধমের কথা মাথায় রেখে প্রতিদিন ভিডিও দেন খুব উপকার হয় আমাদের❤❤ হরে কৃষ্ণ আমি আমার কৃষ্ণ কে খুব ভালোবাসি
সরি একদিন গীতায় থেকে বলুন না খাওয়ার নিয়ম কি আছে কি নেই যারা প্রচন্ড খেতে ভালোবাসে মাংস তারা একটু রেগে যাবেন কিন্তু স্যার আমাদের জন্য একটু ভিডিও করুন আপনার ভিডিও আমি সব সময় দেখি আপনার সব কথাই আমার ভালো লাগে খুব
আপনি যে বিষয়কে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং appreciation পাচ্ছেন সেটাই বড় কথা। সস্তা বিনোদন দিয়ে যখন মানুষ মিলিয়ন মিলিয়ন views এবং silver play button পাচ্ছেন তখন আপনার মত বিষয়বস্তু সম্বলিত channel যে এই অল্প সময়ের মধ্যে এই জায়গা অর্জন করতে পেরেছে তাতে আমরা আশাবাদী। আপনি ভালো থাকবেন স্যার । 🙏
প্রণাম নিবেন স্যার,,আমার বয়স ২২ বছর। ধর্ম, ঐতিহ্য খুব ভালো লাগে আমার,, আপনার কথা গুলো খুব ভালো লাগে স্যার। আপনার সব গুলো ভিডিও দেখি।। ভগবান আপনাকে ভালো রাখুন। বাংলাদেশ থেকে
প্রণাম গুরুদেব .....জীবনের মূল্যবান সময়ই অন্ধকার এর মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু আলো খুব কম জনের কাছে পেয়েছি....আপনার মতো মানুষের শিক্ষা মন্ত্রী হওয়া উচিত...কিন্তু বাংলা র দুর্ভাগ্য
প্রণাম নেবেন🙏।আমি সামান্য একজন মহিলা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম। আপনার সহজভাবে কঠিন বিষয়কে ব্যাখ্যা করাকে আমার কাছে খুবই মনোগ্রাহী। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন স্যার।❤
নমস্কার 🙏 আপনার সমস্ত আলোচনাই আমার খুব প্রিয় ।আজ আহার সমন্ধে আপনি যে কথা বললেন, সে সব শুনে আমার মন কিছু বলল , যদিও আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন। আমার বোধ হয়,একজন ভক্ত ভগবানকে আহার করেন । কেনোনা তহার চোখে তহার দেবতা সর্বসূন্দর , তাই তিনি চান তহার দেবমূর্তিও যেন সুগঠিত সর্বসূন্দর হন । যদিও ব্রহ্ম সত্য ,সত্যই সূন্দর। তবুও ভক্ত শারীরিক সৌন্দর্যকে প্রাধান্য দেন কারণ তিনি তহার চক্ষুইন্দ্রিয় দিয়ে আহার করছেন। উদাহরণস্বরূপ দেবী কালী, তার আদি রুপ বর্ণনা অনুযায়ী।যা আপনার কাছে শুনেছি ,দেবী শুষ্ক শরীরা ,লহিত জিহ্বা, সদা লক লক করছে ,রক্ত নয়না ,ভয়ঙ্করি রুপা। কিন্তু আজ আর দেবী ভয়ঙ্করি নেই, তাহার শরীর উন্নত, তাহার জিহ্বা লক লক করে না,তাহার নয়ন রক্ত বর্ণ নেই। তিনি এখন সূর্দশনা।
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।আপনার কথা গুলো আমি একবার নয়, বারবার শুনি মনে রাখার জন্য। এগুলো নোট করে রাখার মতো।আপনি যে জ্ঞান দান করে চলেছেন তাতে আমার তো মনে হয় সকলের অজ্ঞানের আবরণ কেটে যাচ্ছে, বিশেষ করে আমার। 🙏
আমি ব্যক্তিগত ভাবে আপনার লেখা র ভক্ত।। এখানে আপনার উপস্থাপনা বিভিন্ন প্রসঙ্গে আমার জ্ঞান সুধা বাড়াতে সাহায্য করে। আপনি খুব সুস্থ ও ভালো থাকুন আর্্।আরো
কি বলে প্রশংসা জনাব তার ভাষা আমার জানা নাই। আপনার জ্ঞান আহরণ করে বড় আনন্দ পেলাম। আপনার কাছ থেকে আরো অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি আমার শত কোটি প্রণাম রইলো।
সত্ত্ব ও রজ গুণের নতুন ব্যাখ্যা শুনে ধন্য হলাম। তম গুণ সম্পর্কে কিছু বললেন না। এটা জানার আগ্রহ রয়েছে। আর একটা ব্যাপার -অনেকে বলেন, মসুর ডাল আমিষ। এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানার ইচ্ছা রইলো। প্রণাম নেবেন।
প্রণাম স্যার।আপনার প্রত্যেকটি বক্তব্য পরিপূর্ণ ও যুক্তিযুক্ত।আমি আপনার জ্ঞান ও স্পষ্ট বক্তব্য শুনতে শুনতে কবে থেকে এবং কিভাবে যে আপনার একজন ভক্ত হয়েগেছি জানিনা তবে প্রতিদিন আপনার জ্ঞানের represention উপভোগ ও জ্ঞান লাভ না করতে পারলে মনে হয় কতটা পিছিয়ে পড়ছি।আমি পেশায় একজন advocate।সময় ও সুযোগ করে উঠতে না পারার জন্য বই বা শাস্ত্র পড়ার মতো সৌভাগ্য আমার হয় না।কিন্তু মুঠোফোনে সময় সুযোগ পেলেই অন্য কিছু না দেখে সারাদিন অপেক্ষা করি আপনার vdo কখন দেখব।ধন্যবাদ স্যার অশেষ অশেষ ধন্যবাদ।
আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, খুব মনোগ্রাহী তথ্য সমৃদ্ধ ও ঐতিহ্য পূর্ণ আলোচনা, আপনি সুস্থ থাকুন আমাদের আর ও অনেক বিষয় জানতে সাহায্য করবেন এই প্রার্থনা করি,
আপনার চরণে আমার প্রণাম। আপনার আলোচনা আলোর মতো সবকিছুকেই পরিষ্কার করে দেয় কিন্তু তাও যেনো উষ্ণতা নেই । তবু কেও কেও পেঁচার মতো চোখ না খুলে আপনাকে দোষ দেয় । আসল কথা কারো দোষ থাকলে সে সেই দোষ অন্যকে আরোপিত করে । ভালো থাকুন । জয় গুরু ।
প্রণাম স্যার ব্রাহ্মণ বলে আমার খুব ভাল লাগছে ব্রাহ্মণ ছাড়াও যাদের ভাল লাগছে তাদের ধন্যবাদ এটাও একটা জানার বিষয় আমাদের এত জানা সম্ভব না আপনাকে ধন্যবাদ আরও চাই আমার দারুণ লাগে
এই ক্রান্তিকালে আপনার বাচিক পরিবেশনে আমরা যে কী পরিমাণ রিদ্ধ হচ্ছি তা বলার অপেক্ষা রাখে না। আপনার এই জ্ঞানের পরিষেবাকে কুর্নিশ জানাই। প্রণাম নেবেন স্যার।
প্রবৃত্তি থাকলেও নিবৃত্তি থাকা জরুরি। মনুসংহিতা কে বিকৃত করলো কারা? যুগ অনুযায়ী এক একরকমের সংস্কার সংস্কৃতি তৈরি হয়। আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করি, তার জন্য এতো ভুল ভ্রান্তি। খুব ভালো লাগে আপনার আলোচনা। স্বশ্রদ্ধ প্রণাম জানাই।
স্যার আমার বয়স 20 বছর আমি একজন ছাত্র। আমি আপনাকে চিনেছি এই ইউটিউব এর দৌলতেই। আপানার লেখা লিখি বিশেষ ভাবে পড়ার সৌভাগ্য আমার এখনো হয় নি। কিন্তু আপনার প্রতি টা ভিডিও আমি নিয়ম করে দেখি এবং পুরনো ভিডিও গুলোও দেখেছি বা যেগুলো বাকি আছে ওগুলো দেখছি একটু একটু করে !! আমার খুব ভালো লাগে আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনি। আপনার লেখা লিখি গুলোও অবশ্যই পড়বো। আপনাকে আমি আমার আচার্য্য হিসাবে গ্রহণ করেছি । প্রণাম নেবেন স্যার আশীর্বাদ করবেন যেনো আমি আপনার মতন জ্ঞান অর্জন করি পারি 🙏🏼
খুবই সুন্দর আলোচনা বার বার শুনতে ইচ্ছে করে অসংখ্য প্রনাম জানাই আপনাকে
অসাধারণ অনুভূতি ! এই প্রশ্ন গুলির উত্তর বহুদিন ধরে খুঁজছিলাম 🙏🙏
প্রণাম আপনার শ্রী চরণে 🙏🙏
আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
Apnake dhanyabad
প্রণাম স্যার । আপনার গঠণমুলক ও সহজ আলোচনা সনাতন ধর্মীদের মন -মন্দিরে স্পর্শ করুক এই প্রত্যাশা!
প্রণাম নেবেন স্যার। আপনি আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ রেখে চলেছেন। স্যার আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন স্বাভাবিক ভাবেই তার দর্শক /শ্রোতা কম হবে ।সেটা আপনার মত গুণী নিশ্চয়ই জানেন। কিন্ত আপনার এই জ্ঞান (ভিডিও) অমর ।
স্যার প্রণাম নেবেন স্যার সৌভাগ্য আপনার নয় সৌভাগ্য আমাদের মতন লোকেদের আমি তো আপনার ভিডিও প্রতিদিন দেখি এই যে দেখছি আপনার মতন গুনি ব্যক্তির একটা ভিডিও এটা তো মনে করি আমাদের এই সৌভাগ্য আর খুব ভালো লাগে আপনি আমাদের মতন অধমের কথা মাথায় রেখে প্রতিদিন ভিডিও দেন খুব উপকার হয় আমাদের❤❤ হরে কৃষ্ণ আমি আমার কৃষ্ণ কে খুব ভালোবাসি
সরি একদিন গীতায় থেকে বলুন না খাওয়ার নিয়ম কি আছে কি নেই যারা প্রচন্ড খেতে ভালোবাসে মাংস তারা একটু রেগে যাবেন কিন্তু স্যার আমাদের জন্য একটু ভিডিও করুন আপনার ভিডিও আমি সব সময় দেখি আপনার সব কথাই আমার ভালো লাগে খুব
আপনি যে বিষয়কে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং appreciation পাচ্ছেন সেটাই বড় কথা। সস্তা বিনোদন দিয়ে যখন মানুষ মিলিয়ন মিলিয়ন views এবং silver play button পাচ্ছেন তখন আপনার মত বিষয়বস্তু সম্বলিত channel যে এই অল্প সময়ের মধ্যে এই জায়গা অর্জন করতে পেরেছে তাতে আমরা আশাবাদী। আপনি ভালো থাকবেন স্যার । 🙏
কঠিন বিষয় গুলোকে এত সহজ করে পরিবেশন করার ক্ষমতা আমায় মুগ্ধ করেছে, আমি আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি।
প্রনাম স্যার ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু করুন সুস্থো রাখুন।
স্যার,আপনি সুস্থ্য থাকুন।আর এই ভাবেই আমরা ঋদ্ধ হই।প্রণাম নেবেন।
প্রণাম নিবেন স্যার,,আমার বয়স ২২ বছর। ধর্ম, ঐতিহ্য খুব ভালো লাগে আমার,, আপনার কথা গুলো খুব ভালো লাগে স্যার। আপনার সব গুলো ভিডিও দেখি।। ভগবান আপনাকে ভালো রাখুন।
বাংলাদেশ থেকে
এ কথা সত্যি যে ব্রাহ্মণ এখন বিরল যারা আছে তারা তথা কথিত ব্রাহ্মন - আর যা বলেছেন সবই ঠিক প্রনাম জানাই-
অপূর্ব মনোগ্রাহী আপনার আলোচনা । আমি যখনই সময় পাই মুগ্ধ হয়ে শুনি ।। ভালো থাকুন ।সুস্থ থাকুন ।আমার প্রনাম নেবেন ।।🙏❤
সত্যিই আপনি জ্ঞানের ভাণ্ডার।🙏🏼 যত শুনি তত সমৃদ্ধ হয়। আমার প্রণাম নেবেন।🙏🏼
প্রণাম গুরুদেব .....জীবনের মূল্যবান সময়ই অন্ধকার এর মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু আলো খুব কম জনের কাছে পেয়েছি....আপনার মতো মানুষের শিক্ষা মন্ত্রী হওয়া উচিত...কিন্তু বাংলা র দুর্ভাগ্য
আমি গত ৩০ বছর ধরে আপনার লেখা পড়ছি। এখন আপনাকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে।
প্রণাম নেবেন🙏।আমি সামান্য একজন মহিলা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম। আপনার সহজভাবে কঠিন বিষয়কে ব্যাখ্যা করাকে আমার কাছে খুবই মনোগ্রাহী। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন স্যার।❤
নমস্কার 🙏
আপনার সমস্ত আলোচনাই আমার খুব প্রিয় ।আজ আহার সমন্ধে আপনি যে কথা বললেন, সে সব শুনে আমার মন কিছু বলল , যদিও আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন।
আমার বোধ হয়,একজন ভক্ত ভগবানকে আহার করেন । কেনোনা তহার চোখে তহার দেবতা সর্বসূন্দর ,
তাই তিনি চান তহার দেবমূর্তিও যেন
সুগঠিত সর্বসূন্দর হন । যদিও ব্রহ্ম সত্য ,সত্যই সূন্দর। তবুও ভক্ত শারীরিক সৌন্দর্যকে প্রাধান্য দেন কারণ তিনি তহার চক্ষুইন্দ্রিয় দিয়ে আহার করছেন।
উদাহরণস্বরূপ দেবী কালী, তার আদি রুপ বর্ণনা অনুযায়ী।যা আপনার কাছে শুনেছি ,দেবী শুষ্ক শরীরা ,লহিত জিহ্বা, সদা লক লক করছে ,রক্ত নয়না ,ভয়ঙ্করি রুপা।
কিন্তু আজ আর দেবী ভয়ঙ্করি নেই,
তাহার শরীর উন্নত, তাহার জিহ্বা লক লক করে না,তাহার নয়ন রক্ত বর্ণ নেই। তিনি এখন সূর্দশনা।
আমাদের এই অমূল্য শাস্ত্র গুলো আপনার মাধ্যমে জানতে পেরে ধন্য।
খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার কাছে। ❤️
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।আপনার কথা গুলো আমি একবার নয়, বারবার শুনি মনে রাখার জন্য। এগুলো নোট করে রাখার মতো।আপনি যে জ্ঞান দান করে চলেছেন তাতে আমার তো মনে হয় সকলের অজ্ঞানের আবরণ কেটে যাচ্ছে,
বিশেষ করে আমার। 🙏
স্যার আপনাকে এই channel শুরু করার জন্য কীভাবে ধন্যবাদ দেব জানিনা। এই channel যেন চলতেই থাকে, কখনও বন্ধ নাহয়, এই কামনা করি 🙏
আমি কিছু দিন যাবত আপনার ধর্মীয় আলোচনা শুনছি। শুনতে ভালোই লাগছে। জানান আগ্রহ ক্রমশ বাড়ছে..
কি ভালো লাগে আপনার মুখ নিঃসৃত কথা ❤️❤️❤️ মন্ত্র মুগ্ধ হয়ে শুনি সময় পেলেই 💐💐🙏🌹🌹❤️❤️
আমি ব্যক্তিগত ভাবে আপনার লেখা র ভক্ত।। এখানে আপনার উপস্থাপনা বিভিন্ন প্রসঙ্গে আমার জ্ঞান সুধা বাড়াতে সাহায্য করে। আপনি খুব সুস্থ ও ভালো থাকুন আর্্।আরো
Apnar video lecture gulo khub valo hay .roj suni . Pronam janai
অসাধারণ, এর থেকে সহজ ব্যাখ্যা হতে পারে বলে ভাবাই যায় না।
আপনার বক্তব্যগুলি ও জ্ঞানগর্ভ আলোচনাগুলি আমাকে বারবার সমৃদ্ধ করেছে।আপনাকে ঈশ্বর দীর্ঘায়ূ প্রদান করুন।
ভালো লাগলো,জগৎ গুরু শঙ্করাচার্য এর আহারের কথা শুনে।
জয় শ্রী রাম।❤❤❤❤🎉
এতো সুন্দর করে বিস্তারিত ভাবে আপনি বোঝান যে, অতি কঠিন ব্যাপারগুলোও আমি খুব সহজে বুঝি! প্রণাম গ্রহণ করবেন স্যার! 🙏❤️❤️
ছোট বেলায় দাদুর মুখের এমন শুনতাম।
আপনারা মতো দেখতে আমার দাদু💝
সামনে বসে আপনার মুখে সত্য শুনার বড়ো ইচ্ছে আমরা 💝
কি বলে প্রশংসা জনাব তার ভাষা আমার জানা নাই। আপনার জ্ঞান আহরণ করে বড় আনন্দ পেলাম। আপনার কাছ থেকে আরো অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি আমার শত কোটি প্রণাম রইলো।
স্যার,অসাধারণ গলার আওয়াজ, ধারাভাষ্য, উপস্থাপনা।
একটা অনুরোধ *মহাভারতের ছয় প্রবীণ এঁদের নিয়ে যদি কোনো বক্তব্য রাখেন* ❤❤❤❤❤
সত্ত্ব ও রজ গুণের নতুন ব্যাখ্যা শুনে ধন্য হলাম। তম গুণ সম্পর্কে কিছু বললেন না। এটা জানার আগ্রহ রয়েছে। আর একটা ব্যাপার -অনেকে বলেন, মসুর ডাল আমিষ। এ ব্যাপারে আপনার মূল্যবান
মতামত জানার ইচ্ছা রইলো। প্রণাম নেবেন।
প্রণাম স্যার।আপনার প্রত্যেকটি বক্তব্য পরিপূর্ণ ও যুক্তিযুক্ত।আমি আপনার জ্ঞান ও স্পষ্ট বক্তব্য শুনতে শুনতে কবে থেকে এবং কিভাবে যে আপনার একজন ভক্ত হয়েগেছি জানিনা তবে প্রতিদিন আপনার জ্ঞানের represention উপভোগ ও জ্ঞান লাভ না করতে পারলে মনে হয় কতটা পিছিয়ে পড়ছি।আমি পেশায় একজন advocate।সময় ও সুযোগ করে উঠতে না পারার জন্য বই বা শাস্ত্র পড়ার মতো সৌভাগ্য আমার হয় না।কিন্তু মুঠোফোনে সময় সুযোগ পেলেই অন্য কিছু না দেখে সারাদিন অপেক্ষা করি আপনার vdo কখন দেখব।ধন্যবাদ স্যার অশেষ অশেষ ধন্যবাদ।
অপূর্ব আলোচনা, আহার শব্দের ব্যাখ্যা শুনে আমার পঞ্চ ইন্দ্রিয়ে শিহরণ খেলে গেল। আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন।
আপনার মুখ থেকে শোনা প্রতিটি কথা প্রতিটি পরামর্শ আমাদের কাছে অতি মূল্যবান উপহার । আপনি ভাল থাকুন ।প্রণাম ।
আপনার বিভিন্ন রকমের ভিডিও অতি সাধারণ মানুষ কে ও সমৃধ করেছে ! অশেষ ধন্যবাদ , নমস্কার !! 💖🙏🙏🙏
প্রনাম নেবেন।আপনার প্রায় সব আলোচনা শুনিখুব ভাললাগে।ঠাকুর আপনার মঙ্গল করুন।
আপনার আলোচনা সব সময়ই সমৃদ্ধ করে। প্রনাম নেবেন স্যার। 🙏
আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, খুব মনোগ্রাহী তথ্য সমৃদ্ধ ও ঐতিহ্য পূর্ণ আলোচনা, আপনি সুস্থ থাকুন আমাদের আর ও অনেক বিষয় জানতে সাহায্য করবেন এই প্রার্থনা করি,
অপূর্ব সুন্দর বলেন আপনি স্যার। মন্ত্রমুগ্ধের মতো শুনি। 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
আপনার চরণে আমার প্রণাম। আপনার আলোচনা আলোর মতো সবকিছুকেই পরিষ্কার করে দেয় কিন্তু তাও যেনো উষ্ণতা নেই । তবু কেও কেও পেঁচার মতো চোখ না খুলে আপনাকে দোষ দেয় । আসল কথা কারো দোষ থাকলে সে সেই দোষ অন্যকে আরোপিত করে । ভালো থাকুন । জয় গুরু ।
প্রণাম স্যার ব্রাহ্মণ বলে আমার খুব ভাল লাগছে ব্রাহ্মণ ছাড়াও যাদের ভাল লাগছে তাদের ধন্যবাদ এটাও একটা জানার বিষয় আমাদের এত জানা সম্ভব না আপনাকে ধন্যবাদ আরও চাই আমার দারুণ লাগে
খুব ভালো বলেন আপনি বুঝতে চেষ্টা করি অগাধ শ্রদ্ধা জ্ঞাপন করছি
অপূর্ব !! মুগ্ধ হয়ে শুনলাম।
আমি আপনার বাচনভঙ্গীর একজন গুণগ্রাহী। দূর থেকেই প্রণাম জানাই❤। আপনার সুস্বাস্থ্য কামনা করি।🙏
I'm a Muslim but I like your every video to learn , I've every respect your topic, from Gazipur, Bangladesh
Apni amar gurudev,chhotobela thuri kishori bela theke apnake pori arr apnar thekei mythology premi hoye jai.pranam nebe sir.
এই ক্রান্তিকালে আপনার বাচিক পরিবেশনে আমরা যে কী পরিমাণ রিদ্ধ হচ্ছি তা বলার অপেক্ষা রাখে না। আপনার এই জ্ঞানের পরিষেবাকে কুর্নিশ জানাই। প্রণাম নেবেন স্যার।
চমৎকার ব্যাখ্যা দিলেন আপনি।
আমাদের মত তরুনদের জন্য, আপনি দারুন ভূমিকা রাখতে চলেছেন।
Beautiful explanation...Aha. Pronam Sir Ji
কত কিছু যে জানতে পারলাম। আমার বেদ বেদান্তে ঋষিরা কী বলেছেন এই বিষয়ে জানার খুব আগ্রহ। আপনার আলোচনা শুনে খুবই সমৃদ্ধ হই। প্রণাম নেবেন ।
We are enlightened.
ধন্যবাদ আপনার বক্তব সুমধুর খুব সুন্দর ভালো লাগলো
12:14 আপনার আলোচনা গুলি খুবই মনোগ্ৰাহি। মহর্ষি বাল্মীকির লেখা রামায়ন মহাকাব্যটি নিয়ে আলোচনা করেন।
আমার আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সময় পেলেই শুনি। আমার প্রনাম থাকলো। 🙏🙏🙏🙏
Amar
Pranam
Apnar
Sixa
Atulaniya
.
Apnake onek onek obhinondon janalam👍👍
Khub valo laglo Pranam naben
শুধু আহার নয়, কোনও আচরণেরই সীমা লঙ্ঘন করা উচিত নয় ।
'সর্ব্বমত্যন্ত গর্হিতম্।'
প্রনাম । ভগবান আপনাকে দীর্ঘায়ু করুন ও ভাল রাখুন।
স্যার, অসাধারণ বললেন। প্রণাম।
We always wait for your invaluable videos.They are feast for our ears and minds 🙏
স্যার, মনু ও মন্বন্তর, তার সময়কাল, এই নিয়ে একটা এপিসোড করুন। অনুরোধ রইল।
আপনি ভালো থাকুন ,গোবিন্দ আপনাকে ভালো রাখুন এই ভাবেই আপনি কৃপা করুন ,জয় নিতাই 🙏🙏
অপূর্ব বিশ্লেষণ। অপূর্ব কন্ঠস্বর। প্রণাম নেবেন।
সুন্দর আলোচনা
Ki ashadharon. Pronam neben
অনেক অনেক সুন্দর আলোচনা ।
Khub bhalo lage apnar baktabya
Darun sir....osadharhon....
প্রতিদিন follow করি sir.. ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Sir...apnar uddog ...osadharon..please keep it up.
Khub sundor bolechhen apni
Aami regular suni..khub valo lage. Kato notun bisay jante parchhi. Khub informative n researched. Thank you, Sir.🙏
Sir, you are a wise man. Pranam.
আরো বেশি করে আপনার বিভিন্ন ধরনের উপস্থাপনা চাই।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pronam sir, apnar protyekta boktobbo amr kache omulyo sompod,onek kichui shekhte parchi,jante parchi,onek dhonyobad
আপনাকে সশ্রদ্ধ প্রণাম 🙏🏼🙏🏼
Ami apnar video te anek jinesh sikhte parche… aami apnake anek anek Pranam Janai.. 🙏🙏🙏🙏
স্যার আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে।
প্রণাম 🙏। এরকম একটা আলোচনার দরকার ছিলো। অসাধারণ।
Pranam sir.khub khub bhalo lage apner katha,anaik jante pari
প্রণাম নেবেন স্যার।
Apnar lekhao pori, r ei session gulo follow kori.
অসাধারণ উপস্থাপনা 🙏
স্যার এর চরণে প্রণাম
কোথাও যেনো ভগবান বুদ্ধের মজঝিম পন্থা মনে পড়ে গেলো
আমার প্রণাম গ্রহণ করবেন স্যার 🙏
নমস্কার স্যার। বাংলাদেশ থেকে প্রনাম নেবেন। খুব ভালো থাকুন স্যার।।।
সমৃদ্ধ হলাম।
প্রনাম নেবেন স্যর, আমি আপনার ছাত্র সুমন বোস বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন ।
প্রবৃত্তি থাকলেও নিবৃত্তি থাকা জরুরি। মনুসংহিতা কে বিকৃত করলো কারা? যুগ অনুযায়ী এক একরকমের সংস্কার সংস্কৃতি তৈরি হয়। আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করি, তার জন্য এতো ভুল ভ্রান্তি। খুব ভালো লাগে আপনার আলোচনা। স্বশ্রদ্ধ প্রণাম জানাই।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Quantitatively you are lagging much behind but quality wise you are MUCH above, Sir! Humble 🙏 Regards
স্যার, দ্রৌপদী নিয়ে যদি একটা সিরিজ করেন ভালো হয় ।
Jay manu maharaj
Apurbo bisleson
Eksamay pagaler mato apnar lekha porechi. Ekhon chokher samasya. Apnar ei video ebong bole bujhiye dewa amar kache ekta blessing. Thank you.
প্রণাম।
স্যার আমার বয়স 20 বছর আমি একজন ছাত্র। আমি আপনাকে চিনেছি এই ইউটিউব এর দৌলতেই। আপানার লেখা লিখি বিশেষ ভাবে পড়ার সৌভাগ্য আমার এখনো হয় নি। কিন্তু আপনার প্রতি টা ভিডিও আমি নিয়ম করে দেখি এবং পুরনো ভিডিও গুলোও দেখেছি বা যেগুলো বাকি আছে ওগুলো দেখছি একটু একটু করে !! আমার খুব ভালো লাগে আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনি। আপনার লেখা লিখি গুলোও অবশ্যই পড়বো। আপনাকে আমি আমার আচার্য্য হিসাবে গ্রহণ করেছি । প্রণাম নেবেন স্যার আশীর্বাদ করবেন যেনো আমি আপনার মতন জ্ঞান অর্জন করি পারি 🙏🏼
Pranam
Respected Sir aapni aamader k antato monay koriay dichhen sob samay " je paro ba parun nijeder jinish gulo janun" Sir aapni pronam neben.