অসাধারণ একটি ছবি। গ্রাম্যসমাজের জীবন্ত দলিল বলা যেতে পারে এই ছবিকে। এই ছবি আজকের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা দারুণ বার্তা বহন করেছে। প্রতিটি রসবেত্তা বাঙালির দেখা উচিৎ এই ছবি।
মনোমিত দে আপনাকেও আমার ও আমার টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। চেষ্টা করেছি একটা ভাল কাজ আপনাদেরকে উপহার দিতে। কতটা ভালো পেরেছি সেটা আপনাদের অনুভূতি বলে দিচ্ছে। ভালো লাগছে। খুব ভালো থাকবেন। আমাদের পরবর্তী কাজ আসতে চলেছে। 😊❤️🙏
এই,,,নিয়ে,, 4 বার,,,দেখলাম,, আমি,, খুব গর্বিত যে,,আমার দাদা আমাদের সকল কে,,এতো সুন্দর একটা উপহার দিয়েছে,, 💖 আরো,,এই রকম অনেক নুতন কিছু উপহারের আশায় আছি 💖💖💖💖💖
ভীষণ ই খুশি হলাম তোমার কমেন্ট পেয়ে। আন্তরিক ধন্যবাদ। কাজটা করে একটা ইচ্ছে তৈরি হয়েছে মনের মধ্যে। এরকম আরো সুন্দর সুন্দর কাজ তোমাদের উপহার দেবো। 😊❤️🙏
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। একসাথে কয়েকটা দিন আমরা আনন্দ করে কাজ করেছি। সেই দিনগুলোর কথা মনে পড়ে। অবশেষে সেই কাজটা আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি। এটা আমাদের সবার একটা সমবেত প্রচেষ্টা। ভীষণ ভালো থাকবেন। আমাদের পরের গল্পটা আসতে চলেছে। 😊❤️🙏
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে বন্ধু পবন রশিদ। কৃতজ্ঞতা জানাই আমি আমার পক্ষ থেকে ও আমাদের কলাকুশলী দের পক্ষ থেকে। সর্বোপরি এই চ্যানেল এর পক্ষ থেকে। 😊❤️🙏
Bangal Zamindar - Pathshala Ghoti Zamindar - SonaGachi.. East Bengal Then Maulavi teaching in Pathshala Bangladesh Now Maulavi spreading hatred in Madrassa. West Bengal Then - Nobel Prize West Bengal Now - Chal churi Hindu Then - Thought about Education, secular. Muslims Then - Thought about Education, secular. Muslims Now - Jihaadi Hindu Now- Sanghi Gota jaati ta dubey jacche, totha gota desh dubey jacche HAI BANGLA Vande Mataram
অনেক পাওয়া আমাদের। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের স্বীকৃতি গুলো আমাদের কাছে বিরাট পুরস্কার। আমরা দর্শকদের ভালো লাগাতে পেরেছি। চেষ্টা করব প্রত্যেকটা কাজ এরকম হোক; অথবা আরো ভালো করার চেষ্টা করব !!!
Movie ta sotti khub valo hoyeche🤗🤗🤗🤗🤗🤗😍😍😍 Nyle Da , khub natural lagche sobkichu , amon aro valo valo movie asa korchi tomar theke, chaliye jaw dada 👍👍👍👍👍👍👍
আমারও তোর কমেন্ট পড়ে খুব ভালো লাগছে। তার থেকে ভালো লেগেছে তোদের ভালো লাগাতে পেরেছি। দর্শকদের ভালোলাগার থেকে বড় উপহার আর কি হতে পারে?? আমাদের প্রচেষ্টা থাকবে এরপর এরকমই ভালো ভালো গল্প করে যাব, আর তোদের এরকমই আনন্দ দিয়ে যেতে থাকব...! 😊❤️👍
এই নিয়ে তৃতীয় বার দেখলাম !! ছোট্ট ছবি হলেও লুকিয়ে থাকা মানেটা কিন্তু খুবই গভীর , প্রথমেই আসি Background Music এবং গানে , রবি ঠাকুরের এক চেনা গানকে একটু অন্য ভাবে পেয়ে খুব ভালো লাগলো , গায়িকা কে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ সাথে Background Music টাও বেশ মন ছুঁয়ে গেছে... "মৌলবী মাস্টার" এমন একটি ছোট ছবি যা বেশ কয়েকবার দেখতেই হবে কারণ উপরে সাদামাটা মনে হলেও ভিতরে লুকিয়ে আছে এক গভীর চিন্তাধারা !! দ্বিতীয়ত acting , অভূতপূর্ব বলতেই হবে !! বড় অভিনেতারা তো নিঃসন্দেহে ভালো অভিনয় করবেনই কিন্তু যেটা আমায় মূলত আর্কষণ করেছে তা হলো শিশু শিল্পী দের অভিনয় , এবং এটি তখনই সম্ভব যখন কেউ একজন ভালো Director এর হাতে পরে , এক্ষেত্রেও তাই হয়েছে ❤️ চমৎকার অভিনয়... এছাড়াও শেষের দিকে দুটি scene আমায় ভীষণ নাড়া দিয়েছে যা আজকের দিনে দাড়িয়েও অতি প্রাসঙ্গিক , আমি বলবো না কোন scene কারণ আমি চাই আপনারা নিজে দেখে তা খুঁজে বার করুন... Overall Congratulations to the Director and waiting for the next film ❤️❤️ খুবই ভালো লেগেছে !!
In one sentence ‘Maulavi Master’ is simplicity at its best. সহজ কথা সহজ করে বলা বা পরিবেশন করা যে সবসময় সহজ নয়, এটা আমরা প্রায়ই ভুলে যাই। আমার কলেজ জীবনে একটা বিজ্ঞাপন টিভিতে বারবার চোখে পড়ত,... ‘সিমপ্লিসিটি মেঁ এক অদ্ভূত শক্তি হ্যায়’।সত্যিই অদ্ভূত শক্তি আছে সিমপ্লিসিটিতে। সেদিক থেকে বলতে গেলে ‘মৌলবী মাষ্টার’ একদম প্রকৃতির নির্যাস থেকে তৈরি... শুদ্ধ, স্বচ্ছ, এক্কেবারেই ভণিতাবিহীন। কাজেই আমিও ভণিতা না করেই বলছি......Please watch ‘Maulavi Master’। আশাকরি সবার ভালো লাগবে। All the best to Come2the Point Infotainment Media’s future projects.
ভনিতাহীন গ্রাম বাংলার একটা সহজ সত্য ও স্বীকারোক্তিকে সাদাকালোয় পরিবেশন করতে চেয়েছি। কতটা সফল হতে পেরেছি সেটা আপনাদের উচ্ছ্বাসে ধরা পড়েছে। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 😊🙏❤️
এটা মানুষের স্বভাব যে দেশ পর করে ভাগিয়ে দেয়,তবুও মানুষ সেই দেশের চিন্তায় বিভোর থাকে,অতীত কে পরিচর্যা বর্তমান কে উপেক্ষা করে এক কল্পনার মায়াজগতে তারা বিচরণ করে।এটা সব দেশের সব ছিন্নমূল মানুষেরই বেদনার কাহিনী।
Uh, that famous pair of Paran Bandopadhyay and Arun Guhathakurta once again. Strongly reminds me of Cinemawala. Outstanding! Unfortunately, we won't get to see this pair ever again.
এত সুন্দর করে লিখলেন যে মন ভরে গেল। এত ভালো দর্শক পেয়ে আমরাও খুব খুশি। আপনাদের ভালো লাগাতে পেরেছি এতেই আমাদের সার্থকতা। খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন। সামনেই পরবর্তী নিবেদন আসতে চলেছে। 😊❤️🙏
Ak Kothay Ati Asadharon Chobi. Choto Belai Gram Banglai Boro Hoyechi. Ti Moner Govira Dag Kata Galo. Chokh a Jol Asa Galo. Khub e Bastab Obostha tule Dhore A Chobi. Ta Ai 68 Years Age a Asa Anuvab Korchi. Thanks All Artists, Director and Producer. ❤️❤️❤️🙏🙏🙏 . Kolkata.
Deshvag keno hyecilo ek torofa na jene dui torofa janun..hindura se somoi dolit r muslim der kmn achoron krto janun..je "muslim" der ga chule jat jai, sei muslim songkhhagoristho Bangladesh e thakbe kmne
দাদা গ্রাম-বাংলা দেখার যে এক অতৃপ্ত বাসনা তোমার তার নিখুঁত ফুটিয়ে তোলা দেখলাম এই ছবিটিতে।মুগ্ধ হলাম। চিনাপরিচিত এক গল্পকে এতোটা আবেগঘন ভাবে প্রকাশ করলে যে শেষ হয়েও হয়না ।একটা রেশ থেকেই যায়।প্রত্যেকের অভিনয় ও প্রাকৃতিক।তবে ফরিদপুরের সাথে ভাষাগত কিছুটা পার্থক্য দেখা যায়।কেউ নিখুঁত ভাবে দেখলেও এর ভুল ধরতে পারবে না। এখন মনে হলো তোমার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে।নতুন নতুন ছবি তৈরী কর দাদা। তোমার প্রত্যেকটা কাজের জন্য অপেক্ষায় আছি।ভালোবাসা রইল।
চেষ্টা করেছি ভাই। এটা আমাদের সবার সমবেত প্রচেষ্টা। পুরনো সময় কে ফুটিয়ে তোলা। খুব মনোযোগী হয়ে দেখিস, এরকম দর্শক মেলা ভার। অনেক ভালোবাসা ও ধন্যবাদ 😊❤️👍
আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে। আপনাদের মন্তব্য আমাদেরকে আরো উৎসাহিত করছে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা এরকমই গল্প আবার উপহার দিতে চলেছি। 😊
অনেক বড় পাওয়া। আপনার এই কমেন্ট আমাদের কাছে অনেক বড় পাওয়া। ভীষণ ভালো লাগলো। আপনাকে আন্তরিক ধন্যবাদ।ভালো থাকবেন। আমাদের পরবর্তী নিবেদন খুব শীঘ্রই দেখতে পাবেন। 😊❤️🙏
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এমন কথাটি ধীরে ধীরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেল,এলো আধুনিক যুগের পটভূমি পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষ গুলো এই মুহূর্তে এই সময় কালীন এই মুহূর্তে কোথায় হারিয়ে গেল, মানুষের জীবনের ক্ষেত্রে একদিন এমন সব সোনার বাংলাদেশে আজ চুতুরদিকে শুধু জঘন্যতম রাজনীতি কারণেই বলা যায় শুধুই অধঃপতন ঘটে গেল,সৎতা নেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, শুধুই চারিদিকে অবক্ষয় ও অন্ধকার ছেয়ে সুতরাং এ কথা বললে অক্তুত্তি হবে না সবের মূলে ঐ জঘন্যতম রাজনীতির উত্থানের জন্য আর ব্রিটিশ রাজত্বের সময় কালের কূটনীতিক চাল সমগ্ৰ মানুষের জীবনের ক্ষেত্রে নেমে এলো ঐ যে একটি গান আছে না। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর মায়াবী রাত মানুষের জীবনের ক্ষেত্রে নেমে এলো দূরদিন , কোথায় হারিয়ে গেল সোনালী সেই সময় কাল। সুন্দর গ্ৰাম্য পরিবেশ, হয়ে গেল অতি আধুনিক যুগের এ এক অদ্ভুত নৈরাজ্য আর অনাচার দেখা যাচ্ছে। সুতরাং পরাধীন ভারতের সময়ো ছিল এমন সুন্দর গ্ৰাম্য পরিবেশ, কোথাও ডাকে দোয়েল ফিঙে গাছে গাছে নাচেরে সে আমাদের বাঙলা দেশ আমাদেরি বাঙলারে,কি প্রাসঙ্গিক কবিতার বাস্তব সত্য আজ উধাও, অবিভক্ত ভারতের বুকে নেমে আসল ব্রিটিশ রাজত্বের চক্রান্তের কুদৃষ্টি,ভারত ছেড়ে চলে গেলেও অভিশপ্ত দীর্ঘ নিঃশ্বাস টা ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে আজ এই মুহূর্ত পর্যন্ত অনুভব হয়। মায়ের মায়ের এতো স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। কি অসাধারণ সেই সময় কালীন এমন সব কবি সাহিত্যিক পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন,যা আজো পর্যন্ত এমন সব কবিতা ও গানের মাধ্যমে, মনের মনিকোঠায় চিরদিন বিদ্যমান। ষাট বছর আগে ও মানুষ কি আনন্দ আকাশে বাতাসে ছড়িয়ে ছিল,এও এক ধরনের দীর্ঘ নিঃশ্বাস দূষণে পড়ে নষ্ট হয়ে গেছে। সুতরাং দীর্ঘ নিঃশ্বাস বড়োই প্রাসঙ্গিক বিষয়, বর্তমানের প্রেক্ষাপটে যেমন যন্ত্রচালিত বায়ু দূষণ এর জন্য আকাশ বাতাস ছেয়ে গেছে,এও ঐ কারণের একটি কারণ। অনেক উন্নত হলেও চকচকে রেস্তোরাঁ ঝাঁ চকচকে মল হাব, কিন্তু সব ঐ যে একটি গান আছে না। প্রাণহীন শহরের ইতিকথা, লোহার খাঁচায় কাঠের প্রাচিরে শুধুই মর্ম কথা,শোনো বন্ধু শোনো প্রাণহীন শহরের ইতিকথা। মানুষ ছিল 🦍,এটা বরং ভালো ছিল বন বাদ দিয়ে শুধু মানুষ মানুষ বর্তমানের এক অদ্ভুত ভাবে চরম স্বার্থপরতার পরিচয় পরিচিত হয়ে গেছে।প্রায় আশি ভাগ সত্য, সুতরাং আমি আবারও বলবো ঐ একটাই কারণ জঘন্যতম রাজনীতি এর জন্য একশ ভাগ দায়ী। বর্তমানে প্রেক্ষাপটে পটভূমিতে দাঁড়িয়ে মানুষের রাজনীতি করার অধিকার আছে সময় কালের নিরিখে, কিন্তু তা বলে নৈতিকতা ও সততা কে গলা টিপে হত্যা করে? শিল্প শিক্ষা সংস্কৃতি আজ সবের মধ্যেই রাজনীতি এ কেমন সমাজে বুকে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সব ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাস্তব সত্য যা এখন শুধু বোই তেই তা লিপিবদ্ধ হয়ে আছে, ঐ যে একটি গান আছে সেটা লিখে শেষ করছি। গঙ্গা সিন্ধু নর্মদা এই গানটির মধ্যে ঐ যে একটি কথা আছে কৈ রে আগের মানুষ কৈ। এও তো সেই সময় কালের লেখা কারণ ঐ সময়ের কবি সাহিত্যিক শিল্পীরদের ছিল দূরদর্শিতা,যা এই মুহূর্তে একেবারেই যথার্থ সত্য ঘটনা ঘটে চলেছে। কবি সুকান্ত ভট্টাচার্য মহাশয়ের কবিতা টি লিখে শেষ করছি। চাঁদ কে দেখে মনে হয় যেন একখানা ঝলসানো রুটি।কি গ্ৰুঢ় তত্ত্ব ভিত্তিক কথা। সুতরাং সৃষ্টি কর্তা সৃষ্টির মাধ্যমে স্টেপ বাই স্টেপ একের পর এক এমন সব মহাত্মাগণ ও মহামানব কে এই ভূখণ্ডের মাঝে অবতীর্ণ হওয়ার জন্য এমন একটি সিসটেমেটিক্যালি,আদি থেকেই তিনি সৃষ্টি করে ছিলেন। কাল চক্রে ঘুরে ঘুরে পৃথিবী আবার হবে শান্ত, এই যে প্রাকৃতিক দুর্যোগ এ তারি পূর্বাভাস যা দেখা যাচ্ছে সুতরাং এ ভাবেই সৃষ্টি ধ্বংসের লীলা খেলা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এটাকেই বলে ঐ যে একটি গান আছে না রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে বলেছিলেন।প্রথম আদি তব শক্তি পরম উজ্জ্বল জ্যতি। স্বামীজী নিজের মুখে বলেছিলেন,নাহি সূর্য নাহি জ্যোতি।কি অদ্ভুত সৃষ্টি রহস্যের লীলা খেলা। যুগ যুগান্ত ধরে পৃথিবীর বুকে চলে আসছে।
Ki je bhalo laglo...bole bojhano jabena..eto shanto, snigdho, mon bhalo kora ekta short film.... oshadharon obhinoy, direction, camera....made my day ....best wishes thaklo, khub bhalo kore kaj kore jao
Excellent Outstanding, Very nice Story, all actor is Very good Acting, & others Childrens good acting, Great actor is Paran bondhypadhy Casting, so otherwise is Very good Short film " মৌলবী মাস্টার " ।। So অনেকদিন পর একটা খুব সুন্দর মনের মতো গল্প দেখলাম, I think.. এখানো সমাজে যারা গরীব মানুষরা যাঁরা অাচ্ছেন তাদের ঘরে অন্য অভাবে তাদের সন্তান দের নিয়ে মাঠে দিন মজুরি করে, কিন্তু এরপর সেই সন্তান মনে শিক্ষার অালোর সুযোগ পেতে পারে না। So Kipti UP , Thanks for all everyone, Director, Editor, Video Photography, Technician, Writer, Etc. অসংখ্য ধন্যবাদ সবাইকে 🙏🙏🙏 এই রকম একটা খুব সুন্দর Short film Create করার জন্য ।।
Thanks a Ton for Your Beautiful Comment... এত সুন্দর বললেন মন ভরে গেল। আমরা চেষ্টা করেছি, এটাই আমাদের সার্থকতা... আমরা পেরেছি আপনাদের ভালো লাগাতে....!! আপনাকে অনেক অনেক ধন্যবাদ ........
সুপ্রভাত, সুধী দর্শক বন্ধুরা, যারা আমাদের 'দেখ কি কান্ড' সিরিজের প্রথম গল্প মৌলবী মাষ্টার দেখলেন ও অনুভব করলেন বা উপভোগ করলেন; আপনাদের জানিয়ে রাখি এই সিরিজের পরবর্তী গল্পটি খুব শীঘ্রই আসতে চলেছে। দর্শক বন্ধুরা, আশাকরি দ্বিতীয় গল্পটি ও আপনাদের একই রকম ভালো লাগবে। এটিও সাদাকালোয় পুরনো দিনের গল্প, যা আপনার নস্টালজিয়া কে উসকে দেবে। তাই আপনাদের কে একান্তই অনুরোধ করবো।। আমাদের Come2the Point TH-cam Channel টিকে সাবস্ক্রাইব করার জন্য। 👇 th-cam.com/channels/fQdJLKQRsGOt6b9tdIpURA.html সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন, সবার জন্য এই প্রার্থনাই করি 🙏🙏❤️❤️
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏❤️❤️ প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যদি আপনাদের ভালো লেগে থাকে অথচ এখনও লাইক দেওয়া বাকি আছে, প্লিজ লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসগুলো লিখবেন। সত্যি কথা বলতে কি, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোলাগা আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করছে। আরেকটি কথা জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে এই রকমই আরেকটি শর্ট ফিল্ম আপলোড হতে চলেছে, তাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি 🔔 ক্লিক ✔️ করে রাখবেন রাখবেন। কারণ, সাবস্ক্রাইব করা থাকলে আপনারা ঠিক নিজে থেকেই জানতে পেরে যাবেন, পরবর্তী পোস্ট কি হচ্ছে।
অসাধারণ একটি ছবি। গ্রাম্যসমাজের জীবন্ত দলিল বলা যেতে পারে এই ছবিকে। এই ছবি আজকের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা দারুণ বার্তা বহন করেছে। প্রতিটি রসবেত্তা বাঙালির দেখা উচিৎ এই ছবি।
ভীষণ ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। আর এই গল্পটা নিয়ে তোমরা এত সুন্দর প্রতিবেদন দিয়েছো, মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ ও ভালোবাসা ❤️
@@LPtv-os5od অসংখ্য ধন্যবাদ 🙏
khub bhalo laglo
অপূর্ব, এক কথায় বলা যায়
Khub sundar.laglo.ki.apurbo.
আহা-হা!!! মন জুড়িয়ে গেল। এই সম্প্রীতি কি আর কখনো ফিরে পাবো? জয়তু। আমার সোনার বাংলা।
Durdanto!! Satti khub bhalo laglo..... thank you.
দুর্দান্ত টা শোনার জন্য অপেক্ষা করছিলাম। ভালোলাগাতে পেরেছি জেনে প্রচন্ড খুশি হয়েছি ! 😊❤️🤟
অনেক সুন্দর ছিলো দিন গোলা ২০২৪ সালে দেখলাম আমি
এত ভাল গল্প।।যদিও সবাই এর মর্ম বুঝতে পারবে না।। খুব ভাল গল্প
Bondhu Nyle er khub sundor akta kaj dekhlam...protiti kala kusoli bises kore bachcha ra sotti e khub bhalo...anek suvechcha roilo Nyle er jonno
আমার কাছে অনেক বড় পুরস্কার। আমি সত্যিই ভীষণ ই খুশি হয়েছি !!! ❤️😍😊
খুব সুন্দর দাদা।।।ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্ট পড়েও খুব ভালো লাগলো। ভালো থাকবেন 😍
Nil khub bhalo laglo Moulobi mashter . Scene scenery o khub sundor!!
পরিচালক ও তার পুরো টিম কে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। স্কুল ছুট বাচ্চাদের বাস্তবিক সমস্যা নিয়ে এত সুন্দর মর্মস্পর্শী সিনেমা যা মনের গভীরে দাগ কাটে।
রেশমি দি আন্তরিক ধন্যবাদ
তোমার এই সুন্দর কমেন্টের জন্য।
আমার এত ভালো লাগছে জানো, তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি এটাই তো সার্থকতা !
ভীষণ ভালো থেকো দিদি।
আমাদের পরবর্তী নিবেদন আসতে চলেছে। 😊❤️🙏
মনোমিত দে আপনাকেও আমার ও আমার টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। চেষ্টা করেছি একটা ভাল কাজ আপনাদেরকে উপহার দিতে।
কতটা ভালো পেরেছি সেটা আপনাদের অনুভূতি বলে দিচ্ছে।
ভালো লাগছে।
খুব ভালো থাকবেন।
আমাদের পরবর্তী কাজ আসতে চলেছে। 😊❤️🙏
অসাধারণ শর্ট ফিল্ম।
Khub bhalo laglo❤
মন ছুঁয়ে গেলো, ঢাকা, সাভার থেকে।
Khub sundor akta movie dakhlam agekar diner India and Bangladesh er jibon chitro kendrik akta movie khub sundor laglo.
Ei dhoroner film , darun lage,
এই,,,নিয়ে,, 4 বার,,,দেখলাম,,
আমি,, খুব গর্বিত যে,,আমার দাদা আমাদের সকল কে,,এতো সুন্দর একটা উপহার দিয়েছে,, 💖
আরো,,এই রকম অনেক নুতন কিছু উপহারের আশায় আছি 💖💖💖💖💖
খুব সুন্দর একটি গল্প ৷ আর এই গল্পকে খুব সুন্দর করে তুলেধরেছো নাইল দা❤️❤️
অনেক ভালোবাসার পাপাই। চেষ্টা করেছি। তোদের সবার ভালো লেগেছে এটাই সব থেকে বড় প্রাপ্তি। 😍
খুব সুন্দর হইছে দাদা...বাংলাদেশ থেকে।
আন্তরিক ধন্যবাদ ...🙏❤️😊
Khub valo 👌👌
অনেক ধন্যবাদ আপনাকে 😊😊🙏
সুন্দর লাগলো দাদা। #GOOGLYGUYS
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। ❤️👍😊
খুব সুন্দর হয়েছে নাইল। এমন সুন্দর সুন্দর কাজ আমাদের আরো দিও। শুভেচ্ছা রইল
ভীষণ ই খুশি হলাম তোমার কমেন্ট পেয়ে। আন্তরিক ধন্যবাদ। কাজটা করে একটা ইচ্ছে তৈরি হয়েছে মনের মধ্যে। এরকম আরো সুন্দর সুন্দর কাজ তোমাদের উপহার দেবো। 😊❤️🙏
Darun darun...
খুবই খুশি হয়েছি ভাই।
আমার আরো ভালো লাগছে, তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি।
আন্তরিক ধন্যবাদ 😊🙏❤️
Very good story & acting specially children acting true good
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। একসাথে কয়েকটা দিন আমরা আনন্দ করে কাজ করেছি।
সেই দিনগুলোর কথা মনে পড়ে।
অবশেষে সেই কাজটা আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি।
এটা আমাদের সবার একটা সমবেত প্রচেষ্টা।
ভীষণ ভালো থাকবেন।
আমাদের পরের গল্পটা আসতে চলেছে। 😊❤️🙏
সুন্দর, সাবলিল অভিনয়। ভালো কাজ হয়েছে নাইল দা...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে বন্ধু পবন রশিদ।
কৃতজ্ঞতা জানাই আমি আমার পক্ষ থেকে ও আমাদের কলাকুশলী দের পক্ষ থেকে।
সর্বোপরি এই চ্যানেল এর পক্ষ থেকে। 😊❤️🙏
Bangal Zamindar - Pathshala
Ghoti Zamindar - SonaGachi..
East Bengal Then Maulavi teaching in Pathshala
Bangladesh Now Maulavi spreading hatred in Madrassa.
West Bengal Then - Nobel Prize
West Bengal Now - Chal churi
Hindu Then - Thought about Education, secular.
Muslims Then - Thought about Education, secular.
Muslims Now - Jihaadi
Hindu Now- Sanghi
Gota jaati ta dubey jacche, totha gota desh dubey jacche
HAI BANGLA
Vande Mataram
গ্রামের অপূর্ব প্রকৃতির সাথে সুন্দর ছবি দেখলাম।
গল্প টা খুব সুন্দর তবে শেষ টা আর একটু অন্য রকম কোরে শেষ হোলে আরো ভালো লাগতো।
Debu da n Nyle ,
Oshadharon kaj hoaeche.
R o dekhte chai emn Sundori kaj.
অনেক পাওয়া আমাদের। অনেক ধন্যবাদ তোমাকে।
তোমাদের স্বীকৃতি গুলো আমাদের কাছে বিরাট পুরস্কার। আমরা দর্শকদের ভালো লাগাতে পেরেছি। চেষ্টা করব প্রত্যেকটা কাজ এরকম হোক; অথবা আরো ভালো করার চেষ্টা করব !!!
এই ধরনের ছবি দেখলে নিজেদের ইতিহাস ঐতিহ্যের কথা মনে পড়ে যায়।
নাইল দা ভালোবাসা নিও,,,, অসাধারণ সত্যিই খুব ভালো লাগলো 💞💞
তোমাদেরকে ভালো লাগাতে পেরে আমিও ভীষণ খুশি।
আমিও আমার টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই !❤️😊
Movie ta sotti khub valo hoyeche🤗🤗🤗🤗🤗🤗😍😍😍 Nyle Da , khub natural lagche sobkichu , amon aro valo valo movie asa korchi tomar theke, chaliye jaw dada 👍👍👍👍👍👍👍
আমারও তোর কমেন্ট পড়ে খুব ভালো লাগছে। তার থেকে ভালো লেগেছে তোদের ভালো লাগাতে পেরেছি।
দর্শকদের ভালোলাগার থেকে বড় উপহার আর কি হতে পারে??
আমাদের প্রচেষ্টা থাকবে এরপর এরকমই ভালো ভালো গল্প করে যাব, আর তোদের এরকমই আনন্দ দিয়ে যেতে থাকব...! 😊❤️👍
দাদা,,,তোমাকে,, এবং তোমার টিমকে জানাই,, আন্তরিক ভালোবাসা,, এই রকম সুন্দর একটা উপহার দেওয়ার জন্য 💛💚🧡❤
অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা তোমাকে ❤️❤️💖💖
অপূর্ব ❤ নীল 👌👌👌
আহ্, অবিভক্ত বাংলা!! একটা দীর্ঘশ্বাস!
বাঃ। বেশ।👍
এই নিয়ে তৃতীয় বার দেখলাম !!
ছোট্ট ছবি হলেও লুকিয়ে থাকা মানেটা কিন্তু খুবই গভীর , প্রথমেই আসি Background Music এবং গানে , রবি ঠাকুরের এক চেনা গানকে একটু অন্য ভাবে পেয়ে খুব ভালো লাগলো , গায়িকা কে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ সাথে Background Music টাও বেশ মন ছুঁয়ে গেছে...
"মৌলবী মাস্টার" এমন একটি ছোট ছবি যা বেশ কয়েকবার দেখতেই হবে কারণ উপরে সাদামাটা মনে হলেও ভিতরে লুকিয়ে আছে এক গভীর চিন্তাধারা !!
দ্বিতীয়ত acting , অভূতপূর্ব বলতেই হবে !! বড় অভিনেতারা তো নিঃসন্দেহে ভালো অভিনয় করবেনই কিন্তু যেটা আমায় মূলত আর্কষণ করেছে তা হলো শিশু শিল্পী দের অভিনয় , এবং এটি তখনই সম্ভব যখন কেউ একজন ভালো Director এর হাতে পরে , এক্ষেত্রেও তাই হয়েছে ❤️ চমৎকার অভিনয়...
এছাড়াও শেষের দিকে দুটি scene আমায় ভীষণ নাড়া দিয়েছে যা আজকের দিনে দাড়িয়েও অতি প্রাসঙ্গিক , আমি বলবো না কোন scene কারণ আমি চাই আপনারা নিজে দেখে তা খুঁজে বার করুন...
Overall Congratulations to the Director and waiting for the next film ❤️❤️
খুবই ভালো লেগেছে !!
আমরাও খুব খুশি রে, অনেকদিন পর কিছু ভাল কাজ উপহার দিতে পেরেছি।
অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ 👍😊❤️
অসাধারণ কাজ.... 🙏❤️😊
তোদের ভালো লাগাতে পেরেছি; এটাই তো আমাদের সার্থকতা। অনেক ভালোবাসা ভাই। 🙏♥️😀
In one sentence ‘Maulavi Master’ is simplicity at its best. সহজ কথা সহজ করে বলা বা পরিবেশন করা যে সবসময় সহজ নয়, এটা আমরা প্রায়ই ভুলে যাই। আমার কলেজ জীবনে একটা বিজ্ঞাপন টিভিতে বারবার চোখে পড়ত,... ‘সিমপ্লিসিটি মেঁ এক অদ্ভূত শক্তি হ্যায়’।সত্যিই অদ্ভূত শক্তি আছে সিমপ্লিসিটিতে।
সেদিক থেকে বলতে গেলে ‘মৌলবী মাষ্টার’ একদম প্রকৃতির নির্যাস থেকে তৈরি... শুদ্ধ, স্বচ্ছ, এক্কেবারেই ভণিতাবিহীন।
কাজেই আমিও ভণিতা না করেই বলছি......Please watch ‘Maulavi Master’। আশাকরি সবার ভালো লাগবে।
All the best to Come2the Point Infotainment Media’s future projects.
ভনিতাহীন গ্রাম বাংলার একটা সহজ সত্য ও স্বীকারোক্তিকে সাদাকালোয় পরিবেশন করতে চেয়েছি।
কতটা সফল হতে পেরেছি সেটা আপনাদের উচ্ছ্বাসে ধরা পড়েছে।
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 😊🙏❤️
এটা মানুষের স্বভাব যে দেশ পর করে ভাগিয়ে দেয়,তবুও মানুষ সেই দেশের চিন্তায় বিভোর থাকে,অতীত কে পরিচর্যা বর্তমান কে উপেক্ষা করে এক কল্পনার মায়াজগতে তারা বিচরণ করে।এটা সব দেশের সব ছিন্নমূল মানুষেরই বেদনার কাহিনী।
Beautiful film with a beautiful message. Awesome script nice direction and acting..Kuddos!
আন্তরিক ধন্যবাদ দি,
Thanks for your so beautiful message..
Just I am speechless...
Your feelings is our prize ! ❤️😊🙏
Darun, purano din gulo mone pore galo, ashadharon.
Uh, that famous pair of Paran Bandopadhyay and Arun Guhathakurta once again. Strongly reminds me of Cinemawala. Outstanding! Unfortunately, we won't get to see this pair ever again.
মৌলবী মাস্টার খুব ভালো লাগল। সুন্দর পরিচ্ছন্ন মেকিং। আর আজ অরুনদাকে করোনায় হারিয়ে এতো মন খারাপে আছি, যে বলার নয়। আপনাদের ছবিটাই স্মৃতি জড়ানো হয়ে রইল।
this movie reminds me of my childhood days, very good
এত সুন্দর করে লিখলেন যে মন ভরে গেল।
এত ভালো দর্শক পেয়ে আমরাও খুব খুশি।
আপনাদের ভালো লাগাতে পেরেছি এতেই আমাদের সার্থকতা।
খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন।
সামনেই পরবর্তী নিবেদন আসতে চলেছে। 😊❤️🙏
Ak Kothay Ati Asadharon Chobi. Choto Belai Gram Banglai Boro Hoyechi. Ti Moner Govira Dag Kata Galo. Chokh a Jol Asa Galo. Khub e Bastab Obostha tule Dhore A Chobi. Ta Ai 68 Years Age a Asa Anuvab Korchi. Thanks All Artists, Director and Producer. ❤️❤️❤️🙏🙏🙏 . Kolkata.
@@mujibarrahaman4069 অসংখ্য ধন্যবাদ 🙏🌱
Khub e sundor ❤️
Khub bhalo hoyechhe... Golpo, direction, screen play sob tai bhison bhalo laglo.. R jeta niye bolte hoy bgm.. Khub bhalo..
এটাই আমাদের বড় প্রাপ্তি, ভালো লাগাতে পারছি। ধন্যবাদ বন্ধু 😊❤️🙏
Osadaron Laglo....Nijer Choto belar sriti mone pore gelo...
আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।
চেষ্টা করেছি, সাদাকালোর মোড়কে পুরনো দিনের ছোঁয়াটা কে ফিরিয়ে আনতে।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন 😊
@@golponiyehajir ধন্যবাদ দাদা,আপনি ও ভালো থাকবেন।এই কামনা করি।
Darunnn akta kaj
অনেক অনেক ধন্যবাদ তোমাকে 😃👍❤️
এতো সুন্দর বাংলাটাকে ধ্বংস করে দিল উগ্র মধ্য-পূর্ব বিশ্বাস।
Deshvag keno hyecilo ek torofa na jene dui torofa janun..hindura se somoi dolit r muslim der kmn achoron krto janun..je "muslim" der ga chule jat jai, sei muslim songkhhagoristho Bangladesh e thakbe kmne
অসাধারণ একটি ছবি। ❤
বিবিজান, আহ! কী সম্বোধন! নিশ্চয়ই বিবিজানের প্রাণের গভীরে গিয়ে নাড়া দেয়।
Mone daag kete gelo, bhari sundor
অসংখ্য ধন্যবাদ... 😊
দাদা গ্রাম-বাংলা দেখার যে এক অতৃপ্ত বাসনা তোমার তার নিখুঁত ফুটিয়ে তোলা দেখলাম এই ছবিটিতে।মুগ্ধ হলাম।
চিনাপরিচিত এক গল্পকে এতোটা আবেগঘন ভাবে প্রকাশ করলে যে শেষ হয়েও হয়না ।একটা রেশ থেকেই যায়।প্রত্যেকের অভিনয় ও প্রাকৃতিক।তবে ফরিদপুরের সাথে ভাষাগত কিছুটা পার্থক্য দেখা যায়।কেউ নিখুঁত ভাবে দেখলেও এর ভুল ধরতে পারবে না।
এখন মনে হলো তোমার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে।নতুন নতুন ছবি তৈরী কর দাদা।
তোমার প্রত্যেকটা কাজের জন্য অপেক্ষায় আছি।ভালোবাসা রইল।
চেষ্টা করেছি ভাই।
এটা আমাদের সবার সমবেত প্রচেষ্টা। পুরনো সময় কে ফুটিয়ে তোলা।
খুব মনোযোগী হয়ে দেখিস,
এরকম দর্শক মেলা ভার।
অনেক ভালোবাসা ও ধন্যবাদ 😊❤️👍
অবশ্যই দেখবো তোমার সব কাজ।আমারো অনেক কিছু শেখার আছে যে।তবে এবার নজরুল গীতির অপেক্ষায়!
Nyle da, great work !! ❤
Thank you for the opportunity .
আমাদের নিজেদের জন্য ও হাততালি। সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর গল্প দাঁড় করিয়েছি !! ❤️
সোনার দে-শের,সোনার মানুষ আমরা, আমরা বাংঙালী,,৩২ কোটি, বাংলাভাষীর,এক,অবারিত,সৌন্দর্যের,সবুজ চাদরে ঘেরা, সোনার বাংলা 😢🇧🇩❤️
না, আমরা এখন ভারতীয়।এটা হয়েছে , মহামেডান দের জন্য।
সুন্দর ভাবনার বহিপ্রকাশ।অভিনয় ও দুর্দান্ত।
Khoob khoob sundar ekta chhobi dekhlum. Mon bhore galo.
Osadharon.. khub nikhut vabe futiye tola ekti kaj.. aro egiye jak.. aro boro jaiga pak kajti ei asa rakhi 🖤
চেষ্টা করবো।
শর্টফিল্মের জগতে বলতে পারেন এটা আমার হাতে খড়ি হওয়া। এবং আমি ও আমার বন্ধু দেব গোস্বামীর যৌথ প্রয়াস।
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ! ❤️😊
Ah . Ha what a story. Just impressive 🥰
খুব সুন্দর ভাবনা, তেমনই অভিনয়
চমৎকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊❤️🙏
Khub Bhalo laglo
অসংখ্য ধন্যবাদ 😊
ভালো লাগলো ভাই
অনেক ধন্যবাদ আপনাকে ...🙏😊
besh bhalo laaglo..............
আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।
আপনাদের মন্তব্য আমাদেরকে আরো উৎসাহিত করছে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।
আমরা এরকমই গল্প আবার উপহার দিতে চলেছি। 😊
Asadharan apurba chhabi❤
@@subhasdey7976 🙏🌱
তোমার বৌদি এবং আমরা সবাই দেখলাম। দারুণ লাগলো নাইল দা শুভকামনা রইলো
মাকিম দা,
আমি ও আমার টিম ইউনিটের পক্ষ থেকে তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই !!
তোমার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। ❤️😊🙏
এক এ চন্দ্র
দুই এ পক্ষ❤️
আজও তাৎপর্যপূর্ন ।। খুব ভালো ।।
সুন্দর গল্পের সুন্দর চিত্রায়ন
অনেক বড় পাওয়া।
আপনার এই কমেন্ট আমাদের কাছে অনেক বড় পাওয়া।
ভীষণ ভালো লাগলো।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।ভালো থাকবেন।
আমাদের পরবর্তী নিবেদন খুব শীঘ্রই দেখতে পাবেন। 😊❤️🙏
সময়ের দলিল, অপূর্ব
খুব ভালো লাগলো।
@@RunaMouzeza অসংখ্য ধন্যবাদ 🙏🌱
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এমন কথাটি ধীরে ধীরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেল,এলো আধুনিক যুগের পটভূমি পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষ গুলো এই মুহূর্তে এই সময় কালীন এই মুহূর্তে কোথায় হারিয়ে গেল,
মানুষের জীবনের ক্ষেত্রে একদিন এমন সব সোনার বাংলাদেশে আজ চুতুরদিকে শুধু জঘন্যতম রাজনীতি কারণেই বলা যায় শুধুই অধঃপতন ঘটে গেল,সৎতা নেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, শুধুই চারিদিকে অবক্ষয় ও অন্ধকার ছেয়ে সুতরাং এ কথা বললে অক্তুত্তি হবে না সবের মূলে ঐ জঘন্যতম রাজনীতির উত্থানের জন্য আর ব্রিটিশ রাজত্বের সময় কালের কূটনীতিক চাল সমগ্ৰ মানুষের জীবনের ক্ষেত্রে নেমে এলো ঐ যে একটি গান আছে না। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর মায়াবী রাত মানুষের জীবনের ক্ষেত্রে নেমে এলো দূরদিন , কোথায় হারিয়ে গেল সোনালী সেই সময় কাল।
সুন্দর গ্ৰাম্য পরিবেশ, হয়ে গেল অতি আধুনিক যুগের এ এক অদ্ভুত নৈরাজ্য আর অনাচার দেখা যাচ্ছে।
সুতরাং পরাধীন ভারতের সময়ো ছিল এমন সুন্দর গ্ৰাম্য পরিবেশ,
কোথাও ডাকে দোয়েল ফিঙে গাছে গাছে নাচেরে সে আমাদের বাঙলা দেশ আমাদেরি বাঙলারে,কি প্রাসঙ্গিক কবিতার বাস্তব সত্য আজ উধাও, অবিভক্ত ভারতের বুকে নেমে আসল ব্রিটিশ রাজত্বের চক্রান্তের কুদৃষ্টি,ভারত ছেড়ে চলে গেলেও অভিশপ্ত দীর্ঘ নিঃশ্বাস টা ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে আজ এই মুহূর্ত পর্যন্ত অনুভব হয়।
মায়ের মায়ের এতো স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
কি অসাধারণ সেই সময় কালীন এমন সব কবি সাহিত্যিক পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন,যা আজো পর্যন্ত এমন সব কবিতা ও গানের মাধ্যমে, মনের মনিকোঠায় চিরদিন বিদ্যমান।
ষাট বছর আগে ও মানুষ কি আনন্দ আকাশে বাতাসে ছড়িয়ে ছিল,এও এক ধরনের দীর্ঘ নিঃশ্বাস দূষণে পড়ে নষ্ট হয়ে গেছে।
সুতরাং দীর্ঘ নিঃশ্বাস বড়োই প্রাসঙ্গিক বিষয়, বর্তমানের প্রেক্ষাপটে যেমন যন্ত্রচালিত বায়ু দূষণ এর জন্য আকাশ বাতাস ছেয়ে গেছে,এও ঐ কারণের একটি কারণ।
অনেক উন্নত হলেও চকচকে রেস্তোরাঁ ঝাঁ চকচকে মল হাব, কিন্তু সব ঐ যে একটি গান আছে না।
প্রাণহীন শহরের ইতিকথা, লোহার খাঁচায় কাঠের প্রাচিরে শুধুই মর্ম কথা,শোনো বন্ধু শোনো প্রাণহীন শহরের ইতিকথা।
মানুষ ছিল 🦍,এটা বরং ভালো ছিল
বন বাদ দিয়ে শুধু মানুষ মানুষ বর্তমানের এক অদ্ভুত ভাবে চরম স্বার্থপরতার পরিচয় পরিচিত হয়ে গেছে।প্রায় আশি ভাগ সত্য,
সুতরাং আমি আবারও বলবো ঐ একটাই কারণ জঘন্যতম রাজনীতি এর জন্য একশ ভাগ দায়ী।
বর্তমানে প্রেক্ষাপটে পটভূমিতে দাঁড়িয়ে মানুষের রাজনীতি করার অধিকার আছে সময় কালের নিরিখে, কিন্তু তা বলে নৈতিকতা ও সততা কে গলা টিপে হত্যা করে?
শিল্প শিক্ষা সংস্কৃতি আজ সবের মধ্যেই রাজনীতি এ কেমন সমাজে বুকে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে।
সব ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাস্তব সত্য যা এখন শুধু বোই তেই তা লিপিবদ্ধ হয়ে আছে,
ঐ যে একটি গান আছে সেটা লিখে শেষ করছি। গঙ্গা সিন্ধু নর্মদা এই গানটির মধ্যে ঐ যে একটি কথা আছে কৈ রে আগের মানুষ কৈ।
এও তো সেই সময় কালের লেখা কারণ ঐ সময়ের কবি সাহিত্যিক শিল্পীরদের ছিল দূরদর্শিতা,যা এই মুহূর্তে একেবারেই যথার্থ সত্য ঘটনা ঘটে চলেছে।
কবি সুকান্ত ভট্টাচার্য মহাশয়ের কবিতা টি লিখে শেষ করছি। চাঁদ কে দেখে মনে হয় যেন একখানা ঝলসানো রুটি।কি গ্ৰুঢ় তত্ত্ব ভিত্তিক কথা।
সুতরাং সৃষ্টি কর্তা সৃষ্টির মাধ্যমে স্টেপ বাই স্টেপ একের পর এক এমন সব মহাত্মাগণ ও মহামানব কে এই ভূখণ্ডের মাঝে অবতীর্ণ হওয়ার জন্য এমন একটি সিসটেমেটিক্যালি,আদি থেকেই তিনি সৃষ্টি করে ছিলেন।
কাল চক্রে ঘুরে ঘুরে পৃথিবী আবার হবে শান্ত, এই যে প্রাকৃতিক দুর্যোগ এ তারি পূর্বাভাস যা দেখা যাচ্ছে সুতরাং এ ভাবেই সৃষ্টি ধ্বংসের লীলা খেলা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এটাকেই বলে ঐ যে একটি গান আছে না রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে বলেছিলেন।প্রথম আদি তব শক্তি পরম উজ্জ্বল জ্যতি।
স্বামীজী নিজের মুখে বলেছিলেন,নাহি সূর্য নাহি জ্যোতি।কি অদ্ভুত সৃষ্টি রহস্যের লীলা খেলা। যুগ যুগান্ত ধরে পৃথিবীর বুকে চলে আসছে।
খুব ভালো লাগলো । আগেরদিনের সাথে এখন কার সমাজের কোথাও যেন মিল রয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। মিল তো থাকবেই 😊😊
Ki je bhalo laglo...bole bojhano jabena..eto shanto, snigdho, mon bhalo kora ekta short film.... oshadharon obhinoy, direction, camera....made my day ....best wishes thaklo, khub bhalo kore kaj kore jao
তোদের মত দর্শকের মন গুলোকে ইমোশনাল করতে পারছি, এর থেকে বড় পুরস্কার আমাদের হয়না ! 😊❤️
Khub bhalo laglo. Besh ekta praner tan anubhob korlam. Production value khub bhalo
অসংখ্য ধন্যবাদ দাদা,
আপনার মূল্যবান মতামতের জন্য ! 🙏😊
বাংলাদেশের ফরিদপুর থেকে দেখছি। অসাধারণ লেগেছে। ❤️
Excellent Outstanding, Very nice Story, all actor is Very good Acting,
& others Childrens good acting, Great actor is Paran bondhypadhy Casting, so otherwise is Very good
Short film " মৌলবী মাস্টার " ।।
So অনেকদিন পর একটা খুব সুন্দর মনের মতো গল্প দেখলাম, I think.. এখানো সমাজে যারা গরীব মানুষরা যাঁরা অাচ্ছেন তাদের ঘরে অন্য অভাবে তাদের সন্তান দের নিয়ে মাঠে দিন মজুরি করে, কিন্তু এরপর সেই সন্তান মনে শিক্ষার অালোর সুযোগ পেতে পারে না।
So Kipti UP , Thanks for all everyone, Director, Editor, Video Photography, Technician, Writer, Etc. অসংখ্য ধন্যবাদ সবাইকে 🙏🙏🙏 এই রকম একটা খুব সুন্দর Short film Create করার জন্য ।।
Thanks a Ton for Your Beautiful Comment...
এত সুন্দর বললেন মন ভরে গেল।
আমরা চেষ্টা করেছি, এটাই আমাদের সার্থকতা... আমরা পেরেছি আপনাদের ভালো লাগাতে....!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ........
Truth of Life
Very nice.. simple n presented in very smooth manner.. 👏👏👏
Thanks a lot 😊
Superb to say the least in all aspects.
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দরভাবে বললেন, অনেক বড়ো পাওয়া এটা আমাদের জন্য 🙏🙏
A wonderful story...💖
Excellent... ❤
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি, এটা অনেক বড় পুরস্কার পেয়েছি।
আমাদের পরবর্তী নিবেদন খুব শীঘ্রই আসতে চলেছে।
দেখবেন।
😊❤️🙏
সুপ্রভাত,
সুধী দর্শক বন্ধুরা,
যারা আমাদের 'দেখ কি কান্ড' সিরিজের প্রথম গল্প মৌলবী মাষ্টার দেখলেন ও অনুভব করলেন বা উপভোগ করলেন; আপনাদের জানিয়ে রাখি এই সিরিজের পরবর্তী গল্পটি খুব শীঘ্রই আসতে চলেছে।
দর্শক বন্ধুরা, আশাকরি দ্বিতীয় গল্পটি ও আপনাদের একই রকম ভালো লাগবে।
এটিও সাদাকালোয় পুরনো দিনের গল্প, যা আপনার নস্টালজিয়া কে উসকে দেবে।
তাই আপনাদের কে একান্তই অনুরোধ করবো।।
আমাদের Come2the Point TH-cam Channel টিকে সাবস্ক্রাইব করার জন্য।
👇
th-cam.com/channels/fQdJLKQRsGOt6b9tdIpURA.html
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন, সবার জন্য এই প্রার্থনাই করি 🙏🙏❤️❤️
Very nice and different kind of movie
Thanks for your very encouraging and valuable comment.. We are really very happy and proud for our so beautiful viewers...😊❤️🙏
খুব সুন্দর অসাধারণ
Khub valo laglo.
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে 😊🙏
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏❤️❤️
প্রিয় দর্শক,
আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যদি আপনাদের ভালো লেগে থাকে অথচ এখনও লাইক দেওয়া বাকি আছে, প্লিজ লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসগুলো লিখবেন।
সত্যি কথা বলতে কি, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোলাগা আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করছে।
আরেকটি কথা জানিয়ে রাখি,
আমাদের এই চ্যানেলে এই রকমই আরেকটি শর্ট ফিল্ম আপলোড হতে চলেছে, তাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি 🔔 ক্লিক ✔️ করে রাখবেন রাখবেন।
কারণ, সাবস্ক্রাইব করা থাকলে আপনারা ঠিক নিজে থেকেই জানতে পেরে যাবেন, পরবর্তী পোস্ট কি হচ্ছে।
Beautiful
Valo laglo
সবাইকে আমাদের কাম টু দ্য পয়েন্ট ইনফোটেইনমেন্ট মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা !!! 🙏🙏❤️❤️😊😊
তোমাদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর কমেন্টস, তোমাদের আবেগ, তোমাদের উৎসাহ, তোমাদের লাইক, তোমাদের শেয়ার ও তোমাদের সাবস্ক্রিপশন
আমার মন ছুঁয়ে গেছে।
আমার পক্ষ থেকে, আমার সহ-পরিচালক দেব গোস্বামীর পক্ষ থেকে, কাম টু দ্য পয়েন্ট ইনফোটেইনমেন্ট মিডিয়ার সকল কলাকুশলীর পক্ষ থেকে,
IICHM Karimpur র প্রনয় চ্যাটার্জির পক্ষ থেকে ও সর্বোপরি যার গল্প শ্রী অনিল কুমার পোদ্দার মহাশয়ের পক্ষ থেকে
সবাইকে জানাই আমাদের অফুরান ভালোবাসা।
সবার জন্য অফুরান শুভেচ্ছা ও শুভকামনা.....
সবাই তোমরা ভালো থেকো, সুরক্ষিত থেকো !!! 💕💕🙏🙏 😍😍
Khubvlo
ধন্যবাদ আপনাকে 😊🙏
খুবই ভালো লাগলো 💛💚🔥
অসংখ্য ধন্যবাদ 😊
সাদা কালো আরও ভালো লাগে।
এর কোনো তুলনা হয় না,
ki bhalo obhinoy ❤️❤️❤️❤️❤️❤️
বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে দেখছি খুব ভালো লাগলো 186 তম সাবস্ক্রাইবার
অসংখ্য ধন্যবাদ..😊
Bah, khub bhalo laglo...apnara dekhchen...bhison khushi holam..kolkatai ele kokhono dekha hobe.
Pure joy! Truely a masterpiece .
Excellent.