পুজা, পেশা, নরবলি এবং যজুর্বেদ || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2024
  • .
    .
    .
    .
    .
    .
    .
    #nrisingha_prasad_bhaduri #vedas #sanhita #yajurved #yajurveda #saregamapa #sargam #samved #rigveda #indianclassicalmusic #history #indianmythology #historyofindia #hindu #bengalipodcast #bengali #shastra #indology #mythology #sanskrit #sanskritlanguage #indianhistory #vedicculture #sanskritliterature #ancientindia #sacrifice #hinduism

ความคิดเห็น • 73

  • @shibupal6401
    @shibupal6401 6 หลายเดือนก่อน +3

    ভাগ্যিস আপনি জন্মেছিলেন, আর আমাদের বোঝাবার ভার নিয়েছিলেন সরস্বতীর বরপুত্র হয়ে। না হলে এসব কোনদিন জানতাম না, কারণ সংস্কৃত শিখে, পড়ে জানতে কয়েক জন্ম লেগে যেত আমার। সাতাত্তরে পড়বো ফেব্রুয়ারিতে, এই প্রথম শুনলাম এসব! আমারও পেশা পড়ানো, আপনার পান্ডিত্যে মুগ্ধ হয়েছি। ভার্চুয়াল সভায় শ্রেষ্ঠ আপনি!
    আপনি বলেছেন এসব খ্রিষ্টপূর্ব ২০০০ বছর আগের ব্যাপার। সুতরাং আজ থেকে চার হাজার বছর আগে। ভাবা যায়? Thank you, Sir!

  • @nartansreemistry1056
    @nartansreemistry1056 4 หลายเดือนก่อน

    অসাধারণ

  • @archanagoswami3528
    @archanagoswami3528 8 วันที่ผ่านมา

    Thank you Sir. You are the son of Saraswati.

  • @user-pr7pk4dd7h
    @user-pr7pk4dd7h 5 หลายเดือนก่อน +3

    প্রণাম নেবেন। আপনি দীর্ঘজীবি ও সুস্থ জীবি হন; যত শুনি আর ও শুনতে মন চায়।

  • @arijitbhattachrya
    @arijitbhattachrya 6 หลายเดือนก่อน +12

    আপনি আপনার শ্রোতাদের সম্পর্কে এতটা সন্দিগ্ধ কেনো জানি না। এটুকু বলতে পারি আমরা শিখতে আপনাকে শুনি। যারা বা যাঁরা নন তাদের বা তাঁদের নিয়ে না ভেবে আমাদের এই ভাবেই শেখান। আমাদের এসব এত সহজে শেখার আর কোনো মাধ্যম নেই। অন্তত যাঁরা এত পড়াশোনা করেন নি নিতান্ত আমাদের মত মধ্য মেধার মানুষ কিন্তু শিখতে ইচ্ছুক, তাঁদের শেখান। ধন্যবাদ।

    • @cool007cool
      @cool007cool 6 หลายเดือนก่อน

      Yes agreed..please don't listen to people who says they do not listen...they will never listen....we are your listeners...we need your knowledge to clear our doubts.

    • @thebongvoice85
      @thebongvoice85 5 หลายเดือนก่อน

      Views তো হতাশ করেই.... তাই সন্দিগ্ধ...

  • @gobindachakraborty6322
    @gobindachakraborty6322 2 หลายเดือนก่อน

    Pronam sir

  • @subratagiri4202
    @subratagiri4202 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Kesheb4552
    @Kesheb4552 6 หลายเดือนก่อน +7

    স্যার আমার প্রণাম নেবেন, সময় করে যদি গোপীগীত বর্ণনা করেন খুব উপকৃত হব।

  • @rekhabhaumik8356
    @rekhabhaumik8356 6 หลายเดือนก่อน +1

    প্রণাম নেবেন। সমুদ্রের মতো knowledge আপনার। খুব সুন্দর সহজ সরল ব্যাখ্যা ।আমার মত অজ্ঞান এর ভীষণ উপকার। আমি বার বার শুনি ও নতুন শুনবার অপেক্ষায় থাকি।

  • @justaseeker2850
    @justaseeker2850 5 หลายเดือนก่อน +1

    যেসব অভিভবকবৃন্দ নিজেদের সন্তানদের সংস্কৃত এবং ভারতীয় পৌরাণিক দর্শন শেখাতে আগ্রহী, তাদের সুবিধার জন্য একটা বিস্তারিত আলোচনা করলে খুব ভালো হয়। কোন বয়সে কোন বই তাদের পড়ানো যায় এবং সংস্কৃত শিক্ষা বাড়িতে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রণাম গ্রহণ করবেন 🙏🏻।

  • @thebongvoice85
    @thebongvoice85 6 หลายเดือนก่อน +1

    কী যে উপকার হচ্ছে... কত কিছু যে হারিয়ে যেত নইলে....🙏

  • @jagobangali8523
    @jagobangali8523 6 หลายเดือนก่อน +1

    APNI BOLE JAN , AMRA APNAR SOB KOTHAI SRODHHA R SATHE GROHON KORBO 🌺💅💅🙏

  • @swastikamajumder1032
    @swastikamajumder1032 6 หลายเดือนก่อน +3

    ধুমাবতি আর দেবী ধুমিনী কে নিয়ে বললে খুব ভালো লাগবে।।।। বাকি সব দশ মহাবিদ্যা সম্পর্কে ও জানতে চাই

  • @parthasarathipatra7732
    @parthasarathipatra7732 4 หลายเดือนก่อน

    Apni chaliye jan sir. Eta Bangali ra Bacharer pr Bachar sunte thakbe.

  • @sayantanbanerjee4602
    @sayantanbanerjee4602 5 หลายเดือนก่อน +2

    স্যার আমাদের দেশে কি কখনও পাশ্চাত্যের দেশগুলোর মত দাসপ্রথা ছিল? কখনও এই বিষয়ে আলোচনা করলে ভাল হয়

  • @sundarbannatureclub5280
    @sundarbannatureclub5280 7 วันที่ผ่านมา

    সুপ্রভাত sir অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটি বিশেষ অনুরোধ যে, যতটা সম্ভব বাংলায় বলুন অতিরিক্ত সাংস্কৃত ব্যবহার করলে বুঝতে খুব অসুবিধা হয়।
    রামায়ণের মতো মহাভারত এর উপর একটি সম্পূর্ণ বাংলায় আমাদের জানালে সম্পৃক্ত হতাম।

  • @SajalBhattacharjee-fw6tt
    @SajalBhattacharjee-fw6tt 6 หลายเดือนก่อน

    Khub sundor ai bhabe apni sikho ker moto janan ❤ ai bhabai aro video chai.

  • @anjandey2940
    @anjandey2940 5 หลายเดือนก่อน

    আপনার প্রদর্শিত পথে চলতে চলতে রত্নের সন্ধান পেয়েছি। আপনি আমার প্রণাম নেবেন।

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 6 หลายเดือนก่อน +1

    প্রণাম নেবেন! অপূর্ব সুন্দর করে উপস্থাপন করেন। 🙏🙏🌹🌹❤️❤️

  • @madhumitaguha5819
    @madhumitaguha5819 6 หลายเดือนก่อน

    Khoob bhalo lagche , anek kichu jante parchi . Please Apni Veda , Upanishad niye continue korun .🙏🏼🙏🏼🙏🏼

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 5 หลายเดือนก่อน

    খুবই তথ্যবহুল, চালিয়ে যান

  • @malaybardhan8728
    @malaybardhan8728 6 หลายเดือนก่อน

    স্যার, আপনার জন্য প্রতিবার সমৃদ্ধ হই আমরা। আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নেবেন🙏🙏🙏

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 6 หลายเดือนก่อน

    Asadharan. Pronam Sir Ji

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 6 หลายเดือนก่อน

    শ্রদ্ধা 🙏। যতো জানছি... আরও জানার আকাঙ্খা বাড়ছে।

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 6 หลายเดือนก่อน

    সত্যিই অনেক কিছু জানলাম স্যার। Thank you.🙏

  • @rekhapathak79
    @rekhapathak79 6 หลายเดือนก่อน

    প্রণাম স্যার, অনেক সমৃদ্ধ হলাম।

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 4 หลายเดือนก่อน

    বিদুর তো পরাশব...

  • @ratnachattopadhyay3068
    @ratnachattopadhyay3068 5 หลายเดือนก่อน

    প্রণাম জানিয়ে একটা সনির্বন্ধ অনুরোধ জানাই ওই ৫৮টি বৃত্তি সম্বন্ধে যদি বিস্তারিত আলোচনা করা সম্ভবহয়, আপনার মাধ্যমে আমার মত অনেকেই নিজের সম্পর্কে জানতে পারছি এত আকর্ষণীয় ভাবে আপনি প্রতিটি পর্ব উপস্থাপন করেন
    জানার আগ্রহ আরও বেড়ে যায়

  • @Mdpnaturelover
    @Mdpnaturelover 6 หลายเดือนก่อน

    সশ্রদ্ধ প্রণাম।

  • @indicasafarnama7676
    @indicasafarnama7676 6 หลายเดือนก่อน

    সমৃদ্ধ হলাম

  • @user-vm8rn2sw5o
    @user-vm8rn2sw5o 5 หลายเดือนก่อน

    Sir Dan ar Data niya akta video din pleas .....🙏🙏🙏

  • @susmitbandyopadhyay5337
    @susmitbandyopadhyay5337 6 หลายเดือนก่อน

    Pranam janai 🙏🙏🙏

  • @parthasarathigoswami2020
    @parthasarathigoswami2020 6 หลายเดือนก่อน

    🙏❤🙏

  • @asamvav
    @asamvav 6 หลายเดือนก่อน

    বৈদিক যুগে সমাজ ও তার বিবর্তন সম্পর্কে জানতে ইচ্ছা রইল। আমার প্রণাম নেবেন।

  • @ankitatrivedi7376
    @ankitatrivedi7376 6 หลายเดือนก่อน

    Namaskar sir 🙏

  • @UKCygnus
    @UKCygnus 6 หลายเดือนก่อน

    প্রণাম নেবেন। এর পরে প্রধান উপনিষদ গুলির এক একটি নিয়ে আপনার বক্তব্য ও আলোচনা শুনতে চাই।

  • @babulohar5679
    @babulohar5679 6 หลายเดือนก่อน

    নমস্কার স্যার।।

  • @user-xx3rx5bj7h
    @user-xx3rx5bj7h 6 หลายเดือนก่อน

    প্রনাম নেবেন স্যার।

  • @manikchakraborty7974
    @manikchakraborty7974 หลายเดือนก่อน

    আমাদের পুজা পদ্ধতিতে সংস্কৃত ভাষায় রচিত যে মন্ত্রগুলি ব্যবহৃত হয়ে থাকে, তার অর্থ এবং তাৎপর্য অনেকেই জানেন না। আচমন, আসন শুদ্ধি প্রাণপ্রতিষ্ঠা থেকে জপ সমর্পণ পর্যন্ত মন্ত্রগুলির ব্যপ্তিবোধ ও মননশীলতা নিয়ে সহজ বাংলায় অনুবাদ করেন, তাহলে আপনার অসংখ্য অনুরাগী উপকৃত হবে। সেই সঙ্গে উপনয়ন, বিবাহ এবং শ্রাদ্ধ কর্মের মন্ত্রগুলিরও অনুবাদ বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণ সম্প্রদায় জানতে উৎসাহী। আপনি যদি অনুগ্রহ করে এ বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন, তাহলে অনুসন্ধিৎসু পাঠক মাত্রই আপনার মন্ত্রমুগ্ধ হয়ে থাকবে। নমস্কার।

  • @puloksikder
    @puloksikder 6 หลายเดือนก่อน

    নমস্কার স্যার

  • @niladrichakraborty1186
    @niladrichakraborty1186 6 หลายเดือนก่อน +2

    কঠোউপনিষদের কিছু কথা শুনতে চাই।

    • @swastikdev8908
      @swastikdev8908 6 หลายเดือนก่อน

      ওগুলো সন্ন্যাসী মুখে শুনতে হয়

  • @aninditabose278
    @aninditabose278 6 หลายเดือนก่อน

    Pronam neben sir, jodi Gopi geet r padaboli kirton baykha koren.

  • @raj_5117
    @raj_5117 6 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার।
    আমার একটা জিনিস জানার ছিল, কোন একজন ব্রাহ্মণ যজুর্বেদ নাকি সামবেদীয় সেটা কিভাবে নির্ধারিত হলো?

  • @papiyadgupta
    @papiyadgupta 6 หลายเดือนก่อน

    আমার জানার ইচ্ছে আছে, মানুষের মনের যে ইগো - লোভ মোহ হিংসা ইত্যাদির বলি দেওয়া র ই রূপক অনুষ্ঠান হতো, যা কি না পরবর্তী তে স্থূল অর্থে প্রাণী বলি দেওয়া তে পরিবর্তিত হলো ?
    নমস্কার জানাই 🙏

  • @sudeshnadas2900
    @sudeshnadas2900 6 หลายเดือนก่อน

    স্যার,বংশনর্তিম কি রনপা চড়ে নাচ হতে পারে না?মধ্য প্রদেশের আদিবাসীরা বাঁশের রনপা চড়ে চমৎকার নাচ করে।আদিবাসীদের মধ্যে বহু প্রাচীন প্রথা সুপ্ত ভাবে রয়ে গেছে।

  • @Konatkhgfh
    @Konatkhgfh 6 หลายเดือนก่อน

    প্রণাম গ্রহণ করিবেন জাপান থেকে ।

  • @shuklapaul42
    @shuklapaul42 5 หลายเดือนก่อน

    ৫৮টিবৃত্তির সম্পর্কে জানতে চাই বিস্তারিত ভাবে।

  • @shuklapaul42
    @shuklapaul42 5 หลายเดือนก่อน

    আপনার উপস্থাপনা ও চিন্তাধারা আমাদের ভাবনা চিন্তা কে পাল্টা তে ও পরিশীলিত করতে সাহায্য করে। এবার সবাই তো সব কিছু ভালোবাসেনা এদের কথা চিন্তা না করে আপনি আমাদের জন্য বলুন।,🙏🏻

  • @shairmikkarmakar3001
    @shairmikkarmakar3001 5 หลายเดือนก่อน

    মানুষকে তার শিকড় কে জানবে সেটাই তো নিয়ম, আপনি শিখিয়ে যান, আমরা শিখব-জানব।

  • @HiHello-ys3od
    @HiHello-ys3od 6 หลายเดือนก่อน

    আরতির মাহাত্ম্য ও তারসাথে ঘন্টার বাজানোর কি সম্পর্ক।

  • @avishekchakraborty-jf1fl
    @avishekchakraborty-jf1fl 6 หลายเดือนก่อน +2

    প্রণাম নিবেন স্যার. "ব্রহ্মসূত্র " সম্পর্কে একটি এপিসোড করবেন এই আশা ব্যক্ত করছি.

  • @user-os6kg3qy9e
    @user-os6kg3qy9e 6 หลายเดือนก่อน

    দয়া করে জানাবেন নরমেধ বলে যে শব্দটি শুনি তার মানে কি

  • @rekhapathak79
    @rekhapathak79 6 หลายเดือนก่อน

  • @nibeditabasu8146
    @nibeditabasu8146 6 หลายเดือนก่อน

    স্যার সীতা দেবী কেযকন রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে যান তিনি কি আসল সীতা মা কে নিয়ে যান ।নাকি ওটা নকল সীতা মা ছিলেন। এই বিষয়ে যদি একটু জানান তাহলে আসল বিষয়ে জানতে পারবো

  • @sunetraadhya5170
    @sunetraadhya5170 6 หลายเดือนก่อน +1

    Apnar kotha jader bojhar moton
    hobe tara thik bujhbe aar mulya debe, apni topic er compromise korben naa please

  • @chandrapal2376
    @chandrapal2376 6 หลายเดือนก่อน

    এখানে যেভাবে বলির ব্যাখ্যা দিয়েছে আমার আচার্যদেব এবং মাশ্রীআনন্দময়ীও ঐএকই ব্যাখ্যা দিয়েছিলেন !?!
    বামাচার মতে কালীপূজার সময় পূজার পরে একটা সূক্ষআত্মাদের উদ্দেশে বলি দিতে হয়। সেটা আর কিছুই নয় মায়ের প্রসাদ নিয়ে গিয়ে গাছের তলায় রেখে আসতে হয় !

  • @sudeshnadas2900
    @sudeshnadas2900 6 หลายเดือนก่อน

    তক্ষন অর্থ তো খোদাই করা।কাঠ খোদাই তো খুবই ধৈর্যের কাজ।

  • @abhir2865
    @abhir2865 6 หลายเดือนก่อน +3

    আপনার এই বলার মধ্যে অনেক ইতিহাস রয়ে যাচ্ছে। আপনি শ্রোতার উৎসাহের জন্য কৃপণ হবে না। শ্রীরামকৃষ্ণের কথায় - পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। আমরা একজন দুর্লভ বাঙালি পণ্ডিতের কাছ থেকে শুনতে পাচ্ছি। না হলে তো কাশি বা দক্ষিণ ভারতে ছুটতে হয়।

  • @uttamdebnath1798
    @uttamdebnath1798 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @meghnathpal
    @meghnathpal 5 หลายเดือนก่อน

    Sir pronam 🙏🏻 ekta confusion kichhutei katchhena. Shastro aar Bed er scope and literal difference ki? Jodi ekta episode koren etar upor tahole khub bhalo hoy. "Jajurbed sanhita" ullekh korlen. Sob guloye jachhe Sanhita, Shastra, Bed, Puraan document structure gulo.

  • @cookroocook5127
    @cookroocook5127 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏