অনেকদিনের অধীর অপেক্ষা খানিকটা বৃথা সাব্যস্ত হল। প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রীরই খুব ভালো অভিনয় সত্ত্বেও সিনেমাটা ঠিক মনে দাগ কাটল না। অভীক সরকারের টানটান রোমাঞ্চময় মেদহীন গল্পগুলোর মধ্যে, তাঁর লেখনশৈলীতে একটা অদ্ভুত জাদু রয়েছে। কৌতূহলী পাঠক শুরু করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঘটা কিছু কাহিনীখণ্ডে, তারপর ধীরে ধীরে কোনো পৌরাণিক উপাখ্যান বা তান্ত্রিক তত্ত্বকথার সাথে সেইসব কাহিনীর সংযোগগুলি উন্মোচিত হতে থাকলে পাঠকের মন রোমাঞ্চে ভরে ওঠে, এবং কাহিনীর শেষ পর্যায়ে যখন সেই তান্ত্রিক রূপকগুলি মূর্ত হয়ে একটা অসামান্য ক্লাইম্যাক্সে পর্যবসিত হয়, তখন পাঠকের মনে এক অতুলনীয় শিহরণের সঞ্চার ঘটে। ‘রক্তফলক’-এ দেবী ছিন্নমুণ্ডার আবির্ভাব ও টেনিয়ার রক্তাক্ত পরিণতি, বা ‘ভোগ’-এ ডামরীর পিশাচিনী রূপধারণের বর্ণনা ছাড়া এই গল্পগুলো অসম্পূর্ণ ও অকল্পনীয়। সেইসব শিহরণ জাগানো বর্ণনা সিনেমায় একেবারেই ফুটে উঠল না। জানি সেন্সরের কারণে সবকিছু এক্সপ্লিসিটলি দেখানো সম্ভব নয়। তাই বলে ‘ভোগ’ ও ‘রক্তফলক’-এর ক্লাইম্যাক্সগুলোকে এত সফট করে দেওয়াটা ঠিক মেনে নেওয়া যায় না। এত ফিল্মেবল গল্পগুলোর এরকম ফ্ল্যাট ডেলিভারি খুবই অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক।
Ekdom sothik er mulyayan apni korechen. Bisheh kore je ba jahara golpo guli poriyache, tader kache ei presentation ta khub e jolo laagbei. Amaro eki mot. Uposthaponata thik bhalo hote giyeo hote parlo na :(
একদম ঠিক, অভীক সরকারের গল্পগুলোর সাথে যেন সঠিক বিচার হলো না, গল্পের সেই সাসপেন্স টাই অনুভূত হল না। জানি না গল্পগুলো এতবার পড়ার জন্য ই নাকি, উত্তেজনা টা মিসিং লাগল
Onek opekkha korechilam, thanks for the upload. Kintu dekhar por mone hochhe Keno dekhlam. Nijer opor ottachar kora hoe gelo. K bhai eto sahosi j eto bhalo golpo gulo niye chelekhela kore diyeche.
Thank you for uploading this movie.❤kintu jara golpo gulo audio story akare shunechen ba porechen tader kache cinema ti khub akta akorshonio mone hobe na ..
Je Ei Video ta Upload Koreche Take Onek Onek Onek Onek Onek Onek Onek Dhonnobad Bhai Ami Pagoler Moto Cinema Ta Khujte Khujte Khujte Hal Chere Diyeichilam😢 Oboshesh e Pelam Thank you Millions To You Bhai ba Didi Jar Channel 🙏🙏🙏🙏🙏🙏
মনে হল অভীক সরকারের এবং ইকুইজিসাম বইটি পড়ছি। দারুন বলবো না কিন্তু বেশ ভালো লাগলো। সিনেমার প্রয়োজনে গল্পের ভোল বদল জরুরী জানি। কিন্তু ভোগ গল্পটির ভোল বদল করতে গিয়ে গল্পটি নিজেস্বতা হারিয়ে ফেলেছে। আর শোধ গল্পের শেষ এ পুরোহিত মশাই এর দশা কুঁয়োতে পড়ে গিয়ে কি হয়েছিল সেটা দেখালে আরো ভালো লাগতো। বাকিটা বেশ ভালো। আর সবটাই আমার একান্ত মতামত। 🌹
তিনটা গল্প না করে দুইটা গল্প দিয়ে সাজালে, এবং ডামরির রুপধারন বা মা ছিন্নমস্তার আর্বিভাব টা আরও সময় নিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা যেন, অন্যদিকে কিছু সিন এমনিতেই করা হয়েছে যার প্রয়োজন ছিল না।
আমার অভিমত, গল্প গুলোর চলচ্চিত্রায়ন একেবারেই হয় নি। কোনো ভৌতিক পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ এই ছবি। অত্যন্ত ভাল কিছু গল্পকে অযৌক্তিক সহজ ভাবে দেখাতে গিয়ে কাহিনীর প্রধান বিষয় , তন্ত্র এবং তার রহস্যময়তাকে উপেক্ষা করা হল, এত প্রতিভাবান অভিনেতা থাকা সত্ত্বেও তাদের সেভাবে ব্যবহার করা হল না। সবশেষে, ডাক্তার বাবু কে কোনো ভাবেই তার Co প্যাসেঞ্জার এর কর্তা বলে মনে হয় নি। জোর করে এবং হটাৎ করে মনে হয়না কারোর ওনাদের husband - wife বলে মনে হত। তবুও একজন সাজানো চরিত্রের মুখ দিয়ে এই হঠাৎ অদ্ভূত dialog বলানো হলো। এই ব্যাপারটা অস্বস্তিকর লেগেছে।
History,religion,faith,culture,heritage,superstition,supernatural,fiction and above all new political beliefs and earning profit are the main features of this new era movie 😢😂😂
Dekhbo na 😇😒er theke Sunday Suspense e shona onek better Director ra thik vabe kichui execute korte pare na eijonni r Bangla cinema keu dekhe na, manush er thokar akta limit ache to naki 🤧😪🤢🤒🤕
2019 theke oppekha korchi kobe dekte pabo exam scholarship jonno tokhon dekhte jete parini biggest mistake of my life but ebar r sei anushochona ta r thakbe na thanks for uploading
Akritagya,Antarer Bhalobasha Tapas Paul,Graftaar,Shatru 2011,Bhokatta,Shatru Mitra,Guru,Jio Pagla,Hera Pheri 2016,Hullor,Bouma Villain,Herogiri, Devdoot,Premi,Nabab Nandini,Tonic,Jamai Bodol,Projapoti 2022 full HD original movie upload krun
খুব ভালো। শেষটা বিশেষ করে। তবে দেবী মাতঙ্গী আর উচ্ছিষ্ট চন্ডালীনি সর্বৈব এক নয়। ওই বিষয়ক ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। সিনেমা তো! জনমানসে দাগ কাটে অনেক বেশিই। বিষয়টি উচ্ছিষ্ট চন্ডালীনি হিসেবেই পরিবেশিত হলে একদম দশে দশ হত। যাইহোক, শুভেচ্ছা রইল।
Onek din wait korchilam, hall e dekhe sadh meteni, thanks for uploading
অনেকদিনের অধীর অপেক্ষা খানিকটা বৃথা সাব্যস্ত হল। প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রীরই খুব ভালো অভিনয় সত্ত্বেও সিনেমাটা ঠিক মনে দাগ কাটল না। অভীক সরকারের টানটান রোমাঞ্চময় মেদহীন গল্পগুলোর মধ্যে, তাঁর লেখনশৈলীতে একটা অদ্ভুত জাদু রয়েছে। কৌতূহলী পাঠক শুরু করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঘটা কিছু কাহিনীখণ্ডে, তারপর ধীরে ধীরে কোনো পৌরাণিক উপাখ্যান বা তান্ত্রিক তত্ত্বকথার সাথে সেইসব কাহিনীর সংযোগগুলি উন্মোচিত হতে থাকলে পাঠকের মন রোমাঞ্চে ভরে ওঠে, এবং কাহিনীর শেষ পর্যায়ে যখন সেই তান্ত্রিক রূপকগুলি মূর্ত হয়ে একটা অসামান্য ক্লাইম্যাক্সে পর্যবসিত হয়, তখন পাঠকের মনে এক অতুলনীয় শিহরণের সঞ্চার ঘটে। ‘রক্তফলক’-এ দেবী ছিন্নমুণ্ডার আবির্ভাব ও টেনিয়ার রক্তাক্ত পরিণতি, বা ‘ভোগ’-এ ডামরীর পিশাচিনী রূপধারণের বর্ণনা ছাড়া এই গল্পগুলো অসম্পূর্ণ ও অকল্পনীয়। সেইসব শিহরণ জাগানো বর্ণনা সিনেমায় একেবারেই ফুটে উঠল না। জানি সেন্সরের কারণে সবকিছু এক্সপ্লিসিটলি দেখানো সম্ভব নয়। তাই বলে ‘ভোগ’ ও ‘রক্তফলক’-এর ক্লাইম্যাক্সগুলোকে এত সফট করে দেওয়াটা ঠিক মেনে নেওয়া যায় না। এত ফিল্মেবল গল্পগুলোর এরকম ফ্ল্যাট ডেলিভারি খুবই অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক।
Ekdom sothik er mulyayan apni korechen. Bisheh kore je ba jahara golpo guli poriyache, tader kache ei presentation ta khub e jolo laagbei. Amaro eki mot. Uposthaponata thik bhalo hote giyeo hote parlo na :(
একদম ঠিক, অভীক সরকারের গল্পগুলোর সাথে যেন সঠিক বিচার হলো না, গল্পের সেই সাসপেন্স টাই অনুভূত হল না। জানি না গল্পগুলো এতবার পড়ার জন্য ই নাকি, উত্তেজনা টা মিসিং লাগল
ইস্,এতো ভালো গল্পগুলোর কি জঘণ্য উপস্থাপন, পুরো খাস্তা করে ছেড়ে দিয়েছে
তান্ত্রিক ইউনিভার্স দিয়ে বাংলা সিনেমা গোটা বিশ্ব জয় করতে পারে.....এতো দিন পর একটা মুভি কিছুটা আশা জাগালো❤
কত্ত খুঁজেছি সিনেমা টা .......এতদিনে পেলাম ....🙋🙋👍👍👍
amio same
Akdom...2019 theke khujchi.....
Stti e ty..koto jygai khujechi..ei etodin por pelm..Abhik Sarkar r Golpo pore nesha lege g6e
Akdom... Kobe theke khujjhi
গল্পগুলোকে শেষ করে দিয়েছে। পরিচালকের জেল হওয়া উচিৎ।
😖😖😖😖😖😖 cinema ta na pawa porjonto valo chhilo
যদি কল্পনাতেও এরকম পজিটিভ মাইন্ডসেট পাওয়া যায়, তো ক্ষতি কি?
অসাধারণ
Onek opekkha korechilam, thanks for the upload.
Kintu dekhar por mone hochhe Keno dekhlam. Nijer opor ottachar kora hoe gelo.
K bhai eto sahosi j eto bhalo golpo gulo niye chelekhela kore diyeche.
Thank you for uploading this movie.❤kintu jara golpo gulo audio story akare shunechen ba porechen tader kache cinema ti khub akta akorshonio mone hobe na ..
Most awaited for me…
Asole jayga guloi miss kore gelo😢
❤প্রথমটা শোধ, অনেকদিন ধরে খুজছিলাম। আজ পেয়ে ভালো লাগলো❤
সুকুমার রায় একেই বলেছিলেন সাড়ে বত্রিশ ভাজা।
Ahhh Finally
চাল,ডাল,সবজি,মাছ,মাংস এক নম্বর কোয়ালিটির। তেল মশলা ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু রাঁধূনী নিন্মমানের।
অজস্র ধন্যবাদ। যে এই ছবি আপলোড করেছেন তার কাছে আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ।
Je Ei Video ta Upload Koreche Take Onek Onek Onek Onek Onek Onek Onek Dhonnobad Bhai Ami Pagoler Moto Cinema Ta Khujte Khujte Khujte Hal Chere Diyeichilam😢 Oboshesh e Pelam Thank you Millions To You Bhai ba Didi Jar Channel 🙏🙏🙏🙏🙏🙏
মনে হল অভীক সরকারের এবং ইকুইজিসাম বইটি পড়ছি। দারুন বলবো না কিন্তু বেশ ভালো লাগলো। সিনেমার প্রয়োজনে গল্পের ভোল বদল জরুরী জানি। কিন্তু ভোগ গল্পটির ভোল বদল করতে গিয়ে গল্পটি নিজেস্বতা হারিয়ে ফেলেছে। আর শোধ গল্পের শেষ এ পুরোহিত মশাই এর দশা কুঁয়োতে পড়ে গিয়ে কি হয়েছিল সেটা দেখালে আরো ভালো লাগতো। বাকিটা বেশ ভালো। আর সবটাই আমার একান্ত মতামত। 🌹
তিনটা গল্প না করে দুইটা গল্প দিয়ে সাজালে, এবং ডামরির রুপধারন বা মা ছিন্নমস্তার আর্বিভাব টা আরও সময় নিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা যেন, অন্যদিকে কিছু সিন এমনিতেই করা হয়েছে যার প্রয়োজন ছিল না।
দারুন লেগেছে। অনেকদিন পর একটা ভালো বই দেখলাম।
অনেক দিন ধরে খুঁজছিলাম আজ হঠাৎ
নন্দনে দেখেছিলাম। আবার এই দেখলাম। রক্ত ফলক এর থেকে শোধ আর ভোগের চলচ্চিত্রায়ন বেশি ভালো লেগেছে। অনেকগুলো বছর পর দেখলাম। ভালো লাগলো❤
বাংলা সিনেমার ইতিহাসে এই ফিল্মের ডিরেকশন একটা মাইলফলক;
এর চেয়ে খারাপ ভাবে ডিরেক্ট করা যায়না
এর পরেও ডিরেক্টর কাজ পান??
Finally!!!
অনেক দিন ধরে খুঁজছিলাম,খুঁজে না পেলেই ভালো হতো।
সিনেমাটা কমপ্লিট নয়,,,, তিনটে গল্প একসঙ্গে দিয়ে পুরো খিচুড়ি হয়ে গেছে,,,, শুধু ভোগ গল্প টি একটি পূর্ণ সিনেমার জন্য যথেষ্ট|
মন ভরলো না। 😢
besh laglo
কত্ত খুঁজেছি একমুঠো ঝাঁট। এতদিনে পেলাম
সব কটা গল্পই পুরো চটকে দিয়েছে
😂😂
Finally it's here
😂😂😂😂 এর থেকে সান্ডে সাসপেন্সের অডিও স্টোরি গুলো কয়েক লাখ গুন ভালো
আমার অভিমত, গল্প গুলোর চলচ্চিত্রায়ন একেবারেই হয় নি। কোনো ভৌতিক পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ এই ছবি। অত্যন্ত ভাল কিছু গল্পকে অযৌক্তিক সহজ ভাবে দেখাতে গিয়ে কাহিনীর প্রধান বিষয় , তন্ত্র এবং তার রহস্যময়তাকে উপেক্ষা করা হল, এত প্রতিভাবান অভিনেতা থাকা সত্ত্বেও তাদের সেভাবে ব্যবহার করা হল না। সবশেষে, ডাক্তার বাবু কে কোনো ভাবেই তার Co প্যাসেঞ্জার এর কর্তা বলে মনে হয় নি। জোর করে এবং হটাৎ করে মনে হয়না কারোর ওনাদের husband - wife বলে মনে হত। তবুও একজন সাজানো চরিত্রের মুখ দিয়ে এই হঠাৎ অদ্ভূত dialog বলানো হলো। এই ব্যাপারটা অস্বস্তিকর লেগেছে।
thank you😊😊😊😊
Seriously darun laglo onk din onk khojar pore finally ❤
Waiting for this movie for so many years. At long last.
Ato sundor galpo gulo Emni pindi chotkanor ki dorkar chhilo !
Tv,ott platform...kothao paini film-ta...abosheshe youtube-e pelam...upload korar jonyo ashonkhyo dhonyobaad.🙏🙂.
A গ্রেড গল্প
B গ্রেড ডিরেক্টর
C গ্রেড অ্যাকট্রেস
No wonder অ্যাকট্রেস কেই প্রযোজনা করতে হয়েছে😂
অনেক অপেক্ষার পর
Avik Sarker er thrilling golper eto flat execution bhabtei parini.
Darun ❤❤ Laglo
Finally dekhlam
Paran babu sera
Uttar aasai uchit, satti, khub bhalo laglo, abhinoy khub sundar, upload korar janyo anek dhanyobad
At laaaaassssstttttt…❤❤❤❤❤❤
Sei 2019 er november e release korechilo, exactly 5 bochor aage
History,religion,faith,culture,heritage,superstition,supernatural,fiction and above all new political beliefs and earning profit are the main features of this new era movie 😢😂😂
অনেক বছর অপেক্ষার পর। শেষমেশ...
কেটে ছেঁটে সব শেষ😂😢😅
কৃষ্ণা নন্দ আগমবাগীশের কাস্ট ❤ কিন্তু ডাইরেক্টর এর সমস্যা
Good movie
অবশেষে খুঁজে পাওয়া গেলো
Worst as expected 😂
Sudirgho Onusondhaner Obosaan...😃😃😀
Loved watching it. ❤❤❤
দারুন দারুন। ভীষন ভালো লাগলো। অসাধারণ।
খাজা গল্প। বাজে script এবং খুব খারাপ direction। অভিনয় দিয়ে ওই খামতি গুলো পুষিয়ে দেওয়া যায়নি
কি বাজে সিনেমা। এত খারাপ করে বানানো যায়!
Asadharon
Was waiting for long. Good effort. Need more movies like this. Thanks for sharing...
Khub e darun ashadharon movie kintu ata femous hoine kano ?
Finally
খুব sundar
Khub bhalo
শুধুই ভোগ টা নিয়ে গল্প টা হলে ভালো হতো
Very Nice Movie
Student No.1 Kharaj Mukherjee,Anuradha Roy,Tapas Paul 2011 HD original quality movie ki pawa jabe
কত খুঁজেছি এই সিনেমা টা,, atlast 😅😅
না পেলেই ভালো হতো 😂😂
onek din dhorey opekhkha korchilam
জমেনি। ভোগটা দেখি।
tnx just studio mediawork , eirokom aaro notun movies chai .......subscribe korlam ....
Dekhbo na 😇😒er theke Sunday Suspense e shona onek better
Director ra thik vabe kichui execute korte pare na eijonni r Bangla cinema keu dekhe na, manush er thokar akta limit ache to naki 🤧😪🤢🤒🤕
2019 theke oppekha korchi kobe dekte pabo exam scholarship jonno tokhon dekhte jete parini biggest mistake of my life but ebar r sei anushochona ta r thakbe na thanks for uploading
Finally pelam
Akritagya,Antarer Bhalobasha Tapas Paul,Graftaar,Shatru 2011,Bhokatta,Shatru Mitra,Guru,Jio Pagla,Hera Pheri 2016,Hullor,Bouma Villain,Herogiri, Devdoot,Premi,Nabab Nandini,Tonic,Jamai Bodol,Projapoti 2022 full HD original movie upload krun
সব screenwriter এর দোষ 🤮
Lovely movie 🎬 ❤❤❤❤❤❤
Ekdom prothome gaan tar name ki?
Darun Darun
খুব ভালো। শেষটা বিশেষ করে।
তবে দেবী মাতঙ্গী আর উচ্ছিষ্ট চন্ডালীনি সর্বৈব এক নয়। ওই বিষয়ক ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। সিনেমা তো! জনমানসে দাগ কাটে অনেক বেশিই। বিষয়টি উচ্ছিষ্ট চন্ডালীনি হিসেবেই পরিবেশিত হলে একদম দশে দশ হত।
যাইহোক, শুভেচ্ছা রইল।
ato din dhore wait korchhi.. mucho gusta
5 yr waiting er por
Onek khuje chi ......aj pelam.jak ebar jomiyea dekhbo.
❤
finally satni
তিনটি গল্প আছে, এবং ইনকুইজিশন নেই কেন?
সত্যি বলতে গল্পঃ গুলোর দফারফা করে দিয়েছে। ফালতু ডিরেকশন
Ami to some how Facebook post dekhe doure elam dekhte
#তারানাথতান্ত্রিক ☆☆☆☆☆☆☆☆☆☆
Krishnanada Agambagish Nabadwip ei jonmechhen..Bangladesh e non. R eti kono kalponik choritrou noy...
😮
Jak Sesh Medh pelm 🥰
Tomar mongol hok, jei upload korecho😢
Har Har Mahadev sambhu
Golpo gulor cinema form e jata kore baniyeche! Famous golpo Bhog er mayer bhoge choruye diyeche! Ar very poor casting and acting!
Darun
Movie er starting e j song ta ache otar name ta ki ??
🎉
অভীক সরকারের লেখা,