কমেডি ধাঁচের সিনেমা ভেবে শুরু করেছিলাম কিন্তু শেষ করতে গিয়ে কত রকমের স্বাদ যে পেলাম বলে শেষ করতে গেলে অনেক্ক্ষণ লেগে যাবে।এক কথায় এত অসাধারণ মানের সিনেমা আমি আগে কম দেখেছি।
আমি বাংলাদেশ থেকে রুমন জোয়ার্দ্দার জনী, অনেক শিক্ষনীয় মুভিটা, আমি একজন গীতিকার ও রাস্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে এই মুভির মধ্যে অনেক অনেক কিছু খুঁজে পেয়েছি সত্যি এক কথায় অসাধারণ মুভিটা, আর্ট মুভির মধ্যে গতানুগতিক বানিজ্যিক মুভির মতোনা,আর তাই আর্ট মুভি সকলেই বুঝতে পারেনা। স্ক্রিপ্ট রাইটারকে অসংখ্য ধন্যবাদ এ-তো সুন্দর গল্প ভাবার জন্য।
আমি ১ বাংলাভাষী বাংলাদেশী। সত্যি,অসাধারণ ছবি! না বলেও উপায় নেই,আবার বলে বোঝানোর ভাষাও নেই! কথাসাহিত্যের ঐ নতুন ধারা অব্যাহত থাকুক,,এপার-ওপার ২ বাংলায়!! অসংখ্য ধন্যবাদ।।
অসাধারণ একটি ফিল্ম। সূক্ষ্ম রসবোধ, বর্তমান সময়ের দলতন্ত্র ও গভীর সামাজিক অসুখ গুলোকে এতো সহজে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগলো। আপনার আরো ফিল্ম দেখতে চাই। অভিনন্দন।
Saswata Babu,Tulika Di,Santilal Babu,Raima। এরা সকলে আধুনিক বাংলা সিনেমার সর্ণযুগ এর দিকপাল অভিনেতা,, অভিনেত্রী..... এতো ভালো গল্প র সংলাপ... সকলকে জানাই আমার প্রণাম..
আমার দেখা অন্যতম সেরা বাংলা সিনেমা, আর তার প্রধান দাবিদার অবশ্যই গল্প, ডায়লগ, আর অভিনয়। নাড়িয়ে দিয়ে গেলো শ্বাশ্বতর ঐ ডায়লগটা - "আমার কলমেও আর লেখা নেই। ভাবতে পারছেন কষ্টটা ঘন্টার পর ঘন্টা কলমটা ধরে বসে আছি, একটাও লেখা বেরোচ্ছে না .... যতক্ষণ না কেউ বলছে কি লিখতে হবে, ততক্ষণ পর্যন্ত আমার কলম দিয়ে একটাও লেখা বেরোচ্ছে না। কারণ আমার নিজের মধ্যে কোনো লেখা নেই।"
ভেবেছিলাম সাধারণ একটা কমেডি মুভি, কিন্তু শেষ করে বুঝলাম, কত কী রয়েছে সিনেমাটায়, পলিটিক্যাল স্যাটায়ার থেকে শুরু করে বাংলা ভাষা, বাঙালী সত্তা...সবকিছু...
Raima sen k eto valo lage.. jotobar dekhi shudhu prem e pore jai .. jaihok bolte cheyechilam , Osadharon... R Saswato dadar kotha ki r bolbo sobsomoyei osadharon..
দারুন creativity, সুকুমার রায় থেকে অত্যন্ত বেশি inspiration reflect হয়েছে, সোসাইটিকে interlinked করা হয়েছে সুকুমার এর স্টাইল এ, সত্যি দারুন research
আমি জানিনা এই সিনেমাটা চলেছে না চলেনি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে. শাশ্বত ভালো অভিনেতা, অন্যরকম চরিত্র দারুণ করেন. বাংলায় sarcasm এর কবিতা, প্রবন্ধ, সিনেমা সবই অনেক যুগ ধরেই আছে, এই ছবিটা তাতে একটা নতুন সংযোজন. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Good humorous story for all ages and interesting all throughout. Well done Saswata & Raima and the good team work. Congratulations to Director & his team. Overall a wonderful & interesting movie.
Must see the movie at least for first 35 mins, only then you will be able to get the real taste of this movie. A real treasure awaits for you after 35 minutes. A mind blowing movie.
কমেডি ধাঁচের সিনেমা ভেবে শুরু করেছিলাম কিন্তু শেষ করতে গিয়ে কত রকমের স্বাদ যে পেলাম বলে শেষ করতে গেলে অনেক্ক্ষণ লেগে যাবে।এক কথায় এত অসাধারণ মানের সিনেমা আমি আগে কম দেখেছি।
😅
আমি বাংলাদেশ থেকে রুমন জোয়ার্দ্দার জনী, অনেক শিক্ষনীয় মুভিটা, আমি একজন গীতিকার ও রাস্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে এই মুভির মধ্যে অনেক অনেক কিছু খুঁজে পেয়েছি সত্যি এক কথায় অসাধারণ মুভিটা, আর্ট মুভির মধ্যে গতানুগতিক বানিজ্যিক মুভির মতোনা,আর তাই আর্ট মুভি সকলেই বুঝতে পারেনা। স্ক্রিপ্ট রাইটারকে অসংখ্য ধন্যবাদ এ-তো সুন্দর গল্প ভাবার জন্য।
শাশ্বত চট্টোপাধ্যায় মানেই অনন্য অভিনয়। যাকে বলে জাত শিল্পী। দ্যা করে স্যার আপনি কোনো দিনও কোনও রাজনীতি তে যাবেন না। এটাই অনুরোধ।
আমি ১ বাংলাভাষী বাংলাদেশী। সত্যি,অসাধারণ ছবি! না বলেও উপায় নেই,আবার বলে বোঝানোর ভাষাও নেই! কথাসাহিত্যের ঐ নতুন ধারা অব্যাহত থাকুক,,এপার-ওপার ২ বাংলায়!! অসংখ্য ধন্যবাদ।।
সত্যি কলকাতায় এখনো এমন কিছু সিনেমা নির্মান হয়,,,,সেসব নির্মাতা,গল্পকার শিল্পী কলাকৌশলী যারাই আছেন,তাদের মন থেকে সেলুট না করে পারা যায়না।💖💖💖💖
Realy
আর যাই করুন সেলুট করবেন না।
তোমাদের ঝন্টু দা কে বলো কিছু।। ৫০-৬০-৭০ দশকে যাও কলকাতার নির্মিত মুভিস দেখো।।
Q😊@😊@@udaymurmu562
অসাধারণ লাগলো। মন ছুঁয়ে গেল। এমন ছবি আরও প্রয়োজন। ভালোবাসা রইল বাংলাদেশ থেকে।
খুব ভালো লাগলো।এখনকার প্রায় সব বাংলা ছবিই দেখি যা বলতে চায়,তা ঠিক গুছিয়ে বলতে পারে না ,কিন্তু এই ছবিটা তার ব্যতিক্রম।সত্যিই মুগ্ধ হলাম।
ঠিক বলেছেন
অসাধারণ একটি ফিল্ম। সূক্ষ্ম রসবোধ, বর্তমান সময়ের দলতন্ত্র ও গভীর সামাজিক অসুখ গুলোকে এতো সহজে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগলো। আপনার আরো ফিল্ম দেখতে চাই। অভিনন্দন।
খুব সুন্দর লাগলো।
অসাধারণ একটা কনসেপ্ট।
রাজনীতি,সমাজনীতি,সাইকোলজি সবকিছুই আছে এর মধ্যে
মনটা ভালো হয়ে গেলো। আরোপিত গানগুলি না থাকলে একশোতে একশো দিতাম। রাইমা যথারীতি অসাধারণ আর শ্বাশত তো একাই শত!
Saswata Babu,Tulika Di,Santilal Babu,Raima। এরা সকলে আধুনিক বাংলা সিনেমার সর্ণযুগ এর দিকপাল অভিনেতা,, অভিনেত্রী..... এতো ভালো গল্প র সংলাপ... সকলকে জানাই আমার প্রণাম..
অসাধারণ, কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গেছি, যবনিকাপাত আরেক পরে হলে এই মনে লয় ভালো হয়।
ভালো হোক মন্দ হোক ফ্রেস কন্টেন্ট। আর ইন ডেপথ মিনিং ও ভালো। শাশ্বত আর রাইমা খুবই ভালো এক্টর✌️🙂
Ki boss valo tooooo
@@Atanu_Acharjee yes bro
হাসির মোড়কে বাংলার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। সত্যিই খুব ভালো লাগল।
আমার দেখা অন্যতম সেরা বাংলা সিনেমা, আর তার প্রধান দাবিদার অবশ্যই গল্প, ডায়লগ, আর অভিনয়। নাড়িয়ে দিয়ে গেলো শ্বাশ্বতর ঐ ডায়লগটা - "আমার কলমেও আর লেখা নেই। ভাবতে পারছেন কষ্টটা ঘন্টার পর ঘন্টা কলমটা ধরে বসে আছি, একটাও লেখা বেরোচ্ছে না .... যতক্ষণ না কেউ বলছে কি লিখতে হবে, ততক্ষণ পর্যন্ত আমার কলম দিয়ে একটাও লেখা বেরোচ্ছে না। কারণ আমার নিজের মধ্যে কোনো লেখা নেই।"
অসাধারন।ভালো ডিরেক্টর হলে অসাধারণ অভিনয় টেনে বের করে নেন।
হিন্দী সিনেমা এখনো অনেক পেছনে।গর্ব হয় নিজেকে বাঙালী বলে।
এইটা দারুণ বলেছেন।
I am proud I'm Bengalian 🥰🥰🇮🇳🇮🇳
ভেবেছিলাম সাধারণ একটা কমেডি মুভি, কিন্তু শেষ করে বুঝলাম, কত কী রয়েছে সিনেমাটায়, পলিটিক্যাল স্যাটায়ার থেকে শুরু করে বাংলা ভাষা, বাঙালী সত্তা...সবকিছু...
Apurbo!!!
অসাধারণ গল্প। বাংলা ভাষার এত সুন্দর মেলবন্ধন পাওয়া আজকের দিনে খুবই দুর্লভ।
পুরাতন সিনেমা হলেও আগে দেখা হয়নি।আজ দেখে অভিভূত।
সিনেমা টির সুরু টা আর শেষ টা অনেক টায় পার্থক্য , অসাধারণ লেগেছে , সিনেমা নির্মাণ কারিকে অসংখ্য ধন্যবাদ।
Dada holen adguru
Weds didi duruduru😂😂😂
Darun film darun golpo
খুব ভালো লাগলো। এর পরে বাংলার উপর দিয়ে যে কি হতে চলেছে ভেবে ভয় হয়। কারণ আমরা অত্যধিক সহনশীল।
Outstanding movie. Superb act
দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই ধরনের চলচিত্রগুলি চিরকালই জনপ্রিয়তার স্বর্নালোক থেকে বঞ্চিত হয়ে থেকে যায় ।
Raima sen k eto valo lage.. jotobar dekhi shudhu prem e pore jai ..
jaihok bolte cheyechilam , Osadharon... R Saswato dadar kotha ki r bolbo sobsomoyei osadharon..
দেখতে খুব সেক্সি লাগে
বাংলা বা ইংরেজী ভাষা শিখলে চাকরী পাওয়া যাবে তার কোনো আশা নেই।বাস্তব সিনেমা। অসাধারন।
বহুদিন পর ...LOT OF THANKS TO..RC...নিজেকে খুঁজে পেলাম...yes it is art.
প্রথম কিছুটা দেখে এতোটা ভালো লাগেনি,
পুরোটা দেখে বুঝলাম না দেখলে অনেক বড় "miss" করতাম
সত্যি দারুন ফিল্ম টা
অসাধারণ 👌👌👌👌
দারুণ উপভোগ্য একটা ছায়াছবি, অসাধারণ বিষয় ভাবনা. জীবনের বিকি- কিনির স্লো গান.
ছবি টা শেষ করে লেখলাম এতো সুন্দর একটা ছবি উপহার দেওয়া জন্য বসন্তের শুভেচ্ছা রইলো বীনা
আমরা বাংলা ভালবাসি। আমরা বাংলায় ভালবাসি।💙
মাস্টার পিস ছবি,,,আসলে এতটাই মুগ্ধ হলাম যে বাংলাতেই প্রকাশ করতে পারছিনা,,,লেখক কে শত কোটি ধন্যবাদ,, 🥰❤️🥰
Asadharan!! Seshmesh kichu bhalo jinish beroche Paschimbanger bangalider kach theke...dine dine khub bhenge porchi sab asatyo r jali jinisher gunogaan dekhe
বাংলা ভাষা যে কতখানি সমৃদ্ধ আবার তার প্রমাণ পেলাম। ধন্যবাদ গল্পকারের মস্তিষ্ক এবং পরিচালকের প্রয়োগ বিদ্যা ও সাহস কে। ❤
চমৎকার। এমন একটা স্ক্রিপ্ট লেখা আমার চিরদিনের স্বপ্ন।
,অসাধারন উপস্থাপনা।নিখাদ কমেডির আড়ালে রাজনৈতিক ,সামাজিক ও ভাষাগত দুরাচার বেনিয়মের উপর কষাঘাতের প্রচেষ্টা।
লেখক বা লেখিকা কে ধন্যবাদ জানাই। এমন সিনেমা দেখে কতো কিছুই উপলব্ধি হয়। অভিনেতা, অভিনেত্রী দের জন্য শুভকামনা রইলো।
অপু, তোমার অভিনয় অপূর্ব! রিমার অভিনয় স্বাভাবিক ওসংযত। শান্তিলাল, তুলিকা এবং ফটিকের আর হলুদের নেতার অভিনয়ও চরিত্রানুগ।
কিছু বলবো না । চিন্তা করতে , ভাবতে কখন যেন সিনেমা শেষ । অসাধারণ
সতিই বাংলার শিক্ষা সংস্কৃতি আজ এত সমৃদ্ধ , টা বোঝা কটিন।। আমরা গর্বিত ,আমরা বাঙালি..💖❤️
আমাদের প্রথম পরিচয় আমরা ভারতবাসী
@@rothinmondal1466 আপনার পরিচয় জিজ্ঞাসা করলে আপনি নিজের নাম বলেন না বংশের নাম বলেন?
যে যে রকম জিজ্ঞেস করে তাকে সেই রকমই উত্তর দিই,
@@manah2882 আর আমাকে সবাই নাম ই জিজ্ঞেস করে পরিচয় দাও এই রকম কেউ বলেনি,তাই প্রথমে আমার নাম ই বলি,আর আমি একজন ভারতীয় বাঙালি
নতুন চিন্তাধারায, সম্পূর্ণ নতুন ধরনের একটা সিনেমা। বলবো অসাধারণ!
শ্বাশত চট্টপাধ্যায় সত্যিকারের অভিনেতা।আমাদের সুনামধন্য তপসে❤
Outstanding movie. Once again proud to a bengali. Bangalirai pare erom sristi korte.
একেই বলে বাঙালির প্রতিভা,,,
সত্যিই খুব সুন্দর,,
Wow, outstanding movie, তবে এ মুভিটা সবার বোধগম্য হবে না।
অসাধারণ বুদ্ধিদীপ্ত সৃজণশীল উপভোগ্য বাংলা ভাষার গর্ব বাংলা চলচ্চিত্র টি পুরস্কৃত হওয়ার যোগ্য 🙏
অসাধারণ সিনেমা।
শুধু কমেডি যে ভাববে সে সিনেমার কিছুই বুঝে না।
সংলাপ, অভিনয়, কন্ঠ, ছন্দ, কাব্য, স্যাটায়ার......কি নেই!
স্যালুট সবাইকে।
অনেক দিন পর আবার দেখলাম এরকম সুন্দর একটা ছবি বা সিনেমা। মন ছুঁয়ে গেল ।শুভকামনা রইল পরিচালক সহ সবাই কে। খুব হৃদয় ছোঁয়া মুগ্ধতা।
অপূর্ব, অসাধারণ। আবার প্রমাণ পাওয়া গেল কেন বাংলা সারা ভারতকে পথ দেখাবে।
থুড়ি , কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি।
❤❤❤❤❤❤
এটা ভূল কথা বললেন 🇧🇩🇧🇩🇧🇩
অনেক কিছু জানলাম নতুন ভাবে, ধন্যবাদ টিম বাড়ি তার বাংলা
বাংলা ভাষার এমন আকালের দিনে এই ছবিটাকে নবান্নের ভোজ বলে মনে হলো।
In english - Awesome. In Bengali-fatafati, doordanto,monomugdhokar. Truly they deserve more respect..
দারুন creativity, সুকুমার রায় থেকে অত্যন্ত বেশি inspiration reflect হয়েছে, সোসাইটিকে interlinked করা হয়েছে সুকুমার এর স্টাইল এ, সত্যি দারুন research
😂😂
Onekdin pore bangla cinema deklam just oshadharron laglo , Saswata is a legend ❤🎉
অসাধারণ !!!
শাশ্বত .... His legacy.
Dr Raima
And Fatik Roy.... Oooff
And parents
এতটা গভীরতা বা কি যে বলবো.... ভাষায় প্রকাশ করতে পারবো না... শুধু মুগ্ধ হয়ে গেলাম
এক কথায় অসাধারণ সিনেমা... কিন্ত দুঃখের বিষয় আমরা বাঙালিরা
কয়জন এই ধরনের সিনেমা দেখি?
এই সিনেমাগুলো আরো আরো বিজ্ঞাপিত হওয়া উচিৎ
Saswata Dar biggest fan aami. Eta ekdom aalada plot. Khub Bhalo laaglo. Refreshing. ❤️❤️
জিও স্মার্ট ফোনে দেখেছিলাম। এতটা উপভোগ্য হয়নি। এ্যান্ড ড্রয়েড ফোনে কিন্তু দারুণ উপভোগ করলাম।
Awesome,innovative application of bengali language in society & politics.Excellent movie.
আমি জানিনা এই সিনেমাটা চলেছে না চলেনি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে. শাশ্বত ভালো অভিনেতা, অন্যরকম চরিত্র দারুণ করেন.
বাংলায় sarcasm এর কবিতা, প্রবন্ধ, সিনেমা সবই অনেক যুগ ধরেই আছে, এই ছবিটা তাতে একটা নতুন সংযোজন. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Wasa dharon golpo monta chuya galo....
Bangalir joy
After a long time one of the best bengali movie with all respect hats off
কী সহজ সরল একটা সিনেমা। অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল।
পুরোই আগুন...🔥🔥🔥
Khub bhalo cinema 📽️❤
সালমান খানের বিগ বাজেটের সিনেমা থেকে কয়েকগুণ বেশি ভালো ছিলো।
Salman Khan er cinima is always cheaper
1:13:03 ভদ্রলোককে দেখে পার্থ+ ববি কাকুর combination লাগছিল 🤣🤣
Satti darun .....keno dekhini etodin .........really missed it ..............
Good humorous story for all ages and interesting all throughout. Well done Saswata & Raima and the good team work. Congratulations to Director & his team. Overall a wonderful & interesting movie.
তোমাকে আমায় ছুঁতে হবে।
আমি তোমায় ছোঁবো না।
এই সিনেমা সবার জন্য নয়
এক কথায় অপূর্ব ।। 2050 সালের জন্য 2023 তে দেখে কমেন্ট করে গেলাম ।।
চমৎকার 👏🏼👌🏼💖
Ami coment gulo pore muveta dakhar i66a ho66a Mona hoy khub vlo hoba 😊
অসাধারণ একটি বাংলা ছবি, সত্যি আমার বাংলি বাংলা আমাদের গর্ব
বড়ো চমৎকার ছবি। ফিরে ফিরে দেখা যায়।
অসাধারণ। একজন নাট্যকার হিসেবে অভিভূত। এত সুন্দর গল্প, গাঁথুনি, গল্প বলার ধরন।
খুব সুন্দর করে সব দিক গুলো কে তুলে ধরা হয়েছে। দারুন লাগলো❤️❤️❤️❤️
Onek sundor akta Bangla movie 💙💙💙💙💙
সেরা ❣️
দুর্দান্ত ছবি। মুগ্ধ হলাম।
Darun darun anek di n pare dekhlam🎉
অসাধারন, গর্বিত বাঙালি।❤❤❤❤
Sawasta er Raimar juti ta amar bhalo lage,❤️
🙏🏼🌹🙏🏼অপূর্ব, অভাবনীয়,❤️🌹❤️ অভিনন্দন ❤️🌹❤️
What a powerful political statement! Khub bhalo.
ছবিটি দেখার আগেই কমেন্ট পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
অপূর্ব অপূর্ব, যতবার দেখি নতুন করে ভালো লাগে!!
বহুরূপী সত্যি অসাধারণ সিনেমা - নাচ আছে , গান আছে, অ্যাকশন আছে , সম্পর্ক , রোমাঞ্চ ও গল্প খুবই সুন্দর |
Good is always Good, Good Story not Only story every thing is Fantastic, I really enjoyed this Movie 🎥🆒👍👍👍👍👍
Excellent.👍👍👍❤️👍👍👍
Must see the movie at least for first 35 mins, only then you will be able to get the real taste of this movie. A real treasure awaits for you after 35 minutes. A mind blowing movie.
A beautiful film. Thanks to the director, Saswata,Rima, and all
Others.I remember the only one
Famous satire writer, Sukumar
Roy
ভীষণ ভাবে আজকের দিনে প্রাসঙ্গিক।
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক দিন পর দেখলাম। ভালো লাগল ।
অসাধারন। এমন সৃষ্টি বারে বারে হোক।
অসাধারন উপস্থাপন। খুব ভালো লাগলো।👌👌👌💐💐💐
অপূর্ব একটি সিনেমা। 😊
36:00 পুরো সিনেমাটার best part 😂😂
অসাধারন ছবি বাংলার কোনো তুলনা নেই, মন ছুঁয়ে গেল
Sei merun party to 2021 eo shunyo run a out 😜